Search box..

মহাকাশের ঝাড়ুদার! Space Sweepers ২০২১ সালের ব্যতিক্রম ধর্মী একটা মুভির রিভিউ + লিংক (Hindi Dubbed)

মহাকাশের ঝাড়ুদার! Space Sweepers ২০২১ সালের ব্যতিক্রম ধর্মী একটা মুভির রিভিউ + লিংক (Hindi Dubbed)


মহাকাশের ঝাড়ুদার! Space Sweepers ২০২১ সালের ব্যতিক্রম ধর্মী একটা মুভির রিভিউ + লিংক (Hindi Dubbed)

Posted:

অনেকদিন ওয়াচ লিস্টে থাকা একদম সলিড রাইড আর ফান একটি মুভি দেখে ফেললাম গতকাল রাতে। সাই-ফাই, একশন, এডভেঞ্চার জনরায় এবছরের রিফ্রেশিং মুভি।

 

 

Space Sweepers 2021

 

Imdb: 6.6

 

Rotten Tomatoes: 69%

 

Google: 87%

 

ভাষা: ইংরেজি (হিন্দি)

 

Screenshot




 

No spoilers

 

 

২০৯২ সাল। মানুষ ধিরে ধিরে পৃথিবীর বাহিরে মহাকাশে কলোনি স্থাপন শুরু করেছে। মহাকাশে ধংস হয়ে থাকা পুরোনো স্যাটেলাইট আর স্পেসশিপ বিপদজনক ভাবে ভেসে বেরায়।
একদল ক্রু প্রায় অনেকের মতই তাদের শিপ নিয়ে অনেকটা যুদ্ধ করে সেগুলো কালেক্ট করে বেরায় টাকার জন্য। এমনি এক স্পেসশিপে তারা একদিন এক ছোটো মেয়েকে খুঝে পায়। মিডিয়াগুলোতে তাকে মানুষরূপী বিপদজনক বোম্ব হিসেবে প্রচার করা হয়। কিন্তু তারা বুঝতে পারে যে এই মেয়ের কিছু স্পেসাল অথবা সুপারহিউম্যাম ক্ষমতা আছে।

 

 

আলাদা কোনো প্রত্যাশা ছিলো না। কেবল সময় পার করার জন্যই দেখা এবং আমি যথেষ্ট সন্তুষ্ট।
রিফ্রেশিং ন্যারিটিভ সাথে ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট। প্রত্যকের কাজের পেছনে মোটিভ তুলে ধরা হয়েছে। যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ন। 

 

 

মুভির শুরুটা সলিড ছিলো, মাঝখানের অংশ কিছুটা স্লো আর শেষ অংশ মোটামুটি। তবে ইমোশনাল রাইড ভালো ছিলো। অর্থাৎ মুভি দেখতে বোরিং লাগবে না একদমই।
কিছু ভালো একশন সিকুয়েন্স এবং সাথে ভালো স্পেস ভিজুয়ালাইজেসন ছিলো। তবে হ্যা এই মুভি হিন্দি ডাব চাইলে দেখাত পারেন।
কারন মুভিতে ডায়লগের পরিবর্তন না করে তার সাথে ইমোশনাল ইম্পেক্ট ঠিক রাখার চেষ্টা করেছে।

 

 

মুভির অভিনয় এভারেজ থাকলেও তা তেমন সমস্যার কারন হয় না। কিছু কিছু বেলায় বলিউড টাইপ চিজি একটা ভাইব পাওয়া যায়। তবে তা সামান্য।

 

 

ধনী, গরিবের লাইফ স্টাইলের পার্থক্য সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

 

 

তবে সবচাইতে ইম্পরট্যান্টলি এই মুভি যথেষ্ট ফান মুভি। বন্ধু রোবট, একশন আর মহাকাশ এডভেঞ্চার একসাথে থাকলে আর কি লাগে।

 

 

তো এমন সময় তাদের সাথে ঘটে যায় বিচিত্র ঘটনা, কি কি ঘটে তা দেখতে হলে মুভিটি দেখতে হবে।

 

 

মুভিটিতে অনেক দেশের মানুষ জাতি বর্ণ দেখানো হয়েছে । ন্যানো রোবট সহ আরও অনেক কিছু আছে।

 

 

মুভিটি কোরিয়ান হলেও মুভিটির এডিটিং ছিল হলিউড লেভেলের, guardians of the galaxy এর সাথে তুলনা করছি না কিন্তু তেমনি একটা ফিল আসবে মুভিটি দেখতে যেয়ে।
তাছাড়া স্টার ওয়ারস এর ও বিভিন্ন এলিমেনটস দেখতে পাবেন মুভিতে।

 

 

একদম আহামরি লেভেলের কিছু না হলেও যথেষ্ট ভালো একটি মুভি। তাই দেখার সাজেশন থাকলো।

 

 

মুভিটিতে ইংরেজি, hindi আর কোরিয়ান ভাষার ব্যাবহার করা হয়েছে।

 

Link: Space Sweepers Movie

ধন্যবাদ

 





The post মহাকাশের ঝাড়ুদার! Space Sweepers ২০২১ সালের ব্যতিক্রম ধর্মী একটা মুভির রিভিউ + লিংক (Hindi Dubbed) appeared first on Trickbd.com.

রসায়ন শাস্ত্র মুসলিম বিজ্ঞানী পরিশ্রম ও অকৃত্রিম অবদমনের ফলে, রসায়ন শাস্ত্র আজ উন্নতির দিকে উচ্চ শিখরে পৌঁছেছে?

Posted:

রসায়ন শাস্ত্র মুসলিম বিজ্ঞানী পরিশ্রম ও অকৃত্রিম অবদমনের ফলে, রসায়ন শাস্ত্র আজ উন্নতির দিকে উচ্চ শিখরে পৌঁছেছে?

রসায়ন শাস্ত্রে মুসলমানদের অবদান অনেক। আমরা হয়তো অনেকেই জানি না মুসলমানদের, বৈজ্ঞানিক প্রক্রিয়া পৃথিবীর বড় বড় কাজকর্মের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

কিন্তু দুর্ভাগ্যবশত এই সম্পর্কে আমরা অনেকেই তেমন কিছু জানি না। বিজ্ঞানের বিভিন্ন শাখার ন্যায় রসায়ন শাস্ত্রে মুসলমানদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম বিজ্ঞানী যেমন জাবির ইবনে হাইয়ান, আল কিন্দি, জুন্নুন মিশরী, ইবনে আব্দুল মালিক আল কাসি অনেক বিশেষ অবদান রাখেন।

তাদের নিরলস পরিশ্রম ও অকৃত্রিম অবদান এর ফলে রসায়ন আজ উন্নতির উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। আমরা মুসলমান হয়েও হয়তো সঠিক ধারণা বা তথ্যটি জানিনা। কেননা এগুলো সম্পর্কে তেমন কোন স্কুল কলেজ ভার্সিটিতে গুরুত্ব দেয় না। চলুন আজকে আমরা এ বিষয়ে তাদের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি।

রসায়ন শাস্ত্র আজ উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছে, অনেক মুসলিম বিজ্ঞানীদের জন্য?

সাধারণত বিজ্ঞানের বিভিন্ন শাখার ন্যায় রসায়ন শাস্ত্রে মুসলমানদের অবদান অনেক। যদিও বর্তমান বিশ্বে আমরা এইসব সম্পর্কে খোঁজখবর খুব কম রাখি। আলকেমি অর্থাৎ রসায়ন শাস্ত্রে মুসলিম বিজ্ঞানী যেমনঃ

##জাবির ইবনে হাইয়ান তিনি এই রসায়নশাস্ত্রের বেশ ভালোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

##এমনকি আল কিন্দি নামক একজন মুসলিম বিজ্ঞানী তিনিও রসায়নশাস্ত্রে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

##তাছাড়া এদিকে জুন্নুন মিশরী নামক আরো একজন মুসলিম বিজ্ঞানী, তিনিও রসায়নশাস্ত্রে অনেক ভূমিকা পালন করেন।

##এমনকি ইবনে আব্দুল মালিক আল কাসি তিনি একজন মুসলিম বিজ্ঞানী, তারও রসায়নশাস্ত্রে গুরুত্ব অনেক অবদান রয়েছে।

প্রিয় বন্ধুরা উপরোক্ত মুসলিম বিজ্ঞানীরা, রসায়নশাস্ত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে আপনি হয়তো এ সম্পর্কে কেমন ধারণা রাখেন না তাইনা! এখন আমরা এই 4 জন মুসলিম বিজ্ঞানীদের রসায়ন শাস্ত্রের, জন্য পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব!

জাবির ইবনে হাইয়ান একজন মুসলিম বিজ্ঞানী?

সাধারণত আবু আব্দুল্লাহ জাবির ইবনে হাইয়ান, দক্ষিণ আরবের আযদ বংশে 722 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আর জাবির এর পিতা হাইয়ান তিনি একজন চিকিৎসক ছিলেন। তিনি গণিতশাস্ত্রে শিক্ষালাভ শেষে চিকিৎসাশাস্ত্রে ও শিক্ষা গ্রহণ করেন। তাছাড়া তিনি কুফাই চিকিৎসার জীবন শুরু করলেও তার মধ্যে তিনি

রসায়ন শাস্ত্র, উচ্চতার জ্ঞান অর্জন করেন। তিনি তার গ্রন্থে ধাতুর শোধন, বাষ্পীয় করণ, চুলের কলপ, লেখার কালি ও কাজ ইত্যাদি দ্রব্য প্রস্তুতের, সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেন। জাবের ইবনে হাইয়ানকে রসায়ন শাস্ত্রের পরিপূর্ণতা দান করেছেন। বিধায় তাকে এই শাস্ত্রের জনক বলা হয়। জাবির ইবনে হাইয়ান তিনি 815 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

আল কিন্দি নামক তিনি একজন মুসলিম বিজ্ঞানী?

আবু ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি 801 খ্রিস্টাব্দে সাধারনত তিনি কুফায় জন্মগ্রহণ করেন। তিনি এরিস্টটলের ধর্মতত্ত্ব আরবিতে অনুবাদ করেন। খলিফা মামুন এর সময়ে জ্যোতির্বিদ, রসায়নবিদ, চিকিৎসক ও দার্শনিক হিসেবে তাঁর সুনাম চারিদিকে ছড়িয়ে যায়। অন্ধ দিক 365 গ্রন্থ রচনা করে জ্ঞান-বিজ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছিলেন।

তার মতে গণিত ছাড়া দর্শনশাস্ত্র অসম্ভব। দর্শন ছাড়াও তিনি চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, রসায়ন, গনিত সংগীত বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। এবং তার মাতৃভাষা ছিল আরবি, তাছাড়া সংস্কৃত, গ্রিক, সিরীয় ইত্যাদি ভাষায় পন্ডিত ছিলেন। আবু ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি তিনি 874 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

জুন্নুন মিশরী তিনিও একজন মুসলিম বিজ্ঞানী?

জুন্নুন মিশরী তার পিতার নাম ইব্রাহিম এবং তার নাম সাওবান। কিন্তু তিনি জুন্নুন মিশরী নামে পরিচিত ছিলেন। তিনি মিশরের আখ মিম নামক স্থানে 796 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জুন্নুন মিশরী তিনি সুফি হিসেবে প্রসিদ্ধ হলেও আরব মুসলিম বিজ্ঞানীদের মধ্যে, রসায়ন শাস্ত্রের উপর যারা প্রাথমিক দিকে গবেষণা করেন, তাদের অন্যতম তিনি ছিলেন।

তিনি রসায়ন শাস্ত্রের বিভিন্ন উপকরণ নিয়ে গবেষণা ও লেখালেখি করতেন। তার লেখায় সোনারূপা সহ বিভিন্ন খনিজ পদার্থের বর্ণনা পাওয়া যায়। তিনি মিশরীয় সাংকেতিক বর্ণের মর্মার্থ বুঝতেন। জুন্নুন মিশরী তিনি মিশরের আল জিজাহ নামক এক স্থানে 859 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

ইবনে আব্দুল মালিক আল কাসি তিনি একজন মুসলিম বিজ্ঞানী?

তার নাম আবুল কাশিম মুহাম্মদ ইবনে আব্দুল মালিক আল খারে জেমি আল কাসি। তিনি সাধারণত একাদশ শতাব্দীতে বাগদাদে জন্মগ্রহণ করেন। এবং তিনি ওই বাগদাদেই অবস্থান করতেন। ইবনে আব্দুল মালিক আল কাসি তার খুবই জনপ্রিয় একটি গ্রন্থ রসায়ন শাস্ত্রের মূল্যবান একটি সংযোজন ছিল।

তিনি এই গ্রন্থে রসায়নের প্রত্যেক প্রয়োজনীয় শাখার সরল ও সহজ পন্থা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছিলেন। যে সকল বস্তু সাদা এবং যে সকল বস্তু লাল এদের ব্যাপারেও পার্থক্য বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছিলেন। ইবনে আব্দুল মালিক আল কাসি তিনি কোথায় এবং কত তারিখে, মৃত্যুর তারিখ কি সঠিকভাবে জানা যায়নি।

প্রিয় বন্ধুরা আশাকরি আপনারা আজকের রসায়ন শাস্ত্র বিষয়ক মুসলিম বিজ্ঞানীদের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে হলেও বুঝতে পেরেছেন। যদিও বিস্তারিত বললে লিখে শেষ করা সম্ভব নয়। একারণেই সংক্ষিপ্ত আকারে সবার পরিচয় উল্লেখ করার চেষ্টা করেছি। আর্টিকেল সম্পর্কিত মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন অগ্রিম সবাইকে ধন্যবাদ।

The post রসায়ন শাস্ত্র মুসলিম বিজ্ঞানী পরিশ্রম ও অকৃত্রিম অবদমনের ফলে, রসায়ন শাস্ত্র আজ উন্নতির দিকে উচ্চ শিখরে পৌঁছেছে? appeared first on Trickbd.com.

যারা কম্পিউটার দিয়ে গান DJ করতে চান তাদের জন্য বেস্ট একটি সফটওয়্যার FL Studio 12 ডাউনলোড করে নিন।

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ।

আজ আমি আপনাদের সামনে হাজির হলাম FL studio 12 for PC । আগের পোস্টে আমি দিয়েছি fl studio mobile 3.6.19 ।যারা মোবাইল দিয়ে গান DJ করতে চান না তাদের জন্য PC software টি বেস্ট হবে।  যারা একটু remix প্রেমিক তাদের জন্য হেল্পফুল হবে আশা করি। FL studio অনেক আছে কিন্তু বেশি ভাগ trial version এই জন্য আমি অফিসিয়াল FL studio 12 নিয়ে হাজির হলাম। FL studio অনেক গুলো version আছে তার মধ্যে  12 version টি বেস্ট মনে হয়েছে তাই শেয়ার করছি।  আশা করছি এই সফটওয়্যারটি নিয়ে কোন সমস্যা হবে না যদি হয় অবশ্যই আমাকে জানাবেন।   trickbd তে আরো অনেক পোস্ট আছে দেখে আসতে পারেন। তো বেশি কথা বলছি না software এর কিছু স্কিনসর্ট এবং কিভাবে ইনস্টল করতে হবে সব দেখিয়ে দিচ্ছি সালে থাকুন।

App download 

প্রথমে ফাইলটি zip করা থাকবে unzip করে দিবেন।  এবং ইনস্টল করার একটা টেস্ট ফাইল পেয়ে যাবেন।  আমরা setup ডাবল ক্লিক করবো এই রকম ইন্টার পেইজ আসবে next করে দিবো।

এবার I agree তে ক্লিক করবো।

এখন next করে দিবো।

এখন চাইলে আপনি ইচ্ছে মতো components সিলেক্ট করতে পারবেন আমি ডিফল্ট রাখছি।

Softwareলোকেশন চাইলে কাস্টমাইজ করতে পারবেন আমি ডিফল্ট রাখছি।

এখন আমরা ইনস্টল ক্লিক করবো।

দেখতে পাচ্ছে আমার ইনস্টল হচ্ছে কিছু সময় লাগবে ইনস্টল হতে ।আর হ্যাঁ যেই ড্রাইভে ইনস্টল করছেন সেই ড্রাইভে ৩ GB spaces খালি রাখতে হবে।

ইনস্টল হলে এইরকম একটি পেইজ দেখতে পাবো এইটা আমরা ইনস্টাল করে নিবো।

এখন আমরা FL studio রান করবো।

এই যে আমাদের FL studio অনেক গুলো ডেমু গান দেওয়া আছে ।

দেখতে পাচ্ছে একটি গান randing হচ্ছে খুব ফাস্ট রেন্ডার হয়।  তো আর বেশি কিছু বলছি না ।PC জন্য কোন software লাগলে কমেন্ট  করে জানাবেন আশা করছি সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হবো লেখায় কোন ভুলক্রটি হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন আল্লাহ্ হাফেজ।

Facebook

YouTube

Telegram

 

The post যারা কম্পিউটার দিয়ে গান DJ করতে চান তাদের জন্য বেস্ট একটি সফটওয়্যার FL Studio 12 ডাউনলোড করে নিন। appeared first on Trickbd.com.

অল্প দামে সেরা কিছু ফোন। (রিভিউ)

Posted:



  • আসসালামু আলাইকুম। আজকের এই টপিকটা খুব সাধারণ। আমি ইতোমধ্যে ট্রিকবিডিতে আগেও পোস্ট করেছি।
    আজকের লেখার বিষয় অল্প দামে ভালো ফোন, অর্থাৎ এখানে অল্প দাম বলতে ১৩০০০ টাকাকে বুঝাচ্ছি। ১৩০০০ টাকার মধ্যে ভালো ফোন। নিচে কিছু রিভিউ দেয়া হলো।

    Infinix hot 11 play

    ৪ জিবি র‍্যামের ফোনে মাত্র ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি পাই আর ওরা ইনফিনিক্স ফোনে ৪ জিবি র‍্যামে ১২৮ জিবি রম দিয়ে বসে আছে।
    এই জন্যেই আমি ইনফিনক্স কে ব্যাতিক্রম ধর্মী ফোন বলি৷ এছাড়া infinix hot 10 এর মূল্য অনেক কম। এর দাম ১২৯৯০ টাকা (বাংলাদেশি অফিশিয়াল)।
    এই ফোনগুলো অনেক রঙে পাওয়া যাচ্ছে। নিচে গুরুত্বপূর্ণ কিছু ফিচার তুলে ধরা হলো।

    • ব্যাটারিঃ ৬০০০ এম্পিয়ার ব্যাটারি।
    • প্রোসেসরঃ ফোনটির প্রোসেসর ২.৩ GHz (octa-core)
    • -র‍্যাম-রমঃ ফোনটির র‍্যাম ৪ জিবি রম ১২৮ জিবি।

    • -ক্যামেরাঃ ফোনটির ক্যামেরা 13 মেগাপিক্সেল + (wide ai)
    • -ডিসপ্লেঃ ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৮২ ইঞ্চি।
    • -চার্জিং গতিঃ ১০ ওয়াট।
    • -কালারঃ green,gold,blue,

    Samsung Galaxy M02

    এই ফোনটি কম অনেক দামে পাওয়া যাচ্ছে তার উপর এটি একগাদা ফিচার সংযুক্ত করা আছে। আমাকে ব্যাক্তিগতভাবে এই ফোনটি অনেক ভালো লাগে। যেহেতু এটা স্যামসাং ফোন তাই এখানে সফটওয়্যার আপডেট এর কোনো সমস্যা নাই।এই ফোনটি দুটি মডেলে পাওয়া যাচ্ছে। একটির র‍্যাম-রম ২/৩২ জিবি আরেকটির র‍্যাম-রম হচ্ছে ৩/৩২ জিবি। আমি ব্যাক্তিগত ভাবে আপনাকে ২/৩২ জিবি নেয়ার পরামর্শ দিব। যদি আপনার বাজেট বেশী থাকে তাহলে আপনি ৩/৩২ নিতে পারেন। তবে যেহেতু আপনি অল্প দামে ভালো কোনো ফোন চাচ্ছেন তাই আপনার জন্য ২/৩২ নেয়াটা ভালো হবে।
    এর ২/৩২ জিবি র‍্যাম-রমের দাম হচ্ছে ৮৫৯৯ টাকা এবং ৩/৩২ জিবি র‍্যাম রমের দাম হচ্ছে ৯৯৯৯ টাকা। নিচে এই দুটি মডেলের কিছু গুরুত্বপূর্ণ ফিচার দেয়া হলো।

    • -ব্যাটারীঃ এই ফোনের ব্যাটারী হচ্ছে ৫০০০ এম্পিয়ার (non-removal)
    • -প্রোসেসরঃ এই ফোনের প্রোসেসর ১.৩ গহ্য
    • -ডিসপ্লেঃ এর ডিসপ্লে মোটামুটি অনেক বড় (৬.৫ ইঞ্চি)
    • -ক্যামেরাঃ এর পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। এবং পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
    • -ইউএসবি ও জিপিএসঃ সাপোর্টেড।
    • -এন্ড্রোয়েড ভারসনঃ এটি এন্ড্রোয়েড ভারসন 10 দ্বারা তৈরি। (one UI 2.0)

    দূর্ভাগ্যজনকভাবে এই ফোনটিতে কোনো ফিনগারপ্রিন্ট নেই। কিন্তু এটাতে ফেস লক আছে।
    -কালারঃ এই ফোনটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। যথাক্রমে, black gray, blue, red

    Oppo A12

    এটা ২০২০ সালের তৈরিকৃত মডেল। এর আগে এই ফোনের দাম ছিলো ১৯৯০ টাকা ছিলো। কিন্তু এখন তা পরিবর্তন করে ৯৯৯০ টাকায় আনা হয়েছে। তবে এই ফোনের নতুন এক মডেল বের হয়েছে যার র‍্যাম-রম ৪/৬৪ জিবি এবং এর দাম ১৩৯৯০ টাকা, যা অনেক। আমি যে ফোনের কথা বলছি সেটা হচ্ছে ৩/৩২ জিবি র‍্যাম-রম ওয়ালা ফোন। আমি আবারো বলছি এটির দাম বর্তমানে ৯৯৯০ টাকা।ফোনটিতে রয়েছে ফিনগারপ্রিন্ট, ভালো মানের প্রোসেসর যা কম দামের অন্য কোনো ফোনে নেই। এই ফোনের বিস্তারিত ফিচার তুলে ধরা হলোঃ

    • -প্রোসেসরঃ এ ফোনের প্রোসেসর ২.৩ GHz (octa-core)
    • -র‍্যাম-রমঃ (২/৩২) আর (৪/৬৪) জিবি
    • -ব্যাটারীঃ এই ফোনের ব্যাটারী হচ্ছে ৪২৩০ এম্পিয়ার (non-removal)
    • -ডিসপ্লেঃ এই ফোনের ডিসপ্লে সাইজঃ ৬.২২ ইঞ্চি
    • -নেটওয়ার্ক টাইপঃ ফোনটিতে সাপোর্ট করে ২জি, ৩জি,৪জি।
    • -এন্ড্রোয়েড ভারসনঃ এন্ড্রোয়েড ৯.০ (ColorOs 6.1)
    • -ইউএসবি ও ওটিজিঃ সাপোর্টেড।
    • -ক্যামেরাঃ সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং পেছনের ক্যামেরা ১৩+ ২ মেগাপিক্সেল।
    • -ফোনের ওজনঃ এর ওজন ১৬৫ গ্রাম।

  • এই রকম একটা পোস্ট আমি skilljano.xyz এ দেখেছি। উনার থেকে আমি অণুপ্রানিত হয়ে পোস্ট করলাম। অবশ্যই এটা কপি পোস্ট না। post link

    এখানে আমি অল্প দামে দুটি গেমিং ফোন এর রিভিউ দিলাম।

    Walton primo H9


    প্রকৃত দাম ৯৭৯৯ টাকা। এর র‍্যাম হচ্ছে ৪ জিবি এবং রম হচ্ছে ৬৪ জিবি। আসল কৌতুহল এখানেই। মাত্র এই টাকাতেই এতো ভালো মানের ফোন পাওয়া যাচ্ছে। বাজেট কম থাকলে এটা কিনতে পারেন। এমনিতে ওয়াল্টন ফোনের বর্তমান কোয়ালিটি অনেক ভালো মানের । নিচে এর সম্পর্রকে বিস্তারিত দেয়া হলো।

    • -প্রোসেসরঃ এর প্রোসেসর হচ্ছে 1.8 GHz Octa-Core, ARM Cortex-A53। এর সাথে রয়েছে MediaTek’s Helio A20 চিপসেট। (অসাধারণ)
    • -ব্যাটারীঃ এর ব্যাটারি হচ্ছে ৪০০০ এম্পিয়ার।
    • -ক্যামেরাঃ এর পিছনের ক্যামেরা হচ্ছে ১৩ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। সামনে আছে ৮ মেগাপিক্সেল এর full hd ক্যামেরা
    • -ফোনটিতে ফিনগারপ্রিন্ট আছে সহ।

    Realme 5i

    আমাদের গেমিং ফোনের তালিকায় এটাকেও রাখলাম। এটি অনেক দিন ধরে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। এর দাম বর্তমানে ১২৯৯০ টাকা। নিচে এর কিছু ফিচার দেয়া হলোঃ

    • -প্রোসেসরঃ Octa-core (2.0 GHz) এবং সাথে আছে Qualcomm Snapdragon 665 (11 nm). এর চিপসেট।
    • -স্টোরেজঃ র‍্যাম ৪ জিবি রম ৬৪ জিবি।
    • -ব্যাটারীঃ ফোনটির রয়েছে ৬০০০ এম্পিয়ার
    • ক্যামেরাঃ পিছন ক্যামেরা হিসেবে রয়েছে চারটি ক্যামেরা ১২+৮+২+২ মেগাপিক্সেল। এবং সামন ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগা পিক্সেলের একটি ক্যামেরা।
    • -ডিসপ্লেঃ এর ডিসপ্লে ৬.৫২ ইঞ্চি।

    The post অল্প দামে সেরা কিছু ফোন। (রিভিউ) appeared first on Trickbd.com.

    Ubersuggest Premium Free তে ব্যবহার করার উপায় ১০০%

    Posted:

    যারা seo করেন সবাই জানেন neilpatel এর Ubersuggest কতোটা একুরেট ভলিউম এবং ব্যকলিংক লিস্ট দেয়।
    তাই আজকের এই পোস্টে দেখাব কুভাবে ফ্রিতে Ubersuggest premium ব্যবহার করবেন মোবাইল এবং পিসি উভয় দিয়েই।

    মোবাইল ব্যবহারকারীরা আমার মতো Play store থেকে kiwi broser ইন্সটল করে নিন। এরপর নিচের স্কিনশট ফলো করেন।
    নিচের লিংক থেকে কুকি কপি করে নিন। আর কুকি প্রতি ঘন্টায় আপডেট হয়। তাই ১ বার কাজ না করলে পরের ঘন্টায় প্রথম দুকে চেষ্টা করবেন।
    Use Ubersuggest Premium For Free

    কুকি কপি হয়ে গেলে কুকি এডিটর ইন্সটল করেন।

    এবার app.neilpatel.com এ প্রবেশ করুন

    এবার কুকি এডিটর এক্সটেনশন এ যেয়ে আগের কুকি ডিলিট করে নতুন কুকি পেস্ট করুন আর খেলা দেখুন।

    দেখুন রিফ্রেশ এর পর আমার প্রিমিয়াম একাউন্ট কোনো লগিন ছাড়াই চলে এসেছে।

    আশা করি সবাই বুঝতে পেরেছেন।
    আর আরো ভালো ভাবে বুঝতে ভিডিও দেওয়া হলোঃ

    নতুন নতুন সব আপডেট পেতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন।
    Ubersuggest Premium Cookies Telegram

    The post Ubersuggest Premium Free তে ব্যবহার করার উপায় ১০০% appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments