Search box..

আপনার ফোনে ছবি এডিটের জন্য সেরা ৭ টি অ্যাপ

আপনার ফোনে ছবি এডিটের জন্য সেরা ৭ টি অ্যাপ


আপনার ফোনে ছবি এডিটের জন্য সেরা ৭ টি অ্যাপ

Posted:

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো?আশা করি ভালোই আছো।প্রতিদিনের মতো আজকে আমি হাজির হলাম নতুন একটি ট্রিক নিয়ে।

আমরা এখন অনেকেই আছি যারা বেশির ভাগই মোবাইলে ছবি তুলে থাকি।এটি বর্তমান সময় আমাদের একটি শখে পরিণত হয়েছে। আর সেসব এর আমাদের আধুনিক যুগে আরও উন্নত পরিবেশ গড়ে তুলতে সক্ষম হচ্ছে। আমরা অনেক সুন্দর ভাবে ছবি তুলে সেগুলোকে নানা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকি এবং সেই সম্পর্কে আরও নানা মানুষ সেই ছবি গুলো পেয়ে থাকে এবং এতে তাদের মন্তব্য পেশ করে থাকে।

এই যে ছবি গুলো যে প্রতিনিয়ত তুলে থাকি তা বেশিভাগ সময় আমাদেরকে আরও উন্নত করে তুলতে হয় আর এই জন্য আমাদের ফোনের কিছু অ্যাপের সাহায্য নেওয়া হয়ে থাকে। যার মাধ্যমে আমরা সেই ছবি গুলোকে আরও সুন্দর করে বানাতে পারি। এটি করতে গেলে আমাদের ভালো মানের অ্যাপের সাহায্য লাগতে পারে। সেইসব অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ছবি গুলো কে আরও উন্নত করে ফেলি। তাই ফোনের যে সব গুরুত্বপূর্ণ ফটো এডিটিংয়ের সেরা অ্যাপ রয়েছে আমারা অনেকেই আছি যারা এইসবের সাথে একদম পরিচিত নই।

তাই এখন আমরা আজকের এই পোষ্টে আপনাদের সেই সকল অ্যাপগুলোর সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলো দ্বারা আপনি ভালো মানের ফটো এডিটিং যা আমাদের ফটো এডিটিংয়ের কাজে অনেক বেশি সহায়তা করে থাকে। আমাদের তোলা ছবি গুলো কে আরও ভালো মানের ছবি হিসাবে প্রদান করে থাকে এবং আমরা আমাদের ইচ্ছ মতন খুশি মতন এডিটিং করে নিতে পারি। তাই চলুন যেনে নেই এসব সেই সেরা অ্যাপ গুলো সম্পর্কে।

মোবাইলের ফটো এডিটিংয়ের মধ্যে যেগুলো থেকে আমরা অনেক ভালো এডিটিং করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করা হল:

PicsArt


বর্তমান সময় আমাদের ফটো এডিটিং অ্যাপ গুলোর মধ্যে অনেক ভালো মানের একটি অ্যাপ হচ্ছে PicsArt এই অ্যপটি। এটি আমাদের দেশে অনেক জনপ্রিয় হয়ে গেছে আর জনপ্রিয় হয়ে উঠার অন্যতম কারন হচ্ছে এটি যে সব সার্ভিস প্রদান করে থাকে তা সত্যি অনেক অসাধারন।এই অ্যাপে প্রায় তিন হাজারের বেশি টুল রয়েছে যেগুলো মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফটোকে অনেক বেশি আকর্ষনীয় ও অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। ছোট খাটো ফটো এডিটিং থেকে শুরু করে হাই ফটো গুলোর এডিটিং করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। বিশেষ করে এই অ্যাপের ফিল্টারগুলি অনেক সুন্দর এবং অনেক আকর্ষনীয়।এখানে শুধু ফটো এডিটরই হয়ে থাকে না তাছাড়া যেমন ফটো এডিটর,ভিডিও এডিটর, ফটো ড্রয়িং, ড্রয়িং টুলস।মোবাইল ফটো এডিটিংয়ের জগতে এটি গুগল প্লে স্টোরে Grossing in Photography জায়গা দখল করে আছে। এই অ্যাপের এতই জনপ্রিয়তা যে এই অ্যাপ টি ৫০০ মিলিয়নেরও বেশি বার ইনস্টল হয়েছে।

Snapseed


এই অ্যাপটি দেখতে অনেকটা সিম্পল ইন্টারফেস কিন্তু এটি অনেক পাওয়ারফুল একটি ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপটি অনেকেই ব্যবহার করে থাকে এবং তারা এটি ব্যবহার করে অনেক খুশি হয়ে থাকেন।ছবির ব্রাইটনেস বাড়ানো কমানো থেকে শুরু করে একদম প্রিমিয়ার হাই কোয়ালিটির ছবি এডিট করার জন্য স্ন্যাপডিসের জুড়ি নেই একদমই। এই অ্যাপটির ফিল্টারের পাশাপাশি ২৯ টি টুলস থাকে, যার মাধ্যমে একটি ছবি বিভিন্ন আইটেমে এডিটিং করা সহজ হয়ে থাকে।এটি তে ২৯ টি টুলসের মধ্যে থাকে সিলেকশন টুলস যেটির সাহায্যে ফটোর নির্দিষ্ট অংশ মার্ক করে এডিট করা যায়। গুগলের ডেভলপ করা এই অ্যাপটি একদম ফ্রি অর্থাৎ এটার কোন প্রিমিয়ার ভার্সন নেই। এটি সাধারনত ১০০ মিলিয়নের বেশি ইনস্টল হয়েছে।

Lightroom


ফটো এডিটিং জগতে সেরা অ্যাপের কথা বলতে গেলে এই অ্যাপটিকে বাদ দিয়ে তো কথাই বলা যাবে না। এটি অনেক মান সম্মত একটি ভালোমানের অ্যাপ হয়ে থাকে। মূলত Adobe Lightroom CC এর মোবাইল ভার্সন হচ্ছে এই Lightroom এই অ্যপটি। নামের সাথে সাধারনত এর ফিচারের মিল রয়েছে, এই অ্যাপে ফটোর আলো নিয়ে খেলা হয়ে থাকে।বিশেষ করে এই অ্যাপটির যে সমস্ত প্রিসেট গুলো রয়েছে তা আমাদের মধ্যে অনেক তরুনদের মধ্যে জনপ্রিয় হয়ে থাকে। এতে “র” (raw) ফাইল এডিট করা যাবে বলে এই অ্যাপের এডিটিং কোয়ালিটি লস থাকে না। এই অ্যপের যে ফিচারগুলো মানুষের মধ্যে বেশি ব্যবহার করতে দেখা যায় সেটি হল প্রিসেট, হিলিং টুল, সিলেকটিভ, নয়েস রিডাকশন টুল ইত্যাদি।বিশেষ করে আমাদের মধ্যে যারা ফটো গ্রাফি করে থাকে তাদের তো একটি ফটো মধ্যে অসংখ্য কালার টুল ব্যবহার করা প্রয়োজনীয় হয়ে যায় তাদের এই অ্যাপটি বিশেষ দরকার হয়ে থাকে।

Pixellab


মোবাইলের ফটো এডিটিং ও ফটো তে লেখালেখি করতে যে অ্যাপটির চাহিদা দিন দিন বেড়েই চলছে সেটি হলো Pixellab ফটো এডিটিং অ্যাপ।ব্যাক্তিগত ভাবে এই অ্যাপটি মানুষের অনেক প্রিয় হয়ে থাকে।আমরা যদি সেরা মোবাইল ফটো এডিটিং অ্যাপের কথা ভাবি তাহলে আমাদের কাছে এটির নাম আসবেই।বিশেষ করে ব্লগে যেসব ব্যানার পোস্ট থাম্বনেইন দেখেন সেগুলো বেশিভাগই এই অ্যাপের দ্বারা বানানো হয়ে থাকে।তবে এখান থেকে আপনি সিম্পল ক্যালার গ্রেডিং ,ক্রপ সাইজ, এগুলো খুব ভালোভাবেই করা যাবে।এই অ্যাপের মাধ্যমে সাধারন টেক্স থেকে শুরু করে লেগো ডিজাইন, ব্যানার ডিজাইন, আরও অনেক কাজই হয়ে থাকে।এটি ৫০ মিলিয়নের বেশি মানুষ ইনেসটল করে থাকে।এটি আমাদের ফটো এডিটিংয়ের কাজকে অনেক বেশি ভালো মানের করে দেয়।

B162


মোবাইলের সেরা সেরা ফোটো এডিটিংয়ের কাজ করতে গেলে এই অ্যাপটি নামের কথা আমাদের জানা উচিত। তবে এটির মাধ্যমে আপনি আপনার তোলা সেল্ফিকে অতি দ্রুত এডিট করতে পারবেন।এটিতে রয়েছে প্রায় শতাধিক আকর্ষনীয় ফিল্টার ও এডিটিং টুলস।আর সবথেকে বড় কথা যে এটির সাহায্যে আপনি রিয়েলটাইম বিউটি ইফেক্ট এ ছবি তোলা যায় আর এই ছবি হয়ে ওঠে প্রায় প্রাণবন্ত। এছাড়া গ্যালারি যেকোন ফটো আপনি বিউটি ইফেক্ট ব্যবহার করে এডিট করতে পারবেন।এই অ্যাপটি সাধারনত মেয়েদের কাছে খুব বেশি জনপ্রিয় হয়ে থাকে এতে রয়েছে ইনস্ট্যান্ট মেকাপ সুবিধা। তাছাড়াও এখানে রয়েছে হাজারো টুলস স্টিকার সহ আরও অনেক কিছু। এটির প্রায় ৫০০ মিলিয়নের বেশি মানুষ ইনস্টল করে থাকে।

AirBrush : Easy photo editor


আপনি যদি আপনার ছবিকে আকর্ষনীয় ও সুন্দর করে এডিট করতে চান তাহলে এই সেরা অ্যাপটির কথা তো ভূলে গেলে চলবে না।এটিতে আপনি অনেক ধরনের টুলস পাবেন যা দ্বারা আপনি আপনার ফটোকে খুব ভালোভাবে আপনি আপনার ইচ্ছে মতন সাজিয়ে নিতে পারবেন। এটি এখন অনেক মানুষই ব্যবহার করে আসছে।এটিতে আপনি যে সমস্ত টুলস পাবেন সেগুলো হলো:পারফেক্ট এসমুথ স্কিন,ওয়াইট টেনথ, ব্রাইটনেস সহ আরও বেশ কিছু।

PhotoDirector


বর্তমান যদি আমরা আমাদের ফটো এডিটিং অ্যাপ সম্পর্কে আলোচনা করে থাকি তাহলে এই অ্যাপটির কথাও উঠে আসবে। এটিও মোবাইল ফটো এডিটিং জগতের অনেক ভালো মানের একটি অ্যাপ।এটি দিয়ে আমরা আমাদের ফটো সমূহকে অনেক ভালো ভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। আমাদের ফটো এডিটিং কে অনেক আকর্ষনীয় করে তুলতে পারে এই অ্যাপটি। এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ও ভালো মানের ফটো এডিটিং অ্যাপ।এটিতে অসংখ্যা টুলস রয়েছে যেমন; ফিল্টার, লাইট ফিল্টার ইফেক্ট, ব্রাইটেন পিকচার,
ক্যালার এডিটিং , এইচডিআর লেয়ার সেটিং সহ আরও অনেক কিছু আছে।আর এজন্য এটি আমাদের ফটো এডিটিংয়ের জগতে সেরা অ্যাপের তালিকায় হয়ে থাকে।

এই সময় মোবাইল আমাদের জীবনে অধিক প্রয়োজনীয় একটি জিনিস হয়ে থাকে।বর্তমান সময় আমরা কম বেশি প্রত্যেকে মোবাইল ব্যাবহার করে থাকি।

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

The post আপনার ফোনে ছবি এডিটের জন্য সেরা ৭ টি অ্যাপ appeared first on Trickbd.com.

সাইবার ক্রাইম (Cyber Crime) মানে কি | কত প্রকারের হয়।

Posted:

সালামু লাকু

 কে ছে বা? 
 আশা করি সবাই ভালোই আছেন
…………………….…………..…….…………………. …………..…..…..…………………….…………..…….…………………….………..…..…..
 প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. ………………………………..………………..………………….……….…..
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ সাইবার ক্রাইম ( cyber crime) মানে কি | কত প্রকারের হয়।

তো চলুন বিস্তারিত পোস্টে চলে
যায়।
বিস্তারিত পোস্টঃ 

বিস্তারিত পোস্টঃ

আজকের টেকনোলজি যুগে কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এমন অবস্থায় কম্পিউটারের সাহায্য ছাড়া কোনো কাজ করা খুবই কঠিন মনে হয়। 
ইন্টারনেটের ক্ষেত্রে ক্রমাগত উন্নয়নের পরিপ্রেক্ষিতে অপরাধীরাও প্রযুক্তির মাধ্যমে হাইটেক হয়ে উঠছে। তারা কম্পিউটার, ইন্টারনেট, ডিজিটাল ডিভাইস এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইত্যাদি ব্যবহার করে অপরাধ করছে, অনলাইন প্রতারণা বা চুরিও এই বিভাগে আসে। কারও ওয়েবসাইট হ্যাক করা বা সিস্টেমের ডেটা চুরি করা, এই সমস্ত পদ্ধতি সাইবার অপরাধের (Cyber Crime) আওতায় পড়ে।

সাইবার ক্রাইম মানে কি

 অনলাইনের মাধ্যমে সংঘটিত অপরাধ অর্থাৎ ইন্টারনেটকে সাইবার ক্রাইম বলা হয়, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত অপরাধের হাই-টেক ফর্মকে বলা হয় সাইবার ক্রাইম। এর অধীনে, ক্রেডিট কার্ড চুরি, ব্ল্যাকমেইলিং, ডাকাতি মতো অপরাধগুলি ইন্টারনেটের সাহায্যে পরিচালিত হয়। 

সাইবার ক্রাইম কত প্রকারের হয় 

সাইবার ক্রাইম সাধারণত অনেক রকমের হয়ে থাকে। তার মধ্যে থেকে কয়েকটির উল্লেখ করেছি। তাহলেই আপনি বুঝতে পারবেন।
Hacking হ্যাকিং ....
যখন কোন ব্যক্তি আপনার কম্পিউটার, নেটওয়ার্ক এবং সার্ভার ইত্যাদির ডেটা চুরি করে, নষ্ট করে বা সংশোধন করে প্রযুক্তি বা সফটওয়্যারের মাধ্যমে নিজের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে, এই
প্রক্রিয়াটিকে হ্যাকিং বলা হয়। যে ব্যক্তির দ্বারা এই কৌশলটি সম্পন্ন করা হয়, সেই ব্যক্তিকে হ্যাকার বলা হয়। হ্যাকিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার অধীনে কোনো ব্যক্তি অনুমতি
ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্যে অবৈধভাবে হস্তক্ষেপ করে।
এর জন্য, কিছু অপরাধী সংগঠন নৈতিক হ্যাকারের মাধ্যমে, তারা তাদের ওয়েবসাইটের নিরাপত্তা ভঙ্গ করে এবং সম্পূর্ণ হ্যাক করতে পারে। এর বাইরে, তারা তাদের সোশ্যাল মিডিয়া
অ্যাক্সেস হ্যাক করতে পারে এবং তাদের পরিচয় ব্যবহার করতে পারে। এই অপরাধের সবচেয়ে বড় কথা হল যে সেই কম্পিউটার মালিকও জানেন না যে কোন হ্যাকার তার কম্পিউটারে উপস্থিত সকল ধরনের তথ্য তার নিজের নামে ব্যবহার করছে।
এই ধরনের ঘটনা সাধারণত এমন ব্যক্তিদের সাথে ঘটে, যারা উচ্চ পদে থাকে এবং তারা ব্যাঙ্ক বা তাদের ক্লায়েন্টদের সাথে সব ধরনের নগদ লেনদেন করে থাকে। এইরকম পরিস্থিতিতে, তার যে কোন সহযোগী বা ঘনিষ্ঠ জ্ঞানী ব্যক্তি তার অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য চুপচাপ চুরি করে, তারপর তার ব্যাংক ক্রেডিট কার্ড এটিএম কার্ড ইত্যাদি নম্বর পাওয়ার পরেও না, যদিও এটি একটি খুব বড় সাইবার অপরাধ।
এই ধরণের অপরাধ মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেইল সাইট ইত্যাদির মাধ্যমে করা হয়। এর অধীনে, অপরাধীরা এমন লোকদের হয়রানি করে, যাদের হয় ছোট বাচ্চা বা কিশোর। তাদের সাথে গালাগাল টাইপ চ্যাট করুন অথবা তাদের উল্টানো ছবিও পাঠান। এমন
অবস্থায় শিশুদের মধ্যে বোঝাপড়া এবং জ্ঞানের অভাবের কারণে তারা এর শিকার হয় এবং সামনের অপরাধী তাদের বিভিন্ন আইডি দিয়ে বার বার হয়রানি করে এবং তাদের ব্ল্যাকমেইল করে।
অপরাধীরা এমন কিছু সফটওয়্যার ব্যবহার করে, যা দেখতে খুবই আকর্ষণীয়, কিন্তু যদি সেগুলো আপনার ফোনে বা কম্পিউটারে ক্লিক বা ডাউনলোড করা হয়, তাহলে আপনার কম্পিউটার এবং ফোন সম্পূর্ণ হ্যাক হয়ে যেতে পারে। এইরকম পরিস্থিতিতে, তারা সম্পূর্ণ তথ্য অর্থাৎ আপনার কম্পিউটার এবং ফোনের তথ্য পায় এবং তারা আপনার সমস্ত অ্যাকাউন্টে অ্যাক্সেসও পায়।
সাইবার গুপ্তচরবৃত্তির অধীনে, কিছু বড় হোটেলের বাথরুম এবং শোবার ঘরে কিছু ক্যামেরা চুপচাপ ইনস্টল করা আছে। সেই মেয়েদের কিছু অশ্লীল ছবি ও ভিডিও ওই ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। শপিং মল বা কিছু পোশাকের দোকানেও একই রকম
কিছু করা হয়, যেখানে মেয়েরা তাদের পোশাক পরিবর্তন করে এবং তাদের ফিটিং পরীক্ষা করে। সেই মেয়েদের তাদের ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেইল করা হয়, যা সাইবার ক্রাইমের অত্যন্ত শাস্তিযোগ্য অপরাধ।

conclusion

এছাড়াও আরো অনেক রকমের সাইবার ক্রাইম
রয়েছে। এই সমস্ত অপরাধ যদি আপনি করে থাকেন তাহলে
আপনার জেল এর মত বড় শাস্তি হতে পারে। তায় এই
সব ক্রাইম থেকে অবশ্যই নিজেকে দূরে রাখুন।

“”তারপরেও আপনারা যদি কোনো সময়ে সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকেন তাহলে নিম্নোক্ত সরকারি সহায়তা নিতে পাবেন।””

বাংলাদেশ সাইবার সিকিউরিটি হেল্পলাইন নম্বর, ইমেইল ঠিকানা

বাংলাদেশ সাইবের সেকারিটি হেল্পলাইন নম্বর, ইমেইল ঠিকানা এবং যাবতীয় তথ্য এখানে উপলব্ধ । আপনি যদি অনলাইনে দুনিয়ায় সাইবার সম্পর্কিত কোন ভুল করে থাকেন, বা তা থেকে উদ্ধার হওয়ার উপায় খোঁজেন, তাহলে এই পোস্টটি আপনাকে গুরুত্বপূর্ণ ডাটা দিয়ে সহায়তা করবে ।
বাংলাদেশ সাইবার সিকিউরিটি হেল্পলাইন নম্বর, ইমেইল ঠিকানা, অবস্থান, কমপ্লেন ইত্যাদি বিষয় নিয়ে এখানে বিশদ আলোচনা করা হয়েছে । সুতরাং আপনি যদি হেল্পলাইন নম্বর খোঁজ করে থাকেন এবং কোন অভিযোগ পেশ করার জন্য মনস্থির করেন, তবে নো টেনশন ! আমাদের সংগ্রহীত নিম্নোক্ত নাম্বারে কল করে আপনি যাবতীয় পরিষেবা পেতে পারেন। বর্তমানে বাংলাদেশে সাইবার সম্পর্কিত সমস্যার বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পেরেছে । সুতরাং বাংলাদেশ সাইবার সিকিউরিটি হেল্পলাইন নম্বর নিন, কল করুন এবং যাবতীয় পরিষেবা পান ।

বাংলাদেশ সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বার ও ইমেল।

হেল্পলাইন নম্বর: 01766678888

ইমেল: info@cybernirapotta.net এবং help@cybernirapotta.net

……..….………….…….…………………….…… …………..…….……………….…………………..…… .………………..…...……….………….…………………. ……………..…….…………………….………..…..…..

তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

ন্যবা



The post সাইবার ক্রাইম (Cyber Crime) মানে কি | কত প্রকারের হয়। appeared first on Trickbd.com.

StartIsBack- windows এ ব্যবহার করুন অন্যান্য ভার্সনের Start Screen.

Posted:

সালামু লাকু

 কে ছে বা? 
 আশা করি সবাই ভালোই আছেন
…………………….…………..…….…………………. …………..…..…..…………………….…………..…….…………………….………..…..…..
 প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. ………………………………..………………..………………….……….…..
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ StartIsBack- windows এ ব্যবহার করুন অন্যান্য ভার্সনের Start Screen.
তো চলুন বিস্তারিত পোস্টে চলে
যায়।
বিস্তারিত পোস্টঃ 

বিস্তারিত পোস্টঃ

দিন দিন আপডেট হচ্ছে প্রযুক্তি। আপডেটেড প্রযুক্তির সাথে
তাল মিলিয়ে চলতে হয় আমাদের। কিন্তু পুরোনো জিনিসেই যে
আমরা অভ্যস্ত হয়ে যাই। এই পোস্ট এ আপনার আগমনে আমি ধরে নিচ্ছি যে আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী। হোক সেটা ডেস্কটপ কিংবা ল্যাপটপ। যুগের সাথে তাল মিলিয়ে আপনার কম্পিটারটাকেও হয়তো আপডেট ভার্সনে অপারেট করছেন অথবা পুরোনো সংস্করনেই রেখে দিয়েছেন। যাই হোক, যারা আপডেট করেছি তারা হয়তো আগের পরিবেশেই অভ্যস্থ হয়ে গেছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে windows এর এক ভার্সনে থেকে অন্য ভার্সনের start screen, taskbar ব্যবহার করুবেন।
তার জন্য প্রথমে StartIsBack patched অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
StartIsBack 2019 টেকনিকাল সেটআপ ইনফোঃ
  • সফটওয়্যার এর নাম : StartIsBack 2019
  • সেটআপ ফাইলের নাম: StartIsBackPlus_setup_2.8.5.rar
  • Full Setup সাইজ: 1.3 MB
  • Setup Type: Offline Installer / Full Standalone Setup
  • Compatibility Architecture: 32 Bit (x86) / 64 Bit (x64)
  • লেটেস্ট ভারশন রিলিজের তারিখ : 31th May 2019
  • Developers: StartIsBack

যেই সিস্টেম কনফিগার প্রয়োজন হবে StartIsBack 2019 এর জন্যঃ

  • অপারেটিং  System: Wndows 8/8.1/10
  • মেমরি (RAM): 1 GB of RAM required.
  • Hard Disk Space: 10 MB of free space required.
  • Processor: Intel Dual Core processor অথবা এর পরবর্তী প্রসেসর গুলো।

♥

এটি খুবই সিম্পল একটি অ্যাপ। এই অ্যাপ দিয়ে উইন্ডোজ এর
যেকোনো ভার্সনের স্টার্ট এবং টাস্কবার ব্যবহার করতে পারবেন। তাছাড়া স্টার্ট এবং টাস্কবার অপাসিটি কন্ট্রোল, কাস্টম কালারিং সহ অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন।
ডাউনলোড করে অ্যাপটি ইনস্টল করার পর সাদামাটা ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে start icon, start screen, taskbar setting otions পেয়ে যাবেন। এখান থেকে স্টারট মেনু অপাসিটি এবং টাস্কবার অপাসিটিও নির্ধারন করে দিতে পারবেন। এছাড়া আরও অনেক
কাস্টমাইজিং টুল পাবেন এই অ্যাপটিতে।

……..….………….…….…………………….…… …………..…….……………….…………………..…… .………………..…...……….………….…………………. ……………..…….…………………….………..…..…..

তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

ন্যবা




The post StartIsBack- windows এ ব্যবহার করুন অন্যান্য ভার্সনের Start Screen. appeared first on Trickbd.com.

নগদ থেকে মোবাইল রিচার্জে ১০০% ক্যাশব্যাক নিয়ে নিন এক্ষুনি। (নির্দিষ্ট কিছু ব্যাবহারীদের জন্য)।

Posted:

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও খুবই ভালো আছি।

অনেক দিন পর আবার আজকে ট্রিকবিডিতে নতুন পোস্ট নিয়ে আসলাম।

আজকের পোস্টে কি জানাতে চলেছি, আশা করি সেটা পোস্টের টাইটেল দেখেই বুঝে গেছেন৷

তো বন্ধুরা, বেশি কথা না বলে, চলুন আজকের পোস্ট যে

কিভাবে নগদ থেকে মোবাইল রিচার্জ করে ১০০% ক্যাশব্যাক পাবেন??

প্রথমেই বলে রাখি যে আপনার ফোনে যদি নিচের স্ক্রিনশট এর মত একটা মেসেজ আসে, তাহলেই আপনি এই অফারটি আপনি নিতে পারবেন।

যদি এরকম একটা মেসেজ আপনার ফোনে এসে থাকে, তাহলে আপনি মেসেজের নিচের ঐ লিংকে একটা ক্লিক করুন, তারপর আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, আর যদি আপনার নগদ এপটি ইনস্টল করা না থাকে, তাহলে ওখান থেকে
ইনস্টল করে নেবেন।
আর যদি আগে থেকেই ইনস্টল করা থাকে তাহলে ওপেন করুন।
আপনি ইনস্টল করার পর এপে প্রবেশ করেন, তাহলে নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ আসবে,

এখানে আপনি আপনার নিজের ফোন নম্বর দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রিনশট এর মত আরেকটা পেইজ আসবে,

এখানে আপনি আপনার নগদ একাউন্টের পিন দিবেন।
তারপর নিচের পরবর্তী অপশনে ক্লিক করবেন।

তারপর আপনি নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ দেখতে পাবেন।

এখন আপনার ফোনে একটা OTP code আসবে।
সেই কোডটি এখানে দেবেন।

কোডটি দেওয়ার পর নিচের (যাচাই করুন) অপশনে ক্লিক করুন।
যাচাই হয়ে গেলে আপনাকে সরাসরি নগদের মোবাইল রিচার্জ পেইজে নিয়ে যাবে,
আর যাদের আগে থেকেই নগদ এপে লগইন করা, তারা শুধু পিন দিলেই সাথে সাথে মোবাইল রিচার্জ পেইজে নিয়ে যাবে।
★ এরপর মোবাইল রিচার্জ পেইজে আপনার নম্বর
চাইবে, সেখানে আপনার নম্বর দিলে আপনার সিম গ্রামীণ নাকি বাংলালিংক নাকি এয়ারটেল নাকি রবি টেলিটক, সেটা সিলেক্ট করুন। অর্থাৎ আপনার সিমের অপারেটর বেছে নিন।

তারপর আপনি নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ দেখতে পাবেন।
এখানে আপনি কত টাকা রিচার্জ করবেন সেটা দিবেন, আর যেহেতু আমাকে
২০ টাকা রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাকের অফার দিয়েছে, তাই আমি এখানে ২০ টাকা বসিয়ে দিচ্ছি।
আপনাদের ২০ টাকার বেশি কিংবা কমও অফার দিতে পারে।
তো যাকে যত টাকার অফার দিয়েছে এখানে তত টাকাই বসিয়ে দেবেন।
তো আমি ২০ টাকা দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করলাম।
এভাবে আপনারাও পরবর্তী অপশনে ক্লিক করবেন।

তারপর,

নিচের স্ক্রিনশট এর মত আরেকটা পেইজ দেখতে পাবেন।

এখানে আপনি একদম নিচে যে
ট্যাপ করে ধরে রাখুন অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন।
তারপর দেখুন যে আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে।
তারপর হোমে ফিরে যান অপশনে ক্লিক করে নগদের হোমপেইজে চলে আসুন।

এবং হোমপেইজে ফিরে আসার সাথে সাথেই নিচের স্ক্রিনশট এর মত একটা নোটিফিকেশন দেখতে পাবেন।
এই নোটিফিকেশনে দেখতে পাবেন যে আপনি (..) টাকা ক্যাশব্যাক পেয়েছেন।
আমি ২০ টাকা রিচার্জ করে ২০ টাকাই মানে ১০০% ক্যাশব্যাক পেয়েছি, আপনাকেও যত টাকার অফার দেবে, তত টাকাই ক্যাশব্যাক পাবেন।❣

★★★
তো বন্ধুরা,
আজকের পোস্ট এই পর্যন্তই,
আশা করি সবাই পোস্টটি বুঝতে পেরেছেন ।
যদি পোস্ট টি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে দয়া করে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেবো।
তো আর কথা বাড়াবো না,
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং ট্রিকবিডির সাথেই থাকবেন৷
নমস্কার।

The post নগদ থেকে মোবাইল রিচার্জে ১০০% ক্যাশব্যাক নিয়ে নিন এক্ষুনি। (নির্দিষ্ট কিছু ব্যাবহারীদের জন্য)। appeared first on Trickbd.com.

বাংলালিংকে নিয়ে নিন ফ্রিতে ১৫ জিবি ইন্টারনেট (নির্দিষ্ট স্মার্টফোনে)!

Posted:

পোস্টের শিরোনাম দেখে হয়তো চমকে গেছেন যে এটা কিভাবে সম্ভব। একসাথে এতো এমবি কখনোই ফ্রিতে দেওয়ার কথা না। হুম, আপনি সত্যিই দেখতেছেন যে, একসাথে এতো এমবি বাংলালিংক আপনাকে ফ্রিতে দিচ্ছে কিছু শর্তের উপর ভিত্তি করে। বাংলালিংক মূলত এই ক্যাম্পেইনটি দিয়েছে স্মার্টফোনের কয়েকটি ব্র্যান্ডের নির্ধারিত কয়েকটি মডেলের উপর। যেখানে বলা হচ্ছে যে, আপনি যদি উক্ত ব্র্যান্ডের উক্ত মডেলটি ক্রয় করে বাংলালিংক সিম ব্যবহার করেন তাহলে আপনি এই ১৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন।

এখন আপনি হয়তো বলবেন যে, বাংলালিংক এর ১৫ জিবি ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য তাহলে কী আমাকে নতুন একটি স্মার্টফোন কিনতে হবে। আরে না, আমার কথা এখনো শেষ হয়নি। আপনি নতুন স্মার্টফোন না কিনতে পারলেও আপনার যদি তাদের ক্যাম্পেইনে উল্লেখিত স্মার্টফোন আগেই থেকে থাকে এবং সেটিতে যদি আপনি কখনো বাংলালিংক সিম ব্যবহার না করে থাকেন। তাহলে সেটিতে যদি আপনি নতুন করে বাংলালিংক সিম ব্যবহার করেন তাহলে আপনি উক্ত অফারের আওতাভুক্ত হবেন।

এইবার আসুন কোন কোন স্মার্টফোন এই অফারের আওতাভুক্ত তা আমরা আগে দেখে নেই। এইগুলোতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি উক্ত অফারটি পাবেন। যদি উপরের শর্ত পূরণ করতে পারেন। নিচে নির্ধারিত ব্র্যান্ড এবং মডেলগুলো তুলে ধরা হলো।

Infinix: HOT10, HOT10 Play, HOT10S, Note 10, Note 8i, Smart 5, Smart HD, HOT 9 Play, Smart 5 Pro.

iPhone: iPhone11, iPhone11 Pro, iPhone11 Pro Max.

itel: A25 Pro, A26, A36, A47, A48, Vision 1, Vision 1 Plus, Vision 1 Pro, Vision 2, Vision 2 Plus, Spark 6 Air, L5002P, L6005, Spark 5 Pro, Spark 6, Vision 2s,

KaiOS: T19, T19i.

Motorola: Moto E7 Plus, Moto G10, Moto G10 Power, Moto G30, Moto G40 Fusion, Moto G60, Moto G8 Power Lite, Moto G9 Play, Moto G9 Plus, Lenovo Tab M10 HD, Lenovo Tab M8.

Oppo: A12, A15, A1K, A31, A33, A3S, A5, A5 2020, A52, A92, F17 Pro, F3, F5, A15S, A16.

Poco: C3, M2 Pro, M3, X3, X3 NFC, M2, M3 Pro 5G.

Realme: 6, C21, C25, 5i, 6i, 7 Pro, 7i, 7pro, 8 Pro, 8pro, C11, C11 2021.

Samsung: A01, A32, A52, A52s, A72, M01, A03s, A10s, A12, A2 Core, A20, A20s, A21s, A22, A30, A30s, A31, A32, A50, A50s, A51, A52, A52s, A70, A71, A72, F22, M01, M01 Core, M01s, M02, M02s, M10, M11, M12, M20, M21, M30s, M31, M32, M40, M51, M62, Note 10 Lite, Note 10+, Note 20, Note 20 Ultra, Note10 Lite, S20 FE, S20 Ultra, S20+, S21 Ultra, S21 Ultra 5G, S21+, Tab A (2019), Tab A 10.1, Tab A 2019, Tab A7, Tab A7 LITE, Tab S6 Lite, Z Flip3, Z Fold2, Z Fold3.

Symphony: Atom, Atom II, G10, i110, i12, i15, i30, i32, i66, i67, i69, i74, i95, i98, i99, V105, V94, V97, V99+, V99Plus, Z12, Z16, Z18, Z25, Z28, Z30, Z30Pro, Z32, Z33, Z35, Z40, Z50.

Tecno: A26, A48, Camon 15, Camon 16, Camon 16 Premier, Camon 16 Pro, Camon 17, Camon 17 Pro, Camon 17P, KE5, Pouvoir 4, Spark 5 Air, Spark 5 Pro, Spark 6, Spark 6 Air, Spark 6 Go, Spark 7, Spark 7 Pro, Spark Go, Vision1 Pro, Vision2.

Vivo: Y12s, Y1s, Y20, Y20 2021, Y20G, Y30, S1 Pro, V19, V20, V20SE, V21, V21 e, Vivo Y12s, X60 Pro, Y11, Y12, Y12A, Y21A, Y30, Y50, Y51, Y53s, Y90, Y91C.

Walton: Primo D10, Primo D9, Primo E10+, Primo E11, Primo E12, Primo E9, Primo F10, Primo F8s, Primo F9, Primo G9, Primo GH8, Primo GH9, Primo H8 Turbo, Primo H8 Pro, Primo H9, Primo H9 Pro, Primo HM5, Primo HM6, Primo N4, Primo N5, Primo NF4, Primo NF5, Primo NH4, Primo NH5, Primo R6, Primo R6 Max, Primo R8, Primo RM4, Primo RX7, Primo RX7 Mini, Primo RX8, Primo RX8 Mini, Primo S7 Pro, Primo ZX4.

Xiaomi: MI 11x, Redmi 9, Redmi 9 Dual Camera, Redmi 9 Power, Redmi 9A, Redmi 9C, Redmi 9T, Redmi Note 10, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max, Redmi Note 10s, Redmi Note 8, Redmi Note 9, Redmi Note 9 Pro, Redmi Note 9S.

যদি উপরোল্লিখিত কোন স্মার্টফোন আপনার আগের থেকে থাকে বা নতুন করে ক্রয় করে থাকেন। তাহলে আপনি স্মার্টফোনটিতে বাংলালিংক সিম প্রবেশ করানো মাত্রই উপরের স্ক্রিনশটের মত আপনার স্মার্টফোনে ম্যাসেজ বা বার্তা আসবে। অথবা নিচের মত এইরকম ম্যাসেজ বা বার্তা আসবে। ম্যাসেজটি দুই রকমে আসতে পারে। অর্থাৎ বাংলা বা ইংরেজিতে আসতে পারে।

ম্যাসেজটি বাংলায় এইরকম আসবে – "অভিনন্দন! আপনি বিনামূল্যে 15GB/12 মাস এবং 48 পয়সা/মিনিট 7 দিনের (প্রথম মাস) অফারের জন্য যোগ্য। প্রথম মাসে 7 দিনের জন্য 4GB (3GB+1GB টফি) পেতে *121*700# ডায়াল করুন এবং বাকি 11 মাসের জন্য 1GB(0.5GB+0.5GB টফি)-7 দিন"।

ম্যাসেজটি ইংলিশে এইরকম আসবে – "Congratulations! You are eligible for Free 15GB/12 Month and 48 paisa/minute for 7 days (first month) offer. Dial *121*700# to get 4GB (3GB+1GB Toffee) for 7 days on first month and 1GB(0.5GB+0.5GB Toffee)-7 days for remaining 11 months".

তবে হ্যাঁ, আপনি যদি এই ম্যাসেজ বা বার্তাটি পেতে চান বা আপনি এই অফারটি পেতে চান, আপনাকে যা করতে হবে তা হলো আপনার স্মার্টফোনে যদি সিমের স্লট দুইটি হয়ে থাকে তাহলে প্রথম স্লটটিতে আপনার বাংলালিংক সিমটি প্রবেশ করাতে হবে। তাহলেই এই ম্যাসেজ বা বার্তাটি পাবেন।

এই অফারটি মূলত প্রথম মাসে ৪ জিবি পাবেন ৭ দিনের জন্য। ৩ জিবি + ১ জিবি টফি অ্যাপের জন্য। আর বাকী ১১ মাসে ১ জিবি করে পাবেন। ৫০০ এমবি + ৫০০ এমবি টফি অ্যাপের জন্য।

বিস্তারিত:

>> বোনাস অফার সকল প্রিপেইড এবং CnC গ্রাহকদের জন্য প্রযোজ্য।

>> যোগ্য হ্যান্ডসেটের জন্য, বাংলালিংক সিমটি সিম স্লট 1-এ থাকতে হবে এবং বিনামূল্যে ইন্টারনেট অফারটি পেতে ডায়াল করুন *5000*521#।

>> বাকি 11 মাসের জন্য, গ্রাহকদের একই হ্যান্ডসেটের সাথে *5000*523# ডায়াল করতে হবে।

>> যোগ্যতার ভিত্তিতে, বোনাস সর্বাধিক 48 ঘন্টার মধ্যে বিতরণ করা হবে।

>> গ্রাহক যদি বর্তমানে কোনো ডিভাইস ক্যাম্পেইনে থাকেন এবং একটি নতুন ক্যাম্পেইনে যেতে চান, তাহলে তাকে আগের ক্যাম্পেইনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

>> অবশিষ্ট প্যাক ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#

>> এই হ্যান্ডসেটগুলি অন্য অপারেটরের সিমের সাথে ব্যবহার করা যেতে পারে।

>> 4G গতি উপভোগ করার জন্য গ্রাহকদের 4G কভারেজ এলাকায় থাকতে হবে এবং 3G গতি উপভোগ করতে 3G কভারেজ এলাকায় থাকতে হবে।

>> যদি একজন গ্রাহক 4G/3G কভারেজের বাইরে থাকেন, তাহলে তিনি শুধুমাত্র 2G গতি উপভোগ করতে পারবেন।

>> প্যাক ভলিউম বা বৈধতা শেষ হওয়ার পরে, আপনাকে 10KB পালস সহ TK.1/MB (ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ ব্যতীত) পে-অ্যাজ-ইউ-গো হারে চার্জ করা হবে। টাকার পর। 6.09 (ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ সহ) আপনার পে-অ্যাজ-ইউ-গো ইন্টারনেট ব্যবহার ব্লক করা হবে।

>> মনে রাখবেন এটি একটি সীমিত সময়ের অফার। তাই যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে।

অবশেষে পোস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাই এখন কিছু কথা বলি। কখাটি হলো আপনার যদি উপরোল্লিখিত কোনো স্মার্টফোন না থেকে থাকে তবে আপনার কাছে যে স্মার্টফোনটি আছে সেটিতে কখনো বাংলালিংক সিম ব্যবহার করেন নাই। তাহলে সেই স্মার্টফোনটিতে একটি বাংলালিংক সিম ব্যবহার করে দেখতে পারেন যে, আপনি অফারটি পাবেন কিনা। এর জন্য ম্যাসেজের অপেক্ষায় না থেকে উপরোল্লিখিত ডায়াল কোডটি ডায়াল করে জেনে নিতে পারেন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post বাংলালিংকে নিয়ে নিন ফ্রিতে ১৫ জিবি ইন্টারনেট (নির্দিষ্ট স্মার্টফোনে)! appeared first on Trickbd.com.

Android এর 5 টি Best Action Games! (Part-2)

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে 5 best action games for android এর ১ম পর্ব।
এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন।

আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : Reckless gateway 2

Game Developer : Pixelbite

Game Size : 87 MB

Required OS : 4.3+

Game Released Date : May 24, 2017

Game Version : 2.2.6

Game Link : Playstore

Reckless Gatway 1 ও আছে। তবে প্লে-স্টোরে সেটা পেইড। আর Reckless gatway 1 এর থেকে reckless gateway 2 আমার কাছে বেশি ভালো লেগেছে।

প্লে-স্টোরে এটা ফ্রি। আর যদি আপনার reckless gateway 1 খেলতে হচ্ছে হয় তবে আপনি rexdl/revdl থেকে ডাউনলোড করে খেলতে পারেন।

যাই হোক, এই গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং তার সাথে গেমটি রিভিউ করা হয়েছে ৮৬ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমের কন্ট্রোল খুবই সহজ। আপনাকে ডানে বামে Touch করে Car Control করতে হবে এবং recklessly বা এলোমেলোভাবে car চালাতে হবে।

পুলিশে আপনাকে তাড়া করবে। পুলিশের হাত থেকে বাচতে হবে। গেমটি অনেকটা gta chinatown wars এর মতো। এখানে full action pack car driving এর experience পাবেন।

তারই সাথে পাবেন open world experience। আপনি যেখানে ইচ্ছা ঘুরাঘুরি করতে পারবেন। গেমটির গ্রাফিক্স এতটাই ভালো যে এ নিয়ে প্রশংসা না করে থাকতে পারছি না।

গেমটির গ্রাফিক্স + Colour grading সবকিছুই অসাধারন। আমার দেখা one of the best। অবশ্যই Try করে দেখবেন। কম সাইজের ভিতরে অসাধারন একটি addictive গেম এটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


4) Game Name : Overdrive

Game Developer : GEMMOB Adventure

Game Size : 58 MB

Required OS : 5.0+

Game Released Date : November 4, 2017

Game Version : 1.8.4

Game Link : Playstore

Overdrive 2 গেমটিও প্লে-স্টোরে আছে। তবে সেটা আমার কাছে ভালো লাগেনি। ঐটার কন্ট্রোল + গেমপ্লে কোনো কিছুই ভালো লাগেনি আমার। Normal একটি গেম। Special কিছুই নেই। তাই ঐটা নিয়ে কোনো কথা বললাম না।

যাই হোক, এই গেমটির Story mode আমি নিজে Over দিয়েছি। First To Last Over দেওয়ার পর গেমটি আমার কাছে এক কথায় Masterpiece লেগেছে।

কারন এই গেমটিকে এত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে যে গেমটি খেলে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না।

গেমটিতে অনেকগুলো ক্যারেক্টার পাবেন খেলার মতো। গেমটিতে আছে Epic Heroes, Epic Boss Fights, Endless Survival Mode, Various Game Modes (Defense, PVP, Survival, Campaign Etc)।

এই গেমের গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই। গেমটিতে যে 2D Graphics টি দেওয়া হয়েছে সেখানে আপনাকে HD Quality Graphics দিবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটি 2D Game খেলছেন।

গেমটিকে এতদিনে অনেক improve + optimize করা হয়েছে। এটিকে একটি Ninja Type Action Game বললেও ভুল হবে না। কেননা গেমটির নাম + কন্সেপ্ট দুটিই এই বিষয়ের উপর ভিত্তি করে বানানো।

গেমটির Colour Grading, Controls, Graphics, Gameplay সবকিছু বিবেচনায় নিয়ে এসে একে ১০/১০ রেটিং দেওয়াই যায়।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটির আরো কিছু ফিচারসঃ

✔ Tutorial for newbie makes sure every player can learn how to play

✔ Playable OFFLINE, so no more worries of no Internet

✔Smooth game control experience

✔ Heroes to be upgraded, customised & equip with epic weapons & armor suits and more!

✔ Ultra-stunning sci-fi graphic & effects

✔ Giant boss with unique attack.

✔ Various weapons ( Sword, Buster Sword, Spear,…) with their perfect combos make the unforgettable experience. Upgrade them to unlock new stronger combos!

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Dan The Man

Game Developer : Halfbrick Studios

Game Size : 80 MB

Required OS : 4.4+

Game Released Date : October 4, 2016

Game Version : 1.10.41

Game Link : Playstore

Action Game এর কথা হচ্ছে আর এই ধরনের 2D Action Game এর কথা বলবো না তা কি করে হয়?

এটি একটি Retro Pixel Indie গেম যেখানে আপনি Action + Arcade + Adventure তিনটিরই স্বাদ পাবেন। শুরুতেই বলে দিই এখানে আপনি ভালো একটি স্টোরিলাইন পাবেন।

তার সাথে এখানে পাবেন বিভিন্ন Guns, Skins, Skills, Upgrades, Special Attacks ইত্যাদি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের Game Mode পাবেন। যেমনঃ Campaign Mode, Endless Survival Mode, Adventure Mode, Multiplayer Mode।

এটি একটি Offline গেম। তাই আপনি গেমটির Offline Mod Version Download করে খেলতে পারবেন। Rexdl/Revdl এ এর Mod version পেয়ে যাবেন।

গেমটির mod version না খেললে এর মজা পাবেন না। কারন এখানে প্রচুর পরিমানে upgrades আছে। যা unlimited money ছাড়া possible না করা।

তাই গেমটির আসল মজা উপভোগ করতে চাইলে অবশ্যই এর mod version টি ডাউনলোড করে খেলবেন।

এবার আসি এর কন্ট্রোল + গেমপ্লে তে। গেমটি আপনি যেকোনো মোবাইলেই অনায়াসেই smoothly খেলতে পারবেন। যেহেতু এটি একটি 2D Retro Pixel Type Game। তাই এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

গেমপ্লে স্মুথই আছে আর তার সাথে এখানে location + details এর কোনো ঘাটতি নেই। এক কথায় অসাধারন একটি গেম। যারা 2D Games পছন্দ করেন তারা অবশ্যই গেমটি খেলে দেখবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : Anger Of Stick Series (1-5)

Game Developer : COWON PLAY, BLUE GNC INC, J-Park, SENSPARK ZERO

Game Size : 30-40 MB এর ভিতরেই সবগুলো গেম পেয়ে যাবেন।

Required OS : 2.3.3 – 4.0+

Game Released Date : 2015-2021

Game Type : Offline

Game Link : Playstore

আমি সম্পূর্ণ Series টার কথাই বললাম। কারন Action Game এর কথা আসলে Anger of stick এর কথা আসবে না তা কি করে হয়?

এটি one of the best action type game যেখানে আপনি যা ইচ্ছা তা-ই করতে পারবেন। সবগুলো গেমেরই Mod version download করে খেলবেন তাহলে মজা পাবেন।

কারন এখানে প্রচুর upgrades আছে যা mod version ছাড়া খেললে মজা পাবেন না।

যাই হোক, গেমগুলোতে আছে nonstop action + storyline + good control + amazing gameplay।

গেমগুলো একাধারে ১ লক্ষ থেকে ১০ লক্ষ, ১ কোটি এমনকি ১০ কোটি পর্যন্ত ডাউনলোড ছাডিয়েছে প্লে-স্টোরে। প্রত্যেকটি গেমই 4+★ রেটিং পেয়েছে প্লে-স্টোরে।

গেমগুলো লক্ষাধিকবারেরও বেশি রিভিউ করা হয়েছে। এই গেম সিরিজটি অত্যাধিক জনপ্রিয়। যারা YouTube এ Alan Backer এর Stickman Cartoon Animation দেখেছেন তারাই জানেন এই গেমটি কেন এত জনপ্রিয়।

এখানে অনেক Boss Fight পাবেন। গেমগুলোতে এত ভালো ভালো Action আছে যে আপনি একটুও বোরিং Feel করবেন না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Payback 2 : The Battle Sandbox

Game Developer : Apex Designs Entertainment, Limited

Game Size : 102 MB

Required OS : 5.0+

Game Released Date : October 14, 2010

Game Version : 2.104.12.4

Game Link : Playstore/Rexdl/Revdl (For Mod Full unlocked)

যারা GTA Type Action Games পছন্দ করেন তাদের অবশ্যই গেমটি ভালো লাগবে। অনেকে আবার হয়তোবা গেমটি সম্পর্কে জানেনও।

এটি বেশ জনপ্রিয় একটি গেম। গেমটিতে আপনি অনেক ভালো গ্রাফিক্স পাবেন। ১০০ এম্বির ভিতরে এত সুন্দর গ্রাফিক্স তা-ও আবার এই ধরনের গেমে পাওয়া সত্যিই এক প্রশংসনীয় বিষয়।

কেননা এই গেমে পাবেন প্রচুর গেম মোড যা আপনি রাত দিন খেলেও শেষ করতে পারবেন না। আমি অবশ্যই Recommend করবো Mod Version Download করে খেলার জন্য।

তাহলে সব লেভেল আর অন্যান্য জিনিসগুলো আনলক করা পাবেন। প্লে-স্টোরের টায় সব লক করা। খেলে খুব একটা মজা পাবেন না।

এই গেমের নিজস্ব কোনো সাউন্ড বা মিউজিক নেই। জি, বিষয়টা অবাক করা হলেও এই গেমের সাউন্ড কোথা থেকে আসে জানেন?

আপনার ফোন মেমোরি তে থাকা সমস্ত অডিও ফাইলই এই গেমটিতে একের পর এক Randomly Shuffle হবে যতক্ষন আপনি গেমে আছেন ততক্ষন।

বিষয়টি খুবই ইন্টারেস্টিং। এই গেমের বিভিন্ন ধরনের Control আছে যা সেটিংস এ গেলে পেয়ে যাবেন।

এছাড়াও এখানে আপনি প্রচুর Levels পাবেন খেলার জন্য। সাথে পাবেন First person (FPS) এবং Third Person (TPS) Viewing experience। জি এখানে FPS + TPS দুটিই আছে।

আপনার যেভাবে ইচ্ছা খেলতে পারবেন। এখানে অনেক গেম মোড আছে। সাথে আছে চোখ ধাধানো গ্রাফিক্স।

রাতের আকাশের তারা থেকে শুরু করে সবকিছুর ডিটেইলসই এত সুন্দর ভাবে দেওয়া আছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না।

এক কথায় অসাধারন একটি গেম। অবশ্যই Recommended থাকবে গেমটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। অনেকেই বলে থাকেন আমি বেশি স্ক্রিনশট দিই। আসলে আমি সব স্ক্রিনশট একবারে তুলে একই জায়গায় রেখে দিই।

পরে একবারে সব mark করে select করে আপলোড করে দিই। তাই অনেক সময় বেশি স্ক্রিনশট আপলোড হয়ে যায়।

আর বেশি স্ক্রিনশট নেওয়ার কারন হচ্ছে আমি চাই আপনাদের ভালোভাবে বুঝাতে যে গেমটিতে কি আছে। কেমন দেখতে লাগবে যখন আপনি গেমটি প্রথম প্রথম খেলা শুরু করবেন।

সব কিছুই তো এক দুইটা স্ক্রিনশটে বোঝানো সম্ভব নয় তাই না? তাই বেশি স্ক্রিনশট দিয়ে দিই যেন আপনারা ভালো ধারনা পান যে গেমের ভিতরে আছে টা কি।

আমি জানি অনেকেই Scroll করতে করতে বিরক্ত হয়ে যান। কারন আমরা বাঙালি জাতী সভাবতই অলস প্রকৃতির 😆😆😅। যাই হোক, এটার জন্যে আমি বেশ দূঃখিত। কিন্তু করার কিছুই নেই।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

 

 

The post Android এর 5 টি Best Action Games! (Part-2) appeared first on Trickbd.com.

Android এর 5 টি Best Action Games! (Part-1)

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে 5 best action games for android এর ১ম পর্ব। ২য় পর্বটিও আপলোড করা হয়েছে। চাইলে সেটাও দেখে আসতে পারেন।

এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : Iron Blade

Game Developer : Gameloft

Game Size : 39 (ভিতর থেকে 1.1 GB+ Data Download হবে)

Required OS : 4.4+

Game Released Date : May 24, 2017

Game Version : 2.3.0h

Game Link : Playstore

Gameloft এর গেম মানেই ভিন্ন কিছু। কিন্তু এই গেমটির প্লে-স্টোরের রেটিং দেখে অনেকেরই মন ভিন্ন দিকে ঘুরে যেতে পারে। হ্যাঁ এটাই স্বাভাবিক।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশি। প্লে-স্টোরে গেমটি রিভিউ করা হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার+ বার। সে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.7 ★।

কেন এই রেটিং সব কিছুই বলছি। মনোযোগ দিয়ে পড়ুন। তাহলেই বুঝতে পারবেন। আসলে গেমটি রিলিজ করা হয় ২০১৭ সালের মে মাসের ২৪ তারিখ।

গেমটি ঐ সময়ের তুলনায় খুবই বেমানান ছিল। কারন ঐ সময় থেকেই আমরা Android Market এ অনেক ভালো ভালো গেমস দেখতে শুরু করেছি যেগুলো Pc/Console Level এর গ্রাফিক্স এর দিকে এগিয়ে যাচ্ছিলো অনেকটাই।

বর্তমানে Genshin impact, honkai impact 3rd, pubg, free fire, call of duty এ ধরনের গেমের তুলনায় এই গেমের গ্রাফিক্স খুবই বেমানান। কেন আপনি তা নিজে খেললেই বুঝতে পারবেন।

একেবারেই খারাপ যে এমনটা নয়। তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে কেন এটা লিস্টে রাখলাম? লিস্টে রেখেছি এর গেমপ্লে এর কারনে।

গ্রাফিক্স হয়তোবা আপনি ভালো পাবেন যদি আপনার কাছে ভালো Chipset এর একটি High end মোবাইল থাকে। গ্রাফিক্স সেটিংস গেমের সেটিংস এ গিয়েই চেঞ্জ করতে পারবেন।

গেমপ্লে এর কথা বলতে গেলে আমার helio g35 processor এও optimal graphics এ বেশ smooth গেমপ্লে পেয়েছি।

আর এখানে attack এর পর নানান ধরনের special skills and attack movements আমার কাছে বেশ ভালোই লেগেছে।

যারা RPG বা Role Playing Games খেলতে ভালোবাসেন তাদের জন্যে এই গেমটি আমি অবশ্যই Recommend করবো।

কেননা এখানে RPG Gaming এর Action এর মজাটা ভালো ভাবেই উপভোগ করতে পারবেন।

কিন্তু তবুও Gameloft এই গেমটিকে আপডেট করে ছেড়ে দিয়েছে ২ বছর হলো। শেষবারের মতো আপডেট করা হয়েছিল ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর তারিখে।

যদি আবার এই গেমটিকে ডেভেলপাররা আপডেট করা শুরু করে তবে বেশ ভালো কিছু এক্সপেক্ট করা যেতে পারে। তবে সম্ভাবনা খুবই কম।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

4) Game Name : Modern Ops

Game Developer : Edkon Games GmbH

Game Size : 476 MB

Required OS : 4.4+

Game Released Date : March 19, 2019

Game Version : 7.57

Game Link : Playstore

Action গেমের কথা বলছি আর Shooting এর কথা বলবো না তা কি করে হয়?

এটি একটি ভালো Optimized Shooting Game। গেমটি ২০১৯ সালে প্লে-স্টোরে রিলিজ করা হয়। গেমটি প্লে-স্টোরে ৫ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।

গেমটিকে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার রিভিউ করা হয়েছে এবং সেই সাথে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটির গ্রাফিক্স + গেমপ্লে দুটিই বেশ প্রশংসাযোগ্য। কারন গেমটির গ্রাফিক্স মোবাইল গেমস এর তুলনায় অনেক ভালো।

সবকিছুরই ডিটেইল বেশ ভালো ভাবেই বিবেচনায় নিয়ে এসে গেমটিকে তৈরি করেছে ডেভেলপাররা।

এখানে আছে Multiplayer Mode, 5v5 Battles, Death Match সহ আরো বিভিন্ন ধরনের Game modes.

গেমটিতে ৩০টিরও বেশি Modern guns, pistols সহ ১০টিরও বেশি pvp action games পেয়ে যাচ্ছেন।

এছাড়াও গেমটিতে আপনারা বেশ ভালো গ্রাফিক্স পাচ্ছেন। গেমের Locations, Gun skins, Controls, Gameplay সব মিলিয়ে Overall অনেক ভালোই লেগেছে আমার কাছে।

তাই recommended থাকবে গেমটি খেলার জন্যে।

গেমটির আরো কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ

✔ More than 30 modern guns, pistolas and camos. Choose your own online shooting games tactics for battle: sniper, shotgun, machine gun or assault rifles

✔ Up to 10 players in pvp action games

✔ Join team battles against other players from all over the world to play gun games

✔ Create your own clan and enjoy team game in various locations playing in squad

✔ Use Killstreaks such as drone strike, sentry gun and even rocket launcher to make your army games strategy unique one

✔ Compete in ranked seasons and get promoted to higher leagues among other fps shooting games players

✔ Call for your friends and interact with other players, complete contracts and quest missions

✔ Intuitive control and easy interface – swipe, aim and shoot

✔ Perfect optimization

✔ Regular updates and new cool gun game elements

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Hero Hunters

Game Developer : Deca Games

Game Size : 133 MB

Required OS : 4.4+

Game Released Date : January 31, 2018

Game Version : 5.6

Game Link : Playstore

এই গেমটি আমি সবাইকেই Recommend করবো। এই ধরনের গেম খুব কমই পাবেন। কারন গেমটি সব দিক দিয়েই অনেক ভালো।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা ছিল ১ লক্ষ ৬০ হাজার+। সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★। আমি মনে করি এই গেমের রেটিং At Least 4.5 ★ হওয়া উচিত।

ছিল আগে। এখন নেই। আবার হয়ে যাবে। কারন গেমের রিভিউ অনুযায়ী রেটিং উপরে নিচে উঠতে থাকে। তাছাড়া এই গেম 4.5 ★ পাওয়ার যোগ্য।

গেমটিতে আপনারা প্রচুর Characters পাবেন Play করার জন্যে। একসাথে ৫ জন Character নিয়ে খেলতে পারবেন আলাদা আলাদা কাজের জন্য।

যেমনঃ একজন শুধু Shooting করবে, আরেকজন Sniper এবং আরেকজন Wall Breaking এর জন্যে। এমন নানান ধরনের বৈশিষ্ঠ্য নিয়ে প্রচুর Character পেয়ে যাবেন যা আপনাকে আস্তে আস্তে Unlock করতে হবে।

তবে আমি এত Character খুব কমই দেখেছি বিশেষ করে এই ধরনের গেমস গুলোতে। আপনি গুনে শেষ করতে পারবেন না এতগুলো ক্যারেক্টার এখানে আছে 😅

গেমটিকে রেগুলার আপডেট করা হচ্ছে। আপডেট করতে করতে গেমটিকে অনেক ভালোভাবেই Optimize করা হচ্ছে। সাথে অনেক নতুন নতুন Features, Maps, Characters, Skills, Upgrades ইত্যাদি নিয়ে আসা হচ্ছে।

গেমটি ২০১৮ সালে যখন রিলিজ করা হয়েছিল তখন গেমটি অনেক সাড়া ফেলেছিল গেমারদের কাছে। আমি মনে করি এখনো এমন ধরনের গেম বেশ কমই পাওয়া যাবে।

গেমটি যদিও অনলাইনের তবুও মাত্র ১৩৩ এম্বির ভিতরে এমন গেম আপনি পাবেন না। পেলেও এতটা ভালো হবে না। এই ধরনের গেমের পিছনে At Least আপনাকে 1 GB+ Data খরচ করতে হবে।

তাই আমি বলবো যারা Mobile Data user আছেন তারা এই গেমটিকে অবশ্যই Try করে দেখবেন। কারন কম সাইজের ভিতরে এটা সেরাদেরও সেরা।

এছাড়াও গেমটি বিভিন্ন ধরনের Awards ও জিতেছে। গেমটি আছে নানান ধরনের Locations, Boss Fights, Characters, Gun skins, Upgrades, Special Skills, Healing Skills ইত্যাদি।

এছাড়াও গেমের আরো অনেক ফিচার আছে। যা লেখার ক্ষমতা আমার নেই 😅😅। আপনি দেখে নিন। আমি দিয়ে দিচ্ছি।

● Cover-based, third person shooter experience with amazing console-like graphics

● Quickly swap from Hero to Hero during battle in real-time, team-based combat

● Modern and futuristic gear makes playing each hero a distinct experience; fire sniper rifles and hear the boom of energy guns

● Deploy jaw-dropping special abilities that can quickly turn the tide of battle.

● Hone your skills by controlling your heroes or play idle when on the move

● ton of weapons and guns including sniper guns

● Collect legendary heroes, each with their own unique weapons and special abilities.

● Assemble the right team to take on the enemy. Mix up your roster to find the perfect combination – keep your tanks and healers on overwatch while your assassins and assault classes take down the enemy.

● Choose sniper, assault, shotgun, magic, fantasy, warrior, robot, sniper assassins, and cyborg heroes

● Play as your favorite hero and dynamically switch between heroes at any time during gameplay.

● Plunder loot after each battle, level up your heroes, upgrade your abilities and perfect your loadout.

● Immerse yourself in the single-player campaign as you fight against raiders, bandits and worse in a post-apocalyptic cityscape.

● Engage in modern combat become the ultimate hunter

●The battle is never over. Watch your hero squad dominate the battlefield

●Challenge your skills against other players in real-time multiplayer action-packed tactical PvP combat

●Craft a tactical squad of up to 5 heroes and dominate the leaderboards and leagues

●Join forces with your friends to build an unstoppable modern military alliance

●Beat your rivals in intense time-based event competitions focused on both solo and strategic group play.

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছিঃ

2) Game Name : FZ9 Timeshift

Game Developer : HUNKER GAMES

Game Size : 885 MB

Required OS : 4.1+

Game Released Date : December 5, 2016

Game Version : 2.2.0

Game Link : Playstore

এই গেমটির Concept অনেক Unique যা প্লে-স্টোরে থাকা অন্যান্য Shooting games এর সাথে মিলবে না। এখানে আপনি Time stop বা Time Slow করে দিতে পারবেন সবকিছুরই!

কি বিশ্বাস হচ্ছে না তো? জি। আপনি এই গেমে Time stopping এর Unique Concept টি দেখতে পারবেন এবং এভাবেই খেলতে পারবেন।

আসলে বিষয়টা বুঝিয়ে বলি। আপনি গেমটি খেলা Start করলেন। যতক্ষন আপনি Touch control এর মাধ্যমে Move করছেন এবং Gun fire করছেন ততক্ষন Time Normal ভাবেই চলবে।

কিন্তু যখনই আপনি control অথবা Firing থামিয়ে দিবেন তখনই Time slow motion এ চলতে থাকবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে jump করলেও time slow হয়ে যায়।

কোনো sci-fi/action movie এর মতো দেখতে লাগে দৃশ্যটা। আর এর গ্রাফিক্স নিয়ে তো কোনো কথাই হবে না। এখানে 200 FPS এ গেমটি খেলতে পারবেন!

জি আপনি ঠিকই শুনেছেন। এই Option টি আপনি Game Settings এই পেয়ে যাবেন। গেমটির গ্রাফিক্স খুবই ভালো। কন্ট্রোলটা ইউনিক হওয়ায় একটু খেললেই আপনি বুঝে যাবেন।

কোনো কষ্ট হবে না আশা করছি। Enemy Firing ও stop হয়ে যায় slow motion এ গেলে। তাই আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না।

আরামসে enemy মারতে পারবেন। এছাড়াও এখানে আরো একটি Concept আছে guns এর। এটা আমি বলবো না 😁। আপনারা যাতে গেমটি খেলে বুঝতে পারেন সে জন্যে এটা আপনাদের জন্যেই রেখে দিলাম।

গেমটি ডাউনলোড করে খেললেই বুঝতে পারবেন। গেমটিতে slow motion এর সাথে অন্যান্য Graphics এর Details গুলো যেভাবে optimized করে তৈরি করেছে ডেভেলপাররা তা সত্যিই প্রশংসার দাবীদার।

আমি এক কথায় fan হয়ে গিয়েছি এর unique concept এর কারনে। আপনি নিজেই time কে control করতে পারছেন একটি shooting গেমে। ব্যাপারটা অদ্ভুত ও সেই সাথে মজারও।

এছাড়াও গেমটিতে আপনি বেশ লম্বা storyline, missions ইত্যাদি পাবেন complete করার জন্য। আর সেই সাথে বিভিন্ন ধরনের locations, gun skins, upgrades ইত্যাদি তো আছেই।

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Battle Prime

Game Developer : Press Fire Games Limited

Game Size : 1.58 GB

Required OS : 5.0+

Game Released Date : December 10,2019

Game Version : 8.3

Game Link : Playstore

PUBG, Free Fire, Call of duty তো অনেক খেললেন। এবার Same Concept এ আরো একটি অসাধারন গেম খেলুন।

এই গেমের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর PC/Console Quality Graphics। Shadow থেকে শুরু করে Sky, Trees, Grass, Buildings সহ প্রত্যেকটি জিনিসের Details এ একটুও কৃপনতা করেনি ডেভেলপাররা।

একদম ১০/১০ দেওয়ার মতো গ্রাফিক্স আছে এই গেমটির। আপনার যদি ভালো একটি high end device থাকে তবে আপনি max graphics এ গেমটি খেলতে পারবেন।

আর এই গেমটি high graphics এ না খেললে একটুও মজা পাবেন না। গেমটি real life experience দিতে সক্ষম।

আর এর control ও বেশ Smooth পেয়েছি আমি high settings এও। helio g35 processor এ medium graphics এ বেশ smoothly খেলতে পেরেছি গেমটি।

কোনো lagging এর দেখা পাইনি। আর সবকিছুর details সুন্দর হওয়ায় বেশ ভালো একটা experience পেয়েছি আমি।

এই processor এ কোনো কিছুই expect করিনি আমি। তবে এই গেমটি আমার সেই ধারনা ভেঙ্গে দিয়েছে। সত্যিই প্রশংসা না করে থাকতে পারছি না।

এই ধরনের lag free experience পাবো এমন processor এ তবুও ভালো graphics এ সেটা অনেকটাই unexpected ছিলো।

যাই হোক, গেমটি অবশ্যই খেলে দেখবেন। অনেক মজা পাবেন। আশা করছি সেটাই।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। অনেকেই বলে থাকেন আমি বেশি স্ক্রিনশট দিই। আসলে আমি সব স্ক্রিনশট একবারে তুলে একই জায়গায় রেখে দিই।

পরে একবারে সব mark করে select করে আপলোড করে দিই। তাই অনেক সময় বেশি স্ক্রিনশট আপলোড হয়ে যায়।

আর বেশি স্ক্রিনশট নেওয়ার কারন হচ্ছে আমি চাই আপনাদের ভালোভাবে বুঝাতে যে গেমটিতে কি আছে। কেমন দেখতে লাগবে যখন আপনি গেমটি প্রথম প্রথম খেলা শুরু করবেন।

সব কিছুই তো এক দুইটা স্ক্রিনশটে বোঝানো সম্ভব নয় তাই না? তাই বেশি স্ক্রিনশট দিয়ে দিই যেন আপনারা ভালো ধারনা পান যে গেমের ভিতরে আছে টা কি।

আমি জানি অনেকেই Scroll করতে করতে বিরক্ত হয়ে যান। কারন আমরা বাঙালি জাতী সভাবতই অলস প্রকৃতির 😆😆😅। যাই হোক, এটার জন্যে আমি বেশ দূঃখিত। কিন্তু করার কিছুই নেই।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

 

The post Android এর 5 টি Best Action Games! (Part-1) appeared first on Trickbd.com.

গুগল এডসেন্স পাওয়ার কয়েকটি বেসিক টিপস

Posted:

আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন। আগের মতো আমি আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ট্রিকস নিয়ে। আশা করছি ট্রিকসটি আপনাদের কাছে ভালো লাগবে।তো আজকের পোস্টটি শুরু করছি।

আপনারা অনেকেই গুগল এডসেন্স এর নাম শুনে থাকবেন। আর অনেকেই এটি সম্পর্কে সম্যক ধারণাও পেয়ে গেছেন। তো আজকে আমি এ বিষয়েই আপনাদের সাথে কথা বলব।

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জানতে চেয়েছেন যে গুগল এডসেন্স কিভাবে পাবো? আর এই গুগল এডসেন্স পাওয়ার জন্য কি কি দরকার হয়? এগুলোর সবকিছুর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব।

অ্যাডসেন্স পাওয়ার জন্য যা যা করতে হবে

1. প্রিমিয়াম ডোমেইন ব্যবহার :


যদি আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটে একটি ফ্রি ডোমেইন নাম ব্যবহার
করছেন, তাহলে সেটা বদলে ফেলুন। দ্রুত এডসেন্স অনুমোদন পাওয়ার জন্য একটি প্রিমিয়াম ডোমেইন (.com, .info, .xyz, .net, .org) থাকাটা অনেক জরুরি। তাই এই কাজটি অত্যন্ত জরুরি। তাছাড়া যদি আপনি চান তাহলে গুগলের ব্লগস্পট (blogspot) ফ্রি তে ব্যাবহার করতে পারবেন। এটি ফ্রি হলেও,যেহেতু এটি গুগলের সেহেতু,এটিও আপনি ব্যবহার করতে পারবেন।

2.অন্যান্য এড ব্যবহার না করা:


যখন আপনি গুগল এডসেন্সের জন্য apply করবেন, তখন যাতে আপনার ব্লগে অন্য কোনো এড network এর বিজ্ঞাপন না থাকে। এতে,এডসেন্স অনেক সহজেই আপনার অনুরোধ রিজেক্ট করে দিতে পারে। মানে,আপনার সাইটের ব্লগে পূর্বে যদি কোনো এড থাকে তাহলে সেটা রিমুভ করতে হবে।তা যদি না হয়,তাহলে আপনি কোনো মতেই এডসেন্স পাবেন না। তাই, এটিও একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।এটির দিকে আমাদের লক্ষ রাখা উচিত।

3.দ্রুত এবং পরিষ্কার সাইট:


একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে, আপনার বানানো ব্লগ যাতে অনেক ফাস্ট এবং পরিষ্কার থাকে। মানে, ব্লগের loading speed ভালো হতে হবে এবং তার সাথে ব্লগ দেখতে যাতে অনেক পরিষ্কার (clean) আর স্পষ্ট থাকে। একটি ভালো এবং পরিষ্কার থিম ব্লগে অবশ্যই ব্যবহার করবেন ।যা,আপনার সাইটকে এডসেন্স পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে।

4.কিছু গুরুত্বপূর্ণ পেজ সাইটে যুক্ত করুন


ব্লগ বা ওয়েবসাইটে এডসেন্স পাওয়ার জন্য কিছু অনেক জরুরি পেজ অবশ্যই থাকতে হবে। যেমন:

১. Privacy policy
২. Contact Us
৩. Disclaimer
৪. About Us

যদি এই পেজ গুলি ব্লগে বানানো থাকে, তাহলে যেকোনো ব্লগ বা ওয়েবসাইট দেখতে অনেক professional বা পেশাগত লাগে। তাই, জলদি এডসেন্স এপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নিচে এই পেজ গুলো সম্পর্কে বলা হলো:

১. Privacy policy:
অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য প্রাইভেসি পলিসি অবশ্যই লাগবে। এই পেজে আপনি লিখবেন কিভাবে আপনি ভিজিটরের তথ্য সংরক্ষণ করবেন। আপনি অন্য কোথাও ভিজিটরদের গোপন তথ্য প্রকাশ করবেন না এই মর্মে লিখবেন।

২.About us:
এই জায়গায় আপনি আপনাদের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত লিখবেন। অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে কি কি পাওয়া যাবে বা কি জন্য ওয়েবসাইটটি চালু করেছেন সে সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে। আপনি চাইলে এখানে আপনাদের ঠিকানা উল্লেখ করতে পারেন।

৩. Disclaimer:
এটি অর্থাৎ Disclaimer আপনার সাইটের জন্য অতি গুরুত্বপূর্ণ।এখানে আপনার সাইটের দাবি,অস্বীকৃতি বিষয় থাকে।এগুলো তৈরি করে নিবেন।

৪.Contact us:
একজন ভিজিটর আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই পেজে। যেমন: আপনার সাথে ইমেইল বা চিঠির মাধ্যমে কিভাবে যোগাযোগ করতে পারবে সে সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।

5.দীর্ঘ ও কপি-পেস্ট মুক্ত আর্টিকেল :


আপনার সময় লাগলেও, ব্লগে লিখা প্রত্যেকটি আর্টিকেল যাতে মিনিমাম ৬০০ থেকে ১০০০ শব্দের ভেতরে হয় সেটা খেয়াল রাখতে হবে। নিজের লিখা অরিজিনাল (original) আর্টিকেল কমেও ৬০০ শব্দের ভেতরে থাকলে, এডসেন্স অনেক সহজেই আপনার ব্লগকে একটি high quality ব্লগ ভাববে। আর কোনোমতেই কপি-পেস্ট যুক্ত পোস্ট লিখবেন না। এতে, সহজেই এপ্রুভাল পেয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি।

6.কপিরাইট মুক্ত ইমেজ ব্যবহার করা:

মনে রাখবেন, নিজের ব্লগের আর্টিকেলে কোনো সময় গুগল থেকে যেকোনো ছবি (image) ডাউনলোড করে ব্যবহার করবেননা। Copyright images বা অন্যদের দেয়া ছবি ব্যবহার করলে সেগুলি আপনার নিজের কনটেন্ট বোঝায়না। তাই, এরকম ছবি ব্যবহার করলে এডসেন্সের থেকে অনুমোদন পাওয়াটা অনেক কঠিন।Pixabey এবং Pexels ব্যবহার করে আপনারা নিজের ব্লগের জন্য ভালো ভালো হাজার হাজার copyright free ছবি পেয়ে যাবেন।

7.কমপক্ষে ৫০ টি আর্টিকেল থাকা:


আপনি একটি খালি বা কিছুই কনটেন্ট না থাকা ব্লগ এডসেন্সের জন্য দিতে পারবেন না।আর, যদি দিয়েও থাকেন তাহলে এডসেন্স সেই ব্লগ কোনোদিন এপ্রুভ করবেনা।তাই, নিজের ব্লগে,এডসেন্সের জন্য এপলাই করার আগেই কমেও ৫০ টি ভালো ভালো আর্টিকেল লিখবেন। তাছাড়া, ব্লগে থাকা প্রত্যেক ক্যাটেগরিতে ৩-৫ টি করে আর্টিকেল থাকতে হবে। মনে রাখবেন, কোনো রকমের কপি করা কনটেন্ট ব্লগে থাকলে, adsense কিন্তু আপনার ব্লগ approve করবেনা। তাই, অরিজিনাল (original) এবং ভালো কোয়ালিটির কনটেন্ট লিখবেন। তাহলে, বন্ধুরা ওপরে আমি বলা নিশ্চয় গুলি ধ্যান দিয়ে এডসেন্সের জন্য এপলাই করলে, অনেক কম সময়ের ভেতরেই adsense আপনার ব্লগকে এপ্রুভ করে দিবে।

আশা করছি সবাই লেখাগুলো বুঝতে পেরেছে ন।

যদি আমার কোনো ভুল-ভ্রান্তি হয় তাহলে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি খুব শীঘ্রই উত্তর দিব।

তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই,সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।আবারও কোনো এক সময় হাজির হয়ে যাব আপনাদের কাছে অন্যকিছু ট্রিকস-টিপস নিয়ে।

প্রিয় বন্ধুরা, যদি একটু সময় পান তাহলে আমার সাইটটা ভিজিট করে আসবেন। সেখানেও আপনারা নিত্য-নতুন টিপস ও ট্রিকস পাবেন।

TrickJano – Enrich your knowledge

Contact me on Facebook

The post গুগল এডসেন্স পাওয়ার কয়েকটি বেসিক টিপস appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments