Search box..

পেইড কোর্স ফ্রি গিভওয়ে, পার্ট-১

পেইড কোর্স ফ্রি গিভওয়ে, পার্ট-১


পেইড কোর্স ফ্রি গিভওয়ে, পার্ট-১

Posted:

আসসালামু-অলাইকুম, কেমন আছেন সবাই?
আজ থেকে আবার ফ্রি কোর্স নিয়ে চলে এলাম। অনেকদিন হলো সময়ের আভাবে আপনাদের কিছু দেওয়া হয়না।

এদিকে কালেক্ট করা কোর্সের লিংক গুলোও ডেড (Expired) হতে শুরু করেছে তাই ভাবলাম যেহেতু একটু সময় আছে তাই কালেক্ট করা কোর্স গুলা সেয়ার করি।

আজ থেকে প্রতিদিন রাতে কিছু কিছু করে আমার কাছে থাকা সব সেয়ার করবো ১৪ তারিখ পর্যন্ত, সাথে থাকবেন।

সব লিংক একসাথে পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিনঃ Tunes71.com

Android apps Development MSB Academy Apps development msb

৭ টি কোর্সের লিঙ্কঃ

1. Adobe Photoshop: https://drive.google.com/open?id=1xUKBQSrizhiKRFGvbTGOmatOm0TVigz9

2.Adobe Illustrator: https://drive.google.com/open?id=1GMEqHyySwZgbULCW9YT6dInkBdzxBnOV

3. Outsourcing: https://drive.google.com/open?id=1MsR5DaH6mXup8RbH6IlErlSsygEQagOv

4. MS Office: https://drive.google.com/open?id=12Izy2Nfm6pjDArEO6njKqETLDmkkh6iD

5.Fiverr Special: https://drive.google.com/open?id=14GiBhWBm-5oyDHpoywHKBfZ04exW1vHP

6. Advance Graphic Design Project DVD: https://drive.google.com/open?id=1jCUIaoejW7Z0mmDHIFxsiLBHP8eezTGDBdA9-oOCq1E

7. Responsive Web Design: https://drive.google.com/drive/folders/1dh5uqhiMQlClsPqwVp1mlfGivDHI0E20

https://drive.google.com/drive/mobile/folders/1UkMWtPSAOUjLZWLPAIgDhpei1z3YDceF

Premium WordPress themes and plugins

https://mega.nz/folder/08tSFIDD#ToN_BWXwwpCPccbxrm_7BA


Nitesh Arya Web Designing Course

https://drive.google.com/folderview?id=17545tR4FDmpQJuUm0kRSglwnuTykxv3v


complete javascript course (36 GB)

https://drive.google.com/drive/mobile/folders/10FGWpagRnyn2-E5S8D588sUri8UnXq6e?usp=sharing

django and react full stack development

https://drive.google.com/drive/mobile/folders/18a98QCR4gW2wauQG1U7woAph6DGKisr5?usp=sharing

Nitesh Arya Seo course

https://drive.google.com/folderview?id=1ZLm0J83vkdf9d5MvRZLoJKyGOwBu6XA1


Askrish Fiverr Full Course

Course link :-

https://drive.google.com/folderview?id=12A5jDf4O-qv0i5fMSXHqoWEyg21n-kdv

🔶IELTS Band 7+ Complete Prep Course🔶

Udemy link:

https://www.udemy.com/course/ielts-band-7-preparation-course/

Download link:

https://mega.nz/folder/NYMTka4L#Sd231aBKJ00abFDGEcPEHQ

Ehical hacking latest – https://mega.nz/folder/66hQQAxQ#bKIvIhGCfhiOzEVGogpa-Q


Graphics design masterclass intermediate –
https://mega.nz/folder/QhgiTayC#r9mSWufC2HVFrR6zrh2-lw

THE ULTIMATE COURSE TO LEARN GRAPHIC DESIGNING 2021 | PAID COURSE link- https://mega.nz/folder/UrRSHY7Y#mo5Rg4-o76GuEHQO1oqkCw


adobe and fimora x –
https://mega.nz/folder/mDxkSCrB#yEEqsaMUZu_AQ1SSC6cXNA

Fiverr Mastery Course by HBA Services link https://mega.nz/folder/rYIUXJTJ#uTd1zhLgWSqr0g1suvzw0A

শেষকথাঃ টাকার বিনিময়ে কোর্স দিচ্ছিনা তাই কোন লিংক কাজ না করলে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। আর নিত্য নতুন আপডেট পেতে আমার সাইট Tunes71.com এবং টেলিগ্রাম চ্যানেল এ যোগ দিতে পারেন।

আবারো বলছি। কোর্সগুলো বিভিন্ন মাধ্যম থেকে কালেক্ট করা।

The post পেইড কোর্স ফ্রি গিভওয়ে, পার্ট-১ appeared first on Trickbd.com.

মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 8)

Posted:

আজকে আলোচনা করবো ordered list / Unordered list Tag নিয়ে।

  • HTML প্রথম পর্ব
  • HTML দ্বিতীয় পর্ব
  • HTML তৃতীয় পর্ব
  • HTML চতুর্থ পর্ব
  • HTML পঞ্চম পর্ব
  • HTML ৬ষ্ঠ পর্ব
  • HTML ৭ম পর্ব
  • Tag গুলোর বিস্তারিত আলোচনাঃ

    ordered/unordered Tag এর ব্যবহারঃ

    কোন কিছু লিস্ট আকারে দেখানোর জন্য এই দুটি ট্যাগ ব্যবহার করা হয়। html এ দুই ভাবে লিস্ট করা যায়। একটি হল ordered list আর এটি ol Tag এর মাধ্যমে করা হয়। আরেকটি হল unordered list আর এটি ul Tag এর মাধ্যমে করা হয়। আর যা যা আমরা লিস্ট আকারে দেখাতে চাই তা এই দুটি ট্যাগের children – li ট্যাগের মাধমে রিপ্রেজেন্ট করে।

    ol Tag এর ব্যবহার

  • ol Tag লিস্ট গুলো কে 1, 2, 3, 4, 5 এভাবে নাম্বার আকারে দেখায়।

  • আসুন দেখি কিভাবে এটা ব্যবহার করবো।
    আমরা code editor এ যাই।
    প্রথমে আমরা ol start tag ও end tag নিবো।

    এরপর ধরেন আমরা android tips, android custom rom এগুলো লিস্ট আকারে দেখাতে চাই তাই একেকটা li tag এর ভেতরে লেখবো আর li tag টা ol tag এর ভেতরে লেখবো।





    এভাবে আমরা যতগুলো li tag লেখবো তত গুলো নাম্বার লিস্ট হবে।

    ——-output———-

    এখন যদি আমরা 1,2,3,4,5 এভাবে লিস্ট না করে যদি রুমান সংখ্যায় দেখাতে চাই।
    তাহলে type attribute ব্যবহার করতে হবে যার value হবে i

    ———output——-

    এখন যদি abcd এভাবে দেখাতে চাই
    তাহলে type attribute এর value হবে a
    যেমনঃ

    ———-output——–

    ul Tag এর ব্যবহার

  • ul Tag লিস্ট গুলো কে বুলেটের আকারে দেখায়।
    যেমনঃ

  • ul tag এর ব্যবহার ol ট্যাগের মতই শুধু ol এর জায়গায় ul লেখলেই হবে।
    যেমনঃ

    ——-আউটপুট——

    এটার ও type attribute এর ২/৩ তিনটা value আছে
    ১- square যেমনঃ

    ——-আউটপুট——–

    ২- circle যেমনঃ


    ——–আউটপুট——–

    যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

    Our FaceBook Page

    BDBoighor.com

    Our Youtube Channel

    The post মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখি (HTML Part – 8) appeared first on Trickbd.com.

    Upay এপ থেকে ২৫ টাকা রিচার্জে নিয়ে নিন ১০০% ক্যাশ ব্যাক [সবাই না ও পেতে পারেন]

    Posted:

    এই প্রযুক্তির যুগে অসংখ্য মানুষ এখন হাতের মুঠোয় ব্যাংকিং সেবা উপভোগ করছে। গ্রাম-গঞ্জের সুবিধা বঞ্চিত মানুষ ছাড়াও এই সেবা শহুরেরও সকল শ্রেণীর মানুষ প্রতিনিয়ত ব্যবহার করছেন। বাংলাদেশে সর্বপ্রথম ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং চালু করার পর ব্যাংকিং খাতে দ্রুত পরিবর্তন হতে থাকে। বিকাশ এসে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করার পর অনেক ব্যাংক এখন মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। আজকের পোস্টে ইউসিবি (UCB) ব্যাংকের ডিজিটাল মোবাইল ব্যাংকিং "উপায়" (Upay) -এ আমরা কিভাবে ২৫ টাকা রিচার্জে ২৫ টাকা পাবো দেখাব।

    স্ক্রিণশট দেখুনঃ

    তো আপনি ও পেতে পারেন ২৫ টাকা রিচার্জে ২৫ টাকা ক্যাশ ব্যাক। তো এখুনি রিচার্জে করুন আপনার  Upay  এপ থেকে আর লুফে নিন ২৫ টাকা ক্যাশ ব্যাক।(১০ জানুয়ারি পর্যন্ত)। বলে রাখি সবাই না ও পেতে পারেন।তবে চেষ্টা করে দেখতে পারেন

    সবাইকে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

    The post Upay এপ থেকে ২৫ টাকা রিচার্জে নিয়ে নিন ১০০% ক্যাশ ব্যাক [সবাই না ও পেতে পারেন] appeared first on Trickbd.com.

    ফ্রিল্যান্সিং কি – ফ্রিল্যান্সিং থেকে আয় কিভাবে করবেন

    Posted:

    আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা'লার রহমতে ভালো আছেন।আজ আমরা জানব ফ্রিল্যান্সিং কি – ফ্রিল্যান্সিং থেকে আয় কিভাবে করবেন।তো শুরু করা যাক…..

    ফ্রিল্যান্সিং কি?

    সোজা ভাবে বললে, Freelancing এমন একটি আলাদা মাধ্যম বা উপায়, যার দ্বারা আপনারা Online কাজ করে টাকা আয় করতে পারবেন। এমনিতে, একটি Service করা ব্যক্তিকে সকাল ১০ থেকে বিকেল ৬ পর্যন্ত অফিসে গিয়ে এক ধরণের কাজ করতেই হবে.কিন্তু, Freelancing এর মাধ্যমে কাজ করা লোকেরা Self-Employed থাকেন. তাই, ফ্রিল্যান্সিং এর মানেই হলো স্বাধীন ভাবে কাজ করা বা Freelance. এটাও এক ধরণের ব্যবসা বললে আমি ভুল হবোনা।

    এখন ফ্রিল্যান্সিং দারুণ আকর্ষণীয়। অনেকেই চাকরি না করে ফ্রিল্যান্সিং করার স্বপ্ন দেখেন। ফ্রিল্যান্সিংয়ে একদিকে যেমন স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকে তেমনি আয়ের পরিমাণও বেশি।

     

    ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ:

    Online Teaching

    Social Media manager

    Content Writing

    Graphics Designing

    Consultancy Work

    Animation

    Web Desingning

    Web Development

    Digital Marketing

    Application Development

    Translator

    Dubbing

    Programming

    Data Entry

    Photo Editing

    Search Engine Optimization

    Video Editing

    Etc.

    কিছু ফ্রিল্যান্সিং সাইট –

    এখানে কিছু Freelancing Site এর নাম দেওয়া হলো যেখান থেকে আপনি খুব সহজেই ফ্রিল্যান্সিং কাজ খুঁজে নিতে পারবেন।

    এই সমস্ত সাইটগুলি খুবই বিশ্বস্ত ওয়েবসাইট। যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান তাহলে, এই সমস্ত ওয়েবসাইটগুলোতে গিয়ে অ্যাকাউন্ট বানিয়ে ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে পারেন।

    ফ্রিল্যান্সিং সাইট এর তালিকা:

    Upwork

    Freelancer

    Fiverr

    Truelancer

    Guru

    PeoplePerHour

    WorknHire

    এই Website গুলিতে গিয়ে, নিজের একটি Profile বা Account বানাতে হবে. আপনি আপনার একাউন্ট বানিয়ে তারপর নিজের প্রোফাইলে, কাজের অভিজ্ঞতা, আপনার Social Profiles, পড়াশুনা , নিজের প্রোফাইল পিকচার, দক্ষতা, সবটার বিষয়েই লিখতে হবে.

    আপনার প্রোফাইলে এটাও লিখুন যে, আপনি আপনার Clients বা Employer দের জন্য কিভাবে এবং কি কি কাজ করতে পারবেন. তাছাড়া, তারা তাদের কাজের জন্য আপনাকেই কেন বেছে নিবেন তার একটি ছোট কারণ লিখুন.বিভিন্ন, Freelancing Site গুলিতে যেগুলিতে আপনারা কাজ করতে চান, Profile বানিয়ে আমি ওপরে বলা মতে Details গুলি লিখুন.

    ফ্রিল্যান্সিং জব কিভাবে করবেন?

    ফ্রিল্যান্সিং কাজ করার জন্য আপনাকে প্রথমে কোন ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইটে যেতে হবে। যেসব সাইট আপনাকে হাজার হাজার ফ্রিল্যান্সিং জব অফার করবে। আপনি সেখানে গিয়ে অ্যাকাউন্ট বানিয়ে যেকোনো একটি ফ্রিল্যান্সিং সাইটে প্রবেশ করবেন।তারপর সেখান থেকে আপনার দক্ষতা অনুযায়ী কোন কাজ বেছে নিয়ে, যে কোম্পানি বা প্রতিষ্ঠান ওই ফ্রিল্যান্সিং সাইট, কাজটি পোস্ট করেছে তার সাথে যোগাযোগ করবেন।এবং তার সাথে যোগাযোগ করার পর সেই কাজটি সম্পর্কে ডিটেইলস জেনে নিয়ে আপনি কাজটি শুরু করতে পারেন। এবং কাজটি কমপ্লিট করা হয়ে গেছে আপনি সেই ব্যক্তি বা clients এর থেকে টাকা বুঝে নেবেন।

     

    আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।পোস্টটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন।আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।খোদাহাফেজ।

    The post ফ্রিল্যান্সিং কি – ফ্রিল্যান্সিং থেকে আয় কিভাবে করবেন appeared first on Trickbd.com.

    আপওয়ার্ক (Upwork) কি ? আপওয়ার্কে কি কি কাজ পাওয়া যায় [নতুনদের জন্য]

    Posted:

    আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা’লার রহমতে ভালো আছেন।আজ আমরা জানব আপওয়ার্ক (Upwork) কি ? এবং আপওয়ার্কে কি কি কাজ পাওয়া যায়।তো শুরু করা যাক…

    আপওয়ার্ক (Upwork) কিঃ

    আপওয়ার্ক ওয়ার্ক হচ্ছে elence ও Odesk থেকে গঠিত জনপ্রিয় ফ্রীল্যানসিং প্লাটফর্ম। যেখানে বিসনেস ও মুক্ত পেশার প্রফেশনালরা যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দূরবর্তী অবস্থান থেকে কাজ সম্পাদন করে থাকে।

    আপওয়ার্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। প্রায় ১ কোটি ফ্রিল্যান্সার কাজ করছে এই প্লাটফর্মে। এই মূহূর্তে আপওয়ার্কে ৪ লক্ষের উপর কাজ রয়েছে। প্রতিটি প্রজেক্টের জন্য "একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য" অথবা "ঘন্টা প্রতি কাজের জন্য অর্থ" উভয় প্রকারের কাজ পাওয়া যায়। আপওয়ার্ক মুলত স্বাধীনভাবে চুক্তিবদ্ধ কাজ অফার করে থাকে। আপওয়ার্ক হচ্ছে অন্যান মার্কেটপ্লেস এর মতন, যেখানে একজন চাকরিদাতা এবং একজন ফ্রীল্যান্সার একে অপরের সাথে চুক্তি করে থাকেন। কাজের রেটিং দিয়ে থাকে বায়ার একজন ফ্রীল্যান্সার কে তার নিখুঁত কাজের জন্য।

    আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং যুগোপযোগী প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক মার্কেটপ্লেস। এখানে আপনি যেকোনো ভাষায় আর্টিকেল লিখে প্রতিদিন ঘরে বসে আয় করতে পারবেন।

    আপওয়ার্কে কাজের ধরন :

    আপওয়ার্কে দুই ধরনের কাজ পাওয়া যায়।

    ১. ফিক্সড প্রাইজ কাজ ও

    ২. ঘন্টা চুক্তি কাজ।

    ১. ফিক্সড প্রাইজ কাজ :

    ফিক্সড প্রাইজের কাজ হচ্ছে কোন কাজ পোস্ট করার সময় একটি নির্দিষ্ট পরিমান এমাউন্ট উল্লেখ করা থাকে। যে এত ডলারের বিনিময়ে এই এই কাজ করতে হবে। নির্দিষ্ট এমাউন্ট বা ডলারের বিনিময়ে যে নির্দিষ্ট কাজ করে দেওয়া হয়ে থাকে তাকে ফিক্সড প্রাইজ কাজ বলা হয়ে থাকে।

    ২. ঘন্টা চুক্তি কাজ :

    ঘন্টা চুক্তি কাজ হচ্ছে প্রতি ঘন্টায় একটি নির্দিষ্ট পরিমান এমাউন্ট নির্ধারিত থাকে। যত ঘন্টা কাজ করবেন ততো ঘন্টার মূল্য পাবেন। নতুনদের জন্য ঘন্টা চুক্তি কাজ সুবিধাজনক। কাজের রেট অবশ্য কম। তবে কাজে তেমন কোন ঝুকি নেই। অল্প কিছু ভূল হলেও ঠিকই তারা পেমেন্ট করে থাকে। পুরাতনরা সাধারনত ঘন্টা চুক্তি কাজ করতে চায় না। কারন রেট কম থাকে।

    আপওয়ার্কে (Upwork) কি কি কাজ পাওয়া যায় :

    ১. ওয়েব ডিজাইন

    ২. ওয়েব ডিভোলপমেন্ট

    ৩. গ্রাফিক্স ডিজাইন

    ৪. সার্চ ইন্জিন অপটেমাইজেশন ( SEO )

    ৫. ভিডিও প্রডাকশন

    ৬. সোসাল মিডিয়া ম্যানেজমেন্ট

    ৭. প্রোগামিং

    ৮. সফটওয়ার ডিভোলপমেন্ট

    ৯. লেটারেচার

    ১০. এডভ্যাটাইজিং

    ১১. টিচিং

    ১২. অনুবাদ করা

    ১৩. আর্ট ডিরেকশন

    ১৪. ভার্চুয়াল এসিস্টেন্ট

    ১৫. ফটোগ্রাফি এবং এডিটিং

    ১৬. ডাটা এন্ট্রি করা

    ১৭. মার্কেটিং

    আজ এতটুকু। সবাই ভালো থাকবে,সুস্থ থাকবেন।খোদাহাফেজ।

    The post আপওয়ার্ক (Upwork) কি ? আপওয়ার্কে কি কি কাজ পাওয়া যায় [নতুনদের জন্য] appeared first on Trickbd.com.

    Hill climb racing hack 2022

    Posted:

    আসসালামুআলাইকুম

    বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।

    আর ভালো থাকারই কথা, ভালোবাসা হলে কেউ ট্রিকবিডি ভিজিট করে না। তাহলে ব্যাপারে অনেক কথা হয়ে গেল চলুন এবার মূল পোস্টের দিকে এগোনোর যাক।

    আমি আজকে আপনাদের সঙ্গে যে গেমটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে হিল ক্লাব রেসিং এর হ্যাক ভার্সন। আর এখানে সবকিছু আনলিমিটেড। মানে একবারে আনলিমিটেড না, নিচের স্ক্রিনশটটি দেখুন, এখানে যতগুলো কয়েন আর জেম্স আছে সেগুলো দিয়ে পুরো গেমটার সব কিছু কিনতে পারবেন।।।।

    চলুন তাহলে এবার ডাউনলোড করে নেই গেম টা।

    আমি আপনাদের সুবিধার্থে ডিরেক্ট লিংক দিয়ে দিলাম। Click here

    ডাউনলোড করতে না পারলে, অথবা যেকোন প্রয়োজনে, আমার ফেসবুক পেজে মেসেজ দিন।

    Click here to go my Facebook page

    আপনারা যারা মিনি মিলিশিয়া খেলেন, আমি গতকাল এই বিষয় নিয়ে একটা পোস্ট দিয়েছি, চাইলে আপনারা ট্রিকবিডি করে দেখতে পারেন,

    প্রতিদিন নিত্যনতুন হ্যাকিং নিউজ, এন্টারটেইনমেন্ট, সহ বিভিন্ন মজাদার সব কনটেন্ট পড়তে প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করুন।

    আশা করি আজকের পোষ্ট আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন। একটা কমেন্টে একজনকে প্রেরণা দিতে যথেষ্ট।

    আপনারা কোন কোন গেমের হ্যাক ভার্সন চান, আমাকে কমেন্ট করে বা ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলতে পারেন। আমি আমার সাধ্যমত খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব।

    তাহলে বন্ধুরা আজ আর কথা বাড়াবো না। দেখা হবে আরেকদিন। আপনাদের কাছ থেকেই প্রেরণা কামনা করে বিদায় নিচ্ছি।

    আসসালামু আলাইকুম।

    Extension:

    Needed video review? Go to YouTube and search “ultimatix annihilation” 😴

    The post Hill climb racing hack 2022 appeared first on Trickbd.com.

    আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট [নতুনদের জন্য]

    Posted:

    আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা'লার আশেষ মেহের বানিতে ভালো আছেন। আমিও ভালো আছি।তাহলে কথা না বাড়িয়ে আজকের পোস্টে আসা যাক….

    আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট গুলো নিয়ে আজকের আমার এই পোস্ট। আপনারা যারা অনলাইন থেকে আয় করবেন বলে ভাবছেন, কিন্তু এই সেক্টরে একেবারেই নতুন। কি কাজ করবেন ভেবে পাচ্ছেন না, আজকের এই পোস্ট শুধুমাত্র তাদের জন্য।

    আল্প সময়ে আয় করা যায় আর্টিকেল লিখে। এ কাজটি শিখতে খুবই অল্প সময় লাগে এবং বর্তমান মার্কেটপ্লেসগুলোতে কাজের চাহিদা অনেক বেশি।

    আপনি যদি আর্টিকেল লিখে আয় করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে আর্টিকেল লেখা জানতে হবে। কিন্তু যদি নতুন হয়ে থাকেন কিভাবে আর্টিকেল লিখবেন ভেবে পাচ্ছেন না তাদের জন্য রয়েছে আমার এই রিসার্চগুলো- কিভাবে একটি আকর্শনীয় আর্টিকেল লিখবেন।এছাড়াও আরও অনেক রিসোর্স রয়েছে আমার এই আর্টিকেলে।

    আর্টিকেল লিখে আয় করার সকল খুঁটিনাটি বিষয় জানতে আমার এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন-

    এই আর্টিকেলে যা যা থাকছেঃ

    আর্টিকেল রাইটিং কি? কিভাবে আর্টিকেল রাইটিং শিখতে হয়? আর্টিকেল রাইটিং শিখতে কতদিন সময় লাগে? আর্টিকেল লিখে কত টাকা আয় করা যায়? আর্টিকেল রাইটিং শিখে কোথায় কাজ করবেন? আর্টিকেল রাইটিং শিখতে কতদিন সময় লাগে? এছাড়াও রয়েছে আর্টিকেল লিখে আয় করার সেরা ওয়েবসাইটগুলি-

    আর্টিকেল রাইটিং কি?

    আর্টিকেল লিখে আয় করতে চান? জেনে নিন আর্টিকেল রাইটিং কি। এখানে আমরা মূলত বুঝাচ্ছি আর্টিকেল রাইটিং হচ্ছে অনলাইনে বিভিন্ন ওয়েসাইটের কন্টেন্ট/লেখা বা ইনফরমেশন।

    অর্থাৎ আমরা কোন তথ্য জানার জন্য যখন ইন্টারনেটে কোনো বিষয় লিখে সার্চ করি, সার্চে যতগুলো রেজাল্ট আসে তার প্রত্যেকটি এক একটি আর্টিকেল। প্রত্যেকটি আর্টিকেল কোন না কোন ব্যক্তির দ্বারা লেখা হয়েছে।

    কিভাবে আর্টিকেল রাইটিং শিখতে হয়?

    আপনি যদি আর্টিকেল রাইটিং শিখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আর্টিকেল এর ব্যাপারে ভালো জ্ঞান রাখতে হবে। কিভাবে একটি আর্টিকেল লিখতে হয় তার পূর্ণাঙ্গ গাইডলাইন রয়েছে আমার এই আর্টিকেলে।

    সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে আপনি অনলাইনে ঘেটে বা ইউটিউবে দেখে আর্টিকেল রাইটিং শিখতে পারেন। অতবা আপনি চাইলে যেকোনো ট্রেনিং সেন্টার থেকেও আর্টিকেল রাইটিং শিখতে পারেন।

    হ্যাঁ বন্ধুরা এখনও আলোচনা করছি আর্টিকেল লেখার শিখেছেন বা আর্টিকেল লিখতে পারেন এখন আর্টিকেল লিখে কিভাবে আয় করবেন। যে সমস্ত বন্ধুরা আর্টিকেল লিখে অনলাইন থেকে আয় করার জন্য উঠেপড়ে লেগেছেন তাদের জন্য আমি আজকে বেশ কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি যেখানে আপনারা চাইলেই আর্টিকেল সাবমিট করে আয় করতে পারেন।

    আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট-

    ১. Upwork

    আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং যুগোপযোগী প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক মার্কেটপ্লেস। এখানে আপনি যেকোনো ভাষায় আর্টিকেল লিখে প্রতিদিন ঘরে বসে আয় করতে পারবেন।

    তবে হ্যাঁ এখানে আর্টিকেল লিখে আয় করতে চাইলে অবশ্যই যে কোন বায়ার কর্তক আপনাকে হায়ার করতে হবে। অতঃপর সে বায়ারের সাথে কন্টাক্ট অনুযায়ী আপনি কাজ করে আয় করতে পারবেন।

    আপওয়ার্ক এর পেমেন্ট মেথড হলো সরাসরি ব্যাংক ট্রান্সফার অথবা মাস্টার কার্ড।

    ২. Freelancer

    বর্তমানে জনপ্রিয় মার্কেটপ্লেস গুলোর মধ্যে freelancer.com একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম । এখানে আর্টিকেল রাইটিং সহ 37 টি ক্যাটাগরির কাজ রয়েছে। আপনি চাইলে এখানে যেকোন বায়ারের হয়ে আর্টিকেল লিখে প্রতি মাসে আয় করতে পারবেন।

    এখানে একটি আর্টিকেল এর জন্য 5 ডলার থেকে শুরু করে 50 ডলার পর্যন্ত পেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু স্কিল টেস্ট দিয়ে ভেরিফাই হতে হবে।

    এবং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ভালো রাইটার অন্যথায় আপনি মার্কেটপ্লেসগুলোতে বেশিদিন টিকে থাকতে পারবেন না।
    কেননা এসকল মার্কেটপ্লেসগুলোতে প্রচুর কম্পিটিশন। একটি কাজের জন্য প্রায় শতাধিক ফ্রিল্যান্সার অপেক্ষা করে। বুঝতেই পারছেন এখানে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই দক্ষতা সম্পন্ন ফ্রিল্যান্সার বা আর্টিকেল রাইটার হতে হবে।

    ৩. Guru
    Guru.com এটি আরো একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এখানে আর্টিকেল রাইটিং এর পাশাপাশি আরও অনেক ধরনের কাজ রয়েছে তবে আপনি যদি আর্টিকেল ভালো লিখতে পারেন তাহলে এখানে আপনার ক্যারিয়ার গড়তে পারেন।

    তবে আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট গুলোর মধ্যে এটি অন্যতম। এখানে প্রতিদিন কয়েক হাজার আর্টিকেল রাইটিং এর উপর কাজ পোস্ট করা হয়। ফ্রিল্যান্সাররা তাদের প্রয়োজন অনুসারে সেখানে বিট করে তাদের কাছে বুঝিয়ে নেই এবং কাজ করে থাকে।
    ৪. Hubstaff Talent
    এটি আরও একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে আপনি আর্টিকেল লিখে প্রতিমাসে 10 হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
    আমি আগেও বলেছি আবারো বলছি আপনি যদি আর্টিকেল লিখে আয় করতে চান সেক্ষেত্রে আপনাকে আর্টিকেল লেখার ওপর অবশ্যই দক্ষতা সম্পন্ন হতে হবে।

    দক্ষতা ছাড়া কোন কাজেই আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। তাই আপনি যে কাজই করুন না কেন আপনার দক্ষতা অর্জন করুন।
    মনে রাখবেন একজন দক্ষ ব্যক্তি একটি কাজ করে 100 ডলার ইনকাম করতে পারে এবং অদক্ষ ব্যক্তি সেই কাজটি করে 10 ডলার ইনকাম করতেও কষ্টসাধ্য হয়ে যায়।
    ৫. PeoplePerHour
    আর্টিকেল লিখে ইনকাম করার ওয়েবসাইটগুলোর মধ্যে পিপল পার আওয়ার ও একটি জনপ্রিয় ওয়েবসাইট। সময়ের সাথে তাল মিলিয়ে এবং তাদের ভাল সার্ভিসের কারনে এই ওয়েবসাইটটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

    আর্টিকেল রাইটিং ছাড়াও এই ওয়েবসাইটে আরো অনেক ধরনের কাজ রয়েছে। ফ্রিল্যান্সাররা এখানে বিভিন্ন ধরনের কাজ করে প্রতিমাসে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন।

    আপনি যদি আর্টিকেল লিখে ইনকাম করার কথা ভেবে থাকেন তাহলে peopleperhour.com ওয়েবসাইট হতে পারে আপনার ইনকাম করার একটি জনপ্রিয় উৎসব। এবং এখানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার তাদের ক্যারিয়ার করেছেন।
    ৬. iWriter
    রাইটারদের পছন্দের একটি ওয়েব সাইট হল iwriter.com। এখানে একজন কনটেন্ট রাইটার বা আর্টিকেল টিকে সাবমিট করবে এবং বিভিন্ন ক্রেতারা এসে সেখান থেকে কনটেন্ট গুলো কিনে নিয়ে যাবে। যখন আপনার আর্টিকেলটি বিক্রয় হবে তখন আপনি সে আর্টিকেল থেকে ইনকাম করতে পারবেন।

    তবে এখান থেকে বেশি টাকা আয় করার জন্য আপনার আর্টিকেল এর কোয়ালিটি খুবই ভালো হতে হবে। আপনার আর্টিকেল কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে এই ওয়েবসাইট আপনার আর্টিকেল অ্যালাউ করবে না। প্রতি 500 ওয়ার্ড আর্টিকের এর জন্য $80 ডলার পর্যন্ত আয় করতে পারেন।

    iWriter.com আপনার আর্টিকেল এর প্রতিটি ওয়ার্ডের মূল্য দিয়ে থাকে। অর্থাৎ আপনার আর্টিকেল বিক্রয় হওয়ার সাথে সাথে আপনার আর্টিকেল কত ওয়ার্ড ছিল তার ওপর নির্ভর করে আপনাকে পেমেন্ট করা হবে।

    আর্টিকেল রাইটার দের জন্য এই ওয়েবসাইটটি দিনদিন অনেক জনপ্রিয়তা লাভ করছে। এটি খুবই ট্রাস্টেড একটি ওয়েবসাইট আপনারা চাইলে এখানে কাজ করে আয় করতে পারেন।
    ৭. Textbroker
    এই ওয়েবসাইটটি 2005 সাল থেকে সেবা দিয়ে আসছে। বর্তমানে এটিও একটি ট্রাস্টেড ওয়েবসাইট যেখানে আপনি আর্টিকেল লিখে আয় করতে পারেন। এই ওয়েবসাইটে নির্মাণের পর থেকেই রাইটারদের বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে আসছেন।

    এখানে পেমেন্ট নিয়ে আপনাকে কোন টেনশন করতে হবে না। কিন্তু আপনার আর্টিকেল কোয়ালিটি সম্পন্ন না হলে এই ওয়েবসাইটে আপনার কনটেন্ট দিয়ে ইনকাম করতে পারবেন না।

    তাই পেমেন্ট এর ওপর চিন্তা না করে আপনি আপনার কনটেন্ট এর ওপর সময় দিন এবং কনটেন্ট ডেভেলপ করুন।
    ৮. WriterAccess
    WriterAccess একটি ফ্রীলান্সিং ওয়েবসাইটস। তবে এখানে অন্যান্য মার্কেটপ্লেসগুলোর মত সকল ধরনের কাজ নেই। এই ওয়েবসাইটটি শুধুমাত্র রাইটারদের ফ্রিল্যান্সিং করার জন্য জোর দিয়েছেন। অর্থাৎ যে সকল ফ্রিল্যান্সাররা আর্টিকেল রাইটিং করে অনলাইন থেকে আয় করতে আগ্রহী এ ওয়েবসাইট টা তাদের জন্য বেস্ট।

    আপনি যদি রাইডার্স থেকে আর্টিকেল লিখে আয় করতে চান তাহলে এখানে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। তারপর বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী আর্টিকেল লিখে আয় করতে হবে।

    এটি অন্যান্য মার্কেটপ্লেসগুলোর মতই কাজ করে থাকে।
    ৯. WritersLabs
    আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট গুলোর মধ্যে আরো একটি জনপ্রিয় ওয়েবসাইট WritersLabs। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ আর্টিকেল বেচাকেনা হয়।

    একজন আর্টিকেল রাইটার খুব সহজেই এই ওয়েব সাইটে তার রাইটিং ক্যারিয়ার গড়তে পারেন।

    আর্টিকেল রাইটার দের জন্য এই ওয়েবসাইটটি খুবই ভালো

    ১০. ChangeAgent
    ChangeAgent মুলত একটি গেষ্ট পোষ্ট ওয়েবসাইট। এখানে social justice issues সম্পর্কে আর্টিকেল লিখেতে হয়। তারা পরিচিতি আর্টিকেলের জন্য $50 পর্যন্ত পেয়ে করে থাকে। এবং তাদের আর্টিকেল এর সর্বনিম্ন 200 words এর হতে হবে।

    আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন পোস্ট কেমন হয়েছে।

    The post আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট [নতুনদের জন্য] appeared first on Trickbd.com.

    আপনি কি zombie game lover ?? তাহলে পোস্টটি আপনার জন্যই । নিয়ে নিন কম সাইজের মধ্যে একটি দারুন action গেম

    Posted:

    হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।

    তো, আজকে আমি এই পোষ্টে একটা চমৎকার গেম সম্পর্কে বলবো ।

    আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

    প্রথমে কিছু তথ্য জেনে নিই
    Name : mad zombies
    Type : offline
    Size : 100 mb
    Playstore rating : 4.1
    Personal rating : 4.5
    Device : Android
    গেমটির গ্রাফিক্স এক কথায় চমৎকার । চলুন কিছু স্ক্রিনশট দেখে নেওয়া যাক আপনার device টি যদি low end device ও হয় তাহলেও এই গেমটি আপনারা নিঃসন্দেহে খেলতে পারবেন । তো দেরি না করে আমার দেওয়া এই ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন । আর কোন কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানান । আর আমার এই পোস্টটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে please আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন । আর যেকোনো প্রবলেমে Facebook এ আমার সাথে contact করবেন

    The post আপনি কি zombie game lover ?? তাহলে পোস্টটি আপনার জন্যই । নিয়ে নিন কম সাইজের মধ্যে একটি দারুন action গেম appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments