মাহে রমজান ২০২২, হিজরী ১৪৪৩, সেহরী ও ইফতারের সময়সূচী (পিডিএফ ফাইল+ছবি আকারে) |
- মাহে রমজান ২০২২, হিজরী ১৪৪৩, সেহরী ও ইফতারের সময়সূচী (পিডিএফ ফাইল+ছবি আকারে)
- (সময় সীমিত) নগদে ৮৫ টাকা রিচার্জে ৮৫ টাকা ক্যাশব্যাক (১০০% ক্যাশব্যাক)!
- [hot post]একটি এপ/গেম ডাউনলোট করে দুটি গেম খেলুন তাও আবার জাভা মোবাইলে।
- তরুণরা কেনো মোবাইল ফোন সাইলেন্ট রাখে!!
- আইপিএল লাইভ ম্যাচ দেখুন কোন প্রকার বাফারিং ছাড়াই
- GP সিমে ২৫০ এমবি পর্যন্ত ফ্রি নিয়ে নিন সবাই পাবে তাড়াতাড়ি নিয়ে নিন সময় কম কিন্তু.!
- কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network) কি? জেনে নিন
- Ram এবং Rom এর মধ্যে পার্থক্য গুলো জেনে নিন
- টিকটকে ভিডিও ভাইরাল বা একাউন্ট গ্রো হচ্ছেনা? তাহলে এই পোস্টটি দেখুন।
মাহে রমজান ২০২২, হিজরী ১৪৪৩, সেহরী ও ইফতারের সময়সূচী (পিডিএফ ফাইল+ছবি আকারে) Posted: বরকতময় সিয়াম সাধনার মাস মাহে রমজানের রোজার সেহরী ও ইফতারের সময়সূচী দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্যে এখানে প্রকাশিত হয়েছে। আগামী ২রা এপ্রিল সাবান মাসের ৩০দিন পূর্ণ হয়ে ৩রা এপ্রিল ২০২২ থেকে ১৪৪৩ হিজরীর থেকে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আশা করা যাচ্ছে, এক্ষেত্রে ২রা এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশের মুসলমানগণ সেহরী খেয়ে রোজা পালন শুরু করেন। অবশ্যই চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস ও রোজা শুরু হয়ে থাকে। উল্লেখ্য যে সাবান মাস ২৯ দিনে শেষ হলে ২রা এপ্রিল তারিখ থেকেই রমজান মাস শুরু হতে পারে এক্ষেত্রে ১লা এপ্রিল তারিখ দিবাগত রাতেই সেহরী খেতে হবে এবং আমরা সেহরি-ইফতার সূচীটি সংশোধন করে প্রকাশ করব। সাবান মাস ত্রিশ দিন পূর্ন হলে মাহে রমজান শুরু হবে ৩রা এপ্রিল ২০২২ থেকে এবং সে অনুযায়ী সূচী প্রকাশ করা হল। দেশের সকল জেলার অধিবাসীগনই ঢাকা জেলার সময়ের সাথে তাদের জেলার উল্লেখিত সময় সামঞ্জস্য করে এই সূচী অনুসরণ করতে পারবেন। আরবী/হিজরি বছর একটি চন্দ্র বর্ষ যা ইসলাম ধর্মের প্রবর্তক মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সঃ) তাঁর জন্মস্থান মক্কা থেকে মদিনায় হিজরত (সফর) করার সময় থেকে মুসলমানগন গণনা করে আসছে। আর হিজরি বছরের ৯ম মাস মাহে রমজান যা মুসলমানদের জন্যে রহমত, বরকত ও নাজাত লাভের এক মহাপবিত্র মাস। রমজান মাসের পুরো মাস ব্যাপি মুসলমানগন সিয়াম পালন করে থাকেন ও সবসময় আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখেন। এই মাসে আল্লাহর ইবাদত করলে অন্য যে কোন মাসের তুলনায় বেশি নেকী পাওয়া যায়। পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কতৃক প্রকাশিত সেহরী ও ইফতারের সময়সূচী অনুসুরন করে বরাবরের মত এবারও আলোরমেলা আপনাদের জন্যে একটি চমৎকার রোজার ক্যালেন্ডার তৈরী করেছে। ক্যালেন্ডারটি আপনি নিচের এ্যাটাচমেন্ট (সংযুক্তি) থেকে পিডিএফ বা ছবি আকারে ডাউনলোড করে প্রিন্ট করে বা আপনার স্মার্ট ফোনে রেখে অনুসরন করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার পরিচিত জনদেরকেও। এছাড়াও আপনার নিশ্চই ইতিমধ্যে খেয়াল করেছেন যে ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের সুবিধার্থে আলোরমেলার ডান পাশে সাইডবারের (মোবাইল স্ক্রিনে নীচে) প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজের সময়সূচী প্রকাশিত হয়ে থাকে। ঢাকার সময় অনুযায়ী প্রকাশিত এই সূচীর সাথে আপনার এলাকার সময়ের সমন্বয় করে ব্যবহার করতে পারেন। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস শুরু হবে এবং শেষ হবে। সতর্কতার জন্যে সূর্যাস্তের তিন মিনিট পর ইফতার ও মাগরিবের আযানের সময় নির্ধারন করা হয়েছে এবং একই ভাবে সতর্কতার জন্যে সুবহি সাদিকের তিন মিনিট আগে সেহরির শেষ সময় নির্ধারন করা হয়েছে আর ফজরের আযান দিতে হবে সুবহি সাদিকের তিন মিনিট পর অর্থাৎ সেহরির শেষ সময়ে ছয় মিনিট পর ফজরের আযান দিতে হবে। ঢাকা জেলার বাইরে বসবাসরত রোজাদারগন অবশ্যই সেখানকার সেহরী ও ইফতারের স্থানীয় সময় অনুযায়ী সেহরী ও ইফতার গ্রহন করবেন। এই সেহরি-ইফতার সূচীতে দেয়া আছে কোন জেলার লোকজন ঢাকা জেলার কত মিনিট আগে বা পরে সেহরি-ইফতার পানাহার করবেন। সত্যের সন্ধানে প্রতিদিন প্রতিক্ষণ, আমাদের এই পথ চলা সব সময় ইসলামিক পোস্ট পেতে বিজিট করুন ইসলামিক সাইট www.OurislamBD.Com The post মাহে রমজান ২০২২, হিজরী ১৪৪৩, সেহরী ও ইফতারের সময়সূচী (পিডিএফ ফাইল+ছবি আকারে) appeared first on Trickbd.com. |
(সময় সীমিত) নগদে ৮৫ টাকা রিচার্জে ৮৫ টাকা ক্যাশব্যাক (১০০% ক্যাশব্যাক)! Posted: বাংলাদেশের মোবাইল ব্যাংকিং কোস্পানিগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশ সরকারের ডাক বিভাগের আওতাধীন নগদ বেশ জনপ্রিয়। তারা বাংলাদেশের অন্যান্য মোবাইল কোস্পানিগুলোর সাথে পাল্লা দিতে নিত্যনতুন অনেক ক্যাম্পেইন বা অফার দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় পোস্টের শিরোনাম অনুযায়ী তারা নতুন এই অফারটি চালু করেছে। তবে এর সময়সীমা কিন্তু বেশিদিন নেই। তাই দেরি করা যাবে না। যত দ্রুত নিয়ে নিন। তো চলুন আর কথা না বাড়িয়ে অফারটি সম্পর্কে আমরা বিস্তারিত নিচে থেকে জেনে নেই। অফারের বিবরণ: বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ ৮৫ টাকা মোবাইল রিচার্জের মাধ্যমে ৮৫ টাকা ক্যাশব্যাক এর অফার বা ক্যাম্পেইন চালু করেছে। অর্থাৎ ১০০% ক্যাশব্যাক অফার। আপনি অফারের আওতাভুক্ত কিনা? যাদের নগদ অ্যাকাউন্ট রয়েছে তারা সকলেই উক্ত অফারটির আওতাভুক্ত। তবে এখানে একটি শর্ত রয়েছে। শর্তটি হলো প্রতি মিনিটে প্রথম রিচার্জকারী উক্ত অফারের আওতাভুক্ত হবেন। তাই আপনি যদি উক্ত অফারটি পেতে চান। তাহলে অবশ্যই আপনাকে টার্গেট নিতে হবে যে, প্রতি ঘণ্টার প্রতি মিনিটের একদম প্রথমদিকে আপনাকে ৮৫ টাকা রিচার্জ করতে হবে। অফারটি কী সকল অফারেটরের ক্ষেত্রে প্রযোজ্য? নিজের নাম্বারে রিচার্জ করতে হবে? নাকি যেকোন নাম্বারে রিচার্জ করা যাবে। আপনি আপনার নাম্বারেও রিচার্জ করতে পারেন। অথবা আপনি অন্য যে কারো মোবাইলেও রিচার্জ করতে পারবেন। অফারটির মেয়াদকাল: অফারটি শুরু হয়েছে গত ২৫ই মার্চ ২০২২ইং তারিখে। যা আগামী ২৭শে মার্চ ২০২২ইং তারিখে। আর হ্যাঁ, অবশ্যই এটি কিন্তু আপনাকে সকাল ১০:০০ ঘটিকা হইতে রাত ৭:৫৯ ঘটিকার মধ্যে নিতে হবে। তাই যত দ্রুত সম্ভব অফারটি নিয়ে নিন। কারণ আর মাত্র সময় আছে একদিন। পরামর্শ: আপনি অ্যাপ বা ডায়াল বক্স যে প্রক্রিয়াই রিচার্জ করেন না কেন। আপনি মিনিট শুরু হওয়ার আগেই সম্পূর্ণ প্রক্রিয়া অর্থাৎ নগদ থেকে রিচার্জ করার যে কার্যক্রম সম্পাদন করতে তা শেষ করে প্রস্তুতি নিয়ে রাখবেন। যাতে করে মিনিট শুরু হওয়ার সাথেই সাথেই অ্যাপ হলে ট্যাপ বাটনে ক্লিক করতে পারেন। আর ডায়াল বক্স হলে সেন্ড বাটনে ক্লিক করতে পারেন। তাহলেই আপনি উক্ত অফারটির আওতাভুক্ত হবেন। আর হ্যাঁ, আমি সবার কাছে দুঃখিত। দেরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেননা অফারটি গতকাল থেকে চালু হয়েছে। ইতিমধ্যে গতকাল এবং আজকে সহ দুইদিন ওভার হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন। সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন। The post (সময় সীমিত) নগদে ৮৫ টাকা রিচার্জে ৮৫ টাকা ক্যাশব্যাক (১০০% ক্যাশব্যাক)! appeared first on Trickbd.com. |
[hot post]একটি এপ/গেম ডাউনলোট করে দুটি গেম খেলুন তাও আবার জাভা মোবাইলে। Posted: ট্রিকবিডিতে সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটি গেম যেখানে আপনি দুটি গেম খেলতে পারবেন। 1.Castle Defender গেমটি সম্পর্কে: এটি একটি শুটিং গেম।এখানে ওপর থেকে শত্রুরা আপনাকে আক্রমন করবে।গেমটিতে আমার কাছে যে জিনিসটি সবচেয়ে ভালো লেগেছে তা হল এই গেমটির অটো শুট,,,কারন এখানে আপনাকে প্রত্যেকবার ওকে প্রেস করে শুট করতে হবে না।আপনাকে শুধু শত্রুদের প্রতি টার্গেট ঠিক করে নিতে হবে।এই গেমটির গ্রাফিক্সও অনেক ভালো।আপনি এই গেমটি গুগলে সার্চ করলে সিঙ্গেল পেয়ে যাবেন। তো এখন চলুন গেমটির কয়েকটি Screenshot দেখে নেয়া যাক। যেভাবে খেলবেন:খেলা শুরু হওয়ার আগে আপনাকে কিছু দিকনির্দেশনা দিবে.. এগুলো আপনাকে ঠিকভাবে মানতে হবে।এই খেলাটির মেইন বিষয় হল টার্গেট ঠিক রাখা।কারন আমি আপনাদের আগেই বলেছি এই গেমটি তে আপনাকে প্রত্যেকবার ওকে প্রেস করে শুট করতে হবে না।আপনাকে শুধু 4 এবং 6 প্রেস করে গেমটি খেলতে হবে।4 প্রেস করে বামে এবং 6 প্রেস করে ডানে টার্গেট করতে পারবেন।এভাবে খেলতে থাকলে কিছুক্ষন পর দেখবেন লেভেল আপ হবে। 1.Jewel Explosion গেমটি সম্পর্কে: এটি একটি Puzzle গেম।এখানে আপনাকে কালার মিলাতে হবে।সর্বনিম্ন তিনটি কালার আপনি মিলাতে পারবেন।এমনিতে আমি Puzzle গেম খেলতে পছন্দ করি না।কিন্তু এই গেমটির গ্রাফিক্স এতই সুন্দর যে,, যে কেউ এই গেমটির প্রতি আকৃষ্ট হয়ে যাবে।আর এই গেমটিতে জিনিসটি সবচেয়ে ভালো লেগেছে তা হল এই গেমটির গ্রাফিক্স,,আপনি এই গেমটি গুগলে সার্চ করলে সিঙ্গেল পেয়ে যাবেন। তো এখন চলুন গেমটির কয়েকটি Screenshot দেখে নেয়া যাক। যেভাবে খেলবেন:খেলা শুরু হওয়ার আগে আপনাকে কিছু দিকনির্দেশনা দিবে.. এগুলো আপনাকে ঠিকভাবে মানতে হবে।এই খেলাটির মেইন বিষয় হল কালার মিলানো।যেখানে দেখবেন 3 অথবা 3+ কালার মিলে যাচ্ছে,,, 2,4,6 এবং 8 প্রেস করে আপনাকে সেইখানে গিয়ে কালারগুলো মিলাতে হবে।এখন প্রশ্ন হল কীভাবে কালার মিলাবেন।তো কালার মিলানোর জন্য আপনাকে উক্ত কালার এর উপর গিয়ে 5 প্রেস করতে হবে এবং ওই কালারকে যেদিকে নিয়ে যেতে চান, সেই অনুসারে 2,4,6,8 প্রেস করতে হবে।এভাবে খেলতে থাকলে কিছুক্ষন পর দেখবেন লেভেল আপ হবে। আশা করি গেম দুটি আপনাদের ভালোই লেগেছে।তো আপনারা গেম দুটি খেলতে থাকুন।গেমটিতে অনেক লেভেল আছে।গেম দুটি অনেক মজার গেম।তাই ভাবলাম আপনাদের সাথেও গেম দুটি শেয়ার করি। Download Game
আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে।পরবর্তী পোস্টে আবারও আপনাদের কাছে ফিরে আসব।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ। The post [hot post]একটি এপ/গেম ডাউনলোট করে দুটি গেম খেলুন তাও আবার জাভা মোবাইলে। appeared first on Trickbd.com. |
তরুণরা কেনো মোবাইল ফোন সাইলেন্ট রাখে!! Posted: আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। বেশি দেরি না করে শুরু করা যাক। বর্তমান প্রজন্মের প্রায় 80% ছেলে মেয়ে, ফোন সাইলেন্ট মোডে রাখে। কিন্তু কেনো? কোন কারন ছাড়াই তারা ফোন সাইলেন্ট রাখে। এজন্য অনেক সময় পরিবার এবং অন্যান্য জায়গা থেকে আমাদেরকে অনেক কথা শুনতে হয়। কিন্তু তবুও আমরা ফোন সাইলেন্ট রাখি। কিন্তু কি জন্য আমরা ফোন সাইলেন্ট রাখি সেটা আমরা বলতে পারিনা। ১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত মানুষ রিংটোন এর ব্যবহার বেশি করতো। কিন্তু ধীরে ধীরে যখন প্রযুক্তির উন্নতি শুরু হয় তখন থেকে মানুষ রিংটোন এর ব্যবহার কমিয়ে দেয়। এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, বেশিরভাগ মানুষ রিংটোন পছন্দ করেনা। এটার কারণ দেখা যায় মানুষ বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কাজে, বা পড়াশোনা এর জন্য ফোন সাইলেন্ট রাখে,। এটি আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়। এবং ধীরে ধীরে দেখা যায় আমাদের ব্যক্তিগত জীবনে, এটি প্রভাব ফেলে, এর ফলে এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে খাপ খেয়ে যায়। এবং আমরা কারণে-অকারণে ফোন সাইলেন্ট রাখি। বর্তমান সময়ে মানুষ এসএমএস বা ইমেইল সিস্টেম এ কথা বলতে বেশি পছন্দ করে। এর ফলে মানুষ ফোন কলে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলে। এর জন্য রিংটোনের ব্যবহার কমে যায় আস্তে আস্তে। আর মানুষের ফোন সাইলেন্ট রাখার প্রবণতা বাড়ে। মূলত এই কারণে বর্তমান প্রজন্ম ফোন সাইলেন্ট রাখে বেশি। তো বন্ধুরা এই ছিল বিস্তারিত, যদি পোষ্টের কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। The post তরুণরা কেনো মোবাইল ফোন সাইলেন্ট রাখে!! appeared first on Trickbd.com. |
আইপিএল লাইভ ম্যাচ দেখুন কোন প্রকার বাফারিং ছাড়াই Posted: 26 Mar 2022 03:11 AM PDT আজ 26 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে 2022 সালের ভিবো আইপিএল। আইপিএল মানি টানটান উত্তেজনা। আর আমরা সবাই কমবেশি আইপিএল দেখে থাকি কারণ আইপিএল হচ্ছে বর্তমানে সবচেয়ে পপুলার একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। আমরা প্রায় সবাই কমবেশি টিভিতে আইপিএল খেলা দেখে থাকি কিন্তু অনেকে আছে যারা টিভিতে না দেখে মোবাইলে বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পছন্দ করে তাদের জন্যই আজকে এই আর্টিকেলটি আশা করি সবার ভালো লাগবে আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেখানে আপনারা বাফারিং ছাড়া আইপিএল ম্যাচ গুলো খুব সহজে দেখতে পারবেন। আইপিএল খেলা কিভাবে দেখবোআইপিএল খেলা দেখার জন্য অনেক মাধ্যম আছে যেমন টিভি আমরা অনেকে টিভিতে খেলা দেখে থাকি তাছাড়া অনেকে বিভিন্ন প্রকার অ্যাপস ব্যবহার করে দেখে থাকি এবং অনেকে অনেক ওয়েবসাইটের মাধ্যমে দেখে থাকি তবে কথা হচ্ছে ওই সব ওয়েবসাইট বা অ্যাপস সব সময় কাজ করে না মাঝেমধ্যে সার্ভার সমস্যা বা কোনো কারণবশত লাইভ ম্যাচ গুলো আর দেখা যায় না কিন্তু আজকে আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যার মাধ্যমে আপনার খুব সহজে সম্পূর্ণ আইপিএল টুর্নামেন্ট দেখতে পারবেন কোন প্রকার বাফারিং ছাড়াই। আইপিএল খেলা দেখুন কোন প্রকার বাফারিং ছাড়াইআপনাদের সাথে একটু ওয়েবসাইট শেয়ার করব যার মাধ্যমে আপনার আইপিএল খেলা গুলো দেখতে পারবেন কোন প্রকার বাপারি হবে না সম্পূর্ণ ক্লিয়ার এবং এইচডি কোয়ালিটি এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খেলা দেখলে আপনার এমবি ও কম কাটবে অন্যান্য অ্যাপস বা ওয়েবসাইট থেকে। আইপিএল খেলা দেখুন কোন প্রকার বাফারিং ছাড়াই ওয়েবসাইটটির নাম হলো tvinbd.com এখানে ফুল HD কোয়ালিটিতে বাফারিং ছাড়া দেখা যায়।কিছু ক্রিনশট এখানে ৩ টা লিংক দেওয়া আছে।আপনার একটি ভালো না লাগলে link2 বা link3 তে ক্লিক করেও খেলা দেখতে পারবেন। তাছাড়া যাদের টেলিগ্রাম আছে তারা খেলা সম্পর্কিত টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এখানে প্রায় সকল খেলারই লিংক শেয়ার করা হয়ে থাকে সেখান থেকে খুব সহজে আপনারা আপনার ফোন দিয়ে বাফারিং ছাড়া খেলা দেখতে পারেন টেলিগ্রাম গ্রুপ জয়েন হোন। BD IPTV Free m3u আমাদের শেষ কথাআইপিএল খেলা দেখার জন্য অনেক মাধ্যম আছে অনেকের কাছে অন্য মাধ্যমগুলো ভালো লাগতে পারে তবে আমার কাছে এটি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ আর্টিকেলে দেখার জন্য। আইপিএল খেলা উপভোগ করতে থাকুন কোন প্রকার সমস্যা হবে বলে মনে হয় না ধন্যবাদ সবাইকে। The post আইপিএল লাইভ ম্যাচ দেখুন কোন প্রকার বাফারিং ছাড়াই appeared first on Trickbd.com. |
GP সিমে ২৫০ এমবি পর্যন্ত ফ্রি নিয়ে নিন সবাই পাবে তাড়াতাড়ি নিয়ে নিন সময় কম কিন্তু.! Posted: স্বাধীনতা উপলক্ষে Gp সিমের সকল গ্রাহকরা পাচ্ছেন ২৫০ এমবি পর্যন্ত ফ্রি অফার শুধু মাত্র MyGp অ্যাপ ব্যবহার কারি রা পাবে এছাড়া যারা MyGp অ্যাপ ব্যবহার করেন না তাড়া যে কোনো ফোনের mygp অ্যাপ এ লগইন করে অফারটি নিতে পারবেন। কে কত এমবি পাবেন তা নির্ভর করবে জিপি সিম ব্যবহার এর উপর তাই কে কত এমবি ফ্রি পাবেন তা বলা মুশকিল
অফারটি নিতে mygp এ লগইন করুন এবং অ্যাপ এ ঢুকে এখানে ক্লিক করুন যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
Ads দেখে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করুনধন্যবাদThe post GP সিমে ২৫০ এমবি পর্যন্ত ফ্রি নিয়ে নিন সবাই পাবে তাড়াতাড়ি নিয়ে নিন সময় কম কিন্তু.! appeared first on Trickbd.com. |
কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network) কি? জেনে নিন Posted: কম্পিউটার নামটার সাথে আমরা প্রায় সবাই পরিচিত। বর্তমান আধুনিক যুগে কম্পিউটার ছাড়া এক পাও এগোনো সম্ভব না। কম্পিউটার আমাদের জীবনকে আরো সহজ করে তুলেছে। যে কাজ করতে আমাদের আগে অনেক সময় লেগে যেত সেই গাছ বর্তমানে কম্পিউটারের মাধ্যমে এক নিমিষেই করা যাচ্ছে। এছাড়া আমরা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে এক জায়গার খবর অন্য জায়গা থেকে খুব সহজেই পেয়ে যাই। যার ফলে আমরা সেই জায়গায় যেতে ও হচ্ছে না। তাহলে চলুন আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই… • কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network) কি? কম্পিউটার নেটওয়ার্কে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা আদান-প্রদান করা যায় অনেক তাড়াতাড়ি। এই নেটওয়ার্ক মূলত অনেকগুলো কম্পিউটার সংযুক্ত হয়ে তৈরি হয়। যার ফলে আপনি এক কম্পিউটারের ডাটা আরেক কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারবেন। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, সেটাও মূলত কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে অনেকগুলো ডিভাইস এর প্রয়োজন হয়। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য যেগুলো প্রয়োজন হয় সেগুলোকে নেটওয়ার্ক-টুলস ও বলা হয়। সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক এডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রটোকল ইত্যাদি দ্বারা মূলত কম্পিউটার নেটওয়ার্ক গঠন করা হয়। • কম্পিউটার নেটওয়ার্ককে সাধারণত ৪ ভাগে ভাগ করা যায় • কম্পিউটার নেটওয়ার্ক এর প্রয়োজনীয়তা: কম্পিউটার নেটওয়ার্ক থাকার ফলে আমরা এক স্থান থেকে অন্য স্থানের কম্পিউটার ডাটা খুব সহজেই এক্সেস করতে পারি। এতে করে আমাদের সময় অনেকটাই বেঁচে যায়। এছাড়া বর্তমানে আধুনিক যুগে কম্পিউটার নেটওয়ার্ক ছাড়া একটি রাষ্ট্র পরিচালনা করা অনেকটাই কঠিন হয়ে যায়। কম্পিউটার নেটওয়ার্ক এর ফলে মানুষের জীবন যাত্রার মান ও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কম্পিউটার নেটওয়ার্ক থাকার কারণে মানুষ এখন কম সময়ে এবং কম খরচে অনেক গুরুত্বপূর্ণ সেবা পেয়ে যাচ্ছে। যেগুলো আগে পেতে অনেক সময় লেগে যেত। আশাকরি কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ, কম্পিউটার নেটওয়ার্কের কিছু ধাপ রয়েছে, যেগুলো আমি পরবর্তী পোস্টে বিস্তারিতভাবে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
PTC সাইট থেকে কি টাকা ইনকাম করা যায়?The post কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network) কি? জেনে নিন appeared first on Trickbd.com. |
Ram এবং Rom এর মধ্যে পার্থক্য গুলো জেনে নিন Posted: প্রতিটি ডিভাইসের জন্য Ram এবং Rom অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Ram এবং Rom না থাকলে একটি ডিভাইস সঠিকভাবে কাজ করবে না এবং সেই ডিভাইসের তথ্য ও সংরক্ষণ করবে না। সেই ডিভাইসটিকে ম্যানুয়ালি কাজ করাতে হবে। এতে করে অনেক সময় নষ্ট হবে। বর্তমানের প্রায় সব আধুনিক ডিভাইসগুলোতে Ram এবং Rom মেমোরি রয়েছেন। যেগুলো একটি ডিভাইস কে আরো অ্যাডভান্স ভাবে কাজ করতে সাহায্য করে। আমি গত পোস্ট গুলোতে Ram এবং Rom কি, সেটা নিয়ে আলোচনা করেছি। তাই আজকে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে আমরা মূল পোস্টে চলে যাই… • Ram এবং Rom এর মধ্যে পার্থক্য কি?? ২. Ram কে ভোলাটাইল মেমোরি বলা হয়, এবং Rom কে নন-ভোলাটাইল মেমোরি বলা হয়। মানে, ইলেক্ট্রিসিটি চলে গেলে Ram এ সংরক্ষন করা ডাটা গুলো মুছে যায়, কিন্তু Rom এর সংরক্ষন করা ডাটাগুলো আগের অবস্থায়ই থাকে। ৩. Ram কম্পিউটারের প্রাইমারী স্টোরেজ হিসেবে কাজ করে, অন্যদিকে Rom কম্পিউটারের সেকেন্ডারি স্টোরেজ হিসেবে কাজ করে। ৪. Ram এর তথ্য কম্পিউটার প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে, কিন্তু Rom এর তথ্য কম্পিউটার প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে না। এর জন্য প্রথমে Rom থেকে তথ্যগুলো Ram এ পাঠাতে হয়, তারপরে সেগুলো প্রসেসর এর মাধ্যমে এক্সিকিউট করে। ৫. Ram এ সংরক্ষনকৃত ডাটা রিড (Read) এবং রাইট (Write) দুটোই করা যায়, কিন্তু Rom এ সংরক্ষনকৃত ডাটা শুধুমাত্র রিড (Read) করা যায়। ৬. Ram কম্পিউটারের অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে, কিন্তু Rom কম্পিউটারের স্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। আশা করি আজকের পোষ্টের মাধ্যমে আপনারা Ram এবং Rom এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। আজকের পোস্টটা অনেক ছোট হয়েছে। Ram এবং Rom এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমার আগের পোস্ট গুলো দেখে আসতে পারেন। আজকের পোষ্টে শুধুমাত্র আমি Ram এবং Rom এর মধ্যকার পার্থক্য গুলো উপস্থাপন করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম 2022The post Ram এবং Rom এর মধ্যে পার্থক্য গুলো জেনে নিন appeared first on Trickbd.com. |
টিকটকে ভিডিও ভাইরাল বা একাউন্ট গ্রো হচ্ছেনা? তাহলে এই পোস্টটি দেখুন। Posted: হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি টিকটক ভিডিও ভাইরাল এবং একাউন্ট গ্রো করার কার্যকরী কিছু উপায় নিয়ে। ★ আর পোস্ট শুরু করার আগে আরেকটি কথা, ★ যদি পোস্টের ভিতর কোনো ভুল থেকে থাকে, তাহলে আপনারা দয়া করে কমেন্টে ধরিয়ে দেবেন। ★তো চলুন শুরু করি। ★ প্রথমেই আপনি আপনার প্রোফাইলে গিয়ে (…) থ্রি ডট অপশনে ক্লিক করে সেটিংসে যাবেন। ★ তারপর এখানে খুঁজে বের করুন (content preferences) ★খুঁজে বের করে এই অপশনে ক্লিক করুন। ★তারপর নিচের স্ক্রিনশটের মত একটা পেইজ আসবে। ★ এখানে Video language অপশনে ক্লিক করুন। ★ তারপর নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ আসবে, এখানে নিচের মত একটা পেইজ আসবে । ★ এরপর Add language অপশনে ক্লিক করুন। Add language অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশটের মত অনেকগুলো ভাষা আসবে। ★ এখানে আপনি ঐ ভাষা মার্ক করে দেবেন, যেগুলোতে আপনি ভিডিও তৈরী করেন। ★ ★★ প্রথম স্টেপ শেষ এরপর আপনারা আরেকটি কাজ করবেন। ★ আবারো প্রোফাইলে গিয়ে (…) থ্রি ডট অপশনে ক্লিক করে ★ Settings & Privacy অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশটের মত অনেক অপশন আসবে। এই সবগুলো অপশন আপনারা অন করে নীল করে দেবেন। তারপর বেড়িয়ে আসবেন। বাস্, (কাজ শেষ) তো বন্ধুরা, আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। এই নিয়মগুলো যদি আপনি মেনে সেটিংস সেট করে নেন, তাহলে অবশ্যই আপনার একাউন্ট গ্রো হবে। আমি আমার পোস্ট আর দীর্ঘ করতে চাইনা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার The post টিকটকে ভিডিও ভাইরাল বা একাউন্ট গ্রো হচ্ছেনা? তাহলে এই পোস্টটি দেখুন। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments