Search box..

মুসলমানদের জন্য সেরা নয়টি কুরআন শরীফ অ্যাপ নিয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েড ফোনে

মুসলমানদের জন্য সেরা নয়টি কুরআন শরীফ অ্যাপ নিয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েড ফোনে


মুসলমানদের জন্য সেরা নয়টি কুরআন শরীফ অ্যাপ নিয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েড ফোনে

Posted:

 

আসসালামু আলাইকুম বন্ধুরা,

কেমন আছেন সবাই?

আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।

সব মুসলিম ভাই-বোনদের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পোস্ট

কুরআন শরীফ,প্রত্যেক মুসলমানের কাছে যেটি সবচেয়ে প্রিয় নাম।

প্রত্যেক মুসলমানের জন্য কুরআন শরীফ জানা এবং পড়া অবশ্য কর্তব্য এবং কুরআন শরীফ তেলওয়াত করা সর্বশেষ্ঠ নফল ইবাদত।

বর্তমান আধুনিক যুগে আমরা কুরআন শরীফ খুব সহজেই নিজের ফোনেই পড়তে পারি।তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা ফিচার সম্বলিত কুরআন অ্যাপ যেটা দিয়ে আপনি সহজেই ঘরে বসে নিজের ফোনে কুরআন পড়তে পারবেন।

তো চলুন শুরু করা যাক:-

9.Quran Ul Kareem -Translations

Size:-76 mb

Rating:-4.7

Download:-10K+

অ্যাপটির ফিচারসমূহ:-

1.এই কুরআন অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই কুরআন পড়তে পারবেন।

2.এই অ্যাপটির মধ্যে শুধু আরবীতে কুরআন পড়ার সুবিধা রয়েছে।

3.এই অ্যাপটিতে কুরআন পড়ার পাশাপাশি,
আপনি যেকোন আয়াত এর ইংরেজি অনুবাদ দেখতে পারবেন সেই আয়াতের ওপর ক্লিক করে।

4.একইসাথে আপনি কুরআন তেলওয়াত শুনতে পারবেন তবে তার জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে।

Download Link:-Quran Ul Kareem -Translations

8.Quran-القران الكريم

Size:-18 mb

Rating:-5

Download:-100K+

এটি অ্যান্ড্রোয়েড ফোনের জন্য সেরা একটি কুরআন অ্যাপ।
এই কুরআন অ্যাপটিতে সূরা এবং পারা অনুসারে আলাদা করে কুরআন সাজানো আছে।

আর এর সাথে রয়েছে যে কোন আয়াত বুকমার্ক করার সুবিধা এবং আপনি শেষ কতোদূর কুরআন পড়েছিলেন সেটাও নিজে নিজেই সেভ করে রাখবে এই অ্যাপসটি।

অনেকটা বাড়ির নূরানী কুরআনের মতো করে সাজানো হয়েছে এই অ্যাপসটি ,তারসাথে রয়েছে জুম করে কুরআন পড়ার সুবিধা।


Download Link:-Quran-القران الكريم

7.Al-Quran আল কুরআন
Size:-26 mb
Rating:-4.7
Download:-500K+

এই কুরআন অ্যাপটি একটি সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত এবং এটিতে খুব সহজ ব্যবহারযোগ্য ইন্টারফেস রয়েছে।
তাই যে কেউ খুব সহজে এই অ্যাপটি ব্যবহার করতে পারবে।

অ্যাপটির ফিচারসমূহ:-

১:-কুরআন পড়া এবং শোনার জন্য সহজ এবং সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই অ্যাপটি।

২:-বিখ্যাত সব কারীদের তেলাওয়াত ডাউনলোড করে শোনার সুবিধা।


৩:-আয়াত এবং সুরা রিপিটেশন এর মাধ্যমে কুরআন মুখস্থ করা।

৪:-রাতে কুরআন পড়ার জন্য ডার্ক মোড সুবিধা

৫:-যে কোন আয়াত বুকমার্ক,কপি এবং শেয়ার করার সুবিধা।

৬:-সালাতের সময় আযান এলার্ম এবং কেবলার দিক বের করার সুবিধা।

৭:-রমজানের জেলাভিত্তিক ইফতার ও সেহরীর সময়সূচী।

৮:-বিভিন্ন দোয়া,আল্লাহর নাম,কালেমা এবং তাসবিহ সুবিধা।

Download Link:-Al-Quran আল কুরআন

6.কুরআন তাফসির Quran Tafsir

Size:- 78 mb

Rating:-4.7

Download:–1M+

এই কুরআন অ্যাপে কুরআন ছাড়াও ইসলামের আরও বিভিন্ন বিষয় যেমন:- নামাজ,রোজা,হজ্জ,যাকাত,দোয়া,তওবা ইত্যাদি বিষয়ে বর্ণনা করা আছে।

এই কুরআন অ্যাপে আপনি কুরআনের বাংলা ট্রান্সলেশনের সাথে সাথে আয়াতের ইংরেজি ট্রান্সলেশন দেখতে পারবেন।

যে কোন আয়াতের উপর ক্লিক করে সেটা বুকমার্ক এবং তার তাফসীর দেখতে পারবেন।

এবং নিজের ইচ্ছামত ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন।

Download Link:-কুরআন তাফসির Quean Tafsir

5.Bangla Quran-Quran-উচ্চারণসহ(কুরআন মাজীদ)

Size:-11 mb
Rating:-4.8
Download:-1M+

এই কুরআন অ্যাপে আমার যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সেটি হল এর থিম।
এই কুরআন অ্যাপে ৫ রকমের থিম রয়েছে।

এরমধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে মিল্ক থিম।
অ্যাপটির ইন্টারফেস খুব সহজ এবং সুন্দর।

যে কোন আয়াতের উপর ক্লিক করে সেটা বুকমার্ক এবং তার তাফসির দেখতে পারবেন।

কুরআনে কোন শব্দ কতবার আছে এবং কোন আয়াতে আছে তার বর্ণনা।

এছাড়া আপনি যে কোন আয়াত সার্চ করতে পারবেন এবং কারীর তেলোয়ার ডাউনলোড করে শুনতে পারবেন

Download Link:-Bangla Quran-Quran-উচ্চারণসহ(কুরআন মাজীদ)

4.Quran Majeed -Ramadan,Athan

Size:-185 mb

Rating:-4.6

Download:-10M+


আমার ব্যবহার করা সবগুলো কুরআন অ্যাপ এর মধ্যে সবথেকে বেশি ফিচার রয়েছে এই কুরআনে অ্যাপে।



অ্যাপটির ফিচারসমূহ:-


1:-অ্যাপ এর শুরুতে রয়েছে হিজরী এবং ইংরেজি সালের হিসাব।

2:-তারপর রয়েছে Quran Majeed,Visual Quran,Qibla Direction,Allah Name,Tasbeeh,Dua,Makkah Live,Madina Live,Prayer Time,Quran Tv,Halal Places for food,Hijri Converter ইত্যাদি।

3:-আপনি কত সময় কুরআন পড়লেন তার হিসাব রাখবে এই অ্যাপটি।

4:-রয়েছে অসংখ্য ক্বারীর তেলাওয়াত শোনার সুবিধা (ইন্টারনেট প্রযোজ্য)।


5:-এছাড়াও রয়েছে সাতটি তাফসীর গ্রন্থ।

6:-লোকেশন অনুযায়ী নামাজের সময় এবং নামাজের সময়ের এলার্ম।

7:-এছাড়াও রয়েছে অসংখ্য কুরআনের ফ্রন্ট ডাউনলোড করার সুবিধা।

7:-এছাড়াও রয়েছে অসংখ্য থিম।

8:-প্লে স্টোরে থাকা সব থেকে বেশি ফিচার সম্পূর্ণ কুরআন অ্যাপ এটি।

শুধু এইবার একটাই অসুবিধা যে এই অ্যাপে অল্প এড আছে।

Download Link:-Quran Majeed -Ramadan,Athan

3.Al Quran(Tafsir & By Word)

Size:-18 mb

Rating:-4.8

Download:-1M+

এটাও অনেকটা আগের কুরআন অ্যাপের মতো।



তবে এই অ্যাপেও অনেক গুলো ফিচার রয়েছে চলুন সেগুলো দেখে নিই:-

১:-এই কুরআন অ্যাপে আপনি যে ভাষায় কুরআনের অনুবাদ,ট্রান্সলেশন,word by word,তাফসির পড়তে চান সেই ভাষা খুব সহজেই আপনি ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন।

এর জন্য অ্যাপটির মধ্যে রয়েছে অনেকগুলো ভাষায ডাউনলোড করার সুবিধা।


২:-নিজের ইচ্ছামত ফন্টের সাইজ নিয়ন্ত্রণ করার সুবিধা।

৩:-আপনি শেষ কোন সূরার কোন আয়াত পড়েছিলেন সেটা খুব সহজেই দেখতে পারবেন।

৪:-নিজের পছন্দমত ক্বারীর তেলওয়াত ডাউনলোড করে শুনতে পারবেন।

৫:-কোরআনের যে কোন শব্দের উপর ক্লিক করে শব্দটির অর্থ এবং শব্দটির আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন

৬:-পোর্ট্রেট ল্যান্ডস্কেপে কুরআন পড়ার সুবিধা।


৭:-অ্যাপটির মধ্যে রয়েছে একটি আরবি ডিকশনারি যার মাধ্যমে আপনারা সকলে আরবি শিখতে পারবেন।

Download Link:-Al Quran

2.Quran Mazid(Tafsir & By Words)

Size:-32mb

Rating:-4.8

Download:-500K+

আমার ব্যাবহার করা সেরা আরেকটি কুরআন অ্যাপস হলো এটি।

এছাড়াও আমার এই পোস্টে বলা সবগুলো কুরআন অ্যাপের মধ্যে এই অ্যাপে দ্বিতীয় সবচেয়ে বেশি ফিচার রয়েছে।

ফিচার গুলো সংক্ষেপে জেনে নিই:-

১:-এই কুরআন অ্যাপটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো,এই অ্যাপে কুরআনের প্রত্যেক তা আরবী শব্দের word by word বাংলায়,ইংরেজী এবং ইন্দোনেশিয়ান ভাষায় ট্রান্সলেট করা আছে।


যা দেখে আপনারা কুরআনের প্রত্যেক আরবি শব্দের অর্থ এবং সহজে আরবি ভাষা শিখতে পারেন।

২:-আপনি আপনার ইচ্ছামত আরবি এবং বাংলা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন।

৩:-অসংখ্য ভাষায় কুরআনের অনুবাদ রয়েছে এই অ্যাপে।

৪:-যেকোনো আয়াতের উপর ক্লিক করে আয়াতটির তাফসীর দেখার সুবিধা।


৫:-যে কোন আয়াত বুকমার্ক,কপি,শেয়ার এবং পিন করার সুবিধা।

৬:-কুরআনের তেলাওয়াত শোনা(ইন্টারনেট প্রযোজ্য)

৭:-কুরআনে কোন শব্দ কতবার আছে এবং কোন আয়াতে আছে তার বর্ণনা।

৮:-কুরআনের যে কোন শব্দের উপর ক্লিক করলে তার সঠিক উচ্চারণ শুনতে পারবেন(ইন্টারনেট প্রযোজ্য)

Download Link:-Quran Mazid(Tafsir & By Words)

1.Al-Quran Bangla

Size:-82.9 mb

আমার দেখে সবচেয়ে সেরা কুরআন অ্যাপ এটি।

এই কুরআন অ্যপের সবচেয়ে বড় সুবিধা হলো,
এই অ্যাপে আপনি কুরআন তেলওয়াত শুনতে পারবেন তাও আবার অফলাইনে মানে কোনরকম ইন্টারনেট সংযোগ ছাড়াই।

এই কুরআন অ্যাপে আপনি আরও পাবেন আল কুরআন,নামাজ শিক্ষা,আর কেবলার দিক নির্ণয় করার সুবিধা।


আল-কুরআন অপশনে ক্লিক করলে সবগুলো সুরার নাম,আয়াত এবং মাক্কি না মাদানী সুরা তা আপনি দেখতে পারবেন।

সুরাতে ক্লিক করলে আপনি দুটো অপশন পাবেন।

একটি Audio with neaning.

এখানে আপনি সুরা পড়তে পারবেন তারসাথে অফলাইনে তেলওয়াত শুনতে পারবেন।

আরেকটি surah with tafsir.

এখানে আপনি সুরার সাথে সাথে তাফসীরও পড়তে পারবেন।


Download Link:- Quran

The post মুসলমানদের জন্য সেরা নয়টি কুরআন শরীফ অ্যাপ নিয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েড ফোনে appeared first on Trickbd.com.

আপনি কি HSC তে পড়েন? তাহলে এই পোস্টটা আপনার জন্যই । download all admission and academic pdf books.

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে  আপনাদেরকে আপনার প্রয়োজনীয় অনেকগুলা পিডিএফ বইএর লিঙ্ক শেয়ার করবো। আপনার যেকোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসব বই অনেক কাজে আসবে। তাছাড়া hsc একাডেমিক পড়ালেখার জন্যে ও এইগুলা দরকারী l তাই দেরী না করে এখনই ডাউনলোড করে নিন আপনার দরকারি বইটা।

আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে  আমরা main পোষ্টে চলে যাই।

admission books:

1) Udvash Engineering Concept Book Pdf :: download

2) Buet Quest Bank: download

3) Udvash Question Bank Pdf:: download

4) Jahangirnagar University A Unit Question Bank Pdf:: download
Jahangirnagar University B Unit Question Bank Pdf:: download
5) JU D Unit Question Bank Pdf:: download

5) JU E Unit Question Bank Pdf:: download

6) Du D Unit Question Bank(18-19) Pdf:download

7) Sust Question Bank pdf:: download

8) Sust B unit Question Bank (2012-13) Pdf:: download

9) Sust B unit Question Bank (2016-17) Pdf:: download

10) Sust Question Bank Pdf:: download

11) Zoology tricks Pdf:: download

12)Unmesh Medical Question Bank Pdf-download

13) Unmesh Meditricks Botany Pdf:: download

14) Unmesh Practice Book Zoology Pdf-download

15) Bio Retina Question Bank New Pdf-download

16)JOYKOLI Bangla Bichitra pdf-download

17) English Advanced Learners Functional Book Pdf- download

18)Excellent Technique Book: Pdf:download

Video link for ASG:::
download

19) Udvash engineering Concept book: download

20)Udvash Engineering question bank :
download

21)Varsity Kha Question Bank:
download

22)Unmesh Meditrix: download

23)Retina GK:
download

24)Retina physics 1st paper:
download

25)Retina physics 2nd paper: download
26)Retina Chemistry 1st paper: download

27)Retina Chemistry 2nd paper:
download

28)Retina Biology 1st paper:
download

29)Retina biology 2nd paper:
download
30)Retina Question bank: 1)download

2)download

31)Full dagano book series:
Medical sector: 
            
1)Phy 1st:
download                      
              2)Phy 2nd:
download
             
3)Che 1st:
download
              
4)Che 2nd:
download
             
  5)Bio 1st:
download
              
6)Bio 2nd:
download

32)Barrons Cliffs toefl:https://download

33)Apex English: download

সকল মেইন বই ও সল্যুশন
কপিরাইট -fb group collected

🌀🌀Higher Math🌀🌀

অক্ষরপত্রের মেইন বুক👇👇
download
অক্ষরপত্রের সল্যুশন বুক👇👇
download

এস ইউ আহমেদ এর প্রথম পত্র 👇👇
download

এস ইউ আহমেদ এর দ্বিতীয় পত্র 👇👇
download

এস ইউ আহমেদ এর দ্বিতীয় পত্রের সল্যুশন পিডিএফ
download

কেতাব উদ্দিন স্যারের দ্বিতীয় পত্র 👇👇
download

কেতাব উদ্দিন স্যারের প্রথম পত্রের সল্যুশন বুক👇👇
download

কেতাব উদ্দিন স্যারের দ্বিতীয় পত্রের সল্যুশন বুক👇👇
download

Higher Math Test paper (২০২০)লিংক👇👇
download

🌀🌀 পদার্থবিজ্ঞান🌀🌀
ইসহাক স্যারের প্রথম পত্র 👇👇
download

ইসহাক স্যারের দ্বিতীয়  পত্র 👇👇
download

শাহজাহান তপন স্যারের দ্বিতীয় পত্রের পিডিএফ 👇👇
download

🌀🌀উদ্ভিদবিজ্ঞান🌀🌀
আবুল হাসান স্যারের পিডিএফ
download

🌀🌀 প্রাণীবিজ্ঞান 🌀🌀
গাজী আজমল স্যার এর পিডিএফ
download

আব্দুল আলিম স্যারের পিডিএফ 👇👇
download

🌀🌀 রসায়ন 🌀🌀
হাজারী ও নাগ স্যারের প্রথম পত্রের পিডিএফ  👇👇
download

হাজারী ও নাগ স্যারের দ্বিতীয় পত্রের পিডিএফ 👇👇
download

🌀🌀 বাংলা ১ম পত্র 🌀🌀
download

🌀🌀 ইংরেজি 🌀🌀

১ম পত্র👇👇
download

ইংরেজি এপেক্স পিডিএফ লিংক 👇👇
download
HSC bangla 2nd Guide:
download

HSC Physics 1st Guide Book:
download

HSC Chemistry 1+2 Guide Book:
download

download

HSC ICT Test Paper:
download

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।




The post আপনি কি HSC তে পড়েন? তাহলে এই পোস্টটা আপনার জন্যই । download all admission and academic pdf books. appeared first on Trickbd.com.

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ PDF Download | +(শবে কদর সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৩টি পোস্ট)

Posted:

আসসালামু আলাইকুম।

আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন, আজ আমি আপনদের জন্য নিয়ে আসলাম বর্তমান মাসের কারেন্ট এ্যাফেয়ার্স বইয়ের পিডিএফ মানে Current Affairs April 2022 pdf.

লেখক বা প্রকাশনীর উদ্দেশ্যে বলতে চাই, আমি কখনোই কোনো বই স্কান করে pdf তৈরী করিনা। আমি যতগুলো পিডিএফ শেয়ার করেছি সমস্ত pdf গুলো ফেসবুক ও গুগল সার্চ করে ইন্টারনেট থেকে সংগ্রহ করা। এই যে বইটি ও নেট থেকেই সংগ্রহ করা।

অনেক বই পড়ুয়া ভাই ও বোনেরা রয়েছে যাদের টাকা দিয়ে বই কিনে পড়ার সমার্থ নেই, কিন্তু তারা জানতে চায় বা শিখতে চায় তাদের উদ্দেশ্যেই এই পোস্ট তৈরী করা। এবং (Current Affairs April 2022) এই বইটির পিডিএফ টি শেয়ার করা।

বইয়ের বিবরনঃ
বইয়ের নামঃ কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ pdf
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ৯৫ টি।
পিডিএফ সাইজঃ ১৫ মেগাবাইট প্রায়।
Download Now
#বইটি ইন্টারনেট থেকে সংগীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়,  বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।

গুরুত্বপূর্ণ ৩টি পোস্টঃ

শবে কদর সম্পর্কে হাদিস | লাইলাতুল কদর সম্পর্কে হাদিস গুলো

শবে কদরের ফজিলত | লাইলাতুল কদরের ফজিলত

শবে কদরের দোয়া – রাসুল (সা.) যে দোয়া করতে বলেছেন | লাইলাতুল কদরের দোয়া

The post কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২ PDF Download | +(শবে কদর সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৩টি পোস্ট) appeared first on Trickbd.com.

Android এর ৫ টি Best Open World Games!

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

এই পোস্টে আমি কথা বলবো ৫টি Open World Games এর কথা। সবার আগে বলে নিই Open World কি। অনেকেই হয়তোবা জানেন না। তাই তাদের জন্যে বলে নিচ্ছি।

Open World Games হচ্ছে ঐসকল Games যেখানে আপনি ইচ্ছামতো ঘুরাঘুরি সহ সবকিছুই করতে পারবেন যেমনঃ Gta San Andreas, Gta 5 এই ধরনের Game গুলোর মতো। এ ধরনের গেমগুলোতে Story Mode, বিভিন্ন Normal Missions/Side Missions থাকে।

অন্যান্য গেমগুলোতে যেখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না এই ধরনের গেমগুলোতে আপনি যা ইচ্ছা করতে পারবেন। মানে সম্পূর্ণ গেমের ম্যাপটি Enjoy করার সমস্ত সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন।

তাহলে এবার চলুন শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : The Amazing Spiderman 1

Game Developer : Gameloft

Game Size : 1.5 GB+

Required OS : 9.0 (Supported Now)

Game Type : Offline

Game Link : Pdalife

https://pdalife.com/the-amazing-spider-man-android-a1459.html

 

The Amazing Spiderman Movie টি দেখেননি এমন মানুষ খুজে পাওয়া খুবই মুশকিল। তবুও যারা দেখেননি গিয়ে দেখে আসুন। অসাধারন একটি মুভি।

The amazing spiderman এর 1 no. Movie এর উপর ভিত্তি করেই এই গেমটি তৈরি করা হয়েছে। তাই এখানে সেই মুভিটিরই স্টোরিলাইন দেখতে পাবেন। ১০০% না। তবে অনেকটাই পাবেন।

এখানে আপনি spiderman character কে নিয়ে খেলবেন। ইচ্ছামতো swinging, jumping, fighting, web shooting, flying ইত্যাদি করতে পারবেন। ইচ্ছামতো web ছুড়তে পারবেন।

তার সাথে বিভিন্ন গাছে, বিল্ডিংয়ে ইত্যাদি জায়গায় Spiderman এর মতো ঝুলে থাকতে ও অন্যান্য কাজ করতে পারবেন।

আমি unlimited money mod এর লিংক দিয়েছি। এখান থেকে বিভিন্ন special equipments purchase করতে পারবেন আপনার ইচ্ছামতো। যা আপনাকে আপনার mission গুলোতে অনেক সহায়তা করবে।

এখানে Villain Fights গুলোতে আপনি প্রচুর মজা পাবেন। Nonstop Action এর সাথে পাবেন অনেক ভালো গ্রাফিক্স। 2012 সালে গেমটি রিলিজ হয়েছিল। সে তুলনায় আপনি অনেক ভালো গ্রাফিক্সই দেখতে পাবেন। Gameloft এর আরো একটি Masterpiece এই গেমটি।

গেমটির আরো কিছু ফিচারগুলো হলোঃ

✔ 25 missions based on the plot of the film that will make You sweat!

✔ move freely on the web or climb walls you have never seen!
explore 5 districts

✔ high-quality system of unarmed combat, ranged attacks and super attacks

✔ improvements that allow you to customize the battle style for themselves

✔ advanced shaders and special effect

অনেক বারই খেলেছি আমি এই গেমটি। এমন গেম এখন আর Gameloft Android Platform গুলোর জন্যে বানায় না। এই গেমটি দেখলেই বুঝা যায় Gameloft একসময় কতটা ভালো ছিলো। Gameloft কতটা ভালো ভাবে গেমস বানাতো।

কিন্তু এখন আর সেই আগের Gameloft নেই। এখন Gameloft টাকার পিছনে দৌড়িয়ে বেশিরভাগ গেমই নষ্ট করে দিচ্ছে। এছাড়াও তারা অতিরিক্ত Restrictions দেওয়ার কারনে কেউ আর তাদের গেমসগুলোর কথা বলে না।

যেমনঃ ইউটিউবে কেউ তাদের গেম আপলোড করলে তাদেরকে কপিরাইট স্ট্রাইক দেওয়া। যা অন্যান্য গেম ডেভেলপাররা করে না। এসব বিভিন্ন কারনে এখন Gameloft কোম্পানিটির নাম আর আগের মতো নেই।

যাই হোক, তাদের পুরোনো এমন অনেক ভালো ভালো গেমস আছে যা অনেকেরই খেলে দেখা উচিত বলে আমি মনে করি।

এই গেমটিও খেলে দেখতে বলবো যদি আপনি না খেলে দেখেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

4) Game Name : The Amazing Spiderman 2

Game Developer : Gameloft

Game Size : 1.15 GB+

Required OS : 5.1+

Game Type : Offline

Game Link : Pdalife

https://pdalife.com/the-amazing-spider-man-2-android-a9030.html

The Amazing Spiderman 1 এর পরে The Amazing Spiderman 2 Movie টি রিলিজ হয়। সেই Movie এর উপর ভিত্তি করেই এই গেমটিকে রিলিজ করা হয় Android এর জন্য।অন্যান্য প্ল্যাটফর্মেও রিলিজ করা হয়।

এটি The Amazing Spiderman 1 এর Next Updated Version বললেও ভুল হবে না। এই গেমটি Android এর Best Spiderman Game বললেও ভুল হবে না। কারন এটাই সত্য।

Android Platform এ এখন পর্যন্ত যতগুলো Spiderman Games Release করা হয়েছে তাদের ভিতরে এটাই সবচেয়ে বেস্ট। এখানে সব গর্তগুলো (সমস্যাগুলো) Fillup করা হয়েছে পূর্বের গেমগুলোর।

মানে এই গেমে আপনি সবই পাবেন যা আগের গেমগুলোতে Missing ছিলো। এখানে Venom, Electro, Green Goblin, Cat Women সহ আরো অনেক Villain এর দেখা আপনি পাবেন।

তাদের প্রত্যেককে নিয়েই আলাদা আলাদা Storyline সাজানো হয়েছে। যেখানে তাদের বাসে Boss Fight করতে পারবেন।

এই গেমের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর গ্রাফিক্স + কন্ট্রোল। আপনার কাছে যদি একটা মোটামোটি লেভেল এর মোবাইলও থাকে তবুও আপনি এই গেমটিকে smoothly খেলতে পারবেন।

এই গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল মাখনের মতো। এতটাই Smooth। পূর্বের the amazing spiderman 1 গেমে আপনি যা যা missing পেয়েছেন এখানে সবকিছুই improve করা হয়েছে।

এখানে আপনি climbing এর সময় running এর animation দেখতে পাবেন। detail এর দিকে অনেক focus করা হয়েছে গেমটিতে। যেমনঃ আপনি এমন জায়গায় web slinging করতে পারবেন না যেখানে শুধু পানি আছে বা এমন কোনো কিছু নেই যেখানে web আটকাবে।

মানে spiderman এর full character টাকে এখানে ভালো ভাবেই portrait করতে পেরেছে ডেভেলপাররা। এছাড়াও এখানে আপনি black spiderman, ultimate spiderman সহ আরো অনেকগুলো spiderman এর costume পাবেন নিয়ে খেলার জন্য।

আমি mod all unlocked লিংক দিয়েছি। তাই আপনি ইচ্ছামতো costume, upgrades ইত্যাদি purchase করতে পারবেন।

গেমটি ২০১৪ সালে রিলিজ করা হয়। সেই অনুযায়ী গেমটি আজকের অনেক ভালো ভালো গেমকে টক্কর দিতে সক্ষম। গেমটিকে সে সময়ের তুলনায় অনেক ভালো ভাবেই Optimize করা হয়েছে।

যারা এর the amazing spiderman 1 খেলেছেন বা যারা খেলেননি সবাইকে বলছি এটা অন্তত ট্রাই করে দেখতে। অন্তত যারা marvel fan/ spiderman কে ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন।

কারন Android এ যদি spiderman এর open world experience চান তবে এই গেমটি ছাড়া অন্য কোনো গেমে এমন মজা পাবেন না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Radiation Island

Game Developer : Atypical Games

Game Size : 2 GB

Required OS : 5.0+

Released Date : December 7,2017

Game Type : Offline

Game Link : Playstore/ Pdalife (For Full Unlocked Version)

https://pdalife.com/radiation-island1-android-a24976.html

আপনার কি Survival Type Games ভালো লাগে? তবে এই গেমটির আপনারই জন্যে।

এটি একটি অনেক বড় Open World Game। এখানে আপনি আদিবাসীদের মতো জীবনযাপন করবেন। আমি এমন গেম খুব কমই পেয়েছি যেখানে আমার Actual Expectations Fulfill করতে পেরেছে কিছুটা হলেও।

কেন এমনটা বলছি? তাহলে শুনুন। এই গেমে bugs আছে। বিশেষ করে গেমের control + touch response এ। তা না হলে এই গেমটাকে আমি 1 number position এই রাখতাম। গেমটিকে এখনো অনেক আপডেট করা হচ্ছে। তবুও কিছু সমস্যা আছে।

তাই বলে কি খেলবেন না? অবশ্যই খেলবেন। Android এ এমন গেম খুব কমই পাবেন যেখানে আছেঃ

1) Beautiful Graphics (60 Fps Option)

2) Day + Night Vision (রাত ও দিন মানে ২৪ ঘন্টার সম্পূর্ণ সময়টাই এখানে দেখতে পাবেন real life এর মতো)

3) First Person viewing experience (এখানে আপনার মনে হবে আপনি নিজেই গেমের ক্যারেক্টারে আছেন সত্যি সত্যিই)

4) Night Stars + Moon + Astronomical View (রাতের আকাশটাকে এখানে যেভাবে Portray করা হয়েছে এতে আমি এখানে ১০/১০ দিবো।

5) Day Sky Viewing experience এও আমি একে ১০/১০ দিবো। কার এখানে সকাল + বিকাল + সন্ধ্যা + মেঘাচ্ছন্ন আবহাওয়া মানে সবধরনের আবহাওয়ায় দিনের আকাশটাকে কেমন দেখায় এখানে সবকিছুই Accurate Detail এ দেওয়া আছে।

6) Animals + Ocean সহ বিভিন্ন Objects যেমনঃ Trees, Grass, Flowers, Fruits, Sticks ইত্যাদি এগুলোকেও ভালোভাবেই Animate করতে পেরেছে Developer রা। যদিও মাঝে মাঝে কিছু Bugs দেখা যায়।

এছাড়াও আরো অনেক কিছুই আছে বলার মতো। কিন্তু আমি পোস্টটিকে বেশি বড় করতে চাচ্ছি না। তাই বাকীটা আপনি খেলে দেখলেই বুঝতে পারবেন। আর আমি স্ক্রিনশট তো দিয়েই দিবো। সেগুলোতেই দেখে নিবেন।

বিঃদ্রঃ এই গেমটির স্ক্রিনশট এর পরিমান অন্যান্য গেমের তুলনায় বেশি হবে। কারন সবকিছু একই স্ক্রিনশটে দেখানো সম্ভব নয়। এটা Open world হওয়ায় এখানে অনেক কিছুই আপনি দেখতে পাবেন। আমি যেগুলো স্ক্রিনশট দিচ্ছি সেগুলোতে এর এক-তৃতীয়াংশও দেখানো হয়নি। তাই আপনি নিজে খেলে দেখবেন।

গেমটির কিছু স্ক্রিনশটসঃ

 

2) Game Name : Gangstar New Orleans

Game Developer : Gameloft

Game Size : 1 GB

Required OS : 4.1+

Game Type : Online

Game Link : Playstore

Game Released Date : March 29,2017

যারা GTA Type গেমস পছন্দ করেন তাদের জন্যে এই গেমটি ও পরের গেমটি সাজেস্ট থাকবে।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা আছে ৭ লক্ষ ৭৯ হাজার+ এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

এই গেমটিকে অনেক Hate করা হয়। তার কারন আমি দেখিনা। এই গেমটি খেলে দেখার পর আমার দৃষ্টিভঙ্গি পালটে যায় এই গেমটির প্রতি। কারন এই গেমটিকে যেভাবে Hate করা হয় তেমন Hate এই গেমটি প্রাপ্য নয়।

কারন এই গেমের যে Graphics + Controls + Gameplay আছে তা প্রশংসার দাবীদার। গেমটি অনলাইন হওয়ায় অনেকের সমস্যা হতে পারে। কিন্তু বর্তমানে বেশিরভাগ গেমই অনলাইন গেমস। আর ডেটার দাম এখন খুবই সস্তা।

আর একটু আগে যে বলেছিলাম না Gameloft এর বাজে কোম্পানি হয়ে যাওয়ার কথাটা? আসলে ঐ বিষয়টাও এই গেমসহ প্লে-স্টোরে থাকা Gameloft এর অনেক গেমস এর উপরই প্রভাব ফেলেছে। তাই মানুষ এই গেমগুলো এখন আর ভালো চোখে দেখে না।

যখন Gangstar Vegas গেমটি রিলিজ হয় এর পরেই এই গেমটি রিলিজ হয়। মানুষ Gangstar Vegas গেমটি খেলে অনেক Expect করে ফেলে এই গেমটির প্রতি।

কিন্তু ঐ গেমের ধারে কাছেও না যাওয়ায় মানুষ এই গেমটিকে Hate করা শুরু করে। তবে আপনি যদি অন্য একটি Perspective থেকে গেমটিকে দেখেন তবে এই গেমটি সত্যিই প্রশংসার যোগ্য।

এর গ্রাফিক্স আমার কাছে অন্তত খুবই ভালোই লেগেছে। Open world হওয়ার কারনে প্রচুর Cars, Helicopters, Weapons, Bikes, Locations ইত্যাদি আপনি পাবেন।

এখানেও একটি Story mode আছে। কিন্তু তা অবশ্যই পরের গেম Gangstar Vegas এর মতো epic level এর না।

তবে এই গেমটি অবশ্যই খেলার যোগ্য। এবং খেলে দেখুন ভালোই লাগবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

1) Game Name : Gangstar Vegas

Game Developer : Gameloft

Game Size : 2.3 GB+

Required OS : 5.0+

Game Type : Online/Offline

Game Link : Playstore/Pdalife (For mod unlimited money version)

Android এ GTA Type Games এর ভিতরে Rockstar Games বাদে যদি অন্য কোনো কোম্পানি এই ধরনের Open World গেম তৈরি করে সফল হয়েছে তবে আমি Gameloft এর এই গেমটির কথাই বলবো।

এর গ্রাফিক্স + স্টোরিলাইন + কন্ট্রোল + গেম-প্লে সবকিছুই এক কথায় অসাধারণ। আমার কাছে এর Story টা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

গেমের শুরুতেই আপনাকে একটি Movie এর মতো Action Blockbuster Storyline দিয়ে শুরু করবে যেখানে Main Character Boxing Ring এ boxing করছে এমনটা দেখাবে। অবশ্যই আপনি সেই ম্যাচটি খেলবেন। এরপরে আবার এটি Side Mission এও পাবেন পুনরায় খেলার জন্য।

এরপর heist থেকে শুরু করে অনেক কিছুই এখানে দেখতে পাবেন। Gameloft এর আরো একটি Masterpiece বলা চলে এই গেমকে। এই গেমটির সম্পূর্ণ মজা উঠাতে চাইলে আমি বলবো এর Mod Version টি খেলুন। সেখানে Unlimited Money পাবেন। যা ইচ্ছা তা করতে পারবেন।

গেমটির গ্রাফিক্সও অনেক প্রশংসার দাবীদার। অনেকেরই expectations fillup করতে পেরেছে এর গ্রাফিক্স (Android Games এর দিক দিয়ে)। আপনার কাছে একটি মোটামুটি ভালো লেভেলের মোবাইল ডিভাইস থাকলেই আপনি গেমটি Smoothly খেলতে পারবেন।

এতে ৩ ধরনের গ্রাফিক্স পাল্টানোর অপশন পাবেন। Low Graphics, Optimal Graphics, High Graphics। শুরুতেই সবসময়ই Optimal থাকবে। তবে আপনি Settings এ গিয়ে পালটে নিতে পারবেন।

গেমটির শেষের দিকের স্টোরিতে অনেক বড় ধরনের টুইস্ট পাবেন। তাই যারা খেলেননি অবশ্যই খেলে দেখবেন। একটি মুভি দেখার মতো Feel পাবেন। যেখানে সবকিছু আপনি নিজে কন্ট্রোল করছেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, অনেকেই ভাববে আমি ৫ টার ভিতরে ৪ টাই কেন Gameloft এর গেম দিলাম। Rockstar Games এর San andreas, Gta 3, liberty city stories এই ধরনের গেমের কথা কেন বললাম না। আসলে এই ধরনের গেমগুলোর সাথে বেশিরভাগ মানুষই পরিচিত।

তাই ভাবলাম যেগুলোর কথা এখনো অনেক মানুষই যানে না সেগুলো নিয়েই লিখি। বিভিন্ন Games Related Group এ গেলেই দেখা যায় এখনো অনেকেই এই ধরনের গেমস খেলতে পছন্দ করে আর জানতে চায়।

অনেকেই জানেই না যে Android Platform গুলোতেও এত ভালো ভালো গেমস আছে খেলার মতো। আমার কাজ হচ্ছে সেসব গেমস কেই পরিচিত করিয়ে দেওয়া।

যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা বলে সাজেশন দিতে পারেন।

ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out……

The post Android এর ৫ টি Best Open World Games! appeared first on Trickbd.com.

IMEI দিয়ে কি কি করা সম্ভব? জেনে নিন

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের এই সাইটে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সাথে মোবাইল ফোনের IMEI নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

মোবাইল ব্যাবহার করে অথচ আইএমইআই নাম্বার (IMEI) নামটা শুনে নাই এমন মানুষ কম পাওয়া যাবে। মোবাইল বা স্মার্টফোন কেনার সময় প্যাকেজিং এর সাথে আমরা কিছু স্টিকার দেখতে পাই, আর এখানে এইসব IMEI নাম্বার লেখা থাকে। তবে এই আইএমইআই নাম্বার (IMEI) কি, এর কাজ বা এটা দিয়ে কি করা হয়, সে সম্পর্কে হয়ত আমরা অনেকেই জানি না। চলুন দেরি না করে এবার জেনে নেয়া যাকঃ-

বর্তমান সময়ে স্মার্টফোন খুবই প্রচলিত একটি প্রযুক্তি পন্য। দিনে দিনে এর ফিচার আপগ্রেড করে মানুষের জটিল ও জরুরী ব্যাবহার উপযোগী করে তোলা হচ্ছে। আর সেকারনে এইসব স্মার্টফোনের ব্যাপক প্রসার ঘটেছে। ফলে চোরদেরও অন্যতম টার্গেট হয়ে দাড়িয়েছে। তো আপনার স্মার্টফোনটি হয়ত আপনি দূর্ঘটনাবশত হারিয়ে ফেললেন অথবা কেউ চুরি হয়ে গেল। তখন সেই স্মার্টফোন কিভাবে ফিরে পাবেন বা জানবেন কোথায় আছে? চোর নিজেকে রক্ষার জন্য প্রথমেই সীমকার্ড খুলেও ফেলতে পারে, সময় আপনি কি করবেন?

এই সময় আপনাকে সাহায্য করবে আপনার ফোনের  আইএমইআই নাম্বার (IMEI)।

আইএমইআই নাম্বার কি?

আইএমইআই (IMEI) এর পূর্নরূপ হলো International Mobile Equipment Identity. এই IMEI প্রতিটি মোবাইল ডিভাইসের জন্য একটি সংখ্যাসূচক পরিচয় বা আইডিন্টিটি। এ কারনে প্রতিটি ডিভাইসের আইএমইআই নম্বরই অনন্য তথা একটি আরেকটির থেকে ভিন্ন।

মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানির কাছে আপনার মোবাইল ডিভাইসটির সকল তথ্য এই আইএমইআই নম্বরের মাধ্যমে সংরক্ষিত থাকে। আর তাই আপনি যখন কোন কারনে আপনার মোবাইল সার্ভিসিং এ নিয়ে গিয়েছেন কাস্টমার কেয়ারে, তারা আপনার ফোনের আইএমইআই নম্বরটি চেক করে ফোনের সব ডাটা বের করেছে; যেমনঃ ওয়ারেন্টি আছে কিনা, কবে বিক্রি হয়েছে ইত্যাদি।

মূল আইএমইআই নম্বরটি হয়ে থাকে ১৪ ডিজিটের। তবে পুরো আইএমইআই নম্বরটি ভেরিভাই এর জন্য এর সামনে আরো একটি সংখ্যা থাকে যা মিলে পুরো আইএমইআই নম্বরটি হয়ে যায় ১৫ ডিজিটের। তবে এখন অনেক আইএমইআই নম্বরে ডিভাইসের সফটওয়্যার ভার্সন সংস্করন এর জন্য আরেকটি সংখ্যা থাকে, ফলে আইএমইআই নম্বরটি হয়ে যায় ১৬ ডিজিটের। আর এসব আইএমইআই নম্বরকে IMEISV'ও বলা হয়।

এবার জেনে নিন আইএমইআই (IMEI) নম্বরটি দেখবেন কিভাবে?

আইএমইআই (IMEI) নম্বরটি অনেক উপায়ে দেখা যেতে পারে। তবে আমার কাছে ফোন নম্বর ডায়াল করার মত করে একতি কোড ডায়াল করে এই নম্বরটি চেক করা সবচাইতে সহজ লাগে। আপনার ফোনের ডায়ালর অপশনে গিয়ে *#06# নম্বরটি ডায়াল করলেই ফোনের আইএমইআই নম্বরটি ডিসপ্লেতে দেখতে পারবেন।

এছাড়া এন্ড্রয়েড ডিভাইসের Settings> About> Phone> Status এ গিয়ে আপনি আপনার IMEI নম্বরটি দেখতে পাবেন। আবার অ্যাপেল ইউজাররাSettings> General> About এ গিয়ে IMEI নম্বর দেখতে পাবেন। আপনার ফোন কেনার সময় সাথে থাকা বক্সে এবং ওয়ারেন্টি কার্ডেও আপনি IMEI নম্বরটি খুঁজে পাবেন।

আইএমইআই নাম্বার কতটা দরকারি?

বর্তমানে মোবাইল বৈধভাবে আমদানি করা বা দেশে উৎপাদিত কি না, তা যাচাইয়ে তথ্যভান্ডার চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকেরা সহজেই বৈধ বা অবৈধ মোবাইল চিহ্নিত করতে পারবেন।

নতুন মুঠোফোন কেনার আগে সেটির মোড়কের গায়ে লেখা ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি দেখে নিবেন। এরপর মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে 16002 নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় গ্রাহক বিটিআরসির তথ্যভান্ডারে ওই আইএমইআই নম্বরটি আছে কি না, তা জানতে পারবেন।

অনেক অবৈধ মোবাইল ফোন, যেমন: নকল আইফোন এগুলোতে IMEI নাম্বার থাকে না। আবার অনেক নকল বা অবৈধ ফোনে কারাপ্টেড IMEI নম্বর থাকে। তাই আপনার ফোন আসল কিনা বা IMEI নম্বর ভ্যালিড কিনা তা জানতে IMEI.info এর মত অনলাইন চেকার ব্যবহার করতে পারেন।

এখন অ্যাপেল বা শাওমির মত ওয়েবসাইটে তাদের ডিভাইসের IMEI ভেরিফাই করার অপশন থাকে, তাই কেনার আগে IMEI ভেরিফাই করে আসলটা কিনবেন।

আইএমইআই নাম্বার দিয়ে কি হয়?

IMEI হল একটি মোবাইল ডিভাইসের কমপ্লিট আইডেন্টিটি। ধরুন আপনার ফোন হারিয়ে গেছে, তবে আপনি বিভিন্ন এনড্রয়েড ও আইওএস অ্যাপ ব্যবহার করে, কেবল IMEI দিয়ে ফোনটি ট্র্যাক করতে পারেন। আবার আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনের জন্য থানায় অভিযোগ করতে গেলে, তারাও IMEI নাম্বার চাবে এবং তা দিয়ে আপনার ফোন ট্র্যাক করতে পারবে।

অন্যদিকে যে সব ক্লোন বা নকল আইএমইআই সংবলিত কিংবা অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত রয়ে, সে সব হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেবে বিটিআরসি।

নকল মোবাইল সেট বৈধের সুযোগ, অবৈধ আমদানি, চুরি, স্বাস্থ্য ঝুঁকি ও নকল হ্যান্ডসেট প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত ও রাজস্ব ক্ষতি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি।

পরামর্শ: আপনার ফোনের IMEI নাম্বারটি সব সময় সংরক্ষণ করুন। বলা যায় তো যায় না, ভবিষ্যতে কখন লাগবে।

তো আশা করছি পোস্ট টি ভালো লাগলে পোস্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আর প্রতিদিন এমন নৃত্য নতুন পোস্ট পেতে ভিজিট করতে থাকুন এই সাইট টি।

The post IMEI দিয়ে কি কি করা সম্ভব? জেনে নিন appeared first on Trickbd.com.

উইন্ডোজ পিসির সাথে এন্ড্রয়েড ফোন সংযুক্ত করার উপায়

Posted:

২০১৯ সালে উইন্ডোজ কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড নোটিফিকেশন ম্যানেজ করার ফিচার নিয়ে আসে মাইক্রোসফট। এরপর থেকে অ্যান্ড্রয়েড ফোনে আসা নোটিফিকেশন উইন্ডোজ ১০ বা ১১ চালিত কম্পিউটারে সরাসরি চলে আসতো, এমনকি পুরো এসএমএস হিস্টোরি ও দেখা যেতো পেন্ডিং নোটিফিকেশন এর পাশাপাশি।

এছাড়া সরাসরি কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনে আসা মেসেজ এর রিপ্লাই দেওয়া বা নতুন টেক্সট মেসেজ লেখার সুবিধাও রয়েছে। উইন্ডোজে পূর্বে Your Phone নামে পরিচিত এই ফিচারটিকে Phone Link নামে রিব্র্যান্ডিং করেছে মাইক্রোসফট।

উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ চালিত কম্পিউটারগুলোতে ফোন লিংক অ্যাপ ব্যবহার করে কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশন চেক করা যাবে। যাদের ফোন ও কম্পিউটার একই সাথে ব্যবহারের অভ্যাস আছে, তাদের এই ফিচারটি বেশ কাজে আসবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে Phone Link অ্যাপটি সেটআপ করতে হয়।

 

উইন্ডোজ ১০ বা উইন্ডোজ ১১ চালিত কম্পিউটারে সার্চ করলেই Phone Link অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি ইতিমধ্যে ইন্সটল করা না থাকলে মাইক্রোসফট স্টোর থেকে ইন্সটল করে দিন। এছাড়া মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপটি সার্চ করে জানতে পারবেন অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেটেড রয়েছে কিনা। অ্যাপটির আপডেট পেন্ডিং থাকলে, প্রথমে অ্যাপ আপডেট করে নিন।

অ্যাপ ডাউনলোড করার পর এবার অ্যাপটি ওপেন করুন ও Get Started অপশনে ক্লিক করুন। এরপর মাইক্রোসফট একাউন্টে লগিন করুন। ইতিমধ্যে মাইক্রোসফট একাউন্ট না থাকলে একটি নতুন একাউন্ট খুলে নিন, এটি ফোন আর পিসিকে লিংক করতে কাজে আসবে।

এরপর আসবে মোবাইলের অ্যাপটি সেট করার পালা। কম্পিউটারে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে অ্যান্ড্রয়েড ফোনে Phone Link অ্যাপটি ইন্সটল করুন।

উইন্ডোজ পিসির সাথে এন্ড্রয়েড ফোন সংযুক্ত করার উপায়

এছাড়া সরাসরি প্লে স্টোরে সার্চ করেও অ্যাপটি খুঁজে নিয়ে ইন্সটল করতে পারবেন। আপনার কাছে যদি সার্ফেস ডুয়ো বা নির্দিষ্ট কিছু স্যামসাং ডিভাইস থাকে, সেক্ষেত্রে ইতিমধ্যে ফোনে Phone Link অ্যাপটি ইন্সটল করা থাকতে পারে।

অ্যাপ ইন্সটল করা সম্পন্ন হলে এরপর কম্পিউটারে ফিরে আসুন। এবার "I have the Link to Windows app" এর পাশে থাকা চেক বক্স চেক করে দিন ও Pair with QR code অপশনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে একটি কিউআর কোড দেখতে পাবেন, যা ব্যবহার করে ফোন ও কম্পিউটার লিংক করবেন।

উইন্ডোজ পিসির সাথে এন্ড্রয়েড ফোন কানেক্ট করার উপায়

এবার ফোনে ফেরত আসা যাক। ফোনে থাকা "QR code on your PC is ready" অপশনের পাশে থাকা চেকবক্সটি মার্ক করে দিন ও "Continue" অপশনে ট্যাপ করুন। এরপর মোবাইলে "take pictures and record video" পারমিশন চাইলে তা Allow করে দিন। এরপর ফোনের ক্যামেরা দ্বারা কম্পিউটারে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করলে ফোন ও পিসি কানেক্ট হয়ে যাবে।

এরপর ফোনে প্রদর্শিত বিভিন্ন পারমিশন Allow করে দিন। কানেক্টেড থাকতে ব্যাটারি লাইফে প্রভাব পড়তে পারে নোটিস দেখবেন, Continue তে ট্যাপ করুন। এরপর আপনার কম্পিউটার চেক করতে বলা হবে ও কম্পিউটারে দেখবেন এই সফলভাবে মোবাইল ও কম্পিউটার কানেক্ট হয়েছে।

এবার ফেরত আসি কম্পিউটারে। কম্পিউটারে অ্যাপে আপনাকে ওয়েলকাম করা হবে। উইন্ডোজ ১১ ব্যবহার করলে টাস্কবারে অ্যাপটিকে পিন করতেও বলা হবে। এরপর অ্যাপটি দ্বারা বিভিন্ন সুবিধা পাওয়া যাবে, যেমনঃ নোটিফিকেশন দেখা, টেক্সট মেসেজ পাঠানো, ফটো দেখা বা কল করা, ইত্যাদি পিসি স্ক্রিনে দেখতে পাবেন।

এই পর্যন্ত আসলে আপনার কম্পিউটার আর মোবাইল তো লিংক হয়ে যাবে, কিন্তু ফোনের নোটিফিকেশন কম্পিউটারে দেখতে চাইলে ছোট কিছু কাজ বাকি রয়েছে।

আপনি যদি এখনো ওপেনিং স্ক্রিনে থাকেন, তাহলে See my notifications অপশনে ক্লিক করতে পারেন। যদি সরাসরি Phone Link অ্যাপের মেইন স্ক্রিনে চলে আসে, তবে বামদিকের মেন্যুতে Notifications অপশনে ক্লিক করুন ও এরপর নোটিফিকেশন সিঙ্ক ফিচারটির পারমিশন এলাউ করে দিন। এরপর নোটিফিকেশন অ্যাকসেস এর বিষয়টি নিশ্চিত করা হবে।

উইন্ডোজ পিসির সাথে এন্ড্রয়েড ফোন যুক্ত করার নিয়ম

ব্যাস, হয়ে গেলো আমাদের এই সেটাপের সমাপ্তি। এখন থেকে ফোনে আসা সকল নোটিফিকেশন কম্পিউটারে পেয়ে যাবেন। এছাড়া টেক্সট মেসেজও ফোন লিংক অ্যাপে দেখতে ও রিপ্লাই করতে পারবেন। ফোনের ছবি দেখা, এমনকি কল ও করা যাবে কম্পিউটার থেকে। ফোনের ডু নট ডিস্টার্ব, ব্লুটুথ, ভলিউম কমানো / বাড়ানো, অডিও প্লেয়ার চালু / বন্ধ ও করা যাবে কম্পিউটারে থেকেই।

 

The post উইন্ডোজ পিসির সাথে এন্ড্রয়েড ফোন সংযুক্ত করার উপায় appeared first on Trickbd.com.

হোয়াটসঅ্যাপে আসছে নতুন কমিউনিটি ফিচার

Posted:

হোয়াটসঅ্যাপে আসলো এখন পর্যন্ত সবচেয়ে বড় আপডেট। এই আপডেটে "কমিউনিটিস" যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে, যা হোয়াটসঅ্যাপে মেসেজিংকে সম্পূর্ণ নতুন মাত্রা প্রদান করবে। চলুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ কমিউনিউটিস সম্পর্কে বিস্তারিত।

কমিউনিউটিস ফিচার এর সংযোজনের কারণে বেশ কিছু অসাধারণ পরিবর্তন এসেছে হোয়াটসঅ্যাপে। বিশেষ করে অধিক মেম্বারের গ্রুপগুলো কমিউনিটিস এর সেরা সুবিধা উপভোগ করতে পারবে। ফাইল শেয়ারিং, ৩২জনের গ্রুপ কল ও ইমোজি রিয়েকশন এর মত নতুন ফিচারের পাশাপাশি আরো যুক্ত হয়েছে এডমিন টুলস ও মডারেশন কন্ট্রোলস।

সাধারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে ২৫৬ জন মানুষ অংশ নিতে পারেন। কমিউনিটিতে হাজার হাজার ব্যবহারকারী অংশ নিতে পারবেন। প্রায় অনেকটা সময় কমিউনিটিস ফিচারটি নিয়ে কাজ করে আসছে হোয়াটসঅ্যাপ। বেশ অনেকদিন ধরে অ্যাপটিতে এই ফিচার যুক্ত হওয়ার গুঞ্জন চলে আসছিলো। অবশেষে এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার ব্যাপারটি অফিসিয়াল হলো।

হোয়াটসঅ্যাপ এর এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থার জন্য প্রচুর প্রাইভেট কমিউনিটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। মূলত এই বিষয়টিকে পুঁজি করে হোয়াটসঅ্যাপ এর এই নতুন "Communities" নামের ফিচারটি জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

টেলিগ্রাম এর মত প্রাইভেসি ফোকাসড অ্যাপকে হোয়াটসঅ্যাপ কমিউনিটিস ফিচারটি প্রতিযোগিতা দিতে পারে। সাম্প্রতিক সময়ে আইমেসেজ ও সিগনাল এর মত প্রাইভেট মেসেজিং অ্যাপগুলোর ব্যবহার বেড়েছে। একই সাথে গ্রুপমি, ব্যান্ড, রিমাইন্ড, ইত্যাদি অ্যাপ ও প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে গ্রুপ চ্যাটের মাধ্যমে যোগাযোগের জন্য।

"অনলাইনে যোগাযোগের মাধ্যম পরিবর্তিত হচ্ছে যা এখন দৃশ্যমান। আমাদের মধ্যে অধিকাংশ ব্যবহারকারী সোশ্যাল নেটওয়ার্ক ও ফিডস ব্যবহার করে মজার কনটেন্ট খুঁজে পাই ও আপডেটেড থাকি। তবে আরো গভীরভাবে যোগাযোগের অংশ হিসেবে মেসেজিং বর্তমানে ডিজিটাল জীবনের অংশ হয়ে উঠেছে। এনক্রিপশনের ফলে এটি অধিক নিরাপদ, যার ফলে চ্যাটগুলো অপেক্ষাকৃত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ," নতুন ফিচার সম্পর্কে এক ফেসবুক পোস্টে এসব অভিব্যক্তি ব্যক্ত করেন সিইও, মার্ক জাকারবার্গ।

হোয়াটসঅ্যাপ কমিউনিউটিস ফিচারটি অনেকটা ফেসবুক গ্রুপ এর মতোই কাজ করবে। ফেসবুক গ্রুপের মত হোয়াটসঅ্যাপ কমিউনিটিস ব্যবহার করে বিভিন্ন অরগানাইজেশন, ক্লাস ও স্কুল তাদের সদস্যদের নেটওয়ার্ক তৈরী করতে পারবে ও সাথে বজায় থাকবে ভার্চুয়াল যোগাযোগ। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে সাব-গ্রুপ ফিচারও থাকবে যেখানে মেম্বাররা ছোট ছোট দলে আলাপ করতে পারবেন।

তবে ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ একে অন্যের পরিপূরক হয়ে উঠতে পারে, এমন কোনো সম্ভাবনা নেই। দুই ধরনের গ্রুপের ধরন ও গঠনের পেছন কারণ বেশ আলাদা। ফেসবুক গ্রুপসমূহ একই বিষয়ে ইন্টারেস্ট যোগাযোগবিহীন অপরিচিত মানুষদের এক ছাতার নিচে আনতে চেষ্টা করতে পারে। অন্যদিকে হোয়াটসঅ্য্যপ কমিউনিটিস হলো প্রাইভেট ও পারসোনাল গ্রুপ, যেখানে মেম্বাররা ইতিমধ্যে পরিচিত এমনকি একে অন্যের সাথে একাধিক উপায়ে সংযুক্ত।

ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ এর মধ্যে আরেকটি পার্থক্য হলো গ্রুপসমূহ পাবলিক বা প্ল্যাটফর্মে সার্চ করে খুঁজে নেওয়া গেলেও হোয়াটসঅ্যাপ কমিউনিটিস এ সার্চ করে গ্রুপ খোজাঁ যাবেনা। একটি কমিউনিটিস এ কোনো ব্যক্তিকে ইনভাইট করলে তবেই সেই ব্যক্তি জয়েন করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে আসছে নতুন কমিউনিটি ফিচার

এডমিনগণ চাইলে ইতিমধ্যে রয়েছে এমন গ্রুপগুলোকে কমিউনিটিস এর সাথে লিংক করতে পারবেন, আবার চাইলে সম্পূর্ণ স্ক্র‍্যাচ থেকেও গ্রুপ তৈরী করতে পারবেন। হোয়াটসঅ্যাপ এর বিশ্বাস হলো এমন অনেক গ্রুপ চ্যাট রয়েছে যা হোয়াটসঅ্যাপ কমিউনিটিস ফিচারটির যথাযথ ব্যবহারে সক্ষম হবে।

কমিউনিটিস ম্যানেজ করার জন্য এডিমনদের জন্য নতুন কিছু ফিচার আনা হয়েছে। কোনো মেম্বারকে আলাদাভাবে কমিউনিটিতে এড করা যাবে, আবার চাইলে ইনভাইট লিংক দ্বারাও নতুন মেম্বার জয়েন হতে পারবেন। গ্রুপের যেকোনো মেম্বারকে রিমুভ করার ক্ষমতা রয়েছে এডমিন এর কাছে। এছাড়া কমিউনিটি গ্রুপে শুধুমাত্র নির্দিষ্ট কিছু এডমিন এনাউন্সমেন্ট শেয়ার করতে পারবেন।

উল্লেখিত সকল আপকামিং ফিচার হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই পেয়ে যাবেন সকল ব্যববারকারী। একনজরে নতুন আসা ফিচারগুলোতে চোখ বুলিয়ে নেওয়া যাক।

  • রিয়েকশনঃ হোয়াটসঅ্যাপ মেসেজে রিয়েকশন এড করার সুবিধা যুক্ত হতে যাচ্ছে যার ফলে চ্যাটে প্রচুর মেসেজ প্রদান ছাড়াই সকলে তাদের মতামত প্রদান করতে পারবে
  • এডমিন ডিলিটঃ একজন গ্রুপ এডমিন চাইলে  কোনো ধরনের ভুল বা সমস্যাপূর্ণ মেসেজ রিমুভ করতে পারবেন যা সকল গ্রুপ মেম্বারের ডিভাইস থেকেও মুছে যাবে
  • ফাইল শেয়ারিংঃ আগের ফাইল শেয়ারিং লিমিটকে বাড়িয়ে নতুন ফাইল সাইজ লিমিট ২জিবি করা হয়েছে যার ফলে গ্রুপে বড় ফাইলগুলো পাঠানো যাবে নিশ্চিন্তে
  • ভয়েস কলঃ একই কলে সর্বোচ্চ ৩২জনকে নিয়ে একই সাথে লাইভে কলিং এর সুবিধা আসছে

এই ছিলো হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার, কমিউনিটিস এর আদ্যোপান্ত। ফিচারটি পুরোপুরিভাবে সকলের জন্য উন্মুক্ত করা হলে আমাদের ওয়েবসাইটে এটি ব্যবহারের গাইড পেয়ে যাবেন। আপনার কাছে ফিচারটি কেমন লেগেছে তা আমাদেরকে জানান কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে।

The post হোয়াটসঅ্যাপে আসছে নতুন কমিউনিটি ফিচার appeared first on Trickbd.com.

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডাটা কপি করার উপায়

Posted:

আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন ও আপনার পরবর্তী ডিভাইস যদি আইফোন বা আইপ্যাড হয়, তাহলে এই টিউটোরিয়াল পোস্টটি আপনার জন্য। অ্যাপল এর Move to iOS অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডাটা নিয়ে যাওয়া বেশ সহজ।

পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে থাকা ফটো, কন্টাক্ট, ক্যালেন্ডার ও একাউন্ট খুব সহজে আপনার নতুন আইফোন বা আইপ্যাডে কপি করতে পারেন। ওয়াই-ফাই কানেকশন এর সাহায্যে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে সকল ডাটা মুভ করা যাবে।

চলুন জেনে নেওয়া যাক পুরোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে নতুন আইফোন বা আইপ্যাডে সুইচ করার সময় কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে থাকা ডাটা আইফোন বা আইপ্যাডে কপি করবেন। অর্থাৎ এই পোস্টে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইফোনে সুইচ করার সময় ডাটা কপি করার নিয়ম জানবেন।

 

এখানে যেহেতু আপনি নতুন আইফোনে আপনার আগের অ্যান্ড্রয়েড ফোনের ডাটা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ধরে নিলাম আপনার আইফোন ইতিমধ্যে রিসেট করা আছে।

আইফোন বা আইপ্যাড এর ক্ষেত্রে এই সেটাপ প্রক্রিয়াসহ অ্যান্ড্রয়েড থেকে ডাটা কপি করার প্রক্রিয়াটি একই। তাই এখানে বুঝার সুবিধার্থে আমরা শুধু আইফোন কে উল্লেখ করবো, যাতে ডাটা কপি করা হবে।

 

আইফোন রিসেট করার পর তা চালু করুন। এরপর বিভিন্ন ভাষায় Hello লেখাটি দেখতে পাবেন। এরপর পরবর্তী ধাপে আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন। বুঝার সুবিধার্থে ইংরেজি ভাষা নির্বাচনের পরামর্শ থাকবে।

এরপর Set Up Manually অপশন সিলেক্ট করে এগিয়ে যান। এরপর ডিভাইসে ওয়াই-ফাই কানেকশনের প্রয়োজন হবে। ওয়াই-ফাই কানেক্ট করুন।

এরপর চাইলে টাচ আইডি, ফেস আইডি বা পাসকোড সেট করতে পারবেন। তবে চাইলে "Set up later" অপশন সিলেক্ট করে এই কাজটি পরেও করতে পারবেন।

এবার আইফোনের স্ক্রিনে "Apps & Data" শিরোনাম যুক্ত স্ক্রিন দেখতে পাবেন। এই অপশনে বিভিন্ন উপায়ে আইফোনে ডাটা রিস্টোর এর অপশন দেখতে পাবেন। "Move Data from Android" অপশন সিলেক্ট করুন।

এরপর আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস সেটআপের পালা। অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে "Move to iOS" অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটলের পর অ্যাপটি ওপেন করুন। Continue তে ট্যাপ করুন ও টার্মস এন্ড কন্ডিশনে Agree তে ট্যাপ করুন।

এবার ফেরত আসি আইফোনে। আইফোনের স্ক্রিনে প্রদর্শিত ৬ থেকে ১০ সংখ্যার একটি কোড দেখতে পাবেন। এই কোডটি অ্যান্ড্রয়েড ফোনে প্রদান করলে উভয় ডিভাইস অথোরাইজেশন সম্পন্ন হবে।

এরপর আপনার আইফোনে একটি টেম্পরারি ওয়াই-ফাই কানেকশন তৈরী হবে। অ্যান্ড্রয়েড ডিভাইসটি এই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করুন। এরপর অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে যেসব কনটেন্ট আইফোনে নিয়ে আসতে চান, সেসব কনটেন্ট সিলেক্ট করুন ও স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করুন।

ট্রান্সফার সম্পন্ন হওয়া পর্যন্ত অ্যান্ড্রয়েড ও অ্যাপল ডিভাইস কাছাকাছি রাখুন। এছাড়া ব্যাটারির চার্জ এর কারণে যাতে ট্রান্সফার বিঘ্নিত না হয়, তাই উভয় ফোন চার্জে লাগিয়ে রাখতে পারেন।

এরপর আপনার আইফোনে একটি টেম্পরারি ওয়াই-ফাই কানেকশন তৈরী হবে। অ্যান্ড্রয়েড ডিভাইসটি এই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করুন। এরপর অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে যেসব কনটেন্ট আইফোনে নিয়ে আসতে চান, সেসব কনটেন্ট সিলেক্ট করুন ও স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করুন।

ট্রান্সফার সম্পন্ন হওয়া পর্যন্ত অ্যান্ড্রয়েড ও অ্যাপল ডিভাইস কাছাকাছি রাখুন। এছাড়া ব্যাটারির চার্জ এর কারণে যাতে ট্রান্সফার বিঘ্নিত না হয়, তাই উভয় ফোন চার্জে লাগিয়ে রাখতে পারেন।

The post অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডাটা কপি করার উপায় appeared first on Trickbd.com.

চলতি বছরই বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপেলের জনপ্রিয় ঘড়ি, শুরু হয়ে গেছে জল্পনা

Posted:

অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ বন্ধ করার পরিকল্পনার পিছনে কী রয়েছে? তাই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলেছেন, বর্তমানে যেসব বিষয়গুলির চাহিদা বেশি সেগুলি কখনই পুরণ করতে পারবে না watchOSএর একটি নতুন সংস্করণ।

Apple Watch Series 7 | Apple Gadgets

টানা পাঁচ বছর ধরে ভক্তদের মন জয় করে নিয়েছিল। কিন্তু এবার টেক-জায়েন্ট অ্যাপেল (Apple) তার জনপ্রিয় ওয়াচ সিরিজ (ঘড়ি)-৩ (Watch Serise 3) বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। যদিও এই বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত অ্যাপেল কিছুই জানায়নি।  বিশ্লেষক মিং-চি কুও (Ming Chi Kuo) থেকে পাওয়া গেছে এই গোপন তথ্যটি।

Apple Watch Nike Series 7 GPS, 41mm Starlight Aluminum Case with Pure  Platinum/Black Nike Sport Band - Apple

অ্যাপেল ওয়াচ সিরিজ ৩ বন্ধ করার পরিকল্পনার পিছনে কী রয়েছে? তাই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলেছেন, বর্তমানে যেসব বিষয়গুলির চাহিদা বেশি সেগুলি কখনই পুরণ করতে পারবে না watchOSএর একটি নতুন সংস্করণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে ওয়াচওএস ডাবড ও ওয়াচ এস৯এর পরবর্তী পুনরাবৃত্তি এই বছরের শেষ দিকে ওয়ার্ল্ডওয়াড ডেভেল পারস কনফারেন্স এর সময় ঘোষণা করা হতে পারে। একই ইভেন্ট অ্যাপেল পরবর্তী iOS, macOS এবং TVOS- সম্পর্কিত তথ্য সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে পারে।

See the source image

কুও শেষপর্যন্ত যে টুইটগুলির মাধ্যমে জানিয়েছে, Apple Watcg Series 3 পুরনো হার্ডওয়্যারের কারণে ২০২২ সালের প্রথম তিন মাসের মধ্যেই বন্ধ করে দিতে পারে উৎপাদন। এই ওয়াচ সিরিজটি ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল। গত পাঁচ বছর ধরে চা ব্যবহারকারীদের মন কেড়ে নিয়েছে। পুরনো যেসমস্ত ঘড়ি অ্যাপেল এখনও বিক্রি করে তার মধ্যে এটি একমাত্র। সমকালীন সমস্ত ঘড়ির উৎপাদনই বন্ধ করে দিয়েছে অ্যাপেল।

 

ওয়াচ সিরিজ এস৩ চিপ দ্বারা চলে। যা অ্যাপেল ওয়াচ SEতেও পাওয়া যায় এস৫ চিপের পাশাপাশি অ্যাপেল ওয়াচ সিরিজ ৭ এর জন্য এস ৭ এর সঙ্গে তুলনা করা হচ্ছে। সিরিজটি ওয়াচ সিরিজ ৩ বন্ধ হয়ে যাওযায় ওয়াচ সিরিজ ৪ সবথেকে পুরনো মডেল যা বাজারে পাওয়া যাবে।

তবে ওয়াচ সিরিজ৪ নিয়ে কিছু গুজব রয়েছে। অ্যাপল ওয়াচ সিরিজ৭ লঞ্চ করেছে। S7একটি চিপসেট। এটি ইসিজি, হার্টরেট মনিটারিং ও আরও অনেক কিছুই করতে পারে। গুজব অনুযায়ী কোম্পানির আসন্ন ঘড়িগুলি ওয়াচ সিরিজ ৪ বা watchOS 9এর মতই হতে পারে। তা হলে সেগুলি এই ঘড়িগুলির দ্বিতীয় প্রজন্মের মত হতে পারে।

The post চলতি বছরই বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপেলের জনপ্রিয় ঘড়ি, শুরু হয়ে গেছে জল্পনা appeared first on Trickbd.com.

এন্ড্রয়েড কল রেকর্ডিং অ্যাপ বন্ধ হয়ে যাবে – প্লে স্টোরে নতুন নিয়ম

Posted:

স্মার্টফোনে কল রেকর্ডিং অ্যাপ ব্যবহার করেন অনেকেই। কোনো কোনো ফোনে কল রেকর্ডিং ফিচার আগে থেকেই উপস্থিত থাকে। সেসব ফোনে আলাদাভাবে থার্ড পার্টি কল রেকর্ডার অ্যাপ ইনস্টল করার দরকার হয়না। কিন্তু অনেক ফোনে কল রেকর্ডিং ফাংশনালিটি বিল্ট-ইন থাকেনা। সেসব ক্ষেত্রে অনেক ব্যবহারকারী প্লে স্টোর থেকে কোনো একটি কল রেকর্ডার অ্যাপ ডাউনলোড করে নেন।

যদিও কাউকে না জানিয়ে তার সাথে চলমান কথপোকথন রেকর্ড করা অনেক দেশে বেআইনি। আবার এটা অনেকটা বিব্রতকরও বটে। আপনি যদি কাউকে জানিয়ে কল রেকর্ড করেন তাহলে দেখবেন অনেকেই আপনার সাথে কথা বলতে বিব্রত বোধ করবেন। আবার কাউকে না জানিয়ে কল রেকর্ড করার ব্যাপারটিও অনেকে অনৈতিক বলে মনে করেন।

এন্ড্রয়েডের ডেভেলপার গুগলও এ কথা জানে। তাই গুগল অনেক আগে থেকেই ফোনে কল রেকর্ডিংকে নিরুৎসাহিত করে এসেছে। এন্ড্রয়েড ৬ রিলিজের সাথে গুগল অফিসিয়াল এন্ড্রয়েড কল রেকর্ডিং এপিআই বন্ধ করে দিয়েছিল। এর পরেও ডেভলপাররা কোনো না কোনো ভাবে বিষয়টি ম্যানেজ করে কল রেকর্ডিং ফাংশনালিটি ব্যবহার করত। কিন্তু এন্ড্রয়েড ১০ দ্বারা সেই সুবিধাও বন্ধ হয়ে যায়। পরে ডেভলপাররা এন্ড্রয়েডের এক্সেসিবিলিটি সার্ভিস ব্যবহার করে আনঅফিসিয়ালভাবে কল রেকর্ডিং সিস্টেম ব্যবহার করত।

 

কিন্তু সম্প্রতি গুগল প্লে ডেভেলপার পলিসি আপডেট থেকে এটা জানা গেছে যে, এখন থেকে যেসব অ্যাপ কল রেকর্ডিংয়ের জন্য আনঅফিসিয়ালভাবে এক্সেসিবিলিটি সার্ভিস ব্যবহার করবে সেগুলো প্লে স্টোরের পলিসি ভঙ্গ করেছে বলে বিবেচিত হবে।

এর মানে হচ্ছে, বর্তমানে যেসব থার্ড পার্টি এন্ড্রয়েড কল রেকর্ডিং অ্যাপ আপনি প্লে স্টোরে দেখছেন সেগুলো মূলত আনঅফিসিয়ালভাবে কল রেকর্ড করার জন্য এন্ড্রয়েডের এক্সেসিবিলিটি সার্ভিস ব্যবহার করছে। প্লে স্টোরের এই নতুন পলিসি কার্যকর হবে ২০২২ এর মে মাসের ১১ তারিখ থেকে।

এরপর থেকে প্লে স্টোরে যেসব অ্যাপ কল রেকর্ডিং ফাংশন দিবে সেগুলো মূলত প্লে স্টোরের পলিসি ভঙ্গ করবে। সুতরাং গুগল সেসব অ্যাপ আর প্লে স্টোরে নাও রাখতে পারে। এভাবে হতে হতে ভবিষ্যতে আর নতুন কোনো কল রেকর্ডার অ্যাপ প্লে স্টোরে পলিসি বিরোধী হওয়ায় এপ্রুভাল না পাওয়ার সম্ভাবনা প্রবল।

তাই আপনি যদি আপনার এন্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে কোনো কল রেকর্ডার অ্যাপ ইনস্টল করে থাকেন তাহলে ১১ মে থেকে শুরু করে কোনো একসময় সেই অ্যাপটি হয়ত প্লে স্টোর থেকে বিদায় নিতে পারে। কারণ পলিসি ভঙ্গ করে অ্যাপটির ডেভেলপার হয়ত নিজের একাউন্টের জন্য ঝুঁকি নেবেন না। এছাড়া গুগলও এরকম অ্যাপ প্লে স্টোর থেকে মুছে ফেলতে পারে।

 

তাহলে কল রেকর্ডিংয়ের কী হবে? আপনার ফোনে যদি বিল্ট-ইন কোনো কল রেকর্ডিং ফিচার থাকে তাহলে সেটা এর পরেও কাজ করতে থাকবে। কারণ সেসব ক্ষেত্রে ফোনের নির্মাতা কোম্পানি এই ফিচারটি নিজেই রমের মধ্যে তৈরি করে দিয়েছে। এটা প্লে স্টোরের উপর নির্ভরশীল নয়। আবার এটা এক্সেসিবিলিটি এপিআইও ব্যবহার করেনা। সুতরাং শাওমি, অপো, রিয়েলমি, পিক্সেল প্রভৃতি যেসব ফোনে কল রেকর্ডিং ফিচার নিজ থেকেই দেয়া আছে সেগুলো এর পরেও কাজ করবে, সেগুলো এই কারণে বন্ধ হবেনা।

 

তবে গুগল পিক্সেল সহ কিছু কিছু ফোনে কল রেকর্ড করার আগে কলে থাকা উভয় ব্যক্তির কাছে একটি বার্তা শোনানো হয় যে কলটি রেকর্ড করা হচ্ছে। আবার রেকর্ডিং বন্ধ হলেও একইভাবে জানানো হয় যে রেকর্ডিং বন্ধ হয়েছে।

বর্তমানে True Caller সহ আরও বেশ কিছু অ্যাপ কল রেকর্ডিং সুবিধা দিচ্ছে। এখন নতুন এই পলিসির কারণে হয়ত শীঘ্রই আপডেটের মাধ্যমে সেসব অ্যাপ থেকে ফিচারটি বন্ধ করে দেওয়া হবে। তা না হলে অ্যাপটি নিজেই প্লে স্টোরে নিজের অস্তিত্ব হারানোর আশংকায় থাকবে।

 

The post এন্ড্রয়েড কল রেকর্ডিং অ্যাপ বন্ধ হয়ে যাবে – প্লে স্টোরে নতুন নিয়ম appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments