Search box..

ফোনে ডায়াল অপশনে না গিয়ে কিভাবে কল দেওয়া যায় দেখে আসুন । না দেখলে মিস করবেন।

ফোনে ডায়াল অপশনে না গিয়ে কিভাবে কল দেওয়া যায় দেখে আসুন । না দেখলে মিস করবেন।


ফোনে ডায়াল অপশনে না গিয়ে কিভাবে কল দেওয়া যায় দেখে আসুন । না দেখলে মিস করবেন।

Posted:

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux দিয়ে কল দেওয়া যায়। । আপনার বন্ধুকে চমক দেখিয়ে দিন।  ফোনের ডায়াল অপশনে না গিয়ে কিভাবে কল দেওয়া যায় চলুন শুরু করা যাক ।

প্রথমে আমাদের  termux API ডাউনলোড করতে হবে।

এখন আমরা termux কে আপডেট করে নিবো।  pkg update -y দিয়ে ইন্টার করবো।

এখন আমরা upgrade করে নিবো।  pkg upgrade -y দিয়ে ইন্টার করবো।

এখন আমাদের API টা ইনস্টল করতে হবে।  তার জন্য কমান্ড হচ্ছে pkg install termux-api লিখে ইন্টার দিবো।

 

এখন আমরা কল দেওয়ার জন্য কমান্ড রান করবো termux-telephony-call 017….যে নাম্বারে কল দিতে চান সেই নাম্বার দিয়ে ইন্টার দিবো।

আপনার ফোনে যদি একটি সিম থাকে তাহলে সরাসরি কল চলে যাবে আর যদি দুইটি সিম থাকে তাহলে আমার মতো দেখাবে।

দেখতে পাচ্ছেন ভালো থাকবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করেবেন ।

Facebook

YouTube

The post ফোনে ডায়াল অপশনে না গিয়ে কিভাবে কল দেওয়া যায় দেখে আসুন । না দেখলে মিস করবেন। appeared first on Trickbd.com.

ফেসবুক থেকে টাকা ইনকাম করার সেরা ও জনপ্রিয় তিনটি পদ্ধতি?

Posted:

ফেসবুক থেকে টাকা ইনকাম করার সেরা ও জনপ্রিয় তিনটি পদ্ধতি?

বর্তমানে ফেসবুক হল সারা বিশ্বের জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম। যার মাধ্যমে যে কেউ চাইলে খুব সহজে দেশি-বিদেশি যেকোনো লোকের সাথে, যেকোনো সময় যোগাযোগ করতে সক্ষম। তাছাড়া ফেসবুক বর্তমান সময়ে টাকা ইনকাম করার জন্যেও খুবই জনপ্রিয় একটি পদ্ধতি বা মাধ্যম। ফেসবুক কে কাজে লাগিয়ে যে কেউ চাইলে খুব সহজে অনলাইনে টাকা ইনকাম করতে পারে।

ফেসবুক থেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে টাকা ইনকাম করা গেলেও, এমন এমন খুবই জনপ্রিয় পদ্ধতি রয়েছে যেগুলো কাজে লাগিয়ে। ফেসবুক থেকে অনায়াসে প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব। সুতরাং আজকের এই আর্টিকেলে আমরা সাধারণত ফেসবুক থেকে টাকা ইনকাম করার বিভিন্ন, পদ্ধতি না দিয়ে সেরা তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব।

আপনারা কিন্তু ইউটিউব এর মত, ফেসবুকে মনিটাইজেশন এর মাধ্যমে খুব সহজে ইনকাম করতে সক্ষম হবেন। তাছাড়া বর্তমানে ফেসবুকে বিভিন্ন ধরনের আপডেট আসছে, সেখানে আপনারা আরো অনেক ধরনের ফিচারঃ উপভোগ করার পাশাপাশি, ফেসবুকে আরো অনেক পদ্ধতি অবলম্বনে ইনকাম করতে সক্ষম হবেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করার, সেরা তিনটি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি।

কেন আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন?

ফেসবুক থেকে ইনকামঃ অনেকেই বলবে অনলাইনে তো অন্যান্য পদ্ধতি, অবলম্বন করে টাকা ইনকাম করা যায়। তাহলে কেন আমি অন্যান্য পদ্ধতি বাদ দিয়ে, এই ফেসবুকে টাকা ইনকাম করব। বন্ধুরা অনলাইনে অন্যান্য পদ্ধতি অবলম্বন করে টাকা ইনকাম করা গেলেও, ফেসবুক সম্পূর্ণ ভিন্ন যেটার মাধ্যমে খুব সহজে ইনকাম করা যায়।

তাছাড়া ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য, তেমন কোন যোগ্যতার প্রয়োজন হয় না। এমনকি আপনি চাইলেই ফ্রিতেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং এই সার্ভিস গুলো উপভোগ করে আপনারা কিন্তু, যে কেউ চাইলে ফেসবুকে ইনকাম করতে সক্ষম হবেন। তবে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য বেশ কিছু শর্ত প্রযোজ্য। চলুন এই সম্পর্কে আমরা একটু ধারনা নিয়ে আসার চেষ্টা করি।

ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য যা যা প্রয়োজন?

ফেসবুক থেকে ইনকামঃ সাধারণত ফেসবুক থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে, আমাদের কোনো যোগ্যতা ব্যতীতই ইনকাম করা সম্ভব।
তবে বেশ কিছু প্রয়োজনীয়, জিনিস প্রয়োজন হবে এই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে। সুতরাং ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য যা যা প্রয়োজন তা নিম্নে দেওয়া হল।

***ফেসবুক থেকে ইনকাম করার জন্য একটি নিস বাছাই করতে হবে।

***ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্য আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।

***ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা জরুরি।

***ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই, নিজের ইচ্ছেশক্তি ধৈর্য পরিশ্রম প্রয়োজন হবে।

***ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই কমপক্ষে 18 বছর থাকতে হবে।

প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু চাইলেই, উপরোক্ত বিষয়বস্তুগুলো কাজে লাগিয়ে, এবং নিয়ম-নীতি সহ ফেসবুকে কাজ করতে পারেন। সাধারণত উপরোক্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম, অবলম্বন ব্যতীত আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে সক্ষম নাও হতে পারেন। তাছাড়া ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফেসবুকের বিভিন্ন শর্ত প্রযোজ্য। ফেসবুকের শর্ত নিয়ম-নীতি ব্যতীত ফেসবুক আপনাকে কখনোই টাকা ইনকাম করার সুযোগ দিবে না।

ফেসবুক থেকে টাকা ইনকাম করার সেরা তিনটি পদ্ধতি?

প্রিয় বন্ধুরা ফেসবুকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে টাকা ইনকাম করা গেলেও, খুবই জনপ্রিয় তিনটি পদ্ধতি অবলম্বনে আপনারা কিন্তু খুব সহজে ইনকাম করতে পারবেন ফেসবুকে। আর হ্যাঁ অবশ্যই, আপনারা যদি সত্যি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুকের নিয়ম নীতি গাইডলাইন সম্পর্কে ধারণা থাকা জরুরি। তাই আশা করব ফেসবুকের নিয়ম-নীতি মেনে কাজ করলে আপনারা অবশ্যই ইনকাম করতে সক্ষম।

প্রথম পদ্ধতিঃ ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম?

ফেসবুক গ্রুপ থেকে বর্তমান সময়ে, টাকা ইনকাম করা যাবে। যদিও হয়তোবা আপনারা জেনে থাকতে পারেন, ফেসবুকে বিভিন্ন আপডেট আসার কারণে। এবং বিভিন্ন আপডেটে জানানো হয়েছে ফেসবুক গ্রুপ থেকে মনিটাইজেশন, করে খুব সহজে ইনকাম করা যাবে। ফেসবুক গ্রুপ থেকে কিভাবে ইনকাম করা যায়? বা ফেসবুকে ইনকাম আপনারা করতে পারবেন? এবিষয়টি সাকসেসফুলি আপডেট না হওয়ার পর্যন্ত,

ফেসবুক গ্রুপ তৈরি করে কিভাবে ইনকাম করবেন সেটি বলা মুশকিল। তবে আপনারা চাইলেই, ফেসবুক গ্রুপ থেকে খুব সহজে ইনকাম করতে সক্ষম হবেন। কারণ বর্তমানে অনেকেই ফেসবুক গ্রুপ কে কাজে লাগিয়ে বিভিন্ন টেকনিক এর সাহায্যে ইনকাম করে। সুতরাং আপনারা কিন্তু চাইলে এই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে টেকনিক এবং গ্রুপ থেকে টাকা ইনকাম করার সম্পূর্ণ কিছু নির্ভর করবে আপনার উপর।

দুই নম্বর পদ্ধতিঃ অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফেসবুকে ইনকাম?

অ্যাফিলিয়েট মার্কেটিংঃ বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব সহজে ইনকাম করা যায়। এমনকি অ্যাফিলিয়েট সম্পর্কে সবারই ধারনা থাকা স্বাভাবিক ব্যাপার। সুতরাং আপনি কিন্তু চাইলেই ফেসবুকে, একে টিম মেম্বার গঠন করে কিংবা পেজ অথবা গ্রুপ ইত্যাদি তৈরি, করে খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য,

সাধারণত গ্রাহক প্রয়োজন হয়। আর আপনারা জানেন যে, অন্যান্য প্লাটফর্মে আছে এখনকার সময়ে বেশিরভাগ মানুষ। ফেসবুকে সবচেয়ে বেশি সময় অপচয় করে থাকে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু চাইলেই ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু আপনারা ফেসবুকে অনেক গ্রাহক খুব সহজেই পেতে পারেন, সুতরাং ফেসবুক থেকে আপনারা চাইলেই আফিলিয়েট মারকেটিং করে ইনকাম করতে পারবেন।

তিন নম্বর পদ্ধতিঃ ফেসবুক পেজ তৈরি করে টাকা ইনকাম?

ফেসবুক পেজঃ বর্তমানে আপনি হয়তো ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন। এই ভিডিও সাধারণত ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়। তাই আপনারাও চাইলে একটি প্রফেশনাল পেজ তৈরি করে, ফেসবুকে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে টাকা ইনকাম বা ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করে, টাকা ইনকাম করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে।

***আপনার ফেসবুক পেজে 10 হাজার ফলোয়ার থাকতে হবে।

***আপনার ফেসবুক পেজে অবশ্যই 30 হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে।

***উপরোক্ত দুটি শর্ত অবশ্যই 60 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে।

পরিশেষে প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু চাইলেই উপরোক্ত নিয়ম-নীতি , কাজে লাগিয়ে ফেসবুক থেকে খুব সহজে টাকা ইনকাম করতে সক্ষম হবেন। এতক্ষণ ধরে আমরা সাধারণত ফেসবুক থেকে টাকা ইনকাম, করার বেশ কিছু পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনা থেকে আশাকরি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। সুতরাং আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আশা করি দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। আর্টিকেলটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আশা করি। বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেল এ পর্যন্তই। আমাদের আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

The post ফেসবুক থেকে টাকা ইনকাম করার সেরা ও জনপ্রিয় তিনটি পদ্ধতি? appeared first on Trickbd.com.

English grammar guide: tag question রুলস অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য?

Posted:

English grammar guide: tag question রুলস অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য?

English grammar tag question নিশ্চায় নাম শুনে থাকতে পারেন। কারণ এটি সাধারণত ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ, তথ্যবহুল একটি অংশ। যদিও ইংলিশ গ্রামার ট্যাগ কোশ্চেন নিয়ে আগে আর্টিকেল পাবলিশ করা হয়েছিল। সেখানে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে বেসিক ধারণ বিস্তারিত ভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম।

আর্টিকেলটি পড়লে ট্যাগ কোশ্চেন সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন। সুতরাং আজকেরে আর্টিকেলে সাধারণত আমরা, ইংরেজি গ্রামারের, tag question অংশের কিছু রুলস সম্পর্কে জানব। যেগুলো একটু কঠিন হতে পারে তবে, অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য খুবই কার্য কর হবে। চলুন এখন আমরা ইংলিশ গ্রামারের, ট্যাগ কোশ্চেন এর অতিরিক্ত জ্ঞান অর্জনের কিছু নিয়ম-নীতি রুল সম্পর্কে জেনে আসি।

ট্যাগ কোশ্চেন ইংলিশ গ্রামারের অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য সাধারণ কিছু রুলস?

ট্যাগ কোশ্চেনঃ যদিও রুল সম্পর্কে ধারণা দিলে, হাজার হাজার রুলস চলে আসবে। সুতরাং আমরা সাধারণত শর্টকার্ট করে 11 টি রুলস নিয়ে আলোচনা করব। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। চলুন এখন এই 11 টি রুলস নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি।

1. সাধারণত কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এর ক্ষেত্রে মূল অংশ হতে প্রশ্ন করতে হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

*** If you tried there, you would get, would not you?

2. ন্যারেশন আকারের সাধারণত আসলে রিপোর্টিং ভার্ব থেকে প্রশ্ন করতে হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

*** He said to me, ” I am too excited” , did not he?

3. যদি কখনো and দ্বারা দুটি সাবজেক্ট থাকে তবে we কিংবা they হবে। আর যদি বাক্যে I থাকে তাহলে we বসাতে হবে, কিন্তু যদি I না থাকে তাহলে, they বসবে।

যেমন উদাহরণ হিসেবেঃ

*** I and the old man can fild out the paper, can’t they?

4. And দ্বারা দুটি পদ্ধতি থাকলে, আর্টিকেল এর গুনে সাবজেক্ট বসবে।

যেমন উদাহরণ হিসেবেঃ

***D police officer and chief guest cannot tolerate this, can he?

5. I, he, you, Dipu ইত্যাদি এই জাতীয় সাবজেক্ট থাকলে উত্তরের সাধারণত, it দিতে হবে।

যেমন উদাহরণ হিসেবেঃ

*** ‘You’ is a subject, isn’t it? ‘Dipu’ is a name, is not it?

6. That দ্বারা কোন বাক্য শুরু হলে, প্রথম বড় অংশই সাবজেক্ট হয় এবং তার উত্তরে সাধারনত, it হবে।

যেমন উদাহরণ হিসেবেঃ

***That he was honest is proved now, is not it?

7. subject-verb বিহীন কোন বাক্য থাকলে, তার উত্তর সাধারণত হবে, isn’t it?

যেমন উদাহরণ হিসেবেঃ

*** What a la pity, isn’t it? Good morning, isn’t it?

8. Verb+ ing / to + verb দ্বারা কোন বাক্য শুরু হলে উত্তরে সাধারণত সাবজেক্ট it হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

*** Walking is a good exercise, isn’t it ? To err is human, isn’t it?

9. Or দ্বারা দুটি সাবজেক্ট থাকলে শেষের উত্তরে বসবে, সেটি উদাহরণ হিসেবে নিচে দেওয়া হল।

*** I or his brother was there, wasn’t he?

10. Everybody, nobody, everyone, no one, samebody, sameone ইত্যাদি দ্বারা বাক্য শুরু হলে উত্তর সাধারণত, does হয়না। তার পরিবর্তে সাধারণত দিতে হয় do . Is এর পরিবর্তে সাধারনত, are হব। অন্যদিকে was এর পরিবর্তে, were বসবে। আর এদিকে আবার has এর পরিবর্তে have বসাতে হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

***Everyone is there, aren’t they? Nobody believes a liar, do they?

11. Sub’d/ Sub’s যদি থাকে তাহলে, d এর ক্ষেত্রে সাধারণত, would v¹/ had v³ এবং s এর ক্ষেত্রে is /was/v-ing+/has v³ বসাতে হবে। তবে তা ক্রিয়া দেখে বসানো উচিত।

যেমন উদাহরণ হিসেবেঃ

*** He’d make the best use of time, wouldn’t he?

প্রিয় বন্ধুরা উপরোক্ত, রুলস বা নিয়ম-নীতিগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্যাগ কোশ্চেন অংশের অতিরিক্ত জ্ঞান অর্জনের ক্ষেত্রে। সুতরাং আশা করবো তোমরা উপরোক্ত নিয়ম নীতি গুলো অবশ্যই শেখা কিংবা জ্ঞান অর্জনের জন্য, নিয়ম-নীতিগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন। ট্যাগ কোশ্চেন লেখা কিংবা এই সম্পর্কে জানার জন্য, আমাদের আগের আর্টিকেলটি এবং এই আর্টিকেলটি মন দিয়ে শেষ পর্যন্ত পড়লে,

অবশ্যই আপনারাও ইংলিশ গ্রামারের ট্যাগ কোশ্চেন, অংশটি পুরোপুরি বিস্তারিত বুঝতে পারবা। সুতরাং আশা করব নিয়ম-নীতিগুলো অবশ্যই তোমরা সেভ করে রাখবা। যদি ইংলিশ সম্পর্কে আরো কিছু জানার থাকে, তা হলেও সেটি কমেন্ট করবা অবশ্যই তোমাদেরকে যথা সম্ভবত হেল্প করার চেষ্টা করব।

ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানা জরুরী কতটুকু?

ট্যাগ কোশ্চেনঃ ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হল ট্যাগ কোশ্চেন। এমনকি প্রত্যেক পরীক্ষায় এই ট্যাগ কোশ্চেন অংশটি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে। এবং উত্তর দেওয়ার জন্য বেশ ভালই নম্বর দিয়ে থাকে এই অংশে। এই নম্বর টুকরো উদ্ধার করার জন্য, এবং ইংরেজি গ্রামার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার ক্ষেত্রে।

অবশ্যই আমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানা জরুরী। যদিও ট্যাগ কোশ্চেন সম্পর্কে কতটুকু জানা জরুরী সেটা নিশ্চয়ই তুমি নিজে বুঝতে পেরেছে। যদি ট্যাগ কোশ্চেন সম্পর্কে আর কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। অবশ্যই আমরা ইংলিশ গ্রামার সম্পর্কে তোমাদের সঠিক নলেজ শর্টকাট হলেও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

The post English grammar guide: tag question রুলস অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য? appeared first on Trickbd.com.

বাংলালিংক এবং টেলিটক সিমে Upay Account খুলে ৫০ টাকা ক্যাশ রিওয়ার্ড আর 1GB ফ্রি নিয়ে নিন।

Posted:

বিজয় দিবস উপলক্ষে বাংলালিংক এবং টেলিটক সিমে উপায় একাউন্ট খুলে পাচ্ছে ৫০ টাকার ক্যাশ রিওয়ার্ড সাথে থাকছে ১জিবি ইন্টারনেট।

একাউন্ট খুলার সাথে সাথে পাবেন ২৫ টাকা ক্যাশ রিওয়ার্ড এর পর ২৫ টাকা মোবাইল রিচার্জ করলে আরো পাবেন ২৫ টাকা ক্যাশ রিওয়ার্ড এবং একাউন্ট খুলার পর পাবেন ১জিবি বোনাস।

এছাড়া বাংলালিংক সিমে কোনো ধরনে এমবি বা টাকা ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে

উপায় একাউন্ট খুলতে প্রথমে নিচের লিংক থেকে উপায় অ্যাপ ডাউনলোড করুন।

তার পর ওপেন করে রেজিষ্ট্রেশন এ ক্লিক করুন।

তার পর আপনার ফোন নাম্বার দিয়ে সিম অপারেটর সিলেক্ট করে Verify Number এ ক্লিক করুন।

তার পর জাতীয় পরিচয় পত্র এর সামনের দিকের ছবি তুলে Done এ ক্লিক করেন।

তার পর জাতীয় পরিচয় পত্র এর পিছনের দিকের ছবি তুলে Done এ ক্লিক করেন।

তার পর সামনের Camera দিয়ে আপনার একটা সেল্ফি তুলুন।

তার পর, পরের নির্দেশনা অনুসরণ করে কাজ করেন।

তার পর একাউন্ট খুলার কাজ শেষ।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post বাংলালিংক এবং টেলিটক সিমে Upay Account খুলে ৫০ টাকা ক্যাশ রিওয়ার্ড আর 1GB ফ্রি নিয়ে নিন। appeared first on Trickbd.com.

মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 4)

Posted:

আজকে আলোচনা করবো block Type Tag ও Inline Tag নিয়ে।

  • HTML প্রথম পর্ব
  • HTML দ্বিতীয় পর্ব
  • HTML তৃতীয় পর্ব
  • Block Type Tag এটা পুরো স্ক্রিন জুরে জায়গা নিবে ও ব্রাউজার কে তার আগে ও পরে একটি ফাঁকা লাইনের নির্দেশ দান করে।

    কিছু block type tag এর লিস্ট

    Inline Tag সে তত টুকুই জায়গা নিবে যত টুকু তার কন্টেন্ট আছে।

    কিছু inline tag এর লিস্ট

  • আসুন আমরা Block type tag ও Inline Tag এর মাঝে পার্থক্য দেখে নেই।
  • Block Type Tag

    এটাকে block element ও বলা হয়।
    Block tag বা block element হল HTML এ যে সব ট্যাগ নতুন নতুন লাইন তৈরী করে আসে। অর্থাৎ
    আপনি দুইটি block tag পাশা পাশি লেখলেও তারা পুরো স্ক্রিন নিয়ে নিবে আর নতুন লাইনে আসবে।
    আসুন দেখে নেইঃ
    যেমন ধরুন h2 একটা block tag .
    এখন আমরা যখন দুটি h2 tag পাশা পাশি লিখি তখন দেখি রিজাল্ট কি হয়।

    দুইটি h2 tag পাশাপাশি লেখার পরে রিজাল্ট

    দেখতে পাচ্ছেন পাশা পাশি লেখার ফলেও এর লেখা গুলো পাশাপাশি আসে নাই বরং নতুন নতুন লাইন এ এসেছে আর পুরো স্ক্রিন সে দখল করেছে।
    পুরো স্ক্রিন দখল করেছে এটা বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ডে কোন কালার দেওয়া নাই।
    ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে আপনাদের দেখাই।
    css এর মাধ্যমে h2 এর ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি। (css এটা এখনি আপনাদের দরকার নেই)

    কালার দেবার পর দেখুন এটা পূরো স্ক্রিন দখল করেছে কি না।

    এটাই হল ব্লক ট্যাগ।

    inline Tag

    এটাকে Inline element ও বলে।
    inline tag বা inline element হল HTML এ যে সব ট্যাগ একই লাইনে আসে। অর্থাৎ
    আপনি দুইটি inline tag পাশা পাশি বা উপরে নিচে লেখলেও তারা ডিফল্ট ভাবে একই লাইনে আসবে।

    আসুন দেখে নেইঃ
    যেমন ধরুন b Tag ও i Tag এগুলো ইনলাইন ট্যাগ .
    এখন আমরা যখন b Tag ও i Tag পাশা পাশি লিখি তখন দেখি রিজাল্ট কি হয়।


    ———result———-

    এখন আমরা যখন b Tag ও i Tag পাশা পাশি না লিখে উপর নিচে লেখি তখন দেখি রিজাল্ট কি হয়।

    ————result———–

    আমরা ঐ একই রিজাল্ট পেলাম।

  • তবে block type Tag কে css এর মাধ্যমে inline tag আর inline tag কে block type tag বানানো যায়। (এ নিয়ে css এ আলোচনা করা হবে।)
  • আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করুন।

    যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

    Our FaceBook Page

    BDBoighor.com

    Our Youtube Channel

    The post মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 4) appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments