[updated 2022] Adobe এর সকল সফটওয়্যার গুলো ডাউনলোড করেনিন lifetime Activation(Direct Link) |
- [updated 2022] Adobe এর সকল সফটওয়্যার গুলো ডাউনলোড করেনিন lifetime Activation(Direct Link)
- দেশের সব অপারেটর নিয়ে আসলো আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ
- মাত্র ১৯৯ টাকায় Emsisoft Anti Malware Home | যার রেগুলার দাম ১৭০০ টাকা
- ভারতীয় মুসলিম যোদ্ধার ইতিহাস ভিত্তিক অসাধারণ এক মুভি “Marakkar Lion of the Arabian Sea” হিন্দি ভাষায়!
[updated 2022] Adobe এর সকল সফটওয়্যার গুলো ডাউনলোড করেনিন lifetime Activation(Direct Link) Posted: Howdy Everyone, গ্রাফিক্স ডিজাইন করতে গেলে বেশির ভাগই আমরা যেসব সফটওয়্যার ব্যাবহার করি সেগুলো ফ্রি তে পাওয়া যায় না। তাই সেগুলো ব্যাবহার করতে হলে সেই সফটওয়্যার গুলো হ্যাক করতে হয়। হ্যাক করার ফলে আমরা প্রোডাক্টটি না কিনেই লাইফ টাইম ব্যাবহার করতে পারি। আর এইগুলোকেই ক্রাক Crack সফটওয়্যার বলে। ক্রাক ইন্সটল করলে অনেকরই সমাস্যা হয় তাছাড়া ভাইরাস আসার সম্ভাবনা থাকেতাই প্রি ইন্সটল সফটওয়্যার গুলো আমরা ডাউনলোড করে থাকি।এগুলোতে প্রোডাক্ট কি দেওয়ায় থাকেতাই কোনো সমাস্যা হয় না তো যেহেতু এই পোস্টটি এডোবি এর সফটওয়্যার গুলোর জন্য করা তাই এখানে আমি এডোবি এর সব গুলো সফটওয়্যার এর লিংক দিবো।যেহেতু এগুলো প্রিইন্সটল সফটওয়্যার করা আছে তাই সফটওয়্যার গুলো লাইফ টাইম চালাতে পারবেন।
Install Process এগুলো Silent Activate Software একদম সহজ, কোনো ঝামেলা ছাড়াই জাস্ট ডাউনলোডের পর iso ফাইল হিসেবে পাবেন ওটাতে ডাবল ক্লিক করলেই সেট আপ ফাইল পাবেন ওখান থেকে ঝামেলা ছাড়াই ইন্সটল হয়ে যাবে। নিচে Adobe Fileগুলোর Direct Link দেয়া হল: (File Collected From @Cyberspace)
আপাদত প্রয়োজনীয়গুলোই দেয়া হল। বাকী Softwareগুলো লাগলে Comment করবেন, Link Comment এই দিয়ে দিবো। The post [updated 2022] Adobe এর সকল সফটওয়্যার গুলো ডাউনলোড করেনিন lifetime Activation(Direct Link) appeared first on Trickbd.com. |
দেশের সব অপারেটর নিয়ে আসলো আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ Posted: 28 Apr 2022 02:23 AM PDT বিটিআরসি এর অনুমতি সপক্ষে দেশের সব সিম অপারেটর নিয়ে এসে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ। নির্দিষ্ট ইন্টারনেট প্যাক কিনলে থাকবে না কোনো ধরনের মেয়াদ। যা দিন রাত ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন। আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ বিটিআরসি এর অনুমতিতে যে সকল সিম অপারেটর চালু করে তা হচ্ছে দেশে ১ নাম্বার সিম অপারেটর গ্রামিণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক কিন্তু আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে এয়ারটেল এর কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যাইনি.! Gp Internet Packages with Unlimited Validity:গ্রামিণফোন বর্তমান ২টি ইন্টারনেট প্যাকেজ চালু করেছেম একটি টি হচ্ছে আনলিমিটেড মেয়াদে আর অন্য হচ্ছে প্রতিদিনের জিবি প্যাক। ★ আনলিমিটেড প্যাকেজ এর মেয়াদ থাকবে ৩৬৫ দিন যা দিন রাত ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং এমবি যতক্ষণ শেষ হইনি ততক্ষণ ব্যবহার করতে পারবেন। ★ প্রতিদিনের জিবি প্যাক প্যাকেজ এ একটু ভিন্নতা রয়েছে। প্রতিদিনের জিবি প্যাক প্যাকেজ এর মেয়াদ থাকবে ৩০ দিন কিন্তু প্রতি দিন ১ জিবি করে ব্যবহার করতে পারবেন এর বেশি না আনলিমিটেড প্যাকেজ★ ৫ জিবি ইন্টারনেট ৪৪৯ টাকায় আনলিমিটেড মেয়াদে (৩৬৫ দিন) ★ ১৫ জিবি ইন্টারনেট ১০৯৯ টাকায় আনলিমিটেড মেয়াদে (৩৬৫ দিন)
প্রতিদিনের জিবি প্যাক★ ডেইলি ১ জিবি প্যাক ৩৯৯ টাকা ৩০ দিন মেয়াদে (১ জিবি/দিন) ★ ডেইলি ২ জিবি প্যাক ৬৪৯ টাকা ৩০ দিন মেয়াদে (২ জিবি/দিন)
আরো বিস্তারিত জানতে Grameenphone এর Website
Robi Internet Packages with Unlimited Validity:রবি বর্তমান ১টি আনলিমিটেড মেয়াদে প্যাক চালু করেছে ★ ১০ জিবি ইন্টারনেট ৩১৯ টাকায় আনলিমিটেড মেয়াদে (৩৬৫ দিন)
Banglalink Internet Packages with Unlimited Validity:বাংলালিংক বর্তমান ১টি আনলিমিটেড মেয়াদে প্যাক চালু করেছে ★ ৫ জিবি ইন্টারনেট ৩০৬ টাকায় আনলিমিটেড মেয়াদে (৩৬৫ দিন) বিস্তারিত পরে আসতেছে
Teletalk Internet Packages with Unlimited Validity:টেলিটক বর্তমান ২টি আনলিমিটেড মেয়াদে প্যাক চালু করেছে ★ ২৬ জিবি ইন্টারনেট ৩০৯ টাকায় আনলিমিটেড মেয়াদে ★ ৬ জিবি ইন্টারনেট ১২৭ টাকায় আনলিমিটেড মেয়াদে
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
ধন্যবাদThe post দেশের সব অপারেটর নিয়ে আসলো আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ appeared first on Trickbd.com. |
মাত্র ১৯৯ টাকায় Emsisoft Anti Malware Home | যার রেগুলার দাম ১৭০০ টাকা Posted: ২০১৭ সাল থেকে র্যানসমওয়্যারের প্রকোপ বেড়েছে বহু গুনে, হাসপাতাল, সিটি কাউন্সিল, স্টেট গভরমেণ্ট বিশ্ববিদ্যালয়, বড় বেসরকারি প্রতিষ্ঠান (ফেডেক্স, হিটাচি, হোন্ডা, টিসিএমসি) সিস্টেম এবং ডাটাবেজ নষ্ট করে ফেলেছে এই ম্যালওয়্যার। ক্ষতি প্রায় একাধিক বিলিয়ন ডলারের। এই মহামারি সাইবার হামলা থেকে ইন্ডাস্ট্রি এবং সাধারণ মানুষদের সুরক্ষা দিতে যে কোম্পানি গুলো এগিয়ে আসে তাদের মধ্যে Emsisoft এক নম্বরে আছে। Emsisoft এ আছে ডুয়েল প্রটেকশন ইঞ্জিন, Emsisoft (A) ইঞ্জিন এবং Bitdefender (B) ইঞ্জিন এই দুই সিস্টেম মিলে সকল ভাইরাস, ম্যালওয়্যার থেকে আপনাকে রাখবে সুরক্ষিত। এই দুই ইঞ্জিন আপনার ফাইলকে আরো ১০০+ এন্টিভাইরাস সফটওয়ার ডাটাবেসের সাথে চেক করে। কি কি সিকিউরিটি প্রডাক্ট আছে "Emsisoft" এর? Emsisoft Anti Malware Home Emsisoft Anti Malware Business Security Emsisoft Anti Malware Enterprise Security এটা কি আমার এন্টিভাইরাস / ইন্টারনেট সিকিউরিটি রিপ্লেস করতে পারবে? – অবশ্যই পারবে, Emsisoft Anti-Malware একটি সম্পূর্ণ সিকিউরিটি সমাধান যা কম্পিউটার বা ইন্টারনেটে লুকিয়ে থাকা সমস্ত ধরণের হুমকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। কি কি প্রটেকশন দেয় ? – ১ মিনিটের ও কম সময়ে ম্যালওয়্যার স্ক্যান করে, ভাইরাস মুছে ফেলে এবং সংক্রমণ করা ফাইল আলাদা করে রাখে। এটি এন্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি এবং ফায়ারওয়াল হিসাবে কাজ করবে এবং আপনার কম্পিউটার নিরাপদ রাখবে। প্রটেকশন কেমন ? – Emsisoft Anti-Malware এ আছে Anti-Ransomware ( র্যানসমওয়্যার প্রটেকশন ) সহ ৪ লেয়ারের সুরক্ষা ব্যবস্থা Behavior Blocker ( প্রতিটি সফটওয়্যার এর গতিবিধির উপর নজর রাখে ) কেন এটিকে “এন্টি-ম্যালওয়্যার” বলা হয় “অ্যান্টি-ভাইরাস” বা "ইন্টারনেট সিকিউরিটি" বলা হয় না? – ২০১৬ তে আমাদের ল্যাব (Emsisoft) গবেষণা করে বের করেছে মাত্র ০৫% থ্রেট/হুমকি আসে ক্লাসিক ভাইরাস থেকে। তাই আমাদের পণ্যটিকে “অ্যান্টি-ভাইরাস” বললে ভুল হবে। আমরা পারফেকশনিস্ট তাই আমরা সকল ধরণের অনলাইন হুমকির জন্য “ম্যালওয়্যার” শব্দটি ব্যবহার করতে বেছে নিয়েছি। এটি চালাতে আমার সিস্টেম রিকোয়েরমেন্ট কি হতে হবে? – মূলত যে কোনও পিসি যা উইন্ডোজ 8,10, 11 চালাতে সক্ষম তাতেই আপনি Emsisoft Anti-Malware চালাতে পারবেন। পিসি স্লো হবে কি না ? – Emsisoft Anti-Malware লাইটওয়েট সিকিউরিটি সফটওয়্যার এবং এটিতে আলাদা মেমোরি (র্যাম) অপ্টিমাইজার আছে কম রিসোর্স ব্যবহার করার জন্য। কেন Emsisoft anti-malware অন্য সব সিকিউরিটি সফটওয়্যার থেকে ভালো ? সর্বনিন্ম র্যাম এবং সর্বনিন্ম সিপিউ ব্যবহার করে, এক কথায় সুপার লাইটওয়েট । সব বুঝলাম কিন্তু এটির দাম এত কম কেন? – Emsisoft Anti-Malware Home এর অফিশিয়ার দাম US $19.99 বা ১৭৪০ টাকা। বাংলাদেশের জন্য দাম ১০৯৯ টাকা। ঈদ এবং ক্লিয়ারেন্স সেল হিসাবে এই অফারটি দেওয়া হয়েছে। যেটা সারা জীবনে একবারই দেওয়া হবে বলা হচ্ছে। আমি কি লাইসেন্স কিনে জমা রাখতে পারবো? – না, এটি সীমিত সময়ের জন্য অফার প্রাইসে দেওয়া হচ্ছে, তাই কেনার ১৫ দিনের মাঝে আপনাকে এক্টিভেট করতে হবে। স্টক সীমিত তাই প্রয়োজন থাকলে দ্রুত অর্ডার করুন।
The post মাত্র ১৯৯ টাকায় Emsisoft Anti Malware Home | যার রেগুলার দাম ১৭০০ টাকা appeared first on Trickbd.com. |
Posted: আজকে আমি আপনাদের সামনে অসাধারণ একটি ভারতের কেরেলার মুসলিম যোদ্ধার ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি করা মুভির রিভিউ নিয়ে হাজির হয়েছি। বলতে গেলে একের ভিতর সব। এই কথা বলার কারণ হচ্ছে আপনি এই মুভিটিতে অ্যাকশন, রোমান্টিক এবং কমেডি সব ধরনেরই কমবেশী ছোয়া পাবেন। অর্থাৎ আপনি যদি অ্যাকশন বা যুদ্ধ ধারার মুভি পছন্দ করেন তাহলে মুভিটি আপনার জন্য। আপনি যদি রোমান্টিক ধারার মুভি পছন্দ করেন তাহলে মুভিটি আপনার জন্য। আপনি যদি কমেডি ধারার মুভি পছন্দ করেন তাহলে মুভিটি আপনার জন্য। এছাড়াও এটি একটি হিস্টোরিকাল মুভি। অর্থাৎ ইতিহাস ভিত্তিক মুভি। আর এই মুভিটিতে ১৬০০ শতকের ভারতবর্ষের হিন্দু মুসলমানদের ভাতৃত্বের ব্যাপার সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পশ্চিমা বা ইউরোপিয়দের মধ্যে অতি প্রথম পর্তুগীজরাই নদীপথে ভারতে আসে। ১৫ শতকের শেষের দিকে এবং ১৬ শতকের শুরুর দিকে তাদের দ্বারা ভারতে নৌপথে আক্রমন শুরু হয়। আর তাদের প্রতিহত করতে এক মুসলিম যোদ্ধার আগমন ঘটে। যার ইতিহাস নিয়েই এই মুভিটি তৈরি করা হয়। মুভির বিস্তারিত তথ্য: মুভির গল্প (সংক্ষেপে): ভারতের কেরালায় একটি রাজ্য ছিল। যেটি মূলত নদীবন্দর ভিত্তিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। উক্ত এলাকাটি হিন্দু অধ্যুষিত ছিল। আর এখানে আরব বণিকগণ এসে ব্যবসা বাণিজ্য করতেন। রাজ্যের হিন্দুদের সাথে আরবের মুসলিম বণিকরা ব্যবসাবাণিজ্য এবং একসাথে শান্তিতে বসবাস করতেছিলেন। কিন্তু সমস্যা বাঁধে যখন পর্তুগীজরা আসে। (বলে রাখা ভালো পশ্চিমা বা ইউরোপিয়দের মধ্যে অতি প্রথম পর্তুগীজরাই নদীপথে ভারতে আসে।) পর্তুগীজরা মূলত এখানে আসে তাদের আদিপত্য স্থাপন করার জন্য। যারফলস্বরূপ তারা নদীবন্দরটির দখল করতে চায়। কিন্তু মুসলমানদের কারণে তারা তা করতে পারে না। কেননা পর্তুগীজরা যখন প্রথম আসে তখন রাজ্যের রাজাকে মুসলমানরা সতর্ক করে। এছাড়াও পর্তুগীজদের অত্যাচারের বিরুদ্ধে মুসলমানরা রুখে দাড়ায়। পর্তুগীজরা যেহেতু মুসলমানদের জন্য কিছু করতে পারতেছে না। তাই তারা মুসলমানদের হত্যার পরিকল্পনা করে এবং হত্যা করে। ঐখান থেকেই দুইজন মুসলিম যোদ্ধা বেচে যায় এবং তারা পালিয়ে যায়। আর এখান থেকেই মুভির নায়েক বা ঐতিহাসিক মুসলিম যোদ্ধা মোহাম্মাদ আলী আর মালায়াম ভাষার মারাক্কারের আবির্ভাব হয়। তখনকার সময় কিছু জায়গির ছিল বা আমরা আমাদের দেশে জমিদার বলে থাকি। তারা প্রজাদের উপর অত্যাচার করত। আর তাদের প্রতিহত করার জন্য মারাক্কার একটি বাহিনী গড়ে তুলে। যারা পরবর্তীতে পর্তুগীজদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করে এবং তাদেরকে মোটামুটি দমিয়ে রাখে। কিন্তু হঠাৎ করে পর্তুগীজ রাজা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয়। আর তাদের বিরুদ্ধে লড়ার মত শক্তি ছিলনা। তাই রাজা মারাক্কার সাহায্য নেয়। আর সাহায্য নিয়ে পপর্তুগীজদের বিরুদ্ধে জয়লাভ করে। কিন্তু মুভির শেষটা কিন্তু ভালোভাবে হয়নি। কেননা এটি তো ইতিহাস ভিত্তিক একটি মুভি। তাই সত্যি ঘটনা অনুসারে এটি তৈরি করা হয়েছে। মুভির শেষে দিয়ে নায়েক বা মারাক্কার পর্তুগীজদের দ্বারা মৃত্যুদণ্ডিত হোন আপনজনদের বেঈমানির কারণে। আর এইভাবেই মুভিটি খুব খারাপভাবে শেষ হয়। এইবার আসুন মুভিটির ডাউনলোডের বিষয়ে। অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি মুভিটির ডাউনলোড লিংক এখানে সরাসরি দিতে পারতেছি না। কেননা ট্রিকবিডির নতুন নিয়ম অনুযায়ী কোনো মুভির ডাউনলোড লিংক দেওয়া যাবে না। শুধুমাত্র মুভির রিভিউ দেওয়া যাবে। তো আপনারা এখন কী করবেন। মুভিটি কি ডাউনলোড করবেন না। অবশ্যই করবেন এর জন্য আপনাদের আমার এই https://tutorialbd71.blogspot.com/2022/04/marakkar-lion-of-the-arabian-sea.html সাইটটিতে যেতে হবে ওখানে গিয়ে এই পোস্টের মত শিরোনামভিত্তিক পোস্টটিতে ভিজিট করে মুভিটির ডাউনলোড লিংকে ক্লিক করে মুভিটি ডাউনলোড করে নিন। মুভিটি যে ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সেই ইতিহাসের সঠিক ইতিহাস জানতে এই লিংকে ভিজিট করে সঠিক ইতিহাসটি পড়ে আসতে পারেন। যার মাধ্যমে মুভির কাহিনীর বাহিরের আরো অজানা তথ্য জানতে পারবেন। আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন। সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন। The post ভারতীয় মুসলিম যোদ্ধার ইতিহাস ভিত্তিক অসাধারণ এক মুভি “Marakkar Lion of the Arabian Sea” হিন্দি ভাষায়! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments