Search box..

এসএসসি ২০২২ এর পরীক্ষা কবে থেকে শুরু? নতুন আপডেট কি?

এসএসসি ২০২২ এর পরীক্ষা কবে থেকে শুরু? নতুন আপডেট কি?


এসএসসি ২০২২ এর পরীক্ষা কবে থেকে শুরু? নতুন আপডেট কি?

Posted:

আসসালামু আলাইকুম,

আশা করি প্রিয়
ট্রিকবিডিবাসির সবাই ভালো
আছেন।আমিও আল্লাহর
রহমতে আর আপনাদের
দোয়ায় ভালো আছি।

প্রিয়,
ট্রিকবিডির জন্য আজকে একটা পোষ্ট
লেখতে বসলাম।জানি না
আপনাদের কেমন লাগবে…..??

যদি পোষ্টটি পছন্দ হয়
তাহলে অবশ্যই পোষ্টে
লাইক ও কমেন্ট করবেন।

এসএসএসি 2022 এর পরীক্ষা কবে? নতুন রুটিন কি সত্যি প্রকাশিত হয়েছে?
সকলেই অবগত আছেন যে বন্যার কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।কিন্তু আমরা ইউটুবে গেলেই দেখতে পাই এস এস সি পরীক্ষার নতুন তারিখ, নতুন রুটিন ইত্যাদি ইত্যাদি টাইটেল।যা দেখে আমরা বিব্রত হই।কেউ কেউ তো ইউটুবে 2020 এর ভিডিও দিয়েও শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।তাদের কিছু ইউটুবারা ভুল তথ্যও দিচ্ছে।তাই এসএসএসি 2022 এর সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ এসব ভুল বিভ্রান্ত না হওয়ার, অযথা চিন্তিত না হতে।তোমরা আগের মতোই সকলে পড়ালেখা চালিয়ে যাও।যদিও পরীক্ষা স্থগিতের কারণে অনেকের মানসিকতার পরিবর্তন ঘটেছে।সত্যি বলতে আমিও একজন পরীক্ষার্থী আমারো কিছুটা মানসিক পরিবর্তন এসেছে।যার কারণে এই বিষয়টা সহপাঠীদের কাছে তুলে ধরছি।ফেসবুকের অনেক গ্রুপে এরকম অনেক পোস্ট করা হচ্ছে।

আর পরীক্ষা সবগুলো মানে নয়টা বিষয়েই হবে।বিষয় না কমার সম্ভাবনা বেশি রয়েছে।আর পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ থেকে ১৫ দিন আগে রুটিন প্রকাশিত করা হবে।ফাহাদ স্যারকে আমরা কম বেশি সবাই চিনি।তিনি বলেছেন ঈদের পরে রুটিন প্রকাশিত করা হবে।তাই আমাদের উচিত ভালোভাবে আগের মতোই পড়াশুনা করা।

উপরের ছবির মতো কিন্তু কোন রুটিন কিংবা পরীক্ষা হবে না।

Rocket Boys SonyLIV Original Series [2022]
Created by Nikkhil Advani / First S. [#S01]
Genres ► Science Fiction || Drama || History
IMDb Rating ► 9.3/10 || Per. Rating ► ♥/10

এই সিরিজটি মূলত গত মাসের ৪ ফেব্রুয়ারি রিলিজ হলেও ব্যস্ততা এবং নতুন নতুন নানান কনটেন্ট এর কারণে দেখবো দেখবো করেও দেখা হয়ে ওঠে নি।
তাই আজ যখন সিরিজটি ফাইলনালি ওয়াচ কমপ্লিট করলাম। তখন সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি গোটা সিরিজটি দেখে।

Concept ► এটি মূলত একটি হিস্টোরিক্যাল ড্রামা সিরিজ যেখানে ভারতের স্পেস ও নিউক্লিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ডঃ বিক্রম সারাভাই এবং ড. হোমি জে. ভাবা দুজনের যেই অভাবনীয় কন্ট্রিবিউশন ছিলো সেটাকে এই সিরিজ এর ক্রিয়েটর নিখিল আদবানি খুবই অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন…

Personal Opinion ► সিরিজটি সত্যি খুবই অসাধারণ ছিলো। কেননা এখানে যতটা সম্ভব ট্রু ইভেন্টটি কে তুলে ধরার চেষ্টা করার হয়েছে। কাজেই, কোথায় ওভার ড্রামাটিক কিছু ছিলো না বললেই চলে। এছাড়া সিরিজে স্পেস ও নিউক্লিয়ার রিসার্চ এর বিষয় গুলো অতি সাবলীল ভাবে উপস্থাপন যার ফলস্বরূপ যেকেউই বিষয় গুলো খুব সহজেই বুঝতে পারবে। এমনকি সিরিজ এর সেট ডিজাইনিং ছিলো খুবই রিয়েলিস্ট। কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি সত্যি আপনাকে সিরিজটি দেখতে আরো আগ্রহী করে তুলবে।

Acting Performance ► আর যাদের কথা না বললেই নয়। যে সিরিজে অভিনয় করা ড. হোমি জে. ভাবা’র চরিত্রে জিম সার্ভ একটা আউট স্ট্যান্ডিং পারফরম্যান্স দিয়েছেন। ডঃ বিক্রম সারাভাই এর চরিত্রে ইশওয়াক সিং তিনিও খুব দারুণ অভিনয় করেছেন। মূলত এ দু’জনের পারফরম্যান্স আপনাদের সিরিজটির প্রতি আরো এনগেইজিং করে তুলবে। এছাড়া দুজনের বিপরীতে সাবা আজাদ, রেজিনা ক্যাসান্দ্রা অভিনয়ই আমার খুবই ভালো লেগেছে।

The Final Verdict ► ওভারঅল ‘রকেট বয়েজ’ এই হিস্টোরিক্যাল সাইফাই ড্রামা সিরিজটির টপ টু বটম সবই ছিলো নিখুঁত ও পারফেক্ট। কাজেই, এই সিরিজটি কে একটা পিওর মাস্টারপিস সিরিজ বললে ভুল হবে নাহ অবশ্যই!

যেকোনো মুভি বা ওয়েব সিরিজ দেখতে বা ডাউনলোড করতে ভিজিট করুন।

moveis007
khatrimaza

ধন্যবাদ সবাইকে।


The post এসএসসি ২০২২ এর পরীক্ষা কবে থেকে শুরু? নতুন আপডেট কি? appeared first on Trickbd.com.

কুরআন শরিফের শ্রেষ্ঠ আয়াত ও তা পাঠের উপকারিতা

Posted:

কুরআন শরিফের শ্রেষ্ঠ আয়াত পাঠের উপকারিতা নিয়ে লেখা হয়েছে এই আটিকেলটি । সবাইকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি ।

কুরআন শরিফের শ্রেষ্ঠ আয়াত হলো সূরা বাকারার ২৫৫ নং আয়াত । আয়তটি ‘আয়াতুল কুরসি’ হিসেবে পরিচিত । আয়াতুল কুরসিকে হাদিসের অনেক জায়গাতে কুরআনুল কারিমের শ্রেষ্ঠ আয়াত হিসেবে উল্লেখ করা হয়েছে । আয়াতুল কুরসিটি নিচে ছবির মাধ্যমে উপস্থাপন করা হলো :-

কয়েকটি হাদিসের মাধ্যমে আয়তুল কুরসি পাঠের গুরুত্ব উল্লেখ করা হলো :-

ক্রমিক ১: আবূ উমামা রাদিয়াল্লাহু
আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, আল্লাহর
রাসূল (সঃ) বলেছেন: "যে
ব্যক্তি প্রতি ফরয
নামায শেষে আয়াতুল
কুরসী পড়ে, তার
জান্নাতে প্রবেশ করতে
মৃত্যু ছাড়া কোন কিছু
বাধা হবে না। (সহীহ
বুখারি ও আলজামে
:৬৪৬৪)

ক্রমিক নং ২: হযরত আলী (রা.) বলেন,
আমি রাসূলুল্লাহকে (সা.)
বলতে শুনেছি, যে
ব্যক্তি প্রত্যেক
ফরজ সালাতের পর
আয়াতুল কুরসি
নিয়মিত পড়ে, তার
জান্নাত প্রবেশে কেবল
মৃত্যুই অন্তরায় হয়ে
আছে। যে ব্যক্তি এ
আয়াতটি বিছানায়
শয়নের সময় পড়বে
আল্লাহ তার ঘরে,
প্রতিবেশীর ঘরে এবং
আশ পাশের সব ঘরে
শান্তি বজায় রাখবেন।
(সুনানে বাইহাকী )


ক্রমিক ৩: রাসুল (স) বলেছেন, “যে ব্যক্তি উক্ত
আয়াত রাতে পাঠ করবে
আল্লাহর পক্ষ থেকে
তার সাথে একজন
রক্ষণা বেক্ষণকারী
ফেরেশতা নিযুক্ত
থাকবেন এবং সকাল
র্পযন্ত শয়তান তার
কাছে আসতে পারেনা
কারণ, শয়তান ওয়াদা
করেছে যে, যে ব্যাক্তি
আয়াতুল কুরছি পড়বে
আমি তার কাছে যাব না।
শুক্রবার আছরের
নামাযের পর নির্জন
স্থানে বসে এই আয়াত ৭
বার পাঠ করলে ঔ সময়
পাঠ কারীর দোয়া
কবুল হয় ।”

ক্রমিক ৪(শ্রেষ্ঠ আয়াতের হাদিস) : হযরত আবু হুরাইরা
থেকে বর্ণিত, রাসুল
(সা.) বলেছেন: “সুরা
বাকারায় একটি শ্রেষ্ঠ
আয়াত রয়েছে, যে ঘরে
আয়াতুল কুরসী পাঠ করা
হবে সেখান থেকে
শয়তান পালাতে থাকে।
(মুসতাদরাকে হাকিম:২১০৩)

অন্যান্য বৈশিষ্ট্যসমূহ :

১। আয়াতুল কুরসি পড়ে
বাড়ি থেকে বের হলে
৭০হাজার ফেরেশতা
চর্তুদিক থেকে তাকে
রক্ষা করে।

২। এটি পড়ে বাড়ি ঢুকলে
বাড়িতে দারিদ্রতা
প্রবেশ করতে পারেনা।

৩।এটি পড়ে ঘুমালে সারা
রাত একজন ফেরেস্তা
তাকে পাহারা দেন।

৪। প্রতিটি ফরজ
নামাযের পর পড়লে তার
আর জান্নাতের মধ্য
একটি জিনিসেরই
দূরত্ব থাকে তা হলো
মৃত্য ।

৫। ওজুর পর পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা বৃদ্ধি লাভ করে ।

তো আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । আমার আজকের আটিকেলটি পড়ার জন্য ধন্যবাদ । আপনার মতামত আশা করছি ।

The post কুরআন শরিফের শ্রেষ্ঠ আয়াত ও তা পাঠের উপকারিতা appeared first on Trickbd.com.

সিলেট বিভাগে বন্যা কবলিত এলাকায় ফ্রি ইন্টারনেট এবং টকটাইম নিয়ে নিন!!

Posted:

আসসালামুয়ালাইকুম প্রিয় মেম্বার গণ।

সবাই কেমন আছেন।

আশা করছি ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায়

আল্লাহর রহমতে ভালো আছি ।

আজকে আমি বলবো

সিলেট বিভাগে বন্যা কবলিত এলাকায়

ফ্রি ইন্টারনেট এবং টকটাইম

কিভাবে পাবেন।

আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশের প্রায় সব

এলাকা বন্যা কবলিত এলাকায় পরিণত

হয়েছে,

এইগুলো এর মধ্যে সিলেট এর অবস্থা খুব।

ভয়াবহ,।

মানুষ বাঁচার জন্য অনেক চেষ্টা করছে

খাদ্য পানীয় সব কিছর দিক দিয়ে তারা

সবাই অনেক অসহায় জীবন কাটাচ্ছে।

যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার ফলে।

কেউ সাহায্য এর জন্য

কারো কাছে বলতে পারছে না ।

তাই এই সংকটময় মুহূর্তে BTRC এর উদ্যোগে

সিলেটে বন্যা কবলিত এলাকায়

ফ্রি তে ইন্টারনেট ব্যালেন্স এবং টকটাইম

পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

এরফলে মানুষ সাহায্যের জন্য

বলতে পারেন।

বর্তমানে ৪ টি সিম কোম্পানি ফ্রিতে

ইন্টারনেট ব্যালেন্স এবং টকটাইম দিচ্ছে।

গ্রামীণফোন:

বাংলাদেশের অতি প্রাচীন একটি সিম

হলো গ্রামীনফোন।

বাংলাদেশের সব সময় বিভিন্ন

প্রাকৃতিক দুর্যোগের সময় সব

সময় তারা পাশে থেকেছে।

তাই এই সংকটময় মুহূর্তে সিলেট বিভাগে বন্যা কবলিত

এলাকায় ফ্রি তে ১০ মিনিট টকটাইম

পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে।

রবি: বাংলাদেশের আরেকটি জনপ্রিয় মোবাইল সিম

কোম্পানি হলো

রবি,

তারা বন্যা কবলিত এলাকায় ফ্রি তে ১০০ এমবি ইন্টারনেট

ব্যালেন্স

এবং ১০ মিনিট টকটাইম দিচ্ছে।

নিতে ডায়াল করুন *২১২৯১*১#

Airtel: রবি আজিয়াটা লিমিটেড এর সৌজন্যে

এয়ারটেল দিচ্ছে সিলেট বিভাগে ১০০ এমবি ইন্টারনেট

এবং ১০ মিনিট টকটাইম।

নিতে ডায়াল করুন

*২১২*১#

টেলিটক: বাংলাদেশের সরকারী মোবাইল সিম ব্র্যান্ড

টেলিটক দিচ্ছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বন্যা

কবলিত এলাকায় ৫০০ এমবি ইন্টারনেট ২০ এসএমএস

১৫ মিনিট টকটাইম।

নিতে ডায়াল করুন *১১১*২০২২*৭#

আমি BTRC কে আন্তরিক

ধন্যবাদ জানাই এই রকম

একটি উদ্যোগ নেওয়ার জন্য।

এই অল্প সময়ের সাহায্য এর

বিনিময় বাঁচতে পারে একটি প্রাণ।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।

আল্লাহ্ হাফেজ।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post সিলেট বিভাগে বন্যা কবলিত এলাকায় ফ্রি ইন্টারনেট এবং টকটাইম নিয়ে নিন!! appeared first on Trickbd.com.

জন্ম নিবন্ধন ফি সম্পর্কে জেনে নিন

Posted:

নতুন জন্ম নিবন্ধন আবেদন করার পরবর্তী সময়ে যখন আপনার কাছে জন্ম নিবন্ধন টি চলে আসবে, তখন আপনি যদি জন্ম নিবন্ধনে কোন রকমের ভুল দেখতে পান, তাহলে নিশ্চয়ই সেটি সংশোধন করার প্রয়োজন পড়তে পারে।

আপনি হয়তো ইতিমধ্যে এ সম্পর্কে জানেন যে জন্ম নিবন্ধন সংশোধন করা মোটেও ফ্রী কোন কাজ নয়। সেজন্য আপনাকে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ফি দিতে হবে।

আর আজকের এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, জন্ম নিবন্ধন Fee সম্পর্কে সর্বশেষ।

জন্ম নিবন্ধন ফি কত?

জন্ম নিবন্ধন Fee বাবদ আপনার কত টাকা দিতে হবে, সেটি নির্ভর করবে আপনি কতটি জিনিস সংশোধন করতে চান সেটির উপরে।

কারণ, আপনি যদি শুধুমাত্র আপনার নাম পরিবর্তন করেন, তাহলে এক রকমের ফি প্রদান করতে হবে এবং আপনি যদি অন্য যে কোনো রকমের ডকুমেন্ট পরিবর্তন করেন, তাহলে অন্য রকমের ফি প্রদান করতে হবে।

জন্ম নিবন্ধন সংশোধন ফি বাবদ যে সমস্ত ইনফরমেশন গুলো আপনার জানা দরকার আছে, সেই সমস্ত ইনফরমেশন গুলো একটি টেবিলে তুলে ধরা হলো।

সংশোধনের ধরণ দেশে বিদেশে
তথ্য সংশোধনের জন্য ফি ১০০ টাকা ২ ডলার
জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য ৫০ টাকা ১ ডলার
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ বিনা ফিসে বিনা ফিসে
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ ৫০ টাকা ১ ডলার

উপরে উল্লেখিত যে ফি দেয়া রয়েছে, সেটি মূলত বাংলাদেশের সরকার কর্তৃক নির্ধারিত। যদি আপনার কাছ থেকে কেউ এর চেয়ে বেশি ফি আদায় করতে চায় তাহলে আপনি রুখে দাঁড়াতে পারেন।

এবং আপনি চাইলে যেকোন রকমের স্টেপ নিতে পারেন।

জন্ম নিবন্ধন ফি সম্পর্কে জেনে নেয়ার একটি অন্যতম কারণ হলো আপনি যখন কোনো একটি দোকানে গিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করতে চান, তখন আপনার কাছ থেকে বেশি ফি নিতে পারে।

এক্ষেত্রে আপনি যদি, পূর্বে থেকে জন্ম নিবন্ধন Fee সম্পর্কে অবগত হয়ে যান, তাহলে কেউ কখনোই আপনি ঠকাতে পারবেনা।

The post জন্ম নিবন্ধন ফি সম্পর্কে জেনে নিন appeared first on Trickbd.com.

HIV সম্পর্কে বিস্তারিত বিষয়।

Posted:

এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) এমন একটি ভাইরাস যা দেহ প্রতিরোধ ব্যবস্থায় আক্রমণ করে। যদি এইচআইভি চিকিত্সা না করা হয় তবে এটি এইডস (অর্জিত ইমিউনোডেফিসিমেন্ট সিন্ড্রোম) হতে পারে। এইচআইভি সম্পর্কে বেসিকগুলি শেখার আপনাকে স্বাস্থ্যকর রাখতে পারে এবং এইচআইভি সংক্রমণ রোধ করতে পারে। আপনি এইচআইভি সম্পর্কিত প্রাথমিক তথ্যে ভিডিওগুলি ভাগ করতে বা দেখতে উপকরণগুলিও ডাউনলোড করতে পারেন।
মিডিয়া আইকনলো রেজোলিউশন ভিডিও
এইচআইভি কি?

এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) এমন একটি ভাইরাস যা দেহ প্রতিরোধ ব্যবস্থায় আক্রমণ করে। যদি এইচআইভি চিকিত্সা না করা হয় তবে এটি এইডস (অর্জিত ইমিউনোডেফিসিমেন্ট সিন্ড্রোম) হতে পারে।
বর্তমানে কোনও কার্যকর নিরাময় নেই। লোকেরা একবার এইচআইভি পেলে তারা জীবনের জন্য হয়।
তবে এইচআইভি সঠিক চিকিত্সার যত্নের সাথে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এইচআইভি -কনফিউজড লোকেরা যারা কার্যকর এইচআইভি চিকিত্সা পান তারা দীর্ঘ, স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেন এবং তাদের অংশীদারদের রক্ষা করতে পারেন।
এইচআইভি কোথা থেকে এসেছে?
এইচআইভির ইতিহাস
মানুষের মধ্যে এইচআইভি সংক্রমণ মধ্য আফ্রিকার এক ধরণের শিম্পাঞ্জি থেকে এসেছিল।
ভাইরাসের শিম্পাঞ্জি সংস্করণ (সিমিয়ান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এসআইভি নামে পরিচিত) সম্ভবত মানুষের কাছে প্রেরণ করা হয়েছিল যখন লোকেরা মাংসের জন্য এই শিম্পাঞ্জিদের শিকার করেছিল এবং তাদের সংক্রামিত রক্তের সংস্পর্শে আসে।
অধ্যয়নগুলি দেখায় যে এইচআইভি 1800 এর দশকের শেষের দিকে শিম্পাঞ্জি থেকে লোকেদের দিকে ঝাঁপিয়ে পড়েছিল।
কয়েক দশক ধরে, এইচআইভি ধীরে ধীরে আফ্রিকা এবং পরে বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। আমরা জানি যে ভাইরাসটি মার্কিন যুক্তরাষ্ট্রে -1970 এর দশকের মাঝামাঝি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যমান।
মার্কিন যুক্তরাষ্ট্রে এইচআইভি ইতিহাস এবং মহামারী সম্পর্কে আরও জানতে, সিডিসির এইচআইভি এবং এইডস টাইমলাইন দেখুন।

আমার এইচআইভি থাকলে আমি কীভাবে জানব?
আপনার এইচআইভি আছে তা নিশ্চিত করার একমাত্র উপায় পরীক্ষা করা। আপনার এইচআইভি স্থিতি জানা আপনাকে এইচআইভি পেতে বা সংক্রমণ রোধে স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

লক্ষণ আছে?
এইচআইভি গ্রাফিক তালিকার লক্ষণ: জ্বর, এইচআইভি লক্ষণ এবং পরীক্ষা, ঠান্ডা, ফুসকুড়ি, রাতের ঘাম, পেশী ব্যথা, গলা ব্যথা, ক্লান্তি, ফোলা লিম্ফ নোড এবং মুখের আলসার।
কিছু লোকের সংক্রমণের 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ফ্লুর মতো লক্ষণ রয়েছে (যাকে তীব্র এইচআইভি সংক্রমণ বলা হয়)। এই লক্ষণগুলি বেশ কয়েক দিন বা সপ্তাহ স্থায়ী হতে পারে। সম্ভাব্য লক্ষণ অন্তর্ভুক্ত করুন

★জ্বর,
★ঠান্ডা,
★ফুসকুড়ি,
★রাতের ঘাম,
★পেশী acches,
★গলা ব্যথা,
★ক্লান্তি,
★ফোলা লিম্ফ নোড, এবং
★মুখের আলসার।
তবে কিছু লোক গুরুতর এইচআইভি সংক্রমণের সময় অসুস্থ বোধ করে না। এই লক্ষণগুলির অর্থ এই নয় যে আপনার এইচআইভি রয়েছে। অন্যান্য অসুস্থতা এই একই লক্ষণগুলির কারণ হতে পারে।

আপনার যদি এই লক্ষণগুলি থাকে এবং মনে হয় যে আপনি এইচআইভিতে প্রকাশিত হতে পারেন তবে একটি স্বাস্থ্যসেবা সরবরাহকারী দেখুন। এইচআইভি জানার একমাত্র উপায় হ’ল জানার একমাত্র উপায়।

এইচআইভির স্তরগুলি কী কী?
যখন এইচআইভি -কমপ্রেসড লোকেরা চিকিত্সা করে না, তারা সাধারণত তিনটি পর্যায়ে অগ্রগতি করে। তবে এইচআইভি ওষুধগুলি রোগের অগ্রগতি ধীর বা প্রতিরোধ করতে পারে। চিকিত্সার অগ্রগতির সাথে, 3 টি পর্ব আজ এইচআইভির প্রথম দিনের চেয়ে কম সাধারণ।

পর্যায় 1: তীব্র এইচআইভি সংক্রমণ

মানব রক্তে প্রচুর এইচআইভি রয়েছে। তারা খুব সংক্রামক।
কিছু লোকের ফ্লুর মতো লক্ষণ রয়েছে। এটি সংক্রমণের জন্য শরীরের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া।
তবে কিছু লোক এখনই বা মোটেই অসুস্থ বোধ করতে পারে না।
আপনার যদি ফ্লুর মতো লক্ষণ থাকে এবং মনে হয় যে আপনি এইচআইভির সংস্পর্শে রয়েছেন, চিকিত্সার যত্ন নিন এবং তীব্র সংক্রমণ নির্ণয়ের জন্য একটি পরীক্ষার জন্য বলুন।
কেবল অ্যান্টিজেন/অ্যান্টিবডি পরীক্ষা বা নিউক্লিক অ্যাসিড পরীক্ষা (NATS) তীব্র সংক্রমণ নির্ণয় করতে পারে।
পর্যায় 2: দীর্ঘস্থায়ী এইচআইভি সংক্রমণ

এই পর্বটি অ্যাসিম্পোটোমেটিক এইচআইভি সংক্রমণ বা ক্লিনিকাল বিলম্বও বলা হয়।
এইচআইভি এখনও সক্রিয় তবে খুব নিম্ন স্তরে পুনরুত্পাদন করে।
এই পর্যায়ে মানুষের কোনও লক্ষণ বা অসুস্থ নাও থাকতে পারে।
এবার এইচআইভি ছাড়াই ড্রাগগুলি এক দশক বা তারও বেশি সময় ধরে চলতে পারে তবে কিছু দ্রুত এগিয়ে যেতে পারে।
লোকেরা এই পর্যায়ে এইচআইভি পাঠাতে পারে।
এই পর্বের শেষে, রক্তে এইচআইভি (ভাইরাল লোড হিসাবে পরিচিত) এর পরিমাণ উপরে চলে যায় এবং সিডি 4 কোষের গণনা হ্রাস পায়। শরীরে ভাইরাসের মাত্রা বাড়ার সাথে সাথে ব্যক্তির লক্ষণ থাকতে পারে এবং ব্যক্তিটি 3 পর্যায়ে যায়।
যে লোকেরা এইচআইভি ড্রাগগুলি নির্ধারিত হিসাবে গ্রহণ করে তারা কখনই 3 পর্যায়ে যেতে পারে না।
পর্যায় 3: অর্জিত ইমিউনোডেফিসিয়েন্স সিনড্রোম (এইডস)

এইচআইভি সংক্রমণের সবচেয়ে গুরুতর পর্ব।
এইডস আক্রান্তদের একটি খারাপ ক্ষতিগ্রস্থ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যা ক্রমবর্ধমান গুরুতর অসুস্থতা পায়, যাকে একটি সুবিধাবাদী সংক্রমণ বলা হয়।
লোকেরা যখন তাদের সিডি 4 সেল 200 কোষ/মিমি গণনা করে বা তারা নির্দিষ্ট সুবিধাবাদী সংক্রমণ বিকাশ করে, এইডস রোগ নির্ণয় করে।
এইডস লোকদের উচ্চ ভাইরাল বোঝা থাকতে পারে এবং এটি খুব সংক্রামক হতে পারে।
চিকিত্সা ব্যতীত, এইডসযুক্ত লোকেরা সাধারণত প্রায় তিন বছর ধরে আইকনলো রেজোলিউশন ভিডিওগুলিতে বেঁচে থাকে
এইচআইভি কি?

এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) এমন একটি ভাইরাস যা দেহ প্রতিরোধ ব্যবস্থায় আক্রমণ করে।

The post HIV সম্পর্কে বিস্তারিত বিষয়। appeared first on Trickbd.com.

[Termux] আনলিমিটেড gmailবোম্বিং করুন যেকোন gmail এ মজা নিন বন্ধুদের সাথে ।part 1

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে  Gmail বোম্বিং করবেন।

বন্ধুর সাথে মজা করুন এখন মেইল বোম্বিং করে। বন্ধুকে বা আপনার শত্রুক বিরক্ত করে ফেলুন আনলিমিটেড মেইল করে। বোম্বিং কি তা আমরা কম বেশি সবাই জানি বেশি কথা না বলে চলুন শুরু করা যাক।

প্রথমে termux কে আপডেট করে নিবো।

pkg update -y

এখন আমরা termux কে আপগ্রেড করে নিবো।

pkg upgrade -y

এখন আমরা গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/Toxic-Noob/EmailTools


এখন আমরা টুলসটির ভিতরে প্রবেশ করবো।

cd EmailTools

ls দিয়ে ইন্টার করবো ।

এখন আমরা pip requirements টি ডাউনলোড করবো।

pip install -r requirements.txt

এখন আমরা টুলসটি রান করবো।

python e-tools.py

আমরা যেহেতু মেইল বোম্বিং করবো তাই ২ দিয়ে ইন্টার করবো।

এখন আপনি চাইলে কাস্টমাইজ করে মেইল দিতে পারবেন। কিন্তু আমি আটো দিবো তাই ১ দিয়ে ইন্টার করবো।

এখন ভিকটিমের মেইলটি দিবো।

এখন আমরা একটা amount সিলেক্ট করে দিবো।

দেখতে পাচ্ছেন আমার মেইলেই বোম্বিং শুরু হয়ে গেছে।

তো এইভাবে আপনি আপনার শত্রু এবং বন্ধুর কাছে মজা নিতে পারেন। কেউ খারাপ ভাবে ব্যবহার করবেন না।

The post [Termux] আনলিমিটেড gmailবোম্বিং করুন যেকোন gmail এ মজা নিন বন্ধুদের সাথে ।part 1 appeared first on Trickbd.com.

Termux দিয়ে কিভাবে ascii code তৈরি করবেন তাও আবার নিজের ছবি এবং নাম দিয়ে চলুন দেখে আশা যাক।

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে হাজির হলাম কিভাবে termux দিয়ে নিজের ছবিকে ASCII code এ রুপান্তর করবেন। আমরা তো কিছু ওয়েবসাইট থেকে ascii code ডাউনলোড করি এবং  সেগুলো থাকে তাদের নিজেদের বানানো ।কিন্তু আজ আমরা নিজেরা নিজের ছবি বা অন্য যে কোন ছবি দিয়ে ascii code তৈরি করবো ।

Ascii Code কি?

এটি এক ধরনের Alphanumeric code ।ASCII এর পূর্ণ অর্থ হলো American Standard Code for Information Interchange, এটি বিশেষ ধরণের কোড পদ্ধতি যা অধিকাংশ মাইক্রোকম্পিউটারে বর্ণমালা সংখ্যা ও বিশেষ চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয়। ১৯৬৫ সালে Robert William Bemer সাত বিটের ASCII কোড উদ্ভাবন করেন। এটি একটি বহুল প্রচলিত 7 বিট কোড, যার বাম দিকের তিনটি বিটকে জোন এবং ডান দিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট ধরা হয়, তবে সর্ব বামে একটি প্যারিটি বিট যোগ করে একে (ASCII – 8) আট বিট ASCII তে পরিণত করা হয়। এই কোডের 7 টি বিট দ্বারা 27=128 টি ক্যরেকটার প্রকাশ করা যায়। এর মধ্যে 32 টি কোড কন্ট্রোল্ড কোড হিসাবে সংরক্ষিত যা প্রিন্ট করা যায় না।

চলুন শুরু করা যাক।

প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।

pkg update -y

এখন আমরা আপগ্রেড করে নিবো।

pkg upgrade -y

এখন আমরা পাইথন এবং গিট প্যাকেজ ডাউনলোড করবো।

pkg install python git -y

এখন আমরা নিচের কমান্ডটি রান করবো।

pip install pillow

 

এখন আমরা গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/Toxic-Noob/Ascii_Logo

ডাউনলোড শেষ হলে আমরা ls দিয়ে ইন্টার করবো।

এখন আমরা টুলসটি ভিতরে প্রবেশ করবো।

cd Ascii_Logo

 

এখন ls দিয়ে ইন্টার করবো।

এখন আমরা টুলসটি রান করবো।

python ToxLogo.py

ওপেন হলে আমরা ৩ টা অপশন দেখতে পারবো আমি 1 টা সিলেক্ট করে নিলাম তারপর ইন্টার দিবো ।

তারপর আমাদের লোকেশন দিতে বলবে মানে আপনার ছবিটা কোথায় আছে সেই লোকেশন দিবেন আমার টা দিলাম।

 

ইন্টার দেওয়ার পর এই রকম আসলে y দিয়ে ইন্টার করবো।

দেখতেই পাচ্ছেন আমার ছবিটি ASCII code তৈরি হয়ে গেছে এই আপনি ও ইচ্ছে মতো ASCII কোড তৈরি করতে পারবেন।

এই কোডটি আপনার ফোনে মেমোরিতে ASCII codeনামে একটি ফোল্ডারে সেইভ হবে এখন সেই গুলো txt ফাইল হয়ে।

 

The post Termux দিয়ে কিভাবে ascii code তৈরি করবেন তাও আবার নিজের ছবি এবং নাম দিয়ে চলুন দেখে আশা যাক। appeared first on Trickbd.com.

ডিসবার্সমেন্ট কি ? কেনো ডিসবার্সমেন্ট থেকে সবার ১০০০ টাকা আসতেছে দেখুন বিস্তারিত।

Posted:

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ট্রিকবিডিতে অনেকদিন পর নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম খুব বেশি সময় আমি ট্রিকবিডিতে আর্টিকেল পাবলিসিটি করতে পারিনা মাঝেমধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য সেরকমভাবে আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ যদি কোন প্রকার ভুল ত্রুটি হয় বানানে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমাদের আজকের আর্টিকেলটি বিস্তারিত ভাবে জানা যাক।

আমরা আজকে আলোচনা করবো ডিসবার্সমেন্ট নিয়ে এটি মূলত কি এবং এটি কিভাবে কাজ করে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই পুরো আর্টিকেলটি পড়বেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করবেন তারা যেন বিষয়গুলো দেখতে পারে এবং বুঝতে পারে।

ডিসবার্সমেন্ট কি ?

Disbursement meaning in Bengali হচ্ছে বিতরণ ব্যয়ন মূলত সরকারি ফাউন্ডেশন থেকে ডিসবার্সমেন্ট অর্থ প্রদান করা হয়ে থাকে যারা ডিসবার্সমেন্ট থেকে টাকা পেয়েছেন তারা হয়তো প্রথমে ভেবেছেন এটি কোন কোম্পানি বা অন্য কোন ওয়েবসাইট থেকে আপনাকে পেমেন্ট করে দিয়েছে।

বর্তমান সময়ে অনেকেই হয়ত জানেননা ডিসবার্সমেন্ট মূলত কি এটার কিছু কি এবং কিভাবে এটা কাজগুলো করে আশা করি আপনি নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ ,রকেট ,শিওর ক্যাশ, উপায় , আরো বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করেন যদি আপনি এই গুলো ব্যবহার করে থাকেন অবশ্যই আপনার জানা দরকার ডিসবার্সমেন্ট কি।

প্রথমে আমি নিজেও কিন্তু ভেবেছিলাম এটি হয়তোবা আমার অনলাইনে কোন ওয়েবসাইট থেকে বা কোন কোম্পানি থেকে পেমেন্ট করে দিয়েছে কিন্তু পরবর্তী সময়ে এটি নিয়ে ঘাটাঘাটি করার পর জানতে পারলাম এটি হচ্ছে সরকারি একটি অর্থ যেটি আপনাকে বিকাশ নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে।

নিচে একটি স্ক্রিনশট রয়েছে লক্ষ করে দেখুন এই‌‌ টা‌কাটি আমি গত কালকে পেয়েছি আমি প্রথমে ভেবেছিলাম এটি কোন কোম্পানি বা ওয়েবসাইট থেকে আমাকে পেমেন্ট করা হয়েছে কিন্তু পরবর্তী সময়ে দেখলাম এটি সরকারি অর্থ প্রদান করা হয়েছে আমাকে তো এটি মূলত প্রদান করা হয়েছে আমার ছোট বোনের স্কুলের উপবৃত্তি থেকে।

ডিসবার্সমেন্ট পেমেন্ট করবে অর্থাৎ আপনি যদি ডিসবার্সমেন্ট থেকে কোন সময় আপনার বিকাশ রকেট নগদ একাউন্টে টাকা পান এ ক্ষেত্রে সেখানে আসতে পারে বয়স্ক ভাতা ,বিধবা ভাতা, উপবৃত্তি, আরো বিভিন্ন ধরনের সরকারি যে অনুদান গুলো রয়েছে যেগুলো আমরা আগে সাধারণভাবে পেতাম এবং সেখানে কিন্তু উল্লেখ্য করা থাকত আমরা কিসের জন্য এই টাকাটি পাচ্ছি।

আপনার টাকা পাঠানো হয়েছে এখানে কিন্তু কোন প্রকার নাম্বার উল্লেখ্য নেই শুধুমাত্র লেখা রয়েছে ডিসবার্সমেন্ট এটি দ্বারা সরকারি অর্থ প্রদান করা হয়ে থাকে আপনি যদি কোন সময় এই এসএমএসটি পান যে কোন সংখ্যার টাকা হতে পারে আমাকে যেমন 1000 টাকা পাঠানো হয়েছে যে কোন ভাবে বয়স্ক ভাতা বিধবা ভাতা বা অন্যান্য অনুদানে আপনাকে যে কোন পরিমাণ টাকা পাঠাতে পারে।

বিকাশ ডিসবার্সমেন্ট রিসিভ।

যখন আপনি আপনার ইউনিয়ন অথবা গ্রামের মেম্বার / চেয়ারম্যান এর কাছে সরকারী অনুদানের জন্য আপনার নাম্বারটা দিবেন যদি আপনি সেখানে বিকাশ নাম্বারটি দেন এক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তী সময়ে বিকাশের মাধ্যমে টাকাটা পাঠানো হবে অর্থাৎ বিকাশ ডিসবার্সমেন্ট এর মাধ্যমে টাকা দিয়ে বানানো হবে আপনি তাদের কাছে যে নাম্বারটি প্রদান করবেন সেই নাম্বারে কিন্তু তারা আপনাকে অর্থ প্রদান করে দিবে।

মূলত এটি শুধুমাত্র আপনি বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারবেন শুধুমাত্র ক্যাশআউট করার জন্য এটি ব্যবহার যোগ্য রয়েছে অবশ্যই আপনাকে খুব দ্রুত সময়ে টাকাটা তুলে নিতে হবে (সঠিক তথ্য বলতে পারলাম না তবে আমি শুনেছি নাকি 15 দিনের ভিতরে টাকা না করলে অটোমেটিক ভাবে টাকা ফেরত যায় ) যদিও তথ্যটি সম্পুর্ণ যাচাই করিনি তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম কেউ খারাপ ভাবে নিবেন না।

নগদ ডিসবার্সমেন্ট রিসিভ।

কে আপনি নগদ একাউন্ট নাম্বার প্রদান করেন সরকারি অনুদানের ক্ষেত্রে তাহা পরবর্তী সময় দেখতে পারবেন আপনাকে ডিসবার্সমেন্ট এর অনুদান কি নগদে দেওয়া হয়েছে যদিও আমার এই নাম্বারটিতে বিকাশ রকেট নগদ সমস্ত মোবাইল ব্যাংকিং একাউন্ট তৈরি করা হয়েছে এর আগে আমার এই নাম্বারে নগদে শুধু আসত এবং সেখানে কিন্তু উল্লেখ করে দেয়া থাকতো এটি স্কুলের উপবৃত্তি।

আপনি ডিসবার্সমেন্ট থেকে অনুদান পাবেন তখন কিন্তু কোন প্রকার উল্লেখ করে দেওয়া থাকবে না এবং কোন প্রকার নাম্বার উল্লেখ করা থাকবে না।

যদি আপনার এখান থেকে কোনপ্রকার পেমেন্ট আসে সেটি খুব দ্রুত সময়ে উত্তোলন করার চেষ্টা করবেন যে কোন পরিমাণে অনুদান আসতে পারে নগদ একাউন্টে এবং এখানেও কিন্তু বয়স্ক ভাতা বিধবা ভাতা স্কুলের উপবৃত্তি সহ সকল ধরনের সরকার অনুদান আসবে।

আরও পড়ুন:

বিকাশ ৩০টাকা ক্যাশব্যাক অফার সবার জন্য৷ এছারাও দেখুন কিভাবে নতুন বিকাশ থেকে ১২৫ টাকা ফ্রিতে নিবেন

আশাকরি বুঝতে পেরেছেন ডিসবার্সমেন্ট সম্পর্কে যদি আপনার কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো সেটা সমাধান দেওয়ার ট্রিকবিডির মত আমার ছোট্ট একটি ওয়েবসাইট রয়েছে যেখানে চেষ্টা করে প্রতিনিয়ত নতুন নতুন বিষয়গুলো তুলে ধরার জন্য যদি আপনার কাছে কিছু সময় থাকে অবশ্যই আমার ওয়েবসাইটটি ডিজিট করে ঘুরে আসবেন।

আমার ওয়েবসাইটের লিংক:Tecnicalbd.com

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথে থাকবেন প্রতিনিয়ত নতুন কিছু জানার জন্য নতুন কিছু শিখার জন্য ধন্যবাদ সবাইকে।

The post ডিসবার্সমেন্ট কি ? কেনো ডিসবার্সমেন্ট থেকে সবার ১০০০ টাকা আসতেছে দেখুন বিস্তারিত। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments