Search box..

SSC short syllabus 2022 and 2023 [Physics]

SSC short syllabus 2022 and 2023 [Physics]


SSC short syllabus 2022 and 2023 [Physics]

Posted:

হ্যালো বন্ধুরা!! আজকে আমি এসএসসি ২০২২ ও ২০২৩ এর পদার্থবিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি।

  • বিষয়: পদার্থবিজ্ঞান
  • পূর্ণ নম্বর: ১০০
  • তত্ত্বীয় নম্বর: ৭৫
  • ব্যবহারিক: ২৫

তত্ত্বীয় অংশ

অধ্যায়-১: ভৌত রাশি ও পরিমাপ

অধ্যায়-২: গতি

অধ্যায়-৩: বল

অধ্যায়-৪: কাজ, ক্ষমতা ও শক্তি

অধ্যায়-৫: পদার্থের অবস্থা ও চাপ

অধ্যায়-৭: তরঙ্গ ও শব্দ

অধ্যায়-৮: আলোর প্রতিফলন

অধ্যায়-১১: চল বিদ্যুৎ

ব্যবহারিক অংশ

১. স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করা।

২. স্ক্রুগজ দিয়ে বেলনাকার কোনো বস্তুর ব্যাস ও দৈর্ঘ্য মেপে তার আয়তন বের করা।

৩. ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা।

৪. শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা।

৫. কঠিন বস্তুর ঘনত্ব বের করা।

ধন্যবাদ।

আমার ওয়েবসাইট

The post SSC short syllabus 2022 and 2023 [Physics] appeared first on Trickbd.com.

Picsart Gold Account 3মাসের জন্য Free Subscription Method [New Bin]

Posted:

Howdy Everyone
Picsart বরাবরের মতই এখনও Photo Editing এর Boss level এই রয়েছে। এর Gold Subscription এ সব Premium Features
উপভোগ করা যায়। মূলত এই Same Content এর পূর্ববর্তী সব Post এর BIN Patched হয়ে গিয়েছে, তাই Updated BIN নিয়ে আসলাম।

✧Picsart Gold এর Features সমূহ:-

  • Thousands of premium stickers, fonts, frames,collages and masks
  • ADS FREE editing experience.
  • All effects unlocked
  • Premium Retouch Tool
  • Premium Photo & Video Filter
  • Remove Unwanted Object from Your photo এবং আরও অনেক কিছু

⚡বিস্তারিত জানতে Visit Picsart official Site

 

⁙⁘Instruction⁘⁙

01. প্রথমে Trial Link এ Visit করুন এবং Start 03 Month Trial  এ Click করুন

 

 

02.Email Address এ Temp.mail দিয়েন , Password ইচছামত দিবেন

 

 

03.পেমেন্ট Page এ  Namso-Gen থেকে CC Generate করে, Mr.Checker এ Check করে যেকোন একটা Live CC Payment Page এ Paste করে দিন BIN-40165858604xxxxx

 

04. Start Free Trial এ Click করার সাথে সাথেই Subscription Add হয়ে যাবে।

 

 

Conclusion💀

Pc তে কোন app Install ছাড়াই Browse করে Photo Edit করতে পারবেন, আর Android এ App Install Needed.

 

 

Bye✌
Keep In Touch With Me Through 
 Comment Section

The post Picsart Gold Account 3মাসের জন্য Free Subscription Method [New Bin] appeared first on Trickbd.com.

[Mega Post] রসায়নের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আর ১১৮ টি মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিস্তারিত পোষ্ট।

Posted:

সালামু লাকু

 কে ছে বা? 
 আশা করি সবাই ভালোই আছেন
…………………….…………..…….…………………. …………..…..…..…………………….…………..…….…………………….………..…..…..
 প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. ………………………………..………………..………………….……….…..
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ রসায়নের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আর ১১৮ টি মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিস্তারিত পোষ্ট।
তো চলুন বিস্তারিত পোস্টে চলে
যায়।
বিস্তারিত পোস্টঃ 

বিস্তারিত পোস্টঃ

যোজনী ইলেকট্রন 

চারটি সমযোজী বন্ধন। কার্বনের চারটি যোজনী ইলেকট্রন আছে এবং এর যোজনীও চার। প্রতিটি হাইড্রোজেন পরমাণুরই একটি যোজনী ইলেকট্রন থাকে এবং তাই এরা একযোজী।
রসায়নে যোজনী ইলেকট্রন হল পরমাণুর সাথে সম্পর্কিত ইলেকট্রন যা রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করে। একক সমযোজী বন্ধনে, বন্ধনে আবদ্ধ উভয় পরমাণুর একটি করে যোজনী ইলেকট্রন ভাগাভাগি করার মাধ্যমে সর্বমোট একজোড়া ইলেকট্রন ভাগাভাগি করে বন্ধন গঠন করে। বস্তুর রাসায়নিক ধর্ম এবং এটি অন্য কিছুর সাথে বন্ধন গঠন করে কিনা — তা যাচাইয়ের মাধ্যমে যোজনী ইলেকট্রন নির্ণয় করা যায়। মূল গ্রুপভুক্ত মৌলের ক্ষেত্রে সর্ববহিঃস্থ স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের যোজনী ইলেকট্রন। ট্রানজিশন মৌলের ক্ষেত্রে যোজনী ইলেকট্রন নির্ণয়ে অভ্যন্তরীণ কক্ষের ক্ষেত্রেও আলোকপাত করতে হয়।

বদ্ধ শেলবিশিষ্ট একটি পরমাণুর যোজনী ইলেকট্রন (s2p6 ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ) হয় নোবেল গ্যাসের ন্যায়। বদ্ধ শেলের জন্য এক বা দুই ততোধিক যোজনী ইলেকট্রন প্রয়োজন, কারণঃ
এর নিম্ন শক্তি প্রয়োজন (ল্যাটিস এনথালপির তুলনায়), অতিরিক্ত যোজনী ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আয়ন গঠন করার জন্য হারানো যোজনী ইলেকট্রন অর্জনের জন্য (এবং তদুপরি ঋণাত্মক আয়ন গঠনের জন্য) বা যোজনী ইলেকট্রন ভাগাভাগি করার জন্য (এবং তদুপরি সমযোজী বন্ধন গঠনের জন্য)
অভ্যন্তরীণ কক্ষের ইলেকট্রনের ন্যায় যোজনী ইলেকট্রনেরও ফোটন হিসেবে শক্তি শোষণ বা নির্গমন করতে পারে। শক্তি শোষণ একটি ইলেকট্রনকে পরবর্তী কক্ষে লাফিয়ে যেতে দেয়; একে পারমাণবিক উত্তেজনা বলা হয়। 
অথবা ইলেকট্রন সহযোগী পরমাণুর যোজনী শেল থেকে বের হয়েও আসতে পারে। ফলে ধনাত্মক আয়ন গঠিত হয়। যখন কোনো ইলেকট্রন শক্তি হারায় (ফলে একটি ফোটন নির্গত হয়), তখন এটি অভ্যন্তরীণ কক্ষে গমন করে।
যোজনী শক্তিস্তর প্রধান কোয়ান্টাম সংখ্যানুযায়ী গঠিত হয় (n = ১, ২, ৩, ৪, ৫ …) বা বর্ণানুক্রমিকভাবে রঞ্জন রশ্মি লিপি অনুযায়ী (K, L, M, …) হিসেবে প্রকাশ করা হয়।

যোজনী ইলেকট্রন সংখ্যা সম্পাদনা

কোনো মৌলে যোজনী ইলেকট্রনের সংখ্যা পর্যায় সারণীর খাড়া কলামের মাধ্যমে নির্ধারিত হয়। ব্যতিক্রম হিসেবে গ্রুপ ৩–১২ (ট্রানজিশন ধাতু) রয়েছে। গ্রুপ নম্বর একক সংখ্যাই ঐ গ্রুপভুক্ত মৌলের যোজনী ইলেকট্রন নির্ধারণ করে।

রাসায়নিক মৌলসমূহের পর্যায় সারণী পর্যায় সারণীর শ্রেণি যোজনী ইলেকট্রন সংখ্যাঃ

  • শ্রেণি ১ (I) (অ্যালকাল ধাতু) ১
  • শ্রেণি ২ (II) (অ্যালকালাইন মৃত্তিকা ধাতু) ২
  • শ্রেণি ৩-১২ (অবস্থান্তর ধাতু) ৩–১২*
  • শ্রেণি ১৩ (III) (বোরন গ্রুপ) ৩
  • শ্রেণি ১৪ (IV) (কার্বন গ্রুপ) ৪
  • শ্রেণি ১৫ (V) (নিক্টোজেন বা নাইট্রোজেন গ্রুপ) ৫
  • শ্রেণি ১৬ (VI) (চ্যালকোজেন বা অক্সিজেন গ্রুপ) ৬
  • শ্রেণি ১৭ (VII) (হ্যালোজেন) ৭
  • শ্রেণি (VIII বা ০) (নোবেল গ্যাস) ৮**
* ns এবং (n-1)d ইলেকট্রন নিয়ে গঠিত। এছাড়া d ইলেকট্রন গণনাও ব্যবহৃত হয়।
** হিলিয়ামছাড়া, যার মাত্র দুটি যোজনী ইলেকট্রন রয়েছে ইলেকট্রন বিন্যাস সম্পাদনা
যে ইলেকট্রনসমূহ নির্ধারণ করে যে কীভাবে একটি পরমাণু রাসায়নিকভাবে বিক্রিয়া করে, তাদের গড় দূরত্ব নিউক্লিয়াস থেকে বৃহত্তম; এবং তাদের শক্তিও সবচেয়ে বেশি।
মূল গ্রুপ মৌলের ক্ষেত্রে যোজনী ইলেকট্রন হল সেইসব ইলেকট্রন যারা উচ্চতম প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ইলেকট্রনিক শেলে অবস্থান করে।[১] এভাবে যোজনী ইলেকট্রন সংখ্যা, সহজভাবে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ ফসফরাসের (P) ইলেকট্রন বিন্যাস হল 1s2 2s2 2p6 3s2 3p3, অর্থাৎ এর ৫টি যোজনী ইলেকট্রন (3s2 3p3) রয়েছে। ফলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী ৫, যা PF5 যৌগে দেখা যায়। এই বিন্যাস সাধারণত [Ne] 3s2 3p3 হিসেবে দেখানো হয়, যেখানে [Ne] অভ্যন্তরীণ ইলেকট্রনকে দেখায় যাদের বিন্যাস নোবেল গ্যাস নিয়নের মত। 

উত্তেজিত ইলেক্ট্রন বিন্যাস The rules of Excited Electron Configuration:::

  • ১.উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার আগে Normal Electron বিন্যাস করতে হবে 
  • ২.মৌলের প্রতীকের মাথায় * দিতে হবে 
  • ৩.উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার সময় শুধু মাত্র যোজ্যতা স্তর নিয়ে কাজ করতে হবে 
  • ৪.যোজ্যতা স্তরের s Orbital বিভাজিত হতে পারে না। শুধু মাত্র d ও p অরবিটাল বিভাজিত হয় 
  • ৫.p অরবিটাল তিন ভাগে বিভাজিত হয়——–

Px
Py
Pz

Note:যোজ্যতা স্তরের প্রতিটি electron একটি একটি করে থাকতে চায়।
  • [1] অবস্থান্তর ধাতুর আংশিকভাবে পূর্ণ (n − 1)টেমপ্লেট:Serif শক্তি স্তর আছে, যাদের শক্তি nটেমপ্লেট:Serif স্তরের খুব কাছাকাছি।
  • [২] ফলে মূল গ্রুপভুক্ত মৌলের সাথে বৈসাদৃশ্য হিসেবে অবস্থান্তর ধাতুর যোজনী ইলেকট্রন হল সেই ইলেকট্রন যা নোবেল গ্যাসের বাইরে থাকে।
  • [৩] এভাবে অবস্থান্তর ধাতুর টেমপ্লেট:Serif ইলেকট্রন যোজনী ইলেকট্রন হিসেবে আচরণ করে, যদিও তারা যোজনী শেলে অবস্থান করে না। উদাহরণস্বরূপ ম্যাঙ্গানিজ (Mn) এর ইলেকট্রন বিন্যাস হল 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5; একে সংক্ষেপে [Ar] 4s2 3d5 হিসেবে লেখা হয়। এক্ষেত্রে [Ar] অভ্যন্তরীণ ইলেকট্রনকে দেখায় যাদের বিন্যাস নোবেল গ্যাস আর্গনের মত। এ পরমাণুতে একটি 3d ইলেকট্রন আর একটি 4s ইলেকট্রনের শক্তি প্রায় একইরকম থাকে, এবং তা 3s না 3p ইলেকট্রনের চেয়ে বেশি। বস্তুত এরূপ সাতটি যোজনী ইলেকট্রন রয়েছে (4s2 3d5) আর্গনের ন্যায় অভ্যন্তরের বাইরে, এবং এটা স্থিতিশীল। ম্যাঙ্গানিজের জারণ অবস্থা +৭ হতে পারে (পারম্যাঙ্গানেট আয়নঃ MnO−)
  • 4)। অবস্থান্তর ধাতু ধারায় যতই ডানদিকে যাওয়া যায়, ততই d সাবশেলের ইলেকট্রনের শক্তি কমে যায় এবং এ ধরণের ইলেকট্রনের যোজনী ইলেকট্রনের বৈশিষ্ট্য কমে যায়। এর ফলে, নিকেল পরমাণুর দশটি যোজনী ইলেকট্রন (4s2 3d8) রয়েছে, কিন্তু এর জারণ অবস্থা কখনই চার অতিক্রম করে না। জিঙ্কের জন্য 3d সাবশেল সম্পূর্ণ থাকে এবং অভ্যন্তরীণ ইলেকট্রনের মতই আচরণ করে।
যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী যোজনী ইলেকট্রনের সংখ্যা নির্ধারণ করা মুশকিল, তবুও যোজনী ইলেকট্রনের ধারণা অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে মূল গ্রুপভুক্ত মৌলের তুলনায় কম গুরুত্বপূর্ণ। d ইলেকট্রন সংখ্যা রসায়নে অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারণ প্রক্রিয়া।


রাসায়নিক বিক্রিয়া সম্পাদনা

মূল নিবন্ধ: যোজনী
পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে বিদ্যমান যোজনী শেল বন্ধন আচরণ ব্যাখ্যা করে। এ কারণে যে সকল পরমাণুর একই সংখ্যক যোজনী ইলেকট্রন রয়েছে তাদেরকে মৌলের পর্যায় সারণীতে একই গ্রুপে স্থান দেওয়া হয়। সাধারণ নিয়মানুযায়ী মূল গ্রুপভুক্ত মৌল (হাইড্রোজেন বা হিলিয়াম ছাড়া) বিক্রিয়ার মাধ্যমে বদ্ধ শেল গঠন করতে চায়, কারণ তখন তাদের ইলেকট্রন বিন্যাস s2p6 হয়। এ নিয়মকে অষ্টক নিয়ম বলা হয়, কারণ বন্ধনযুক্ত প্রতিটি পরমাণু ভাগাভাগির মাধ্যমে আটটি যোজনী ইলেকট্রন ধারণ করে।
সবচেয়ে বেশি তীব্র বিক্রিয়ক ধরণের ধাতব মৌল অবস্থান করে গ্রুপ ১-এ (উদাঃ সোডিয়াম বা পটাশিয়াম); এর কারণ এ প্রতিটি পরমাণুরই একটি মাত্র যোজনী ইলেকট্রন রয়েছে। আয়নিক বন্ধন গঠনের সময় এ নিম্নসংখ্যক ইলেকট্রনই প্রয়োজনীয় আয়নিকরণ শক্তি দান করে। এ একটি ইলেকট্রন সহজেই নির্গত হওয়ার মাধ্যমে ধনাত্মক আয়ন তথা ক্যাটায়ন গঠন করে, এবং বদ্ধ শেল লাভ করে। (উদাহরণস্বরূপ Na+ বা K+)। গ্রুপ ২-এর কোনো অ্যালকালাইন ভূ-ধাতু (উদাহরণস্বরূপ ম্যাগনেসিয়াম) তুলনামূলকভাবে কম সক্রিয়, কারণ প্রতিটি পরমাণুর দুটি করে যোজনী ইলেকট্রন থাকে এবং এ দুটিই ত্যাগ করে ক্যাটায়ন গঠনের মাধ্যমে বদ্ধ শেল লাভ করে (উদাহরণস্বরূপ Mg2+)।
মৌলের প্রতিটি গ্রুপেই (পর্যায় সারণীর) সক্রিয়তা বৃদ্ধি পায় সারণীর নিম্নতম সারিতে যেতে যেতে (হালকা মৌল থেকে ভারি মৌলের দিকে)। কারণ ভারি মৌলের হালকা মৌলের চেয়ে বেশি ইলেকট্রন শেল আছে, ভারি মৌলের যোজনী ইলেকট্রন উচ্চতম প্রধান কোয়ান্টাম নম্বরে অবস্থান করে। তারা পরমাণুর নিউক্লিয়াস থেকে যত দূরে যায়, তত উচ্চ স্থিতিশক্তিতে অবস্থান করে — অর্থাৎ তারা কম শক্তভাবে যুক্ত থাকে।
একটি অধাতব পরমাণু পূর্ণ যোজনী শেল গঠনের জন্য অতিরিক্ত যোজনী ইলেকট্রনকে আকর্ষণ করে। এটা দুইভাবে অর্জিত হতে পারেঃ পরমাণুটি পাশ্ববর্তী পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করতে পারে (সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে), কিংবা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে (আয়নিক বন্ধন গঠনের মাধ্যমে)। সবচেয়ে সক্রিয় অধাতব মৌল হচ্ছে হ্যালোজেনেরা (যেমন ফ্লোরিন (F) ক্লোরিন (Cl))। এ ধরণের পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলঃ s2p5; এদের মাত্র একটি যোজনী ইলেকট্রন প্রয়োজন বদ্ধ শেল গঠনের মাধ্যমে। সমযোজী বন্ধন গঠনের জন্য হ্যালোজেন পরমাণুর একটি ইলেকট্রন ও অপর একটি পরমাণুর একটি ইলেকট্রন মিলে মোট একজোড়া ইলেকট্রন শেয়ার করে (উদাহরণস্বরূপ H–F অণুতে এ লাইনটি একজোড়া যোজনী ইলেকট্রনকে নির্দেশ করে যার একটি H ও অপরটি F থেকে আসে)।
প্রতিটি অধাতব গ্রুপে হালকা মৌল থেকে ভারি মৌলের দিকে, অর্থাৎ সারণীর নিচের সারিগুলোতে সক্রিয়তা হ্রাস পায়। কারণ যোজনী ইলেকট্রন উচ্চশক্তির স্তরে থাকে এবং তুলনামূলক কম শক্তিশালীভাবে যুক্ত থাকে। প্রকৃতপক্ষে অক্সিজেন (গ্রুপ ১৬'র সবচেয়ে হালকা মৌল) ফ্লোরিনের পরেই সবচেয়ে বেশি সক্রিয় অধাতু, যদিও এটি হ্যালোজেন না। এর কারণ হল হ্যালোজেনের যোজনী শেল উচ্চতর প্রধান কোয়ান্টাম নাম্বারে অবস্থান করে।
এই ধরণের ক্ষেত্রে, যেখানে অষ্টক নিয়ম মেনে চলা হয়, পরমাণুর যোজনী গৃহীত, হারানো বা শেয়ার করা ইলেকট্রনসংখ্যার সমান; যেন স্থিতিশীল অষ্টক গঠন করা যায়। তবে এছাড়া আরো অণু আছে যারা ব্যতিক্রম, এবং তাদের যোজনী তুলনামূলক অপরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়।

তড়িৎ পরিবাহিতা সম্পাদনা

যোজনী ইলেকট্রন মৌলের তড়িৎ পরিবাহিতার জন্যেও দায়ী। এর মাধ্যমেই কোনো একটি মৌল ধাতু, অধাতু, অর্ধপরিবাহী (বা মেটালয়েড) হিসেবে শ্রেণিভুক্ত হয়।
ধাতু হল উচ্চ তড়িৎ পরিবাহিতা বা নমনীয়তাবিশিষ্ট মৌল যখন তারা কঠিন অবস্থায় থাকে। পর্যায় সারণির প্রত্যেক সারিতে অধাতুর বামদিকে ধাতুর অবস্থান, ফলে ধাতুর সম্ভাব্য যোজনী ইলেকট্রন সংখ্যা অধাতুর চেয়ে কম। একটি ধাতব পরমাণুর যোজনী ইলেকট্রন কম আয়নীকরণ শক্তিবিশিষ্ট এবং কঠিনাবস্থায় এ যোজনী ইলেকট্রন বিচ্যুত হতে অধাতুর চেয়ে কম শক্তিবিশিষ্ট হয়। এ "মুক্ত ইলেকট্রন" তড়িৎ ক্ষেত্রের প্রভাবে চলতে পারে এবং এর এরূপ চলাচলের ফলেই বিদ্যুৎ সৃষ্টি করে। এ ঘটনাই ধাতুর পরিবাহিতার জন্য দায়ী। তামা, অ্যালুমিনিয়াম, রূপা এবং স্বর্ণ হল তড়িৎ সুপরিবাহীর উদাহরণ।
একটি অধাতব মৌলের তড়িৎ পরিবাহকত্ব কম থাকে, এরা অন্তরক হিসেবে কাজ করে। এরূপ মৌলদের খুঁজে পাওয়া যাবে পর্যায় সারণীর ডানে, শীর্ষদিকে, এবং এর যোজনী শেল সাধারণত (বোরন ব্যতিক্রম) অর্ধপূর্ণ থাকে। এর আয়নীকরণ শক্তিও বৃহত্তর হয়; ফলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এধরণের পরমাণু থেকে সহজে ইলেকট্রনের নির্গমন ঘটে না এবং এরা খুবই সামাণ্য তড়িৎ প্রবাহ সৃষ্টি করে থাকে। এরূপ কঠিন অন্তরকের উদাহরণ হিসেবে বলা যায় হীরক (একটি কার্বনের একটি রূপভেদ এবং সালফার।
ধাতব মৌলবিশিষ্ট কঠিন যৌগও অন্তরক হতে পারে, যদি ধাতব পরমাণুর যোজনী ইলেকট্রন আয়নিক যৌগ গঠনে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, যদিও সোডিয়াম একটি ধাতু, কঠিন সোডিয়াম ক্লোরাইড অন্তরক; কারণ সোডিয়ামের যোজনী ইলেকট্রন ক্লোরিনে গিয়ে আয়নিক বন্ধন গঠন করে, যা থেকে ইলেকট্রন সহজে নির্গত হতে পারে না।
অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহকত্ব ধাতু ও অধাতুর তুলনায় মধ্যম ধরণের। ধাতুর তুলনায় অপর একটি বৈসাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হল এই যে এদের তড়িৎ পরিবাহকত্ব তাপমাত্রার সাথে বৃদ্ধি পায়। সাধারণ অর্ধপরিবাহীর উদাহরণ হল সিলিকন ও জার্মেনিয়াম, প্রতিটির পরমাণুরই চারটি যোজনী ইলেকট্রন থাকে। ব্যান্ড তত্ত্বের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে অর্ধপরিবাহীর ধর্ম ব্যাখ্যা করা যায়। এ তত্ত্বমতে একটি যোজনী ব্যান্ড (যা পরম শূন্যে যোজনী ইলেকট্রন ধারণ করে) ও পরিবহণ ব্যান্ডের (তাপীয় শক্তিতে উত্তেজিত হয়ে যে স্তরে যোজনী ইলেকট্রন গমন করে) শক্তির পার্থক্যের ফলাফল হিসেবে সৃষ্টি হয়।
ইলেকট্রনের শক্তিস্তর একটি পরমাণুর শক্তিস্তর বা ইলেকট্রনের শক্তিস্তরকে (সাধারণভাবে প্রধান শক্তিস্তর নামে পরিচিত) পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান ইলেক্ট্রনের কক্ষপথ বলা যেতে পারে। এটি মূলতঃ পারমাণবিক অরবিটালসমূহের একটি গ্রুপ যাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার (n) মান সর্বদাই সমান। ইলেকট্রনের শক্তিস্তর এক বা একাধিক উপশক্তিস্তর নিয়ে গঠিত হয়। প্রতিটি উপশক্তিস্তরে আবার দুই বা ততোধিক অরবিটাল থাকে যাদের কৌণিক ভরবেগ কোয়ান্টাম সংখ্যার মান ১। অর্থাৎ একই। এই শক্তিস্তরগুলোই একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস তৈরি করে। গাণিতিকভাবে এটি দেখানো সম্ভব যে, একটি শক্তিস্তরে যে সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তার মান 2n।

শক্তিস্তর সহ পর্যায় সারণী।

প্রতিটি শক্তিস্তর একটি নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। সে কারণে প্রতিটি শক্তিস্তর একটি নির্দিষ্ট সীমার ইলেক্ট্রন শক্তির সাথে সম্পর্ক যুক্ত, আর তাই পরমাণুর ভেতরদিকের প্রতিটি শক্তিস্তর প্রয়োজনীয় ইলেক্ট্রন দ্বারা পরিপূর্ণ না হলে পরবরতী শক্তিস্তরে (বাইরের দিকের) ইলেক্ট্রন যেতে পারে না। পরমাণুর সবচেয়ে বাইরের শক্তিস্তরে পরিভ্রমণরত ইলেক্ট্রন দ্বারা ঐ পরমাণুর বৈশিষ্ট নির্ধারিত হয়ে থাকে ।
শক্তিস্তরে ইলেক্ট্রন সংখ্যা অনুসারে মৌলিক পদার্থের তালিকা সম্পাদনা
পারমাণবিক সংখ্যা মৌল প্রতি শক্তিস্তরে ইলেক্ট্রন সংখ্যাll শ্রেণীঃ
    • ১ হাইড্রোজেন ১ ১
    • ২ হিলিয়াম ২ ১৮
    • ৩ লিথিয়াম ২, ১ ১
    • ৪ বেরিলিয়াম ২, ২ ২
    • ৫ বোরন ২, ৩ ১৩
    • ৬ কার্বন ২, ৪ ১৪
    • ৭ নাইট্রোজেন ২, ৫ ১৫
    • ৮ অক্সিজেন ২, ৬ ১৬
    • ৯ ফ্লোরিন ২, ৭ ১৭
    • ১০ নিয়ন ২, ৮ ১৮
    • ১১ সোডিয়াম ২, ৮, ১ ১
    • ১২ ম্যাগণেসিয়াম ২, ৮, ২ ২
    • ১৩ অ্যালুমিনিয়াম ২, ৮, ৩ ১৩
    • ১৪ সিলিকন ২, ৮, ৪ ১৪
    • ১৫ ফসফরাস ২, ৮, ৫ ১৫
    • ১৬ সালফার ২, ৮, ৬ ১৬
    • ১৭ ক্লোরিন ২, ৮, ৭ ১৭
    • ১৮ আর্গণ ২, ৮, ৮ ১৮
    • ১৯ পটাশিয়াম ২, ৮, ৮, ১ ১
    • ২০ Calcium ২, ৮, ৮, ২ ২
    • ২১ Scandium ২, ৮, ৯, ২ ৩
    • ২২ Titanium ২, ৮, ১0, ২ ৪
    • ২৩ Vanadium ২, ৮, ১১, ২ ৫
    • ২৪ Chromium ২, ৮, ১৩, ১ ৬
    • ২৫ Manganese ২, ৮, ১৩, ২ ৭
    • ২৬ Iron ২, ৮, ১৪, ২ ৮
    • ২৭ Cobalt ২, ৮, ১৫, ২ 9
    • ২৮ Nickel ২, ৮, ১৬, ২ ১0
    • ২৯ Copper ২, ৮, ১৮, ১ ১১
    • ৩০ Zinc ২, ৮, ১৮, ২ ১২
    • ৩১ Gallium ২, ৮, ১৮, ৩ ১৩
    • ৩২ Germanium ২, ৮, ১৮, ৪ ১৪
    • ৩৩ Arsenic ২, ৮, ১৮, ৫ ১৫
    • ৩৪ Selenium ২, ৮, ১৮, ৬ ১৬
    • ৩৫ Bromine ২, ৮, ১৮, ৭ ১৭
    • ৩৬ Krypton ২, ৮, ১৮, ৮ ১৮
    • ৩৭ Rubidium ২, ৮, ১৮, ৮, ১ ১
    • ৩৮ Strontium ২, ৮, ১৮, ৮, ২ ২
    • ৩৯ Yttrium ২, ৮, ১৮, ৯, ২ ৩
    • ৪০ Zirconium ২, ৮, ১৮, ১0, ২ ৪
    • ৪১ Niobium ২, ৮, ১৮, ১২, ১ ৫
    • ৪২ Molybdenum ২, ৮, ১৮, ১৩, ১ ৬
    • ৪৩ Technetium ২, ৮, ১৮, ১৩, ২ ৭
    • ৪৪ Ruthenium ২, ৮, ১৮, ১৫, ১ ৮
    • ৪৫ Rhodium ২, ৮, ১৮, ১৬, ১ 9
    • ৪৬ Palladium ২, ৮, ১৮, ১৮ ১0
    • ৪৭ Silver ২, ৮, ১৮, ১৮, ১ ১১
    • ৪৮ Cadmium ২, ৮, ১৮, ১৮, ২ ১২
    • ৪৯ Indium ২, ৮, ১৮, ১৮, ৩ ১৩
    • ৫০ Tin ২, ৮, ১৮, ১৮, ৪ ১৪
    • ৫১ Antimony ২, ৮, ১৮, ১৮, ৫ ১৫
    • ৫২ Tellurium ২, ৮, ১৮, ১৮, ৬ ১৬
    • ৫৩ Iodine ২, ৮, ১৮, ১৮, ৭ ১৭
    • ৫৪ Xenon ২, ৮, ১৮, ১৮, ৮ ১৮
    • ৫৫ Caesium ২, ৮, ১৮, ১৮, ৮, ১ ১
    • ৫৬ Barium ২, ৮, ১৮, ১৮, ৮, ২
    • ৫৭ Lanthanum ২, ৮, ১৮, ১৮, ৯, ২
    • ৫৮ Cerium ২, ৮, ১৮, ১৯, ৯, ২
    • ৫৯ Praseodymium ২, ৮, ১৮, ২১, ৮, ২
    • ৬০ Neodymium ২, ৮, ১৮, ২২, ৮, ২
    • ৬১ Promethium ২, ৮, ১৮, ২৩, ৮, ২
    • ৬২ Samarium ২, ৮, ১৮, ২৪, ৮, ২
    • ৬৩ Europium ২, ৮, ১৮, ২৫, ৮, ২
    • ৬৪ Gadolinium ২, ৮, ১৮, ২৫, ৯, ২
    • ৬৫ Terbium ২, ৮, ১৮, ২৭, ৮, ২
    • ৬৬ Dysprosium ২, ৮, ১৮, ২৮, ৮, ২
    • ৬৭ Holmium ২, ৮, ১৮, ২৯, ৮, ২
    • ৬৮ Erbium ২, ৮, ১৮, ৩0, ৮, ২
    • ৬৯ Thulium ২, ৮, ১৮, ৩১, ৮, ২
    • ৭০ Ytterbium ২, ৮, ১৮, ৩২, ৮, ২
    • ৭১ Lutetium ২, ৮, ১৮, ৩২, ৯, ২ ৩
    • ৭২ Hafnium ২, ৮, ১৮, ৩২, ১0, ২ ৪
    • ৭৩ Tantalum ২, ৮, ১৮, ৩২, ১১, ২ ৫
    • ৭৪ টাংস্টেন ২, ৮, ১৮, ৩২, ১২, ২ ৬
    • ৭৫ Rhenium ২, ৮, ১৮, ৩২, ১৩, ২ ৭
    • ৭৬ Osmium ২, ৮, ১৮, ৩২, ১৪, ২ ৮
    • ৭৭ Iridium ২, ৮, ১৮, ৩২, ১৫, ২ ৯
    • ৭৮ প্লাটিনাম ২, ৮, ১৮, ৩২, ১৭, ১ ১০
    • ৭৯ সোনা ২, ৮, ১৮, ৩২, ১৮, ১ ১১
    • ৮০ Mercury ২, ৮, ১৮, ৩২, ১৮, ২ ১২
    • ৮১ Thallium ২, ৮, ১৮, ৩২, ১৮, ৩ ১৩
    • ৮২ সীসা ২, ৮, ১৮, ৩২, ১৮, ৪ ১৪
    • ৮৩ বিসমাথ ২, ৮, ১৮, ৩২, ১৮, ৫ ১৫
    • ৮৪ Polonium ২, ৮, ১৮, ৩২, ১৮, ৬ ১৬
    • ৮৫ Astatine ২, ৮, ১৮, ৩২, ১৮, ৭ ১৭
    • ৮৬ Radon ২, ৮, ১৮, ৩২, ১৮, ৮ ১৮
    • ৮৭ Francium ২, ৮, ১৮, ৩২, ১৮, ৮, ১ ১
    • ৮৮ Radium ২, ৮, ১৮, ৩২, ১৮, ৮, ২ ২
    • ৮৯ Actinium ২, ৮, ১৮, ৩২, ১৮, ৯, ২
    • ৯০ Thorium ২, ৮, ১৮, ৩২, ১৮, ১0, ২
    • ৯১ Protactinium ২, ৮, ১৮, ৩২, ২0, ৯, ২
    • ৯২ Uranium ২, ৮, ১৮, ৩২, ২১, ৯, ২
    • ৯৩ Neptunium ২, ৮, ১৮, ৩২, ২২, ৯, ২
    • ৯৪ Plutonium ২, ৮, ১৮, ৩২, ২৪, ৮, ২
    • ৯৫ Americium ২, ৮, ১৮, ৩২, ২৫, ৮, ২
    • ৯৬ Curium ২, ৮, ১৮, ৩২, ২৫, ৯, ২
    • ৯৭ Berkelium ২, ৮, ১৮, ৩২, ২৭, ৮, ২
    • ৯৮ Californium ২, ৮, ১৮, ৩২, ২৮, ৮, ২
    • ৯৯ Einsteinium ২, ৮, ১৮, ৩২, ২৯, ৮, ২
    • ১০০ Fermium ২, ৮, ১৮, ৩২, ৩0, ৮, ২
    • ১০১ Mendelevium ২, ৮, ১৮, ৩২, ৩১, ৮, ২
    • ১০২ Nobelium ২, ৮, ১৮, ৩২, ৩২, ৮, ২
    • ১০৩ Lawrencium ২, ৮, ১৮, ৩২, ৩২, ৮, ৩ (?) ৩
    • ১০৪ Rutherfordium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১0, ২ ৪
    • ১০৫ Dubnium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১১, ২ ৫
    • ১০৬ Seaborgium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১২, ২ ৬
    • ১০৭ Bohrium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৩, ২ ৭
    • ১০৮ Hassium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৪, ২ ৮
    • ১০9 Meitnerium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৫, ২ 9
    • ১১০ Darmstadtium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৭, ১ ১0
    • ১১১ Roentgenium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৮, ১ ১১
    • ১১২ Ununbium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৮, ২ ১২
    • ১১৩ Ununtrium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৮, ৩ ১৩
    • ১১৪ Ununquadium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৮, ৪ ১৪
    • ১১৫ Ununpentium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৮, ৫ ১৫
    • ১১৬ Ununhexium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৮, ৬ ১৬
    • ১১৭ Ununseptium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৮, ৭ (?) ১৭
    • ১১৮ Ununoctium ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৮, ৮ 

শেষ কথাঃ

  • পোষ্টটি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ কৃত
  • কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
  • কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ।
……..….………….…….…………………….…… …………..…….……………….…………………..…… .………………..…...……….………….…………………. ……………..…….…………………….………..…..…..

তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

ন্যবা






The post [Mega Post] রসায়নের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আর ১১৮ টি মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিস্তারিত পোষ্ট। appeared first on Trickbd.com.

Tiktok থেকে যেকোনো Video Watermark ছাড়া ডাউনলোড করুন! তার সাথে 29 টি Telegram Wallpaper Download করার Channel এর লিংক!

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই?
আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

কিছু কথা শুরুতেই বলে নিই।

টিকটক এপ্লিকেশনটির কথা বর্তমান সময়ে জানে না এমন মানুষ বিশেষ করে বাংলাদেশে খুজে পাওয়া মুশকিল। যদিও অনেকেই এই এপ্লিকেশনটিকে ঘৃনার চোখে দেখে এবং যারা ব্যবহার করে তাদেরকে Cringe Lord থেকে অনেক কিছুই বলে মজা নেয়।

এতে আমার কোনো আপত্তি বা সমস্যা নেই। বাংলাদেশ, ভারতের মতো কিছু দেশগুলোতে বেশিরভাগই Cringe Content ই তৈরি হয় টিকটকে এটা প্রায় সবাই জানে। কিন্তু মজার নেওয়াই হোক আর যাই হোক এ দেশগুলোর মানুষ এই এপ্লিকেশনটির কন্টেন্ট দেখে অভ্যস্ত।

এই পোস্টে আমি কথা বলবো না বা বলতে চাই না কে খারাপ, কে ভালো, কার কি করা উচিত ইত্যাদি ইত্যাদি। কারন আমি কারো সাথে কোনো তর্কে জড়াতে চাই না। আমি যেমনটা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি।

টিকটকের মতো এপ্লিকেশনেও এখন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা অংশ নিচ্ছে। যে যা ই বলুক, এপ্লিকেশনটি এতটা কম সময়ে এত জনপ্রিয় হবার পিছনে কারন অবশ্যই আছে। আমি সেসব কারনের দিকেও যাবো না।

দিনশেষে এসব নিয়ে কথা বললে আমার কোনো লাভ হবে না। আমার এই আর্টিকেলটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য যারা টিকটক এপ্লিকেশনটি ব্যবহার করে তাদের যেন উপকারে আসে সে জন্য, এছাড়া আর কিছুই না।

এখন অনেকে কমেন্ট সেকশনে এসে আমাকে দু’কথা বলে দিলেও আমার তাতে কোনো কিছু যায় আসবে না। এসব কথা বলার একটাই কারন সবকিছুই আগে থেকে ক্লিয়ার করে দেওয়া যেন আমি পরে আবার বিদ্রুপের শিকার না হই।

যাই হোক, টিকটকেও অনেক Educational ও ভালো ভালো কন্টেন্ট আছে। কিন্তু বেশিরভাগ মানুষই সেসব কন্টেন্ট না দেখে Cringy Content ই দেখে তাই এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই।

এ কথা গুলো আমার মনের কথা নিজস্ব Personal Opinion বলা চলে। স্বাধীন দেশে এসে স্বাধীন কথা বললেও আশা করছি কারো কোনো আপত্তি নেই।

এবার চলে যাই আসল পোস্টে।

এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিকটক এর আসল ভিডিও কোনো Watermark ছাড়া Original Quality তে কিভাবে Telegram App টির সাহায্যে ডাউনলোড করতে পারবেন।

এবং তার সাথে কিভাবে Telegram এর সাহায্যে TikTok থেকে উক্ত ভিডিওটির Music টিও High Quality তে কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো চলুন, শুরু করা যাক।

প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টিকটকের অরিজিনাল ভিডিও ডাউনলোড করতে পারবেন কোনো Watermark ছাড়া।

১) এর জন্যে আপনাকে Telegram App এ ঢুকে Search Bar এ এই বটটির নাম লিখে Search করতে হবে।

🔥 BOT NAME : TT SAVE BOT

🔥 BOT USERNAME : @ttsavebot

২)এবার বটটিকে /Start Command দিয়ে চালু করে নিন।

৩) এরপর আপনি টিকটক থেকে সে কাংখিত ভিডিওটির লিংক কপি করুন।

৪) সেই কপিকৃত লিংকটি এই বটকে Text Message এ গিয়ে সেটি Type করে পাঠিয়ে দিন।

৫) এবার বট আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিওটির Watermark ছাড়া এর Original Quality তে ডাউনলোড করার জন্যে ফাইলটি পাঠিয়ে দিবে।

নিচে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দেওয়া হলোঃ

 

এবার আপনাদেরকে ২৯টি Telegram Stock Pictures + Wallpapers এর Channel এর Link দিয়ে দিচ্ছি যেখানে আপনারা প্রচুর পরিমানে Wallpapers পেয়ে যাবেন।

1) https://t.me/shutterstockpremium

2) https://t.me/PhPxs

3) https://t.me/shutterstockstore

4) https://t.me/pexels

5) https://t.me/wallpaperselection

6) https://t.me/lineuiwalls

7) https://t.me/freestockphotos

8) https://t.me/Shutter

9) https://t.me/lineuiwalls

10) https://t.me/bestwallpapes

11) https://t.me/iWallpaper

12) https://t.me/InspiringImages

13) https://t.me/ideasforhome

14) https://t.me/WallpapersGram

15) https://t.me/Justdecor

16) https://t.me/carsoftheworld

17) https://t.me/PhotographyPassion

18) https://t.me/crazyart

19) https://t.me/artplanet

20) https://t.me/pictures_land

21) https://t.me/Architecture_World

22) https://t.me/darkspace

23) https://t.me/artsstyle

24) https://t.me/fotosgram

25) https://t.me/travelpics

26) https://t.me/naturus

27) https://t.me/wonderful_globe

28) https://t.me/Planet_Earth

29) https://t.me/BestTravelPhotography

 

আশা করছি পোস্টটি কারো না কারো কাজে দিবে। উপরের Wallpaper এর Link গুলো আমার নিজের Collect করা। Link গুলো Collect করতে একটু হলেও কষ্ট হয়েছে কারন যেগুলোতে আসলেই বেশি পরিমানের Wallpaper আছে সেগুলোই বেছে বেছে লিস্টে এড করেছি।

তাই আশা করছি আপনাদের কাজে আসবে। যদি উপকার পেয়ে থাকেন তবে অবশ্যই জানাবেন।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post Tiktok থেকে যেকোনো Video Watermark ছাড়া ডাউনলোড করুন! তার সাথে 29 টি Telegram Wallpaper Download করার Channel এর লিংক! appeared first on Trickbd.com.

আপনার Pc বা Desktop এর জন্য Best HD / 4K Wallpaper Collection Site!

Posted:

Howdy Everyone,
আমরা সচরাচর PC Wallpaper Choose করতে গিয়ে Confused হয়ে যাই, কোথা থেকে Perfect Wallpaper পাবো বা Resolution  Fix করতে পারব।আজকে যে Website Review দিব তা হল Wallheaven, যেখানে আপনার পছন্দের Wallpaperগুলো পেয়ে যাবেন।

Wallpaperflare – Beautiful HD wallpapers free download এ এখন পর্যন্ত Total 860,990 high quality wallpapers রয়েছে। এই সকল Wallpaper Upload এর জন্য 71,817 user রয়েছে।

এই সাইটে যেসকল Category-র Wallpaper পাবেন-

  • Anime & Manga
  • Art & Design
  • Entertainment
  • Knowledge
  • Location
  • Miscellaneous
  • Nature
  • People
  • Vehicals

 

Website Link:

Wallpaperflare – Beautiful HD wallpapers free download

এই Site থেকে Wallpaper Download এর Processটি নিচে উল্লেখ করলাম (For New User)

 

যেভাবে Wallpaper গুলো Download করবেন:

  • প্রথমত Site এ Visit করে নিন
  • আপনার Wallpaperটি Choose করুন
  • Scroll করে  Download এ Click করুন
  • আপনার Screen Resolution Plate Show করবে, যদি আপনার Screen Size না পেয়ে থাকেন তবে Custom resolution এ আপনি Manually আপনার Screen Size Input করুন
  • তারপর Done এ Click করলে Download Start হয়ে যাবে

 

 

Conclusion

এই Site এর Alternatives হিসেবে —-

 

 

Bye✌
Keep In Touch With Me Through 
 Comment Section

The post আপনার Pc বা Desktop এর জন্য Best HD / 4K Wallpaper Collection Site! appeared first on Trickbd.com.

যেভাবে উইন্ডোজে ম্যালওয়্যার হামলা ঠেকাবেন

Posted:

র‍্যানসমওয়্যার প্রটেকশন সেটিংস

 

র‍্যানসমওয়্যার ম্যালওয়্যারের সাহায্যে যেকোনো কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্টেড করে ব্যবহারের অনুপযোগী করে ফেলে সাইবার অপরাধীরা। এসব ফাইল ফিরে পেতে অর্থও দাবি করে। দাবি পূরণ করলেই কেবল ফাইলগুলো ব্যবহারের সুযোগ মেলে। আর তাই র‍্যানসমওয়্যার ম্যালওয়্যার থেকে ব্যবহারকারীদের রক্ষার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই বিল্ট-ইন র‍্যানসমওয়্যার সুরক্ষা সিকিউরিটি অ্যাপ যুক্ত করেছে মাইক্রোসফট।

উইন্ডোজ সিকিউরিটি অ্যাপ

র‍্যানসমওয়্যার ম্যালওয়্যার থেকে রক্ষা পেতে প্রথমে উইন্ডোজের স্টার্ট মেনুতে Windows Security লিখুন। এবার সার্চের তালিকায় থাকা উইন্ডোজ সিকিউরিটি অ্যাপ নির্বাচন করে Virus and threat protection অপশনে ক্লিক করতে হবে। এবার পর্দার শেষের দিকে থাকা Ransomware protection-এর নিচে Manage ransomware protection লিংকে ক্লিক করতে হবে। এখান থেকে Controlled folder access অপশন চালু করলে অপরিচিত কোনো অ্যাপ আপনার ফাইল, ছবি, ভিডিও বা মিউজিক ফোল্ডারে কোনো পরিবর্তন করতে পারবে না। ফলে, কম্পিউটারে র‍্যানসমওয়্যার ম্যালওয়্যার ছড়িয়ে পড়লেও দরকারি তথ্য নিরাপদে থাকবে।
Controlled folder access চালু করলেই Block history, Protected folders ও Allow an app through Controlled folder access নামের তিনটা অপশন দেখা যাবে।

ব্লক হিস্ট্রি

ব্লক হিস্ট্রিতে গেলেই দেখা যাবে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা অ্যাপের তালিকা। পাশাপাশি কোন অ্যাপগুলো সম্প্রতি কম্পিউটারের ফাইল পরিবর্তনের চেষ্টা করেছে, তা-ও জানা যাবে।

প্রোটেক্টেড ফোল্ডারস

প্রোটেক্টেড ফোল্ডারস

আপনি যদি র‍্যানসমওয়্যার ম্যালওয়্যারের হামলা থেকে ডেস্কটপ ফোল্ডার (যা ডিফল্টভাবে সুরক্ষিত নয়) রক্ষা করতে চান, তবে Protected folders ব্যবহার করতে হবে। এ জন্য অপশনটিতে প্রবেশের পর Add a protected folder থেকে ডেস্কটপ ফোল্ডার নির্বাচনের পর Select Folder-এ ক্লিক করতে হবে।

অ্যাপকে অনুমতি

র‍্যানসমওয়্যার সুরক্ষা চালুর পর যদি মনে হয় কোনো অ্যাপ ব্যবহার করতে পারছেন না, তবে অ্যাপটি ব্যবহারের জন্য আপনাকেই অনুমতি দিতে হবে। এ জন্য Ransomware protection পেজে গিয়ে Allow an app through Controlled folder access নির্বাচন করুন। এবার Add an allowed app বাটনে ক্লিক করলে Recently blocked apps অপশনে ব্লক করা অ্যাপের তালিকা দেখা যাবে। আপনার প্রয়োজনীয় অ্যাপের পাশে থাকা প্লাস বাটনে ক্লিক করলেই সেটি ব্যবহারের জন্য অনুমতি পেয়ে যাবে।

 

The post যেভাবে উইন্ডোজে ম্যালওয়্যার হামলা ঠেকাবেন appeared first on Trickbd.com.

রিয়েলমি বুক স্লিম : ফুল মেটালিক বডি ডিজাইনের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স

Posted:

ছবি: রিয়েলমি

লিপ ফরওয়ার্ড প্রযুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মের সব ধরনের প্রযুক্তিগত চাহিদা পূরণ করে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি। ক্যানালিসের প্রতিবেদন অনুসারে এই ব্যান্ড ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড। ব্র্যান্ডটি উন্নত '১+৫+টি' কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে এবং ফাইভ–জি পণ্যের একটি বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। নতুন এ কৌশলের অংশ হিসেবে রিয়েলমি এবার বাজারে নিয়ে এসেছে তাদের প্রথম ল্যাপটপ 'রিয়েলমি বুক স্লিম'।

বিস্তারিত জানতে লগইন করতে পারেন: https://cutt.ly/BuyNow_realme_BookSlim –এ।

রিয়েলমি বুক স্লিমে রয়েছে ১৪ ইঞ্চি ২কে ফুল ভিশন ডিসপ্লে ও ৩: ২ স্ক্রিন রেশিও। এই মূল্যসীমার মধ্যে এটিই একমাত্র উচ্চ রেজল্যুশনসম্পন্ন ল্যাপটপ। কর্নিং গরিলা ও অলিওফোবিক আবরণ থাকায় এ ল্যাপটপে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না। ল্যাপটপটির ন্যানো-এজ ডিজাইনের সাহায্যে ব্যবহারকারীরা দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্ট উপভোগ করতে পারবেন। শুধু তা–ই নয়, এর উচ্চ রেজল্যুশন (২১৬০x১৪৪০) ক্ষমতা থাকায়, ব্যবহারকারীরা এ ল্যাপটপে পরিপূর্ণ ও নিখুঁতভাবে যেকোনো ছবি, দৃশ্য ও রং স্পষ্টভাবে দেখতে পারবেন।

ছবি: রিয়েলমি

ফুল মেটাল বডির চমৎকার দৃষ্টিনন্দন ডিজাইনের রিয়েলমি বুক স্লিম মাত্র ১৪ দশমিক ৯ মিলিমিটার পুরু এবং এর ওজন মাত্র ১ দশমিক ৩৮ কিলোগ্রাম। ওজনে অনেক হালকা হওয়ায় ল্যাপটপটি যেকোনো জায়গায় অনায়াসে বহন করা যাবে। ল্যাপটপের বাইরের অংশ অ্যালুমিনিয়াম অ্যালয় বডি ও মিরর লোগো ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। আলট্রা স্লিম অসাধারণ ডিজাইনের এ ল্যাপটপ দেখতে খুবই দৃষ্টিনন্দন।

১১ জেনারেশন ইনটেল কোর প্রসেসর ও ১১ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ

ছবি: রিয়েলমি

১১ জেনারেশন ইনটেল কোর প্রসেসর–সংবলিত রিয়েলমি বুক স্লিমে রয়েছে ইনটেল আইরিশ এক্সই গ্রাফিকস কার্ড। শক্তিশালী প্রযুক্তি ও হার্ডওয়্যারের ফলে, রিয়েলমি বুক স্লিম বাজারের অন্যান্য ল্যাপটপের চেয়ে এগিয়ে রয়েছে। ব্যবহারকারীরা যেকোনো সৃজনশীল কাজে এ ল্যাপটপ ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। এ ল্যাপটপের প্রসেসর পূর্বের সিঙ্গেল-কোর পারফরম্যান্সের তুলনায় ২৬ শতাংশ ও সিঙ্গেল মাল্টি-কোর পারফরম্যান্সের চেয়ে ৪৫ শতাংশ ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা সহজেই মাল্টিটাস্ক করতে পারবেন এবং গেম, বিনোদন ও অন্যান্য সৃজনশীল কাজগুলোও একই সময়ে উচ্চ গতিতে উপভোগ করতে পারবেন।

ছবি: রিয়েলমি

সারা দিন কোনো ঝামেলা ছাড়াই এ ল্যাপটপে কাজ করা যাবে। ৬৫ ওয়াট সুপার ফাস্ট চার্জারসমৃদ্ধ রিয়েলমি বুক স্লিম ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় নেয় মাত্র ৩০ মিনিট। পাশাপাশি রিয়েলমি বুক স্লিমের একই চার্জার ব্যবহার করে নারজো ৩০ স্মার্টফোনটি ৩০ ওয়াট ডার্ট চার্জ করা যাবে। নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ১১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ উপভোগ করা যাবে। ডুয়েল-ফ্যান স্টোর্ম কুলিং ব্যবস্থা থাকায় দীর্ঘক্ষণ ব্যবহার করলেও কোনো ঝামেলা পোহাতে হবে না। ফাস্ট চার্জিং ও শক্তিশালী প্রসেসরের এ ল্যাপটপ তরুণদের জন্য চমৎকার একটি পছন্দ হতে পারে।

হারমান ডিটিএস স্টেরিও ও কানেক্টিভিটি ফিচার

হারমান ডিটিএস এইচডি স্টেরিও ডুয়েল স্পিকার থাকায় রিয়েলমি বুক স্লিমে স্পষ্ট ও দুর্দান্ত সাউন্ড পাওয়া যাবে। এ ছাড়া এটি ডুয়েল নয়েজ ক্যান্সেলেশন মাইক সাপোর্ট করে। ফলে রিয়েলমি বুক স্লিম ব্যবহার করে কোনো সেমিনারে বা অনলাইন মিটিংয়ে অংশ নিলে বা কারও সঙ্গে কথা বললে স্পষ্ট শব্দ শোনা যাবে। যোগাযোগ আরও কার্যকর করার জন্য এতে বিল্ট–ইন এইচডি ক্যামেরাও রয়েছে।

বিভিন্ন ধরনের ডিভাইসকে রিয়েলমি বুক স্লিমের সঙ্গে কানেক্ট করা যাবে। অত্যাধুনিক পিসি কানেক্ট সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের স্মার্টফোন ও কম্পিউটারকে সংযুক্ত করতে পারবেন। ব্যবহারকারীদের ইচ্ছেমতো অন্যান্য ডিভাইস সংযুক্ত করতে এ ল্যাপটপে অনেকগুলো পোর্ট রাখা হয়েছে। এই নতুন ল্যাপটপ ওয়াই-ফাই ৬ প্রযুক্তি সাপোর্ট করে, যা আগের প্রজন্মের তুলনায় ২ দশমিক ৭ গুণ দ্রুত।

৮ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ক্ষমতার এ ল্যাপটপ পাওয়া যাবে নীল ও ধূসর কালারে। দুটি ভিন্ন ভেরিয়েন্টের রিয়েলমি বুক স্লিম ল্যাপটপটির বাজারমূল্য মাত্র ৫৫ হাজার ৯৯৯ টাকা (আই৩/৮জিবি/২৫৬জিবি ভেরিয়েন্ট) ও মাত্র ৬৫ হাজার ৯৯৯ টাকা (আই৫/৮জিবি/৫১২জিবি ভেরিয়েন্ট)।

কেনার জন্য ক্লিক করতে পারেন: https://cutt.ly/BuyNow_realme_BookSlim

পাশাপাশি এই ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ ১০ আগে থেকেই ইনস্টল করা আছে, যা উইন্ডোজ ১১-এ আপগ্রেডেবল এবং ব্যবহারকারীরা এ ডিভাইসে ২-ইন-১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, তিন স্তরের ব্যাকলিট কি–বোর্ড ও দ্রুত ফাইল ইন্টারচেঞ্জের মতো আরও অনেক দুর্দান্ত ফিচার উপভোগ করতে পারবেন। এই আকর্ষণীয় ফিচারগুলো তরুণ প্রজন্মের উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

The post রিয়েলমি বুক স্লিম : ফুল মেটালিক বডি ডিজাইনের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স appeared first on Trickbd.com.

৫০ হাজার টাকায় যেমন ডেস্কটপ কম্পিউটার পাবেন

Posted:

Building a PC: The Ultimate Beginner's Guide (Part 1) - Newegg Business  Smart Buyer

সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ বেশ কাজের। তবে পারফরম্যান্স চাইলে ডেস্কটপের বিকল্প নেই। এমনকি একই কনফিগারেশনের ল্যাপটপের চেয়ে ডেস্কটপ কম্পিউটারের গতি বেশি হয়ে থাকে। সে কারণেই ২০২১ সালে এসেও ডেস্কটপেই নির্ভর করেন অনেকে।

ডেস্কটপের বাজারের হালচাল জানতে বৃহস্পতিবার গিয়েছিলাম রাজধানীর আগারগাঁওয়ের প্রযুক্তিপণ্যের বাজার বিসিএস কম্পিউটার সিটিতে। মাস তিনেক আগেও একবার গিয়েছিলাম। সেবারের তুলনায় এখন যন্ত্রাংশের দাম কিছুটা চড়া বলে মনে হলো। মনিটর, গ্রাফিকস কার্ডসহ বেশ কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।

ডেস্কটপের বেলায় আলাদা যন্ত্রাংশ কিনে কম্পিউটার সেটআপ করে নেওয়া আমাদের দেশে বেশি জনপ্রিয়। দোকানে গিয়ে তা-ই চাইলাম। বললাম, দাম ৫০ হাজারের এক টাকাও বেশি হওয়া চলবে না। এর মধ্যে মনিটরসহ সেরা কনফিগারেশনের ডেস্কটপ কম্পিউটার দরকার।

তিনটি দোকানে গিয়েছিলাম। কম্পিউটার সোর্স মেশিনস, রায়ান্স আইটি ও গ্লোবাল ব্র্যান্ড। বললাম, লেখালেখি, ওয়েব ব্রাউজিং, হালকা গেমিং আর টুকটাক ফটোশপ-ইলাস্ট্রেটরের কাজের উপযোগী হতে হবে কম্পিউটারটিকে। কাছাকাছি কনফিগারেশনের তালিকা পাওয়া গেছে দোকানগুলো থেকে। দামও কাছাকাছি। কিছুটা হেরফের অবশ্য ছিল, আমরা পণ্যের সর্বনিম্ন দাম উল্লেখ করছি এখানে।

৫০ হাজার টাকায় যেমন ডেস্কটপ কম্পিউটার পাবেন

 

বর্তমান বাজারদরে ৫০ হাজার টাকার ভেতরে কম্পিউটার কিনতে চাইলে আলাদা গ্রাফিকস কার্ড যোগ করা বেশ কঠিন। বিক্রেতারাও তা জানালেন। ২ গিগাবাইটের জন্য কম করে হলেও হাজার ছয়েক টাকা যোগ করতে হবে। সে ক্ষেত্রে উপায় হলো, সাড়ে ১৮ ইঞ্চির মনিটর এবং প্রসেসর ইনটেল কোর-আই৩ কেনা। অবশ্য কম্পিউটারে যে কাজের উল্লেখ করা হয়েছে, তার জন্য প্রসেসরের সঙ্গে যুক্ত সমন্বিত গ্রাফিকস মেমোরিই যথেষ্ট, আলাদা গ্রাফিকস কার্ডের প্রয়োজন নেই।

1K+ Pc Build Pictures | Download Free Images on Unsplash

ডেস্কটপ কম্পিউটারের যন্ত্রাংশের বাজারদর সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। সে দর ওঠানামা করতেই পারে। আবার একই পণ্যের দামে দোকানভেদে তারতম্য থাকতে পারে। আশা করি পাঠক সে ব্যাপারটি মাথায় রাখবেন।

The post ৫০ হাজার টাকায় যেমন ডেস্কটপ কম্পিউটার পাবেন appeared first on Trickbd.com.

মুঠোফোনে ডেটা খরচ কমাবেন যেভাবে

Posted:

মুঠোফোনে ডেটা ব্যবহারের সতর্কবার্তা চালুর পদ্ধতি

মুঠোফোনে দীর্ঘসময় ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। এতে দ্রুত ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায়, ফলে প্রয়োজনের সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ মেলে না। এ সমস্যা থেকে রক্ষা পেতে মুঠোফোনে ইন্টারনেট ডেটা ব্যবহারের সময় ও ডেটা ব্যবহারের পরিমাণ নির্ধারণ করে দিতে পারবেন। ফলে আপনার বেঁধে দেওয়া সময় বা ডেটার পরিমাণ শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে সতর্কবার্তা দেখা যাবে। পাশাপাশি ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে।

Data Collection: Best Methods + Practical Examples | Iterators

ইন্টারনেট ডেটা ব্যবহারের সময় ও ডেটার পরিমাণ নির্ধারণের জন্য প্রথমে মুঠোফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করতে হবে। এবার Network & internet সেটিংস থেকে Internet অপশন ট্যাপ করে আপনার মুঠোফোনে ব্যবহৃত অপারেটরের নাম নির্বাচন করুন। এরপর পর্দার নিচে থাকা Data warning & limit অপশনে ক্লিক করে Mobile data usage cycle নির্বাচন করতে হবে। এবার Set data warning অপশন চালু করে ইন্টারনেট ডেটা ব্যবহারের সময়সীমা বা পরিমাণ নির্ধারণ করে দিলেই সেগুলো শেষ হওয়ার আগে সতর্কবার্তা দেখা যাবে।

Big Data in the Age of the Coronavirus - Ideas Matter

মুঠোফোনে ইন্টারনেট ডেটার খরচ কমাতে অনেকেই ডেটা সেভার মোড ব্যবহার করেন। তবে এতে অ্যাপের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না। সমস্যা সমাধানে যে অ্যাপগুলো বেশি ডেটা খরচ করে, কেবল সেগুলোতে ডেটা সেভার মোড চালু করা উচিত। এ জন্য সেটিংসে প্রবেশ করে Network & internet অপশন থেকে Internet এ ট্যাপ করে Non-carrier data usage নির্বাচন করলেই বেশি ডেটা খরচ করা অ্যাপগুলোর তালিকা দেখা যাবে। চাইলে অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করেও ইন্টারনেট ডেটা খরচ কমানো যায়। এ জন্য Background Data অপশনে ক্লিক করে Unrestricted data usage-এ ক্লিক করতে হবে।

The challenges of using data lakes in big data management - Selerity

The post মুঠোফোনে ডেটা খরচ কমাবেন যেভাবে appeared first on Trickbd.com.

টুইটারকে ৪ হাজার ১০০ কোটি ডলারে কেনার প্রস্তাব ইলন মাস্কের

Posted:

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বোর্ডে আসতে চেয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। কিন্তু সে বিবেচনা থেকে সরে এসে ৪ হাজার ১০০ কোটি (৪১ বিলিয়ন) মার্কিন ডলারে টুইটারকে কেনারই প্রস্তাব দিয়ে দিলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাস্ক টুইটারের প্রতিটি শেয়ারের দাম ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার দিতে চেয়েছেন। আজ বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থার এক নথিতে এ তথ্য জানানো হয়।

ইলন মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পর এটির শেয়ারের দাম ১২ শতাংশ বেড়ে গেছে। সম্প্রতি টুইটারের ৯ শতাংশ শেয়ার কেনার কথা জানান মাস্ক।

টুইটার চেয়ারম্যান ব্রেট টেলরকে লেখা এক চিঠিতে মাস্ক বলেছেন, 'টুইটারে বিনিয়োগ করার পর থেকে বুঝতে পারছি বর্তমান অবস্থায় প্রতিষ্ঠানটি উন্নতি করবে না বা সামাজিক প্রয়োজন মেটাবে না। টুইটারকে একটি প্রাইভেট কোম্পানি হিসেবে রূপান্তরিত করতে হবে।'

মাস্ক বলেন, 'আমার প্রস্তাবটি সেরা ও চূড়ান্ত। এ প্রস্তাব যদি গৃহীত না হয়, তবে শেয়ারহোল্ডার হিসেবে আমার অবস্থান বিবেচনা করতে হবে।'

এ সপ্তাহের শুরুতে মাস্ক বলেন, টুইটারের পরিচালনা বোর্ডে যুক্ত হওয়ার পরিকল্পনা থাকলেও তা বাতিল করেছেন তিনি। কারণ, টুইটার বোর্ডে বসলে কোম্পানি কিনে নেওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হবে তাঁকে।

টুইটারে পরিচালনা বোর্ড বলছে, মাস্কের প্রস্তাব পেয়েছে তারা। প্রস্তাবটি পর্যালোচনা করে দেখা হচ্ছে।

 

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের বৃহত্তম শেয়ারহোল্ডার হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার সিইও মাস্ক গত ১৪ মার্চ টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা নথি অনুসারে, ইলন মাস্ক প্রায় টুইটারের প্রায় সাড়ে সাত কোটি শেয়ার কিনেছেন।

 

২৮৯ কোটি ডলারে তিনি টুইটারের শেয়ার কিনেছেন।
টুইটারের বৃহত্তম শেয়ারহোল্ডার হওয়ার কয়েক ঘণ্টা পর টেসলা ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক সোমবার (৪ এপ্রিল, ২০২২) একটি পোস্ট করেছেন। ব্যবহারকারীদের জিজ্ঞাসা করেছেন যে তাঁরা মাইক্রো-ব্লগিং সাইটে একটি এডিট বোতাম চান কি না।

ইলন মাস্কের এই টুইটের পর টুইটারের সিইও পরাগ আগারওয়াল ব্যবহারকারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, 'সতর্কতার সঙ্গে ভোট দিন।' বহুল প্রতীক্ষিত এই ফিচারের জন্য ইতিমধ্যে ৭৪ দশমিক ৪ শতাংশ ভোটার 'হ্যাঁ' ভোট দিয়েছেন। ভোটে অংশ নিয়েছেন ১৭ লাখের বেশি টুইটার ব্যবহারকারী।

গত সপ্তাহে আরও একটি ভোটে ইলন মাস্ক জানতে চান, টুইটারের অ্যালগরিদম ওপেন সোর্স রাখা উচিত কি না। সে ভোটে 'হ্যাঁ'-এর পক্ষে ৮২ শতাংশ ভোট পড়ে।
ইলন মাস্ক টুইটারের একজন নিয়মিত ব্যবহারকারী। এ প্ল্যাটফর্মে ৮ কোটির বেশি ফলোয়ার আছে তাঁর। তিনি এই সাইটে ২০০৯ সালে যোগ দেন এবং বিভিন্ন ধরনের ঘোষণা দেওয়ার জন্য একে ব্যবহার করে থাকেন। এক টুইট বার্তার মাধ্যমে টেসলাকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সম্ভাবনার কথা ঘোষণা করে চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন ইলন মাস্ক।

গত ২৬ মার্চ ইলন মাস্ক টুইট বার্তায় জানান, তিনি নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির বিষয়টি 'গুরুত্বসহকারে ভাবছেন'। ইলন মাস্ক টুইটারের সমালোচনা করে বলেন, এই প্ল্যাটফর্ম বাক্স্বাধীনতা নিশ্চিত করতে পারে না।
গণতন্ত্র নিয়েও টুইট করেন ইলন মাস্ক। গত মাসেই আরেক টুইটে ব্যবহারকারীদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কি মুক্ত বাকের সহায়ক। তাঁর মত, কার্যকর গণতন্ত্রের জন্য মুক্ত বাক্ জরুরি। এরপর তাঁর জিজ্ঞাসা, 'আপনারা কি মনে করেন, টুইটার কি এই নীতি অক্ষরে অক্ষরে মেনে চলেন?'তাঁর আরও জিজ্ঞাসা, 'নতুন প্ল্যাটফর্ম কি প্রয়োজন?'
স্বাভাবিকভাবেই ইলন মাস্কের শেয়ার কেনার ঘোষণায় টুইটারের শেয়ারের দাম বেড়েছে।

এদিকে গবেষণা প্রতিষ্ঠান সিএফআরএ রিসার্চের বিশ্লেষক অ্যাঞ্জেলো জাইনো বলেন, টুইটারে ইলন মাস্কের বিনিয়োগ তাঁর মোট সম্পদের খুবই ক্ষুদ্র একটি অংশ। তিনি চাইলে টুইটার কিনেও নিতে পারেন।

 

The post টুইটারকে ৪ হাজার ১০০ কোটি ডলারে কেনার প্রস্তাব ইলন মাস্কের appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments