Search box..

Present indefinite tense সহজে শিখুন (A to Z)

Present indefinite tense সহজে শিখুন (A to Z)


Present indefinite tense সহজে শিখুন (A to Z)

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে “present indefinite tense সম্পকে সম্পূণ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।


আমরা জানি Tense ৩ প্রকার । যথা :-
১। Present tense
২। Past tense
৩। Future tense

Present tense ও আবার ৪ প্রকার । যথা :-
১। present indefinite tense
২। present continuous tense
৩। present perfect tense
৪। present perfect continuous tense

তো আজকে আমি শুধুমাত্র Present indefinite tense নিয়ে আলোচনা করব ।

Present indefinite tense :-

চিরসত্য ও অভ্যাসগত বাক্যকেই মূলত present indefinite tense বলে । যেমন :- The sun rises in the east. (সূয পূব দিকে ওঠে)

বাক্যটি সত্য । কারণ সূয পূব দিকে ওঠে । তাই এটি Present indefinite tense ।

গঠন প্রণালী :- subject+ verb(in present form) + [es or s]+others

বাংলা বাক্য থেকে চেনার উপায় :- বাংলা ক্রিয়ার শেষে অ,ই,এ,ও,য় ইত্যাদি থাকে । যেমন :- সূয পূব দিকে ওঠে ।

বাক্যটিতে ওঠে হচ্ছে ক্রিয়া এবং শেষে ‘এ’ উচ্চারিত হচ্ছে । তাই এটি ইংরেজি করতে গেলে present indefinite tense এর নিয়মে করতে হবে ।

Note :- Present indefinite tense এ যেকোন একটি ভাব ব্যাবহৃত হয় । যদি সাহায্যকারী ভাব ব্যাবহৃত হয় তবে মূলভাব ব্যাবহৃত হবে না । আবার মূলভাব ব্যাবহৃত হলে সাহায্যকারী ভাব ব্যাবহৃত হবে না । Present indefinite tense এ ভাবের সাথে s or es যুক্ত করার নিয়ম :-

Present indefinite tense এ subject যদি 3rd person singular number হয় তবে মূলভাবের সাথে s অথবা es যোগ করতে হয় ।

3rd person singular number হলো :- He,she, it ও সকল প্রকার একক নাম ।

মূল ভাবের শেষে যদি O,Sh,ss,x,z,ch ইত্যাদি থাকে তবে es আর অন্য সকল ক্ষেত্রে s যোগ করতে হয় । যেমন :-

He eats rice.
He watches tv.

এখানে প্রথম বাক্যটিতে ভাব হলো eat এবং কতা He যা 3rd person singular number ও বাক্যটি Present indefinite tense । সুতরাং বাক্যটির ভাবের সাথে s যুক্ত করা হয়েছে ।

দ্বিতীয় বাক্যটিতে ভাবের সাথে es যুক্ত করা হয়েছে । কারণ ভাব অথাৎ watch এর শেষের দুটি অক্ষর ch । তাই এর সাথে es যোগ করা হয়েছে ।

Note:- present indefinite tense এ কতা অন্য কোন person হলে ভাবের সাথে কিছু যুক্ত হবে না । যেমন :-
I do the work.

সুতরাং পরিশেষে এতটুকুই বলে যাচ্ছি বাক্যে verb যদি present tense এ থাকে ও বাক্যে ভাব একটি থাকে তাহলে সেটি অবশ্যয় Present indefinite tense হবে ।

The post Present indefinite tense সহজে শিখুন (A to Z) appeared first on Trickbd.com.

খুব সহজেই ডাউনলোড করুন ইউটুব থেকে ভিডিও (MP4&MP3)

Posted:

আজকের টিউটরিয়াল এ আমরা শিখবো কিভাবে ইউটুব থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করবেন কোনো অ্যাপ ছাড়া এবং এর মাধ্যমে আপনি MP3 ও ডাউনলোড করতে পারবেন

প্রথমে আপনি যেই ভিডিও টি ডাউনলোড করতে চান তার লিংক কপি করুন

এবার এই ওয়েবসাইট এ যেতে এখানে ক্লিক করুন

এবার এখানে কপি করা লিংকটি পেস্ট করুন

এখন আপনার পছন্দের  Quality Select করুন আপনি চাইলে MP3 ও ডাউনলোড করতে পারেন

এখন ডাউনলোড এ ক্লিক করুন এবং ভিডিওটি ডাউনলোড করুন

 

 

 

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

The post খুব সহজেই ডাউনলোড করুন ইউটুব থেকে ভিডিও (MP4&MP3) appeared first on Trickbd.com.

একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন এর সিকিউরিটি কোড হারালে কি করবেন এবং ভর্তির আবেদন আবার আবেদন করার পর কি ভাবে সংশোধ করবেন বিস্তারিত পোস্ট এ

Posted:

একাদশ শ্রেণীর অনলাইন আবেদন শুরু হয়েছে গত ৫ তারিখে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার পর একটি সিকিউরিটি কোড আসে যা পরবর্তীতে আবেদন সংশোধ করার সময় লাগে এই সিকিউরিটি কোড ছাড়া আবেদন সংশোধ করা যাবে না এছাড়া অনলাইন এ আবেদন করছে কিন্তু এখন ভাবে যে, যে সকল কলেজ এ আবেদন করছে সে সকল কলেজ থেকে যে কোনো একটি কলেজ বাদ দিবে বা অন্য আর একটি কলেজ যোগ করবেন ইত্যাদি কারনে আবেদন সংশোধ করবেন এই সময় কারন নিয়ে আছকে এই বিস্তারিত পোস্ট.!

প্রথম এ শুরু করা যাক সিকিউরিটি কোড হারালে কি ভাবে সিকিউরিটি কোড উধার করবেন

প্রথম এ এখানে ক্লিক করুন!

তার পর এখানে ক্লিক করেন।

তার পর আপনার…

  • SSC এররোল
  • রেজিস্ট্রেশন নাম্বার
  • বোর্ডের নাম
  • পাসের সাল
  • আপনার মায়ের নাম (Admit কাড অনুযাই)
  • Transaction ID (আবেদন successful হওয়ার পর আপনার নাম্বারে একটা এসএমএস এসেছিলো তা Transaction ID খুজে পাবেন)
  • ফোন নাম্বার (আবেদন করার সময় যে নাম্বার দিয়েছেন)

তার পর verification code বসে দিয়ে Submit তে ক্লিক করেন।

তার পর দেখেন সিকিউরিটি চলে এসেছে (শুধু মাএ একবারই সিকিউরিটি কোড পুনঃরুদ্ধার করতে পারবেন।)

এবার আসি আবেদন কি ভাবে সংশোধ করবেন।

প্রথম এ এখানে ক্লিক করুন!

তার পর এখানে ক্লিক করুন।

তার পর আপনার রোল, বোর্ড এর নাম, পাসের সাল, রেজিস্ট্রেশন নাম্বার তার পর Verification code দিয়ে Next তে ক্লিক করেন।

তার পর আবেদন করার সময় যে নাম্বার দিয়েছিলেন তা দিন এবং আপনার নাম্বারে এর আগে আবেদন করার পর একটি successful security code গিয়েছে তা দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর কোন কলেজ যোজন বিয়োজন মানে সংশোধ করতে চান তা করে নিন।(৫ বার সংশোধ করা যাবে)

তার পর কলেজ সংশোধ হলে Preview Application তে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করুন।

তার পর এখানে ক্লিক করলে কাজ শেষ

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন এর সিকিউরিটি কোড হারালে কি করবেন এবং ভর্তির আবেদন আবার আবেদন করার পর কি ভাবে সংশোধ করবেন বিস্তারিত পোস্ট এ appeared first on Trickbd.com.

Copy any text from picture|ছবি থেকে যেকোনো লেখা কপি করুন।

Posted:

How to copy all text from picture?How to copy text from photos? কিভাবে ছবি থেকে যেকোনো লেখা কপি করবেন?কিভাবে যেকোনো ছবি থেকে বাংলা লেখা কপি করবেন?

অনেক অ্যাপ দিয়ে ছবি থেকে লেখা কপি করা যায়।তবে বাংলা লেখা কপি করা যায় না। আজ আমি দেখাবো কিভাবে ছবি থেকে যেকোনো লেখা কপি করবেন।অনেকেই হয়তো জানেন ট্রিকসটি।যারা জানেন তারা এড়িয়ে যাবেন পোস্টটি।যারা জানেন না তাদের জন্য এই পোস্টটি।

প্রথমে আমাদের দরকার হবে Google Lens অ্যাপটি।ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে


অ্যাপটি ওপেন করুন। বিঃদ্রঃ ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অন থাকা লাগবে।

তারপর Open Photo Gallery তে ক্লিক করুন

তারপর পারমিশন চাইবে,Allow করে দিন

তারপর যে পিকচারটি থেকে লেখা কপি করবেন সেটি সিলেক্ট করুন

তারপর নিচে Text এ ক্লিক করুন

তারপর Select All এ ক্লিক করুন

তারপর Copy Text এ ক্লিক করুন

দেখুন আমার লেখা গুলো ক্লিপবোর্ড এ কপি হয়ে গিয়েছে

নোটপ্যাড এ পেস্ট করলাম,দেখুন..সব লেখা কপি হয়ে গেছে।


আমার আগের পোস্টগুলো :

নিজেই বানিয়ে নিন বাংলা+ইংলিশ(মার্জ) স্টাইলিশ ফন্ট ।


নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে। ।


টেলিগ্রামের দরকারি কিছু ফিচার ।

প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)


আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে।

The post Copy any text from picture|ছবি থেকে যেকোনো লেখা কপি করুন। appeared first on Trickbd.com.

আমি যেভাবে উয়েবসইট SEO করে গুগল প্রথম পৃষ্ঠায় আনি

Posted: 13 Jan 2022 04:56 AM PST

আমি কিভাবে এসইও করি, তা সংক্ষেপে তুলে ধরলাম।

আমরা বাঙ্গালী, স্বভাবগতই অলস প্রকৃতির। আমরা সব কিছুতেই সর্টকাট খুজি, এমন কি সফলতারও সর্টকাট খুজি। কিন্তু কি-বোর্ডের সর্টকাট এর মাধ্যমেও সফলতা সম্ভব।

ইনশাআল্লাহ আমি কি-বোর্ডের সর্টকাট দিয়েই সফলতা পেয়েছি। প্রথমত আমি একজন প্রফেশনাল ফ্রিলান্সার। ফ্রিল্যাসিং মার্কেটপ্লেস WordPress এবং SEO বিশেষজ্ঞ হিসেবে ৩ বছর থেকে আজ করতেছি

এছাড়াও ব্লগার হিসেবে আমি আমার উয়েবসইট এ অনলাইন ইনকাম সম্পর্কে ধারনা দেওয়া চেষ্টা করতেছি। আমার ব্যান্ডিং নাম websoriful

অনেক নতুন ব্লগার ভাইয়েরা ইদানিং দেখছি আপনারা হতাস হয়ে ফেজবুকে পোস্ট করেন। কেউ কেউ পোস্ট করেছেন–

বিভিন্ন কারনে এডসেন্স এপরুভ পাচ্ছেন না, কিওয়ার্ড যাচাই-বাচাই. কন্টেন্ট ইনডেক্স হচ্ছে না, এফিলিয়েট সাইট র‌্যাংক হচ্ছে না, ফাইবারে ২ বছর যাবৎ লেগে আছেন তবুও কাজ পাচ্ছেন না, পেলেও সঠিক স্কিল এর অভাবে কেউবা কাজ হারাচ্ছেন ইত্যাদি।

সব কিছুর মূলে বলবো আপনাদের সঠিক ভাবে স্কিল ডেভলপ করুন। প্রচুর প্রাকটিস করুন। বিশেষ ভাবে বলবো SEO ভাল ভাবে আয়ত্ব করুন।

কারন SEO ছাড়া আপনি ব্লগিংয়ে কোথাও সফল হতে পাবেন বলে আমার মনে হয় না। SEO এমন কিছু যা সঠিক ভাবে আয়ত্ব করতে পারলে সফলতার স্বর্ণ শিখরে আরোহন করা সম্ভব।

এখন চলুন এসইও বিষয়ে কিছু জেনে নেয়া যাক।

এসইও, ডিজিটাল মার্কেটিং এর একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যেটির মাধ্যমে যেকোন ওয়েব পেজ শত শত কিওয়ার্ডের জন্যে সার্চ ইঞ্জিনে টপে জায়গা নিয়ে থাকে, যাকে আমরা র‌্যাংক বলে থাকি।

আপনাদের মনে এখন প্রশ্ন হতে পারে,

এসইও কি ?

এসইও এর পূর্ণরূপ হচ্ছে "সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন"। সহজ কথায় আমরা যখন গুগল এ কোন কিছু লিখে সার্চ দিই, তখন গুগল কতগুলো রেজাল্ট দেখায়। সেখান থেকে আমরা আমাদের পছন্দমত লিংকে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই। আর যেই কারণে গুগল কিংবা কোন সার্চ ইঞ্জিন ওই রেজাল্টগুলো দেখায়, সেই কারণ কিংবা পদ্ধতিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে তা হলো

এসইও কেন দরকার ?

মনে করুন, আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট আছে, যেখানে আপনি *”মেয়েদের থ্রি-পিস কাপড় বিক্রি করেন। এখন আপনি অবশ্যই চাইবেন যে গুগলে কেউ যখন বিবাহিত নারীদের থ্রি-পিস লিখে সার্চ দিবে তখন যেন গুগলে আপনার ওয়েবসাইটকেই প্রথমে দেখায়। তাহলে আপনার ওয়েবসাইটের লিংকে ক্রেতারা এসে আপনার পণ্যটি কিনবে।

এখন এইযে পুরো প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে গুগল “মেয়েদের থ্রি-পিস" এই কিওয়ার্ডের জন্যে দেখাবে সেটাই আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও বলে থাকি।

এসইও'র এর মৌলিক বিষয় কি কি ?

SEO এর মৌলিক বিষয়গুলো আমি সাধারণত ৫ টি ধাপে বিভক্ত করেছি। নিচে তা দেওয়া হলো:

  1. কম্পিটিটর এনালাইসিস
  2. কিওয়ার্ড রিসার্চ
  3. ব্যাকলিংক
  4. ভিজিটর এনালাইটিক্স
  5. সার্চ ইঞ্জিন রোবোট

১. কম্পিটিটর এনালাইসিস:-

প্রথমে আপনার প্রতিদ্বন্দ্বীদের এনালাইসিস করতে হবে। কারন আপনাকে তো আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেই গুগল সার্চ এ প্রথম স্থান অর্জন করতে হবে। তাই কম্পিটিটর এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ।

কম্পিটিটর এনালাইসিস করার জন্য আপনার যে কাজগুলো করতে হবে তা নিচে দেওয়া হলো:

  • Content Quantity,
  • Focus Keyword,
  • LSI Keyword,
  • Backlink,
  • DA/PA etc.

আপনার উয়েবসইট এ এই কাজ গুলো আপনার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ভালোভাবে করতে হবে

২. কিওয়ার্ড রিসার্চ:-

প্রথমে আপনার টার্গেট কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড রিসার্চ এর সময় সার্চ ভলিয়ম ইত্যাদি আরো অনেক কিছু দেখতে হবে। আপনার টার্গেট কিওয়ার্ড দিয়ে বর্তমানে কারা গুগল প্রথম পৃষ্ঠায় আছে, এগুলো খুঁজে বের করে তাদেরকে পেছনে ফেলতে হবে।

  • Keyword search volume,
  • Keyword difficulty,
  • keyword quantity,
  • LSI Keyword,
  • KGR Keyword etc.

৩. ব্যাকলিংক:-

উয়েবসইট রেংকিং এর ক্ষেত্রে ব্যাকলিংক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে তার যত বেশি ব্যাকলিংক হত, গুগল রেংকিং এ সে তত এগিয়ে থাকতো। তবে বর্তমানে এমনটা নাই। তবে এখনো কোয়ালিটি ব্যাকলিংক এর গুরুত্ব অনেক বেশি।

নিচে ব্যাকলিংক এর কিছু প্রকারভেদ দেওয়া হলো:

  • Anchor Text,
  • Blog Comment,
  • Forum Posting,
  • Guest Posting,
  • Profile Backlink,
  • Social Bookmarking,
  • Web 2.0 etc.

৪. ভিজিটর এনালাইটিক্স:-

  • Find Search Engine,
  • Detect Keyword,
  • Visitor Bounce Rate,
  • Visitor Time Spend etc.

৫. সার্চ ইন্জিন রোবোট:-

  • ক্রলার,
  • ইনডেক্সার,
  • স্পাইডার

এসইও’র প্রকার ভেদ:-

এসইও এর ভালো খারাপ প্রকারভেদ হিসেবে এসইওকে ৩ভাগে ভাগ করা হয়। নিচে তা দেওয়া হলো:

  • ক. ব্ল্যাক হ্যাট এসইও
  • খ. গ্রে হ্যাট এসইও এবং
  • গ. হোয়াইট হ্যাট এসইও

ক. ব্ল্যাক হ্যাট:-

অবৈধ পন্থায় সাইটে ভিজিটর নিয়ে আসাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। আপনি জানলে অবাক হবেন কারন, ব্ল্যাক হ্যাট টেকনিক ফলো করেও যেকোনো ওয়েবসাইটে র‌্যাংকে নিয়ে আসা সম্ভব।

যদি আপনি এই ব্ল্যাক হ্যাট এসইও করে ভিজিটর আনতে চান। তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে,

  • * কিওয়ার্ড স্টাফিং
  • * ক্লিকবেট টাইটেল
  • * অজস্র ব্যাকলিং

খ. গ্রে হ্যাট এসইও:-

এসইও সেক্টরে ভালো এবং খারাপের মাঝামাঝি যে নিয়ম আছে, তাকে বলা হয় গ্রে হ্যাট এসইও। বেশিরভাগ ব্লগার বা এসইও এক্সপার্টরা এই গ্রে হ্যাট এসইওকে পছন্দ করে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, "গ্রে হ্যাট এসইও এর কোনো সাইড ইফেক্ট নেই?"

হুমম, গ্রে হ্যাট টেকনিকেরও ব্যাপক সাইড ইফেক্ট রয়েছে। তবে একটা কথা আছেনা, "চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা"।

গ. হোয়াইট হ্যাট এসইও:-

এসইও এর যতো টেকনিক আছে, তার মধ্যেও সবচেয়ে Safe এবং legal হলো হোয়াইট হ্যাট এসইও। আর আপনি যখন হোয়াইট হ্যাটের সবগুলো টেকনিক সম্পর্কে বুঝতে পারবেন। তখন আপনিও নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে দাবী করতে পারবেন।

আমি উয়েবসইট এ কিভাবে এসইও করবো:-

আপনি আপনার উয়েবসইট এ সাধারণত দুভাবে SEO করতে পারবেন। নিচে তা দেওয়া হলো:

  • ক. অর্গানিক এসইও এবং
  • খ. পেইড এসইও।

ক. অর্গানিক এসইও:-

যখন আপনি বিভিন্ন টেকনিক অবলম্বন করে সার্চ ইঞ্জিন থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবেন। তখন ভিজিটর নিয়ে আসার সেই উপায়কে বলা হয় অর্গানিক এসইও।

খ. পেইড এসইও :-

আপনি পেইড এসইও করার জন্য আগ্রহী হয়ে থাকেন। তাহলে আপনাকে বিপুল পরিমানে অর্থ ব্যয় করতে হবে।

অর্গানিক এসইও'র প্রকারভেদ:-

  1. ক. অন পেজ এসইও
  2. খ. অফ পেজ এসইও
  3. গ. টেকনিক্যাল এসইও

ক. অন পেজ এসইও:-

অনপেজ এসইও করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে—

  • Title optimize,
  • Meta tag,
  • Optimise Description,
  • SEO Friendly Content,
  • Keyword research,
  • Keyword placement,
  • LSI keywords,
  • Content Longer,
  • Tag,
  • Category,
  • Menu placement,
  • Https,
  • SSL Certificate,
  • Robots.txt etc.

খ. অফ পেজ এসইও:-

অফপেজ এসইও করার জন্য কোন টেকনিক গুলো ফলো করবেন.

  • Anchor Text,
  • Blog Comment,
  • Forum Posting,
  • Guest Posting,
  • Profile Backlink,
  • Social Bookmarking,
  • Web 2.0 etc.

**গ. টেকনিক্যাল এসইও:- **

এমন কিছু বিষয় রয়েছে৷ যেগুলো টেকনিক্যাল এসইও এর আওতায় পড়ে। বিষয়গুলো হলো..

  • Sitemap & Robots.txt file upload,
  • Crawler error fixing,
  • Duplicate content,
  • 301 redirects,
  • URL structure,
  • SSL certificate,
  • Website structure & Design,
  • Page Loading speed,
  • Mobile Usability etc.

৭. এসইও করার টুলস:-

অনলাইনে SEO করার জন্য ২ ধরনের টুলস পাবেন।

  • ক. পেইড টুলস
  • খ. ফ্রী টুলস

ক. পেইড টুলসের কি কি:-

এই টুলস গুলোর কোনো ফ্রি ভার্সন নাই। তাই আপনাকে তাদের সার্ভিস কিনে ব্যবহার করতে হবে।

  • SEO Spider,
  • Ahrefs,
  • SEMrush,
  • Moz Pro,
  • KWFinder,
  • Searchmetrics,
  • Yoast SEO etc.

খ. ফ্রি টুলস কি কি:-

নিচের SEO টুলস গুলোর সাথে আপনি আপনার উয়েবসইট এর SEO এর জন্য কাজ করতে পারবেন। তাদের ফ্রি ভার্সন আছে আবার পেইড ভার্সনও আছে।

  • Google Analytics,
  • Google Trands,
  • Search Console,
  • Keyword Hero,
  • Screaming Frog,
  • SEOlyzer,
  • Answer The Public,
  • Keyword Planner,
  • Keyword Surfer,
  • Ubersuggest etc.

এ পর্যন্ত যা লিখছি তা আমার একান্ত ব্যক্তিগত মতামত। সময় স্বল্পতার কারনে সংক্ষেপে লিখলাম। আশা করছি নতুনদের জন্য উপকারী হবে। ভুল-ত্রটি মার্জনীয়।

SEO বা অনলাইন ইনকাম সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার উয়েবসইট ভিজিট করুন ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ

The post আমি যেভাবে উয়েবসইট SEO করে গুগল প্রথম পৃষ্ঠায় আনি appeared first on Trickbd.com.

একদম ফ্রিতেই নিয়ে নিন ১ জিবি প্রিমিয়াম ওয়েব হোস্টিং।

Posted:

আসসালামু আলাইকুম,

 

সবাই কে আমার সালাম জানিয়ে আজকের প্রথম পোস্ট টা লিখছি,

আজকে আমি আপনাদের কে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই ১ জিবি ওয়েব হোস্টিং পাবেন।

ওয়েব হোস্টিং এর সাথে কিছু ফিচার ও রয়েছে,

 

কিছু কথা,

আমাদের এই অফার টা শুধু মাত্র ১ টা গিভওয়ে,

আমাদের ওয়েব হোস্টিং কোম্পানির প্রোমোশন এর জন্য দেওয়া হচ্ছে।

আমরা চাই আমাদের ওয়েবহস্টিং সার্ভারে কিছু নতুন জিনিস আনতে,

আমাদের এই হোস্টিং টার মধ্যে রয়েছে কিছু ফিচার,

 

যা ভাবার মত।

 

 

আমাদের হোস্টিং এর ফিচার সমুহ-

 

প্লান ফিচার-

2 Hosted Domains
1 GB RAID 10 Storage
100 GB Bandwidth
Super Fast SSD Storage
Free SSL Certificate
99.99% Uptime
24/7 Phone Support

 

উপরে দেওয়া ফিচার গুলো পাবেন আমাদের ওয়েব হোস্টিং প্যাকেজ এর সাথে।

আমাদের হোস্টিং এর সাথে যা যা দেওয়া হয়-

    • Bandwidth: Unmetered
    • Database/Email/Sub-Domain: Unmetered
    • Addon Domain: 2
    • SSL: Premium Auto SSL
    • Backup: Daily Backup
    • Softaculous Apps Installer
    • 500+ CMS Supported
    • WordPress, Php, Ruby, Python, Node.js Supported.
    • No Server Down issue (Backup server available)
    • Premium Support (Live chat, Phone call, Support ticket)

 

  • Datacenter Location: USA, London, Singapore

কারা পাবেন এই গিভওয়ে টি?

 

অনেকেই আছেন যারা নতুন ব্লগিং করছেন,অনেকেই আছেন নতুন ব্লগিং শুরু করেছেন,

তাদের জন্য এই অফার  টা,

 

কিভাবে নিব এই ফ্রি হোস্টিং অফার?

 

প্রথমেই  এই লিংক এ যান,

 

এইখানে অনেক গুলো পেকেজ দেখতে পারছেন,

প্রথম প্যাকেজ টার নিচে Order Now বাটন এ ক্লিক করুন।

 

ক্লিক করা হয়ে গেলে নতুন একটা পেজ আসবে

 

এখান থেকে ডোমেইন রেজিস্টার করুন/nameserver

দিয়ে ইউজ করুন।

 

আপনার ডোমেইন নাম দিন,

 

 

তারপর ইউজ অপশন এ ক্লিক করুন,

 

 

তারপর ডোমেইন নেম ভেরিফাই হয়ে নতুন একটা পেজ আসবে,

 

 

কোন্টিনিউ করুন,

 

অফার নেওয়ার জন্য একটা প্রোমো কোড দিতে হবে,

 

প্রোমো কোড এর জায়গায় TRICKBD50

এই কোড টা দিন এবং ভেলিড কোড এ ক্লিক করুন,

 

 

দেখুন যে আপনার হোস্টিং এর দাম ০০ টাকা বা ইউএসডি হয়ে গেছে,

 

 

 

তারপর নিচে বিলিং ইনফো দিন,এর মানে হচ্ছে যে ,

আপনি ওয়েবসাইট এ তথ্য দিয়ে রেজিস্টার করুন/বা লগিন করুন।

 

তথ্য দেওয়া শেষ হলে বা লগিং করা শেষ হলে চেক আউট এ ক্লিক করুন।

 

 

সব কিছু ঠিক থাকলে আপনার অডার রিসিভ হবে,

 

 

তারপর সাইলেন্ট এরিয়া তে লগিন করে আপনার হোস্টিং প্যাকেজ মেনেজ করতে পারবেন।

 

 

আমাদের হোস্টিং এক্টিভ হয়ে গেলো,

বাকি সকল ইনফো,হোস্টিং ইনফো আমরা মেইল এর মধ্যে পেয়ে যাব।

 

 

শেষ কথা

 

কোনো প্রকার প্রব্লেম এ পড়লে আমাদের ওয়েবসাইট এ টিকেট ক্রিয়েট করুন।

আমাদেরকে কল করুন।

BongoHost কোনো সস্তা পরিষেবা সরবরাহের বিষয়ে আপনাকে প্রতিশ্রুতি দেয় না, তবে ভাল ও সেরা পরিষেবার পাশাপাশি তুলনামূলক কম দামে পরিষেবার গ্যারান্টি দিচ্ছে।

 

ধন্যবাদ।

 

 

 

 

 

The post একদম ফ্রিতেই নিয়ে নিন ১ জিবি প্রিমিয়াম ওয়েব হোস্টিং। appeared first on Trickbd.com.

Make colorful stylish font | স্টাইলিশ কালারফুল ফন্ট বানিয়ে নিন।

Posted:

আজকের টিউনটি ফন্টের কালার চেঞ্জ করা নিয়ে|How to make stylish font?How to make colourful stylish font?

গত টিউনে আমরা বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট বানিয়েছি।আজ দেখব কিভাবে কালারফুল ফন্ট বানাতে পারি। লাঞ্চার এর সেটিংস থেকে তো ফন্টের কালার চেঞ্জ করা যায়।কিন্তু আমরা আজ ফন্টের কালার চেঞ্জ করবো,যেটা যেকোনো জায়গায় কাজ করবে।অর্থাৎ আপনি যতই নোটপ্যাড এ কিছু লিখেন,সেখানেও ফন্টটি কালারফুল দেখতে পারবেন।


আগের পর্ব গুলো :

নিজেই বানিয়ে নিন বাংলা+ইংলিশ(মার্জ) স্টাইলিশ ফন্ট ।


নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে। ।


কালার ফন্ট তৈরি করার জন্য আমাদের দরকার হবে zfont tool অ্যাপটি এবং zfont3 অ্যাপটি।
Zfont tool অ্যাপটি ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে


Zfont 3 অ্যাপটি ডাউনলোড করে নিন


প্রথমে Zfont tool অ্যাপটি ওপেন করুন

তারপর Color Changer এ ক্লিক করুন

তারপর যে ফোল্ডারে ফন্টটি আছে,সেখানে গিয়ে ফন্টটি সিলেক্ট করুন,তারপর ok তে ক্লিক করুন

তারপর নিচে Change Color এ ক্লিক করুন

তারপর Yes করে দিন

এখন আপনার পছন্দ মত কালার সিলেক্ট করুন।RGB অথবা Material Palette যেকোনো একটি থেকে কালার চেঞ্জ করুন তারপর Ok তে ক্লিক করুন

দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে।এখন Export এ ক্লিক করুন

এবারে I know তে ক্লিক করুন। নোট : এই ফন্টটি শুধু মাত্র Android 10+ ভার্সনের ফোনে কাজ করবে।

এখন আপনি নিজের ইচ্ছে মতো ফন্ট প্যাকটির ডিটেইলস চেঞ্জ করে তারপর Export এ ক্লিক করুন

দেখুন হয়ে গেছে।আপনি চাইলে ফাঁকা বক্সে টাইপ করে প্রিভিউ দেখতে পারবেন।ফন্টটি এপ্লাই করতে Open In Zfont এ ক্লিক করুন

তারপর এপ্লাই করে দিন



দেখুন আমার ফোনের ফন্ট কালার চেঞ্জ হয়ে গেছে।


আরো দেখুন :
টেলিগ্রামের দরকারি কিছু ফিচার ।

প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)


আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে।

The post Make colorful stylish font | স্টাইলিশ কালারফুল ফন্ট বানিয়ে নিন। appeared first on Trickbd.com.

U Turn: আমার দেখা অন্যতম সেরা সাউথ ইন্ডিয়ান মুভি যেখানে রাস্তায় ইউ টার্ন নেওয়ার জন্য মার্ডার হতে হয়! �� (সাথে রিভিউ + হিন্দি ডাবড লিংক)

Posted:

U Turn (2018)

Language:- (Hindi Dubbed)

IMDB Rating:- 7/10

Personal Rating:- 9/10

Genere:- Supernatural Thriller

Screenshot

ইউ টার্ন ফিল্মটি অনেক দিন ধরেই দেখব ভাবছিলাম

থ্রিলার ফিল্মের সাথে সুপারন্যাচারাল এলিমেন্টস মিশিয়ে তৈরি এই বইটি একবার দেখতে খারাপ লাগবে না,,তবে যে হারে প্রশংসা শুনেছিলাম সেই অনুপাতেই কিন্তু প্রত্যাশা পূরণ হয়েছে আমার।

চেন্নাই শহরের ভেলিচারী ফ্লাইওভার নিয়ে এই গল্পের সুত্রপাত। ট্র‍্যাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যত্রতত্র বাইক আরোহীদের রাস্তার মাঝের movable divider সরিয়ে ইউ টার্ন নেওয়ার প্রবণতার জন্য প্রায়শই অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবরের জন্য শিরোনামে থাকে এই ফ্লাইওভার!এই বিষয়ে একটা স্টোরি করার জন্য রচনা নামের সংবাদপত্রের একজন ইন্টার্ন ব্যাক্তিগত ভাবে তথ্য যোগাড় করতে থাকেন।

পথিপার্শ্বস্থ এক ভিখিরি’র সহায়তায় কারা কারা এই ডিভাইডার সরিয়ে ইউ টার্ন নিচ্ছেন তাদের বাইকের নাম্বারের তালিকা সংগ্রহ করতে থাকেন তিনি।

এই কাজে আরও বিশদ তথ্য যোগাড়ের জন্য অফিসের ক্রাইম রিপোর্টার আদিত্য ও তাকে সহায়তা করতে রাজী হন।বিশদে তথ্য যোগাড় করতে গিয়ে যা বেরিয়ে আসে তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায়।

ওই ফ্লাইওভারে যারা যারা গত ১ মাসে ইউ টার্ন নিয়েছেন,,তারা প্রত্যেকেই অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন,,পুলিশি তদন্তে যা সুইসাইড হিসাবে দেখানো হয়েছে।

এই কাজ করতে গিয়ে রচনাও পুলিশের সন্দেহের জালে জড়িয়ে যায়।একমাত্র ইন্সপেক্টর নায়েক বিশ্বাস করেন রচনার কথায়! তবে এর পিছনে মূল রহস্যটা কি??কি কারণে এরকম অদ্ভুত ঘটনা ঘটছে?

গল্প হিসাবে বেশ ইউনিক সন্দেহ নেই!কিন্তু মূল কনসেপ্টের সাথে আমার ২০১২ সালের আমির খান অভিনীত তালাশ ফিল্মের অল্প হলেও সাদৃশ্য চোখে এসেছে।চিত্রনাট্য টানটান,,মেদবর্জিত,,Fast paced.. তাই মুভিটা দেখার সময় বোরিং হওয়ার চান্স একেবারে নেই।

যারা হরর থ্রিলার ভালবাসেন,,তারা দেখতে পারেন,,ভালই লাগবে! পবন কুমারের পরিচালনা ভালই।অভিনয়ে রচনার ভূমিকায় সামান্থা খুব সুন্দর।আদিত্যের তুলনায় নায়েকের চরিত্রটা বেশি powerful লাগল।দুই ভূমিকাতে যথাক্রমে রাহুল রবীন্দ্রন এবং আদি পিনিশেট্টি যথাযথ কাজ করেছেন।

ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে সারপ্রাইজ প্যাকেজ ভূমিকা চাওলা!শেষের দিকের টুইস্ট ও টার্ন দুটি সেই লেভেলের।কিন্তু শেষের আগের টুইস্টটি আগাম আন্দাজ করা গেছিল। যারা প্রচুর থ্রিলার মুভি দেখেছেন তারা হয়তো আন্দাজ করতে পারবেন। কিন্তু যারা গুটিকয়েক থ্রিলার মুভি দেখেছেন তারা আন্দাজ করতে পারবেন না দ্যাটস সিওর।

সবমিলিয়ে সুপারন্যাচারাল থ্রিলার হিসাবে মন্দ নয় ইউ টার্ন। যেমন প্রত্যাশা করেছিলাম তার সম্পূর্ণটাই পেয়েছি। তবে এই ফিল্মটির মোট ৫ টি ভাষায় রিমেক হয়েছে,,যার মধ্যে কথা চলছে দুটি বিদেশি ভাষাতেও রিমেক হবার।সুতরাং হতাশ হবেন না নিশ্চয়ই!

Link: U Turn Hindi Dubbed Movie

The post U Turn: আমার দেখা অন্যতম সেরা সাউথ ইন্ডিয়ান মুভি যেখানে রাস্তায় ইউ টার্ন নেওয়ার জন্য মার্ডার হতে হয়! 😶 (সাথে রিভিউ + হিন্দি ডাবড লিংক) appeared first on Trickbd.com.

কারিগরি শিক্ষা বোর্ড এর অনলাইন আবেদন ফি বিকাশ দিয়ে দিন কোনো ধরনের ঝামেলা ছাড়াই

Posted:

কারিগরি শিক্ষা বোর্ড এর অনলাইন আবেদন ফি প্রদান করা একটু ঝামেলা ভিন্ন শাখায় ভিন্ন ভাবে আবেদন ফি প্রদান করতে হয়

Govt. Programs

  • Diploma in Marine Engineering
  • Diploma in Textile Engineering
  • Diploma in Agriculture
  • Diploma in Fisheries
  • Diploma in Forestry
  • Diploma in Livestock
  • HSC-VOC (Vocational
  • HSC-BMT (Business Management and Technology

Private Programs

  • Diploma in Engineering
  • Diploma in Agriculture
  • Diploma in Fisheries
  • Diploma in Textile Engineering
  • HSC-BMT (Business Management and Technology

সব গুলা তে আবেদন ফি দিয়া একই নিময়

আর Govt. Programs এর

  • Diploma in Engineering
  • Diploma in Marine Engineering

এই দুটা তে আর একটু ভিন্ন মাধ্যমে আবেদন ফি দিতে হয়

দেখে নিন কি ভাবে উপর প্রথম এর গুলার আবেদন ফি দিবেন

প্রথম বিকাশ অ্যাপ এ ঢুকে পে-বিল সিলেষ্ট করেন

তার পর শিক্ষা প্রতিষ্ঠান এ ক্লিক করেন

তার পর BTEB তে ক্লিক করুন।

পেমেন্ট কোড এর স্থানে লিখেন BMAA তার পর পরিক্ষার সাল, তার পর বোর্ড এর ৩ অক্ষর, তার পর আপনার রোল উদাঃ BMAA2021DHA641322

তার পর আপনার ফোন নাম্বার দিয়ে পে বিল করতে এগিয়ে যানএ ক্লিক করুন।

তা পর টাকার (১৬০) পরিমাণ দিন।

এখন আপনার সব তথ্য ভালো ভাবে দেখে পরের যেতে ট্যাপ করুন এ ক্লিক করুন।

তা পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিন।

তার পর আপনার ফি দিয়া সম্পন্ন হয়েছে.!

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post কারিগরি শিক্ষা বোর্ড এর অনলাইন আবেদন ফি বিকাশ দিয়ে দিন কোনো ধরনের ঝামেলা ছাড়াই appeared first on Trickbd.com.

Symphony Z30 Price In Bangladesh বাংলা রিভিউ

Posted:

Symphony Z30 Price In Bangladesh বাংলা রিভিউ

Symphony Z30 Bangladesh
Official Price in 9,790 Taka

Symphony Z30 ফোনের হাইলাইট?

Symphony Z30 ফোন টি 6.52 ইঞ্চি HD+ IPS স্ক্রিন। এবং Symphony Z30 এটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ-নচ ডিজাইন রয়েছে। তাছাড়া Symphony Z30 ফোনের পিছনের ক্যামেরাটি অটোফোকাস, LED ফ্ল্যাশ, পোর্ট্রেট মোড, নাইট মোড ইত্যাদি পাওয়া যাবে। Symphony Z30 ফোন টি ট্রিপল 13+2+5 এমপির ক্যামেরা। এবং সামনের ক্যামেরাটি 8 এমপির।

Symphony Z30 ফোনের 5000 mAh ব্যাটারি 🔋 পাবেন। Symphony Z30 ফোনের 3 GB RAM, 1.8 GHz octa-core CPU এবং PowerVR GE8320 GPU রয়েছে। Symphony Z30 ফোনটিতে একটি MediaTek Helio A22 (12 nm) চিপসেট পাওয়া যাবে। Symphony Z30 ফোনে 32 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং মাইক্রোএসডি স্লট রয়েছে। এই Symphony Z30 ফোনে একটি ব্যাক-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন।

Symphony Z30 সম্পূর্ণ স্পেসিফিকেশন?

Symphony Z30 ফোন প্রথম প্রকাশ জুলাই 2020 সালে।

Symphony Z30 Bangladesh
Official Price in 9,790 Taka

Symphony Z30 ফোন এর ভালো দিক!

#✔ শালীন সামনে এবং পিছনে ক্যামেরা
#✘ কোন ডিসপ্লে সুরক্ষা নেই
#✔ Symphony Z30 ফোন 5000 mAh ব্যাটারি
#✔ Symphony Z30 ফোন Android 10
#✔ Symphony Z30 ফোন 3 জিবি র‍্যাম
#✔ Symphony Z30 ফোন কম দামে ভালো ফোন
# Symphony Z30 ফোন এর রং নীল, আমাজন সবুজ ইত্যাদি

Symphony Z30 ফোন এর সংযোগ?

#Symphony Z30 ফোনের নেটওয়ার্ক 2G, 3G, 4G
# Symphony Z30 ফোন এর সিম ডুয়েল ন্যানো সিম
# Symphony Z30 ফোন WLAN ✅ ওয়াই-ফাই হটস্পট
# Symphony Z30 ফোন ব্লুটুথ ✅
# Symphony Z30 ফোন জিপিএস ✅ এ-জিপিএস
# Symphony Z30 ফোন রেডিও ✅
# Symphony Z30 ফোন USB v2.0
# Symphony Z30 ফোন OTG ✅
# Symphony Z30 ফোন ইউএসবি টাইপ ✖

Symphony Z30 ফোন এর শরীর?

#Symphony Z30 ফোন শৈলী ন্যূনতম খাঁজ
উপাদান গ্লাস সামনে, প্লাস্টিকের শরীর
#Symphony Z30 ফোন পানি প্রতিরোধ ✖
#মাত্রা 163.3 x 76.4 x 8.9 মিলিমিটার
#Symphony Z30 ফোন ওজন 186 গ্রাম

Symphony Z30 ফোন এর প্রদর্শন?

# Symphony Z30 ফোন আকার 6.52 ইঞ্চি
# Symphony Z30 ফোন এর রেজোলিউশন HD+ 1600 x 720 পিক্সেল (269 ppi)
# Symphony Z30 ফোন প্রযুক্তি আইপিএস টাচস্ক্রিন
#সুরক্ষা ✖ বৈশিষ্ট্য মাল্টিটাচ

Symphony Z30 ফোনের পিছনের ক্যামেরা?

# Symphony Z30 ফোন রেজোলিউশন ট্রিপল 13+2+5 মেগাপিক্সেল
#অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, গুগল লেন্স, পোর্ট্রেট মোড, নাইট মোড, ইত্যাদি
#ভিডিও রেকর্ডিং ফুল HD (1080p)

Symphony Z30 ফোন এর সামনের ক্যামেরা?

#Symphony Z30 ফোন রেজোলিউশন 8 মেগাপিক্সেল
#Symphony Z30 ফোন বৈশিষ্ট্য প্রদর্শন ফ্ল্যাশ
#Symphony Z30 ফোন ভিডিও রেকর্ডিং ফুল HD (1080p)

Symphony Z30 ফোন এর ব্যাটারি?

#প্রকার এবং ক্ষমতা লিথিয়াম-পলিমার 5000 mAh
#দ্রুত চার্জিং ✅ 10W দ্রুত চার্জিং

Symphony Z30 ফোন এর কর্মক্ষমতা!

#অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10
#চিপসেট MediaTek Helio A25 (12 nm)
#Symphony Z30 ফোন র‍্যাম ৩ জিবি
#Symphony Z30 ফোন প্রসেসর অক্টা-কোর, 1.8 GHz
#Symphony Z30 ফোন GPU PowerVR GE8320

Symphony Z30 ফোন স্টোরেজ!

#Symphony Z30 ফোনের রম 32 জিবি
#মাইক্রোএসডি স্লট ✅ 128 জিবি পর্যন্ত
#Symphony Z30 ফোনের 3.5 মিমি জ্যাক ✅
#বৈশিষ্ট্য লাউডস্পীকার

Symphony Z30 ফোনের নিরাপত্তা!

#Symphony Z30 ফোন এর আঙুলের ছাপ ✅ পিছনে
# Symphony Z30 ফোন এর ফেস আনলক ✅
#Symphony Z30 ফোন এর নোটিফিকেশন লাইট ✅
# Symphony Z30 ফোন এর সেন্সর ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি
#সিম্ফনি দ্বারা প্রস্তুত Symphony Z30 ফোন বাংলাদেশে তৈরি

এই ছোট্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নিয়মিত। এখানে বিভিন্ন ধরনের অনলাইন রিলেটেড আর্টিকেল পাবলিশ করা হয়
projuktibuzz.com

The post Symphony Z30 Price In Bangladesh বাংলা রিভিউ appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments