Search box..

মাত্র ৪৯ টাকায় প্রিমিয়াম ডোমেইন কেনার ট্রিক 🔥️ FUN PW XYZ Domain Hack

মাত্র ৪৯ টাকায় প্রিমিয়াম ডোমেইন কেনার ট্রিক 🔥️ FUN PW XYZ Domain Hack


মাত্র ৪৯ টাকায় প্রিমিয়াম ডোমেইন কেনার ট্রিক 🔥️ FUN PW XYZ Domain Hack

Posted:

এই টিউটোরিয়াল এ আমি মাত্র ৪৯ টাকায় কিভাবে প্রিমিয়াম ডোমেইন কিনবেন তা জানাবো। এই ট্রিক টি ১০০%   কার্যকরী এবং আপনারা পোস্ট এর শেষ পর্যন্ত ফলো করলে অবশ্যই ৪৯ টাকায় ডোমেইন কিনে ফেলতে পারবেন। ডোমেইন এর সাথে যা যা থাকছে।

  • ডোমেইন এর ফুল কন্ট্রোল প্যানেল
  • DNS ম্যানেজমেন্ট
  • যেকোন সময় রিনিউ / ট্রান্সফার করার সুবিধা
  • প্রাইভেট নেইমসার্ভার জেনারেট
  • ডোমেইন ফরওয়ার্ড / রিডাইরেক্ট
  • ডোমেইন লক & WHOIS প্রোটেকশন

এখানে বলে রাখা ভালো যে ডোমেইন গুলোর অরিজিনাল প্রাইজ ৯৯ টাকা। আমরা ৪৯ টাকায় কিভাবে কিনবো সেটাই এই আর্টিকেল এ আলোচনা করা হবে।

প্রথমে আমারহোস্টার অ্যাফিলিয়েট পেইজে আসুন। এখানে দেখতে পাচ্ছেন এফিলিয়েট সাইন আপ এ ৫০ টাকা বোনাস, এই বোনাস ব্যালান্স টাই আমরা কাজে লাগাবো ডোমেইন এর প্রাইজ কমানোর ক্ষেত্রে 😉

অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে

একই সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রাম টা অনেক ইন্টারেস্টিং, এখানে আপনি পেইজ এর ডিটেইলস গুলো পরে নিতে পারেন। অ্যাফিলিয়েট সাইনাপ করলে আপনি একটি ইউনিক লিঙ্ক পাবেন এবং হোস্টিং কিন্তে ইচ্ছুক এরকম কাউকে রেফার করলে সে যত টাকার সার্ভিস কিনবে আপনি সেটার ৩০%   কমিশন পাবেন। অর্থাত কেউ যদি আপনার রেফারেল এ ১০০০ টাকার কোন হোস্টিং প্যাক কিনে তাহলে আপনি সেখান থেকে ৩০০ টাকার মত পেয়ে যেতে পারেন।

৫০০ টাকা অ্যাফিলিয়েট ব্যালেন্স হলেই উইথড্র করতে পারবেন অথবা সেটা ব্যবহার করে আপনি কোন সার্ভিস কিনে ফেলতে পারেন। এখন আমরা বোনাস ব্যালেস দিয়ে ডোমেইন এর মূল্য কমিয়ে মাত্র ৪৯ টাকায় কিনবো।

যাহোক, অ্যাফিলিয়েট সাইনাপ এ ক্লিক করলে লগিন পেইজে চলে আসবেন। অর্থাত আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে লগিন করবেন অথবা রেজিস্ট্রেশন করে নিবেন নতুন একটা অ্যাকাউন্ট।

 

এরপর আমার হোস্টার প্যানেল এ চলে আসবেন। হিডার মেনু তে Affiliate এ ক্লিক করলে আপনি অ্যাফিলিয়েট অ্যাক্টিভেশন এর পেইজে চলে যাবেন। এখান থেকে আপনাকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে কিতে হবে স্কৃনশট অনুযায়ী।

 

অ্যাফিলিয়েট অ্যাকটিভেট হয়ে যাওয়ার সাথে সাথে আপনি কমিশন ব্যালেন্স এ ৫০ টাকা দেখতে পারবেন।

এখানে আপনার যে ইউনিক রেফারেল লিঙ্ক আছে সেটাও পাবেন। এই লিঙ্ক আপনি যেকোন যায়গায় শেয়ার করতে পারেন যেমন আপনার ওয়েবসাইট / ইউটিউব চ্যানেল / ফেসবুক গ্রুপ পেইজ বা প্রোফাইল বা অন্য কোন প্লাটফর্ম। আরকি আপনার লিঙ্ক এ কেউ ক্লিক করে কোনোকিছু কিনলেই আপনি কমিশন পাবেন। আর এখানে সে ভিজিটর  এর কুকি ৬০ দিনের জন্য সংরক্ষিত থাকে, অর্থাত সাথে সাথে না কিনে  ৬০ দিনের মধ্যে কিনলেও আপনি ইকাম করতে পারবেন।

এরপর আপনি ডোমেইন রেজিস্ট্রেশন পেইজ এ আসবেন এবং আপনার পছন্দের ডোমেইন সার্চ করবেন। এখানে ৪৯ টাকায় XYZ, FUN, PW ডোমেইন গুলোই কেনা সম্ভব হবে যতদূর আমি দেখেছি।  তবে আপনার যা ৫০ টাকা কমিশন সেটা অন্য যেকোন সার্ভিস কেনার সময় এই অ্যাপ্লাই করতে পারবেন। ধরুন ডটকম এর প্রাইজ ৭৯৯ আর আপনি ৫০ টাকা কমিশন অ্যাপ্লাই করলে সেটা মাত্র ৭৪৯ টাকা হয়ে যাবে।

যাহোক ডোমেইন সার্চ করে কার্ট এ অ্যাড করে নেবেন।

আপনার হোস্টিং এর নেইমসার্ভার দিবেন। আমারহোস্টার ক্লাউড হোস্টিং এর নেইমসার্ভার দিলাম আমি। ক্লাউড হোস্টিং আপনি ফ্রী তে শুরু করতে পারেন। কোন সাইনাপ চার্জ নেই।

চেক আউট পেইজ এ ৯৯ টাকা দেখতে পারবেন কিন্তু পরের ধাপ এ আমরা সেটা ৪৯ টাকা করবো 🤗

পরবর্তী পেইজ এ আপনাকে

  • Apply 50 Taka সিলেক্ট  করে দিতে হবে।
  • পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে, আপনি ম্যানুয়ালি বা আমারপে গেটওয়ে দিয়ে অটোমেটিক পেমেন্ট করতে পারেন।
  • Terms অ্যাক্সেপ্ট করে অর্ডর প্লেস করতে হবে।

এবার আপনি টোটাল পেয়্যবল অ্যামাউন্ট দেখতে পারবেন মাত্র ৪৯ টাকা।

এখন আপনি পেমেন্ট সম্পূর্ণ করলেই ডোমেইন অ্যাক্টিভেট হয়ে যাবে 😇

 

আশা করছি আপনারাও এই পদ্ধতি অনুসরণ করে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। আমার মতে ডোমেইন গুলোর সর্বনিম্ন প্রাইজ এখন আমার হোস্টার ই দিচ্ছে। কোন সমস্যা হলে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে নতুন নতুন পোস্ট নিয়ে আসব ইনশাল্লাহ। বিশেষ করে হোস্টিং সঙ্ক্রান্ত যেকোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন!

The post মাত্র ৪৯ টাকায় প্রিমিয়াম ডোমেইন কেনার ট্রিক 🔥️ FUN PW XYZ Domain Hack appeared first on Trickbd.com.

স্মার্টফোন ভালো রাখার কয়েকটি কৌশল

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদেরকে আবারো এ সাইটে স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করার কৌশল নিয়ে আলোচনা করবো।

স্মার্টফোন কিভাবে লাইফ টাইম ব্যবহার করা যায়

প্রথমেই আমরা সাধারণ বিষয় নিয়ে কথা বলি। আমরা সকলেই যানি ফোন টি হাত থেকে পড়ে গেলে সেটা ভেঙে যায় বা ফোন টির অনেক ক্ষতি হয় বা ফোন টি শেষ । বিশেষ করে, ডিসপ্লে ভেঙে যায়, ইন্টারন্যাল ডেমেজ হতে পারে। তো প্রথমেই আপনি যে বিষয় খেয়াল রাখবেন সেটা হলো ফোন টি হাত থেকে বা যেকোনো যায়গা থেকে যাতে পড়ে না যায় সেই বিষয় টি খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনি ফোনে একটি কাভার বা ব্যাক – কাভার ব্যবহার করবেন। এতে আপনার ফোনের একটু সিকিউরিটি ও থাকবে।

এছাড়াও ফোনের ডিসপ্লে এর উপরে একটি ডিসপ্লে প্রটেক্টর ব্যবহার করবেন। এতে আপনার ফোনের ডিসপ্লে ও একটু সিকিউরিটি থাকবে। তো এগুলো ছিলো বেসিক বিষয়, তো চলুন এবার কথা বলা যাক মেইন বিষয় গুলো নিয়ে।

ধুলো – ময়লা থেকে বাঁচার উপায়

আমাদের এন্ড্রয়েড ফোনের সব থেকে বড় শত্রু হলো ধুলো – ময়লা। ফোন টি দীর্ঘ দিন ব্যবহার করার পর দেখি যে আমরা ফোনের চার্জিং পোর্টে ধুলো ময়লা জমে থাকে। যার ফলে ফোন টি তে চার্জিং এ সমস্যা হয়। তাই কিছু দিন পর পর ফোন চার্জ দেওয়ার আগে অবশ্যই ফোনের চার্জিং পোর্টে একবার বা ২ – ৩ বা ফুঁ দিবেন। এতে ধুলো ময়লা গুলো বের হয়ে যাবে। আবার আরেকটি বিষয় হলো আমাদের ফোনের ক্যামেরা। অনেক সময় আমাদের ফোনের ক্যামেরা এর লেন্সের উপরের প্লাস্টিক কাভারে ময়লা জমে বা স্ক্র‍্যাচ পরে যায়। এর ফলে আমরা যারা ছবি তুলতে ভালো বাসি তাদের একটু হলেও সমস্যায় পড়তে হয়।

তাই আপনি কিছু দিন পর পর আপনার ফোনের ক্যামেরা বা ফোনের সব যায়গায় একটু সাবধানতার সাথে ক্লিন করে নিবেন। আর যদি পারেন তাহলে সার্ভিস সেন্টারে গিয়ে ফোন টি ক্লিন করতে পারেন। বা যদি চান তো আপনি নিজেই ফোনটি ক্লিন করতে পারেন। তবে একটু খেয়াল করবেন, কোনো ভাবেই ডাইরেক্টলি ফোনের ক্যামেরায় কোনো প্রকার ক্যামিক্যাল বা পানি স্প্রে করবেন না। সেটা যতই ভালো কোম্পানির ফোন হোক না কেনো। আইফোন হলেও সেটা কখনো করবেন না।

গরম – ঠান্ডা – পানি

তো এবার যেটা বলবো সেটা হলো আবহাওয়া নিয়ে। আপনার ফোন টি কে কখনো গরম, ঠান্ডা তে রাখবে না। এবং পানি থেকে তো ফোন কে যত দূরে সম্ভব রাখার ট্রাই করবেন। ফোনের সব থেকে বড় শত্রু হলো হিট (গরম) আর পেছনের রেয়ারের দিকে ঠান্ডা হলে সেটা ফোনের বড় একটি ক্ষতি সাধন করবে।

আপনারা হয়তো ভাবছেন এটা শুধু ব্যাটারির সমস্যা। না এটা শুধু ব্যাটারি সমস্যা না, মাদারবোর্ড এবং অন্যান্য ইলেকট্রনিক্যাল যায়গায় সমস্যা হতে পারে হিট (গরম) এবং ঠান্ডা থেকে।

অনেক সময় আমরা ফোন চার্জ দিয়ে গেম খেলি। বা রোদে দাঁড়িয়ে গেম খেলি। ভাবি এতে আর কি হবে? এই কি হবে টা অনেক বড় একটি সমস্যা। এতে আমাদের ফোন টি কিন্তু অনেক গরম হয়ে যায়। বিষয় টি খেয়াল করেছেন নিশ্চয়ই। এর ফলে কিন্তু আপনার ফোনের অনেক সমস্যা হতে পারে, অনেক যায়গায় আগের তুলনায় আপনার ফোনের পারফরম্যান্স কমে যায়। এতে আপনার ফোন দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

ব্যাটারি ভালো রাখার উপায়

ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস টি হলো ব্যাটারি। অনেকের ফোন বেশিক্ষন ব্যবহার না করলেও ফোনের চার্জ তাড়াতাড়ি খরচ হয়। আবার ফোন ব্যবহার না করলেও চার্জ শেষ হয়। এটা হলো ব্যাটারির সমস্যা। তো এই সমস্যা মানে ব্যাটারি সমস্যা থেকে বাচার থেকে কিছু উপায় আপনাদের বলবো।

প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো ফোন টি তে আপনি ফোনে আপনার ফোনের মেইন চার্জার ব্যাবহার করবেন। তবে মনে রাখবেন, ফোনের মেইন চার্জার ব্যবহার করছেন কিন্তু তার সাথে সস্তা একটি চার্জার ক্যাবল ব্যবহার করছেন। তাহলে এটা একটি বড় ভুল। কেননা ফোন কোম্পানি এখন যে ভাবে ফোন গুলোর চার্জার বানিয়ে থাকে তাতে, আপনার ফোনের চার্জিং এর জন্য সেই মেইন চার্জার টাই যথেষ্ট এবং সেভ। কিন্তু অন্য চার্জার ব্যবহার করলে, আপনার ফোনের একটি সমস্যা হতে পারে।

আপনি যদি রাতে ফোন চার্জ দিয়ে ঘুমান, সেটা কিন্তু আপনার সব থেকে বড় ভুল ধারণা। এতে করে কি হয়? ফোনে যখন ১০০% চার্জ হয়ে যায় তখন চার্জ নেওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু ফোনের অন্যান্য প্রসেসর তো জেগে আছে। সেগুলো একটু কাজ করলে চার্জ হয়ে যায় আবার ৯৯% তখন আবার চার্জ শুরু হয় এবং আবার ১০০% হয়। এটা সারা রাত কিন্তু বার বার হতে থাকে। এর ফলে আপনার ফোনের ব্যাটারির বড় একটি ক্ষতি হয়ে থাকে। তাই আপন রাতে কখনো ঘুম থেকে উঠে যদি পারেন তো ফোন চার্জ থেকে খুলে রাখবেন। সেটা ১০০% না হলেও প্রয়োজন এ সকালে উঠে আবার চার্জ দিবেন।

সফটওয়্যার আপডেট

অবশ্যই ফোনের সফটওয়্যার আপডেট প্রতিনিয়ত করা উচিত। মানে কোনো এপ্লিকেশন এর কোনো নতুন আপডেট আসলেই সেটা করে নিবেন। আমাদের ফোন কোম্পানি নিয়মিত আপডেট দিয়েই ফোন টি লঞ্চ করবে। সেটা না করলে কি হবে সেদিকে যাচ্ছি না। কিন্তু ফোনের কোনো আপডেট ইনফো পেলে সেটা অবশ্যই করে নিবেন। এতে আপনার ফোনের আয়ু বাড়বে, হেলথ ভালো থাকবে।

ফোনের র‍্যাম ও স্টোরেজ

ফোনের র‍্যাম এবং স্টোরেজ সব সময় ফাকা রাখার চেষ্টা করবেন। ফোনে কোনো আজেবাজে আপস/গেমস রাখবেন না। যথা সম্ভব ফোনের স্টোরেজ ফাকা রাখবেন। কিন্তু আপনার ফোনে কখনো স্টোরেজ ক্লিনার, ক্যাস ক্লিনার এপ ব্যবহার করবেন না। আপনার হাতে যেটা আছে সেটা স্মার্ট ফোন, সে বোঝে আপনার ফোনে কতটা স্টোরেজ/ডাটা রাখার দরকার। তাকে তার মতো কাজ করতে দিবেন। এসব আজে বাজে এপ রাখবেন না। এতে করে কি হবে? আপনার ফোনের ব্যাটারির উপর চাপ পড়বে এতে করে। এবং আপনার ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে।

গেমিং

আমরা জানি ফোন বেশি দিন ব্যাবহার করার জন্য ফোন কম ব্যবহার করা দরকার। তাহলে ফোন কিনে কি লাভ? আপনি ব্যাবহার করুন। আপনার ইচ্ছা মতো করুন। কিন্তু যে সময় আপনার প্রয়োজন নেই সেই সময় ফোন কে একটু রেস্ট দিন অনেকে কি করেন? ফোন টি তে হাই গ্রাফিক্স এ গেম খেলেন। কিন্তু অনেক সময় এটা দরকার হয় না। গেম হাই গ্রাফিক্স এ খেলুন আর মিডিয়াম বা লো গ্রাফিক্স এ খেলুন এতে কিন্তু বেশি একটা গ্রাফিক্স এর সমস্যা হয় না। কিন্তু আপনার ফোনে যদি আপনি কম গ্র‍্যাফিক্স এ গেম খেলেন এতে আপনার ফোনের উপর ট্রেস কম পড়বে। এবং ফোন বেশি দিন টিকবে।

তো বন্ধুরা আপনারা যদি এই জিনিস গুলো ফলো করেন তাহলে আপনার ফোন টি অনেক বেশি দিন টিকবে। তো বন্ধুরা পোস্ট টি ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে যানাবেন।

The post স্মার্টফোন ভালো রাখার কয়েকটি কৌশল appeared first on Trickbd.com.

Android এর Top 5 High Graphics Story Mode Games (Part-1)

Posted:

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

এই পোস্টে আমি আপনাদের সাথে ৫ টি স্টোরি টাইপ গেমস এর কথা নিয়ে আলোচোনা করবো যেগুলো Android এর best story games গুলোর ভেতরে অনেক বড় জায়গা দখল করে আছে।

অনেকেই হয়তোবা এই গেমগুলো সম্পর্কে জানেন আবার অনেকেই হয়তোবা জানেন না। যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি। শেষ পর্যন্ত পড়তে থাকুন।

প্রত্যেকটি গেমই এক একটা Masterpiece। আপনি যদি Story Mode Game Lover হয়ে থাকেন তবে এই গেমগুলো অবশ্যই খেলে দেখবেন।

আপনাকে Emotionally Attach করে দিবে প্রত্যেকটি গেমই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের টপিক শুরু করা যাক। আর হ্যাঁ, এর দ্বিতীয় পর্বটিও দেখতে ভুলবেন না। ঐ পর্বেও এমন আরো ৫ টি অসাধারন Story Type Games এর Review দিয়েছি।

তো চলুন শুরু করা যাক।

5) Game Name : Lonewolf

Game Developer : FDG Entertainment GmbH & Co.KG

Game Size : 66 MB

Required OS : 5.0+

Game Mode : Offline

Game Released Date : February 5, 2016

Game Link : Playstore

For mod – Rexdl/Revdl

 

এটি একটি Sniper Shooting Game। তবে গেমটিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে সুন্দর একটি স্টোরিলাইন আছে তাতে আপনাকে একের পর এক টুইস্ট ও রোমাঞ্চকর অনুভূতি প্রদান করবে।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ কোটি বারেরও বেশি। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ছাড়িয়েছে। গেমটির রেটিং দাড়িয়েছে 4.6 ★।

রেটিং দেখেই হয়তোবা বুঝে গিয়েছেন গেমটি কতটা ভালো। আমার দেখা One of the best sniper game। এখানে Sound Effects + Soundtrack সবকিছু এত সূক্ষ্ম ও সুন্দরভাবে দেওয়া আছে যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

গেমটিতে ২০ টির উপর Weapons আছে যেগুলো আপনি Upgrade & Collect করতে পারবেন। তবে Mod version ব্যবহার করলে একবারেই সবকিছু কিনে ফেলতে পারবেন। কোনো সমস্যা হবে না।

গেমটিতে আরো আছেঃ

✔ ৫ ঘন্টার উপরে খেলার মতো Story Mode

✔ ৩০ টি Mission

✔ হাতে আকা Cutscenes

✔ ২০ টিরও বেশি Weapons

✔ Realistic Weapon Sound and Recoil যা আপনাকে বাস্তবিকভাবে বন্দুকের গুলির আওয়াজের স্বাদ দিবে।

✔ ১ ডজন Mini-games

✔ অনেকগুলো shooting Ranges প্র‍্যাকটিস করার জন্যে।

✔ Trophy Room যাতে 40 টিরও বেশি Trophy আছে।

যেহেতু গেমটির সাইজ খুবই কম তাই আপনাকে তেমন High Level এর মোবাইল লাগবে না। গেমটি আপনি যেকোনো মোবাইলেই আরামে খেলতে পারবেন।

আমি অবশ্যই গেমটি Recommend করবো বিশেষ করে গেমটির স্টোরিমোড এর কারনে। আপনাকে প্রত্যেক Mission এ টুইস্ট দিবে। আপনি যতই Level Up করবেন এবং নতুন নতুন Missions Unlock করা শুরু করবেন ততই আপনার Difficulty Level Hard হতে থাকবে।

অসাধারন একটি গেম। সকলের জন্যেই Recommended থাকবে।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

4) Game Name : Limbo

Game Developer : PlayDead

Game Size : 143 MB

Required OS : 4.4+

Game Mode : Offline

Game Released Date : February 21, 2015

Game Link : Rexdl/Revdl ( Playstore এ Paid গেম এটি। আর Demo Version খেলে মজা পাবেন না কারন তাতে Full Game টি আপনি পাবেন না।)

এই গেমটি Android & IOS দুটি Platform এই প্রচুর জনপ্রিয় একটি গেম। আপনি প্লে-স্টোরে এর রেটিং দেখলেই বুঝতে পারবেন। প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে গেমটি মোট ১০ লক্ষাধিকবারেরও বেশি তবুও এর Paid Version টি যার মূল্য বর্তমান বাংলাদেশী টাকায় ৪২০ টাকা (যদিও ১ দিনের Sell দিয়েছে আর এই Sell এ ৮০ টাকা গেমটির Price দিচ্ছে)।

যাই হোক, গেমটির রিভিউ সংখ্যা ৬২ হাজার+ এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.9 ★! জি আপনি ঠিকই দেখেছেন। এই ৬২ হাজার+ মানুষের কাছে গেমটি এতটাই ভালো লেগেছে যে তাদের সকলের রেটিং মিলিয়ে রেটিং দাড়িয়েছে 4.9 ★।

রিভিউ এর কথা বাদই দিলাম। একটি Platformer Game হিসেবে এটি One of the best android game। কেননা এতে যে Unique আর অসম্ভব সুন্দর Storyline আছে তা সে ই বুঝতে পারে যে গেমটি খেলেছে।

গেমটি অনেকবারই খেলেছি আমি। আমার একটি অনেক প্রিয় গেম এটি। গেমটি সত্যিই খুব ভালো। আশা করছি আপনারাও খেলে দেখবেন।

গেমটি ১০০ টিরও বেশি Award জিতেছে এবং মানুষের কাছ থেকে Masterpiece এর খেতাবও পেয়েছে।

১০০ টির ভিতরে জনপ্রিয় যেসকল Award জিতেছে গেমটি তার কয়েকটার নাম দিয়ে দিলামঃ

Gameinformer's "Best Downloadable"

Gamespot's "Best Puzzle Game"

Kotaku's "The Best Indie Game"

GameReactor's "Digital Game of the Year"

Spike TV's "Best Independent Game"

X-Play's "Best Downloadable Game"

IGN's "Best Horror Game"

 

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

3) Game Name : Leo’s Fortune

Game Developer : 1337 & Senri LLC

Game Size : 615 MB

Game Mode : Offline

Game Released Date : July 9, 2014

Game Link : Rexdl/Revdl

(যেহেতু Playstore এ গেমটি Paid। বাংলাদেশী টাকায় ৪২০ টাকা)

গেমটির রেটিং দেখেই আপনি বুঝতে পারবেন গেমটি কতটা ভালো। প্লে-স্টোরে গেমটি ডাউনলোড হয়েছে ৫ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটির রিভিউ আছে ৬৪ হাজারেরও বেশি। এই ৬৪ হাজার+ রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.7 ★

এটি একটি 2D Action-Adventure Type Offline গেম। 2D হওয়া সত্তেও গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই।

এটি একটি Award Winning Platform Adventure গেম যেখানে আপনাকে আপনার (Leo/Main Character এর) চুরি করা ধন-সম্পদ ও তার সাথে চোরকে খুজে বের করতে হবে।

গেমটির কন্ট্রোল ও গ্রাফিক্স দুটিই খুবই Smooth। আপনি যে কোনো ফোনেই খুব সহজেই গেমটি খেলতে পারবেন। এখানে প্রচুর লেভেল পাবেন। যদিও আমি একটানা গেমটিকে অনেকবারই শেষ করেছি।

গেমটিতে Soundtrack + Sound Effects গুলো এত সুন্দরভাবে দেওয়া যেন আপনাকে তা Realistic Feel দিবে।

গেমটি শেষ করে আপনি Masterpiece না বলে থাকতেই পারবেন না। কেননা গেমটি সত্যিই একটি Masterpiece। গেমটির Developer রা কোনো কিছুরই কমতি রাখেননি।

প্রত্যেকটি ডিটেইলই খুবই সুক্ষ্মভাবে দেওয়া আছে। আপনি গেমটি খেলে মজা পাবেন এর গেরেন্টি আমি দিচ্ছি 😁😁

নিচে গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিলামঃ

2) Game Name : The Walking Dead Series

Game Developer : Telltale Games

Game Size : 1.2 GB (All episodes Unlocked ডাউনলোড করলে আরো বেশি হবে। এটা নির্ভর করে প্রত্যেকটি Episode এর উপর। ৫০০-৬০০ MB এর মতো হয় এক একটা Episode)

Game Mode : Offline

Required OS : 2.3.3+

Game Released Date : 2014,2016

Game Link : Rexdl/Revdl/Pdalife

এখানে Full Episodes Unlocked Mod Apk + Data পেয়ে যাবেন।

প্রথমেই বলে দিই এর মোট ৩ টি Season Release করা হয়েছে Android এর জন্যে। এরপরে আর কোনো Season আসবে না Android এ। গেমটির Developer রাই জানিয়েছেন বিষয়টি। বাকী Season গুলো খেলতে হলে আপনাকে PC তে খেলতে হবে।

এবার আসি গেমটি কেমন। যদি আমাকে বলা হয় গেমটি এক কথায় ব্যক্ত করি তবে আমি বলবো এটি একটি Masterpiece। যারা খেলে দেখেছেন তারাই জানেন আমার কথাটি ঠিক না কি ভুল।

যারা খেলেননি তাদেরকে বলবো অবশ্যই গেমটি খেলে দেখবেন। যদিও এটি একটি Horror,Action,Adventure Type গেম তবুও আমি আপনাকে গেরেন্টি দিচ্ছি আপনি হতাশ কিংবা নিরাশ কোনোটাই হবেন না।

Season 1 শেষ করার সাথে সাথে আমার চোখে পানি এসে গিয়েছে। গেমটি আপনাকে Emotionally Attach তো করবেই তার সাথে আপনাকে অনেক কিছুরই শিক্ষা দিবে। শিক্ষাগুলো অবশ্যই বাস্তবিক।

গেমটি আপনার Choice আর Decision এর উপর নির্ভর করে আগাবে। তাই আপনি কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নিচ্ছেন সেটা বিবেচনা করে গেমটি আপনাকে খেলে যেতে হবে।

গেমটিতে আপনি খুবই কম সময়ে সিদ্ধান্ত নিতে পারার স্কিলও অর্জন করতে সক্ষম হবেন 😅😅। কেননা Decision গুলো কয়েক সেকেন্ডের ভেতরে নিতে হয়। এতে অবশ্য আপনার Listening + Reading Skill ও বাড়বে। আপনি নিজেই বুঝে যাবেন।

গেমটিকে Horror Tag দিলেও গেমটি এতটাও ভয়ংকর নয়। আমার কাছে লাগেনি। সবারটা জানি না। যাই হোক, গেমটির স্টোরিলাইন আপনার মন ছুয়ে যাবে।

প্রতিটি Season এর প্রতিটি Episode ই আপনাকে গেমটির সাথে আরো Emotionally Attach করবে। গেমটি এতটাই সুন্দর যে আমার বলার আর কোনো ভাষা নেই।

আমি প্রত্যেককেই বলবো গেমটি খেলে দেখতে। অবশ্যই যারা খেলে দেখেননি তাদেরকেই বলছি। Telltale Games এর প্রতিটি গেমই এক একটি Masterpiece। আপনি যখন তাদের গেমগুলো একের পর এক খেলে যাবেন আপনি তখন নিজেও বলবেন সত্যিই Masterpiece।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

1) Game Name : Brothers : A Tale Of Two Sons

Game Developer : 505 Games Srl

Game Size : 656 MB

Game Mode : Offline

Game Released Date : May 24, 2016

Game Link : Rexdl/Revdl

(কারন প্লে-স্টোরে গেমটি পেইড। অবশ্য যদি আপনার সামর্থ্য থাকে গেমটি কিনে খেলার জন্যে তবে আমি অবশ্যই বলবো গেমটি কিনে খেলতে। কারন এই গেমটি সেটি ডিসার্ভ করে।)

এটি একটি সত্যিকারের Masterpiece। বিশ্বাস না হলে আপনি নিজেই খেলে দেখুন। আপনি নিজেও স্বীকার করে নিবেন। কেননা গেমটি এতটাই সুন্দর।

আমার খেলা Story Type Games এর ভিতর আমি যদি Best বলে কোনো গেমকে পুরস্কার দিতে চাই তবে আমি এই গেমটিকে এবং The walking dead এই দুটি গেমকে সবার আগে পুরস্কৃত করতে চাইবো।

যদিও এটি একটি Award Winning Game তবুও এই গেমটি অনেক ভালো কিছুই Deserve করে। বিশেষ করে এর Storyline এর কারনে। গেমটি শেষ করে আপনি যদি না কাদেন তবে আপনি বুঝে নিবেন আপনার কোনো সমস্যা আছে 😅😅

একটু মজা করছিলাম। যাই হোক, সত্যিই গেমটি খেলে শেষ করে শেষের দিকে চোখের পানি আটকে রাখতে পারেনি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে।

গেমটির স্টোরি এভাবে আগায়ঃ দুই ভাই তাদের বাবার অসুস্থতা দেখে তাদের বাবার অসুখ সাড়াতে মেডিসিন খুজতে বেড়িয়ে যায় এক রোমাঞ্চকর অভিযানে। এই মেডিসিন নিয়ে আসতে তাদের বিভিন্ন বাধা-বিপত্তির সম্মূখিন হতে হয়। সাত সমুদ্র তেরো নদী কথাটি তো আমরা ছোটবেলায় অনেক শুনেছি তাই না?

এই সাত সমুদ্র তেরো নদী তাদের পার হতে হয় মেডিসিন আনার জন্যে। হ্যাঁ, আপনি এখানে সবকিছুই দেখতে পাবেন। আপনাকে জীবনের সবচেয়ে বড় সত্যিটা এই গেমটি আপনাকে বোঝাবে।

আমার খেলা এন্ড্রয়েড এর সেরা গেমের তালিকায় আমি সবসময়ই এই গেমটিকে ১ নম্বর স্থানেই জায়গা দিই। যদিও গেমটি অনেক বছর আগে খেলে শেষ করেছি।

গেমটি একবার নয়, বহুবার খেলেছি। কিন্তু কখনোই গেমটির প্রতি একঘেয়েমি বা বোরিং Feel আসেনি। গেমটি সেরাদেরও সেরা।

এত প্রশংসা কেন করছি? গেমটি আপনি নিজে খেলেই বুঝতে পারবেন কেন বলছি।

গেমটিতে যে Soundtrack/Music রয়েছে তা আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এতটাই সুন্দর ও Peaceful।

বাকীগুলো খেলুন আর না খেলুন, এই গেমটি অবশ্যই একবার হলেও খেলে দেখবেন।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

অবশেষে বলবো, প্রত্যেকটা গেমই এক একটা Masterpiece। যারা গেমগুলো খেলেছেন তারা আমাকে ভুল বলবেন না। তারাও স্বীকার করে নিবেন। কেননা গেমগুলো এক কথায় সত্যিই অসাধারন। প্রত্যেকটি গেমই শেষ করলে বুঝতে পারবেন গেমগুলোর মহত্ত্ব। হয়তোবা অনেকেই বলতে পারেন যে আমি বেশি বেশি বলছি।

কিন্তু এসবই আমার নিজের experience করা মনের কথা। কোথাও কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।

আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। এর ২য় পর্ব খুব তাড়াতাড়িই পেয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে জানাতে পারেন এর আরো কয়েকটা পর্ব নিয়ে লেখা যায় কি না।

ততক্ষনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
This is 4HS4N
Logging Out…..

The post Android এর Top 5 High Graphics Story Mode Games (Part-1) appeared first on Trickbd.com.

প্রিপেইড ব্যবস্থা চালু করল বিটিসিএল

Posted:

প্রিপেইড ব্যবস্থা চালু করল বিটিসিএল

টেলিফোন ও উচ্চগতির ইন্টারনেট সেবার জন্য প্রথমবারের মতো প্রিপেইড সেবা চালুর মাধ্যমে 'ডিজিটাল বিলিং' কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। রোববার বিটিসিএলের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রিপেইড সেবার উদ্বোধন করেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

 

মন্ত্রী বলেন, দেশের মানুষ এখনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখে। বিটিসিএলের ইন্টারনেট ও কলিং অ্যাপ সেবায় গ্রাহক বৃদ্ধি তারই প্রমাণ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল মতিন, টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল আলম প্রমুখ।

 

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, এমওটিএন (মডার্নাইজেশন অব টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক) প্রকল্পের মাধ্যমে বিটিসিএল আধুনিকতম প্রযুক্তির সক্ষমতা অর্জন করেছে। এ কারণেই গ্রাহকসেবায় উন্নয়ন সম্ভব হয়েছে।

ডিজিটাল ব্যবস্থাপনায় টেলিসেবা অ্যাপের মাধ্যমে গ্রাহকের অভিযোগের সমাধান, নতুন সংযোগের আবেদনব্যবস্থা চালু, সফলভাবে কলিং অ্যাপ আলাপ চালুসহ গত তিন বছরে বিটিসিএলের অগ্রগতির চিত্র তুলে ধরেন বিটিসিএলের এমডি রফিকুল মতিন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রিপেইড প্যাকেজে রয়েছে টেলিফোন ও ইন্টারনেট প্যাকেজ (টেলিফোনসহ)। ১৫০ টাকায় ৩০ দিন মেয়াদে টেলিফোন প্যাকেজ পাওয়া যাবে। আর ইন্টারনেট সেবার জন্য ৫ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত গতির ক্ষেত্রে ১১টি প্যাকেজ রয়েছে। দাম ৫০০ থেকে ৪ হাজার ২০০ টাকা।

The post প্রিপেইড ব্যবস্থা চালু করল বিটিসিএল appeared first on Trickbd.com.

যেভাবে জিমেইলে নির্দিষ্ট সময়ে নির্বাচিত ই-মেইল পড়বেন (Short Hacks)

Posted:

কাজে ব্যস্ত থাকার সময় কোনো ই-মেইল এলে আমরা সাধারণত সেটি দ্রুত পড়ে থাকি। খুব বেশি প্রয়োজন না হলে ই-মেইলের খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করি না। পরে অবসর সময়ে পড়ার ইচ্ছে থাকলেও ই-মেইলগুলো ইনবক্সের নিচে চলে যাওয়ায় তা আর পড়া হয়ে ওঠে না। জিমেইল ব্যবহারকারীরা চাইলেই স্নুজ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ে ই-মেইলগুলো ইনবক্সের ওপরে দেখতে পারবেন।

জিমেইলে ই-মেইল স্নুজ করার পদ্ধতি

জিমেইলে স্নুজ সুবিধা ব্যবহারের জন্য আপনি যে ই-মেইলটি পরে পড়তে চান, সেটি নির্বাচন করে ওপরে থাকা ঘড়ির আইকনে ক্লিক করতে হবে। Snooze until মেনু থেকে প্রয়োজনমতো সময় নির্বাচন করলেই ই-মেইলটি মুছে যাবে এবং নির্দিষ্ট সময়ে ইনবক্সের ওপরে প্রদর্শন করবে। Snooze মেনুর Pick date & time অপশন থেকে ইচ্ছামতো সময়ও নির্ধারণ করা যাবে। আপনি চাইলে একাধিক ই-মেইলকে একই সময়ে স্নুজ করতে পারবেন। পরবর্তী সময় স্নুজ করা সব ই-মেইলের তালিকা দেখতে চাইলে বাঁ পাশের ওপরে থাকা মেইল মেনু থেকে Snoozed অপশন নির্বাচন করতে হবে।

The post যেভাবে জিমেইলে নির্দিষ্ট সময়ে নির্বাচিত ই-মেইল পড়বেন (Short Hacks) appeared first on Trickbd.com.

ফাইভারে গিগ তৈরির পদ্ধতি

Posted:

প্রথম ধাপ

ওভারভিউ বিভাগে প্রথমেই আপনাকে গিগের একটি শিরোনাম দিতে হবে। ফাইভারে সাধারণত 'I will' এই শব্দটি দিয়ে গিগ শুরু হয়। যেমন আপনি যদি লোগো ডিজাইনার হন, তাহলে আপনার গিগটি হবে এমন 'I will Design Logo for your company'। অর্থাৎ আপনার গিগ সাজাতে হবে 'I will' শব্দটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাক্য দিয়ে। এরপর গিগটির বিভাগ এবং উপবিভাগ নির্বাচন করতে হবে। সেবার ধরন বিভাগে আপনি কোন ধরনের সেবা নিয়ে কাজ করতে আগ্রহী, তা নির্বাচন করতে হবে। এরপর গিগ মেটাডেটা বিভাগে গিগ-এর সঙ্গে সংগতিপূর্ণ অপশনগুলো নির্বাচন করতে হবে। এবার আপনার গিগের সঙ্গে সংগতিপূর্ণ ৬টি ট্যাগ দিতে হবে। এ ক্ষেত্রে আপনি যে ধরনের গিগ তৈরি করবেন, সে ধরনের গিগ নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের দেওয়া ট্যাগগুলো দেখে ধারণা নিতে পারেন। তবে কারও গিগ কখনোই নকল বা কপি করতে যাবেন না, এতে করে আপনার অ্যাকাউন্ট বাতিল হতে পারে। এ অংশটি শেষ হলে সেভ করে কনটিনিউ অপশনে ক্লিক করতে হবে।

 

দ্বিতীয় ধাপ

প্রাইসিং বিভাগে আপনাকে গিগের প্যাকেজ বানাতে হবে, অর্থাৎ যে সেবাটি দেবেন, তাঁর জন্য আলাদা তিনটি প্যাকেজ বানাবেন। চাইলে একটি প্যাকেজও বানাতে পারেন, তবে গিগের জন্য তিনটি প্যাকেজ থাকলে ভালো হয়। প্যাকেজ তৈরির পর সেগুলোর নাম, ক্লায়েন্টরা কোন ধরনের সেবা পাবে, তা উল্লেখ করার পাশাপাশি কোন প্যাকেজের জন্য কত দিন সময় লাগবে, তা–ও জানাতে হবে। প্রতিটি প্যাকেজের নিচে বেশ কিছু অপশন দেখাবে ফাইভার, প্যাকেজের বিষয়ের সঙ্গে সম্পর্ক থাকা অপশনগুলো নির্বাচন করতে হবে। এবার প্যাকেজগুলো ব্যবহারের জন্য আপনি কত টাকা নেবেন, তা আলাদাভাবে উল্লেখ করতে হবে। আপনি চাইলে প্যাকেজগুলোর সঙ্গে অতিরিক্ত সেবাও দিতে পারেন। এ জন্য এক্সট্রা সার্ভিস অপশনে সহায়ক সেবাগুলোর নাম লিখে সেভ এবং কনটিনিউ অপশন নির্বাচন করতে হবে।

 

তৃতীয় ধাপ

ডেসক্রিপশন বিভাগে আপনার তৈরি গিগটির বিষয়ে বিস্তারিত তথ্য লিখতে হবে। আপনার গিগটি কোন কোন কাজে ব্যবহার করা যাবে, কেনার পর ক্লায়েন্ট কোন ধরনের সহায়তা পাবে বা বিক্রয়োত্তর সেবার পরিধি কত দিন, তা অবশ্যই উল্লেখ করতে হবে। চাইলে আপনার তৈরি গিগের মতো যাঁরা গিগ বানান, তাঁদের দেওয়া তথ্যগুলো পড়ে দেখতে পারেন। এরপর গিগ বিষয়ে সচরাচর ক্লায়েন্টরা যেসব প্রশ্ন করেন, সেগুলোর উত্তর লিখতে হবে। সর্বোচ্চ ১০টি প্রশ্নের উত্তর এ বিভাগে যুক্ত করে দেওয়া যাবে।

 

 

চতুর্থ ধাপ

রিকোয়ারমেন্ট বিভাগে গিগ অর্ডার করলে আপনার যে ধরনের তথ্য বা সোর্স দরকার হবে, তার তথ্য উল্লেখ করতে হবে। যেমন কোনো ক্লায়েন্ট যদি ওয়েব ডিজাইনের জন্য আপনার গিগ কেনেন, তবে আপনাকে তার ওয়েবসাইটের ডোমেইন ও হোস্টিংয়ের তথ্য দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ছবি বা নিবন্ধও পাঠাতে হবে। কারণ, এসব তথ্য ছাড়া আপনি নির্দিষ্ট সময়ে তার নির্দেশনামতো কাজ করতে পারবেন না। রিকোয়ারমেন্ট বিভাগে বিষয়গুলো আগে থেকে উল্লেখ করে দিলে কোনো ক্লায়েন্ট তথ্য সরবরাহ করতে রাজি না হলে আপনার গিগ অর্ডার করতে পারবে না।

 

পঞ্চম ধাপ

ইমেজ গ্যালারি বিভাগে আপনার সেবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ভিডিও এবং তিনটি ছবি যুক্ত করা যাবে। ছবিগুলো এমন হতে হবে, যেন সেগুলো দেখেই ক্লায়েন্টরা আপনার সেবা সম্পর্কে ভালো ধারণা পেতে পারেন। ছবিতে গিগের মূল তথ্যগুলো টেক্সট আকারে লেখার পাশাপাশি সহায়ক ছবি বা আইকন ব্যবহার করতে হবে। গিগ ইমেজগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই চেষ্টা করবেন গিগ ইমেজগুলোর মান যেন ভালো হয়। সেলারদের গিগ ইমেজের মানোন্নয়নে এই বিভাগে ফাইভারের ইমেজ ব্যবহারের নীতিমালা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ভালো মানের গিগ ইমেজ বানানোর জন্য আপনি চাইলে নীতিমালা অনুযায়ী কাজ করতে পারেন।

গ্যালারি বিভাগের নিচে আপনি দুটি পিডিএফ ডকুমেন্ট যুক্ত করতে পারবেন। ফলে চাইলেই আপনার বিভিন্ন কাজ নিয়ে ডকুমেন্ট তৈরি করে পিডিএফ ফরম্যাটে যুক্ত করতে পারবেন, যা আপনার পেশাগত পোর্টফোলিও হিসেবে কাজ করবে।

The post ফাইভারে গিগ তৈরির পদ্ধতি appeared first on Trickbd.com.

ঈদে ২০ হাজার টাকার মধ্যে পাঁচ স্মার্টফোন

Posted:

ঈদে পোশাকের পাশাপাশি এখন অনেকে স্মার্টফোনও কেনেন। আপনার বাজেট যদি ২০ হাজার টাকা হয়, তবে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন কেনার সুযোগ মিলবে। কেনার আগে বিভিন্ন ফিচার ও কারিগরি বিষয়াদি জানা থাকলে পছন্দের স্মার্টফোন কেনা সহজ হয়। আজ দেখে নেওয়া যাক ২০ হাজার টাকার মধ্যে পাঁচ স্মার্টফোনের খোঁজ।

 

রিয়েলমি ৯ আই

রিয়েলমি ৯ আই

স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরে চলা ৬.৬ ইঞ্চি পর্দার স্মার্টফোনটিতে ৫ হাজার এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকায় একটানা ৪৮ ঘণ্টার বেশি কথা বলা যায়। ৫০ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরার পাশাপাশি স্মার্টফোনটিতে ২ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তুলতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি ৭০ মিনিটে পুরো চার্জ করা যায়। ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটির দাম ১৭ হাজার ৪৯০ টাকা।

 

ভিভো ওয়াই ২১ টি

ভিভো ওয়াই ২১ টি

৬.৫১ ইঞ্চি এইচডি ডিসপ্লে সুবিধার স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ৪ গিগাবাইট র‍্যাম সুবিধার স্মার্টফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট, যা এসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। ফানটাচ ১২ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে ৫ হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। রিয়ার ট্রিপল ক্যামেরা সুবিধার স্মার্টফোনটির প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের, বাকি দুটি ২ এবং ২ মেগাপিক্সেলের। ৮ মেগাপিক্সেলের সুপার নাইট সেলফি ক্যামেরাযুক্ত স্মার্টফোনটির দাম ১৭ হাজার ৯৯০ টাকা।

 

 

রেডমি নোট ১১

রেডমি নোট ১১

৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডট ডিসপ্লে সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে ২.৪ গিগাহার্টজের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি স্মার্টফোনটিতে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার এমএএইচের ব্যাটারি। ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।

 

 

স্যামসাং গ্যালাক্সি এফ ২২

স্যামসাং গ্যালাক্সি এফ ২২

অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা-কোর প্রসেসর। স্মার্টফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ছাড়াও ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকায় উন্নত মানের ছবি তোলা যায়। ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজল্যুশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে সুবিধার স্মার্টফোনটিতে সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাও রয়েছে। ৬ হাজার এমএএইচ ব্যাটারি সুবিধার স্মার্টফোনটির সঙ্গে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার থাকায় দ্রুত চার্জ করা যায়। ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটির দাম ১৯ হাজার ৪৯৯ টাকা।

 

অপো এ৭৬

অপো এ৭৬

কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরে চলা স্মার্টফোনটিতে ৫ হাজার এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র ৩০ মিনিটের মধ্যে স্মার্টফোনটির ৫৫ শতাংশ চার্জ করা যায়। ৬.৫৬ ইঞ্চি ৯০ হার্টজ কালার-রিচ পাঞ্চ হোল ডিসপ্লে সুবিধার স্মার্টফোনটির সামনে পেছনে রয়েছে যথাক্রমে ৮,১৩ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটিতে চাইলে র‍্যাম ও ধারণক্ষমতা বৃদ্ধি করা যায়। কিনতে গুনতে হবে ১৯ হাজার ৯৯০ টাকা।

 

The post ঈদে ২০ হাজার টাকার মধ্যে পাঁচ স্মার্টফোন appeared first on Trickbd.com.

নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

Posted:

ঢাকার নিউমার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার পরে এই সেবা বন্ধ হয়ে যায়।

নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

অপারেটর সূত্র জানিয়েছে, সরকারি নির্দেশনা পাওয়ার পর ওই এলাকায় দ্রুত গতির ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হলো।

Mobile Network Stays Disconnected - Sahil Popli

এদিকে ঢাকা কলেজ আগামী ৫ মে পর্যন্ত বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে বলা হয়েছে।
দেশে মোবাইল অপারেটর চারটি। এর মধ্যে দুটি অপারেটর সূত্রে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার বিষয়টি জানা গেছে। ওদিকে ঢাকা কলেজ এলাকায় অবস্থানকারী কয়েক ব্যক্তি জানিয়েছেন, তাঁরা মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট পাচ্ছেন না।

What is the Difference Between E, 3G, H+, and the 4G Mobile Network? |  PCsteps.com

 

The post নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ appeared first on Trickbd.com.

ডিজিটাল পদ্ধতিতে সহজে ৯টি বিদেশী ভাষা শেখার সরকারি অ্যাপ “ভাষাগুরু” (পর্ব-০৪)।

Posted:

ডিজিটাল পদ্ধতিতে সহজে ৯টি বিদেশী ভাষা শেখার সরকারি অ্যাপ “ভাষাগুরু” নিয়ে আজকে আমি চতুর্থ পর্বের পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হয়তো আপনারা দেখে থাকবেন এই বিষয়ের উপর এর আগে আমি আরো তিনটি পোস্ট করেছি। পূর্বের ন্যায় আজকেও আমরা ভাষাগুরু অ্যাপের আরেকটি ফিচার “উচ্চারণের টুল” নিয়ে আলোচনা করব। উচ্চারণের টুল হলো মূলত আপনি যে ভাষাটি শিখতেছেন তার শব্দ বা বাক্যগুলি সঠিকভাবে উচ্চারণ করা শেখা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পোস্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক।

পর্বের তালিকা:
>> এই বিষয়ের উপর আমার প্রথম পর্বের পোস্ট – ডিজিটাল পদ্ধতিতে সহজে ৯টি বিদেশী ভাষা শেখার সরকারি অ্যাপ “ভাষাগুরু” (পর্ব-০১)।
>> এই বিষয়ের উপর আমার দ্বিতীয় পর্বের পোস্ট – ডিজিটাল পদ্ধতিতে সহজে ৯টি বিদেশী ভাষা শেখার সরকারি অ্যাপ “ভাষাগুরু” (পর্ব-০২)।
>> এই বিষয়ের উপর আমার তৃতীয় পর্বের পোস্ট – ডিজিটাল পদ্ধতিতে সহজে ৯টি বিদেশী ভাষা শেখার সরকারি অ্যাপ “ভাষাগুরু” (পর্ব-০৩)।

ভাষাগুরু অ্যাপের উচ্চারণের টুল অপশনে আপনি বিদেশী ভাষার শব্দগুলির উচ্চারণ করা শিখতে বা উন্নতি করতে পারবেন। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বিদেশী ভাষা কিভাবে কোন শব্দ উচ্চারণ করে এবং আপনার কিভাবে করতে হবে। এতে করে আপনার রোবট ভয়েস বা মেশিন ভয়েস অথবা কম্পিউটার ভয়েস আপনি যেটাই বলেন না কেন। এর সাথে আপনি ভালো সম্পর্ক করতে পারবেন অর্থাৎ তাদের ভয়েস সহজেই বুৃজতে পারবেন। আপনারা হয়তো জেনে থাকবেন কোরিয়ান ভাষা শেখার পর যখন পরীক্ষা নেওয়া হয়। তা কিন্তু কম্পিউটারের মাধ্যমে নেওয়া হয়। অর্থাৎ কম্পিউটারের মধ্যে অটো সেট করা রোবটের ভয়েস এর সাথে পরীক্ষার্থীকে সাক্ষাৎকার দিতে হয়। তাই বলতেছি যদি আপনি রোবটের ভাষা বুঝেন তাহলে আপনার জন্য ভাষাটা শেখা আরো সহজ হবে।

ভাষাগুরু অ্যাপের উচ্চারণের টুল অপশনে যাওয়ার জন্য আপনাকে উপরের স্ক্রিনশটের মত মেনুবারে ক্লিক করে “উচ্চারণের টুল” অপশনে ক্লিক করতে হবে।

তারপর উপরের স্ক্রিনশটের মত উচ্চারণের টুল অপশনেন ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে শব্দ, কথোপকথন ও ইতিহাস অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমরা প্রথমে শব্দ অপশনটি দেখবো এর জন্য এটি ক্লিক করলাম।

তারপর আগের ফিচার বা অপশনগুলির মত লেভেল ও ক্যাটাগরি দেখতে পারবেন। একের পর এক সিরিয়াল অনুযায়ী সিলেক্ট করুন। তারপর দেখতে পারবেন উপরের স্ক্রিনশটের মত একটি শব্দের তালিকা চলে এসেছে। এখানে আপনি যে শব্দটির উচ্চারণ শিখবেন বা করবেন সেটির উপর ক্লিক করুন।

ক্লিক করার পর উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে আপনি প্রথমে যে শব্দটি আছে তা প্লে করে উচ্চারণ শুনুন। তারপর নিচের লাল রংয়ের রেকর্ডিং বাটনে ক্লিক করে আপনার শুনা শব্দটি রেকর্ড করুন। তারপর জমা দিন বাটনে ক্লিক করুন। তো এইভাবে আপনি শব্দগুলির উচ্চারণের চর্চা বা অনুশীলন করুন।

এইবার আসি উচ্চারণের টুল অপশনের কথোপকথন অপশন নিয়ে। এখানে আপনাকে পূর্বের অপশনের ন্যায় লেভেল এবং ক্যাটাগরি সিরিয়াল অনুযায়ী সিলেক্ট করুন। তারপর দেখুন স্ক্রিনশটের মত ক্যাটাগরি অনুযায়ী কতগুলি দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্যের তালিকা দেখতে পারবেন। এই বাক্যাটির ফুল উচ্চারণ করার জন্য আপনাকে বাক্যের মাঝখানে ক্লিক করতে হবে। এরপর পূর্বের ন্যায় বাক্যটির উচ্চারণ শুনে নিচের লাল রংয়ের রেকর্ডিং বাটনে ক্লিক করে আপনি বাক্যটি বলুন এবং জমা দিন বাটনে ক্লিক করুন।

এরপর আমরা উচ্চারণের টুল বাটনের আরেকটি অপশন ইতিহাস অপশন সম্পর্কে জানবো। এটি মূলত আপনি যে এই উচ্চারণের টুল অপশনের শব্দ এবং কথোপকথন অপশনের যে অনুশীলন করেছেন তার তালিকা ঠিক উপরের স্ক্রিনশটের মত দেখতে পারবেন।

বলতে বলতে আজকের পোস্টর শেষপ্রান্তে চলে আসলাম। তবে হ্যাঁ এই উচ্চারণের টুল অপশন নিয়ে কিছু কথা বলতে হয়। আপনারা হয়তো যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। আমার মনে এখানে কিছু ত্রুটি রয়েছে। যেমন একটি উচ্চারণ জমা দেওয়ার পর সাথে সাথে এটি ইতিহাসের পাতায় চলে যায়। এছাড়াও ইতিহাসের পাতায় দেখা যায় একটি শব্দের উচ্চারণের পাশে উপরের স্ক্রিনশটের মত 0/10 দেখা যায়। এটি আসলে কি বুঝানো হয়েছে তা আমার বোধগম্য নয়।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post ডিজিটাল পদ্ধতিতে সহজে ৯টি বিদেশী ভাষা শেখার সরকারি অ্যাপ “ভাষাগুরু” (পর্ব-০৪)। appeared first on Trickbd.com.

Private: Mobile Picsart এ কিভাবে light effect photo editing করতে পারেন with screenshot & video

Posted:

আসসালামু আলাইকুম

কিভাবে মোবাইল picsart দিয়ে lighting effect photo editing করবেন.

সাধারণত এরকম Editing Photoshop দিয়ে করা হয়।

আজ আমি Mobile দিয়ে করে দেখিয়ে দিতে চাচ্ছি। আপনি যদি চান ভিডিও দেখেনিতে পারেন। সবচেয়ে নিচে আমাদের YouTube channel এর link দেওয়া থাকবে।

প্রথমে আমরা picsart এ photo টা নিয়ে আসি।

এবং নিচের screenshots follow করুন

এবং যে ভাবে ভালো লাগে সেখানে বসিয়ে নিতে পারেন.

and তার পর দেখবেন wow একটা Edit হয়ে যাবে।

বুঝতে অসুবিধা হলে ভিডিও টি দেখে নিবেন।

Tutorial video

আমি  Youtube এ pc and mobile  editing video upload করে থাকি। চাইলে আমার চেনেল থেকে কিছু হলেও শিখতে পারবেন।  Subscribe

কোনো সমস্যা হলে আমাকে ফেইসবুক এ নক করতে পারেন।  Profile

সবাইকে অসংখ্য ধন্যবাদ

The post Private: Mobile Picsart এ কিভাবে light effect photo editing করতে পারেন with screenshot & video appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments