Search box..

কিয়ামতের পূর্বের লক্ষন ? কি কি আলামত প্রকাশ হলে কিয়ামত সংঘটিত হবে?

কিয়ামতের পূর্বের লক্ষন ? কি কি আলামত প্রকাশ হলে কিয়ামত সংঘটিত হবে?


কিয়ামতের পূর্বের লক্ষন ? কি কি আলামত প্রকাশ হলে কিয়ামত সংঘটিত হবে?

Posted:

কিয়ামতের পূর্বের লক্ষন ? কি কি আলামত প্রকাশ হলে কিয়ামত সংঘটিত হবে?

বর্তমান সময়ে আমাদের মাঝে অনেক ভুল ধারণা রয়েছে। যেখানে আমরা অনেক সময় ভাবি কিয়ামত এখনো হাজার বছর পূর্বে সংগঠন করা হবে। তবে এখানে আপনাদের একটি ধারণা দেওয়া আবশ্যক বলে মনে করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, পৃথিবীর শেষ নবী তারপরে আর কোন নবীর আগমন ঘটবে না।

এই কথা আমরা বিশ্বাস করেও , অনেক সময় ভাবি কেয়ামত এখনো অনেক বছর পূর্বে সংগঠন করা হবে। আপনার কি সত্যি মনে হয় কেয়ামত এখনো হাজার বছর পূর্বে সংগঠন হবে। কখনো নয় তবে আল্লাহই ভালো জানেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে, কেয়ামত কবে কখন কিভাবে সংগঠন করা হবে?

উত্তরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বিয়ামত সংঘটিত কবে হবে কিভাবে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভাল জানেন। আমাদের নবী কিয়ামত সঠিক কবে হবে সেটা না জানলেও, কিয়ামতের পূর্বে এর বিভিন্ন ধরনের আলামত লক্ষণ সম্পর্কে হাদিস কোরআন থেকে আমরা জানতে পারি। সুতরাং আজকে কিয়ামতের পূর্ব লক্ষণ নিয়ে আলোচনা করব।

কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে আমাদের জানা জরুরীঃ বন্ধুরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ নবী ও রসূল। তারপরে আর কোন নবীর আগমন পৃথিবীতে ঘটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে,

হাদিসে অনেক কিছু পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা স্পষ্ট করে বলেছেন যে, দুই আঙুলের মাঝে যেমন বেশি ব্যবধান জায়গা নেই। ঠিক একইভাবে আমি (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আগমন) ও কিয়ামতের তেমন কোনো ব্যবধান নেই!

সুতরাং আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে কেয়ামত আমরা, যতটা দূরে ভাবি ঠিক ততটাই নিকটবর্তী। এমন হাদিস থেকে জানা যায় যে, কেয়ামত এমন সময়ে সংঘটিত হবে মানুষের অজান্তেই সেটি ঘটবে। তাছাড়া কিয়ামতের সাধারণত দুই ধরণের আলামত রয়েছে।

###তার মধ্যে একটি হলো কিয়ামতের আলামত ছোট। অর্থাৎ কিয়ামতের ছোট আলামত।

###আর অন্যটি হলো কিয়ামতের আলামত বড়। অর্থাৎ কিয়ামতের বড় আলামত।

বিভিন্ন হাদিস কোরান গবেষণায় বর্তমান স্কলার আলেমরা, এ কথার সাথে একমত যে কেয়ামত খুবই নিকটবর্তী। কেননা হাদিস থেকে যত কিয়ামতের আলামত সম্পর্কে আলামত রয়েছে। তার বেশিরভাগ লক্ষণ বর্তমান সময়ে প্রকাশিত হচ্ছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভাল জানেন কিয়ামতের দিন বাকি আছে আর কত?

কেউ স্পষ্টভাবে বলতে পারবে না কেয়ামত কবে সংগঠন হবে। তবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী থেকে, প্রত্যেকটি ভবিষ্যৎ বাণী প্রায়ই বর্তমান সময়ে, প্রকাশিত হওয়ায় কেয়ামত খুবই নিকটবর্তী। বর্তমান সময়ে বিভিন্ন আলামত আমাদের বিশ্বে প্রকাশিত হচ্ছে, কিনা আপনারাই বিবেচনা করে দেখুন। আশা করি কেয়ামতের লক্ষণ সম্পর্কে জানা জরুরী কিনা সেটি বুঝতে সক্ষম হয়েছেন।

কিয়ামতের পূর্বের লক্ষন ? কি কি আলামত প্রকাশ হলে কিয়ামত সংঘটিত হবে?

কেয়ামতের পূর্বের লক্ষণঃ হাদিস থেকে কেয়ামত হওয়ার ব্যাপারে, অনেক ধরনের আলামতঃ রয়েছে। বড় আলামত দশটি পাওয়া যায় কেয়ামতের পূর্বে সংঘটিত হবে। তবে এই দশটি বড় বড় কিয়ামতের আলামত, তখনই দেখা যাবে যখন ছোট ছোট কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাবে। যখন বড় আলামত এর একটি আলামত সম্পূর্ণভাবে প্রকাশ পাবে,

তখন থেকেই দ্রুতগতিতে সকল বড় আলামত প্রকাশ পেতেই থাকবে। সুতরাং ছোট ছোট আলামত সম্পর্কে আমাদের জানা খুবই জরুরী। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কেয়ামত কবে সংগঠন হবে। কিয়ামত আমাদের থেকে কতটা নিকটবর্তী একমাত্র আল্লাহই ভাল জানেন। চলুন এখন আমরা কিয়ামতের ছোট লক্ষণ আলামত সম্পর্কে জানার চেষ্টা করি।

কেয়ামতের পূর্বে এর ছোট ছোট আলামত সমূহ নিম্নে দেওয়া হল!

*আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমন পৃথিবীতে, এবং তার মৃত্যু।

*কিয়ামতের পূর্বে বিভিন্ন ধরনের শ্রেণীর লোক সংগঠন হবে! এবং বেদাত মানুষের সামনে উপস্থাপন করা হলেও বেদাত মনে করবে না অনেকে!

*কিয়ামতের পূর্বে উলঙ্গ নারী বের হবে। তাদের গায়ে প্রসাদ থাকা অবস্থায়ও উলঙ্গ মনে হবে, তাদের অঙ্গভঙ্গি দেখে।

*বড় বড় বিল্ডিং নিয়ে গর্ব এবং মসজিদ বানানো নিয়ে গর্ব করা হবে কিয়ামতের পূর্বে।

*কিয়ামতের পূর্বে মানুষ মানুষকে বিনা কারণে হত্যা করবে। কিন্তু কী কারণে তাকে হত্যা করা হলো সেটা সে বুঝতে পারবে না জানতে পারবে না।

*নারীদের বাজারে যাতায়াত বেশি পরিমাণে দেখা যাবে কেয়ামতের পূর্বে!

*মানুষ হালাল জিনিসকে হারাম এবং হারাম জিনিসকে হালাল মনে করবে।

*কিয়ামতের পূর্বে ঈমান ধরে রাখা খুবই কষ্টকর হয়ে যাবে!

*ভালো মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে অর্থাৎ ইমানদার মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে! কিয়ামতের পূর্বে ইমানদার মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে।

*ভালো জিনিস কি মানুষ খারাপ এবং খারাপ জিনিসকে মানুষ ভালো, এমনকি মানুষের চরিত্র খারাপ যেটি সেটাকে খারাপ না ভেবে ভাল মনে করা হবে!

*মানুষ পুরুষেরা সাধারণত চুলে রং প্রয়োগ করবে, পুরুষেরা চুলে কালো রং ব্যবহার করবে।

*কেয়ামতের পূর্বে মুসলমানদের হাতে ক্ষমতা দেওয়া থাকবে না।

*মানুষ মানুষকে হিংসা করবে ভালো কে খারাপ হিসেবে গণ্য করা হবে!

*মদ বিড়ি মাদক জাতীয় দ্রব্য গুলো মানুষ হালাল মনে করে পান করবে, এবং মাদকদ্রব্য জাতীয় খাবার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কেয়ামতের পূর্বে।

*কিয়ামতের পূর্বে বিভিন্ন বড় বড় ভূমিকম্প সহ অনেক ধরনের গজব আল্লাহর পক্ষ থেকে আগমন ঘটবে।

*পৃথিবীতে হারাম জিনিস কে হালাল হিসেবে চিহ্নিত করা হবে মানুষ সেটি বুঝতেও পারবেনা।

*নারীর উপস্থাপন করা হবে এমন ভাবে যেখানে ঈমান ধরে রাখা কষ্টকর। কিয়ামতের পূর্বে নারীদের প্রতি আকৃষ্ট পুরুষের বেড়ে যাবে।

সুপ্রিয় পাঠকবৃন্দ গন আজকের আর্টিকেলে আমরা সাধারনত, কেয়ামতের পূর্বে এর বেশ কিছু লক্ষণ সহ আলামত নিয়ে আলোচনা করেছি। যেখানে আপনারা হয়তো অনেক ধরনের আলামত সম্পর্কে জেনে একটু অবাক হতে পারেন।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করে। বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেল এ পর্যন্তই। আশা করি আবার অন্য কোন আর্টিকেলে আবার দেখা হবে। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

The post কিয়ামতের পূর্বের লক্ষন ? কি কি আলামত প্রকাশ হলে কিয়ামত সংঘটিত হবে? appeared first on Trickbd.com.

গণিতশাস্ত্র আবিষ্কার অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনের মুসলমানদের অবদান অবিস্মরণীয়

Posted:

গণিতশাস্ত্র আবিষ্কার অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনের মুসলমানদের অবদান অবিস্মরণীয়

আমরা স্কুল কলেজ ভার্সিটি সহ বাংলা ইংরেজি আরবি মাদ্রাসার, স্কুলে সাধারণত গণিতশাস্ত্র সম্পর্কের কেউ আর অজানা নয়। আপনি কি জানেন এই গণিতশাস্ত্র কিভাবে তৈরি হয়েছিল,
বর্তমান বিশ্বে মুসলমানদের কোনো অস্তিত্ব প্রকাশ করতে দেওয়া হয় না। কিন্তু সত্যিকার অর্থে মুসলমানরা এই গণিত শাস্ত্র সম্পর্কে বিশেষ ভূমিকা পালন করেছিল।

সাধারণত গণিতকে বিজ্ঞানের মূল বলা হয়ে থাকে। এই গণিতশাস্ত্র আবিষ্কারের অগ্রগতি ও উন্নতি উৎকর্ষ সাধনে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। ইসলামে অনেক মুসলিম মনীষী এই গণিতশাস্ত্র পরিশুদ্ধ লাভ করেছিল। আজকের আর্টিকেলে আমরা গণিতশাস্ত্র, মুসলিম মনীষী সম্পর্কে জানার চেষ্টা করব যারা মূল, এই গণিতশাস্ত্র আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনে অবদান অবিস্মরণীয়।

গণিতশাস্ত্রঃ সাধারণত গণিতকে বিজ্ঞানের মূল বলা হয়ে থাকে। আর এই গণিতশাস্ত্র আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। তারমধ্যে উল্ল্যেখযোগ্য কয়েকজনের নাম নিচে দেওয়া হল।

***আল খাওয়ারেযমি নামক একজন তিনি গণিতশাস্ত্র আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।

***ইবনে হায়সাম নামক একজন তিনিও কিন্তু গণিতশাস্ত্র আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।

***ওমর খৈয়াম নামক একজন লোক তিনিও গণিতশাস্ত্র আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপরোক্ত তিনজন ব্যক্তির নাম সহ আরো অনেক লোক, মুসলিম মনীষী এই প্রসিদ্ধি লাভ করে। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান পৃথিবীতে এদের নাম, তেমন কোনো লোক জানে না।

তাহলে একবার ভাবুন এদের অবস্থা কেমন, এরাই সাধারণত মুসলিম মনীষী এ গণিতশাস্ত্র প্রসিদ্ধি লাভ করে, আর এদের নামই এখনো পর্যন্ত অনেকে জানেনা।

যদিও গণিতশাস্ত্র এর আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। কারণ উপরোক্ত তিনজন মুসলিম মনীষী সহ আরো অনেক মুসলিম মনীষী এই শাস্ত্রে, প্রসিদ্ধি অবদান রয়েছে। সুতরাং আমাদের এই সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও সংক্ষিপ্ত আকারে ধারণা থাকা জরুরি।

[/h2]মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজম[/h2]

তার নাম মূলত মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমী। তিনি সাধারণত 780 খ্রিস্টাব্দে খাওয়ারিজম নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি গণিত শাস্ত্রের সর্বাধিক প্রসিদ্ধ একজন ব্যক্তি। তাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়। এমনকি তিনি বীজ গণিতের আবিষ্কারক হলেন সেই তিনিই।

মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমী তার গণিতশাস্ত্র দ্বারা ওমর খৈয়াম, লিওনার্ডো, ফিরোনাসসি এবং মাস্টার জ্যাকব সহ আরো অনেকেই প্রভাবান্বিত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হল, তিনি 850 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

হাসান ইবনে হায়সাম

হাসান ইবনে হায়সাম সাধারনত একজন চক্ষু বিজ্ঞানী ছিলেন। আর তিনি 965 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল। চক্ষু বিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ সাধারণত, কিতাবুল মানাযির, তাকে ইতিহাসে অমর করে রেখেছে। মধ্যযুগের আলোক বিজ্ঞানের একটি মাত্র গ্রন্থ ছিল এটি। তাছাড়া এর অবদান ইতিহাসে অনেক রয়েছে।

কিন্তু দুঃখের বিষয় আমরা তার সম্পর্কে খুব কম লোকই জেনে থাকতে পারি। আধুনিককালের বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানী কে তাদের আবিষ্কার বলে দাবি করলেও, ইবনে হায়সাম এই বিষয়ে বহু পূর্বে বিস্তারিত বর্ণনা করেছিলেন। আর হাসান ইবনে হায়সাম তিনি 1044 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

ওমর খৈয়াম

তার নাম ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম সংক্ষেপে সাধারণত ওমর খৈয়াম বলে জানা যায়। ওমর খৈয়াম সাধারণত 1844 খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেছিল। তিনি ছিলেন প্রথম শ্রেণীর গণিত বিদ। তার কিতাবুল জিবার ওয়াল মুকাবালা।

গণিত শাস্ত্রের একখানি অমর গ্রন্থ এটি। ঘন সমীকরণ এবং অন্যান্য উচ্চশ্রেণীর সমীকরণের, পদ্ধতিতে বিশ্লেষণ ও সংখ্যা অনুসারে এগুলো শ্রেণীভূক্ত করে এই ওমর খৈয়াম। তাছাড়া তিনি বীজগণিতের অসাধারণ অগ্রগতি সাধন করেন।

তাছাড়া তিনি পাটিগনিত জ্যোতির্বিজ্ঞানের উপরেও বহু গ্রন্থ তিনি রচনা করেছিলেন। আর এদিকে আবার তিনি গ্রীকদের থেকেও বেশি পারদর্শীতা দেখিয়ে ছিল। ওমর খৈয়াম তিনি সাধারণত 1122 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা মুসলিম মনীষী, কয়েকজন গণিতশাস্ত্র আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনের, মুসলমানদের অবদান অবিস্মরণীয় নিয়ে আলোচনা করছিলাম। এবং পরিচয়সহ কয়েকজনের গুণগতমানের সংক্ষিপ্ত আলোচনা করেছি।

ইতিহাসে তারাই গণিতশাস্ত্র সর্বপ্রথম পৃথিবীতে আবিষ্কার করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান পৃথিবীতে তাদের নাম খুব কম লোকই শুনেছে। এমনকি আমরা যারা পড়ালেখা করি তারাও হয়তো এদের নাম কখনো শুনিনি। তাহলে ভাবুন পৃথিবীর অবস্থা বর্তমান সময়ে কেমন !

সুতরাং আমাদের অবশ্যই এই বিষয়ে সঠিক ধারণা, ভুল থেকে বেরিয়ে আসায় উত্তম। ইতিহাসে মুসলমানদের বিশেষ করে মনীষী মুসলমানের অনেক অবদান পাওয়া যায় গণিতশাস্ত্র। সুতরাং এদের সম্পর্কে আমাদের সঠিক ধারণা অবশ্যই জানা প্রয়োজন হয়। আর্টিকেল টি ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

গণিতশাস্ত্র আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনের মুসলমানদের অবদান অবিস্মরণীয়,, আশাকরি আর্টিকেলটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

The post গণিতশাস্ত্র আবিষ্কার অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনের মুসলমানদের অবদান অবিস্মরণীয় appeared first on Trickbd.com.

ইনস্টাগ্রাম থেকে কিভাবে ফেইসবুক অ্যাকাউন্ট রিমুভ করবেন দেখে নিন।

Posted:

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে instagram থেকে ফেইসবুক রিমুভ করতে হয়। আমরা কম বেশি সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করি। আর আমরা ইনস্টাগ্রামের account টাও ফেইসবুক দিয়ে খুলি। দরুণ আপনার ফেইসবুক অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট করতে হবে। যদি ডিলিট করে দেন তাহলে তো আর ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না মানে ওই অ্যাকাউন্টি ব্যবহার করতে পারেন না।  এমন ও হতে যে ইনস্টাগ্রামে আপনার খুব গুরুত্বপূর্ণ কিছু আছে।  এখন আমাদের কি করার আমরা যদি ইনস্টাগ্রাম থেকে ফেইসবুক অ্যাকাউন্টি রিমুভ করে দেই তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে।

প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো তাও আবার ফেইসবুক দিয়ে।

এখন আমরা প্রোফাইলে চলে  যাবো ।

উপরে মেনুতে ক্লিক করবো।

এখন আমরা settings এ চলে যাবো।

এখন আমরা Meta or account center ক্লিক করবো।

এখন account & profile এ ক্লিক করবো।

এখন দেখতে পাচ্ছেন Facebook, Instagram অ্যাকাউন্টে চলে যাবো।

এখন দেখতে পাচ্ছেন দুইটি অ্যাকাউন্ট দেখাচ্ছে আমরা ফেইসবুকের অ্যাকাউন্টি রিমুভ করবো।

Remove from account center ক্লিক করবো।

এখন continue তে ক্লিক করবো।

Remove Abir ………..আমার ফেইসবুক অ্যাকাউন্টির নাম দেখাচ্ছে।

দেখতে পাচ্ছেন আমার ফেইসবুক অ্যাকাউন্টি রিমুভ হয়ে গেছে। আমরা এখন ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবো।

খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যেই মেইল ওর নাম্বার দিয়ে ফেইসবুক অ্যাকাউন্ট তৈরি করছেন সেই নাম্বার ওর মেইল ইনস্টাগ্রাম ইমেল হিসাবে কাজ করবে।  আর হ্যাঁ এখন আপনার প্রয়োজন পাসওয়ার্ড forget করা।  কারণ আপনার ইনস্টাগ্রাম তো ফেইসবুক থেকে আলাদা হয়ে গেছে তাই।  ভালো থাকবেন বুঝতে সমস্যা হলে comments করবেন।

The post ইনস্টাগ্রাম থেকে কিভাবে ফেইসবুক অ্যাকাউন্ট রিমুভ করবেন দেখে নিন। appeared first on Trickbd.com.

নিয়ে নিন সবার জন্য 20x Spotify Premium Family Invitation …

Posted:

















কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Spotify Premium Family Invitation শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন


আমরা কমবেশি সবাই Spotify ব্যবহার করে থাকি এটি একটি জনপ্রিয় Music App । এখানে সব ধরনের Music পাওয়া যায় । আর এখন যদি Spotify Premium পাওয়া যায় তাহলে কেমন হয় 😁 , সত্যি ভালো হয় 😁 । তো চলুন শুরু করি


1 ➜ Full Details And ( Requirements )


Spotify Premium Family Invitation




◉Duration : 30 Days
◉Type : Family Subscription
◉Ip : Usa For Invitation Accept
◉Address : 415 10th Ave, Haddon Heights, NJ 08035, USA


2 ➜ How to accept invitation


1 : First Connect Your Vpn ( Usa Server )

2 : Login Your Spotify Account

3 : Now Click 3 Dot Menu And Click Account

4 : Now Click Edit Profile

5 : Now See ( Country or region )

6 : Now Select Your Country Luxembourg

7 : Now You Can Accept Invitation 😍

8 : Spotify Premium 5 Month


3 ➜ Spotify Premium Invitation Link Every Link For 5 Members


1 ➜ Spotify Premium Invitation Link


2 ➜ Spotify Premium Invitation Link


3 ➜ Spotify Premium Invitation Link


4 ➜ Spotify Premium Invitation Link


4 ➜ এখন কিভাবে Invitation Accept করবো 🤔 , আর আমি কেন পেলাম না..?


এটা আপনি নিজেই পারবেন 😁😁😁

যে কোনো সমস্যা বা না পেলে 😔 , বা আরো লাগলে এখানে আসতে পারেন Premium Spotify Store 😁


আজ এখানে শেষ । যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumNetworkCommunity Join Hear

The post নিয়ে নিন সবার জন্য 20x Spotify Premium Family Invitation … appeared first on Trickbd.com.

২ ঘন্টা সময় দিয়ে ইনকাম করুন প্রতিদিন ৯০০ টাকা। নতুন ইনকাম এপ

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ট্রিকবিডি ইউজার আশা করি অনেক ভাল আছেন। আজকে আমি দেখাবো যে কিভাবে প্রতিদিন 10$ মানে ৯০০ টাকা ইনকাম করবেন। এবং একাউন্ট করলে পাবেন ৯০০ টাকা।
প্রমাণসহ দেখাবো। কাজ একদমই সহজ।

আর এই পোস্ট কোন এক্সপার্টদের জন্য না। যারা জানে না তাদের জন্য।

তো চলুন শুরু করা যাক

প্রথমে লিংকে ক্লিক করে এপ ডাওনলোড করুন।

Download app
(Play store link)

এখন স্কিনশর্ট দেখে কাজ করুন

তারপর

তারপর

উপরে আপনার জেন্ডার দিবেন। তারপর আপনার জন্ম সাল,মাস,দিন দিবেন।
যেমন আমার জন্ম ২৪-০৯-১৯৯৯
এখন আমি দিব 19990924 কোন স্পেস হবে না।
তারপর দেশ সিলেক্ট করবেন ইউনাইটেড স্টেজ।
এরপর ভাষা ইংরেজি দিবেন।

তারপর + আইকনে ক্লিক আমাদের কান্ট্রি কোড +880 সিলেক্ট করুন। এরপর 0 বাদে আপনার নাম্বার দিয়ে send এ ক্লিক করুন।

এখন আপনার নাম্বার এ একটি কোড যাবে তা দিয়ে ভেরিফাই করুন।

তারপর রেফার কোড এ দিবেন 92A48D46 এই নাম্বার দিবেন তাহলে ৩ হাজার টোকেন পাবেন। যার দাম ১০$ বা ৯০০ টাকা।

আপনি চাইলে কোড নাও দিতে পারেন। তবে না দিলে ১০$ পাবেন কিনা আমি জানি না। আমি তাদের অফিশিয়াল কোড ইউজ করেছি।

এত কষ্ট করে পোস্ট লিখছি ভালোবাসা হিসেবে একটা রেফার আশা করি🥰

যাই হোক তার পরে যাই

সব কিছু দেওয়া হলে AGREE & SINGUP এ ক্লিক করুন।

তারপর

Close

ঐখানে আপনার ব্যালেন্স সো করবে।

এখন দেখাবো কিভাবে কাজ করবেন।

এখানে এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে এখন আপনার কাজ হলো ভোট দেওয়া

ভোট দেওয়া জন্য আমি ২০২২ এ ক্লিক করলাম

তারপর

Click to vote

দেখুন আপনার পয়েন্ট এড হয়েছে। এভাবে প্রতিদিন ৩০০ ভোট দিতে পারবেন তার বিনিময়ে আপনাকে ৩০০০ টোকেন দিবে যার দাম ১০$ এখন।

ব্যালেন্স দেখতে

ক্লিক করুন।

ঐ জায়গায় ব্যালেন্স দেখতে পারবেন।

এখন কিভাবে পেমেন্ট নিবেন? পেমেন্ট নিতে হলে ৫০০০০ হাজার টোকেন প্রয়োজন।
যা করতে ১৭ দিন সময় লাগবে।

আর ঐখানে ৫০ হাজার টোকেন হলে আপনি আমার কাছে সেল দিয়ে আপনার টাকা বিকাশে নিতে পারবেন।

তবে একটা কথা কেউ ফেক ভাবে কাজ করবেন না। তাহলে তারা আইডি ব্যান অথবা পেমেন্ট না ও দিতে পারে। রিয়েল ভাবে কাজ করবেন। পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ।

আমি তাদের এক ইভেন্ট এ জয়েন করেছিলাম তারা আমাকে পেমেন্ট করে দিয়েছে।
আমার পেমেন্ট প্রুফ 👇

আর একটা কথা ক্রিপটো মার্কেট এর টোকেন এর দাম কম বেশি হয়ে থাকে। যখন আমার কাছে সেল দিবেন তখন মার্কেট এর দাম অনুযায়ী আপনার থেকে কিনে নিয়ে বিকাশে পেমেন্ট করে দিব।

আমার সাথে যোগাযোগ করতে আমার প্রোফাইল চেক করুন।

আর হ্যা পোস্ট করতে অনেক কষ্ট হয়। যখন আপনারা ভালো কমেন্ট করেন তখন সব কষ্ট পানি হয়ে যায়😬🥰

আর হ্যা পোস্ট এর মধ্যে যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আর যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার
টেলিগ্রাম চ্যানেল :-
Max Income platform

এবং ইউটিউব চ্যানেল :- সাবস্ক্রাইব করে দিয়েন

আল্লাহ হাফেজ

The post ২ ঘন্টা সময় দিয়ে ইনকাম করুন প্রতিদিন ৯০০ টাকা। নতুন ইনকাম এপ appeared first on Trickbd.com.

হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম- হোয়াটসঅ্যাপ থেকে সত্যি কি টাকা ইনকাম করা সম্ভব?

Posted:

বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ এর নাম শুনিনি এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। কারণ হোয়াটসঅ্যাপ বাংলাদেশি সহ অনেক দেশে খুবই জনপ্রিয় একটি মাধ্যম। যেটা কে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করা ঘরে বসেই সম্ভব। যেমন আপনি ভিডিও কল সহ, যেকোন দেশের খোঁজখবর রাখতে পারবেন হোয়াটসঅ্যাপে। তাছাড়া হোয়াটসঅ্যাপের বিভিন্ন ধরনের ফিচার আপডেট হয়েছে।

এবং প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ এর আপডেট হচ্ছে। প্রতিটা জিনিসের মত হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার কারণে, বর্তমান সময়ের অধিকাংশ লোকেরা অনলাইনে থাকলেই। কোন না কোন কাজ তার উপকার করার চেষ্টায় নানারকম পদ্ধতি অবলম্বন করে। অনেকের মাঝে একটি ধারণা রয়েছে, হোয়াটসঅ্যাপ যেমন গ্রুপ তৈরি করা যায়, একইভাবে হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম করা সম্ভব কিনা?

দেখুন আপনি হয়তো ইউটিউব ফেসবুক, ইত্যাদি সোশ্যাল মিডিয়া মিলে একটি, পেজ কিংবা গ্রুপ অথবা ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। একইভাবে আমি যদি হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করি! গ্রুপ তৈরি করে হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম আসলেই কি সম্ভব? আজকের এই আর্টিকেলে আমরা সাধারণত, হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম করা আসলেই সম্ভব কিনা এটি নিয়ে আলোচনা করব!
হোয়াটসঅ্যাপ আসলে কিঃ হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, তার ভিতরে আপনারা ভিডিও, ডেটিং চ্যাটিং কমেন্টিং ইত্যাদি সহ, হোয়াটসঅ্যাপে আপনারা বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করতে পারবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপে আরো অনেক ধরনের ফিচার রয়েছে। আপনারা যে কোন সময় বৈদেশিক সহ যে কোন দেশে,

মুহূর্তের ভিতর ভিডিও অডিও সহ যেকোন কল করতে সক্ষম হবেন হোয়াটসঅ্যাপে। আপনারা এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুব সহজে তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র আপনার একটি ফোন নাম্বার আর নাম এর মাধ্যমে।তাছাড়া প্লেস্টোরে হোয়াটসঅ্যাপ এর অফিশিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে। যেগুলো কাজে লাগিয়ে আপনি হয়তো হোয়াটসঅ্যাপ একটি অ্যাকাউন্ট মুহূর্তে খুলে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে লাভ কি?

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টঃ হোয়াটসঅ্যাপ হল বিশ্বের খুবই জনপ্রিয় একটি যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। আপনি যেমন ফেসবুক ব্যবহার করে, বিভিন্ন ধরনের ফিচারঃ উপভোগ করতে পারেন। একইভাবে হোয়াটসঅ্যাপ থেকেও আপনারা বিভিন্ন ধরনের ফিউচার মুহূর্তে, উপভোগ করতে সক্ষম হবেন। এখন কথা হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে লাভ কি?

একে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে কেউ তৈরি করতে পারে। তবে বিভিন্ন ধরনের বিজনেস এর খাতিরে অনেকে হোয়াটসঅ্যাপ থেকে, ইনকাম করতে সক্ষম হয়। হ্যা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, হোয়াটসঅ্যাপ বিজনেস এর খাতিরে ও ব্যবহার করা যায়। সুতরাং আপনারা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা অপ্রয়োজনীয়’ নয়। তাছাড়া আরও বিভিন্ন ধরনের প্রয়োজনে একে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট প্রয়োজন সবারই প্রায়ই হয়।

হোয়াটসঅ্যাপ থেকে সত্যি কি টাকা ইনকাম করা সম্ভব?

হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকামঃ বর্তমান সময়ে টাকা ইনকাম করার বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি ফেসবুক থেকে। তাছাড়া এ হোয়াটসঅ্যাপ এর সাথে ফেসবুকের বিভিন্ন ভাবে তুলনা করা যায়। আপনারা ফেসবুকে যেমন একটি গ্রুপ তৈরি করতে পারবেন, একইভাবে হোয়াটসঅ্যাপেও একটি বিজনেস গ্রুপ তৈরি করা সম্ভব।

আপনারা কিন্তু চাইলেই একে বিজনেস গ্রুপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে, সেখানে বিভিন্ন ধরনের সার্ভিস চালু করতে পারেন। প্রশ্ন হল সত্যিই কি হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করা সম্ভব? না এবং হ্যাঁ বললেই চলে, কেননা ফেসবুক থেকে সরাসরি আপনি যেমন ভিডিও দেখে টাকা ইনকাম করতে সক্ষম হবেন! একইভাবে হোয়াটসঅ্যাপেও আপনারা সরাসরি এমন কোন মাধ্যম নেই যেটা অবলম্বন করে,

যে কেউ চাইলে হোয়াটসঅ্যাপে টাকা ইনকাম করতে সক্ষম। কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপ তৈরি করে খুব সহজে টাকা ইনকাম করতে সক্ষম হয়। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করা যায় আবার যায়না? প্রশ্নটিই যদি আপনার মাথা গুলিয়ে যায় তাহলে চলুন একটু সচেতন এবং বিষয়টি নিয়ে, আরেকটু ধারণা নিয়ে আসা যাক!

যেমন, রেফার করে টাকা ইনকাম করার অনেক রকম অ্যাপ্লিকেশন পাওয়া যায়। এখন আপনি কিন্তু চাইলেই আপনার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, সেখানে বিভিন্ন ধরনের ফলোয়ার কিংবা মেম্বার এড করতে পারেন। এখন কথা হল মেম্বার ফলোয়ার এড কেন করব? বন্ধুরা আপনি যখন রেফার করে টাকা ইনকাম করার কোন লিংক শেয়ার করবেন, তখন কিন্তু অনেক মেম্বারে সেই রেফারে জয়েন হয়ে।

আপনার সেখান থেকে কিছু টাকা দিতে বা, রেফারিং সিস্টেম আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে রিংআইডি নামক একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে রেফার করে সহজে টাকা ইনকাম করা যায়। তাছাড়া রেফার করে আরো অনেক ধরনের, আর্নিং রিলেটেড ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশন থেকে টাকা ইনকাম করা সম্ভব। আশা করি হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম করার বিষয়টি বিস্তারিত বুঝতে পেরেছেন।

হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম ?

হোয়াটসঅ্যাপঃ এখন আপনি কিন্তু চাইলেই হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি কোন মাধ্যম কাজে না লাগিয়ে ও, কিছু টেকনিক কাজে লাগিয়ে হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম করতে সক্ষম হবেন। তবে কথা হল এই হোয়াটসঅ্যাপ আপনাকে কি কিভাবে টাকা ইনকাম করার সুযোগ দিবে! যেহেতু টেকনিক কাজে আপনি হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন,

 

আর অন্যদিকে যেহেতু হোয়াটসঅ্যাপ আপনাকে সরাসরি কোনো মাধ্যম থেকে টাকা ইনকাম করার সুযোগ দিবে না। সেহেতু আপনি চাইলেই আপনার ইচ্ছা মতন পদ্ধতি কাজে লাগিয়ে, এই হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন। হোয়াটসঅ্যাপ থেকে, টাকা ইনকাম করার মূল চাবিকাঠি হলোঃ আপনাকে শুরুতে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করে সেখানে, অবশ্যই মেম্বার এড করতে হবে।

মেম্বার এড করেই কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করতে সক্ষম হবেন। মূলত বলা যায় হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করার জন্য, অবশ্যই আপনার একটি গ্রুপ তৈরি করতে হবে এবং সেই গ্রুপে অবশ্যই মেম্বার প্রয়োজন। এগুলো কাজে লাগিয়ে আপনারা যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং করেও এই, হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম করতে সক্ষম হবেন। তাছাড়া আপনি চাইলে আরো আপনার ইচ্ছা অনুযায়ী অন্যান্য পদ্ধতি কাজে লাগিয়েও, এই হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন আশা করি।

স্পন্সর বিজ্ঞাপনঃ স্পন্সর বিজ্ঞাপন কাজে লাগিয়ে সহজে কিন্তু, এই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ  থেকে টাকা ইনকাম করা সম্ভব। আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে সেখানে মেম্বার এড করবেন। এবং সেখান থেকেই কিন্তু, আপনারা চাইলেই এই স্পন্সর বিজ্ঞাপন গুলো কাজে লাগিয়ে, হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম করতে সক্ষম হবেন বলে আশা রাখি। যত বেশি মেম্বার আপনার, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে ততই ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা, হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম করার বিভিন্ন ধরনের। পয়েন্ট বিস্তারিত না শেয়ার করলেও সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করেছি বিস্তারিত। যদি আপনাদের এই হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করা সম্ভব কিনা? আর্টিকেলটি একটু হলেও ভালো লাগে তাহলে, আর্টিকেলটি শেয়ার করতে একদমই ভুলবেন না!

হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম- হোয়াটসঅ্যাপ থেকে সত্যি কি টাকা ইনকাম করা সম্ভব আরটিকেলটি সর্বপ্রথম প্রকাশ করা ShopTips24.CoM ওয়েবসাইটে।

আর্টিকেল সম্পর্কিত হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম আসলেই কি সম্ভব! বিস্তারিত পরে আশাকরি একটু হলেও উপকৃত হয়েছেন! তবুও যদি কোথাও কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কমেন্ট করবেন অবশ্যই আমরা রিপ্লে দেওয়ার যথাসম্ভব হতে চেষ্টা করব! বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেল এ পর্যন্তই দেখা হবে অন্য কোন আর্টিকেলে! সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ!

The post হোয়াটস অ্যাপ থেকে টাকা ইনকাম- হোয়াটসঅ্যাপ থেকে সত্যি কি টাকা ইনকাম করা সম্ভব? appeared first on Trickbd.com.

টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার জনপ্রিয় পাঁচটি পদ্ধতি?

Posted:

টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার জনপ্রিয় পাঁচটি পদ্ধতি?

টেলিগ্রাম বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। যেটা প্রায় সকলের ফোনেই বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়। কিন্তু বেশিরভাগ লোকই টেলিগ্রাম ইন্সটল করে রাখে, চ্যাটিং চ্যাটিং বা কোনো না কোনো সার্ভিস উপভোগ করার জন্য। আবার অনেকেই টেলিগ্রাম ব্যবহার করে অনলাইনে কিছু টাকা উপার্জন করার উদ্দেশ্যে।

সত্যি কি টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা যায়? এই বিষয়বস্তুগুলো নিয়ে বিস্তারিত আমরা আগেই আলোচনা করেছিলাম! আর্টিকেলটি পাবলিশ করার পূর্বে আমরা বেশ কিছুদিন আগে, টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার সম্ভব বিষয়ে প্রমাণ করেছিলাম যে, অবশ্যই টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা সম্ভব। আজকে আমরা এই টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার, বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব।

যেখানে আপনারা বা আজকের এই আর্টিকেলের সাধারণত, টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার পাঁচটি উপায় বা মাধ্যম নিয়ে আলোচনা করব। যদিও সরাসরি এমন কোন মাধ্যম নেই যে মাধ্যম কাজে লাগিয়ে, আমরা সরাসরি টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারব। তবে কিছু পদ্ধতি কাজে লাগিয়ে সহজে কিন্তু টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা সম্ভব। সুতরাং চলুন আর কথা না বাড়িয়ে এখনই বিস্তারিত জানার চেষ্টা করি।

কিভাবে আপনি টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন?

টেলিগ্রাম থেকে ইনকামঃ সাধারণত টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার জন্য, আমরা যেমন ফেসবুক থেকে একটি পেজ, এবং ওই পেজে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব। তেমনিভাবে কিন্তু টেলিগ্রাম থেকে সরাসরি কোন মাধ্যম কাজে লাগিয়ে ইনকাম করা সম্ভব নয়। কিন্তু আমরা টেলিগ্রাম থেকে সাধারণত ইনকাম করব, কয়েকটি টেকনিক কাজে লাগিয়ে পদ্ধতি অবলম্বন করে।

যদিও টেলিগ্রাম থেকে আপনারা চাইলে নিজের টেকনিক কে কাজে লাগিয়ে, অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে সক্ষম হবেন। তো টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার জন্য, আমরা কয়েকটি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা চেষ্টা করব। যদিও ধারণা দেওয়ার জন্যই আপনাদেরকে বিস্তারিত না বললেও সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব।

১. টেলিগ্রামে রেফার এর মাধ্যমে ইনকামঃ আপনারা হয়তো জানেন বর্তমানে, টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড ওয়েবসাইট অ্যাপ্লিকেশন রয়েছে। এবং সেখানে রেফার এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি ইনকাম করার সুযোগ দেয়। আপনারা কিন্তু চাইলেই এই পদ্ধতি টেলিগ্রাম এর মাধ্যমে খুব সহজে কাজে লাগাতে পারেন।

যেমন আপনি টেলিগ্রামে একটি চ্যানেল কিংবা গ্রুপ তৈরি করে, সেখানে আপনার রেফারেল লিংক শেয়ার করে দিলেন। এবং সেখান থেকে আপনি আপনার গ্রুপে মেম্বার থাকলে, প্রয়োজন এর স্বার্থে তারা কিন্তু অনেকেই জয়েন হবে আপনার ওই লিংকে ক্লিক করে। সুতরাং এখান থেকে কিন্তু আপনারা কম হলেও কিছুটা প্রমোশন পেয়ে যাচ্ছেন। যার মাধ্যমে কিন্তু আপনারা এই টেলিগ্রাম এর সাহায্যে রেফারেল সিস্টেম এ ইনকাম করতে সক্ষম হবেন।

২. নিজের ব্যবসা কাজে লাগিয়ে টেলিগ্রামই ইনকামঃ আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা প্রচার করতে পারেন, টেলিগ্রামে একটি গ্রুপ তৈরি করে সেখানে মেম্বার এড করার পর। আপনার যদি নিজের কোন ব্যবসা থাকে তাহলে কিন্তু, কিংবা অন্যের ব্যবসা প্রচার করে ও আপনি টেলিগ্রামে, সেই ব্যবসার সার্ভিসগুলো প্রমোট করতে পারেন।

তবে এর জন্য কিন্তু আপনার একটি টেলিগ্রাম গ্রুপ কিংবা চ্যানেল, এবং সেখানে অবশ্যই মেম্বার থাকা প্রয়োজন। মেম্বার না থাকলে আপনি প্রচার করে কোন লাভ হবে না,সব সময় চেষ্টা করবেন এমন কোনো বিষয় বা সার্ভিস বা প্রোডাক্ট ইত্যাদি’ প্রচার করার, যার মাধ্যমে মেম্বারদের প্রয়োজন হলে অবশ্যই, সেই পণ্য প্রোডাক্ট অথবা সার্ভিসটি উপভোগ করতে চাই। এই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু টেলিগ্রামে আপনার ব্যবসা কিংবা অন্যের ব্যবসা প্রমোট করা সম্ভব।

৩. ইউটিউব এর ভিডিও বুস্টিং টেলিগ্রামেঃ ইউটিউব যে ইনকাম করার অনলাইনে খুবই জনপ্রিয় একটি মাধ্যম সেটা, আমরা প্রায় সকলেই জানি। ইউটিউবের ভিডিওতে ভিউজ যত বেশি আসবে তত ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আপনি চাইলেই কিন্তু একটি টেলিগ্রাম গ্রুপ তৈরি করে সেখানে মেম্বার জোগাড় করে, আপনার ভিডিওগুলো সহজে বুস্ট করতে পারবেন।

যেমন ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল সেখানে ভিউস কম, বা ভিউজ বাড়ানোর জন্য আপনি চাইলেই কিন্তু আপনার টেলিগ্রাম এর, সাহায্য নিতে পারেন। একটি গ্রুপে মেম্বার থাকা অবস্থায় আপনি ভিডিও শেয়ার, করে আপনার ইউটিউবে খুব সহজে ভিউ জানতে সক্ষম হবেন এই টেলিগ্রাম থেকে। তাই এই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু, আপনি সহজে ইউটিউব এর ভিডিও বুস্টিং করতে সক্ষম হবেন। আপনার টেলিগ্রামে মেম্বার আগ্রহী হয়ে ভিডিও দেখলে সেখানে সহজে ভিউ আসবে।

৪. এফিলিয়েট মার্কেটিং করে টেলিগ্রামে ইনকামঃ অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে টাকা ইনকাম করার, জন্য অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের গ্রাহক প্রয়োজন হয়। এই গ্রাহক খুঁজে পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়। তাই এই কাজটি আপনি কিন্তু আপনার টেলিগ্রাম গ্রুপের মেম্বার, এদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করে সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন।

এদিকে যেহেতু এফিলিয়েট মার্কেটিং করার জন্য বিভিন্ন গ্রাহক দরকার। তাই আপনারা টেলিগ্রামে একটি গ্রুপ তৈরি করে সেখানে মেম্বার এড করবেন। আপনার টেলিগ্রামে যত মেম্বার অ্যাড হবে ততই আপনার, অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং করার প্রচার গ্রাহক বেশি হবে। এবং সেখান থেকে ইনকাম হওয়া অসম্ভব এর যে কিছু তা কিন্তু নয়। তাই এই পদ্ধতি অবলম্বন করেও আপনারা চাইলে টেলিগ্রামে টাকা ইনকাম করতে পারেন।

৫. স্পন্সর বিজ্ঞাপন এর মাধ্যমে টেলিগ্রামে ইনকামঃ স্পন্সর বিজ্ঞাপন কি? এ বিষয়ে যদিও আপনাদের বলার কিছু নেই, সাধারণত বিভিন্ন ধরনের কোম্পানি তাদের কোম্পানির সার্ভিস গুলো প্রচার করার খাতিরে, নির্দৃষ্ট গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাই স্পন্সর বিজ্ঞাপন এর মাধ্যমে তাদের কোম্পানির প্রচার! এবং অনলাইনে, গুগল এডসেন্স এর বিজ্ঞাপন এর চেয়ে, স্পন্সর বিজ্ঞাপন বেশি ইনকাম করা সম্ভব।

এক কথায় আপনি গুগল এডসেন্স এর চেয়ে, স্পন্সর বিজ্ঞাপন কাজে লাগিয়ে বেশি ইনকাম করতে সক্ষম হবেন। তবে এই কাজটি আপনি যদি টেলিগ্রামে করতে চান তাহলে অবশ্যই, আপনার টেলিগ্রামের মেম্বারের সংখ্যা বা ফলোয়ার বেশি থাকতে হবে। কমপক্ষে 10 হাজার ফলোয়ার থাকলেই স্পন্সর বিজ্ঞাপন কাজে লাগিয়ে, টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা সম্ভব। আশা করব এই স্পন্সর বিজ্ঞাপন কাজে লাগিয়েও আপনারা চাইলে টেলিগ্রাম ইনকাম করতে পারবেন।

পরিশেষে প্রিয় বন্ধুরা, আমাদের আজকের আর্টিকেলের শেয়ার করা টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার সেরা পাঁচটি পদ্ধতি? এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে হলেও আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি! আর আশা করব আমাদের এই টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার পাঁচটি সেরা পদ্ধতি! আর্টিকেলটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না।

আর্টিকেল সম্পর্কিত যদি কোথাও কোনো পরামর্শ অথবা কোন কিছু জানার থাকে‌। তাহলে অবশ্যই সেটি কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। বরাবরের মতো আমাদের আজকের আইপিএল এ পর্যন্ত দেখা হবে অন্য কোন আর্টিকেলে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের এই আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

The post টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার জনপ্রিয় পাঁচটি পদ্ধতি? appeared first on Trickbd.com.

Fl Studio 3.6.19 Mod Version ডাউনলোড করে নিন আর নিজেই বানিয়ে ফেলুন Dj গান।

Posted:

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম FL studio mobile । যারা DJ গান শুনতে পছন্দ করেন তারা মনে মনে অবশ্যই ভাবেন যদি আমি DJ বানাতে পারলাম কত না ভালো হতো তাদের জন্য। এই FL Studio।  আর হ্যাঁ FL studio নিয়ে আগেও পোস্ট আছে সেটা অনেক আগের version। তাই আমি আপনাদের সামনে লেটেস্ট version নিয়ে হাজির হলাম।

FL Studio

কিছু স্কিনসর্ট দেখা যাক।

 

আগে পোস্ট আছে তাই কিছু বলছি না ভালো থাকবেন। ।

 

The post Fl Studio 3.6.19 Mod Version ডাউনলোড করে নিন আর নিজেই বানিয়ে ফেলুন Dj গান। appeared first on Trickbd.com.

নিয়ে নিন বাংলালিংক সিমে ১জিবি ইন্টারনেট একদম ফ্রি

Posted:

আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্রি ইন্টারনেট অফার। আজকে আবারো বাংলালিংক ফ্রি ইন্টারনেট নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে বাংলালিংক এ ফ্রিতে ১জিবি ইন্টারনেট নিতে পারবেন। তো বেশি বকবক না করে মেইন ট্রপিক ফিরে আসা যাক।

বাংলালিংক ফ্রি ১জিবি ইন্টারনেট অফার ২০২২ কোড

বাংলালিংক ইন্টারনেট অফার ২০২২ এর মধ্যে সবচেয়ে বেস্ট ইন্টারনেট অফার বাংলালিংক ফ্রি ১জিবি ইন্টারনেট অফার ২০২২। ফ্রিতে সামান্য এমবি দিলে আমাদের নিলে লছ কি তাই নিয়ে নিন হাত ছাড়া করবেন না। এই 1GB Free Internet অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
বি.দ্র: সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে।

বাংলালিংক ফ্রি ১জিবি ইন্টারনেট অফার টি কিভাবে নিবো?

এই অফারটি নেওয়ার জন্য *5000*523# ডায়াল করতে হবে।

এই দেখুন আমি ১ জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়ে গেছি ৫০০ এমবি সব কিছু ব্যবহার করতে পারবো আর ৫০০ এমবি টপি অ্যাপ এর জন্য।

এমন সব দারুণ ইন্টারনেট অফার পেতে আমাদের ছোট্ট ShopTips24.CoM ওয়েবসাইটটিতে ঘুরে আসার দাওয়াত রইলো।
আসা করি সবাই বাংলালিংক ১জিবি ফ্রি ইন্টারনেট অফার ২০২২ এই অফারটি নিয়েছেন।যারা কয়েক জন বাংলালিংক ফ্রি ইন্টারনেট অফার টি পাননি তারা মন খারাপ করবেন না।
আমি খুব শিগ্রি বাংলালিংক ফ্রি ইন্টারনেট নিয়ে হাজির হবো।
সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের বাংলালিংক ফ্রি ইন্টারনেট অফার ২০২২ পোস্টটি সমাপ্তি করছি।

The post নিয়ে নিন বাংলালিংক সিমে ১জিবি ইন্টারনেট একদম ফ্রি appeared first on Trickbd.com.

যাদের 1.1.1.1 vpn সমস্যা তাদের জন্য নিয়ে আসলাম x vpn পিং ১০০ নিচে থাকে ।

Posted:

আজকের পোস্টটি হচ্ছে free fire লাভারদের। অনেকে আছেন যারা 1.1.1.1. Vpn ব্যবহার করতে পারেন না।   match start হয় না match থেকে বের করে দেয় তাদের জন্য নিয়ে আসলাম একটি vpn কিছু দিন ব্যবহার করলাম মোটামুটি ভালো লাগছে ping মোটামুটি ছিলো।  ১৫০ ping নিচে সব সময় থাকে average আমি পাইছি ৭০/১০০ আমার এলাকায় ভালো নেটওয়ার্ক পায় না।

Mod version

Play store 

প্রথমে আমরা x vpn টি ওপেন করবো।  আমি mod version টা ব্যবহার করছি।  চাইলে আপনি play store থেকে ডাউনলোড করতে পারবেন।

এই রকম একটা পেইজ দেখতে পারবেন ক্লোজ করে দিবেন ।

এখন আমরা সার্ভার সিলেক্ট করে নিবো।

আমরা টা যেহেতু mod version সেহেতু আমার সব গুলো সার্ভার ফ্রী দেখাচ্ছে।

দেখতে পাচ্ছে আমার কানেক্টেড হয়ে গেছে খুব কম সময় লাগে কানেক্টেড হতে আমি ১০০ নিচে পিং পাইছি তাই এইটা শেয়ার করলাম।

 

The post যাদের 1.1.1.1 vpn সমস্যা তাদের জন্য নিয়ে আসলাম x vpn পিং ১০০ নিচে থাকে । appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments