Search box..

ডাউনলোড করে নিন বেস্ট ১২টি Joker Gaming Mascot Logo No Text

ডাউনলোড করে নিন বেস্ট ১২টি Joker Gaming Mascot Logo No Text


ডাউনলোড করে নিন বেস্ট ১২টি Joker Gaming Mascot Logo No Text

Posted:

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? অনেকদিন পর আজকে একটা পোস্ট করতে মন চাইল। এখন আর আগের মত ট্রিকবিডিতে আশা হয়না, তবুও ট্রিকবিডির প্রতি ভালোবাসা এতটুকু কমেনি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ১২টি Mascot Logo শেয়ার করবো। সবগুলো লোগো আমার নিজের এডিট করা, তবে Mascot Art টা আমি করিনি এগুলো ইন্টারনেট এর বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা।

বন্ধুরা আমি চেষ্টা করেছি ইউনিক কিছু লোগো তৈরি করার জন্য, তো আশা করি সবগুলো লোগো আপনাদের ভালো লাগবে। এগুলো আপনারা ইউটিউব, ফেসবুক পেইজ সবখানেই ব্যবহার করতে পারবেন। এগুলো কপিরাইট ফ্রি এবং ফ্রি টু ইউজ। তো বন্ধুরা নিচে থেকে আপনার পছন্দের লোগোটি বেছে নিন।












তো বন্ধুরা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে নিচের লিংক থেকে লোগো প্যাকটা ডাউনলোড করে নিন। আপনাদের সুবিধার্থে সবগুলো লোগো একটা জিপ ফাইল করে দিয়েছি।

Name: Joker Gaming Mascot Logo No Text
Total Logo: 12
Size: 6 MB+
Zip Password: JokerLogo2022
Download: Click Here to Download

এরকম আরো পোস্ট পেতে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।

  • Top 12 Joker Gaming Logo No Text
  • The post ডাউনলোড করে নিন বেস্ট ১২টি Joker Gaming Mascot Logo No Text appeared first on Trickbd.com.

    গোপনে কেউ কল রেকর্ড করছে ? কিভাবে বুঝবেন?

    Posted: 30 Jan 2022 10:45 PM PST

    হ্যালো,
    বর্তমান সময়ে কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ায় বেশ হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের এজন্য আজকে এমন টিপস নিয়ে আলোচনা করব যে টিপস এর সাহায্যে আপনি বুঝতে পারবেন আপনার অজান্তে কেউ আপনার কল রেকর্ড করছি কিনা।


    বর্তমান সময়ে কল রেকর্ড অনেকের কাছে খুবই স্বাভাবিক একটি ব্যাপার, লক্ষ্য করলে দেখা যায় এখন কিছু কিছু মোবাইলে অটো কল রেকর্ডিং দেয়া থাকে আবার বিভিন্ন third-party অ্যাপ এর মাধ্যমে এই কাজটি খুব সহজে করা যায়।

    কারণ অনেক সময় জরুরি কথাবার্তা রেকর্ড করার প্রয়োজন পড়ে । তবে কল রেকর্ড করে রাখার যেমন সুবিধা রয়েছে , তেমনি রয়েছে অসুবিধাও অনুমতি ছাড়াই কল রেকর্ড করে তা দিয়ে ব্ল্যাকমেইল করার ঘটনা ঘটছে অহরহ।


    সম্মান ক্ষুন্ন করতে ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই ব্যক্তি সঙ্গে তাঁর পরিবার এবং আমাদের সমাজ ও, এজন্য কারো সঙ্গে কথা বলার সময় নিশ্চিত হতে হবে আপনার কথাগুলো সে রেকর্ড করছে কিনা, তেমন কোন জরুরী কথা না হলেও এ ব্যাপারে সাবধান থাকুন ।

    আপনার সামান্য কথাকে সুপার এডিটিং করে অন্য কিছু বলেও নিতে পারে।

    আগের দিনের মতো গোপনে কল রেকর্ড করার দিন ফুরিয়ে গেছে, এন্ড্রয়েড ফোনে যখন খুশি তখন কল রেকর্ডিং এ বিধি-নিষেধ চাপিয়েছে গুগোল।

    নতুন স্মার্ট ফোনে কল রেকর্ডিং এ বসালে একটি যান্ত্রিক শরে ফোনের ওপারে থাকে ব্যক্তির কাছে একটি বার্তা যাবে, যেমন আপনার এই কল টি রেকর্ড করা হচ্ছে।
    আবার রেকর্ডিং বন্ধ করা হলে সেই বার্তা দুজন পাবেন, কনফারেন্স করার ক্ষেত্রেও তাই হবে।
    যে সকল অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে এই ফিচার নেই তারা গুগল প্লে স্টোর থেকে ভয়েস কল রেকর্ডিং এর সুবিধা দেয় এমন অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন।


    তবে কল রেকর্ড করার সময় অবশ্যই উভয়পক্ষের সম্মতি থাকা প্রয়োজন, তাই কল করার সময় খেয়াল রাখা উচিত যে আপনার কল রেকর্ড হচ্ছে কিনা এছাড়াও  third-party অ্যাপ দিয়ে কল রেকর্ড করলে কিভাবে বুঝতে পারবেন?

    প্রথমত যদি আপনার ভয়েস কল করার সময় মনে হয় যে কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য একটি বিপের মতো শব্দ শুনতে পাচ্ছেন, তবে আপনাকে বুঝতে হবে যে আপনার কল রেকর্ড করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পড়লে সাথে সাথে আপনি ওই কলটি কেটে দিন।

    এছাড়াও ভয়েস কলের শুরুতে বা মাঝে মাঝে বিপের মতো শব্দ হয় তাহলেও কল রেকর্ডিং এর সম্ভাবনা থাকে।
    দ্বিতীয় তো কোন কল রেকর্ড হচ্ছে কিনা তা জানার আরেকটি উপায় হলো- আপনি যদি কাউকে কল করে থাকেন এবং সে আপনার কলটি স্পিকার রেখে দেয় তবে ধারনা করতে পারেন আপনার কল রেকর্ড করা হচ্ছে।


    এমতাবস্থায় ফোনের ওপারে থাকা ব্যক্তিকে কল স্পিকার রাখার কারণ জিজ্ঞাসা করতে পারেন, কোনো সদুত্তর না পেলে তাকে সতর্ক করুন। এবং সাথে সাথে কলটি কেটে দিন।
    পাশাপাশি আপনি যদি কাউকে কল করে থাকেন এবং সেই সময়ে

    আপনি যদি অন্য রকম শব্দ পেয়ে থাকেন তবেও আপনার অল রেকর্ড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

    এই অবস্থায় অনেক সময় আপনি মাঝে মাঝে অপ্রত্যাশিত শব্দ পেতে পারেন, তাই কল করার সময় ছোট ছোট বিষয়গুলো এড়িয়ে যাবেন না।

    তবে অনলাইনে এমন কিছু অ্যাপ রয়েছে যেখানে বিপ শব্দ ছাড়াও কল রেকর্ড করা যায়।
    সে ক্ষেত্রে বোঝার উপায়ও নেই তাই সে রকম কোনো গুরুত্বপূর্ণ কথা কারো সঙ্গে বলার আগে সতর্ক থাকতে হবে প্রয়োজনে ভিডিও কলও করতে পারেন।

    আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার ফলে বেশ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের এজন্য মোবাইলে কথা বলার সময় বেশ সতর্ক থাকতে হবে।

    মুখ থেকে এমন কোন শব্দ ফস্কে বের না হয়ে যায় যার কারণে পরবর্তী সময়ে পস্তাতে হয়, আর মনে রাখবেন আমাদের চারপাশে এমন কিছু দুষ্কৃতিকারী গোপনে উৎ পেতে বসে আছে যারা সুযোগ বুঝে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে।

    তাই নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরকে সতর্ক করুন।

    The post গোপনে কেউ কল রেকর্ড করছে ? কিভাবে বুঝবেন? appeared first on Trickbd.com.

    অনলাইনে প্রতারণার হাত থেকে বাঁচার ৫টি উপায়।

    Posted: 30 Jan 2022 10:43 PM PST


    মহামারীর ঘরবন্দি সময়টাতেই কেনাকাটার জন্য বাইরে যাওয়ার উপায় ছিল না ❌ সেই সময়টাতে অনলাইনে ছিল একমাত্র ভরসা 😃 দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে জামা-কাপড় আসবাবপত্র কিনতে অনলাইনে নির্ভরশীল হয়ে পড়েছিলেন দেশের একটি বড় অংশের মানুষ।😣

    তবে বর্তমানে করোনার চোখরাঙানি কমলেও সেই অভ্যাস রোয়ে গেছে এখনো 😞 মার্কেটে ঘুরে জিনিসপত্র কেনার জন্য সময় নষ্ট করতে চান না অনেকেই 😺 বাড়ি বসে অর্ডার দিলেই পছন্দের সামগ্রী পৌঁছে যায় একেবারেই দোরগোড়ায়😴 আবার বিভিন্ন দিবস সামনে রেখে নানা অফার তো রয়েছেই 🎃

    এসবের কারণে দিন দিন সবাই শপিংয়ের জন্য নির্ভরশীল হয়ে পড়ছে অনলাইনের প্রতি 😍

    তবে এতো এতো সুবিধার পাশাপাশি প্রতিনিয়ত অনলাইন শপিংয়ে
    প্রতারণার শিকার হচ্ছেন দেশের লাখো মানুষ।😥
    আগের তুলনায় অনলাইন লেনদেন বেড়ে যাওয়ায় বড়োসড়ো এক প্রতারণার ফাঁদ পেতে রেখেছে প্রতারকরা😠

    অ্যাকাউন্ট থেকে সাপ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা😭 ডেবিট কার্ড ব্যবহার করে অনলাইন শপিংয়ে আসক্ত হলে এ ব্যাপারে সতর্ক থাকুন

    প্রতারণার হাত থেকে বাঁচতে কিছু বিষয় মাথায় রাখুন🤗



    যারা অনলাইন শপিং করতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ❤ তাই পোস্ট টি অবহেলা করে না দেখে মনোযোগ দিয়ে পড়তে থাকুন। ☺

    অনলাইন শপিংয়ে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য

    সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো- অচেনা কোন ই-কমার্স সাইটে নিজের ব্যাঙ্ক অথবা ডেবিট কার্ডের তথ্য দেবেন না❌

    শুধুমাত্র জনপ্রিয় পরিচিত অনলাইন শপিং সাইট থেকেই শপিং করুন 🤗 ইমেইল কিংবা হোয়াটস্যাপে অনেক সময় নানা ধরনের লিংক আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অচেনা লিংক পেতে পারেন সেখানে নিজের ব্যক্তিগত তথ্য না দেয়াই বুদ্ধিমানের কাজ😎

    দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনলাইনে লেনদেনের সময় দেখে নিন সিকিউরিটি সকেট লেয়ার এনক্রিপটেড রয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? আপনি যে ইউ আর এল টি ওপেন করেছেন দেখে নিন লিংকটির বাঁদিকে

    এইচটিটিপিএস এর এস এলফাবেট টি আছে কিনা😻


    অনেক সময় এইচটিটিপি থাকে এস এলফাবেটি থাকে না যদি এস এলফাবেটি না থাকে তাহলে অবশ্যই এড়িয়ে যাবেন ❌

    তৃতীয় পদ্ধতি হচ্ছে-  অনেক সময় পরিচিত ওয়েবসাইটের নাম ও লুক ভাঙ্গিয়ে ফাঁদ পাতে প্রতারকরা তাই ডোমেইন যাচাই করে নেয়া অত্যন্ত জরুরী 🆘

    দেখে নিন যে সাইটটি থেকে শপিং করবেন ভাবছেন ☺

    সেটির বানান ঠিক আছে কিনা

    এছাড়াও অদ্ভুত কিছু এড্রেস থেকে লিংক মেইল করা হয় সেগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন।❌

    চতুর্থ পদ্ধতি হচ্ছে অনেক সময় কোন কোন অচেনা ই-কমার্স সাইট অবিশ্বাস্য কিছু অফার দিয়ে থাকে লোভে পড়ে সেই ফাঁদে কখনোই পা দেবেন না❌  তাহলে কিন্তু বিপদ ⛔

    আইফোন কিংবা ব্র্যান্ডের টিভি কখনোই ৮০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে না😕



    তাই বুদ্ধি খাটিয়ে শপিং করুন 😻

    পঞ্চম পদ্ধতি হচ্ছে মাঝেমধ্যে নিজের ইমেইল এর পাসওয়ার্ড বদলে ফেলুন বদলে ফেলতে পারেন ডেবিট কার্ডের মোবাইল পিন কোডও👍 পাশাপাশি লেনদেনের সময় ওটিপি ভেরিফিকেশন করে নিলেও অনেকটা নিরাপদে থাকবেন🤵

    সর্বোপরি বলব এই নিয়মগুলো মাথায় রেখে শপিং করলে আশা করি অনলাইন শপিং প্রতারণার হাত থেকে নিজেদের কে বাঁচাতে পারবেন 😻

    The post অনলাইনে প্রতারণার হাত থেকে বাঁচার ৫টি উপায়। appeared first on Trickbd.com.

    এখন থেকে Ubbersuggest দিয়ে আনলিমিটেড Keyword রিসার্চ করুন ফ্রীতে!

    Posted:

    আসসালামু আলাইকুম ট্রিকবিডিবাসী। আশা করি, আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ ও কার্যকরী ট্রিকস শেয়ার করবো যেটা ব্লগারদের জন্য খুবই উপকারী হবে।

    প্রতিনিয়ত যারা ব্লগার বা ওয়েবসাইট নিয়ে কাজ করে এমন ব্যক্তিদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। বর্তমানে ফ্রী কীওয়ার্ড রিসার্চ করার কোনো ভালো টুলস নেই। এ জন্য প্রতি মাসে অনেক পরিমান টাকা মানুষকে গুনতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে কৌশল খাটিয়ে Ubbersuggest এর সকল টুলস ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রী টুলস ব্যবহার করে আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ করতে হয়।

    এজন্য আপনাকে ধাপে ধাপে নিচের স্ক্রীনশটগুলো অনুসরণ করতে হবে।

    প্রথমে আপনাকে নিচের দেওয়া লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে।

    Click here : Ubbersuggest

    তারপর নিচের মত আসবে। Enter Keyword এর জায়গায় আপনার পছন্দমত কিওয়ার্ড দিন। এরপর নির্দিষ্ট দেশ ও ভাষা সিলেক্ট করে সার্চ দিন।

     

    এভাবে আপনি প্রতিদিন তিনবার ফ্রী কীওয়ার্ড রিসার্চ করার সুযোগ পাবেন। আপনাকে আনলিমিটেড ব্যবহার করতে হলে একাধিক ব্রাউজার ব্যবহার করতে পারেন অথবা প্রতি তিনবার ব্যবহার করার পর ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে পুনরায় আপনাকে এভাবে ব্যবহার করতে হবে। এভাবে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন।

    এরকম আরও দরকারী ও কার্যকরী ট্রিকস ও টিপস খুঁজে পেতে আমার সাইটে ভিজিট করতে পারেন।
    সৌজন্যে : আইটি জানবো

    ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য! 😍

    The post এখন থেকে Ubbersuggest দিয়ে আনলিমিটেড Keyword রিসার্চ করুন ফ্রীতে! appeared first on Trickbd.com.

    ডোমেইন কি ? ব্লগিং এর জন্য কেন ডোমেইন কিনবো?

    Posted:

    যারা নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছেন, যারা ডোমেইন কি? ব্লগিং এর জন্য কেন ডোমেইন কিনবো? ইত্যাদি সম্পর্কে জানেন না। তাদেরকে আজকে আমি ডোমেইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন কথা না বলে শুরু করি

    ডোমেইন কি ? 

    সোজা বাংলায় ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা। যেমন আপনি যদি ফেসবুকে ভিজিট করতে চান, তাহলে আপনাকে লিখতে হবে facebook.com. ফেসবুক কোম্পানির ডোমেইন হচ্ছে  এই facebook.com

    অর্থাৎ আপনি যদি একটি ওয়েবসাইট বানান এবং এই ওয়েবসাইটে ভিজিট করতে হলে আপনাকে যে লিংকের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করতে হবে। সে লিংকটি হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেইন।

    ব্লগিং এর জন্য কেন ডোমেইন কিনব?

    এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি যদি নতুন ব্লগিং শুরু করতে চান, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন ক্রয় করুন। কারণ ডোমেইন হচ্ছে আপনার ব্লগের ঠিকানা।

    ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে যদি আপনি  যদি blogger.com ইউজ করেন। তাহলে আপনি ফ্রিতেই সাবডোমেইন পাবেন। তবে আপনার ডোমেইনটা হবে: আপনার দেওয়া নাম/blogspot.com. এবং এটি প্রফেশনাল নয়। 

    বর্তমানে ব্লগার সাব ডোমেইন দিয়ে ওয়েবসাইট এ অ্যাডসেন্স অ্যাপ্রভাল পেতে কিছুটা কঠিন। কারণ বর্তমানে ব্লগার সাব-ডোমেইন সহজেই অ্যাডসেন্স এপ্রোভ দেয় না। এর  আপনাকে অনেকগুলো পোস্ট লিখতে হবে, আপনার ওয়েবসাইট টাকে প্রফেশনাল ভাবে সাজাতে হবে এবং আপনার ওয়েবসাইটের ভিজিটর থাকতে হবে। তা না হলে আপনাকে অ্যাডসেন্সে অ্যাপ্রভাল দিবে না। আর আপনার যদি একটি প্রিমিয়াম রুমে থাকে তাহলে আপনি সহজেই অ্যাডসেন্সে এপ্রোভ পেতে পারেন।

    এছাড়াও একটি প্রিমিয়াম ডোমেইন থাকা আপনার ওয়েবসাইটের একটি আইডেন্টিটি। এতে আপনার ভিজিটর দের সুবিধা।  কারণ আপনার পুরাতন ভিজিটররা খুব সহজেই আপনার ওয়েবসাইট ডোমেইনের নাম লেখে ভিজিট করতে পারবে। এতে আপনার একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে।

    ডোমেইন কেনার সময় অবশ্যই আপনার ওয়েবসাইটে ব্যবহার ক্যাটাগরি অনুযায়ী ডোমেইন কেনার চেষ্টা করবেন এবং ডোমেইন নাম ছোট রাখার চেষ্টা করবেন। 

    ডোমেইন কেনার সময় সম্ভব হলে অবশ্যই .com .net .info .tech .co  ইত্যাদি কেনার চেষ্টা করবেন। কারণ এই নামের ডোমেইন সার্চ ইঞ্জিনগুলো খুবই ভ্যালু দেয়। ওয়েবসাইট সার্চ ইঞ্জিন রেংকিং এর ক্ষেত্রে কিছুটা সুবিধা পাবেন।

    আর অবশ্যই চেষ্টা করবেন এরকম একটি ডোমেইনের নাম পছন্দ করতে, যেটা আপনার ভিজিটররা খুব সহজেই মনে রাখতে পারবে এবং ডোমেইন নামটা খুবই ছোট হবে। সুতরাং আপনার ব্লগিং ওয়েবসাইটকে একটি ব্র্যান্ড হিসেবে কল্পনা করুন এবং সে হিসেবেই এটাকে প্রফেশনাল ডোমেইন কেনার চেষ্টা করুন।

    সহজে অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পেতে আর্টিকেলটি দেখুন : সাইটে দ্রুত ও সহজে গুগল এডসেন্স পাওয়ার উপায়

    এছাড়াহোস্টিং কি?  আপনার ব্লগের জন্য আপনি কোন হোস্টিং ব্যবহার করবেন  ইত্যাদি সম্পর্কে জানেন না, তাহলে নিচের আর্টিকেলটি দেখতে পারেন: হোস্টিং কি ? ব্লগিং এর জন্য কোন হোস্টিং ব্যবহার করব ?

    আপনার কোন কিছু জানার বা মতামত প্রকাশের দরকার হলে কমেন্ট করে জানাতে পারেন। আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।  রেগুলার অনলাইন ইনকাম টিপস পেতে আমার ওয়েবসাইট দেখতে পারেন।

    ভুল ত্রুটি মার্জনীয়। আবারো ধন্যবাদ।

     

    The post ডোমেইন কি ? ব্লগিং এর জন্য কেন ডোমেইন কিনবো? appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments