Search box..

নিয়ে আসলাম Anime ও Manga দেখার ও ডাউনলোড করার Ultimate App! (All in One) সাথে আছে আরো অনেক ফিচার!

নিয়ে আসলাম Anime ও Manga দেখার ও ডাউনলোড করার Ultimate App! (All in One) সাথে আছে আরো অনেক ফিচার!


নিয়ে আসলাম Anime ও Manga দেখার ও ডাউনলোড করার Ultimate App! (All in One) সাথে আছে আরো অনেক ফিচার!

Posted:

Hello Everyone,

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই পোস্টে আম এমন একটি App এর কথা বলবো যেখানে আপনি Anime, Manga, Webtoon সহ বিভিন্ন Comics সব একজায়গায় পাবেন। Anime দেখা + ডাউনলোড করা সহ Manga/webtoon/comics পড়া + ডাউনলোড সব করতে পারবেন। Internationally এই App এতটাই জনপ্রিয় যে সারা পৃথিবীতে অনেক মানুষের কাছেই এটা ১ নাম্বার App বিশেষ করে Manga পড়ার জন্যে।

এই App এর অনেক ফিচার আছে। সব বলবো।

কিন্তু তার আগে App এর নাম ও লিংক দিয়ে দেই।

✔App Name : Aniyomi

✔App Link : Github

এবার এর ফিচারস গুলো নিয়ে কথা বলা যাকঃ

🔥১) এই App এ আপনাদের সব আলাদা আলাদা করে Category দিয়ে দেওয়া হয়েছে। Anime এর জন্যে আলাদা আর Manga- র জন্যে আলাদা Category দেওয়া আছে। তাই আপনাকে Confusion এ পড়তে হবে না।

🔥২) এতে যে ডাউনলোডের অপশনটি দেওয়া আছে তা অন্য এপগুলোতে সচরাচর দেখা যায় না।

🔥৩) এখানে আপনাকে Anime বা Manga দেখার আগে কিছু Extension ডাউনলোড করে নিতে হবে। চিন্তা করবেন না। এগুলো ১ এম্বি বা তারও কম। অনেক ছোট সাইজের Extensions। আপনি চাইলে বাছাই করে কয়েকটা Extension ডাউনলোড করে রাখতে পারেন। সেগুলোতেই আপনি আপনার পছন্দের Anime আর Manga পেয়ে যাবেন। এই Extension গুলোও আলাদা আলাদা Category তে দেওয়া আছে। Anime ও Mangar জন্যে আলাদা আলাদা ভাবে Extension গুলো দেওয়া আছে। তাই এ নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না।

🔥৪) এখানে আপনি আলাদা আলাদা জায়গায় সার্চ দিতে পারবেন। হ্যাঁ আপনি প্রত্যেকটা আলাদা আলাদা Extension এর সার্চ রেজাল্ট পাবেন। তাই আপনার যদি একটা Extension এর রেজাল্টে গিয়ে দেখেন সেটা কাজ করছে না, তবে আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। আরো অনেক আলাদা আলাদা সার্চ রেজাল্ট আপনি পাবেন।

🔥৫) Dubbed Anime যাদের প্রিয় তাদেরও কোনো সমস্যা হবে না। কারন এখানে Dubbed Anime Streaming ও Downloading দুটোই করতে পারবেন।

🔥৬) Manga পড়ার সময় আপনি ৫ রকমের Option পাবেন আপনি কিভাবে পড়তে চান সেভাবে পড়ার জন্যে। উপরে নিচে স্ক্রল করে, ডানে বামে ট্যাপ করে নানা ভাবে পড়তে পারবেন যেভাবে আপনার ইচ্ছা।

🔥৭) এ ফিচারটি সবার জন্যেই কাজের। আমি কথা বলছি Library এর। ধরুন, আপনি সার্চ দিতে গিয়ে অন্য কোনো ভালো Anime বা Manga পেয়ে গেলেন যা আপনি পড়ে দেখবেন বা আপনার সার্চকৃত Anime বা Manga পড়ে দেখবেন। কিন্তু আবার গিয়ে সার্চ করে প্যারা নেওয়ার থেকে ভালো আপনি Library তে Save করে রাখতে পারবেন। এর ফলে বারে বারে গিয়ে সার্চ দিতে হবে না। বলে রাখি, এখানেও আপনি Anime ও Manga এর জন্যে আলাদা আলাদা Category পেয়ে যাবেন।

🔥৮) Manga পড়ার ক্ষেত্রে প্রচুর Option পাবেন। আপনি যেন Relax করে Manga/Webtoon পড়তে পারেন তার সব ফিচার এখানে দেওয়া আছে। Setting এ গিয়ে সেগুলো চেক বা চেঞ্জ করতে পারবেন।

🔥৯) আপনি চাইলে Volume Button দিয়েও স্ক্রল করে Manga পড়তে পারবেন। শুধু তাই নয়, এমন অনেক ফিচার এই App এ দেওয়া আছে।

🔥১০) আরো একটি ভালো ফিচার হচ্ছে আপনি Sd Card বা Memory Card এ ফাইলগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। এই ফিচার বেশিরভাগ App এই দেওয়া থাকে না। এক্ষেত্রে এই App অন্যগুলোর থেকে এগিয়ে আছে।

🔥১১) এর আগের পোস্টে আমি যে Myanimelist App টির কথা বলেছিলাম, সেই App এর সাথেও Connect করে আপনি আপনার Anime/Manga গুলো Track করে রাখতে পারবেন। যদি myanimelist আপনার পছন্দ না হয় তবুও সমস্যা নেই। এখানে মোট ৫টা app দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার Anime/Manga Track করে রাখতে পারবেন।

🔥১২) Extension ও File সবগুলোই নিয়মিত Update করা হয়। তাই এ নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে।

🔥১৩) এখানে Security এরও ব্যবস্থা আছে। কোনো Content Hide করার Option ও এখানে আছে।

🔥১৪) সবচেয়ে বেস্ট ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে এখানে আপনি Backup করে রাখতে পারবেন সবকিছু। আপনি যদি Uninstall করে পুনরায় Install করেন তবে Backup & Restore Option পাবেন যেখানে আগের সবকিছু Restore করতে পারবেন।

🔥১৫) Theme পালটানো ও Langscape/portrait Mode এরও Option আছে।

🔥১৬) Library কেও ইচ্ছামতো Manage করতে পারবেন।

🔥১৭) আপনি চাইলে Mx player বা অন্য কোনো External Player দিয়ে Anime দেখবে পারবেন। যদিও  Default Player দেওয়া আছে। তবুও Change করার Option আছে।

🔥১৮) বিভিন্ন Comics ও পড়তে পারবেন। যারা Marvel comics এর Fan তারো এখানে Marvel এর অনেক Comics পেয়ে যাবেন। শুধু তাই নয়, এছাড়াও অনেক Comics ই এখানে আপনারা পাবেন। শুধু Extension গুলো ডাউনলোড করে নিয়েন।

এছাড়াও আরো অনেক ফিচার আছে যা বলতে গেলে একটা বই লেখা হয়ে যাবে 😅😅

যা যা বললাম তার প্রমানস্বরুপ কিছু স্ক্রিনশটসঃ

অবশেষে বলবো, এই এপ্লিকেশনটি অনেক কাজের৷ বিশেষ করে যারা Manga/webtoon লাভার তাদের জন্যে এটা সব থেকে বেস্ট এপ্লিকেশন।  এটা আমার কথা নয়, আপনি চাইলে Google এ গিয়ে দেখতে পারেন। মূলত Tachiyomi App এর উপর Based করে এই App টি Develop করা হয়েছে। কিছু ফিচার Experimental আবার কিছু ফিচার আগের থেকে অনেক উন্নত করা হয়েছে। Regularly এর আপডেট আসছে। আরো নতুন নতুন ভালো ভালো ফিচার এড হবে। Tachiyomi থেকে এটাকে আমি বেশি প্রাধান্য দিব। কারন এখানে আপনি Anime ও Manga দুটোই একসাথে দেখতে ও ডাউনলোড করতে পারবেন। যারা Anime streaming এর জন্যে ভালো App খুজছেন আশা করি এটা তাদের কাজে দিবে। না দিলেও পরের পোস্টে আপনারা পেয়ে যাবেন Best Anime Streaming App গুলোর লিস্ট।

তাই দেখা হচ্ছে পরের পোস্টে।
এখনের মতো বিদায় নিচ্ছি।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post নিয়ে আসলাম Anime ও Manga দেখার ও ডাউনলোড করার Ultimate App! (All in One) সাথে আছে আরো অনেক ফিচার! appeared first on Trickbd.com.

একাদশ শ্রেণির ভর্তির জন্য যে ভাবে নিশ্চয়ন ফি প্রদান করতে হবে দেখে নিন!!

Posted:

এইচএসসি ভর্তির জন্য যে ভাবে নিশ্চয়ন ফি প্রদান করতে হবে তা নিয়ে আজকের আলোচনা।

আমি আজকে দেখাব কিভাবে আপনার নিশ্চয়ই ফি প্রদান করবেন প্রথমে আপনাকে এসব কাজ করতে হবে নিচে বলা হয় এবং তার সাথে স্ক্রিনশট যোগ করা হলো।

আরো পড়ুন ফটো এডিটিং এর জন্য চমৎকার কয়েকটি অ্যাপ্লিকেশন যা আপনার ফটো কে করে তুলবে আকর্ষণীয়!!

প্রথমে আপনারা আপনাদের বিকাশে ঢুকে যাবেন আপনারা চাইলে অন্যান্য পেমেন্ট মেথড এর মাধ্যমে এই ফি প্রদান করতে পারেন। তবে আমি আজকে আপনাদের শুধু বিকাশের মাধ্যমে দেখাবো।

বিকাশে ঢোকার পর দেখতে পারবে পে বিল নামে একটি অপশন রয়েছ। সেখানে ক্লিক করবেন।

তারপর আপনারা নিচে দেখলে লক্ষ করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানের নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন তারপর নিচে অনেক অপশন শো করবে এবং প্রথমে যে অপশন রয়েছে xi admission এই অপশনটি নির্বাচন করে নিবেন।

তারপর আপনার একটি ফর্ম দেখতে পারবেন এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে প্রথমে আপনাকে বোর্ডের নাম দিতে হবে তারপর পাশের বছর তারপর রোল এবং একটি মোবাইল নাম্বার দিতে হবে ইনফরমেশন গুলো দিয়ে নিচের লাল অপশনটিতে অর্থাৎ টেবিল করতে এগিয়ে যান এই বাটনটিতে ক্লিক করতে হবে।

এরপর আপনি যে রোল দিয়েছেন সেই রোলের ব্যক্তির নাম শো করবে। এবং কত টাকা পরিশোধ করতে হবে সেটির অ্যামাউন্ট দেখাবে আপনারা নিচের বাটনটিতে ক্লিক করে দিবেন।

এরপর আপনার পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রেখে পেমেন্ট করে দিবেন তাহলে আপনার এই ফি প্রদান হয়ে যাবে।

এবার আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে পারেন।

সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন।

ভিসিট করুনঃ BD Top Tech.com

আরো পড়ুন কন্টেন্ট রাইটিং এর জন্য দেখে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট এবং ওয়েবসাইট যা আপনাকে উপার্জন করতে সহায়তা করবে!!

আল্লাহ হাফেজ!!

The post একাদশ শ্রেণির ভর্তির জন্য যে ভাবে নিশ্চয়ন ফি প্রদান করতে হবে দেখে নিন!! appeared first on Trickbd.com.

মৃত্যুর পরবতী জীবনের কয়েকটি স্তর (পাঠ ২)

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে মৃত্যুর পরবতী জীবন নিয়ে আলোচনা করতে যাচ্ছি । তবে আজকে আমার দ্বিতীয় পাঠ । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

আগের পাঠে আমি মৃত্যুর পরবতী জীবনের ৫টি স্তর নিয়ে আলোচনা করেছিলাম । এগুলো হলো মৃত্যু,কবর, কিয়ামত,হাশর এবং মিযান । আজকে আমি ২টি স্তর নিয়ে আলোচনা করব । একটি হলো সিরাত এবং অপরটি হলো শাফাআত ।

সিরাত:-

সিরাত এর শাব্দিক অথ হলো পথ,রাস্তা,পুল,সেতু ইত্যাদি । অনেকে একে পুলসিরাতও বলে । ইসলামি শরিয়তের পরিভাষায় সিরাত হলো হাশরের ময়দান থেকে জান্নাত অথবা জাহান্নামের উপর দিয়ে চলমান একটি সেতু । আখিরাতে সকল ব্যাক্তিকেই এই সেতু পার করতে হবে । নেক আমলকারী বান্দাগণ এই সিরাত বা সেতু পার করে জান্নাতে প্রবেশ করবে । যে সিরাত পার করতে পারবে না তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে । জাহান্নামীদের জন্য সিরাত হবে চুলের মতো সূক্ষ এবং তরবারি থেকে ধারালো যা কোন ব্যাক্তি তা পার করতে পারবে না ।

জান্নাতিগণ সিরাতের উপর দিয়ে জান্নাতে প্রবেশ করবেন । নেককারদের আমল অনুসারে পুলসিরাত প্রশস্ত হবে । যার আমল সব থেকে বেশি তার পুলসিরাত অনেক বড় হবে । আর যাদের আমল কম তাদের পুলসিরাত তুলনামূলকভাবে ছোট হবে । আর ঈমানদারদের আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবে । কেউ বিদ্যুতের গতিতে,কেউ ঝড়ের গতিতে,কেউ ঘোড়ার গতিতে,কেউ দৌড়ের গতিতে,কেউ হেঁটে হেঁটে অথবা হামাগুড়ি দিয়ে পুলসিরাত পার হবেন । এটা হবে তাদের আমল অনুযায়ী । যাদের আমল বেশি হবে তারা সব থেকে দ্রুত পার হবে । যারা বিদ্যুতের গতিতে পার হবে তার মধ্যে একদল লোক হচ্ছে যারা মসজিদে জামাআতের সাথে নামায আদায় করে ।

আরও পড়ুন :-

Mimi oliviana
biography Wikipedia 2022

শাফাআত :-

শাফাআত শব্দের অথ হলো সুপারিশ করা বা অনুরোধ করা । ইসলামি শরিয়তের পরিভাষায় ক্ষমার জন্য আল্লাহর নিকট নবি রাসুল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে বলে শাফাআত । কিয়ামতের দিন বিচার শেষে আল্লাহ তায়ালা নেক বান্দাদের জান্নাত ও পাপীদের জাহান্নামে জাওয়ার ঘোষণা দিবেন । এসময় নবি রাসুল ও পুন্যবান বান্দাগণ আল্লাহর কাছে শাফাআত করবেন । ফলে অনেক পাপীকে মাফ করা হবে এবং অনেক পুন্যবান ব্যাক্তিদের মযাদা বৃদ্ধি করা হবে ।

কিয়ামতের দিন যখন সূয মাথার কাছে থাকবে তখন সবাই আদম (আ),নূহ(আ),ইবরাহিম(আ),মুসা (আ),ঈসা (আ) এর নিকট উপস্থিত হয়ে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর নিকট শাফাআত করতে বলবে । কিন্তু সবাই পারবে না বলে জানাবে । অবশেষে সকল আমাদের নবি করিম (স) এর নিকট উপস্থিত হবে । তখন তিনি সুপারিশ করবেন ।

আবার পাপীদের ক্ষমা ও পুন্যবানদের মযাদা বৃদ্ধির জন্য শাফাআত করা হবে । নবি-রাসুল,ফেরেশতা,হাফিজ, আলেম এবং শহিদরাও এ শাফাআতের সুযোগ পাবে । তবে হাদিসে উল্লেখ করা হয়েছে যে পবিত্র কুরান মজিদ এবং রোযাও শাফাতের সুযোগ পাবে ।

তো আজ এতটুই ছিল । সবাই আমরা শাফাআত এবং সিরাতে বিশ্বাস করব । শাফাআত একটি নিয়ামত । তাই সবাই আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব । সবাইকে জানাই ধন্যবাদ ।

The post মৃত্যুর পরবতী জীবনের কয়েকটি স্তর (পাঠ ২) appeared first on Trickbd.com.

গ্রামীণফোনে ১১ টাকায় ১ জিবি, ১৯ টাকায় ২ জিবি, ২০ টাকায় ১.৫ জিবি কোড ২০২২

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে গ্রামীণফোন এর ১১ টাকায় ১ জিবি ও ২০ টাকায় ১.৫ জিবি, ১৯ টাকায় ২ জিবি এই ২০২২ সালের অফার এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

গ্রামীণ ফোন সিমে সব সময় ই কিন্তু আমরা ভালো ইন্টারনেট পাই। বলতে গেলে বাংলাদেশে সব থেকে ভালো নেটওয়ার্ক স্পীড গ্রামীণ ফোন সিমেই পাওয়া যায়। তবে গ্রামীণ ফোন সিমের ইন্টারনেট এর প্রাইজ সব সময় ই একটু বেশি হয়৷ ঐ যে কথায় আছে না, ভালো জিনিস এর দাম টা একটু বেশি ই হয়।

যাই হোক এয়ারটেল, রবি, টেলিটক, বাংলালিংক এই সিম গুলো তে আপনি কিন্তু গ্রামীন ফোন এর থেকে কম টাকায় ভালো ভালো ইন্টারনেট প্যাক পেয়ে যাবেন। কিন্তু নেট কিন্তু গ্রামীন ফোন এর থেকে ভালো পাবেন না।

কিন্তু গ্রামীণ ফোন সিম গুলোতে এমবি এর প্রাইজ অনেকটা বেশি হলেও কিন্তু মাঝে মাঝে গ্রামীণ ফোন সিমে অনেক কম টাকায় ভালো ভালো অফার দিয়ে থাকে নিজেদের কাস্টমার দের। তো আমি এই অফার গুলো এর মধ্য থেকে ২ টি গ্রামীণ ফোন সিমের অফার আপনাদের সাথে আমি শেয়ার করবো।

১১ টাকায় ১ জিবি

গ্রামীণ ফোন সিম মাঝে মাঝেই আমাদের অনেক কে এই অফার দিয়ে থাকে মেসেজ এর মাধ্যমে। তো এই অফার টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো। এই অফারের প্যাকেযে আপনি পাবেন ১১ টাকায় ১ জিবি। যার মেয়াদ থাকবে ৭ দিন। এই অফার টি নির্দিষ্ট গ্রাহকরা সর্বোচ্চ একবার ক্রয় করতে পারবেন।

এই অফার টি নিতে আপনার সিমে ১১ টাকা এর মতো ব্যালান্স থাকতে হবে। এরপর ডায়াল করুন *১২১*৫৪৫০# । বা সরাসরি মাই জিপি এপ থেকেও এই ১১ টাকায় ১ জিবি ৭ দিন এর অফার নিতে পারেন

আরো পড়ুনঃ গ্রামীণফোন সিমের কম দামী অফার ২০২২

১৯ টাকায় ২ জিবি

গ্রামীণ ফোন সিম মাঝে মধ্য আমাদের কে এই রকম অফার দিয়ে থাকে মেসেজ এর মাধ্যমে। তো এই অফার টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো। এই অফারের প্যাকেযে আপনি পাবেন ১৯ টাকায় ২ জিবি। যার মেয়াদ থাকবে ৩০ দিন বা একমাস। এই অফার টি ও নির্দিষ্ট গ্রাহকরা সর্বোচ্চ একবার ক্রয় করতে পারবেন।

এই অফার টি নিতে আপনার সিমে ১৯ টাকা এর মতো ব্যালান্স থাকতে হবে। এরপর ডায়াল করুন *১২১*৫১৫১# । বা সরাসরি মাই জিপি এপ থেকেও এই ১৯ টাকায় ২ জিবি ৩০ দিন এর অফার নিতে পারেন।

২০ টাকায় ১.৫ জিবি + ২০ মিনিট

গ্রামীণ ফোন সিম মাঝে মধ্যই আমাদের কে এই রকম অফার দিয়ে থাকে মেসেজ এর মাধ্যমে। তো এই অফার টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো। এই অফারের প্যাকেযে আপনি পাবেন ১৯ টাকায় ১.৫ জিবি এবং এর সাথে ২০ মিনিট। যার মেয়াদ থাকবে ৭ দিন। এই অফার টি নির্দিষ্ট গ্রাহকরা সর্বোচ্চ একবার ক্রয় করতে পারবেন।

এই অফার টি নিতে আপনার সিমে ২০ টাকা এর মতো ব্যালান্স থাকতে হবে। এরপর ডায়াল করুন *১২১*৫২৬৫# । বা সরাসরি মাই জিপি এপ থেকেও এই ২০ টাকায় ১.৫ জিবি + ২০ মিনিট ৭ দিন এর অফার নিতে পারেন।

[বিদ্রঃ এই অফার গুলো গ্রামীণ ফোনের সকল গ্রাহক পাবেন না। শুধু মাত্র নির্দিষ্ট গ্রাহক রা ই পাবেন। আপনি সেই নির্দিষ্ট গ্রাহক কি না জানতে প্রতিদিন গ্রামিণ ফোন থেকে আশা মেসেজ চেক করুন। দেখুন তারা আপনাকে এই অফার গুলো দিয়েছে কি না। কিংবা সরাসরি গ্রামীণ ফোন এর সাথে ইন্টারনেট এ লাইভ চ্যাট করে জেনে নিন আপনি এই অফার গুলো পাবেন কি না।

যারা বলবেন এই অফার গুলো বন্ধ সিমের অফার তাদের বলি আমি আমার এই সিম এ আমি গত ৩ মাস যাবদ ইন্টারনেট টানা ব্যবহার করছি। আর যারা বলবেন এগুলো নতুন সিমের অফার তাদের বলি এই সিম টি প্রায় ১ বছর পুরোনো। আর যারা বলবেন নতুন ফোনের অফার এগুলো তাদের বলি ফোন টি প্রায় ১.৫ বছরের পূরোনো।]

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের ShopTips24.CoM সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

The post গ্রামীণফোনে ১১ টাকায় ১ জিবি, ১৯ টাকায় ২ জিবি, ২০ টাকায় ১.৫ জিবি কোড ২০২২ appeared first on Trickbd.com.

এখন থেকে FreeBasics-এর মাধ্যমে ফ্রীতে চালান Google ব্যবহার করুন।

Posted:

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন
আছেন, আশা করি খুব ভাল আছেন

আজ আমি আপনাদের সাথে
Free Basic এর মাধ্যমে ফ্রীতে ব্রাউজ করা যায়।

.
Free Basic এর মাধ্যমে
ভিজিট করতে এখানে ক্লিক করুন
Put the link of the website that you want to visit
Exmple:
https://www.0.freebasics.com/https/trickbd.com/
পোস্টটা যদি আপনার কাজে আসে অন্তত ১টা ধন্যবাদ দিবেন

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর
trickbd এর সাথেই থাকবেন। সবাইকে
ধন্যবাদ।
Tipsbdnet.ga
 

The post এখন থেকে FreeBasics-এর মাধ্যমে ফ্রীতে চালান Google ব্যবহার করুন। appeared first on Trickbd.com.

একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের নিশ্চায়ন ফি সঠিক ভাবে জমা হয়েছে কি না তা চেক করে নিন.!!

Posted:

একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের ভর্তির আবেদন এর রেজাল্ট বের হয়েছে গত ২৯ এ জানুয়ারি তে। এখন চলতেছে নিশ্চায়ন বা রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ার কাজ। ফি জমা দিয়া যাচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, উপায় এবং টেলিটক সিমের মাধ্যমে। অনেক এ নিশ্চায়ন ফি জমা দিয়েছে এখন তাদের মনে প্রশ্ন হচ্ছে ফি তো জমা দিলাম তা সঠিক ভাবে জমা হলো কি না বা আমার ভর্তির রেজিষ্ট্রেশন টা হলো কি না ইত্যাদি নানা কথা.!

নিশ্চায়ন ফি পাঠিয়ে দিয়ার পর খুব সহজেই জানতে পারবেন যে আপনার নিশ্চায়ন ফি সঠিক ভাবে জমা হয়েছে কি না। তা জানতে এখানে ক্লিক করুন.!

তার পর এখানে ক্লিক করুন।

তার পর আপনার রোল, শিক্ষা বোর্ড, পরিক্ষা সাল, রেজিষ্ট্রেশন নাম্বার এবং Verification কোড সিলেষ্ট করে দিয়ে View Payment Information এ ক্লিক করুন.!

তার পত আপনার নাম সহ ফি প্রদান এর তথ্য দেখতে পারবেন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের নিশ্চায়ন ফি সঠিক ভাবে জমা হয়েছে কি না তা চেক করে নিন.!! appeared first on Trickbd.com.

Anime লাভারদের জন্যে নিয়ে আসলাম Ultimate Anime App! সাথে থাকছে অনেক ফিচার আর আমার দেখা সেরা Anime গুলোর লিস্ট

Posted:

Hello Everyone,

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই পোস্টটা শুধুমাত্র তাদের জন্যে যারা Anime দেখে বা Anime পছন্দ করে। এই পোস্টে আমি এমন একটি Application এর কথা বলবো যার মাধ্যমে আপনারা এ পর্যন্ত যত Anime আছে সব পাবেন আর সেগুলো Track করে রাখা, Rating, Category, Episode List থেকে শুরু করে যা যা আপনার প্রয়োজন সব পাবেন। Anime Track করার সবচেয়ে বেস্ট এপ্লিকেশন। এটা আমার কথা নয়। আপনি যদি একজন Anime লাভার হয়ে থাকেন তবে আপনার অবশ্যই এটা নিয়ে জানার কথা। হ্যাঁ, কথা বলছিলাম Myanimelist এর কথা। তাদেরই ডেভেলপ করা এপ্লিকেশন এটি। অনেক দিন ধরে ব্যবহার করে আসছি এই এপ্লিকেশনটি। আমাকে কখনোই নিরাশ করেনি। আমি আমার জীবনে দেখা সব Anime এখানে Track করে রেখেছি। এই App এর অসংখ্য ফিচার আছে যা একে বেস্ট বানিয়ে রেখেছে।
ফিচারগুলো বলার আগে এর নাম আর ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।

App Name : AnYme X

App Link : https://zunjae.github.io/anymeapp.com/

এবার এর ফিচারগুলো সম্পর্কে আপনাকে বলি।

🔥১) এখানে আপনি এ যাবতকাল পর্যন্ত যত Anime আছে সব পাবেন। পাবেন মানে ২০০% গেরান্টি দিচ্ছি পাবেন।

🔥২) এতে Track করার সাথে সাথে আপনি এখানে আপনার রেটিং দিতে পারবেন।

🔥৩) কতগুলো এপিসোড দেখেছেন সেগুলোও দেখতে পাবেন।

🔥৪) এখানে একটা Reverse Search এর Option আছে যেখানে আপনি যদি হঠাৎ কোথাও কোনো Anime এর ছবি দেখেন কিন্তু সেটা সম্পর্কে আপনি জানতে চান তবে এখানে সে ছবিটি আপলোড করার সাথে সাথে আপনাকে সে Anime এর নাম সহ সব Details দিয়ে দিবে।

🔥৫) এছাড়াও আরো একটি মজার ফিচার আছে। আপনাকে Anime দেখার উপরে Level দেওয়া হয়। অনেকটা গেম খেলে স্টেজ পার করার মতো। আপনি যত বেশি দেখবেন আর এখানে তা Track করবেন ততই আপনার Level বাড়বে।
Stats এ গিয়ে দেখতে পাবেন।

🔥৬) Stats এ গিয়ে শুধু Level ই না, আপনি এ পর্যন্ত যেসব Anime দেখেছেন এর সব তথ্য পেয়ে যাবেন।

🔥৭) এছাড়াও সবচেয়ে ভালো ফিচারগুলোর মধ্যে হচ্ছে এর সার্চ করার ফিচার। আপনি আলাদা আলাদা Category এর Anime গুলো আলাদা আলাদা ভাবে বা একসাথে সবগুলো সার্চ করতে পারবেন। এমনকি কত রেটিং বা কোন Genre এর Anime আপনি চাচ্ছেন সেগুলোও দেখতে পারবেন। সাথে আপনি মুভি নাকি সিরিজ কোনটা দেখতে চাচ্ছেন, কোন বছরের এমনকি কয়টা এপিসোডের এমনভাবেই Category করে সার্চ দিতে পারবেন।

🔥৮) এর আরো একটি স্পেশাল ফিচার হচ্ছে এতে Upcoming ও Latest যত Anime আছে এসব কিছুই দেওয়া আছে। আর এগুলো নিয়মিত আপডেট হয়। চিন্তা করবেন না আপনাকে এপ্লিকেশন আপডেট দিতে হবে না। এটা দেখার জন্যে Calender section এ যাবেন। এখানে কোন বারে কোন এনিমে রিলিজ হচ্ছে বা হবে সব আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন।

🔥৯) এখানে শুধু জাপানিজ না চাইনিজ এনিমেও দেখতে পারবেন।

🔥১০) বুকমার্কের Option ও আছে এখানে। তাই আপনি চাইলে এখানে আপনার আলাদা আলাদা বুকমার্কের ফোল্ডার বানিয়ে এনিমে বুকমার্ক করে রাখতে পারবেন।

🔥১১) আমাকে অনেকেই জিজ্ঞাসা করে ভালো কিছু এনিমে সাজেস্ট করো। এই Genre এর এনিমে সাজেস্ট করো, ঐ Genre এর এনিমে সাজেস্ট করো ইত্যাদি। আমি শুধু তাদেরকে এই এপ্লিকেশনটির কথা বলে দেই। কারন এখানে ভালো ভালো এনিমের রিকমেন্ডেশন এমনেই ফিল্টার সার্চ করে পাওয়া যায়। কত রেটিং এর মধ্যে আর কোন Genre এর এনিমে আপনি দেখতে চান সেখানে ফিল্টার করলেই হবে। সেরা গুলোই প্রথমে দেখাবে।

যা যা বললাম তার প্রমানস্বরুপ সব স্ক্রিনশটস দিয়ে দিচ্ছি। দেখে নিবেনঃ

এছাড়াও আমার লাইফে দেখা সেরা এনিমেগুলোর একটা লিস্ট দিয়ে দিচ্ছি। কেউ দেখতে চাইলে দেখতে পারেন। সবগুলোই ভালো। কোনটা প্রথমে রেখেছি আর কোনটা ২য় তে রেখেছি এইটা নিয়ে ভাববেন না। কারন এগুলো ক্রমিক নং অনুসারে সাজানো। আমি রেট দেইনি।

Anime Movies :

1) Your name

2) weathering with you

3) A silent voice

4) The Garden of words

5) Into The forest of fireflies

6) 5 centimetres per second

7) Wolf children

8) The place promised in our early days

9) I want to eat your pancreas

10) The girl who leapt through time

11) Children who chase lost voices

12) Flavors of youth

13) Sprited away

14) Grave of the fireflies

15) my neighbour totoro

16) Howl’s moving castle

17) Ponyo

18) Kiki’s delivery service

19) Princess mononoke

20) the cat returns

21) no game no life zero

22) mirai

23) napping princess

24) Tamako love story

25) Rascal does not dream of a dreaming girl senpai

26) Voices of a distant star

27) She and her cat : their standing points

28) Colorful

29) Hello world

30) someone’s gaze

31) a whisker away

32) Ride your wave

Anime Series :

1) Death note

2) Attack on Titan

3) Dr.stone

4) Demon slayer

5) Chivalry of a failed knight

6) One punch man

7) Mob psycho 100

8) Terror in resonance

9) Highschool dxd

10) Highschool of the dead

11) Daily life of highschool boys

12) Mitsudomoe

13) Please take my brother away

14) Prison school

15) Tsuzure children

16) Grand blue

17) Tokyo ghoul

18) WATATEN! an angel flew down to me

19) Date a live

20) Kaguya sama love is war

21) Kokoro connect

22) Tastement of sister new devil

23) The quintessential quintuplets

24) Why the hell are you here teacher?

25) Teasing master takagi san

26) Monster musume

27) Your lie in april

28) Angel beats

29) Midori days

30) Brynhildr in the darkness

31) Miss kobayashi’s maid dragon

32) Rascal does not dream of bunnygirl senpai

33) We never learn

34) Kiss x sis

35) No game no life

36) Yamada kun and the seven witches

37) Erased

38) Haven’t you heard? I am sakamoto

39) Gamers!

40) Aho girl

41) Gakuen (school) babysitters

42) noragami

43) Erased

44) I can’t understand what my husband is saying

45) yousuga no sora

46) Himouto umaru chan

47) Dagashi kashi

48) Steins gate

49) Charlotte

50) Plastic memories

51) darling in the franxx

52) assassination classroom

53) My hero academia

54) Nisekoi

55) food wars

56) haikyuu

57) chuunibyou demo koi ga shitai

58) tower of god

59) another

60) the promised neverland

61) Konosuba

62) to love ru

63) my teen romantic comedy snafu

64) Orange

65) Parasyte the maxim

66) kakegurui

67) classroom of the elite

68) the god of highschool

69) Mushoku tensei : jobless reincarnation

70) Anohana : the flower we saw that day

71) Mirai nikki (future diary)

72) Tonari no seki kun

73) Elfen lied

74) Mangaka san to assistant san

75) Jujutsu kaisen

76) The pet girl of sakurasou

77) Amagi brilliant park

78) Kami nomi zo Shiru Sekai

79) Nichijou

80) Shimoneta

81) Eromanga sensei

82) Horimiya

83) Fullmetal alchemist

84) Fire Force

85) asobi asobase

86) Naruto

87) Komi san can’t communicate

88) Blend S

89) Code geass

90) Don’t toy with me nagatoro

91) Dumbbell Nan Kilo Moteru

92) K-on!

93) Death parade

আমি ছোট Anime গুলো দেখতে বেশি পছন্দ করি। কারন সময় আর ধৈর্য্য কোনোটাই আমার নাই 😅

অনেক বড় পোস্ট হয়ে গিয়েছে। ভুল কিছু বলে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি।

ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post Anime লাভারদের জন্যে নিয়ে আসলাম Ultimate Anime App! সাথে থাকছে অনেক ফিচার আর আমার দেখা সেরা Anime গুলোর লিস্ট appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন দারুণ ৪টি প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট

Posted:

আপনি কি আপনার ব্লগার সাইটের জন্য প্রফেশনাল ব্লগার টেমপ্লেট খুঁজছেন? তাহলে আপনি ঠিক জায়গায় চলে এসেছেন। আজকে এই পোস্টে আমি ৬টি ব্লগার টেমপ্লেট শেয়ার করবো এবং সবগুলোর প্রিমিয়াম ভার্শনও শেয়ার করবো। আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার সাইটে ব্যবহার করতে পারবেন।

1. Animo Blogger Template:


Animo ব্লগার টেমপ্লেট খুবই ইউনিক ডিজাইনের ডিজাইন এর একটি টেমপ্লেট। বন্ধুরা এই টেমপ্লেটটি Anime বেজড একটি টেমপ্লেট। এই টেমপ্লেটটি মূলত এনিম বা এনিমেশন মুভি রিভিও বা ডাউনলোড সাইটের জন্য ডিজাইন করা। টেমপ্লেটটি দেখতে খুবই সুন্দর। তো বন্ধুরা নিচের লিংক থেকে ডেমো দেখে নিন সাথে ডাউনলোড লিংকও দিয়ে দিলাম।

Demo | Download

2. Super Seo Blogger Template:


বন্ধুরা Super Seo Blogger Template টিও দেখতে খুব সুন্দর। তাছাড়া এই টেমপ্লেটটি বিশেষ ভাবে SEO এর দিকে নজর দিয়ে ডেভেলাপ করা হয়েছে। নাম দেখেই তা বুঝা যায়। এতে রেয়েছে অনেক গুলো ফিচার। তাছাড়া আমি এখানে প্রিমিয়াম ভার্শন শেয়ার করবো তাই এটাতে কোন ফুটার ক্রেডিট থাকবে না। নিচের লিংক থেকে ডাউনলোড ও ডেমো দেখে নিন।

Demo | Download

3. Vipi Blog Blogger Template:

আপনি যদি সিম্পল ডিজাইনের মধ্যে কোন টেমপ্লেট খুঁজে থাকেন তাহলে Vipi Blog টেমপ্লেটটি আপনার সাইটের জন্য পার্ফেক্ট। কারন Vipi Blog টেমপ্লেটটির ডিজাইন খুব সিম্পল, লাইট, এবং ফাস্ট লোডিং। তাছাড়া এতে সকল এডভান্স ফিচার্সও আছে। যেমনঃ Featured Section, Popular, Recent Posts, Footer Menu, Header Menu, Top Bar, Search Bar, ইত্যাদি।

Demo | Download

4. Sure Mag Blogger Template:


Sure Mag ব্লগার টেমপ্লেটটি MS Design এর একটি অন্যতম থিম। টেমপ্লেটটা খুব সুন্দর এবং ফিচার্স আছে। তাছাড়া ফাস্ট লোডিং, এসইও অপটিমাইজড। Sure Mag ব্লগার টেমপ্লেটটি নিউজ বা মেগাজিন সাইটেটর জন্য বেস্ট। আপনার যদি নিউজ সাইট থাকে তাহলে এই টেমপ্লেটটা আপনার জন্য বেস্ট হবে।

Demo | Download

তো বন্ধুরা আশা করি সবগুলো টেমপ্লেট আপনার ভালো লাগবে। ডাউনলোড লিংক বা অন্য কোন সমস্যা থাকলে কমেন্ট করে জানান। আজকের মত এখানেই শেষ করছি।

এরকম আরো পোস্ট পেতে আমাদের সাইট থেকে ঘুরে আসতে পারেন।

  • TrickAlways.Com
  • The post ডাউনলোড করে নিন দারুণ ৪টি প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট appeared first on Trickbd.com.

    মৃত্যুর পরবতী জীবনের কয়েকটি স্তর (পাঠ ১)

    Posted:

    আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

    অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আখিরাত জীবনের কয়েকটি স্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি । তবে আজকে প্রথম পাঠ । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

    আখিরাত শব্দের অথ হলো পরকাল । আর মৃত্যুর পরবতী জীবনকে বলে পরকাল । আর জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পযন্ত হলো ইহকাল । ইহকাল হলো কমের স্থান । আর পরকাল হলো কমের ফল ভোগের স্থান । মৃত্যুর পরের থেকে কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পযন্ত হলো পরকালের জীবন । এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেয় । আখিরাতের কয়েকটি স্তর হলো মৃত্যু,কবর,কিয়ামত, হাশর,মিযান,সিরাত,শাফায়াত,জান্নাত এবং জাহান্নাম ।

    মৃত্যু:-

    আখিরাত জীবনের সূচনা হয় মৃত্যুর মাধ্যমে । যার জীবন আছে তার মৃত্যুও আছে । আল্লাহ তায়ালা সকল প্রাণীর জন্য মৃত্যু নিধারণ করে রেখেছেন । মৃত্যুর সাথে সাথে আখিরাত জীবনের শুরু হয় । পুন্যবান ব্যাক্তিদের মৃত্যু হয় আনন্দের সাথে । অন্যদিকে পাপিদের মৃত্যু হয় কষ্টের সাথে ।

    কবর:-

    মৃত্যুর পর থেকে পুনরুথান পযন্ত সময়কে কবরের জীবন বলা হয় । মৃত্যুর পর আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন । একে বলে পুনরুথান । দুনিয়াতে মানুষের মৃত্যুর পর কবর দেওয়া হয় । এসময় মুনকার-নাকির নামে দুজন ফেরেশতা কবরে থাকা ব্যাক্তিকে ৩টি প্রশ্ন করবে । প্রশ্ন ৩টি হলো :-

    ১। তোমার রব কে?
    ২। তোমার দ্বীন কি?
    ৩। তোমার নবি কে? অথবা নবি (স) কে উদ্দেশ্য করে বলা হবে যে ইনি কে?

    শুধুমাত্র নেককার মুমিনরাই এ প্রশ্নের উত্তর দিতে পারবে । আর কাফির মুনাফিকরা উত্তর দিতে পারবে না । তারা বলবে ‘আফসোস ! আমি কিছুই জানি না ।’

    কিয়ামত :-

    কিয়ামতকে দুটি অথে বোঝানো হয় ।

    একটি হলো মহাপ্রলয় । এই পৃথিবীতে এক সময় আল্লাহকে বিশ্বাস করার মতো কোন মানুষ থাকবে না । সবাই আল্লাহকে ভূলে যাবে । এসময় আল্লাহ তায়ালার নিদেশে হযরত ইসরাফিল (আ) শিঙ্গায় ফুঁক দিবে । ফলে সব কিছু ধ্বংস হয়ে যাবে । আর এই মহাপ্রলয়ের নাম হলো কিয়ামত ।

    দ্বিতীয়ত একটি অথ হলো দাঁড়ানো । পৃথিবী ধ্বংসের পর আবার ইসরাফিল (আ) শিঙ্গায় ফুঁক দিবেন । আল্লাহ তায়ালা সবাইকে জীবিত করবেন । আর সকল মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে । এই দাঁড়ানোকে বলা হয় কিয়ামত ।

    হাশর :-

    কিয়ামতের পর সবাইকে বিচারের জন্য হাশরের ময়দানে সমবেত করা হবে । হাশরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে । যারা পুন্যবান তারা ডান হাতের আর যারা পাপী তারা বাম হাতে আমলনামা পাবে ।

    হাশরের ময়দানে সূয মাথার উপরে থাকবে । সেদিন আরশের ছায়া ব্যাতীত অন্য কোন ছায়া থাকবে না । সাত শ্রেণীর ব্যাক্তি আরশের ছায়া পাবে । হাশরের ময়দানে হাজরে কাউছারের পানি ব্যাতীত অন্য কোন পানি থাকবে না । শুধুমাত্র মুমিনরাই এসব পাবে । পাপিরা কষ্ট করবে হাশরের ময়দানে ।

    মিযান :- মিযান অথ দাঁড়িপাল্লা । এতে মানুষের পাপ ও পুন্যের ওজন করা হবে । যাদের পুন্যের পাল্লা ভারী হবে তারা জান্নাত পাবে । আর যার পাপের পাল্লা ভারী হবে তারা চির শাস্তির স্থান জাহান্নাম পাবে ।
    তো আজ এতটুকু ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য । আমার পক্ষ থেকে আপনাদের কাছে purebio.info এই সাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল । দয়া করে এই সাইটটি একবার ভিজিট করে আসবেন । সবাইকে ধন্যবাদ ।

    The post মৃত্যুর পরবতী জীবনের কয়েকটি স্তর (পাঠ ১) appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments