Search box..

Crypto Token কোথায় Listed? Contract Address বের করবেন যেভাবে

Crypto Token কোথায় Listed? Contract Address বের করবেন যেভাবে


Crypto Token কোথায় Listed? Contract Address বের করবেন যেভাবে

Posted:

আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন।
আশা করি ভালো আছেন।

আজকের পোষ্টের টপিক হচ্ছে কিভাবে Crypto Token এর Contract Address পাবেন ও কোথায় কোথায় Listed আছে তা Check করবেন।

তো আজকের পোষ্টি যাদের জন্য Helpful হবে :

আজকের পোষ্টি Helpful হবে তাদের জন্য যারা Airdrop এ কাজ করেন ও Crypto তে কাজ করেন তাদের জন্য আজকের পোষ্টি অনেক Helpful হবে।

যারা অনলাইনে এ Airdrop এ কাজে এ নতুন তাদেন জন্য এটা Helpful কারণ
যারা নতুন তারা কিন্তু জানে না কিভাবে একটা Token এর Contract Address বের করব ও Crypto Token কোথায় Listed আছে তা Check করব।

আর একটা কথা যারা অনলাইনে নতুন ও Airdrop এ কাজ করেন তারা চাইলে আমার Telegram Channel এ Join থাকতে পারেন।

তো আজকের পোষ্টি শুরু করি :-

Crypto Token এর Contract Address ও কোথায় Listed কোন Exchanger এ এসব ২ টা সাইটের মাধ্যমে Check করা যায়।
তো আমি দুইটার সাইটের মাধ্যমেই দেখাবো

First Site Name Coinmarketcap

Search On Google Coinmarketcap

তারপর Coinmarketcap Open করুন দেখতে পারবেন একটা Search Bar থাকবে ওখানে কিল্ক করুন

তারপর আপনি যে Crypto Token এর Contract Address ও কোথায় Listed আছে দেখতে চান ওই Token এর নাম লিখে Search এ Click দেন ও একটু Wait করবেন Loading নেবে।
তারপর একটু নিচে দেখতে পারবেন Token এর Contract Address

তারপর কিভাবে Crypto Token কোথায় Listed আছে তা দেখার জন্য Contract address এর নিচে Scroll Down করে একটু wait করবেন Market Loading নেবে ও তারপর দেখতে পারবেন যে যে জায়গায় বা Exchange এ লিস্টেড আছে সবকিছু ও আরও দেখতে চাইলে কিল্ক করুন See All markets.

তো এইবার আসি ২য় সাইটের মাধ্যমে কিভাবে Check করবেন Crypto Token এর সবকিছু

Site Name Coingeko

Search On Google Coingeko

তারপর দেখবেন সাইটে আসছে ও তারপর সাইটে এ কিল্ক করবেন

তারপর একটু Loading নেবে আপনি আগের মতো দেখতে পারবেন Serach Bar ওখানে কিল্ক করবেন

তারপর যে Token এর সব Details কোথায় Listed তা দেখতে চান ওই Token এর নাম লিখে Search দেন।

একটু Wait করবেন তারপর Token এর সব Details দেখতে পারবেন। নিচে Scroll down করবেন দেখতে পারবেন কোথায় Token Listed আছে।

আজকের জন্য এতুটুকু। পোষ্টটি না বুঝলে আমার Channel এর Video টি দেখতে পারবেন ওখানে সবকিছু বলা আছে

ইনকাম করতে চাইলে Join Telegram Channel

Telegram Channel

The post Crypto Token কোথায় Listed? Contract Address বের করবেন যেভাবে appeared first on Trickbd.com.

10+ Express VPN Premium Activation Code Giveaway [PC User Only]

Posted:

Howdy Everyone,
Express VPN হল Premium Quality সম্পন্ন একটি VPN। এটি দিয়ে Spotify এর মত Premium Site এ Log in/Sign Up এ Proxy Problem Issue তেমন হয় না।

তাছাড়া এর অন্যান্য Featuresসমূহ

 

 

⌘ Account Details ⌘

Σ Giveaway-তে যে Activation Codeগুলো দেয়া হবে সেগুলোর মেয়াদ 30 দিন পর্যন্ত। এবং Activation codeগুলো openly দেয়া যার কারণে আপনি Limitation Face করতে পারেন তাই ভিন্ন ভিন্ন কোড try করুন যদি limitation message দেখায় ।

 

⌘ Giveaway ⌘

EFXB3GAFQXJZ5FSCN6KX8SD

ETBYPGZPF87G7GJXB4EUQ9M

EFHUTFDHJ6NGO2J2OUX6O5W

EZO4BUAKUQGJHM2FPHVF9WS

ET7HYT8NUTAHVS2MPC9UEJP

EDFEKVWRDCPVGMGWDTUZN2M

EQKXA8BFSYCYYHLKYVDSNJ7

EBC32RMNBWVIVYZESCOPJNP

ET3MS3QVPDZTPGMQSFSTNQH

EVNKNVS5X42F83DDFGB2K8E

E6ULRP6GCHG7ACFQYD8M2N6

EMTVMCDS2UCZRP4CRHQ5X3A

E3G8IZHHZ3UHXDNQAWR9MNX

ECHQOIWROYECEEDMEU224EB

ERJNPBFQSUX4JDHLT62UVDB

ENPELCSYEJNSLBQEHDNNMVB

EQYEFP6JMZ43F4JEWFMCSWE

ESXRE25KZQQU5SGSPZSVWVB

 

 

Is Outlander on Netflix? How to watch Outlander on Netflix

 

Bye ᓚᘏᗢ
Contact Me On Telegram
[Telekit] [Discuss With Me]

The post 10+ Express VPN Premium Activation Code Giveaway [PC User Only] appeared first on Trickbd.com.

sms এর মাধ্যমে আপনার এস.এস.সি রেজাল্ট দেখে নিন

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ট্রিকবিডি-তে দেখলাম সবাই ওয়েবসাইটের মাধ্যমে এস.এস.সি রেজাল্ট কিভাবে চেক করতে হয় তা দেখাচ্চে।আমরা আজ দেখব কিভাবে মোবাইলের sms এর মাধ্যমে আমরা আমাদের রেজাল্ট চেক করব।সবাই জানে না তাই এ পোস্টটি করলাম। যাতে যারা জানে না sms এর মাধ্যমে কিভাবে রেজাল্ট চেক করতে হয় তারা এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন।তো শুরু করা যাক….

 

Result নিজ ইচ্ছায় মোবাইলে📲অথবা ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।

 

বোর্ড কর্তৃক প্রকাশ হওয়া মাত্রই এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে চাইলে এভাবে এস.এম.এস করতে হবে..📩✉

সাধারন শিক্ষাবোর্ড :

SSC<space>BOARD-র নামের প্রথম তিন অক্ষর <space>ROLL NUMBER<space>YEAR পাঠিয়ে দিন 16222 Number এ। 

 

Ex: SSC DIN 217368 2021 Send To 16222 

 

মাদরাসা বোর্ড :

SSC<space>MAD<space>Roll<space>Year পাঠিয়ে দিন 16222

 

কারিগরি শিক্ষাবোর্ড: 

SSC<space>TEC<space>Roll<space> Year পাঠিয়ে দিন 16222

 

SMS চার্জ ;২.৪৭ টাকা

 

 

ওয়েবসাইট থেকে দেখতে নিচের লিংকে ক্লিক করুনঃ

https://eboardresults.com/v2/হমে

 

পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। খোদাহাফেজ।

 

 

The post sms এর মাধ্যমে আপনার এস.এস.সি রেজাল্ট দেখে নিন appeared first on Trickbd.com.

Wapkiz এ ফিড তৈরি করবো কীভাবে সহজ পদ্ধতিতে

Posted:

আমার নতুন আরেকটি ব্লগ আশা করি আপনারা এই ব্লগে প্রতিদিন ভিজিট করবেন।

আজকের আমার এই ব্লগে যে বিষয়টি নিয়ে লিখতে বসেছি সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার ওয়াপকিজ সাইটে ফিড বানাবেন বা কীভাবে ওয়াপকিজ সাইটে ফিড বানানো যায় সেটি নিয়ে।

আপনাকে স্বাগতম আমার এই পোষ্টে আশা করি আপনাদের এই পোষ্টটি ভালো লাগবে।

এখানে হয়তো অনেকে আছেন যাদের ওয়াপকিজে আপনার কোনো ওয়েবসাইট আছে বা কোনো ব্লগ সাইট আছে।

আপনার যদি কোনো ব্লগ সাইট থাকে তবে এই পোষ্টটি আপনার জন্যই কারন আমি এই পোষ্টে দেখাবো কীভাবে আপনি আপনার ব্লগ সাইটে ফিড বানাবেন।

তবে কীভাবে বানাবেন সেটি জানার আগে দেখে নিন ফিড কী? ফিডে ব্যবহার ও উপকারিতা। 

Feed create thumbnail

ফিড কী?

ফিড হচ্ছে আপনার ব্লগের পোষ্ট এর সোর্সকোড গুলো যেখানে থাকে সেটি হচ্ছে ফিড।

আপনি ইচ্ছে করলে ফিড দিয়ে আপনি নতুন নতুন স্টাইলের ওয়েবসাইট বানাতে পারবেন।

ফিড আসলে এমন একটি পেইজ যেখানে আপনার ব্লগের পোষ্টগুলো একটি নির্দিষ্টভাবে কোড আকার দেখাবে এবং গুগল সার্চ ইন্জিনকে আপনার সাইট ক্রোল করতে সাহায্য করে।

ফিডের ব্যবহার কী কী?

ফিড কী তা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, ফিড কী তা জানলেন কিন্তু এটি দিয়ে আসলে কী করে সেটি এখনো জানলেন না।

ফিডের ব্যবহার মুলতে ওয়েবসাইটে বিভিন্ন পোষ্টের সেকশন তৈরি করা কোনো এক্সটার্নাল সাইট থেকে পোষ্ট আপনার সাইটে দেখানো এবং সেই তালে তার ওয়েবসাইটের লিংকিং নিজের সাইটে স্থাপন করা।

ধরুন আপনি আপনার ব্লগের পোষ্টগুলোকে কাস্টমাইজড স্টাইলে উপস্থাপন করবেন তবে আপনি অবশ্যই ফিড ব্যবহার করবেন।

ফিডের উপকারিতাঃ

ফিডের উপকারিতা অনেক যা আপনি ব্যবহারের পরেই বোঝতে পারবেন।

ধরুন আপনি আপনার ওয়েবসাইটে একটি ইমেইল সাবস্ক্রিপশন বক্স যুক্ত করলেন যাতে যাতে যে কেউ তার ইমেইল দিয়ে আপনার ওয়েবসাইটের ফিড সাবস্ক্রাইব করতে পারে যাতে আপনি নতুন কোনো পোষ্ট করকর সাখে সাথেই সে তার ইমেইলের মাধ্যমে কী নিয়ে পোস্টটি লিখেছেন সেটি সে জানতে পারে।

এভাবে যদি সে প্রতিদিন ইমেইল পায় তাহলে সে প্রতিদিনই সে পোষ্ট পড়বে এতে আপনার লাভ হবে।

আপনি যদি ওয়েবসাইটে ফিড বার্নার সাবস্কিপন বক্স ব্যবহার করবেন তবে আপনাকে অবশ্যই আপসার ওয়েবসাইটে ফিড থাকতে হবে।

এবার আসা যাক কীভাবে ওয়াপকিজে ফিড তৈরি করবেন।

এরজন্য আপনাকে প্রথমে আপনার ওয়াপকিজ ব্লগের মেনু পেনেলে যেতে হবে পরে সেখান থেকে Feed Generate এ ক্লিক করতে হবে।

তারপর দেখুন এখানে ফিডের কোড দেওয়ার জন্য একটি বক্স এসেছে এবার এই বক্সে আপনি ফিড এর কোড গুলো দিয়ে সেইভ দিবেন তবেই একটি ফিড তৈরি হয়ে যাবে।

ফিড তৈরি করার জন্য যে কোডগুলো ব্যবহার করবেন সে কোডগুলো আমি নিচে দিয়ে দিয়েছি আপনি নিচ থেকে কোডগুলো কপি করে তারপর ফিড বক্সে দিয়ে ফিড তৈরি করে নিবেন।

<?xml version="1.0" encoding="utf-8"?> <rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"><channel>[blog]bid=tricks,l=20,o=u||<item><title>%title%</title><description><![CDATA[%text%]]></description><pubDate>::mapdate::</pubDate><link>:site_url:/page-view/%id%/%title%</link></item>[/blog]</channel></rss>
বন্ধুরা আশা করছি পোস্টটি তোমরা বোঝতে সক্ষম হয়েছো।

যদি বোঝতে কোথাও অসুবিধা হয় তবে কমেন্ট করতে পারেন কমেন্টে সমাধান দেওয়ার চেষ্টা করবো।

Wapkiz এ ফিড তৈরি করবো কীভাবে সহজ পদ্ধতিতে — এই পোস্ট প্রথম আমার ব্লগ blogbn.xyz এ প্রকাশিতহয়েছে

The post Wapkiz এ ফিড তৈরি করবো কীভাবে সহজ পদ্ধতিতে appeared first on Trickbd.com.

আপনি কি গেম লাভার ? তাহলে পোস্টটি আপনার জন্যই । নিয়ে নিন একটি চমৎকার গেম ।

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।

তো, আজকে আমি এই পোষ্টে একটা চমৎকার গেম সম্পর্কে বলবো । গেমটির নাম hill climb racing 2 । এই গেমের প্রথম version তো আপনারা খেলেই থাকবেন । আমিও খেলেছি এবং এটি আমার প্রিয় গেম গুলোর মধ্যে অন্যতম। এবারের দ্বিতীয় ভার্সনটিও এসে গেছে ।

আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

প্রথমে কিছু তথ্য জেনে নিই
Name : hill climb racing 2
Type : online
Size : 143 mb
Playstore rating : 4.4
Personal rating : 4.7
Device : Android
গেমটির গ্রাফিক্স এক কথায় চমৎকার । চলুন কিছু স্ক্রিনশট দেখে নেওয়া যাক গেমটি আপনারা একবার খেলে দেখুন । ভালো লাগতেই হবে । তো দেরি না করে আমার দেওয়া এই ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন । আর কোন কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানান । আর আমার এই পোস্টটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে please আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন । আর যেকোনো প্রবলেমে Facebook এ আমার সাথে contact করবেন

The post আপনি কি গেম লাভার ? তাহলে পোস্টটি আপনার জন্যই । নিয়ে নিন একটি চমৎকার গেম । appeared first on Trickbd.com.

এখুনি দেখে নিন Atrangi Re মুভি [সাথে রিভিউ]

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম Atrangi Re মুভি + আমার দেওয়া রিভিউ। তো কথা না বলে শুরু করা যাক।

Film: Atrangi Re
Rating: 7.1/10
Star Cast: অক্ষয় কুমার, ধনুশ, সারা আলি খান
Director: আনন্দ এল রাই

সিনেমার গল্পঃ
অতরঙ্গি রে-তে পরিচালক সিনেমার নামের সঙ্গে খাপ খাইয়ে চরিত্রগুলিকেও অদ্ভুতভাবে তৈরি করেছেন। রিঙ্কু (‌সারা আলি খান)‌ তাঁর প্রেমিক সজ্জদকে (‌অক্ষয় কুমার)‌ খুঁজতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে। রিঙ্কুর বিশ্বাস সজ্জদ তাঁর জন্য অপেক্ষা করছেন এবং রিঙ্কু তাঁর ভালোবাসাকে পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে বিয়ে করাটাকেই একমাত্র উপায় বলে মনে করেন। তাঁর ধারণাতে কোনও ভুল নেই তাই না?‌ তবে একটু থামুন, রিঙ্কুর পরিবারের পরিকল্পনা অন্য। তাঁরা সিদ্ধান্ত নিয়ে রিঙ্কুর সঙ্গে একপ্রকার জোর জবরদস্তি করে তামিল ব্রাহ্মণ ছেলে বিষ্ণুর (‌ধনুশ) সঙ্গে বিয়ে দেন‌। প্রধানত পরিবার তাঁর থেকে পরিত্রাণ পেতে এবং রিঙ্কু কখনই ফিরে আসবেন না এটা ভেবেই এই বিয়ে দেওয়া হয়। এরপরই রিঙ্কু-বিষ্ণু-সজ্জদের মধ্যে ত্রিকোণ অচেনা প্রেমের সৃষ্টি হয়। রিঙ্কু ও বিষ্ণু দম্পতি হতে চান না। ঠিক হয়, বিয়ের পরে দ্রুত সম্পর্কটা শেষ করে দেবে তাঁরা। এদিকে কাহিনিতে এরপরই এন্ট্রি নিতে দেখা যায় অক্ষয় কুমারকে। রিঙ্কু রীতিমতো বিভ্রান্তে পড়ে যান বিষ্ণু না সজ্জদ কাকে তাঁর জীবনে রেখে দেবেন। আর এই নিয়েই চলে সিনেমায় টুইস্টের পর টুইস্ট।

বেশ ঝুঁকিপূর্ণ ছবিঃ
অতরঙ্গি রে অনেক জায়গায় বেশ ঝুঁকিপূর্ণ রয়েছে। প্রথমত, ধনুশ ও অক্ষয়ের মতো কিংবদন্তী অভিনেতার জুটি, যাঁরা জানেন কীভাবে চরিত্রকে ছাঁচে ফেলতে হয়, বিপরীতে সারা আলি খান এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অভিনয় নিয়ে। অক্ষয়ের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল কারণ অনেক এ-তালিকাভুক্ত অভিনেতারাই এই সিনেমায় এই চরিত্র করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

অভিনয়ঃ
সিনেমায় অক্ষয়ের সজ্জদ একজন উদ্ভট, হাস্যকর, বিদ্রূপকারী, একজন পাগল মানুষ যে তাঁর সার্কাস টুপি থেকে কৌশল তৈরি করে এবং তাঁর আঙ্গুলের ক্লিকে আবহাওয়া পরিবর্তন করে এক চুটকিতে। এর ঠিক উল্টো বিষ্ণুর চরিত্র, যিনি অজান্তে এমন একটি নাটকে ধরা পড়েছেন যার জন্য তিনি কখনই প্রস্তুত ছিলেন না। বিষ্ণুর চরিত্রে ধনুশ একেবারে যথাযথ ছিলেন এবং সিনেমায় তাঁর অভিনয়ের ক্ষমতা ধরা পড়েছে। রিঙ্কু চরিত্রটি যেন সারার জন্যই তৈরি, তাঁর ইনস্টাগ্রামে ‘‌নমস্কার দর্শকোট সিরিজের সঙ্গে একেবারে মিল খুঁজে পাওয়া যাবে। রিঙ্কু চুলবুলি, দুষ্টু একটিই মেয়ে, ঠিক একটি টাইম বোম্বের মতো, যা ফাটার অপেক্ষা করছে।

সিনেমার চিত্রনাট্যঃ
রাইয়ের চিত্রনাট্য সিনেমায় তাঁর সবচেয়ে বড় শক্তি। তাঁর চরিত্রগুলি এমনকি নিস্তেজ সংলাপে প্রাণ দেয়। যাইহোক, অতরঙ্গি রে-তে, পুরো সিনেমাটি তিনটি স্তম্ভের মধ্যে দোদুল্যমান – সারা, অক্ষয় এবং ধনুশ। সহায়ক চরিত্রগুলি গল্পে আরও স্বাদ যোগ করতে দেখা গেলে তা আকর্ষণীয় হত। বেশ কিছু দৃশ্যকে দীর্ঘ করা হয়েছে।

ভালোবাসকে পাওয়ার গল্প অতরঙ্গি রে-
অতরঙ্গি রে, পুরো সিনেমা জুড়ে প্রেম, হারনো, ক্ষোভ, শোকের মধ্যে দিয়ে চালিত হয়ে জাবন কি প্রস্তাব দিচ্ছে তা গ্রহণ করা, সেটাই দেখানো হয়েছে। সিনেমায় প্রেম-ভালোবাসা ছাড়া এবং রিঙকুর সিদ্ধান্ত নিতে দেরি করা ছাড়া আর কিছুই সেরকম মশলা নেই। এই সিনেমার হায় চকা চক গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই দর্শকরা এই সিনেমা পছন্দ করবেন কিনা তা তাঁদের ওপর ছেড়ে দেওয়া হোক।
এখান থেকে ডাউনলোড করুন
আজ এতটুকু আশা করি আপনাদের ভালো লেগেছে।আবার ও দেখা হবে নতুন কোন টপিক নিয়ে।ভালো থাকবেন।খোদাহাফেজ।

The post এখুনি দেখে নিন Atrangi Re মুভি [সাথে রিভিউ] appeared first on Trickbd.com.

২০২১ সালের এস এস সি পরিক্ষার রেজাল্ট ৩০ ডিসেম্বর প্রকাশিত হতে যাচ্ছে এবং অনলাইন এ দ্রুত ও সবার আগে রেজাল্ট দেখে নিন.!

Posted:

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বই উৎসব উদ্বোধনের দিন এ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

SSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে

১) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
২) অনলাইনে

নিছের দুই টা লিংক  থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে

LINK== http://www.educationboardresults.gov.bd

LINK== https://www.eboardresults.com/app/stud

নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন

ঢাকা বোর্ড

চট্টগ্রাম বোর্ড

কুমিল্লা বোর্ড

যশোর বোর্ড

বরিশাল বোর্ড

দিনাজপুর বোর্ড

সিলেট বোর্ড

মোবাইলে এস এম এস এর মাধ্যমে SSC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি

➳মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল তারপর আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার সাল। SSCBOARDROLLYEAR পাঠিয়ে দাও 16222

এরপর সর্বশেষ মেসেজটি ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।.

কিছুক্ষন পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

উদাহরণঃ SSC DIN 657579 2021 SEND TO 16222

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

Ads দেখে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করুন

ধন্যবাদ

The post ২০২১ সালের এস এস সি পরিক্ষার রেজাল্ট ৩০ ডিসেম্বর প্রকাশিত হতে যাচ্ছে এবং অনলাইন এ দ্রুত ও সবার আগে রেজাল্ট দেখে নিন.! appeared first on Trickbd.com.

এসএসসি ও বোর্ড পরীক্ষার রেজাল্ট চেক করুন খুব সহজেই

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর ভালো না থাকলে কেউ ট্রিকবিডিতে আসেনা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি খুব সহজেই যখন বোর্ড পরীক্ষার রেজাল্ট বের করবেন . । আপনি খুব সহজে অনলাইনে টি করতে পারবে না সামনে যেহেতু এসএসসি পরীক্ষা রেজাল্ট বের হবে তাই এটি আপনাদের জন্য খুব হেল্প ফুল আশাকরি তো চলুন তাহলে শুরু করা যাক কিভাবে করবেন বেশি কথা বাড়াবোনা আর এর জন্য প্রথমত আপনাকে আপনার ফোনে ক্রোম ব্রাউজার টি ওপেন করে নিতে হবে তারপর আপনি আপনার ক্রোম ব্রাউজার এ গিয়ে গুগলের সার্চ বারে লিখবেনboard result আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখুন

তার প্রথমেই যে ওয়েবসাইটে দেখতে পারবেন আমি স্ক্রিনশটটি মার্ক করে দিয়েছি সেই ওয়েবসাইটটিতে ঢুকবেন তারপর আপনি সেই site ঢোকার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার রেজাল্ট চেক করতে পারবেন এটি বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখানে সমস্ত বোর্ড পরীক্ষার রেজাল্ট ফলাফল প্রকাশ করা হয় তো চলুন কিভাবে করব সে বিষয়ে প্রথম বক্সে লিখবেন সেটি হলো আপনি কিসের রেজাল্ট দেখতে চান সেটি সিলেক্ট করবেন তারপর আপনি নিচের বক্সে কত সালের পরীক্ষা দেওয়া হয়েছে সেটি সিলেক্ট করবেন তারপরে নিচের বক্সটিতে আপনি শিক্ষা বোর্ড সিলেক্ট করবেন আপনি কোন শিক্ষা বোর্ডের স্টুডেন্ট তারপরে নিচে আপনাকে আপনার এডমিট কার্ডের রোল নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার দুটোই দিতে হবে তারপর আপনি নিচে একটি সিম্পল ক্যাপচা থাকবে ক্যালকুলেশন থাকবে সেটি আপনাকে করতে হবে আজ শেষ ক্যাপচাটি কমপ্লিট করে সাবমিট করলে আপনি স্টুডেন্ট এর যাবতীয় ডিটেলস দেখতে পারবেন কোন সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছে গ্রেড পয়েন্ট সেটি আপনি দেখতে পারবেন স্টুডেন্টের নাম সহ সকল লেটেস্ট দেখতে পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে আপনি খুব সহজেই আপনার পরীক্ষার রেজাল্ট ফলাফল বের করতে পারবেন আর একটা কথা বলে রাখি আমি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবার সাপোর্ট প্রয়োজন আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং এরকম নতুন নতুন ট্রিক পেতে অবশ্যই আমার ইউআমার ইউটিউব চ্যানেলটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর এই ভিডিওটি ইউটিউবে দেখতে চাইলে নিচে ক্লিক করুন. Tutorial টি না বুঝলে ইউটিউবে ভিডিওটি দেখুন.

How to get backup and restore my wordpress website?

My website

The post এসএসসি ও বোর্ড পরীক্ষার রেজাল্ট চেক করুন খুব সহজেই appeared first on Trickbd.com.

Spider-man no way home drive link যারা দেখেননি দেখে নিন

Posted:

যারা এই মুভিটা দেখেন নাই তাদের জন্য সুখবর

এখুনি দেখে আসুন স্পাইডার ম্যান নো ওয়ে হোম

short  post

আমি কিছু screenshots দিয়ে দিচ্ছি

কিভাবে দেখবেন?
Video quality and sound quality ভালো আছে তাই share করলাম

নিচের link এ ক্লিক করে সরাসরি কিভাবে download করবেন ভিডিও তে দেখানো আছে।
Video size 250+mb

Video Link

The post Spider-man no way home drive link যারা দেখেননি দেখে নিন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments