Envato Elements ডাউনলোড [পর্ব 25] |
- Envato Elements ডাউনলোড [পর্ব 25]
- উপায় থেকে নিয়ে নিন দশ হাজার টাকা পুরস্কার!!
- সফটওয়্যার (Software) কি? সফটওয়্যার কিভাবে কাজ করে জেনে নিন
- পেনড্রাইভ (Pen Drive) কি? পেনড্রাইভ ব্যবহারের সুবিধা এবং করণীয় গুলো জেনে নিন
- [Remote Desktop] হাজার মাইল দূরে বসেও মোবাইল দিয়ে আপনার বাসায় থাকা কম্পিউটার/বন্ধুর কম্পিউটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন। [Chrome Remote Desktop]
- 15 থেকে 20 হাজার টাকার মধ্যে উল্লেখযোগ্য দিক সহ সেরা কিছু ফোন পর্ব 1 :: xiaomi redmi 10 (Helio G88+full HD plus display+90 GHz refresh rate)
- Wapkiz এ বানান screenshot taker website প্রথম (CSS) পব
- দেখুন নবীজি (সাঃ) যে সহজ ভাবে রমজানের প্রস্তুতি নিতে বলেছেন। সুবহানাল্লাহ যেভাবে রোজা রাখা খুবই সহজ।
- Update Trickbd Fotter এর মতো আপনার ওয়াপকিজ সাইটের জন্য সুন্দর ফুটার কোড নিন!
- গুগল ড্রাইভে (Google Drive) কি ফ্রিতে আনলিমিটেড স্টোরেজ পাওয়া সম্ভব?? গুগোল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত জেনে নিন
Envato Elements ডাউনলোড [পর্ব 25] Posted: Envato Elements ডাউনলোড সিরিজের আজকে 25 তম পর্ব। Envato Elements ডাউনলোড পর্ব চলবে আনলিমিটেড পর্ব পর্যন্ত । সুতরাং চিন্তা না করে ডাউনলোড করতে থাকুন আর শেয়ার করতে থাকুন । তাহলে চলুন শুর করা যাক। তার আগে জেনে নেওয়া যাক Envato Elements কি?Envato Elements হলো জনপ্রিয় একটি Tools শেয়ারিং সাইট । যেখানে Content Creator/Graphics Designer দের জন্য প্রয়োজনীয় Copyright Free Photos, Stock Videos, Music, Graphics Template সহ অন্যান্য সব টুলসের ভান্ডার রয়েছে । কিন্তু এটা প্রিমিয়াম ওয়েব সাইট তাই Subscription কিনে ইউজ করা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। যারা গত পর্ব মিস করেছেন তারা নিম্নের লিংক থেকে দেখে নিতে পারেন। গতপর্বঃ 1. A5 Horiozontal Brochure Mock-upAdvanced, easy to edit mockup. It contains everything you need to create a realistic look of your project. Guarantees a good look for bright and dark designs and perfect fit to the shape. Easy to navigate, well-described layers, friendly help file. Features
2. Amazing American Football IntroThis is a super dynamic and moving Amazing American Football Intros package. It is perfect for your TV broadcast, Football Team Intro/presentation or any occasion related with American Football / NFL / Superbowl or rugby. Amazingly crafted template will give you a power to impress your viewer! Use it to make your life more amazing!
3. Brake UI Kit 2.0 – Social Media News FeedBrake UI Kit 2.0 – E-Commerce Features
4. Desert BluesDesert Blues is an ideal royalty-free audio track for any project that requires an acoustic background, African and blues audio tune. Attributes:
Files Included: MP3, WAV Vocals
5. Eiefy: HTML Template for Selling Digital Items & ServicesComplete website HTML template for Selling themes and services like WordPress, HTML, PSD theme etc. User can also sell their services like designing, video editing, programming, and many more. Features
17 Pages Total
Fonts Used6. Karambit Creative Google Slidehas a professional, ultra-modern and unique design, where each slide is created with love and attention to detail. is a Multipurpose Creative Creative Template Presentation is a multipurpose Presentation template that can be used for any type of presentation: business, portfolio, corporate, branding, advertising etc. Presentation Features
For buyers Thank you for the using our presentation template. We hope that our work will help you to look presentable in front of your audience. Good luck! 7. Love RoseLove Rose – Modern Lovely Script Font by Sans and Sons introducing our new "Love Rose" Modern Calligraphy Script with Elegant Style this is perfect for branding, logos, invitation, masterheads and more. Love Rose Features :
Files Includes :
8. Romantic Couple Valentine's DayRomantic Couple Valentine's Day – Vector Illustration. Modern flat vector illustration suitable for building websites, presentation mobile interfaces, ui, social media, banner & especially the header section All elements are 100% vector and compatible with Illustrator. You canmbe easily resized and change colors of each and every shape as required, You could also combine different elements and create your own illustrations. Features:
File includes:
9. Super Bowl Flyer TemplateSuper Bowl Flyer Template suitable for your Super Bowl Festival Promotions. Features
MOCKUP NOT INCLUDED 10. Speed Boat on the RiverAttributes
এগুলোই ছিলো আজকের মত। আরো অনেক থিম আছে, ইউটিউব অপেনার্স আছে, ইন্ট্রো আছে, আরো অনেক কিছু আছে । আগামীতে আপনার কোনটা লাগবে কমেন্টস করতে পারেন আমি আপলোড করে দেবো । ধন্যবাদ সবাই, আজকের মত বিদায় । আল্লাহ্ হাফেজ । Don't forget to connect me with all of my social media: লিখেছেনঃ MH Mamun The post Envato Elements ডাউনলোড [পর্ব 25] appeared first on Trickbd.com. This posting includes an audio/video/photo media file: Download Now | |
উপায় থেকে নিয়ে নিন দশ হাজার টাকা পুরস্কার!! Posted: আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি। কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল পোস্ট। আপনারা সকলেই জানেন বাংলাদেশের বর্তমান সময় উপায় অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। ক্যাশ আউট চার্জ কম ব্ল্যাক চেইন প্রযুক্তি এটিএম ক্যাশ আউট হাজারে ৮.৯০ টাকা বিল পেমেন্ট করলে 10 টাকা ক্যাশ রিওয়ার্ড এছাড়াও আরও আকর্ষনীয় অফার নিয়ে উপায় রয়েছে তার গ্রাহকের পাসে। এবার রমজান মাস উপলক্ষে উপায় দিচ্ছে এক অবিশ্বাস্য অফার। এবারে ট্যাং কিনে,, QR Code স্ক্যান করলেই পাচ্ছেন উপায় থেকে 10 থেকে 10 হাজার টাকা পুরস্কার পাওয়ার বিশাল সুযোগ। এবং পেতে পারেন গাড়ি, মোবাইল সহ আরো অনেক পুরস্কার সেই সুযোগটা হাতছাড়া করবেন না,, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডি এর সাথেই থাকবেন । আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন পোস্ট নিয়ে The post উপায় থেকে নিয়ে নিন দশ হাজার টাকা পুরস্কার!! appeared first on Trickbd.com. | |
সফটওয়্যার (Software) কি? সফটওয়্যার কিভাবে কাজ করে জেনে নিন Posted: আমরা যারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করি তারা অবশ্যই সফটওয়্যার শব্দটির সাথে পরিচিত। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজেই সফটওয়্যার ব্যবহার হয়। কিছু কিছু ক্ষেত্রে তো সফটওয়্যার ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারিনা। তাহলে চলুন সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জেনে নেই… • সফটওয়্যার (Software) কি? আর এই হার্ডওয়ারগুলোকে যে প্রোগ্রাম এবং কমান্ডগুলো চালায়, তাকে সফটওয়্যার বলে। সফটওয়্যারকে আমরা দেখতে পারিনা এবং স্পর্শ ও করতে পারিনা। একটি কম্পিউটার কিভাবে কাজ করবে এবং কি কাজ করবে, সে সমস্ত প্রোগ্রাম করা থাকে সফটওয়্যারে। সে প্রোগ্রাম অনুযায়ী হার্ডওয়ারগুলো কাজ করে। • সফটওয়্যার এর প্রকারভেদ • সিস্টেম সফটওয়্যার (System Software): • অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software): • সফটওয়্যার এর প্রয়োজনীয়তা: আপনি যদি কোন মানুষ ধারা মেসেজ পাঠান সে ক্ষেত্রে সেই মেসেজটি পৌঁছাতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। কিন্তু আপনি যদি সফটওয়ারের মাধ্যমে এই মেসেজটি পাঠান, তাহলে কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই ঐ মেসেজটি তার কাছে পৌঁছে যাবে। এছাড়া সফটওয়ারের মাধ্যমে আমরা আমাদের কাজের গতিকে আরো দ্রুত করে ফেলেছি। যার ফলে আমাদের সময় ও বেঁচে যাচ্ছে। আশা করি আজকের পোস্টটির মাধ্যমে আপনার কিছু জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ফেসবুক প্রোফাইল The post সফটওয়্যার (Software) কি? সফটওয়্যার কিভাবে কাজ করে জেনে নিন appeared first on Trickbd.com. | |
পেনড্রাইভ (Pen Drive) কি? পেনড্রাইভ ব্যবহারের সুবিধা এবং করণীয় গুলো জেনে নিন Posted: আমরা যারা কম্পিউটার ও রিলেটেড ডিভাইস ব্যবহার করি, তারা অবশ্যই পেনড্রাইভ এর সাথে পরিচিত। কম্পিউটার ব্যবহারকারীদের তথ্য ও ফাইল আদান প্রদানের জন্য পেনড্রাইভ প্রায় প্রতিদিনই কাজে লাগে। তাহলে চলুন পেন ড্রাইভ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি… • পেনড্রাইভ (Pen Drive) কি? তবে আপনার পেনড্রাইভ এর স্পিড ভালো হলে, আপনি দ্রুত ফাইল আদান-প্রদান করতে পারবেন। আর যদি খারাপ হয়, সেক্ষেত্রে পারবেন না। • পেনড্রাইভ ব্যবহারের সুবিধা: • পেনড্রাইভ ব্যবহারে করনীয়তা: আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেনThe post পেনড্রাইভ (Pen Drive) কি? পেনড্রাইভ ব্যবহারের সুবিধা এবং করণীয় গুলো জেনে নিন appeared first on Trickbd.com. | |
Posted:
আসসালামু আলাইকুম! আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন। গত কাল রাতে আমার বন্ধু শরিফুল এর শখ জাগলো সে আমার ব্রাউজিং হিস্টোরি দেখবে। সে বসে আছে ঢাকায় আর আমি পাবনা তে। আমি বললাম দ্বারা আমি তোরে ব্রাউজিং হিস্টোরির স্ক্রিনশট তুলে দিচ্ছি, তুই দেখিস। আমার বন্ধু তখন বললো না, আমি তোরে একটা লিংক দিচ্ছি তুই ঐখানে গিয়ে এইটা এইটা কর এবং দেখবি কোড জেনারেট করার একটা অপশন পাবি ঐখানে ক্লিক করে কোড জেনারেট করে আমাকে মেসেঞ্জারে সেন্ড কর। আমিও তার কথা মতোই সব প্রসেস সম্পন্ন করে একটা কোড জেনারেট করে ওর মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম।এখন দেখি আমার কম্পিউটার নিজে নিজেই কাজ করছে। নিজে নিজেই ব্রাউজার এর হিস্টোরি তে চলে যাচ্ছে। আমার মেসেঞ্জারে চলে যাচ্ছে। আবার নিজে নিজেই আমার হার্ডডিস্কে চলে গিয়ে আমার ব্যক্তিগত ফাইল ওপেন করছে। সবকিছু অটোমেটিক হচ্ছে, আমি কিছুই করছি না। পরে এর রহস্য জানতে পারলাম। বন্ধু বললো সে নাকি ঢাকা বসেই আমার কম্পিউটারে একটা ছোট্ট ট্যুর দিলো। ধরুন আপনি আপনার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেছেন। হঠাৎ আপনার একটি ব্যক্তিগত ইমেজ/ভিডিও/টেক্সট ডকুমেন্টস ইত্যাদির দরকার এবং সেটা রয়েছে আপনার বাড়িতে থাকা আপনার পার্সোনাল কম্পিউটারে। এমন অবস্থায় আপনি কি করবেন? বাড়িতে ফেরত এসে আপনার কম্পিউটার থেকে ফাইলটি দেখবেন? আত্মীয়ের বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব অনেক কম হলে তো কোনো কথা নাই কিন্তু যদি অনেক দূরে হয়? এখন আপনি আরেকটা কাজ করতে পারেন আর সেটা হচ্ছে বাড়ির কাউকে ফোন দিয়ে বললেন, আপনার কম্পিউটারটি অন করে তমুক ফোল্ডারে ঢুকে অমুক ফাইলটি আমাকে টেলিগ্রাম এ সেন্ড করো। কিন্তু এইখানে একটি সমস্যা আছে! যদি ফাইলটি অনেক ব্যক্তিগত বা কনফিডেনসিয়াল হয় তখন তো আপনি ছাড়া অন্য কেউ ফাইলটি দেখে ফেললে ব্যাপক সমস্যা হবে। কোনো উপায়ান্তর না পেয়ে আপনি হয়তো এখন ভাবছেন এমন যদি কোন সিস্টেম থাকতো যদি আমি দূরে থেকেও আমার ব্যক্তিগত কম্পিউটারে অ্যাক্সেস করতে পারতাম তাহলে কি দারুণই না হতো। আপনি জেনে খুশি হবেন যে, হ্যা এটা সম্ভব। রিমোট ডেস্কটপ প্রযুক্তির সাহায্যে আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই আপনার বাড়িতে থাকা কম্পিউটারটিতে অ্যাক্সেস করতে পারবেন। আপনি চাইলে দূরে বসে থেকেই আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজিং, ডাউনলোডিং, ইত্যাদি আরো অনেক কাজ করতে পারবেন। মনে হবে যেন আপনি আপনার কম্পিউটারটির সামনে বসেই সেটা ব্যবহার করছেন। রিমোট ডেস্কটপ কি?রিমোট ডেস্কটপ হচ্ছে রিমোটলি অন্য কারো বা নিজের ডেস্কটপ/কম্পিউটারে প্রবেশ করা। সহজ করে বলতে গেলে আপনার কম্পিউটার এর সামনে না থেকেই, অনেক দূরে থেকে আপনার বাসার কম্পিউটারে প্রবেশ করাকে রিমোট ডেস্কটপ বলে। এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার থেকে হাজার মাইল দূরে থাকলেও আপনার কম্পিউটারটিতে অ্যাক্সেস করতে পারবেন। মোবাইল বা কম্পিউটার দুইটা দিয়েই অ্যাক্সেস করতে পারবেন। গুগল ক্রোম রিমোট ডেস্কটপ?দূর থেকে নিজের কম্পিউটারটিকে কন্ট্রোল করার জন্য অনেক অ্যাপ অনলাইন ঘাটলে পেয়ে যাবেন কিন্তু Chrome Remote Desktop টি যথেষ্ট ভালো এবং ব্যবহার করাও অনেক সহজ বলে আমার কাছে মনে হয়েছে। Chrome Remote Desktop অনেক লাইটওয়েট একটি সফটওয়্যার এবং এটি কনফিগার করাও অনেক সহজ। এটি ব্যবহার করতে খুব কম রিসোর্স লাগে যা নরমাল কনফিগারেশন এর পিসিতেও ব্যবহার করা যায়। কিভাবে আপনার কম্পিউটারে গুগল ক্রোম রিমোট ডেস্কটপ সেটআপ করবেন?Chrome Remote Desktop ব্যবহার করার জন্য আপনাকে আগে কনফিগারেশন করতে হবে। যেভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Chrome Remote Desktop কনফিগার করবেন – প্রথমে আপনার কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজার টি ওপেন করুন। ব্রাউজারে অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট লগইন থাকতে হবে। তারপর নিচে দেওয়া লিংকে প্রবেশ করুন।
Chrome Remote Desktop – Official Website লিংকে প্রবেশ করার পর আপনাদের সামনে নিচের মতো একটি ওয়েবসাইট ওপেন হবে। এখন স্ক্রিনশট এ দেখানো ডাউনলোড আইকনে ক্লিক করুন। ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন ট্যাবে গুগল ক্রোমের ওয়েব/এক্সটেনশন স্টোর ওপেন হবে। এখন Add to Chrome বাটনে ক্লিক করুন। তারপর Add Extension এ ক্লিক করুন। রিমোট ডেস্কটপ এক্সটেনশনটি আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। তারপর আপনাদের সামনে নিচের মতো একটি ইন্টারফেস আসবে এবং এইখানে আপনি আপনার কম্পিউটারের একটি নাম দিয়ে দিবেন। আপনার ইচ্ছেমতো নাম দিতে পারবেন। নাম দেওয়া হয়ে গেলে Next বাটনে ক্লিক করে দিন। Next বাটনে ক্লিক করার পর আপনাকে ছয় সংখ্যার একটি পিন সেট করতে বলা হবে। এখানে আপনার ছয় সংখ্যার একটি পিন দিয়ে দিবেন এবং নিচে Start বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। পিন কোডটি অবশ্যই মনে রাখবেন কারণ পরে আমাদের এই পিন টি লাগবে। Next বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে এবং নিচে টাস্কবারে দেখবেন একটি Remoting Native Messaging Host Exe নামে একটি হোস্ট অ্যাপ ইন্সটল করতে বলবে। এটা আমাদের ইন্সটল করতে হবে। ইন্সটল করার জন্য সিম্পলি Yes বাটনে ক্লিক করবেন, অ্যাপ ইন্সটল হয়ে যাবে। অ্যাপ ইনস্টলেশন সম্পন্ন হলে আপনারা নিচের মতো আপনাদের কম্পিউটারটি দেখতে পারবেন, যেটা অনলাইন অবস্থায় দেখাবে। এখন এটা প্রস্তুত রিমোট অ্যাক্সেস এর জন্য। এখন আপনাকে মোবাইলে ফেরত যেতে হবে। প্লে স্টোরে Chrome Remote Desktop লিখে সার্চ করুন এবং অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। যেহেতু আমরা আমাদের ব্যক্তিগত কম্পিউটারটি আমাদের মোবাইল থেকে রিমোটলি অ্যাক্সেস করবো তাই আমাদের কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজারে যে জিমেইল অ্যাকাউন্টটি লগইন আছে ঠিক সেই একই জিমেইল অ্যাকাউন্টি আমাদের মোবাইলে Google Remote Desktop অ্যাপ এর মধ্যে লগইন থাকতে হবে। যদি আপনার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার এবং মোবাইলে ইনস্টল করা Chrome Remote Desktop অ্যাপ এ একই জিমেইল লগইন থাকে তাহলে আপনারা নিচের মতো আপনার কম্পিউটারটি দেখতে পারবেন। এখন আপনার সেই রিমোট পিসিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে পিন কোড বসাতে হবে। ছয় সংখ্যার ঐ পিন কোডটি যেটা এর আগে সেট করেছিলেন সেটা বসিয়ে Connect লেখায় ক্লিক করুন। Connect বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের ডেস্কটপ এর স্ক্রিন আপনার মোবাইলে দেখতে পারবেন। এখন আপনারা মোবাইল থেকে আপনার পিসি কন্ট্রোল করতে পারবেন। বাম পাশে খেয়াল করলে দেখবেন Remote Support নামে একটি অপশন আছে ঐখানে ক্লিক করুন। Remote Support অপশনে ক্লিক করলে
নামে আরও দুইটা অপশন দেখতে পারবেন। এই দুইটা অপশন থেকেেই মূলত আপনি অন্য কোন কম্পিউটারে রিমোট অ্যাক্সেস বা নিজের কম্পিউটারের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন। কিভাবে রিমোটলি আপনার কম্পিউটারের অ্যাক্সেস আপনার বন্ধু/অন্যকাউকে দিবেন?কাউকে আপনার কম্পিউটারের রিমোট অ্যাক্সেস দেওয়ার জন্য Share This Screen – বাটনের নিচে Generate Code লেখায় ক্লিক করুন। ৫ মিনিটের জন্য একটি কোড জেনারেট হবে। এই কোডটি আপনি অন্য কাউকে শেয়ার করলে সে এই কোডের মাধ্যমে আপনার কম্পিউটার এর রিমোট অ্যক্সেস নিতে পারবে। সেক্ষেত্রে আপনার বন্ধু যদি সূদুর চীনদেশে থাকে তাহলেও সে আপনার দেওয়া অ্যাক্সেস কোডের মাধ্যমে আপনার কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবে। কিভাবে কেউ কোড দিয়ে আপনার কম্পিউটারে অ্যাক্সেস করবে?আপনার কম্পিউটারের অ্যাকসেস করতে হলে তাকে প্রথমে নিচে দেওয়া লিংকে যেতে হবে। https://remotedesktop.google.com/u/3/support ব্রাউজার এ লিংক ওপেন করলে নিচের মতো একটি ইন্টারফেস আসবে। এইখানে সেই জেনারেট করা অ্যাক্সেস কোডটি বসিয়ে Connect এ ক্লিক করতে হবে। আপনার বন্ধু Connect এ ক্লিক করলে আপনার কম্পিউটার স্ক্রিনে একটি পপআপ মেসেজ শো করবে। আপনি পারমিশন দিলেই আপনার বন্ধু আপনার কম্পিউটার এর রিমোট অ্যাক্সেস পেয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বন্ধু মোবাইল বা কম্পিউটার এর যেকোনো একটা ব্যবহার করেই আপনার কম্পিউটারে রিমোটলি অ্যাকসেস করতে পারবে। মোবাইল দিয়ে অ্যাক্সেস করলে মোবাইল স্ক্রিন ল্যাপটপের টাচপ্যাডে পরিণত হবে। মোবাইল স্ক্রিনে টাচ দিয়ে মাউস কার্সর কন্ট্রোল করতে হবে। মাউস এর কার্সর নির্দিষ্ট কোথাও নেওয়ার পর স্ক্রিনের যেকোনো জায়গায় টাচ করলেই সেই নির্দিষ্ট জায়গায় ক্লিক পড়ে যাবে। আর যদি আপনার বন্ধু কম্পিউটার থেকে অ্যাক্সেস করে তাহলে সে স্বাভাবিকভাবেই তার নিজস্ব মাউস/কিবোর্ড দিয়ে আপনার পিসি কন্ট্রোল করতে পারবে। ঠিক একইভাবে আপনিও আপনার বন্ধুর কম্পিউটার এ অ্যাক্সেস নিতে পারবেন। এর জন্য আপনার বন্ধুকে আগে উপরের মতো করে Chrome Remote Desktop সেটাপ করতে হবে। তারপর উপরে দেখানো নিয়মানুযায়ী অ্যাক্সেস কোড জেনারেট করে আপনাকে দিলে আপনি Connect To Another Computer এই অপশনে সেই অ্যাক্সেস কোডটি বসিয়ে Connect এ ক্লিক করলেই আপনার বন্ধুর কম্পিউটারের রিমোট অ্যাক্সেস পেয়ে যাবেন। বিঃদ্রঃ অবশ্যই আপনার কম্পিউটার এবং মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। | |
Posted: হাইলাইটসXiaomi Redmi 10 2022 এ থাকছে 6.5 ইঞ্চি ফুল HD+ LCD স্ক্রিন। এটির সামনের দিকে একটি সেন্টার পাঞ্চ-হোল ডিজাইন করা হয়েছে। ডিসপ্লেটি 3rd প্রজন্মের গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, আল্ট্রাওয়াইড, ডেপথ সেন্সর, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ কোয়াড 50+8+2+2 এমপি ক্যামেরা অফার করছে । সামনের ক্যামেরাটি 8 এমপির খুব সুন্দর ছবি তুলতে পারবেন। Xiaomi Redmi 10 2022 এ 18W দ্রুত চার্জিং সহ 5000 mAh বিগ ব্যাটারি থাকছে । এতে 4 এবং 6 GB RAM, 2.0 GHz অক্টা-কোর CPU ব্যবহার করা হয়েছে এবং আরও থাকছে MediaTek Helio G88 (12nm) চিপসেট । ফোনটি 64 বা 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ । এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। একনজরে ফোনটির ভালো কিছু দিক ফোনটির অসাধারণ লুক আপনার মন জয় করে নিবে ফোনটির কমতি দিকগুলো ফোনটিতে বাজেট হিসেবে সবকিছু ঠিকঠাক রয়েছে তবে একটি বিষয় আমার মন খারাপ করে দিয়েছে সেটি হল এর বডিটা প্লাস্টিক এর । তাছাড়া সবকিছু মোটামুটি ঠিকঠাক রয়েছে । Xiaomi Redmi 10 2022 Full Specifications Colors Carbon Gray, Sea Blue Connectivity 2G, 3G, 4G Body Style Punch-hole Display Size 6.5 inches Back Camera Resolution Quad 50+8+2+2 Megapixel Front Camera Resolution 8 Megapixel BatteryType and Capacity Type and Capacity Lithium-polymer 5000 mAh (non-removable) Performance Operating System Android 11 (MIUI 12.5) Ram & Processor RAM 4 / 6 GB Storage ROM 64 / 128 GB (eMMC 5.1) Security Fingerprint Side-mounted Other Features Notification Light ব্যক্তিগত মতামত: সর্বপ্রথম বলবো মোবাইলটির ক্যামেরার কথা, এর ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই সুন্দর,5 হাজার এমএএইচ ব্যাটারি ব্যাকআপ থাকছে যা দিয়ে অনায়াসে সারাদিন গেমিং করতে পারবেন । এতে 6gb রেম রয়েছে সাথে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও g88 এই চিপসেট টির সাথে অনেকেই পরিচিত কেননা এটি হচ্ছে একটি গেমিং চিপসেট, বিগত বছরের মোস্ট পপুলার একটি চিপসেট । আশা করি এইদাম হিসেবে এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ The post 15 থেকে 20 হাজার টাকার মধ্যে উল্লেখযোগ্য দিক সহ সেরা কিছু ফোন পর্ব 1 :: xiaomi redmi 10 (Helio G88+full HD plus display+90 GHz refresh rate) appeared first on Trickbd.com. | |
Wapkiz এ বানান screenshot taker website প্রথম (CSS) পব Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ওয়াপকিজেই ওয়েবসাইটের স্ক্রিনশট টেকার সাইট তৈরি করা শেখাতে যাচ্ছি । তবে আজকে আমার পক্ষ থেকে ১ম CSS পব । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । আমি আজকে আপনাদেরকে Wapkiz.com এ একটি web screenshot taker site তৈরি করা শেখাব । ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু । সবগুলো একসাথে সেখানো আমার পক্ষে সম্ভব নয় । তাছাড়া সবগুলো একসাথে দেখালে আপনারা হয়তো শিখতেই পারবেন না । তাই আমি এই ট্রিকটি কয়েকটি পবে ভাগ করেছি । তো আজ প্রথম পবে আমরা ওয়াপকিজ সাইটির CSS সেট করে নেব । || প্রথমে আমরা সকলে এখান থেকে CSS কোডটি txt file আকারে ডাউনলোড করে নিই এবং ফাইলটি ওপেন করে CSS কোডটি কপি করে নিই । || || এখন একটি নতুন ওয়াপকিজ সাইট খুলে ফেলি । যদি কেউ ওয়াপকিজ সাইট না খুলতে পারেন তবে গুগলে সাচ করে দেখে নিতে পারেন । ওয়াপকিজ সাইট খোলার পর সাইটটির “Panel mod” এ যান । || || তারপর একটু নিচের দিকে এসে Css style theme অপশনে ক্লিক করুন । || || তারপর একদম নিচের দিকে এসে Edit full css অপশনে চাপুন || || তারপর কপি করা কোডটি পেস্ট করে ওকে করে দিন || তাহলে হয়ে গেল সাইটটির জন্য সিএসএস সেট করা । আজ এতটুকুই ছিল । পরবতী পবে HTML কোডের মাধ্যমে সাইটের কাজ সম্পূণ করানো হবে । ততক্ষন সুস্থ থাকুন । ধন্যবাদ । The post Wapkiz এ বানান screenshot taker website প্রথম (CSS) পব appeared first on Trickbd.com. | |
দেখুন নবীজি (সাঃ) যে সহজ ভাবে রমজানের প্রস্তুতি নিতে বলেছেন। সুবহানাল্লাহ যেভাবে রোজা রাখা খুবই সহজ। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । নবীজি (সাঃ) যে সহজ ভাবে রমজানের প্রস্তুতি নিতে বলেছেন।এইতো কিছুদিন পরেই আমাদের মাঝে প্রবেশ করবে রহমত, নাজাত মাগফিরাতের মাস মাহে রমজান। মাসকে ঘিরে তামাম বিশ্বের মুসলিমদের মনে বিরাজ করে এক মহা আনন্দ। তবে এ মাসকে ঘিরে মুসলিমদের প্রস্তুতি কেমন হবে বা প্রিয় নবীজি কিভাবে রমজানের প্রস্তুতি নিতেন। সে বিষয়ে আলোচনা করবো এই আর্টিকেলে ইনশাআল্লাহ তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। রমজান মাস যথার্থভাবে উদযাপনের জন্য একটু আগে থেকেই এর প্রস্তুতি গ্রহণ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সময়ে রমজান যতই ঘনিয়ে আসতো রমজান নিয়ে তার আগ্রহ আলোচনা ও আমলের মাত্রা ততই বেড়ে যেত এবং তিনি সাহাবীদের রমজানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিতেন। শবে বরাত তথা মধ্যে শাবান থেকে সাহাবায়ে কেরামের কাজকর্মে রমজানের পূর্ণ আমেজ পরিলক্ষিত হতো যেমন শাবান মাসের হিসাবে সর্তকতা। রমজান কখন শুরু হবে তা বোঝার জন্য শাবান মাসের হিসাব রাখার বিকল্প নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মাসে খুব সতর্কতার সঙ্গে চাঁদের হিসাব রাখতেন এবং অন্যদের এ ব্যাপারে উৎসাহিত করতেন। আয়েশা রাজেলা তালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম শাবান মাসের খুব হিসাব করতেন। এছাড়া অন্য কোন মাসের এত হিসাব করতেন না। এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন আকাশ মেঘলা থাকার কারণে চাঁদ দেখা না গেলে শাবান মাস 30 দিনে গণনা করতে অতঃপর রোজা রাখতেন।( আবু দাউদ হাদিস ২৩২৫) তাই শাবান মাস থেকেই হিসেবে সতর্ক থাকতে হবে। শাবান মাসের রোজার অভ্যাস গড়ে তোলা। রমজানের প্রস্তুতি হিসেবে মহানবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম শাবান মাসে খুব বেশি পরিমাণে রোজা রাখতেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহীহ বুখারীতে শাবান মাসের রোজা শিরোনামে একটি স্বতন্ত্র অধ্যায় স্থাপন করেছেন। আয়েশা রাজেলা তালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম শাবান মাসের লাগাতার রোজা রাখতেন। আমরা বলতাম তিনি আর রোজা ছাড়বেন না আবার তিনি এভাবে রোজা ছাড়তেন আমরা বলতাম তিনি আর রোজা রাখবেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে রমজান ছাড়া কোন পুরো মাসে রোজা পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোন মাসে বেশি রোজা পালন করতে দেখিনি।( বোখারী হাদিস ১৮৬৮, মুসলিম হাদিস ২৭৭৭) রমজানের দু’একদিন আগে রোজা না। রাখা রমজানের প্রস্তুতির মধ্যে এটি একটি বিষয় যে রমজানের মর্যাদা রক্ষার জন্য এর দু’একদিন আগে রোজা না রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম রমজানের দু’একদিন আগে রোজা রাখতে নিষেধ করেছেন। তবে কেউ আগে থেকে মাসের শেষে দু’একদিন রোজা রাখতে অভ্যস্ত হলে তার ব্যাপার আলাদা। আবু হুরাইরা (রা) তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেন →তোমাদের কেউ যেন রমজানের একদিন কিংবা দুইদিন আগে অবশ্যই রোযা না রাখে তবে হ্যাঁ কারো আগে থেকেই এ দিনে রোযা রাখার অভ্যাস থাকলে সে ওই দিনে রোযা রাখতে পারেন। (বুখারি হাদিস ১৮১৫, মুসলিম হাদিস ২৫৭০) রমজানের ব্যক্তিগত প্রস্তুতি ও পরিকল্পনা রমজান মুমিনের চাওয়া পাওয়ার উপযুক্ত সময়। জীবন পরিবর্তনের এক বাস্তব বিরল সুযোগ হিসেবে রমজান আগমন করে। রমজানকে গতানুগতিক ধারায় কাটিয়ে দেওয়া সুস্থ বিবেক এর কাজ নয়। কাজেই আল্লাহর আনুগত্যে রমজানের রাত দিন কাটানোর জন্য কার্যকর একটি পরিকল্পনা তৈরি করা উচিত। এ পরিকল্পনায় কয়েকটি জিনিস থাকতে পারে রমজান বেশি সময় ইবাদত কাটানোর জন্য কিছু কাজকর্ম, অনুষ্ঠান, ভ্রমণ ইত্যাদি রমজান পূর্বক সময়ে সেরে নেওয়া বিশেষ কোন রোগ-ব্যাধি থাকলে রমজানের আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে রমজানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপত্র গ্রহণ করা। হাট-বাজারে সময় নষ্ট না করার জন্য যথাসম্ভব হাট-বাজার রমজানের আগেই সেরে নেওয়ার চেষ্টা করা। আর এভাবেই যদি আমরা পবিত্র রমজানের প্রস্তুতি নিতে পারি তবে রমজানের পুরোপুরি হক আদায় হবে বলে আশা করা যায় ইনশাল্লাহ। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে রমজানের বরকত দান করুন আমীন। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা পবিত্র রমজানের প্রস্তুতি কতটুকু হলো আল্লাহ আমাদেরকে প্রতিটা রোজা রাখার তৌফিক দান করুন আমিন সবাই কমেন্ট বক্সে লিখুন আমিন। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি The post দেখুন নবীজি (সাঃ) যে সহজ ভাবে রমজানের প্রস্তুতি নিতে বলেছেন। সুবহানাল্লাহ যেভাবে রোজা রাখা খুবই সহজ। appeared first on Trickbd.com. | |
Update Trickbd Fotter এর মতো আপনার ওয়াপকিজ সাইটের জন্য সুন্দর ফুটার কোড নিন! Posted: | আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমি আজ অনেক সুন্দর একটা টিরিকবিডির মতো ফুডার শেয়ার করবো।আর আপনার যদি টিরিকবিডির মতো ওয়াপকিজ থিম না থাকে তাহলে Google এ সার্চ দিয়ে ডাউনলোড করে ওয়াপকিজ সাইটে আপলোড করে নিবেন। যে ফুডার এ কোড শেয়ার করবো তার স্কিনসোট দেখে নিন। প্রথম ওয়াপকিজ.com এ জান। </p><br /> <div class="block_fotter"><br /> <div class="switch_pc"><br /> <table width="100%"><br /> <tr><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-about-us/">About Us</a></th><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-user-rights/">User Rights</a></th><br /> </tr><br /> <tr><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-team/">Team</a></th><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-privacy-policy/">Privacy Policy</a></div><br /> </th><br /> </tr><br /> </table><br /> <table width="100%"><br /> <tr><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-faq/">FAQ</a></th><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-contact-us/">Contect Us</a></th><br /> </tr><br /> <tr><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-advertise/">Advertise</a></th><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-faq/">FAQ</a></div><br /> </th><br /> </tr><br /> </table><br /> <table width="100%"><br /> <tr><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-contact-us/">Contact Us</a></th><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-terms-of-use/">Terms of Use</a></th><br /> </tr><br /> </div><br /> </th><br /> </tr><br /> </table><br /> <div class="switch_pc"><small><a rel="external" data-ajax="false" href="/site_pc.html">Switch To Desktop Version</a></small></div><br /> </div><br /> </div><br /> </div><br /> </div><br /> </div><br /> </div><br /> </div><br /> <p> আর নিচে দেখবেন Vigity Grust সেলেক্ট করে দেয়ি Oke তে ক্লিক করে দেবেন। আবার Html / Tag Code Select কর আরার গিয়ে ফাকা জায়গায় নিচের কোড বসিয়ে দেবেন। </p><br /> <div class="block_fotter"><br /> <div class="switch_pc"><br /> <table width="100%"><br /> <tr><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-about-us/">About Us</a></th><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-user-rights/">User Rights</a></th><br /> </tr><br /> <tr><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-team/">Team</a></th><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-privacy-policy/">Privacy Policy</a></div><br /> </th><br /> </tr><br /> </table><br /> <table width="100%"><br /> <tr><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-faq/">FAQ</a></th><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-contact-us/">Contect Us</a></th><br /> </tr><br /> <tr><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-advertise/">Advertise</a></th><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-faq/">FAQ</a></div><br /> </th><br /> </tr><br /> </table><br /> <table width="100%"><br /> <tr><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-contact-us/">Contact Us</a></th><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/page-terms-of-use/">Terms of Use</a></th><br /> </tr><br /> </div><br /> </th><br /> </tr><br /> </table><br /> <th><br /> <div style="border:1px solid black;text-align:center;padding:3px"><a href="/site-logout.html">Log out(:my_name:)</a></div><br /> </th><br /> <div class="switch_pc"><small><a rel="external" data-ajax="false" href="/site_pc.html">Switch To Desktop Version</a></small></div><br /> </div><br /> </div><br /> </div><br /> </div><br /> </div><br /> </div><br /> </div><br /> <p> আর Vigity User সেলেক্ট করে ওকে তে ক্লিক করবেন। এগন উপরের View লেখায় ক্লিক করে দেখেন হয়ে গেছে। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর টিরিকবিডির সাথে থাকবেন। The post Update Trickbd Fotter এর মতো আপনার ওয়াপকিজ সাইটের জন্য সুন্দর ফুটার কোড নিন! appeared first on Trickbd.com. |
Posted: বর্তমানে গুগোল ড্রাইভ হল সবচেয়ে জনপ্রিয় অনলাইন স্টোরেজ সিস্টেম। যেখানে আমরা আমাদের ছবি, ভিডিও, ফাইল, ডকুমেন্ট ইত্যাদি জমা করতে পারি। এবং সেটা অনলাইনে সেইভ করা থাকবে। বর্তমানে পৃথিবীতে অনেক কোম্পানির অনলাইন স্টোরেজ সিস্টেম আছে। তবে গুগল ড্রাইভের ফ্রী স্টোরেজ বেশি হওয়ায় এবং সুরক্ষিত থাকায়, এটা মানুষ বেশি ব্যবহার করে। • গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব: আপনার যদি বর্তমানের লেটেস্ট এন্ড্রয়েড মোবাইল হয়, সেক্ষেত্রে আপনার মোবাইলে বিল্ট ইন গুগোল ড্রাইভ ইন্সটল করা থাকবে। আপনি শুধু সেই গুগল ড্রাইভের ঢুকে আপনার জিমেইল সিলেক্ট করলেই আপনার গুগোল ড্রাইভ রেডি হয়ে যাবে। • গুগল ড্রাইভে কি আনলিমিটেড স্টোরেজ পাওয়া সম্ভব?? ১. গুগল ড্রাইভে প্রত্যেক ইউজারকে বা জিমেইল ধারিকে ১৫ জিবি ফ্রী স্টোরেজ দেওয়া হয়। এরপর যদি আপনার বেশি স্টোরেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কিনে নিতে হবে। তবে আপনার যদি একাধিক জিমেইল থাকে, তাহলে আপনি প্রতিটি জিমেইল এর জন্য আলাদা আলাদা ১৫ জিবি ফ্রী স্টোরেজ পাবেন। ২. বিশ্বের কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও বড় বড় কোম্পানিকে গুগোল তাদের ড্রাইভ আনলিমিটেড করে দিয়েছে। তবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুগল থেকে অনুমতি নিতে হয়। আপনি যদি তাদের ঐ জায়গায় একসেস নিতে পারেন, তাহলে আপনার ইমেইলের সাথে যুক্ত করে আপনি ঐ আনলিমিটেড ফ্রী স্টোরেজ ব্যবহার করতে পারবেন। তবে এটার একটা বিপদ আছে, সেটা আমি একটু পরে আলোচনা করছি। • তাহলে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ কিভাবে গুগল ড্রাইভের আনলিমিটেড স্টোরেজ দিচ্ছে? আমি আগেই বলেছি গুগোল কিছু বড় বড় কোম্পানি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফ্রি আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করতে দেয়। তবে এইটা হলো শেয়ার স্টোরেজ। আপনার পার্সোনাল ডাটা শেয়ার স্টোরেজে রাখতে পারবেন না। কারণ শেয়ার স্টোরেজের ডাটাগুলো, আপনি যে কোম্পানির আন্ডারে শেয়ার স্টোরেজ ব্যবহার করবেন, তারা দেখতে পাবে। তাই এটা খুবই ঝুঁকিপূর্ণ। তবে আপনার যদি পার্সোনাল ডাটা না হয়, সেক্ষেত্রে আপনি এই ধরনের ড্রাইভ ব্যবহার করতে পারেন। স্বয়ং গুগল তাদের স্টোরেজ সম্পূর্ণ আনলিমিটেড ফ্রি ব্যবহার করতে দেয় না, তাহলে অন্য কেউ কিভাবে দিবে। এগুলো সব হচ্ছে মানুষকে বোকা বানিয়ে নিজে ইনকাম করে নেওয়া। অনলাইনে এই সমস্ত ফাঁদে পড়বেন না, তাহলে কিন্তু নিজেই বিপদে পড়বেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ফেসবুক প্রোফাইল The post গুগল ড্রাইভে (Google Drive) কি ফ্রিতে আনলিমিটেড স্টোরেজ পাওয়া সম্ভব?? গুগোল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত জেনে নিন appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments