কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষার সহায়ক বইসমূহ ও সিলেবাস । |
- কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষার সহায়ক বইসমূহ ও সিলেবাস ।
- Best 5 offline code editor for Android | বেস্ট ৫টি অফলাইন কোড এডিটর।
- মোবাইল ফোন পানিতে পড়লে করণীয়?
- মাটির ময়না মুভি রিভিউ: বাংলাদেশের প্রথম সিনেমা যেটা অস্কারের জন্য নোমিনেশন পেয়েছিলো!
- ইংরেজিতে sentence বা বাক্য শিখুন সহজে [পব ১]
- ডাউনলোড করে নিন পুষ্পার অরজিনাল হিন্দি ডাবিং এর সাথে অরজিনাল এইচডি ভিডিও।
- ওমিক্রন থেকে বাচতে যে বিষয়গুলো মেনে চলা জরুরি
- নতুন আরেকটি প্রশ্ন-উওর করে ইনকাম করার সাইট
- [HOT] এবার মোবাইল দিয়েই জনপ্রিয় অফলাইন ব্রাউজার গেইম – ডাউনোসর হ্যাক করে আনলিমিটেড স্কোর করুন , আর বন্ধুদের সাথে মজা নিন
- টেলিগ্রাম ফোল্ডার,টেলিগ্রাম টেক্সট লিংক, মনোটাইপ ওয়ার্ড,টেক্সট কপি|Telegram folder, text url,mono word , text copy ,
কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষার সহায়ক বইসমূহ ও সিলেবাস । Posted: আসসালামুআলাইকুম প্রিয় ভিজিটর। ইন’আমুল বারী (দাওরা জামাত) সকল জামাতের সহায়ক পাঠ্য বইগুলোর নাম। ১- বুখারী শরীফ ১- মেশকাত ১ম ১- শরহে বেকায়া ১ম ১- নাহবেমীর ১- উর্দূ তেসরী কিতাব আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoyযেকোন পিডিএফ বই ডাউনলোড করুনঃ BDBoighor.comআমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BDThe post কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষার সহায়ক বইসমূহ ও সিলেবাস । appeared first on Trickbd.com. |
Best 5 offline code editor for Android | বেস্ট ৫টি অফলাইন কোড এডিটর। Posted: আমার ব্যবহার করা সবচেয়ে বেস্ট অফলাইন কোড এডিটর এটি।এটির প্রো ভার্সনে কোনো অ্যাডস পাবেন না।সাথে থাকছে প্রিমিয়াম ফিচারস আনলকড।TrebEdit এ রয়েছে w3schools এর ইনঅ্যাপ টিউটোরিয়াল।আরো আছে Get Source Code অপশন।যেটি সাহায্যে আপনি সহজেই যেকোনো সাইটের লিংক দিয়ে সে সাইটের সোর্স কোড পেয়ে যাবেন।আরো থাকছে Workspace অপশন।যেখান আপনার সকল html,css,js…. ফাইল গুলো পাবেন।রয়েছে Colour Picker option।আরো রয়েছে ইন অ্যাপ আউটপুট সুবিধা।TrebEdit এর একটি বেস্ট ফিচার হলো Lorem Ipsum এর random text generate করার অপশন।নিচে কিছু স্ক্রীনশট:- Download Download Quoda এমন একটি কোড এডিটর,যাকে আপনি আপনার ইচ্ছে মত কনফিগারেশন করতে পারবেন।এখানে রয়েছে Appearence সেটিংস, যার সাহায্যে আপনি ইচ্ছে মত UI চেঞ্জ করতে পারবেন।আরো থাকছে Editor Settings ,যেখানে আপনি আপনার কোড এডিটর এরিয়ার সব কিছু কাস্টোমাইজ করতে পারবেন।Quoda তেও রয়েছে Quick Preview অপশন।এর প্রিমিয়াম ভার্সনে থাকছে প্রিমিয়াম সব ফিচারস।নিচে কিছু স্ক্রীনশট :- Download DroidEdit এর যে জিনিসটি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে এর Bottom Toolber।যেটি একহাত দিয়ে চালানোর সময় অনেক কাজে দেয়।সাথে থাকছে কালার পিকার, সুন্দর কিছু থিম, ফাইল ব্যাকআপ করে ক্লাউড এ আপলোড করে রাখার অপশন। Download Andwritter ও অনেক সুন্দর একটি কোড এডিটর।Html,Css, JavaScript,Bootstrap… কোড এডিট/লেখার সময় আপনার প্রথম চয়েজ হিসেবে anWritter কে রাখতে পারেন।এখানে বাড়তি সুবিধা হিসেবে থাকছে FTP server এর সুবিধা।আরো রয়েছে Autocompletion। Download Colour Picker,Console,Bottom Toolbar সহ রয়েছে অসংখ্য সব ফিচার।আপনি Html,Css, JavaScript,Vue,Angular,Angular,AngularJs সহ আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Acode এর সাহায্যে মোবাইলেই কোডিং করতে পারবেন। Download টেলিগ্রামের দরকারি কিছু ফিচার। প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস) আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। ![]() The post Best 5 offline code editor for Android | বেস্ট ৫টি অফলাইন কোড এডিটর। appeared first on Trickbd.com. |
মোবাইল ফোন পানিতে পড়লে করণীয়? Posted: মোবাইল ফোন পানিতে পড়লে করণীয়?বিভিন্ন প্রয়োজনে এন্ড্রয়েড মোবাইল পানিতে পড়ে যায়। কিংবা আরো অনেক ধরনের ফোন পানিতে পড়ে যায়। এখন মোবাইল ফোনে যদি পানি ঢুকে যায় তাহলে আপনি কি করবেন? অনেকেই বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে এন্ড্রয়েড ফোন পানিতে পড়ে গেলে! বাস্তবে যদি সত্যিই মোবাইল ফোন পানিতে পড়ে যায় তাহলে তার থেকে সঠিক নিয়মে, কিছু কাজ করলে মোবাইলফোন আবার ঠিক হয়ে যাবে। অর্থাৎ কোন প্রকার সমস্যা ছাড়াই মোবাইল ফোন পানিতে পড়লে আগের অবস্থায় ফিরে আসবে। এখন কথা হলো কি কাজ যেটা করলে মোবাইল ফোন কোন সমস্যা হবে না পানিতে পড়লেও। মোবাইল ফোন পানিতে পড়লে করণীয়?মূলত প্রথমে আপনাকে মোবাইল ফোনের কিছু কার্যকলাপ করে নিতে হবে। এই কার্য করা ব্যতীত আপনার মোবাইল ফোনে সমস্যা হবে বিভিন্ন ধরনের। সুতরাং প্রথমেই আপনাকে আপনার মোবাইল ফোনটি, যে কার্য কর কাজগুলো করবেন তা নিচে দেওয়া হল । মোবাইল ফোন পানিতে পড়লে যা যা করতে হবেঃ#প্রথমেই দ্রুত ফোন বন্ধ করে ফেলুন #চালের মধ্যে ফোনটি রাখুন #ফ্যানের বাতাসে শুকাবেন না #ব্যাটারি পরীক্ষা করুন #রোদে বা বাল্বের নিচে রাখুন #অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানকে দেখান #ফ্যানের বাতাসে শুকাবেন না মোবাইল ফোন পানিতে পড়লে প্রথমে, ব্যাটারি পরীক্ষা করুন!মোবাইল ফোন পানিতে পড়লে প্রথমত আপনাকে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে! ব্যাটারিতে সাদা রঙের ক্ষুদ্র স্টিকার থাকে আর্দ্রতা পেলে তা লাল বা গোলাপি রং ধারণ করে। মোবাইল ফোন যদি এই ধরনের কিছু হয় তাহলে আপনার ব্যাটারীতে সমস্যা। আর যদি আপনার ব্যাটারীতে কোন সমস্যা না হয় তাহলে ব্যাটারি খুলে ফেলুন। এবং মোবাইল ফোন যত সম্ভবত ব্যাটারি এবং মোবাইলফোন দুটি আলাদা করে ফেলুন। যেটা আপনার জন্য মোবাইল ঠিকঠাক থাকার জন্য কার্যকর প্রচুর পরিমাণে। মোবাইল ফোন পানিতে পড়লে, দ্রুত ফোন বন্ধ করে ফেলুন!মোবাইল ফোন বন্ধ যত দ্রুত করবেন ততই ভালো হবে। অনেক সময় মোবাইল ফোন পানিতে পড়ে অন হয়ে থাকে। যেটা কিন্তু খুবই মারাত্মক আপনার ফোনটি নষ্ট হতে খুবই কার্যকর। তাই যত দ্রুত সম্ভব আপনার মোবাইল ফোন পানিতে পড়লে দ্রুত মোবাইল ফোন বন্ধ করে ফেলুন। মোবাইল ফোন বাঁচাতে আপনার এই পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে। মোবাইল ফোন পানিতে পড়ে, চালের মধ্যে ফোনটি রাখুন!আপনার মোবাইল ফোন চালের ভিতরে রাখলে খুবই উপকারী হবে। তবে চালের ড্রাম কিংবা ব্যাগের ভিতরে থাকা চালের ভিতরে আপনার মোবাইল ফোনটি রাখবেন। মোবাইল ফোন অফ করে ব্যাটারি আলাদা করে চালের ভিতরে আপনার মোবাইল ফোন রাখার চেষ্টা করবেন। তবে হ্যাঁ অবশ্যই এ সময় ফোন চালু করবেন না বা ব্যাটারি লাগাবেন নাভেজা জিনিসের পানি শুষে নেওয়ার ক্ষমতা রাখে চাল। তাই আপনি চাইলেই, এই পদক্ষেপ অর্থাৎ চালের ভিতর আপনার মোবাইল ফোন পানিতে পড়লে রাখতে পারেন। এবং আপনার মোবাইল ফোনে জমে থাকা পানি গুলো অতি দ্রুত শোষণ ক্ষমতা পালন করবে এই চাল। মোবাইল ফোন পানিতে পড়ে গেলে, রোদে বা বাল্বের নিচে রাখুন!অতিরক্ত আপনার মোবাইল ফোন পানিতে ভিজে গেলে আপনার অবশ্যই মোবাইল ফোনটি, পানি গুলো মোছা খুবই জরুরী। কারণ পানিগুলো না মোবাইল থেকে সরে গেলে মোবাইলফোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং তার জন্য আপনি মোবাইল ফোন পানিতে পড়ে গেলে রোদে বা বাল্বের নিচে রাখুন। এটি সাধারণত আপনার মোবাইল ফোন খুবই সংরক্ষণ করে, আপনার মোবাইল ফোন রোদে বা বাল্বের নিচে আপনি যদি রেখে দেন তাহলে মোবাইলের ভেতরে পানি বাষ্প আকাশে উড়ে যাবে। যেটা আপনার মোবাইল ফোনের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই অবশ্য মোবাইল ফোন পানিতে পড়ে গেলে রোদে বা বাল্বের নিচে রাখবেন। মোবাইল ফোন পানিতে পড়লে, অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানকে দেখান!বন্ধুরা অতিরিক্ত যদি আপনার মোবাইল ফোন পানিতে পড়ে সমস্যা দেখায়। তাহলে যত দ্রুত সম্ভব আপনি অভিজ্ঞ ইলেকট্রনিক লোকদের কাছে নিয়ে যান। কারণ তারা মোবাইল ফোন সম্পর্কে সব সময় গবেষণা করে থাকে, কোন জিনিস একই হয় কিভাবে ঠিক হবে এ বিষয়ে তাঁরা সবসময় রিসার্চ করে। তাই আপনার মোবাইল ফোন পানিতে পড়লে অতিরিক্ত সমস্যার পূর্বে অবশ্যই অভিজ্ঞ ইলেকট্রনিক বাজারে গিয়ে দেখাবেন। আশা করি এতে করে আপনার মোবাইল ফোন সমস্যাগুলো বিস্তারিত জানতে পারবেন যদি থাকে সমস্যা। আর তাছাড়া আপনার মোবাইল ফোন সম্পর্কে আরও জানা অজানা অনেক ধরনের তথ্য জানতে পারবেন। তার জন্য অবশ্যই অভিজ্ঞ ইলেকট্রনিক মোবাইল ফোন ঠিক করতে পারে এমন লোকের কাছে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আর্টিকেল এর মূল টপিক। মোবাইল ফোন পানিতে পড়ে গেলে করণীয়? এ বিষয়ে বেশ কিছু পয়েন্ট নিয়ে আপনাদের কে বোঝানোর চেষ্টা করেছি! আশা করি প্রত্যেকটি পয়েন্ট আপনাদের কাছে একটু হলেও উপকৃত। এই ছোট্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নিয়মিত। এখানে বিভিন্ন ধরনের অনলাইন রিলেটেড আর্টিকেল পাবলিশ করা হয় বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের আর্টিকেল এ পর্যন্তই আশা করি আবার অন্য কোন আর্টিকেলে দেখা হবে। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেনা। আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। The post মোবাইল ফোন পানিতে পড়লে করণীয়? appeared first on Trickbd.com. |
মাটির ময়না মুভি রিভিউ: বাংলাদেশের প্রথম সিনেমা যেটা অস্কারের জন্য নোমিনেশন পেয়েছিলো! Posted: চলচ্চিত্র : মাটির ময়না ( The Clay Bird)-২০০২ ধরন : Drama, History. IMDB : 8.6 পরিচালক : তারেক মাসুদ দৈর্ঘ্য : ১ ঘন্টা ৩৬ মিনিট Screenshot ![]() আহ,মাটির ময়না! সিনেমাটির সাথে প্রথম পরিচয় ঘটে ফানি রিভিউদাতা ইউটিউবার, আমাদের RNA Rakib ভাইয়ের ভিডিওতে।তার ভিডিওর একটি দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে,তার রুমের দেয়ালে বিশ্ববিখ্যাত কিছু বিদেশি চলচ্চিত্রের পোস্টারের পাশে “মাটির ময়না” চলচ্চিত্রটির পোস্টারটি ফ্রেমে বাঁধাই করে টাঙানো । সেটা দেখেই আরকি চলচ্চিত্রটি দেখতে ঝাপিয়ে পড়া। “মাটির ময়না ” আসলে কি নিয়ে বানানো? কি পাবো এই মুভিতে? আসলে, সিনেমাটি নির্দিষ্ট করে কোন বিষয়বস্তুকে কেন্দ্র করে বানানো হয়েছে, সেটা বলাটা মুশকিল। সিনেমাটি মুক্তিযুদ্ধ পূর্বঃ ৬৯ এর গণঅভ্যুত্থানের পটভূমিকে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটিতে নির্দিষ্ট করে কোনো চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়নি। ধর্ম, মুক্তিযুদ্ধ, গ্রাম বাংলার ঐতিহ্য – প্রত্যেকটি বিষয়বস্তুকে সমান গুরুত্বের সাথে সিনেমাটিতে উপস্থাপন করা হয়েছে। সিনেমার কোনো চরিত্র ধর্মকে ভুলভাবে উপস্থাপন করলে,অন্য একটি চরিত্র ধর্মকে সঠিক ভাবে উপস্থাপন করছে। ধর্মের স্পর্শকাতর এই বিষয়টি খুব সুনিপুণভাবে পরিচালক ফুটিয়ে তুলেছেন। মোটকথা,সিনেমাটিতে আপনি পাবেন অনেকগুলো গল্পের সুন্দর উপস্থাপন ও সিনেমার প্রত্যেকটি চরিত্রের সাবলীল অভিনয়। সিনেমার গল্পের মিলন ও মাঝির কথোপকথনে প্রসঙ্গক্রমে মিলন ঐ মাঝি কে ধর্মান্ধ বললে, গল্পের অশিক্ষিত সাধারণ ঐ মাঝি বলেন,”কথাটা কি কইলেন? ধর্মান্ধ? হ বুঝছি। আসলে কি বুঝলেন মিলন ভাই? প্রকৃত কোনো ধর্মই, তা হিন্দু হোক, মুসলিম হোক,আর খ্রিস্টান হোক, তা মানুষকে অন্ধ করে না,তার চক্ষুডা খুইলা দেয়”। এই ডায়লগটি পুরো সিনেমার অনেক কিছুকে তুলে ধরেছে। মাটির ময়না কেন এত বেশি প্রশংসনীয়? সিনেমাটির রোকন,আনু,ও আয়েশা চরিত্রে অভিনীত শিশুশিল্পীদের অভিনয় দেখে অবাক না হয়ে পারবেন না। সিনেমাটি দেখার সময় বারবার মনে প্রশ্ন জাগবে যে এত ছোট বাচ্চারা এত ন্যাচারাল অভিনয় কিভাবে করছে? সিনেমার কোন চরিত্রকেই দেখে মনে হয়নি যে তার অভিনয় করছেন। শুধু অভিনয় নয়, পুরো সিনেমাটি কে আপনার সিনেমা মনে হবে না। দেখে মনে হবে যে কতগুলো বাস্তব গল্প আপনার চোখের সামনে ভাসছে, যা আপনার মনে মুগ্ধতা ছড়াতে ও প্রশংসা কুড়াতে বাধ্য করবে। মাটির ময়না ও একজন তারেক মাসুদ : ইউটিউবে সিনেমাটির মেকিং ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে পরিচালক কত যত্ন ও আন্তরিকতার সাথে সিনেমাটি নির্মাণ করেছেন। এরকম যত্নবান হয়ে ও আন্তরিকতার সাথে বাংলাদেশের আর কজন পরিচালক সিনেমা তৈরি করেন তা আমার জানা নেই। একটা বিষয় আপনাকে অবাক করবে, সেটি হলো সিনেমাটির বেশকটি গুরুত্বপূর্ণ চরিত্রে এমন কজন অভিনয় করেছেন,যারা প্রফেশনাল অভিনেতা না। কিন্তু তাদের ন্যাচারাল অভিনয় আপনাকে মুগ্ধ করবে। যার ক্রেডিট তারেক মাসুদ সাহেবের। তিনি আমাদের মাঝে নেই। বেঁচে থাকলে নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্র কে পরের ধাপে নিয়ে যেতেন। মাটির ময়না কেন দেখবেন? সব চেয়ে বড় কারন, মাটির ময়না আমাদের চলচ্চিত্র।মাটির ময়না শুধু বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে অস্কারে বিদেশী ভাষার চলচ্চিত্রে নমিনেশন কিংবা কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে বলেই নয়, বাংলা সিনেমার একটি সম্পদ ও একজন পরিচালকের আন্তরিকতার ছোঁয়া দেখার জন্য হলেও দেখা দরকার। তাই ঘরে থাকুন, সিনেমাটা উপভোগ করুন এবং জানান যে সিনেমাটি আপনার কেমন লাগলো। পরিশেষে ধন্যবাদ আপনাকে , আপনার মূল্যবান সময় ব্যয় করে এতক্ষণ ধরে অন্য একজন মানুষের ব্যক্তিগত মতামত পড়ার জন্য। Link: Matir Moyna Full Movie The post মাটির ময়না মুভি রিভিউ: বাংলাদেশের প্রথম সিনেমা যেটা অস্কারের জন্য নোমিনেশন পেয়েছিলো! appeared first on Trickbd.com. |
ইংরেজিতে sentence বা বাক্য শিখুন সহজে [পব ১] Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি ব্যাকারণের “sentence” এর প্রকারভেদ সম্পকে আলাপ আলোচনা করতে যাচ্ছি । তবে আজকে আমার প্রথম পব । বাক্যের কয়টি অংশ ও বাক্য কত প্রকার ও কি কি তা আজকে জানব । সবকিছু একসাথে বিস্তারিত দিলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে । তাই পাট বাই পাট দেওয়ার চেষ্টা করলাম । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
Sentence :- sentence বা বাক্যে ২টি অংশ থাকে । একটি হলো subject যার অথ হলো কতা অপরটি হলো predicate যার অথ হলো বিধেয় । বাক্যের প্রথমে যে verb থাকে তার আগের অংশ হলো কতা বা subject । অন্যাথায় বলা যায় যে, বাক্যে যে ব্যাক্তি সম্বন্ধে বলা হয় সেটিই কতা । যেমন :- I am a boy.(আমি একটি বালক) বাক্যটিতে আমার সম্বন্ধে বলা হচ্ছে সুতরাং আমি অথাৎ ‘I’ হচ্ছে কতা বা subject । আর বাক্যে কতা সম্পকে যা কিছু বলা হয় তাই হচ্ছে Predicate বা বিধেয় । যেমন :- I am a boy. (আমি একজন বালক) এই বাক্যটিতে কতা সম্পকে বলা হচ্ছে যে সে একজন বালক । সুতরাং একজন বালক অথাৎ ‘am a boy’ হচ্ছে Predicate বা বিধেয় । অন্যাথায় বলা যেতে পারে যে কতা ব্যাতীতে বাক্যের অন্য সকল অংশই বিধেয় । যেমন :- He has changed his cloth. বাক্যটিতে প্রথম verb হলো has তাই তার আগের অংশ অথাৎ he হলো কতা আর He এর পর থেকে বাক্যের শেষ পযন্ত অথাৎ ‘has changed his cloth’ হলো বিধেয় । The classification of sentence (বাক্যের প্রকারভেদ):-অথ অনুসারে ইংরেজিতে বাক্য হলো ৫ প্রকার । যথা :- আবার গঠন অনুসারে বাক্য তিন প্রকার । যথা :- ১। simple sentence
যে বাক্য দ্বারা কোন দ্বারা মনের বিবৃতি প্রকাশ করে সে বাক্যকে বলা হয় Assertive sentence । এই বাক্য দ্বারা কোন প্রশ্ন করা বা আদেশ করা ইত্যাদি বোঝায় না । যেমন :- We play football. এই বাক্যের শেষে সবসময় Full stop (.) ব্যাবহার করা হয় । Assertive sentence কে আবার তিনভাবে উপস্থাপন করা যায় । যথা :- ১। Affirmative ****Affirmative সবসময় হ্যাঁ বোধক বাক্যকে নিদেশ করে । যেমন :- We play football.(আমরা ফুটবল খেলি) ****Negative সবসময় না বোধক বাক্যকে নিদেশ করে । যেমন :- We donot play football. ****Emphatic সবসময় জোড়ালো বাক্যকে নিদেশ করে । যেমন :- We do play football.(আমরা ফুটবল খেলবই খেলব) তো আমার পক্ষ থেকে আজ এ পযন্ত । পরবতী আটিকেল দ্রুত দেওয়ার চেষ্টা করব । The post ইংরেজিতে sentence বা বাক্য শিখুন সহজে [পব ১] appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন পুষ্পার অরজিনাল হিন্দি ডাবিং এর সাথে অরজিনাল এইচডি ভিডিও। Posted: পুষ্পা মুভি ডাউনলোড করে নিন অরজিনাল হিন্দি ডাবিং এর অরজিনাল ভিডিও এইচডি তে।বর্তমানে প্রতিক্ষিত মুভির মধ্যে একটি হচ্ছে পুশপা। আগের পর্যায়ে আমরা হল প্রিন্ট এর ভিডিও এবং অডিও দেখছিলাম যা দেখে মুভির মজা পাওয়া যায়না।গতকাল রাত ১২.৩০ মিনিটে রিলিজ হয় পুষ্পার অরজিনাল হিন্দি ডাবিং। আইএমডিবি রেটিং: 7.7/10 ভিডিও স্ক্রিনশটঃ পুষ্পা মুভি তেলুগু ভাষায় নির্মিত একটি অ্যাকশন মুভি। সিনেমার গল্পটি সুকুমার লিখেছেন এবং সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার। আল্লু অর্জুন পুষ্পা রাজের চরিত্রে অভিনয় করেছিলেন এবং রশ্মিকা মান্দানা সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটি ভারতে ১৩ আগস্ট ২০২১ সালে মুক্তি পায়। সিনেমাটির নির্মাণ বাজেট ছিল (₹ ১৬০ কোটি) এবং সিনেমাটি বক্স অফিস অর্জন করে (অজানা)। পুষ্পা মুভি হিন্দিতে দেবী শ্রী প্রসাদ দ্বারা রচিত এবং মিরোস্লা কুবা ব্রোজেক এবং কার্তিকশ্রীনিবাসন দ্বারা সম্পাদিত। সিনেমাটি তেলুগু, মালায়ালাম, তামিল, হিন্দি এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। পুষ্পা মুভি একটি খুব জনপ্রিয় সিনেমা। এই সিনেমাটি কমেডি, রোম্যান্স এবং অ্যাকশন মুভির জগতের সেরা সিনেমা। তাই হিন্দিতে পুষ্পা মুভি ডাউনলোড মুক্তির পরে দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। কারণ, সিনেমার প্রতিটি মুহূর্ত কমেডি, রোম্যান্স এবং অ্যাকশনে পূর্ণ। সুতরাং যারা কৌতুক দেখতে ভালবাসেন তাদের জন্য। পুষ্পা মুভি (২০২১): আল্লু অর্জুনের সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা পুষ্পা ১৭ ডিসেম্বর ২০২১ (শুক্রবার) প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। চলচ্চিত্রটি তেলুগু, তামিল, হিন্দি, মালায়ালাম এবং কন্নড়ের মতো ৫টি আঞ্চলিক ভাষায় মুক্তি পায়। কয়েক ঘন্টা প্রদর্শনের পর, ইবোম্মা অনলাইনে চলচ্চিত্রটির পাইরেটেড সংস্করণ ফাঁস করে দেয়। আপনারা নিচের লিংক থেকে ডাউনলোড করে দেখে নিনঃ Click HereClick Here To Download
যেকোনো মুভি বা তুর্কি সিরিজ দেখতে ভিজিট করুনঃ এই সাইটে The post ডাউনলোড করে নিন পুষ্পার অরজিনাল হিন্দি ডাবিং এর সাথে অরজিনাল এইচডি ভিডিও। appeared first on Trickbd.com. |
ওমিক্রন থেকে বাচতে যে বিষয়গুলো মেনে চলা জরুরি Posted: হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ওমিক্রন থেকে বাচার জন্য কিছু টিপসের বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক। কোভিড ১৯ এর নতুন যে ভ্যারিয়েন্ট আমাদেরকে পুনরায় হুমকীর মুখে ফেলেছে সেটি হলো ওমিক্রন। এর থেকে নিরাপদ থাকার জন্যে আমাদের হাত ধৌত করার সাথে সাথে নিয়মিত জীবানুমুক্ত থাকতে হবে। এমনকি নিজেদের ব্যবহৃত জিনিসপত্র জীবাণুমুক্ত রাখতে হবে। আর এই প্রক্রিয়াকেই স্টেরিলাইজেশন বলা হয়ে থাকে। জীবাণুমুক্তকরণ (Sterilization) হল এমন একটি পদ্ধতি যা দ্বারা কোন সারফেস অথবা যন্ত্রপাতিতে থাকা সমস্ত অণুজীব বা জীবাণুগুলি বিভিন্ন সরঞ্জাম বা যন্ত্রপাতি ব্যবহার করে পরিষ্কার করা হয়। তো, আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলি কিভাবে পরিষ্কার রাখবো সেটি নিয়ে আলোচনা করবো। বাড়ির পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ পদ্ধতি (ব্যক্তিগত পরিচ্ছন্নতা)নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রপ্ত করতে হবে নিম্নোক্ত ক্ষেত্রেঃ ১. প্রতিবার খাবার রান্না বা প্রস্তুতের আগে ও পরে হাত ধৌত করতে হবে। সাবান-পানি তাৎক্ষণিকভাবে না পাওয়া গেলে হ্যান্ডওয়াশ ব্যবহার করুন। এ ছাড়া দরজার হাতল, নব, টেলিফোন, রিমোট, সুইচসহ যেসব বস্তু বারবার ব্যবহৃত হয়, সেগুলো নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে। জিনিসপত্রের পরিচ্ছন্নতাবাড়ির মেঝে এবং অন্যান্য তল পরিষ্কার রাখার দুটি ধাপ আছে। ১. ক্লিনিং বা পরিচ্ছন্ন করা। আরো পড়ুনঃ খুব সহজে কিভাবে ছেলেদের ব্রণ দূর করা যায়। বাড়ি জীবাণুমুক্ত করার ধাপসমূহঃ১. প্রথমে পানি, ডিটারজেন্ট বা ফ্লোর ক্লিনারজাতীয় উপাদান দিয়ে মেঝে, তল ইত্যাদি পরিষ্কার করতে হবে। মোবাইল পরিষ্কার পদ্ধতি১. প্রথমে নিজের মোবাইল ফোনটি সুইচ অফ করুন, তারপর প্রটেক্টিভ কভারটি সরিয়ে ফেলুন। তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের ShopTips24.CoM সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। The post ওমিক্রন থেকে বাচতে যে বিষয়গুলো মেনে চলা জরুরি appeared first on Trickbd.com. |
নতুন আরেকটি প্রশ্ন-উওর করে ইনকাম করার সাইট Posted: আসসালামুওলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি । কিভাবে প্রশ্ন-উওর করে অনলাইনে ইনকাম করা যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের টপিক। ITBLOGসাইটটির নাম হচ্ছে ITBLOG এই সাইটটি একদম নতুন কেউ ই এই সাইটটার বিষয়ে বেশী কিছু জানে না। আমি আর কয়েকজন জানে এই সাইট আমি কাজ করে পেমেন্ট পেয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করতাছি। তো চলুন এই সাইটের নীতিমালা,পেমেন্ট সিস্টেম জেনে নেই। নীতিমালা ও পেমেন্টকিভাবে রেজিস্টার করব?Step-1. প্রথমে এখানে যান তারপর আপনার ইউজার নাম,ইমেইল এবং পার্সওয়াড দিন তারপর রেজিস্টার এ ক্লিক করুন। Step-2. তারপর আপনার জিমেইল এর Spam Box এ যান তারপর একটি মেইল দেখতে পারবেন ওখানে ক্লিক করে একটা লিংক পাবেন ওই লিংকে ক্লিক করে ইমেইল ভেরিফাই করে নিন। কিভাবে প্রশ্ন করবেন?Step-1. প্রথমে প্রশ্ন করুন লেখায় ক্লিক করুন। Step-2. প্রথমে আপনার প্রশ্নটি লিখুন,তারপর ক্যাটগরি সিলেক্ট করুন,তারপর আপনি কি জানতে চাচ্ছেন তা ভালো করে লিখুন,তারপর প্রশ্নের ট্যাগ দিয়ে প্রশ্নটি করুন লেখায় ক্লিক করুন। কিভাবে উওর দিব?উওর দেওয়ার জন্য যে প্রশ্নটির উওর দিতে চান সেই প্রশ্নটিতে ক্লিক করুন তারপর আপনার উওর টি বড় করে লিখে উওর দিন লেখায় ক্লিক করুন। কিভাবে পেমেন্ট নিবেন?প্রথমে আমারআস্ক এর পেমেন্ট অপশনে ক্লিক করুন তারপর ওখানে একটি ইমেইল দেওয়া থাকবে ওই ইমেইল সব ডিটেইলস পাঠিয়ে দিবেন আর ২৪ঘন্টার মধ্যে পেমেন্ট নিবেন। তো বন্ধুরা আর্টিকেল টি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যাই কমেন্ট করবেন আর প্রতিদিন এরকম ইনকাম,ওয়েবসাইট,টিপস ট্রিকস ইত্যাদি পেতে ITblog ভিজিট করুন ধন্যবাদ সবাইকে। The post নতুন আরেকটি প্রশ্ন-উওর করে ইনকাম করার সাইট appeared first on Trickbd.com. |
Posted: সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের শিখাবো কিভাবে গুগল ক্রম এর জনপ্রিয় গেইম ডাইনো/ডাইনোসর গেইম হ্যাক করবেন M——————————————————————————-S ↓↓↓চলুন শুরু করা যাক:↓↓↓
কিভাবে হ্যাক করবো?এরপর ব্রাউজারে প্রবেশ করি
ছোট একটি বিজ্ঞাপনতো অনেকে আমার পেইজ এ মেসেজ দেন ,যে ভাই আমার ফ্রি ফায়ার গেইম আইডি টপ আপ করতে গিয়ে হ্যাক হয়ে গেছে , তো সেই সমস্যা আমরা সমাধান করতে গিয়ে হিমসিম খেয়ে যাই ! তো এখন থেকে আমাদের পেইজ এই পাচ্ছেন সবচেয়ে কম মূল্যে ও নিরাপদ উপায়ে ফ্রি ফায়ার গেইম এর টপ আপ সার্ভিস M——————————————————————————-S আমাদের সাথে যোগাযোগ করুনতো যাদের অসুবিধা হচ্ছে !কোথাও পাচ্ছেননা ! তারা আমার ফেসবুক গ্ৰুপে জয়েন হয়ে সেই সমস্যার পোস্ট করুন ! দ্রুত সমাধান করে দেয়ার চেষ্টা করবো যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে সমাধান পেয়ে যাবেন The post [HOT] এবার মোবাইল দিয়েই জনপ্রিয় অফলাইন ব্রাউজার গেইম – ডাউনোসর হ্যাক করে আনলিমিটেড স্কোর করুন , আর বন্ধুদের সাথে মজা নিন🔥🔥 appeared first on Trickbd.com. |
Posted: How to make folder on Telegram?|কিভাবে টেলিগ্রামে ফোল্ডারে বানাবেন?|How to copy a small part of a message?কিভাবে একটি মেসেজের অল্প অংশ কপি করবেন ?|How to make monotype words?|কিভাবে মনোটাইপ লেখা বানাবেন?|How to link url between any words?|কিভাবে যেকোনো শব্দের মাঝে লিংক দিবেন?টেলিগ্রাম নিয়ে আগেও আমি ২টি পোস্ট করেছি।পোস্ট ২টিতে কিছু সিম্পল ট্রিকস দেখিয়েছিলাম।যেগুলো অনেকেই জানে আবার হয়তো কিছু সংখ্যক মানুষ জানে না।পোস্ট ২টি তাদের জন্যই ছিলো।আজকেও কয়েকটি টপিক শেয়ার করবো টেলিগ্রাম নিয়ে।যেটা হয়তো আপনারা হেডিং দেখে বুঝে গেছেন।How to make folder on Telegram?|কিভাবে টেলিগ্রামে ফোল্ডারে বানাবেন?দেখুন,আমার এখানে আলাদা আলাদা করে কিছু ফোল্ডার তৈরি করা আছে।যেখানে আমি আমার ইচ্ছে মত কিছু চ্যাট/গ্রুপ/বট অ্যাড করে রেখেছি।আপনিও চাইলে এরকম বানাতে পারবেন। How to copy a small part of a message?কিভাবে একটি মেসেজের অল্প অংশ কপি করবেন ?প্রথমে যেকোনো মেসেজ লং ক্লিক করে সিলেক্ট করুন |How to make monotype words?|কিভাবে মনোটাইপ লেখা বানাবেন?প্রথমে বলি মনো টাইপ ওয়ার্ড কি?আপনি যদি মনো টাইপ ওয়ার্ড টেলিগ্রামে কাউকে মেসেজ হিসেবে সেন্ড করেন,তবে সে যদি সেই মেসেজে ক্লিক করে তবে সাথে সাথে তার ক্লিপবোর্ড এ মেসেজটি কপি হয়ে যাবে।আমি ক্লিক করলেও আপনার ক্লিপবোর্ড এ মেসেজটি কপি হয়ে যাবে। প্রথমে আপনার ইচ্ছে মত একটি মেসেজ লিখুন।তারপর মেসেজের যতটুকু অংশ চান, ততটুকু সিলেক্ট করুন,এবং ৩ডট অপশনে ক্লিক করুন। How to link url between any words?|কিভাবে যেকোনো শব্দের মাঝে লিংক দিবেন?প্রথমে আপনার ইচ্ছে মত মেসেজ লিখুন,তারপর যে শব্দটির মাঝে লিংক দিতে চান,সেটি সিলেক্ট করুন এবং ৩ডট এ ক্লিক করুন আমার পূর্বের পোস্টগুলো : নিজেই বানিয়ে নিন বাংলা+ইংলিশ(মার্জ) স্টাইলিশ ফন্ট । টেলিগ্রামের দরকারি কিছু ফিচার । প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস) পোস্টটি হয়তো ছোট হয়েছে।তার জন্য ক্ষমাপ্রার্থী।তবে কেমন হয়েছে জানাবেন।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে। The post টেলিগ্রাম ফোল্ডার,টেলিগ্রাম টেক্সট লিংক, মনোটাইপ ওয়ার্ড,টেক্সট কপি|Telegram folder, text url,mono word , text copy , appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments