Search box..

প্রসেসর (CPU) কি? প্রসেসর কিভাবে কাজ করে জেনে নিন

প্রসেসর (CPU) কি? প্রসেসর কিভাবে কাজ করে জেনে নিন


প্রসেসর (CPU) কি? প্রসেসর কিভাবে কাজ করে জেনে নিন

Posted:

বর্তমান টেকনোলজির যুগে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে অনেক ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবহার করি। প্রতিটি ক্যাসেটের কাজ আলাদা আলাদা।

প্রতিটি গ্যাজেট পরিচালনার জন্য অবশ্যই একটি প্রসেসর এর প্রয়োজন হয়। প্রসেসর ছাড়া কোনো ইলেকট্রনিক গ্যাজেট পরিচালিত হতে পারে না। তাহলে চলুন প্রসেসর সম্পর্কে বিস্তারিত জেনে নেই…

• প্রসেসর (CPU) কি?
প্রসেসর বা CPU এর পূর্ণরূপ হলো Central Processing Unit। প্রসেসর হলো কম্পিউটারের একটি হার্ডওয়ার পার্ট, যেটা অপারেটিং সিস্টেম ও অ্যাপসকে রাম করে।

প্রসেসর কি আবার একটি কম্পিউটারের ব্রেইন বলা হয়। কারণ এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে হওয়া গতিবিধিকে বুঝার ক্ষমতা রাখে।

• প্রসেসর কিভাবে কাজ করে:
আমরা কোন সফটওয়্যার মাধ্যমে কোন কমান্ড দিলে, সেই কমান্ড প্রসেসর এর মাধ্যমে প্রসেসিং হয়ে আমাদেরকে তার রেজাল্ট শো করে।

এই ক্ষেত্রে প্রসেসরের ক্লক স্পিড যত বেশি হবে, আমরা তত দেরিতে কমান্ডের রেজাল্ট পাব। আবার প্রসেসরের ক্লক স্পিড যত কম হবে, আমরা তত তাড়াতাড়ি কমান্ডের রেজাল্ট পাবো।

• প্রসেসর এর কোর কি?
কোর শব্দটি মূলত প্রসেসর এর কার্যক্ষমতা এবং স্পিড কে বর্ণনা করে (যেমন: ডুয়েল কোর কোয়ার্ড কোর ইত্যাদি)।

কম্পিউটারের প্রসেসর যদি সিঙ্গেল কোর এর হয়, তাহলে সে কম্পিউটার কোন ভারী কাজ করতে পারবে না। কিন্তু,বর্তমানে কম্পিউটরে বা মোবাইল ২ কোর,৪ কোর,৬ কোর,৮ কোর বা তার বেশি কোরের প্রসেসর থাকে। যার ফলে বর্তমানে কম্পিউটার গুলো অনেক ভারী ভারী কাজ করতে সক্ষম।

১. ডুয়াল কোর: এই প্রসেসরে ২ টি কোর আছে।
২. কোয়াড কোর: এই প্রসেসরে ৪ টি কোর আছে।
৩. হেক্সা কোর: এই প্রসেসরে 6 টি কোর আছে।
৪. অক্টা কোর: এই প্রসেসরে ৮ টি কোর আছে।
৫. ডেকা কোর: এই প্রসেসরে ১০ টি কোর আছে।

• প্রসেসর স্পিড পরিমাপ:
একটি প্রসেসরে এইচপির মূলত গিগাহার্জ দ্বারা মাপা হয়। একটি প্রসেসর এর যতগুলো কোর থাকবে সেই প্রসেসর এর গিগাহার্জ বা ক্ষমতা তত বেশি থাকবে।

একটি কম্পিউটার বা মোবাইলের প্রসেসর গুলি যত বেশি গিগাহার্জে রান করবে, সেই কম্পিউটার বা মোবাইল গুলি ততো বেশি এবং তাড়াতাড়ি কাজ করতে পারবে।

আশা করি আজকের পর থেকে আপনার কিছু জানতে পেরেছেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক প্রোফাইল
আমার ফেসবুক পেইজ

The post প্রসেসর (CPU) কি? প্রসেসর কিভাবে কাজ করে জেনে নিন appeared first on Trickbd.com.

AMP কি? AMP ব্লগার টেমপ্লেট এর সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন

Posted:

বর্তমানে ওয়েবসাইটে জগতে অনেক নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। ঠিক তেমনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর জগতে বর্তমানে খুব জনপ্রিয় একটি নাম হল AMP। এই ফিচারটির অনেক ধরনের সুবিধা আমরা পাই, তবে এটার কিন্তু অনেক অসুবিধা ও আছে।

যেগুলো না জেনে আমরা আমাদের ওয়েবসাইটে AMP টেমপ্লেট যুক্ত করি। এতে করে আমরা অনেক সমস্যার সম্মুখীন ও হই। তাহলে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই…

• AMP কি?
AMP এর পূর্ণরূপ হলো Accelerated Mobile Pages।

AMP HTML হলো গুগল কোম্পানি সমর্থিত একটি ওপেনসোর্স প্রজেক্ট। যেটা একটি ওয়েবসাইটের কনটেন্টকে যেকোনো মোবাইল ডিভাইসে দ্রুত লোড করতে সক্ষম।

আরো ভালোভাবে যদি বলি, আপনার ওয়েবসাইটে যদি সাধারন টেমপ্লেট থাকে, তাহলে মোবাইল ডিভাইসে ওই ওয়েবসাইটের কনটেন্ট লোড করতে যে সময় লাগবে, তার থেকে ১০ গুণ কম সময় লাগবে AMP টেমপ্লেট যুক্ত ওয়েব সাইটের কনটেন্ট লোড করতে।

যার ফলে আপনার ওয়েবসাইটটি আরো দ্রুত হবে।

• AMP টেমপ্লেট এর সীমাবদ্ধতা:
১. এটা শুধুমাত্র Asynchronous Scripts গ্রহণ করে।
২. টেমপ্লেটে থার্ড পার্টি কোন স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন না।
৩. সব সিএসএস (CSS) গুলো In-line এ রাখাসহ 50,000 বাইটের মধ্যে থাকতে হবে।
৪. ফন্ট ট্রিগারিং অবশ্যই ভাল হতে হবে।
৫. মিনিমাম ওয়েব রিসোর্স লোডিং করে।
৬. সব রিসোর্সেস সাইজ Statically হয়ে থাকে।

• ব্লগার টেম্পলেট কি এমপি করা যাবে??
ব্লগার এখনো অফিশিয়ালি এমপির কোন ফিচার আনেনি। তবে আপনি চাইলে ফোর্সফুলি এমপি ব্যবহার করতে পারবেন।

এইভাবে যদি এমপি ফিচারটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ফিচার সেক্রিফাইস করতে হবে।

আপনি গুগলে অনেক এএমপি ব্লগার টেম্পলেট পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে ডাউনলোড করেও আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।

• AMP টেমপ্লেট এর সুবিধা?
১. এমপি টেমপ্লেট, সাধারণ টেমপ্লেট থেকে দ্রুত লোড হবে।
২. ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি পাবে, এতে ওয়েবসাইটটি তাড়াতাড়ি রেঙ্ক করবে।
৩. ওয়েব সাইটের কনটেন্ট দ্রুত লোড হওয়ায় ওয়েবসাইটের ভিউ বৃদ্ধি পাবে।
৪. অনলাইন নিউজ ওয়েবসাইট এর ক্ষেত্রে উপযোগী টেমপ্লেট।

• AMP টেমপ্লেট এর অসুবিধা:
১. বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হতে আয়ের পরিমাণ কমে যাবে।
২. আপনার ব্লগের সাথে যুক্ত ডিফল্ট স্ক্রিপ্ট এবং উইজেট ব্যবহার করতে পারবেন না।
৩. ব্লগার ওয়েব সাইটের ডিফল্ট কমেন্ট বক্সটি ব্যবহার করতে পারবেন না।
৪. আইফ্রেম 600px এর বেশি হলে লোড নিবে না।
৫. ব্লগার ওয়েবসাইটের সাইডবার গুলো গুগলের দ্বারা লোড হওয়ায়, সাইডবারে কোন উইজেট ব্যবহার করতে পারবেন না।
৬. ই-মেইল সাবস্ক্রিপশন ব্যবহার করা যাবে না। কারণ onclick, action, onsubmit, onfocus, onblur attributes গুলি AMP সমর্থন করে না।
৭. শুধুমাত্র গুগল এডসেন্স ব্যতীত অন্য কোন এড নেটওয়ার্ক সমর্থন করে না।

পরিশেষে, সত্য কথা বলতে এএমপি টেমপ্লেট বিশ্বের বেশিরভাগ বড় বড় ওয়েবসাইট গুলো ব্যবহার করেনা। এই টেমপ্লেট এর মধ্যে অনেক বেশি সীমাবদ্ধতা থাকায়, এই টেমপ্লেটটি বেশিরভাগ ওয়েবসাইট এর মালিকরা ব্যবহার করতে চায়না।

এছাড়া এই টেমপ্লেটটি ব্যবহার করলে আপনি আপনার অনেক গুরুত্বপূর্ণ ফিচার গুলো ব্যবহার করতে পারবেন না। তাই আপনার ওয়েবসাইটে AMP টেমপ্লেট যুক্ত করার আগে অবশ্যই ভেবে নেবেন।

তবে পরে আবার সেটাকে চেঞ্জ ও করতে পারবেন, তাই চিন্তার কোন কারণ নেই।

আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক প্রোফাইল
আমার ফেসবুক পেইজ

The post AMP কি? AMP ব্লগার টেমপ্লেট এর সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন appeared first on Trickbd.com.

নগদ থেকে নিজ নাম্বারে ২৫ টাকা রিচার্জে পাচ্ছেন ২৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

Posted:

নগদ-এ মোবাইল রিচার্জ মানেই বেশি লাভ। এখন নগদ থেকে নিজ নাম্বারে ২৫ টাকা রিচার্জে পাচ্ছেন ২৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, একবার। যারা জানুয়ারি ২০২২ থেকে নগদ এর মাধ্যমে কোনো লেনদেন করেননি, অফারটি শুধু তাদের জন্য প্রযোজ্য। অফারটি চলবে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত।

The post নগদ থেকে নিজ নাম্বারে ২৫ টাকা রিচার্জে পাচ্ছেন ২৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক appeared first on Trickbd.com.

BTS কেনো নিষিদ্ধ!!

Posted:

আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি।

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সকলে ভালো

আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আজকে

আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি পোস্ট।

তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের পোস্ট।

“BTS”

বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং জিনিস হল বিটিএস।

আশা করি আমরা সকলেই এই নামটি শুনেছি,

কিন্তু আমরা জানি না বিটিএস আসলে কি

BTS হচ্ছে কোরিয়ান একটি ব্র্যান্ড।

এই পপ ব্র্যান্ড কোরিয়া নামক রাষ্ট্র থেকে পরিচালিত হয়।

এই বিটিএস ব্র্যান্ড প্রধাণত গান তৈরি করে এবং গান

পরিচালিত করে পুরো বিশ্বে এখন জনপ্রিয়তা লাভ করেছে।

বিশেষ করে বর্তমানে বাংলাদেশের অনেক তরুণ-তরুণীরা

বিটিএসের অনেক বড় ভক্ত।

মূলত এটি একটি আসক্তিতে পরিণত হয়েছে।

বিশেষ করে বর্তমানে বাংলাদেশের মেয়েরা বিটিএসের এত বড়

ভক্ত যে, তারা ফেসবুকে তাদের ছবি প্রোফাইলে দিয়ে থাকে।

কি এমন আছে এই BTS এর মধ্যে যার ফলে এত বেশি হাইপ

BTS ফ্যান দের মতে তারা নাকি বিটিএস আর্মি

কিন্তু BTS জিনিসটা এতটাই আশক্তি লাভ করেছে

যার ফলে তারা উশৃংখল হয়ে যাচ্ছে

এদের মধ্যে বিভিন্ন দিক লক্ষ্য করা গেছে,

✅ পড়াশোনায় অমনোযোগী।

✅ সারাদিন কোরিয়ান সিরিজ দেখা

✅ বিটিএস এর জন্য মা-বাবার সাথে খারাপ ব্যবহার

✅ বিটিএস এর গান শোনা

✅ বিটিএস এর জন্য কোরিয়াতে যাওয়ার স্বপ্ন দেখা

✅সমকামী হওয়ার প্রবণতা

। অনেক
কিছু

আমাদের ইসলাম ধর্মে সমকামিতাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

আর BTS রা গে।

তাদের বিভিন্ন উশৃংখল আচরণের জন্য তারা সমালোচিত হয়

আর মূলত তারা সবাই সমকামী

তারা বিভিন্ন উশৃংখল কাজকর্ম করে

এটি সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধে

সুতরাং যারা বিটি এস পছন্দ করেন,, আজকে থেকেই ছেড়ে দেন

না হলে গুনাগার হবেন।

তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট।

ভুলত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন

আল্লাহ হাফেজ।

The post BTS কেনো নিষিদ্ধ!! appeared first on Trickbd.com.

bkash এ কার্ড সেইভ করে অ্যাড মানি করলে ১০০ টাকা ক্যাশব্যাক কিভাবে নিবেন জেনে নিন

Posted:

আসসালামুয়ালাইকুম

bkash এ কার্ড সেইভ করে অ্যাড মানি করলে ১০০ টাকা ক্যাশব্যাক কিভাবে নিবেন জেনে নিন।

প্রসেসঃ
১। প্রথমে অ্যাপ থেকে অ্যাড মানি অপশন সিলেক্ট করে, কার্ড টু বিকাশ – এ ক্লিক করুন

তারপর


২। তারপর সিলেক্ট ভিসা, তারপর নিজের অ্যাকাউন্ট নাম্বার দিন এবং কতো টাকা (১০০০ টাকা বা তার বেশি হতে হবে) অ্যাড মানি করতে চান লিখে, অ্যাড মানি ফ্রম নিউ কার্ড – এ ক্লিক করুন

তারপর


৩। ক্লিক করার পর কার্ড সেইভ করার অপশন দেখবেন তখন সেইভ দিবেন। (***কার্ড সেইভ মাস্ট করতে হবে তানাহলে ক্যাশব্যাক পাবেন না বলে রাখলাম। )


৪।সেইভ করার পর ভিসা কার্ডে সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পে -তে ক্লিক করুন, তারপর ওটিপি আসবে সেটা দিলেই হয়ে যাবে।

তারপর

তারপর

এভাবে কার্ড সেইভ করার পর অ্যাড মানি দুইবার করলে ৫০+৫০ করে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ৩ কার্যদিবসের মধ্যে কিন্তু অ্যাড মানির পরিমাণ ১০০০ বা তার বেশি হতে হবে।
আমি আবার বলে রাখছি কার্ড সেইভ না করে অ্যাড মানি করলে এই অফার পাবেন না। ব্যাপারটা ক্লিয়ার !
অফারের শেষ তারিখ ৩০ই এপ্রিল

The post bkash এ কার্ড সেইভ করে অ্যাড মানি করলে ১০০ টাকা ক্যাশব্যাক কিভাবে নিবেন জেনে নিন appeared first on Trickbd.com.

নিয়ে নিন সুন্দর একটি লাইক এবং ডিসলাইক সিষ্টেম কোড এটি যেকোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন!

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।টাইটেল দেখে তো বুঝে গেছেন আমি কি পোষ্ট করবো আমি আজ একটি লাইক এবং ডিসলাইক সিষ্টেমের কোড শেয়ার করবো।
দয়া করে আজে বাজে কমেন্ট করবেন না আর আমি যত পোষ্ট কিছু কোড শেয়ার করি সেখানে কিছু মানুষ বলে “এই টুকু কোডিং যেনে কি লাভ” তাই আপনারা দয়া করে ওদের মতো ছাগল হতে যাবেন না।

শুরু করা যাক

আমাদের Wapkiz,Wapaxo,Waphosts,Blogger .com থেকে তৈরি করা অনেক সাইট আছে।কিন্তু লাইক বা ডিসলাইক সিষ্টেম থাকে না তাই আমি আজ আপনারদের জন্য লাইক এবং ডিসলাইক সিষ্টেম করার কোড নিয়ে এসেছি।
[এই কোড যেকোনো সাইটে ব্যবহার করতে পারবেন]
নিচে থেকে কোডটি কপি করে নিন।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন।আর টিরিকবিডির সাথে থাকবেন।
আমার একটি ছোট ওয়াপকিজ সাইট আছে পারলে ঘুরে আসবেন।

  • My Wapkiz Site : TipTopBD.com
  • The post নিয়ে নিন সুন্দর একটি লাইক এবং ডিসলাইক সিষ্টেম কোড এটি যেকোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন! appeared first on Trickbd.com.

    বিকাশ থেকে গ্রামীণফোন এ সর্বোচ্চ রিচার্জ করে জিতে নিন ৩০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক.!

    Posted:

    বিকাশ গ্রাহকদের জন্য এলো গ্রামীণফোন নাম্বারে রিচার্জেই মেগা ক্যাশব্যাক অফার। নিজের বা প্রিয়জনের গ্রামীণফোন নাম্বারে রিচার্জ বিকাশ করে প্রতিদিন ৫০০ জন সর্বোচ্চ রিচার্জকারী বিকাশ গ্রাহক জিতে নিতে পাচ্ছেন ৩০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শুধু মাত্র গ্রামীণফোন ও স্কিটো নাম্বারে রিচার্জ করলে ক্যাশব্যাক পাওয়া যাবে অন্য নাম্বার এ রিচার্জ এ ক্যাশব্যাক পাওয়া যাভে না.!

    অফাএ চলাকালে যেকোনো বিকাশ গ্রাহক একাধিক দিন ক্যাশব্যাক জয়ী হতে পারবেন এবং অফার চলাকালে বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন প্রিপেইড, পোস্টপেইড ও স্কিটো নাম্বারে প্রতিদিন সর্বোচ্চ রিচার্জকারী পাচ্ছেন..

    • প্রথম ১০ জন পাবেন ২,০০০ টাকা ক্যাশব্যাক
    • পরবর্তী ২০ জন পাবেন ১,০০০ টাকা ক্যাশব্যাক
    • পরবর্তী ১০০ জন পাবেন ৫০০ টাকা ক্যাশব্যাক
    • পরবর্তী ৩৭০ জন পাবেন ৩০০ টাকা ক্যাশব্যাক

    বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে মোবাইল রিচার্জের ক্ষেত্রে এই অফারটি উপভোগ করা যাবে এবং রিচার্জ করার দিন থেকে ৩ কর্মদিবসের মধ্যে ক্যাশব্যাক আপনার বিকাশ একাউন্ট এ পেয়ে যাবে। অফারটি চলবে আগামি ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত।

    যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

    বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

     

    টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

    ধন্যবাদ

    The post বিকাশ থেকে গ্রামীণফোন এ সর্বোচ্চ রিচার্জ করে জিতে নিন ৩০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক.! appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments