আপনার ফোনে থাকা সকল Calls & Messages Backup করুন কয়েক সেকেন্ডের মধ্যে আর সেগুলো যখন প্রয়োজন তখন Restore করুন! |
- আপনার ফোনে থাকা সকল Calls & Messages Backup করুন কয়েক সেকেন্ডের মধ্যে আর সেগুলো যখন প্রয়োজন তখন Restore করুন!
- (Part-2) Customization ও Music লাভারদের জন্যে নিয়ে আসলাম ৫ টি Unique Music Player
- (Part-1) Customization ও Music লাভারদের জন্যে নিয়ে আসলাম ৫ টি Unique Music Player
- Customization লাভারদের জন্যে নিয়ে আসলাম A-Z Customizable Music Player (সাথে থাকছে প্রচুর ফিচার)
- আপনি নিজেই মুরগির পানি খাওয়ার টপ বানিয়ে নিন
- HSC রেজাল্ট সবার আগে দেখে নিন খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই.!
Posted: আসসালামু আলাইকুম,
(আমি Pro Version এর Link দিয়ে দিচ্ছি এতে Ads আসবে না) যারা বুঝেননি তাদের নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ আশা করি এই App টি আপনাদের অনেক কাজেই লাগবে। যারা মোবাইল ফোন Restore দেওয়ার সময় নিজের গুরুত্বপূর্ণ মেসেজগুলো হারাতে ভয় পান বা মোবাইল চুরি হয়ে গেলে বা কোনো দূর্ঘটনা ঘটে গেলে এ সমস্ত কল/মেসেজের ডেটাগুলো হারাতে যেন না হয় তার সলিউশন দিবে এই এপ্লিকেশনটি। আমি প্রত্যেকবার মোবাইল Restore দেওয়ার আগে সব এই App এর মাধ্যমে Backup করে রেখে দিই। যারা জানেন না তাদের জন্যে অনেক সাহায্য করবে। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। The post আপনার ফোনে থাকা সকল Calls & Messages Backup করুন কয়েক সেকেন্ডের মধ্যে আর সেগুলো যখন প্রয়োজন তখন Restore করুন! appeared first on Trickbd.com. |
(Part-2) Customization ও Music লাভারদের জন্যে নিয়ে আসলাম ৫ টি Unique Music Player Posted: Hello Everyone,
যারা বেশি Customization পছন্দ করেন না শুধু একটি Music Player চলার মতো হলেই হলো এমন কিছু চাচ্ছেন তাদের জন্যে এই মিউজিক প্লেয়ারটি সাজেস্ট করবো। এর বিষয়ে বেশি কিছু বলবো না। আপনারা নিজেরাই চেক করে নিবেন। একটা কথা অবশ্যই বলবো আর তা হচ্ছে এটি খুবই সিম্পল আর মিনিমাল একটি এপ্লিকেশন। বাকীটা আপনারা ইন্সটল করে দেখে নিন। বোঝার সুবিধার্থে কিছু স্ক্রিনশটসঃ 4)
এই Music player কে সিম্পলের ভিতরে গর্জিয়াস বলাই যায়। কেননা এই মিউজিক প্লেয়ারকে সিম্পলের ভিতরে এত সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনার দেখতেই ভালো লাগবে। যারা বেশি কাস্টমাইজেশন পছন্দ করেন না তবে সিম্পলের ভিতর ভালো একটি মিউজিক প্লেয়ার চাচ্ছেন তাদের জন্যে এটা রিকমেন্ড করবো। কিছু ফিচারের কথা বলি। ১)এখানে স্পেশাল বলতে গেলে Speed চেঞ্জ করার অপশন আছে যা সব মিউজিক প্লেয়ারে পাওয়া যায় না। তার সাথে Pitch ও পাল্টাতে পারবেন। ২) সুন্দর একটি Visualizer দেওয়া আছে। যা দেখতে ভালো লাগে। ৩) সুন্দর Theme আছে অনেকগুলো। সবগুলোই UI এর সাথে খুব ভালোভাবে মানায়। ৪) Gapless playback পাচ্ছেন এখানে। ৫) Lockscreen এ Artwork দেখানোর Option ও পাবেন সিম্পলের ভিতরে আমার কাছে ভালোই লেগেছে। আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন। Screenshots of the app :
3)
এই প্লেয়ারটি আমি অবশ্যই Customization লাভারদের সাজেস্ট করবো। এখানে আছে প্রচুর ফিচার। সবচেয়ে আকর্ষনীয় ফিচারগুলো নিয়েই তাহলে কথা বলি। 1) এখানে আলাদা করে Audio Books এর Option আছে। আপনারা যারা Audio Books শুনেন তাদের কাজে দিবে বলে আশা করছি। 2) Mp3 Cutter – জি এটা একটা মিউজিক প্লেয়ার আর এখানে Mp3 Cut করার অপশন আছে। যা একে অন্যান্য মিউজিক প্লেয়ার থেকে Unique করেছে। 3) Scan media – দাড়ান। আগে শুনুন কি বলছি। Scan media প্রত্যেকটা প্লেয়ারে আছে আমি জানি আর থাকবে এটাও সবাই জানে। কিন্তু এখানে একটা স্পেশাল ফিচার আছে যা অন্য গুলোতে নেই। আপনারা এখানে 30 second বা 60 second এর কম যে Audio file গুলো আছে সেগুলো ইগনোর করার Option পাবেন Scan করার সময়। আরো একটা ফিচার আছে এখানে। সেটি হচ্ছে 50 kb এর নিচের ফাইলগুলোকে ইগনোর করে স্ক্যান করার অপশন এখানে পেয়ে যাবেন।অনেকেই এটাকে কাজের বলে মনে করবে আমি জানি। কারন এটা আমার কাছে অনেক কাজের লেগেছে। 4) Theme – এখানে প্রচুর Theme selection এর Options পাবেন। অনেকগুলো Unqiue ও আছে। আর প্রত্যেকটা Theme এত সুন্দর ভাবে Design করা হয়েছে যে এটা আপনাকে মুগ্ধ করবেই। 5) Player theme এর আলাদা আলাদা Option ও পাচ্ছেন এখানে। 6) Improve album quality art এর মাধ্যমে album art সেগুলোর Quality খারাপ সেগুলোকে improve করতে পারবেন। 7) Shake To Change এর মাধ্যমে আপনারা আপনাদের ফোনকে shake করে মিউজিক পাল্টাতে পারবেন। 8) Gapless playback এর মাধ্যমে গানের শেষে যে silence টা থাকে সেটাকে bye bye বলে দিতে পারবেন। Nonstop music প্লে করার মজা নিতে পারবেন এর মাধ্যমে। 9) এখানে আপনারা যা যা Setting change করে Customization করে রাখবেন তা Backup & Restore করার আলাদা Option ও পেয়ে যাবেন। 10) আলাদা একটি Lockscreen সেট করে রাখতে পারবেন যা Aesthetics feel দেয়। এছাড়াও আরো অনেক Cool features আছে যা বললে অনেক লেখা লাগবে। আপনারা ইন্সটল করে দেখে নিবেন। |
0 Comments