Search box..

Youtube Style লাইক & ডিসলাইক বাটন যেকোনো ওয়েবসাইট কোডটি কাজ করবে 100% Real

Youtube Style লাইক & ডিসলাইক বাটন যেকোনো ওয়েবসাইট কোডটি কাজ করবে 100% Real


Youtube Style লাইক & ডিসলাইক বাটন যেকোনো ওয়েবসাইট কোডটি কাজ করবে 100% Real

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি ট্রিকবিডির সবাই ভালো আছেন।আমারা ওনেকে আছি যারা google / youtube search করি লাইক বাটন এর কোডের জন্য কিন্তু মান্সমত কোড পাই না তাই আমি আজ youtube এর লাইক & ডিসলাইক বাটনের কোড নিয়ে এসেছি।


কোডটিতে কি কি সুবিদা আছে



ইউটিউবে 1000/100000 লাইক বা ডিসলাইক হলে k/m দেখায় এই কোড সেই সিস্টেম আছে।
লাইক & ডিসলাইক কাউন্ট সিস্টেম আছে।
এটি যেকোন ওয়েবসাইটে ব্যবহার করা যাবে । যেমন :- wapaxo,wapkiz,wapka,wardpress etc.
কোড কপি করতে সমষ্যা না হওয়া কারনে কোড ছোট করে দেওয়া হয়েছে যাতে অনেক সহজে আপনারা করি করতে পারেন।

লাইক বাটন



এভাবে দেওয়ার কারন হলে ট্রিকবিডিতে Script কাজ করে না।বা এই লিংক এ গিয়ে দেখতে পারেন – Link
Code :- ট্রিকবিডিতে এই কোড দেলে তা ছোট আরে হয়ে যায় আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নি তাই একটি লিংক আপনার কোড এবং ডেমো দুটোই দেওয়া আছে নিচের মতো করে =>


এই হলো লিংক :- Youtube Style Like Button
আমার কাছে আরে অনেক লাইক বাটনের কোড আছে তা আমি ধিরি ধিরি আপনাদের দেবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ট্রিকবিডির সাথে থাকবেন।#

The post Youtube Style লাইক & ডিসলাইক বাটন যেকোনো ওয়েবসাইট কোডটি কাজ করবে 100% Real appeared first on Trickbd.com.

Vpn কি? Vpn কিভাবে কাজ করে? Vpn এর সুবিধা এবং অসুবিধা কি?

Posted:

Vpn কি? Vpn কিভাবে কাজ করে? Vpn এর সুবিধা এবং অসুবিধা কি?

Vpn কি?, Vpn কিভাবে কাজ করে?, Vpn এর সুবিধা কি, vpn এর অসুবিধা কি?, Free Vpn, Free Net Vpn, ফ্রিনেট vpn,

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি সবাই-ই কম বেশি ভিপিএন এর সম্পর্কে জানি বা ভিপিএন দিয়ে অনেকেই ফ্রি ইন্টারনেট কিংবা ব্লক ওয়েবসাইটে ভিজিট করে থাকি।  কিন্তু অনেকেই জানিনা ভিপিএন আসলে কি? ভিপিন কেন ব্যবহার করা হয় এবং ভিপিএন এর সুবিধা এবং অসুবিধা গুলো কি কি? আজ আপনাদের সামনে এসকল বিষয় নিয়েই কথা বলব তো চলুন যেনে নেই ভিপিএন সম্পর্কে সকল তথ্য –

Vpn কি? :

Vpn হচ্ছে Virtual Private Network  ইন্টারনেটের একটি ভার্চুয়াল "টানেল" যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। ভিপিএন বলতে একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্ককে বুঝায় ।

Vpn কেন ব্যাবহার করা হয়? :

পাবলিক নেটওর্য়াক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি আছে। যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হল Vpn । আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন আমাদের সকল ডাটা যেমন আমরা কোথায় আছি কোন ইন্টারনেট সং যোগ ব্যবহার করছি তা এসব তথ্য গোপন রাখার জন্য Vpn ব্যবহার করা হয়ে থাকে। আবার ধরুন কোন একটা ওয়েবসাইট যদি বাংলাদেশ বন্ধ করে দেয়া হয় তাহলে Vpn ব্যবহার করে সেই ওয়েবসাইটে ভিজিট করা সম্ভব।

VPN এর সুবিধাগুলো কি কি? :

১) VPN ব্যবহার করার কারন হল আপনি সকল  ডাটা নিরাপদ ভাবে আদান প্রদান করতে পারবেন ।

২) VPN ব্যবহার করলে আপনার লোকেশন কেউ ট্র্যাক করতে পারবে না ।

৩) Vpn ব্যবহার করলে ইন্টারনেট সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন ।

৪) VPN আপনার ip address  হাইড করে রাখে। এতে করে হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নেই ।

৫) VPN আপনার ব্রাউজিং history-র কোনো ট্র্যাক রাখে
না। তাই  আপনি অনলাইনে পুরোপুরি ভাবে নিরাপদ ।

৬) VPN ব্যবহার করে আপনি ব্লক করা সাইট ভিজিট করতে পারবেন।
যেমন, যদি ইউটিউব বা ফেসবুক আমাদের দেশে বন্ধ করে দেয়া হয়, তাহলেও আপনি VPN ব্যবহার করে ইউটিউবে বা ফেসবুকে ঢুকতে পারবেন। মানে আপনাকে ব্লক করে দেয়া যে কোন ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।

Vpn এর অসুবিধা কি কি?

১) এটি দিয়ে আপনি টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন না।

২) Vpn ব্যবহারের কারনে কিছু ওয়েবসাইট আপনার একাউন্ট ব্যন করে দিতে পারে।

৩) Vpn ব্যবহার করে Google Adsens বা Admob এ প্রবেশ করলে আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে। 

আমার ওয়েবসাইটে সবাইকে ভিজিট করার অনুরোধ রইলো আমার ওয়েবসাইট – bloodforlife.net



The post Vpn কি? Vpn কিভাবে কাজ করে? Vpn এর সুবিধা এবং অসুবিধা কি? appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments