Search box..

টিকটকে ভিডিও ভাইরাল বা একাউন্ট গ্রো হচ্ছেনা? তাহলে এই পোস্টটি দেখুন।

টিকটকে ভিডিও ভাইরাল বা একাউন্ট গ্রো হচ্ছেনা? তাহলে এই পোস্টটি দেখুন।


টিকটকে ভিডিও ভাইরাল বা একাউন্ট গ্রো হচ্ছেনা? তাহলে এই পোস্টটি দেখুন।

Posted:

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন?

আশা করি সবাই খুব ভালো আছেন,

আমিও খুবই ভালো আছি।

আজ আমি নিয়ে এসেছি টিকটক ভিডিও ভাইরাল এবং একাউন্ট গ্রো করার কার্যকরী কিছু উপায় নিয়ে।
আমার দেখানো নিয়ম অনুসরণ করে যদি আপনারা সেটিংসগুলো সেট করে নেন, তবে অবশ্যই আপনার একাউন্ট গ্রো হবে।

★ আর পোস্ট শুরু করার আগে আরেকটি কথা,

★ যদি পোস্টের ভিতর কোনো ভুল থেকে থাকে, তাহলে আপনারা দয়া করে কমেন্টে ধরিয়ে দেবেন।

★তো চলুন শুরু করি।

★ প্রথমেই আপনি আপনার প্রোফাইলে গিয়ে (…) থ্রি ডট অপশনে ক্লিক করে সেটিংসে যাবেন।

★ তারপর এখানে খুঁজে বের করুন (content preferences)
এই অপশনটি।

★খুঁজে বের করে এই অপশনে ক্লিক করুন।

★তারপর নিচের স্ক্রিনশটের মত একটা পেইজ আসবে।
[762015]

★ এখানে Video language অপশনে ক্লিক করুন।

★ তারপর নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ আসবে, এখানে নিচের মত একটা পেইজ আসবে ।

★ এরপর Add language অপশনে ক্লিক করুন।

Add language অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশটের মত অনেকগুলো ভাষা আসবে।

★ এখানে আপনি ঐ ভাষা মার্ক করে দেবেন, যেগুলোতে আপনি ভিডিও তৈরী করেন।

★যদি আপনি একাধিক ভাষায় ভিডিও তৈরী করেন তাহলে আবারো Add language অপশনে ক্লিক করে আবারো ভাষা যোগ করে নেবেন।

★ ★★ প্রথম স্টেপ শেষ

এরপর আপনারা আরেকটি কাজ করবেন।

★ আবারো প্রোফাইলে গিয়ে (…) থ্রি ডট অপশনে ক্লিক করে
Settings d Privacy অপশনে যাবেন।
[762022]

★ Settings & Privacy অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশটের মত অনেক অপশন আসবে।

এই সবগুলো অপশন আপনারা অন করে নীল করে দেবেন।

তারপর বেড়িয়ে আসবেন।

বাস্,

(কাজ শেষ)

তো বন্ধুরা, আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে।

এই নিয়মগুলো যদি আপনি মেনে সেটিংস সেট করে নেন, তাহলে অবশ্যই আপনার একাউন্ট গ্রো হবে।

আমি আমার পোস্ট আর দীর্ঘ করতে চাইনা,

আজ এখানেই শেষ করছি।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং ট্রিকবিডিরসাথেই থাকবেন।

নমস্কার

The post টিকটকে ভিডিও ভাইরাল বা একাউন্ট গ্রো হচ্ছেনা? তাহলে এই পোস্টটি দেখুন। appeared first on Trickbd.com.

Facebook ইউজার সাবধান ! আপনার ফোন থেকে এক্ষুনি ডিলিট করুন এই App, না হলে হ্যাক হতে পারে আপনার Facebook আইডি।

Posted:

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।আমি গর্বিত, আমি বাঙালি। আমি গর্বিত ,আমি বাংলাদেশের নাগরিক।আমার পক্ষ থেকে
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সকল মুক্তিযোদ্ধা ও জাতীর বীর শহীদদের প্রতি।
যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি সোনার বাংলাদেশ।




পোষ্ট শুরু করার আগে কিছু কথা,,,, আমার আজকের এই পোষ্টটি সম্পর্ক হয়তো অনেকেই জানেন , আবার অনেকেই জানেন না।যারা জানেন না এই পোষ্টটি তাদের জন্য, আর যারা জানেন তারা এই পোষ্ট হতে 100 হাত দুরে থাকতে পারেন।

আশা করি, পোষ্টের টাইটেল দেখে বুঝতে পেরেছেন, আজ আমি কি নিয়ে পোষ্ট করব।আজকের এই পোষ্টটি এন্ড্রয়েড ইউজারদের, বিশেষ করে ফেসবুক ইউজারদের জন্য খুবই গুরত্বপুর্ন।তো চলুন বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক।

আশা করি, সকলে Play Store সম্পর্কে জানেন।এই Play Store এর নিয়ন্ত্রক হল গুগল।সম্প্রতি Google তার Play Store থেকে Craftsart Cartoon Photo Tools নামের একটি বিপজ্জনক অ্যাপ সরিয়ে দিয়েছে।Craftsart Cartoon Photo Tools অ্যাপটিতে ফেসস্টিলারের রুপে আকারে একটি ট্রোজান এই অ্যাপ ইউজারদের ব্যক্তিগত ডেটা চুরি করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দিচ্ছিল।

Facebook ইউজার সাবধান! আপনার ফোন থেকে এক্ষুনি ডিলিট করুন এই App, না হলে চুরি হবে আপনার পার্সনাল ডেটা

Android Phone ইউজারদের জন্য একটি গুরুত্বপূর্ণ খরব সামনে এসেছ। আসলে Google তার Play Store থেকে Craftsart Cartoon Photo Tools নামের একটি বিপজ্জনক অ্যাপ সরিয়ে দিয়েছে।আপনারা জানেন যে গুগল কোনো কারন ছাড়া কোনো এপ সরায় না।এই অ্যাপ ইউজারদের ব্যক্তিগত ডেটা চুরি করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দিচ্ছিল।

ব্যক্তিগত ডেটা, যেমন ফোন নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য, আপনি যে সার্চ করেছেন, আপনার মেসেজ এবং এমন অনেক ব্যক্তিগত ডিটেল চুরি করা হয়েছে৷তবে এখন এই অ্যাপটি Google Play Store থেকে সরিয়ে ফেলা হয়েছে, তবে এটি সরানোর আগে লক্ষ লক্ষ মানুষ এটি ডাউনলোড করেছে তাদের ফোনে।

তাই আপনার ফোনেও যদি এই অ্যাপটি ইনস্টাল থাকে তবে তা দেরি না করে এক্ষুনি সরিয়ে ফেলুন। মানে আপনাকে এক্ষুনি এটি আনইনস্টল করে দেওয়া উচিত।

গবেষকরা জানিয়েছেন যে Craftsart Cartoon Photo Tools অ্যাপটিতে ফেসস্টিলারের রুপে আকারে একটি ট্রোজান, যার সাহায্যে ইউজারদের সাথে ফ্রড হতে পারে।কীভাবে আপনার ডেটা চুরি করে এই অ্যাপ ডাউনলোড করার পরে, ইউজাররা যখন এই অ্যাপটি ওপেন করবে, এই অ্যাপটি ইউজারকে ফেসবুকে লগ ইন করতে বলে। ইউজাররা তাদের ফেসবুক লগইন এবং পাসওয়ার্ড ভরতে বলে। এর পর অ্যাপটি ইউজারকে অজানা রাশিয়ান সার্ভারে নিয়ে যায়।
এই সার্ভারের মাধ্যমে ইউজারদের ব্যক্তিগত ডিটেল এবং পাসওয়ার্ড হ্যাক করা হয়।



1 লাখের বেশি মানুষ এই অ্যাপটি ইনস্টল করেছেন Google Play Store-এর তথ্য অনুযায়ী, এই অ্যাপটি এখন পর্যন্ত 1 লাখের বেশি বার ইন্সটল করা হয়েছে। এর মানে হল যে অনেক লোক এখনও এই অ্যাপটি ব্যবহার করছে। আপনি যদি জ্ঞাতসারে বা অজান্তে এই অ্যাপটি ডাউনলোড করে থাকেন তবে এক্ষুনি সরিয়ে ফেলুন।

আপনার মোবাইল থেকে অ্যাপটি ডিলিট করার পরে, তাকে তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও (Facebook Password) পরিবর্তন করতে হবে।আশা করি বুঝতে পেরেছেন।


আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে।পরবর্তী পোস্টে আবারও আপনাদের কাছে ফিরে আসব।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ।

The post Facebook ইউজার সাবধান ! আপনার ফোন থেকে এক্ষুনি ডিলিট করুন এই App, না হলে হ্যাক হতে পারে আপনার Facebook আইডি। appeared first on Trickbd.com.

মাহে রমজানের রোজা সংক্রান্ত কিছু নিয়মাবলী ও মাসয়ালা সম্পার্কে জেনে নিন!

Posted:

আসসালামু আলাইকুম.
আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম
আপনাদের মাঝে আমি আসিফ।

Romjane

প্রতিটি কাজের একটি নিয়ম-শৃঙ্খলা আছে। বিশেষ করে, ইসলামের প্রতিটি কাজের জন্য শরিয়ত অনুযায়ী সুস্পষ্ট বিধি-বিধান রয়েছে। ইসলামের আওতায় যে কোনো আমল করার একমাত্র পন্থা হলো পবিত্র কোরআনের নিদের্শ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখিয়ে দেওয়া পথ বা সুন্নাহ। কোরআন-সুন্নাহর নির্দেশের বাইরে যেমন কোনো আমল নেই, তেমনি কোরআন-সুন্নাহর নিদের্শিত পথ ও পন্থার বাইরে আমল করার কোনো পদ্ধতিও নেই। মনগড়া বা ইচ্ছা মতে বা নতুনা কিছু করাকে ইসলামে 'বিদয়াত' বলে, যা সম্পূর্ণভাবে পরিত্যাজ্য। কারণ পবিত্র কোরআন ও সুন্নাহের বাইরে ইচ্চামতো বা নতুন কিছু বা বিদয়াত পালন বা চর্চা করার বিন্দুমাত্র সুযোগ ইসলামে নেই। ইসলামে আল্লাহ সুবহানাহু তায়ালার অনুগত বান্দার জন্য রয়েছে সুস্পষ্ট পথ-নিদের্শনা, যার প্রতি আনুগত্য করেই ধর্ম পালন করতে হবে।

ইসলামের অপরাপর ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল ইত্যাদি আমলের মতোই রোজা পালনের পরিষ্কার-পরিচ্ছন্ন বিধি-বিধান রয়েছে। সেগুলো ইসলামী শরিয়তের অংশ ও মাসয়ালা আকারে বর্ণিত রয়েছে। যেমন:

রোজার নিয়ত:


যেকোনো কাজের সুস্পষ্ট নিয়ত বা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যহীন কোনো কিছু করা আমল নয়। বরং জেনে, বুঝে, সিদ্ধান্ত নিয়ে ও উদ্দেশ্য ঠিক করে কাজ করা হলেই সে কাজ বা আমল স্বচ্ছ হয়। রোজার জন্যও নিয়ত করতে হবে। রোজার নিয়ত করা ফরজ। নিয়ত অর্থ অন্তরের ইচ্ছা, উদ্দেশ্য নির্ধারণ করা, সংকল্প গ্রহণ করা। দ্বিধাহীন চিত্তে নিয়ত করতে হয়। দোদুল্যমানতার মাধ্যমে সহিহ-শুদ্ধ নিয়ত হয় না। নিয়ত মনে মনে করা যায়। নিয়তের সময় এ সংকল্প করতে হয় যে, আমি আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল রোজা রাখছি। মুখে কাউকে শুনিয়ে শুনিয়ে নিয়ত করার দরকার নেই। নিয়ত নিজে নিজে স্পষ্টভাবে ও দৃঢ়তার সঙ্গে করলেই হবে। হাদিম শরিফে আছে: 'সকল আমল নিয়তের উপর নির্ভরশীল।' (বোখারি শরিফ: ১/২)

রোজার নিয়ত রাতে করাই উত্তম:


রোজার নিয়ত রোজা শুরুর আগেই করার দরকার। সাবধানতা স্বরূপ রাতেই আগত দিনের রোজা সম্পর্কে মনে মনে নিয়ত করে রাখাই উত্তম। কারণ হাদিস শরিফে এ সম্পর্কে ইঙ্গিত রয়েছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনতা থেকে বর্ণিত হয়েছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যে ব্যক্তির ফজরের আগে রোজার নিয়ত করবে না তার রোজা (পূর্ণাঙ্গ) হবে না' (আবু দাউদ শরিফ: ১/৩৩৩)। তবে, রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। আর রাত্রে নিয়ত করলেও সুবেহ সাদেক বা ফজরের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী মেলামেশার অবকাশ থাকে। এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। কারণ, আল্লাহ তায়ালা বলেছেন, 'রমজানের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে।' (সুরা বাকারা: আয়াত ১৮৭)

সাহরি খাওয়া:


রোজার উদ্দেশ্যে সাহরি খাওয়া সুন্নত। এক্ষেত্রে গলা পর্যন্ত বা পেট ভরে খাওয়া জরুরি নয়। অল্প খাওয়াই উত্তম। এতে হজম শক্তির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় না। প্রয়োজনে এক চুমুক পানি ও সামান্য কিছু খাবার গ্রহণ করলেও সাহরি খাওয়ার সুন্নত আদায় হয়ে যাবে। হাদিস শরিফে বর্ণিত হয়েছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাািিহ ওয়া সাল্লাম বলেছেন: 'তোমরা সাহরি খাও। কেননা সাহরিতে বরকত রয়েছে' (বোখারি শরিফ: ১৯২৩)। অন্য আরেক হাদিসে বলা হয়েছে: 'সাহরি খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সাহরি কর। কারণ, যারা সাহরি খায়, আল্লাহ তায়ালা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দোয়া করেন' (মুসনাদে আহমাদ: ১১০৮৬)। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন: 'আমাদের রোজা এবং আহলে কিতাব (ইহুদি-খ্রিস্টান) সম্প্রদায়ের মানুষের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া' (মুসলিম শরিফ: ১০৯৬)। সাহরি মুসলমানদের একটি বিশেষ আমল, যা পালন করা কল্যাণময়।

দেরি করে সাহরি খাওয়াঃ


সুবহে সাদিকের কাছাকাছি সময় সাহরি খাওয়া মুস্তাহাব। যাতে রোজা রাখা অধিকতর সহজ হয়। এতে ফজরের নামাজ আদায় করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে কষ্ট স্বীকার করতে হয় না। তবে, এতো দেরী করা মাকরূহ যে, সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয়। একটি হাদিসে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 'ইফতার তাড়াতাড়ি করতে এবং সাহরি শেষ সময়ে খেতে আদেশ' করেছেন। হযরত আমর ইবনে মায়মুন বলেছেন, 'সাহাবায়ে কেরাম দ্রুত ইফতার করতেন এবং দেরীতে সাহরি খেতেন।' হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন: 'আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাহরি খেয়েছি। অতঃপর তিনি নামাজে দাঁড়ালেন। হযরত আনাস তখন জিজ্ঞাসা করলেন, আজান ও সাহরির মধ্যে কতটুকু সময়ের পার্থক্য ছিল? হযরত যায়েদ বললেন, পঞ্চাশটি আয়াত পরিমাণ' (বোখারি শরিফ: ১৯২১)।

তাড়াতাড়ি ইফতারি করা:
রোজার সমাপ্তিতে দ্রুত ইফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিলম্ব না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা মুস্তাহাব। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: 'যতদিন মানুষ দেরী না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে' (মুসলিম শরিফ: ১০৯৮)। আরেকটি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, মহানবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: 'যতদিন মানুষ সময় হওয়া মাত্র ইফতার করবে, ততদিন দ্বীন বিজয়ী থাকবে। কেননা, ইহুদি ও খ্রিস্টানরা ইফতারে দেরী করে' (ইবনে মাজা শরিফ: ১৬৯৮)। তিরমিজি শরিফের একটি হাদিসে (৬৯৫) বলা হয়েছে: 'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের পূর্বেই ইফতার করতেন।'

ইফতারের মুস্তাহাব খাদ্য:


খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগরিবের নামাজের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনা খেজুর দ্বারা। আর তা না পেলে এক ঢোক পানি দ্বারা ইফতার করতেন' (তিরমিজি শরিফ: ৬৯৫)। তবে খেজুর না পেলে পানি দ্বারা শুরু করা উত্তম। স্বাস্থ্যগত দিক থেকেও সারা দিনের রোজার পর প্রথমে কিছুটা পানি পান করা উচিত। হযরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন, 'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যার কাছে খেজুর আছে সে খেজুর দ্বারা ইফতার করবে। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। কেননা, পানি হলো পবিত্র' (আবু দাউদ শরিফ: ২৩৫৫)।

ইফতারের দোয়া:


ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই এ সময় অধিক পরিমাণে দোয়া করা উচিত। ইফতার শুরু করার আগে এই দোয়া পাঠের জন্য হাদিসে বলা হয়েছে: 'হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছিলাম এবং তোমার দেওয়া রিজিক/খাদ্য দ্বারাই ইফতার করলাম' (আবু দাউদ: ২৩৫৮)। ইফতারের পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া পড়তেন: 'পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সতেজ হলো আর আল্লাহ তায়ালা চাহেন তো রোজার সাওয়াব লিপিবদ্ধ হলো' (আবু দাউদ শরিফ: ২৩৫৭)।

রোজাদারকে ইফতার করানো:

মেহমানদারি ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল। কাউকে অর্থ-সম্পদ-খাদ্য দান করাও বিরাট সাওয়াবের বিষয়। এসব ইতিবাচক আমলের সাওয়াব রমজান মাসে বৃদ্ধি করে দেওয়া হয়। বিশেষ করে, কোনো রোজাদারকে ইফতার করানো খুবই লাভজনক একটি আমল। হযরত যায়েদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু আনহু বলেন: 'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার (রোজাদারের) অনুরূপ প্রতিদান লাভ করবে। তবে রোজাদারের প্রতিদান হতে বিন্দুমাত্রও কমানো হবে না (মুসনাদে আহমাদ: ১৭০৩৩)। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে: 'যে ব্যক্তি কোনো রোজাদারকে পানাহার করিয়ে ইফতার করাবে, সে তার অনুরূপ সাওয়াব লাভ করবে' (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৭৯০৬)

বিঃদ্রঃ যদি কারোর মনে হয় আমার দেওয়া পোষ্ট ভুল আছে,তাহলে কমেন্টে সঠিক টা জানিয়ে দিবেন,ধন্যবাদ।

MixTuneBD.con

সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি আসিফ।
আল্লাহ হাফেজ.

The post মাহে রমজানের রোজা সংক্রান্ত কিছু নিয়মাবলী ও মাসয়ালা সম্পার্কে জেনে নিন! appeared first on Trickbd.com.

আপনার টিকটক ভিডিও ভাইরাল হচ্ছেনা, ভিডিও For You তে যায়না? তাহলে এই পোস্টে দেখুন ভিডিও ভাইরাল ও একাউন্ট গ্রো করার কার্যকরী উপায়।

Posted:

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন । আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে টিকটকের আপনার অ্যাকাউন্ট কে ভাইরাল করবেন অথবা আপনার টিকটক ভিডিওতে ভিউ বাড়াবেন। আমার আজকের পোস্টর দেখানো নিয়মগুলো যদি আপনি অনুসরন করেন, তাহলে আপনার একাউন্টের একটু হলেও গ্রো হবে।
তো বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের পোস্ট। আর পোস্ট শুরু করার আগে একটা কথা বলি, যদি আমার পোস্টের ভিতরে কোন ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ধরিয়ে দেবেন আমি অবশ্যই সেটা ঠিক করে দেবো।

★প্রথমে টিকটক এপে প্রবেশ করুন।

★ (Me) অপশনে ক্লিক করে নিজের প্রেফািলে যান।

★ তারপর প্রোফাইলের উপরে যে , (…) থ্রি ডট অপশন রয়েছে সেখানে ক্লিক করুন। তারপর এরকম ২ টা অপশন পাবেন।
1.creator tools
2.settings & privacy

★এখানে আপনি ২য় অপশনটিতে (settings & privacy) অপশনে ক্লিক করবেন।

★ তারপর আপনারা অনেকগুলে অপশন পাবেন, সেখান থেকে আপনি ( Manage account) এই অপশনে ক্লিক করবেন।

★তারপর নিচের স্ক্রিনশটের মত একটা পেইজ আসবে।

★এখানে ৩ টি অপশন থাকবে
1.password
2.e-mail
3. Mobile no.

★ আপনারা এখানের ৩ টাই সঠিকভাবে সেট করে নেবেন।

★★★
এখানের কাজ শেষ,
তারপর আবারও নিজের প্রোফাইলে গিয়ে (…) থ্রি ডট অপশনে ক্লিক করবেন,

★ তারপর এরকম একটা পেইজ আসবে,

★ এখান থেকে আপনাকে (report a problem) অপশনটি খুঁজে বের করতে হবে।

★ খুঁজে বের করে এই অপশনে ক্লিক করুন।

★ তারপর , নিচের স্ক্রিনশটের মত একটা পেইজ আসবে।

★ এখানে অনেক অপশন রয়েছে, এখান থেকে আপনি
( I want to grow my account) এই অপশনে ক্লিক করবেন।
তারপর নিচে দেখুন ২টা অপশন আছে

1.(Yes)

2. (No)

★ আপনি এখান থেকে (yes) অপশনে ক্লিক করবেন।

তো বন্ধুরা, আমার দেখানো নিয়ম অনুসরণ করে যদি আপনি এই দুইটি সেটিংস করিয়ে নেন, তাহলে অবশ্যই আপনার একাউন্ট গ্রো হবে।

আমি আমার পোস্ট আর দীর্ঘায়িত করতে চাইনা।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং ট্রিকবিডির সাথেই থাকবেন।

এই আশাতে আজ এখানেই শেষ করছি।
নমস্কার

The post আপনার টিকটক ভিডিও ভাইরাল হচ্ছেনা, ভিডিও For You তে যায়না? তাহলে এই পোস্টে দেখুন ভিডিও ভাইরাল ও একাউন্ট গ্রো করার কার্যকরী উপায়। appeared first on Trickbd.com.

গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর নষ্ট হবেনা, Can’t play this file সমস্যার সমাধান নিয়ে নিন।

Posted:

আমরা অনেক সময় স্ক্রিন রেকর্ডার দিয়ে গেমপ্লে কিংবা ভিডিও কল রেকর্ড করে থাকি আবার শেয়ার-ইট দিয়ে অন্য ফোন থেকে ভিডিও নিজের ফোনে নেই। কিন্তু কিছু সাধারন ভুলের কারনে এই ভিডিওগুলো চালু হয়না Error বা Can’t play this video দেখায়



এটি খুব একটা কমন ও বিরক্তিকর সমস্যা।
রিপেয়ার করার পদ্ধতি না জানার কারনে ডিলিট করে দিতে হয় ভিডিওগুলো😪😪
আর এই সমস্যাটির সহজ একটা সমাধান নিয়ে আলোচনা করব।

প্রথমে, যে ভিডিওটি ঠিক করবেন সেটি Rename করে যেকোনো একটা নাম দিন। new file নাম দিন

এই এপটি ডাউনলোড করুন
এপটির সাইজ মাত্র ৩ মেগাবাইট।
ডাউনলোড করুন
ইনস্টল করে স্ক্রিনশট ফলো করুন

Allow দিবেন।

+ এখানে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করবেন

ভিডিও টা সিলেক্ট করা হলে এইখানে ক্লিক করে যেকোনো আরেকটা ভিডিও সিলেক্ট করবেন যেটা চালু হয় বা দেখা যায়। অর্থাৎ যে ভিডিওটা চালু করতে সমস্যা হয় না ↓

এখন Repair এ ক্লিক করুন

এরপর এমন আসবে ↓

ব্যাস।
এখন কাঙ্খিত ভিডিওটি পাবেন
এখানে।



কোথাও না বুঝতে পারলে কমেন্টে জানাবেন।

কেহই ভুলের উর্দ্ধে না।
ভুল ত্রুটি মার্জনীয়

The post গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর নষ্ট হবেনা, Can't play this file সমস্যার সমাধান নিয়ে নিন। appeared first on Trickbd.com.

RRR (2022) Hindi Movie PreDvDRip Download করুন ফ্রীতে

Posted:

RRR (Rise Roar Revolt) মুভি

ট্রিপল আর ভারতের সবচেয়ে বড় অ্যাকশন ড্রামা ফিল্ম। এস এস রাজামৌলি পরিচালিত রাইজ রোর রিভল্ট আরআরআর। আরআরআর চলচ্চিত্রের গল্প লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। এনটি রামা রাও জুনিয়র এবং রাম চরণ আরআরআর সিনেমার মোট বাজেট ৪০০ কোটি। রাইজ রোর রিভোল্ট রানিং টাইম 180 মিনিট। এমএম কিরাভানি আরআরআর সিনেমার সুরকার। জুনিয়র এনটিআর, রাম চরণ RRR সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

RRR মুভিটি এস এস রাজামৌলির পরিচালনায় জুনিয়র এনটিআর এবং রাম চরণের একটি বহু-প্রতীক্ষিত মাল্টি-স্টারার।

DVV Danaya DVV এন্টারটেইনমেন্ট প্রোডাকশন ব্যানারের অধীনে এই মেগা মুভিটি প্রযোজনা করেছেন যখন এমএম কিরাভানি সঙ্গীত করেছেন এবং সুদালা অশোক তেজা এই মুভিটির জন্য গান লিখেছেন।

তরুণ টাইগার এনটিআর কোমরাম ভীমের ভূমিকায় এবং মেগা পাওয়ার স্টার রাম চরণ অভিনয় করছেন আলুরি সীতারামরাজুর ভূমিকায়। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট রামচরণের বিপরীতে অভিনয় করেছিলেন যখন হলিউড অভিনেত্রী ডেইজি এডগার জোনস এনটিআর-এর সাথে জুটি বেঁধেছিলেন।

এই সিনেমায় একটি শক্তিশালী চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। তামিল অভিনেতা সামুথিরাকানি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

গল্প

RRR সিনেমা হল একটি কাল্পনিক গল্প যা দুই কিংবদন্তি মুক্তিযোদ্ধা, আলুরি সীতারামারাজু এবং কোমারাম ভীমের উপর ভিত্তি করে। 1920 সালে সেট করা। দেশের জন্য লড়াই শুরু করার আগে সিনেমাটি তাদের দুজনকেই বাড়ি থেকে দূরে (দিল্লিতে) উন্মোচন করে।

মার্কেটিং

14 মার্চ সকাল 11:30 টায় RRR চলচ্চিত্রের প্রথম প্রেস মিট অনুষ্ঠিত হয়।

বাজেট

প্রযোজক DVV Danayya নিশ্চিত করেছেন RRR সিনেমার বাজেট 350 থেকে 400 কোটি

মুক্তির তারিখ

25 মার্চ, 2022-এ RRR মুভিটি 10টি ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পায়েছে

Download Server 1

Download Server 2

Download Server 3

&

Watch Online

ডাউনলোডে প্রব্লেম হলে বা না জানলে ভিডিও টা দেখুনঃ https://youtu.be/a-K-PtvPyKw

নতুন নতুন মুভি পেতে Telegram Channel সাবস্ক্রাইব করুন
বিঃদ্রঃ এই মুভি ডাউনলোড লিংক বিভিন্ন ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে আর এই গুলো গুগল ড্রাইভ এ আপলোড হয় তাই নিদিষ্ট কোনো ডিরেক্ট ডাউনলোড লিংক দেয়া যাচ্ছে না।

The post RRR (2022) Hindi Movie PreDvDRip Download করুন ফ্রীতে appeared first on Trickbd.com.

[Hot]বিকাশ অ্যাপ থেকে 11 টাকা রিচার্জে 11 টাকা ক্যাশ ব্যাক নিয়ে নিন!!

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
বিকাশ অ্যাপে চলতেছে দারুন অফার Bkash App দিয়ে 11 টাকা নিজ নাম্বারে বা প্রিয় নাম্বারে রিচার্জ করে নিয়ে নিন 11 টাকা ক্যাশব্যাক।

যেভাবে অফার টি উপভোগ করবেন

    •  অফারটি পেতে হলে শুধু মাত্র বিকাশ অ্যাপ দিয়ে নিজ নাম্বারে মোবাইল রিচার্জ করতে হবে।
    • অফারটি চলবে 21 থেকে 31 মার্চ পর্যন্ত।
    • ক্যাশব্যাকটি দেওয়া হবে রিচার্জ করার পরবর্তী কার্যদিবসের মধ্যে।

Note:

অফারটি সবার জন্য না তাই অফার টি নেওয়ার আগে সাপোর্টে কথা বলে নেবেন!! অফারটি চলাকালীন একবারই নেওয়া যাবে।

অফারটি নিয়ার জন্য বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ অপশন এ গিয়ে নিজ নাম্বারে বা প্রিয় নাম্বারে ১১ টাকা রিচার্জ করুন।!

আরো পড়ুন

স্টুডেন্টদের জন্য ৫ টি অনলাইন ইনকাম উপায়

 

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

The post [Hot]বিকাশ অ্যাপ থেকে 11 টাকা রিচার্জে 11 টাকা ক্যাশ ব্যাক নিয়ে নিন!! appeared first on Trickbd.com.

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে যারা এখনো নেননি তাদের জন্য

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা বাংলালিংক সিমে সম্পূর্ণ ফ্রিতে এক জিবি ইন্টারনেট বোনাস নিবেন।
শুরুতেই বলে দিচ্ছি যারা আগে এভাবে নিয়েছেন তারা কিন্তু পাবেন না।
যারা অফারটি কখনো নেননি তারা প্রত্যেকে পাবেন আশাকরি তাই চেষ্টা করে দেখবেন।
যারা আগে থেকে মাই বাংলালিংক ব্যবহার করেন তারাও কিন্তু অফারটি পাবেন যদিও এই সিস্টেমে এমবিটা না নিয়ে থাকেন।
তো নতুন বা পুরাতন সবাই ফলো করুন কিভাবে নিবেন।
প্রথমে মাই বাংলালিংক অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করেনিন এবং বাকি স্কিনশর্ট ফলো করুন।








আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে বাংলালিংক সিমে এক জিবি ইন্টারনেট বোনাস নিবেন।
তো সকলে ভালো থাকুন ( আল্লাহাফেজ)

The post বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে যারা এখনো নেননি তাদের জন্য appeared first on Trickbd.com.

Sabrina (2022) সদ্য রিলিজ হওয়া ওয়েব ফিল্ম এর ডাউনলোড লিংক। সাথে থাকছে ছোট্ট রিভিউ।

Posted:

Series : Sabrina S01 (2022)
Genre : Drama, Mystery, Politics
Episodes : 08
Duration : 20-25 Minutes
Director : Ashfaque Nipun
Cast : Mehazabien Chowdhury, Nazia Haque Orsha, Intekhab Dinar, Runa, Hasan Masud, Yash Rohan

গল্প, স্ক্রিনপ্লে, ডায়লগ ও পরিচালনা করেছে আশফাক নিপুণ।
স্ক্রিনপ্লে ছিল চমৎকার, পরিচালনা ছিল দুর্দান্ত।
খুবই ডিটেইলিং ছিল।
সাবরিনার(মেহজাবিন) তার বোনকে নিয়ে দেখানো ফ্ল্যাশব্যাক মোমেন্টগুলো ভালো ছিল।

কিন্তু গল্পে আরেকটু জোর দিলে ভাল হত। তবে হ্যা যেহেতু কাহিনী শেষ নয়, অর্থাৎ ২য় সিজন আসবে, তাই আশা করা যায় সামনে আকর্ষণীয় কিছু হবে। বিজিএম ভালোই ছিল।
অভিনয়ে সবাই সবার সেরাটা দিয়েছে।

আবার কেউ মেহজাবিন এর হলিউডের কৌতুক নিয় আইসেন না। 😑

ডাউনলোড লিংক

720p ফাইল সাইজ 1.12 GB : এখানে ক্লিক করুন

1080p ফাইল সাইজ 2.71 GB : এখানে ক্লিক করুন

নিত্যনতুন মুভি সিরিজ পেতে আমার মুভি সাইট ভিজিট করতে ভুলবেন না।
যেকোন মুভি সাইটে না পেলে Movie Request সেকশন থেকে মুভি রিকুয়েস্ট করুন, যতদ্রুত সম্ভব আপলোড করে দেওয়া হবে।

Stay Home,
Stay Safe.

The post Sabrina (2022) সদ্য রিলিজ হওয়া ওয়েব ফিল্ম এর ডাউনলোড লিংক। সাথে থাকছে ছোট্ট রিভিউ। appeared first on Trickbd.com.

Banglalink Number এ BKash, Nagad, Rockt থেকে মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ৫% পর্যন্ত ক্যাশব্যাক সবাই পাবেন।

Posted:

এখন নিজের বা প্রিয়জনের যে কোনো বাংলালিংক নাম্বারে BKash, Nagad, Upay, Rockt থেকে মোবাইল রিচার্জ করলে পাবেন সাথে সাথে ক্যাশব্যাক।

১০১ টাকা থেকে ১০০০ টাকা মোবাইল রিচার্জ করলে পাবেন ৫% পর্যন্ত ক্যাশব্যাক। ক্যাশব্যাক এর টাকা পাবে যে মোবাইল ব্যাংকিং থেকে মোবাইল রিচার্জ করছেন সে মোবাইল ব্যাংকিং একাউন্ট এ(BKash, Nagad, Rockt) এবং মোবাইল রিচার্জ করতে পারবে যত খুশি ততবার এবং নিয়ে নিন আনলিমিটেড ক্যাশব্যাক।

অফারটি চলবে আগামি ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত এবং ২৪ ঘন্টা রিচার্জ করা যাবে।

Bkash অ্যাপ, Nagad অ্যাপ, Upay অ্যাপ, Rockt অ্যাপ এবং Bkash *247#, Nagad *167#, Upay *268#, Rockt *322# ডায়াল করে রিচার্জ করতে পারবেন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post Banglalink Number এ BKash, Nagad, Rockt থেকে মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ৫% পর্যন্ত ক্যাশব্যাক সবাই পাবেন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments