ফোন কিনে ঠকেছেন? মোবাইল ফোন কেনার আগে যেসব বিষয় অবশ্যই জেনে নেবেন । [বিস্তারিত] |
- ফোন কিনে ঠকেছেন? মোবাইল ফোন কেনার আগে যেসব বিষয় অবশ্যই জেনে নেবেন । [বিস্তারিত]
- ডাউনলোড করুন hola plus vpn premium mod app
- Youcut Mod version ভিডিও এডিটিং এর জন্য বেটার একটি অ্যাপস দেখে আসুন কাজে লাগবে ।
- English grammar guide: assertive to interrogative কিভাবে করবেন উদাহরণসহ বিস্তারিত আর্টিকেলে!
- YouTube থেকে টাকা ইনকাম করার সেরা তিনটি উপায়?
- Telegram Bot Game Hacking টিউটোরিয়াল Noob to Pro.. পার্ট-৪ ( কিভাবে Corsairs Game এর Score Hack করা যায় )…
- কি ভাবছেন যদি 1 TB Storage Free পাইতেন কত না ভালো হতো।এটা কি আজই সম্ভব দেখে আসুন
- জলবায়ুর ব্যাপক বিপর্যয়, পৃথিবী মানবশূন্য হয়ে যাওয়ার কনসেপ্ট নিয়ে নির্মিত Finch মুভির রিভিউ + লিংক
- বিরক্তিকর ও ক্ষতিকারক Ads থেকে আপনার ফোনকে রক্ষা করুণ। রুট, নন রুট সকল ফোনের জন্য। Adguard Premium Apk 4.0.65 (Full) (Nightly) Mod for Android… Updated
- Chorki, Hoichoi, Zee5 এর সকল Movie, TV Series দেখুন একদম ফ্রিতে, ও সাথে ফ্রিতে BDIX Connected 100+ লাইভ টিভি।
ফোন কিনে ঠকেছেন? মোবাইল ফোন কেনার আগে যেসব বিষয় অবশ্যই জেনে নেবেন । [বিস্তারিত] Posted: 10 Dec 2021 07:38 AM PST হ্যালো বন্ধুরা, মোবাইল ফোন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটি জিনিস । আমরা ধাপে ধাপে সবকিছুই জানতে চলেছি ।প্রথমেই জানবোঃ ফোনের ডিজাইনঃফোন কিনলে প্রথমেই ফোনের ডিজাইনের দিকে নজর দিতে হয়। ফোনের ডিজাইন ভালো না হলে টাকা খরচ করে ফোন কেনার কোনো দামই থাকেনা। আজকাল অনেক ব্রান্ডের অনেক নতুন ডিজাইন বের করতেছে। ফোনের ভার্সনঃআজকাল যত মোবাইল সফটওয়্যার,গেইমস ও অ্যাপস তৈরী হচ্ছে সেগুলো ব্যবহারের জন্য ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনই হচ্ছে মূল বিষয় । মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন যদি ১০ এর নিচে হয়ে থাকে, তাহলে অনেক অ্যাপস এবং গেইমই আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন না তাই আমি সাজেষ্ট করবো যে, মোবাইল ফোন কিনলে অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন ১০+ এর ফোন কিনবেন । মোবাইল কেনার জন্য আপনার বাজেট যদি ১৫-২০ হাজারের মধ্যে হয়ে থাকে তাহলেই আপনি অ্যান্ড্রয়েড ভার্সন ১০থেকে ১২ এর একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে নিতে পারবেন । ফোনের ব্যাটারিঃআমরা সবাই জানি, ব্যাটারি হলো মোবাইল ফোন চালিয়ে রাখার মূল বস্তু । ব্যাটারি ছাড়া মোবাইল চালানো যায়না । ফোনের ক্যামেরাঃযদি একটি ফোন থাকে তাহলে তার প্রথমেই নজর পড়ে ফোনের ক্যামেরার দিকে । উদাহরনস্বরুপঃআপনি আপনার কোনো বন্ধু বা কারো সাথে বেড়োলেন । তখধ আপনার কিছু ছবি করার কথা মনে পড়লো , কিন্তু আপনার ফোনের ক্যামেরার কোয়ালিটি খারাপ হওয়ায় আপনার তোলা ছবিও খারাপ হলো । এতে আপনার এবং আপনার বন্ধুদেরও মন খারাপ হবে । এখানে যদি আপনার ফোনের ক্যামেরা ভালো হতো তাহলে ছবিও খুবই ভালো হতো এবং আপনিও খুশি হতেন । তাই একটি ফোন কিনতে হলে আপনাকে ফোনের ক্যামেরার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে । ফোনের র্যাম ও রমঃRAM হলোঃ Random Access Memory ROMহলোঃ Read Only Memory . ফোনের প্রসেসরঃপ্রসেসর হলো ফোনের ব্রেইন । ফোন সকল কাজ করার জন্য সকল ধরণের সকল কাজ এই প্রসেসরই করে থাকে । আজকাল অনেক ফোনে অনেক প্রসেসরই ব্যবহার করা হয়ে থাকে, যেমনঃ Quad-core, Octa-core ও SnapDragon । আপনি এর যেকোনো প্রসেসরের ফোনই কিনতে পারেন প্রসেসর কতটা ভালো তা নির্ভর করে প্রসেসরের কিছু বিশেষ বিষয়ের উপর যেমন, প্রসেসরের ক্লক টাইম,কোর সংখ্যা এবং আরো কিছু । আপনার ফোন কেনার বাজেট যদি ১৫-২০হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি স্নাপড্রাগন ব্যবহার করা ফোনই কিনতে পারবেন ।ফোন কিনতে আপনি আরো কিছু দিক দেখে নিতে পারেন, যেমনঃ ফোনের ডিসপ্লে, ফোনের কভার, ফোনের ব্যাটারি সাইজ ইত্যাদি । এগুলো দেখার জন্য আপনি ফোন রিভিউ এর সাইটগুলোতে ভিসিট করতে পারেন, যেমনঃ মোবাইল শো-রুমআজকাল মোবাইল ফোন বিক্রি করার জন্য বাজারে অনেক দোকান আছে, যেখান থেকে আপনি চাইলেই ফোন কিনে নিতে পারেন। কিন্তু এইসব দোকান থেকে ফোন নিলে নানান অসুবিধা হতে পারে,, যেমন, এটা আপনি কখনই চাইবেন না। তাই একটি ভালো ও আসল ফোন কেনার জন্য অবশ্যই একটি নির্ভরযোগ্য দোকান আা শো-রুম বেছে নিন। তো বন্ধুরা । আজ এপর্যন্ত, নমষ্কার The post ফোন কিনে ঠকেছেন? মোবাইল ফোন কেনার আগে যেসব বিষয় অবশ্যই জেনে নেবেন । [বিস্তারিত] appeared first on Trickbd.com. |
ডাউনলোড করুন hola plus vpn premium mod app Posted: হ্যালো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ।আজ আপনাদের জন্য নিয়ে এলাম holA plus vpn premium mod app। হলো একটি vpn app । এটি দিয়ে আপনি কিন্তু ads এর কারণে আমরা এই app টি ব্যবহার করতে পারি না। তাই আপনাদের সামনে এটির mod app নিয়ে হাজির হলাম । Screen Shots HD Video streaming Download The post ডাউনলোড করুন hola plus vpn premium mod app appeared first on Trickbd.com. |
Youcut Mod version ভিডিও এডিটিং এর জন্য বেটার একটি অ্যাপস দেখে আসুন কাজে লাগবে । Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিও এডিটিং এর জন্য মোটামুটি বেটার একটা অ্যাপস। কিছু কিছু effect আমার কাছে খুব ভালো লাগছে । যারা আমরা photo দিয়ে ভিডিও বানাই তাদের জন্য ভালো একটা অ্যাপস। কারণ এইটাও অনেক গুলো effects or transition আছে যে গুলো আমার কাছে খুব ভালো লাগছে । kinemaster যা আচ্ছে এটাতে কিছু টুলস নাই। এইটা ভালো লাগছে যে reverse করা যায় । এতো কিছু তো বলে শেষ করা যাবে না। ভিডিও রেন্ডারিং quality ঠিক আছে সাথে আপনি 4k রেন্ডারিং করতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য Mod version টা দিয়ে দিলাম একদম লেটেস্ট ভার্সন। তাই কিছু ss দেখা যাক। তো বেশি কিছু বললাম না কারণ ভিডিও এডিটিং করা অ্যাপস গুলো নিয়ে সবাই ও মোটামুটি ধারনা আছে। ভালো থাকবেন লেখা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। The post Youcut Mod version ভিডিও এডিটিং এর জন্য বেটার একটি অ্যাপস দেখে আসুন কাজে লাগবে । appeared first on Trickbd.com. |
English grammar guide: assertive to interrogative কিভাবে করবেন উদাহরণসহ বিস্তারিত আর্টিকেলে! Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুরা আমরা ইংলিশ গ্রামারের, transformation of sentence/changing sentence নিয়ে গতকাল একটি আর্টিকেল পাবলিশ করেছিলাম। এবং ওই আর্টিকেলে আমরা ট্রানসফর্মেশন অফ সেন্টেন্স এর, affirmative to negative নিয়ে সম্পূর্ণ আর্টিকেল শেষ করে দিয়েছিলাম। আর আজকের এই আর্টিকেলে আমরা সাধারণত শিখব জানবো, ট্রানসফর্মেশন অফ সেন্টেন্স এর assertive to interrogative অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাতে করে আপনারা পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্স আসলে, খুব সহজে, assertive to interrogative লিখতে পারেন। চলুন না এখনই বিস্তারিত জেনে নেওয়া যাক।Transformation of sentence কাকে বলে?Transformation of sentence: সেন্টেন্স পরিবর্তন শেখার পূর্বে, সাধারণত সেন্টেন্স জানা আবশ্যক। এবং ট্রানসফর্মেশন অফ সেন্টেন্স এ সাধারণত তিনটি গ্রামার থাকে। তাছাড়া পরীক্ষায় দুই ধরনের সেন্টেন্স পরিবর্তন আসতে পারে। তার মধ্যে একটি হলো অর্থ অনুসারে পরিবর্তন। অপর অন্যটি হলো গঠন অনুসারে পরিবর্তন। ট্রানসফর্মেশন অফ সেন্টেন্স সম্পর্কে আশাকরি ধারণা এসেছে। Assertive to interrogative কাকে বলে চলুন বিস্তারিত জেনে নিই!অ্যাসেরটিভ টু ইন্টারগেটিভ সাধারণত সাহায্যকারী ক্রিয়া যুক্ত বাক্য। অর্থাৎ অ্যাসেরটিভ ত এক্সক্লামাটরি এর অর্থ সাহায্যকারী ক্রিয়া যুক্ত বাক্য। যদি বাক্যে সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে সাহায্যকারী ক্রিয়াটি, বাক্যের প্রথমে বসাতে হবে। এবং বাক্যে নেগেটিভ কোন ওয়ার্ড না থাকলে, সাহায্যকারী ক্রিয়ার সাথে not সংযুক্ত করতে হবে। আশা করি আপনারা অ্যাসেরটিভ টু ইন্টারগেটিভ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন।অ্যাসেরটিভ ত ইন্টারোগাতিভ লেখার জন্য কিছু নিয়মাবলী রয়েছে। এবং সাহায্যকারী ক্রিয়া বিহীন বাক্য লেখার কিছু, নিয়ম রয়েছে। আপনারা এগুলো জেনে বিস্তারিত ভাবে, অ্যাসেরটিভ টু ইন্টারগেটিভ বুঝতেও লিখতে পারবেন। এখন আমরা চলুন, অ্যাসেরটিভ ত ইন্টারোগাতিভ এর, সাহায্যকারী ক্রিয়া যুক্ত বাক্য সম্পর্কে কিছু উদাহরণ জেনে নিই ** ICON is is an expressional coaching center. Isn’t ICON an expressional coaching center. ** The boy does not play violin. Does the boy play violin? Assertive to interrogative এর সাহায্যকারী ক্রিয়া বিহীন বাক্য?সাহায্যকারী ক্রিয়া বিহীন বাক্যঃ যদি বাক্যে সাহায্যকারী ক্রিয়া না থাকে তাহলে, ক্রিয়া অনুযায়ী, do/did/does বাক্যের প্রথমে আনতে হবে। এবং বাক্যটি পজেটিভ অর্থাৎ হ্যা বোধক হলে, do did does এর সাথে not অবশ্যই ব্যবহার করতে হবে। এটি ছিল সাহায্যকারী ক্রিয়া বিহীন বাক্য। আশা করি আপনারা অ্যাসেরটিভ তো ইন্টারগেটিভ সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়েছেন। এখন চলুন কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। ** Rana teachers us English. Does not Rana teachers us English? **We went to Dhaka. Did not we go to Dhaka. **Everybody loves him. Who does not love him? **None can do it. Who can do it? বন্ধুরা, এখানে আপনাদের একটি বিষয় অবশ্যই ধারণা-অনুমান রাখা খুবই জরুরি। এটি হলো সাধারণত উপরোক্ত যে কোন বাক্যে, every/no/all থাকলে এর পরিবর্তে who বসাতে হয়। আশা করি এই পুরো বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই আপনারা সবাই, transformation of sentence, এর assertive to interrogative এর বাক্যগুলো সহজে পরিবর্তন করতে পারবেন। যদিও উদাহরণ হিসেবে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। খুব ভালো থাকবেন সবাই ধন্যবাদ।The post English grammar guide: assertive to interrogative কিভাবে করবেন উদাহরণসহ বিস্তারিত আর্টিকেলে! appeared first on Trickbd.com. |
YouTube থেকে টাকা ইনকাম করার সেরা তিনটি উপায়? Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় ট্রিকবিডি এর বন্ধুগণ আশা করি সকলেই ভাল আছেন! ইউটিউব হল সারা বিশ্বের জনপ্রিয় একটি প্লাটফর্ম! যেখানে আপনারা কিংবা যেকোন লোকেরা চাইলেই কিন্তু ইনকাম করতে পারে। ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়? ইউটিউব কিভাবে আপনাকে টাকা দিবে এবং হাতে পর্যন্ত টাকা কিভাবে আসবে? এ বিষয়ে যদিও আগে একটি আর্টিকেল পাবলিশ করেছিলাম! তো আজকের আর্টিকেলে আমরা ইউটিউব থেকে টাকা আয় করার, সেরা তিনটি উপায় নিয়ে আলোচনা করব! অর্থাৎ আপনারা কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করার, সেরা তিনটি পদ্ধতি অবলম্বন করে ইনকাম করতে পারবেন? এই পুরো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব! কেন আপনারা ইউটিউব টাকা ইনকাম করবেন?ইউটিউব থেকে ইনকামঃ ইউটিউব থেকে ইনকাম করার জন্য ফাস্টে আমাদের জানা প্রয়োজন, আমরা যে ইউটিউব থেকে টাকা ইনকাম করব সেটা কেন? প্রথমেই বলে রাখি ইউটিউব হল সারা বিশ্বের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম! এমনকি অনলাইনে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এর অন্যতম প্লাটফর্ম হল ইউটিউব! এমনকি অনলাইনে টাকা ইনকাম করার সবচেয়ে নিখুঁত এবং বিশ্বাসযোগ্য মাধ্যম হলো ইউটিউবিং করা। আর যে কেউ চাইলে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে, টাকা ইনকাম করতে পারবে। এমনকি ইউটিউব এই সুযোগ শুরু থেকে এখন পর্যন্ত দিয়ে আসছে। তাই এই সুযোগ আমরা অপচয় না করে অনলাইনে, যদি ইচ্ছা থাকে তাহলে ইউটিউবিং করতে পারি। যদিও আমরা অনলাইনে এদিকে ওদিকে অনেকটা সময় ব্যয় করি। আর যারা এই সময় অপচয় না করে, অনলাইনে আয় করতে আগ্রহী, তারা চাইলেই অনলাইনে ফ্রিতে ইউটিউবিং করতে পারবেন। আশা করি আমরা কেন ইউটিউবিং করব এ বিষয়টি বুঝতে পেরেছেন! ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সংক্ষিপ্ত আকারে জেনে নিন চলুন!ইউটিউব থেকে টাকা ইনকামঃ একটি ইউটিউব চ্যানেল থেকে খুব সহজে অনলাইনে টাকা ইনকাম সম্ভব হবে। তার জন্য প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করতে হবে। এবং ভিডিওগুলো নিজের অন্য কারোর হলে হবে না। তারপর সেই ভিডিওতে মানুষের প্রয়োজনীয় হতে হবে যেন, আপনার ইউটিউবে ভিউজ আসতে সক্ষম হয়। এককথায় আপনার একটি চ্যানেল তৈরি করে মানুষের প্রয়োজনীয় ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করতে করতে যখন আপনার ইউটিউব চ্যানেলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। তখন কিন্তু আপনারা চাইলেই ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু করতে পারবেন। দেখেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এপর্যন্ত কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। যদি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। তাহলে কিন্তু আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু করতে পারবেন। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে, আপনারা মনিটাইজেশন এর জন্য এপ্লাই করবেন। আপনার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেলেই টাকা ইনকাম শুরু হবে। প্রিয় বন্ধুরা আশাকরি আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু কিভাবে হয়? এ বিষয়ে বিস্তারিত না জানলেও সংক্ষিপ্ত আকারে বুঝতে পেরেছেন! যদি আপনাদেরকে বিস্তারিত বললে আর্টিকেল অনেক লম্বা হয়ে যাবে, এ কারণেই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ইউটিউব থেকে ইনকাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম! ইউটিউবে থেকে টাকা ইনকাম করার সেরা তিনটি পদ্ধতি?ইউটিউব থেকে টাকা ইনকাম করার সেরা তিনটি পদ্ধতিঃএক নম্বর পদ্ধতি Google AdSense দুই নম্বর পদ্ধতি Affiliate marketing তিন নম্বর পদ্ধতি Photo sale Google AdSense থেকে ইউটিউবে টাকা ইনকাম?গুগল এডসেন্স গুগলের একটি নিজস্ব নেটওয়ার্ক। যে কেউ চাইলে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে পারে অনলাইনে। তাই আপনি যদি ইউটিউব থেকে গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করেন, তাহলে অবশ্যই আপনিও গুগল এডসেন্স থেকে ইউটিউবে আয় করতে সক্ষম হবেন। এমনকি গুগোল অ্যাডসেন্সে মাত্র 100 ডলার জমা হলেই টাকা উত্তোলন করা যায়। গুগল এডসেন্স এর কাজ, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে বিজ্ঞাপন দেওয়া। এই বিজ্ঞাপন গুলো যত লোক দেখবে আপনার গুগল এডসেন্স একাউন্টে, ততোই বেশি ইনকাম হবে। এমনকি ইউটিউব এর মাধ্যমে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন গুলো, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও তে বসিয়ে সহজে ইনকাম করা যায়। তাছাড়া গুগল এডসেন্স আপনাকে ব্যাংক একাউন্টের মাধ্যমে পেমেন্ট করবে। আশা করি গুগল এডসেন্স থেকে ইউটিউবে ইনকাম সম্পর্কে ধারণা পেয়েছেন। Affiliate marketing করে ইউটিউব থেকে টাকা ইনকাম যেভাবে করবেন?অনলাইনে আয় করার অন্যতম জনপ্রিয় একটি পদ্ধতি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। যদিও অ্যাপলেট মার্কেটিং করার বিষয় নিয়ে, আগেই কয়েকটি আর্টিকেল পাবলিশ করেছিলাম। আপনারা চাইলেই আগের আর্টিকেলগুলো পড়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে পারেন। আর সংক্ষিপ্ত আকারে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে চলুন একটু ধারনা নিয়ে আসি। অ্যাফিলিয়েট মার্কেটিং হল, অনলাইনে কোন প্লাটফর্মে যুক্ত হয়েছে সেখানকার। প্ল্যাটফর্মের প্রডাক্ট কিংবা সার্ভিসগুলো আপনাকে প্রচার করতে হবে। যদি আপনার প্রচার করা কোনো গ্রাহক তাদের কোম্পানি থেকে সেই পণ্য বা প্রডাক্ট ক্রয় করে তাহলে, তার বিনিময় আপনি কিন্তু সেই প্ল্যাটফর্ম থেকে কিছু কমিশন পাবেন। ঠিক এভাবেই করে আপনারা অনলাইনে অ্যাপলেট মার্কেটিং করে ইনকাম করতে পারেন। আর এই কাজ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সহজে, অল্প সময়ে নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন। Photo sale করে ইউটিউব থেকে ইনকাম করবেন যেভাবে?ফটোসেল বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। অনলাইনে বিভিন্ন কাজ কর্মের জন্য আমাদের ফটোর প্রয়োজন হয়। যেমন একটি ওয়েবসাইটের সৌন্দর্য কিংবা কোন প্ল্যাটফর্ম কে ভালো ভাবে সাজাতে, তাছাড়া নিজের ব্যবসা মানুষের সার্ভিস ইত্যাদি গুলো সুন্দর ভাবে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের অনলাইনে অনেক সময় ফটো প্রয়োজন হয়। শুধু আপনার প্রয়োজন হয় তা কিন্তু নয়, অনলাইনে অনেক বড় বড় প্ল্যাটফর্ম এর কোম্পানির এই ফটো প্রয়োজন হয়। ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি, যে কোন প্লাটফর্মে যুক্ত হয়ে ফটো সেল করতে পারেন। এবং আপনার ফটো গুলো নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রচার করতে পারেন ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে প্রচার না করে আপনারা চাইলে আবার দেস্ক্রিপশন এর মাধ্যমেও বিস্তারিত জানাতে পারেন। ঠিক এভাবে করে আপনারা কোন প্লাটফর্মে যুক্ত হয়ে, সেখানে ফটো বিক্রি করে গ্রাহকের জন্য ইউটিউবে প্রচার করে ইনকাম করতে পারেন। প্রিয় বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমাদের আজকের এই আর্টিকেলের, মূল বিষয়বস্তু বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি তবুও আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন অথবা মতামত থাকে, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই রিপ্লে দেওয়ার চেষ্টা করব। বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। সবাই ভাল সুস্থ ও নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোন আর্টিকেলে আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। The post YouTube থেকে টাকা ইনকাম করার সেরা তিনটি উপায়? appeared first on Trickbd.com. |
Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Telegram Bot এর Game Hacking Tutorial Tutorial Part-4 শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন .আর যতো সাপোর্ট করবেন ততই আমাকে পাবেন আজকে আমি @GameBot এর Corsairs Game স্কোর হ্যাকিং শেয়ার করবো .আর যারা আমার ১ম পার্টটি দেখেন নে তারা বুঝতে পারবেন না , তাই আগে আমার ১ পার্টটি দেখে আসেন । তো চলুন শুরু করি 1 ➜ GameBot এর Corsairs Game স্কোর হ্যাক করার জন্য যা লাগবে…?GameBot এর Corsairs Game স্কোর হ্যাক করার জন্য Html WebSite Inspector Apk লাগবে এবং Js Code লাগবে . 1 ➜ Html WebSite Inspector Pro Apk 2 ➜ Js Code : bulletSpeed = 1 ; 3 ➜ Video Tutorial Here Click Me 4 ➜ Post And Video Credit Bisnu Ray 2 ➜ First Step ( কিভাবে স্কোর হ্যাক করবো…?First গেম Open করতে হবে ![]() এরপর 3 Dot Icon এ ক্লিক করতে হবে ![]() এখন Open In Browser এ ক্লিক করতে হবে ![]() আমাদের Game এর লিংক Copy করে নিতে হবে . 3 ➜ Final Step ( কিভাবে স্কোর হ্যাক করবো…?১ . প্রথমে আমাদের Html WebSite Inspector Apk Open করতে হবে । এখন আমাদের Web Address Ber এ আমাদের কপি করি Game এর লিংক পেষ্ট করে Enter করতে হবে ![]() ২ . এরপর Screenshot এ দেখানো 3 Dot Icon এ ক্লিক করতে হবে ![]() এখন Javascript Console Prototype এ ক্লিক করতে হবে ![]() এখন আমার দেওয়া Js Code টি কপি করে এখানে পেষ্ট করে দিবেন ![]() এখন আপনাকে Game এর Home Page এ নিয়ে আসবে , এখন আপনাকে Game Play দিতে হবে ![]() এখন দেখুন All Bullet Removed , আর এখন আপনি শুধু Screenshot এ দেখানো Icon এ Tap করবেন ![]() দেখুন আমার স্কোর সবচেয়ে বেশি ![]() ৪ . আরো এরকম Cool Tutorial And Telegram Bot বিষয়ে Help পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন আজ এখানেই শেষ করলাম , আমি মনে করি সবাই সুন্দর ভাবে বুঝতে পারছেন । আর যদি না পারেন ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন । উপরে ভিডিও টিউটোরিয়াল এর লিংক দেওয়া আছে । সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ।
The post Telegram Bot Game Hacking টিউটোরিয়াল Noob to Pro.. পার্ট-৪ ( কিভাবে Corsairs Game এর Score Hack করা যায় )… appeared first on Trickbd.com. |
কি ভাবছেন যদি 1 TB Storage Free পাইতেন কত না ভালো হতো।এটা কি আজই সম্ভব দেখে আসুন Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । আমরা হয়তো মনে মনে ভাবছি যে যদি 1 TB cloud storage পাইতাম তাহলে কত না ভালো হতো। তাই আজ আপনাদের মনের আশা পূর্ণ করার জন্য নিয়ে আসলাম 1TB cloud storage lifetime এর জন্য । প্রথমে আমরা Terabox চলে যাবো। আপনি চাইলে Gmail or number দিয়ে account করতে পারবেন। মোবাইলে sing in করা মেইল দিয়ে ও করতে পারবেন । এখন কিছু পারমিশন চাইবে দিয়ে নিবেন। এখন আমরা কিছু ছবি আপলোড করবো। তাই প্লাস বাটনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমার ছবি আপলোড হয়ে গেছে। আপনি চাইলে এই ছবি Google drive এর মতো শেয়ার করতে পারবেন। link private ও রাখতে পারবেন। এখন দেখতে পাচ্ছে 1 TB storage অনেক বড় একটা স্টোরেজ। সাথে থাকছে Recycling bin ফাইল ডিলিটের পরও সেটা নিয়ে আসতে পারবেন। এখন settings এ চলে যাবো। কেমন হয় যদি আমাকে ছাড়া অন্য কেউ এই অ্যাপস ওপেন করতে না পারে। দারুন একটা ফিচার হলো তারা অ্যাপসটির নিজস্ব lock করা সিস্টেম করে রাখতে তাই আমরা সেটা অন করে দিবো।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন। তো কেমন লাগলো অ্যাপসটি কমেন্ট করতে ভুলবেন না।
The post কি ভাবছেন যদি 1 TB Storage Free পাইতেন কত না ভালো হতো।এটা কি আজই সম্ভব দেখে আসুন appeared first on Trickbd.com. |
Posted: Finch (2021)
ভাষাঃ ইংলিশ, হিন্দি)।
জনরাঃ ড্রামা,সাই-ফাই।
আইএমডিবিঃ ৭.০/১০।
রোটেন টমেটোসঃ ৭৩% ফ্রেশ।
পার্সোনাল রেটিংঃ ৮.৫/১০।
Screenshot
পৃথিবীর এমন একটা সময় যখন পৃথিবীতে UV রশ্মির মাত্রা এতোটা বেশি কেউ বাইরে বের হতে পারছে না। কোনো খাবার নেই,খাবারের অভাবে একে অন্যকে আক্রমণ করছে,এমন একটা পরিবেশ।
এগুলার সাথে লড়াই করে বেঁচে আছে মাত্র কিছু সংখ্যক মানুষ।এরকম ই একজন মানুষ ফিঞ্চ,ফিঞ্চের অনেক বয়স হয়ে যাওয়াতে সেও এখন অসুস্থ।
Finch একটা রোবট বানায়,যেটার মানুষের মতই বুদ্ধিমত্তা রয়েছে, নতুন কিছু শিক্ষার যোগ্যতা। Finch কি পারবে জীবিত অবস্থায় তার গন্তব্যে পৌছাতে?! রোবট টা Positive নাকি negative ভাবে কাজ করবে?!
২০২১ সালের অন্যতম বহুল প্রতীক্ষিত মুভি ছিলো “ফিঞ্চ”। যার মূল কারণ লিড রোলে থাকা দ্য ফরইভার ডিপেন্ডেবল টম হ্যাঙ্কস,এছাড়া পরিচালক হিসেবে গেম অফ থ্রোন্সের ” ব্যাটল অফ ব্যাস্টার্ড’স” খ্যাত এপিসোডের ডিরেক্টর মিগুয়েল সাপোচনিক।মুভিটা অনেককেই স্যাটিসফাই করতে পারলেও,অনেকের আবার প্রত্যাশা পূরণ করতে পারে নাই তবে আমার কাছে মুভিটা প্রচন্ড ভাল্লাগে।
মুভির স্টোরি খুব সুন্দর করে লেখা হয়েছে,আমার অনেক ভাল্লাগছে।ড্রামা,সাই-ফাই জনরা মুভি হলেও মুভির মেইন জনরা মূলত ড্রামা ই তাই খুব বেশী অ্যাকশন আশা করে বোকা বনে যাবেন না।অভিনয়ে লিড রোলে ছিলেন টম হ্যাঙ্কস,বরাবরের মতোই উনার অভিনয় ছিলো দূর্দান্ত। মুভি দেখে ২/ ১জন যদি হতাশ হন ও উনার অভিনয় দেখে হতাশ হওয়ার কোন চ্যান্স নাই।
উনি বাদে অন্য কোন অভিনেতা/অভিনেত্রী ছিলো না মুভি শুধুমাত্র একটা সিন বাদে।মুভির আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিলো রোবট জেফ,আমার মতে জেফের স্টোরিটা অসাধারণভাবে লেখা হয়েছে আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড উপভোগ করেছি ক্যারেক্টারটা।
মুভির স্কিনপ্লে আমার কাছে ডিসেন্ট লেগেছে,মুভি ফাস্ট হাফে স্টোরি বিল্ডাপের জন্যে একটু স্লো মনে হলেও এরপর আর কখনো স্লো লাগবে না।মুভির সিনেমাটোগ্রাফি অনেক সুন্দর ছিলো,চোখে লেগে থাকার মতো।মুভির ভিএফএক্সের কাজ ও অনব্য ছিলো।সর্বোপরি,অসাধারণ একটা মুভি ছিলো “ফিঞ্চ”,প্রত্যেকেই দেখতে পারেন আশাকরি সময় নষ্ট হবে না।
আর যারা Tom Hanks এর ভক্ত, যারা ইতিপূর্বে Tom Hanks অভিনীত Forrest Gump (1994), The Green Mile (1999) দেখেছেন, তাদের জন্য এটা Must watch সিনেমা।
Link: Finch MovieThe post জলবায়ুর ব্যাপক বিপর্যয়, পৃথিবী মানবশূন্য হয়ে যাওয়ার কনসেপ্ট নিয়ে নির্মিত Finch মুভির রিভিউ + লিংক appeared first on Trickbd.com. |
Posted: ফোনের স্ক্রিনে অনেক রকম এড আসে যা খুব বিরক্তিকর। আবার অনেক সময় দেখা যায় নেট অন করলেই অটোমেটিক অনেক কিছু ডাউনলোড হয়ে যায়। এর কারণ হল আপনি যে তৃতীয় পক্ষের ফ্রি অ্যাপ গুলো ব্যবহার করেন ঐসব অ্যাপ থেকে এড শো করে। আপনি যদি এড থেকে সাধারণভাবে মুক্তি পেতে চান তাহলে আপনাকে পেইড অ্যাপ ব্যবহার করতে হবে। কিন্তু এতে আমাদের টাকার প্রয়োজন। তাই আজ আপনাদের জন্য Adguard Primium অ্যাপ নিয়ে আসলাম। এই অ্যাপ আপনাকে সকল এড থেকে মুক্তি দিবে। রুট, নন রুটযারা ফোন রুট করতে জানে বা রুট করে ব্যবহার করে তারা এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক পদ্ধতি ব্যবহার করে কিন্তু যারা রুট ইউজার না তাদের কিছু করার থাকে না। হয়ত অনেক অ্যাপ পাওয়া যায় কিন্তু তা সঠিকভাবে কাজ করে না। সুবিধা
কিভাবে ব্যবহার করবেন
ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড ফাইল লোকেশান থেকে অ্যাপ্লিকেশান ইন্সটল করুণ। আপনাদের ScreenShot দেখানো হয়েছে।
Stay With Trickbd The post বিরক্তিকর ও ক্ষতিকারক Ads থেকে আপনার ফোনকে রক্ষা করুণ। রুট, নন রুট সকল ফোনের জন্য। Adguard Premium Apk 4.0.65 (Full) (Nightly) Mod for Android… Updated appeared first on Trickbd.com. |
Posted: “আসসালামু আলাইকুম” এই আপডেট টি করতে আমার অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম ব্যয় হয়েছে। কারণ আমি ভাবছিলাম কিভাবে সরাসরি অরিজিন ভিডিও গুলো প্লে করা যায়। সেই নিয়ে কাজ করতে গিয়ে আপনার জন্যই প্রচুর সময় ব্যয় করে আমি Durbinlive Apps অনেক আপডেট করেছি। যাই হোক আপনাদের যারা ফ্রিতে এই সব কন্টেন্ট দেখতে ইচ্ছুক তারা নিচের লিংক থেকে apps টি ডাউনলোড করুন। এখানে সকল ধরণের লেটেস্ট মুভি পাবেন + রয়েছে ১০০+ লাইভ টিভি ও লাইভ ইভেন্ট। লাইভ ইভেন্ট এ সকল লাইভ ক্রিকেট ফুটবল ইত্যাদি ফ্রিতে দেখার সুযোগ। তাছাড়া প্রতিটি ভিডিওতে কোয়ালিটি অপশন থেকে আপনার পছন্দ মতো কোয়ালিটি পরিবর্তন করে চালানো যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের ও ফ্রিতে মুভি ও সিরিজ দেখার সুযোগ করে দিন। এবং কোন মুভি বা সিরিজ এর রিকুয়েষ্ট করতে চাইলে টেলিগ্রাম গ্রুপ এ যুক্ত হোন। The post Chorki, Hoichoi, Zee5 এর সকল Movie, TV Series দেখুন একদম ফ্রিতে, ও সাথে ফ্রিতে BDIX Connected 100+ লাইভ টিভি। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments