Search box..

TorrentLeech Invitation Code,যা কিনা Biggest torrent sharing site নামে পরিচিত [ limited User ]

TorrentLeech Invitation Code,যা কিনা Biggest torrent sharing site নামে পরিচিত [ limited User ]


TorrentLeech Invitation Code,যা কিনা Biggest torrent sharing site নামে পরিচিত [ limited User ]

Posted:

Howdy Everyone,

Torrent যেন আমাদর সঙ্গী হয়ে রয়েছে এই কোয়ারেন্টাইন এ। হোক সেটা Movie কিংবা কোন Crack software Torrent হল একমাত্র ভরসা। কারণ এইসব সাইটে Pure crack Software পাওয়া যায় কোন virus/ঝামেলা ছাড়াই। এই Torrent এর মধ্যে সব চেয়ে biggest site হল TorrentLeech। যা হল বর্তমানে সবচাইতে বড় torrent Collection site। এই সাইট এখন কিছু দিনের জন্য Sign up free করে দিয়েছে এবং 15GB torrent file Upload এ সুযোগ করে দিয়েছে যার সাহায্যে আপনিও তাদের sharing এর অন্তর্ভুক্ত হতে পারেন এবং reward হিসেবে Friendদের Invitation link পাঠাতে পারবেন ফ্রিতেই।

➤যেভাবে TorrentLeech এ Sign Up করবেন-

➠প্রথমে এই site এ প্রবেশ করুন

➠তারপর Invitation code + অন্যন্য Information Use করে Captcha পূরণ করে submit করে দিন

➠যে মেইলে sign up করেছেন , ঐখানে Verification Link যাবে

➠verification Link এ click করে Resigtration Confirm করে নিন

➠ এবার Usename ও Password দিয়ে Log in করে নিন

➠ব্যস, Enjoy করতে থাকুন Torrent-এর দুনিয়া Enjoy🔥

✉প্রত্যেক torrent site এর rules & Term policy থাকে, যদি ঐ সব না মেনে চলেন তবে Ban খাবেন তাই Successfully Registration Confirmed করার পর Gidue Rules পড়ে নিবেন👍

😎Conclusion-

site link- HERE
Use this code for Invitation: “XMAS2021”

✿For Any Enquiry, Comment Bellow
BYE💕

The post TorrentLeech Invitation Code,যা কিনা Biggest torrent sharing site নামে পরিচিত [ limited User ] appeared first on Trickbd.com.

আপনার এলাকার সকল এর ভোটার তালিকা বের করুন খুব সহজে কোনো ধরনের চার্জ ছাড়াই.!

Posted:

এখন খুব সহজেই আপনার ইউনিয়ন কত গুলা ভোটার আছে তাদের সকল এর ভোটার তালিকা ডাউনলোড করে নিন। এবং গ্রাম, ওয়াড, মহল্লা, পুরুষ ও মহিলা বেধ আলাদা আলাদা ভাবে তালিকা পাবেন।

যদি আপনার ইউনিয়ন পরিষদ এর অনলাইন এ ভোটার তালিকা আপলোড করা থাকে তো তা হলে ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন।

তো প্রথমে এখানে ক্লিক করুন!

তার পর বিভাগ এ ক্লিক করুন।

আপনার কোন বিভাগ তা সিলেষ্ট করেন।

এখানে ক্লিক করে জেলা সিলেষ্ট করেন।

এখানে ক্লিক করে উপজেলা সিলেষ্ট করেন।

এখানে ক্লিক করে ইউনিয়ন পরিষদ সিলেষ্ট করেন।

এখন ইউনিয়ন পরিষদ এ ক্লিক করুন।

তার পর দেখতে পাবেন ভোটার লিস্ট তাতে ক্লিক করুন।

তার পর ইউনিয়ন পরিষদ বা আপনার এলাকার সকল ভোটারদের ভোটার তালিকার PDF ফাইল পাবেন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

Ads দেখে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করুন

ধন্যবাদ

The post আপনার এলাকার সকল এর ভোটার তালিকা বের করুন খুব সহজে কোনো ধরনের চার্জ ছাড়াই.! appeared first on Trickbd.com.

অরিজিনাল ভিটমেট ডাউনলোড | অরিজিনাল Vidmate download করার উপায়?

Posted:

অরিজিনাল ভিটমেট ডাউনলোড | অরিজিনাল Vidmate download করার উপায়?

অরিজিনাল
ভিটমেট ডাউনলোড (Vidmate download) করা আমাদের জন্য, অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করার সবচেয়ে জনপ্রিয়, অ্যাপস অরিজিনাল ভিটমেট। আপনি অরজিনাল ভিটমেট ডাউনলোড করে যেকোনো ধরনের ভিডিও সহজে ডাউনলোড করে নিতে পারবেন।

আর আমরা সাধারণত আজকের এই আর্টিকেলের শিখতে অথবা জানতে চলেছি,,, অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করার সকল বিষয়ে নিয়ে। যেন আপনারা খুব সহজে অরিজিনাল ভিটমেট ডাউনলোড এবং ভিডমেট সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারেন। কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি।

অরিজিনাল ভিটমেট (Vidmate download) জিনিসটা আসলে কি?

ভিডমেট ডাউনলোড বন্ধুরা ভিটমেট একটি সফটওয়্যার এর নাম। এই ভিডমেট সফটওয়্যার দিয়ে যেকোনো ধরনের ভিডিও খুব সহজে ডাউনলোড করা যায়। অরিজিনাল ভিটমেট (Vidmate download)বর্তমানে খোজা একটু কষ্টকর হচ্ছে। এই অরিজিনাল ভিটমেট দিয়ে খুব সহজে যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করা যায়।

আপনার আমার সকলের প্রয়োজনীয় অরিজিনাল ভিটমেট এপ্লিকেশন দিয়ে যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করা সম্ভব। অনেকেই অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করতে চাই কিন্তু পারে না। গত কয়েক বছর আগে ভিটমেট আপডেট হওয়ার কারণে, অরিজিনাল ভিটমেট ডাউনলোড করা সম্ভব হচ্ছে না। কারণ অরিজিনাল ভিটমেট ডাউনলোড অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া দুষ্কর হচ্ছে।

অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভিটমেট সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন! যেকোনো ধরনের ইউটিউব সহ যেকোন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করার জন্য এই ভিডমেট সফটওয়্যার ব্যবহার করতে হয়! কারণ এই ভিটমেট অ্যাপ দিয়ে খুব সহজে যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করা যায়।

অরিজিনাল ভিটমেট (Vidmate download) সম্পর্কে সর্তকতা?

বর্তমানে অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করা সম্ভব হচ্ছে না। কারন অরিজিনাল ভিটমেট প্লে স্টোরে কোথাও পাওয়া যাচ্ছে না। অরিজিনাল ভিটমেট অ্যাপ্লিকেশন যেহেতু বিশ্বে খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। এ কারণে অরিজিনাল ভিটমেট নামক অনেক ধরনের ভুয়া অ্যাপ্লিকেশন বের হয়েছে। এবং প্লে স্টোরে অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করা যাচ্ছে না কারণ সেখানে অরিজিনাল ভিটমেট নেই।

থেকে কারণে অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার পূর্বে সতর্ক থাকা খুবই জরুরী। আপনি যদি অরিজিনাল ভিটমেট ডাউনলোড না করে ভুয়া ভিটমেট ডাউনলোড (Vidmate download) করেন, তাহলে কিন্তু অরিজিনাল ভিটমেট এর ফিচার উপভোগ করতে পারবেন না। অরিজিনাল ভিটমেট ডাউনলোড করে খুব সহজে ভিডিও ডাউনলোড করা যায়। কিন্তু ভুয়া ভিডমেট অ্যাপ ব্যবহার করে ভিডিও ডাউনলোড করা সহজ নয়।

অরিজিনাল ভিটমেট ডাউনলোড কেন করবেন?

আপনি যদি ইউটিউব সহ যেকোন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করতে চান। তাহলে অনলাইনে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো অরিজিনাল ভিটমেট। অরিজিনাল ভিটমেট (Vidmate download) দিয়ে যেকোনো ধরনের ভিডিও খুব সহজে ডাউনলোড করা যায়। এখন অরিজিনাল ভিটমেট ডাউনলোড কেন করবেন?

উত্তরে সাধারণত আপনি যদি অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করার আগ্রহী হয়ে থাকেন। তাহলে এই অরিজিনাল ভিটমেট দিয়ে খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এখন অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করা খুবই কষ্টকর। কারণ আমাদের জনপ্রিয় প্লে স্টোরে এই অরিজিনাল ভিটমেট ডাউনলোড করা যাচ্ছে না। কারণ প্লে স্টোরে সাধারণত অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) এভেলেবেল নেই।

অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download APK) ভিটমেট ডাউনলোড করবেন যেভাবে?

বন্ধুরা যেহেতু প্লে স্টোরে আমাদের জনপ্রিয় অরিজিনাল ভিটমেট ডাউনলোড করতে পারছিনা। তাই আপনি যদি অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করার ইচ্ছুক থাকেন তাহলে, অরিজিনাল ভিটমেট ডাউনলোড করতে গুগল এ যেতে হবে। গুগল থেকে সাধারণত অরিজিনাল ভিটমেট ডাউনলোড করা সম্ভব।

বন্ধুরা এখন যদি আপনি অরিজিনাল ভিটমেট ডাউনলোড করতে চান। তাহলে আপনার জন্য অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার লিঙ্ক নিচে দিয়ে দিব। যেখানে আপনারা 1 ক্লিক করে লিংকে প্রবেশ করে অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করতে সক্ষম হবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব সহজে অরিজিনাল ভিটমেট ডাউনলোড করতে পারবেন।

অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করতে এই ওয়েবসাইটে প্রবেশ করুনঃ click on

Vidmate download অরিজিনাল ভিটমেট দেখতে কেমন?

আপনারা যদি উপরোক্ত নিয়ম অবলম্বন করেন, অর্থাৎ উপরে দেওয়া লিংকে ক্লিক করেন, তাহলে অরিজিনাল ভিটমেট ডাউনলোড খুব সহজেই করতে পারবেন। এখন কথা হল অরিজিনাল ভিটমেট দেখতে কেমন? অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করার পূর্বে অবশ্যই,

আপনার অরিজিনাল ভিটমেট কেমন দেখতে সেটা জানা জরুরি। আমি নিজে অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করেছি । এবং আপনাদের জন্য নিচে একটি ভিটমেট এর স্ক্রিনশট, হোমপেজ অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) নিচে দেওয়া হল!

আশা করি উপরোক্ত স্ক্রিনশট দেখে, আপনারা অরিজিনাল ভিটমেট চিনতে পারবেন। এবং অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) খুব সহজে করে নিতে সক্ষম হবেন।

Vidmate 2022 অরজিনাল ভিটমেট ডাউনলোড করুন সঠিক নিয়মে?

অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার জন্য, আমাদের অবশ্যই সঠিক নিয়ম টি জানা খুবই প্রয়োজন। অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করার জন্য সঠিক নিয়ম জেনে, খুব সহজে অরিজিনাল ভিটমেট ডাউনলোড করা যায়। তো চলুন বন্ধুরা অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার সঠিক নিয়ম কি জেনে নিন।

অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার জন্য, প্রথমত গুগলে গিয়ে অনুসন্ধান করবেন vidmate apk অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার জন্য বুঝতে অসুবিধা হলে নিচের স্ক্রীনশট দেখুন।

বন্ধুরা আশাকরি উপরের স্ক্রিনশটের চিহ্নিত অংশ দেখে সহজে বুঝতে পেরেছেন,, অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করার জন্য প্রথমত আমাদের কি কাজ করতে হবে। তারপর চিহ্নিত অংশের ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে প্রবেশ করতে হবে। অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার জন্য নিচের স্ক্রিনসট লক্ষ করুন।

আশা করি আপনারা উপরোক্ত স্ক্রিনশট লক্ষ করেছেন। ছবিতে দেওয়া চিহ্নিত অংশে, অরিজিনাল ভিটমেট ডাউনলোড ( Vidmate download) করতে ক্লিক করুন। ক্লিক করলেই আপনারা অরিজিনাল ভিটমেট ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন। আশা করি আপনারা উপরোক্ত নিয়মাবলী করে খুব সহজে অরিজিনাল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে সক্ষম হবেন।

Vidmate apk download latest version অরিজিনাল ভিটমেট ডাউনলোড?

অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার পর, যদি অরিজিনাল ভিটমেট ডাউনলোড এর নতুন ভার্সন দেখায় তাহলে, সেটি হল অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার লেটেস্ট ভার্সন। যদিও উপরোক্ত নিয়ম অবলম্বন করে, যে কেউ চাইলে অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করে নিতে সক্ষম হবে।

এখন কথা হল আপনি যে অরিজিনাল ভিটমেট ডাউনলোড করেছেন। সেটাকি ভিটমেট ডাউনলোড অ্যাপ্লিকেশন লেটেস্ট ভার্সন। যদি লেটেস্ট ভার্সন না হয়ে থাকে তাহলে, আপনি অরিজিনাল ভিটমেট ডাউনলোড করে ইনস্টল তারপর ওপেন করুন। অরিজিনাল ভিটমেট এপে লেটেস্ট ভার্সন আসলে অটোমেটিক্যালি সেটি দেখাবে। চাইলে আপনার ওই অরিজিনাল ভিটমেট অ্যাপস দিয়েও, অরিজিনাল ভিটমেট (Vidmate download) লেটেস্ট ভার্শন ডাউনলোড করতে সক্ষম হবেন।

সর্বোপরি প্রিয় বন্ধুরা, আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আজকে আমরা সাধারণত, অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download), এবং অরজিনাল ভিটমেট ডাউনলোড করার সঠিক নিয়ম? এই বিষয়বস্তুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি!

আশাকরি আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে যে কেউ অরিজিনাল ভিটমেট ডাউনলোড (Vidmate download) করে নিতে সক্ষম হবে। আজকের আর্টিকেলটি এ পর্যন্তই আশা করি আবার অন্য কোন আর্টিকেলে দেখা হবে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর্টিকেলটি কেমন লাগলে সেটি কমেন্ট এবং লাইক দিয়ে জানান। আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

The post অরিজিনাল ভিটমেট ডাউনলোড | অরিজিনাল Vidmate download করার উপায়? appeared first on Trickbd.com.

[Termux ]ব্যানারে কিভাবে নিজের নাম লিখবেন দেখে আসুন। না দেখলে মিস করবেন।

Posted:

আজ আমি আপনাদের সামনে হাজির হলাম termux banner নিয়ে। termux Banner কি কাস্টমাইজ করতে হয় । আমরা অনেকে termux ব্যবহার করি এবং তাদের মধ্যে কিছু মানুষের মনে মনে এমন চিন্তা হয় যে যদি termux ওপেন করি তাহলে যদি তার নাম বেসে উঠতো কত না ভালো হতো।  আজ কি আপনার ইচ্ছে পূর্ণ করার জন্য হাজির হলাম। আপনার বন্ধুকে দিয়ে দিন আপনি  ও পারেন নিজের নাম termux এ থাকবে।  তোরো বেশি কথা বলছি না চলুন শুরু করা যাক।

 

প্রথমে আমরা termux এ চলে যাবো।

আমরা termux এর apt update করে নিবো।

apt update -y

এখন আমরা toilet ইনস্টল করবো তা না হলে পরে সমস্যা হতে পারে ।

pkg install toilet

এখন আমরা cowsay ইনস্টল করবো ।

pkg inatall cowsay

এখন আমার মেইন টুলসটি github থেকে ডাউনলোড করবো।

git clone https://github.com/Bhai4You/Termux-Banner

ইনস্টল হলে ls দিয়ে ইন্টার করবো।  তারপর মেইন ফাইলটির ভিতরে প্রবেশ করবো।

cd Termux-Banner

এখন আমার requirement কে পারমিশন দিবো তার জন্য লিখবো

chmod +x requirement.sh

এখন আমরা আবার t-ban কে পারমিশন দিবো।

chmod +x t-ban.sh

এখন আমরা requirement এর package টি ইনস্টল করবো।

bash requirement.sh

এখন আমরা মেইন টুলসটি ওপেন করবো।

bash t-ban.sh

এই রকম দেখতে পারবেন। এখানে লেখা আছে যে what is Your Banner Name এইখানে যা লিখবেন সেটা নিচে দেখাবে। আর what is your cowsay name এইখানে যা লিখবেন সব উপরে দিখাবে।

দেখতেই পাচ্ছেন আমার টা কেমন হয়েছে । তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন।

YouTube

Facebook

The post [Termux ]ব্যানারে কিভাবে নিজের নাম লিখবেন দেখে আসুন। না দেখলে মিস করবেন। appeared first on Trickbd.com.

How to Create Direct Download link of Google Drive file Download link? Direct link Generator Tool

Posted:

বন্ধুরা, যখনই আমরা আমাদের নিবন্ধ/পোস্টে একটি ফাইল ডাউনলোড করার জন্য Google Drive ফাইলের লিঙ্কে প্রবেশ করি, তখন কেউ ডাউনলোড বাটনে ক্লিক করলে তাকে এটি প্রথমে Google Drive এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং সেই ফাইলটি সেখান থেকে ডাউনলোড করতে হবে।

 

আজকের পোস্টে আমি আপনাদের শিখাবো, কিভাবে Google Drive এর ডিরেক্ট ডাউনলোড লিংক তৈরি করবেন কোনো ফাইল এক ক্লিকে ডাউনলোড করার সুবিধা ভোগ করার জন্য।

 

এর মানে হল যে, ফাইলটি ডাউনলোড করার জন্য Google Drive এর অফিসিয়াল ওয়েবসাইট দেখার প্রয়োজন নেই। আজকের দেখানো টুলটি ব্যবহার করে সরাসরি ডাউনলোড লিঙ্ক তৈরি করতে পারবেন। আপনি যদি আপনার Google Drive ফাইলের একটি সরাসরি লিঙ্ক তৈরি করেন এবং আপনার পোস্ট ডাউনলোড বোতামে একটি লিঙ্ক রাখেন। এবং যে কোন ভিজিওর সেই ডাউনলোড বাটনে ক্লিক করলে সেই ফাইলটি এক ক্লিকেই ডাউনলোড হতে শুরু করবে। আপনার ভিজিটরকে Google Drive এর ওয়েবসাইটে যেতে হবে না।

 

আপনি যদি তা না করেন এবং আপনার ওয়েবসাইটের পাঠকরা এই ধরণের সমস্যার সম্মুখীন হন, তাহলে এটি হয়তো Ranking এর ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করবে।

 

এছাড়াও এমন একটি পরিস্থিতিতে, ভিজিটর হয়তো ফাইলটি ডাউনলোড না করেই চলে যেতে পারেন অথবা অন্য জায়গা থেকে করে সার্চ করে ডাউন করতে পারেন। যদি আপনি এক ক্লিক এ ডাউনলোডযোগ্য Google Drive ফাইল url রাখেন তাহলে ফাইলটি আপনার মোবাইল ফোন বা কম্পিউটারে ডাউনলোড করা হবে এবং Google drive ওয়েবসাইটে রিডিরেক্ট না করে ডাউনলোড করা যাবে।

 

N.B: আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ডিরেক্ট ডাউনলোড লিংক জেনারেট করার টুলটা শেয়ার করতে যাচ্ছি। ট্রিকবিডিতে ম্যানুয়ালি লিংক চেঞ্জ করার পোস্ট আরো আছে। এই টুলটা আপনার ব্লগে ব্যবহার করতে চাইলে উক্ত পেইজটির সোর্স কোড দিয়ে আপনার ব্লগে নতুন একটি পেইজ তৈরি করতে পারেন।

 

 

How to Generate Direct links of Google Drive files

Step 1: Go to Google Drive file and right click the file that you want to share, then click on “Get shareable link”

 

Step 2: In the new window that comes up, change the visibility to “Anyone with the link” for withdrawing restriction.

 

Step 3: Make sure the dropdown is set to “Anyone with the link” options, then click “Copy link”. Great!! You did it!

 

Step 4: Paste copied above link to "Direct Download Link Generator Tool" text box and click “Create Direct Link” to create your OneClick download link. Enjoy!

Then copy the new link and share it in your blog article with your visitors.

Conclusion:

বন্ধুরা, যদি আপনি সমস্ত স্টেপ সাবধানে অনুসরণ করেন তাহলে আপনি অবশ্যই আপনার গুগল ড্রাইভ ফাইলের জন্য সরাসরি ডাউনলোড লিঙ্ক তৈরি করবেন।

এই পোস্ট সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে দয়া করে আমাকে মন্তব্য করুন।

The post How to Create Direct Download link of Google Drive file Download link? Direct link Generator Tool appeared first on Trickbd.com.

মোবাইলে ভিডিও দেখে ইনকাম (মাত্র ১৬০ টাকা হলেই বিকাশ/নগদ এ নিতে পারবেন)

Posted:

আস সালামু আলাইকুম।

কেমন আছেন সকলে?আশা রাখছি ভালোই আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে আসলাম। বেশি বক বক না করে সরাসরি মূল বিষয়ে চলে যাই।

টাইটেল দেখে বুজতেই পেরেছেন কি নিয়ে পোস্ট টি হতে চেলেছে। আপনাদের মাঝে এমন একটি এপ্লিকেশন শেয়ার করবো যা ব্যবহার করে আপনার মোবাইলের মাধ্যমে ইনকাম করতে পারবেন।মোবাইলে শুধু ভিডিও প্লে করে রেখে দিবেন অটোমেটিক ইনকাম হবে। অনেক সময় তো ফোনে পরেই থাকে এই সময় যদি ফোনকে কাজে লাগিয়ে কিছু টাকা ইনকাম করা যায় ক্ষতি কি!

ভিডিও দেখা ছাড়াও রেফার করেও ইনকাম করতে পারবেন তবে রেফার কমিশন খুব কম। একজনকে রেফার করলে পাবেন ৫০০ পয়েন্ট আর যে রেফার কোড ব্যবহার করনে সে পাবে ৫০০ পয়েন্ট।

[বিঃদ্রঃ৫০০ পয়েন্ট =৩.৩৩ টাকা ]

সবচেয়ে বড় সুবিধা হলো মাত্র ১৬০ টাকা হলে বিকাশ /নগদে পেমেন্ট নেওয়া যায়।

নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন।

Play store download link:ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন

Refer code:7413854

(রেফার কোড ব্যবহার করা না করা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ইচ্ছা। রেফার কোড ব্যবহার করলে sign up করার সাথেই ৫০০ পয়েন্ট ফ্রীতে পাবেন।এতো কষ্ট করে পোস্ট বানাচ্ছি আপনাদের জন্য একটা রেফার তো আশা করি।)

এ্যাপটি ডাউনলোড হয়ে গেলে নিচের screenshot অনুসরণ করুন:

এ্যাপটি ওপেন করে সব permission allow করে দিন।

যেই gmail দিয়ে sign up করবেন সেই gmail টি select করুন।

রেফার কোডটি চাইলে বসাতে পারেন।তাহলে ৫০০ পয়েন্ট ফ্রি পাবেন।

আপনার একাউন্ট create হয়ে গেছে।

এবার আসি কিভাবে withdraw করবেন

এখানে ক্লিক করুন।

তারপর বিকাশ/নগদে যেখানে withdraw করবেন select করে withdraw করে নিন।

পোস্টে যদি কোন ভুল-ভ্রান্তি থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।শীঘ্রই আপনাদের মাঝে পরবর্তী পোস্ট নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।

ফেসবুকে আমি:For any problem

The post মোবাইলে ভিডিও দেখে ইনকাম (মাত্র ১৬০ টাকা হলেই বিকাশ/নগদ এ নিতে পারবেন) appeared first on Trickbd.com.

মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 7)

Posted:

আজকে আলোচনা করবো image Tag ও Center Tag নিয়ে ।

  • HTML প্রথম পর্ব
  • HTML দ্বিতীয় পর্ব
  • HTML তৃতীয় পর্ব
  • HTML চতুর্থ পর্ব
  • HTML পঞ্চম পর্ব
  • HTML ৬ষ্ট পর্ব
  • Tag গুলোর বিস্তারিত আলোচনাঃ

    image Tag এর ব্যবহারঃ

    Html এ কোন ইমেইজ শো করানোর জন্য image tag ব্যবহার করা হয়।
    image শব্দ থেকে img ট্যাগ এর নামকরণ করা হয়েছে।
    কিছু attribute এর সাথে মিলিত হয়ে img tag পরিপূর্ণ হয়।

  • src attribute – এটার মাধ্যমে ইমেইজ যে শো করবে তার লিংক বা প্যাথ দেওয়া হয়।
  • height attribute – এটার মাধ্যমে ইমেইজের উচ্চতা নির্ধারণ করা হয়।
  • width attribute – এটার মাধ্যমে ইমেইজ এর প্রসস্থতা নির্ধারণ করা হয়।
  • alt attribute – কোন কারণে ইমেইজ শো না করলে এর মাধ্যমে লেখা নির্ধারণ করা হয়।আর এটা ইমেইজ seo তে কাজে লাগে।
  • আসুন দেখে নেই কিভাবে ব্যবহার করবোঃ

    ইমেইজ ট্যাগের কোন end tag নাই। তাই প্রথম ট্যাগেই সব কিছু বসাতে হবে।
    তবে শেষ ব্র‍্যাকেট এর আগে একটি (/) চিহ্ন থাকবে। যেমনঃ

    এখন তো ইমেইজ শো করছে না। ইমেইজ শো করানোর জন্য লিংক লাগবে। আসুন ইমেইজের লিংক বসাই।

    লিংক বসাতে হবে ট্যাগের ভেতর src attribute দিয়ে। আমরা যেই লিংক বসাবো তা অবশ্যই jpg, jpeg, png ইত্যাদি ইমেইজের যেই ফাইল এক্সটেনশনের হতে হবে। তাই লিংক বসানোর আগে খেয়াল রাখবো। যেমনঃ

    src attribute টা আমরা (/) এই চিহ্নের আগে বসাবো।
    আর তা এমন হবে৷ src=”এখানে লিংক”

    আসুন আমরা বসাই।

    দেখুন ইমেইজ টি শো করছে।

    এখন এখানে ইমেইজ টা অনেক বড় দেখাচ্ছে।
    আর ট্রিকবিডিতে ছোট। আমরা এটাকে ছোট বড় করতে পারি height width attribute দিয়ে।
    চলুন করি।

    ওয়েবপেইজে সাইজ হিসাব হয় pixel এর মাধ্যমে যেমন 1px 10px ইত্যাদি।
    এ নিয়ে সামনে আলোচনা করা হবে।

    src attribute এর পরে আমরা width attribute লেখবো। আর তা এমন হবে width=”150px”
    চলুন লেখি।

    ——–দেখুন ছোট হয়েছে——

    Height attribute ব্যবহার করা যায়। এতে উচ্চতা দেওয়া যায়।
    ছবি তে উচ্চতা দিলে ইমেইজ তার আসল হাইট টা হারিয়ে ফেলে আর এতে ইমেইজ ভালো দেখায় না বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এটা width এর মতই।

    দেখুন ইমেইজ টা এখন কেমন হয়েছে

    লম্বায় বেড়ে গেছে।

    কোন কারণে যদি ইমেইজ না আসে, অর্থাৎ ধরুন আপনার লিংক ভুল বা ইমেইজ টা কেটে দেওয়া হয়েছে তাহলে এখানে কি শো করবে কি লেখা থাকবে। তা সেট করা হয় alt attribute দিয়ে। আর গুগল সার্চ ইঞ্জিনে ইমেইজের ট্যাগ হিসেবে কাজ করে এটা।
    এটাও img Tag এর এই (/) চিহ্নের আগে বসাবো।

    ———-রিজাল্ট———

    বিঃদ্রঃ এসব attribute আগে পিছে লেখলে কোন সমস্যা নাই। অর্থাৎ সবার আগে src attribute লেখে পরে width দিতে হবে এমন না। (/) শেষের এই চিহ্নের আগে যেকোন জায়গায় লেখলেই হয়ে যাবে।

    center tag এর ব্যবহার।

    এই ট্যাগ তার অন্তর্ভুক্ত সকল লেখা বা এলিমেন্ট কে center করে দেয়। অর্থাৎ alignment এ মাঝখানে নিয়ে যায়।
    আসুন দেখি এর ব্যবহার।
    আমরা যে লেখা বা এলিমেন্ট সেন্টারে রাখতে চাই তা center start tag ও center end tag এর মাঝখানে লেখবো।
    যেমন লেখাঃ

    ——-রিজাল্ট——-

    যেমন কোন এলিমেন্টঃ

    ———রিজাল্ট——-

    আজ এই পর্যন্তই।
    যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

    Our FaceBook Page

    BDBoighor.com

    Our Youtube Channel

    The post মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 7) appeared first on Trickbd.com.

    চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান অবিস্মরণীয়

    Posted:

    জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান অনেক বেশি। শুধু সাধারণ জ্ঞান নয় জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলমানগন সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। এই প্রচেষ্টা ও অবদানের উপর ভিত্তি করে মুসলমানগন এক সময়ে সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছিলেন।

    আধুনিক যুগে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির অনেক শাখা মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিই ফসল। এই সকল মুসলিম মনীষীর অনেক অনেক। তার ভিতরে চিকিৎসাশাস্ত্র মুসলমানদের অবদান অবিস্মরণীয়। মূলত আজকের এই আর্টিকেলে আমরা সাধারণত চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান অবিস্মরণীয়,

    এই বিষয়টি নিয়ে আলোকপাত করব। চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান প্রচুর পরিমাণে ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মূলে রয়েছে মুসলমানদের অবদান। দুর্ভাগ্যবশত আমরা হয়তো এ বিষয়ে খুব কম খোঁজ খবর রাখি। কিন্তু বাস্তবে যে মুসলমানদের অবদান কত বেশি সেটা আমরা কল্পনাও করতে পারবোনা।

    জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলমানদের অবদান?

    সাধারণ জ্ঞান নয় জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলমানগন সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। একসময় মুসলমানদের হাতে সকল বিশ্বের ক্ষমতা ছিল। কিন্তু বর্তমানে মুসলমানদের হাতে কোন ধরনের ক্ষমতার কিছুই নেই। এই প্রচেষ্টা ও অবদানের উপর ভিত্তি করে মুসলমানগন এক সময় সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছিলেন।

    শুধু সাধারণ জ্ঞান জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলমানদের সমান দক্ষতার পরিচয় দিয়েছিলেন। আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির অনেক শাখা মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি ফসল। এই সকল মুসলিম মনীষীর মধ্যে কয়েকজন সম্পর্কে চিকিৎসাশাস্ত্র নিয়ে আমরা জানব। কারণ চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অগণিত পরিশ্রম ও অবদান অবিস্মরণীয়।

    চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অগণিত পরিশ্রম অবদান অবিস্মরণীয়?

    চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মূলে রয়েছে শুধুমাত্র মুসলমানদের অবদান। অনেক মুসলিম মনীষীর প্রচেষ্টা ও অবদানের উপর ভিত্তি করে, মুসলমানগন এক সময় সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছিলেন।

    যাদের অবদানের কারণে চিকিৎসাশাস্ত্র উন্নতির শিখরে পৌঁছেছে। অনেক মুসলিম মনীষীদের ভিতর চিকিৎসাশাস্ত্রে, মুসলিম মনীষীদের অবদান ব্যাপক পরিমাণে রয়েছে। উল্লেখযোগ্য তাদের মধ্যে কয়েকজনের নাম নিম্নে দেওয়া হল।

    #আবু বকর আল রাযি।

    #আল বিরুনি।

    #ইবনে সিনা।

    #ইবনে রুশদ প্রমুখ।

    উপরোক্ত মনীষীরা, চিকিৎসাশাস্ত্র জ্ঞানচর্চার অধিকারী ছিলেন। এবং তাদের জন্যই আজ আমরা এই ডিজিটাল যুগে ডিজিটাল চিকিৎসা শাস্ত্র দেখতে সক্ষম হয়েছি। অনেকেই আমরা ভুল ধারণা রাখি যে মনীষী মুসলিম, জ্ঞানচর্চা সহ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চর্চায় কোন অবদান রাখে নি। মূলত উপরোক্ত চারজন মুসলিম মনীষী চিকিৎসাশাস্ত্রে অনেক অবদান অবিস্মরণীয়।

    আবুবকর মুহাম্মাদ ইবনে জাকারিয়া আল রাযি, চিকিৎসাশাস্ত্রে ব্যাপক ভূমিকা রেখেছিলেন?

    চিকিৎসাশাস্ত্রঃ মুসলিম মনীষীর অন্যতম একজন তার নাম মোহাম্মদ উপনাম আবুবকর এবং সাধারণত তার পিতার নাম ছিল জাকারিয়া। তিনি সাধারণত আল্ল রাযি নামে পরিচিত ছিলেন। আবু বকর আল রাযি 865 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

    তিনি সর্বশ্রেষ্ঠ চিকিৎসাবিজ্ঞানে ও শল্যচিকিৎসাবিদ ছিলেন। তার কাছে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপ থেকে অনেক রোগী। তাছাড়া শল্যচিকিৎসায় আল রাযি ছিলেন তৎকাল এর শ্রেষ্ঠ ব্যক্তি। তিনি এই বিষয় সহ আরো অনেক গ্রন্থ লিখেছিলেন। এবং চিকিৎসাশাস্ত্র আবু বকর আল রাযি তিনি 925 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

    আল বিরুনি তিনি চিকিৎসাশাস্ত্রে মুসলিম বিশ্বের অন্যতম একজন?

    চিকিৎসাশাস্ত্রঃ বুরহান উল হক আবু রায়হান মুহাম্মদ ইবনে হামদ আল বিরুনি। এটি তার সম্পূর্ণ নাম তিনি সাধারণত আল-বিরুনী নামে পরিচিত ছিলেন তৎকালীন সময়ে। আল বিরুনি মুসলিম মনীষী তিনি 973 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, খাওয়ারিজম এর নিকটবর্তী আল-বিরুন নামক এক স্থানে।

    তিনি মধ্যযুগীয় শ্রেষ্ঠ মুসলিম পন্ডিত মহাজ্ঞানী ও নিষ্ঠাবান গবেষক। গণিত জ্যোতিষ শাস্ত্র পদার্থ রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে আল-বিরুনী মুসলিম বিজ্ঞানী পারদর্শী ছিলেন। আল বিরুনি তিনি প্রথম প্রমাণ করলেন যে পৃথিবী গোলাকার। পৃথিবীর গোলাকার মানচিত্র তার রচিত। আল-বিরুনী তিনি 1048 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

    ইবনে সিনা তিনি মুসলিম বিশ্বের অন্যতম একজন ব্যক্তি চিকিৎসাশাস্ত্রে, তার অনেক অবদান রয়েছে?

    সাধারণত তার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা। তিনি সাধারণত বুখারায় নিকটবর্তী অফ শানা নামক গ্রামে 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 10 বছর বয়সে পবিত্র কুরআন হিফজ ইবনে সিনা করেন। তার একটি সুনাম গ্রন্থ ছিল। যেটা কিনা এখনো পর্যন্ত আধুনিক বিশ্বে ও তার গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে,

    চিকিৎসাবিজ্ঞানে পাঠদান করা হচ্ছে। চিকিৎসার সম্বন্ধনীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাবেশ থাকার কারণে, গ্রন্থটি কে চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংগ্রহ বলা হয়। তাছাড়া তার আরো অনেক বিজ্ঞান ও সর্ব বিদ্যায় পারদর্শী ছিলেন। চিকিৎসক গণিত চর্চা জ্যোতিষবিদ এবং মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও ও সর্ব বিদ্যায় পারদর্শী তিনি। ইবনে সিনা তিনি 1037 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

    ইবনে রুশদ তিনিও চিকিৎসাশাস্ত্রে অনেক অবদান রেখেছিলেন?

    সাধারণত তার পুরো নাম ছিল আবু ওয়ালিদ মুহাম্মদ মুহাম্মদ ইবনে রুশদ। তিনি স্পেনের কর্ডোভায় জন্মগ্রহণ করেছিলেন। সাধারণত মধ্য যুগে মুসলমানদের মধ্যে যারা জ্ঞান-বিজ্ঞানের খ্যাতি অর্জন করেছিলেন, তিনি তাদের মধ্যে একজন ছিলেন। এই ক্ষণজন্মা পুরুষ শুধু এক বিষয়ে জ্ঞানী ছিলেন না, তিনি জ্ঞানের সকল শাখায় বিচরণ করেছিলেন।

    তাছাড়া দর্শন পদার্থ রসায়ন জ্যোতিষ বিদ্যা ও চিকিৎসা শাস্ত্রে এই সকল শাখায়, ইবনে রুশদ খেতি অর্জন করেছিলেন। তাছাড়া তার রচিত অনেক গ্রন্থ ছিল। ইবনে রুশদ তাঁর রচিত গ্রন্থসমূহ ল্যাটিন ও হিব্রু ভাষায় অনুবাদ করা। চিকিৎসা শাস্ত্রে তার লেখা গ্রন্থের নাম হল কুল্লিয়াত। এদের এই অবদান না থাকলে আজকে চিকিৎসাবিজ্ঞান এতদূর আসতে পারত না। তিনি কত তারিখে ইন্তেকাল করেন সেটা সঠিকভাবে জানা যায়নি।

    প্রিয় বন্ধুরা আজকে আমরা, চিকিৎসাশাস্ত্র বিষয়ে মুসলিম মনীষী কয়েকজনের পরিচয় সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করেছি। যদিও হয়তোবা অনেকেই এদের সম্পর্কে কিছুই জানেনা। জ্ঞান-বিজ্ঞানের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল মুসলমান মানুষেরা। তাই আমাদের সকালের এ বিষয়ে সঠিক ধারণা থাকা জরুরি। আশাকরি আর্টিকেলটি ভালো লেগেছে, আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

    The post চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান অবিস্মরণীয় appeared first on Trickbd.com.

    [Chrome Browser-KEYLOGGER] । আপনি যা টাইপ করবেন সব রেকর্ড হ্যাক হবে । (প্রমান সহ)

    Posted: 24 Dec 2021 10:20 PM PST


    আসসালামু আলাইকুম,

    আগেই বলে রাখি এটা কো কপি করা পোষ্ট না । কেউ পোষ্ট করছে কি না তাও আমার জানা নাই । যদি লেখায় কোন ভূল হয় তবে নিজগুণে মাফ করবেন ।

    প্রথমেই বলি কি-লগার কি। কি-লগার হলো এমন একটি সফ্টওয়্যার যেটা আপনার কিবোর্ড এর প্রতিটি নির্দেশ অনুসরণ করে তা সেভ করে রাখে। মানে আপনি যা কিছু টাইপ করবেন, সব অটোম্যাটিক সেভ হয়ে যাবে ।

    কিন্তু এখানে আমরা কোন সফ্টওয়্যার ব্যাবহার করব না । হুম ঠিক কথা শুনেছেন আমরা কোন সফ্টওয়্যার ব্যাবহার করব না । আমরা ব্যাবহার করব ক্রম ব্রাওজার এর এক্সটেনশন । অনেকেই হয়ত জানেন আবার অনেকেই নতুন ।
    এবার চলুন আসল আলোচনায় আসি । প্রথমে ক্রম ব্রাওজার ওপেন করুন । তারপরি নিচেরে ছবিগুলো অনুসরন করুন ।

    ১/ ডানপাশে উপরের কোনায় ৩ ডট এ ক্লিক করে EXTENTION বাটন এ ক্লিক করুন


    ২/ নতুন ট্যাব ওপেন হওয়ার পর ডানপাশে উপরের কোনায় Developer Mode চালু করে দিন । এবার বাম পাশে উপরের কোনায় ৩ লাইন এ ক্লিক করুন


    ৩/ এবার বাম পাশে নিচের কোনায় Open Chrome Web Store এ ক্লিক করুন


    ৪/ নতুন ট্যাব ওপেন হওয়ার পর বাম পাশে উপরের কোনায় Fea Keylogger লিখে সার্চ করুন । এবার নিচের ছবির মত Add to Chrome এ ক্লিক করুন


    ৫/ এবার নিচের ছবির মত Add Extention এ ক্লিক করুন


    ৬/ এবার দেখতে পারবেন নিচের ছবির মত একটি আইকন দেখতে পারবেন


    ৭/ এবার আইকনটিতে ক্লিক করার পর logs এ ক্লিক করে আপনি যা টাইপ করবেন সব রেকর্ড দেখতে পারবেন । এমনকি যেকোন পাসওয়ার্ড ও ।

    ▶আশা করি পোষ্টটি ভালো লেগেছে ও যদি কোন প্রবলেম হয় বা সামান্য উপকৃত ও কিছু জানতে ও শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।৷

    The post [Chrome Browser-KEYLOGGER] । আপনি যা টাইপ করবেন সব রেকর্ড হ্যাক হবে । (প্রমান সহ) appeared first on Trickbd.com.

    কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফাইল মেমোরিতে নিবেন

    Posted: 24 Dec 2021 10:18 PM PST

    আসসালামু আলাইকুম

    প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন
    আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন

    আপনাদের দোয়ায় আমিও ভালো আছি
    আল্লাহর রহমতে

    তো ফ্রেন্ড আজকে আমাদের টিপসটি নিয়ে আলোচনা করব
    সে টিপসটি হল
    আপনারা কিভাবে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে মেমোরিতে নিবেন
    তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক
    _____________________________________________________________
    এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ফেলুন
    _____________________________________________________________

    প্রথমে আপনি apps টির ভিতরে প্রবেশ করবেন

    তারপর এরকম একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন

    তারপর এরকম চলে আসবে আপনি যে apps টি মেমোরিতে নিতে চান সেগুলো সিলেক্ট করবেন

    সিলেট করার পর এখানে একবার ক্লিক করবেন

    তারপর আপনাকে বলবে একটু অপেক্ষা করতে

    তারপর আপনি আপনার মেমোরিতে চলে যাবেন

    তারপর এরকম একটি ফোল্ডার দেখতে পাবেন সেই ফোল্ডার এর উপরে একবার ক্লিক করবেন

    তারপর দেখতে পারতেছেন যে এপসগুলো আমরা মেমোরিতে আনতে ছেয়েছিলাম সেগুলো মেমোরিতে চলে আসলো

    তো ফ্রেন্ড আজকেই পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন

    আসসালামুয়ালাইকুম

    The post কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফাইল মেমোরিতে নিবেন appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments