Search box..

বাংলাদেশি প্রথম গেম annihilation . A to Z ইনফর্মেশন।

বাংলাদেশি প্রথম গেম annihilation . A to Z ইনফর্মেশন।


বাংলাদেশি প্রথম গেম annihilation . A to Z ইনফর্মেশন।

Posted:

আসসালামুআলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন। আর ভালো না থাকলেও আজকে আমি যে খবরটা আমরা জন্য নিয়ে সেটা শুনার পর আপনারা এমনিতেই ভালো হয়ে যাবেন। আমার আজকের কনটেন্ট এর মূল বিষয় হচ্ছে বাংলাদেশি অ্যানিহিলেশন গেম, আজকে রিলিজ হয়েছে। এ বিষয় নিয়ে। তাহলে চলুন বন্ধুরা আজকের কনটেন্ট শুরু করা যাক।

 

 

 

অ্যানিহিলেশন গেম সম্পর্কে কিছু কথা:

 

বন্ধুরা আপনারা সবাই জানেন অ্যানিহিলেশন গেম একটি বাংলাদেশী প্রথম অনলাইন ব্যাটেল রয়েল গেম। এই গেমটা হতে যাচ্ছে পাবজি এবং ফ্রী ফায়ার এর মত একটা অনলাইন গেম। এটিতে বাংলাদেশের সব জায়গা তুলে ধরা হয়েছে যেমন রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, ঢাকা শহরের কিছু অংশ ইত্যাদি এই গেমের ম্যাপে দেওয়া হয়েছে।

 

অ্যানিহিলেশন গেমের ম্যাচ গুলান কেমন হবে:

 

এবার আমি বলব আপনাদেরকে এই গেমের ক্লাসিক ম্যাচ কতজন করে প্লেয়ার নামবে? হ্যাঁ বন্ধুরা এই গেমে 60 জন করে প্লেয়ার নামবে একটি ম্যাপে। আর আমরা ফ্রি ফায়ারে যেরকম ক্লাস স্কয়ার মেসে 4 ভার্সেস 4 করে খেলে থাকি আর এখানে সেটা হতে যাচ্ছে 5 ভার্সেস 5। তাহলে বন্ধুরা মনে করেন গেমটা কতই এপিক হতে যাচ্ছে।

 

এই গেমটা কিভাবে ডাউনলোড করবেন?:

 

তো বন্ধুরা এই গেমটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন তারপর সার্চ করবেন annihilation mobile লিখে। তারপরে দেখুন নিচের মত একটা গেম পাবেন। এটা ডাউনলোড করুন।

 

এই গেমটা কি 1 জিবি মোবাইলে খেলা যাবে?:

 

হ্যাঁ বন্ধুরা আমি যদি বাড়ি খেলা যাবে তাতে কোন দোষ নেই। এখন যে এই ভার্সনটা রিলিজ হয়েছে এটা খেলা যাবে না। অ্যানিহিলেশন ডেভলপাররা অ্যানিহিলেশন লাইট নামে আরেকটি গেম প্লে স্টোরে আপলোড দিবে। তখন আমরা 1 জিবি RAM ফোনেও এই গেমটা খেলতে পারব।

 

তাহলে বন্ধুরা ডাউনলোড করা শেষ হয়ে গেলে তারপর আপনার ওপেন করুন। ওপেন করার পর একটা নোটিফিকেশন আসবে সেখানে লেখা থাকবে ”ইরোর আপডেট” হ্যাঁ বন্ধুরা এই গেমটা সবেমাত্র রিলিজ হয়েছে। এখন ডিপ্লোবাররা এই গেমটা কে আপডেট দিবে যে রকম ফ্রী ফায়ার প্রতিমাসে আপডেট দেয়। আশা করি আমরা এই আপডেট টা দুই থেকে একদিনের মাঝে পেয়ে যাব। আর যদি একটু দেরি হয় তাহলে আমরা পরের বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পেয়ে যাব। কিন্তু যত সম্ভব ডিপ্লোবাররা দুই থেকে একদিনের মধ্যেই এই আপডেট দিয়ে দিবে। অথবা আজকে দিতে পারে। এ বিষয়ে আমি নিশ্চিত নই।

এই গেমটা গ্রাফিক্স কেমন?

হ্যাঁ বন্ধুরা আপনাদের বাবার কথা যে এই গেমটির গ্রাফিক্স কেমন হবে? বাংলাদেশি গেম হিসেবে এই গেমটা আর গ্রাফিক্স অনেক ভালো। দেখুন বন্ধুরা প্রথমে কোন গেমস সরাসরি ভালো হয়ে আসে না। আমরা যদি ফ্রি ফায়ারে দেখি ওটা 2017 সালে কি রকম ছিল আপনারা সবাই জানেন। তাহলে ওটা তিন বছর পর অনেকটা বিপ্লব হয়েছে। তাহলে এটা থেকে বোঝা যায় আমরা যদি আমাদের বাংলাদেশকে আমি তাকে একটু সাপোর্ট দেই তাহলে এটাও অনেক দুর এগোতে পারবে।

 

শেষ কথা:

বন্ধুরা আজকের কোন দিন টা অনেক বেশি বড় হয়ে গেছে। আমার তো লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে।

 

আর আমি ঠিক করছি যে এই গেমটা নিয়ে একজন ইউটিউবার হবো। আপনাদের সার্পোট কামনা করে আজকে বিদায় নিচ্ছি ।আসসালামু আলাইকুম।

এই গেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন:

লিংক: https://youtube.com/channel/UCdPfP2o1hN-NlVLirx_50hw

 

The post বাংলাদেশি প্রথম গেম annihilation . A to Z ইনফর্মেশন। appeared first on Trickbd.com.

নিয়ে নিন একটি দারুন গেম shadow fight 3 version

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।

তো, আজকে আমি এই পোষ্টে একটা চমৎকার গেম সম্পর্কে বলবো । আপনারা shadow fight গেম টি তো খেলে থাকবেন । এটা আমারও একটা প্রিয় গেম । এটার
প্রথম ও দ্বিতীয় version তো আগেই release হয়েছে । আপনারা হয়তো খেলেও থাকবেন । এবার এর তৃতীয় version এসে গেছে ।

আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

প্রথমে কিছু তথ্য জেনে নিই
Name : shadow fight 3
Type : offline
Size : 122 mb
Playstore rating : 4.3
Personal rating : 4.5
Device : Android
গেমটির গ্রাফিক্স এক কথায় চমৎকার। আর গেমটির সাইজ একটু বড় হলেও গেমটি খেলে আপনারা দারুন মজা পাবেন । বিশেষ করে আপনারা যদি shadow fight এর প্রথম এবং দ্বিতীয় ভার্সনগুলো খেলে থাকেন তাহলে এই version টি আপনারা দারুন উপভোগ করতে পারবেন । চলুন কিছু স্ক্রিনশট দেখে নেওয়া যাক তো দেরি না করে আমার দেওয়া এই ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন । আর কোন কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানান । আর আমার এই পোস্টটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে please আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন । আর যেকোনো প্রবলেমে Facebook এ আমার সাথে contact করবেন

The post নিয়ে নিন একটি দারুন গেম shadow fight 3 version appeared first on Trickbd.com.

একনজরে বিপিএল-৮ এর দলগুলো

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
গতকাল ২৭ শে ডিসেম্বর ২০২১ ইং বিপিএল সিজন ৮ এর নিলাম সমপন্ন হয়েছে। এবারের বিপিএল এ অংশগ্রহণ করছে মোট ৬ টি দল। আমরা এবার এই ৬টি দলের প্লেয়ার তালিকা দেখে নিব।তো শুরু করা যাক….

সিলেট সানরাইজার্স

সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, দিনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)।
ড্রাফট থেকে দেশি: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, এনামুল হক, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন ও শফিউল হায়াত।
ড্রাফট থেকে বিদেশি: রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)।

ঢাকা

সরাসরি চুক্তি: মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কায়েস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।
ড্রাফট থেকে দেশি: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান ও ইবাদত হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড)।
ড্রাফট থেকে দেশি: শরীফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম হোসেন, মুকিদুল ইসলাম, রেজাউর রহমান, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম।

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, মুজিব উর রহমান (আফগানিস্তান), দানুষ্কা গুনাতিলকা (শ্রীলঙ্কা) ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।
ড্রাফট থেকে দেশি: নুরুল হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান, ফজলে মাহমুদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ও ইরফান শুক্কুর।
ড্রাফট থেকে বিদেশি: নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), ওবেদ ম্যাকয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)।

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি: মুশফিকুর রহিম, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা), নাভিন উল হক (আফগানিস্তান)।
ড্রাফট থেকে দেশি: মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম, ইয়াসির আলী, ফরহাদ রেজা, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকের আলী ও নাবিল সামাদ।
ড্রাফট থেকে বিদেশি: সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড) ও সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)।
ড্রাফট থেকে দেশি: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, পারভেজ হোসেন, আবু হায়দার ও মেহেদী হাসান।
ড্রাফট থেকে বিদেশি: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ)।

আজকে এতটুকু। খোদাহাফেজ।

The post একনজরে বিপিএল-৮ এর দলগুলো appeared first on Trickbd.com.

[Released] ডাউনলোড করে নিন Annihilation Mobile Game | Open Your Game Account

Posted:

অ্যানিহিলেশন গেম: এই পোস্টে, আমি আপনাকে বলব কিভাবে অ্যানিহিলেশন গেম ডাউনলোড করতে হয় এবং Account খোলতে হয় । অ্যানিহিলেশন একটি বাংলাদেশী প্রথম ব্যাটল রয়্যাল গেম। এটি একটি গল্প ভিত্তিক খেলা। বাংলাদেশের ক্রাইসিস এন্টারটেইনমেন্ট এই গেমটি ডেভেলপ করেছে । এটি বাংলাদেশের প্রথম ব্যাটল রয়্যাল গেম।

অ্যানিহিলেশন গেম বাংলাদেশের high quality game। আপনি এই গেমটিতে 60 জন খেলোয়াড়ের সাথে 5v5 খেলতে পারেন। আপনি গেমটিতে উচ্চ মানের গ্রাফিক্স দেখতে পাবেন।

Download: Annihilation On Playstore

গেম এর patch আপডেট দেওয়া হয়নি, তাই এখন এরকম আসতেছে।

In game patch আপডেট কালকে দেওয়া হবে, Then আমার Full post আপডেট করে game নিয়ম, Account খোলা সব দেখিয়ে দিব এই টিউটোরিয়াল।

অ্যানিহিলেশন একটি অনলাইন-ভিত্তিক গেম তাই আপনার অবশ্যই একটি ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।

See You Guys In The Battel Ground.

The post [Released] ডাউনলোড করে নিন Annihilation Mobile Game | Open Your Game Account appeared first on Trickbd.com.

অবশেষে চলে আসলো বাংলাদেশের প্রথম ব্যাটেল রয়েল গেম Annihilation

Posted:

 

 

আসসালামু আলাইকুম বন্ধুরা,

 

কেমন আছেন সবাই?

 

আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।

 

আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

 

তো অবশেষে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজকে Play Store এ রিলিজ হলো বাংলাদেশের প্রথম ব্যাটেল রয়েল গেম Annihilation.

প্রায় দুবছর আগে এ Crisis Entertainment দ্বারা বলা হয় যে,তারা Pubg, Free Fire এর মতো একটি ব্যাটেল রয়েল গেম তৈরি করবে।

 

 

Annihilation গেমের মধ্যে থাকবে মোট আটটি ক্যারেক্টার।পরবর্তীতে হয়তো আরও ক্যারেক্টার এড করা হবে।

 

আর ক্যারেক্টার গুলো মধ্যে রয়েছে বাবু ভাই,জাইন,মারিয়া,বিয়েট্রিক্স,আকিলা আহমেদ,রিও কাজুমি,ডেমেইন অস্কার।

 

তবে যে ক্যারেক্টার নিয়ে সবার মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ আছে সেটা হচ্ছে দা লিজেন্ড  সালমান শাহের ক্যারেক্টার।

 

আর যে কারণে Annihilation গেমটাকে অন্য ব্যাটেল রয়েল গেম থেকে আলাদা করা হচ্ছে,সেটা হচ্ছে গেমে থাকা প্রতিটা ক্যারেক্টারের আলাদা আলাদা অ্যাবিলিটি।

 

গেমের  প্রতিটা ক্যারেক্টারের থাকবে আলাদা আলাদা অ্যাবিলটি যেটা ব্যাবহার করে  আপনাকে লড়াই করতে হবে এলিয়েনদের সাথে।

 

Annihilation গেমটির রিলিজ ডেট প্রায় ২-৩ বারের মতো চেঞ্জ করা হয়েছিলো।

কিন্তু কিছুদিন আগে গেমটির একটি ট্রেইলার বের হয় যে গেমটি ডিসেম্বরের ২২ তারিখে অর্থাৎ আজকে play store এ আসবে হবে।

 

আর অবশেষে গেমটি ২৭ তারিখে বের হলো।

তো আমি আর বেশি কথা বলবো না,নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম,জলদি ডাউনলোড করুন আর ইন্জয় করুন বাংলাদেশের প্রথম ব্যাটেল রয়েল গেম Annihilation.

Download Link:-Annhilation


 

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।

 

আল্লাহ হাফেজ

 

 

 

 

 

 

The post অবশেষে চলে আসলো বাংলাদেশের প্রথম ব্যাটেল রয়েল গেম Annihilation appeared first on Trickbd.com.

ভাষা কাকে বলে? ভাষার উৎপত্তি, ভাষার সংজ্ঞা, ভাষার বৈশিষ্ট্য এবং আরো অনেক কিছু জেনে নিন এই পোষ্টে [বিস্তারিত]

Posted:

হ্যালো বন্ধুরা,,
সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন ।

আজ আমি নিয়ে এলাম শিক্ষামুলক একটি পোষ্ট ।

আশা করি আমার আজকের এই পোষ্টটি দ্বারা অনেকে উপকৃত হবেন ।

আজ আমরা আলোচনা করতে চলেছি ভাষা সম্পর্কে ।

এই পোষ্টটিতে যা যা থাকছেঃ

* ভাষার উৎপত্তি,
* ভাষার সংজ্ঞা,
* ভাষার বৈশিষ্ট্য,
* পশুপাখির ডাক এবং মানুষের ভাষার মধ্যে পার্থক্য ।

আশা করি এই বিষয় গুলো জানতে পেরে আপনারা খুবই উপকৃত হবেন । তো এবার চলুন শুরু করা যাক…….>>

ভাষার উৎপত্তিঃ

মানুষ সৃষ্টির সাথে সাথে তার ভাষা সৃষ্টি হয়েছে । তবে সেটা ছিল ইশারা ভাষা ।
ইশারা-ইঙ্গিত বা সংকেতের সাহায্যে আদিম যুগের মানুষ তাদের মনের ভাব প্রকাশ করত

। নির্বাক মানুষ একদিন তাদের নিজের অজান্তেই ধ্বনি সৃষ্টি করল । তারপর আরও কিছুকাল পরে, মানুষ অনেক কঠিন প্রচেষ্টার ফলে ধ্বনির প্রতিক আবিষ্কার করে ফেলে । এভাবেই রচিত হয় মানুষের ভাষার মুল ভিত্তি । ভাষার মাধ্যমেই প্রথম আদিম মানুষের সামাজিক প্রবৃত্তি অঙ্কুরিত হয় । ভাষার মাধ্যমেই মানুষের মাঝে আরো বেশি মেলা-মেশা হয়, সমাজের সৃষ্টি হয় এবং সৃষ্টি হয় সভ্যতার । ভাষার মাধ্যমে মানুষ তার চিন্তাকে নানাভাবে প্রসারিত করে ।
এভাবেই মুলত মানুষের ভাষার উৎপত্তি হয়েছিল ।

ভাষার সংজ্ঞাঃ

মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে অর্থবহ ধ্বনি বা ধ্বনিসমষ্টি ব্যবহার করে তাই হলো ভাষা ।
অর্থাৎ মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে বিশেষ কৌশলে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাকে ভাষা বলে ।

নিম্নে ভাষাবিজ্ঞানীদের কয়েকটি সংজ্ঞা দেওয়া হলোঃ

১.
ড. মুহম্মদ শহীদুল্লাহঃ“মনুষ্যজাতি যেসব ধ্বনি বা ধ্বনিসমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে ।”

২.
ড. সুকুমার সেনঃ “মানুষের উচ্চারিত, অর্থবহ বহুজনবোধ্য ধ্বনি সমষ্টিই ভাষা ।”

৩. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ঃ “মনের ভাব প্রকাশের জন্য, বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত, ধ্বনির দ্বারা নিস্পন্ন, কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে ।”

ভাষার বৈশিষ্ট্যঃ

নিচে সারিবদ্ধভাবে ভাষার ৮টি বৈশিষ্ট্য দেওয়া হলোঃ

১. ধ্বনি, শব্দ, অর্থ ও বাক্য নিয়ে ভাষা গঠিত ।

২. ভাষার ক্ষুদ্রতম অংশ ধ্বনি । ভাষা ধ্বনিসমষ্টির সাহায্যে বিষয় পরিস্ফুট করে ।

৩. ভাষার মূল ভিত্তি বাক্য । বাক্যের মাধ্যমে মানুষ মনোভাব প্রকাশ করে ।

৪. বাক্য গঠনের দিক থেকে এক ভাষার সঙ্গে অন্য ভাষার পার্থক্য বিদ্যমান ।

৫. মানুষের বাগযন্ত্রের গঠন, বৈশিষ্ট্য ভাষা সৃষ্টির সহায়ক ।

৬. ভাষা পরিবর্তনশীল ।

৭. ভাষা গতিশীল ।

৮. ভাষা বহমান নদীর মতো নানা রূপ-রূপান্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে ।

পশুপাখির ডাক এবং মানুষের ভাষার মধ্যে পার্থক্যঃ

পশুপাখির ডাক এবং মানুষের ভাষার মধ্যে পার্থক্য সহজে বোঝানোর জন্য আমি পশুপাখির ডাক এবং মানুষের ভাষাকে আলাদা করে লিখেছি । আশা করি বুঝতে সুবিধা হবে ।

পশুপাখির ডাকঃ
পশুপাখি মুখ দিয়ে নানা ধ্বনি উচ্চারণ করে । কিন্তু পশুপাখির ধ্বনিকে ভাষা বলা যায়না ।
কারণ,
পশুপাখি নির্দিষ্ট কয়েকটি ধ্বনি উচ্চারণ করতে পারে । গাভীর হাম্বা হাম্বা, কুকুরের ঘেউ ঘেউ, বিড়ালের মিউ মিউ, কাকের কা কা, কোকিলের কুহুকুহু
এগুলো রব বা ডাক, ভাষা নয় । পশুপাখি তাদের বিভিন্ন প্রয়োজন ও ভাব প্রকাশ করার জন্য ইচ্ছামতো ধ্বনি সৃষ্টি করতে পারে না । তাই তাদের ধ্বনিও ভাষা নয় । এছাড়া পশুপাখির ডাক হয়তো পশুপাখি বুঝতে পারে কিন্তু মানুষ তা বুঝতে পারেনা । তাই ব্যাকরণে ভাষা বলতে যা বোঝায় পশুপাখির ডাক সে অর্থে ভাষায় মর্যাদা লাভ করতে পারেনি ।

মানুষের ভাষাঃ
মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব । মানুষ বুদ্ধিমান, চিন্তাশীল ও বিচারবুদ্ধিসম্পন্ন জীব । মানুষের মনে দৈহিক প্রয়োজন ছাড়াও নানা ভাব একে অন্যের নিকট উদয় হয় । বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টি দিয়ে মানুষ মনের ভাব একে অন্যের নিকট প্রকাশ করতে পারে তখন তাকে ভাষা বলে । মানুষ বিভিন্ন ধরনের ধ্বনি উচ্চারণ করতে পারে । তাই মানুষের ধ্বনিগুলো ভাষা । মানুষ ব্যতীত অন্য কোনো প্রানীর ভাষা নেই ।
আশা করি বুঝতে পেরেছেন ।

আমি খুবই সহজভাবে লেখার চেষ্টা করেছি । আশা করি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন । আপনারা এই পোষ্টের মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সেটাই আমার লেখার সার্থকতা ।
তো আজ এপর্যন্তই । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
ট্রিকবিডি এর সাথেই থাকবেন । এই আশাতে আমি আজ এখানেই শেষ করছি ।
যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন নিচের ওয়েবসাইটটিতে ।
website = LEARNBD

(নমস্কার) ।










The post ভাষা কাকে বলে? ভাষার উৎপত্তি, ভাষার সংজ্ঞা, ভাষার বৈশিষ্ট্য এবং আরো অনেক কিছু জেনে নিন এই পোষ্টে [বিস্তারিত] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments