Search box..

এ বছরের সেরা কমার্শিয়াল সিনেমা মিশন এক্সট্রিম? | Mission Extreme Movie Bangla Review

এ বছরের সেরা কমার্শিয়াল সিনেমা মিশন এক্সট্রিম? | Mission Extreme Movie Bangla Review


এ বছরের সেরা কমার্শিয়াল সিনেমা মিশন এক্সট্রিম? | Mission Extreme Movie Bangla Review

Posted:

হ্যালো বন্ধুরা রাইট নাউ আমি এখন তোমাদের সাথে এই পোস্টটিতে আলোচনা করব আরিফিন শুভ অভিনীত রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত সিনেমা মিশন এক্সট্রিম এর শর্ট রিভিউ নিয়ে , ওয়েল আজকের পুরো পোস্ট টিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সো লেটস জ্যাম পিন্টু দা মেইন পোস্ট।

বছরের সেরা কমার্শিয়াল মুভি মিশন এক্সট্রিম, ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার এর যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে।
ঢাকা অ্যাটাক সিনেমার ফিনিশিংয়ে মিশন এক্সট্রিম এর ইঙ্গিত দেয়া হয়েছিল।

তারপর থেকেই পুরো বাংলাদেশের মানুষরা মিশন এক্সট্রিম এর জন্য অপেক্ষা করছিল অধীর আগ্রহে। কোভিড এরপর সিনেমা হল এবং সিনেমা জগতের জন্য। মিশন এক্সট্রিম অবশ্যই বিশেষ কিছু একটি হতে যাচ্ছে।

এমনকি মিশন এক্সট্রিম ছবির ট্যাগ লাইন দেয়া হয়েছে a yaar against invisible enemy।

ছবির গল্পটি সার্বজনীন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা একটি বৈশ্বিক সমস্যা নিয়ে ছবিটি নির্মিত হয়েছে।

সমস্যাটিকে বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশ অ্যাকশন ক্রাইম এর আদলে এক্সকিউট করা হয়েছে। সমস্যাটিকে তুলে ধরতে ইতিহাস ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস টিউশন দেওয়া হয়েছে। ছবির শুরুতেই।

যেটি সিনেমার থিমকে ধরতে সাহায্য করবে দর্শককে। পুলিশ একশন ক্রাইমের প্রেজেন্টেশন এ একদম রুট লেভেল থেকে সর্বোচ্চ টার্গেট পর্যন্ত যেতে যে ধরনের তদন্ত বা ঘটনা বলি দেখাতে হয় তা সবকিছুই স্তরে স্তরে দেখানো হয়েছে সিনেমাটিতে।

এছাড়া ক্রাইম ক্লাইমের মোটিফ আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশন ডিটেইলস এসেছে এই সিনেমাটিতে। ছবিটিতে আরিফিন শুভর নায়কোচিত পারফরম্যান্স পুরোপুরি দেখা গিয়েছে।

লোক ফিটনেস দারুন উপস্থিতির পাশাপাশি তার অভিনয়ও অনেক উন্নতি ঘটেছে অন্যদিকে তার বিপরীতে কাজ করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী তার প্রথম ছবি হিসেবে যথেষ্ট ন্যাচারাল অভিনয় ছিল।

তার ভয়েস এর নিষ্ঠতা লক্ষণীয় মূল নায়িকা ঐশির তুলনায় সাদিয়া নাবিলার অভিনয় আকর্ষণ করেছে দর্শকদের কে বেশি।

তাসকিন রহমান ঢাকা এ্যাটাক এর মত রহস্যময় অতটা না হলেও তার চরিত্র স্ট্রং ছিল আর অভিনয় ব্যক্তিত্ব বজায় রেখেছে।
যা কে কুল ভিলেন বলা যায় ইরেশ ডাকের চরিত্রটি দারুন বিশেষ করে তার অভিনয় টাচ করেছে দর্শকদের সিনিয়র অভিনেতার দিক থেকে রাইসুল ইসলাম আসাদ কে অনেকদিন পর ছবিতে পাওয়া ভালো বিষয় ছিল, শতাবদি ওয়াদুদ থেকে শুরু করে সুমিত পর্যন্ত ন্যাচারাল পারফরম্যান্স দিয়েছেন।

প্রথমবারের মতো বড় পর্দার মতো জায়গায় সৈয়দ নাজমুল শাকিবের অভিনয় ছিল ন্যাচারাল। এছাড়া এ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে-
আরিফিন শুভ
জান্নাতুল ফেরদৌস ঐশী
সাদিয়া নাবিলা
তাসকিন রহমান
শতাব্দী ওয়াদুদ
সুমিত সেনগুপ্ত
শামস সুমন
মনোজ প্রামাণিক
ইরেশ যাকের
রাইসুল ইসলাম আসাদ
খালেকুজ্জামান
শহীদুজ্জামান সেলিম
ফজলুর রহমান বাবু
রাশেদ মামুন অপু
সৈয়দ নাজমুল সাকিব
তেজী আহমেদ
আহসানুল হক মিনু
এভাবে অনেক এ তারকা’র সমাবেশ ঘটেছে মিশন এক্সট্রিম সিনেমাটিতে।

এছাড়া মিশন এক্সট্রিম ছবির নেগেটিভ দিক বললে দর্শক ভেদে থাকবে ৫০০ অভিনয়শিল্পী বিশেষ করে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের অভিনয় নিয়ন্ত্রণ করা কঠিন ই বটে, সেগুলো ক্ষেত্রবিশেষে চোখে লাগতে পারে অপারেশন এর দৈর্ঘ্য নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও থাকতে পারে।

এছাড়া বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্রের আইন-শৃঙ্খলা বাহিনীর উপর কমার্শিয়াল ছবির প্রচার শুরু হয়েছে এটা একটা ভালো দিক, ঢাকা অ্যাটাক এর পর মিশন এক্সট্রিম এই বিস্ময় এর উপর আরেকটি উল্লেখযোগ্য ছবি হয়ে থাকল।

এর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ,আনসার বাহিনীর উপরেও কমার্শিয়াল ছবি হওয়া উচিত বলে মনে করছেন দর্শকরা।

মিশন এক্সট্রিম বছরের সেরা কমার্শিয়াল ছবি হতে যাচ্ছে এটি বলায় যেতে পারে এছাড়া মিশন এক্সট্রিম ছবিটি যদি রিডিং করতে যায় তাহলে বলা যেতে পারে এটিকে রেটিং এ দেওয়া হবে ৯ আউট অফ ১০।

সো ভিউয়ার্স জেনে তো নিলেন মিশন এক্সট্রিম সিনেমার শর্ট রিভিউ কি রকম ছিল, আর মিশন এক্সট্রিম যদি আপনারা দেখে না থাকেন তাহলে দেখে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কাছে মিশন এক্সট্রিম সিনেমাটি কেমন লেগেছে।❤

Samsung Galaxy Tab A8 পানির দামে কিনুন!

The post এ বছরের সেরা কমার্শিয়াল সিনেমা মিশন এক্সট্রিম? | Mission Extreme Movie Bangla Review appeared first on Trickbd.com.

আপনার বঙ্গবন্ধু ব্রাউজারে পাসওয়ার্ড সেট করুন । খুবই সহজে ।

Posted: 11 Dec 2021 08:56 AM PST

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন । আমি বরাবরের মত আপনাদের সাহায্যের জন্য আবারো একটি পোষ্ট নিয়ে উপস্থিত হলাম ।
বিদ্রঃ পোষ্টটি জাভা মোবাইল ইউজারদের জন্য ।
আজ আমি আপনাদের দেখাতে চলেছি যে, বঙ্গবন্ধু ব্রাউজারে কীভাবে পাসওয়ার্ড সেট করবেন ।তো চলুন শুরু করা যাক ।

আজকাল আমরা জাভা ব্রাউজার দিয়েও অনেক ধরণের পার্সোনাল কাজ করে থাকি । আমরা কখনই চাইনি যে, আমাদের পার্সোনাল ব্রাউজিং হিস্টরি কেউ দেখুক । এছাড়াও আমরা অনেক কারণেই চাই, যেন কেউ আমাদের পার্সোনাল ব্রাউজারে কেউ ঢুকতে না পারে, হোক সেটা জাভার । তাই আমি আপনাদের আজকে দেখাবো যে কীভাবে আপনার জাভা ফোনের বঙ্গবন্ধু ব্রাউজারে পাসওয়ার্ড সেট করবেন ।

অতি প্রথমঃ

প্রথমেই আপনার বঙ্গবন্ধু ব্রাউজারে প্রবেশ করুন । নিচের স্ক্রিনশটের মত হোমপেইজ দেখতে পাবেন ।
এরপর আপনার ব্রাউজারের বাম পাশে MENU অপশনে ক্লিক করুন । তারপর নিচের স্ক্রিনশটের মত দেখতে পাবেন । ,
তারপর toools অপশনে ক্লিক করুন । tools অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন ।
তারপর Settings অপশনে ক্লিক করুন । SETTINGS অপশনে ক্লিক করলে আপনি নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন ।
তারপর Restrictions অপশনে ক্লিক করুন । তারপর নিচের স্ক্রিনশট ফলো করুন তারপর নিচের স্ক্রিনশট দেখুন এবার এখানে New Password এর বক্সে আপনার মনের মত পাসওয়ার্ড দিয়ে নিচের স্ক্রিনশটের মত Enable In Start অপশনটিতে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন । তারপর সেইভ করুন । এখন আপনি আপনার ব্রাউজার থেকে বেড়িয়ে আবার ঢুকতে চেষ্টা করলেই পাসওয়ার্ড চাইবে । যদি আপনার পাসওয়ার্ড ভুল হয়, তাহলে আপনাকে ব্রাউজারে ঢুকতে দেবেনা, আপনাকে বের করে দেবে ।
তো বন্ধুরা আজ এপর্যন্তই, সবাই ভালো থাকবেন ।

নমষ্কার ।








The post আপনার বঙ্গবন্ধু ব্রাউজারে পাসওয়ার্ড সেট করুন । খুবই সহজে । appeared first on Trickbd.com.

Facebook new update: Facebook profile monetization করে টাকা?

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ফেসবুক হল সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম এর অন্যতম একটি Facebook. বর্তমান সময়ে Facebook নতুন নতুন Update নিয়ে আসছে। এমনকি বর্তমানে বড় একটি Facebook Update সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। যেখানে আপনারা Facebook profile থেকে টাকা ইনকাম করার সুযোগ পাবেন। বন্ধুরা শুনে হয়ত একটু হলেও অবাক হচ্ছেন! চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত এই আর্টিকেল থেকে জেনে নেওয়া যাক!

Facebook professional mode নামক নতুন একটি ফিচার ফেসবুকে যুক্ত হবে। চলুন এই সম্পর্কে এখন আমরা বিস্তারিত নলেজ বা জানার চেষ্টা করি!

Facebook professional mode কি?

Facebook Profile এর নতুন সংযোজন হলো প্রফেশনাল মোড। এই প্রফেশনাল মোড ব্যবহার করে কোনো আলাদা Facebook Page তৈরি করা ছাড়া নিজেদের Facebook Account অর্থাৎ ব্যক্তিগত Profile monetization করে অর্থ আয় করা যাবে। Creators দের জন্য গঠন করা আলাদা found দ্বারা professional mod creators এর জন্য বোনাস দেয়া হবে।

Facebook professional mod চালু করলে Profile এর কোন post কতজন মানুষ দেখল? কোন ধরনের post engagement বেশি হচ্ছে? এসব তথ্য একটি আলাদা dashboard এ দেখতে পাবেন। Facebook Page যেভাবে বিভিন্ন analytic ডেটা পাওয়া যায়, professional profile সে ধরনের তথ্য পাবেন।

কিভাবে কাজ করে Facebook professional mod?

Professional mod হলো Facebook mod এর জন্য নতুন একটি ফিচার। Creator এর গুরুত্ব্ব প্রদান করে আয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ Insights প্রদান করা হলো Facebook professional profile mod ফিচারটির লক্ষ্য টি। নিজের community ভালোভাবে বুঝতে সাহায্য করবে এসব তথ্য। Professional mode এর মাধ্যমে যোগ্য creator রেভিনিউ পেতে পারেন? ও তাদের audience বড় করতে শক্তিশালী tool সমূহ ব্যবহার করতে পারবেন।

Facebook profile এর জন্য professional mode মাধ্যমে আয়ের একটি প্রধান উৎস হলো (Reels Play) bonus program। Reels হলো short video যা অনেকটা tik Tok ভিডিওগুলোর মত। Tiktok market ধরার জন্য Facebook Reels ফিচারটি চালু করে। এখন user reels বানাতে উৎসাহ প্রদানের লক্ষ্যে reels বানানোর জন্য bonus ঘোষণা করেছে Facebook.

Professional mode প্রফেশনাল মোড এর লক্ষ্য কি?

Meta সিইও Mark Zuckerberg এই সপ্তাহে ২০২২ নাগাদ creator দের পেছনে 1 billion marking dollar investment করার কথা জানান। এই investment এর অংশ হবে বিভিন্ন Found program, creator found ও অন্যান্য monetization সমূহ। নিজেদের প্ল্যাটফর্মে creator এর জায়গা করে দিয়ে compilation আরো সংকীর্ণ করতে চায় Facebook.

Facebook অসংখ্য creator থাকলেও এতোদিন ধরে creator দের জন্য bonus দেয়ার মত বাড়তি কিছু করেনি Facebook.

Facebook Page এর পরিবর্তে professional mode চালাবো কেন?

এখন, আমি একজন driver ও আপনার একটি Facebook account রয়েছে। আপনি হয়ত এখন Facebook profile এ আমি update শেয়ার করেছি, কিন্তু একই update আবার আমরা ফেসবুক page ও শেয়ার করতে হয়। অর্থাৎ একই post আমাকে দুইবার করতে হচ্ছে। আবার এদিকে আপনার Friends আপনার Facebook Page ফলো করলে, সেক্ষেত্রে একই post দুইবার দেখবে। ঠিক এই অবস্থায় আপনি যদি Facebook Page professional mode ব্যবহার করেন, সেক্ষেত্রে friends সাথে communicate এর পাশাপাশি একই ছাদের নিচেই friends সাথে update shere করা যাবে।

Facebook professional mode থেকে আয়ের পরিমাণ কেমন হবে?

Facebook profile এর জন্য এই professional mode এর মাধ্যমে কি ধরনের আয় সম্ভব? Facebook জানিয়েছে যোগ্য Creator গণ তাদের সিলেক্টেড Reels এর মাসিক viewing এর উপর নির্ভর করে, normal মাসিক সর্বোচ্চ 3,000 marking dollar পর্যন্ত আয় করতে পারবেন। এটি professional mode আয়ের প্রধান উৎস হতে চলেছে। তবে এই Reels Play program অংশ গ্রহণ করতে Facebook এর তরফ থেকে, invite পেতে হবে।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

আশাকরি আর্টিকেলটি আপনাদের কাছে আজকের এই আর্টিকেলটি ভালো লেগেছে। যদি আর্টিকেলটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর্টিকেলে। আর্টিকেল সম্পর্কিত কোনো মন্তব্য প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো আজকের এই আর্টিকেল এ পর্যন্তই দেখা হবে অন্য কোন আর্টিকেলে। পরিশেষে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post Facebook new update: Facebook profile monetization করে টাকা? appeared first on Trickbd.com.

English grammar guide: simple compound complex শিখে নিন এই পোস্টে!

Posted:

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা আমরা যারা, ইংরেজি গ্রামার নিয়ে আর্টিকেল পাবলিশ করে, যাচ্ছিলাম সেখানে এক ভাই। Transformation of sentence/changing sentence বিষয়ে, simple complex compound জানতে চেয়েছিল। তার প্রশ্ন টি গুরুত্বপূর্ণ ভেবে আর্টিকেলটি তৈরি করা। তো আপনার হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের এই আর্টিকেলে আমরা, transformation of sentence বা changing sentence নিয়ে আলোচনা করব।

Transformation of sentence/ changing sentence অংশে affirmative to negative. Assertive to interrogative. Assertive to exclamatory. এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আগেই বিস্তারিত আর্টিকেল পাবলিশ করেছি। এই আর্টিকেল পাবলিশ করার পর,, আজকেরে আর্টিকেলে আমরা, transformation of sentence এর simple complex compound. এই বিষয়বস্তুগুলো নিয়ে চলুন বিস্তারিত এখনই জেনে নেওয়া যাক।

Transformation of sentence এর সেন্টেন্স গঠন অনুসারে পরিবর্তনের নিয়ম বলি?

সাধারণত সেন্টেন্স গঠন অনুসারে তিন প্রকার হয়ে থাকে!

1 simple

2 Complex

3 Compound

পরীক্ষায় সাধারণত সিম্পল কে কমপ্লেক্স বা কমপ্লেক্স কে কম্পাউন্ড অথবা, একটিকে আরেকটিতে স্থানান্তর করার জন্য সাধারণত, অতিরিক্ত রুলস করার কোন প্রয়োজন হয় না। ঠিক এ কারণেই মাত্র আমরা দুটি সূত্রের সাহায্যে, একটি বাক্য কে আর একটি বাক্যে রূপান্তর করতে পারি। তো চলুন এখন আমরা এই দুটি রুলস বা সূত্র জেনে, গঠন অনুসারে পরিবর্তনের নিয়ম বলি সেন্টেন্স বিস্তারিত জ্ঞান অর্জন করি।

১. চিহ্ন পরিবর্তন করতে হবে।

২. কংস হ্যাস কিংবা বৃদ্ধি করতে হবে।

অর্থাৎ কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পিল এ রূপান্তরণ করার জন্য যেমন দুটি সূত্র তেমন, সিম্পল থেকে কমপ্লেক্সে বা কম্পাউন্ড এ রূপান্তরণ এর সূত্র তেমনি ভাবে দুটি রয়েছে। চলুন এই দুটি সম্পর্কে আমারা সূত্র জেনে নিই।

Complex/compound থেকে simple এর জন্য সাধারণত দুটি সূত্র ব্যবহার করতে হবে। চলুন সূত্র দুটি জেনে নিই!

## চিহ্ন পরিবর্তন করতে হবে।

## অংশ হ্যাক করতে হবে। (নিয়ম: Sub আনা ও verb¹/²

Simple থেকে Complex/compound এরও জন্য সাধারণত দুটি সূত্র ব্যবহার করতে হয়। আর কি এটি করার জন্য দুটি সূত্র ব্যবহার করা উচিত।

## চিহ্ন পরিবর্তন করতে হবে।

## এবং বংশ বৃদ্ধি করতে হবে।( Sub আনা ও verb¹/² .

বন্ধুরা এতক্ষণ আমরা, complex, compound, simple সম্পর্কে রুলস সহ বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা কয়েকটি উদাহরণ এর মাধ্যমে আরো বিস্তারিত জানব। যাতে করে আমরা সহজে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বুঝতে পারি। এবার দেখি দুটি সূত্র ব্যবহার করে, সাধারণত নিম্ন উদাহরণস্বরূপ বাক্য রূপান্তর করা সম্ভব কিনা!

*** If you are hard, you will get the profile of the crops, (simple)

By working hard, you will get the profile of the crops.

আশা করি উপরোক্ত উদাহরণটি, বিস্তারিত বুঝে আপনারা সহজে এখন, সিম্পিল সহ কমপ্লেক্স কম্পাউন্ড পার্ট বুঝতে পেরেছেন। উপরোক্ত উদাহরণটি তে, সাধারণত আমরা If এর পরিবর্তে By রূপান্তর অন করেছি। এবং প্রথম অংশ হতে, Sub বাদ দিয়ে এবং verb এর সাথে সাধারনত ing যোগ করেছি। এবং বাক্যটি আমরা সিম্পিল বাক্য তে রূপান্তর করতে সক্ষম হয়েছি। প্রিয় বন্ধুরা যদিও একটি উদাহরণ দিয়ে আপনাদের কে বোঝানো চেষ্টা করেছি।

আর বাদ বাকি দুটি, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এ দুটি উদাহরণ হিসেবে আপনাদের কে বোঝায় নি! কারণ আমরা একটি উদাহরণ দিয়ে বাদ বাকি দুটি আশা করি আপনারা পারবেন! তবু যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে যথা সম্ভব তো হেল্প করার চেষ্টা করব। আশা করি আপনারা এখন
Transformation of sentence/ Changing Sentence এর, গঠন অনুসারে পরিবর্তন করার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

প্রিয় বন্ধুরা, আজকে আমরা ইংলিশ গ্রামার এর, simple complex compound কি? কিভাবে করতে হয়! এবং এদের রুলস সম্পর্কে বা সূত্র সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন! যদি কথা বুঝতে অসুবিধা হয় কিংবা কিছু জানার থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেনা। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post English grammar guide: simple compound complex শিখে নিন এই পোস্টে! appeared first on Trickbd.com.

WhatsApp new update: হোয়াটসঅ্যাপে নতুন 8 আপডেট জেনে নিন! হয়তোবা ভুলের কারনে হতে পারে আপনার একাউন্ট সাসপেন্ড!

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনলাইন জগতে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি। তার মধ্যে অন্যতম একটি প্লাটফর্ম হল WhatsApp খুবই কম লোক রয়েছে যারা হোয়াটসঅ্যাপ নাম শুনেনি। বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ নতুন একটি আপডেট নিয়ে আসছে। যদিও হয়তোবা আপডেট সম্পর্কে অনেকেই আগে থেকে জানতে পারেন।

তাছাড়া আমি ট্রিকবিডিতে এই ধরনের কোন পোস্ট এখনও পর্যন্ত পাইনি। ঠিক এ কারণেই পোষ্টটি আপনাদের কাছে শেয়ার করার আগ্রহ হলো। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ এর আপডেট সম্পর্কে জানা অত্যাবশ্যক ও খুবই গুরুত্বপূর্ণ। এই ভেবেই আর্টিকেলটি বা পোস্টটি আপনাদের সাথে শেয়ার করছি। কথা না বাড়িয়ে চলুন whatsapp-এর আপডেট সম্পর্কে বিস্তারিত এখনই জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ে 8 টি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। দিন যত যায় প্রযুক্তি ততই কঠোর এমনকি প্ল্যাটফর্ম ও কঠোর হয়ে যাচ্ছে। তাছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম এর চেয়ে, জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ও খুবই কঠোর হয়ে গিয়েছে। ভুলেও আপনি যদি এই আটটি কাজ আপনার হোয়াটস্যাপ একাউন্টে করে থাকেন, তাহলে হয়তোবা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হতে সময় লাগবে না। চলুন এখন এই 8 WhatsApp update news কি কি বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি।

WhatsApp update news খুবই গুরুত্বপূর্ণ আপডেট হোয়াটসঅ্যাপে 8 টি!

1. আপনাকে যদি বহুসংখ্যক ইউজার ব্লক করে দেয়, তাহলে হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট blocked হবে!

সাধারণভাবে কোনো নম্বর থেকে অপ্রয়োজনীয় বা বিরক্তিকর একাধিক মেসেজ এলে আমরা তৎক্ষণাৎ সেই অ্যাকাউন্টটিকে ব্লক করে দিই। ঠিক একইভাবে আপনাকেও যদি বহুসংখ্যক ইউজার (তারা আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকুক বা না থাকুক) ব্লক করে থাকে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট ব্যান করতে পারে। কারণ হোয়াটসঅ্যাপও আমাদের মতো একই কথা ভাববে যে, বহুসংখ্যক কন্ট্যাক্টসে স্প্যাম মেসেজ বা ভুয়ো খবর পাঠানোর জন্যই এত বিপুল সংখ্যক লোক আপনাকে ব্লক করেছে।

2. সহিংসতাকে (violence) প্রোমোট করে এমন ভুয়ো মেসেজ বা ভিডিও হোয়াটসঅ্যাপে ভুলেও পাঠাবেন না!

হোয়াটসঅ্যাপ স্পষ্টভাবে ইউজারদের সতর্ক করে জানিয়েছে যে, অযথা মানুষকে বিব্রত বা হয়রান করার উদ্দেশ্যে মেসেজ বা ভিডিও পাঠানোর জন্য তারা যেন কোনোভাবেই এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার না করে। তাই শিশু তথা অন্য ব্যক্তিদের শোষণ বা সহিংসতাকে প্রোমোট করে, এমন ভিডিও বা মেসেজ পাঠালে জেনে রাখুন যে আপনার অ্যাকাউন্ট তৎক্ষণাৎ ব্যান করবে হোয়াটসঅ্যাপ।

3. ছদ্মবেশ ধারণের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের স্পষ্ট নির্দেশিকা রয়েছে। এতে বলা হয়েছে যে, যদি দেখা যায় যে আপনি অন্য কারোর জন্য অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং অন্য কারোর ছদ্মবেশ ধারণ করেছেন, তাহলে তৎক্ষণাৎ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে।

তাই আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, ছদ্মবেশ ধারণ করে হোয়াটসঅ্যাপ প্লাটফর্মে কোন ভিডিও ফুটেজ কিংবা ছবি ইত্যাদি পাবলিশ করব না। তাছাড়া খুবই কঠোর হিসেবে স্পষ্ট ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ এ বিষয়ে। তাই আশা করব এই ধরনের কাজ যারা করবেন বা করেছেন, তারা সতর্ক হয়ে কাজ গুলো থেকে বিরত থাকবেন।

4. যদি কেউ আপনার কন্ট্যাক্ট লিস্টে না থাকে এবং আপনি যদি সেই ব্যক্তিকে খুব বেশি মেসেজ পাঠান, তবে হোয়াটসঅ্যাপ আপনাকে নিষিদ্ধ করতে পারে!

আপনার কন্ট্যাক্ট লিস্টে না থাকা সত্ত্বেও আপনি যদি কোনো ব্যক্তিকে অনর্গল মেসেজ পাঠিয়ে যেতে থাকেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ, আপনি যদি বাল্ক মেসেজিং, অটো-মেসেজিং, অটো-ডায়ালিং এবং এই জাতীয় অবৈধ বা অননুমোদিত ক্রিয়াকলাপের সাথে জড়িত থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

5. আপনি যদি WhatsApp Delta, GBWhatsApp, WhatsApp Plus ইত্যাদি থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করেন, তবে হোয়াটসঅ্যাপ আপনাকে নিষিদ্ধ করতে পারে!

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির নির্দেশিকা অনুযায়ী, সর্বদা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করা উচিত। WhatsApp Delta, GBWhatsApp, WhatsApp Plus ইত্যাদির মতো থার্ড-পার্টি অ্যাপগুলি ব্যবহার করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিরকালের জন্য নিষিদ্ধ করা হতে পারে। গোপনীয়তা তথা নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত উদ্বেগের কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই জাতীয় অ্যাপগুলি ব্যবহার করার অনুমতি দেয় না।

6. যদি প্রচুর সংখ্যক ইউজার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করে, তবে হোয়াটসঅ্যাপ আপনাকে নিষিদ্ধ করতে পারে!

যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়ে থাকে এবং আপনার বিরুদ্ধে অনেক ইউজার রিপোর্ট করেন, তাহলে তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট ব্যান করতে পারে।

7. আপনি ব্যবহারকারীদের ম্যালওয়্যার বা ফিশিং লিঙ্ক পাঠালে হোয়াটসঅ্যাপ আপনাকে নিষিদ্ধ করবে!

আপনি যদি Android ফোনে APK ফাইল আকারে ম্যালওয়্যার পাঠান বা ব্যবহারকারীদের বিপজ্জনক ফিশিং লিঙ্ক ফরোয়ার্ড করেন, তবে হোয়াটসঅ্যাপ আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে।

8. হোয়াটসঅ্যাপে পর্ন ক্লিপ, হুমকি জাতীয় বা মানহানিকর কোন ধরনের খারাপ কিছু পাঠানো যাবে না!

হোয়াটসঅ্যাপ তার নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ব্যবহারকারীরা অবৈধ, অশ্লীল, মানহানিকর, হুমকি জাতীয়, ভয় দেখানো, হয়রানিমূলক, ঘৃণ্য মেসেজ পাঠানোর জন্য নিষিদ্ধ হবেন। এছাড়াও, হোয়াটসঅ্যাপে পর্ন ক্লিপ পাঠানোর অনুমতি নেই। তাই এই জাতীয় কোনো কাজ করলে হোয়াটসঅ্যাপের হাত থেকে আপনি নিস্তার পাবেন না।

তাই এখন আশা করব আপনারা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময়, উপরোক্ত বিষয়গুলো ভেবে চিন্তে কাজকর্ম করবে হোয়াটসঅ্যাপে। আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ এর দুর্দান্ত আটটি আপডেট পৌঁছে দেওয়ার জন্য, অবশ্যই আর্টিকেল একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর কোন ধরনের প্রশ্ন মন্তব্য থাকলে সেটা কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া কেউ খারাপ মন্তব্য করবেন না আশা করি।

সূত্রঃ অনলাইন থেকে

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পোস্ট এর মূল বিষয়। আশা করি আপনারা সকলে, WhatsApp update news 8 টি সতর্কবার্তা পেয়েছেন। যদি কোথাও কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আশাকরি অন্য কষ্টে আবারো খুব শীঘ্রই দেখা হবে। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post WhatsApp new update: হোয়াটসঅ্যাপে নতুন 8 আপডেট জেনে নিন! হয়তোবা ভুলের কারনে হতে পারে আপনার একাউন্ট সাসপেন্ড! appeared first on Trickbd.com.

Affiliate marketing করুন বাংলাদেশী জনপ্রিয় একটি প্লাটফর্মে? বিকাশ নগদ একাউন্টে মাত্র 500 টাকা হলে উত্তোলন করতে পারবেন!

Posted:

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় বন্ধুরা আজকে আমরা, ডোমেইন-হোষ্টিং প্লাটফর্মে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানব। আপনারা খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, শুধুমাত্র ডোমেইন-হোষ্টিং ক্রয় বিক্রয় এর মাধ্যমে। যদিও অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়?

এ বিষয় নিয়ে আগে আর্টিকেল পাবলিশ করা আছে। এমনকি আমিও নিজে কয়েকটি আর্টিকেল পাবলিশ করেছিলাম অ্যাফিলিয়েট সম্পর্কে। আপনারা চাইলে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারেন ওই আর্টিকেলগুলো থেকে। তবুও অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটু ধারনা দিয়ে, আপনারা কীভাবে জনপ্রিয় একটি প্লাটফর্মে অ্যাপলেট মার্কেটিং করতে পারবেন। এ বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এমনকি আপনারা এই প্লাটফর্মে সরাসরি, বিকাশ নগদ রকেট ইত্যাদি একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। আপনার একাউন্টে মাত্র 500 টাকা জমা হলেই সে টাকা উত্তোলন করার সুযোগ রয়েছে। আশা করি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, কাজ করতে আগ্রহী তারা এখানে কাজ করতে পারেন নিঃসন্দেহে। এমনকি প্লাটফর্মের বিশ্বস্ত সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। যেন সেখানে আপনার অ্যাপলেট মার্কেটিং করার ইচ্ছা একটু বেশি হয়।

আফিলিয়েট মারকেটিং আসলে কি?

অ্যাফিলিয়েট মার্কেটিংঃ অনলাইনে টাকা ইনকাম করার অন্যতম একটি মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। যারা অনলাইনে ইনকাম করার উপায় বা পথ খুঁজতে চান, তাদের জন্য অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরুন আপনার ব্যবসাটি প্রচার হচ্ছে না কোনো গ্রাহকের কাছে পৌঁছাচ্ছে না আপনার দোকানের প্রডাক্ট সমূহ।

এখন আপনি চাইলে কিন্তু এভাবে একই আফিলিয়েট লোক কে ইনভাইট করে, আপনার ব্যবসার প্রোডাক্টগুলো নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দিতে খুব সহজে পারেন। এখন বড় বড় প্ল্যাটফর্ম লোকেরা তাদের কি ইনকাম হয় না নাকি তাদের প্রোডাক্ট সেল হয়না। এ কারণে কি তারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রাখে। না বিষয়টা এরকম নয়, বরং তাদের প্রোডাক্ট নিয়মিত সেল হয় এবং তারা আরও বেশি জনপ্রিয় হতে চাই। এবং সবার কাছে নিদৃষ্ট প্রডাক খুব সহজে যেন পৌছে যায়।

ঠিক এ কারণেই বেশিরভাগ প্ল্যাটফর্ম তাদের প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রাখে। আশাকরি অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? এ বিষয়টি নিয়ে বিস্তারিত ধারণা বা বুঝতে পেরেছেন! অ্যাফিলিয়েট সম্পর্কে আরো বিস্তারিত জানতে প্রোফাইলের আর্টিকেলগুলো ভিজিট করবেন। আশা করি তাহলে আপনারা সহজেই আপলোড সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। এখন চলুন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করবেন এ বিষয়ে আলোচনা করি।

অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কেন করবেন?

অ্যাফিলিয়েট মার্কেটিংঃ মূলত আমরা এফিলিয়েট মার্কেটিং করবো ইনকাম করার খাতিরে। অনলাইনে বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করা গেলেও। অ্যাফিলিয়েট মার্কেটিং অন্যান্য মাধ্যমের চেয়ে ভিন্ন। এমনকি অন্যান্য মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করার চেয়ে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার সবচেয়ে বেটার। কেননা অ্যাপলেট মার্কেটিং করার জন্য আপনার বাধ্যতামূলক কোন কাজ নেই।

অন্যদিকে আপনি চাইলে আপনার ইচ্ছামত ইনকাম প্রতিদিন করতে পারবেন। তাছাড়া অ্যাপলেট মার্কেটিং করার জন্য তেমন কোনো ঘাটাঘাটি করতে হয় না। খাটনি করতে হয় না। তাই অনলাইনে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ একটি মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আশা করি আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা পেয়ে, বুঝতে পেরেছেন কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে। আমরা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করবো সহজ পদ্ধতি অবলম্বন করে।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার বিশ্বস্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম?

আফিলিয়েট মারকেটিংঃ বন্ধুরা এতক্ষণে হয়তো নিশ্চয়ই অ্যাপলেট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। এমনকি হয়তোবা অ্যাফিলিয়েট সম্পর্কে আপনাদের আগেই বিস্তারিত নলেজ রয়েছে। যাইহোক জনপ্রিয় একটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম নিয়ে এখন আমরা, বিস্তারিত না জানলেও। সংক্ষিপ্ত আকারে একটি জনপ্রিয় বিশ্বস্ত প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। চলুন এখন এই জনপ্রিয় প্লাটফর্মে একটু জেনে নিই ।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার জনপ্রিয়, ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম হলোঃ putul host affiliate program.

হ্যা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পুতুলহস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামটি নিশ্চয়ই শুনেছেন। এই পুতুলহস্ট প্ল্যাটফর্ম এর মাধ্যমে, আপনারা চাইলে অ্যাপলেট মার্কেটিং খুব সহজেই করতে পারবেন। তাছাড়া আপনারা ডোমেইন-হোষ্টিং কিংবা আরও বিভিন্ন ধরনের সার্ভিস, এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে খুব সহজে পেয়ে যাবেন। এমনকি স্বল্পমূল্যে আপনারা ডোমেইন-হোষ্টিং ক্রয় বিক্রয় এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেশি ভালো ইনকাম করার সুযোগ পাবেন।

বিভিন্ন অফারের আপনারা প্রতিনিয়ত সবকিছু সার্ভিসের, স্বল্প মূল্যে ক্রয় করার সুযোগ পাবেন। এই পুতুলহস্ট প্ল্যাটফর্ম এর মাধ্যমে, যেকোনো সার্ভিস উপভোগ কিংবা অ্যাপলেট মার্কেটিং করার জন্য। আপনারা সরাসরি বিকাশ নগদ রকেট কিভাবে ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারেন। এমনকি এই পুতুলহস্ট প্লাটফর্মে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, আপনার একাউন্টে মাত্র 500 টাকা জমা হলেই সে টাকা উত্তোলন করে নিতে পারবেন।

এমনকি বিকাশ নগদ রকেট ইত্যাদি একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করার সুযোগ রয়েছে। তাছাড়া আপনারা এই জনপ্রিয় পুতুলহস্ট প্ল্যাটফর্ম এর মাধ্যমে, আপনার সহ যেকোনো লোকের বিভিন্ন সার্ভিস অনলাইন রিলেটেড, উপভোগ করার সুযোগ পাবেন। তাছাড়া এই পুতুলহস্ট প্ল্যাটফর্ম অনেক বছর ধরে অনলাইনে রয়েছে। তাছাড়া আপনারা পুতুলহস্ট এর ব্যাপারে খোঁজখবর নিলে বিস্তারিত বুঝতে পারবেন। এমনকি পুতুলহস্ট বিশ্বস্ত হওয়ার নিঃসন্দেহে আপনারা এই প্লাটফর্মে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আশা করি।

পরিশেষে, আশা করি বন্ধুরা আর্টিকেলটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। এবং আপনারা পুতুলহস্ট এই প্লাটফর্ম এর মাধ্যমে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার সুযোগ পাবেন। এবং অ্যাফিলিয়েট সম্পর্কে আরও সঠিক তথ্য জানতে আপনারা প্লাটফর্মে ভিজিট করুন। আশা করি তাহলে আপনারা পুতুলহস্ট এফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post Affiliate marketing করুন বাংলাদেশী জনপ্রিয় একটি প্লাটফর্মে? বিকাশ নগদ একাউন্টে মাত্র 500 টাকা হলে উত্তোলন করতে পারবেন! appeared first on Trickbd.com.

রিসালাত, নবি রাসুলের পাথক্য ও সংখ্যা এবং রিসালাতের তাৎপয সম্পকে অধিক জানুন

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে রিসালাত এবং নবী-রাসুল সম্পকে কিছু কথা আলোচনা করব যেটা আমি পোস্টের টাইটেলেই বলে দিয়েছি । আশা করি সকলে আমার আজকের এই পোস্টটি পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।

আমার পোস্টের বিষয়সমূহ :-

১। রিসালাত ;
২। নবি-রাসুলের সংখ্যা ;
৩। নবি-রাসুলের পাথক্য ;
৪। রিসালাতের তাৎপয ।

তো এই সকল বিষয় নিয়েই আমার আজকের পোস্ট । এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হলো ।


১। রিসালাত :- রিসালাত শব্দের অথ সংবাদ বহন,খবর বা চিঠি পৌঁছানোকে রিসালাত । আল্লাহ তায়ালার বাণীকে মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলে । আর এই বাণী পৌঁছানোর কাজ করেছেন তাঁরা হলো নবি-রাসুল । আর রিসালাত ও নবি-রাসুলের উপর বিশ্বাস করা ফরজ বা অবশ্যক ।

২। নবি-রাসুলের সংখ্যা :- আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়াতের জন্য যুগে যুগে নবি রাসুল পাঠিয়েছেন । পবিত্র কুরআন মজিদে ২৫ জন নবি রাসুলের নাম উল্লেখ আছে । কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা লক্ষাধিক । একটি হাদিসে হযরত আবুজর গিফারি (রা) বলেন,”একবার আমি জিজ্ঞাসা করলাম,হে আল্লাহর রাসুল ! নবিগণের সংখ্যা কত? উত্তরে মহানবী (স) বলেছেন,এক লক্ষ চব্বিশ হাজার । তন্মধ্যে তিনশত তেরো জন অপর বণনা মতে তিনশত পনেরো জন রাসুল ।” (মিশকাত)

অপর বণনামতে নবি গণের সংখ্যা দুই লক্ষ চব্বিশ হাজার । এদের প্রথম হলেন আদম (আ) এবং সবশেষ মহানবি (স) ।

৩। নবি ও রাসুলের পাথক্য :- অথগত দিক থেকে এ দুটি শব্দের মধ্যে কিছুটা পাথক্য রয়েছে । আল্লাহ তায়ালা যাদের উপর আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরিয়ত প্রদান করেছেন,তাঁরা হলেন রাসুল । আর যার উপর কোন কিতাব নাজিল হয় নি তারা হলেন নবি । অতএব প্রত্যেক রাসুলকে নবি বলা যেতে পারে কিন্তু প্রত্যেক নবিকে রাসুল বলা যাবে না । নবিরা পূববতী রাসুলের শরিয়ত প্রচার করতেন । যেমন হারুন (আ) ছিলেন নবি । তাই তিনি তার পূববতী শরিয়ত প্রচার করতেন ।

৪। রিসালাতের তাৎপয :- নবি রাসুলগণ ছিলেন মানুষের প্রতি আল্লাহর নিয়ামতস্বরূপ । তাঁরা সকলেই তাওহিদের পথে ডাকতেন । কুফর,শিরক, নিফাক থেকে সতক করতেন । উত্তম চরিত্র ও নৈতিক শিক্ষা প্রদান করতেন । তাঁদের আদশ আমরা গ্রহণ করলে আমরা সহজেই ভালো মানুষ হতে পারব । উত্তম চরিত্রের অধিকারি হতে পারব । আখিরাতে জান্নাত লাভ করব ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করবেন । পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

The post রিসালাত, নবি রাসুলের পাথক্য ও সংখ্যা এবং রিসালাতের তাৎপয সম্পকে অধিক জানুন appeared first on Trickbd.com.

What is Twitter টুইটার কি? How to make money টুইটার থেকে টাকা ইনকাম সম্ভব?

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। Twitter টুইটার হলো বিশ্বের বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। অথবা বিশ্বের সোশ্যাল মিডিয়ার মধ্যে টুইটার হলো অন্যতম একটি সোশ্যাল মিডিয়া। যেখানে সম্পূর্ণ ফ্রিতে যে কেউ চাইলে জয়েন হয়ে, সেখানে ফেসবুক অ্যাকাউন্ট এর মত একাউন্ট চালাতে পারে। তো বন্ধুরা আপনারা হয়তো প্রায় সকলের জানি যে, ফেসবুক যোগাযোগের মাধ্যমের অন্যতম একটি সোশ্যাল মিডিয়া।

ঠিক এই ফেসবুকের মতোই টুইটার ও বেশ ভালোই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। আজকের এই আর্টিকেলটি, আমরা তৈরি করেছি তাদের জন্য যারা, টুইটার থেকে ইনকাম সম্পর্কে জানতে চান! এখন প্রশ্ন হলো টাকা ইনকাম কত ইউটিউব এবং ফেসবুক থেকে করা যায়! তবে টুইটার থেকেও কি ইনকাম করা সম্ভব? যদি প্রশ্ন টি আপনার মাথায় ঘুরপাক খায় তাহলে,, অবশ্যই আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন!

বন্ধুরা আজকের এই আর্টিকেলটি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত পড়লে, আশা করা যায় অবশ্যই আপনি টুইটার সম্পর্কে অনেক কিছু বিষয় নিয়ে জানতে পারবেন। এবং বাস্তবে টুইটার থেকে টাকা ইনকাম সম্ভব কিনা! এই বিষয়টিও ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ইউটিউব এবং ফেসবুকের মতোই টুইটার ও একটি সোশ্যাল মিডিয়া। ফেসবুকে যেমন চ্যাটিং চ্যাটিং পোস্টিং ইত্যাদি করা যায়। একইভাবে টুইটার থেকেও বিভিন্ন ধরনের কাজকর্ম করা যায়।

টুইটার কি ? What is Twitter?

টুইটারঃ টুইটার এক ধরনের সোশ্যাল মিডিয়া। আপনি যেমন ফেসবুক অথবা ইউটিউবে বিভিন্ন ধরনের কাজকর্ম করেন। যেমন ফেসবুকে চ্যাটিং চ্যাটিং পোস্টিং ইত্যাদি। একইভাবে ইউটিউব এ বিভিন্ন ধরনের ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইত্যাদি। ঠিক এইরকমই হল টুইটার এক ধরনের সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া অনলাইনে অনেক বছর ধরেই রয়েছে। যেমনি ভাবে আপনি যদি ইউটিউব ফেসবুকের দিকে তাকান::: তারা যেমন বিশ্বের মধ্যে খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া!

এদিকে আপনি যদি টুইটার এর দিকেও তাকান তা হলেও, এই টুইটারও ইউটিউব ফেসবুকের মতোই খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। এখন প্রশ্ন হল এই টুইটার থেকে কি কি কাজ কর্ম করা যায়? চ্যাটিং চ্যাটিং ভিডিও পোস্টিং ইত্যাদি টুইটারে করা সম্ভব কি? প্রিয় বন্ধুরা আশাকরি আর্টিকেলটি এখনো পড়ছেন! প্রশ্নের উত্তরে টুইটার খুবই জনপ্রিয় একটি প্লাটফর্ম অনলাইন! এমনকি ফেসবুকের মত ইউটিউবে বিভিন্ন ধরনের ডেটিং সেটিং পোস্টিং ইত্যাদি করা সম্ভব।

টুইটার থেকে কি কি কাজ কর্ম করা সম্ভব?

টুইটারঃ আগেই বলেছি টুইটার খুবই জনপ্রিয় একটি প্লাটফর্ম অনলাইনে। আপনার কাছে যেমন ইউটিউব ফেসবুক খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। তেমনি ভাবে বিশ্বের ভিতরে ও টুইটার খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। এমনকি আপনি ফেসবুকে যেমন চ্যাটিং চ্যাটিং পোস্টিং কমেন্টিং ইত্যাদি কাজকর্ম করেন। তেমনি ভাবে আপনি কিন্তু চাইলেই টুইটারে এই চ্যাটিং চ্যাটিং পোস্টিং কমেন্টিং ইত্যাদি কাজকর্ম করতে পারবেন।

তেমনি ভাবে আপনি কিন্তু ইউটিউবে যেমন বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করা যায়। একইভাবে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউব এর ভিডিও পাবলিশ করতে পারবেন, টুইটার সোশ্যাল মিডিয়াতে। এখন প্রশ্ন হলো টুইটার থেকে বা টুইটারে কিভাবে একাউন্ট তৈরি করতে হয়? অ্যাকাউন্ট তৈরি করতে কি কি প্রয়োজন হয় কিংবা কিভাবে একাউন্ট তৈরি করব টুইটারে? বন্ধুরা সহজ ভাষায় আপনি কিন্তু ফেসবুকের মত কিছু তথ্য দিয়ে, টুইটারে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন খুব সহজে!

কিভাবে একটি টুইটার একাউন্ট তৈরি করব? How to create a Twitter account

টুইটার একাউন্টঃ বন্ধুরা আপনি যখন ফেসবুক একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন। তখন কি কি তথ্য দিয়ে ফেসবুক একাউন্ট তৈরি করেছিলেন? নিশ্চয় আপনার নাম একটা জিমেইল আইডি কিংবা ফোন নাম্বার, এবং আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিলেন নিশ্চয়! ঠিক এভাবেই কিন্তু আপনি খুব সহজে একটি টুইটার একাউন্ট তৈরী করে নিতে পারবেন!

তার জন্য প্রথমে আপনাকে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য, প্লে স্টোর থেকে টুইটার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। কিংবা আপনি twitter.com এখানে গিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। প্রিয় বন্ধুরা আপনার একটি ইউজার নাম একটি ফোন নাম্বার জিমেইল আইডি, এই সামান্য পার্সোনাল কিছু ইনফরমেশন দিয়েই কিন্তু আপনি টুইটার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আশা করি টুইটার একাউন্ট কিভাবে তৈরি করবেন বিষয়টি বুঝতে পেরেছেন!

টুইটার থেকে টাকা ইনকাম সত্যি করা সম্ভব? How to make money on Twitter

টুইটার থেকে ইনকামঃ যদিও এতক্ষণ আমরা টুইটারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এতক্ষণে নিশ্চয়ই আমাদের ফাস্ট পয়েন্ট এর দিকে মনোযোগ দিয়ে পড়লে, হয়তোবা একটু হলেও আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে। কিভাবে টুইটার থেকে টাকা ইনকাম করা যায় কিংবা টুইটার থেকে সত্যি কি টাকা ইনকাম করা সম্ভব? তো বন্ধুরা টুইটার যেহেতু ফেসবুক ইউটিউব এর মত একটি দারুণ জনপ্রিয় প্ল্যাটফর্ম! তাছাড়া যেহেতু ইউটিউব ফেসবুকে টাকা ইনকাম করা বর্তমান সময়ে যায়!

এর পরিপ্রেক্ষিতে আসলে সত্যি কি টুইটার থেকে টাকা ইনকাম করা সম্ভব হবে। যদিও বর্তমানে টুইটার থেকে টাকা ইনকাম করার সরাসরি কোনো মাধ্যমে নেই। তবে কিছু টেকনিক কাজে লাগিয়ে আপনারা কিন্তু চাইলে টুইটার থেকে আয় করতে পারবেন। যেমন ধরুন আপনি স্পন্সর পোস্ট এর মাধ্যমে, টুইটার থেকে সহজে ইনকাম করতে সক্ষম হবেন। তাছাড়া অন্যদিকে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে আপনি ফান ফলোয়ার এর মাধ্যমে টুইটারে আয় করতে পারবেন।

আর্টিকেল এর শেষ কথা?

প্রিয় বন্ধুরা, বরাবরের মতো ট্রিকবিডিতে আজকের আর্টিকেল এ পর্যন্তই। আশা করি আবার অন্য পোস্টে দেখা হবে। আশাকরি আর্টিকেলটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি আর্টিকেলটি ভালো লাগে অবশ্যই আর্টিকেলটি কেমন লাগলো সাথে কমেন্ট করে জানাবেন। আশা করি দয়া করে কেউ কোন খারাপ মন্তব্য করবেন না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post What is Twitter টুইটার কি? How to make money টুইটার থেকে টাকা ইনকাম সম্ভব? appeared first on Trickbd.com.

প্রতিদিন কেনো কাজ না করে Crypto Currency আয় করুন, যার প্রতি কয়েনের মূল্য হতে পারে ১০ ডলার!

Posted:

I’mআসসালামু আলাইকুম ভিউয়ার্স

 

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর নাম অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরো একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে প্রতিদিন কোনরকম পরিশ্রম না করে বিট কয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি ইনকাম করবেন

 




তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

 

শুরুতেই একটা কথা বলে রাখি, আমি এই সাইট থেকে এখনো কোনো টাকা পায়নি। শুধু আমি না, এখন পর্যন্ত কেউই কয়েন কে টাকাতে কনভার্ট করতে পারেনি।

 

এর কারণ হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক ২০২২ সালের মার্চ মাসের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চ করার আগ মুহূর্তে প্রমোশনের জন্য তারা বিশ্বব্যাপী সাধারণ ইউজারদের সুযোগ করে দিয়েছে কোনো রকম কাজ ব্যতীত ক্রিপ্টোকারেন্সি ইনকাম করার।

 

একটা সহজ হিসাব বুঝিয়ে দেই, এই ক্রিপ্টো কারেন্সি থেকে আপনি প্রতি ঘন্টায় ০.১২ কারেন্সি ইনকাম করতে পারবেন কোন রকম কাজ ছাড়া। মানে ২৪ ঘন্টায় আপনি ২.৮৮ কয়েন ইনকাম করতে পারবে।

 

গ্লোবাল কিছু নিউজ থেকে শোনা যাচ্ছে, এই প্লাটফর্ম লঞ্চ হওয়ার পরে প্রতি কয়েনের দাম আনুমানিক ১০ ডলার হবে!

 

তাহলে বুঝতেই পারছেন আপনি যদি এখন থেকে জাস্ট অ্যাকাউন্ট করে রাখেন তাহলে যখন কোম্পানি লঞ্চ হবে তখন কি পরিমান প্রফিট আয় করতে পারবেন!

 

এখন কিভাবে একাউন্ট করবেন নিজের ফোন নাম্বার ভেরিফাই করবেন সে বিষয়ে দেখে আসি।

অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে Pi Network অ্যাপ ইনস্টল করতে হবে।

 

অবশ্যই খেয়াল রাখবেন নাম দেওয়ার সময় সেটা যেন ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকে।









অনেকদিন ধরে আবেদন করার পরেও এখনো ভোটার আইডি কার্ড হাতে পাইনি বলে নিজের অনলাইন ভোটার আইডি কার্ড দিয়ে না করে আব্বার টা দিয়ে একাউন্ট করেছি।

 

যদি উইথ ড্র করতে চান তাহলে অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে নাম দেওয়ার চেষ্টা করবেন।


Invitation Code এ অবশ্যই আপনাকে অন্যের রেফারেল কোড দিতে হবে। এটা ম্যান্ডেটরি। সো আপনি চাইলে দিতে পারেন আর না চাইলে অপশনাল কোন উপায় নেই। আমার Invitation Code: ayubali12345

এখানে আপনাকে ছোট একটা কাজ বুঝে নিতে হবে। প্রতি 24 ঘন্টা অন্তর অথবা সিওর থাকার জন্য দিনে দুইবার রিফ্রেশ করতে হবে যাতে তারা বুঝতে পারে আপনি তাদের ডেইলি অ্যাক্টিভ মাইনার।


ব্যালেন্স দেখার জন্য আপনি কত টাকা মাইনে করেছেন সেটা উপরের ড্যাশবোর্ডে দেখতে পারবেন।

কিভাবে ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন?

 

আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য তাদের দেওয়া নির্দিষ্ট নাম্বারে কোড সহ একটি এসএমএস পাঠাতে হবে। মনে রাখবেন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়েই তাদের কাছে মেসেজ পাঠাতে হবে, অন্যথায় ভেরিফাইড হবে না।








তারা ট্রাস্টেড ক্রিপ্টোকারেন্সি এটা কিভাবে বিশ্বাস করবো?

 

এর জন্য আপনাকে গুগলের সাহায্য নিতে হবে। আপনি এই সাইট সম্পর্কে গুগোল এ রিচার্জ করলেই পেয়ে যাবেন অনেক বড় বড় নিউজ রিপোর্টার তাদের cover-up করেছে।

 

এছাড়া বিশ্বস্ত কিছু নিউজ পোর্টাল থেকেও বোঝা যায় তারা ২০২২ সালে লঞ্চ করবে এবং নিজেদের প্রমোশনাল এর খাতিরে ইউজারদের ফ্রী মাইনিং করার সুযোগ দিয়েছে এবং সেই মাইনিং টাকাতে কনভার্ট করার ব্যবস্থা তারা সামনে করবে।

এমনকি আপনি যদি তাদের ফেসবুক পেজ ফলো করেন বা সার্চ করে দেখেন তাহলে দেখবেন প্রায় 10 লক্ষের কাছাকাছি লাইক! সো এত বড় প্ল্যাটফর্মেরর ধোকাবাজি করার চান্স 0%

আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে । যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং এটা হতে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই পোস্টে একটা লাইক এবং কমেন্ট করবেন । কারন আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে আমার পরবর্তী পোস্টের জন্য।

 

 

ধন্যবাদ আপনার মূল্যবান সময় অপচয় করে পোস্টটি পড়ার জন্য।

 

The post প্রতিদিন কেনো কাজ না করে Crypto Currency আয় করুন, যার প্রতি কয়েনের মূল্য হতে পারে ১০ ডলার! appeared first on Trickbd.com.

কিভাবে আঁকাআঁকির মাধ্যমে টাইপ করবেন । নতুন ট্রিক ২০২১

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই ? আমি আল্লাহ রহমতে অনেক ভাল আছি । তো চলে আসলাম আরো একটি নতুন পোস্ট নিয়ে । এই পোস্টটিতে আমি দেখাবো কিভাবে আপনি আঁকা আঁখির মাধ্যমে লিখতে পারেন । অর্থাৎ আপনি আপনার স্ক্রিনে আঁকবেন সেটাই লেখা হয়ে যাবে ।দেরি না করে পোস্টটি শুরু করা যাক ।

কিভাবে করবেন ?

প্রথমে একটি অ্যাপ এর প্রয়োজন হবে । এই অ্যাপটি অনেকজনের অলরেডি ইন্সটল করা আছে আবার অনেক জনের বিলট ইন দেওয়া আছে । তো যাদের নেই তারা ইন্সটল করে নিবেন ।

DOWNLOAD

 

ইন্সটল হয়ে গেলে চলে যাবেন আপনার ফোনের সেটিংস এ এখানে খুঁজে বের করবেন কিবোর্ড আমার এখানে additional settings এ আছে তবে আপনার মোবাইলে অন্যরকম করে থাকতে পারে । এখান থেকে আমি বের করলাম keyboard and input method

এখানে current keyboard নামে একটি অপশন পাবেন সেখানে যান

এখানে Gboard সিলেক্ট করতে হবে ।

এরপর নিচের দিকে পাবেন Gboard সেখানে ক্লিক করুন ।

এখানে Languages নামের অপশনটি সিলেক্ট করুন ।

এখানে add keyboard এ ক্লিক করুন

তারপর এইখানে যেই ভাষাটা লিখতে চান

সেটা সিলেক্ট করে এখানে একটা অপশন পাবেন handwriting নামে সেটা সিলেক্ট করে done এ click করতে হবে ।

এরপর আপনি যেখানে ইচ্ছা লিখতে পারেন ৷ তাও আবার আঁকা আঁকি এর মাধ্যমে ৷ যেমন নিচে দেখুন স্ক্রিন শট ।

পোস্ট বুঝতে অসুবিধা হলে ভিডিও লিংক  অথবা নিচে ভিডিও embed করা আছে সেটা দেখতে পারেন ‌।

এ রকমই টিপস ট্রিকস এবং টিউটোরিয়াল পেতে এখনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । ফেসবুক পেজটি ফলো করুন

YOUTUBE CHANNEL

FACEBOOK PAGE

আমার আরও পোস্ট দেখতে ক্লিক এখানে

The post কিভাবে আঁকাআঁকির মাধ্যমে টাইপ করবেন । নতুন ট্রিক ২০২১ appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments