ইসলাম নারীদেরকে কিভাবে মযাদা দেয় তা জানুন কুরআন ও হাদিসের আলোকে |
- ইসলাম নারীদেরকে কিভাবে মযাদা দেয় তা জানুন কুরআন ও হাদিসের আলোকে
- কম্পিউটারের মত মোবাইল দিয়ে যেকোন ওয়েবসাইট inspect করুন।
- The Battleship Island সম্পূর্ণ মুভি রিভিউ + লিংক (হিন্দি ডাবড) কোরিয়ান মাস্টারপিস!
- আপনার শত্রুর ফোনের ক্যামেরা হ্যাক করে ছবি তুলে নিন তার। না দেখলে মিস করবেন।
- নিয়ে নিন asphnky.wapkiz.com সাইটের black theme টি wapkiztpl আকারে l
- অতি উচ্চমাত্রার স্পিড ও কম ping এর উন্নত মানের vpn। (Pubg/freefire প্রেমিকদের জন্য খুবই উন্নতমানের vpn)
- [Giveaway] নিয়ে নিন ১বছরের জন্য ক্যানভা প্রিমিয়াম (Edu) ফ্রিতেই! –
- 05টি Best Font For Logo Design [Part- 01]
- বিকাশ একাউন্ট থেকে ৩ মাস মেয়াদী লোন নিন ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত
- nokia button phone review-nokia button phone 2022
ইসলাম নারীদেরকে কিভাবে মযাদা দেয় তা জানুন কুরআন ও হাদিসের আলোকে Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে একজন নারীর মযাদা কুরআনুল কারিমের আলোকে বিশ্লেষণ করব । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । ![]() ইসলাম একটি শান্তির ধম । এ ধম যতটা কঠোর ঠিক ততটাই নরম । যদি কেউ ইসলাম ধমের অনুসারি হয় তবে সে অনুভব করতে পারে । ইসলামের প্রতিটি আইন যদি কেউ নিজের মতো করে নিজ নিজ ভাবে আয়ত্ত করে তবে তার জন্য ইসলাম সহজ হয়ে যাবে । অন্যান্য লোকদের ক্ষেত্রে তা কঠিন হয়ে পড়বে । আমি এটাকে আরও সহজে বুঝিয়ে দিচ্ছি । এবার আসি মূল কথাতে ফিরে আসি । নারীরা যদি ইসলামের আইনগুলো মেনে চলে তবে তারা ইসলাম ধমকে সহজ মনে করবে । যদি না করে তাহলে তা কঠিন মনে করবে । তাই ইসলামকে আয়ত্ত করা প্রত্যেক নারীর দায়িত্ব । এতে তাদের জান্নাত পাওয়া সহজ হবে । ইসলামে নারীদেরকে উপযুক্ত মযাদা দেওয়া হয়েছে । পৃথিবীর প্রথম নারী হযরত হাওয়া (আ) । আর প্রথম মানুষ হযরত আদম (আ) ।আর এই দুজনই প্রত্যেক নর নারীর সৃষ্টি । তাই তাদের দুজনকে বৈষম্য না করা হলে আর কোন নারী পুরুষকে বৈষম্য করা যাবে না । আল্লাহ তায়ালা নিজেই পবিত্র কুরআনে উল্লেখ করেছেন,” আদমের প্রত্যেকটি সন্তানকে সম্মানিত করেছি “। আল্লাহ তায়ালা সূরা আন নাহলের ৫৮ ও ৫৯ নম্বর আয়াতে বলেছেন যে এমন কিছু কিছু সম্প্রদায় ছিল যারা কন্যা সন্তান চাইত না । কন্যা সন্তান হলে তা জীবিত অবস্থাতে কবর দিত । আল্লাহ তায়ালা এই কাজকে নিকৃষ্ট হিসেবে অ্যাখ্যায়িত করেছেন । মহানবি (স) এর আবিভাবের পর এই সকল প্রথা লোপ পায় । হাদিসের প্রমাণ সাপেক্ষে বলা যায় যে মহানবি (স) নারীদের মযাদা রক্ষায় বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালান । তার একটি বাণী ছিল “মায়ের পদতলে সন্তানের জান্নাত” । পবিত্র কুরআন মজিদে উল্লেখ রয়েছে,”নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার রয়েছে যেমন আছে তাদের পুরুষের উপর”। (বাকারা,আয়াত ২২৮) এছাড়া কুরআন মজিদে আরও রয়েছে “স্ত্রীরা স্বামীদের ভূষণ এবং স্বামীরা স্ত্রীদের ভূষণ ।” (সুরা বাকারা,আয়াত ১৮৭) শুধু তাই নয়, উত্তরাধিকার সূত্রে একজন পুরুষ যে পরিমাণ সম্পদ পান তার বাবার কাছ থেকে একজন নারী তার অধেক পান । কিন্তু নারী পরবতীতে তাঁর স্বামীর কাছ থেকেও সম্পদ পান । এমনকি প্রয়োজনীয় বিদ্যা অজন এবং অথ উপাজনে ইসলাম অনুমতি দান করেছে তবে তা পদাসহকারে । মহানবি (স) বিদায় হজের ভাষণে বলেন,”তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর । কেননা তোমরা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ ।(মুসলিম) অথাৎ কুরআন ও হাদিসেই নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে । অন্য কোথাও এরকম সম্মান দেওয়া হয় না । নারীদের পায়ের নিচে যদি জান্নাত রেখে দেওয়ার কথা পযন্ত বলা হয়েছে । এর থেকে বেশি আর কত মযাদা দিতে পারে । একটি সন্তানের জান্নাতের মালিক বলা যেতে পারে নারীদেরকে । এর থেকে বেশি আর কি হবে?? আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন । আমিন । তো আজ এতটুকুই ছিল । পরবতীতে আরও ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করব । The post ইসলাম নারীদেরকে কিভাবে মযাদা দেয় তা জানুন কুরআন ও হাদিসের আলোকে appeared first on Trickbd.com. |
কম্পিউটারের মত মোবাইল দিয়ে যেকোন ওয়েবসাইট inspect করুন। Posted: কম্পিউটারে আমরা যারা ওয়েব ডিজাইন করি তাদের জন্য google chrome এ inspect নামের অপশন টি খুবই উপকারি। Inspect অপশন চালুঃপ্রথমে আপনারা মোবাইল ক্রোমে প্রবেশ করুন। আর তাতে মেনু বাটনে ক্লিক করুন। Inspect যেভাবে করবেনঃinspect করার জন্য সেই website এর url এর উপর ক্লিক করুন। ![]() তাছাড়া আপনারা যেকোন এলিমেন্ট এর উপর ক্লিক করে তা inspect করতে পারবেন আজ এই পর্যন্তই আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoyআমার ওয়েবসাইটঃ BDBoighor.com আমার চ্যানেলঃ TipTopBDThe post কম্পিউটারের মত মোবাইল দিয়ে যেকোন ওয়েবসাইট inspect করুন। appeared first on Trickbd.com. |
The Battleship Island সম্পূর্ণ মুভি রিভিউ + লিংক (হিন্দি ডাবড) কোরিয়ান মাস্টারপিস! Posted: Movie:- The Battleship Island (2017) Genre:- History, Drama, War IMDb:- 7.1/10 Personal Rating:- 7.5/10 Rotten Tomatoes:- 55% Director:- Ryoo Seung-wan Cast:- Hwang Jung min, Suji Sub, Song Jong ki…Other’s RunTime:- Budget: 21 million USD Box office: 46.1 million USD Language:- South Korea ScreenshotMovie based on true story দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের দিকে। জাপানী ঔপনিবেশিক দ্বীপ হাশিমা(Hashima) তে জোরপূর্বক আটকে পড়া ৪০০কোরিয়ান শ্রমিক ও দাসের সংগ্রাম ও পালানোর নির্মমতার সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয় ছবিটি। সময়টা ১৯৪৫, স্থান, শিমোনশিকি, হাসিমা কয়লা খনি, নাগাসাকি। যেটা একটি আইল্যান্ডে অবস্থিত। জাপানের একটি দ্বীপ, যেখানে মাটির নিচ থেকে কয়লা তুলা হয়। যুদ্ধ প্রায় শেষের দিকে।ভুলক্রমে এই দ্বীপে আটকা পড়ে একটি ব্যান্ডদলের সর্দার Lee Kang ও তার মেয়ে So Hee। তাদের পাশাপাশি কোরিয়ার নামী গ্যাংস্টার Choi Chil ও এক দাসী Mal Nyeonসহ ৪০০ কোরিয়ান নাগরিক হাশিমা দ্বীপে আটকা পড়ে। জাপানি সৈনিকদের তত্ত্বাবধানে পরিচালিত এই দ্বীপে তারা আসে ভালো কাজ ও বেতনের আশায়। কিন্তু তাদের জোরপূর্বক খনিতে কাজের জন্য নিয়োজিত করা হয়। ৪০০কোরিয়ান কর্মী (পুরুষ, মহিলা, বাচ্চাসহ)। তাদেরকে প্রতারনার জালে আটকিয়ে কাজ করায়ে নিচ্ছে ওই এলাকার নেতা। কিছু হলেই বেদম প্রহার। কাজ করার সময় ভুলক্রমে পান থেকে চুন খসলে পুরুষদের বেধড় মারধর করা হয়। আর মেয়েদের দিনের বেলা বাসাবাড়ির কাজের লোকের মতো খাটানো হয় এবং রাতের বেলা পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। এভাবে তাদের জীবন চলতে থাকে। তাদের লিড করে এক বয়স্ক কোরিয়ান লিডার। এমতাবস্থায় তারা সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। আমেরিকা নাগাসাকিতে হামলার পরিকল্পনা করে কারন জাপান বহু আমেরিকানদের বন্দী করে ছিল। মাটির নিচে মাইনিং করানো হয়, প্রচুর অত্যাচার করা হয়, সেখানে আমেরিকান এক লোককে জাপানিরা বন্দী করে রাখে, নায়ককে পাঠানো হয় তাকে সেখান থেকে বের করে আনতে। িন্তু সেখানে নায়ক বুঝতে পারে এটা আলাদা একটা জগৎ, কেমন যেনো মায়ায় পরে যায়। সেখান থেকে কোরিয়ানদের মুক্তির শপথ গ্রহণ করে যেনো সবাইকে নিয়ে এই দুর্ভেদ্য দেয়াল বের হতে পারে। নায়কের আগমনে খুলতে থাকে একের পর এক রহস্য। ঘটতে থাকে নানান কাহিনী। কোরিয়ানদের লিডারের এতদিনের লুকানো চাঞ্চল্যকর তথ্যঃ- মিথ্যা, লোভ, ধোঁকাবাজী, দেশদ্রোহীতা ধীরে ধীরে সবার সামনে আসে। এসব প্রকাশেও একটি গুরুত্বপূর্ণ টেলিগ্রাফ পাঠাতে Moo Young(নায়ক) কে সাহায্য করে ব্যান্ডদলের সেই সর্দার। দুজনে মিলে সব কোরিয়ানদের একত্রিত করে দ্বীপ থেকে পালানোর জন্য। সেখান থেকে ৪০০কর্মীকে নিয়ে পালানোর একটা করুন দৃশ্য যা আপনার মনকে নাড়িয়ে তুলবে। তারা কি শেষপর্যন্ত দ্বীপ ছাড়তে পারে? টেলিগ্রাফ কি পৌঁছায়? কোরিয়ানদের মাঝেও কি বিভক্তির সৃষ্টি হয়? জাপানিদের কি চোখ এড়াতে পারে নাকি সংঘর্ষে জড়ায় কোরিয়ানরা? জানতে হলে আপনাকে দেখতে হবে সত্য ঘটনা ও ইতিহাস নির্ভর লোমহর্ষক,টানটান উত্তেজনার সিনেমা The Battleship Island। মুভিটা দেখার সময় অনেক রাগ হচ্ছিল জাপানি সৈন্যদের উপর। Link: The Battleship IslandThe post The Battleship Island সম্পূর্ণ মুভি রিভিউ + লিংক (হিন্দি ডাবড) কোরিয়ান মাস্টারপিস! appeared first on Trickbd.com. |
আপনার শত্রুর ফোনের ক্যামেরা হ্যাক করে ছবি তুলে নিন তার। না দেখলে মিস করবেন। Posted: আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার শত্রুর ফোনের ক্যামেরা হ্যাক করতে হয়। একটি মাত্র লিংকের সাহায্যে শত্রুর ফোনের ক্যামেরা হ্যাক। এইটাকে বলে phishing attack আমরা ভিকটিমকে লিংক দিবো এখন যদি ভিকটিম ক্যামেরা পারমিশন দেয় তাহলে আমরা প্রতি সময় তার ছবি তুলে পারবো। এইটা শুধু সামনের ক্যামেরা কাজ করে পিছনের ক্যামেরা কাজ করে না। চলুন শুরু করা যাক। যা যা লাগবে :১) ইন্টারনেট কানেকশন লাগবে ২) termux অ্যাপসটি লাগবে । প্রথমে আমরা termux চলে যাবো তারপর termux কে আপডেট করে নিবো।
এখন আমরা php package ডাউনলোড করবো।
এখন আমরা wget package ডাউনলোড করবো।
এখন openssh package ডাউনলোড করবো।
আমার দেওয়া zip ফাইলটি স্টোরেজ মেমোরিতে রাখবেন । এখানে যদি cam ফাইলটি না থাকে তাহলে cp /sdcard/cam.zip /$HOME দিয়ে zip ফাইলটি চলে আসবে। এখন আমরা zip ফাইলটি unzip করবো
এখন আমরা cam ফাইলটির ভিতরে ডুকে যাবো। এখন আমরা camphish.sh ফাইলটি পারমিশন দিবো।
এখন আমরা camphish.sh ফাইলটি ওপেন করবো।
আমরা এখন ngrok দিয়ে রান করবো।তাই ০১ দিয়ে ইন্টার দিবো। এখন আমরা festival wishing সিলেক্ট করবো। ০১ দিয়ে ইন্টার করবো। এই রকম দেখতে পারবো। এখন আমরা port forwarding করবো তাই ngrok রান করতে হবে। এখন আমরা new session চলে যাবো। এখন ngrok রান করবো। ./ngrok http 127.0.0.1:3333 দিয়ে ইন্টার করবো। আর হ্যাঁ ইন্টার দেওয়ার আগে আপনাকে অবশ্যই ফোনের হটস্পটি অন করতে হবে। মার্ক করা অংশটুকু ভিকটিমকে পাঠিয়ে দিন। ভিকটিম যখন ওপেন করবে তখন এই রকম পারমিশন চাইবে allow দিতে হবে। allow দেওয়া পর থেকে কয়েক সেকেন্ড পর পর অটো ছবি তুলে থাকবে যতক্ষণ না আপনি বন্ধ করছেন। ছবি তোলা হবে CTRE C দিয়ে বন্ধ করে ls দিলে দেখতে পারবেন কয়টি ছবি তুলছে । এখন আমাদের কাজ হচ্ছে ছবি গুলো মেমোরিতে নেওয়া তার জন্য লিখবো cp (ছবির নাম) /sdcard দিয়ে ইন্টার দিলে ছবি মেমোরিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার ছবি মেমোরিতে চলে আসছে। লেখায় কোন ভুলক্রটি হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আর হ্যাঁ বরাবরের মতো বলছি কেউ খারাপ কাজে ব্যবহার করলে আমি এবং trickbd দায়ী থাকবো না।
The post আপনার শত্রুর ফোনের ক্যামেরা হ্যাক করে ছবি তুলে নিন তার। না দেখলে মিস করবেন। appeared first on Trickbd.com. |
নিয়ে নিন asphnky.wapkiz.com সাইটের black theme টি wapkiztpl আকারে l Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। পোস্ট এর হেডিং অনুসারে আজ আমি আপনাদের সাথে asphnky.wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি । আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই। সাইটের থিমটি আমি .wapkiztpl আকারেই আপনাদেরকে দিব । তাই এটা ব্যবহার করতে আপনাদের কোন সমস্যা হবে না l থিমটির লাইভ ডেমো দেখতে নিচের লেখা লাইভ ডেমো অপশনে ক্লিক করুন । থিমটির রিভিউ দেওয়ার আগে কিছু কথা বলে রাখি থিমের ফাইলটাতে কিছু অ্যাড link থাকতে পারে , আপনারা আপনাদের সাইটে বসানোর সময় সে গুলোকে রিমুভ করে নিবেন l থিম রিভিউ :- থিমটিতে খুব সুন্দর Header & Footer script ব্যাবহার করা হয়েছে । আপনারা প্রয়োজনে এডিট করতে পারবেন । থিমটিতে অসাধারণ black background ব্যাবহার করা রয়েছে । ডাউনলোড পেজেও same background রয়েছে । এছাড়া সাইটদের ইউজারদের জন্য লগইন সিস্টেম, কমেন্ট সিস্টেম , রাখা হয়েছে l তাছাড়াও প্রতিটি পোস্টের নিচে কমেন্ট করার অপশন রয়েছে সর্বোপরি এটি একটি ডাউনলোড সাইটের জন্য সেরা একটি থিম হতে পারে । আপনারা যার ওয়াপকিজ সাইট ডিজাইন করতে পারেন তারা এই থিমটি নিয়ে রাখতে পারেন । কারণ আপনারা আপনাদের পছন্দমত নানা ফিচার যুক্ত করতে পারবেন । আর সাইটটির ছবি আমি নিচে দিলাম । সাইটটির থিম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। পোষ্টের বাকি অংশ দেখতে চোখ রাখুন ট্রিকবিডিতে। মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ । The post নিয়ে নিন asphnky.wapkiz.com সাইটের black theme টি wapkiztpl আকারে l appeared first on Trickbd.com. |
Posted: ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে। আশা করি সকলে ভালোই আছেন। মুসলিম ভাইদের সালাম জানাই আস সালমু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের পোস্টটি শুরু করছি। পোস্টের thumbnail এবং title দেখেই নিশ্চ্য়ই বুঝতে পেরেছেন আজকের পোস্টটি কি বিষয়ে হতে চলেছে।হ্যাঁ আজ আমি আপনাদের মাঝে আবারো একটি এ্যাপ রিভিউ নিয়ে হাজির হলাম।একটি উন্নতো মানের vpn যেই vpn এ ১৫ টি vip সার্ভার এবং ৭ টি ফ্রি সার্ভার রয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই vip সার্ভার গুলোও বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। App download link: এ্যাপটি ওপেন করলে এমন interface দেখতে পাবেন। তারপর এখান থেকে server সিলেক্ট করতে পারবেন। অথবা এভাবেও server সিলেক্ট করতে পারবেন। Vpn টিতে যেই যেই settings থাকছে:এখানে আপনারা দুই ধরণের connection mode পাবেন।(1. Open vpn and 2.Ip sec)।![]() ![]() থাকছে vpn অটোমেটিক connecting system। মানে এ্যাপ ওপেন করার সাথে অটোমেটিক vpn চালু হয়ে যাবে। আর এখান থেকে চাইলে vpn টির notification on/off করতে পারবেন। Vpn এর vip সার্ভার সমূহ:![]() ![]() Vpn এর free সার্ভার সমূহ:![]() এবার vpn টি connect করে দেখিয়ে দিচ্ছি। Vpn টি ১ ক্লিকেই খুব সহজে connect হয়ে যায় এবং স্পিড ও খুব ভালো দেয়। আর গেমিংয়ের খেতে ping ও অনেক কম দেয়। সত্যি খুব ভালো মানের একটা vpn। দেখুন connect হয়ে গেছে। ![]() পোস্টে কোনো ভুল ভ্রান্তি দেখলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। নিত্যনতুন আপডেট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন। ফেসবুকে আমি:For any problem The post অতি উচ্চমাত্রার স্পিড ও কম ping এর উন্নত মানের vpn। (Pubg/freefire প্রেমিকদের জন্য খুবই উন্নতমানের vpn) appeared first on Trickbd.com. |
[Giveaway] নিয়ে নিন ১বছরের জন্য ক্যানভা প্রিমিয়াম (Edu) ফ্রিতেই! – Posted: ক্যানভা কি?ক্যানভা হলো জনপ্রিয় একটি Graphic Design প্ল্যাটফর্ম যেখানে আপনি সহজেই Graphics Design, Presentation Video Making , Logo, Poster Design,Youtube Thumbnail ডিজাইন সহ আরো অনেক কাজে ইউজ করতে পারবেন। যারা ফটোশপ অথবা এরকম প্রফেশনাল কোন সফটওয়্যার দিয়ে ফটো এডিট করতে পারেন না অথবা সময় পান না তাদের জন্য একমাত্র সমাধান ক্যানভা । এটা দিয়ে আপনি ইউটিউব, ফেসবুক সহ যেকোন কিছুর জন্য ডিজাইন করতে পারবেন । মোবাইলে ইউজ করার জন্য এপও আছে প্লেস্টোরে কিভাবে নিবেন?Total acount: 15 Duration: 10 hours কমেন্ট এ আপনার টেলিগ্রাম ইউজার নেম অথবা জিমেইল আড্রেস দিবেন।আমি আপনাকে একাউন্ট পাঠিয়ে দেবো।
Update: Giveaway End |
05টি Best Font For Logo Design [Part- 01] Posted: Howdy Everyone, ⁙⁘Adobo⁘⁙ ᓚᘏᗢ Download:- Free
⁙⁘vermin vibes⁘⁙ ᓚᘏᗢ Download:- https://www.dafont.com/vermin-vibes.font
⁙⁘amazdoom⁘⁙ ᓚᘏᗢ Download:- https://www.dafont.com/amazdoom.font
⁙⁘viafont⁘⁙ ᓚᘏᗢ Download:- https://www.dafont.com/viafont.font
⁙⁘Samarkan⁘⁙ ᓚᘏᗢ Download:- Free https://www.dafont.com/samarkan.font
Dafont.com হল সকল premium আর Free Font এর রাজ্য, এই Site-এ আরও Cool-Asthetic Looking Font রয়েছে। আপাদত এইগুলোই নজরে পড়েছে। পরবর্তীতে এইরকম কিছু আরো বেশি Font Collection Share করার চেষ্টা করব।
Bye🦩 The post 05টি Best Font For Logo Design [Part- 01] appeared first on Trickbd.com. |
বিকাশ একাউন্ট থেকে ৩ মাস মেয়াদী লোন নিন ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত Posted: ব্যাংক লোন এখন আপনার হাতের মুঠোয়! কারণ, সিটি ব্যাংক নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কোনো কাগজপত্র ছাড়া মুহূর্তেই লোন নেওয়ার সুবিধা। ৩ মাস মেয়াদী লোন নিতে পারবেন ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত এই লোন এর টাকা বিকাশ একাউন্টে এ জমা হবে, বিকাশ একাউন্ট থেকে গ্রাহক এই লোনের টাকা উত্তোলন করতে পারবেন। একজন গ্রাহক একবারে একটি লোনই নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী লোন এমাউন্টের উপর বাৎসরিক ৯% ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে।
কি ভাবে বিকাশ একাউন্ট এর মাধ্যমে সিটি ব্যাংক থেকে লোন নিবেন দেখে নিন। লোন পরিশোধের করবেন কি ভাবে জেনে নিন। লোন অ্যাপ্লাই করার সময় ও লোন পাওয়ার পর ড্যাশবোর্ড-এ গ্রাহক লোন কিস্তির পরিমাণ ও পরিশোধের তারিখ দেখতে পাবেন গ্রাহক চাইলে লোন পরিশোধের নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অটো ডেবিট হিসেবে কেটে নেয়া হবে। অথবা, গ্রাহক চাইলে নির্দিষ্ট দিনের আগে নিজেই লোনের অর্থ পরিশোধ করতে পারেন, যার ফলে ইন্টারেস্টের খরচ কমে আসার সুবিধা পেতে পারেন। নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্টে যথাযথ পরিমাণ অর্থ না থাকলে এবং নির্দিষ্ট দিনের আগেই লোনের অর্থ গ্রাহক কর্তৃক পরিশোধ না করা হলে, সেক্ষেত্রে বিলম্ব ফি প্রযোজ্য হবে। বিলম্ব ফি’র হার লোনের পরিমাণের উপর বাৎসরিক ২%। কিছু নির্দিষ্ট বিকাশ গ্রাহকরা এই লোন সুবিধাটি পাবেন.! আস্তে আস্তে সকল বিকাশ গ্রাহকদের জন্য চালু করে দিয়া হবে.! যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
Ads দেখে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করুনধন্যবাদThe post বিকাশ একাউন্ট থেকে ৩ মাস মেয়াদী লোন নিন ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত appeared first on Trickbd.com. |
nokia button phone review-nokia button phone 2022 Posted: nokia button phone review-nokia button phone 2022✓ nokia button phone: নোকিয়া 2720 নোকিয়া 2720 বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!10,230 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। নোকিয়া 2720 এতে রয়েছে, স্ন্যাপড্রাগন 205 নোকিয়া 2720 এতে রয়েছে, 512 MB RAM নোকিয়া 2720 এতে রয়েছে, 2 এমপি রিয়ার ক্যামেরা নোকিয়া 2720 এতে রয়েছে, 1500 mAh 1. এই ছিল nokia button phone review✓ nokia button phone: নোকিয়া 6310 নোকিয়া 6310 বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!3,348 ফ্লিপকার্ট থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। নোকিয়া 6310 এতে রয়েছে, 16 MB RAM নোকিয়া 6310 এতে রয়েছে, 0.3 এমপি রিয়ার ক্যামেরা নোকিয়া 6310 এতে রয়েছে, 1150 mAh নোকিয়া 6310 এতে রয়েছে, 2.8 ইঞ্চি 2. এই ছিল nokia button phone review✓ nokia button phone: নোকিয়া 215 নোকিয়া 215 বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!3,099 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। নোকিয়া 215 এতে রয়েছে, 64 MB RAM নোকিয়া 215 এতে রয়েছে, 1150 mAh নোকিয়া 215 এতে রয়েছে, 2.4 ইঞ্চি 3. এই ছিল nokia button phone review✓ nokia button phone: নোকিয়া 6300 4G নোকিয়া 6300 4G বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!5,450 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। নোকিয়া 6300 4G এতে রয়েছে, স্ন্যাপড্রাগন 210 নোকিয়া 6300 4G এতে রয়েছে, 512 MB RAM নোকিয়া 6300 4G এতে রয়েছে, 0.3 এমপি রিয়ার ক্যামেরা নোকিয়া 6300 4G এতে রয়েছে, 1500 mAh 4. এই ছিল nokia button phone review✓ nokia button phone: নোকিয়া 105 নোকিয়া 105 বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!1,345 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। নোকিয়া 105 এতে রয়েছে, 800 mAh নোকিয়া 105 এতে রয়েছে, 1.8 ইঞ্চি 5. এই ছিল nokia button phone review✓ nokia button phone: Nokia 216 ডুয়াল সিম Nokia 216 ডুয়াল সিম বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হলো!2,939 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। Nokia 216 ডুয়াল সিম রয়েছে, 16 MB RAM Nokia 216 ডুয়াল সিম রয়েছে, 0.3 এমপি রিয়ার ক্যামেরা Nokia 216 ডুয়াল সিম এতে রয়েছে, 0.3 এমপি ফ্রন্ট ক্যামেরা Nokia 216 ডুয়াল সিম এতে রয়েছে, 1020 mAh 6. এই ছিল nokia button phone review✓ nokia button phone: Nokia 150 ডুয়াল সিম Nokia 150 ডুয়াল সিম বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!2,370 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। Nokia 150 ডুয়াল সিম এতে রয়েছে, 0.3 এমপি রিয়ার ক্যামেরা Nokia 150 ডুয়াল সিম এতে রয়েছে,1020 mAh Nokia 150 ডুয়াল সিম এতে রয়েছে,2.4 ইঞ্চি 7. এই ছিল nokia button phone review✓ nokia button phone: নোকিয়া 225 নোকিয়া 225 বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!3,766 ফ্লিপকার্ট থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। নোকিয়া 225 এতে রয়েছে,64 MB RAM নোকিয়া 225 এতে রয়েছে, 0.3 এমপি রিয়ার ক্যামেরা নোকিয়া 225 এতে রয়েছে, 1150 mAh 8. এই ছিল nokia button phone review✓ nokia button phone: Nokia 150 Nokia 150 বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!2,475 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। Nokia 150 এতে রয়েছে, 4 MB RAM Nokia 150 এতে রয়েছে, 0.3 এমপি রিয়ার ক্যামেরা Nokia 150 এতে রয়েছে, 1020 mAh Nokia 150 এতে রয়েছে, 2.4 ইঞ্চি 9. এই ছিল nokia button phone review✓ nokia button phone: Nokia 3310 নতুন [/b]Nokia 3310 নতুন বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল![/b] 3,699 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। Nokia 3310 নতুন এতে রয়েছে, 2 এমপি রিয়ার ক্যামেরা Nokia 3310 নতুন এতে রয়েছে, 1200 mAh Nokia 3310 নতুন এতে রয়েছে 2.4 ইঞ্চি 10. এই ছিল nokia button phone review✓ nokia button phone: Nokia 220 ডুয়াল সিম Nokia 220 ডুয়াল সিম বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!2,287 ফ্লিপকার্ট থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। Nokia 220 ডুয়াল সিম এতে রয়েছে, 8 এমবি র্যাম Nokia 220 ডুয়াল সিম এতে রয়েছে, 2 এমপি রিয়ার ক্যামেরা Nokia 220 ডুয়াল সিম এতে রয়েছে, 1100 mAh Nokia 220 ডুয়াল সিম এতে রয়েছে, 2.4 ইঞ্চি 11.এই ছিল nokia button phone review✓ nokia button phone: Nokia X2-02 Nokia X2-02 বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!4,599 ফ্লিপকার্ট থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। Nokia X2-02 এতে রয়েছে, 32 MB RAM Nokia X2-02 এতে রয়েছে, 2 এমপি রিয়ার ক্যামেরা Nokia X2-02 এতে রয়েছে, 1020 mAh Nokia X2-02 এতে রয়েছে, 2.2 ইঞ্চি 12. এই ছিল nokia button phone review✓ nokia button phone: নোকিয়া 125 নোকিয়া 125 বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!2,198 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। নোকিয়া 125 এতে রয়েছে, 4 MB RAM নোকিয়া 125 এতে রয়েছে, 1020 mAh নোকিয়া 125 এতে রয়েছে, 2.4 ইঞ্চি 13. এই ছিল nokia button phone review✓ nokia button phone: নোকিয়া 110 নোকিয়া 110 বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!1,699 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। নোকিয়া 110 এতে রয়েছে, 4 MB RAM নোকিয়া 110 এতে রয়েছে, 0.3 এমপি রিয়ার ক্যামেরা নোকিয়া 110 এতে রয়েছে, 800 mAh নোকিয়া 110 এতে রয়েছে, 1.77 ইঞ্চি 14. এই ছিল nokia button phone review✓ nokia button phone: nokia 105 ডুয়াল সিম nokia 105 ডুয়াল সিম বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!1,349 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। nokia 105 ডুয়াল সিম এতে রয়েছে, 4 MB RAM nokia 105 ডুয়াল সিম এতে রয়েছে, 800 mAh nokia 105 ডুয়াল সিম এতে রয়েছে, 1.77 ইঞ্চি 15. এই ছিল nokia button phone review✓ nokia button phone: নোকিয়া 105 নোকিয়া 105 বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!1,349 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। নোকিয়া 105 এতে রয়েছে, 4 MB RAM নোকিয়া 105 এতে রয়েছে, 800 mAh নোকিয়া 105 এতেরয়েছে, 1.77 ইঞ্চি 16. এই ছিল nokia button phone review✓ nokia button phone: nokia 130 ডুয়াল সিম nokia 130 ডুয়াল সিম বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!1,679 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। nokia 130 ডুয়াল সিম এতে রয়েছে, 4 MB RAM nokia 130 ডুয়াল সিম এতে রয়েছে, 0.3 এমপি রিয়ার ক্যামেরা nokia 130 ডুয়াল সিম এতে রয়েছে, 1020 mAh nokia 130 ডুয়াল সিম এতে রয়েছে, 1.8 ইঞ্চি 17. এই ছিল nokia button phone review✓ nokia button phone: Nokia C5-00 5MP Nokia C5-00 5MP বাংলা রিভিউ সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হল!7,089 অনলাইন অ্যামাজন থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে, 2022 সালের তথ্য মতে। Nokia C5-00 5MP এতে রয়েছে, 256 এমবি র্যাম Nokia C5-00 5MP এতে রয়েছে, 5 এমপি রিয়ার ক্যামেরা Nokia C5-00 5MP এতে রয়েছে, 0.3 এমপি ফ্রন্ট ক্যামেরা Nokia C5-00 5MP এতে রয়েছে, 1050 mAh 18. এই ছিল nokia button phone reviewnokia button phone review-nokia button phone 2022 এর আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দিন। nokia button phone review: Nokia 8000 4G*Nokia 8000 4G এর রং সোনালী *Nokia 8000 4G এর ব্যাটারি 1500 mAh *Nokia 8000 4G মেমরি এবং স্টোরেজ অভ্যন্তরীণ স্টোরেজ: 4 জিবি মাইক্রোএসডি কার্ড সমর্থন: 32 জিবি পর্যন্ত RAM: 512 MB *Nokia 8000 4G এর প্ল্যাটফর্ম CPU: QC8909 *Nokia 8000 4G এর অপারেটিং সিস্টেম KaiOS *Nokia 8000 4G এর বৈশিষ্ট্য: এফএম রেডিও (হেডসেট প্রয়োজন হবে) *Nokia 8000 4G এর সর্বাধিক নেটওয়ার্ক গতি: LTE CAT4 *Nokia 8000 4G এর সিমের আকার: ন্যানো *Nokia 8000 4G এর উচ্চতা: 12.34 মিমি। *Nokia 8000 4G এর দৈর্ঘ্য: 132.2 মিমি। *Nokia 8000 4G এর প্রস্থ: 56.5 মিমি। *Nokia 8000 4G এর হেডসেট রয়েছে। *Nokia 8000 4G এর মাইক্রো ইউএসবি চার্জার রয়েছে। *Nokia 8000 4G এর দ্রুত শুরু করার নির্দেশাবলী রয়েছে। nokia button phone review-nokia button phone 2022 এর আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দিন। The post nokia button phone review-nokia button phone 2022 appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments