Search box..

কবর জিয়ারতের দোয়া ও নিয়ম

কবর জিয়ারতের দোয়া ও নিয়ম


কবর জিয়ারতের দোয়া ও নিয়ম

Posted:

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করবো কবর জিয়ারতের দোয়া ও নিয়ম নিয়ে ইনশাআল্লাহ। আমরা জানবো, কবর কি? কবর ও মাজার এর মাধ্যে পার্থক্য কি। কবর জিয়ারতের নিয়ম ও কবর জিয়ারতের দোয়া, কবরে লাশ নামানোর নিয়ম সহ কবর রিলিটেড মোটামুটি সব কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

কবর কি? কবর কাকে বলে?

কোনো মুসলিমকে যেখানে দাফন করা হয় ওই জায়গাকে 'কবর' বলা হয়। হাদিস শরিফে আছে, 'মানুষের কবরটি হয়তো জান্নাতের একটি বাগান হবে অথবা জাহান্নামের একটি গর্ত হবে।' বাগানকে আরবিতে 'রওজা' বলা হয়। অতএব আম্বিয়ায়ে কেরাম ও সাহাবিরা যেহেতু জান্নাতি, তদ্রূপ নেককার মুমিনরাও ইনশাআল্লাহ জান্নাতে যাবেন, তাই তাঁদের সম্মানার্থে কবরকে 'রওজা'ও বলা যায়।

 

মাজার কী?

আর 'মাজার'ও একটি আরবি শব্দ। বাংলায় এর অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। এই অর্থে শরিয়ত মতে সব মুমিনের কবরই 'মাজার', কেননা সব মুমিনের কবরই জিয়ারতের স্থান এবং কবরই জিয়ারত করা হয়ে থাকে। তবে আমাদের দেশের অলি-বুজুর্গদের কবরকে 'মাজার' বলা হয়, যেহেতু সেখানে মানুষ বেশি জিয়ারত করে থাকে।

“উল্লেখ্য, শরিয়তে আম্বিয়ায়ে কেরাম (আ.), সাহাবায়ে কেরাম (রা.) ও অলি-নেককারসহ সব মুমিনের কবরেই জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার নির্দেশ রয়েছে।”

তবে সিজদা করা, সাহায্য চাওয়া ও যাবতীয় কুসংস্কারের উদ্দেশ্যে কবর, মাজার ইত্যাদিতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং কবর পাকা করা ও তার ওপর কোনো কিছু নির্মাণ করাও নিষিদ্ধ।

[সূত্র : তিরমিজি, হাদিস : ২৪৬০, বুখারি, হাদিস : ১৩৩০, মুসলিম, হাদিস : ১৯৭৭, ৯৭০, আবু দাউদ, হাদিস : ২০৪২]

কবর জিয়ারতের নিয়ম

কবর জিয়ারাত ইবাদত। পরকালের কথা স্মরণ রাখতেও কবর জিয়ারত করা জরুরি। আবার গোনাহমুক্ত জীবন গড়তেও কবর জিয়ারত গুরুত্বপূর্ণ একটি ইবাদত ও কাজ। জিয়ারতকারীকেও ক্ষমা করা হবে মর্মে ঘোষণা দিয়েছেন বিশ্বনবি।

ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করা হলেও পরে তা তুলে নেয়া হয়েছে। দেয়া হয়েছে কবর জিয়ারতের অনুমতি। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'আমি আগে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম; এখন থেকে তোমরা কবর জিয়ারত কর। কেননা তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় ৷' (ইবনে মাজাহ)

কবর জিয়ারতের দোয়া

কবরের পাশে গিয়ে দোয়া পড়া, কবরবাসীর মুক্তির জন্য দোয়া করা। নিজেদের জন্যও দোয়া করা উত্তম। কবর জিয়ারত করতে গিয়ে হাদিসে বর্ণিত এ দোয়া পড়া-

اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَ الْمُسْلِمِيْنَ وَ اِنَّا اِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُوْنَউচ্চারণ : 'আসসালামু আলাইকুম দারা ক্বাওমিম মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন।' (মুসলিম)

– দরুদ শরিফ পড়া ।

–সুরা ফাতিহা পড়া ।

– সুরা ইখলাস পড়া ।

—সূরা ফালাক পড়া ৷

—সূরা নাস পড়া ৷

– আয়াতুল কুরসি পড়া।

—সূরা ইয়াসিন পড়া

—সূরা তাকাসুর পড়া

অতঃপর মৃত ব্যক্তির রুহের মাগফেরাত তথা ক্ষমা প্রার্থনা করা।

কবর জিয়ারতের জন্য জুমআর দিন উত্তম এবং সুন্নাত। জুমআর দিন কবর জিয়ারত করলে জিয়ারতকারীর জন্যও তা ক্ষমা লাভের কারণ। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি প্রতি জুমআয় তার মা-বাবা বা তাদের একজনের কবর জিয়ারত করবে, তাকে ক্ষমা করে দেয়া হবে এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হবে।' (আল মুজামুল আউসাত)

কবরের পাশে দাঁড়িয়ে কান্না করাপ্রিয়জন তথা বাবা-মা আত্মীয়-স্বজনের কবরের পাশে গেলে মনের অজান্তে চোখে পানি চলে আসা স্বাভাবিক।

কবরের কাছে গিয়ে হাহুতাশ কিংবা মাতম করা ঠিক নয়।তা সাধারণত নারীরাই বেশি করে বিধায় নারীদের কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে।

হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর আম্মাজানের কবর জিয়ারত করতে যান। সে সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁদলেন এবং তাঁর সঙ্গীরাও কাঁদল।

তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'আমি আমার রবের কাছে, আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলে তিনি এর অনুমতি দিয়েছেন। কাজেই তোমরা কবর জিয়ারত করবে। কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়।' (আবু দাউদ)

মনে রাখতে হবে কবরের কাছে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না, শিরক কিংবা বিদাআতের পর্যায়ে চলে যায়। তাহলোঃ

⇒কোনোভাবেই কবরবাসীর কাছে কোনো কিছু কামনা করা যাবে না।

⇒কবরের মাটি ছুঁয়ে সালাম বা সেজদা করা যাবে না।

⇒এমনকি কবরে মানত বা দান-খয়রাত তথা গরু, ছাগল, হাঁস-মুরগি ডিম দেয়া যাবে না।

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারী কবর জিয়ারতকারী ও তার ওপর মসজিদ নির্মাণকারীদের এবং তাতে বাতি জ্বালানো ব্যক্তিদের অভিশাপ দিয়েছেন।' (আবু দাউদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কবর জিয়ারতে যথাযথ সতর্কতা অবলম্বন করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

মাইয়্যাতকে কবরে রাখার নিয়ম

মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কিফায়া। মাইয়্যেতের দাফন করা অনেক ছাওয়াবের কাজ। এ কাজে পারদর্শী লোক পাওয়া দুষ্কর। সংক্ষেপে মৃত ব্যক্তির দাফনের পদ্ধতি তুলে ধরা হলো-

১. কবরকে গভীর ও প্রশস্ত এবং সুন্দর করা ওয়াজিব।

২. কবরের দৈর্ঘ্য হবে মৃত ব্যক্তির উচ্চতা থেকে একটু বেশি।

৩. গভীরতা হবে মৃত ব্যক্তির দৈর্ঘ্যের অর্ধেক।

৪. কবর খননের শেষ পর্যায়ে মৃত ব্যক্তিকে রাখার মতো জায়গা ক্বিলার দিকে গর্ত করা। ইহাকে লাহাদ (বগলী) কবর বলা হয়। লাহাদ বা বগলী কবর সোজা কবরের চাইতে উত্তম।

৫. কবর খননের পর মাইয়্যেতকে কবরে রাখার সময় 'বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ' দোয়া পাঠ করা। মিল্লাতির জায়গায় 'সুন্নাতি' বললেও চলবে।

৬. মাইয়্যেতকে কবরে রেখে ডান দিকে ক্বিবলামুখী করে দেয়া সুন্নাত।

৭. যারা মৃত ব্যক্তিকে কবরে নামাবে তাদের ক্বিবলামুখী হওয়া।

৮. মহিলা হলে পর্দার সঙ্গে নামানো মুস্তাহাব। শরীর প্রকাশ হয়ে যাওয়ার আশংকা থাকলে পর্দা করা ওয়াজিব।

৯. কবরে মাথার দিক থেকে মাটি দেয়া মুস্তাহাব। দুই হাতে মাটি কবরে রাখা। মাটি রাখার সময়; প্রথম বার বলবে- মিনহা খালাক্বনাকুম; দ্বিতীয় বার বলবে- ওয়া ফিহা নুঈদুকুম; তৃতীয় বার বলবে- ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।

১০. উটের পিঠের মতো দুই দিক ঢালু করে মাঝখানে আধা হাত পরিমাণ উঁচু করা।

১১. মাটি দেয়ার পর পানি ছিটানো মুস্তাহাব।

১২. দাফন সম্পন্ন হওয়ার পর কিছুক্ষণ কবরের পাশে থেকে মৃতের জন্য দোয়া করা মুস্তাহাব।

১৩. এক কবরে একজনকেই দাফন করা উত্তম। প্রয়োজনে একাধিক দাফনও ক­রা যেতে পারে।

১৪. সমুদ্র ভ্রমণে কারো মৃত্যু হলে; সেখান থেকে স্থলভূমিতে নিয়ে আসতে দেরি হওয়ায় লাশ বিকৃত হওয়ার ভয় থাকলে, গোসল দিয়ে জানাযার পর সমুদ্রে ছেড়ে দিতে হবে। তবে স্থলভূমিতে কবরস্থ করা উত্তম।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত ব্যক্তির দাফন কাজ সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দান করুন।

 

আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন।খোদা হাফেজ।

The post কবর জিয়ারতের দোয়া ও নিয়ম appeared first on Trickbd.com.

[মাথা নষ্ট ইনকাম] রেফার করে ৫০০-১০০০ টাকা Easily ইনকাম Kucoin loot

Posted:

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।

তো আজকের পোষ্ট হচ্ছে একটি Earning পোষ্ট।
তো আজকের পোষ্টে আমি একটি Exchange এর ইনকাম করার Offer নিয়ে এসেছি যেখান থেকে আপনি Per account এ Easily 2$ ইনকাম করতে পারবেন ও সাথে সাথে টাকা পকেটে নিতে পারবেন।

শুধু ২$ নয় আপনি যত ইচ্ছা তত ইনকাম করতে পারবেন।
তো পোষ্টি ভালোভাবে পড়বেন ও আমি একটি Unlimited ভাবে ইনকাম করার জন্য একটি Unlimited Trick আপনাদের সাথে শেয়ার করব পোষ্টের শেষে।

আর একটা কথা ইনকাম করতে চাইলে আমার Telegram Channel এ Join হতে পারেন।

তো কথা না বাড়িয়ে ইনকাম কিভাবে করবেন তা বলি :

Follow The Step :

ইনকাম করার জন্য আপনাকে তাদের Exchange এর App টা Download করতে হবে।
প্রথমে Play Store এ যাবেন Then search Kucoin
Download The App

তারপর App টা Open করবেন। Open করার পর আপনাকে একটা এই Exchange এ একটা Account Create করতে হবে।
Account Create করার জন্য Profile এ কিল্ক করে Signup এ কিল্ক করবেন ও আপনার Gmail লিখবেন ও তারপর Send এ কিল্ক করবেন দেখবেন Mail এ একটা Code আসছে ওটা বসাই দেবেন।

তারপর একটা Password দেবেন ও দেখবেন Account Create করা Complete

এখন আপনি এখান থেকে ইনকাম করতে হলে দেখবেন Refferral একটা Option থাকবে ওটাতে Click করবেন।

তারপর দেখবেন আপনার 0 Star ও নিচে ওখানে আপনার Refer Link দেওয়া থাকবে। তো এখানে মূলত ইনকাম করার Process হলো Star Collect করা ও Star Exchange করে Doller এ নেওয়া।

তো Star Collect করার জন্য আপনার Refer Link Copy করবেন ও আপনার রেফার লিংক থেকে কেউ Signup করলে আপনি পাবেন 3 Star।

মানে 1 টা Refer এ 3 Star আর 15 টা রেফার 45 Points মানে Minimum 40 Star এ 2$ ইনকাম।

All Details :
Daily 10 রেফার করা যায় But তারা Daily 5 টা রেফার এর STAR ADD করে তো Daily 5টা রেফার করতে পারবেন।

মাসে 30টা রেফার করতে পারবেন।
1টা রেফারে 3 Star
এভাবে ইনকাম করার Process

এভাবে আসি কত Star এ কত ইনকাম

Star Exchange Details
Level 1 : 40 Star এ 2$
Level 2 : 100 Star এ 5$
Level 3 : 200 Star 10$
Level 4 : 400 Star 20$
আরো Level আছে আপনারা Check করে নেবেন

আপনাদের যত Star থাকবে তত ইনকাম হবে। ইনকাম এন জন্য Daily 5 টা রেফার করে 15 Star। আর Star ইনকাম এর আরো আছে রেফারকে Kyc করাতে পারলে ওটা বেজাল।

আপনি Star Exchange করতে চাইলে Box এ কিল্ক করে Exchange এ কিল্ক করবেন ও Doller টা Claim করে Doller টা Withdraw করে টাকা পকেটে নিয়ে নেবেন। Payment Proof :

Unlimited Trick পোষ্টের শেষে Video থাকবে

একটা কথা ইনকাম করতে চাইলে আমাদের Telegram Channel এ Join করতে পারেন।

Unlimited Trick + A To Z সব Video তে Live Withdrawal সব কিছু Video তে

Telegram Channel

The post [মাথা নষ্ট ইনকাম] রেফার করে ৫০০-১০০০ টাকা Easily ইনকাম Kucoin loot appeared first on Trickbd.com.

নিয়ে নিন AndroVid Pro letest ভার্সন । প্লে স্টোরে যার মূল্য ১৫০০ টাকা।

Posted:

আসসালামু আলাইকুম,

আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি AndroVid এর pro ভার্শন একদম ফ্রী তে এবং লেটেস্ট ডাউনলোড করবেন । প্লে স্টোর থেকে যদি আপনি এটা কিনতে চান তাহলে আপনার লাগবে পনেরশত টাকা । কিন্তু আজকে এই পোষ্টটির মাধ্যমে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এবং এটির সর্বশেষ সংস্করণটি নিতে পারবেন । দেরি না করে পোস্টটি আরম্ভ করা যাক ।

Premium/Pro features :

🚫 No ads. You will not get any kind of ads from it.

🚫 No limitations. You can use all features.

🚫 No AndroVid watermark in videos. You will not get any kind of watermark in edited video.

🚫 More filters/ effects. You will get the paid effects.

😀 Add your custom watermark. You can place your watermark there.

😀 Full access to online asset store. You can use any paid asset.

যা যা লাগবে :

১ ইন্টারনেট কানেকশন

২ একটি ব্রাউজার

তো ব্রাউজার এ গিয়ে লিখবেন AndroVid Pro mod APK download এটা লিখে সার্চ করবেন ।

এখানে সবার উপরে যে রেজাল্ট আসবে সেটাতে চলে যাবেন । ওয়েবসাইটের নাম apkshub

এরপর এখানে দেখবেন ডাউনলোডের অপশন আছে । এই অ্যাপটির সাইজ হলো 31 mb . Download APK[4.1.6.2]

এটাতে ক্লিক করুন ।

এরপর এখানে দেখবেন যে একটা লেখা আছে Start Download.

এরপর এখানে ভেরিফাই করে নেবেন । এবং ডাউনলোড করে নেবেন ।

এরপর এখানে অপশন পাবেন APKs . সেটাতে ক্লিক করবেন । তারপর দেখবেন যে লেখা আছে AndroVid Pro. সেটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন।

 

আশা করি পোস্টটি বুঝতে পেরেছেন পোস্টটি পড়ে কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানান ।

ভিডিও টিউটোরিয়াল 👇👇👇👇👇👇

আমার চ্যানেলে পাবেন আপনি এরকমই অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিকস । তো আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করতে পারেন ।

YouTube Channel

FACEBOOK PAGE

আমার আরো পোস্ট পড়তে ক্লিক

The post নিয়ে নিন AndroVid Pro letest ভার্সন । প্লে স্টোরে যার মূল্য ১৫০০ টাকা। appeared first on Trickbd.com.

নতুন বছরে নিয়ে নিন ফ্রি তে প্রিমিয়াম হোস্টিং । ১ বছরের হোস্টিংয়ে ৬০% ডিস্কাউন্ট । ফ্রি ডোমেইন

Posted:

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন বছরে সবার সুস্থতা কামনা করে আপনাদেরকে একটি দারুন সংবাদ দিতে চাই।

৩০ দিনের জন্য ফ্রি সহ ৬০% ডিসকাউন্টে ওয়েব হোস্টিং অফার দিচ্ছে Hosterplan। আপনারা যারা হোস্টিং অফার খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে দারুণ সুখবর।

হোস্টারপ্লান তাদের DirectAdmin hosting এর বাৎসরিক পেমেন্টের ক্ষেত্রে দিচ্ছে ৬০% ডিসকাউন্ট প্রত্যকটি প্যাকেজে।
তাছাড়া আপনি যদি টেস্ট করতে চান তাহলে প্রথম ৩০ দিনের জন্য একদম ফ্রীতে নিতে পারেন। ৩০ দিন ফ্রি নিতে কোনো কুপন কোড লাগবেনা। কিন্ত আপনাকে Hosterplan এর নতুন গ্রাহক হতে হবে। অর্থাৎ আগে কোনো সার্ভিস ব্যবহার করলে পাবেননা ৩০ দিন ফ্রী। আপনি এই লিংকে গিয়ে Try 30 Days Free তে ক্লিক করে আপনার পুরোনো ডোমেইন দিয়ে অর্ডার করতে পারবেন।

আর বাৎসরিক ৬০% ডিসকাউন্ট নিতে চাইলে Try 30 Days Free তে ক্লিক করার পর বিলিং সাইকেল এ্যানুয়াল সিলেক্ট করুন আর কুপন কোড ব্যাবহার করুন এটিঃ NEWYEARDA

আরও জানতে নিচের স্ক্রিনশট দেখুন।

এছাড়া সিঙ্গাপুর লোকেশনের হোস্টিং এ পাচ্ছেন ৬০% ডিসকাউন্ট ১ বছরের জন্য অর্ডার করলে। কুপনঃ NEWYEARSG
অর্ডার লিংকঃ Click Here

স্ক্রিনশটে আরও দেখানো হলো

সিপ্যানেল হোস্টিং এ ৫০% ডিসকাউন্ট নিতে এই কুপন কোড ব্যবহার করুনঃ NEWYEARCP

অর্ডার লিংকঃ Click Here

এছাড়া যারা বিগিনার তাদের জন্য আছে Hosterplan এর স্পেশাল প্যাকেজ। মাত্র ৩৬০ টাকা (১ বছর) থেকে শুরু এই হোস্টিং প্যাকেজ গুলো। সাথে ফ্রিতে ডোমেইন ও পাচ্ছেন।এই অফারে কোনো কুপনের দরকার নেই।
# অর্ডার করতে এবং বিস্তারিত জানতে এখানে যান

এমন অফার আর কোথাও পাবেননা। তাই সময় থাকতে এখনই লুফে নিন আপনার পছন্দের প্যাকেজ গুলো।

হোস্টারপ্লান থেকেই কেনো নিবো হোস্টিং?

হোস্টারপ্লান ২০২১ এর Top 10 Shared Hosting এ্যাওয়ার্ডপ্রাপ্ত Hostadvice থেকে। এছাড়া HostingSeekers এর Top 10 Web Hosting Companies এ্যাওয়ার্ড পেয়েছে। তাদের ইউজার রিভিউ পজিটিভ। ইউজাররা স্যাটিসফাইড তাদের সার্ভিস এবং সাপোর্টে।

নেমচিপ হোস্টিং ভালো নাকি হোস্টারপ্লান?

আমি হোস্টার প্লানের DirectAdmin এবং Singapore হোস্টিংয়ের সাথে কম্পায়ার করেছিলাম Namecheap এর হোস্টিংয়ের। একই কন্টেন্ট সহ একই ওয়েবসাইটের গুগল পেজ স্পিড নেমচিপ হোস্টিং এ কম আসে।হোস্টারপ্লানের হোস্টিং এ হোস্ট করলে যেখানে ডেক্সটপ ৯৮ এবং মোবাইলে ৮৬ সেখানে নেমচিপেট হোস্টিংয়ে হোস্ট করলে নেমে আসে ডেক্সটপ ৮৪ এবং মোবাইল ৬৭।

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য বাজেটের মধ্যে কোন হোস্টিং টা ভালো হবে?

আপনি DirectAdmin হোস্টিং দিয়ে খুব সহজেই ওয়ার্ডপ্রেস সাইটের কাজ করতে পারবেন। কারন হোস্টিং স্পিড যথেষ্ট ফাস্ট এবং Softaculous ইন্সটলার দিয়ে এক ক্লিকে ইন্সটল করার সুবিধা আছে। আর বাদ বাকি যেসব প্রয়োজন একটি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য তার সবই আছে DirectAdmin hosting এ। জানিয়ে রাখি, এই হোস্টিং এর সার্ভার লোকেশন London, UK.

_______________________

সব অফারের বিস্তারিত একসাথে এখানে দেখুন Domain Hosting Offer 2022

যেকোনো সমস্যায় কমেন্ট করুন। সমাধান দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আপনি Hosterplan এর সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করেও সহজেই সমস্যার সমাধান পাবেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।

The post নতুন বছরে নিয়ে নিন ফ্রি তে প্রিমিয়াম হোস্টিং । ১ বছরের হোস্টিংয়ে ৬০% ডিস্কাউন্ট । ফ্রি ডোমেইন appeared first on Trickbd.com.

২০২২ সালের একাদশে ভর্তির আবেদন নীতিমালা দেখে নিন বিস্তারিত পোস্ট.!!

Posted:

২০২১-২২ শিক্ষাবর্ষে কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির ৮ জানুয়ারি শুরু হবে। এবারো অনলাইনে ভর্তির জন্য আবেদন ও মেধা তালিকা প্রকাশ করা হবে। তিন ধাপে একাদশে ভর্তির অনলাইন আবেদন নেওয়া হবে। আর ২ মার্চ থেকে একাদশের ক্লাস শুরু হবে।

শুধু অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এ টাকা নিয়ে সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির আবেদন করা যাবে। আর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিয়ন ফি ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০১৫ খ্রিষ্টাব্দ থেকে ঢাকা বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে দেশের সব সরকারি-বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। যারা পুনঃনিরীক্ষার আবেদন করবে তাদেরও এ সময়ের মধ্যে আবেদন করতে হবে। পুন:নিরীতবষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে ২২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি। ২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। আর ২৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।

১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি।
১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর ২ মার্চ থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post ২০২২ সালের একাদশে ভর্তির আবেদন নীতিমালা দেখে নিন বিস্তারিত পোস্ট.!! appeared first on Trickbd.com.

Mini militia hack version 2022

Posted:

আসসালামুআলাইকুম

আপনারা সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন, আর ভালো না তাহলে প্রতিনিয়ত ট্রিকবিডি ভিজিট করুন , শরীর ভালো না হলেও মন ভালো হয়ে যাবে।

তাহলে বন্ধুরা আজকে আমি আপনার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিনি মিলিশিয়া হ্যাক ভার্সন।

ট্রিকবিডিতে অনেক কয়েকদিন থেকে কোন গেম বা অ্যাপ হ্যাক ভার্সন নিয়ে কোন পোস্ট করা হচ্ছে না। তাই আমি মিনি মিলিশিয়া গেম তার একটা হ্যাক ভার্সন নিয়ে এলাম।

অনেক কথা হয়ে গেল, তাহলে চলুন এবার মূল পোস্টের দিকে এগোনোর যাক।।

এখানে আর একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন যে হ্যাক ব্যবহার করতে চান তখন সেটা অন করে দিলেই হবে। অনেকটা ফ্রী ফায়ার হ্যাক এর মত।

যারা এরকম ফ্রী ফায়ার হ্যাক চান তারা কমেন্ট করুন আমি নিয়ে আসবো

Mini militia mod menu

Unlimited Health

Unlimited Boost

No Reload

Unlimited Ammo + Bomb

Magic Bomb

GRENADE

Red Color Gas

Walking speed

Friends

Wall Hack

Fast punch

Instant Health Fill

আরো অনেক কিছু।।

এই একটা ব্যবহার করতে কোন রুটের প্রয়োজন হবে না। শুধুমাত্র ডাউনলোড করে ইন্সটল করলেই হয়ে যাবে। চলুন দেখা যাক এখন কিভাবে ডাউনলোড করবেন।

ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। Click here

তারপর com-mod-mini-milita লিখে সার্চ দিন। তারপর ডাউনলোড করে নিন।

অথবা আপনাদের বোঝার জন্য ডিরেক্ট লিংক দিলাম

ডাউনলোড করতে না পারলে, অথবা যে কোন প্রয়োজনে, আমাকে ফেসবুকে মেসেজ দিন দিন।

Link:https://www.facebook.com/ultimatix55annihilation/

 

 

 

 

 

 

 

 

The post Mini militia hack version 2022 appeared first on Trickbd.com.

এখুনি দেখে নিন অক্ষয়ের Airlift মুভিটি সাথে আমার দেওয়া রিভিউ [না দেখলে পস্তাবেন]

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সকলেই ভালো আছেন।তো আজ আমি আপনাদের কাছে নিয়ে এলাম অক্ষয়ের সেরা মুভি…যেটা দেখলে আপনি এক সেকেন্ড ও মিস করতে পারবেন না….তাহলে কথা না বাড়িয়ে মুভিটির রিভিয় দেওয়া যাক…সাথে ডাউনলোড লিংক ও পাবেন।

Movie Name : Airlift
IDMB : 8/10
language; Hindi
Directed by : Raja Krishna Menon
Starring : Akshay Kumar and Nimrat Kaur…
Budget ; ₹ 300 million
Box office ; est. ₹ 251 crore

যুদ্ধ, ছোট্ট একটি শব্দ, কিন্তু প্রভাব বিস্তর। ক্ষমতাশালীদের কাছে এটি আরো ক্ষমতা পাবার হাতিয়ার, সাধারণের কাছে এটা শুধুই এক বিভীষিকা।
যখনই যেখানে যে ইস্যু নিয়েই যুদ্ধ বাধুক না কেন, মানবতা সেখানে বিপন্ন হবেই। বাঘে সিংহের লড়াইয়ের মধ্যে নলখাগড়া যেমন নিতান্তই উৎসর্গীত হয়,ঠিক তেমন যে কোনো যুদ্ধেই অকাতরে বলী হয় সাধারণ মানুষ। আর সেই রক্তের হোলিখেলায় গোসল করে বিত্তশালী হয়ে ওঠে আরো বিত্তবান, ক্ষমতাবানেরা হয়ে ওঠে দৌর্দন্ডপ্রতাপশালী।

এরই মধ্যেই কখনো কখনো আত্মপ্রকাশ ঘটে কোনো ছাইচাপা আগুনের। এসব সাধারন লোকের ভেতর থেকেই জন্ম নেয় মহান কোনো ব্যক্তিত্ব, যার হাত ধরেই মানবতা পেরিয়ে যায় যুদ্ধের উত্তাল সাগর। এক যুদ্ধ শেষ হয়ে হয়ত আরেকযুদ্ধ শেষ হয়, আর তার সাথেই তাল মিলিয়ে চলে এসব অগ্নিপুরুষের মহাযাত্রা।

 

এমনই একজন মানুষের গল্প "এয়ারলিফট"। রঞ্জিত একজন সফল ব্যবসায়ী, বউ মেয়ে নিয়ে বেশ সচ্ছলভাবেই বাস করে কুয়েতে। নিজেকে একজন ইন্ডিয়ানের চেয়ে বেশী কুয়েতী মনে করে সে। কিন্তু তার এই সুখের সময়ে বাধ সাধে কুয়েত-ইরাক যুদ্ধ। ইরাক তার সামরিক শক্তি দিয়ে কুয়েত দখল করে সেখানে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। এই প্রথম রঞ্জিত বুঝতে পারে দেশের মাটি ছেড়ে বিদেশে পরবাসী হয়ে থাকার ফল।

নিজের পরিবার নিয়ে কুয়েত ছাড়ার জন্যে উন্মুখ হয়ে ওঠে সে। অনেক চেষ্টার পর সুযোগও পেয়ে যায় সে। কিন্তু এমন সময়ে তার মনে জেগে ওঠে দেশাত্ববোধ, মানবতাবোধের চেতনা। কুয়েতে বসবাসরত এক লক্ষ সত্তর হাজার অসহায় ভারতীয়কে এই জলন্ত নরকে ফেলে রেখে যেতে তার মন সায় দেয় না। সে একত্র করে সব ভারতীয়দের। সাদ্দামের দখলদার বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে তার সামনে একটিই মাত্র লক্ষ্য দাঁড়ায়, তা হল, এই ১ লক্ষ ৭০ হাজার ভারতীয়ের নিরাপত্তা নিশ্চিত করা।
সে কি পারবে একাই এত মানুষের মুখে হাসি ফোটাতে?

বলিউডে অক্ষয় কুমার আমার বেশ প্রিয় অভিনেতা। তথাকথিত ৩০০ কোটি-৪০০ কোটি ক্লাবের সুপারহিট সিনেমা করার চেয়ে সে অনেক ভাল মানের সিনেমা স্থিতি বজায় রেখেই করে বলে আমার অভিমত।

অক্ষয় একটু বেশি সংখ্যক মুভি করে এবং তার বেশিরভাগই বাজে, এই হলো তার হেটারদের ভাষ্য। আমিও একমত, তবে পার্থক্য হচ্ছে আপনি কোন দৃষ্টিকোণ থেকে মুভিটাকে বাজে বলবেন?
কমেডিতে অক্ষয় পরীক্ষিত সুপারহিট অভিনেতা, সেই সাথে সে যে সিরিয়াস রোলেও দুর্দান্ত অভিনয় করতে পারে তা গত কয়েক বছরের মুভিগুলোই জ্বলন্ত সাক্ষী।

স্পেশাল ছাব্বিশ, হলিডে, বেবি, গাব্বার এর মত প্রতিবছরই সে একটি করে মুভিতে নিজের অভিনয়স্বত্তাকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। যেন তারই ধারাবাহিকতায় এবছরের মুভি এয়ারলিফট।
বলিউডে রিয়েলিস্টিক মুভির জগতে অক্ষয় এখন এক সেনসেশনই বলা যায়।

এক কুয়েতী ব্যাবসায়ি থেকে দেশপ্রেমিক অগ্নিপুরুষ ভারতীয় বনে যাবার এই যাত্রায় সে তার বডি ল্যাঙ্গুয়েজ , অভিব্যক্তি, ডায়ালগ ডেলিভারি সব দিক দিয়েই আমাকে সন্তুষ্ট করেছে।
আমাকে যদি এখন বলিউডের সেরা তিন সিরিয়াস রোলের অভিনেতা বাছাই করতে বলা হয়, আমি অনায়াসেই ইরফান খান, নওয়াজ সিদ্দিকীর সাথে অক্ষয়ের নামটাও যোগ করব।

অক্ষয়ের সহভিনেত্রী হিসেবে আছেন নিমরাত কৌর। এনাকে এর আগে লাঞ্চবক্সে দেখেছিলাম, ছিমছাম সাবলীল অভিনয়ের জন্য তখনই তাকে খুব ভাল লেগে যায়। অক্ষয়প্রধান এই মুভিতে তার ভুমিকা খুব বেশী না হলেও তার উপর অর্পিত কাজটুকু তিনি ভালভাবে করেছেন।
বিশেষ করে মুভির একপর্যায়ে টানা কয়েকমিনিটের ডায়ালগ ডেলিভারিতে সে বেশ ভাল করেছে।

এর আগে পরিচালক হিসেবে রাজা মেননের তেমন বিশেষ কোনো মুভি না থাকলেও এই মুভিতে তিনি কোনো অদক্ষতার ছাপ রাখেন নি। ইরাকী বাহিনী কতৃক কুয়েত দখল, তাদের ধংসলীলা, মানবতা লংঘন এসবই বেশ পাকা হাতে সেলুলয়েডে তুলে ধরেছেন তিনি।
তবে নিরাজ পান্ডের মত ক্যামেরা সেটাপ করে শটগুলো নিলে আরেকটু বেশি থ্রিল বোধ করতাম। ব্যাকগ্রাউন্ড স্কোর অবশ্য বেশ ভাল ছিল।

মুভির গানগুলোর মধ্যে "SOCH NA SAKE" গানটা মুভি চলাকালীন সময়ে দারুন লেগেছিল। অন্যান্য গানগুলোও মুভির সেটাপের সাথে মানিয়ে গিয়েছে। অরিজিৎ যা গায় তাই ভালো লাগে ।

*** স্পয়লার *** মুভিটা নির্মিত হয়েছে ১৯৯০ সালের কুয়েত-ইরাক যুদ্ধকালীন সময়ে কুয়েতে বসবাসকারী ভারতীয়দের বাস্তব অভিজ্ঞতা নিয়ে। তখন ম্যাথুনী ম্যাথুস আর বেদী নামে দুজন ব্যাক্তির সাহসী পদক্ষেপের ফলে ১৭০০০০ ভারতীয় সফলভাবে দেশে ফিরতে পারে।
এই ঘটনা গিনেস রেকর্ড বুকে সবচেয়ে বড় শরনার্থীযাত্রা হিসেবে অন্তর্ভুক্ত করা আছে। মুভিতে অবশ্য স্টোরিতে বেশ এদিক সেদিক করা হছে যা পুরোপুরি গ্রহনযোগ্য ***

সিরিয়াস থ্রিলার মুভিগুলো নির্মাণে দিন দিন ভারতীয় পরিচালকদের হাত পাকা হয়ে উঠছে। সামনের মাসে আরেকটি বাস্তবঘটনা অবলম্বনে নির্মিত মুভি "নির্জা" আসবে, সেটার অপেক্ষায় থাকলাম।
যারা ড্রামা বেইসড থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি হলো, "এয়ালিফট", দেরি না করে গরম গরম দেখে ফেলুন।

Download Link/watch link ⬇
YouTube এ মুভিটি দেখুন

The post এখুনি দেখে নিন অক্ষয়ের Airlift মুভিটি সাথে আমার দেওয়া রিভিউ [না দেখলে পস্তাবেন] appeared first on Trickbd.com.

এখুনি দেখে নিন Assassination মুভিটি – এক দেশপ্রেমিক গেরিলা দলের অভিযান [সাথে আমার দেওয়া রিভিউ]

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ তা"লার দয়ায় ভালো আছেন। আমি ও ভালো আছি। আপনাদের কাছে আজ নিয়ে আসলাম এমন একটা কোরিয়ান মুভি যেটা আপনাকে অনেক আনন্দ আর মজা দিবে।তো শুরু করা যাক।

যে কোনো দেশের স্বাধীনতা যুদ্ধের মুভিই দেখতে বেশ উপভোগ্য লাগে। বিনোদনের পাশাপাশি আলাদা এক ধরণের অনুপ্রেরণা পাওয়া যায় এসব মুভি থেকে।
দেশপ্রেমের পালেও কিছুটা হাওয়া লাগে এধরনের মুভি দেখার সময়। এমনি দেশাত্ববোধ জাগানিয়া একটি মুভি হচ্ছে The Assassination

Movie : Assassination (2015)
Genre : Drama, History, ঠ্রিল্লের
Language : Korean + bsub
IMDB : 7.2
Personal rating : 9.0

বেশ কিছুদিন ধরেই জুন জি-হায়ুনের মুভিটির প্রতিক্ষায় ছিলাম। কোরিয়ান মুভি জগতে আমার কাছে সবচেয়ে প্রিয় ও কিউট নায়িকা হচ্ছেন জুন।

তার পাশাপাশি মুভিতে রয়েছেন Lee Jung-jae ,Ha Jung-woo এর মত তারকা। এমন মুভি কি না দেখে থাকা যায়?
মুভির প্রেক্ষাপট সাজানো হয়েছে ১৯৩৩ সালে জাপান কতৃক অধিকৃত কোরিয়া ও চীনে। জাপানী আর্মী তখন কোরিয়ান বিদ্রোহীদের চীনে নির্বাসিত করে। কিন্তু এর মধ্যেও তাদের দমানো যায় না।
বিদ্রোহীরা খবর পায় যে, জাপানের উচ্চপদস্থ এক জেনারেল একটি নির্দিষ্ট স্থান দিয়ে নির্দিষ্ট দিনে ভ্রমণ করবেন। এ খবর পেয়ে তারা এক গুপ্ত হামলার পরিকল্পনা করে।


এই হামলার নেতৃত্ব দেয়া হয় দক্ষ স্নাইপার আন ওক-ইউনকে। সাথে থাকে আর দুজন বিদ্রোহী। শুরু হয় তাদের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা। এদিকে তাদের হত্যা করতে পিছু নেয় আরেক পেশাদার খুনী হাউয়াই পিস্তল ও তার সহযোগী।
বিদ্রোহীরা কি অভিযানে সফল হবে? নাকি তাদের সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো চ্যালেঞ্জ?

ইতিহাস ভিত্তিক মুভি দেখতে বসলে বোর হবার একটা ভয় কাজ করে, স্কুল জীবনে বোরিং লাগার কারনেই ইতিহাস ক্লাস পালাইতাম
কিন্তু এ মুভিটা আমায় মোটেই বোর হবার সময় দেয় নি। একটা ঘটনার লেজ ধরে পরের ঘটনা এমনভাবে চলে আসছিল যে স্ক্রিন থেকে চোখ সরাতে ইচ্ছাই করছিল না।

মুভির কলাকুশলী সবাই তাদের সেরা পারফর্মেন্স দিয়েছেন, মুভির প্রাণ ভোমরা জুন জি-হায়ুন বরাবরের মতই তার চরিত্রকে দারুনভাবে ফুটিয়ে তুলেছেন, দক্ষ স্নাইপারের চরিত্র ছাড়াও আরেকরুপে তাকে মুভিতে পাবেন যা "My Love From Another Star" এর চেন সং-ই এর কথাই মনে করিয়ে দেবে

মুভির অন্যতম বৈচিত্রময় চরিত্রে আছে লি জুং-জ্যাই, জুং -উয়ো ও তার চরিত্রে সাবলিল অভিনয় করেছেন।

মুভির কারিগরী দিকটা বেশ ভালভাবেই সামলেছেন পরিচালক, শুরু থেকে থ্রিলার ভাব রেখে শেষে গিয়ে একশনের ছোয়া দারুন উপভোগ্য লেগেছে।

ওহ দাল-সু এর কথা না বললেই নয়, এই লোকটা সাপোর্টিং রোলে থাকা মানেই নির্মন বিনোদনের ঝুড়ি। সিরিয়াস সব মুহুর্তে মুখে হাসি এনে দেন এই লোক তার মজার সব ডায়লগ ডেলিভারি আর এক্সপ্রেশন দিয়ে।
এ মুভিতেও তিনি বেশ ইন্টারেস্টিং রোলে আছেন এবং হাসিয়েছেন প্রচুর।

 

তো সময় করে দেখতে বসে যান, ছোট্ট এক কোরিয়ান এসাসিনেশন দলের দুর্গম অভিযানযাত্রা।

DOWNLOAD LINK: Google Drive Download Link
BSUB: বাংলা সাবটাইটেল

আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।খোদা হাফেজ।

 

The post এখুনি দেখে নিন Assassination মুভিটি – এক দেশপ্রেমিক গেরিলা দলের অভিযান [সাথে আমার দেওয়া রিভিউ] appeared first on Trickbd.com.

ফাইবার মার্কেটপ্লেস বিস্তারিত নতুনদের জন্য

Posted:

বর্তমানে অনলাইনে ফ্রিল্যান্সারদের জন্য অত্যন্ত আকর্ষণীয় কাজের স্থান হচ্ছে Fiverr Marketplace । ফাইবার মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিস অফারের মাধ্যমে পোস্ট করেন, যাকে গিগ বলা হয়ে থাকে । এইসকল গিগ সর্বনিম্ন পাঁচ ডলার থেকে শুরু করে ২০০ ডলার পর্যন্ত Sale হয় । ফাইবারে আগেই ফ্রিল্যান্সাররা গিগ বানিয়ে রাখেন এবং ক্লায়েন্ট/বায়াররা তাদের প্রয়োজন অনুযায়ী সেই গিগ কিনে থাকেন ।

ফাইবারে মূলত সব ধরনের কাজ পাওয়া যায় । আপনি যেকোনো একটি সেক্টরে কাজ শিখেই এখানে কাজ করতে পারবেন । যারা মার্কেটপ্লেসে একেবারে নতুন তাদের জন্য কাজ পেতে একটু কষ্টসাধ্য হলেও ধৈর্য নিয়ে থাকতে পারলে তারাও সফল হতে পারবেন ।

ফাইবারে যে কাজ গুলোর চাহিদা বেশি

Online Marketing, Video and Animation Creating, Professional Article Writing, Image Sketch, Digital Marketing, Logo Design, Web Development, Programming, Graphics Design ইত্যাদি ।

ফাইবারে ফ্রিল্যান্সারদের Profile তৈরি

ফাইবারে Profile তৈরি করতে হলে সেখানে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে । একাউন্ট খোলার জন্য একটি Email এ্যাড্রেস লাগবে । একাউন্ট নিশ্চিত করার জন্য Email verification করতে হয় । অ্যাকাউন্ট করার সময় Sign up ফর্মে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয় । একাউন্ট নিশ্চিত হয়ে গেলে Profileটি সুন্দরভাবে তৈরি করতে হয় । আপনি যে বিষয়ে দক্ষ, সেই বিষয়ের ওপর ১৫০-৩০০ শব্দের মধ্যে একটি বিবরণ লিখতে হয় ।

এরপর আপনি ক্লায়েন্ট/বায়ারের সাথে যে ভাষায় কথা বলবেন অথবা যোগাযোগ করবেন সেই Language সিলেক্ট করে দিতে পারবেন । ইউজার Profile কমপ্লিট হয়ে গেলে সার্ভিস গিগ তৈরী করতে হয় । গিগ তৈরীর জন্য অন্যের গিগ গুলো দেখে আইডিয়া নেওয়া যেতে পারে কিন্তু কপি করা চলবে না । এতে আপনি Copyright claim-এর আওতায় পড়তে পারেন । অন্যের গিগ গুলোর বর্ণনা দেখলে আপনি অনেক কিছুর সম্পর্কে ধারনা পাবেন ।

নতুনদের ফাইবারে আকর্ষণীয় গিগ তৈরীর টিপস

গিগ হলো অফার কৃত বিশেষ একটি সার্ভিস । প্রথম অবস্থায় একটা গিগ  বায়ার/ক্লায়েন্টের কাছে ৫ ডলারে Sale করা যায় । গিগটি তৈরীর সময় যে শর্ত সেই অনুসারে বায়ার/ক্লায়েন্টের কাজ সম্পন্ন করতে হবে । গিগগুলোকে আকর্ষণীয় করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে, কেননা গিগ আকর্ষণীয় করতে পারলে আপনার চাহিদা বেশি হবে । নিম্নে গিগ  আকর্ষণীয় করে তোলার জন্য প্রয়োজনীয় কিছু বিষয়াবলী আলোচনা করা হলো…………

গিগ Title

সুন্দর একটি গিগ Title থাকলে আপনার অফারটি ক্লায়েন্ট/বায়ারদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে । কোন ধরনের সার্ভিস দেওয়া হবে তা উল্লেখ করা হয় গিগ Title দ্বারা । সে কারণেই গিগের টাইটেলটি আকর্ষণীয় করার চেষ্টা করুন । যাতে যে কেউ Title-টা দেখলেই ভেতরে গিয়ে পড়তে আগ্রহী হবেন । টাইটেলে অবশ্যই সার্চের সম্ভাব্য Keyword ব্যবহার করুন । গিগ Title-এ একই শব্দ একাধিকবার ব্যবহার করা যাবে না ।

Category নির্বাচন

গিগের এর উপর ভিত্তি করে Category নির্বাচন করতে হবে । Category অবশ্যই গিগ-এর সাথে মিল থাকতে হবে । ক্যাটাগরি দেওয়া হলে Sub-Category নির্বাচন করতে হবে ।

গিগ Gallery

গিগ Gallery-তে সার্ভিস সম্পর্কিত Image upload করতে হবে । Image ব্যবহারের ক্ষেত্রে নতুন কাউকে হঠাৎ করে দৃষ্টি আকর্ষণ করা যায়, এমন কিছু Image ব্যবহার করা যেতে পারে । একটি কার্যকর Image হাজার বাক্যের থেকেও উত্তম । Image Size ৫ মেগাবাইট এর মধ্যে হতে হবে । গিগ Gallery-তে সর্বনিম্ন একটি এবং সর্বোচ্চ তিনটি Image ব্যবহার করা যাবে । ছবি গুলোর সাইজ প্রস্থ ৬৮২ Pixels এবং উচ্চতা ৪৫৯ Pixels হতে হবে । সুতরাং অফারের সাথে যে Image যুক্ত করবেন সেটি অবশ্যই গুরুত্বের সাথে বাছাই করুন ।

গিগ Description

গিগ Description-এ সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য লিখতে হবে । যাতে একজন ক্লায়েন্ট/ফায়ার Description পড়েই সার্ভিস সম্পর্কে যথাযথ ধারণা পান এবং আকৃষ্ট হন । সার্ভিসের Description তারাই পড়বেন, যারা আপনার গিগ টাইটেল এবং ছবি দেখে আগ্রহী হওয়ার পর আরো বিস্তারিত জানতে ক্লিক করবেন । সুতারাং Description-টি এমনভাবে লিখতে হবে যেন এটি পড়লে ক্লায়েন্ট/বায়ার সার্ভিসটি কেনার জন্য Order করেন । উপস্থাপনা যত ভালো হবে গিগ Sale হওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাবে ।

Tag-এর ব্যবহার

সার্ভিস সম্পর্কিত Keyword Tag ব্যবহার করতে হবে । গিগ যে ধরনের কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, সেই ধরনের কাজের ওপর পাঁচটি Keyword নির্ধারণ করতে হবে এবং সর্বনিম্ন তিনটি Keyword ব্যবহার করতে হবে । Keyword রিসার্চ করে Tag ব্যবহার করা অত্যান্ত ভালো । এর ফলে ক্লায়েন্ট/বায়ার গিগটি সহজে খুঁজে পাবেন এবং Order পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে ।

কাজ Delivery duration

যে সার্ভিসের ওপর ভিত্তি করে গিগ তৈরি করা হয়েছে প্রথমে চিন্তা করতে হবে যে এই সার্ভিসটি সম্পন্ন করতে কি পরিমাণ সময় লাগবে অথবা অন্যেরা একই সার্ভিস কতটুকু সময়ের মধ্যে Delivery দিচ্ছেন । Duration ১ থেকে ২৯ দিন পর্যন্ত দেওয়া যায় । ফাইবারে সাধারণত ১ থেকে ২ দিন Duration অথবা কাজের ধরন অনুযায়ী Duration দেওয়া হয় ।

ক্লায়েন্ট/বায়ারের প্রতি নির্দেশনা-FAQ

ক্লায়েন্ট/বায়ার আপনার সার্ভিসটি নিতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে– FAQ অপশনে সে বিষয়গুলো উল্লেখ করতে হবে । এখানে কাজ করার জন্য ক্লায়েন্ট/বায়ারের কাছ থেকে কি কি দরকার হবে তা উল্লেখ করতে হবে । যেমন- Images, usernames, passwords, content ইত্যাদি । বায়ারের কাছ থেকে সেলারের চাহিদা উল্লেখ করে দিতে হবে যাতে Delivery দেওয়ার সময় পরবর্তী সময়ে কোন ধরনের সমস্যায় পড়তে না হয় অর্থাৎ Service টি নিতে হলে ক্লায়েন্ট/বায়ারের এই তথ্যগুলো প্রয়োজন ।

গিগ ভিডিও

গিগ ভিডিও যুক্ত করলে সেটি Sale হওয়ার সম্ভাবনা অনেক গুন বেড়ে যায় । ভিডিও অবশ্যই গিগ এর উপর ভিত্তি করে বানাতে হবে এবং অবশ্যই এক মিনিট অথবা তার কম সময়ের মধ্যে হতে হবে । একই ভিডিও একাধিক গিগে ব্যবহার করা যায় । তাহলে গিগ Sale-এর সম্ভাবনা অনেক গুন বেড়ে যাবে । গিগে ভিডিও সংযুক্ত করার ২৪ ঘন্টার মধ্যে সেটি প্রদর্শিত হয়ে থাকে । ভিডিও আপনি পরিবর্তন করতে পারবেন । তবে পরপর তিনবার ভিডিও গিগ রিজেক্ট হলে আর কখনোই গিগে ভিডিও যুক্ত করা যাবে না ।

ফাইবারে গিগ Sale বৃদ্ধির উপায়

ফাইবারে একটি Topics এর উপর হাজার হাজার গিগ রয়েছে । এ কারণে ফাইবারে আপনার গিগটি খুঁজে পাওয়া সহজ হবে না । কোন ক্লায়েন্ট/বায়ার ফাইবারে এসে তার প্রয়োজনীয় কোন Service-এর জন্য সার্চ করেন, তখন যে গিগ গুলো সার্চের প্রথম দিকে থাকে, সেখান থেকে ক্লায়েন্ট/বায়ার তার Service টি নিয়ে থাকেন ।

যেসব গিগে Review বেশি থাকে এবং যে সকল গিগে ভিজিটর বেশি ঢুকেছে, সেগুলোকেই সার্চের প্রথম দিকে দেখা যায় । এক্ষেত্রে গিগটিকে কিছুটা Optimize করলে সফলতা পাওয়া যাবে ।

গিগ কিভাবে Optimize করবেন

১। ৬০-৮০ ওয়ার্ডের মধ্যে গিগ Title লিখতে হবে ।

২। টাইটেলে মূল Keyword প্রথমে রাখতে হবে ।

৩। মূল কিওয়ার্ডটি গিগ Description-এ সর্বনিম্ন তিনবার থাকলে ভালো হয় ।

৪। ট্যাগ লেখার সময় Long tail keywords ব্যবহার করার চেষ্টা করুন ।

৫। গিগ ভিডিও যোগ করলে এটি Sale হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় ।

গিগটিকে Optimize করার পর এটিকে মার্কেটিং করলে ভালো ক্রেতা পাওয়া যাবে । সেজন্য Social Media Marketing, Forum Posting, Blog Commenting, Video Marketing & Guest Posting করতে পারেন । সব একসাথে করতে পারলে দ্রুত ভাল ফলাফল পাবেন । সম্ভব না হলে যেকোনো একটি সঠিকভাবে করুন । তাতে দেখবেন এক সপ্তাহের মধ্যেই আয় শুরু হয়ে গেছে ।

ফাইবারে Ranking

আপনার অ্যাকাউন্ট যদি একমাস একটিভ থাকে এবং আপনি যদি ফাইবারে দশটি গিগ Sale করেন এবং আপনার যদি ভালো Review থাকে, তাহলে ফাইবার কমিউনিটি আপনার একাউন্ট কে "Level-1" নিয়ে নেবে । তারা আপনার একাউন্টে একটি Level-1 এর ব্যাচ দেবে । ক্লায়েন্ট/বায়ারের কাজের পরিবর্তন যেন না হয় । কাজ পাওয়ার পর সুন্দরভাবে সম্পন্ন করে  ক্লায়েন্ট/বায়ারের কাজের Document পাঠিয়ে দেবেন ।

মনে রাখবেন, ক্লায়েন্ট/বায়ার যদি কাজে সন্তুষ্ট না হন তবে সেই কাজের টাকা পাওয়া যাবে না । অতএব শতভাগ সঠিক ভাবে কাজ করতে হবে । যদি ফাইবারে ৫০ টি গিগ Sale করতে পারেন এবং আপনার যদি ভালো Review থাকে তাহলে ফাইবার কমিউনিটি আপনার একাউন্টকে "Level-2" এ নিয়ে নেবে । তারা আপনার একাউন্টে একটি Level-2 এর ব্যাচ লাগিয়ে দেবে ।

ক্লায়েন্ট/ বায়ারকে দ্রুত Response করার চেষ্টা করুন । অ্যাকাউন্ট যদি চার মাস একটিভ থাকে এবং যদি ফাইবারে ২৫০ টি গিগ সেল করেন এবং ভালো Review থাকে তাহলে ফাইবার কমিউনিটি আপনার একাউন্টটিকে "Top Level" এ নিয়ে যাবে । তারা আপনার একাউন্টে একটি Top Level-এর ব্যাচ দেবে ।

Top Level-এ অনেক বেশি কাজ পাওয়া যায় এবং প্রতিটি কাজের মূল্য অনেক বেশি নির্ধারণ করে দেওয়া যায় । ফাইবারে কাজ করলে প্রথমদিকে ধৈর্য ধরে কাজ করতে হবে । কেননা ফাইবার মার্কেটপ্লেসে প্রথম দিকে নতুন অবস্থায় আপনার গিগ খুব কম Sale হতে পারে । আপনি যখন এখানে সফলতার সাথে একটির পর একটি লেভেল অতিক্রম করবেন, তখন গিগ Sale করা খুবই সহজ হয়ে যাবে ।

ফাইবার থেকে টাকা উত্তোলন পদ্ধতি

ফাইবারে প্রতি ৫ Dollar এক ডলার চার্জ হিসাবে কেটে নেওয়া হয় অর্থাৎ আপনি যদি পাঁচ Dollar আয় করেন তাহলে চার ডলার পাবেন । প্রতিটি কাজ Complete ঘোষণা করার ১৫ দিন পর টাকা Withdraw করা যাবে । বাংলাদেশে Pioneer debit card-এর মাধ্যমে ফাইবার থেকে আয় করা অর্থ সরাসরি ATM বুথের মাধ্যমে উঠানো যায় । প্রতিবার ট্রানজেকশনে ৩.১৫ ডলার চার্জ কাটবে তারা । এছাড়া ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে Dollar Withdraw-এর সুবিধা চালু হয়েছে ।

ফাইবারে কাজ করার সর্তকতা

** কাজের Order পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দিতে না পারলে একাউন্ট Suspend হয়ে যেতে পারে ।

** অন্যের গিগ থেকে Copy করে নিজের গিগ তৈরি করলে সেই Account copyright-এর আওতায় Suspend হয়ে যেতে পারে ।

** একটা PayPal account কিংবা Pioneer account-এ একাধিক ফাইবার র্এগেজসটকাউন্ট এ যুক্ত থাকলে এর জন্য সমস্যা হতে পারে ।

আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। খোদা হাফেজ।

The post ফাইবার মার্কেটপ্লেস বিস্তারিত নতুনদের জন্য appeared first on Trickbd.com.

সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২২ – সকল সিমের দরকারি কোড – জেনে নিন

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সৃষ্টিকর্তার মেহেরবানীতে সকলে ভালো আছেন। বাংলাদেশে বর্তমানে ৫টি সিম অপারেটর রয়েছে যেমন জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক । আমরা শখের কারণে অথবা বিভিন্ন প্রয়োজনে একাধিক অপারেটরের একাধিক সিম কিনি এবং ব্যবহারও করি।

বাংলাদেশের যেকোনো অপারেটরের সিম ব্যবহার করতে গেলে বিভিন্ন কোডের প্রয়োজন হয়। তাই আজকে আমি বাংলাদেশের সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২১ (সকল সিমের দরকারি কোড ২০২১) অনলাইন থেকে অনেক সময় দিয়ে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম।

 

সকল সিমের ব্যালেন্স চেক করার কোড দেখে নিন :

 

★ গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566#

 

★ রবি সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *222#

 

★ এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *778#

 

★ বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124#

 

★ টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *152#

 

সকল সিমের নাম্বার বের করার কোড :

 

আমরা অনেকেই নিজের নাম্বার ভুলে যাই তাই সকল সিমের নিজের নাম্বার বের করার কোড দেখে নিন :

 

★ গ্রামীণফোন সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#

 

★ রবি সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#

 

★ এয়ারটেল সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#

 

★ বাংলালিংক সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *511#

 

★ টেলিটক সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *551#

 

সকল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড :

 

★ গ্রামীণফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566*10#

 

★ এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8444*88#

★ রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8444*88#

 

★ বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124*50#

 

★ টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোড ডায়াল করার প্রয়োজন হয় না কারণ আপনার যদি ইন্টারনেট প্যাকেজ নেওয়া থাকে তাহলে *152# কোড ডায়াল করে সিমের ব্যালেন্স চেক করলে ইন্টারনেট ব্যালেন্সও একই সাথে এক মেসেজ এর মাধ্যমে আপনার সিমের মোট ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন।

 

সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড :

 

জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন :

 

জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স সবোর্চ্চ ২০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে তবে জিপি সিম সকল গ্রাহকের জন্য সর্বনিম্ন ১১ টাকা নির্ধারণ করেছে । আপনার সিমে যত বেশি টাকা খরচ করবেন আপনার ইমার্জেন্সি ব্যালেন্স ততো বেশি টাকা দিবে। আপনার সিমে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন জানতে জায়াল করুন : *1211010*2#

 

জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *1211*3# (চার্জ ফ্রি)।

 

জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *1211*3# অথবা *566# কোড ডায়াল করেও দেখতে পারবেন।

 

রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন :

 

রবি সিম থেকে সবোর্চ্চ ১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন তবে রবি সিম প্রত্যেক গ্রাহকের জন্য সর্বনিম্ন ১২ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নির্ধারণ করছে।

 

আপনার রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন কিনা যাচাই করতে ডায়াল করুন : *8#

 

রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *123000#

 

রবি সিম থেকে ১২ টাকা অথবা তার উপরে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) SMS নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।

 

রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *1# অথবা *222#

 

এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়ার কোড দেখে নিন :

 

এয়ারটেল সিম ইমার্জেন্সি ব্যালেন্স সবোর্চ্চ ১০০ টাকা পর্যন্ত দেয় তবে এয়ারটেল সিম প্রত্যেক গ্রাহকের জন্য ইমার্জেন্সি ব্যালেন্স সর্বনিম্ন ১২ টাকা নির্ধারণ করছে।

 

এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *141# (চার্জ প্রযোজ্য)।

 

এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোডের প্রয়োজন হয় না *778# কোড ডায়াল করলে আপনার সকল ব্যালেন্স দেখতে পারবেন।

 

বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন :

 

বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিস নিতে ডায়াল করুন : *875#

 

বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিসের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8750#

 

বাংলালিংক সিমের ইমার্জেন্সি মিনিট নিতে ডায়াল করুন : *874#

বাংলালিংক সিমে ইমার্জেন্সি কত মিনিট জানতে ডায়াল করুন : *8740#

টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড দেখে নিন :

টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নিতে *1122# SMS করুন 1122 নাম্বারে। এছাড়াও আপনি যদি প্রয়োজনীয় এমাউন্ট নিতে চান তাহলে *1122*50# SMS করুন 1122 নাম্বারে।

টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে *11220# SMS করুন 1122 নাম্বারে।

সকল সিমের স্পেশাল অফার দেখার কোড :

★ গ্রামীন সিমের স্পেশাল অফার জানতে ডায়াল করুন : *999# অথবা *999*2#

★ রবি সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *999#

★এয়ারটেল সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *999#

★ বাংলালিংক সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *888#

 

The post সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২২ – সকল সিমের দরকারি কোড – জেনে নিন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments