Search box..

যেভাবে Canva Pro Account Create করবেন ৪৫দিনের জন্য

যেভাবে Canva Pro Account Create করবেন ৪৫দিনের জন্য


যেভাবে Canva Pro Account Create করবেন ৪৫দিনের জন্য

Posted:

Howdy Everyone,

Canava কী? কী কাজে ব্যবহৃত হয়?কী Account Create করতাছেন আর কী জন্যই এটা Create করবেন তা আগে জানা জরুরী। কারণ উদ্দেশ্যহীন ভাবে চললে কিছুই করতে পারবেন না।

তো এক নজরে দেখে নিন কী কী কাজ এই Canva Pro Account এর-

মূলত এটি একটি Tool যার সাহায্যে বিভিন্ন Platform এর জন্য বিভিন্ন Design করতে পারবেন।
অর্থাৎ Facebook Cover Photo, Profile Picture Linkedin, Twitter other social site post editor,
..Youtube Banner, Channel Art, Thumbnail সহ অনেক Video/stream Platform এর Post customization এ ব্যবহার যোগ্য।
.আরেকটা জিনিস হল এই Canva তেই Pre-build CV,Resume,About me Template পাওয়া যায় অনেক Updated Level এর। ঐগুলাও Edit করে আপনি চাকরি বা প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারেন

 

একটি Free Account Create করে APK Install ছাড়াই Website এ নিজে থেকেই এই Processগুলো করতে পারবেন।

💰Canva Subscription Cost Details💰

 

যেভাবে Canva Pro Account Create করবেন –

>প্রথমে VPN এ UK Server Connect করুন তারপর এই link এ গিয়ে একটা  Account Create করে নিন। আপনি চাইলে Original Mail বা Temp. Mail Use করতে পারেন। তবে Sign up শেষে Verification করে নিবেন।

>তারপর Screen এ POP up Message show করবে, যেখানে লেখা থাকবে Try Canva pro. ঐখানে click করুন যদি POP up message না আসে তাহলে Screen এর এক কোণায় এই Option পেয়ে যাবেন try Canva Pro

 

>এরপর আপনাকে Billing/Credit Page এ Redirect করবে, তখন Card select করুন।

 

>এবার Namso-gen site  এ প্রবেশ করুন। এবং Bin এর ঘরে 522974050xxxxxxx দিন। এবং Generate এ Click করে দিন। অন্য Option Change করার দরকার নাই।>Result এর ঘরে যে Credit Cardগুলো পাবেন প্রথমে এর Number, তারপর expire Date এবং CVC code copy করে নিন

 

>এরপর যেকোন একটা Canva তে Paste করে দিন এবং Claim my Free Trail এ Click করুন

 

MayBe Later এ Click করে 0.5second অপেক্ষা করুন, ব্যাস 3 মাসের জন্য নিজস্ব Canva Pro এর মালিক হয়ে যেতে পারবেন, অন্যের দেয়া Account আর ব্যবহার করা লাগবে না।

 

যদি BIN Method এ new User হন তবে Tutorialটা আপনার অনেক কাজের হবে আশাকরি

 

Note-
-45 দিন পর Trail শেষে এই Account Vanish করে দিয়েন তখন আবার Account উদ্দীপকের Process অনুসারে Create করে নিয়েন।
-Temp. Mail দিয়ে Create করার পর অবশ্যই Verification Mail আসবে, তখন Verify করে নিবেন(Reminder)

The post যেভাবে Canva Pro Account Create করবেন ৪৫দিনের জন্য appeared first on Trickbd.com.

যেভাবে ওয়ার্ডে ডার্ক মোড Set Up করবেন

Posted:

মাইক্রোসফটের অফিস প্যাকেজের ডার্ক মোড থিম কাজে লাগিয়ে চাইলেই এমএস ওয়ার্ডে ডার্ক মোড চালু করা যায়। এ জন্য এমএস ওয়ার্ড চালু করে রিবনের ওপরের বাঁ পাশের কোনা থেকে File মেনুতে ক্লিক করে নিচে থাকা Account অপশন নির্বাচন করতে হবে। এবার Office Theme–এর ড্রপডাউন থেকে Black থিম অপশনে ক্লিক করতে হবে। এরপর বাঁ দিকের কোনায় থাকা ব্যাক অ্যারোতে ক্লিক করে মেনু থেকে বের হয়ে এলেই ওয়ার্ডের পুরো ইন্টারফেস কালো হয়ে যাবে।

এমএস ওয়ার্ডে ডার্ক মোড

এখন শুধু ডকুমেন্টের অংশকে সাদা করতে বা দেখতে চাইলে ওপরের রিবন থেকে View ট্যাবে ক্লিক করতে হবে। এবার Switch Modes অপশনে ক্লিক করলেই ডকুমেন্টের রং সাদা বা থিমের ডিফল্ট রঙে পরিবর্তন করা যাবে।

 

আরও পড়ুন

যেভাবে ওয়ার্ড ফাইলকে ছবিতে রূপান্তর করবেন

The post যেভাবে ওয়ার্ডে ডার্ক মোড Set Up করবেন appeared first on Trickbd.com.

যেভাবে ওয়ার্ড ফাইলকে ছবিতে রূপান্তর করবেন

Posted:

এমএস ওয়ার্ডে তৈরি ফাইল পাঠানোর পর প্রাপক চাইলে তথ্য পরিবর্তন করতে পারেন। তাই তথ্য পরিবর্তন ঠেকাতে অনেকেই পিডিএফ ফরম্যাটে রূপান্তর করে ওয়ার্ড ফাইল বিনিময় করে থাকেন। কিন্তু পিডিএফ ফাইল খোলার জন্য প্রাপককে সফটওয়্যার ব্যবহার করতে হয়। সমস্যা সমাধানে পিডিএফের বদলে ওয়ার্ড ফাইলের তথ্য ছবিতে রূপান্তর করে বিনিময় করা যায়।

 

ওয়ার্ড ফাইলকে ছবিতে রূপান্তর পদ্ধতি

 

ওয়ার্ড ফাইলে থাকা লেখা ছবিতে রূপান্তরের জন্য এমএস ওয়ার্ডের স্টার্ট মেনুতে প্রবেশ করে Snipping Tool লিখে সার্চ করতে হবে। টুলটি চালু হলে New বাটনে ক্লিক করে যে লেখাগুলোর স্ক্রিনশট নিতে চান, সেগুলো ফ্রেমের মধ্যে নির্বাচন করতে হবে। পুরো পাতার স্ক্রিনশট নিতে হলে স্নিপিং টুলের Mode মেনুর পাশে থাকা তির চিহ্নে Full-screen Snip অপশনে ক্লিক করতে হবে। তবে পছন্দমতো অংশের ছবি নিতে চাইলে Mode থেকে Free-form Snip অপশনে ক্লিক করে মাউসের ডান বোতাম চেপে জায়গা নির্ধারণ করে দিতে হবে। জায়গা নির্বাচনের পর মাউস পয়েন্টার ছেড়ে দিলেই নতুন উইন্ডোতে স্ক্রিনশট সেভ করার বার্তা দেখা যাবে। এবার Save as type এর ড্রপডাউন মেনু থেকে JPG ফরম্যাট নির্বাচন করে Save বাটনে ক্লিক করতে হবে।

 

আরও পড়ুন

যেভাবে ওয়ার্ডে ডার্ক মোড Set Up করবেন

The post যেভাবে ওয়ার্ড ফাইলকে ছবিতে রূপান্তর করবেন appeared first on Trickbd.com.

যেভাবে ফ্রিল্যান্স কাজ শিখবেন বিনামূল্যে

Posted:

দুটি উপায়ে ফ্রিল্যান্স কাজ শেখা যায়—একটি অনলাইনে বিনা মূল্যে, অপরটি বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে কোর্স করে। এর পাশাপাশি অনলাইনেও অর্থের বিনিময়ে ফ্রিল্যান্স প্রশিক্ষণের সুযোগ মিলে থাকে। আজকে আমরা অনলাইনে বিনা মূল্যে ফ্রিল্যান্স প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব।

আগের পর্বগুলো পড়ে আপনাদের ফ্রিল্যান্স কাজের ধরন সম্পর্কে বেশ ভালো ধারণা হয়েছে নিশ্চয়ই। অনেকেই ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে চাচ্ছেন। তবে কোন কাজ করবেন বা কীভাবে কাজ শিখলে সফল হওয়া যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা। এ ক্ষেত্রে প্রথমেই মনস্থির করে নিন আপনি কোন ধরনের (গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং) কাজ করতে চাচ্ছেন। এবার নির্দিষ্ট বিষয়ে কাজ শুরুর আগে নিজেকে প্রশ্ন করুন, অনলাইনে কারও সাহায্য ছাড়া প্রশিক্ষণ নিয়ে আপনি শিখতে পারবেন কি না। যদি না পারেন, তবে আপনার আশপাশে থাকা কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরাসরি প্রশিক্ষণ নিতে হবে। চাইলে আপনার পরিচিত কোনো ফ্রিল্যান্সারের সহায়তাও নিতে পারেন।

 

বর্তমানে অনলাইনে খুঁজলেই ফ্রিল্যান্সকাজের উপযোগী বিভিন্ন তথ্য পাওয়া যায়। আর তাই আপনি যে বিষয়ে কাজ শিখতে আগ্রহী, সে বিষয়ে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য গুগল বা ইউটিউবে সার্চ করতে পারেন। প্রথম সপ্তাহে শুধু সার্চ করেই বিভিন্ন তথ্য জানার চেষ্টা করুন।  অনলাইনে প্রয়োজনীয় তথ্য খোঁজার জন্য নিচের পদ্ধতিগুলো মেনে চললে উপকার পাবেন।

১. অনলাইনে সার্চ করার সময় গুরুত্বপূর্ণ তথ্য পেলেই সেগুলো বুকমার্ক বা সংরক্ষণ করে রাখতে হবে। এ জন্য ৫ থেকে ১০টি ওয়েবসাইট খুঁজে বের করুন, যেখানে আপনার নির্বাচিত বিষয়ে বিভিন্ন তথ্য রয়েছে এবং সেগুলো নিয়মিত হালনাগাদ করা হয়।
২. ওয়েবসাইটের পাশাপাশি ৫ থেকে ১০টি ইউটিউব চ্যানেল খুঁজে বের করুন, যেখানে আপনার নির্বাচিত বিষয় প্রশিক্ষণের ভিডিও রয়েছে।
৩. ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার পছন্দের বিষয়ে চালু থাকা ২ থেকে ৫টি গ্রুপের সঙ্গে নিয়মিত যুক্ত থাকতে হবে আপনাকে। এতে বর্তমানে কোন ধরনের কাজের চাহিদা রয়েছে, সে বিষয়ে ধারণা পাওয়া সহজ হবে।
৪. অনলাইনে প্রায় সব বিষয়েই বিনা মূল্যে উন্নত মানের কোর্স করা যায়। আর তাই আপনার পছন্দের বিষয়ে ২ থেকে ৩টা কোর্সে নিবন্ধন করে প্রশিক্ষণ নিতে হবে।
৫. অনলাইনে প্রায় সব বিষয়েই বিনা মূল্যে ই-বুক পাওয়া যায়। অনলাইনে প্রশিক্ষণের পাশাপাশি আপনার পছন্দের বিষয়ে

 

ই-বুকগুলো কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করে নিয়মিত পড়তে হবে।
কমপক্ষে এক থেকে তিন সপ্তাহ পর্যন্ত আপনার নির্বাচিত ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা ই-বুকগুলোর বিভিন্ন তথ্য ভালোভাবে আয়ত্তে আনতে হবে। তবে সবকিছুই যে আপনাকে শিখতে হবে, তা কিন্তু নয়।

ই-বুকগুলো কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করে নিয়মিত পড়তে হবে।
কমপক্ষে এক থেকে তিন সপ্তাহ পর্যন্ত আপনার নির্বাচিত ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা ই-বুকগুলোর বিভিন্ন তথ্য ভালোভাবে আয়ত্তে আনতে হবে। তবে সবকিছুই যে আপনাকে শিখতে হবে, তা কিন্তু নয়। প্রাথমিক ধারণা নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলাদাভাবে লিখে রাখুন, যা পরবর্তী সময়ে আপনাকে সহায়তা করবে।

The post যেভাবে ফ্রিল্যান্স কাজ শিখবেন বিনামূল্যে appeared first on Trickbd.com.

(r1d3x0r) Telegram ব্যবহার করে Ridogram দ্বারা যেভাবে বাংলাদেশী নম্বরে SMS Bombing করবেন দেখে নিন।

Posted:

প্রিয় ট্রিকবিডির ব্যবহারকারী এবং ভিজিটর,
আশা করছি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মায়াবী পৃথিবীর অপরূপ সুন্দরতা উপভোগ করছেন।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেই বিষয়টা হলো

"Telegram এর মাধ্যমে কিভাবে বাংলাদেশী যেকোনো নম্বরে SMS Bombing করবেন"

SMS Bombing কী বা কীভাবে কাজ করে আশা করি আপনারা সেই বিষয় অলরেডি অবগত আছেন, কারণ টেকনোলজি প্রেমিক মানুষজন মজা করার উদ্দেশ্য নিয়ে এমন অনেক কিছুই শিখতে থাকে বা জানার চেষ্টা করে, আমি আগের টিউটোরিয়ালে বলেছি Ridogram কী বা Ridogram কীভাবে কাজ করে, যারা আগের টিউটোরিয়াল দেখেন নাই তারা টেলিগ্রাম দিয়েই IP Address, MAC Address Trace করুন এবং Timer Photo, Restricted Content ডাউনলোড থেকে শুরু করে মোট ৬১ টা Features যেভাবে ব্যবহার করবেন সেটাও দেখে নিতে পারেন।

বেশী কথা না বাড়িয়ে এখন চলুন দেখে নেওয়া যাক Ridogram ব্যবহার করে কিভাবে SMS Bombing করবেন তবে তার আগে দেখিয়ে দিতে চাই আমার Mobile এ SMS শূন্য।


এখন Telegram এ চলে যাবো এবং যেকোনো Message এর Area তে গিয়ে লিখবো

.j targetnumber smsamount

নিচের স্ক্রিনশট এর মতো।

এখন আমি সঠিক আমার মোবাইল নম্বর দিয়ে উদাহরণের জন্য ৩ টা SMS Send করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো SMS পাঠাতে পারবেন, এখন দেখুন তিনটা SMS ই চলে গিয়েছে সফল ভাবে।

এখন আমার মোবাইল চেক করে দেখাচ্ছি।


আশা করি বুঝেছেন এটা কীভাবে কাজ করছে, আপনারা Ridogram কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ নিজের কন্ট্রোলে রেখে সে বিষয় TrickBD এর আরেক Author ᏝᎥᏦᏂᎧᏁ ছোট ভাইয়ের চমৎকার টিউটোরিয়াল রয়েছে সেটা দেখে নিন কিভাবে deploy করবেন বাংলাদেশের প্রথম telegram userbot Ridogram তাতেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

Ridogram বিষয়ক যেকোনো সমস্যার সমাধান পেতে জয়েন করুন আমাদের Support Group এ।

Support Group: Click Here

Follow me on Github

সর্তকতাঃ আপনারা Ridogram ব্যবহার করে SMS Bombing করলে আপনাদের IP থেকে Request যাবে না অতএব আপনাদের প্রশাসনও সহজে Detect করতে পারবে না কারণ Ridogram অন্য Server এ Host করা থাকবে; তবে এই টিউটোরিয়াল শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্য নিয়ে আমি শেয়ার করলাম, যদি এটা কেউ অসৎ কাজে ব্যবহার করেন তাহলে এটা সাইবার ক্রাইম আপনি যদি সাইবার ক্রাইম করেন Ridogram ব্যবহার করে তাহলে এটার জন্য আমি অর্থাৎ r1d3x0r বা TrickBD কোনো ভাবেই দায়ী থাকবে না।

ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন সবসময় পজিটিভ থাকুন সকল সময় মোটিভেট থাকুন; ধন্যবাদ।

The post (r1d3x0r) Telegram ব্যবহার করে Ridogram দ্বারা যেভাবে বাংলাদেশী নম্বরে SMS Bombing করবেন দেখে নিন। appeared first on Trickbd.com.

[Hack tool] Burp Suite professional 20 crack file download and announcement

Posted:

আসসালামু আলাইকুম,

Burp Suite সম্পর্কে অনেকেই অবগত আছেন। হ্যাকিং এর ক্ষেত্রে এই টুলসটি অনেক বেশি জনপ্রিয়। অ্যাডভান্স হ্যাকিংয়ের জন্য এটি অবশ্যক। কিন্তু ফ্রী ভার্শন এ আমরা সকল ফিচার ইউজ করতে পারিনা ।তাই ক্রাক ভার্শন এনেছি ।নিচে ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন।
ফিচারস:
১. অ্যাক্টিভ স্ক্যান
২. অ্যাড অন্স আনলক
৩. অ্যাডভান্স অপশন আনলক
Burp Suite professional

Announcement

আপনারা অনেকেই আগ্রহী হ্যাকিং এর প্রতি কিন্তু কিভাবে শুরু করবেন তা বুঝতে পারেন না এবং সঠিক গাইডলাইন পান না। আপনাদের জন্য একটি নতুন হ্যাকিং গ্রুপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আপনারা যদি ইচ্ছুক হন তাহলে এই গ্রুপে জয়েন করতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য: আমি কোন বড় হ্যাকার না,সাধারণ একজন মানুষ মাত্র করুন। আমি শুধুমাত্র বেসিক শেখাবো। গ্রুপটি মূলত সেলফ ডেভেলপমেন্ট এর জন্য। অর্থাৎ আপনাকে নিজেই পরিশ্রম করা লাগবে। এই গ্রুপে জয়েন না করলেও আপনি গুগোল বা ইউটিউব এর সাহায্যে একি ভাবে শিখতে পারবেন।

গ্রুপের লক্ষ্য:
এই গ্রুপটি একটি সেল্ফ ডেভেলপমেন্ট এবং প্রাক্টিসিং ও প্রবলেম আলোচনা করার জন্য।
এটি সম্পূর্ণ non-profit অর্থাৎ সম্পূর্ণ ফ্রী অফ কোর্স এবং নন পাবলিসিটি।
শুধুমাত্র নতুন এবং হ্যাকিং এর প্রতি ইচ্ছুক জনতাদের জন্য।

জয়েন হওয়ার জন্য শর্তঃ
১. প্রতিদিন 5 ঘন্টা সময় দিতে হবে।
২. ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
৩. টেলিগ্রাম এবং ফেসবুক একাউন্ট থাকতে হবে।
৪. ধৈর্যশীল এবং পরিশ্রমী হতে হবে।
৫. গ্রুপের কাজ এবং চ্যালেঞ্জ পূরণ করার মন মানসিকতা থাকতে হবে।
৬. একটি কম্পিউটার (থাকলে ভালো) বা একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে।

জয়েন হবার নিয়ম:
আগামী 48 ঘণ্টার জন্য এই জয়েন হওয়ার প্রক্রিয়া চলবে।
১. প্রদত্ত গুগোল ফর্ম এ প্রবেশ করে প্রয়োজনীয় সকল তথ্য দিন।
Google Form
২. তারপর ফর্ম এর জিজ্ঞাসাকৃত প্রশ্নগুলো উত্তর দিন।
৩. তারপর সাবমিট করুন এবং আপনার ইমেইল ফেসবুক একাউন্ট এবং ফোনের মেসেজ এ চোখ রাখুন। 48 ঘন্টার ভিতরে আপনি সিলেক্ট হলে মেসেজ/ ইমেইল পাবেন।

আল্লাহ হাফেজ।

The post [Hack tool] Burp Suite professional 20 crack file download and announcement appeared first on Trickbd.com.

[Hall Print] ডাউনলোড করে নিন সদ্য রিলিজকৃত থালাপাতি বিজয় এর নতুন মুভি বিস্ট। সাথে আমার রিভিউ।

Posted:

বিস্ট ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় তামিল ভাষার ব্ল্যাক কমেডি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যেটি রচিত ও পরিচালনা করেছেন নেলসন এবং প্রযোজনা করেছে সান পিকচার্স। চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় এবং পূজা হেগড়ে, এছাড়াও সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন সেলভারাঘবন, যোগী বাবু প্রমুখ। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তারিখ নির্ধারিত হয়েছে ১৩ এপ্রিল ২০২২।যা আজ তামিল ভাষায় রিলিজ পেয়েছে।

মুভিটি তে অভিনয় করেছেনঃ

বিজয়

পূজা হেগড়ে

সেলভারাঘবন

যোগী বাবু

শাইন টম চাকো

জন বিজয়

সাজি চেন

ভিটিভি গনেশ ও আরো অনেকে।

মুভির কিছু স্ক্রিনশটঃ

 

এবার আসি কেনো আপনার দেখা উচিত মুভিটি।

মুভি নিয়ে আমার রিভিউঃ

BEAST

পরিচালকঃ নেলসন দিলীপকুমার

অভিনয়েঃ বিজয়, পুজা হেগডে, সেলভারাঘবান, ইয়োগী বাবু,রেডিন কিংসলে, ভিটিভি গনেশ, সাজি চেন, ফারুকি, আজিত ভিকাল।

সময়ঃ ২ ঘন্টা ৩৮ মিনিট

প্লটঃ প্রতিটি নিস্পাপ প্রাণই মুল্যবান। রাজনীতির কূটচালে কোন নিরীহ মানুষ আক্রান্ত হবে না এটাই "বাংলাদেশী" ছদ্মবেশে থাকা র এজেন্ট ভীরা রাঘবান এর মিশন।

রাষ্ট্র এর কাজ তাদের সাধারণ মানুষ এর সুরক্ষা দেয়া। সেখানে কোল্যাটেরাল ড্যামেজ এর নামে রাজানীতির মারপ্যাঁচে যখন সাধারণ নাগরিক আক্রান্ত হয় তখন একজন সৈনিক কি করবে সেটাই এ ছবির থিম। যে বা যারা বিজয় এর সাম্প্রতিক ইন্টারভিঊ দেখেছেন তারা এ ছবির প্লট রিলেট করতে পারবেন। বিজয় ও নেলসন জুটি বেশ কঠিন রাজনৈতিক বক্তব্যে, সুপরিকল্পিত একশন, স্ল্যাপস্টিক ও সিচুয়েশনাল কমেডি এর মাধ্যমে ফুল বিনোদনের গ্যারান্টিসহ এই ছবিতে তুলে এনেছেন।

আলতাফ চরিত্রে সেলভারাঘবান ছিলেন অসাধারণ। ইয়োগী বাবু,রেডিন কিংসলে, ভিটিভি গনেশ ছবির কমিক রিলিফ হিসেবে সংগত দিয়ে গেছেন যথাযথ। খল চরিত্রে আজিত ভিকাল ছিলেন নেলসনিয় প্রোটাগনিস্ট এর আদর্শ উপস্থাপন। অন্যান্য দক্ষিনী ছবির মত পূজা শুধুই আই ক্যান্ডি হয়ে থাকেননি, অভিনয়ের পাশাপাশি তার স্ক্রিন উপস্থিতিও বড়পর্দায় উপভোগ্য। ছোট একটি চরিত্রে অপর্ণা দাস ছিলেন চমৎকার। আর যারা ডক্টর দেখেছেন তাদের জন্যও রয়েছে ইস্টার এগ। ছোট ছোট অনেকগুলো জুটির একটাই উদ্দেশ্য ছিল আর তা হল বিজয়কে বিজয়ী করা। লো কি ডায়লগ ডেলিভারি, বরফ শীতল একশন, ঋজু কমিক টাইমিং এর সাথে হালকা রোমান্স, সব কিছু মিলিয়েই বিজয় তার ভক্তদের হতাশ করেননি।

সঙ্গীতে অনিরুধ একটাই প্রশ্ন তুলেছেন, আর সেটা হলো ,what will be his new high? মনোজ পরমহংস ক্যামেরায় নেলসনের ওয়াইড এঙ্গেল স্পেসকে যথাযথ ব্যবহার করেছেন। আর নির্মল এর সম্পাদনায় পুরো ছবি একবারের জন্যও ঝুলে পড়ে নি। অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ সুপরিকল্পিত ছিল আর তার সাথে যথাযথ ছিলো ভিএফএক্স। সবশেষে এটাই বলা যায়, নতুন বছরে বিজয় তার দর্শকদের জন্য ভালোই উপহার দিয়েছেন যাতে এই ছুটি তাদের কষ্টের পয়সা উসুল হয়।

রেটিংঃ ৩.৫/৫, ওভার দ্যা টপ একশন সিকোয়েন্স না হলে অনায়াসে ৪ দেয়া যেত। আর অপ্রয়োজনীয় গান বা দৃশ্য না থাকায় ৩ এর কম পাবার সুযোগ রইলো না।

বিঃদ্রঃ বিজয়ের মুখে জয় বাংলা, বাংলাদেশী দর্শকদের জন্য আলাদা ফ্যানবয় মোমেন্ট দেবে। তাই ৩.৫।

আপাতত তামিলে দেখুন।রাতের দিকে হিন্দি পেয়ে যাবেন।

নিচে MLWBD এর ডাউনলোড লিংক দিয়ে দিলাম।

ডাউনলোড লিংকঃ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

লিংক ক্রেডিট MLWBD.একটি পেজে দেওয়া হলো।

 

যেকোনো তুর্কি সিরিজ, মুভি দেখুনঃ এই সাইটে।

 

 

The post [Hall Print] ডাউনলোড করে নিন সদ্য রিলিজকৃত থালাপাতি বিজয় এর নতুন মুভি বিস্ট। সাথে আমার রিভিউ। appeared first on Trickbd.com.

SSC short syllabus 2022 & 2023 [Bangla 1st Paper]

Posted:

হ্যালো ফ্রেন্ডস!! আজকে আমি এসএসসি 2022 ও 2023 সালের বাংলা ১ম পত্র সিলেবাস নিয়ে আলোচনা করব। এটা মূলত যারা জানে না তাদের জন্য। তাই যারা জানেন তারা একশ’ হাত দূরে থাকুন।

গদ্য

1. সুভা = রবীন্দ্রনাথ ঠাকুর

2. বই পড়া = প্রমথ চৌধুরী

3. আম-আঁটির ভেঁপু = বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

4. মানুষ মুহম্মদ (স.) = মোহাম্মদ ওয়াজেদ আলী

5. নিমগাছ = বনফুল

6. শিক্ষা ও মনুষ্যত্ব = মোতাহের হোসেন চৌধুরী

7. প্রবাস বন্ধু = সৈয়দ মুজতবা আলী

8. মমতাদি = মানিক বন্দ্যোপাধ্যায়

9. একাত্তরের দিনগুলি = জাহানারা ইমাম

10. সাহিত্যের রূপ ও রীতি = হায়াৎ মামুদ

পদ্য/কবিতা

1. বঙ্গবাণী = আবদুল হাকিম

2. কপোতাক্ষ নদ = মাইকেল মধুসূদন দত্ত

3. জীবন-সঙ্গীত = হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

4. মানুষ = কাজী নজরুল ইসলাম

5. সেইদিন এই মাঠ = জীবনানন্দ দাশ

6. পল্লিজননী = জসীমউদ্দীন

7. রানার = সুকান্ত ভট্টাচার্য

8. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা = শামসুর রাহমান

9. আমার পরিচয় = সৈয়দ শামসুল হক

10. স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো = নির্মলেন্দু গুণ

ধন্যবাদ।

The post SSC short syllabus 2022 & 2023 [Bangla 1st Paper] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments