Search box..

Android এর ৫ টি Unique Games With Beautiful Graphics!

Android এর ৫ টি Unique Games With Beautiful Graphics!


Android এর ৫ টি Unique Games With Beautiful Graphics!

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন সবাই।

এই পোস্টে আমি কথা বলবো এমন ৫টি অসাধারন গেম নিয়ে যেগুলোর কন্সেপ্ট ইউনিক এবং এগুলোর গ্রাফিক্সও অসাধারন। আশা করছি শেষ পর্যন্ত পোস্টটি পড়বেন। কারন গেমগুলো এক কথায় অসাধারন।

গেমগুলো আমাকে খুবই মুগ্ধ করেছে। আশা করছি আপনাদের কাছেও গেমগুলো ভালো লাগবে।
আমার পূর্বের পোস্টগুলোও দেখে আসতে পারেন চাইলে।

তো চলুন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : SHINE – Journey Of Light

Game Developer : Fox & Sheep

Game size : 357 MB

Required OS : 4.1+

Game Released Date : December 6,2018

Game Type : Offline

Game Link : Revdl/Playstore

 

গেমের শুরুতেই আপনাকে গেমের স্টোরি বুঝিয়ে দেওয়া হবে। গেমটি আমি রিকমেন্ড করবো অন্ধকারে মোবাইলের ফুল ব্রাইটনেস দিয়ে খেলতে। কেননা গেমটির কন্সেপ্ট হচ্ছে আলো বা লাইট নিয়ে। তাই গেমটির বেশিরভাগই অন্ধকারে ডুবে থাকবে।

তবে গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর। গেমটির সাউন্ডট্র‍্যাকও এক কথায় অসাধারন। কন্ট্রোল একটু খারাপ মনে হয়েছে আমার কাছে। তবে আপনার খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয়না।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ লক্ষাধিকবারেরও বেশিবার। গেমটি রিভিউ করা হয়েছে মোট ২ হাজার বার+।

যেহেতু এটি ২০১৮ সালের গেম তাই খুব একটা জনপ্রিয় হয়ে উঠেনি। হ্যাঁ, গেমে আরো অনেক কাজ বাকী আছে। তবে খেলার অযোগ্য এমন না। গেমটির রেটিং প্লে-স্টোরে 3.8 ★। তবে আমার মতে At least 4★ হওয়া উচিত ছিল।

কেননা গেমের কন্সেপ্ট + গ্রাফিক্স প্রশংসনীয়। কিন্তু তবুও কিছু মানুষের কমপ্লেইন থাকবেই। কিছুই করার নেই। আপনি খেলে দেখতে পারেন। আপনার কাছে ভালো লাগতে পারে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

4) Game Name : Botanicula

Game Developer : Amanita Design

Game size : 557 MB

Required OS : 4.3+

Game Released Date : October 11, 2014

Game Type : Offline

Game Link : Revdl

শুরুতেই বলে রাখি গেমটি পেইড প্লে-স্টোরে। গেমটির মূল্য প্লে-স্টোরে ২২০ টাকা। এটি একটি Award Winning Game। গেমটিতে Humor এর মিশ্রন আছে। তাই যারা Funny Games পছন্দ করেন তারা Try করে দেখতে পারেন।

গেমটিতে ১৫০ টিরও বেশি লোকেশন আছে Explore করার জন্যে। গেমটিতে ১০০ টিরও বেশি Funny animations আছে। গেমটি খেলতে যেমন মজার তেমন কঠিনও। আপনার ব্রেইনকে ভালোভাবেই কাজে লাগিয়ে গেমটি খেলতে হবে।

গেমটির কিছু ফিচার নিচে দিচ্ছিঃ

✔ Relaxed game perfect for hard core gamers, their partners, families and seniors

✔ More than 150 detailed locations to explore

✔ Hundreds of funny animations

✔ Incredible amount of hidden bonuses

✔ Award winning music by Dva

এটি একটি স্টোরি টাইপ এডভেঞ্চার গেম। গেমটিকে মূলত ৯-১২ বছর বয়সী বাচ্চাদের জন্যেই ডিজাইন করে তৈরী করা হয়েছে এমনটা প্লে-স্টোরে উল্লেখ আছে। তবে এর মানে যে আপনার কাছে ভালো লাগবে না এমনটা না। গেমটি প্লে-স্টোরে Teachers Approved ও হয়েছে।

আপনি চাইলে কোনো বাচ্চাকে এই গেমটি খেলতে দিতে পারেন। At least Violation এর আওতায় পড়ে এমন Games খেলতে দেওয়ার চেয়ে এই ধরনের গেমস খেলতে দেওয়াই বেস্ট বলে আমি মনে করি।

গেমটিতে গ্রাফিক্স + সাউন্ড এফেক্টস এর ভালো ব্যবহার করা হয়েছে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : The Silent Age

Game Developer : House On Fire

Game size : 241 MB

Required OS : 5.0+

Game Released Date : Jun 23, 2013

Game Type : Offline

Game Link : Playstore/Revdl

 

এটি একটি স্টোরি মোড গেম। এখানে আপনি টাইম ট্র‍্যাভেলের কন্সেপ্টও পাবেন। সাথে পাবেন ইউনিক গেমপ্লে + অসাধারন গ্রাফিক্স। গেমটিতে পাবেন অনেক সুন্দর একটি স্টোরিলাইন।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষবারেরও বেশিবার। গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১ লক্ষ ১৭ হাজার+ এবং সে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমটির সাউন্ড এফেক্টস গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। কারন এখানে প্রত্যেকটা বস্তুর সাউন্ডগুলো Accurate ভাবে দেওয়া হয়েছে। যেমনঃ ঘড়ি, বৃষ্টি, পরিবেশ ইত্যাদির শব্দ।

এখানে 2D Graphics এর ভেতরেও Environment টা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন মনে হবে কোনো মুভি দেখছেন। এতটাই সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে।

গেমটিতে আপনি ২টি Episode খেলতে পারবেন যাতে আছে ৫টি ৫টি করে মোট ১০ টি Chapter। প্রত্যেকটি Chapter এ আবার ভিন্ন ভিন্ন লোকেশন পাবেন।

প্রত্যেকটা লোকেশনে আছে ভিন্ন ভিন্ন Objects + environments আর সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর গ্রাফিক্স এর মাধ্যমে।

গেমটির স্টোরিলাইন আপনাকে নিরাশ করবে না। গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্যই দিয়েছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : The Trail

Game Developer : Kongregate

Game size : 47 MB

Required OS : 4.1+

Game Released Date : November 1,2016

Game Type : Offline

Game Link : Playstore/Revdl

এটি একটি Story Type Adventure Game।
এই গেমটি আমার কাছে খুবই ভালো লেগেছে এর Beautiful Scenery এর কারনে। গেমটির ক্যারেক্টারগুলো দেখতে আপনার কাছে ভালো না-ও লাগতে পারে।

গেমটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর গ্রাফিক্স আর এর সাউন্ড এফেক্টস। গেমটি আপনাকে একটি Picnic/Hiking এর Feel দিবে যেখানে আপনি একটি Journey তে বেড়িয়েছেন।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার। গেমটিকে রিভিউ করা হয়েছে মোট ৩ লক্ষ ১৬ হাজার+ এবং সে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★।

আপনার যদি Cartoonish Graphics ভালো লাগে তবে এই গেমটি আপনারও ভালো লাগবে। গেমটি আপনাকে Aesthetic Feel দিবে। গেমটির সাইজ খুবই কম। তবে এই কম সাইজের ভিতরে এত সুন্দর একটি গেম দেওয়া খুবই প্রশংসার দাবিদার।

গেমটি খেলতে হলে আপনাকে Portrait Mode এ খেলতে হবে। আপনার ডিভাইস এর স্ক্রিনসাইজ যত বড় হবে তত ভালো। কেননা গেমটিতে আপনি স্টোরির সাথে অসম্ভব সুন্দর গ্রাফিক্স দেখতে পাবেন। যা একটি সুন্দর স্ক্রিন ছাড়া ভালো লাগবে না।

গেমটি যেকোনো মোবাইলেই অনায়াসেই খেলা যাবে। আপনাকে গেমটিতে বিভিন্ন Objects Collect করতে হবে। সেই Object গুলো একে অন্যের সাথে Mix করে নতুন Crafts & Objects তৈরি করতে হবে। গেমটি Adventure Lover দের খুবই ভালো লাগবে আশা করছি।

গেমটির কিছু ফিচার নিচে দিচ্ছিঃ

Features of The Trail include :

BEAUTIFUL :
Take in the view as you walk The Trail through different landscapes and fantastic vistas.

RELAXING :
Using only your thumb, swipe and drag to move delightfully along The Trail. Designed for everyone to pick up and enjoy.

MAKE YOUR FORTUNE :
Travel to the new world to make your fortune! Learn to craft and trade.

BUILD A COMMUNITY :
Join a town to unlock more features and work together to make your town the best in the new world!

COMPANION :
Befriend an interactive pet dog to accompany you on your journey, and play together to unwind when at home.

UNIQUE :
You’ve never played anything like The Trail!

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Hillside Drive

Game Developer : Dreamy Dingo

Game size : 70 MB

Required OS : 5.1+

Game Released Date : April 30, 2020

Game Type : Offline

Game Link : Playstore/Revdl (Mod Unlimited Money এর জন্যে)

এই গেমটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর গ্রাফিক্স। অসাধারন এর গ্রাফিক্স। এমন গ্রাফিক্স খুব কম গেমেই দেখা যায়।

যারা Hill climb racing 1/2 গেমটি খেলেছেন তারা এই গেমের কন্সেপ্ট খুব ভালোভাবেই বুঝতে পারবেন।

গেমটি কন্ট্রোল করা খুবই সহজ। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিক বারেরও বেশি। গেমটি রিভিউ করা হয়েছে ২৪ হাজার+ বার। গেমটি সাইজ অনুযায়ী খুবই ভালো গ্রাফিক্স Offer করছে।

আমি বলবো গেমটি Mod version Download করে খেলতে। না হলে মজা পাবেন না। Auto থেকে শুরু করে Bus, Truck সহ মোট ১৯টি গাড়ির কালেকশন পাবেন।

বিভিন্ন Task + Upgrades পাবেন।
গেমটির কিছু ফিচার নিচে দিচ্ছিঃ

Features :

• Handcrafted Tracks – Get the best racing experience on tracks thought out to the smallest detail!

• Tasks – Each car has own set of task to complete!

• Unlock – Unlock cars and choose the best one for your racing style!

• Upgrade – Improve the engine, suspension, tires & 4WD of your vehicles

• Gadgets – Install wings, nitro, magnet or snow wheels for better vehicle performance

 

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, গেমগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর একটা কথা। প্লে-স্টোরে কিছু গেমের রেটিং খুবই খারাপ দেওয়া আছে। যেহেতু গেমগুলো আমি নিজে খেলে দেখেছি তাই আমি জানি গেমগুলো কেমন। রেটিং দেখে গেমকে বাজে মনে করবেন না। গেমগুলো খুবই ভালো।

আপনি নিজে খেলে দেখলেই বুঝতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
This is 4HS4N
Logging Out…..

 

 

The post Android এর ৫ টি Unique Games With Beautiful Graphics! appeared first on Trickbd.com.

আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নতুন ডিজাইনের ওয়ার্ডপ্রেস থিম।

Posted: 21 Apr 2022 08:40 AM PDT

আপনাদের সামনে নিয়ে এলাম অসাধারন একটি ওয়ার্ডপ্রেস থিম সম্পূর্ণ Gautam ভাই এর তৈরি ।

আমার পক্ষ থেকে ফ্রিতে দিয়ে গেলাম আপনাদের । থিমটাতে ট্রিকবিডির মতো অনেক ফিচার রয়েছে সাথে থাকছে কিছু ম্যাজিক্যাল ফিচার।

যদি আপনি WordPress 5.4.10 ব্যবহার করেন তাহলে ইউজাররা অসাধারণ একটি ইউজার প্যানেল পাবে । ইউজার বুঝতেই পারবে না যে এটা ওয়ার্ডপ্রেস সাইট । ব্লগার এর মতই এটাতে অটো এসিও হয়ে যায় আমি আবারো বলছি ব্লগারের মত অটো এশীয় ।

যদি আপনারা ম্যানুয়ালি এশীয় প্লাগিন ইউজ করতে চান তাহলে হেডারে একটি কোড আছে ওইটা রিমুভ করে প্লাগিন ইন্সটল দিতে
পারবেন । স্পিড মোটামুটি ভালো আছে । ইমেজ অটোমেটিক অপটিমাইজেশন হয়ে যায় ।

নিজস্ব কন্টাক্ট ফ্রম আছেন যেটাতে এডমিন এর ইমেইল কন্টাক্ট মেসেজ যাবে নিজস্ব প্রাইভেসি এবং এবাউট পেজ
এক কথায় বলতে গেলে প্লাগিন এর ঝামেলা মুক্ত আর এই থিমের ইন্ডেক্স ক্ষমতা অনেক বেশি । আমি আবারও বলছি এই থিমের ইন্ডেক্স ক্ষমতা অনেক বেশি ।
কারণ আমি বিভিন্ন টুলস এ
পরীক্ষা করার পরেই থিম সম্পন্ন করেছি।

Theme Information

  • Auto Index Super Fast
  • Auto SEO 100%
  • Auto Image Optimized
  • Adsense Friendly
  • Mobile Friendly
  • User Friendly
  • User Login, Register
  • User Dashboard (Add Post, Messaging etc.)
  • No Plugin Nedded (All Fix)
  • আরো অনেক ফিচার রয়েছে যা বলে বোঝানো সম্ভব না আপনি ডিমো দেখে বুঝে নিন এবং থিম ব্যবহার করতে চাইলে ডাউনলোড করুন।

    Theme Designer: Gautam Kumar
    Theme Size: 1.2 MB

    Theme Screenshot

    Demo Link

    আর থিমটির ডাউনলোড লিংক
    Download Theme

    থিম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ধন্যবাদ দিয়ে যাবেন। থিম ব্যবহার করতে কোনো প্রবলেম হলে যোগাযোগ করুন।

    Facebook: Gautam Kumar

    আর আমার ছোট্ট ওয়েব সাইটটি TrickLearn.xyz ভিসিট করার অনুরোধ রইলো।

    The post আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নতুন ডিজাইনের ওয়ার্ডপ্রেস থিম। appeared first on Trickbd.com.

    ৫ টি চমৎকার ওয়েবসাইট। 5 great websites

    Posted:

    আসসালামু আলাইকুম, কেমন আছেন ? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে "৫ টি চমৎকার ওয়েবসাইট " সম্পর্কে জানাবো ।

    1. Poki.com

    অসাধারণ একটি ওয়েবসাইট । এখানে আপনি প্রচুর গেম পাবেন যা  ডাউনলোড করা লাগবে না এবং ফ্রীতেই আপনি পিসি+মোবাইলে গেম গুলো উপভোগ করতে পারবেন । গেম খেলার সময় অবশ্যই নেট কানেকশন অন থাকতে হবে।

    2. Elgoog.im

    এটি হলো গুগলের ওয়েবসাইট । গুগলের সমস্ত গেম এখানে আপনি দেখতে পারবেন এবং খেলতে পাবেন ।

     

    3. Snapdrop.net

    এটি একটি শেয়ার ওয়েবসাইট , যার মাধ্যমে আপনি খুব সহজে ফাইল ট্রান্সফার করতে পারবেন। কোনো প্রকার অ্যাপ লাগবে না শুধু দুটি ডিভাইস একই ওয়াইফাই এর ভিতর থাকলেই ব্রাউজার থেকে ফাইল ট্রান্সফার করতে পারবেন ।

     

     

    4. Photopea.com

    এটি হলো এডোবি ফটোশপের ওয়েবসাইট ভার্শন । আপনি যেকোনো ডিভাইস থেকে ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন । এটি ফ্রী ওয়েবাসাইট ।

    5. Radio garden

    এই ওয়েবসাইট টা খুবই চমৎকার । এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেকোনো স্থান থেকে বিশ্বের যেকোনো রেডিও সরাসরি শুনতে পারবেন ।

     

    আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিছু সমস্যা হলে কমেন্ট করবেন অথবা Tech Help BD এই গ্রুপে পোষ্ট করবেন।

    ধন্যবাদ

    -Md Ibrahim Hossain

    The post ৫ টি চমৎকার ওয়েবসাইট। 5 great websites appeared first on Trickbd.com.

    Honours 1st result 2022 প্রকাশিত। দেখেনিন খুব সহজেই

    Posted:

    আসসালামু আলাইকুম,
    2020 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বর মাসের 18 তারিখে শেষ হয়েছে এবং ইতিমধ্যে 90 দিনের অধিক সময় পার হয়েছে। প্রত্যেক বছর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেক বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল 90 দিনের ভেতরে প্রবেশ করে এবং 2022 সালের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে কিছুটা সময় দেরি হচ্ছে। ফলাফল প্রকাশিত হলে আপনারা সেই ফলাফল দেখে নিতে দেরি করবেন না এবং নিয়ম যদি জানা থাকে তাহলে সবার আগে ফলাফল দেখে নিতে পারবেন।

    সর্ব প্রথমে আপনাদেরকে আমরা এসএমএসের মাধ্যমে ফলাফল দেখে নেওয়ার নিয়ম আলোচনা করব।এতে আপনারা ফলাফল দেখি না বা সঠিক নিয়ম জানতে পারবেন এবং সবচাইতে দ্রুত এবং কম সময়ে ফলাফল দেখতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে হলে সর্বপ্রথম আপনাদের একটি কথা বলতে চাই এবং এই কথাটি হলো যে টেলিটক সিম থেকে আপনারা এই এসএমএস পাঠালে সবচাইতে দ্রুত সময়ে এসএমএস ব্যাক পাবেন। আরো অন্যান্য সিমের অপারেটর দিয়ে যদি আপনার এসএমএস পাঠিয়ে থাকেন তাহলে এসএমএস এর উত্তর আসতে কিছুটা সময় দেরী হতে পারে।

    sms এর মাধ্যমে

    এসএমএসের মাধ্যমে ফলাফল চেক করতে আপনাদের মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে ঠিক এভাবে (NU H1 Roll Number) এসএমএস লিখতে হবে। এসএমএস লেখা সম্পন্ন হলে আপনাদের এই লিখিত এসএমএস 16222 নাম্বারে সেন্ড করে দিতে হবে। এসএমএস সেন্ড হয় সাথে সাথে আপনাদের মোবাইলের ব্যালেন্স থেকে নির্ধারিত পরিমাণ চার্জ কেটে নেওয়া হবে এবং কিছুক্ষণের মধ্যে একটি এসএমএস আপনাদেরকে সেই ফলাফল সম্পর্কে অবহিত করা হবে। আশা করি এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখে নেওয়ার নিয়ম বুঝতে পেরেছেন।

    website এর মাধ্যমে

    আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল চেক করতে চান তাহলে বলব যে বিভিন্ন ওয়েবসাইটে আপনার হয়তো প্রবেশ করেছেন এবং ফলাফল দেখতে পাননি। এর প্রধান কারণ হলো অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া অন্যান্য ওয়েবসাইটের ফলাফল দিয়ে দেওয়া হয় না। তাই আপনাদেরকে সর্বপ্রথম এ অফিশিয়াল ওয়েবসাইট জানতে হবে এবং অফিশিয়াল ওয়েবসাইট জানলেই আপনারা সেখান থেকে ফলাফল চেক করার নিয়ম নিজেরাই বুঝতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের এড্রেস হলো: nu.ac.bd/results
    তো আজ এই পর্যন্তই

    ওয়েবসাইট কিনতে মেসেজ ফেইসবুকঃTawhid Hridoy

    ওয়েবসাইট কিনতে জয়েন টেলিগ্রামঃHridoymini Web Sell

    আমাদের সাইটঃ BDBoighor.com

    The post Honours 1st result 2022 প্রকাশিত। দেখেনিন খুব সহজেই appeared first on Trickbd.com.

    [Hot Post] ইউটিউব সাবস্ক্রাইব, ওয়াচটাইম, ফেসবুক লাইক, ফলোয়ার কিনুন পানির দামে।

    Posted:

    হ্যালো ট্রিকবিডি বাসী কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়।

    আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্যানেলের সাথে পরিচয় করিয়ে দিবো যেখান থেকে আপনার প্রয়োজনীয় যেকোন সার্ভিস পাবেন পানির দামে।

    আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুক পেজ থাকে অথবা আপনার যদি একটি টিকটক একাউন্ট থাকে এবং সেখানে যদি সাবস্ক্রাইব, ভিউ, ফলোয়ার, লাইকের প্রয়োজন হয় তাহলে এই পোস্টটি আপনার জন্য৷

    আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে কিন্তু কেউ কেউ ইউটিউবের শর্ত পূরন করে (১০০০ সাবস্ক্রাইব এবং ৪০০০ ঘন্টা ওয়াচটাইম) মনিটাইজ করে নিয়ে ইনকাম করতেছে। আবার অনেকেই মাঝ পথ থেকে হাল ছেড়ে দিয়েছেন।

    আপনি শত চেষ্টারও পরও যদি ইউটিউবের শর্ত পূরন করতে না পারেন তাহলে আপনি চাইলে Viralboostbd.com থেকে সাবস্ক্রাইব এবং ওয়াচটাইম কিনে নিতে পারেন।

    আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিচ্ছি viralboostbd.com থেকে ক্রয়কৃত সাবসক্রাইব & ওয়াচটাইম দিয়ে মনিটাইজ পাবেন।

    Viralboostbd থেকে কি কি সার্ভিস পাবেন—

    • Youtube Subscribe
    • Youtube Watch Time
    • Youtube Views
    • Youtube Likes/Dislikes
    • Youtube Comments & Share
    • Facebook Monetization Full Package
    • Facebook Followers
    • Facebook Comments
    • Facebook Views
    • Tik Tok Views
    • Tik Tok Followers
    • Tik Tok Likes/Comments
    • Likee Offer
    • Facebook Page Likes
    • Facebook Page Reviews
    • Facebook Group Members

    এছাড়াও আরও অনেক গুলো সার্ভিস পাবেন যা একবার নিজে থেকেই দেখে নিতে পারেন।

    Viralboostbd থেকে কোন সার্ভিস কিনলে ড্রপ যাবে কি না!…

    ভাইরাল বুস্ট বিডি ৩ নিয়মে সার্ভিস দিয়ে থাকে।

    • ৩০ দিন গ্যারান্টি
    • ৬০ দিন গ্যারান্টি
    • আজীবন গ্যারান্টি।

    আপনি চেষ্টা করবেন আজীবন গ্যারান্টির সার্ভিস নেওয়ার জন্য। লাইফটাইম গ্যারান্টি যুক্ত সার্ভিস কখনো ড্রপ যাবে না।

    তবে আপনি চাইলে ৩০/৬০ দিনের গ্যারান্টির সার্ভিসও নিতে পারেন। ৩০/৬০ দিন পর সব ড্রপ যাবে এমন না। ১০০০ সাবসক্রাইব কিনলে ৬/৭ টা ড্রপ যেতে পারে।

    ভাইরাল বুস্ট বিডি থেকে সার্ভিস ক্রয় করা কতটা সেইফ?

    ভাইরালবুস্ট বিডি থেকে ১০০% নিরাপদে সার্ভিস ক্রয় করতে পারেন। যদি আপনার সন্দেহ থাকে প্রথমে ছোট প্যাকেজ গুলোর সার্ভিস নিবেন।

    ভাইরাল বুস্ট বিডির সর্বনিম্ন সার্ভিস কত টাকা হতে শুরু—

    ভাইরাল বুস্ট বিডির সর্বনিম্ন সার্ভিস ৩০ টাকা হতে শুরু এবং সর্বোচ্চ ১০০০০ টাকা।

    ভাইরালবুস্ট বিডির মালিক কে?

    ভাইরাল বুস্ট বিডির মালিক আমি নিজেই। সুতারাং যারা আমাকে ভালোবাসেন & চিনেন এবং চিনার জন্য হলেও আপনার প্রয়োজন মত সার্ভিস গুলো viralboostbd থেকে ক্রয় করতে পারেন।

    ভাইরালবুস্ট বিডি থেকে প্রতারিত হওয়ার কোন সুযোগ আছে কি না—

    ভাইরাল বুস্ট বিডির মালিক যেহেতু আমি নিজেই সুতারাং এখান থেকে প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই।

    ভাইরাল বুস্ট বিডি থেকে কিভাবে সার্ভিস ক্রয় করবেন?…….

    সার্ভিস ক্রয় করার জন্য প্রথমে এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিন।


    তারপর যে সার্ভিসটি ক্রয় করতে চান ওই সার্ভিস এর প্রাইচ দেখুন৷ ধরুন আমি Youtube Views ক্রয় করবো এবং তার প্রাইচ মূল্য $0.88 টাকা 1000 ভিউজ এর জন্য। এবং আমি ৫০০ ভিউজ কিনতে চাই তাহলে আমাকে পেমেন্ট করতে হবে $0.44 USD যা বাংলাদেশি টাকায় ৩৯ টাকা।

    তাহলে আমাকে ডিপোজিট করতে হবে ৩৯ টাকা। চলুন ডিপোজিট করা দেখে নিই। ——

    ডিপোজিট করার জন্য মেনুবার থেকে Add funds বাটনে ক্লিক করুন

    এখান বিকাশ, রকেট ও নগদ নাম্বার দেখতে পাচ্ছেন আমার সুবিধা অনুযায়ী আমি বিকাশে পমেন্ট করবো। আপনি চাইলে নগদ ও রকেটে করতে পারেন।


    আমার পেমেন্ট করা শেষ। এখন টিকিট ওপেন করবো। টিকিট ওপেন করার জন্য আবারও মেনুবারে ক্লিক করে Tickets বাটনে ক্লিক করুন।

    এবং ছবির মত করে ম্যাসেজ পাঠিয়ে দিন।

    ১০/১৫ মিনিটের মধ্যে আপনার ব্যালেন্সে টাকা যোগ হয়ে যাবে৷ & আপনার পছন্দ মত সার্ভিস করতে পারবেন।

    আপনারা চাইলে এই মেথডকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করে পারেন।।

    ধরুন ৫০০ ইউটিউব ভিউ এর দাম ৩৯ টাকা। এবং আপনি ফেসবুক এবং অন্য সব সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পোস্ট করলেন ৫০০ রিয়েল ইউটিউব ভিউ পাবেন মাত্র ৮০ টাকায়।

    অনেকেই আপনাকে ম্যাসেজ করবে অফারটি নেওয়ার জন্য। তখন আপনি টাকা নিয়ে মাত্র ৩৯ টাকা দিয়ে ৫০০ ভিউ কিনে দিতে পারেন। তাহলে আপনার প্রফিট থাকবে ৪১ টাকা। এভাবে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন এবং অনেকেই করছেন।

     

    আশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে।

    বোনাস পোস্ট:

    অনেকেই আছেন যারা ছোট ছোট কাজ করে টাকা আয় করতে চান। তাই আপনাদের জন্য প্রশ্ন & উত্তর করে টাকা ইনকাম করার দুইটা সাইট রেডি আছে চাইলে আপনারা একাউন্ট করে কাজ করতে পারেন।

    প্রথম সাইট – Eask.xyz
    দ্বিতীয় সাইট – Itaskbd.xyz

    কাজের জন্য Whatsup Group Link – প্রশ্নোত্তর কাজ করে টাকা ইনকাম

    কোথাও কোন কিছু বুজতে না পারলে ফেসবুকে যোগাযোগ করুন—

    ফেসবুক: Md Nasim Parvez

    The post [Hot Post] ইউটিউব সাবস্ক্রাইব, ওয়াচটাইম, ফেসবুক লাইক, ফলোয়ার কিনুন পানির দামে। appeared first on Trickbd.com.

    এসএসসি পরীক্ষা ২০২২ নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে – ডাউনলোড করে নিন PDF ফাইল সহ

    Posted:

    চলতি বছরের এসএসসি পরীক্ষা 2022 শুরু হবে এ বছরের জুন মাসে তা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি পরীক্ষা ২০২২ শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে।

    যেখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা 2022 কবে শুরু হবে? পরীক্ষা কোন সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে ।

    আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এসএসসি পরীক্ষা ২০২২ নতুন সংক্ষিপ্ত সিলেবাস সম্পূর্ণ পিডিএফ আকারে। জাতীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করা হলো।

    এসএসসি পরীক্ষা ২০২২ নতুন সংক্ষিপ্ত সিলেবাস

    এসএসসি পরীক্ষা ২০২২ পরীক্ষার্থীদের জন্য নতুন সংকৃত সিলেবাস প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা পিডিএফ আকারে এসএসসি পরীক্ষা ২০২২ পরীক্ষার্থীদের নতুন সংক্ষিপ্ত সিলেবাস নিম্নে দেওয়া হলঃ

    এস এস সি পরীক্ষা ২০২২ আবশ্যিক বিষয় সংক্ষিপ্ত সিলেবাসঃ

    1. বাংলা প্রথম পত্র – ডাউনলোড লিংক
    2. বাংলা দ্বিতীয় পত্র – ডাউনলোড লিংক
    3. ইংরেজি প্রথম পত্র – ডাউনলোড লিংক
    4. ইংরেজি দ্বিতীয় পত্র – ডাউনলোড লিংক
    5. গণিত – ডাউনলোড লিংক
    6. কৃষিশিক্ষা – ডাউনলোড লিংক
    7. গার্হস্থ্য বিজ্ঞান – ডাউনলোড লিংক

    এসএসসি পরীক্ষা ২০২২ বিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত সিলেবাসঃ

    1. পদার্থবিজ্ঞান – ডাউনলোড লিংক
    2. রসায়ন – ডাউনলোড লিংক
    3. জীববিজ্ঞান – ডাউনলোড লিংক
    4. উচ্চতর গণিত – ডাউনলোড লিংক

    এস এস সি পরীক্ষা ২০২২ মানবিক বিভাগের সংক্ষিপ্ত সিলেবাসঃ

    1. ইতিহাস – ডাউনলোড লিংক
    2. ভূগোল – ডাউনলোড লিংক
    3. অর্থনীতি – ডাউনলোড লিংক
    4. পৌরনীতি – ডাউনলোড লিংক

    এস এস সি পরীক্ষা ২০২২ ব্যবসা বিভাগের সংক্ষিপ্ত সিলেবাসঃ

    1. হিসাব বিজ্ঞান – ডাউনলোড লিংক
    2. ব্যবসায় উদ্যোগ – ডাউনলোড লিংক
    3. ফিন্যান্স ও ব্যাংকিং – ডাউনলোড লিংক

    আরো পড়ুনঃ NU অনার্স ১ম বর্ষের ফলাফল ২০২২ দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ পরিক্ষার ফলাফল ২০২২ -nu.edu.bd

    এসএসসি পরীক্ষা ২০২২ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

    এসএসসি পরীক্ষার্থীদের মনে অনেক রকমের প্রশ্ন গুলোর মধ্যে আছে তার মধ্যে কয়েকটি বাছাই করা প্রশ্নের উত্তর নিয়ে আজকের পর্বটি সাজিয়েছে। প্রশ্নোত্তর পর্বে আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের অনেক প্রশ্নের জবাব মিলে যাবে।

    এসএসসি পরীক্ষা ২০২২ পরিক্ষার্থীদের সৃজনশীল মার্কের হবে?

    এসএসসি পরীক্ষায় ৭৫ নম্বরের পরিবর্তে বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে 45 নম্বরে ।

    এসএসসি পরীক্ষায় ব্যবসা ও মানবিক বিভাগের 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে 55 নম্বর ।

    এসএসসি পরীক্ষা ২০২২ পরিক্ষার্থীদের নাম্বার বন্টন

    এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের 45 নম্বরের মধ্যে সৃজনশীল থাকবে 30 নম্বর এবং নৈবিত্তিক থাকবে 15 নম্বর ।

    অন্যদিকে এসএসসি পরীক্ষায় ব্যবসা ও মানবিক বিভাগের 55 নম্বর এর মধ্যে সৃজনশীল থাকবে 40 নম্বর এবং থাকবে 15 নম্বর।

    এসএসসি পরীক্ষা ২০২২ পরিক্ষার্থীদের পরিক্ষার সময়?

    এসএসসি পরীক্ষা ২০২২ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবারের পরীক্ষার্থী তিন ঘণ্টার পরিবর্তে নেয়া হবে দুই ঘন্টায় ।

    যেখানে সৃজনশীল থাকবে এক ঘন্টা 40 মিনিট এবং নৈবিত্তিক থাকবে 20 মিনিট ।

    এসএসসি পরীক্ষা ২০২২ কোন কোন বিষয়ে পরিক্ষা হবে না?

    এবেরের এসএসসি পরীক্ষায় চারটি বিষয় হবে না । বিষয় গুলো হলোঃ

    • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
    • বাংলাদেশ ও বিশ্বপরিচয়
    • বিজ্ঞান
    • ধর্ম ও নৈতিক শিক্ষা

    শেষ কথা

    এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং ভালো একটি ফলাফল নিয়ে ভালো একটি কলেজে ভর্তি হও। এই শুভ কামনায় আজকের মত এখানেই শেষ করছি। এমন আরো পোস্ট পেতে নিয়মিত ভিজিট করুন ShopTips24.CoM ওয়েবসাইটে। আজ এই পর্যন্তই ভাল থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে।

    The post এসএসসি পরীক্ষা ২০২২ নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে – ডাউনলোড করে নিন PDF ফাইল সহ appeared first on Trickbd.com.

    [Hot] Love React Style লাইক বাটন Code All website use Don’t Miss

    Posted:


    আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আশা করি টাইটেল দেখেই বুঝে গেছেন যে আমি কি নিয়ে এই পোষ্টি করবো হ্যা বন্ধুরা আমি আজ আপনাদের লাভ রিয়াক্ট লাইক & ডিসলাই বাটন এবং শুধু লাভ লাইক বাটনের কোড শেয়ার করবো।
    তো শুরু করা যাক

    Like & Dislike Button Code

    এই বাটনে যা যা থাকছে : সুন্দর লাভ লাইক & ডিসলাভ ডিসলাইক বাটন।
    এখানে 1000 লাইক হলে 1k দেখাবে এবং 100000 হলে 1m দেখাবে যেমনটা ফেসবুকে হয়।লাইক বাটন টি যেকোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
    Code : এই কোড ট্রিকবিডি তে কাজ করবে না কারন Script ট্রিকবিডিতে কাজ করে না।তাই নিচের মতো করে আপনাদের জন্য কোড রাখা হয়েছে।



    Link : Click Now

    Only Love React Like Button

    এই কোডে শুধু ডিসলাইক সিস্টেম থাকবে না।বাকি সব আগে যা বলেছি তার মতো ।আগেই বলেছি এই কোড ট্রিকবিডিতে কাড করে না তাই নিচের মতো করে কোড রাখা হলো।

    Link : Click Now
    আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ট্রিকবিডির সাথে থাকবেন।

    The post [Hot] Love React Style লাইক বাটন Code All website use Don't Miss appeared first on Trickbd.com.

    ওয়ার্ডপ্রেস সাইটে সফলতা পাওয়ার ১০ টি কার্যকরী টিপস

    Posted:

    হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদেরকে এই ওয়েবসাইটে স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস সাইটে সফলতা পাওয়া নিয়ে পোস্ট করবো।

    ওয়ার্ডপ্রেসে সফলতা পাওয়ার উপায়

    ১. ইউনিক পোস্ট

    আপনি যদি কোনো প্রকার Blog সাইট বানিয়ে থাকেন তাহলে আপনাকে সর্বদাই High Quality এর পোস্ট করতে হবে। এবং এমন পোস্ট সাইটে রাখতে হবে যা কমপক্ষে ৯৬% ইউনিক আর যদি পারেন তাহলে একদম ১০০% ইউনিক পোস্ট রাখার চেষ্টা করবেন। আর যদি কোনো নিউজ সাইট তৈরি করেন তাহলে সব সময় ১০০% ঠিক এবং সত্য নিউজ সাইটে রাখবেন। এবং কোনো ক্ষেত্রেই নিউজ কপি করা যাবে না। কমপক্ষে ৯৫% ইউনিক পোস্ট করতে হবে৷ পোস্ট কতটুকু ইউনিক সেটা জানার জন্য অনেক ওয়েবসাইট আছে। আপনারা ইউটিউব বা গুগলে সেগুলো সার্চ করে নিতে পারেন।

    ২. কপি পোস্ট

    অনেকেই আছেন যারা সাইটে কপি পোস্ট করেন। তাদের কে বলছি ভাই এডসেন্স এর আশা বাদ দিয়ে দিন। কেননা গুগল কখনো কপি পোস্ট কে সাপোর্ট করে না। পোস্ট সম্পূর্ণ নিজের ভাষায় লিখতে হবে। যদি চান তো গুগল, ইউটিউব ইত্যাদি যায়গা থেকে পোস্ট এর ধারণা নিতে পারেন তবে কোনো ভাবেই হুবহু সেই পোস্ট সাইটে দেওয়া যাবে না। অনেকেই আছেন যারা পোস্ট কপি করার পর কয়েকটা ওয়ার্ড পালটে করে অন্য সাইটে পোস্ট করেন। এটাকে বলে রি-রাইট। আর গুগল এই বিষয় ও সাপোর্ট করে না।

    ৩. গুগল থেকে ডাউনলোড কৃত ছবি পোস্ট এ যোগ করা বা থাম্বনাইল হিসেবে যোগ করা

    গুগল থেকে সরাসরি কোনো ছবি ডাউনলোড করে সেটা নিজের সাইটের পোস্টে দেওয়া হলো সবচেয়ে বড় বোকামি। কেননা, গুগল এই জিনিসটা কেও কপিরাইট বলে নির্ধারিত করেছে। তবে আপনি পোস্টে এমন একটি ছবি দিচ্ছেন যেটি গুগল বা সার্চ ইঞ্জিন ছাড়া কোথাও পাবেন না। যেমন ধরে নিনঃ ফুলের ছবি, ফলের ছবি ইত্যাদি।

    সেক্ষেত্রে আপনারা চাইলে গুগল থেকে ছবি ডাউনলোড করতে পারেন। তবে ডাউনলোড করা ছবি সরাসরি পোস্ট এ দেওয়া যাবে না। ছবি টি কে হাল্কা ইডিট করতে হবে। যেমনঃ আপনি চাইলে ছবির এক কোনায় বা কোনো এক যায়গায় আপনার সাইটটের নাম বা লোগো যোগ করে দিবেন। তার পর সেটিকে আপনার পোস্ট এ লাগাতে পারেন। সেক্ষেত্রে গুগল কপি ইমেজ ধরবে না।

    ৪. ডোমেইন এবং হোস্টিং

    আপনাকে ওয়েবসাইটে যেকোনো পেইড ডোমেইন এবং হোস্টিং যোগ করতে হবে। আর হোস্টিং ছাড়া সাইট আপনারা তৈরি করতেই পারবেন না। তাই ওয়েবসাইট বানানোর জন্য আগে একটি ডোমেইন ও হোস্টিং ক্রয় করতে হবে। তারপর ওয়েবসাইট বানাতে হবে।

    আপনি যদি সাইটের জন্য ডোমেইন এবং হোস্টিং কিনেন তাহলে একটি ভরসা যোগ্য ওয়েবসাইট থেকে। ভালো ডোমেইন ক্রয় ওয়েবসাইট গুলো আপনারা গুগল কিংবা ইউটিউব এ সার্চ করলেই পাবেন।

    ৫. সাইট গুগলে ইনডেক্স করা

    গুগলে নিজের সাইট ইন্ডেক্স করা বিশেষ একটি প্রক্রিয়া। এটা না করলে সাইটে এডসেন্স পাওয়া অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। সাইট গুগলে ইনডেক্স করা নিয়ে আপনারা গুগলে অনেক পোস্ট পাবেন এবং ইউটিউবে ভিডিও পাবেন।

    ৬. পোস্ট গুগলে ইনডেক্স করা

    এটাও সাইট গুগলে ইনডেক্স করার মতো আরো একটি গুরুত্বপূর্ণ প্রসেস। এটা করলে আপনার পোস্ট গুগলে ভালো একটা রেংকিং এ থাকবে। এবং সার্চ করলে গুগলের ১ম পেজে থাকবে। এবং এর ফলে আপনার সাইটে ভিজিটর বেশি বেড়ে যাবে। আর ভিজিটর বেড়ে যাওয়া মানেই হলো আপনার আয় আগের তুলনায় বেড়ে যাওয়া। তবে যখন সাইটে এডসেন্সে এপ্রুভ হবে তখনই আপনাদের সাইটে ভিজিটর বাড়ার সাথে সাথে ইনকাম বাড়বে।

    ৭. পোস্ট এর নিয়ম

    কোনো লো কোয়ালিটি এর পোস্ট বা ছোট মানের পোস্ট গুলো কে গুগল একদম ই সাপোর্ট করে না। তাই আপনার সাইটের প্রতি টি পোস্ট অবশ্যই ৩৫০ + শব্দের হতে হবে আর চেষ্টা করবেন এমন পোস্ট করা যেগুলো প্রতি মাসে অনেক বেশি সার্চ করা হয়। এর জন্য আপনারা কি – ওয়ার্ড রিসার্চ এর সাহাজ্য নিতে পারেন। তবে আপনার সাইটে ৩৫০ বা এর কম ওয়ার্ড এর পোস্ট লিখলে আপনার সাইটে এডসেন্স এপ্রুভ করার জন্য বেশি পোস্ট এর দরকার হবে আর আপনি যত বেশি শব্দের পোস্ট করবেন তত বেশি আপনার পোস্ট গুগল কে ইম্প্রেস করবে।

    ৮. পোস্ট SEO FRIENDLY হওয়া

    একটি পোস্ট SEO Friendly হওয়া অত্যান্ত প্রয়োজন। SEO Friendly পোস্ট গুলো ইউজারদের পোস্ট পড়তে উৎসাহিত করে। আর এতে আপনার সাইটে অনেক জলদি এডসেন্স পাবে। এটিই হলো অন্যতম ওয়ার্ডপ্রেসে সফলতা পাওয়ার উপায়।

    ৯. সাইটের হোম পেজ ইডিট

    সাইটের হোম পেজে কমপক্ষে ৪-৫ টি লিংক (হোম পেজ লিংক,নিউ পোস্ট পেজ লিংক, কন্ট্রাক্ট পেজ লিংক, পেমেন্ট পেজ লিংক ইত্যাদি) রাখা। এতে সাইট দেখতে সুন্দর লাগে। আর এর ফলে সাইট টি আকর্ষণীয় দেখায়।

    ১০. সাইট এ সুন্দর একটি থিম ব্যবহার করা

    সাইট এর জন্য সুন্দর করে থিম বানালে বা সুন্দর একটি থিম ব্যবহার করলে সেটা দেখে ভিজিটর রা আকর্ষিত হয়ে বার বার আপনার সাইটে আসবে। আর প্রথমেই বলেছি ভিজিটর মানেই টাকা। আপনি যদি Html / Css / Js ইত্যাদি কোডিং জানেন তাহলে আপনি নিজের সাইটের জন্য নিজেই একটি সুন্দর থিম বানিয়ে নিতে পারবেন। আর যদি নাও পারেন তাহলে সমস্যা নেই, আপনারা ওয়ার্ডপ্রেস এ কিছু ফ্রি থিম পেয়ে যাবেন। তাছাড়া গুগলেও কিছু ফ্রি তে থিম পেয়ে যাবেন। যেগুলো শুধু একটি ইডিট করে নিলেই হবে।

    তবে আপনি যদি থিম বানান তাহলে মনে রাখবেন থিম টি যেনো Seo Friendly এবং Mobile Friendly হয়। তাহলে আপনার সাইটের জন্য সুবিধা হবে।

    এভাবে যদি আপনারা এই ১০ টি টিপস ব্যবহার করেন তাহলে আপনার জন্য ওয়ার্ডপ্রেসে সফলতা পাওয়া অনেক সহজ হয়ে যাবে।

    আর ওয়ার্ডপ্রেসে সফলতা পাওয়ার জন্যআপনারা আরো অনেক ইউটিউব টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেগুলো দেখে নিবেন আপনার কাজ সহজ হয়ে যাবে।

    The post ওয়ার্ডপ্রেস সাইটে সফলতা পাওয়ার ১০ টি কার্যকরী টিপস appeared first on Trickbd.com.

    ফ্রিতে নিজে নিজেই শিখুন সব ধরণের কোডিং

    Posted:

    হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ফ্রিতে নিজে নিজেই কিভাবে এইচটিএমএল শিখবেন এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

    বর্তমানে অনলাইনে আয় করার অন্যতম মাধ্যম হয়ে দাড়িয়েছে ওয়েবসাইট ডিজাইন। আর এই ওয়েব সাইট ডিজাইন এর জন্য আমাদের প্রয়োজন হয় Html, Css, Javascript, Python, Programing ইত্যাদি এর মতো কোডিং। কিন্তু এগুলো সবাই পারে না। এর জন্য অনেকেই অনেক রকম কোর্স করে থাকা অনেক টাকা এর বিনিময়ে।

    কিন্তু অনেকেই আছেন যারা এই কোডিং গুলো এর বেসিক কোনো ধারণাও যানেন না এবং এগুলো পারেন ও না। সেই ক্যাটাগরি এর অনেকেই টাকার বিনিময়ে কোর্স করে কোডিং শিখে। কিন্তু অনেকেই আছেন যারা টাকা দিয়ে কোর্স করতে চান না। সেটা হতে পারে টাকার স্বল্পতা কিংবা বন্ধু বা অন্যদের সাপোর্ট না পাওয়া।

    তো আজকে আমি তাদের জন্যই এমনি ৩ টি উপায় নিয়ে এসেছি যেগুলো ফলো করলে আপনরা একটু পরিমাণে হলেও প্রোগ্রামিং বা কোডিং শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সে দিকে চলে যাই।

    বইয়ের মাধ্যমে কোডিং শিখুন

    এই উপায় টি অনেকটা কমন। বর্তমানে এমন ও কিছু বই বাজারে পাওয়া যাচ্ছে যেগুলো থেকে আপনারা অনেক সহজেই কোডিং শিখতে পারবেন এর কারণ সেই সকল বইয়ে অনেক রকমের কোডিং এর উদাহরণ এবং সেগুলো ব্যবহার করলে কী রকম হবে সেটাও সেই সকল বই এ দেওয়া থাকে।

    তবে এই উপায়ে আপনাকে কিছু হলেও টাকা ব্যয় করতে হবে বই কিনতে। তবে আপনারা চাইলে একেবারে ফ্রিতেই বই পেতে পারেন। তার জন্য অনলাইনে অনেক পিডিএফ আকারে বই পেয়ে যাবেন। তবে সব বই নাও পেতে পারেন। তাও কিছু কিছু পেয়েই যাবেন।

    আবার যারা কলেজ এ পড়েন, তাদের একটি বই দেওয়া হয়, আইসিটি বই। সেই বইয়ের ও একটি নির্দিষ্ট অধ্যায়ে অনেক রকম কোডিং সেখার নিয়ম দেওয়া আছে। চাইলে সেগুলো পড়তে পারেন বা যদি আপনার কাছে বই না থাকে আশে পাশে কোনো বড় ভাইয়ের থেকে সেটা কালেক্ট করে নিতে পারেন।

    তো এভাবে আপনারা চাইলে বই এর মাধ্যমে খুব সহজেই কোডিং শিখতে পারবেন।

    আরো দেখুনঃ সফটওয়্যার কী? সফটওয়্যারের বিভিন্ন প্রকারভেদ।

    অনলাইন ওয়েবসাইট এর মাধ্যমে কোডিং শিখুন

    অনলাইনে অনেক ওয়েব সাইট আছে যেগুলো থেকে আপনারা ফ্রি তে নানা রকম কোডিং শিখতে পারবেন। তো আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় এর জন্য আমি একটি ওয়েব সাইট সম্পর্কে আলোচনা করবো যা আপনাদের ওয়েব ডিজাইন ও কোডিং শিখতে অনেক কাজে লাগবে।

    ওয়েবসাইটের নামটি হলো W3Schools.com. এই ওয়েব সাইটে আপনারা HTML, Python, Java script, Java, ইত্যাদি কোডিং শিখতে পারবেন। এছাড়াও এই সাইটে আপনারা প্রায় সব রকমের কোডিং এর উদাহরণ পাবেন। এবং চাইলে সেগুলো ইডিট করতেও পারবেন। এবং ইডিট করার পর কেমন হলো তা প্রিভিউ করে দেখতেও পারবেন।

    আশা করি আপনাদের কোডিং শিখতে এই ওয়েব সাইট টি অনেকটা কাজে লাগবে। উপরে লিংক দেওয়া আছে এই ওয়েব সাইটের। সেখান থেকে সাইট টি ভিজিট করে নিতে পারবেন।

    অফলাইন এপ এর সাহায্য কোডিং শিখুন

    প্লে স্টোর এ অনেক এপ আছে যেগুলো থেকে আপনারা ফ্রি তে নানা রকম কোডিং শিখতে পারবেন। তো আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় এর জন্য আমি একটি কোডিং এপ সম্পর্কে আলোচনা করবো যা আপনাদের ওয়েব ডিজাইন ও কোডিং শিখতে অনেক কাজে লাগবে।

    এপ টি এর নামটি হলো Html Code Play. এই এপ টি তে আপনারা HTML, Python, Java script, Java, ইত্যাদি কোডিং শিখতে পারবেন। এছাড়াও এই এপ এ আপনারা প্রায় সব রকমের কোডিং এর উদাহরণ পাবেন। এবং চাইলে সেগুলো ইডিট করতেও পারবেন। এবং ইডিট করার পর কেমন হলো তা প্রিভিউ করে দেখতেও পারবেন।

    আশা করি আপনাদের কোডিং শিখতে এই এন্ড্রয়েড এপ টি অনেকটা কাজে লাগবে। অ্যাপটি ডাউনলোড করুন প্লেস্টোর থেকে  HTML code play Store

    এই আরটিকেলটি সর্বপ্রথম প্রকাশ করা হয়েছে TempNmail.Com ওয়েবসাইটে।

    তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

    The post ফ্রিতে নিজে নিজেই শিখুন সব ধরণের কোডিং appeared first on Trickbd.com.

    নিয়ে নিন WinRAR Lifetime Licese Key [Crack Yourself]

    Posted:

    WinRAR কী? এর ব্যবহার কীভাবে হয় তা জানতে নিচের Postটি পড়ে আসতে পারেন।

    কীভাবে উইনরার ব্যবহার করবেন How to use Winrar

     

    কীভাবে WinRAR Lifetime এর জন্য Activate করবেন সেই Process-ই  দেখানো হবে এই Post-এ।

     

    . . . . . ╰──╮Process╭──╯ . . . . .

     

    ⤏ সর্বপ্রথম WinRAR FIleটি Download করে নিন Official Link হতে।

    ⤏ তারপর Install করুন; Wifi/Cellular Data OFF রেখে

    ⤏ এইবার Notepad  Open করুন আর নিচের Codeটি Copy-করে Notepad এ Paste  করুন

    RAR registration data WinRAR Unlimited Company License UID=4b914fb772c8376bf571 6412212250f5711ad072cf351cfa39e2851192daf8a362681bbb1d cd48da1d14d995f0bbf960fce6cb5ffde62890079861be57638717 7131ced835ed65cc743d9777f2ea71a8e32c7e593cf66794343565 b41bcf56929486b8bcdac33d50ecf773996052598f1f556defffbd 982fbe71e93df6b6346c37a3890f3c7edc65d7f5455470d13d1190 6e6fb824bcf25f155547b5fc41901ad58c0992f570be1cf5608ba9 aef69d48c864bcd72d15163897773d314187f6a9af350808719796

    Code Link:- RAR registration data (rentry.co)

     

    ⤏ Notepad Fileটি Save করুন rarreg.key নামে।

    ⤏ এবার WinRAR install directory-তে যান,( c:\ProgramFiles\WinRAR)

    ⤏ আর rarreg.key Fileটি ঐখানে Paste করে দিন

    ⤏ Enjoy Lifetime Activation🎉😎

     

    ▰▱▰▱▰▱▰ Conclusion ▱▰▱▰▱▰▱

    যেহেতু নিজেই Application Activate করলেন তাই, Risk এর প্রশ্নই উঠে না

     

     

    The post নিয়ে নিন WinRAR Lifetime Licese Key [Crack Yourself] appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments