Search box..

Movie/Series লাভারদের জন্যে নিয়ে আসলাম Top 10 Movie/Series ডাউনলোডের সাইট!

Movie/Series লাভারদের জন্যে নিয়ে আসলাম Top 10 Movie/Series ডাউনলোডের সাইট!


Movie/Series লাভারদের জন্যে নিয়ে আসলাম Top 10 Movie/Series ডাউনলোডের সাইট!

Posted:

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালা সবাইকে ভালো রেখেছেন। এই পোস্টটা অনেক বড় হবে। আগেই বলে রাকছি। এই পোস্টে আমি কথা বলবো টপ ১০টি মুভি / সিরিজ ডাউনলোডের সাইট নিয়ে। এগুলো সব আমি নিজে ব্যবহার করেছি। নিজের অভিজ্ঞতা আছে তাই বলছি। ভালো লাগলে জানাবেন।

10) Pahe

🔥site link : https://pahe.stream/

মুভি লাভাররা এই সাইটের কথা অবশ্যই জানেন। এই সাইটের কালেকশন বৃহৎ। অনেক বড় সাইট এটি। আপনারা যারা মুভিগুলো অনেক তাড়াতাড়ি পান তারা সেসব মুভিতে এই সাইটের নামও দেখতে পাবেন। কারন এখানে Latest মুভিগুলো অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। অনেক মানুষেরই প্রিয় সাইট এটি। কিন্তু সমস্যা হচ্ছে এর Ads নিয়ে। এখানে Adblock দিয়ে ঢুকলে আপনাকে ঢুকতে দিবে না। তাই Adblock disable করে ঢুকতে হবে।

9) Filmybro

🔥Site link : https://filmybro.com

সবার আগে বলে রাখি এই সাইট থেকে তারাই মুভি ডাউনলোড করবেন যারা বিশেষ করে ওয়াইফাই ইউজার। মানে যাদের আনলিমিটেড ডেটার সক্ষমতা আছে। কেন বলছি এ কথা?
কারন আপনারা এই সাইটে 720p, 1080p, 4K, 60fps,120fps মানে যত High quality পাওয়া যায় সব এই সাইটটিতে পাবেন। এখানে কম Quality এর মুভিগুলো খুব কম আপলোড করা হয়। আপনার যদি বেশি ডেটা দিয়ে মুভি ডাউনলোড করার সক্ষমতা থাকে আর আপনি যদি 4K, 60FPS,120FPS এ মুভি দেখতে চান তবে এই সাইটটি আমি আপনাকে Recommend করবো।

বলে রাখি, এখানে মেগা ও গুগল ড্রাইভের লিংকগুলো আপনি পাবেন ডাউনলোড করার জন্যে। Latest সব পাবেন।

8) Worldfree4u

🔥Site Link : https://worldfree4u.city

এখানে আপনারা 480p, 720p, 1080p, এসব Quality এর মুভি ডাউনলোড করতে পারবেন।
Hollywood, Bollywood,  Dual audio, cartoon & animation, web series, amazon prime, apple tv, disney+, Netflix, English tv shows, punjabi movies,  south hindi dubbed movies সব পাবেন।

গুগল ড্রাইভের সাথে আপনারা টরেন্টের লিংকও পাবেন। সাথে যেসব লিংকগুলো পাবেন তা হলোঃ
1) uploadbaz
2) clicknupload
3) uploading site
4) desiupload
5) uploadmaza
6) uploadraza
7) indishare
8) uptobox

তাই বুঝতেই পারছেন। এই সাইটে ডাউনলোড নিয়ে সমস্যা হওয়ার chance খুবই কম। Latest সব পাবেন।

7) 480PTVSERIES

🔥Site Link : https://hd.480ptvseries.com/

হ্যাঁ নামের সাথে কাজের মিল আছে তবে এক্সট্রা কিছুও আছে। নাম দেখেই বুঝতে পারছেন এখানে 480p quality তে সব মুভিই পাবেন। যারা মোবাইল ডাটা ইউজার তাদের জন্যে এই ওয়েবসাইটটি কাজে দিবে বলে আশা করছি। এছাড়াও 720p, 1080p Quality তেও মুভি পাবেন। আর ডাউনলোডের বেলায় Google drive সহ বিভিন্ন লিংক আপনারা পেয়ে যাবেন। Direct লিংক এরও ব্যবস্থা করা আছে। তাই সেটা নিয়েও চিন্তা করতে হবে না। Latest সব পাবেন।

6) Themoviesflix

🔥Site Link : https://themoviesflix.us.com/

এই ওয়েবসাইটে যা যা পাওয়া যাবে তা বলে দিচ্ছি। বাকিটা আপনারাই Decide করুন এখানে ঢুকবেন নাকি ঢুকবেন না। তবে একটা কথা বলে রাখি। এই ওয়েসবসাইটটি খুবই Lite মানে স্মুথলি সাইটটি চলে। তাই বলে আগের গুলোও যে খারাপ তা নয়।
তো চলুন দেখে নেওয়া যাক কি কি ধরনের মুভি আপনারা ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে।

1) hollywood movies
2) English movies
3) dual audio
4) multi audio
5) 1980 থেকে 2021 পর্যন্ত প্রচুর মুভি পাবেন
6) action
7) adventure
8) animation
9) comedy
10) crime
11) fantasy
12) horror
13) mystery
14) sci-fi
15) romance
16) drama
17) thriller

Tv shows/web series :
18) hindi dubbed
19) english
20) netflix
21) amazon prime
22) hulu
23) the cw
24) bollywood
25) উপরে যেসব Genre (action,adventure etc) এর কথা বললাম সব Genre এর Tv show/series গুলাও পাবেন।

আর Quality এর কথা বলতে গেলে এখানে অনেকগুলো Option পাবেন। যেমনঃ 480p, 720p, 1080p, 300 mb movies, 500mb movies, 700 mb movies, 900 mb movies, 1 gb movies সব পাবেন। Latest সব পাবেন।

5) Bolly4u

🔥 Site Link : https://bolly4u.bond

এটাও একটা যথেষ্ট ভালো সাইট। এখানে আপনারা Bollywood 300 mb, Bollywood 720p, Dual audio 300 mb, Dual audio 720p, Hollywood 300 mb, Hollywood 720p, Pakistani, Punjabi, South hindi dubbed 300mb, south hindi dubbed 720p, telegu 300 mb, telegu 720p, Tv shows, WEB series এসব পাবেন। দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা যারা মোবাইল ডাটা ইউজার তারা কম সাইজের মধ্যে movie/series ডাউনলোড করতে পারবেন। এই সাইট অনেক দিন আগে থেকে আমি ব্যবহার করে আসছি। খুব ভালো একটা সাইট। Latest সব পাবেন।

4) Hdhub4u

🔥Site link : https://hdhub4u.quest

এই সাইটটিও আমি অনেক ব্যবহার করেছি। আমার কালেকশনে তাই এটি টপ লিস্টে সবসময় থাকে।

এ সাইট থেকে যা যা পাবেনঃ

1)Hollywood
2)Bollywood
3)Dual audio
4)Hindi dubbed
5)South hindi movies
6)WEB series
7)Tv shows
8)Unofficial dubbed
9)Action
10)Comedy
11)Romance
12)Horror
13)Thriller
14)Animated
15)Drama
16)Sci-fi
17)Crime
18)300 mb movies
19)HD movies

দেখতেই পাচ্ছেন কালেকশন ছোট নয়। Latest সব পাবেন।

3) FILMAPIK

🔥site link :
1) https://5.182.209.164

2) https://filmapik.site

এই সাইটের ডিজাইনের মতো এর কালেকশনও বেশ সুন্দর। মোট ১৪ টি দেশসহ২১ টি Genre, ও স্পেশাল কিছু সেকশন সহ বৃহৎ কালেকশন আছে এদের।

বলে দেই যা যা আছে তাদের।

1) k-drama
2) west-series
3) complete series
4) ongoing series
5) popular imdb rated movies
6) action
7) adventure
8) drama
9) family
10) documentary
11) fantasy
12) foreign
13) horror
14) history
15) mystery
16) music
17) thriller
18) war
19) western
20) science fiction
21) short movies
22) tv movie
23) romance
24) animation
25) crime
এর সাথে যেসব দেশের movie/series গুলো পাবেন সেগুলো হচ্ছেঃ
1) France
2) UK
3) US
4) India
5) Japan
6) Spain
7) canada
8) south corea
9) canada
10) Thailand
11) Australia
12) belgiam
13) newzealand
14) argentina

আপনারা যারা foreign movies/series পছন্দ করেন তারা চেক করতে পারেন। ভালো একটি সাইট। Latest সব পাবেন।

2) Mlsbd

🔥site link : https://mlsbd.shop

এই সাইটের বিশেষত্ব বলার আগে এর সমস্যা গুলো ও এর সমাধান গুলো দেওয়ার চেষ্টা করছি।

১) Ads – এই সাইটে প্রচুর Ads আসে। আপনারা এসব Ads থেকে মুক্ত হতে চাইলে ভালো কোনো browser ব্যবহার করুন যেটিতে ভালো মানের Adblock আছে।

২) 18+ contents – এখানে 18+ contents এর ছড়াছড়ি। আপনারা যারা 18+ contents পছন্দ করেন না তাদের জন্যে এই সাইটে আলাদা একটা option আছে। এর জন্যে উপরে থাকা filter 18+ contents এর জায়গায় ক্লিক করে no কে yes করে দেওয়ার সাথে সাথে সব 18+ content গুলো vanish হয়ে যাবে।

এবার এই সাইটের বিশেষত্ব গুলো বলছি।
এই সাইটে আপনারা যেসব Genre আর movies/series selection এর option গুলো পাবেন তা আগের সাইটগুলোতে পাবেন না। কি নেই এখানে? Bangla,English, Assamese, African, Arabian, Austrailan, Bollywood, Hollywood, canada, cantonese, chinese, filipino, finland, fliz, france/french, german, greece, gujrati,Indonesia, italian,japanese, korean, malaylam,malaysia, mandarian, marathi, nepali, norwegian, pakistani, punjabi, persian, phillipines, polish, portugese, romanian, russian, spanish, south african, south indian, swedish, taiwan, telegu,  thai, turkish, tamil, vietnamese (Total A-Z বলে দিলাম) এসব দেশের মুভি/সিরিজ সব পাবেন। তার সাথে Hindi, bangla,English dubbed মুভি/সিরিজগুলোও পাবেন। তার সাথে সব Quality ই এখানে আছে। 480p, 720p,1080p,4K সব Quality ই আছে এখানে।

এছাড়াও short films, natok, 3d movies, 60fps, addatimes, anime, animation, binge, bioscope, documentary, dual/multi audio, HEVC, Imdb top 250, news,  music videos, sports, torrents, ইত্যাদি আরো অনেক কিছুই আছে। অনেক বলে ফেলেছি। কিন্তু আমি মিথ্যা বলছি না। এই সাইটকে দুই নাম্বারে রাখার যথেষ্ট কারন হচ্ছে এই সাইটে যা যা বললাম সব আছে। আপনারা সাইটের নিচে স্ক্রল করে সব দেখতে পারবেন। Latest সব পাবেন।

এই সাইটের বিশাল কালেকশনের কারনে একে আমি ২ নাম্বারে স্থান দিয়েছি।

1) MLWBD

🔥site link : mlwbd.com (.com টা দিলাম কারন কিছুদিন পরপরই এর domain name চেঞ্জ করতে হয় এডমিনকে)

এটা আমার লিস্টে ১ নাম্বারে রাখছি তার অনেক কারন আছে। তার আগে বলে রাখি এই পর্যন্ত যে ৯টি সাইটের কথা বললাম সেগুলোর মধ্যে এই সাইটটি বাংলাদেশের। আর অন্যান্য সাইটগুলো যেগুলো আগে বললাম সেগুলো আমি আগে ব্যবহার করতাম  কিন্তু বর্তমানে আমি এই সাইট ছাড়া আর কোনো সাইট ব্যবহার করি না। হ্যাঁ করি তবে সেটা মাঝে মাঝে। এই সাইটে নিয়মিত প্রচুর movies/series আপলোড করে এডমিন। এই সাইটের অফিশিয়াল ফেসবুক পেজ, গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আছে। আপনারা চাইলে Join হয়ে যেতে পারেন। অবশ্য আমার বেশি কিছু বলতে হবে না এই সাইট নিয়ে। কারন বাংলাদেশে যারা মুভি ডাউনলোড করে তারা বেশিরভাগই এই সাইট সম্পর্কে জানে। গরিবের Netflix বলা যায় একে 😂😂। যাই হোক, মজা বাদ দিই। এখানে Latest সব পাবেন। সব মানে সব। যত তাড়াতাড়ি সম্ভব এডমিন সব মুভি/সিরিজ আপলোড করে থাকে। আর এখানে সব Quality ই আছে। 480p,720p,1080p,4K সব পাবেন। আর কালেকশনের কথা তো না-ই বললাম। আপনি নিজেই ভিসিট করে দেখুন। আমি মিথ্যা কিছুই বলছি না। In fact, আমার এই সাইটের কথা মানুষকে বলতে ভালো লাগে। এই সাইটের যে রকমের ফ্রিতে প্রমোশন আমি করেছি তা এডমিন এডস কিনেও করতে পারবে না 😂😂। এই সাইট আমার সবচেয়ে প্রিয়। তার আরেকটা কারন হলোঃ এই সাইটের এডমিন খুবই ভালো। রিকুয়েস্ট গুলো রাখে।

তো, এই হচ্ছে টপ ১০ টা মুভি/সিরিজ ডাউনলোডের সাইট। আশা করছি মুভি/সিরিজ লাভারদের কাজে দিবে। প্রত্যেকটি সাইটই আমি নিজে চেক করেছি। Animation থেকে শুরু করে সব লেটেস্ট পাবেন আপনারা। যার যেটা পছন্দ সেটা থেকে ডাউনলোড করেন। কোনো সাইটের কোনো সমস্যা থাকলে আমাকে গালি দিয়েন না বা নেগেটিভ কমেন্ট করবেন না। আমি আগেই বলেছি আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। আমার কাছে এ সাইটগুলো বেস্ট মনে হয় তাই আমি এগুলো আপনাদেরকে জানালাম।
পরের পোস্টের জন্য কোনো সাজেশন থাকলে দিতে পারেন।
ধন্যবাদ।
ইনশাল্লাহ আবারো দেখা হবে।
This is 4HS4N
Logging Out….

The post Movie/Series লাভারদের জন্যে নিয়ে আসলাম Top 10 Movie/Series ডাউনলোডের সাইট! appeared first on Trickbd.com.

ইউটিউব ভিডিও ডেস্ক্রিপশন এর সাহায্য SEO করুন

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাকে আবারো স্বাগতম জানাচ্ছি TrickBd.com এর এই পোস্ট টি তে। আজকে আমরা নৃত্য দিনের একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের আর্টিকেল টি কি সম্পর্কে হতে যাচ্ছে তা টাইটেল দেখেই বুঝে গেছেন নিশ্চয়ই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও, ভিডিও টি এর ডেস্ক্রিপশন এর সাহায্য এসইও (SEO) করবেন।

বর্তমানে ভিডিও আপলোডিং এর জন্য সবথেকে জনপ্রিয় সাইট এবং এপ হলো Youtube .. ইউটিউব থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ উপার্জন করছে। সে দিক থেকে আমাদের বাংলাদেশ ও পিছিয়ে নেই। আমাদের বাংলাদেশের ও হাজার হাজার মানুষ ইউটিউব এ ভিডিও আপলোড করে টাকা উপার্জন করছে।

আমরা সকলেই জানি যে এসইও (SEO) মানো হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) নিজের কোনো ভিডিও এই এসইও না করলে গুগলে সেটি সার্চ করলে কখনো খুজে পাওয়া যাবে না। এবং নিজের ভিডিও তে পর্যাপ্ত পরিমাণ ভিউ পাওয়া যাবে না।

এগুলো প্রায় সবাই জানে। কিন্তু যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন, সেই সকল ইউজারদের মধ্য অনেকেই জানে না যে কিভাবে একটি ভিডিও এসইও করতে হয়। আর আপনি ও যদি তাদের মতো একজন হয়ে থাকেন তাহলে এই পোস্ট টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট।

আজকের আর্টিকেল এ আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব এর আপলোড করা ভিডিও টি এর ডেস্ক্রিপশন এর সাহায্য নিজের ভিডিও টি এসইও করবেন।

Youtube ভিডিও Description এর মাধ্যমে Seo করুন।

নিজের YouTube ভিডিও – কে SEO করার অন্যতম বিশেষ মাধ্যম হলো ভিডিও টি এর ডেস্ক্রিপশন। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা অনেক নতুন ইউটিউবার-রা ২-৪ বাক্য বা লাইন Description লিখে ভিডিও আপলোড করে দেই কিংবা অনেকে তো ফাঁকাও রেখে দিই। এটা আসলে অনেকটা নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো ব্যাপার। তাই আমি আশা করি, আজকের আর্টিকেল থেকে মূল্যবান উপায়গুলো জেনে সেগুলো নিজের ভিডিও এর ডেস্ক্রিপশন এ এপ্লাই করুন। আর এর ফলটাও আশা করি আপনি কয়েক মাসের মধ্যই বুঝতে পারবেন।

Description বড় করুন।

YouTube যেখানে আমাদের ডেস্ক্রিপশন লেখার জন্য ৫০০০ টা অক্ষর ব্যাবহার করতে দিয়েছে, সেখানে আমাদের ২-৪ লাইন বা শব্দ লিখে ছেড়ে দেওয়া টা একেবারে বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। কাজেই আপনি যেভাবেই পারেন না কেনো নিজের ভিডিও এর Description টি বড় করুন। বড় Description SEO এর ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Description-এ Keyword রাখুন।

ডেস্ক্রিপশন বড় করার ক্ষেত্রে যত বেশি পারবেন ভিডিও সম্পর্কিত Keyword যোগ করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় তো, প্রথম ১০০০ অক্ষর এর মধ্যেই বেশি সংখ্যক কি-ওয়ার্ড রাখুন। এটা আপনার Video-র Ranking-এ ত্বরান্বিত করবে। আপনি চাইলে একাধিক Keyword-ও রাখতে পারেন। তবে Keyword একটা দেন বা একাধিক, সেটা/সেগুলোকে লিখার মধ্যে বারবার আনার চেষ্টা করুন। ভালো Keyword খোঁজার জন্য আপনি Ahrefs-এর YouTube Keyword Tool ব্যবহার করতে পারেন।

আপনার অন্যান্য Video-র Link Add করুন

আপনার Description-এ আপনার চ্যানেলের অন্যান্য Video-এর Backlink দিন। সাথে ছোট করে এমন কিছু লিখে দিবেন যাতে করে Viewer আকৃষ্ট হয়ে আপনার অন্য Video-তে ক্লিক করে। এটা আপনার View বাড়াতে সহায়ক হবে।

Description-এ Tag Add করুন

Video-তে ট্যাগিং করার সাথে সাথে ট্যাগ-গুলোকে Description-এ ও যোগ করে দিন। আপনি চাইলে Description-এর একদম শেষের দিকে Tag নামে একটি Heading দিয়ে নিচে ভিডিও সম্পর্কে Tag-গুলো যোগ করে দিতে পারেন। এটা এসইও-এর ক্ষেত্রে সবথেকে বেশি ভালো হবে।

Hashtag Add করুন

আপনার চ্যানেলের নাম অনুযায়ী অথবা যেকোনোভাবে একটা Unique Hashtag আপনার প্রত্যেকটা Video-র Description-এ দিন, যেই Hastag টা YouTube-এ শুধু আপনার ভিডিওগুলোতেই পাওয়া যাবে। এতে করে কেউ যখন সেই Hastag-এ ক্লিক করবে, তার সামনে আপনার ভিডিওগুলো চলে আসবে। বিষয়টা অনেকের বুঝতে সমস্যা হতে পারে। তাই আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার Channel-এর নাম Tech News । আপনি সেক্ষেত্রে আপনার চ্যানেলের প্রতিটা Video-র Description-এ #TechNews লিখে দিবেন।

কিন্তু প্রশ্ন হলো, আপনার চ্যানেলের নামে তো অনেক চ্যানেল থাকতে পারে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি একটু বুদ্ধি খাটিয়ে নিজের চ্যানেলের নামের সাথে আরো কিছু ওয়ার্ড লাগিয়ে দিবেন।

আশা করি আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন এবং TrickBd.com এর সাথেই থাকবেন।

The post ইউটিউব ভিডিও ডেস্ক্রিপশন এর সাহায্য SEO করুন appeared first on Trickbd.com.

রবি সিমের দারুন সব এমবি অফার ২০২২

Posted:

আসসালামু আলাইকুম ভিজিটরগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা আমার থেকে বড় তাদের জানাই শ্রদ্ধা ও যারা ছোট তাদের জন্য রইলো স্নেহ। আজকে আমি আবারো আপনাদের সাথে হাজির হলাম নতুন একটি আর্টিকেল এর মাধ্যমে।

আজকে আপনাদের সাথে শেয়ার করবো Robi Mb Offer সমূহ। আজকের লিস্টে যে অফার গুলো রয়েছে সেগুলো সব ২০২২ এর অফার তাই আশা করছি প্রায় সকলেই এই অফার গুলো উপভোগ করতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক robi mb offer গুলো।

Robi mb offer গুলো শেয়ার করার আগে আপনাদের একটি বিষয়ে অবগত করে নেই, এই অফার গুলো সকল রবি সিম গ্রাহক পাবেন না। কেননা এই অফার গুলো সব সিমের জন্য নয়। তো এই robi mb offer গুলো আপনি পাবেন কি পাবেন না সেটা আগে জেনে নিবেন। এটা জানার জন্য আপনি রবি সিমের কাস্টমার কেয়ার ১২১ এ কল করে জানতে পারেন। এটাতে কথা বলার চার্জ ফ্রি, অথবা আপনি চাইলে রবি সিমের অফিসিয়াল লাইভ চ্যাটে গিয়ে তাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন এই robi mb offer গুলো আপনার robi sim এ পাবেন, নাকি পাবেন না।

তো যাই হোক, তো এবার চলুন robi mb offer গুলো দেখে নেওয়া যাক।

Robi Mb Offer

প্রথমেই চলুন আমরা robi mb offer এর লিস্টের কম দামে বেশি এম্বি এর প্যাকেজ গুলো থেকে বেশি দামের প্যাকেজ গুলোর দিকে যাই,,

Robi 23 Tk 1 GB

রবি সিম তাদের গ্রাহকদের এই অফার এর জন্য স্বাধীনতা প্রদান করেছে। অর্থাৎ যখন ইচ্ছা তখন আপনি চাইলে এই প্যাকেজ টি কিনতে পারেন। আপনি যদি একজন রেগুলার ইন্টারনেট ব্যবহার কারী হন তাহলে এই অফার টি আপনার জন্য অত্যান্ত ভালো একটি অফার। এই অফার টি নিতে চাইলে আপনাকে মাত্র ২৩ টাকা খরচ করতে হবে, তার বদলে আপনি পাবেন ১ জিবি এম্বি, যেটার মেয়াদ থাকবে ৩ দিন। এই অফার টি নিতে চাইলে ডায়াল করুন *123*230#

Robi 34 Tk 1.5 GB

আপনি যদি ৩ দিনের জন্য কম দামে ভালো একটি ইন্টারনেট প্যাক কিনতে চান রবি সিমে তাহলে এটি হবে আপনার জন্য বেস্ট একটি চয়েজ। এই অফারটির মেয়াদ থাকবে ৩ দিন এবং এই অফারটি কিনতে হলে আপনাকে ৩৪ টাকা রিচার্জ করতে হবে। তাহলেই এই অফার টি আপনার সিমে অন হয়ে যাবে। এই অফারের নির্দিষ্ট কোনো USSD কোড নেই।

Robi 41 Tk 1 GB

আপনার যদি ৩ দিনের জন্য কোনো ইন্টারনেট প্যাক ব্যবহার করতে চান তাহলে এটা হবে আরো একটা ভালো অফার আপনার জন্য। এই অফার টি বর্তমানে রবি সিম কোম্পানি এর robi mb offer এর সব থেকে বেশিবার নেওয়া অফার ২০২১ এর। এই অফার টি নিতে হলে আপনাকে ৪১ টাকা ব্যয় করতে হবে। এবং তার বিনিময়ে আপনি পাবেন ১ জিবি ইন্টারনেট বা এম্বি। এই অফার টি নিতে হলে ডায়াল করুন *123*41# এই ডাটা প্যাকেজটি শুধুমাত্র এই কোড দ্বারাই কেনা সম্ভব।

Robi Mb Offer 2021

প্রথম ক্যাটাগরির অফার গুলো ছিলো ১ জিবি এর অফার। তো এবার চলুন ১ জিবি এর উপরের অফার গুলোও দেখে নেই,,

Robi 101 Tk 1.1 GB

এই অফার টি তাদের জন্য যারা ১.১ জিবি এম্বি দিয়ে পুড়ো মাস চালিয়ে দিতে পারবেন। এই অফার টি এর মেয়াদ থাকবে ৩০ দিন পর্যন্ত। এই অফার টি কিনতে হলে আপনাকে ব্যয় করতে হবে ১০১ টাকা এবং তার ফলে আপনি পাবেন ১.১ জিবি ডাটা বা এম্বি। এই অফার নিতে চাইলে ডায়াল করুন *123*101#

Robi 108 Tk 3 GB

আপনি যদি খুব বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে এই অফার টি আপনার জন্যই। এই অফারে আপনি পাবেন ১০৮ টাকায় ৩ জিবি ডাটা এবং এটার মেয়াদ থাকবে ৭ দিন। অর্থাৎ আপনি ৭ দিন এই অফার উপভোগ করতে পারবেন। এই অফার নিতে চাইলে ডায়াল করুন *121*108#

Robi 108 Tk 4 GB

যদি আপনি বেশি পরিমাণ ইন্টানেট ব্যবহার করেন তাহলে আপনি এই অফার নিতে পারেন। এটি খুবই ভালো একটি অফার। এই Robi Mb Offer এ আপনি পাবেন ৪ জিবি ডাটা মাত্র ১০৮ টাকায়, মেয়াদ থাকবে ৭ দিন পর্যন্ত। এই অফার টি উপভোগ করতে চাইলে ডায়াল করুন *123*0108# এই অফার টি শুধুমাত্র 4G সিম গুলোতে চলবে। আপনার 4G সিম হয়ে থাকলে এই Robi Mb Offer টি ব্যবহার করতে পারেন।

Robi 199 Tk 10 GB

যদি আপনার প্রতি সপ্তাহে ১ থেকে ৯ জিবি দিয়ে না চলে, অর্থাৎ এর থেকে বেশি এম্বি এর প্রয়োজন হয় তাহলে এই অফার টি আপনার জন্য স্পেশাল হতে যাচ্ছে। এই অফারে আপনি পাবেন মাত্র ১৯৯ টাকায় ১০ জিবি ডাটা তাও আবার ৭ দিনের জন্য। এই অফার টি নিতে চাইলে ডায়াল করুন *123*0199#

আজকে এই পর্যন্তই পরবর্তী আবার কোনো আর্টিকেলের মাধ্যমে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ্য থাকুন।

The post রবি সিমের দারুন সব এমবি অফার ২০২২ appeared first on Trickbd.com.

Admin Plz Delete This

Posted:

Admin Plz Delete This

The post Admin Plz Delete This appeared first on Trickbd.com.

মেসেঞ্জারে চ্যাটের স্ক্রিনশট নিলেই জেনে যাবে অপরজন [New Messenger Update]

Posted:

গ্রাহকদের সেবায় মেসেঞ্জারকে আরো নিরাপদ করতে ব্যবস্থা নিয়েছে ফেসবুক। সম্প্রতি ফেসবুক নিয়ে এসেছে একাধিক নতুন ফিচার। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের জন্য তারা চালু করেছে চ্যাট ও কলের নিরাপত্তায় 'এন্ড-টু-এন্ড এনক্রিপশন'।

আরো পড়ুন ম্যাসেঞ্জারের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার 2022 দেখে নিন!!

এ ফিচারের ফলে যে দু'জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা ছাড়া সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। আর এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে ডিজাপিয়ারিং মেসেজের কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবেন গ্রাহক।

এর পাশাপাশি মেসেজ রিয়াকশন ফিচারও রিলিজ করা হচ্ছে। মেসেঞ্জারের এই অপশনটির সাহায্যে ইমোজিসহ মেসেজের প্রতিক্রিয়া জানানো যাবে।

আপনি এই ফিচার টি উপভোগ করতে আপনার মেসেঞ্জার টি আপডেট দিতে পারেন। তবে এখন আপডেট দিলে সবার এই ফিচারটি ইনাবেল হবে না। তবে নির্দিষ্ট সময় পর প্রায় সবার ক্ষেত্রেই এই ফিচার টি উপভোগ করার সুযোগ হবে।

Bd Top Tech সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) আর্টিকেল দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন।

ভিসিট করুনঃ BD Top Tech.com

আরো পড়ুন জেনে নিন ফেসবুকের পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে!!

আল্লাহ হাফেজ!!

The post মেসেঞ্জারে চ্যাটের স্ক্রিনশট নিলেই জেনে যাবে অপরজন [New Messenger Update] appeared first on Trickbd.com.

বিকাশ একাউন্ট এ ২১ টাকা বোনাস নিয়ে নিন সবাই পাবেন তাড়াতাড়ি করুন.!!

Posted:

বিকাশ এর সকল গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে নিজের নাম্বার (যে নাম্বার এ বিকাশ একাউন্ট খুলা আছে) ৪০ টাকা টাকা মোবাইল রিচার্জ করলে পাবেন ২১ টাকা ক্যাশব্যাক।

এছাড়া *২৪৭# ডায়াল করে নিজের নাম্বারে ৪০ টাকা মোবাইল রিচার্জ করলে পাবেন ১০% ক্যাশব্যাক

৪০ টাকা মোবাইল রিচার্জ করলে ক্যাশব্যাক পাবেন রিচার্জ এর পরবর্তী কার্যদিবসে এবং অফারটি চলবে আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।

মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপ এ ঢুকে মোবাইল রিচার্জ অপশন সিলেষ্ট করুন।

তার পর নিজের নাম্বার দিয়ে (যে নাম্বার এ বিকাশ একাউন্ট খুলা আছে) ৪০ টাকা পরিমাণ দিয়ে পরবর্তী তে যান।

তার পর আপনার বিকাশ একাউন্ট এ পিন দিয়ে লেনদেন সম্পন্ন করে নিন
প্রমাণঃ

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post বিকাশ একাউন্ট এ ২১ টাকা বোনাস নিয়ে নিন সবাই পাবেন তাড়াতাড়ি করুন.!! appeared first on Trickbd.com.

বিকাশ অ্যাপ দিয়ে ৪০৳ রিচার্জ করলে ২১৳ ক্যাশব্যাক

Posted:

বিকাশের সকল গ্রাহক বিকাশ অ্যাপ থেকে নিজের বিকাশ একাউন্ট নাম্বারে ৪০ টাকা মোবাইল রিচার্জ করলে পাচ্ছেন ২১ টাকা ক্যাশব্যাক।

এছাড়াও বিকাশের সকল গ্রাহক *২৪৭# ডায়াল করে নিজের বিকাশ একাউন্ট নাম্বারে ৪০ টাকা মোবাইল রিচার্জ করলে পাচ্ছেন ১০% অর্থাৎ ৪ টাকা ক্যাশব্যাক।

শর্তাবলীঃ অফার চলাকালীন সর্বোচ্চ একবার ক্যাশব্যাক পাবেন।
রিচার্জ করার পরবর্তী কর্মদিবসের মধ্যে ক্যাশব্যাক পেয়ে যাবেন।

অফারটি চলবে: ০৩/০২/২০২২ তারিখ হতে ০৫/০২/২০২২ তারিখ পর্যন্ত।

Official Announcement :

আজকে এখানেই শেষ করলাম।

আমার ওয়েবসাইট :

Educoxbd.com
Tahercoxbd.com

The post বিকাশ অ্যাপ দিয়ে ৪০৳ রিচার্জ করলে ২১৳ ক্যাশব্যাক appeared first on Trickbd.com.

(পর্ব–৪) ৫টি উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-4)

Posted:

আসসালামু আলাইকুম,
এটি হচ্ছে Telegram Bots এর 4th part। এর আগেও ২টি পোস্ট করেছি এমন সব উপকারী bots নিয়ে। সেগুলো না দেখে থাকলে দেখে আসতে পারেন। উপকারে আসবে আশা করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

 

1) Youtube Download Bot

Bot username : @utuberabot

এই বটের কাজ খুবই সিম্পল। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা। কিন্তু এখানে এর স্পেশালিটি হলো আপনাকে শুধু ৪-৫ টা Quality এর ডাউনলোডের option দিবে না। যে ভিডিও আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সে ভিডিওতে যত Quality এর ভিডিও আর অডিও ফাইল আছে সব আপনাকে দিবে যাতে আপনি যেটা খুশি ডাউনলোড করতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে বটটা। আশা করি আপনাদের উপকারেও আসবে।

Screenshot proves :

 

2) office to pdf

Bot username : @office2pdf_bot

এই Bot টি আশা করছি অনেক মানুষেরই কাজে দিবে৷ কারন এই Bot অনেক মানুষই খুজে।
এই Bot এর কাজ হলো ছবিকে pdf এ কনভার্ট করা। আপনাকে এর জন্যে আলাদা কোনো এপ্লিকেশন ইন্সটল করার কোনো প্রয়োজন নেই। শুধু এই bot এ ঢুকুন। তারপর start command দিন। এরপর আপনার ছবিটি পাঠান। এরপর ফাইলের নাম সেট করুন। আর বট সাথে সাথে আপনাকে সেই ছবির pdf টি দিয়ে দিবে।

উদাহারনস্বরুপ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

 

3) এখন আমি ৩ টা বট এর কথা বলবো যাদের কাজ একই৷ এগুলো হচ্ছে virus checking bot. এগুলোর কাজ হচ্ছে আপনি যখন কোনো ফাইল এদেরকে পাঠাবেন তখন সাথে সাথে এরা চেক করে নিবে সেই ফাইলে কোনো ভাইরাস আছে কি না। থাকলে আপনাকে জানিয়ে দিবে। না থাকলেও জানাবে।

বটগুলো হলোঃ

🔥 @VirusYabBot
🔥 @DrWebBot
🔥 @VirusTotalAV_bot

 

4) Telegram game bot

Bot username : @gamee

আপনি কি জানেন? আপনি টেলিগ্রামে গেমসও খেলতে পারেন? এই বট এর সাহায্যে আপনি মোট ১০ টা গেম খেলতে পাবেন। গেমগুলো মজার আর Addictive ও। ট্রাই করে দেখতে পারেন৷ আমার কাছে ভালোই লাগে।

 

 

5) Functions Robot

Bot username : @FunctionsRobot

এই বটের মাধ্যমে আপনি ১৯ টা কাজ একসাথে করতে পারবেন। সেগুলো হলোঃ

1) shorten url
2) password generator
3) web search (on google, amazon, youtube, wikipedia)
4) forward info
5) translate language
6) text to voice
7) rename file
8) web screen
9) cryptovalues
10) your info
11) upload
12) logo search
13) Create QR code
14) Read QR code
15) image to sticker converter
16) encrypt
17) decrypt
18) domain tools
19) pastebin

পাওয়ারফুল একটি Bot. অনেক কাজই করতে পারবেন। আশা করছি কাজে দিবে।

অবশেষে বলতে চাই, ধন্যবাদ পোস্টটি পড়ার জন্যে। আশা করি বটগুলো উপকারে আসবে না। না আসলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আমি হাল্কা নেগেটিভিটিও সহ্য করতে পারি না। এগুলো থেকে দূরে থাকতে চাই। তবে হ্যাঁ, কোনো সাজেশন থাকলে দিতে পারেন। পরের পোস্ট কি বিষয়ে দেওয়া যায় সে সম্পর্কে জানাতে পারেন। নোট করে রাখব। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। এমন আরো Bot চাইলে বলতে পারেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post (পর্ব–৪) ৫টি উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-4) appeared first on Trickbd.com.

(পর্ব-৩) ৫টি উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-3)

Posted:

আসসালামু আলাইকুম,
এটি হচ্ছে Telegram Bots এর 3rd part।  এর আগেও ২টি পোস্ট করেছি এমন সব উপকারী bots নিয়ে। সেগুলো না দেখে থাকলে দেখে আসতে পারেন। উপকারে আসবে আশা করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

1) Bing

Bot username : @bing

এই Bot এর কাজ হচ্ছে Image search করা। আপনাকে এই Bot কোথাও Add করা লাগবে না, কিছুই করতে হবে না। শুধু Bot টিকে Start এ ক্লিক করে চালু করুন।

এরপর যেকোনো Chat এর Message এ গিয়ে যখনই @bing লিখবেন আর সাথে একটা Space দিবেন তখনই সাথে সাথে আলাদা একটা Option পাবেন Image search দেওয়ার জন্যে। সেখানে আপনি যেরকম image চাচ্ছেন সে Image এর নামটি লিখবেন আর আপনাকে সে Related যত Image আছে সব দেখানো হবে। সেখান থেকে আপনি আপনার কাংখিত ছবিটি সেন্ড করে পাঠাতে পারবেন।

নিচে কিভাবে বটটি কাজ করে তার স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Youtube Search

Bot username : @vid

উপরের বটটির মতো নিচের বটটিও একই ভাবে কাজ করে। কিন্তু এর কাজটা একটু আলাদা। একই System এ কাজ করে। message section এ গিয়ে শুধু @vid লিখে space দিলেই আপনি আগের মতো Option পেয়ে যাবেন। কিন্তু এইবারে সেটা Youtube এ সার্চ করার জন্যে। আপনি যদি কাউকে কোনো ইউটিউবের লিংক সার্চ করে দিতে চান তবে এই এপটি ইউটিউব এপে না ঢুকেই আপনার সমস্যার সমাধান করে দিতে পারে।

যেভাবে কাজ করে তার স্ক্রিনশটঃ

3) Fake mail

Bot username : @fakemailbot

আমার আগের পোস্টে আমি একটি বটের কথা বলেছিলাম যেটি Temporary mail generate করতে পারে। এই বটটি ঠিক একইরকম৷ আপনি Start করে /generate command দিবেন আর সাথে সাথে আপনাকে নতুন একটি mail দেওয়া হবে যেটি আপনি যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
কিন্তু এখানে একটা Extra Feauture আছে।  আর তা হচ্ছে এখানে আপনি custom mail set করতে পারবেন। হ্যাঁ, এই বটের মাধ্যমে সেটা করা সম্ভব। Menu তে গিয়ে /set কমান্ড দিলেই আপনি সে Option টি পেয়ে যাবেন।

4) Bookmark bot

Bot username : @bookmarchbot

এই বটের কাজ হচ্ছে আপনার পছন্দের লিংক গুলোকে সেভ করা আর আপনি যখনই চান আপনাকে তখনই সেগুলো Provide করা।

কিভাবে ব্যবহার করবেন?

খুবই সহজ। Start command দিন। এরপর আপনার যে লিংক গুলো আপনি সেভ করে রাখতে চান সেগুলো বটকে সেন্ড করুন। এরপর Menu তে গিয়ে browse command দিলেই আপনার সব লিংকগুলো বট আপনাকে দেখাবে। আপনি চাইলে আলাদা Category করেও সেভ করে রাখতে পারবেন।

নিচে স্ক্রিনশট দিয়ে দিলাম বুঝার সুবিধার্থেঃ

5) Direct Link Generator

Bot username : @DirectLinkGeneratorbot

এই Bot টা মনে হয় বেশিরভাগ মানুষই খুজছিলেন। এই Bot কিছু Supported sites এর লিংককে direct downloading link এ generate করতে পারে।

supported site গুলোর লিস্ট দিয়ে দিচ্ছিঃ

• youtube – হ্যাঁ ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
• onedrive – যেকোনো onedrive এর লিংক সেন্ড করার সাথে সাথে আপনাকে ডাউনলোড লিংক দিয়ে দিবে। এছাড়াও আরো কিছু সাইট আছে। যেমনঃ
sourceforge.net
osdn.net
• desiupload
• indishare
• bdupload
• uploadever
letsupload.co
upload.ac
mediafire.com
dropbox.com
zippyshare.com
hubfiles.ws
w4files.ws
uploadfiles.pw
zeefiles.download
dlfiles.online
upindia.mobi
uploadfile.cc

এছাড়াও আরো কি কি সাইট সাপোর্ট করে তা দেখার জন্যে নিচে একটি লিংক দিয়ে দিচ্ছি।
কেন এই পোস্টে লিখলাম না? লিংকে গেলেই বুঝতে পারবেন। এত লিংক লিখতে গেলে আমার হাত আর হাতের জায়গায় থাকবে না। আর কপি পেস্ট করেও দিতে চাচ্ছি না কারন পোস্ট অনেক লম্বা হয়ে যাবে।
আর আপনারা জানেন আমি ফালতু কথা বলে পোস্ট লম্বা করি না। কাজের কথা বলে যতটুকু পোস্ট করা যায় সেটাই চেষ্টা করি।

লিংক : https://ytdl-org.github.io/youtube-dl/supportedsites.html

Prove :

অবশেষে বলতে চাই, ধন্যবাদ পোস্টটি পড়ার জন্যে। আশা করি বটগুলো উপকারে আসবে না। না আসলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আমি হাল্কা নেগেটিভিটিও সহ্য করতে পারি না। এগুলো থেকে দূরে থাকতে চাই। তবে হ্যাঁ, কোনো সাজেশন থাকলে দিতে পারেন। পরের পোস্ট কি বিষয়ে দেওয়া যায় সে সম্পর্কে জানাতে পারেন। নোট করে রাখব। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। এমন আরো Bot চাইলে বলতে পারেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post (পর্ব-৩) ৫টি উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-3) appeared first on Trickbd.com.

Ultimate Collection Of Telegram Channels (83 best telegram channels in 1 post)

Posted:

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই পোস্টের জন্যে আমার যে সময় দিতে হয়েছে তার জন্যে গত ১০ টা পোস্টের পিছনেও হয়তো দেইনি। সবচেয়ে বেস্ট টেলিগ্রাম চ্যানেলগুলো কালেক্ট করে এক পোস্টে দেওয়ার চেষ্টা করেছি। অনেক কষ্ট হয়েছে এগুলো কালেক্ট করতে। কিন্তু যাই হোক, বেশিরভাগ মানুষই এই কষ্টের মূল্য বুঝবে না। কারন তারা মনে করবে এই কপি পেস্ট করতে এ আর কেমন কষ্ট লাগে। ভাই, কালেক্ট করে টেস্ট করে দেখতে যান এক এক করে। বুঝবেন কেমন লাগে।

যাই হোক, এই পোস্টে আমি এমন ৬১টি টেলিগ্রাম চ্যানেল দিয়েছি যাদের যে প্রয়োজনে লাগে তারা Join হয়ে নিতে পারেন। আশা করি কাজেই দিবে।

💥 যাদের free stock images,wallpapers প্রয়োজন তারা এই টেলিগ্রাম চ্যানেলগুলোতে Join হয়ে নিতে পারেন। এদের কালেকশন অনেক ভালো। আর Quality গুলোও অসাধারন।

1) https://t.me/shutterstockpremium
2) https://t.me/PhPxs
3) https://t.me/shutterstockstore
4) https://t.me/pexels
5) https://t.me/wallpaperselection
6) https://t.me/lineuiwalls
7) https://t.me/freestockphotos
8) https://t.me/Shutter
9) https://t.me/lineuiwalls
10) https://t.me/bestwallpapes
11) https://t.me/iWallpaper
12) https://t.me/InspiringImages
13) https://t.me/ideasforhome
14) https://t.me/WallpapersGram
15) https://t.me/Justdecor
16) https://t.me/carsoftheworld
17) https://t.me/PhotographyPassion
18) https://t.me/crazyart
19) https://t.me/artplanet
20) https://t.me/pictures_land
21) https://t.me/Architecture_World
22) https://t.me/darkspace
23) https://t.me/artsstyle
24) https://t.me/fotosgram
25) https://t.me/travelpics
26) https://t.me/naturus
27) https://t.me/wonderful_globe
28) https://t.me/Planet_Earth
29) https://t.me/BestTravelPhotography

যাদের Copyright free stock video লাগবে তাদের জন্যেঃ

1) https://t.me/FreeBackgroundVideo
2) https://t.me/stockvideosyoutube

💥 যাদের Ebook প্রয়োজন তাদের জন্যে এই চ্যানেলগুলো অনেক কাজে দিবে আশা করছি। এগুলোর ভিতর দেশি বিদেশি সব আলাদা আলাদা চ্যানেল আছে৷ আমি ক্যাটেগরি করে দিয়েছি। চিন্তা করতে হবে না। এর ভিতর মোটিভেশনাল, ইসলামিক, Business, Self help, amazon সহ অনেক বইগুলোর বিশাল কালেকশন আছে। একবার হলেও চেক করে দেখবেন আশা করি।

❤ ইসলামিক বইগুলোর Pdf এর জন্যেঃ
1) https://t.me/sagbirahammed
2) https://t.me/best_islamic_pdf_kitab (islamic)
3) https://t.me/CyberLazaPdf

🔥 International Ebook এর জন্যেঃ

1) https://t.me/books_on_toast
2)  https://t.me/Novels_English_Books_Magazines
3) https://t.me/novels_free_pdf
4) https://t.me/eBookRoom
5) https://t.me/premium_ebook_index
6) https://t.me/epubonly
7) https://t.me/TheNovelsRepository
8) https://t.me/eBooksRepository
9) https://t.me/BooksDojo
10) https://t.me/UnLibrary
11) https://t.me/amazonebook
12) https://t.me/nonfictionbusinessebooks
13) https://t.me/pdfbasket
14) https://t.me/ebooks4ias
15) https://t.me/SelfHelpBooks4U
16) https://t.me/selfhelpbooks

💥যাদের Mod, Premium, Crack Apps প্রয়োজন তাদের জন্যে এই চ্যানেলগুলো Recommend করছি। এসব চ্যানেলগুলো নিয়মিত আপডেট ভার্সন গুলো আপলোড করে থাকে। তাই সেটা নিয়ে চিন্তা করা লাগবে না আপনার। সব একজায়গাতেই পেয়ে যাবেন।

1) https://t.me/allapkforfree
2) https://t.me/Mixrootmods
3) https://t.me/CrackedAppsworld
4) https://t.me/fhapp_s
5) https://t.me/a2zappsstore
6) https://t.me/whatsnewcloud
7) https://t.me/Alexey070315
8) https://t.me/moddroid_co_OF
9) https://t.me/ModdedCentral
10) https://t.me/AndroidPremiumSoftware
11) https://t.me/AndroGamers
12) https://t.me/pcandroidsoftware
13) https://t.me/premiunapks
14) https://t.me/Apps_and_Games_Android

💥যারা বিজ্ঞানপ্রেমী এবং Science, facts,technology এগুলো ভালোবাসেন আর এসব সম্পর্কে জানতে চান তাদের জন্যে এই চ্যানেলগুলো Recommended থাকবে। নিয়মিত নতুন নতুন ইনফরমেশন Update করা হয়ে থাকে। তাই এটা ভাববেন না যে ১০ বছর আগের কথা এখানে দিয়ে দেওয়া হয়েছে। একেবারেই নয়। প্রতিদিনই অনেক কিছুই শিখতে পারবেন।

1) https://t.me/Didyoureallyknow
2) https://t.me/askmenow
3) https://t.me/Curiosity_Tea
4) https://t.me/factschool
5) https://t.me/did_you_know
6) https://t.me/googlefactss
7) https://t.me/life_hacker
8) https://t.me/science
9) https://t.me/EverythingScience
10) https://t.me/nasa_apod
11) https://t.me/MinutePhysics
12) https://t.me/darkspace
13) https://t.me/FirstSpace

💥আপনি কি এটা জানতেন যে আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে এর Theme পাল্টাতে পারেন? আমি নিজেই জানতাম না। হঠাৎ করেই এই ২ টা চ্যানেল খুজে পাই। আর আমি মুগ্ধ হয়ে যাই এদের Theme আর Customizations গুলো দেখে। এক কথায় অসাধারণ। তাই যারা Default  Telegram theme নিয়ে হতাশায় ভুগছেন বা একদমই পছন্দ না তাদের জন্যে এই ২ টি চ্যানেল আশা করি অনেক কাজে দিবে।

1) https://t.me/ThemegramChannel
2) https://t.me/AndroidThemes

💥একটা বোনাস চ্যানেলের লিংক দিলাম যাদের Xiaomi Mobile আছে তাদের জন্যে। এই চ্যানেলে Xiaomi mobile এর অনেক ভালো ভালো Theme Upload হয়ে থাকে। যাদের Xiaomi Phone আছে তারা এই চ্যানেলটি চেক করতে পারেন।

1) https://t.me/MIUIThemesRH

💥এবার আসি Telegram Proxy তে। যারা Telegram এর জন্যে Proxy খুজছিলেন তাদের জন্যে এই ৩ টি চ্যানেল দেওয়া হলোঃ

1) https://t.me/ProxyMTProto
2) https://t.me/TelMTProto
3) https://t.me/PowerfulProxy

এ পর্যন্তই।
পরের পোস্টে ইনশাল্লাহ ভালো কিছু Bot এর কালেকশন দেখতে পাবেন।
এই পোস্টটা আশা করি অনেকেরই কাজে দিবে।
পরের পোস্টে দেখা হবে ইনশাল্লাহ।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post Ultimate Collection Of Telegram Channels (83 best telegram channels in 1 post) appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments