সাবধান নামাজ কাযা করছেন….? দেখুন শীঘ্রই যে ১৫টি আযাব পাবেন! ও দেখুন আপনি মুসলিম নাকি কাফের |
- সাবধান নামাজ কাযা করছেন….? দেখুন শীঘ্রই যে ১৫টি আযাব পাবেন! ও দেখুন আপনি মুসলিম নাকি কাফের
- বাংলালিংক সিমে প্রতি মাসে ১ জিবি ফ্রি নিন!
- [Tailwind CSS] এক লাইন কোড না লিখেই কপি/পেস্ট করে মোবাইল দিয়েই সম্পূর্ণ রেসপন্সিভ ওয়েবপেজ/ওয়েবসাইট তৈরী করুন। [Tailblocks]
- বাংলাদেশি ভিজিটরে হাই সিপিসি কিভাবে পাবেন? High Cpc Keyword In Bangladesh.
- PUBG AIM BOT & ESP HACK 99.99% Safe
সাবধান নামাজ কাযা করছেন….? দেখুন শীঘ্রই যে ১৫টি আযাব পাবেন! ও দেখুন আপনি মুসলিম নাকি কাফের Posted: ![]() আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । সাবধান নামাজ কাযা করছেন? দেখুন শীঘ্রই যে ১৫টি আযাব পাবেন! ও দেখুন আপনি মুসলিম নাকি কাফের![]() শিরোনাম দেখে হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কোন টপিকের উপর হতে যাচ্ছে আজকের আলোচনা ।কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ইসলামে ঈমান আনার পর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজ কাযা করা জেনা করার চাইতেও নিকৃষ্ট কাজ। নামাজ কাযা করা মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ। হাদীসে এসেছে কেয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। এই নামাজের হিসেবে যে পাশ মার্ক পেয়ে যাবে সে সকল পরীক্ষায় পাস করে যাবে আর যে নামাজের হিসাব ঠিকঠাকমতো দিতে ব্যর্থ হবে সেই হিসেবে সকল ধাপে গিয়ে ধরা খেয়ে যাবে। নবীজি আরো বলেন কাফির আর মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আর এই নামাজ কাজা করলে দুনিয়া ও আখেরাতে যে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে কোরআন সুন্নাহকে সেটা আজ তুলে ধরব আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। নামাজ হচ্ছে ইসলামের মূল পাঁচটি বৃত্তির মধ্যে দ্বিতীয় অধিক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যা কিনা প্রত্যেকে প্রাপ্তবয়স্কদের উপর ফরয করা হয়েছে। কোরআন ও হাদিস শরিফে বিভিন্ন স্থানে এই নামাজ পড়ার ফজিলত ও না পরার কঠোর বিধানের কথা উল্লেখ আছে। তাই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব হবে। যদি সালাত যদি সঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে আর যদি সালাত বিনষ্ট হয় তবে তার সকল আমল নষ্ট বিবেচিত হবে। ( তিরমিজি ২৭৮) আর যা তাদের সালাতে যত্নবান তারাই জান্নাতের ওয়ারিশ যারা ফিরদাউসের ওয়ারিশ হবে এবং তথায় তারা চিরকাল থাকবে। (সূরা আল মুমিন ৯,১০,১১) মুমিন গণ সফলকাম যা তাদের সালাতে নম্রতা, ভদ্রতা ও ভীতির সাথে দাঁড়ায়। (সূরা আল মুমিন ১,২) আমরা অনেক সময় নিজের ইচ্ছায় অনিচ্ছায় নিজের গুরুত্বপূর্ণ ইবাদতটিকে আদায় করি না বা ছেড়ে দেই। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়া শিরিকের পর সবচেয়ে বড় গুনাহ। রাসূল (সাঃ) বলেন যে কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক তাঁর হতে তার জিম্মাদারী তো উঠিয়ে নেন। ( বুখারী ১৮, ইবনে মাজাহ ৪০৩৪, মুসনাদে আহমাদ ৭৩৬৪) অর্থাৎ যে নামাজ ছেড়ে দিল সে জন্য আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করল। এক হাদীসে আছে রাসূল সাল্লাহু আলাই সালাম বলেছেন নামাজ ছেড়ে দেয়া মানুষকে কুফরির সঙ্গে মিলিয়ে দেয় নামাজ না পড়ার শাস্তি যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। তার মধ্য থেকে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে, তিন ধরনের শাস্তি মৃত্যুর সময়, তিন ধরনের শাস্তি কবরে,তিন ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর। দুনিয়াতে যে পাঁচটি শাস্তি ১. তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে ২.তার চেহারা থেকে নেককারদের নুর দূর করে দেয়া হবে। ৩.তার নেক কাজের কোন বদলা দেওয়া হবে না। ৪. তার কোন দোয়া কবুল হবে না। ৫. নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মৃত্যুর সময় যে তিন ধরনের শাস্তি ১.জিল্লতি ও অপমানের সঙ্গে সে মৃত্যু বরণ করবে। ২.ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। ৩. এমন পিপাসা অবস্থায় মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না। কবরে যে তিন ধরনের শাস্তি ১. কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেকপাশে ঢুকে যাবে। ২.তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ৩. তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চোখে আগুনের আর নখ গুলো হবে লোহার তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ তারা আওয়াজ হবে বজ্রের আওয়াজ এর মত বিকট। বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহরের পর্যন্ত তোকে দংশন করতে থাকি। জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি। আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকি। এই সাপ যখনই তাকে দংশন করবে তখন এসে ৭০ হাত মাটির নিচে ঢুকে যাবে উঠিয়ে আবার দংশন করবে এভাবে কেয়ামত পর্যন্ত এ সাপ তাকে আজাব দিতে থাকবে। কবর থেকে উত্তোলনের পর বেনামাজির যে চার শাস্তি ১. তার হিসাব খুব কঠিন ভাবে নেওয়া হবে।২.আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে থাকবেন। ৩. তাকে জাহান্নামে ডুকানো হবে। ৪.তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে। হে আল্লাহর হক নষ্টকারী। হে আল্লাহর গজব পতিত ব্যক্তি। তুই দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিস তেমনি আজ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবি। এই আর্টিকেলটি পড়ার পরে মনটা নরম হলো নামাজ আদায় মন তৈরি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক আমীন। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি ![]() The post সাবধান নামাজ কাযা করছেন….? দেখুন শীঘ্রই যে ১৫টি আযাব পাবেন! ও দেখুন আপনি মুসলিম নাকি কাফের appeared first on Trickbd.com. |
বাংলালিংক সিমে প্রতি মাসে ১ জিবি ফ্রি নিন! Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বাংলালিংক সিমে প্রতি মাসে 1 জিবি ফ্রি নিবেন। এই অফারটি সকলের জন্য প্রযোজ্য না-ও হতে পারে। তবে চেক করতে কোন সমস্যা নাই। আশা করি আপনিও পেয়ে যাবেন। অবশ্যই এন্ড্রয়েড ইউজার হতে হবে অফারটি পেতে। ১ জিবি ফ্রি মেগাবাইট পাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করতে হবে *৫০০০*২২০# । এরপর কল দিলে আপনি যদি এই অফারের জন্য প্রযোজ্য হন তাহলে অফারটি নিতে পারবেন। 1gb ফ্রী ডাটার মধ্যে ৫১২ মেগাবাইট ট্রফির এমবি থাকবে। এই এমবি দিয়ে শুধু আপনি বাংলালিংকের ট্রফি অ্যাপ চালাতে পারবেন। বাকি 512 এমবি দিয়ে সবকিছু চালাতে পারবেন। অফারটি প্রতিমাসে একবার নিতে পারবেন। সর্বোচ্চ ১২ জিবি নিতে পারবেন। এরকম আরও সকল সিমের এখন চলমান কার্যকরী ফ্রি অফার জানতে ক্লিক : আইটি জানবো ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন The post বাংলালিংক সিমে প্রতি মাসে ১ জিবি ফ্রি নিন! appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম!
আজকে আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কোন কোডিং জ্ঞান ছাড়াই একটি রেসপনসিভ ওয়েবপেজ তৈরী করবেন। আপনি চাইলে সহজেই কপি/পেস্ট এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই একটি ওয়েবপেজ/ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আপনার কোন কোডিং দক্ষতা থাকা লাগবে না। আপনি HTML CSS না জানলেও আজকের দেখানো পদ্ধতির মাধ্যমে একটি ওয়েবপেজ তৈরী করতে পারবেন। তবে যাদের HTML CSS সম্পর্কে ধারণা আছে বা জানেন তারা খুব সহজেই এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমি আজকে দেখাবো কিভাবে Tailwind CSS Framework এবং Tailblocks ব্যবহার করে কোন কোডিং ছাড়াই কপি/পেস্ট করে একটি ওয়েবসাইট/ওয়েবপেজ তৈরী করবেন।
Tailwind CSS – আবার কি?Tailwind CSS – হচ্ছে একটি CSS ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে সহজেই কাস্টম ইউজার ইন্টারফেস তৈরী করা যায়। এটা একটি Utility-first CSS Framework – যার মানে হচ্ছে utility Classes এর মাধ্যমে এটা দিয়ে কাস্টম ডিজাইন তৈরী করা যাবে, সাধারন CSS এর রুল ফলো করতে হবে না। TailBlocks – কি?Tailblocks – হচ্ছে অসংখ্য CSS ব্লক যেগুলো আগে থেকেই কোডিং করা এবং এগুলো সম্পূর্ণ রেসপন্সিভ। মানে হচ্ছে এগুলো দিয়ে তৈরী করা ওয়েবসাইট মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটার সব ডিভাইসের ডিসপ্লেতেই সুন্দরভাবে উপস্থাপিত হবে। এই Tailblocks গুলো শুধু Tailwind CSS Framework এর জন্য ব্যবহার করতে পারবেন। এই Tailblocks এর মাধ্যমে খুব সহজ এবং কম সময়ের মধ্যে কপি/পেস্ট এর মাধ্যমে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। CDN – কি?CDN বা Content Delivery Network হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত অসংখ্য সার্ভার যেগুলো একসাথে কাজ করে ইন্টারনেট কন্টেন্টগুলোকে দ্রুত আদান-প্রদান করার লক্ষ্যে। ইন্টারনেট কন্টেন্ট যেমন – জাভাস্ক্রিপ্ট ফাইলস, এইচটিএমএল পেজেস, স্টাইলশিটস, ইমেজেস বা ভিডিওস। কিভাবে Tailwind CSS এবং Tailblocks ব্যবহার করে মোবাইল দিয়ে ওয়েবসাইট ডিজাইন করবেন?প্রথমে আপনার মোবাইলে থাকা যেকোনো একটি কোড ইডিটর ওপেন করুন। যদি কোন কোড ইডিটর না থাকে তাহলে নিচে দেওয়া লিংক থেকে Acode ইডিটর ডাউনলোড করুন অথবা প্লে-স্টোর থেকেও ইনস্টল করতে পারেন। ফাইলটি সেভ করা হয়ে গেলে এইবার আমাদের HTML – এর ব্যাসিক কোডগুলো লিখতে হবে। এর জন্য সিম্পলি লিখুন html5 তারপর নিচে সাজেশনে দেখানো html5 এর উপর ক্লিক করুন তাহলে অটোমেটিক HTML এর ব্যাসিক কোডগুলো লিখা হয়ে যাবে। এখানে title ট্যাগ-এ আপনারা চাইলে আপনাদের ইচ্ছেমতো টাইটেল দিতে পারবেন। এবার head ট্যাগ এর মধ্যে থাকা title ট্যাগ এর ঠিক নিচে উপরের কোডটুকু কপি করে পেস্ট করে দিন। কোডটুকু head ট্যাগ এর মধ্যে পেস্ট করা হয়ে গেলে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিন। বামপাশে আপনারা অনেকগুলো ব্লক দেখতে পারবেন। মূলত এখান থেকেই আমাদের ব্লক সিলেক্ট করতে হবে এবং তারপর সেই কোডগুলো কপি করে আমাদের কোড ইডিটরে ওপেন করা HTML ডকুমেন্ট-এ পেস্ট করলেই হবে। তো প্রথমে আমাদের জানতে হবে একটি ওয়েবসাইটের সবচেয়ে উপরে কি থাকে? অবশ্যই ওয়েবসাইটে সর্বপ্রথম Header সেকশন থাকে। তাই আমাদের বাম পাশ থেকে Header এর মধ্যে থাকা যেকোনো একটি ব্লক সিলেক্ট করতে হবে। একটি ব্লক সিলেক্ট করলে ডানপাশে আপনারা সেটার প্রিভিউ দেখতে পারবেন। এইবার উপরে View Code নামে একটা অপশন পাবেন ঐখানে ক্লিক করুন। তারপর Copy to clipboard এ ক্লিক করলে কোড কপি হয়ে যাবে। এবার আপনার কোড ইডিটরে ফেরত আসুন এবং body ট্যাগ এর মধ্যে আপনার কপি করা সমস্ত কোডটুকু পেস্ট করে সেভ করুন। চাইলে কোড ইডিটরের প্রিভিউ বাটনে ক্লিক করে দেখতে পারেন আপনার ওয়েবসাইটটি কেমন দেখা যাচ্ছে। একটি ওয়েবসাইটে Header এর পরেই আসে কনটেন্ট সেকশন। আমাদের যেহেতু Header অ্যাড করা হয়ে গেছে এবার আমাদের কনটেন্ট সেকশন অ্যাড করতে হবে। কনটেন্ট সেকশন অ্যাড করার জন্য আবার ওয়েবসাইটে ফেরত যান এবং আপনার কোড ইডিটরে ফেরত আসুন এবং সবচেয়ে নিচে body ট্যাগ দেখতে পারবেন। body ট্যাগ এর উপরে কোডগুলো পেস্ট করে দিয়ে আবার সেভ করুন। তারপর আবার কোড ইডিটর-এ ফেরত এসে আবারও পূর্বের মতোই নিচে থাকা body ট্যাগ এর উপরে কোডগুলো পেস্ট করে দেবো। এবার ওয়েবসাইটটি সম্পূর্ণ করতে একটি Footer অ্যাড করবো। এর জন্য আবার Tailblocks ওয়েবসাইটে ফেরত যাবো এবং বামপাশের Footer ব্লকস থেকে চার নাম্বার ব্লকটিতে ক্লিক করে পূর্বের মতোই কোডগুলো কপি করে নেব। তারপর আবার কোড ইডিটর-এ ফেরত এসে আগের নিয়ম মতোই নিচে থাকা body ট্যাগ-এর উপরে কোডগুলো পেস্ট করে দেবো। তারপর সেভ আইকনে ক্লিক করলে পুরো HTML ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। এবারে প্রিভিউ আইকনে ক্লিক করলে নিচের মতো ওয়েবসাইটটি দেখতে পারবেন যেটা সম্পূর্ণ রেসপনসিভ হবে। তবে এখানে আপনারা ব্লকে থাকা ডামি টেক্সট বা ইমেজসহ ওয়েবপেজ লক্ষ্য করবেন। তবে আপনার যদি HTML CSS জানা থাকে তাহলে খুব সহজেই এগুলো পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে আপনার ইচ্ছেমতো টেক্সট বা ইমেজ ব্যবহার করতে পারবেন। এভাবেই আপনি খুব সহজেই কপি/পেস্ট এর মাধ্যমে একটি ওয়েবপেজ ডিজাইন করতে পারবেন। এভাবে অনেকগুলো পেজ ডিজাইন করে তাদের মধ্যে লিংক তৈরী করে একটি ওয়েবসাইট বানাতে পারেন। আমি যেভাবে দেখিয়েছি বা ডিজাইন করেছি আপনাদেরকেও যে ঐ একইভাবে করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের ইচ্ছেমতো ব্লক নিয়ে ওয়েবপেজ ডিজাইন করতে পারবেন। আমি বলবো আপনারা সমস্ত ব্লক এক্সপ্লোর করুন। নিজে নিজে ডিজাইন করার চেষ্টা করুন।
আজকে এ পর্যন্তই। The post [Tailwind CSS] এক লাইন কোড না লিখেই কপি/পেস্ট করে মোবাইল দিয়েই সম্পূর্ণ রেসপন্সিভ ওয়েবপেজ/ওয়েবসাইট তৈরী করুন। [Tailblocks] appeared first on Trickbd.com. |
বাংলাদেশি ভিজিটরে হাই সিপিসি কিভাবে পাবেন? High Cpc Keyword In Bangladesh. Posted: আমরা যারা এই লেখাটি পড়ছি তারা কোন না কোন ভাবে গুগল এডসেন্স এর সাথে যুক্ত এবং এডসেন্স থেকে টুক টাক রোজগার করার চেষ্টা করছেন ৷ আমাদের রোজগার অনেকটা নির্ভর করে CPC অর্থাৎ (Cost Per Click) এর উপর ৷ যে যতটা CPC রেট বেশি পায় তার রোজগার তত বেশি হয়ে থাকে ৷ তবে আমাদের বাংলাদেশে CPC রেট একদমই কম ৷ যাদের চ্যানেলে ইউটিউব মনিটাইজেশন আসে তারাই একমাত্র বুঝতে পারবে এই ব্যাপারটি আমাদের দরিদ্র দেশ এবং এড কোম্পানিগুলো কম টাকা অর্থাৎ কম CPC রেট দেওয়ার কারনে এই সমস্যাটার সম্মুখীন আমরা হয়ে থাকি ৷ তবে আজ আমরা এই কম CPC রেট এর ভিতর থেকে বাংলাদেশের পেক্ষাপটে কিছু High CPC রেট keywords সম্পর্কে জানানোর চেষ্টা করব ৷ এমনিতে বাংলাদেশের এড কোম্পানি গুলো CPC রেট দিয়ে থাকে $0.01 থেকে $0.03 মার্কিন ডলার ৷ অর্থাৎ 1 সেন্ট থেকে 3 সেন্ট কপাল ভালো থাকলে 4 বা 5 সেন্ট পাওয়া যায় ৷ তবে আজ আমি এমন কিছু High Cpc Keywords সম্পর্কে আপনাদের জানানোর চেস্টা করব ৷ যা নিয়ে কাজ করলে বাংলাদেশের পেক্ষাপটে আপনি CPC রেট মোটামোটি ভালোই পাবেন ৷ তবে আমেরিকা ও ইউরোপের মতো হাইফাই কোন CPC রেট পাবেন না তবে বাংলাদেশের তুলনায় আনেক বেশিই পাবেন ৷ তো চলুন জেনে নেওয়া যাক Keywords গুলি ৷ Top 10 highest paid Adsense keywords for 2021 in bangladesh (by industry / niche):
1. Insurance (বীমা) Insurance cpc rate in bangladesh ৷ বাংলাদেশে এই keyword নিয়ে খুব কম মানুষই কাজ করে থাকে ৷ কারন এই keyword টিতে একটু কম সার্চ ভলিউম হয়ে থাকে ৷তবে এই কীওয়ার্ডটি অনেক দামি এবং ডিমান্ডেবল হয়ে থাকে ৷ বাংলাদেশ থেকে এই keyword টি নিয়ে কাজ করলে আপনি মোটামোটি ভালো পরিমান CPC রেট পাবেন ৷ বাংলাদেশ থেকে Insurance নিয়ে কাজ করলে Youtube এ CPC রেট পাবেন আনুমানিক $0.04 মার্কিন ডলার – $0.10 মার্কিন ডলার ৷ আবার অনেক সময় আপনি $0.15 মার্কিন ডলার থেকে বেশি পেতে পারেন ৷ আর যদি Website বা Blogger এ এই keyword নিয়ে কাজ করেন তাহলে Youtube থেকে কম করে হলেও 1.5 গুন থেকে 2 গুন বেশি CPC রেট পাবেন ৷ 2. Loans (লোন) loans cpc rates in bangladesh ৷ বাংলাদেশে লোন কোম্পানি গুলো ভালো পরিমান CPC রেট দিয়ে থাকে ৷ তারা ভালো পরিমাণ এড চালায় এবং এডগুলোর দাম মোটামোটি ভালোয় 3. Gas/Electricity (গ্যাস / বিদ্যুৎ) Gas and Electricity cpc in bangladesh ৷ বাংলাদেশে গ্যাস কোম্পানি গুলো এখন তাদের জনপ্রিয়তা এবং মার্কেট বাড়ানোর জন্য এড দিয়ে থাকে ৷ এবং এই সকল এড গুলি তারা বাংলাদেশ থেকে Youtube এ Gas/Electricity keyword এর উপরে আনুমানিক $0.04 মার্কিন ডলার – $0.10 মার্কিন ডলার পর্যন্ত CPC রেট পাওয়া যায় ৷ আর Website বা Blogger 4. Treatment (চিকিৎসা) Treatment cpc rate in bangladesh ৷ বর্তমান সময়ে চিকিৎসা জরুরী একটি বিষয় ৷ বিভিন্ন হসপিটাল এবং ওষুধ কোম্পানি তাদের মার্কেটিংয়ের জন্য প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে ৷ তবে তবে এসব এডগুলো আপনি শুধুমাত্র হেলথ ক্যাটাগরিতেই পাবেন ৷ health category মধ্যে চিকিৎসা অন্যতম ৷ অবশ্য এই ক্যাটাগরিতে আগের সার্চ ভলিউম কম ছিল কিন্তু বর্তমানে এই ক্যাটাগরির সার্চ ভলিয়ম কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ অর্থাৎ আপনি ভালো CPC রেট এর সাথে ভালো পরিমাণ ট্রাফিকও পাবেন ৷ এই কী-ওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি মোটামুটি বাংলাদেশ থেকে $0.08 মার্কিন ডলার থেকে বেশি CPC রেট পাবেন ৷ কিন্তু অনেক সময় এটা কমতে পারে আবার অনেক উপরে চলে যেতে পারে সবকিছু মার্কেটের উপর নির্ভর করবে ৷ আশা করা যায় ভবিষ্যতে এই কী-ওয়ার্ডটির চাহিদা আরো বাড়বে ৷ এবং আরো বেশি আয় করা সম্ভব হবে ৷ 5. Lawyer (আইনজীবী) Lawyer cpc rate in bangladesh ৷ বর্তমানে আমাদের দেশে আইনজীবীর কাজ অনেকাংশে বেড়ে গেছে ৷ বর্তমানে অনেক আইনজীবী তাদের কাজের বিবরণ দিয়ে এড দিয়ে থাকে ৷ আর এই সকল Ads প্রচুর দামী হয়ে থাকে ৷ বাংলাদেশ থেকে আপনি এই কিবোর্ডে কাজ করলে মোটামুটি $0.07 মার্কিন ডলার এর ওপরে CPC রেট পাবেন ৷ এবং ওয়েবসাইটে এ বিষয়ে কাজ করলে আপনি আরো বেশি CPC রেট পাবেন ৷ 6. Software (সফটওয়্যার) Software cpc rate in bangladesh ৷ বর্তমানে বাংলাদেশে এই কীওয়ার্ডটি অনেক জনপ্রিয় এবং ডিমান্ডেবল একটি কীওয়ার্ড ৷ কারণ এর সার্চ ভলিউম প্রচুর এবং বাংলাদেশে প্রচুর সফটওয়্যার কোম্পানি তৈরি হয়ে গেছে যে কারণে এরা প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে আর এগুলোর দাম মোটামুটি ভালই হয়ে থাকে ৷ আপনি যদি মোবাইল সফটওয়্যার বা কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করেন ৷ তাহলে আপনি মোটামুটি ভালো পরিমাণ CPC রেট পাবেন ৷ বাংলাদেশ থেকে আপনি Software কীওয়ার্ড নিয়ে কাজ করলে $0.03 মার্কিন ডলার – $0.25 মার্কিন ডলার পর্যন্ত CPC রেট পাবেন ৷ এবং এর প্রচুর ট্রাফিক থাকার কারণে এই category টি আমার সবচেয়ে পছন্দের ৷ 7. Classes (ক্লাস) Classes cpc rate in bangladesh ৷ বর্তমানে অনলাইন ক্লাস আমাদের প্রয়োজন একটি জিনিস হয়ে গেছে ৷ অনেক অনলাইন ক্লাস কোম্পানি আছে যারা তাদের সফটওয়্যারকে মার্কেটিং করার জন্য প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে ৷ অবশ্য বাংলাদেশে এখন এটার এতটাও প্রভাব বিস্তার ঘটে নি ৷ তবে দিনে দিনে এর প্রয়োজনীয়তা আকাশচুম্বী হচ্ছে ৷ অনেক সময় অনেকে কিছু জানার জন্য অনলাইন ভিত্তিক ক্লাস করে থাকে আর এদেরই টার্গেট হবে ঐ সকল কোম্পানিদের ৷ এই কী-ওয়ার্ড এ বাংলাদেশ থেকে এখন প্রচুর পরিমাণে এড রেট পাওয়া যাচ্ছে ৷ যেমন :- Google Meet Classroom একটি keyword যার বাংলাদেশে CPC রেট অবাক করা – $0.16 মার্কিন ডলার – $1,000 মার্কিন ডলার যা আসলেই অবিশ্বাস্য ৷ Degree cpc rate in bangladesh ৷ বর্তমান পেক্ষাপটে পড়ালেখা অর্থাৎ একটি ডিগ্রি অনেক প্রয়োজনীয় বিষয় ৷ যোগ্যতা যাচাই এবং চাকরির ক্ষেত্রে এসকল ডিগ্রি প্রয়োজনীয়তা অপরিসীম ৷ আমাদের দেশে নানা ধরণের ডিগ্রি রয়েছে যেমন :-mba,phd,bsc,mpa,bba,bachelor degree,mph,masters,llb,bsc nursing,juris doctor,আবার অনেকে online mba ও করে থাকেন ৷ এ ছাড়াও বাংলাদেশে আরও অনেক ডিগ্রি রয়েছে ৷ অর্থাৎ এই keyword নিয়ে কাজ করলে আপনি ভালো পরিমাণ ট্রাফিকের সাথে ভালো পরিমাণ CPC রেট পাবেন ৷ উদাহরণ সরূপ – Trading cpc rate in bangladesh ৷ বাংলাদেশের অনলাইন মার্কেটে ধিরে ধিরে Trading বাড়ছে ৷ এবং এর মাধ্যমে অনেকেই তাদের জীবন নির্বাহ করছে ৷ এখানে টাকা পয়সা Trading বা লেনদেন এর মাধ্যমে তার ভ্যালুকে বাড়িয়ে তোলা হয় ৷ অবশ্য বাংলাদেশ এটা এখনো খুব কম পরিমাণে হয়ে থাকে যে কারণে কম্পিটিশন অনেক কম ৷ অর্থাৎ আপনি যদি এই Trading নিয়ে কাজ করেন তাহলে মোটামুটি আপনার রোজগার অর্থাৎ CPC রেট থাকবে $0.8 মার্কিন ডলার এর উপরে যা কিনা বাংলাদেশের পেক্ষাপটে কম নয় ৷ হাই সিপিসি নিশ কিভাবে খুজে পাবেন দেখুন! 10. Hosting (হোস্টিং) hosting cpc rate in bangladesh ৷ বাংলাদেশের ডোমেইন হোস্টিং এর চাহিদা দিন দিন বাড়ছে ৷ যে কারণে অনেক বড় বড় ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি তাদের মার্কেটিংয়ের জন্য প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে ৷ আর এইগুলো সব ডিজিটাল প্রোডাক্ট এর ভিতরে পড়ে ৷ তারা তাদের প্রডাক্টকে প্রচুর পরিমাণে মার্কেটিং করার কারণে এই মার্কেটে CPC রেট অনেক বেশি ৷ আর এখানে ad প্রচুর পাওয়া যায় ৷ তো আজ এ পর্যন্তই. পোস্ট টি সর্বপ্রথম ইংরেজিতে প্রকাশিতঃ আমাদের সাইটে
The post বাংলাদেশি ভিজিটরে হাই সিপিসি কিভাবে পাবেন? High Cpc Keyword In Bangladesh. appeared first on Trickbd.com. |
PUBG AIM BOT & ESP HACK 99.99% Safe Posted:
আসা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি PUBG এর লোকেশন আর এইমবট হ্যাক একসাথে। প্রথমেই কিছু স্ক্রিনশট দেখে নিন। তাহলে বুঝতে পারবেন ID ব্যান হচ্ছে কিনা। আমি ৬৬ টা ম্যাচ প্লে করেছি। সব Livik Map এ আর Kill – 589 আর KD – 8.92. তাছাড়াও আমার Livik ম্যাপের প্রতি ম্যাচের Kill দেখে নিন। এই হ্যাকটিতে আমার কোনো Account এখন পর্যন্ত ব্যান হয় নি। হ্যাকটি সাধারণ ভাবে ব্যাবহার করলে ব্যান হওয়ার সম্ভাবনা কম। তবে বলবো যে কোনো হ্যাকই সেইফ না। কোনো না কোনো দিন ব্যান হবেই। তাই হ্যাকটি নিজ দায়িত্বে ব্যাবহার করবেন। হ্যাকটি Root/Non Root দুটোতেই চলবে। আপনার মোবাইলটি Rooted না হলে কোনো Virtual Download করে নিবেন তারপর সেটাতে PUBH Apk আর Hack apk Add করে নিবেন। তাহলেই কাজ করবে। Virtual Setup বুঝতে না পারলে Comment এ জানাবেন। CLICK HERE TO DOWNLOAD VIRTUAL কীভাবে Virtual এর ভিতর হ্যাক চালাবেন প্রথমেই Esp+Aimbot Apk ফাইলটি download এবং install করে নিন। Click Here to Download PUBG HACK Save file / download লিখার উপর ক্লিক করে। ফাইলের নামের উপর ক্লিক করলেই Download শুরু হয়ে যাবে। কীভাবে সেটাপ করবেনপ্রথমে Pubg ওপেন করে নিবেন। তারপর গেম মিনিমাইজ করে hack apk টা open করবেন। আপনার গেমের ভার্শনটা সিলেক্ট করে নিম। তারপর Apply এ ক্লিক করেন তারপর Start Button এ ক্লিক করবেন। ৩০ সেকেন্ড এর মতো অপেক্ষা করতে হবে। এখন চেয়ার পার্ক এ ঢুকেন তাহলে বুঝতে পারবেন হ্যাকটি চালু হয়েছে কিনা। Enable ESP ON করলে হ্যাকটি কাজ করা শুরু করবে। এখানে লাল কালারের দাগটা হচ্ছে Enemy এবং সাদা কালারের দাগটা Bot. আর এখানে R লোগোটা Hack এর। সেখানে ক্লিক করে Hack Control করতে পারবেন। যদি চালু না হয় তাহলে Hack apk তে গিয়ে stop করে আবার start করবেন তাহলে চালু হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো Option সিলেক্ট করে নিন। নিচের ITEM লিখাতে ক্লিক করে কিসের কিসের লোকেশন আপনি চাচ্ছেন সেটা টিক মার্ক করে নিন। তাহলেই কাজ শেষ। Aim Bot লাগলে On করে নিবেন। AIM BOT নিয়ে বিস্তারিত CLICK HEREযদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। আর ভিডিও টিউটোরিয়াল লাগলে সেটাও জানাবেন। সামনে আরো নতুন নতুন হ্যাক নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
The post PUBG AIM BOT & ESP HACK 99.99% Safe appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments