Search box..

ফোনের অপ্রয়োজনীয় Apps ডিলিট করার সহজ উপায়।

ফোনের অপ্রয়োজনীয় Apps ডিলিট করার সহজ উপায়।


ফোনের অপ্রয়োজনীয় Apps ডিলিট করার সহজ উপায়।

Posted:

আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি APPS নিয়ে কথা বলবো।
স্মার্টফোনে এমন কিছু অ্যাপস থাকে যেগুলো কোনো কাজেই লাগে। এসব অকাজের অ্যাপস ফোনে থাকার ফলে স্টোরেজ কমে যায়। ফোনও হয়ে যায় স্লো।তাই এসব অ্যাপস ডিলিট করাই উত্তম।জেনে নিন ফোনের অ্যাপস ডিলিট করার উপায়। অপ্রয়োজনীয় অ্যাপস ফোন থেকে ডিলিট করতে পারলে ফোনের স্টোরেজ অনেকটা বেড়ে যায়। এর ফলে ফোন আবার স্বমহিমায় চলতে শুরু করে।একাধিক পদ্ধতিতে অ্যানড্রয়েডে অ্যাপ ডিলিট করা সম্ভব। আসুন দেখে নেওয়া যাক সেই
উপায়গুলো।
প্রথম পদ্ধতি
স্টেপ ১। Google Play ওপেন করুন।
স্টেপ ২। বাঁ দিকে উপরে ট্যাপ করে My apps & games সিলেক্ট করুন।
স্টেপ ৩। উপরে Installed ট্যাব সিলেক্ট করুন।
স্টেপ ৪। এখানে আপনার ডিভাইসে ইনস্টল থাকা সব অ্যাপ এক জায়গায় দেখতে পাবেন। যে যে অ্যাপ ডিলিট করতে চান সেটিকে সিলেক্ট করুন।
স্টেপ ৫। এরপরে Uninstall সিলেক্ট করলে আপনার ফোন থেকে সেই অ্যাপ ডিলিট
হয়ে যাবে।
দ্বিতীয় পদ্ধতি আপনি যে অ্যাপ ডিলিট করবেন সেই অ্যাপ এর নাম জানা থাকলে এই পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন।
স্টেপ ১। Google Play ওপেন করুন।
স্টেপ ২। ডান দিকে উপরে সার্চ বারে যে অ্যাপ ডিলিট করতে চান তার নাম লিখে সার্চ করে ওপেন করুন।স্টেপ ৩। এরপরে Uninstall সিলেক্ট করলে আপনার ফোন থেকে সেই অ্যাপ ডিলিট হয়ে যাবে।
তৃতীয় পদ্ধতি
স্টেপ ১। যে অ্যাপটি ডিলিট করতে চান সেটি ওপেন করেন।
স্টেপ ২। যে অ্যাপ ডিলিট করতে চান তার উপরে ট্যাপ করে হোল্ড করলে স্ক্রিনের উপরে Uninstall অপশান দেখতে পাবেন।
স্টেপ ৩। অ্যাপটিকে ড্র্যাগ করে Uninstall অপশানের উপরে ছেড়ে দিন।
চতুর্থ পদ্ধতি স্টেপ ১। Settings > Apps ওপেন করুন
স্টেপ ২। এখানে আপনার ডিভাইসে ইনস্টল থাকা সব অ্যাপ এক জায়গায় দেখতে পাবেন। যে যে অ্যাপ ডিলিট করতে চান সেটিকে সিলেক্ট করুন।
স্টেপ ৩। এরপরে Uninstall সিলেক্ট করলে আপনার ফোন থেকে সেই অ্যাপ ডিলিট
হয়ে যাবে।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

The post ফোনের অপ্রয়োজনীয় Apps ডিলিট করার সহজ উপায়। appeared first on Trickbd.com.

CSS কি?এর কাজ কি?এর সুবিদা কি? সব জানুন।

Posted:

আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি CSS নিয়ে কথা বলবো।

CSS কি?

CSS এর পূর্ণরূপ হলো Cascading Style Sheets. এটি এমন একটি ভাষা (Language) যা HTML এর ডকুমেন্টের স্টাইল বর্ণনা করে। এটি বর্ণনা করে যে কীভাবে HTML উপাদানগুলি স্ক্রিন, বা অন্য মিডিয়ায় প্রদর্শিত হবে। HTML এবং CSS সবসময় একসাথে ব্যবহৃত হয়।ওয়েব পেজটিকে আকর্ষিত করা বা ডিজাইন বা Layout তৈরী করাই হলো CSS এর কাজ। HTML এবং CSS এই দুটি দিয়েই আপনি পুরো ওয়েবসাইট এর ডিজাইন করতে পারবেন। এক কথায় একটি সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে হলে আপনাকে এই CSS Language খুব ভালো করে শিখতে হবে।

CSS এর কাজ কি?

CSS এর সাহায্যে আপনি HTML পেজ এর টেক্সট গুলিকে নতুন নতুন রং দিতে পারবেন।এছাড়াও কোনো টেক্সট এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা বা পুরো ওয়েবপেজ এর কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সট সাইজ বড় ছোট করা ও আকার বদলাতে পারবেন।আপনার ওয়েব পেজ এর কোন জায়গায় কি রাখতে চান সেটি আপনি নির্ধারণ করতে পারবেন CSS এর সাহায্যে। CSS দিয়ে আপনি অ্যানিমেশন তৈরী করতে পারবেন। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনাকে CSS খুব ভালোভাবে শিখতেই হবে।

CSS এর সুবিধা কি?

দ্রুত পেজ লোড করে CSS: আপনি যদি CSS ব্যবহার করেন তাহলে আপনাকে HTML ট্যাগ এট্রিবিউটস বার বার লেখার দরকার পড়বে না।শুধুমাত্র একটি CSS এর রুল যেকোনো HTML ট্যাগ এর উপর Apply করলে হবে। একটি ট্যাগের একটি CSS নিয়ম লিখুন এবং এটি ট্যাগের সমস্ত উপস্থিতিতে প্রয়োগ করুন। তাই যত কম আপনার ডকুমেন্ট এ Code থাকবে তত আপনার পেজ লোডিং ফাস্ট বা দ্রুত হবে।
CSS সময় বাঁচাতে সাহায্য করে : আপনার ওয়েবসাইটটি যত বড় হোক না কেন, CSS আপনার সময় বাঁচাবে। এছাড়াও CSS বড় ওয়েবসাইটগুলির রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত ঝুঁকি হ্রাস করে।আপনি যদি একবার CSS লিখেন এবং সেটিকে আপনি একই Sheet এর HTML এর পেজের একাধিক জায়গাতে পুনরায় ব্যবহার করতে পারবেন।আপনি প্রতিটি HTML এর এলিমেন্ট গুলির জন্য একটি করে আইডি দিতে পারেন এবং আপনার পছন্দমত সেটি অনেক ওয়েব পেজে প্রয়োগ করতে পারেন। এভাবে CSS আপনার সময় বাঁচাবে।
সহজে Element চেঞ্জ করা যায় :
আপনি যদি বড় কিছু চেঞ্জ করতে চান তাহলে Simple স্টাইল পরিবর্তন করুন এবং আপনার ওয়েব পেজ এর সমস্ত Element চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। সুতরাং আপনি CSS ব্যবহার করে একটি সম্পূর্ণ ওয়েবসাইটের চেহারা পরিবর্তন করতে পারেন।
একাধিক ডিভাইসের সামঞ্জস্য করে :
CSS বিভিন্ন স্ক্রিন, ছোট পর্দা, বড় পর্দা বা প্রিন্টারগুলির মতো বিভিন্ন ধরণের ডিভাইসের সাথে উপস্থাপনাটি মানিয়ে নিতে সহায়তা করে। এর মানে হলো যে আমরা কেউ মোবাইল এ ইন্টারনেট এক্সেস করি কেউ আবার কম্পিউটারে আবার অনেকে ট্যাব এ অথবা ছোট ছোট মোবাইলে।এগুলির স্ক্রিন সাইজ ভিন্ন যেমন মোবাইল এর স্ক্রিন ছোট আকারে আবার কম্পিউটার এর স্ক্রিন সাইজ বড়ো হয়। তাই CSS সামগ্রীকে একাধিক ধরণের ডিভাইসের জন্য অনুকূলিত করার অনুমতি দেয়। আপনি এই CSS এর সাহায্যে এটি নির্ধারণ করতে পারবেন যে কোন কোন ডিভাইস এ কেমন দেখাবে আপনার ওয়েব পেজটি।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

The post CSS কি?এর কাজ কি?এর সুবিদা কি? সব জানুন। appeared first on Trickbd.com.

🏏 বাংলাদেশ থেকে সরাসরি ফ্রিতে দেখুন Bangladesh 🆚 Westindies ম্যাচগুলো, অ্যাপ এবং ওয়েবসাইট যেকোন মাধ্যমে।

Posted:

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।

দূর্ভাগ্যবশত, বাংলাদেশের কোন মধ্যমই কোন ম্যাচ প্রচারের স্বত্ব নিতে পারে নি। অনেকে স্কোর দেখে বসে আছেন, পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছেন না। এখন সরাসরি খেলা দেখতে পারবেন, একদম ফ্রিতে। এজন্য পোষ্টের নির্দেশনা অবশ্যই অনুসরণ করবেন।

🟢 উপায় ১- অ্যাপ।

▪বর্তমানে আপনারা সকল প্রকার খেলা লাইভ 🖥 Dora Tv অ্যাপের মধ্যমে দেখতে পারেন।

▪অ্যাপে খেলা দেখার বিশেষ সুবিধা আছে এখানে অতিরিক্ত অ্যাডের সমস্যায় পড়তে হবে না।

▪ডাউনলোড করার জন্য অবশ্যই Dora Tv অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন।

▪অফিসিয়াল ওয়েবসাইট-https://doratv.me/

▪ডাউনলোড + ইনস্টল + ওপেন করুন

Now Enjoy The Match 😊😊

🟢 উপায় ২- ওয়েবসাইট

▪ওয়েসাইডে খেলা দেখায় অনেককে অ্যাডের সমস্যায় পড়তে হতে পারে। তাই যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার কারী, আপনারা ব্রাউজারের অ্যাড ব্লোক করে নিবেন।

▪যারা অ্যাড ব্লোক করতে পারেন না, তারা chrome extensions গিয়ে Ads Blocker গুলো অ্যাড করে নিলেই হবে। যারা এরপরও অ্যাড ব্লোক করতে পারবেন না, ইউটিউব থেকে দেখে নিবেন।

▪ওয়েসাইট লিংক- http://tv.bdixsports.com/live


🏏এই সিরিজে মোট ম্যাচ- ৮ টি।
টেস্ট: ২টি, টি-টুয়েন্টি: ৩টি, একদিনের ম্যাচ: ৩টি
নিচে ম্যাচ সিডিউল দেখুন👇👇👇

ধন্যবাদ সকলকে। আশা করি সবাই সকল ম্যাচ উপভোগ করতে পারবেন।

The post 🏏 বাংলাদেশ থেকে সরাসরি ফ্রিতে দেখুন Bangladesh 🆚 Westindies ম্যাচগুলো, অ্যাপ এবং ওয়েবসাইট যেকোন মাধ্যমে। appeared first on Trickbd.com.

কোথায় এবং কিভাবে শিখবেন মোবাইল রিপেয়ারিং? ফ্রি এবং প্রিমিয়াম

Posted: 16 Jun 2022 09:55 AM PDT

বিশ্বে জনসংখ্যার সাথে সাথে মোবাইল ব্যবহারকারীও বাড়ছে। পৃথিবীর মোট জনসংখ্যার ৯০% এর বেশি মানুষ এখন মোবাইল ব্যবহার করে। যদিও এই সংখ্যা পুরোপুরি সঠিক না কারন অনেকেই কয়েকটা ফোন ব্যবহার করে। যাইহোক আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনার নিজে মোবাইল রিপেয়ারিং শিখবেন।

মোবাইল রিপেয়ারিং কি?

মোবাইল রিপেয়ারিং মুলত পুরাতন ফোনের কোন সমস্যা বা কোন কিছু আপডেট করাকে বোঝায়। প্রতিটা ফোন কোন এক সময় এসে সমস্যায় পড়ে অথবা আমরা ভুলবশত ফেলে স্ক্রিন বা অন্যান্য জিনিস ভেঙ্গে ফেলি যখন আমাদের ফোন রিপেয়ারিং এর প্রয়োজন হয়। আর এই ফোন ঠিক করাকেই মোবাইল রিপেয়ারিং বা ঠিক করা বলা হয়।

মোবাইল রিপেয়ারিং করবেন নাকি নতুন ফোন কিনবেন?

যুগের সাথে সাথে তাল মিলিয়ে প্রতিটা মোবাইল ফোন কোম্পানিই প্রতিদিন নতুন নতুন টেকনোলজি ব্যবহার করছে যার কারনে মোবাইল ফোনের দাম বেড়েই চলেছে। যদিও সস্তা ফোনও বাজারে পাবেন। মোবাইল ফোন ঠিক করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে।

  • নতুন ফোনঃ নতুন বা কিছুদিন ফোন ব্যবহার করার পর অনেক সময় অসাবধানত ফোন পড়ে যায় যাতে করে এর স্ক্রিন বা বডির সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনি আর ওয়ারেন্টি পাবেননা। তখন আপনাকে মোবাইল ফোন রিপেয়ারিং করতে হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই কিছুটা লাভ করবেন।
  • পুরাতন দামি ফোনঃ একটা ফোন এক বছর বা কয়েকবছর খুব ভালোভাবে ব্যবহার করা যায়। এক্ষত্রে যদি কোন সমস্যা দেখা দেয় তখন ঠিক করার ভাল।
  • যখন নতুনের থেকে ঠিক করা বেশি খরচঃ আপনি যদি আইফোনের পুরাতন মডেল গুলো ব্যবহার করেন আর যদি কোন সমস্যা হয় তবে বুঝবেন অনেক সময় ঠিক করার খরচ নতুন ফোন কেনার থেকে বেশি বা কাছাকাছি হয়ে যায়। যা আপনি হয়তো একদমই চাইবেন না।

কোথায় শিখবেন মোবাইল ফোন রিপেয়ারিং?

মোবাইল ফোন রিপেয়ারিং ঠিক দুইভাবে শেখা যায়। এক অফলাইনে আর দুই অনলাইনে। চলুন আমরা দুইভাবেই জেনে নিই।

অফলাইনে কোথায় শিখবেন ফোন রিপেয়ারিং?

অফলাইন বলতে আমরা বুঝি কোন দোকান বা কোচিং সেন্টার থেকে শেখা। আমার আশেপাশে আমি যত মানুষ দেখেছি তাদের বেশির ভাগই কোন কোন একসময় কারোর সাথে থেকে আস্তে আস্তে শিখেছে। আমি নিজেও কারোর সাথে ছিলাম এবং শিখছি এখনো। কারোর সাথে থেকে শেখার উপকার অপকার দুইটাই আছে। তবে আপনাকে নিজে খুজে নিতে হবে আপনি কারোর কাছ থেকে শিখবেন নাকি টাকা দিয়ে শিখবেন।

অনলাইনে কোথায় শিখবেন?

ইন্টারনেট একটি বিশাল বড় জায়গা। এখানে আপনি বাড়ি বসেই ফোন রিপেয়ারিং শিখতে পারেন। আপনি আপনাদের কয়েকটি ফ্রি এবং প্রিমিয়াম কোর্সের লিঙ্ক দিবো।

ইউটিউবঃ ইউটিউবে আপনি অনেক ভিডিও পাবেন ফোন রিপেয়ারিং করার জন্য এবং এর সব ভিডিও ফ্রি। তবে আপনাকে নিজে খুজে নিতে হবে। আলাদা প্রিমিয়াম কোর্সে যেমন চ্যাপ্টার হিসাবে দেয়া থাকে এখানে আপনি সেভাবে নাও পেতে পারেন। তবে আপনি যে বিষয়ে শিখতে চান সেই বিষয় নিয়ে খোজ করলেই অনেক ভিডিও পাবেন।

লিংকডইন লার্নিং

Linkedin নাম শোনেননি এমন লোক খুব কমই খুজে পাওয়া যাবে। আমরা সাধারনত জানি এটা সোস্যাল মিডিয়া সাইট এবং অনেকটা ফেসবুকের মত। কিন্তু এই লিংকডইন থেকে আপনি চাইলে যেকোন কিছু শিখতে পারবেন লিংকডইনের আলাদা একটা সাইট আছে যেটা আগে লিনডা নামে ছিলো পরে লিংকডইন কিনে নেবার কারনে এখন লিংকডইনের সাথে যুক্ত হয়ে গেছে। এখানে আপনি চাইলে প্রায় সব কিছু শিখতে পারবেন।

Rewa Technology :

রিয়া একাডেমি খুব নাম করা একটা প্রতিষ্ঠান। এরা মোবাইল ফোন রিপেয়ারিং পার্টস এবং টুলস সাপ্লাই করে থাকে তবে এদের আলাদা একটা প্রোগাম আছে শুধু মানুষকে শেখানোর জন্য। আপনি চাইলে আপনার যা কিছু প্রয়োজন মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য তার সব কিছুই এখান থেকে পাবেন। তবে এদের কোর্স অবশ্যই ফ্রি না।

ইউডেমি

ইউডেমি নিয়ে আমরা প্রায় সবাই জানি। এটাও অনেকটা লিংকডইনের মত কিন্তু তুলনামুলক সস্তা। উডেমি থেকেও আপনি মোবাইল ফোন রিপেয়ারিং শিখতে পারবেন। এখানে আপনি অনেক টিউটোরিয়াল খুজে পাবেন যেগুলো অনেক ভালো মানের।

ইউটিউবঃ

ইউটিউব ব্যবহার করেননা এমন কাউকে হয়তো খুজে পাওয়া যাবেনা। আমরা সাধারনত ইউটিউবে সিনেমা নাটক বা গান শুনে সময় কাটায়। কিন্তু এই ইউটিউবে আপনি চাইলে প্রায় সবকিছুই শিখতে পারবেন। ফোন রিপেয়ারিং শেখার জন্য ইউটিউব সবচেয়ে ভালো জায়গা যদি আপনি নির্দিষ্ট কোন বিষয়ের উপর শিখতে চান। কারন এখানে কোন প্রিমিয়াম টিউটোরিয়াল (যেটাতে ধাপে ধাপে শেখানো হয়) পাবেন না। তবে আপনি যদি আগে থেকেই কিছুটা ফোন রিপেয়ারিং নিয়ে জেনে থাকেন তবে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন।

iFixit.com

এটা এমন একটা ওয়েবসাইট যেটাকে স্বয়ং অ্যাপেল কোম্পানি ও পছন্দ করেনা কারন তারা অ্যাপলের সব ফোন কিভাবে ঠিক করা যায় শেখায়। এই ওয়েবসাইটে আপনি প্রচুর টিউটোরিয়াল খুজে পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে ফোন রিপেয়ারিং করতে কাজে লাগাতে পারবেন।

অন্যান্যঃ

ইন্টারনেট যেমন বিশাল একটা জায়গা তেমনি এখানকার সব লিঙ্ক আমার পক্ষে দেয়া সম্ভব না। তবে আপনি চাইলেই গুগল থেকে সহজে খুজে বের করতে পারেন। আমি শুধু আপনাদের যেগুলো ভালো মানের সেগুলোই দেবার চেষ্টা করছি মাত্র। তবে প্রিমিয়াম কোন কোর্স কেনার সময় অবশ্যই কোর্সের মানের দিকে খেয়াল করবেন।

শেষকথাঃ

বর্তমানে মোবাইল ফোন রিপেয়ারিং ব্যবসা অনেক লাভজনক একটা ব্যবসা। তাছাড়া যারা ইলেকট্রনিক পড়ছেন তারাও এসব জায়গা থেকে অনেক কিছু শিখতে পারেবন।

আশা করি আমার লেখাটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন আর কোন সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

The post কোথায় এবং কিভাবে শিখবেন মোবাইল রিপেয়ারিং? ফ্রি এবং প্রিমিয়াম appeared first on Trickbd.com.

BDIX কি? BDIX স্পীড কিভাবে বাইপাস করব?

Posted:

BDIX হলো Bangladesh Internet Exchange এর এক কথায় প্রকাশ।

এই সংস্থা কাজ করে দেশের ইন্টারনেট সেবা নিয়ে। এবং তারা তাদের গ্রাহকদের জন্য উচ্চগতির ইন্টারনেট প্রদান করে।

মূলত তাদের নিকট প্রচুর পরিমাণ ক্যাশ সারবার থাকায় ডাটা আগে থেকে স্টোর করে রাখে এবং তা পরে খুব দ্রুত ব্যবহারকারীদের সামিনে তুলে ধরে।

আজকে দেখাব কিভাবে আপনারা BDIX Speed Bypass করতে পারবেন
উপরের ছবিটি হলো BDIX SPEED BYPASS এর রেজাল্ট।
স্পীড বাইপাসের জন্য আপনি আপনার ব্রাউজারে Socks4, http প্রক্সু ব্যবহার করতে পারেন।
Socks 4 প্রক্সির জন্য ভিজিট করুন ঃ proxydb.net
এবং
http প্রক্সির জন্য ভিজিট করুন ঃ free-proxy.cz

এসকল সাইট থেকে সবথেকে এক্টিভ প্রক্সি নিয়ে তা আপনার ব্রাউজারে সেট করলেই আপনি BDIX স্পিড নিশ্চিত করতে পারবে।

তাছাড়া আপনি চাইলে turbo vpn এর প্রিমিয়াম মোড ব্যবহার করেও BDIX বাইপাস করতে পারবেন।


আপনি যেকোনো ব্রাউজিং কিংবা ডাউনলোড করতে এগুলো ব্যবহার করতে পারেন
সেই সাথে BDIX SPEED BYPASS এর Turbo VPN Mod পেতে এখানে ঘুরে আসতে পারেন অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন।

Turbo VPN Mod


The post BDIX কি? BDIX স্পীড কিভাবে বাইপাস করব? appeared first on Trickbd.com.

সেপ্টেম্বরেই আসছে ফোনের নতুন মডেল iPhone 14 | ফাঁস হলো চমৎকার সব তথ্য।

Posted:


আইফোন এর নতুন ভার্সন নিয়ে সবার খুব , আগ্রহ থাকে  সেই আগ্রহ আরো বহুগুণে বেড়ে গেছে যখন । জানা গেছে আগামী সেপ্টেম্বরেই আসছে আইফোন এর নতুন ভার্সন । তো চলুন জেনে নেই  কি থাকছে এই আইফোনের নতুন ভার্সনে ।

মার্কিন টেক জান অ্যাপেলের আইফোনের চমক দেখা যায় প্রতি বছরের সেপ্টেম্বর মাসে। এই মাসে কোন এক মঙ্গল বারে নতুন  আইফোন ঘোষণা আসবেই । যার সাক্ষী গত দেড় দর্শকের ইতিহাস ।


অ্যাপেল বিশ্ব খবরের সাইট আই ড্রপ নিউজ সম্মতি খবর ফাঁস করেছে বলে জানাচ্ছে । প্রযুক্তিবিষয়ক সাইট টেক ক্রিড়িডার এবার গুঞ্জন উঠেছে ।  চলতি বছরের ১৩ সেপ্টেম্বর আসছে।

আইফোন ১৪ এবারে সিরিজে থাকতে পারে মোট ৪ টি ফোন আইফোন ফোর্টিন । আইফোন ফোর্টিন ম্যাক্স । আইফোন ফোর্টিন প্রো । এবং আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স ।

এরমধ্যে আইফোন ফোর্টিন ম্যাক্স ফোনটিতে থাকতে পারে নাইনটিন HZ ডিসপ্লে । ৬ জিবি পর্যন্ত র্যাম।

একটা রিপোর্ট অনুযায়ী , আইফোন ১৪ ম্যাক্স এ পারফরম্যান্সের জন্য এ ফিফটিন বায়োনিক চিপ থাকবে , অন্যদিকে এ সিক্সটিন বায়োনিক চিপ । আবার আইফোন ফোর্টিন প্রো আবার আইফোন ফোর্টিন প্রো মেক্স । এই ফোন দুটিতে পাওয়া যাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ।

ফোনটির রিয়ার প্যানেলে থাকছে দুটি টুয়েল মেগা পিক্সেলের ক্যামেরা । তবে ফোনটির ফোমপেজ কিংবা সেলফি ক্যামেরা কত মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে । এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি ।।

তো গাইস আজকের মত এ পর্যন্তই, আল্লাহতালা বাঁচিয়ে রাখলে আগামীকাল আবার দেখা হবে নতুন কোন পোস্ট এ ইনশাআল্লাহ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন ❤

The post সেপ্টেম্বরেই আসছে ফোনের নতুন মডেল iPhone 14 | ফাঁস হলো চমৎকার সব তথ্য। appeared first on Trickbd.com.

আপনার ফোন স্লো হওয়ার জন্য দায়ী কোন অ্যাপ? চিহ্নিত করে সরিয়ে দিন | জানুন উপায়!

Posted:

আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি Apps নিয়ে কথা বলবো।
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি Android ডিভাইসে প্রায় প্রত্যেক অ্যাপের সাইজ আগের তুলনায় অনেকটা বড় হয়েছে। ফলে স্মার্টফোনে বেশি মেমোরির সঙ্গেই গ্রাফিক্স ও প্রসেসিং পাওয়ারের প্রয়োজন হচ্ছে। আজকাল প্রায় সব স্মার্টফোনেই 6GB থেকে 8GB RAM থাকছে।বেশি RAM থাকলে ফোন ব্যবহারের অভিজ্ঞতা সুমধুর হয় ঠিকই। কিন্তু সবার পক্ষে কি এত দামি ফোন ব্যবহার করা সম্ভব? এছাড়াও যে সব অ্যাপ বেশি মেমোরি ব্যবহার করে, সেই অ্যাপগুলিকে চিহ্নিত করার উপায় রয়েছে। এই সব অ্যাপগুলিকে চিহ্নিত করে আনইনস্টল করে দিতে পারেন। এই কাজ করলে আপনার ফোন ফাস্ট হবে এবং সেই সঙ্গেই ফোনের ব্যাটারি ব্যাক আপও আগের চেয়ে অনেকটাই বাড়বে।ফোন স্লো হওয়া এবং ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার জন্য অনেকেই হেভি গেমকে দায়ী করেন। কিন্তু মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই Facebook ও Instagram-এর মতো অ্যাপের জন্যই ফোন স্লো হয়।এই অ্যাপগুলি বেশি মেমোরি ব্যবহার করে ও নিয়মিত ব্যাকগ্রাউন্ড ডেটা নিজেদের সার্ভরে পাঠাতে যাকে, ফলে একদিকে যেমন ফোন স্লো হয় অন্যদিকে ফোনে ব্যাটারি হু হু করে কমতে থাকে। কোন অ্যাপ আপনার ফোন স্লো করছে, কী ভাবে তাকে চিহ্নিত করবেন, জেনে নিন।
Settings ওপেন করুন।কোন অ্যাপ আপনার ফোন স্লো করছে এই সহজ উপায়ে
চিনুন :-
*
* স্ক্রোল ডাউন করে Storage/Memory ওপেন করুন।
* এখানে একটি তালিকায় যে অ্যাপ সবথেকে বেশি স্টোরেজ ব্যবহার করছে সেই অ্যাপ সবার উপরে দেখা যাবে।
* সেখানে শুধুই ইন্টারনাল স্টোরেজের ব্যবহার বোঝা যাবে।
* এবার ‘Memory’ সিলেক্ট করে ‘memory used by apps’ অপশন বেছে নিন।
* এবার 3 ঘণ্টা, 6 ঘণ্টা, 12 ঘণ্টা ও 24 ঘণ্টা সময়ের(পছন্দের ইন্টারভাল সিলেক্ট
করুন) মধ্যে, কোন অ্যাপ সবথেকে বেশি RAM ব্যবহার করেছে জানিয়ে দেবে।এই তালিকা থেকে আপনি বুঝতে পারবেন যে, আদতে আপনার ফোনে কোন অ্যাপ বেশি মেমোরি ব্যবহার করছে। সেই মতো অ্যাপ কিল করে দিন অর্থাৎ বন্ধ করে দিন। চাইলে অ্যাপ আন ইনস্টল করতে পারেন। এছাড়াও প্রত্যেক দিন অন্তত একবার ফোন রিস্টার্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

The post আপনার ফোন স্লো হওয়ার জন্য দায়ী কোন অ্যাপ? চিহ্নিত করে সরিয়ে দিন | জানুন উপায়! appeared first on Trickbd.com.

WordPress Plugin কি? WordPress Plugin কিভাবে ইন্সটল করবেন !সব জানুন এই পোষ্টে!

Posted:

আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি Plugin নিয়ে কথা বলবো।

What is WordPress plugin?

প্লাগিংস হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের এমন একটি টুলস যা কিছু নির্দিষ্ট ফাংশনাল কমান্ড ব্যবহার করে ইউজার এর কাজের চাহিদা পূরণ করে থাকে।আর ওয়ার্ডপ্রেস এর সফলতার এবং জনপ্রিয়তার জন্য প্লাগিংস এর অবদান সবচেয়ে বেশি। প্লাগিংস দিয়ে আপনি চাইলেই আপনার সাইটের কাঠামোকেই নিয়ন্ত্রন করে নিতে পারেন। আপনি চাইলে প্লাগিংস দিয়ে আপনার সাইটের লিখা/পোস্টগুলোকে নিয়ন্ত্রন করতে পারেন। এককথায় আপনি যেমনটা চাইবেন সেই ধরনের অসংখ্য প্লাগিংস ওয়ার্ডপ্রেসের প্লাগিংস ডিরেক্টরিতে খুঁজে পাবেন। ওয়ার্ডপ্রেস থীমের মতো প্লাগিংসও অনেকগুলো ফাইল ব্যবহার করে তৈরী করা হয়।ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আপনি প্লাগিংসও দুই ভাবে ইন্সটল করতে পারেন।
সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড (Pluging) থেকে এবং এফটিপি সফটওয়্যার দিয়ে সার্ভারে আপলোড করে। এগুলো নিয়ে পরের পোস্টে বিস্তারিত আলোচনা করবো।

ওয়ার্ডপ্রেস প্লাগিনের মাধ্যমে কি করা যায়?

প্লাগিন ছোট একধরনের সফটওয়ারযার সাথে সংযোগ স্থাপন করে এবং যেকোন ধরনের ওয়েবসাইট তৈরিতে সাহায্য করে।
উদাহরণস্বরূপঃ

  • Woocommerce প্লাগিনের মাধ্যমে একটি অনলাইন দোকান চালু করা যায় Envira Gallery plugin এর মাধ্যমে ফটোগ্রাফি ওয়েবসাইট চালু করা যায় Knowledge based plugin এর মাধ্যমে Wiki সাইট চালু করা যায় Retainmenot এর মত কুপন ওয়েবসাইট চালু করা যায়।আপনার ওয়েবসাইট কেমন বানাতে চান তাতে ? কি করতে চান ?সবকিছুর জন্যই
    প্লাগিন উপস্থিত। ওয়ার্ডপ্রেসে ফিচার ডিফল্ট নেই কিন্তু তার জন্য প্লাগিন রয়েছে।আপনার সাইটের SEO করার জন্য, পারফরমেন্স ঠিক রাখার জন্য, যোগাযোগ
    ফরমের জন্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বা গ্যালারী তৈরির জন্য
    প্লাগিন রয়েছে।
  • প্লাগিন কিভাবে কাজ করে?

    ওয়ার্ডপ্রেসকে কে এমন ভাবে বানানো হয়ছে যাতে করে অন্য যেকেউ চাইলেই তার নিজের কোড এতে যুক্ত করতে পারবে।ওয়ার্ডপ্রেস প্লাগিন API এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস এর ফাংশনকে মডিফাই করা
    সম্ভব।ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের ওয়ার্ডপ্রেস ডাটাবেজ ব্যবহারের সুযোগ দেওয়া হয়।। আপনার ইন্সটল করা প্রতিটি প্লাগিন ওয়ার্ডপ্রেস ডাটাবেজে অর্ন্তভুক্ত করা আছে। আপনি চাইলে আপনার ইচ্ছামত প্লাগিন গুলো একটিভ এবং ডিএকটিভ করতে পারেন।

    ওয়ার্ডপ্রেস প্লাগিন কিভাবে ইন্সটল করবেন?

    আপনি তিনভাবে একটি প্লাগইন আপনার ওয়েবসাইটে ইন্সটল করতে পারেন। এর মধ্যে সহজ পক্রিয়াটি আমরা দেখানোর চেষ্টা করবো।চলুন শুরু করা যাক-Install a Plugin using WordPress Plugin Search – প্লাগইন ইন্সটল করার এটি হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এটি। নাম শুনেই হয়তো বুঝতে পারছেন। এর জন্য আপনি প্লাগইন সার্চ করবেন এবং ইন্সটল করে নিবেন। তবে এর একটি সীমাবদ্ধতা আছে। যে প্লাগইন আপনি সার্চ করবেন সেটাকে WordPress Plugin Directory এর অন্তর্ভুক্ত হতে হবে। যেটা শুধুমাত্র ফ্রি-প্লাগইন এর জন্য সীমাবদ্ধ। আপনাকে প্রথমে আপনার এডমিন প্যানেল লগইন করে নিতে হবে। সেখান থেকে Plugins » Add New ক্লিক কর।আপনার যেই প্লাগইন প্রয়োজন সেটা উপরের Search Bar এ লিখে সার্চ কর। সার্চ করার পরে আপনি ফলাফল স্বরূপ একটি পেইজ দেখতে পাবেন।এখান থেকে আপনার জন্য যেটা সবচেয়ে ভালো সেটা নির্বাচন কর। এইবার আমরা 'Install Now' বাটনে ক্লিক কর।ওয়ার্ডপ্রেস এখন স্বয়ংক্রিয়ভাবে এই প্লাগইন টিকে ডাউনলোড করে ইন্সটল করে নিবে।

    আমার ওয়ার্ডপ্রেস এর সংস্করণে কি অনির্বাচিত প্লাগিন ইনস্টল করতে হবে?

    কখনও বিনামূল্যে প্লাগইন লেখক ওয়ার্ডপ্রেসে প্রতিটি নতুন সংস্করণ তাদের প্লাগইন আপডেট না দিয়ে শুধু যদি এটি কাজ করে,তাহলে তারা এটি আপডেট করার প্রয়োজন বোধ করেন না। সুতরাং, আপনার এখনও একটি পরীক্ষামূলক পরিবেশ থাকতে পারে যেখানে আপনি প্লাগইন পরীক্ষা করতে পারেন যা আপনি জানেন না আপনার ওয়ার্ডপ্রেস সংস্করণের
    সাথে সামঞ্জস্যপূর্ণ।
    আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

    The post WordPress Plugin কি? WordPress Plugin কিভাবে ইন্সটল করবেন !সব জানুন এই পোষ্টে! appeared first on Trickbd.com.

    PHP কি?এর কাজ কি?এর সুবিদা কি? Very Importent!

    Posted:

    আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি PHP নিয়ে কথা বলবো।

    PHP কি?

    PHP এর পূর্ণরূপ হলো Hypertext Preprocessor. সর্বপ্রথম PHP এর পূর্ণরূপ ছিল Personal Home Pages. PHP একটি open source server side scripting language যার দ্বারা আপনি ডাইনামিক ওয়েবসাইট অথবা ওয়েব এপ্লিকেশন তৈরী করতে পারবেন।পিএইচপি (PHP) একটি প্রোগ্রামিং ভাষা। এটি মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্য ব্যবহৃত হয়। PHP হচ্ছে একটি স্ক্রিপ্টিং ভাষা যা মূলত চলমান ওয়েব পাতা তৈরির জন্য ডিজাইন করা হয়েছে।PHP কমান্ড লাইন ইন্টারফেস ক্ষমতাকে অন্তর্ভুক্ত করেছে এবং স্ট্যান্ডআলোন গ্রাফিক্যাল আপ্লিকেশনকে
    ব্যবহার করতে পারে।

    PHP এর কাজ কি?

    PHP হচ্ছে একটি সার্ভার ল্যাংগুয়েজ সাইড যেটা মুলত ওয়েব ডেবলপমেন্ট এর জন্য ব্যবহৃত হয়। এই প্রোগ্রমিং ল্যাংগুয়েজটির উদ্দেশ্য হল ডাইনামিকালী ওয়েব পেজ দ্রুত তৈরী করা।PHP এর মূল কাজ হলো Hypertext process করা। Hypertext বলতে আসলে HTML, XML, CSS, JS এই গুলিকে বোঝানো হয়। PHP Server Based Programming Language হওয়ায় এটি সার্ভারে ডিসিশন নেয় যে কাকে কোন পেজ পাঠাবে।লগইন এর সময় যে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করা হয়, সেগুলোর ভেলিডেশন, ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে ডাটা স্টর ইত্যাদি কাজ করে থাকে এই PHP.

    PHP এর সুবিধা কি?

  • PHP বিভিন্ন প্লাটফর্মে কাজ করতে পারে (Windows,Linux, Unix ইত্যাদি) অন্যান্য ল্যাংগুয়েজ এর তুলনায় PHP ইন্জিন বেশি বুদ্ধিমান। PHP তে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না সে নিজেই নিজের ডেটা দেখে বুঝতে পারে এটা কোন ধরনের ডেটা।এছাড়া PHP তে টাইপ কাস্ট
    করা যায় ফলে অপ্রত্যাশিত ভুল হয় না।
  • PHP সবগুলো সার্ভারে কাজ করতে পারে (IIS,Apache ইত্যাদি) PHP খুব দ্রুত নতুন নতুন ফিচার যোগ করছে। এছাড়া PHP ব্যবহারকারী বা কমিউনিটি অনেক বড়।যেকোন সমস্যা হলে খুব দ্রুত
    সমস্যার সমাধান করে, যা অন্য ল্যাংগুয়েজে অনেক সময় নেয়।
  • PHP হচ্ছে ফ্রী অফিসিয়াল ওয়েবসাইট www.php.net.
  • অন্যান্য ল্যাংগুয়েজের তুলনায় PHP শেখা খুব সহজ।শুধু HTML এর মধ্যে কোড লিখে সার্ভারে রেখে ব্রাউজারে রান করালেই আউটপুট দেখতে পাওয়া
    যায়।
  • আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

    The post PHP কি?এর কাজ কি?এর সুবিদা কি? Very Importent! appeared first on Trickbd.com.

    গেম খেলে টাকা আয় করুন | ফ্রিতে প্রথম গেম খেলে ২০ টাকা বিকাশে নিন

    Posted:

      আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছে আপনার। পোস্টের টাইটেল দেখে বুঝতেই পারছেন পোস্টটি একটি আর্নিং টাইপের পোস্ট। কিন্তু এই পোস্টটি অন্য সব অ্যাপের মতোন আর্নিং পোস্ট নয়। মূলত এখানে আপনাকে গেম খেলে টাকা আয় করতে হবে।

      যদিও এটি একটি অ্যাপ। বর্তমানে অ্যাপটিতে তিনটি গেম রয়েছে। এগুলো হলো –

      • লুডু
      • ফ্রুট ফাইট
      • নাইফ হিট

      এই তিনটির মধ্যে থেকে আপনি পছন্দমতোন একটি গেম বেছে নিয়ে খেলা শুরু করবেন। যদি আপনি জেতেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। ২০ থেকে ৫০ টাকা হলে সহজেই টাকাটা উইথড্র করে নিতে পারবেন। তবে বর্তমানে মিনিমাম উইথড্র ২০ টাকা।

      তাহলে চলেন জেনে নেওয়া যাক কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন ও গেম শুরু করবেন। আর একটা কথা এখনি বলে নিচ্ছি নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করার পর আপনি নতুন ইউজার হিসাবে ১২ টাকা বোনাস পাবেন। আর এই ১২ টাকা দিয়ে গেম শুরু করতে পারবেন।

      যদি আপনি জেতেন তাহলে ২০ টাকা পাবেন এবং সাথে সাথে উইথড্র দিতে পারবেন। উইথড্র না দিলে সেই টাকা দিয়ে আবারো গেম শুরু করতে পারবেন। আর আপনি যদি হেরে যান তাহলে টাকা উইথড্র দেওয়ার কোন উপায় নেই। সেক্ষেত্রে আপনাকে টাকা অ্যাকাউন্টে যুক্ত করে গেম খেলতে হবে।

      এখন তাহলে প্রথমেই অ্যাপটি ডাউনলোড করে নেয়া যাক। অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর অ্যাপটি ডাউনলোড করার পর অপশন পাবেন ও সাথে আপনার ডিভাইসে তা ইন্সটল করার ইন্সট্রাকশন। ডাউনলোড করার পর ইন্সটল করে নিয়ে অ্যাপটিকে ওপেন করুন।

      downloa

      অ্যাপটি ওপেন করার পর আপনার কাছ থেকে ফোন নাম্বার চাইলে। অবশ্যই যে ফোন নাম্বারটি আপনার ফোনে রয়েছে সেই নাম্বারটি দিবেন। আর সেই নাম্বারটি কোন সিমে রয়েছে সেটিও সিলেক্ট করে দিবেন।

      এবার আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কোড আসতে তুলনামূলক বেশী সময় লাগে। কোড আসার পর তা কপি করে বসিয়ে দিবেন। এখন আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিন।

      সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। আশা করছি অ্যাকাউন্ট তৈরি করতে আপনার কোন সমস্যা হবে না।

      অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনি নিচের মতোন করে একটি ইন্টারফেজ পাবেন। আমি বোনাস হিসাবে যে ১২ টাকা পেয়েছিলাম সেটি লুডু খেলতে গিয়ে হেরে গিয়েছি। তবে এই লিংক থেকে ডাউনলোড করে আপনি বোনাস ১২ টাকা পাবেন। যদি না পান তাহলে ধরে নিবে আপনার ডাউনলোড করাটা রেফার হিসাবে কাউন্ট হয়নি।

      এখন যেকোন একটি গেম এ ক্লিক করে গেমটি খেলা শুরু করে দিন।

      কিছু কথা

      অ্যাপটিকে নিয়ে কিছু কথা জেনে নেই।

      • অ্যাপটি ১০০% পেমেন্ট দিবে
      • যদি বোনাস না পান তাহলে ধরে নিবেন রেফার লিংক থেকে সঠিকভাবে অ্যাপ ডাউনলোড করে আপনার অ্যাকাউণ্ট তৈরি করা হয়নি
      • আপনার অনেক ফ্রেন্ড instant পেমেন্ট পেয়েছে। আপনারাও পাবেন
      • ১২ টাকা বোনাস পাওয়ার পর একটি গেম খেলে ২০ টাকা করে উইথড্র করে নিন কিংবা নতুন গেম শুরু করুন।
      • অ্যপটি থেকে অনেকেই পেমেন্ট পেয়েছে। যদি আপনি এখানে টাকা যুক্ত করতে চান তাহলে তা নিজ দায়িত্ব করবেন। তবে আমি পরামর্শ দিব না করার।

    এই ছিল আজকের পোস্ট আপনার কোন প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকুন সুস্থ থাকুন।


    ছেলেদের বিভিন্ন ইসলামিক নামের সন্ধান করে থাকলে এই পোস্টটি পড়তে পারেন – ছেলেদের ইসলামিক নাম অর্থসহ
    Author: Imran Hossan

    The post গেম খেলে টাকা আয় করুন | ফ্রিতে প্রথম গেম খেলে ২০ টাকা বিকাশে নিন appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments