চমৎকার ৭ টি ফ্রী ব্লগার থিম ডাউনলোড করে নিন |
- চমৎকার ৭ টি ফ্রী ব্লগার থিম ডাউনলোড করে নিন
- Bioscope হ্যাক করে সমস্ত প্রিমিয়াম Movie ও TV Series দেখুন ফ্রিতে,,,, Don’t miss
- আপনার শত্রুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টি হ্যাক করে নিন সাথে লোকেশন ও ট্রাক করুন। না দেখলে মিস করবেন।
- প্রশ্ন উত্তর সাইট বানান নিজেই। মাসে ইনকাম ৫০ হাজার টাকা।
চমৎকার ৭ টি ফ্রী ব্লগার থিম ডাউনলোড করে নিন Posted: আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি তাদের সবার প্রধান টার্গেট থেকে ইনকাম করা । আর ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করার জন্য সেরা উপায় হচ্ছে গুগল এডসেন্স । তাই ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য পোস্ট বা কনটেন্ট এর পাশাপাশি ওয়েবসাইটের ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ । আর এই ওয়েবসাইটের ডিজাইন নির্ভর করে সাইটে ব্যবহৃত থিম এর উপর। আপনার ওয়েবসাইটে ব্যবহৃত থিম যদি এডসেন্স, এসইও, মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে অ্যাডসেন্সে অ্যাপ্রভ পেতে অনেকটা ঝামেলা হবে । এছাড়া আপনার সাইটে ব্যবহৃত থিম যদি অ্যাড ফ্রেন্ডলি না হয় তাহলে বেশি গুগল এডসেন্সের এড ব্যবহার করতে না পারলে ইনকাম খুবই কম হবে । এইজন্য গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল এবং ভালো মানের ওয়েবসাইটের ডিজাইন করার জন্য এডসেন্স, এসইও, মোবাইল ফ্রেন্ডলি থিম বা টেমপ্লেট ব্যবহার করতে হয়। তাই আজকে আমি এমন সাতটি ফ্রী ব্লগার টেমপ্লেট দিব, যা রেস্পন্সিভ মর্ডান এবং পরিষ্কার ডিজাইন । আপনি যে নিস নিয়ে কাজ করেন না কেন এই সাতটি থিম এর মধ্যে যেকোনো একটি ব্যবহার অবশ্যই করতে পারবেন । সুচিপত্রঃ চমৎকার ৭ টি ফ্রী ব্লগার থিম ডাউনলোড
প্রথম, ব্লগার টেমপ্লেট / থিম: UltraMagUltramag Blogger Template হল একটি ম্যাগাজিন ব্লগার থিম যা অনেক অগ্রগতি এবং অনন্য বৈশিষ্ট্য সহ উচ্চমানের । উইজেট কনফিগার এবং অনন্য উপাদান এর সাথে খুবই অল্প সময় আপনার পুরো ওয়েবসাইট লোডিং নিয়ে থাকে । এটি তৈরি করা হয়েছে নতুন প্রজন্মের ব্লগারদের কাঠামোর উপর ভিত্তি করে । এই থিমে নমনীয় কোডিং কাঠামো রয়েছে যা আপনার প্রয়োজন অনুসারে ডিজাইন তৈরি করতে অত্যন্ত উপকারী । উইজেট কাস্টমাইজ করে আপনি বিভিন্ন লেআউট তৈরি করতে পারেন । এই থিমটি এসইও অপটিমাইজ, উচ্চ প্রতিক্রিয়াশীল এবং দ্রুত লোডিং প্রদান করে । তাছাড়া এটি পোস্ট পৃষ্ঠা এবং হোমপেজ উভয়ের মধ্যে সর্বশেষ স্কিমা মার্কআপ সমর্থন করে । আপনি যদি সংবাদ, সঙ্গীত, খেলাধুলা, ফটোগ্রাফি, ব্যবসা, প্রযুক্তি, খাদ্য এই জাতীয় এবং অন্যান্য বিষয়গুলির জন্য ব্লগ তৈরি করতে চান তবে এটি আপনার জন্য অত্যন্ত উপযুক্ত । এটি একটি খুব পরিষ্কার নকশা রয়েছে যা সহজে বোধগম্য । তাছাড়া এই থিম সেটআপ করতে খুব কম সময় লাগবে ।
দ্বিতীয়, ব্লগার টেমপ্লেট / থিম: MagifyMagiify ব্লগার থিম হলো একটি পেশাদার প্রতিক্রিয়াশীল ম্যাগাজিন ব্লগার টেমপ্লেট, এটি সম্পূর্ণরূপে কাস্টমাইজ যোগ্য এবং স্পিডের ক্ষেত্রে খুবই শক্তিশালী । Magiify ব্লগার টেম্পলেট হলো দ্রুত লোডিং সম্পন্ন, যা অন্য কোন ম্যাগাজিন ব্লগার টেমপ্লেট এর মত নয় । এটি SEO এর জন্য সম্পূর্ণরূপে অপটিমাইজ করা হয়েছে, যাতে আপনি সার্চ ইঞ্জিন থেকে সেরা ফলাফল পান । Magiify ব্লগার থিমে একাধিক গুগলের বিজ্ঞাপন স্থাপনের জন্য সঠিক স্থান নির্বাচন করা রয়েছে যার মাধ্যমে আপনি অধিক উপার্জন করতে পারেন ।
তৃতীয়, ব্লগার টেমপ্লেট/থিম: PlatePlate ব্লগার টেমপ্লেট স্পেশালভাবে ডিজাইন করা এবং পেশাদার ভাবে তৈরি ব্লগার থিম , বিশেষভাবে রেসিপি ব্লগের জন্য তৈরি করা । আপনি যদি একটি কাস্টম রেসিপি পোষ্ট টাইপ করেন তাহলে যে কাউকে মন্ত্রমুগ্ধ করবে এমন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা রয়েছে এই থিমে । সর্বশেষ প্রযুক্তি এবং আপডেট কোড দিয়ে তৈরি এটি বর্তমানে উপলব্ধ সবচেয়ে পরিষ্কার ব্লগ গুলির মধ্যে একটি । এটি দ্রুত লোড হয় এবং আপনার ব্লগে প্রচুর প্রিমিয়াম বৈশিষ্ট্য নিয়ে আসে । এই থিমটি বিভিন্ন খাবারের রেসিপি, রান্না, ভ্রমণ, দৈনিক ব্লগ, ব্যক্তিগত ব্লগ এর জন্য ব্যবহার করা যেতে পারে । এটি একটি সম্পূর্ণ কাস্টমাইজ থিম এবং সংক্রিয়ভাবে যেকোনো ডিভাইসে ব্যবহারযোগ্য । Plate blogger template সহজ দ্রুত লোডিং, প্রতিক্রিয়াশীল, SEO প্রস্তুত, ওয়ার্ডপ্রেস থেকে অভিযোজি্ বিজ্ঞাপন প্রস্তুত, রেটিনা প্রস্তু্ ব্রেডক্রাম, নেভিগেশন প্রস্তু্ ফ্যাশন, ড্রপডাউন মেন্ সামাজিক বুকমার্ক প্রস্তুত, নেভিগেশ্ মেনু , পোস্ট, থামলইন
চতুর্থ, ব্লগার টেমপ্লেট/থিম: MelinaMelina blogger template হল একটি বৈশিষ্ট্য সমৃদ্ধ ফ্যাশন ম্যাগাজিন ব্লগার থিম । এই টেমপ্লেটটি তে একটি নজরকাড়া ডিজাইন সহ advance এবং আকর্ষণীয় ডিজাইন রয়েছে । এই থিমটি ব্যবহার করে পেশাদার ব্লগ তৈরি করতে কোন সময় লাগে না । এই টেমপ্লেটটি আরেকটি ভালো জিনিস হল আপনি যে ডিভাইস টি ব্যবহার করছেন ওই ডিভাইস অনুযায়ী রেস্পন্সিভ । আপনি যদি একটি দুর্দান্ত ফ্যাশন ব্লগ তৈরী করতে চান, তবে এই থিমটি আপনার জন্য অত্যন্ত উপযুক্ত । এটিতে এসইও, ব্রেডক্রাম, স্ট্রাকচার এবং স্কিমা মার্কাপ করা যা ভালো এসইও ফলাফল পেতে সাহায্য করে ।
পঞ্চম, ব্লগার টেমপ্লেট/থিম: SoraShopSoraShop ব্লগার টেমপ্লেট একটি সুদর্শন এবং উন্নত শপিং থিম, আপনি যদি সেরা ই-কমার্স ব্লগার থিম খুঁজে থাকেন তাহলে এই থিমটি আপনার জন্য সঠিক । এই টেমপ্লেটে নিখুঁত এবং আশ্চর্যজনক কাঠামোর কারণে আপনি বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত স্থান পাবেন । এই থিমটি সম্পূর্ণ রেস্পন্সিভ, তাই যেকোনো ডিভাইসের সহজেই পুরো সাইট ওপেন হবে। আপনি যদি ক্রীড়া, ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং অন্যান্য ব্লগ তৈরী করতে চান তাহলে এই থিমটি আপনার জন্য বেস্ট । এটিতে অনেকগুলি অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা আপনার সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করবে ।
ষষ্ঠ ব্লগার টেমপ্লেট/থিম: CameraCamera blogger theme আপনাকে ফটো, ছবি, ভ্রমণ, ডেইরি, ইনস্টাগ্রাম, ছবি, সামাজিক, মিডিয়া, খাদ্য রেসিপ, এই থিমটি আপনি লাইট এবং ডার্ক দুইটা মুডে ব্যবহার করতে পারবেন । এটি দ্রুত লোডিং, লে-আউটের সাথে অত্যন্ত এসইও অপটিমাইজ করা হয়েছে এবং একই সময়ে এটি একটি সম্পূর্ণ প্রতিক্রিয়াশীল ডিজাইনের বৈশিষ্ট্যযুক্ত যা আপনাকে একটি বড় মোবাইল দর্শকদের কাছে পৌঁছতে সাহায্য করবে ।
সপ্তম ব্লগার টেমপ্লেট/থিম: CamilleCamila blogger template একটি উচ্চ মানের ডিজাইনসহ পরিষ্কার এবং সহজ ব্লগিং ব্লগার থিম । এটি একটি দ্রুত লোডিং থিম । এই থিমটি ফ্যাশন, মেকআপ, সৌন্দর্য ভ্রমণ ইত্যাদির মতো ব্যক্তিগত ব্লগ তৈরীর জন্য সবচেয়ে আদর্শ । এই থিমটি কাস্টমাইজ করা এতটাই সহজ আপনি নিজের মতো করেই করতে পারবেন । সহজ দ্রুত লোডিং রেস্পন্সিভ এসইও প্রস্তুত বিজ্ঞাপন প্রস্তুত ড্রপডাউন মেনু ইত্যাদি বিষয়গুলো বিদ্যমান ।
বন্ধুরা এই ছিল আজকের পোস্ট যদি ভালো লাগে পোস্টটি তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর নিজের জন্য বুকমার্ক করে রেখে দিন যদি কখনো লাগে, বলা তো যায় না। আর নিয়মিত সবার প্রিয় ট্রিকবিডি ভিজিট করুন। আর আমার সাইট দেখার দাওয়াত রইল। The post চমৎকার ৭ টি ফ্রী ব্লগার থিম ডাউনলোড করে নিন appeared first on Trickbd.com. |
Bioscope হ্যাক করে সমস্ত প্রিমিয়াম Movie ও TV Series দেখুন ফ্রিতে,,,, Don’t miss Posted: “আসসালামু আলাইকুম” যাই হোক আমরা ফ্রি পাগল মানুষ। ফ্রি পাইলে কোন কিছুই ছাড়ি না। তারপর Url Video Player নামে একটি apps প্লেস্টর থেকে ডাউনলোড করুন। লিংকঃ Url Video Player ২. বসানো হয়ে গেলে header option এ।
আমার ফেসবুক Facebook The post Bioscope হ্যাক করে সমস্ত প্রিমিয়াম Movie ও TV Series দেখুন ফ্রিতে,,,, Don't miss appeared first on Trickbd.com. |
আপনার শত্রুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টি হ্যাক করে নিন সাথে লোকেশন ও ট্রাক করুন। না দেখলে মিস করবেন। Posted: আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হ্যাক করতে হয় phishing server এর মাধ্যমে । এখন একটি লিংক এর মাধ্যমে আপনার শত্রুর ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হ্যাক করে নিন । এই কাজ গুলো অবৈধ ভাবে ব্যবহার করবেন না। যদি করে থাকেন আমি এবং trickbd দায়ী থাকবো না। বেশি কথা না বলে কাজে চলে যাই। প্রথমে আমরা termux এর apt আপডেট করে নিবো।
এখন আমরা git package টি ডাউনলোড করবো। pkg install git -y এখন আমরা টুলসটি ডাউনলোড করবো github থেকে। git clone https://github.com/htr-tech/nexphisher টুলসটি ডাউনলোড হলে ls দিয়ে ইন্টার করবো। এবং টুলস টি ভিতরে চলে যাবো তার জন্য cd nexphisher লিখে ইন্টার দিবো। এখন আমাদের মেইন ফাইল ওর টুলসটি ইনস্টল করতে হবে তার জন্য bash setup লিখে ইন্টার দিবো। আর হ্যাঁ টুলসটি ইনস্টল হতে কিছু সময় লাগবে এবং MB প্রয়োজন হবে। ইনস্টল ঠিক ভাবে হলে এই রকম দেখতে পারবো। এখন আমরা মেইন টুলসটির ভিতর চলে যাবো বা টুলসটি রান করবো।
এখন আমরা bash nexphisher লিখে ইন্টার দিবো। এই রকম একটা ইন্টার পেইজ দেখতে পারবো। যেহেতু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করবো তাই ০২ দিয়ে ইন্টার করবো। যেহেতু আমরা traditional login page তৈরি করবো তাই ০১ দিয়ে ইন্টার দিবো। যেহেতু আমরা port forwarding করবো তাই ০২ দিয়ে ইন্টার দিবো। আর হ্যাঁ ইন্টার দেওয়া আগে আপনার ফোনের হটস্পট টি অন করে নিবেন তা না হলে কাজ করবে না। অবশ্যই হটস্পট অন করবেন তাহলে উপরের মতো লিংক দেখতে পারবেন। মার্ক করা অংশ টুকু আপনি আপনার শক্রকে পাটিয়ে দিবেন। এবং সে বুঝতে পারবে না যে এইটা phishing ওয়েভসাইট । ধরে নিলাম আমি ভিকটিম এখন আমি লিংকটি ওপেন করবো । যখন লিংকে প্রবেশ করবে তখন ভিকটিম এই রকম একটি পেইজ দেখতে পারবে। এখন যদি ভিকটিম তার ইনস্টাগ্রামের user or Gmail and password দেয় এবং login ক্লিক করে সাথে সাথে আপনার কাছে user name or Gmail and password চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি যা ইনপুট করছি এখানে তাই দেখাচ্ছে। এবং সাথে আপনি ভিকটিমের আইপিটিএ ও পেয়ে যাবেন এবং তার লোকেশন ও ট্রাক করতে পারবেন। ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ । The post আপনার শত্রুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টি হ্যাক করে নিন সাথে লোকেশন ও ট্রাক করুন। না দেখলে মিস করবেন। appeared first on Trickbd.com. |
প্রশ্ন উত্তর সাইট বানান নিজেই। মাসে ইনকাম ৫০ হাজার টাকা। Posted: হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াই। অনেক দিন পর আপনাদের সামনে নতুন এক টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আশা করি এই আর্টিকেলটি আপনাদের অনেক কাজে আসবে। আজকের আর্টিকেল এর বিষয় হলো কিভাবে নিজেই প্রশ্নোত্তর সাইট বানাবেন এবং সেখান থেকে ইনকাম করবেন। আমি আপনাদেরকে প্রথমে দেখাবো সাইট বানানো এবং আর্টিকেল এর শেষের দিকে কিভাবে প্রশ্নোত্তর সাইট এর মাধ্যমে ইনকাম করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। প্রশ্নোত্তর সাইট বানানোর জন্য প্রথমে আপনার Cpanel লগইন করে নিন। তারপর Cpanel থেকে Softaculous Apps Installer এই অপশনটিতে ক্লিক করুন। তারপর চিত্রে দেখানো অংশে (থ্রি ডট মেনু) ক্লিক করুন। এরপর Others অপশনটি বেছে নিন। Others অপশনে ক্লীক করার পর Question2Answer এই অপশনটিতে ক্লিক করুন। এরপর Install Now এই অপশনটিতে ক্লিক করুন। এরপর Choose Protocol অপশনে ক্লীক করে https:// করে দিন & Choose Domain– এ ক্লীক করে আপনার যেই ডোমেইনে প্রশ্ন উত্তর সাইট বানাবেন সেই ডোমেইনটি সিলেক্ট করে নিন। in dictionary এটা ফাকা রাখবেন। Site Name এর জায়গাই আপনার সাইটের নাম দিবেন। তারপর Admin username & Password দিবেন। সবকিছু ঠিক থাকলে Install বাটনে ক্লিক করবেন। যদি নিচের চিত্রের মত আসে তাহলে বুজবেন আপনি সফলভাবে প্রশ্নোত্তর সাইট তৈরি করতে পেরেছেন। কিভাবে প্রশ্নোত্তর সাইট বানিয়ে ইনকাম করবেন।প্রশ্নোত্তর সাইট বানিয়ে অনেক ভাবে ইনকাম করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে গুগল এডসেন্স। আপনার সাইটে যখন অনেক ভিজিটর এবং অনেকগুলো প্রশ্ন উত্তর জমা হয়ে যাবে তখন আপনি গুগল এর কাছে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আবেদন করবেন। যদি আপনার সাইট টি এডসেন্স অনুমোদন পাই এবং অনেক বেশি ট্রাফিক থাকে, তাহলে আপনি প্রতি মাসে ভালো একটা প্রফিট এখান থেকে ইনকাম করতে পারবেন। আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে Itbn.xyz এর মত একটি ওয়েবসাইট তৈরি করবেন। যাইহোক এতক্ষণে হয়তো বুজে গিয়েছেন কিভাবে প্রশ্নোত্তর সাইট তৈরি করবেন। যদি কোথাও বুজতে সমস্যা হয় তাহলে comment করবেন।
The post প্রশ্ন উত্তর সাইট বানান নিজেই। মাসে ইনকাম ৫০ হাজার টাকা। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments