Search box..

জেনে নিন Call of Duty Warzone Mobile কবে আসতে পারে

জেনে নিন Call of Duty Warzone Mobile কবে আসতে পারে


জেনে নিন Call of Duty Warzone Mobile কবে আসতে পারে

Posted:

Call of Duty Warzone একটি জনপ্রিয় PC & Console battle royale game.হয়তো অনেকেই এই Game এর নাম শুনেননি, তবে PUBG Mobile আর Free Fire এর নাম ঠিকই শুনেছেন। PUBG Mobile আর Free Fire এর Battle Royale genre এর মতোই Call of Duty Warzone. যেটার Mobile version আসতে চলেছেন iOS এবং Android ফোনে। Call of Duty Warzone হচ্ছে PC এর দ্বিতীয়তে অবস্থান করা একটি game. প্রথমে আছে Apex Legends. অনেকেই হয়তো জেনে থাকবেন যে, Apex Legends Mobile ইতিমধ্যে দেশব্যাপী চালু হয়ে গেছে। এখনই Playstore থেকে search করে game টি download করে নিতে পারেন। PUBG Mobile আর Free Fire হচ্ছে Realistic Battle Royale game আর Call of Duty Mobile, Apex Legends Mobile, Warzone Mobile — এগুলো Futuristic Battle Royale game মানে একটু বেশি fast-paced gameplay হবে আর PUBG Mobile আর Free Fire এ যেমন camp করে জিতে যাওয়া যায়। এসব Futuristic Battle Royale games গুলোতে সাধারণত camp করে জেতা সম্ভব হয় না।

যাইহোক, অনুমান করা হচ্ছে যে, Call of Duty Warzone Mobile release হতে পারে এই বছরের October এর 28 তারিখে:

অনেকের ধারণা, এই game release হবার পরে অনেক জনপ্রিয় হবে। ইতোমধ্যে game টির Private Alpha Test চালু হয়ে গেছে। Randomly কিছু মানুষ mail এর মাধ্যমে Private Alpha Test খেলার সুযোগ পেয়েছে। নিচে সেই Private Alpha Test এর Screenshots আর Gameplay দেয়া হলোঃ

 

 

এই Alpha Test এ শুধু First Person Perspective অর্থাৎ FPP তেই শুধু খেলা যাচ্ছে। Third Person Perspective অর্থাৎ TPP এর কোনো option নেই।

Gameplay Video:

Join বা follow করে সাথে থাকুন আমাদের Social Networking sites গুলোতেঃ https://linktr.ee/codwzm

The post জেনে নিন Call of Duty Warzone Mobile কবে আসতে পারে appeared first on Trickbd.com.

জিৎএর রাবণ মুভি লিংক নিয়ে নিন এক্ষুনি!!

Posted:

আসসালামুআলাইকুম প্রিয় Trickbd

এর সকল সদস্যগণ।

কেমন আছেন সবাই

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি

আজকে আমি একটা মুভি রিভিউ করবো

মুভি টি হলো

“Raavan”

এই মুভিটি আপনাকে বোরিং করবে না এটা আমি

বলতে পারি।

এটি টালিউড এর বাংলা মুভি, এই মুভি তে অভিনয় করেছেন

জিৎ।

আমরা সবাই জানি জিৎ এর একেকটা মুভি মানেই সেই একশন

আর রোমান্টিক মুভি।

অনেক দিন পর আবার টালিউড রিমেক ছাড়া মুভি

তৈরি করা শুরু করেছে।

এই মুভিটির গল্প, কাস্টিং সবকিছুই নতুন।

কি বলবো আপনাদের, এই মুভি এর যেই একশন সিকুয়েন্স আর

কালার কোরিওগ্রাফি দেখলেই বুঝবেন।

Movie Name: Raavan

Release date: April 29, 2022 (India)

Language: Bangla

Running time: 2 hour 18 minute

পুরাই সাউথ এর মুভি এর ফিল পাবেন।

অনেক খুজাখুজি করে এই মুভির লিংক

পেয়েছি।

কিন্তু হল প্রিন্ট ভার্সন এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত।

ডাউনলোড করতে ক্লিক করুন

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

যদি কোনো ভুল ত্রুটি থাকে

ধরিয়ে দেবেন শুধরে নেওয়ার চেষ্টা করব।

আল্লাহ্ হাফেজ।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post জিৎএর রাবণ মুভি লিংক নিয়ে নিন এক্ষুনি!! appeared first on Trickbd.com.

Excel এর মধ্যে স্থান বেদে মাউসের কার্সারের নাম এবং কাজ জেনে নিন।

Posted:

বর্তমান সময়ে কম্পিউটারের মাধ্যমে সহজে ব্যবসায়ীক প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠান ও সরকারি এবং বেসরকারি সকল জায়গাই হিসাব নিকাশের কাজের জন্য Microsoft Excel প্রোগ্রামের প্রয়োজন পড়ে। যদিও এইরকম আরো অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে। কিন্তু বিশ্বব্যাপি হিসাব নিকাশের জন্য এই প্রোগ্রামটিই বেশ জনপ্রিয়। কম্পিউটারের মাধ্যমে যারা হিসাব নিকাশ করতে এই প্রোগ্রামটি ব্যবহার করে থাকেন তারা হয়তো লক্ষ্য করবেন যে, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করার পর আমাদের মাউসের কার্সারটি স্থান বেদে তার রূপ পরিবর্তন করে থাকে। অর্থাৎ এক্সেল প্রোগ্রামটির মধ্যে আপনি যখন আপনার মাউসের কার্সারটি বিভিন্ন জায়গা স্থানান্তর করবেন তখন কার্সারের আইকন দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আর এই যে কার্সারের আইকনের পরিবর্তন হলো এই প্রত্যেকটি আইকনের আলাদা আলাদা নাম রয়েছে। আমরা অনেকেই আছি এক্সেল পন্ডিত কিন্তু এই সাধারণ বিষয়গুলির নাম এবং কাজের বিস্তারিত তথ্য জানি না। এখন আপনি যদি না জেনে থাকেন তাহলে চিন্তার কোন কারণ নেই। কারণ আপনাকে এই বিষয়ে জানানোর জন্যই আমার আজকের এই পোস্ট।

মাইক্রোসফট এক্সেলে স্থান বেদে মূলত মাউসের কার্সারের রূপ বা আইকন ০৮ ধরনের হয়ে থাকে। তবে সর্বমোট ১০টি হয়ে থাকে। এই ১০টির নাম এবং কাজের বিস্তারিত তথ্য আমরা নিচ থেকে স্ক্রিনশট আকারে দেখে নিব।

General Select: উপরের স্ক্রিনশটের মত মাউসের এই কার্সারের নাম হচ্ছে জেনারেল সিলেক্ট। এটি এক্সেল ওয়ার্কশিটের মধ্যে একটি সেল বা সেলের একটি পরিসর নির্বাচন করতে কাজে লাগে।

Fill Data: উপরের স্ক্রিনশটের মত মাউসের এই কার্সারের নাম হচ্ছে ফিল ডাটা। এটি আসবে যখন মাউসের কার্সার এক্সেল ওয়ার্কশিটের কোন সেলের বা ঘরের নীচের ডানদিকে নিবেন তখন ছোট যোগ চিহ্নের মত মাউসের কার্সারটি রূপ বা আইকন পরিবর্তন হবে। এটির কাজ হলো একটি সেল বা ঘরের ডেটা বা লেখাকে অন্য ঘরগুলোতে সিঙ্গেল বা সিরিজ আকারে পূরণ করা। যেমন আপনি যদি স্ক্রিনশটের মত উপরোক্ত সেল বা ঘরের www.tutorialbd71.blogspot.com লেখাটি নিচের সেল বা ঘরের মধ্যে একইভাবে লিখতে চান কোন প্রকার টাইপিং ছাড়া তাহলে তা এই মাউসের ফিল ডাটা কার্সারের মাধ্যমে তা করতে পারবেন। এছাড়াও ক্রমানুসারে বা সিরিয়াল অনুযায়ী ১,২,৩…….. এইভাবে অনেককিছু সিরিজ আকারে করতে পারবেন।

I-Beam: উপরের স্ক্রিনশটের মত মাউসের কার্সারটির নাম হচ্ছে আই-বিম। আপনি যখন এক্সেল ওয়ার্কশিটের কোন সেল বা ঘরে কিছু লিখতে যাবেন তখন সেল এর মধ্যে ডাবল ক্লিক করলে মাউসের কার্সারটির রূপ বা আইকন এমন হবে। এর কাজ হচ্ছে আপনি যখন কোন সেল বা ঘরে কিছু লিখবেন তখন ডানে বামে যদি কোন বর্ণ যুক্ত করতে বা মুছতে চান তখন এটি ডানে বামে নিয়ে তা করতে পারবেন।

Arrow: উপরের স্ক্রিনশটের মত মাউসের কার্সারটির সাথে আমরা সবাই কমবেশী পরিচিত। তবে আমি নিশ্চিত অধিকাংশই এর নাম বলতে পারবেন না বা জানেন না। এর নাম হচ্ছে অ্যারো বা তীর। এটি এক্সেলের মেনু বা রিবন বারে মাউসের কার্সার নেওয়ার পরে এমন রূপ বা আইকনে পরিবর্তীত হয়। এটির কাজ হচ্ছে সাধারণত কোনকিছু নির্বাচন করা। এক্সেলের মধ্যে তেমনি এটি মেনু বা ট্যাব এবং রিবন এর কমান্ড নির্বাচন করার কাজে ব্যবহৃত হয়।

Column Resize: উপরের স্ক্রিনশটের মত মাউসের কার্সারটির নাম হচ্ছে কলাম রিসাইজ। এটি মূলত আপনি যখন মাউসের কার্সারটি এক্সেল ওয়ার্কশিটের টপ বা উপরের বর্ণবাচক বারের দুই কলামের মাঝ বরাবর নিবেন তখন এইরকম রূপ বা আইকন পরিবর্তীত হবে। এটির কাজ হচ্ছে একটি নির্দিষ্ট কলাম বা কয়েকটি নির্বাচনকৃত কলামের প্রস্থ বৃদ্ধি বা হ্রাস করা।

Row Resize: উপরের স্ক্রিনশটের মত মাউসের কার্সারটির নাম হচ্ছে রো রিসাইজ। এটি মূলত আপনি যখন মাউসের কার্সারটি এক্সেল ওয়ার্কশিটের লেফট বা বামদিকের সংখ্যাবাচক বারের দুই রো এর মাঝ বরাবর নিবেন তখন এইরকম রূপ বা আইকন পরিবর্তীত হবে। এটির কাজ হচ্ছে একটি নির্দিষ্ট রো বা সারির অথবা কয়েকটি রো বা সারি এর উচ্চতা বাড়ানো বা কমানো।

Move Selected Cells: উপরের স্ক্রিনশটের মত মাউসের কার্সারটির নাম হচ্ছে মুভ সিলেক্টেড সেলস। এক্সেল ওয়ার্কশিটের কোন সিলেক্টকৃত সেল বা ঘরের বর্ডারের যেকোন দিকের রেখার বা দাগের উপর মাউসের কার্সারটি নিলে এর রূপ বা আইকন পরিবর্তন হবে। এর কাজ হচ্ছে সিলেক্টকৃত সেল বা ঘরের লেখা বা ডাটা এই সেল বা ঘর থেকে সরিয়ে অন্য কোন সেল বা ঘরে নেওয়া।

Copy Selected Cells: উপরের স্ক্রিনশটের মত মাউসের কার্সারটির নাম হচ্ছে কপি সিলেক্টেড সেলস। এক্সেল ওয়ার্কশিটের সিলেক্টকৃত কোন সেল বা ঘরের উপর মাউসের কার্সার রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল কি বা বাটন চাপলে এর রূপ বা আইকন এইরকম হয়। এর কাজ হচ্ছে সিলেক্টকৃত সেল বা ঘরের লেখা বা ডাটাকে অন্য কোন সেল বা ঘরে কপি অর্থাৎ এর নকল তৈরি করা।

Select Entire Column: উপরের স্ক্রিনশটের মত মাউসের কার্সারটির নাম হচ্ছে সিলেক্ট এনটায়ার কলাম। এক্সেল ওয়ার্কশিটের টপ বা উপরের বর্ণবাচক বারের কলামের উপর ক্লিক করলে এই রকম রূপ বা আইকন আসে। এর কাজ হচ্ছে নির্দিষ্ট কলাম বা একাধিক কলাম নির্বাচন করা।

Select Entire Row: উপরের স্ক্রিনশটের মত মাউসের কার্সারটির নাম হচ্ছে সিলেক্ট এনটায়ার রো। এক্সেল ওয়ার্কশিটের লেফট বা বামপাশের সংখ্যাবাচক বারের রো বা সারির উপর ক্লিক করলে এই রকম রূপ বা আইকন আসে। এর কাজ হচ্ছে নির্দিষ্ট রো বা সারি অথবা একাধিক রো বা সারি নির্বাচন করা।

বলতে বলতে আজকের পোস্টের বিষয়ের একদম শেষপ্রান্তে চলে এসেছি। আশা করি যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহারকারী আছেন তাদের জন্য এই পোস্টটি উপকারে আসবে। যদি আগে থেকে জেনে থাকেন তাহলে তো ভালোই। আর যদি আজকে আমার এই পোস্টের মাধ্যমে জেনে থাকেন তাহলেই আমার আমার এই পোস্ট লেখার স্বার্থকতা।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post Excel এর মধ্যে স্থান বেদে মাউসের কার্সারের নাম এবং কাজ জেনে নিন। appeared first on Trickbd.com.

ইমু এর ৫টি লুকানো সেটিং | আপনার জানা আছে তো?

Posted:

Assalamu alaikum
বন্ধুরা বাংলাদেশী ইমু জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। আজকে ইমু একাউন্ট এর পাঁচটি গোপন সেটিংস শেখাবো যেগুলো প্রত্যেক ইমো ব্যবহারকারীদের জন্য জানা খুবই জরুরী।

কারণ আমরা প্রতিনিয়তই ইমো ব্যবহার করি ঠিকই, তো ইমুরের কিছু হিডেনস সেটিংস রয়েছে যেগুলো আমরা জানলে ইমো ব্যবহারকে আরও বেশি সহজ ও সুবিধাজনক ভাবে ব্যবহার করতে পারব।

১ নাম্বার সর্বপ্রথমেই প্লে স্টোর থেকে ইমো অ্যাপটি আপডেট করে নেবো যদি ইমো অ্যাপটি আপডেট চাই।

প্রথম সেটিংসটি হচ্ছে সর্ব প্রথমে আমি আমার ইমো একাউন্টে চলে যাচ্ছি। ইমো একাউন্ট এ যাওয়ার পর

যে কোন একটা চ্যার্ট লিস্ট ওপেন করব আমি আমার একটা বন্ধুর চ্যাট লিস্ট ওপেন করলাম। ওপেন করার পর এবার এখানে একটা দেখুন উনি আমাকে একটা ভয়েস পাঠিয়েছে তো আমি চাচ্ছি যে এই ভয়েস টি না শুনে সে কি বলেছে ভয়েজে সেটা পড়তে।

অনেক সময় আমরা বিভিন্ন পাবলিক প্লেসে থাকি অফিস-আদালতে থাকতে পারি কিংবা অনেক সময় আমাদের আশেপাশে অনেক লোকজন থাকতে পারে। তখন কেউ যদি আপনাকে একটা সিক্রেট ভয়েস মেসেজ পাঠাই তখন তো তাদের সামনে সেই পোষ্টটি প্লে করে সোনা

পসিবল না তাই না? তো আপনি এখন থেকে খুব সহজেই কিন্তু যে কোন ভয়েস না শুনেও সে কি কি পাঠিয়েছে ভয়েসে কি বলছে সেটা আপনি দেখতে পারবেন।

এটা রিসেন্টলি ইমোতে কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। তো ধরুন এই যে একটা ভয়েস এই ভয়েসটি তে কি পাঠিয়েছে আমি কিন্তু না শোনাও বলতে পারবো কি কি হয়েছে পাঠিয়েছে। এর জন্য আপনার যে কাজটি করবেন সর্বপ্রথম সেই ভয়েজের উপরে ট্যাপ করে ধরে রাখবেন।

ধরে রাখার পর তারপর দেখতে পাবেন একটা অপশন আসবে সে অপশনটি হলো ভয়েস টু টেক্সট, তারপর ভয়েস টু টেক্স এর উপরে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন ভয়েস টি এখানে বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। তো এইভাবে আপনি যেকোন ভয়েজ এর উপর ক্লিক করে ধরে রেখে এভাবে কিন্তু খুব সহজেই এটা দেখতে পারবেন যে কি ভয়েস পাঠিয়েছেন আপনাকে।

পরবর্তীতে এটা যদি হাইড করতে চান হাইড করতে পারবেন। তো এই ভয়েজ টি আমি আপনাদেরকে আবার প্লে করে শোনাই যে আসলেই এই ভয়েস ম্যাসেজ টাই কিনা।

আমাদের লিস্টে ২ নাম্বার সেটিংটি হচ্ছে iBubble এর  উপর। iBubble অপশনটা যদি আরো আগে এসেছে তো যারা বিষয়টা জানেন না তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অপশন।

এজন্য আপনি আপনার ইমো তে আসি তারপর আপনার প্রোফাইল এর উপর ক্লিক করবেন এবার নিচে দেখতে পারবেন iBubble নামের একটা অপশন এখানে নতুনভাবে যুক্ত রয়েছে।

তারপর তার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে iBubble অপশন টা যদি আপনার অফ থাকে অন করে দিবেন আর যদি এটা অন থেকে চাইলে অফ করে দিতে পারেন। আর এটা সুবিধা হচ্ছে যখন আপনি ইমুর বাইরে থাকবেন

তখন একটা পপপ এখানে দেখতে পারেন একটা পপপ শো করবে। তখন আপনি তার প্রোফাইল এর উপর ক্লিক করে আপনি কিন্তু ইমোর বাইরে থেকেও কনভারসেশন দেখতে পারবেন।

তো উদাহরণ স্বরূপ আমরা মেসেঞ্জারে যেরকম ভাবে চ্যাটিং করি যখন আমরা মেসেঞ্জারে বাইরে থাকি তখন সে যখন মেসেজ করে তার ক্লিক করে আমরা কিন্তু কনভার্শন করি। তো সেরকম ইমোতে আপনিও কিন্তু করতে পারবেন

এই iBubble অপশনের মাধ্যমে, এটা যদি অন করে রাখেন তাহলে এ রকম চ্যাটিং করতে পারবেন।

আমাদের লিস্টের ৩ নাম্বার চেয়ে সেটিংসটা যে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস।

তো এই সেটিংস টা হচ্ছে আমাদের ভাই-বোনদেরকে অনেক সময় অনেকেই অনেক ভাবে বিরক্ত করে। অনেকেই অনেক অজানা নাম্বার থেকে কল দেয়।

তো ব্লক করে দেওয়ার পর সে আবার অন্য নাম্বার থেকে কল করে। তো এই রকম সমস্যা কিন্তু আমাদের অনেকেরই হয়েছে বা হয়। এখন আপনি জাস্ট একটা সেটিং করে রাখবেন তাহলে আপনার ফোনে যে নাম্বার গুলো সেভ করা থাকবে

শুধু মাত্র তারাই আপনাকে কল করতে পারবে অন্য কেউ কল করতে পারবে না। এই সেটিংস টা করার জন্য উপরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তারপর সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে।

সেই অপশন এর উপর ক্লিক করবেন তারপর দেখতে পারবেন Who can call me এর উপর ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এভরিওয়ান এবং মাই কন্টাক্ট এই দুইটা অপশন আসবে।

এভরিওয়ান অপশনটা সবারই একটিভ করা থাকে আপনি এখানে মাই কন্টাক্ট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ব্যাক চলে আসবেন তাহলে এটা মাই কন্টাক্ট হিসেবে সেভ হয়ে যাবে।

এবার আপনার ফোনে যে নাম্বার গুলো সেভ করা রয়েছে সেগুলো থেকেই শুধুমাত্র কল আসবে অন্য কোন কেউ কিন্তু বিরক্ত করতে পারবে না।

এবার কথা হলো চতুর্থ নম্বর সেটিংস নিয়ে, চতুর্থ নম্বরে দুইটা সেটিংস নিয়ে আলোচনা করব।

এখানে দেখতে পারবেন লাস্ট সিন এই অপশনে যদি ক্লিক করে দেন এখানে আমাদের সকলেরই মাই কন্টাক্ট সিলেক্ট করা থাকে।

আপনি যদি চান যে আপনি ইমোতে আছেন তো আপনি কাউকে দেখাবেন না যে আমি ইমুতে একটিভ আছি। অনেক সময় আমাদের ডাটা কানেকশন অন থাকে কিন্তু আমরা ইমু ব্যবহার করিনা তো সে ক্ষেত্রে ইমোতে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ দেখায়।

তো আপনি যদি অ্যাক্টিভিটি হাইড করে রাখতে চান শের এক্ষেত্রে আপনি এখান থেকে নবডি টা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনি ইমোতে কখন একটিভ আছেন কখন এক্টিভ নাই এটা কেউ বুঝতে পারবে না।
এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস।

তারপরে যে বিষয়টা হচ্ছে রিড রিসিপ্টস । এই অপশনে যদি ক্লিক করেন এটাও কিন্তু মাই কন্টাক্ট হিসেবে সেট করা থাকে। অর্থাৎ আপনি অনেক সময় আমাদেরকে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ মেসেজ পাঠায় সিন করে সাথে সাথেই রিপ্লাই দিতে পারি না।

ব্যস্ততায় থাকতে পারি কিংবা একটু ভেবেচিন্তে যদি সেই ম্যাসেজটার উত্তর দিতে হয় সেক্ষেত্রে আমরা তো অনেক লেট করে উত্তর দেই। তো সে ক্ষেত্রে আপনি যদি এখান থেকে নবডি টা সিলেক্ট করে রাখেন তাহলে মূলত সে যতই মেসেজ করুক আপনি যে মেসেজ টা দেখেছেন

বা সিন করেছেন সেটা সে বুঝতে পারবে না। আর যদি মাই কন্টাক্ট টা সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার কন্টাক্ট সে তারা শুধু এটা দেখতে পারবে আর যদি এভরিওয়ান সিলেক্ট করেন তাহলে সবাই এরকমটা দেখতে পারবে।

আর যদি নো বডি সিলেক্ট করে রাখেন তাহলে কেউ দেখতে পাবে না আপনি যদি কোন মেসেজ সিন করেন তাহলে কেউ বুঝতে পারবেনা।

আমাদের লিস্টের পঞ্চম এবং ফাইনালি যে সেটিংস টার কথা উল্লেখ করব সেটা হল ইমো সিকিউরিটি নিয়ে।

তো এই ইমো সিকিউরিটি নিয়ে আমি দুইটা সেটিংস এর কথা বলব। এই দুইটা সেটিংস যদি আপনারা অন করে রাখেন বা চালু করে রাখেন

তাহলে আপনার ইমো কখনোই হ্যাক হবে না হান্ডেট পার্সেন্ট নিরাপদ থাকবে। প্রথম সেটিংসটা করার জন্য আপনি প্রথমে 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখানে সেটিংস অপশনএ ক্লিক করে দেখতে পারবেন

একাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে তারপর এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস এই অপশনে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ইমু একাউন্টে যদি অন্য কোন ফোনে লগইন থাকে বা

অন্য কেউ চালায় সে ক্ষেত্রে আপনি এখান থেকে বুঝতে পারবেন। যেমন আমার এখানে একটা ডিভাইস শো করছে তারমানে আমার ইমো একাউন্ট একটা ফোনেই লগইন রয়েছে।

কিন্তু আপনার এক্ষেত্রে এখানে আরো অন্যান্য ডিভাইস দেখায় তাহলে বুঝবেন সেই ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্ট লগইন আছে। এবং আপনি এখান থেকে খুব সহজে লগআউট করে দিতে পারবেন বা ডিলিট করে দিতে পারেন।
ও হ্যাঁ, আমার একটা

হিপহপ

আইডি আছে টাকার অভাবে বিক্রি করবো।🥺 দাম মাত্র ৫ হাজার! কোন বড়লোক বান্দা যদি কিনতে চাও তাহলে
https://www.facebook.com/abbu2400 এই লিংকে ক্লিক করে আমার ফেসবুকে মেসেজ দিও ❤
থুক্কু আমার ফেসবুক আইডিতে মেসেজ দিও কারণ ফেসবুক তো মার্ক জুকারবার্গ এর আমার নয় 😫

আমার কাছে নরমাল আইডি ও আছে কম টাকায় প্যারা নাই চিল নক দিও 😃

আজকের মত এ পর্যন্তই পরবর্তী পোস্টে দেখা হবে আজকের মত আল্লাহ হাফেজ ❤❤

The post ইমু এর ৫টি লুকানো সেটিং | আপনার জানা আছে তো? appeared first on Trickbd.com.

ফেসবুক অটো লাইক ইউজার দের জন্য সতর্কতা!!

Posted:

আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd এর সব মেম্বার গণ

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি।

আজকে আপনাদের জন্য সতর্কতা মূলক একটি পোস্ট

করবো।

আমরা প্রায় সবাই ফেসবুক ইউজ করে থাকি।

দেখা যায় আপনার অনেক ফ্রেন্ড থাকা সত্বেও আপনার

আইডি তে লাইক কমেন্ট কম

পরে থাকে, কিন্তু আপনার অন্য বন্ধুর আইডি তে কম

ফ্রেন্ড থাকা সত্তেও অনেক লাইক কমেন্ট

থাকে,

উদাহণস্বরূপ মুসফিক আর ফারহান এর

ছবি তে অনেক লাইক

আছে আপনারও ইচ্ছা হবে এমন লাইক এর।

এই জন্য অনেক এ নিজের আইডি তে লাইক কমেন্ট

এর আশা তে থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ

ইউজ করে লাইক কমেন্ট বাড়িয়ে নেন

আগে নিজের আইডি তে সমস্যা

হতো না ।

কিন্তু বর্তমানে নিজের আইডি দিয়ে যদি

আপনি অটো লাইক কমেন্ট নেন

আর যদি সেটা ফেইসবুক গাইড লাইন না

মেনে করেন আপনার

আইডি ডিসেবল হয়ে যাবে।

কারণ ফেইসবুক এর নতুন নিয়ম অনুযায়ী অটো

লাইক কমেন্ট নেওয়া নিষিদ্ধ।

তাই নিজের আইডি কে সুরক্ষিত রাখতে

চাইলে অটো লাইক কমেন্ট নেওয়া থেকে বিরত থাকুন।

যদি খুব প্রয়োজন হয় লাইক কমেন্ট এর তাহলে অন্য

আইডি ইউজ করে লাইক কমেন্ট নিতে পারেন,

২০২২ এর ফেসবুক আপডেট এর পরে , ৮৫%

চান্ছ থাকে আইডি ডিসেবল হয়ে যাওয়ার

তাই যাই করবেন নিজ দায়িত্বে করবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং Trickbd এর সাথেই থাকবেন।

The post ফেসবুক অটো লাইক ইউজার দের জন্য সতর্কতা!! appeared first on Trickbd.com.

আপনার ফোনকে বানিয়ে ফেলুন একটি শক্তিশালী টেলিষ্কপ যা দিয়ে চাঁদ, সূর্য, ISS বা অন্যান্য উপগ্রহ গুলোকেও দেখতে পাবেন স্পষ্ট ভাবে।

Posted:

আসসালামু ওয়ালাইকুম।
আশা করি আল্লাহ্‌ সকলকে ভালো রেখেছেন।

সীমাহীন আকাশ আর তার মাঝে ভেসে থাকা অসংখ্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, কতই না সুন্দর। তবে খালি চোখে আমরা এর কিছু মাত্র দেখতে পাই, আবার যা দেখতে পাই তা খুবই খুদ্র আকারে।

এমন সৌন্দর্য মন্ডিত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, আরেকটু কাছ থেকে দেখার ইচ্ছাতে যুগে যুগে আবিষ্কৃত হয়েছে অনেক মেশিন, যন্ত্র, প্রযুক্তি। আর এই প্রযুক্তির একটি উন্নত সংষ্করণ হচ্ছে আধুনিক টেলিষ্কপ।

টেলিষ্কপ এর মাধ্যমে অনেক দূরে থাকা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ গুলোকেও খুব কাছে থেকে পর্যবেক্ষণ করা যায়।


আমারা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশের বেশিরভাগ মানুষের ইচ্ছা থাকলেও ১০/২০ লক্ষ টাকা দিয়ে ভালো মাণের টেলিষ্কপ কেনা সম্ভব নয়।

তাই আজ আপনাদের সাথে এমন একটি App এর পরিচয় করিয়ে দিচ্ছি যেটির মাধ্যমে আপনার ফোনের ক্যামেরা কে টেলিষ্কপ বানিয়ে ব্যবহার করতে পারবেন।

আপনার ফোনের ক্যামেরা যত ভালো হবে আপনি তত ভালো ছবি দেখতে পাবেন।

এই App দিয়ে শুধু দেখা নয়, আপনি চাইলে এটিতে ভিডিও রেকর্ড এবং ছবি তুলে সংরক্ষন ও করে রাখতে পারবেন।

আপনি হয়তো এর আগেও এমন অনেক App দেখতে পারেন তবে এই App টি প্রিমিয়াম ভার্সন।

এই App এ কোন এড দেখার ঝামেলা নেয় এবং এতে রয়েছে Auto Focus, Color Change, Compass, Sun Moon Loc, Location System, Brightness control এর মতো আরো বিশেষ কিছু ফিচার।

অনেক কথা হলো এখন চলুন App টি ডাউনলোড করে ফেলি।

Download Link: App টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Download Link: Download Telescope pro app

এই App এর একটি ফ্রি ভার্সন ও আছে যেটি আপনি প্লে স্টোর এ পেয়ে যাবেন।

প্লে স্টোর থেকে এপ টি ডাউনলোড করতে Telescope লিখে Search করুন।

আশা করি পোষ্ট টি আপনার ভালো লেগেছে এবং এপ টি আপনার উপকারে আসবে।

ধন্যবাদ।

The post আপনার ফোনকে বানিয়ে ফেলুন একটি শক্তিশালী টেলিষ্কপ যা দিয়ে চাঁদ, সূর্য, ISS বা অন্যান্য উপগ্রহ গুলোকেও দেখতে পাবেন স্পষ্ট ভাবে। appeared first on Trickbd.com.

ডেঙ্গু জ্বর হলে করণীয় এবং সতর্কতা

Posted:

এখনকার সময়ে এক ভয়াবহ আতংকের নাম ডেঙ্গু। বর্ষা শুরু হলেই ঢাকা সহ সারা দেশ জুরে শুরু হয় ডেঙ্গু আতংক। ডেঙ্গু মুলত ভাইরাস বাহিত একটি রোগ যা শুধু মাত্র এডিস এজিপ্টি নামের এক বিশেষ মশার কামরেই সংক্রমিত হয়। এডিস মশার গায়ের সাদা ছোপ ছোপ দাগ থেকেই অন্যান্য মশা থেকে একটু সহযেই আলাদা ভাবে চেনা সম্ভব।  এই মশা ঘন জংগলে থাকে না বরং মানুষের আবাসস্থলে যেমন ঘরের চোকির নিচে, পর্দার ভাজে, বেসিন বা কমোডের নিচে লুকিয়ে থাকে।  একই ভাবে বড় কোন জলাশয় নয় বরং ছোট খাটো জমে থাকা পানির আধার যেমন ফুলের টপে,  ফ্রিজের নিচে, রাস্তার ধারের পানি,  ক্যান,  নারিকেলের খোলায় জমে থাকা পানিতে এরা বংশ বৃদ্ধি করে।

ডেঙ্গুর লক্ষন –

১) ডেঙ্গু জ্বরে সাধারনত তীব্র জ্বর হয় যা ১৫০° পর্যন্ত হতে পারে।
২) সরীরে বিশেষ করে হারের জয়েন্টে, কমর, পিঠ, মাংসপেশিতে প্রচন্ড ব্যথা হয়। ৩) মাথা ব্যথা ও চোখের পেছনের অংশেও ব্যথা হতে পারে।
৪) জ্বর হওয়ার চার বা পাঁচ দিনের সময় সারা সরীরে লালচে দানার মত দেখা দেয় যা অনেকটা এলার্জি বা ঘামাচির মত দেখতে।

ডেঙ্গুর লক্ষন, ডেঙ্গুর প্রতিরোধ, ডেঙ্গু,

৫) রোগির বমি বমি ভাব হতে পারে  অতিরিক্ত ক্লান্তি বোধ ও খাওয়ার রুচি কমে যেতে পারে।
৬) অবস্থা জটিল আকার ধারন করলে সরীরের বিভিন্ন স্থান যেমন – চামরা, নাক, মুখ, মাড়ি, কফ, মলের সাথে রক্ত পরতে পারে। মেয়েদের বেলায় ঋতুস্রাবের মেয়াদ অনেক দীর্ঘ হতে পারে।

ডেঙ্গু চিকিৎসা – 

ডেঙ্গুর লক্ষন, ডেঙ্গুর প্রতিরোধ, ডেঙ্গু,

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশির ভাগ রোগি সাধারনত পাঁচ থেকে দশ দিনের মধ্যে নিজে নিজেই ভাল হয়ে যায়৷ তবে অবস্থা জটিল আকার ধারন করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গুর সাধারন চিকিৎসার জন্য ভাল না হওয়া পর্যন্ত বিস্রাম নিতে হবে। যথেষ্ট পরিমান পানি সরবত ডাবের পানি ও অন্যান্য তরল জাতীয় খাবার গ্রহন করতে হবে। খেতে না পারলে দরকার হলে শীরা পথে স্লাইন দেয়া যেতে পারে। জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধি যথেষ্ঠ। ব্যথা নাসক ঔষধ  কোন ক্রমেই খাওয়া যাবে না। এতে রক্তক্ষরনের ঝুকি বেড়ে যায়। মাঝে মাঝে জ্বর কমানোর জন্য ভেজা কাপর দিয়ে গা মুছে দিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ –

ডেঙ্গুর লক্ষন, ডেঙ্গুর প্রতিরোধ, ডেঙ্গু,

এডিস মশার বংশ বৃদ্ধিকে রুখে দারানোই ডেঙ্গুর মুল প্রতিরোধ।  তাই এই মশা যাতে বংশ বৃদ্ধি করতে না পারে সেজন্য তত্তপর থাকতে হবে। বাড়ির আসপাস পরিস্কার রাখতে হবে।  ছোট খাটো কোন কিছুতেই যেমন – ফুলদানি, কৌটা,  ডাবের খোসা,  পরিত্যক্ত টায়ারে যাতে পানি না জমে থাকতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।  এডিস মশা সাধারনত সকালে ও সন্ধ্যায় কামরায় তাই মশার কামর থেকে  রক্ষা পেতে ভালভাবে কাপর জরিয়ে নিতে হবে। মশারি ব্যবহার করতে হবে।  মশারি এবং কয়েল ছাড়া দিনে বা রাতে কখনই ঘুমানো যাবে না৷

আপনার বন্ধুদের কাছে পোস্টটি সেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন৷

আমার ওয়েবসাইট – bloodforlife.net



The post ডেঙ্গু জ্বর হলে করণীয় এবং সতর্কতা appeared first on Trickbd.com.

Termux দিয়ে কিভাবে যেকোন লেখাকে speak করাবেন দেখে নিন।

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি দেখাবো কিভাবে termux দিয়ে যে কোন লেখাকে speak করাবেন ।মানে বলতে চাচ্ছি যে আপনি termux যা লিখবেন সেটাই সে speak করে বলে দিবে। আমরা speak এর জন্য নরমালি অ্যাপস ব্যবহার করি কিন্তু আমি আজ ভিন্ন ভাবে speak দেখাবো।

Speak কি সেটা সবাই জানি তাই আর কিছু বলছি না চলুন শুরু করা যাক।

প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।

pkg update -y

এখন termuxকে আপগ্রেড করে নিবো।

pkg upgrade -y

আপনাদের অবশ্যই git, clone, python2 package গুলো ডাউনলোড থাকতে হবে। যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেন।

pkg install git

pkg install clone

Pkg install python2

 

এখন আমরা github থেকে টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/TechnicalMujeeb/Termux-speak.git

এখন ls দিয়ে ইন্টার করবো। তারপর টুলসটি ভিতরে প্রবেশ করবো।

cd Termux-speak

আমরা এখন সবগুলো টুলস পারমিশন দিবো তাই নিচের কমান্ডটি রান করবো।

chmod +x *

 

এখন আমরা install.sh package গুলো ডাউনলোড করবো।

sh install.sh

ডাউনলোড হয়ে গেলে আমরা মেইন টুলসটি রান করবো।

python2 t-speak.py

এখন আমরা যেহেতু speak শুনবো তাই ২ সিলেক্ট করবো।

এখন আমরা যা লিখবো সেইটাই আমাকে speak করে শুনাবে। আমাদের লেখা শেষ হলে ইন্টার করবো।

 

এখন আমাদের pitch সিলেক্ট করে দিবো। আপনি আপনার চয়েস মতো দিয়ে নিবেন। ।

এখন আমরা সিলেক্ট করবো speak টা কতটা ফার্স্ট বলবে সেটা নিধারন করে দিতে হবে আমি বলবো সব সময় ৩ নম্বর টা দিতে। আমি বেশি লিখিনি তাই 1 দিয়ে ইন্টার করবো।

তারপর আপনি ভয়েস টা বা speak টা শুনতে পারবেন।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

বি:দ্র : অনেকের সমস্যা হতে পারে ।যদি হয় আমাকে নক করেন আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করবো।

Facebook

YouTube

Telegram

The post Termux দিয়ে কিভাবে যেকোন লেখাকে speak করাবেন দেখে নিন। appeared first on Trickbd.com.

মেসেঞ্জার এর ৫টি আনবিলিভেবল সেটিংস | আপনি জানেন তো?

Posted:

আসসালামু আলাইকুম! আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। মেসেঞ্জার কিন্তু আমরা প্রায় সবাই ব্যবহার করি কিন্তু ম্যাসেঞ্জারের এমন কিছু সেটিংস আছে যেটা আমরা অনেকেই জানিনা। আর এরকম পাঁচটা সেটিংস এর কথা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো।

১ নাম্বার যে সেটিং টার কথা বলবো সেটা হচ্ছে CONTACTS.

আমাদের মাঝে অনেকেই কিন্তু জানেন না আমরা যে গুগোল কিংবা জিমেইলে আমাদের  CONTACTS গুলো সিং করিয়ে ব্যাকআপ হিসেবে রাখি ঠিক সেম ভাবে মেসেঞ্জারে কিন্তু আমরা আমাদের ফোনবুক টাকে আপলোড করে রাখতে পারি।

আর এটাতে আপনি যে সুবিধা টা পাবেন সেটা হচ্ছে আপনি যখনই কোন ফোন চেঞ্জ করবেন কিংবা নতুন একটা ফোন কিনবেন। তখন যখন আপনি ওই ফোনে ম্যাসেঞ্জার অ্যাপটা লগইন করবেন তখন কিন্তু আপনার আগের

ফোনের যত কন্টাক্টস ছিল মানে আপনার ফোনবুক যেটা ছিল সব নাম্বার কিন্তু আপনি এই মেসেঞ্জার থেকেই পেয়ে যাবেন। এটার জন্য আপনার ফোনের মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জার এর উপরে বাম পাশে যে প্রোফাইল পিকটা থাকে

ওখানে ট্যাপ করবেন। এখান থেকে একটু নিচের দিকে আসলে একটা অপশন পাবেন ফোন কন্টাক্টস। তারপর ফোন কন্টাক্টস এর উপর কে ট্যাপ করবেন। তারপর উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন আপলোড কন্টাক্ট। এখন আপনি যদি এই আপলোড কন্টাক্ট এর উপর ক্লিক করেন।

এবং নিচের দিকে যে টার্ন অন যে অপশনটা আছে সেটা অন করে দেন এরপর এলাও অপশন থেকে যদি এলাও করে দেন। তাহলে আপনার মোবাইলে ফোন বুকে থাকা সব নাম্বারগুলো মেসেঞ্জারে দেখা যাবে। আর সেটা দেখতে হলে আপলোড কন্টাক্টস এর নিচে যে ম্যানেজ কন্টেক্সট অপশন রয়েছে সেটার উপর ক্লিক করবেন।

তারপর আপনার ফোনবুকের সমস্ত কন্টাক্ট গুলো আপনি দেখতে পারবেন। তারপর যে কোন একটা নামের উপর ক্লিক করলেই আপনি ডিটেলস দেখতে পাবেন। এভাবে আপনি যদি মেসেঞ্জারে আপনার কন্টাক্ট গুলো সেভ করে রাখেন তাহলে আপনার কন্টাক্ট হারানোর ভয় আর থাকলো না।

এখন আসি ২ নাম্বার সেটিংসে আর সেটা হচ্ছে USER NAME.

অনেক সময় এরকম হয় যে সে আমার ফেসবুক ফ্রেন্ড না কিন্তু আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে চাচ্ছে হয়তো ওভার ফোন কিন্তু যখন দেখা হল তখন জিজ্ঞেস করল তোমাকে মেসেঞ্জারে কিভাবে খুজে পাব?

আপনি হয়তো আপনার নামটা বললেন ফর এক্সাম্পল আমি যদি এখন বলি আমার নাম ইমরুল হাসান। এখন কেউ যদি ফেসবুকে গিয়ে ইমরুল হাসান লিখে সার্চ দেয় তাহলে কিন্তু শত শত ইমরুল হাসান সেখানে আসে।

বাট আপনি যদি আপনার একটা ইউনিক ইউজারনেম বানিয়ে দিতে পারেন তাহলে ওই নাম দিয়ে সার্চ দিলে শুধুমাত্র আপনার মেসেঞ্জার টাই পাওয়া যাবে। আর সেটা করতে হবে মেসেঞ্জার থেকেই। মেসেঞ্জার এর উপরে বাম পাশে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকেই পাবেন ইউজারনেম।

তারপর ওটার উপরে ক্লিক করবেন এখানে একটি ইউজারনেম দেওয়ায় থাকে। আপনি এখান থেকে এডিট ইউজারনেম যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করবেন।

এরপর আসি ৩ নম্বর সেটিংস এ এটা একটা সিকিউরিটি সেটিংস।

যেমন আমরা আমাদের ফেসবুক প্রোফাইল টা কে cq করার জন্য অপশন চালু করে রাখি এবং কেউ লগইন করতে চাইলে সেখানে সিকিউরিটি কোড চাই কিন্তু মেসেঞ্জারে ক্ষেত্রে কি হবে।

যদিও ফেসবুক প্রোফাইল এবং মেসেঞ্জার একসাথে কানেক্টেড। বাট একসাথে কানেক্টেড হলেও শুধু মেসেঞ্জার দিয়ে তো আলাদা করে লগইন করা যায়। সো আপনার মেসেঞ্জার অজান্তে অন্য

কোথাও লগইন করে রেখেছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন এবং সেটা যদি করা থাকে তাহলে সেটা লক আউট কিভাবে করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। মেসেঞ্জার এপ্লিকেশনটা ওপেন করবেন উপরে বাম পাশে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। একটু নিচের দিকে যাবেন তারপর প্রাইভেসি নামে একটা অপশন পাবেন।

তারপর প্রাইভেসি অপশনএর উপর ক্লিক করবেন তারপর একটা অপশন পাবেন লগইন নামে। তারপর এখানে একটা লিস্ট পাবেন আপনার মেসেঞ্জার কোথায় কোথায় লগইন আছে। তারপর একটু উপরের দিকে পাবেন (হোয়ার ইউ আর লগেড) । ওখানে যদি আপনি ক্লিক করেন এ পর্যন্ত আপনি যত জায়গায় লগইন করেছিলেন যতগুলো ডিভাইসে

সবগুলো লিস্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন এই লম্বা লিস্ট থেকে আপনার যদি মনে হয় কোন একটা ডিভাইস আপনার নিজের না তখন কিন্তু আপনি সেটা লগআউট করে ফেলতে পারেন।

এরপর আসি ৪ নম্বর সেটিংসে আর সেটা হচ্ছে মেসেজ রিকুয়েস্ট‌.

ওটার উপরে ক্লিক করবেন। তারপর উপরের দুইটা অপশন দেখতে পাবেন you may know আর spam । এখন এই মেসেজের লম্বা লিস্ট থেকে

আপনার মনে হয় কোন এক জন কে আপনি চিনেন কিংবা আপনার পরিচিত কেউ তাহলে তার নামের উপর ক্লিক করবেন এবং আপনি যদি মেসেজের রিপ্লাই দেন তাহলে কিন্তু সে আপনার ম্যাসেঞ্জারে অ্যাড হয়ে যাবে।

এখন পাঁচ নাম্বারে যে সেটিংস টা আছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর সেটা হচ্ছে WORD EFFECTS.

আমরা যখন মেসেঞ্জারে কারো সাথে চ্যাট করি তখন দেখা যায় টাইপ করছি এবং ইমোজি সেন্ড করছি।

But যদি এরকম হয় ইমোজি গুলো ব্লাস্ট করছে কিংবা ইমোজি গুলো উড়ে যাচ্ছে অথবা কোন একটা অ্যানিমেশন হচ্ছে। তাহলে কিন্তু ব্যাপারটা অনেক নাইস। তো আপনি চলে যাবেন আপনার ফোনের মেসেঞ্জারে।
যাওয়ার সাথে আপনি

WORD EFFECTS ইউজ করতে চাচ্ছেন তার সাথে যে চ্যাটের অপশন টা আছে সেটার উপর ক্লিক করবেন। তারপর উপরের দিকে দেখবেন ডান পাশে একটা আই বাটন আছে। তারপর আপনার আমায় বাটনের উপর ক্লিক করবেন। তারপর ওখানে একটা অপশন পাবেন এফেক্টস ওটার উপরে ক্লিক করবেন।

তারপর এখানে নিচের দিকে আপনি কোন একটা ওয়ার্ড বা সেন্টেন্স লেখার জন্য অপশন পাবেন। তারপর ওখানে কিছু একটা সেন্টেন্স লিখবেন লেখার পর বাম পাশে যে ইমোজির বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে কোন একটা ইমোজি চয়েজ করবেন।

তারপর ডান পাশে যে সেন্ড অপশনটা আছে ওটাতে ক্লিক করে দিবেন। এটা দিয়ে কি হলো এটা দেখার জন্য ব্যাকে চলে আসবেন। তো আপনি যদি এখন কোন মানুষকে সেন্টেন্স টা লিখে পাঠান এবং এটা যদি এখন সেন্ড করেন একটা ইমোজির এনিমেশন যাবে।

এবং আপনি এখন যে এনিমেশনটা দেখতে পেলেন সেও কিন্তু সেই একই এনিমেশন দেখতে পাবে। বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আপনি চাইলে এভাবে অনেকগুলো সেন্টেন্স ওখানে ইমোজি দিয়ে সেট করে রাখতে পারবেন।

ও হ্যাঁ, আমার একটা

হিপহপ

আইডি আছে টাকার অভাবে বিক্রি করবো।🥺 দাম মাত্র ৫ হাজার! কোন বড়লোক বান্দা যদি কিনতে চাও তাহলে
https://www.facebook.com/abbu2400 এই লিংকে ক্লিক করে আমার ফেসবুকে মেসেজ দিও ❤
থুক্কু আমার ফেসবুক আইডিতে মেসেজ দিও কারণ ফেসবুক তো মার্ক জুকারবার্গ এর আমার নয় 😫

আমার কাছে নরমাল আইডি ও আছে কম টাকায় প্যারা নাই চিল নক দিও 😃

আজকের মত এ পর্যন্তই পরবর্তী পোস্টে দেখা হবে আজকের মত আল্লাহ হাফেজ ❤❤

The post মেসেঞ্জার এর ৫টি আনবিলিভেবল সেটিংস | আপনি জানেন তো? appeared first on Trickbd.com.

Binance অ্যাপের যে কোনো টোকেন Usdt তে Convert করুন,কোন রকম ফি এবং ট্রেড করা ছাড়াই।

Posted:

♥♥আসসালামু আলাইকুম♥♥

♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

আজকে আলোচনা করবো কিভাবে আপনারা Binance অ্যাপে যেকোনো পরিমানের যেকোনো টোকেন খুব সহজেই USDT তে Convert করতে পারবেন খুব সহজেই।কোন রকম ফি এবং ট্রেড করা ছাড়াই। Binance এ মিনিমাম ট্রেড ১০$ আর তাই অনেকের ৩-৪ টা টোকেন মিলে ১০$ এর নিচে থাকলে সেটা তো USDT করে সেল দেয়া যাবে নাহ।তো আজকে এই ট্রিক্সটির মাধ্যমে আপনারা যে কোনো টোকেন যে কোনো পরিমানের খুব সহজেই USDT তে Convert করতে পারবেন।যারা জানেন ইগনোর করবেন,আর যারা জানেন না পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো ভাবে পড়বেন।আর পোস্টের শেষে ভিডিও লিংক দেয়া আছে।তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক।

আপনাদের ১০$ এর নিচে একাধিক টোকেন থাকলে নিচের Convert Small Assets to BNB লেখায় ক্লিক করে সব গুলো টোকেন BNB তে কনভার্ট করতে পারবেন।তারপর সেগুলা নিচের প্রসেস ফলো করে USDT তে কনভার্ট করতে পারবেন।অথবা আপনারা প্রতিটা টোকেনেই কনভার্ট করতে পারবেন।

প্রথমে আপনারা Wallet অপশনে যাবেন তারপর Spot এ যাবেন। তারপর Transfer এ ক্লিক করবেন।

তারপর আপনারা Funding লেখায় ক্লিক করবেন।

তারপর USD S-M Futures সিলেক্ট করবেন,না বুঝলে স্ক্রিনশট ফলো করুন।

তারপর নিচের স্ক্রিনশটে দেখানো ১ নাম্বার জায়গায় ক্লিক করে যে টোকেন USDT তে কনভার্ট করবেন সেটা সিলেক্ট করুন।তারপর ২ নাম্বার দেখানোর জায়গায় ক্লিক করে অ্যামাউন্ট দিন।সব এগুলা হলে Max লেখায় ক্লিক করুন।তারপর Confirm Transfer লেখায় ক্লিক করুন।

তারপর উপরের দিকে স্ক্রল করে Futures লেখায় ক্লিক করুন,তারপর Convert লেখায় ক্লিক করুন।

তারপর নিচের মত আসবে,যে টোকেনটি Convert করবেন সেটা উপরের দিন আর যে টোকেনে কনভার্ট করবেন সেটা নিচে দিন।আমি BNB কনভার্ট করবো USDT তে তাই BNB উপরে দিছি আর USDT নিচে।তারপর Max করে দিয়ে Confirm লেখায় ক্লিক করুন।

দেখুন কনভার্ট কিন্তু হয়ে গেছে কোন রকম ফি কাটেনি।

তারপর Done করে দিয়ে,Transfer লেখায় ক্লিক করুন।

তারপর USD S-M Futures উপরে থাকবে আর নিচে Spot Wallet সিলেক্ট করুন।তারপর USDT সিলেক্ট করে max করে দিয়ে Confirm Transfer লেখায় ক্লিক করুন।

দেখুন Spot Wallet এ ব্যালেন্স এসে গেছে,কোন রকম ফি কাটেনি কিন্তু।এখন আপনারা P2P তে সেল করে দিতে পারবেন।

👉আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং এয়ারড্রপ সম্পর্কে জানতে নিচে থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এবং ট্রিকবিডির সাথে থাকুন।

এয়ারড্রপ করে মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করতে চাইলে নিচের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।

♥♥♥আল্লাহ হাফেজ

The post Binance অ্যাপের যে কোনো টোকেন Usdt তে Convert করুন,কোন রকম ফি এবং ট্রেড করা ছাড়াই। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments