Search box..

Wapkiz ওয়াপকিজ সাইটে স্টাইকি ফুটার অ্যাড বসানোর উপায় বিস্তারিত

Wapkiz ওয়াপকিজ সাইটে স্টাইকি ফুটার অ্যাড বসানোর উপায় বিস্তারিত


Wapkiz ওয়াপকিজ সাইটে স্টাইকি ফুটার অ্যাড বসানোর উপায় বিস্তারিত

Posted:

 স্বাগতম আপনাকে আমার আজকের আরো একটি পোষ্টে।

আপনারা জানেন আমরা আমাদের এই সাইট একটি প্রযুক্তি বিষয়ক সাইটে। 

আমাদের সাইটে প্রতিনিয়ত প্রযুক্তি বিষয়ক নানান পোস্ট করা হয় এবং ওয়েব ডিজাইনিং পোষ্ট ও করে থাকি।

আর তার ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়াপকিজ স্টাইকি ফুটার অ্যাড বসানোর কোড।

স্টাইকি ফুটার অ্যাড বসানোর উপায় ওয়াপকিজে
স্টাইকি অ্যাড কভার

আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে ওয়াপকিজে ফুটারে ভাসমান অ্যাড বসাবেন।

তো কীভাবে বসাবেন সেটি বোঝতে পুরো পোষ্টটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

স্টাইকি ফুটার অ্যাড বসানোর সুবিধাঃ

ওয়াপকিজ সাইটে স্টাইকি ফুটার অ্যাড বসানোর নানান সুবিধা আছে।

আপনি যদি আপনার সাইটে স্টাইকি অ্যাড বসান তবে আপনার সাইট থেকে ইনকাম বেশি হবে।

এমনকী অ্যাডে অনেক ক্লিক পড়বে এতে আপনার বিশাল ইনকাম হবে।

স্টাইকি অ্যাড বসানোর জন্য অ্যাডে অনেক ইমপ্রেশন হবে এতে করেও আপনার ইনকাম হবে।

আপনার ওয়েবসাইটের কোনো ডিজাইনের ক্ষতি হবে না বরং দেখতে সুন্দর ও আকর্ষনিয় হবে।

স্টাইকি ভাসমান অ্যাড বসানোর জন্য ওয়াপকিজে যে ডিফল্ট অ্যাড থাকে সেটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে।

কীভাবে স্টাইকি অ্যাড বসাবেনঃ

আপনার ওয়াপকিজ সাইটে স্টাইকি অ্যাড বসাতে প্রথমে আপনাকে একটি এইচটিএমএল কোড বসাতে হবে।

আপনার যদি প্রথমিক HTML সম্পর্কে ধারনা থাকে তবেও আপনি এই অ্যাড বসাতে পারবেন।

অ্যাড বসাকে আপনাকে কোনোকিছু কাষ্টমাইজ করতে হবে না শুধু নিচে থেকে স্টাইকি হওয়ার কোডটি আপনার সাইটে বসিয়ে দিবেন তারপর আপনার অ্যাডকোডটি বসিয়ে দিবেন তবেই কাজ হয়ে যাবে।

তো নিচে আমি কোডটি দিয়ে দিচ্ছি আপনি কোডটি কপি করে আপনার সাইটে বসিয়ে দিন।

কোডটি আপনার ইচ্ছামতো যেকোনো জায়গায় বসাতে পারবেন তবে এটি আপনি যেখানেই বসান নাকেনো এটি সরাসরি ফুটারে চলে যাবে।

কোডটি কপি করে নিনঃ

 <link href="https://maxcdn.bootstrapcdn.com/font-awesome/4.5.0/css/font-awesome.min.css" rel="stylesheet"><link rel="stylesheet" href="https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/4.3.1/css/bootstrap.min.css"><div class="alert alert-dismissible fade show"role="alert"style="background-color:#fff;color:red;position:fixed;bottom:0px;"><b><iframe data-aa="1785996" src="//ad.a-ads.com/1785996?size=240&background_color=gba(13,203,239,0.7)&text_color=ffffff&title_color=d23f3f&title_hover_color=000000&link_color=37eca4&link_hover_color=000000" style="width:250px; height:60px; border:0px; padding:0; overflow:hidden; background-color: transparent;"></iframe></b><button type="button" class="close p-2 m-2"data-dismiss="alert"aria-label="Close"><i class="fa fa-times-circle" aria-hidden="true"></i></button></div>

কাষ্টমাইজঃ

আপনি ইচ্ছে করলে কোডটিকে আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন।

আপনি কোডটির কালার পরিবর্তন, দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন সহ আরো অনেক কাষ্টমাইজ করতে পারবেন।

কোডটিতে আমার অ্যাডকোড দেওয়া আছে আপনি এটিকে রিপ্লেস করে আপনার অ্যাড কোড বসিয়ে দিবেন।

উপসংহারঃ

কোডটি আপনি ইচ্ছে করলে ওয়াপকিজ সহ আরো সকল সাইটেই ব্যবহার করতে পারবেন।

আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটেও ব্যবহার করতে পারবেন।

আর এই কোডটি আপনাদেরকে দেওয়া হচ্ছে আইটি হেল্পবিডি ১২ এর সৌজন্যে।

আমার আজকের দেওয়া কোডটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আর যদি আপনি আরো সুন্দর ডিজাইনের কোড পেতে চান তবে প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন।

অথবা আমাদেরকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।

যেকোনো প্রয়োজনে ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে মেসেজ দিন।
ফেসবুক পেইজে লাইক দিন


The post Wapkiz ওয়াপকিজ সাইটে স্টাইকি ফুটার অ্যাড বসানোর উপায় বিস্তারিত appeared first on Trickbd.com.

গুগল এডসেন্স পাওয়ার গাইডলাইন – কিছু অনুসরণীয় পদক্ষেপ

Posted: 06 Nov 2021 12:20 AM PDT

আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আগের মতো আমি আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ট্রিকস নিয়ে।আশা করছি ট্রিকসটি আপনাদের কাছে ভালো লাগবে।তো আজকের পোস্টটি শুরু করছি।

আপনারা অনেকেই গুগল এডসেন্স এর নাম শুনে থাকবেন।আর অনেকেই এটি সম্পর্কে সম্যক ধারণাও পেয়ে গেছেন।তো আজকে আমি এ বিষয়েই আপনাদের সাথে কথা বলব।

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জানতে চেয়েছেন যে গুগল এডসেন্স কিভাবে পাবো? আর এই গুগল এডসেন্স পাওয়ার জন্য কি কি দরকার হয়?-এগুলোর সবকিছুর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব।

অ্যাডসেন্স পাওয়ার জন্য যা যা করতে হবে

1. প্রিমিয়াম ডোমেইন ব্যবহার :


যদি আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটে একটি ফ্রি ডোমেইন নাম ব্যবহার
করছেন, তাহলে সেটা বদলে ফেলুন।দ্রুত এডসেন্স অনুমোদন পাওয়ার জন্য একটি প্রিমিয়াম ডোমেইন (.com, .info, .xyz, .net, .org) থাকাটা অনেক জরুরি।তাই এই কাজটি অত্যন্ত জরুরি।তাছাড়া যদি আপনি চান তাহলে গুগলের ব্লগস্পট (blogspot) ফ্রি তে ব্যাবহার করতে পারবেন।এটি ফ্রি হলেও,যেহেতু এটি গুগলের সেহেতু,এটিও আপনি ব্যবহার করতে পারবেন।

2.অন্যান্য এড ব্যবহার না করা:


যখন আপনি গুগল এডসেন্সের জন্য apply করবেন, তখন যাতে আপনার ব্লগে অন্য কোনো এড network এর বিজ্ঞাপন না থাকে। এতে,এডসেন্স অনেক সহজেই আপনার অনুরোধ রিজেক্ট করে দিতে পারে।মানে,আপনার সাইটের ব্লগে পূর্বে যদি কোনো এড থাকে তাহলে সেটা রিমুভ করতে হবে।তা যদি না হয়,তাহলে আপনি কোনো মতেই এডসেন্স পাবেন না। তাই, এটিও একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।এটির দিকে আমাদের লক্ষ রাখা উচিত।

3.দ্রুত এবং পরিষ্কার সাইট:


একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে,আপনার বানানো ব্লগ যাতে অনেক ফাস্ট এবং পরিষ্কার থাকে। মানে,ব্লগের loading speed ভালো হতে হবে এবং তার সাথে ব্লগ দেখতে যাতে অনেক পরিষ্কার (clean) আর স্পষ্ট থাকে। একটি ভালো এবং পরিষ্কার থিম ব্লগে অবশ্যই ব্যবহার করবেন।যা,আপনার সাইটকে এডসেন্স পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে।

4.কিছু গুরুত্বপূর্ণ পেজ সাইটে যুক্ত করুন


ব্লগ বা ওয়েবসাইটে এডসেন্স পাওয়ার জন্য কিছু অনেক জরুরি পেজ অবশ্যই থাকতে হবে। যেমন:

১. Privacy policy
২. Contact Us
৩. Disclaimer
৪. About Us

যদি এই পেজ গুলি ব্লগে বানানো থাকে,তাহলে যেকোনো ব্লগ বা ওয়েবসাইট দেখতে অনেক professional বা পেশাগত লাগে। তাই, জলদি এডসেন্স এপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নিচে এই পেজ গুলো সম্পর্কে বলা হলো:

১. Privacy policy:
অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য প্রাইভেসি পলিসি অবশ্যই লাগবে। এই পেজে আপনি লিখবেন কিভাবে আপনি ভিজিটরের তথ্য সংরক্ষণ করবেন। আপনি অন্য কোথাও ভিজিটরদের গোপন তথ্য প্রকাশ করবেন না এই মর্মে লিখবেন।

২.About us:
এই জায়গায় আপনি আপনাদের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত লিখবেন। অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে কি কি পাওয়া যাবে বা কি জন্য ওয়েবসাইটটি চালু করেছেন সে সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে। আপনি চাইলে এখানে আপনাদের ঠিকানা উল্লেখ করতে পারেন।

৩. Disclaimer:
এটি অর্থাৎ Disclaimer আপনার সাইটের জন্য অতি গুরুত্বপূর্ণ।এখানে আপনার সাইটের দাবি,অস্বীকৃতি বিষয় থাকে।এগুলো তৈরি করে নিবেন।

৪.Contact us:
একজন ভিজিটর আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই পেজে। যেমন: আপনার সাথে ইমেইল বা চিঠির মাধ্যমে কিভাবে যোগাযোগ করতে পারবে সে সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।

5.দীর্ঘ ও কপি-পেস্ট মুক্ত আর্টিকেল :


আপনার সময় লাগলেও, ব্লগে লিখা প্রত্যেকটি আর্টিকেল যাতে মিনিমাম ৬০০ থেকে ১০০০ শব্দের ভেতরে হয় সেটা খেয়াল রাখতে হবে।নিজের লিখা অরিজিনাল (original) আর্টিকেল কমেও ৬০০ শব্দের ভেতরে থাকলে, এডসেন্স অনেক সহজেই আপনার ব্লগকে একটি high quality ব্লগ ভাববে। আর কোনোমতেই কপি-পেস্ট যুক্ত পোস্ট লিখবেন না। এতে, সহজেই এপ্রুভাল পেয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি।

6.কপিরাইট মুক্ত ইমেজ ব্যবহার করা:

মনে রাখবেন, নিজের ব্লগের আর্টিকেলে কোনো সময় গুগল থেকে যেকোনো ছবি (image) ডাউনলোড করে ব্যবহার করবেননা। Copyright images বা অন্যদের দেয়া ছবি ব্যবহার করলে সেগুলি আপনার নিজের কনটেন্ট বোঝায়না। তাই, এরকম ছবি ব্যবহার করলে এডসেন্সের থেকে অনুমোদন পাওয়াটা অনেক কঠিন।Pixabey এবং Pexels ব্যবহার করে আপনারা নিজের ব্লগের জন্য ভালো ভালো হাজার হাজার copyright free ছবি পেয়ে যাবেন।

7.কমপক্ষে ৫০ টি আর্টিকেল থাকা:


আপনি একটি খালি বা কিছুই কনটেন্ট না থাকা ব্লগ এডসেন্সের জন্য দিতে পারবেন না।আর, যদি দিয়েও থাকেন তাহলে এডসেন্স সেই ব্লগ কোনোদিন এপ্রুভ করবেনা।তাই, নিজের ব্লগে,এডসেন্সের জন্য এপলাই করার আগেই কমেও ৫০ টি ভালো ভালো আর্টিকেল লিখবেন। তাছাড়া, ব্লগে থাকা প্রত্যেক ক্যাটেগরিতে ৩-৫ টি করে আর্টিকেল থাকতে হবে। মনে রাখবেন, কোনো রকমের কপি করা কনটেন্ট ব্লগে থাকলে, adsense কিন্তু আপনার ব্লগ approve করবেনা। তাই, অরিজিনাল (original) এবং ভালো কোয়ালিটির কনটেন্ট লিখবেন। তাহলে, বন্ধুরা ওপরে আমি বলা নিশ্চয় গুলি ধ্যান দিয়ে এডসেন্সের জন্য এপলাই করলে, অনেক কম সময়ের ভেতরেই adsense আপনার ব্লগকে এপ্রুভ করে দিবে।

আশা করছি সবাই লেখাগুলো বুঝতে পেরেছেন।যেহেতু এটা আমার ১ম আর্টিকেল সেহেতু যদি আমার কোনো ভুল-ভ্রান্তি হয় তাহলে ক্ষমা করে দিবেন।আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।আমি খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করবো।

তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই,সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।আবারও কোনো এক সময় হাজির হয়ে যাব আপনাদের কাছে অন্যকিছু ট্রিকস-টিপস নিয়ে।

প্রিয় বন্ধুরা,যদি একটু সময় পান তাহলে আমার সাইটটা ভিজিট করে আসবেন।সেখানেও আপনারা নিত্য-নতুন টিপস ও ট্রিকস পাবেন।

AllTrickBD.XyZ – Share And Upgrade Your Knowledge

Contact me on Facebook

The post গুগল এডসেন্স পাওয়ার গাইডলাইন – কিছু অনুসরণীয় পদক্ষেপ appeared first on Trickbd.com.

wapkiz সাইটে রেস্পন্সিব নেভিগেশন বার যুক্ত করার উপায়

Posted:

সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে ট্রিকবিডির সকল কন্টেন্ট একটি সাইট কপি করছে।
আরে ভাই আপনি ওয়েবসাইট বানালেন সেখানে আপনি নিজে পোষ্ট লিখবেন অন্যের পোষ্ট কেনো কপি করছেন।
পারলে নিজে পোষ্ট লিখে ওয়েবসাইট পরিচালনা করুন তবেও অন্যের পোষ্ট কপি করে নিজের সাইটে দিবেন না।

 আপনারা যারা wapkiz ইউজার আপনাদের জন্য নিয়ে আসলাম রেস্পন্সিব নেভিগেশন বার কোড।যার মানে আপনারা আপনাদের ওয়াপকিজ সাইটে অনেক তথ্য ও লিংক একটি বাটনে লুকিয়ে রাখতে পারবেন।

এটির মাধ্যমে আপনি যখন এই বাটনটিতে ক্লিক করবেন তখনই শুধু এটির তথ্য মানে লিংক গুলো দেখতে পারবেন।আর এই বাটনটিকে বলে নেভিগেশন বার।যেহেতু এটি রেস্পন্সিব তাই এটির নেবভারটি শুধু মোবাইলে দেখা যাবে যখন আপনি পিসিতে ব্যবহার করবেন তখন এটি একটি সুন্দর পৃষ্ঠায় পরিনত হবে।আপনারা হয়তো অনেকেই জানেন না

 wapkiz কী? 

ওয়াপকিজ হচ্ছে একটি ওয়েব বিল্ডার সাইটে এখানে আপনি আপনার পচন্দমতো যেকোনো সাইট বানাতে পারবেন।wapkiz.com হচ্ছে এটির ডোমেইন নেইম আর আপনি যদি কোনো ওয়েবসাইট বানান তবে আপনার ডোমেইন নেইম হবে example.wapkiz.com এমন।পরে আপনি ইচ্ছে করলে আপনার সাইটে কাষ্টম ডোমেইন কিনে ব্যবহার করতে পারবেন।

 রেস্পন্সিব নেভিগেশন বারটি যুক্ত করার সুবিধাঃ

 আপনি যদি আপনার সাইটে নেবভারটি যুক্ত করেন তবে আপনার সাইটটি দেখতে অনেক সুন্দর ও আকর্ষনিয় হবে।আপনার সাইটে থাকা নেবভারটি যেকেউ খুব সুন্দর করে ইউজ করতে পারবে এবং দেখতেও সুন্দর দেখাবে।

 কীভাবে যুক্ত করবেনঃ 

 নেবভারটি যুক্ত করার জন্য নিচের কোডটি আপনার সাইটের হেডারে যুক্ত করে দিন। তবেই আপনার সাইটে নেবভারটি যুক্ত হয়ে যাবে।আর এই নেবভারটির কোষগুলো আপনাদের দেওয়া হচ্ছে আইটি হেল্পবিডি১২ এর সৌজন্যে। নিচে আমি কোডটি দিচ্ছি এটি আপনি কপি করে আপনার সাইটে বসিয়ে দিন তবেই আপনার সাইট প্রস্তুত হয়ে যাবে।

<link rel="stylesheet" href="https://cdnjs.cloudflare.com/ajax/libs/font-awesome/4.7.0/css/font-awesome.min.css"><style>body { margin: 0;font-family: Arial, Helvetica, sans-serif;}.topnav {overflow: hidden;background-color: #333;}.topnav a { float: left;display: block;color: #f2f2f2; text-align: center;  padding: 14px 16px;  text-decoration: none; font-size: 17px;}.topnav a:hover { background-color: #ddd; color: black;}.topnav a.active {  background-color: #04AA6D;  color: white;}.topnav .icon {  display: none;}
@media screen and (max-width: 600px) {  .topnav a:not(:first-child) {display: none;}  .topnav a.icon {    float: right;  display: block; }}
@media screen and (max-width: 600px) {  .topnav.responsive {position: relative;}  .topnav.responsive .icon {   position: absolute;   right: 0;   top: 0;  }  .topnav.responsive a {    float: none; display: block;  text-align: left;  }} </style><div class="topnav" id="myTopnav">  <a href="#home" class="active">Home</a>  <a href="#news">News</a> <a href="#contact">Contact</a>  <a href="#about">About</a>  <a href="javascript:void(0);" class="icon" onclick="myFunction()">  <i class="fa fa-bars"></i> </a></div><script>function myFunction() {  var x = document.getElementById("myTopnav");  if (x.className === "topnav") {  x.className += " responsive";  } else {  x.className = "topnav";}}</script>

 বন্ধুরা যদি কোডটি কপি করতে সমস্যা হয় তবে কমেন্ট করে জানান।

 উপসংহারঃ 

 বন্ধুরা কোডটি নিশ্চয় আপনার ভালো লেগেছে। আপনি ইচ্ছে করলে কোডটি হেডারে না বসিয়ে ফুটারেও বসাতে পারেন।আপনাদের জন্য আগামি পোষ্ট হবে কীভাবে ফুটার বার যুক্ত করবেন।তো আজ এপর্যন্ত নতুন কিছু পেতে আমাদের সাথেই থাকুন।

আমার ব্লগ ভিজিট করতে পারেন Visit


The post wapkiz সাইটে রেস্পন্সিব নেভিগেশন বার যুক্ত করার উপায় appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments