Search box..

১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে.!

১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে.!


১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে.!

Posted:

সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সারাদেশের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে.! appeared first on Trickbd.com.

গ্রামীণফোন মেম্বারশিপ থাকলে পাবেন ফ্রীতে ৫০০ টাকা😱 !!

Posted:

আসসালামুয়ালাইকুম প্রিয় মেম্বার গণ।

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আপনাদের আমি দেখাবো আপনি

গ্রামীণফোন এর মেম্বারশিপ থাকলে কিভাবে ফ্রি তে

৫০০ টাকা পাবেন।

আমরা অনেক এ my gp অ্যাপ ব্যবহার করে থাকি।

অনেকসময় দেখা যায় যে

আমাদের অনেক এর my gp তে

এমন একটা চিহ্ন আছে, মূলত এটি হলো

মেম্বারশিপ ব্যাচ।

অনেক এর বিভিন্ন রকম ব্যাচ থাকে।

কারো সিলভার, প্লাটিনাম, আবার কারো গোল্ড থাকে।

যাদের এমন লোগো শো করে শুধু তারাই এই অফার

নিতে পারবেন

প্রথমে my gp te ঢুকবেন।

দেখেন আমার ব্যালেন্স কম আছে।

আর আমার গোল্ড মেম্বারশিপ ব্যাচ আছে।

তাই অফার টি নিতে হলে নিচে ক্লিক করতে

হবে।

“অ্যাকাউন্ট ” অপশন

এ ক্লিক করবেন।

এরপর আপনি

Your package

এ ক্লিক করবেন।

তারপরে আপনি

Prepaid এবং postpaid

লেখা দেখতে পাবেন।

Postpaid এ ক্লিক করবেন। তারপর ডিটেলস এ ক্লিক করবেন

তারপরে আপনি continue এ ক্লিক করেন

নিচের ss এর মত যা যা লেখা আছে ওইগুলো

করে নেন

District অবশ্যই রাজশাহী দিবেন।

Email এ আপনার email ২ bar লিখবেন।

সব কমপ্লিট হলে submit

করবেন।

এরপর আপনি এমন একটা এসএমএস পাবেন।

কিছুক্ষণ অপেক্ষা করবেন ৫/৭ মিনিটের মধ্যেই আপনি

৫০০ টাকা পেয়ে যাবেন।

এই যে প্রুভ 😇

এইভাবে ফ্রি তে টাকা নিতে পারবেন।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 🙂

The post গ্রামীণফোন মেম্বারশিপ থাকলে পাবেন ফ্রীতে ৫০০ টাকা😱 !! appeared first on Trickbd.com.

Automatic Album Feature আনলো WhatsApp, কারা কারা এটা পাবেন জেনে নিন!

Posted:

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) সম্প্রতি তাদের উইন্ডোজ বিটা সংস্করণের জন্য 'অটোমেটিক অ্যালবাম' (Automatic Albums) নামের একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচারটিকে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণে উপলব্ধ। কার্যকারিতার কথা বললে, 'অটোমেটিক অ্যালবাম' চ্যাট উইন্ডোতে ধারাবাহিকভাবে পাঠানো ফটো এবং ভিডিওকে শ্রেণীবদ্ধ করার সুবিধা প্রদান করবে। এক্ষেত্রে ব্যবহারকারীরা যখন একসাথে তিনটি বা ততোধিক ফটো তথা ভিডিও সেন্ড কিংবা রিসিভ করবেন, তখন হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যালবামে মিডিয়া ফাইলগুলিকে গ্রুপ করে দেবে। যার দরুন, স্ক্রোলিং করার সমস্যা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি ব্যবহারকারীরা অ্যালবামে একবার মাত্র ট্যাপ করে সম্পূর্ণ কনটেন্ট একত্রে দেখতে পারবেন। প্রসঙ্গত, মেটা-মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি তাদের 'ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম' (UWP) সংস্করণের মাধ্যমে 'অটোমেটিক অ্যালবাম' ফিচারটি রিলিজ করছে।

উইন্ডোজ বিটা ভার্সনে Automatic Albums ফিচার রোলআউট করার পরিকল্পনায় WhatsApp

হোয়াটসঅ্যাপ বিটা ফিচার ট্র্যাকার WABetaInfo -এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ তাদের উইন্ডোজ বিটা ভার্সনে অটোমেটিক অ্যালবাম ফিচারের সাপোর্ট রোল আউট করছে। ফলে নতুন আপডেট রিলিজের পর, চ্যাট উইন্ডোতে ধারাবাহিকভাবে শেয়ার করা মিডিয়া কনটেন্টগুলি স্বয়ংক্রিয় ভাবে একটি একক অ্যালবামে শ্রেণীবদ্ধ হয়ে যাবে। রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে, ব্যবহারকারীরা পরপর তিনটি বা তার বেশি ফটো ও ভিডিও পাঠালে কিংবা রিসিভ করলে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটির UWP সংস্করণ ব্যবহার করে তারা একটি মাত্র ট্যাপে অটোমেটিক অ্যালবামে অন্তর্ভুক্ত সম্পূর্ণ কনটেন্ট কালেকশন দেখতে পারবেন। WABetaInfo তাদের রিপোর্টে এই নয়া ফিচারটির একটি স্ক্রিনশটও অন্তর্ভুক্ত করেছে।

অটোমেটিক অ্যালবাম ফিচার শুধুমাত্র সেই সকল ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ থাকছে, যারা মাইক্রোসফ্ট স্টোর (Microsoft Store) থেকে হোয়াটসঅ্যাপ উইন্ডোজ বিটা অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করেছেন৷ জানিয়ে রাখি, এই বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই উক্ত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের অ্যান্ড্রয়েড এবং আইওএস বিটা সংস্করণে উপস্থিত হয়েছিল৷

প্রসঙ্গত, WhatsApp সম্প্রতি তাদের উইন্ডোজ বিটা ভার্সনে 'ভিউ ওয়ান্স ফটো' (view once photos) এবং 'রেকর্ড ভয়েস নোট' (record voice notes) ফিচার সংযুক্ত করেছে বলে জানা গেছে। এছাড়াও, উক্ত মেসেজিং অ্যাপটি একটি নতুন ফিচার রোলআউট করা শুরু করেছে, যা ব্যবহারকারীদের গ্রুপ চ্যাটে সর্বাধিক ৫১২জন সদস্য যোগ করার অনুমতি দেয়। আবার ডিলেট করে দেওয়া মেসেজের জন্য আনডু (undo) অপশন নিয়েও মেটা-অধীনস্থ প্ল্যাটফর্মটি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এক্ষেত্রে, 'ডিলিট ফর মি' (Delete for Me) বিকল্প ব্যবহার করে একটি মেসেজ ডিলিট করার পর, কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনের নীচে একটি নতুন পপ-আপ বার প্রদর্শিত হবে। এখন থেকেই মূলত ডিলিট করা মেসেজ পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনা বা আনডু করা যাবে। যাইহোক, WhatsApp তাদের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৩.৬ (2.22.13.6) -এর রিলিজের সাথে ২ জিবি পর্যন্ত সাইজের ফাইল বা কনটেন্ট শেয়ার করার সুবিধা নিয়ে আসতে পারে, বলে সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, বর্তমানে ব্যবহারকারীরা সর্বাধিক ১০০ এমবি সাইজ পর্যন্ত কনটেন্ট শেয়ার করতে পারেন।

The post Automatic Album Feature আনলো WhatsApp, কারা কারা এটা পাবেন জেনে নিন! appeared first on Trickbd.com.

BDIX কি? BDIX স্পীড কিভাবে বাইপাস করব?

Posted:

BDIX এর পূর্ণরূপ হল “Bangladesh Internet Exchange”.
এটি এমন একটি সেবা যা সাধারনত Broadband ISP (Internet Service Provider) গুলো দিয়ে থাকে।

সাধারনত প্রত্যেক ISP তাদের কাস্টমারদের উচ্চ গতিতে ফাইল ডাউনলোড এর সুবিধা প্রদান করার জন্য নিজস্ব FTP (File Transfer Protocol) Server ব্যাবহার করে থাকে।

এবং, BDIX এমন একটি সিস্টেম যা এই FTP Server গুলোকে একসাথে সংযুক্ত করে। অর্থাৎ FTP Server গুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে BDIX এর মাধ্যমে। যার ফলে কোনো একজন ব্যবহারকারী BDIX এর মাধ্যমে সহজেই দেশের একটি এলাকাতে থেকেও অন্য একটি এলাকার FTP Server থেকে উচ্চ গতিতে ফাইল ডাউনলোড করতে পারেন।

BDIX প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন পায় ২০১৪ সালে।

 

BDIX স্পীড কিভাবে বাইপাস করব?

BDIX স্পীড বাইপাস করার বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্যে অন্যতম হলো প্রক্সি ব্যবহার করা।

প্রক্সির জন্য আপনি নিচের সাইট ব্যবহার করতে পারেম। এখানে socks4, socks5, http প্রক্সি পেয়ে যাবেন। যা দিয়ে আপনি অনায়াসে foxy proxy estention দিয়ে স্পীড বাইপাস করে নিতে পারবেন।

 সাইট লংক ঃ

http://proxydb.net/?country=BD

 

এছাড়া আপনি আপনার isp  এর সাথে যোগাযোগ করে তাদের ftp server ব্যবহার করে BDIS স্পীড বাইপাস করে নিতে পারবেন।

অ্যাপ দিয়ে BDIX বাইপাস

turbo vpn এর বাংলাদেশী serrver দিয়ে স্পীদ বাইপাস করা যায়।

যেহেতু বাংলাদেশী server  প্রিমিয়াম তাই আপনি এটি  ব্যবহার করতে হলে আপনাকে পেইড কিংবা মোড অ্যাপ ব্যবহার করতে হবে।

এর জন্য আপনি  mirrordroid, rexdl এসকল নামকরা সাইট থেকে turbo vpn mod apk সংগ্রহ করতে পারেন।

এছাড়া আপনি চাইলে টেলিগ্রামের মাধ্যমেও এটি নিতে পারেন।

এর জন্য এখানে ক্লিক করুন  

BDIX Bypass Video Proof :

The post BDIX কি? BDIX স্পীড কিভাবে বাইপাস করব? appeared first on Trickbd.com.

PicsArt Premium 3 Month Bin [ দেখে নিন কিভাবে নিতে হবে ]

Posted:


















কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে PicsArt Premium এর Bin শেয়ার করবো । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন .


➜ PicsArt Premium BIN Details





💳 BIN PicsArt Premium 👑

💳 Bin: 554351
📆 EXP: RND
🔐 CVV: RND
🌐 IP : India 🇮🇳

🧬 Link : picsart.com/pinterest-trial
🧬 CC-Gen : namso-gen.com

✅ Tested : True
✅ Credit : Smart Bisnu

└➣ Premium Bins Store


প্রথমে আমাদের , Indian Server এ ভিপিএন কানেক্ট করে নিতে হবে , এরপর এই লিংকে যেতে হবে .


PicsArt Premium 90 Days


এখন আপনাকে Start My 3 Month Free Trail এ Click করতে হবে ।




এখন আমাদের Mail এবং Password দিতে হবে ।





এখন আমাদের Name Of Card এ একটি Name দিতে হবে , এরপর Card generate করার জন্য আমাদের , Namso-Gen.com থেকে Card Generate করে নিতে হবে [ এটা সবাই জানে এজন্য Screenshot দিলাম না ]


এরপর আপনার কপি করা Card , Expire Date এবং Cvv Paste করে Start Free Trial এ Click করতে হবে ।





এখন দেখুন আপনার PicsArt Premium হয়ে গেছে ।





➜ যদি Binning & Carding ফ্রিতেই শিখতে চান তাহলে Join হতে পারেন


Premium Network Team

The post PicsArt Premium 3 Month Bin [ দেখে নিন কিভাবে নিতে হবে ] appeared first on Trickbd.com.

এন্ড্রোয়েড ফোনের ৫টি ধরকারি App!

Posted:

আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি App নিয়ে কথা বলবো।
বর্তমানে সময়ে এন্ড্রয়েড ফোন যেন আমাদের দৈনন্দিন জীবনে বাহুডোরে মিশে রয়েছে।প্রতিদিনকার জীবনব্যবস্থা,প্রতিদিন রুটিন মাফিক কাজ ছাড়াও আমরা কারণে-অকারণে মোবাইলে কত সময় ব্যয় করি। বলা চলে আজকালকার সময়ে অধিকাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে ছোট-বড় কিংবা যেকোন বয়সী হোক না কেন মোবাইল ফোন ছাড়া যেন জীবনটা অচল।আর অধিখাংশ মানুষ বর্তমানে ফেসবুক, ইমু,ইউটিউব মোবাইল সফটওয়্যার ডাউনলোড সহ হাতে গোনা কয়েকটি এপস ছাড়া আর কোন এপস ই ব্যাবহার করে না, কিন্তু বর্তমান প্রতিদিনের ব্যবহার্য স্মার্টফোন দিয়ে নানান ধরনের কাজের জন্য বিশ্বের নানান স্থানের প্রোগ্রামার গান হাজার হাজার অ্যাপস তৈরি করে আসছেন যা আমরা অনেকেই অপ্রোয়জনীয় মনে করও৷অনেক ক্ষেত্রে অনেক এপস ই ইন্সটল করি কিন্তু অধিকাংশ সফটওয়্যার অকারণেই ইন্সটল করে রাখি, আর তার কার্যকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানিনা। একটা জরিপ থেকে বলা যায় অধিকাংশ মানুষ স্মার্টফোনট ব্যবহার করে কিন্তু তাদের স্মার্টফোনের ইন্সটল করে রাখা অধিকাংশ ফোনের সফটওয়্যার সম্পর্কে তারা জানেই না।আর কি কি এপসগুলো মোবাইলের কোন কোন কাজে দরকার পড়ে সেই সম্পর্কেও তারা কখনো ভেবে দেখেনি।আপনি আপনার হাতের মুঠোয় করে আপনার ফোনটি নিয়ে ঘুরছেন অথবা পকেটে নিয়ে ঘুরছেন কখনো হয়তো আপনি জানার চেষ্টা করেননি মোবাইল কিনে মোবাইলে ইন্সটল করার অ্যাপস গুলোর কাজ কি। প্রয়োজনের তাগিদে অনেককে শুধুমাত্র কথা বলার জন্য স্মার্ট ফোন ব্যবহার করেন তবে আপনাকে মোবাইলের কিছু জিনিস অবশ্যই জানতে হবে যা জানলে আপনি আপনার দৈনন্দিন মোবাইল ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবেন এবং আপনার আগ্রহ হবে মোবাইল সম্পর্কে এমন কিছু জানতে যে সমস্ত অ্যাপস ইন্টারনেটে রয়েছে যা আপনার দৈনন্দিন কাজে অনেকটা সহায়ক হবে। আর এইসব সপটার ডাউনলোড করলে আপনি অন্বক লাভবান হবেন ইন্টারনেট জগতে এমন এমন অ্যাপস রয়েছে যা সম্পর্কে অনেক মানুষ জানে না অথচ অধিকাংশ অ্যাপস গুলো খুবই জনপ্রিয় এবং কার্যকরী যা আপনি ব্যবহার করার মাধ্যমে আপনার জীবনকে সমৃদ্ধশীল করতে পারবেন।আজকের পোষ্টে সেসব অ্যাপস এর মধ্যে মাত্র পাঁচটি মোবাইল সফটওয়্যার ডাউনলোড এর কথা উল্লেখ করব যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন এবং এগুলো খুব কম মানুষই ব্যবহার করে। হয়তোবা আপনি এই এপসগুলো জানার পরে মোবাইলের সফটওয়্যার আপনার ব্যবহার করার ইচ্ছা হবে। তো জেনে নেয়া যাক এই পাঁচটি ফোনের সফটওয়্যার।
১. DirectChat
৫ টি দরকারি মোবাইল সফটওয়্যার ডাউনলোড এই অ্যাপসটি আপনি ব্যবহার
না করা পর্যন্ত এর কার্যকারীতা সম্পর্কে কোনো ধারণাই করতে পারবেন না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকার প্রয়োজনে ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। কিন্তু, ব্যস্ততার কারণে বা অন্য যে কারণেই হোক না কেন অনেক সময় আমরা সেইসব সোশ্যাল অ্যাপসের নোটিফিকেশন বা জরুরী কোনো ম্যাসেজ থেকে বাদ পরে যাই। এই অ্যাপস আপনাকে উপরোক্ত সমস্যাটির এক নির্ভেজাল সমাধান দিতে পারবে বলে আমি মনে করি।
২. YourHour
বর্তমানে আমরা এতোটাই মোবাইল আসক্ত যে, আমাদের মূল্যবান সময়গুলো আমরা মোবাইলের মাধ্যমেই কোন কোন ক্ষেত্রে ব্যবহার করছি তা ঠিক বুঝে উঠছে পারি না। মোবাইল হাতে নিলে ঘন্টার পর ঘন্টা সময় যে কোন দিক দিয়ে চলে যায় তা যেন আমরা বুঝতেই পারি না। এই অ্যাপসের সাহায্য আপনি আপনার প্রতিদিনের মোবাইল ঘাটাঘাটির সময় তালিকা পেয়ে যাবেন। সেই সাথে কোন অ্যাপসে কতটুকু সময় ব্যয় করেছেন তারও একটি নমুনা হিসাব পেয়ে যাবেন।
৩. Lock My Phone
মোবাইল ফোনের আশক্তি কমানোর তাগিদে এর চেয়ে ভালো mobile saptewar আমি আর দ্বিতীয়টি খুঁজে পাই
নি। অথবা, বলতে পারেন খোঁজার চেষ্টাও করি নি।নিজের ইচ্ছেমত টাইম সেট করে দিয়ে আপনি মোবাইলকে কন্ট্রোল করতে পারবেন। যার মধ্যে আপনি মেবাইলকে ইচ্ছে করলেও ব্যাবহার করতে পারবেন না৷তাই অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটুখানি সাহসিকতার
পরিচয় দিতে হবে।
৪. Money Lover
দৈনন্দিন জীবনে আমাদের অনেক হিসেব করে চলতে হয়।আর আমার মনে হয় হিসেব ছাড়া কোনো মানুষই দুনিয়ায় চলতে পারে না।প্রতিদিন হোক বা মাসিক আয় হোক, ব্যায় তো প্রতিদিন কিছু না কিছু থাকেই৷ আর কত টাকা খরছ করলাম, কোন খাতে ব্যায় করলাম তা নির্নয় খুবিই জরুরী জীবনে টিকে থাকার জন্য, তাই তো আপনাকে এই এপস এর কথা বলা, আপনার পুরো মাসের আয়-ব্যয়ের হিসাব এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই নির্নয়
করে নিতে পারবেন।
৫.Greenify
প্রতিদিনের ব্যাবহার্য এমন বিভিন্ন অ্যাপস রয়েছে যা আপনার অগোচরে ব্যাকগ্রাউন্ডে রুটিন মাফিক চলতে থাকে। যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জও তুলনামূলক একটু বেশিই খরচ হয়। একিই করানে আপনার ফোনের স্পিড স্লো হয়ে যেতে পারে। তাছাড়া অতিরক্ত ডাটা চার্জ হতে পারে।। অতিরিক্ত এপস গুলো ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে মোবাইল তো ল্যাগ করার ই কথা৷ যদিও মোবাইল যগৎ এ অক্টা কোর প্রসেসর দিয়ে অধিক পরিমান এপস ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে। আর তাই এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ডে চলমান সমস্ত অ্যাপসকে নিজের খেয়ালখুশি মতো পরিচালনা করে ব্যাটারির চার্জ কিছুটা সেভিংস করতে পারবেন সাথে মোবাইলের ভারসাম্য ও রক্ষা করতে পারবেন।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

The post এন্ড্রোয়েড ফোনের ৫টি ধরকারি App! appeared first on Trickbd.com.

আপনাকে ছাড়া আপনার ফোনের কোন অ্যাপসে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ লুকিয়ে প্রবেশ করতে যায় তার ছবি তুলে রাখবে চলুন দেখে আশা যাক।

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে একটি মাত্র অ্যাপস দিয়ে মোবাইলে অনেক গুলো সিকিউরিটি দিবেন। এখানে সিকিউরিটি বলতে আপনার পার্সোনাল অ্যাপসে কেউ প্রবেশ করতে পারবে না।  সাথে আপনার ফোনটি লক করা আছে যদি কোন ব্যক্তি আপনার পারমিশন ছাড়া লক খুলার চেষ্টা করে তার ছবি তোলে রেখে দিবে। আরো অনেক ধরনের ফিচার রয়েছে এই অ্যাপসটিতে ।কয়েকটি উদাহরণ দেওয়া যাক।

উদাহরণ ১ :

ধরেন আপনার পার্সোনাল সব কিছু আপনি Google Drive এ রাখলেন। কিন্তু আপনি drive কে লক করার জন্য আলাদা app ব্যবহার করতে চাচ্ছেন না। এখন আপনি ভাবছেন যদি এমন হতো যে drive অ্যাপসে ক্লিক করলে অন্য কোথাও নিয়ে যাবে drive যাতে ওপেন না হয়। এই কাজটা কিভাবে করা যায় সেটা আমি আজ দেখাবো।

উদাহরণ ২ :

ধরেন আপনার ফোনের সকল অ্যাপস আনলক করা আপনি চাচ্ছেন যে আপনাকে ছাড়া যদি আপনার অজান্তেই কেউ যেকোন অ্যাপসে প্রবেশ করলে সাথে সাথে যাতে বলে দেয় open in Messenger মানে যেই অ্যাপসটি ওপেন করবে সেই অ্যাপসটির নাম বলে দিবে।

তো চলুন শুরু করা যাক।

App Download 

প্রথমে আমরা অ্যাপসটির ওপেন করবো।

তারপর নেস্ট করে দিবো।

দেখতে পাচ্ছেন কত গুলো অপশন আছে একেক টার একেক কাজ সব গুলো তো আর দেখানো সম্ভব না। আমি কয়েক টার কাজ দেখাবো।

প্রথমে add macro তে চলে যাবো।

এখন তিনটি অপশন দেখতে পাচ্ছেন আমরা প্রথমে trigger এ চলে যাবো।

 

এখান থেকে application সিলেক্ট করে নিবো।

এখন application launched ক্লিক করবো।

তারপর মার্ক করা মতো কাজ করে যাবো।

এখন আমি একটি অ্যাপস সিলেক্ট করলাম।

এখন ওকে দিবো এবং কিছু পারমিশন চাইবে ওকে করে দিবেন ।

মার্ক করা অন করে দিবেন।

আমাদের trigger কাজ শেষ এখন আমরা কাজ করবো action নিয়ে।

তাই এখন action plus বাটনে ক্লিক করবো।

 

এখন আমরা device action ক্লিক করবো।

এখন আমি চাচ্ছি যে আমার es file অ্যাপসটির ওপেন করতে গেলে সাথে সাথে হোম স্কিনে যাতে চলে আশে তাই আমি launch home screen সিলেক্ট করে দিলাম।

উপরে একটা নাম দিবো তারপর টিক দিয়ে দিবো এখন আমাদের কাজ শেষ। এখন কেউ চাইলেও অ্যাপসটি ওপেন করতে পারবে না।

আমরা আবার নতুন একটা দেখাবো আগে মতো প্রথমে trigger ও চলে যাবো।

এখন আমরা যাবো device event এ ।

তারপর failed login attempt ক্লিক করবো।

সব গুলো জায়গায় টিক দিয়ে ওকে দিবো।

এখন আমাদের থেকে device administrator পারমিশন চাইবে আপদি enable করে দিবেন।

এখন আমাদের trigger এর কাজ শেষ।

এখন আমরা কাজ করবো action নিয়ে তাই প্লাস বাটনে ক্লিক করবো।

তারপর camera/photo তে ক্লিক করবো।

তারপর take photo তে ক্লিক করবো।

এই রকম কিছু পারমিশন চাইবে পারমিশন দিয়ে নিবেন।

এখন আমরা কোন ক্যামেরা ব্যবহার করবো ছবি তোলার জন্য। এখানে ছবি তোলা হচ্ছে যে আপনি অন্য কোন ব্যক্তি আপনার ফোনের লক খুলার চেষ্টা করলে সেই ব্যক্তির ছবি আপনি কোন ক্যামেরা দিয়ে তুলতে চান সেটা সিলেক্ট করে দিবেন।

এখন আপনি চাইলে ক্যামেরা হাইড করে রাখতে পারেন।

এখন আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে যেখানে ছবি জমা থাকবে।

এখন action কাজ শেষ। ।

উপরে একটি নাম দিয়ে প্লাস ক্লিক করে সেভ করে নিবো ।

তো আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন সব কিছুতো দেখানো সম্ভব না আপনার একটু গেটে দেখবেন।

Demo video :

 

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমি একটু অসুস্থ থাকার কারণে কয়েকটা দিন পোস্ট করা হয়নি।

Facebook

YouTube

Page

The post আপনাকে ছাড়া আপনার ফোনের কোন অ্যাপসে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ লুকিয়ে প্রবেশ করতে যায় তার ছবি তুলে রাখবে চলুন দেখে আশা যাক। appeared first on Trickbd.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

বিকাশ থেকে ১০০ টাকা ফ্রিতে যেভাবে নিবেন!

Posted:

আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি Bkash নিয়ে কথা বলবো।
বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে . মোবাইল ব্যাংকি 'বিকাশ' তার গ্রাহকদের জন্য বিনা মূল্যে ১৫০ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ দিচ্ছে। ব্রাক ব্যাংকের এ প্রতিষ্ঠানটি তাদের অ্যাপে বেশ কিছু পরিবর্তন এনেছে।
বিকাশের নতুন অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলে বিকাশে লগ-ইন করলে গ্রাহক তাৎক্ষণিক ভাবেই প্রথমবার ১০০ টাকা বোনাস পেয়ে যাবেন তার একাউন্টে।এছাড়াও নতুন গ্রাহক অথবা প্রথমবার অ্যাপ ব্যবহারকারী নিজের অ্যাপ থেকে নিজের মোবাইলে প্রথমবার ২৫ টাকা রিচার্জ করলে পাবেন ৫০ টাকা তাৎক্ষণিক বোনাস।বিকাশ একাউন্ট ফ্রি বোনাস ১০০টাকা মূহুর্তেই ১০০ টাকা বোনাস নিম্নোক্ত লিংকে
bKash App Download Link: https://bka.sh/next?c=signup&uuid=C1CB4O243 ক্লিক করে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।তারপর বিকাশ অ্যাপ থেকে রেজিষ্ট্রেশন-এ ক্লিক করে নিজে নিজে একাউন্ট খুলে ফেলুন।অতঃপর *247# ডায়াল করে পিন সেট করুন। এবার অ্যাপ এ লগিন করলেই ১০০ টাকা নগদ বোনাস।লিংকঃ https://bka.sh/next?c=signup&uuid=C1CB4O243 বিকাশ অ্যাপ ডাউনলোড নতুন বিকাশ অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলুন মিনিটেই, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে। কোথাও যেতে হবে না!আর অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস!
সাথে আছে আরো অ্যাপ অফার:
– প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস .সর্বমোট ১৫০ টাকা বোনাস পাবেন একজন বিকাশ গ্রাহক। অফার চলাকালীন একজন গ্রাহক অফারটি একবারই পাবেন।ক্যাশ আউট খরচ হাজারে মাত্র ১৫ টাকা অফারের বিস্তারিত সেন্ড মানি ও পে বিল এ কোনো চার্জ নেই এসে গেছে নতুন বিকাশ অ্যাপ! এখন একাউন্ট খুলতে পারবেন নিজের ফোন থেকে, ঘরে বসেই! সাথে পাচ্ছেন নিচের অফারগুলোঃ
অ্যাপ থেকে বিকাশ একাউন্ট খুললে পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস!
প্রথমবার অ্যাপ এ লগ ইন করলে পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস! মোট ১০০ টাকা
বোনাস।
অ্যাপ থেকে প্রথম বার ২৫ টাকা রিচার্জে পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস!
অ্যাপ দিয়ে ক্যাশ আউট করতে পারবেন হাজারে মাত্র ১৫ টাকায়!
আর অ্যাপ থেকে সেন্ড মানি ও পে বিল এ কোনো চার্জ নেই।
তাই এখনি নতুন অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুলুন ঘরে বসেই।
অ্যাপ থেকে বিকাশ একাউন্ট খুললে পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস!
অফারের বিস্তারিতঃ
একজন গ্রাহক প্রথমবারের মতো অ্যাপ রেজিস্ট্রেশন করে লগ ইন করলেই পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস।অ্যাপ থেকে প্রথমবার ২৫ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলে পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস!
অ্যাপ থেকে বিকাশ একাউন্ট খোলার / লগইন করুন
অফারের আরো বিস্তারিতঃ একজন গ্রাহক প্রথমবারের মতো অ্যাপ দিয়ে ২৫ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলে অফারটি পাবেন।শুধুমাত্র নতুন অ্যাপ দিয়ে ২৫ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলেই অফারটি পাওয়া যাবে। অফার চলাকালীন একজন গ্রাহক অফারটি একবারই পাবেন।বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র
১৫ টাকা!
Bkash 100 Taka Bonous Offer For New App Singup নতুন বিকাশ অ্যাপ দিয়ে QR কোড স্ক্যান করে ক্যাশ আউট করলে চার্জ হাজারে মাত্র ১৫ টাকা।একজন গ্রাহক সক্রিয় বিকাশ একাউন্ট ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে অফারটি উপভোগ করতে পারবেন।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

The post বিকাশ থেকে ১০০ টাকা ফ্রিতে যেভাবে নিবেন! appeared first on Trickbd.com.

স্কয়ার ও থাইরোকেয়ারের স্বাস্থ্য পরীক্ষার খরচ নগদের মাধ্যমে পরিশোধ করলেই পাচ্ছেন ক্যাশব্যাক (দীঘমেয়াদী অফার)

Posted:

স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য চিকিৎসার পেমেন্ট করলেই পাচ্ছেন ক্যাশব্যাক(দীঘমেয়াদী অফার)


মোবাইল ব্যাংকিংয়ের আরও একটি নাম হলো নগদ । ইউজারদের সুবিধাথে নানা ধরনের ব্যাবস্থা করে চলেছে বাংলাদেশের এই অন্যতম প্রতিষ্ঠান । মোবাইল রিচাজ থেকে শুরু করে পেমেন্ট করার ব্যাবস্থা আয়োজন করেছে নগদ । শুধু তাই নয়, পেমেন্ট করার পর আপনি ক্যাশব্যাকও পেতে পারেন ।

বতমানে বাংলাদেশের অধিকাংশ মানুষই বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় জজরিত হয়ে পড়েছেন । আর এজন্য তাদেরকে প্রতিনিয়ত প্রচুর অথও খরচ করতে হচ্ছে যা তাদের আয়ের সমতুল্যও হচ্ছে না । তাদের জন্যই দীঘমেয়াদী কিছু ক্যাশব্যাক অফার চালু করেছে নগদ । নগদের অফারসমূহ নিম্নে বণিত করা হলো :-

হেলথ চেকআপে ক্যাশব্যাক :-

স্কয়ার হসপিটাল থেকে
নির্দিষ্ট হেলথ চেকআপ প্যাকেজে নগদ পেমেন্টে করলে পাবেন স্পেশাল ক্যাশব্যাক । এই অফার অনুযায়ী নগদের মাধ্যমে পেমেন্ট করলে ৬০৯০ টাকার হেলথ প্যাকেজ ৫০০০ টাকায় । অথাৎ৬০৯০ টাকায় ১০৯০ টাকা ক্যাশব্যাক অফার পাবেন ।

মেয়াদ : অফারটি ৩১ ডিসেম্বর,
২০২২ পর্যন্ত চলবে অথাৎ এই বছরের শেষ পযন্ত ।

নগদের অফিসিয়াল পেজ থেকে এ সম্পকে আপনারা বিস্তারিত দেখতে পারেন এবং নগদ টিমকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন ।

বিস্তারিত: স্কয়ার হসপিটালের চিকিৎসা পেমেন্টে ক্যাশব্যাক


হেলথ টেস্টে ক্যাশব্যাক :-


Thyrocare(থাইরোকেয়ার) Bangladesh-এ
যেকোন হেলথ টেস্ট
সার্ভিসের পেমেন্ট
নগদের মাধ্যমে পরিশোধ করলেই পাচ্ছেন ২৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক । অথাৎ ১০০ টাকায় ক্যাশব্যাক পাবেন ২৫টাকা । এই অফারটি ৩১ আগস্ট, ২০২২
পর্যন্ত চলবে ।

বিস্তারিত জানুন এবং জিজ্ঞাসা করুন আপনার প্রশ্নটি নগদের ওয়েবসাইট থেকে: থাইরোকেয়ারের সাস্থ্য পরীক্ষায় নগদ পেমেন্টে ২৫% ক্যাশব্যাক

আজ এখান থেকেই বিদায় নিচ্ছি । সবাইকে সালাম জানাই ।

The post স্কয়ার ও থাইরোকেয়ারের স্বাস্থ্য পরীক্ষার খরচ নগদের মাধ্যমে পরিশোধ করলেই পাচ্ছেন ক্যাশব্যাক (দীঘমেয়াদী অফার) appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments