১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে.! |
- ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে.!
- গ্রামীণফোন মেম্বারশিপ থাকলে পাবেন ফ্রীতে ৫০০ টাকা😱 !!
- Automatic Album Feature আনলো WhatsApp, কারা কারা এটা পাবেন জেনে নিন!
- BDIX কি? BDIX স্পীড কিভাবে বাইপাস করব?
- PicsArt Premium 3 Month Bin [ দেখে নিন কিভাবে নিতে হবে ]
- এন্ড্রোয়েড ফোনের ৫টি ধরকারি App!
- আপনাকে ছাড়া আপনার ফোনের কোন অ্যাপসে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ লুকিয়ে প্রবেশ করতে যায় তার ছবি তুলে রাখবে চলুন দেখে আশা যাক।
- বিকাশ থেকে ১০০ টাকা ফ্রিতে যেভাবে নিবেন!
- স্কয়ার ও থাইরোকেয়ারের স্বাস্থ্য পরীক্ষার খরচ নগদের মাধ্যমে পরিশোধ করলেই পাচ্ছেন ক্যাশব্যাক (দীঘমেয়াদী অফার)
১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে.! Posted: সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সারাদেশের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
ধন্যবাদThe post ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে.! appeared first on Trickbd.com. |
গ্রামীণফোন মেম্বারশিপ থাকলে পাবেন ফ্রীতে ৫০০ টাকা😱 !! Posted: আসসালামুয়ালাইকুম প্রিয় মেম্বার গণ। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের আমি দেখাবো আপনি গ্রামীণফোন এর মেম্বারশিপ থাকলে কিভাবে ফ্রি তে ৫০০ টাকা পাবেন। আমরা অনেক এ my gp অ্যাপ ব্যবহার করে থাকি। অনেকসময় দেখা যায় যে আমাদের অনেক এর my gp তে এমন একটা চিহ্ন আছে, মূলত এটি হলো মেম্বারশিপ ব্যাচ। অনেক এর বিভিন্ন রকম ব্যাচ থাকে। কারো সিলভার, প্লাটিনাম, আবার কারো গোল্ড থাকে। যাদের এমন লোগো শো করে শুধু তারাই এই অফার নিতে পারবেন প্রথমে my gp te ঢুকবেন। দেখেন আমার ব্যালেন্স কম আছে। আর আমার গোল্ড মেম্বারশিপ ব্যাচ আছে। তাই অফার টি নিতে হলে নিচে ক্লিক করতে হবে। “অ্যাকাউন্ট ” অপশন এ ক্লিক করবেন। এরপর আপনি Your package এ ক্লিক করবেন। তারপরে আপনি Prepaid এবং postpaid লেখা দেখতে পাবেন। Postpaid এ ক্লিক করবেন। তারপর ডিটেলস এ ক্লিক করবেন তারপরে আপনি continue এ ক্লিক করেন নিচের ss এর মত যা যা লেখা আছে ওইগুলো করে নেন District অবশ্যই রাজশাহী দিবেন। Email এ আপনার email ২ bar লিখবেন। সব কমপ্লিট হলে submit করবেন। এরপর আপনি এমন একটা এসএমএস পাবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন ৫/৭ মিনিটের মধ্যেই আপনি ৫০০ টাকা পেয়ে যাবেন। এই যে প্রুভ এইভাবে ফ্রি তে টাকা নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল বিস্তারিত। ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ The post গ্রামীণফোন মেম্বারশিপ থাকলে পাবেন ফ্রীতে ৫০০ টাকা😱 !! appeared first on Trickbd.com. |
Automatic Album Feature আনলো WhatsApp, কারা কারা এটা পাবেন জেনে নিন! Posted: জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) সম্প্রতি তাদের উইন্ডোজ বিটা সংস্করণের জন্য 'অটোমেটিক অ্যালবাম' (Automatic Albums) নামের একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচারটিকে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণে উপলব্ধ। কার্যকারিতার কথা বললে, 'অটোমেটিক অ্যালবাম' চ্যাট উইন্ডোতে ধারাবাহিকভাবে পাঠানো ফটো এবং ভিডিওকে শ্রেণীবদ্ধ করার সুবিধা প্রদান করবে। এক্ষেত্রে ব্যবহারকারীরা যখন একসাথে তিনটি বা ততোধিক ফটো তথা ভিডিও সেন্ড কিংবা রিসিভ করবেন, তখন হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যালবামে মিডিয়া ফাইলগুলিকে গ্রুপ করে দেবে। যার দরুন, স্ক্রোলিং করার সমস্যা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি ব্যবহারকারীরা অ্যালবামে একবার মাত্র ট্যাপ করে সম্পূর্ণ কনটেন্ট একত্রে দেখতে পারবেন। প্রসঙ্গত, মেটা-মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি তাদের 'ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম' (UWP) সংস্করণের মাধ্যমে 'অটোমেটিক অ্যালবাম' ফিচারটি রিলিজ করছে। উইন্ডোজ বিটা ভার্সনে Automatic Albums ফিচার রোলআউট করার পরিকল্পনায় WhatsApp হোয়াটসঅ্যাপ বিটা ফিচার ট্র্যাকার WABetaInfo -এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ তাদের উইন্ডোজ বিটা ভার্সনে অটোমেটিক অ্যালবাম ফিচারের সাপোর্ট রোল আউট করছে। ফলে নতুন আপডেট রিলিজের পর, চ্যাট উইন্ডোতে ধারাবাহিকভাবে শেয়ার করা মিডিয়া কনটেন্টগুলি স্বয়ংক্রিয় ভাবে একটি একক অ্যালবামে শ্রেণীবদ্ধ হয়ে যাবে। রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে, ব্যবহারকারীরা পরপর তিনটি বা তার বেশি ফটো ও ভিডিও পাঠালে কিংবা রিসিভ করলে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটির UWP সংস্করণ ব্যবহার করে তারা একটি মাত্র ট্যাপে অটোমেটিক অ্যালবামে অন্তর্ভুক্ত সম্পূর্ণ কনটেন্ট কালেকশন দেখতে পারবেন। WABetaInfo তাদের রিপোর্টে এই নয়া ফিচারটির একটি স্ক্রিনশটও অন্তর্ভুক্ত করেছে। অটোমেটিক অ্যালবাম ফিচার শুধুমাত্র সেই সকল ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ থাকছে, যারা মাইক্রোসফ্ট স্টোর (Microsoft Store) থেকে হোয়াটসঅ্যাপ উইন্ডোজ বিটা অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করেছেন৷ জানিয়ে রাখি, এই বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই উক্ত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের অ্যান্ড্রয়েড এবং আইওএস বিটা সংস্করণে উপস্থিত হয়েছিল৷ প্রসঙ্গত, WhatsApp সম্প্রতি তাদের উইন্ডোজ বিটা ভার্সনে 'ভিউ ওয়ান্স ফটো' (view once photos) এবং 'রেকর্ড ভয়েস নোট' (record voice notes) ফিচার সংযুক্ত করেছে বলে জানা গেছে। এছাড়াও, উক্ত মেসেজিং অ্যাপটি একটি নতুন ফিচার রোলআউট করা শুরু করেছে, যা ব্যবহারকারীদের গ্রুপ চ্যাটে সর্বাধিক ৫১২জন সদস্য যোগ করার অনুমতি দেয়। আবার ডিলেট করে দেওয়া মেসেজের জন্য আনডু (undo) অপশন নিয়েও মেটা-অধীনস্থ প্ল্যাটফর্মটি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এক্ষেত্রে, 'ডিলিট ফর মি' (Delete for Me) বিকল্প ব্যবহার করে একটি মেসেজ ডিলিট করার পর, কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনের নীচে একটি নতুন পপ-আপ বার প্রদর্শিত হবে। এখন থেকেই মূলত ডিলিট করা মেসেজ পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনা বা আনডু করা যাবে। যাইহোক, WhatsApp তাদের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৩.৬ (2.22.13.6) -এর রিলিজের সাথে ২ জিবি পর্যন্ত সাইজের ফাইল বা কনটেন্ট শেয়ার করার সুবিধা নিয়ে আসতে পারে, বলে সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, বর্তমানে ব্যবহারকারীরা সর্বাধিক ১০০ এমবি সাইজ পর্যন্ত কনটেন্ট শেয়ার করতে পারেন। The post Automatic Album Feature আনলো WhatsApp, কারা কারা এটা পাবেন জেনে নিন! appeared first on Trickbd.com. |
BDIX কি? BDIX স্পীড কিভাবে বাইপাস করব? Posted: BDIX এর পূর্ণরূপ হল “Bangladesh Internet Exchange”. সাধারনত প্রত্যেক ISP তাদের কাস্টমারদের উচ্চ গতিতে ফাইল ডাউনলোড এর সুবিধা প্রদান করার জন্য নিজস্ব FTP (File Transfer Protocol) Server ব্যাবহার করে থাকে। এবং, BDIX এমন একটি সিস্টেম যা এই FTP Server গুলোকে একসাথে সংযুক্ত করে। অর্থাৎ FTP Server গুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে BDIX এর মাধ্যমে। যার ফলে কোনো একজন ব্যবহারকারী BDIX এর মাধ্যমে সহজেই দেশের একটি এলাকাতে থেকেও অন্য একটি এলাকার FTP Server থেকে উচ্চ গতিতে ফাইল ডাউনলোড করতে পারেন। BDIX প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন পায় ২০১৪ সালে।
BDIX স্পীড কিভাবে বাইপাস করব?BDIX স্পীড বাইপাস করার বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্যে অন্যতম হলো প্রক্সি ব্যবহার করা। প্রক্সির জন্য আপনি নিচের সাইট ব্যবহার করতে পারেম। এখানে socks4, socks5, http প্রক্সি পেয়ে যাবেন। যা দিয়ে আপনি অনায়াসে foxy proxy estention দিয়ে স্পীড বাইপাস করে নিতে পারবেন। সাইট লংক ঃhttp://proxydb.net/?country=BD
এছাড়া আপনি আপনার isp এর সাথে যোগাযোগ করে তাদের ftp server ব্যবহার করে BDIS স্পীড বাইপাস করে নিতে পারবেন। অ্যাপ দিয়ে BDIX বাইপাসturbo vpn এর বাংলাদেশী serrver দিয়ে স্পীদ বাইপাস করা যায়। যেহেতু বাংলাদেশী server প্রিমিয়াম তাই আপনি এটি ব্যবহার করতে হলে আপনাকে পেইড কিংবা মোড অ্যাপ ব্যবহার করতে হবে। এর জন্য আপনি mirrordroid, rexdl এসকল নামকরা সাইট থেকে turbo vpn mod apk সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনি চাইলে টেলিগ্রামের মাধ্যমেও এটি নিতে পারেন। এর জন্য এখানে ক্লিক করুন BDIX Bypass Video Proof : The post BDIX কি? BDIX স্পীড কিভাবে বাইপাস করব? appeared first on Trickbd.com. |
PicsArt Premium 3 Month Bin [ দেখে নিন কিভাবে নিতে হবে ] Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে PicsArt Premium এর Bin শেয়ার করবো । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন . ➜ PicsArt Premium BIN Details |
এন্ড্রোয়েড ফোনের ৫টি ধরকারি App! Posted: আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি App নিয়ে কথা বলবো। The post এন্ড্রোয়েড ফোনের ৫টি ধরকারি App! appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে একটি মাত্র অ্যাপস দিয়ে মোবাইলে অনেক গুলো সিকিউরিটি দিবেন। এখানে সিকিউরিটি বলতে আপনার পার্সোনাল অ্যাপসে কেউ প্রবেশ করতে পারবে না। সাথে আপনার ফোনটি লক করা আছে যদি কোন ব্যক্তি আপনার পারমিশন ছাড়া লক খুলার চেষ্টা করে তার ছবি তোলে রেখে দিবে। আরো অনেক ধরনের ফিচার রয়েছে এই অ্যাপসটিতে ।কয়েকটি উদাহরণ দেওয়া যাক। উদাহরণ ১ :ধরেন আপনার পার্সোনাল সব কিছু আপনি Google Drive এ রাখলেন। কিন্তু আপনি drive কে লক করার জন্য আলাদা app ব্যবহার করতে চাচ্ছেন না। এখন আপনি ভাবছেন যদি এমন হতো যে drive অ্যাপসে ক্লিক করলে অন্য কোথাও নিয়ে যাবে drive যাতে ওপেন না হয়। এই কাজটা কিভাবে করা যায় সেটা আমি আজ দেখাবো।উদাহরণ ২ :ধরেন আপনার ফোনের সকল অ্যাপস আনলক করা আপনি চাচ্ছেন যে আপনাকে ছাড়া যদি আপনার অজান্তেই কেউ যেকোন অ্যাপসে প্রবেশ করলে সাথে সাথে যাতে বলে দেয় open in Messenger মানে যেই অ্যাপসটি ওপেন করবে সেই অ্যাপসটির নাম বলে দিবে। তো চলুন শুরু করা যাক। App Downloadপ্রথমে আমরা অ্যাপসটির ওপেন করবো। তারপর নেস্ট করে দিবো। দেখতে পাচ্ছেন কত গুলো অপশন আছে একেক টার একেক কাজ সব গুলো তো আর দেখানো সম্ভব না। আমি কয়েক টার কাজ দেখাবো। প্রথমে add macro তে চলে যাবো। এখন তিনটি অপশন দেখতে পাচ্ছেন আমরা প্রথমে trigger এ চলে যাবো।
এখান থেকে application সিলেক্ট করে নিবো। এখন application launched ক্লিক করবো। তারপর মার্ক করা মতো কাজ করে যাবো। এখন আমি একটি অ্যাপস সিলেক্ট করলাম। এখন ওকে দিবো এবং কিছু পারমিশন চাইবে ওকে করে দিবেন । মার্ক করা অন করে দিবেন। আমাদের trigger কাজ শেষ এখন আমরা কাজ করবো action নিয়ে। তাই এখন action plus বাটনে ক্লিক করবো।
এখন আমরা device action ক্লিক করবো। এখন আমি চাচ্ছি যে আমার es file অ্যাপসটির ওপেন করতে গেলে সাথে সাথে হোম স্কিনে যাতে চলে আশে তাই আমি launch home screen সিলেক্ট করে দিলাম। উপরে একটা নাম দিবো তারপর টিক দিয়ে দিবো এখন আমাদের কাজ শেষ। এখন কেউ চাইলেও অ্যাপসটি ওপেন করতে পারবে না। আমরা আবার নতুন একটা দেখাবো আগে মতো প্রথমে trigger ও চলে যাবো। এখন আমরা যাবো device event এ । তারপর failed login attempt ক্লিক করবো। সব গুলো জায়গায় টিক দিয়ে ওকে দিবো। এখন আমাদের থেকে device administrator পারমিশন চাইবে আপদি enable করে দিবেন। এখন আমাদের trigger এর কাজ শেষ। এখন আমরা কাজ করবো action নিয়ে তাই প্লাস বাটনে ক্লিক করবো। তারপর camera/photo তে ক্লিক করবো। তারপর take photo তে ক্লিক করবো। এই রকম কিছু পারমিশন চাইবে পারমিশন দিয়ে নিবেন। এখন আমরা কোন ক্যামেরা ব্যবহার করবো ছবি তোলার জন্য। এখানে ছবি তোলা হচ্ছে যে আপনি অন্য কোন ব্যক্তি আপনার ফোনের লক খুলার চেষ্টা করলে সেই ব্যক্তির ছবি আপনি কোন ক্যামেরা দিয়ে তুলতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এখন আপনি চাইলে ক্যামেরা হাইড করে রাখতে পারেন। এখন আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে যেখানে ছবি জমা থাকবে। এখন action কাজ শেষ। । উপরে একটি নাম দিয়ে প্লাস ক্লিক করে সেভ করে নিবো । তো আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন সব কিছুতো দেখানো সম্ভব না আপনার একটু গেটে দেখবেন। Demo video :
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমি একটু অসুস্থ থাকার কারণে কয়েকটা দিন পোস্ট করা হয়নি। The post আপনাকে ছাড়া আপনার ফোনের কোন অ্যাপসে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ লুকিয়ে প্রবেশ করতে যায় তার ছবি তুলে রাখবে চলুন দেখে আশা যাক। appeared first on Trickbd.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
বিকাশ থেকে ১০০ টাকা ফ্রিতে যেভাবে নিবেন! Posted: আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি Bkash নিয়ে কথা বলবো। The post বিকাশ থেকে ১০০ টাকা ফ্রিতে যেভাবে নিবেন! appeared first on Trickbd.com. |
Posted: স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য চিকিৎসার পেমেন্ট করলেই পাচ্ছেন ক্যাশব্যাক(দীঘমেয়াদী অফার) মোবাইল ব্যাংকিংয়ের আরও একটি নাম হলো নগদ । ইউজারদের সুবিধাথে নানা ধরনের ব্যাবস্থা করে চলেছে বাংলাদেশের এই অন্যতম প্রতিষ্ঠান । মোবাইল রিচাজ থেকে শুরু করে পেমেন্ট করার ব্যাবস্থা আয়োজন করেছে নগদ । শুধু তাই নয়, পেমেন্ট করার পর আপনি ক্যাশব্যাকও পেতে পারেন । বতমানে বাংলাদেশের অধিকাংশ মানুষই বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় জজরিত হয়ে পড়েছেন । আর এজন্য তাদেরকে প্রতিনিয়ত প্রচুর অথও খরচ করতে হচ্ছে যা তাদের আয়ের সমতুল্যও হচ্ছে না । তাদের জন্যই দীঘমেয়াদী কিছু ক্যাশব্যাক অফার চালু করেছে নগদ । নগদের অফারসমূহ নিম্নে বণিত করা হলো :- হেলথ চেকআপে ক্যাশব্যাক :- স্কয়ার হসপিটাল থেকে মেয়াদ : অফারটি ৩১ ডিসেম্বর, নগদের অফিসিয়াল পেজ থেকে এ সম্পকে আপনারা বিস্তারিত দেখতে পারেন এবং নগদ টিমকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন । বিস্তারিত: স্কয়ার হসপিটালের চিকিৎসা পেমেন্টে ক্যাশব্যাক হেলথ টেস্টে ক্যাশব্যাক :- Thyrocare(থাইরোকেয়ার) Bangladesh-এ বিস্তারিত জানুন এবং জিজ্ঞাসা করুন আপনার প্রশ্নটি নগদের ওয়েবসাইট থেকে: থাইরোকেয়ারের সাস্থ্য পরীক্ষায় নগদ পেমেন্টে ২৫% ক্যাশব্যাক আজ এখান থেকেই বিদায় নিচ্ছি । সবাইকে সালাম জানাই । The post স্কয়ার ও থাইরোকেয়ারের স্বাস্থ্য পরীক্ষার খরচ নগদের মাধ্যমে পরিশোধ করলেই পাচ্ছেন ক্যাশব্যাক (দীঘমেয়াদী অফার) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments