বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ ২০২২ রিজাল্ট শিট। Wifaq Result 2022 |
- বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ ২০২২ রিজাল্ট শিট। Wifaq Result 2022
- 10 Minutes School এর ফ্রি কোর্সসমূহ
- শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার কারণ? বাংলাদেশ কি কোনোদিন দেউলিয়া হতে পারে?
- Microsoft Excel এর কিছু Shortcut
- Android এর Top 5 Best Sniper Shooting Games (Part-1)
- ঈদের স্যালামি দেওয়ার জন্য নতুন টাকা ক্রয় করার প্রস্তুতি নিচ্ছেন নাকি।
- দেখুন কিভাবে সুন্দরবন কুরিয়ারে আপনার জন্য পাঠানো পার্সেলটি আপনি ঘরে বসেই ট্রেক করতে পারেন l
- Nord VPN Premium Account 2022
- একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বই ডাউনলোড করুন। (HSC Book PDF 2022)
- Android এর Top 5 High Graphics Action RPG Games! (Part-1)
বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ ২০২২ রিজাল্ট শিট। Wifaq Result 2022 Posted: আসসালামু আলাইকুম। কেমনে আছেন সবাই? সকল জামাতের রিজাল্ট পিডিএফ লিংকঃ ফজিলত পুরুষঃ উপর থেকে ডাউনলোড করে খুঁজে নিন আপনার রিজাল্ট। ব্যাক্তিগত ভাবে পেতে চাইলে ভিজিট করুন বেফাকের অফিশিয়াল ওয়েবসাইটঃ wifaqresult.com ওয়েবসাইট কিনতে মেসেজ ফেইসবুকঃTawhid Hridoyওয়েবসাইট কিনতে ভিজিটঃHnTeam.xyzআমাদের সাইটঃ BDBoighor.comThe post বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ ২০২২ রিজাল্ট শিট। Wifaq Result 2022 appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||
10 Minutes School এর ফ্রি কোর্সসমূহ Posted: Howdy EveryOne; 10 Minutes School এর Official Site এই কিছু Course পেয়ে যাবেন বিনামূল্যে। কোন কোন Courseগুলো Freeতেই করতে পারবেন তার সম্পর্কে আলোচনা করব এই Post এ-
▓ CV Writing & Interview ▓ 彡 ইনস্ট্রাক্টর : Ayman Sadiq╰┈➤এই কোর্সটি থেকে যা শিখবেন∘ কীভাবে সঠিক ফরম্যাটে সিভি লিখতে হয় এবং ইন্টারভিউয়ের অসংখ্য দরকারি কৌশল। ∘ সর্বোত্তম উপায়ে কিভাবে নিজের দক্ষতা প্রদর্শন করতে হয় সঠিক সিভি এবং ইন্টারভিউর মাধ্যমে। ∘ কোম্পানিগুলি একটি সিভিতে কী সন্ধান করে- যা আপনার সিভিতে কী পরিবর্তন করতে হবে তা নির্ধারণ করতে সহায়তা করবে। ∘ ইন্টারভিউর জন্য আপনাকে যেসব পদক্ষেপ নিতে হবে তা বুঝতে পারবেন কোর্স ফি: 0 TK || Enroll Now ▓ Email Writing ▓ ![]() 彡 ইনস্ট্রাক্টর : Ayman Sadiqএই কোর্সটি থেকে যা শিখবেন∘ বিভিন্ন ধরণের ইমেইল এবং ইমেইলের ফরম্যাট। ∘ একটি সঠিক ইমেইল লেখার জন্য এবং একইসাথে পুরো প্রক্রিয়াটিকে সহজ করার জন্য দরকারি সকল জিনিস। ∘ গ্রামার এবং বানান সহ একটি ইমেলের মূল অংশে ব্যবহৃত সমস্ত দিকগুলিতে কীভাবে মনোযোগ দিবে। ∘ সঠিক ফরম্যাটে ইমেইল লেখার সময় কী কী জিনিস বাদ দিতে হবে। ∘ সাধারণ ইমেইল লেখার ভুলগুলো এবং সেগুলো কীভাবে এড়ানো যায়। কোর্স ফি: 0 TK || Enroll Now ▓ Presentation & Public Speaking ▓ ![]() 彡 ইনস্ট্রাক্টর : Ayman Sadiqএই কোর্সটি থেকে যা শিখবেন∘ কীভাবে আপনার শ্রোতাদের আপনার কথার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হয়। ∘ কীভাবে একটি প্রেজেন্টেশন শুরু করবেন, কোন ট্রানজিশন ব্যবহার করবেন এবং কীভাবে প্রেজেন্টেশনটি শেষ করবেন। ∘ প্রেজেন্টেশন ও বক্তব্যের জন্য সঠিক ড্রেস কোড ও শারীরিক ভাষা। ∘ দারুণ কার্যকরী কিছু পাওয়ারপয়েন্ট হ্যাকস। কোর্স ফি: 0 TK || Enroll Now ◢✥◣ ▰▱ আশাকরি Free Courseগুলো আপনার Education Life এ গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে ▰▱ The post 10 Minutes School এর ফ্রি কোর্সসমূহ appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||
শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার কারণ? বাংলাদেশ কি কোনোদিন দেউলিয়া হতে পারে? Posted: শ্রীলঙ্কার ইতিহাস ও পূর্বে তাদের সরকারের পরিকল্পনাঃ
চারদিকে সমুদ্রবেষ্টিত ও ট্যুরিজমের জন্য অত্যন্ত সম্ভাবনাময় দেশটি দুবায় সিঙ্গাপুরের মতো মেরিনা, Financial centre,Residencial Area সম্বলিত কলোম্বো হাইটেক পোরসিটির মাধ্যমে ট্যুরিজম ইন্টারন্যাশনাল বিজনেসকে attract করতে চেয়েছিল। Srilanka এর বর্তমান অবস্থাঃ Central bank of Srilanka এর একটি তথ্যসূত্রে ২০১৯ সালে Srilanka এর মোট export এর পরিমাণ ছিল প্রায় ১২ বিলিয়ন ডলার যা মহামারীকালীন সময়ে ২০২০ সালে কমে দাড়ায় ১০ বিলিয়ন ডলারের কিছুটা বেশি।তবে ২০২১ সালে দেশটির বিগত সময়ের তুলনায় সবচেয়ে বেশি ১২.৫ বিলিয়ন ডলারের পণ্য এক্সপোর্ট করতে সক্ষম হয়েছিল।এছাড়া রেমিট্যান্স এর দিক থেকে খেয়াল করলে দেখা যায় ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি বছরে দেশটির রেমিট্যান্স এর পরিমাণ ছিল ৭ বিলিয়ন ডলারের বেশি যা ২০১৯ সালে কমে দাড়ায় ৬.৭ বিলিয়ন ডলারে।তবে ২০২০ সালেও দেশটির রেমিট্যান্স এর পরিমাণ ছিল ৭ বিলিয়ন ডলারের বেশি যা ২০২১ সালে আবারো কমে ৫.৪ বিলিয়ন ডলার হয়ে যায়।অন্যদিকে আরেকটি বৈদেশিক মু্দ্রা আর্নিং সোর্স ট্যুরিজম যা থেকে ২০১৮ সালে ৪.৩ বিলিয়ন ডলার আয় করেছিল।যদিও ২০১৯ সালে তা কমে ৩.৬ বিলিয়ন ডলার হয়।অন্যদিকে ২০২০ ও ২০২১ সালে দেশটির ট্যুরিজম থেকে আর্নিং এর পরিমাণ ছিল যথাক্রমে ৬৮২.৪ ও ৫০৬.৯ বিলিয়ন ডলার।Srilanka এর বর্তমান অর্থনৈতিক দু্র্দশা করোনা মহামারীর আগে থেকেই লক্ষ করা গিয়েছিল তবে মহারীর প্রকোপে তা আরো ভয়াবহতা ধারণ করেছে।বিশ্বব্যাংকের তথ্যসূত্রে আজ থেকে ১ দশক পূর্বে ২০১২ সালেও Srilanka এর GDP গ্রোথের পরিমাণ ছিল ৯%, এর বেশি।তবে ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটির GDP গ্রোথরেট কমে দাড়ায় গড়ে প্রায় ৪%।২০২০ সালে করোনা মহামারীর প্রভাবে Srilanka এর GDP গ্রোথরেট -৩.৬ শতাংশে নেমে আসে।যদিও ADB(Asian Development Bank) এর একটি তথ্যসূত্রে ২০২১ সালে দেশটির GDP তে ৩.৭ শতাংশ পজিটিভ গ্রোথ হয়েছিল এবং ২০২২ সালে ২.৪% পজিটিভ গ্রোথ forecast করা হয়েছিল।IMF(International Fund Monetary) এর একটি রিপোর্টে বলা হয়েছে Foreign Exchange এর shortage এর কারণে Srilanka এর GDP এর গ্রোথে negative effect পড়েছে।২০১৪ সালেও যেখানে দেশটির Foreign Reserve এর পরিমাণ ছিল ৮.২ বিলিয়ন ডলার।পরবর্তী বছরগুলোতে তা উঠানামা করতে থাকে এবং BBC এর তথ্যসূত্রে সর্বশেষ ২০২২ সালের মার্চ মাসে দেশটির Foreign Reserve এর পরিমাণ ছিল ১.৯৩ বিলিয়ন ডলার।তাছড়া ২০২২ সালের মার্চ মাসের শুরুর দিকে Srilanka এর রুপির মূল্য ডলার প্রতি প্রায় ৪৫% fall করেছে।বর্তমানে প্রতি ডলারের বিনিময়ে ৩০৭ Srilankan রুপি বিনিময় হচ্ছে।এমন পরিস্থিতিতে দেশটির খাদ্য থেকে শুরু করে ভোজ্য তেল গ্যাস ও জ্বালানি তেলে বিপুল সংকট দেখা দিয়েছে।দেশটিতে প্রতিদিন অন্তত ১০-১৩ ঘন্টা মিলছে না বিদ্যুৎ।জ্বালানির অভাবে যেখানে সেখানে বন্ধ হয়ে পড়ছে যানবহন।রান্নার গ্যাসের দাম ১১৩০ শ্রীলঙ্কান রুপি থেকে ৪০০০ ছাড়িয়ে গেছে।দাম বাড়ছে ছোট শিশুদের গুড়া দুধ থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় খাদ্যের।ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকেও মিলছেনা রেশন, তেল ও গ্যাস।এমনকি দেশটির দুই শহরে তেলের লাইনে দাড়িয়ে থেকে ২ জন ব্যক্তি নিহত পর্যন্ত হয়েছে।নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট মেটাতে দেশটির সরকার একজন মিলিটারি জেনারেলের নেতৃত্বে কঠোর নজরদারি সংস্থা কন্ট্রোলার অব সিভিল সাপ্লাইসের মাধ্যমে অবস্থা সামাল দিতে পারছে না।বরং সম্প্রতি Srilankan সরকার অর্থনৈতিক জরুরী অবস্থা ঘোষণা করেছে। । Srilanka এর অর্থনীতির এরকম অবস্থার মূল কারণ কি?
করোনা মহামারীর ইফক্ট কাটিয়ে উঠতে না পারার মতো বেশ কিছু ঘটনা প্রবাহ।বিগত কয়েকবছর ধরে Srilanka বেশ কয়েকটি মেগা প্রজেক্ট বাস্তবায়নের লক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য নিয়েছে।কিন্তু Srilanka এসব সাহায্য Foreign Direct Investment হিসাবে না নিয়ে লোন হিসাবে নিয়েছে।এসব প্রজেক্টের মধ্যে বেশকিছু প্রজেক্টেরই কোনো ইকোনোমিক ভায়বেলিটি ছিল না বিধায় প্রজেক্টগুলো সম্পন্ন হওয়ার পর সেসব প্রজেক্ট থেকে দেশটি কোনো রেভিনিউ জেনারেট করতে পারছিলো না।ফলে প্রজেক্টগুলো থেকে নেওয়া ঋণও দেশটি পরিষোধ করতে পারছিলো না।যেমন- Hambantota তে সমুদ্রবন্দর নির্মাণকাজ শেষ হওয়ার পরও আশানুরুপ কার্গোশিপ না আসায় ও পোর্ট থেকে কোনো রেভিনিউ জেনারেট না হওয়ায় দেশটি ১.২ বিলিয়ন ডলারের বিনিময়ে ৯৯ বছরের জন্য চীনের কোম্পানি China Marchant Port Holdings Company Limited(CM Port) এর কাছে Hambantota পোর্ট লিস দেয়।একইভাবে ২৫৩ মিলিয়ন ডলারে নির্মিত Hambantota Airport ও সেভাবে কোনো Airport আনতে পারেনি বিধায় খালিই পড়ে থাকে।দেশটির নেওয়া বেশিরভাগ প্রকল্পেরই নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর দেখা যায় যে,প্রজেক্টগুলোর জন্য এখনও দেশটিতে পর্যাপ্ত চাহিদা নেই নয়তো যথাযথ প্রকল্প মূল্যায়ন করে নির্মাণ না করার ফলে সেগুলো থেকে পর্যাপ্ত রেভিনিউ জেনারেট হচ্ছে না।শুধু মেগা প্রজেক্টগুলোর জন্য অপ্রয়োজনীয় লোন নিয়েই খ্যান্ত থাকেনি Srilanka সরকার।২০০৭ সাল থেকে ফান্ডিং এর জন্য শ্রীলঙ্কান সরকার ইন্টারন্যাশনাল সোভারেইন বন্ড ইস্যু করে আসছিল।মূলত একটি দেশের আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পেলে এধরনের সোভারেইন বন্ড আআন্তর্জাতিক পূজি বাজারে ইস্যু করে অর্থের জোগান দেওয়া হয়।তবে একাজ করার আগে Srilanka এটা চিন্তা করেনি যে,ইস্যুকৃত বন্ডগুলো ম্যাচিউরড হওয়ার পর কিভাবে এই টাকা পরিষোধ করা হবে।বর্তমানে এই বন্ড বাবদ ১২.৫ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে দেশটির।BBC এর একটি তথ্যসূত্রে Srilanka কে এবছরই প্রায় ৭ বিলিয়ন ডলারের ঋণ বাধ্যতামূলক পরিষোধ করতে হবে যেখানে Sovereign Bond এর ১.৫ বিলিয়ন ডলার পরিষোধ করতে হবে।পর্যাপ্ত Foreign Reserve না থাকায় এই ঋণ পরিষোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।এদিকে দেশটির বর্তমান সরকার ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পরেই ভ্যাট ট্যাক্স এর পরিমাণ ১৫% থেকে ৮% করে।এর পেছনে দেশের ইকোনোমির গতি বাড়ানোর কথা বলা হলেও আদতে দেশের সরকারি তহবিলে আয়ের পরিমাণ কমতে শুরু করে।এদিকে ২০১৯ সালের শেষ দিকে বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রভাবে লকডাউন শুরু হলে Srilanka সরকারের অন্যান্য আয়ের উৎস যেমন-ট্যুরিজম,রেমিট্যান্স ও অন্যান্য খাতের আয় বন্ধ হয়ে পড়ে।Vat,Tax কমানোর ফলে সরকারের রাজস্ব আয় ২৫% পর্যন্ত কমে যায় ও ফলস্রুতিতে Srilanka সরকারও আরো বেশি ঋণ নিতে বাধ্য হয়।করোনা মহামারীকালীন দেশটিতে মৃত্যুহার তুলনামূলক কম থাকলেও দেশটির পর্যটন খাত একেবারে গুড়িয়ে দেয়। ২০১৯ সালে star sunday কে ঘিরে জঙ্গি হামলা Srilanka এর ট্যুরিজম fall করতে শুরু করে যা মহামারীর সময় আরো বেড়ে যায়।যদিও বৈদেশিক মুদ্রা আয়ের একটি উৎস পর্যাটন বা ট্যুরিজম সেক্টর।পর্যটন বন্ধন হওয়ায় দেশটির Foreign Currency ইনফ্লো বন্ধ হয়ে যায়।অন্যদিকে প্রবাসে কর্মরত অনেক Srilankan কর্মচারীর চাকরি মহামারীর কারণে হারানোই তারা দেশে ফিরে আসে।Srilanka তে মহামারী মারাত্মক আকার ধারণ করলে বাধ্য হয়ে দেশটির বেশিরভাগ গার্মেন্টস, কারখানা ও চা বাগান বন্ধ ঘোষণা করা হয়।এর ফলে দেশটির এক্সপোর্ট সেক্টরও কলাপস করতে শুরু করে।এছাড়া দেশটির প্রধান দুটি রপ্তানি পণ্য এলাচি ও দারুচিনি মহামারীর সময় বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।ফলে বৈদেশিক মুদ্রা আয় Srilanka এর জন্য প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলা যায়।তাছাড়া দেশটির GDP তে প্রতি বছর গড়ে ৮% contribute করা কৃষি খাতে হটাৎ পরিবর্তনও দেশটির অর্থনৈতিক বিপর্যস্ততার অন্যতম একটি কারণ।২০১৯ সালে ক্ষমতায় এসেই নতুন president Srilanka তে অর্গানিক কৃষি শুরু করার সিদ্ধান্ত নেন।যার প্রেক্ষিতে কৃষিজাত যেকোনো পণ্যের চাষে রাসায়নিক সার ও কীটনাশকজাত বিভিন্ন দ্রব্যতির ব্যবহার নিষিদ্ধ করা হয়।এর পাশাপাশিতে দেশটিতে কীটনাশক আমদানিও নিষিদ্ধ করা হয়।ফলে দেশটির কৃষিখাতে উৎপাদনের পরিমাণ ২০%, হ্রাস পায়।ফলে একসময় চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ শ্রীলঙ্কা তখন বিদেশ থেকে ৪৫০ মিলিয়ন ডলারের চাল আমদানি করতে বাধ্য হয়।ফলে চালের দাম আকর্ষিক বেড়ে যায়।এছাড়া চা উৎপাদনও ব্যাপকভাবে কমে যায়ও রপ্তাানি কমে যায়।কৃষকদের এই ক্ষতির জন্য srilankan সরকার ২০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেও দেশজুড়ে খাদ্য ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। সংক্ষেপেঃ 1.Loan Repayment Foreign Remittances 2.Decrease Failure to Attract Foreign Direct 3.Investment The Collapse of Tourism Export 4.Earnings Decrease …
বাংলাদেশের পরিণতি কি কখনো শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারে???
বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা:
—————————————————————————————— Source: prothomalo: https://bit.ly/3roudwd cbsl: https://bit.ly/3xk4A3v timesofindia: https://bit.ly/3xmKEgk aljazeera: https://bit.ly/3xmKG7W treasury: https://bit.ly/3rJ6jfh CIA: https://bit.ly/3LZ3XQN Erd: https://bit.ly/3LWSiSI BBC: https://bbc.in/3rpPjKD Worldbank: https://bit.ly/3M4x71d Adb: https://bit.ly/3xnOaa9 IMF: https://bit.ly/3vdkIRI Thediplomat: https://bit.ly/3O6Eve8 Banglatribune: https://bit.ly/3vdxYpw Tbsnews: https://bit.ly/3O6W8up Reuters: https://reut.rs/3xk5tcl Independent TV Channelionline: https://bit.ly/3Ob4UHF Statista: https://bit.ly/3O6PN1U
—————————————————————————————— Video Credit: Business Today: https://bit.ly/3Eciaar BBC News: https://bit.ly/3E9YIvd DW News: https://bit.ly/3uAAHtM World Bank: https://bit.ly/3rk8uWG SLIITtube: https://bit.ly/3KH8YNY WION: https://bit.ly/3JzNAZt
The post শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার কারণ? বাংলাদেশ কি কোনোদিন দেউলিয়া হতে পারে? appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||
Microsoft Excel এর কিছু Shortcut Posted: Howdy EveryOne; Microsoft Excel হল Database Create এর Boss। এইখানে সকল Features পেয়ে যাবে, যা খুবই Friendly। মাউসের সাহায্যে Click করে করে বিভিন্ন Function এর কাজ করা সত্যিই বিরক্তিকর। তাই কিছু Short Code Share করলাম যা আপনার Productivity কে আর Increase করবে। Shortcut Code সমূহ
সব cell এ একই Data Input দেওয়ার জন্য এই Code ব্যবহার করা হয়। এইটা খুবই Interesting Code আমার মতে
The post Microsoft Excel এর কিছু Shortcut appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||
Android এর Top 5 Best Sniper Shooting Games (Part-1) Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি। কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই। এটা হচ্ছে top 5 best sniper shooting games for android এর ১ম পর্ব। অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন। যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পোস্টটি অবশ্যই যারা Shooting + Sniping Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept কিন্তু একই। কিন্তু ভিন্নতা আছে এদের স্টোরিলাইন, গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।
5) Game Name : Sniper FuryGame Developer : Gameloft Game Size : 34 MB (ভেতর থেকে 1 GB+ Data Download হবে) Required OS : 5.0+ Game Type : Online/Offline Game Released Date : December 2, 2015 Game Version : 6.2.2a Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) Gameloft এর গেম মানেই ভিন্ন কিছু। তাই না? অনেক পুরোনো একটি গেম। গেমটির ভালো মন্দ দুটি দিকই রয়েছে। সবকিছু নিয়েই আলোচনা করবো। ধৈর্য্য থাকলে পড়ুন। না হলে স্ক্রিনশট তো আছেই। গেমটির সবচেয়ে ভালো দিক হলো এর কন্ট্রোল। হ্যাঁ, এখানে আপনি Smoothly Control করতে পারবেন আপনার Sniper Gun। তবে গেমটির যে দুটি জিনিস আমার কাছে ভালো লাগেনি সেগুলো হচ্ছে এর Graphics + Gameplay। Helio G35 Processor এও এই গেমটি Lag দিচ্ছিলো এবং এর গ্রাফিক্স আমার কাছে একটুও ভালো লাগেনি। আমি জানি Helio G35 কোনো গেমিং প্রসেসর না। তবে আমি প্রচুর গেম খেলেছি এই প্রসেসর দিয়ে। তাই আমি জানি কোন গেম কেমন পারফর্ম করবে। আমার ধারনা আছে। তবে এই গেমটি একটুও ভালো পারফর্ম করতে পারেনি। গেমটির গ্রাফিক্সও আহামরি কিছু না। আর গেমপ্লে তে লেগের দেখা পেয়েছি মোটামোটি। তবে চালিয়ে নেওয়ার মতো। কিন্তু আরো একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি সেটি হচ্ছে এই গেমের শুরুতে 1 GB+ Data Download হয়। গেমটিতে আমি 1 gb+ data download হওয়ার কোনো মানেই দেখিনি। যেখানে অন্যান্য গেমে 100-500 mb এর ভিতরেই অনেক ভালো ভালো জিনিস Offer করে সেখানে এই গেমে Special কিছুই নেই। গেমটি গত ফেব্রুয়ারী মাসে লাস্ট আপডেট করা হয়। Gameloft এর মতো এতো ভালো কোম্পানিগুলোও যদি এমন গেম বানায় যেখানে মনে হয় কোনো Noob developer গেম বানিয়েছে প্রথমবারের মতো। তবুও কি ২০২২ সালে এসেও যদি এমন কিছু দেখতে হয় তবে সেটা কোম্পানির উপর খারাপ ইমপ্রেশন পড়বে এটাই স্বাভাবিক। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে। এর চেয়েও ভালো গেম এখন পাওয়া যায় অনেক কম সাইজে। কেউ যদি গেমটি খেলে দেখতে চান তবে খেলে দেখতে পারেন আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নিবেন। তাহলে কেন আমি লিস্টে রেখেছি গেমটাকে? আপনি প্লে-স্টোরে গেলে দেখতে পারবেন বেশিরভাগ রিভিউতেই গেমটির গ্রাফিক্স নিয়ে প্রশংসা করা হয়েছে। হয়তোবা আমারই ভালো লাগেনি। তাই ভাবলাম আপনাদের মতামতের উপর গুরুত্ব দিতে। এখন আপনি চাইলে খেলতে পারেন। Playstore এ অনেক বেশি ডাউনলোড হয়েছে এবং জনপ্রিয় হওয়ায় sniper games এর ভিতরে top rank করে। তাই গেমটি এড না করে থাকতে পারলাম না।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ Game Developer : Azur interactive games limited Game Size : 400 MB Required OS : 5.0+ Game Released Date : November 20, 2019 Game Version : 1.8.0 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) আগের গেমটি থেকে এই গেমটিকে আমার কাছে অনেক ভালো লেগেছে। Azur Interactive কোম্পানি অনেক ভালো ভালো গেমস Offer করছে। যেমনঃ Modern Strike Online, Infinity OPS, Pixel’s Unknown Battlegrounds, World War Heroes, KUBOOM 3D সহ মোট ৩৬টি গেম তাদের Playstore এ এখন পর্যন্ত Available আছে। বেশিরভাগ গেমই বেশ জনপ্রিয় এবং well developed। এই গেমটির ক্ষেত্রেও তাই। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১ লক্ষ ২৬ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★। গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল + গেমপ্লে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে বিভিন্ন ধরনের Map & Location আছে। সাথে Cool Skins, Upgrades, Weapons, Armor, Character সবকিছুই পেয়ে যাবেন। গেমটির অন্যান্য ফিচারগুলো নিচে উল্লেখ করা হলোঃ ✯✯✯ Huge arsenal ✯✯✯ ✯✯✯ Different maps ✯✯✯ ✯✯✯ Upgrades ✯✯✯ ✯✯✯ Cool skins ✯✯✯ ✯✯✯ Crazy good graphics ✯✯✯ ✯✯✯ Upgrade armor and guns ✯✯✯ ✯✯✯ Choose your character ✯✯✯ ✯✯✯ Clans and in-game chat ✯✯✯
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ Game Developer : Fun Games For Free Game Size : 136 MB Required OS : 4.4+ Game Type : Offline Game Released Date : November 13, 2014 Game Version : 3.45.3 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) শুরুতেই বলে দিই এই গেমটি প্লে-স্টোরে ৫০ কোটিবারেরও বেশি ডাউনলোড হওয়ার মাইলফলক ক্রস করে ফেলেছে। গেমটি প্লে-স্টোরে রিভিউ করা হয়েছে ১ কোটি ৫০ লক্ষবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★। গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই। কেননা Simple এর ভিতরে অনেক সুন্দর গ্রাফিক্স, কন্ট্রোল ও গেমপ্লে এই গেমটি অফার করে। এছাড়াও নতুন নতুন যেসব Sniping Games তৈরি করে পাবলিশ করা হচ্ছে সেগুলো এই গেমের Basic Concept এর উপরই Based করে বানানো হচ্ছে। এই গেমটির জনপ্রিয়তাই প্রমান করে একটি গেম সুন্দরভাবে ডেভেলপ করা হলে মানুষ সেটা পছন্দ করবেই আর গেমের কোম্পানির নামই যে সবকিছু নয় সেটাও এই গেম প্রমান করে। যাই হোক, গেমটি আপনি mod version খেললে বেশি মজা পাবেন। এই গেমটিতে প্রত্যেকটি Mission এর জন্য আলাদা আলাদা Characters + Location আপনি দেখতে পাবেন। একটি ভালো Sniping Game এ যে যেসব গুনাবলি থাকা উচিত তা সবই আপনি পাবেন এখানে। গেমটি নিয়মিত আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই এড করা হচ্ছে। গেমটির কন্ট্রোল + গেমপ্লে আপনাকে মুগ্ধ করবে। কারন যেকোনো ডিভাইসেই আপনি স্মুথলি গেমটিকে Enjoy করতে পারবেন। গেমটিতে আপনি ১৫০ টিরও বেশি Sniper Rifles এবং অন্যান্য Weapons পেয়ে যাবেন। এখানে মোট ৬টি আলাদা আলাদা গেমমোড হয় অনেক কিছুই পেয়ে যাবেন। এখানে আপনি Slow Motion Effect সহ অনেক ধরনের ফিচারই দেখতে পাবেন। Gun Skin + Character Design গুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে গেমটিতে। নিচে গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ
KEY FEATURES:
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ Game Developer : SQUARE ENIX LTD Game Size : 637 MB Required OS : 4.1+ Game Type : Offline Game Released Date : Jun 3, 2015 Game Version : 1.7.193827 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) এই গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। গেমটি Mobile Gamer দের কাছে বেশ জনপ্রিয় একটি গেম। প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৮ লক্ষ ৮৯ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★। গেমটিতে আপনি 16 টি Unique Guns, 150 টি Missions + 10 টি ভিন্ন ভিন্ন Contracts, Zombie Killing সহ প্রচুর Gameplay modes পেয়ে যাবেন যা আপনাকে একটুও বোরিং Feel করাবে না। গেমটির গ্রাফিক্স অন্যান্য গেমের তুলনায় এক কথায় অসাধারন। গেমটির গেমপ্লে + কন্ট্রোলও অনেক ভালো। প্রায় যেকোনো ডিভাইসেই অনায়াসেই স্মুথলি গেমটি খেলতে পারবেন। আপনার একটি High End Android Device যে থাকতে হবে এমনটা না। আমি গেমটি অনেক পুরোনো ডিভাইসেও খেলে দেখেছি। অনেক ভালোভাবেই গেমটি খেলা যায়। আমি সাজেস্ট করবো গেমটির Mod version খেলতে। তা না হলে গেমটির আসল মজা উপভোগ করতে পারবেন না। কারন গেমটিতে অনেক Upgrades আছে যা unlimited money না হলে কিনতে পারবেন না। প্রত্যেক মিশনেই আপনার আপগ্রেডস এর প্রয়োজন পড়বে। তাই mod ছাড়া খেলতে ভুলবেন না যেনো। আমি mod version পাওয়ার ৩ টি সাইটের নাম বলে দিয়েছি। আমি Rexdl থেকে ডাউনলোড করেছি। সেখানে ভিন্ন ধরনের mod পেয়েছি। এখানে আপনি গেমে ঢুকলে মনে হবে mod টা কাজ করেনি। তবে আসলে বিষয়টা এমন না। এখানে Mod ঠিকই আছে। mod টা আসলে একটু ভিন্নভাবে কাজ করে যা একটু মজারও। আপনি যতবারই money spend বা খরচ করবেন ততবারই আপনাকে সমপরিমান টাকা এড করে দিবে গেমটিতে। এভাবে আপনি কখনোই টাকার অভাবে পড়বেন না গেমটিতে। মোডটি আসলেই খুব মজার। এমন mod অনেক গেমেই পাওয়া যায়। অনেকে হয়তোবা এটা নিয়ে জানেন না। যারা জানেন না তাদের জন্যেই জানিয়ে রাখলাম। নিচে গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
1) Game Name : LonewolfGame Developer : FDG Entertainment GmbH & Co.KG Game Size : 66 MB Required OS : 5.0+ Game Type : Offline Game Released Date : February 05, 2016 Game Version : 1.2.90 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) গেমটিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে সুন্দর একটি স্টোরিলাইন আছে তাতে আপনাকে একের পর এক টুইস্ট ও রোমাঞ্চকর অনুভূতি প্রদান করবে। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ কোটি বারেরও বেশি। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ছাড়িয়েছে। গেমটির রেটিং দাড়িয়েছে 4.6 ★। রেটিং দেখেই হয়তোবা বুঝে গিয়েছেন গেমটি কতটা ভালো। আমার দেখা One of the best sniper game। এখানে Sound Effects + Soundtrack সবকিছু এত সূক্ষ্ম ও সুন্দরভাবে দেওয়া আছে যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য। গেমটিতে ২০ টির উপর Weapons আছে যেগুলো আপনি Upgrade & Collect করতে পারবেন। তবে Mod version ব্যবহার করলে একবারেই সবকিছু কিনে ফেলতে পারবেন। কোনো সমস্যা হবে না। গেমটিতে আরো আছেঃ
যেহেতু গেমটির সাইজ খুবই কম তাই আপনাকে তেমন High Level এর মোবাইল লাগবে না। গেমটি আপনি যেকোনো মোবাইলেই আরামে খেলতে পারবেন। আমি অবশ্যই গেমটি Recommend করবো বিশেষ করে গেমটির স্টোরিমোড এর কারনে। আপনাকে প্রত্যেক Mission এ টুইস্ট দিবে। আপনি যতই Level Up করবেন এবং নতুন নতুন Missions Unlock করা শুরু করবেন ততই আপনার Difficulty Level Hard হতে থাকবে। অসাধারন একটি গেম। সকলের জন্যেই Recommended থাকবে কারন এত কম সাইজের ভিতরে এমন Masterpiece খুব একটা পাওয়া যায় না। নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন। পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার। আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো। যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন। তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি। আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে? আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই। তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
The post Android এর Top 5 Best Sniper Shooting Games (Part-1) appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||
ঈদের স্যালামি দেওয়ার জন্য নতুন টাকা ক্রয় করার প্রস্তুতি নিচ্ছেন নাকি। Posted: সামনে পবিত্র ঈদ উল ফিতর। তাই সবাইকে আমার পক্ষ থেকে জানাই অগ্রিম ঈদ মোবারক। যেহেতু সামনে পবিত্র ঈদুল ফিতর। যা আমাদের জন্য একটি বড় আনন্দের বা খুশির দিন। আর এই দিনে আমরা সবাই সবার সাথে আনন্দ বা খুশি ভাগাভাগি করতে বড়রা ছোটদেরকে ঈদ স্যালামি বা বকশিষ দিয়ে থাকি। আর আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী স্যালামি যদি নতুন টাকা দিয়ে দেওয়া না হয় তাহলে কি হয়। আর এটির মাধ্যমে সংঘটিত হয় একটি গুনাহের কাজ যা কিনা হলো বেশি দাম দিয়ে নতুন টাকা ক্রয় করা। যার মাধ্যমে আমরা বড় ধরনের গুনাহ করে থাকি। কারণ বেশি টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করা বিষয়টি সুদের কাতারে পড়ে। যা আমাদের অজান্তেই ঘটে যাচ্ছে। সুদের বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে রিবা হিসেবে পরিচিত। এই রিবা বা সুদ নিয়ে কুরআন ও হাদিসে অনেক সতর্ক বার্তা রয়েছে। আর আমরা সকলেই সুদ বলতে বুঝি কারো কাছ থেকে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়তি যে টাকাটা প্রদান করা হয় সেটি সুদ। এর বাহিরে যে আমরা কত কিছুতে এইরকম বাড়তি টাকা প্রদান করে থাকি সেগুলোকে আর সুদ হিসেবে চিহ্নিত করি না। ইসলামিক জ্ঞান শূণ্যতার কারণে আমাদের আজকের এই অবস্থা। অনেকেই হয়তো উপরের লেখাগুলি পড়ে চমকে গিয়েছেন যে এটা আবার সুদের কাতারে কিভাবে পড়ে। রিবা বা সুদ কে আমরা কেবল মহাজন বা ব্যাংকের সুদের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখতে পারি না ইসলামি পরিভাষা অনুযায়ী। বরং রিবা বা সুদ বিষয়টি আরো অনেক বিস্তৃত। এখন অনেকেই হয়তো বিষয়টি নিয়ে যুক্তিতর্ক করতে অগ্রগামী হবেন। তাই আগে বলে রাখি আপনাকে উক্ত গুনাহের কাজ থেকে বিরত রাখার জন্যই আমার আজকের এই পোস্ট। এইবার চলুন মূল আলোচনা শুরু করা যাক। মূলত ঈদের পূর্বে বা অন্যান্য সময়ে নতুন টাকা ক্রয়বিক্রয় করার হাট বসে ঢাকার বাংলাদেশ ব্যাংক এর পাশে এবং গুলিস্তান সহ আরো অন্যান্য জায়গায়। তবে ঢাকা ছাড়া ঢাকার বাহিরে অর্থাৎ বাংলাদেশের অন্যান্য জায়গায় এই রকম হাট আছে কিনা আমার জানা নাই। এইসব হাটে দৈনিক হাজার হাজার নতুন টাকা ক্রয় বা বিক্রয় হয়। বিশেষ করে ঈদের সময় এই টাকার হাটটি বেশ জমজমাট হয়ে উঠে। যেখান থেকে আপনাকে নতুন ১০ টাকা নোটের ১০০০ টাকা সমমূল্যের বান্ডেল ক্রয় করতে হবে ১১০০-১২০০ টাকা দিয়ে। অর্থাৎ নতুন ১০০০ টাকাকে আপনি পুরাতন ১১-১২০০ টাকা দিয়ে ক্রয় করতেছেন। যা ক্রয় করতে আপনার বাড়তি ১০০-২০০ টাকা লাগতেছে। এই যে ১০০-২০০ টাকা আপনি বাড়তি দিয়ে ক্রয় করতেছেন এটিই ইসলামি শরিয়তের রিবা বা সুদের পরিভাষার মধ্যে পড়ে যায়। যা একটি রিবা বা সুদ হিসেবে গণ্য হবে। যার মাধ্যমে যিনি বিক্রি করতেছেন তিনিও গুনাহগার হচ্ছেন। আবার যিনি ক্রয় করতেছেন তিনিও গুনাহগার হচ্ছেন। উক্ত বিষয়টি ইসলামি অর্থনীতি অনুযায়ী রিবা বা সুদের অন্তর্ভুক্ত। আমাদের দেশের বা মানুষের তৈরি বৈশ্বিক অর্থনীতির সুদের সংজ্ঞার সাথে এটির কোন মিল নেই। তাই হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটি আবার কিভাবে সুদের কাতারে পড়ে। সুদকে কুরআন ও হাদিসে রিবা হিসেবে বলা হয়েছে। এর বিষয়বস্তু অনেক বিস্তৃত। আর আমাদের দেশের প্রচলিত অর্থনীতি অনুযায়ী সুদের পরিভাষা অতটা বিস্তৃত নয়। যার ফলে রিবা আর সুদের পরিভাষার মধ্যে মিল খুঁজে পাবেন না। অতএব, আমরা বলতে পারি পচলিত অর্থনীতিতে এই বেশি মূল্য দিয়ে নতুন টাকা ক্রয় করার বিষয়টি সুদ হিসেবে চিহ্নিত না হলেও ইসলামি অর্থনীতি অনুযায়ী এটি সুদ হিসেবেই গণ্য হবে। তাই আমি বলব মনের প্রশান্তির জন্য আর বাচ্চাদের খুশি করানোর জন্য এইরকম একটি হারাম কাজে জড়াবেন না। কেননা রিবার সাথে জড়িতদের বিরুদ্ধে আল্লাহ তায়ালা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এখন থেকে সকলেরই উচিৎ উপরোক্ত বিষয় বিবেচনা করে ঈদের সময় সহ অন্যান্য সময় আমরা এই যে নতুন টাকা বেশি টাকার বিনিময়ে ক্রয় করে থাকি এই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। প্রয়োজনে যদি নতুন টাকা আমাদের একান্ত দরকারই হয় তাহলে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক থেকে নেওয়ার চেষ্টা করব। সেখান থেকে আপনি যে টাকা নিবেন সে টাকার বিনিময়েই নিতে পারবেন। অর্থাৎ অতিরিক্ত কোন টাকা দেওয়া লাগবে না। উপরোল্লিখিত বিষয়টি আমি নিজেও আজকের পূর্বে জানতাম না। আজকে হঠাৎ মুসলিম ডে অ্যাপের নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারি। মুসলিম ডে কর্তৃপক্ষ তাদের অ্যাপটিতে উল্লেখ করে যে ইসলামি অর্থনীতি বিষয়ে কাজ করা প্রতিষ্ঠান IFA Consultancy Ltd থেকে The Fiqh of Riba কোর্সের তৃতীয় লেকচার থেকে তারা বিষয়টি জানতে পারেন। এখন মুসলিম ডে কর্তৃপক্ষ এবং আমার পরামর্শ হচ্ছে উপরোক্ত বিষয়ে যদি আপনার কোন সন্দেহ থাকে তাহলে পরিচিত বা আশেপাশের ইসলামি অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ এমন কোন আলেমের স্বরণাপন্য হোন। আশা করি এর একটি উত্তম সমাধান পেয়ে যাবেন। অবশেষে বলতে বলতে আমি আজকের পোস্টের একদম শেষপ্রান্তে চলে এসেছি। যদিও উপরে বিষয়টি বলেছি। তবুও আবারো একটু বলে নেই আজকের পোস্টের বিষয়বস্তুটি আমি মুসলিম ডে অ্যাপ থেকে সংগ্রহ করেছি এবং নিজের মত করে সাজিয়ে লিখেছি। আশা করি আপনারা এই পোস্টের মাধ্যমে উপকৃত হবেন। আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন। সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন। The post ঈদের স্যালামি দেওয়ার জন্য নতুন টাকা ক্রয় করার প্রস্তুতি নিচ্ছেন নাকি। appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||
দেখুন কিভাবে সুন্দরবন কুরিয়ারে আপনার জন্য পাঠানো পার্সেলটি আপনি ঘরে বসেই ট্রেক করতে পারেন l Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক। আপনারা জানেন কি, সুন্দরবন কুরিয়ার তে আপনার নাম্বারে দেওয়া পার্সেল টি এখন কোথায় আছে এবং আপনি পার্সেল টি পেতে আর কত দিন সময় লাগতে পারে সেটি আপনি ঘরে বসে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে ট্র্যাক করতে পারেন ? আজকে আমি আপনাদেরকে এই বিষয় নিয়েই এই পোস্টে বিস্তারিত জানাবো এবং দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার অর্ডারটির লোকেশন অর্থাৎ অর্ডারটি এখন কোথায় আছে সেটি ট্র্যাক করতে পারেন । অনেকেই হয়তো বিষয়টি আগে থেকেই জানেন, আবার অনেকেই জানেননা। যারা জানেননা পোস্টটি তাদের জন্য । তো চলুন কথা না বাড়িয়ে পোস্টে চলে যাই । প্রথমে আপনারা এই লিঙ্কে প্রবেশ করুন।
![]() তাহলে এভাবে আপনি আপনার পার্সেল টির লোকেশন ট্র্যাক করতে পারেন । তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে। মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন। আমাদের সাথে থাকার জন্য আপনি আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন l
আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি The post দেখুন কিভাবে সুন্দরবন কুরিয়ারে আপনার জন্য পাঠানো পার্সেলটি আপনি ঘরে বসেই ট্রেক করতে পারেন l appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||
Posted: HOWDY EVERYONE; NordVPN এর Recent আপডেট এ বলা হয়েছে যে এই VPN এ আর কোনও BUG থাকবে না এবং Windows 7 এর জন্য নতুন Tunnel set করেছে তারা।
বিস্তারিত– Official Site আজকে কিছু Account Share করলাম, সব গুলোই fresh + Connecting issue কম – – – 10X Nord VPN Account :-
The post Nord VPN Premium Account 2022 appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||
একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বই ডাউনলোড করুন। (HSC Book PDF 2022) Posted: আসসালামু-অলাইকুম,এই আর্টিকেলটিতে একাদশ -দ্বাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের জন্য নিয়ে এলাম একাডেমিক বই এই পোস্টে একাদশ-দ্বাদশ শ্রেণির সব বই পিডিএফ আকারে দেয়া আছে,যদিও সবগুলা বই এখনো সংগ্রহ করতে পারিনি,যত দ্রুত সম্ভব চেস্টা করবো।
![]()
একাদশ ও দ্বাদশ শ্রেণির সমস্ত বই ডাওনলোড শিক্ষাবর্ষ ২০২২
একাদশ ও দ্বাদশ শ্রেণির সমস্ত বই ডাওনলোড শিক্ষাবর্ষ ২০২২
একাদশ ও দ্বাদশ শ্রেণির সমস্ত বই ডাওনলোড শিক্ষাবর্ষ ২০২২ ব্যবসায় শিক্ষা বিভাগের বই সমূহ
একাদশ ও দ্বাদশ শ্রেণির সমস্ত বই ডাওনলোড শিক্ষাবর্ষ ২০২২। মানবিক বিভাগের বই সমূহ
আমরা চেস্টা করবো বাকি বই গুলো তাড়াতারি দিতে, আর এর বাইরে যদি অন্য কোন বইয়ের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাতে পারেন।
কিভাবে মোবাইল দিয়ে পিডিএফ বই পড়বেন?
আমরা অনেকেই মোবাইলে পিডিএফ বই পড়তে পারি না বা মোবাইলে পিডিএফ সাপোর্ট করবনা। কারন আমাদের অনেকের ফোনেই পিডিএফ রিডার নেই । পিডিএফ রিডার না থাকলে মোবাইলে তা সাপোর্ট করে না । যাদের মোবাইলে পিডিএফ রিডার নেই তারা নিচের লিংক থেকে পিডিএফ রিডার এপ্লিকেশন টি ডাউনলোড করে নিন ।
The post একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বই ডাউনলোড করুন। (HSC Book PDF 2022) appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||
Android এর Top 5 High Graphics Action RPG Games! (Part-1) Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি। কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই। এটা হচ্ছে 5 best high graphics action rpg games for android এর ১ম পর্ব। action games নিয়ে ১ম,২য় ৩য়, ৪র্থ পর্বগুলো আপলোড করা হয়েছে। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এই পোস্টটিতে শুধুমাত্র Action + RPG Games গুলো নিয়ে লিখছি। যারা RPG Type Games পছন্দ করেন না বা শুধু Action Type Games খেলতে পছন্দ করেন তাদের জন্যে আলাদা করে ৪টি পর্ব লিখে রেখেছি। এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন। যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। 5) Game Name : V4Game Developer : NEXON Company Game Size : 97 MB (ভিতর থেকে 3 GB+ Data Download হবে) Required OS : 5.0+ Game Version : 1.30.422908 Game Released Date : July 22,2020 Game Link : Playstore NEXON Company কে তো আপনারা চিনেনই। যারা Darkness Rises গেমটি খেলেছেন তারা অবশ্যই এই কোম্পানিকে চিনে থাকবেন। কারন NEXON Company টিই Darkness Rises গেমটিকে তৈরি করেছে। এই কথাটা বলার কারন আস্তে আস্তে বুঝে যাবেন যদি পোস্টটি মনোযোগ দিয়ে পড়েন। শুরুতেই বলে দিই গেমটির গ্রাফিক্স আপনাকে নিরাশ করবে না। MMORPG হিসেবে গেমটি আপনাকে একটি Normal Rpg গেমেরই স্বাদ দিবে। তবে এখানে আপনি অনেক Details পাবেন। NEXON Company আর Darkness Rises দুটির কথা Mention করার কারন হলো এই গেমের Playstore এর Rating। গেমটিকে প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটিকে রিভিউ করা হয়েছে ৬৪ হাজার+ বার। কিন্তু গেমটির রেটিং Playstore এ দেখতে পাবেন 3.3 ★। তাহলে এতো বাজে রেটিংওয়ালা গেম কেন সাজেস্ট করলাম? গেমটি তৈরি করেছে NEXON Company। আপনারা যারা Darkness Rises Game টি খেলেছেন তারা অবশ্যই জানেন গেমটির গ্রাফিক্স ও গেমপ্লে কতটা ভালো। কোম্পানির নাম মেনশন করলাম এই কারনে যে আপনারা দ্বিধায় পড়ে যাবেন না যে আমি যেকোনো একটা Random Game Pick করে পোস্ট লিখে ফেলেছি। আবার NEXON Company এর গেম বলেই যে গেমটা ভালো হবে তাও না। কিন্তু গেমটির রেটিং আমার কাছে অনেক কম বলেই মনে হয়েছে। গেমটি At least 4 ★ Deserve করে। কেন এই কথা বলছি? শুরুতেই বলি Character Customization এর কথা। গেমটির Character Customization অনেক ভালো RPG Game হওয়ায়। গেমটিতে আপনি অনেক কিছুই করতে পারবেন। Character থেকে শুরু করে প্রচুর Tweaks Change করতে পারবেন। এখানে অনেক বড় Open World Map আছে Travel করার মতো। আপনি যদি প্লে-স্টোরে এখন গিয়ে গেমটির রিভিউ দেখেন Average এর হিসাবে তখন দেখতে পাবেন এর 5-4 ★ Rating ই বেশি। আর রিভিউ গুলো পড়লেই বুঝতে পারবেন গেমটি আসলে যতটা Deserve করে ততটা পাচ্ছে না। তাই এই গেমটিকে লিস্টে রেখেছি। এখানে অনেক ধরনের Options পাবেন খেলার জন্যে যার কারনে এখানে Details এর পরিমান বেশি হওয়ায় আপনি কিছুটা অগোছালো Screen দেখতে পারেন। তবে সেগুলো Change করতে পারবেন সমস্যা নেই। অনেক কিছু থাকায় আর অগোছালো Screen থাকায় গেমটি অনেকের কাছেই ভালো লাগেনি। তবে গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল + গেমপ্লে সবকিছুই ভালো। এতে কোনো সন্দেহ নেই। তাই গেমটি সাজেস্ট করবো তাদেরকে যারা সবকিছুই Try করে দেখতে চান। মানে এক জায়গায় বসে থাকেন না। আপনার যদি wifi থাকে তবে গেমটিকে একবার Try করে দেখতে পারেন। data user রা এত mb খরচ করে ডাউনলোড করে পরে ভালো না লাগলে আমাকে আবার গালি দিয়েন না আমার কাছে ভালোই লেগেছে। তাই আমি লিস্টে এড করেছি। যদিও এর চেয়েও ভালো ভালো গেম আছে Rpg section এ তবুও একটু ভিন্ন কিছু try করলে ক্ষতি কি? এছাড়াও এটি একটি নতুন গেম যা ২০২০ সালে রিলিজ করা হয়। তাই গেমটিতে অনেক কিছুই এড করা বাকী। তবুও যা দেওয়া আছে তা যথেষ্ট হবে বলে মনে হয়েছে আমার কাছে। ডেভেলপাররা রেগুলার গেমটিকে আপডেট করছে। তাই ভবিষ্যতে ভালো করবে বলে আশা করা যায়। নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেয়ে দিচ্ছিঃ 4) Game Name : Kritika : The White KnightsGame Developer : Com2uS Holdings Corporation Game Size : 95 MB (ভিতর থেকে আরো Data Download হবে) Required OS : 5.0+ Game Released Date : May 29, 2014 Game Version : 4.20.2 Game Link : Playstore এটি একটি Competitive Multiplayer Action-RPG Game। গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না তারা জেনে নিতে পারেন। গেমটি অনেক পুরোনো ২০১৪ সালে রিলিজ করা হয়। গেমটি এখন পর্যন্ত প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ৮ লক্ষ ৮৭ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★। এই গেমটির রেটিং অনুযায়ী গেমটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। এই গেমে আপনি অনেক মজা পাবেন। কারন এখানে Control + Gameplay এক কথায় অসাধারন। গেমটির গ্রাফিক্সও খুবই ভালো। এখানে আপনি অবশ্যই Story Mode পাবেন। RPG Games গুলো বেশিরভাগই Story Mode ই হয়। এখানেও আপনি Story mode এ খেলতে পারবেন অন্যান্যগুলোর মতোই। গেমটিতে বিভিন্ন ধরনের Characters + Skills + Upgrades + Weapons ইত্যাদি নিয়ে খেলতে পারবেন এবং সেগুলো Upgrade + Customize করতে পারবেন। এখানে Colour দেখতে পাবেন ব্যাপক পরিমানে। কারন গেমটিকে এভাবেই ডিজাইন করা হয়েছে। এটি একটি Hack & Slash Game হওয়ায় আপনি Attack করে অনেক মজা পাবেন। আশা করছি গেমটি ভালো লাগবে। গেমটিতে প্রচুর Features আছে। সবগুলোই দিয়ে দিলাম। নতুন নতুন ফিচার আরো এড করা হচ্ছে। তাই গেমটি Must Try করে দেখবেন। Game Features :
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 3) Game Name : Black Desert MobileGame Developer : PEARL ABYSS Game Size : 90 MB (ভিতর থেকে আরো Data Downlaod হবে) Required OS : 5.0+ Game Type : Online Game Released Date : December 9, 2019 Game Version : 2.5.12 Game Link : Playstore এটি RPG GAME LOVER দের কাছে অনেক জনপ্রিয় একটি গেম। এখানে প্রশংসনীয় অনেক ব্যাপারই আছে। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১১ হাজার+ আর সেই রেটিং অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা এই গেম Deserve করে না। এই গেমটি Atleast 4.3 ★ বা 4.5 ★ Deserve করে। এই গেমটিতে যে গ্রাফিক্স আছে তা আপনাকে অবাক করে দিবে। Android গেমেও যে এত সুন্দর গ্রাফিক্স পাওয়া যায় তা এই গেম না খেললে বুঝতেই পারবেন না। এই গেমটিতে প্রত্যেকটি Character আর এতো Realistic Animation Graphics আমি খুব কম গেমেই দেখেছি। গেমটি রেগুলার আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন ফিচার এড করা হচ্ছে। গেমটিতে ১৫০টি দেশের Player রয়েছে। এখানে Unique 13 টি Character আছে। সচরাচর আমরা ৩-৫ টি ক্যারেক্টার দেখতে পাই বেশিরভাগ গেমেই। তবে এখানে ক্যারেক্টার ডিজাইন এর উপর ভিত্তি করে গেমটির রেটিং ৪.৫ ★ দেওয়ার যোগ্য। গেমটির কন্ট্রোল ও গেমপ্লে খুবই স্মুথ পাবেন যদি আপনার কাছে একটি ভালো ডিভাইস থাকে। যত ভালো ডিভাইস তত ভালো গ্রাফিক্স + গেমপ্লে তে গেমটি খেলতে পারবেন। Adventure + Action + RPG + Multiplayer + Single Player সবকিছু নিয়েই গেমটিকে তৈরি করা হয়েছে। one of the best mmorpg games on mobile একে বলাই যায়।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ Game Developer : NEOCRAFT LIMITED Game Size : 883 MB Required OS : 4.4+ Game Type : Online Game Version : 1.3.4 Game Released Date : April 6, 2022 Game Link : Playstore জি এই গেমটিকে এই মাসের ৬ তারিখই প্লে-স্টোরে রিলিজ করা হয়। গেমটিতে ডিটেইল এর কোনো ঘাটতি আমি পাইনি। প্লে-স্টোরে মাত্র কয়েকদিনেই ৫ লক্ষাধিকবারেরও বেশি ডাউনলোড ক্রস করে গিয়েছে। আগামী কয়েক মাসে বা এই বছরেই গেমটি কোটিতে পৌছে যাবে ধারনা করা যায়। কারন এই গেমটির গ্রাফিক্স + গেমপ্লে খুবই Impressive। গেমটি রিভিউ করা হয়ে গিয়েছে ২৭ হাজার+ বার মাত্র কয়েক দিনেই আর রেটিং দাড়িয়েছে 4.4 ★ এ। গেমটিকে রেগুলার আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই এড করা হচ্ছে। গেমটিতে Characters + Story + Upgrades + Weapons + Skills এর কোনো অভাব বা ঘাটতি নেই। অন্যান্য RPG Game এর মতো মনে হলেও এখানে ভিন্ন কিছু অবশ্যই পাবেন। নিচে গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 1) Game Name : Marvel Future FightGame Developer : Netmarble Game Size : 82 MB (ভিতর থেকে Data Download হবে) Required OS : 4.4+ Game Type : Online Game Released Date : April 29, 2015 Game Version : 8.0.0 Game Link : Playstore Netmarble সত্যিই একটি অসাধারন কোম্পানি। তারা Gameloft এর থেকেও ভালো কিছু করে দেখিয়েছে মাত্র কয়েক বছরেই। তাদের গেমগুলোর গ্রাফিক্স অনেক High Level এর। আর তাদের গেমগুলো অনেক Futuristic হয়। আর গেমপ্লে + কন্ট্রোলও নিয়ে তো কোনো কথাই নেই। আগের একটি পোস্টে আমি Marvel Future Revolution গেমটির কথা বলেছিলাম। এটিও সেই গেমটির মতই প্রায় অনেকটাই একই। তবে এখানে আপনি ভিন্ন Storyline + Characters এর দেখা পাবেন। Spiderman, Iron Man, Captain America, Black Widow, Nick Fury, Deadpool, Wolverine, Thor, Black Panther, Doctor Strange, Hulk, Loki, Captain Marvel, X-Men Squad, Guardians of thw galaxy squad সহ এর সাথে পাবেন 200 টিরও বেশি Super Heroes + Super Villains। এখানে আবার প্রতিটি ক্যারেক্টারের Costume এর ৩ টি আলাদা আলাদা Customized Design পাবেন যেগুলো দেখতে আরো অসাধারন। এখানে Graphics + Details + Controls + Gameplay কোনো কিছুতেই বিন্দুমাত্র খুতের দেখা আমি পাইনি। Netmarble অনেক সুন্দরভাবেই গেমটিতে ডেভেলপ করেছে। গেমটি আপনি নিজেই খেললে বুঝতে পারবেন কতটা অসাধারন এই গেমটি। One of the best marvel games on playstore বলা যায়। নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন। পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার। আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো। যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন। তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি। আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে? আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই। তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
The post Android এর Top 5 High Graphics Action RPG Games! (Part-1) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments