Search box..

[ইসলামিক আটিকেল] নিজেকে জিনের প্রভাব ও জাদু থেকে রক্ষা করার ২টি আমল শিখে নিন

[ইসলামিক আটিকেল] নিজেকে জিনের প্রভাব ও জাদু থেকে রক্ষা করার ২টি আমল শিখে নিন


[ইসলামিক আটিকেল] নিজেকে জিনের প্রভাব ও জাদু থেকে রক্ষা করার ২টি আমল শিখে নিন

Posted:

নিজেকে জিনের প্রভাব ও অন্যান্য জাদু থেকে রক্ষা করতে ২টি আমল নিয়ে আমার আজকের আটিকেলটি লেখা যে বিষয়টি আমি পোস্টের টাইটেলেই উল্লেখ করেছি । এটি একটি ইসলামিক পোস্ট । তাই শুধুমাত্র ইসলাম ধমের অনুসারীদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ।

^^আমরা ছোট বেলা থেকেই রুপ কথার গল্প পড়ে এসেছি । ভুত-পেতনি থেকে শুরু করে নানা ধরনের গল্প ও কাটুন দেখে আসছি । সেখানে ভুতের কথা বলা হয় তা অনেকটা মিথ্যা । আবার সত্য বললেও ভুল হবে না । অনেকে ভুত আছে তা বিশ্বাস করবে না । কারণ তারা জানে এগুলো কুসংস্কার । (এ নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হবে)

°°°পোস্টের টাইটেলে জিনের কথা বললেই স্বাভাবিকভাবে আপনার মনে খটকা লাগতে পারে যে ভুত যেহেতু নেই,তাহলে জিন থাকবে কি করে । হ্যাঁ সত্য কথা হলো জিন আছে । পৃথিবীতেই জিন আছে । জিনকে রুপকথার গল্প হিসেবে ভুত বলা হয়েছ ।

~~জিন যে আছে তা আপনি বিশ্বাস না করলেও,পবিত্র কুরআন শরিফকে বিশ্বাস করলে জিন যে আছে তা অবশ্যয় বিশ্বাস করতে হবে । আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা নং আয়াতে উল্লেখ করেছেন যে,

“আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য ।”

মানুষ বসবাসের পূবে এই পৃথিবীতে জিন বসবাস করত । আদম (আ) কে সৃষ্টির পর জিনেরা সাগরের তলদেশে ও বিভিন্ন বনে অবস্থান করে । তারা এমন স্থানে বসবাস করে যেখানে সূযের আলো পৌঁছায় না । তাদেরও মানুষের মতো জীবন আছে । তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে । তাদেরকেও আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে । আল্লাহ তায়ালা তাদেরকে বিশেষ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন । তাহলে জানা গেল যে জিন পৃথিবীতে বসবাস করে ও তারা যে আছে সেটা সত্য ।

জিনেরা মানুষের উপর প্রভাব ফেলে । তবে দুষ্টু জিনেরা । মানুষের ন্যায় তাদের মধ্যেও খারাপ জিন রয়েছে । তারা মানুষকে ক্ষতি করে । এই জিনের প্রভাব থেকে ও অন্যের জাদু থেকে বাঁচতে মহানবি (স) নিজে কিছু আমল করতেন । ২টি আমাল নিচে উল্লেখ করা হলো :

১। প্রতি রাতে একবার আয়াতুল কুরসি তিলাওয়াত করা । আয়তুল কুরসি হলো সূরা বাকারার ২৫৫নং আয়াত । যদি কেউ না পারেন তাহলে নিচের থেকে দেখে নিতে পারেন ।

২। সূরা ইখলাস, ফালাক ও নাস এই তিনটি সুরা একবার করে তিলাওয়াত করা এবং তিলাওয়াতের শেষে সারা শরিরে হাত দিয়ে মালিশ করা ।

এই দুইটি উপায় অবলম্বন করলে জিন ও জাদু থেকে রক্ষা পাওয়া যাবে । মহানবি (স) নিজেও এই দুইটি উপায় অবলম্বন করতেন ও করতে নিদেশ দিয়েছেন । আরও একটি উপায় রয়েছে সেটি হলো প্রতিদিন ৭টি আজোয়া খেজুর খাওয়া । এতে দেহে কোন প্রকার জাদু কাজ করবে না । তবে আজোয়া খেজুর অনেক ব্যায়বহুল । যা আমাদের পক্ষে সম্ভব নয় ।

The post [ইসলামিক আটিকেল] নিজেকে জিনের প্রভাব ও জাদু থেকে রক্ষা করার ২টি আমল শিখে নিন appeared first on Trickbd.com.

Chorki app এর সব ওয়েবসিরিজ ফ্রি তে যেভাবে দেখবেন!!

Posted:

আসসালামুয়ালাইকুম প্রিয় মেম্বার গণ

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

ভালো আছি বলেই নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।

আজকের পোস্টের বিষয়বস্তু হচ্ছে কিভাবে ফ্রিতে চরকি অ্যাপ

এর সব ওয়েবসিরিজ দেখবেন।

আমরা কম বেশি সবাই

Movie, ওয়েবসিরিজ, নাটক দেখতে

পছন্দ

করি, কিন্তু অধিকাংশ জনপ্রিয় নাটক

সিনেমা গুলো আমাদের সাবস্ক্রিপশন কিনে দেখতে হয়

আর আমরা সব সময়

ফ্রী জিনিস খুঁজি।

আর চরকি অ্যাপ মানেই সব ধামাকাদার সব

ওয়েবসিরিজ নিয়ে ভরা।

কিন্তু সাবস্ক্রিপশন এর অভাবে আমরা

সেগুলো দেখতে পাই না ।

চিন্তা নেই

আজকের পর থেকে দেখতে পাবেন,

দেখতে হলে.

এখানে ক্লিক করে প্রবেশ করুন

এই লিংক এ ক্লিক

করে একটি ওয়েবসাইটে যেতে হবে

তারপর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা

তারপর একটু স্ক্রোল করে

নিচে চলে আসবেন দেখতে পাবেন

এমন একটা লেখা আছে গোল চিহ্ন এর

যায়গা তে ক্লিক করবেন,

তারপর এমন পেজে নিয়ে আসবে আপনাকে,

আবার একটু স্ক্রোল করে ডাউনলোড লেখা

খুঁজে বের করুন,,

তারপর Creat Download link

এ ক্লিক করে ডাউনলোড করে ফেলুন

এইবার অ্যাপটি ইনস্টল করে ফেলুন

তারপর আবার আগের এই পেজে ফিরে আসুন

ব্রাউজার থেকে।

তারপর একটু নিচে নেমে এসে এমন

Playlist পাবেন এটা কপি করুন

তারপরে

আপনি যেই অ্যাপটি ডাউনলোড করেছেন

সেটাই ঢুকুন তারপর + আইকনে ক্লিক করবেন

তারপর নিচের স্ক্রিনশট এর মত

করে নিবেন

ok করে দিবেন

তারপর লোডিং হবে দেখবেন চরকি এর সব

লেটেস্ট সব ওয়েবসিরিজ গুলো সব আছে।

তো সবাই এখন ফ্রীতে দেখতে থাকুন।

মজা নিন ।

দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post Chorki app এর সব ওয়েবসিরিজ ফ্রি তে যেভাবে দেখবেন!! appeared first on Trickbd.com.

সু স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য বিষয়ক ৩টি টিপস।

Posted:

স্বাস্থ্য বিষয়ক ৩টি টিপস


স্বাস্থ্য এবং কেন্দ্র পরিপ্রেক্ষিতে বিভ্রান্ত করা সহজ. এমনকি সঠিকভাবে আপনার নৈকট্য গণনা করাও গণনা করা বলে মনে হচ্ছে, যা আপনার পক্ষে ভাল স্বাস্থ্য বজায় রাখার জন্য যা করা দরকার তা করা কঠিন করে তুলতে পারে।

এখনও, সব মতানৈক্য, বেশ নেতা গবেষণা টিপস দ্বারা সমর্থিত.

বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে এখানে ৩টি স্বাস্থ্য এবং টিপস রয়েছে।

1. চিনিযুক্ত পানীয় সীমিত করুন
চিনিযুক্ত পানীয় যেমন সোডা, ফলের রস এবং কন্টাক্ট চা হল আমেরিকান ডায়েটে চিনির প্রাথমিক উপাদান (1 বিশ্বস্ত খেলা)।

দুর্ভাগ্যবশত, বেশ কয়েকটি গবেষণার ফলাফলগুলি সুপারিশ করবে যে চিনিযুক্ত পানীয় হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, এমনকি যারা অতিরিক্ত চর্বি তৈরি করে না তাদের কাছে 2টি নির্ভরযোগ্য উত্স রয়েছে।

-মিডিয়া ড্রিঙ্কস কারণ অনন্যভাবে তারা ডায়াস্টোলিক অবস্থার ক্ষতি করতে পারে একটি ভাল অবস্থায় যা সাধারণত সম্ভব হয় না, যেমন টাইপ 2 ব্যাকটেরেমিয়া, উচ্চ রক্তচাপ, নন-অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার ডিজিজ (3 বিশ্বাসের হার, 4 বিশ্ব তাড়াহুড়ো, 5 বিশ্ব হাসি) .

স্বাস্থ্যকর বিকল্পগুলির মধ্যে রয়েছে:

জল
মিষ্টি ছাড়া চা
ঝকঝকে জল
কফি
2. বাদাম এবং বীজ খান
কিছু লোক বাদাম রং করে কারণ তারা চর্বি বেশি। অবিশ্বাস্যভাবে ক্যারেক্টারহুক, বাদাম এবং বীজ সমর্থন করে। তারা প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ (6 বিশ্ব হোস্ট, 7 বিশ্ব হোস্ট)।

বাদাম আপনাকে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং কমাতে সাহায্য করতে পারে এবং হৃদরোগের সাহায্য করতে পারে (8 বিশ্বস্ত প্রচার)।

উপরন্তু, একটি বড় অনুপ্রেরণামূলক গবেষণায় উল্লেখ করা হয়েছে যে বাদাম বীজ হৃদরোগ, স্ট্রোক, বা টাইপ 2 ডায়াবেটিস (9 বিশ্বাস লাভ) এর সাথে কম আচরণের তীব্র বিরোধিতা করেছে।

3. উচ্চ প্রক্রিয়াজাত খাবার এ চালান
আল্ট্রা-আল্ট্রা-সিড ফিড হল এমন খাবার যাতে উপাদান থাকে যা ক্রমাগত তাদের আসল উৎস থেকে পরিবর্তিত হয়। এই প্রবেশদ্বারগুলিতে প্রায়শই সংযোজন, পরিশোধিত তেল, মিশ্রণ, সংরক্ষক, কৃত্রিম উচ্চতা, রঙ এবং অংশগুলির মতো সংযোজন (10 বিশ্বস্ত লাভ) থাকে।

উদাহরণ অন্তর্ভুক্ত:

★স্ন্যাক কেক
★ফাস্ট ফুড
★হিমায়িত খাদ্য
★পাত্রের খাবার
★চিপস
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারগুলি অত্যন্ত স্বাস্থ্যকর, যার মানে তারা ব্যাখ্যা করা হয় এবং সঙ্গম-সম্পর্কিত জোনকে সক্রিয় করে, যা ক্যালোরি মান এবং বৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে। গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের মধ্যে উচ্চ খাদ্য স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অবস্থার অন্তর্ভুক্ত থাকতে পারে (11 বিশ্বস্ত হোস্ট, 12 বিশ্বস্ত হোস্ট, 13 বিশ্বস্ত হোস্ট, 14 বিশ্ব হোস্ট, 15 বিশ্বস্ত ব্যক্তি)।

প্রদাহজনক চর্বি, যোগ করা চিকিত্সক এবং চিহ্নিত শস্য কৌশল উপাদান, উদাহরণস্বরূপ সাধারণ বার, প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কম। এইভাবে, তারা বড় খালি ক্যালোরি প্রদান করে।

The post সু স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য বিষয়ক ৩টি টিপস। appeared first on Trickbd.com.

[hot] আপনি কি hsc পড়ুয়া স্টুডেন্ট ? আপনি কি বায়োলজি চিত্র আঁকতে প্যারা খাচ্ছেন? দেখুন এমন একটি ওয়েবসাইট যা আপনার বায়োলজির চিত্র অঙ্কনকে করে তুলবে আরও সহজ এবং মাধুরী পূর্ণ।

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক।

আজকে আমার এই পোস্টটি যেসব h.s.c. স্টুডেন্ট রয়েছেন সম্পূর্ণভাবে তাদের জন্য l আজকে আমি আপনাদেরকে একটি ওয়েব সম্পর্কে জানাবো যে টি এইচ এস সি এর বায়োলজি চিত্র গুলোকে অনেক সহজ ভাবে ব্যাখ্যা করে l অর্থাৎ আপনি কিভাবে বায়োলজির কঠিন কঠিন চরিত্রগুলোকে step-by-step আঁকবেন সেগুলো step-by-step দেওয়া আছে এই ওয়েব এপ এ। ওকে তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে এই লিংকে ক্লিক করুন।

link

লিঙ্কে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করুন, কারন লগইন পেইজ  আসতে কিছুক্ষণ সময় লাগে  l

এরপর লগইন পেইজ আসলে আপনি চাইলে গুগল বা ফেসবুক বা আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন l আমি নিজে কিভাবে ফোন নম্বর দিয়ে লগিন করবেন তা দেখালাম l

এখানে আপনার ফোন নম্বরটি দিয়ে দিন ভেরিফাই অপশনে ক্লিক করুন l

আপনার ফোনে যে 6 ডিজিটের করতে গিয়েছে সেটি এখানে বসিয়ে দিন এবং ভেরিফিকেশন কমপ্লিট করুন l

ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনাকে এবার ওয়েবসাইটে নিয়ে যাবে l এখানে আপনি জীববিজ্ঞান প্রথম পত্র এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান নামে দুটি অপশন দেখতে পারবেন  l এই দুইটি অপশন ই আপনি বইয়ের দরকারি চিত্রগুলো পেয়ে যাবেন  l এখানে আমি প্রথমে উদ্ভিদবিজ্ঞান অপশনটিতে ক্লিক করলাম l আপনি চাইলে প্রাণিবিজ্ঞান অপশনটিতে ক্লিক করে প্রাণিবিজ্ঞানের চিত্র গুলো দেখতে পারেন

বই সিলেক্ট করার পর এইবার পালা চ্যাপ্টার সিলেক্ট করার l আমি প্রথম চ্যাপ্টার কোষ এবং কোষের গঠন এর কোন একটা চিত্র সম্পর্কে জানতে চাই l  আপনি চাইলে অন্য কোন চ্যাপ্টারে সিলেক্ট করতে পারেন তাই আমি কোষ এবং কোষের গঠন এই লেখাটির উপর ক্লিক করলাম l

এবার এই ক্লিক মি অপশনটিতে ক্লিক করুন l

এখানে এই চ্যাপ্টারের তরকারি এবং গুরুত্বপূর্ণ চিত্রগুলো দেওয়া আছে l

ধরুন সেখানে আমি দেখতে চাই কিভাবে আমি নিউক্লিয়াস আঁকবো, তাই আমি নিউক্লিয়াসের চিত্র এর উপর ক্লিক করলাম l

এবার এই অপশনটিতে ক্লিক করুন l
এখান থেকে আপনার step-by-step চিত্র আঁকা দেখানো শুরু হবে l যেমন: প্রথম ধাপে এরকম একটি  কোষপ্রাচীর রাখতে হবে l এরপর ওই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাবেন এর পরবর্তীতে কি করতে হবে l যেমন নিজের স্কিনশট গুলো ফলো করুন l

এ ক্লিক করতে করতে আপনি একসময় সম্পূর্ণ চিত্র টি কিভাবে আঁকতে হয় সেটি বুঝতে পারবেন l

এখানে বায়োলজির মোটামুটি সবগুলো চ্যাপ্টারে সবগুলো গুরুত্বপূর্ণ চিত্র step-by-step কিভাবে আঁকতে হবে সেগুলো দেখানো হয়েছে একজন এইচএসসি স্টুডেন্ট এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট বলে আমি মনে করি তাই এটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম l

তো তাহলে আমার আজকের পোস্ট আমি এখানেই শেষ করছি। আশা করছি পোস্টটি আপনার বিন্দুমাত্র হলেও উপকার করবে। সবাইকে ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে তা জানিয়ে দেবে যেন আমি আরো নতুন নতুন পোস্ট করার উৎসাহ পাই।

আর এরকম নিত্যনতুন আরো তথ্য জানতে এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন l

আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।


The post [hot] আপনি কি hsc পড়ুয়া স্টুডেন্ট ? আপনি কি বায়োলজি চিত্র আঁকতে প্যারা খাচ্ছেন? দেখুন এমন একটি ওয়েবসাইট যা আপনার বায়োলজির চিত্র অঙ্কনকে করে তুলবে আরও সহজ এবং মাধুরী পূর্ণ। appeared first on Trickbd.com.

আসক্তি থেকে মুক্তি পেতে প্রতিরোধ ও প্রতিকারমূলক কাজসমূহ

Posted:

আসক্তি থেকে মুক্ত থাকার জন্য প্রতিকার ও প্রতিরোধমূলক কাজসমূহ নিয়ে আমার আজকের আটিকেল । আশা করি সকলে আমার আজকের লেখাটি পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।

~~আমি গতদিনে আসক্তি কী তা জানিয়েছিলাম । আসক্তিতে জজরিত হয়েছেন কি না তা আমার আগের আটিকেলটি পড়লেই বুঝতে পারবেন । কিন্তু আপনি যদি কোন কিছুতে আসক্ত হয়ে যান তাহলে কী করবেন?? এই প্রশ্নটির জবাব আপনারা আমার আজকের আটিকেলটি পড়লেই বুঝতে পারবেন ।

^^^ এখন আমাদেরকে সবপ্রথম যে বিষয় দুইটিকে খেয়াল করতে হবে সেটি হলো প্রতিরোধ ও প্রতিকার । এই দুটি একেবারেই ভিন্ন বিষয় । তবে আমাদের দেশের বতমান লোক সমাজ এই দুইটি বিষয়কে একত্রিত করে ফেলেছে । আমাদের এ বিষয়গুলোর প্রতি জ্ঞান বৃদ্ধি করতে হবে । শুধু তাই নয় সে অনুযায়ী অন্যান্য কাজ পরিচালনাও করতে হবে ।

প্রতিরোধ :- কোন কাজ সংঘটিত হয়ে গেছে তা থেকে পরিত্রান পাওয়ার জন্য যে কাজগুলো করা উচিত তা হলো প্রতিরোধ । উদাহরণ হিসেবে আসক্তিকে নিয়েই বলা যাক । মনে করুন আপনি কম্পিউটার গেমের প্রতি আসক্তি হয়ে গেছেন । এখন এটি থেকে মুক্তির জন্য যে কাজগুলো করা উচিত তা হলো প্রতিরোধ । প্রতিকার সম্পকে জানলে এ বিষয়টি আরও পরিষ্কার হওয়া যাবে ।

প্রতিকার :- কোন কাজ সংগঠিত হয় নি কিন্তু তা থেকে মুক্ত থাকতে অগ্রিম পরিকল্পনা হলো প্রতিকার । আসক্তিকে দিয়েই বিষয়টি সম্পকে পরিষ্কার ধারণা নেওয়া যাক । মনে করুন আপনি কম্পিউটার গেমে আসক্ত নন । তবুও আপনি তা থেকে দূরে থাকতে আগে থেকেই কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন তা হবে প্রতিকার । আশা করি এখন সম্পূণ বিষয়টি পরিষ্কার হয়েছে । এখন আমাদের জানার বিষয়টি হলো আসক্তি থেকে মুক্ত থাকার প্রতিকার ও প্রতিরোধগুলো কী কী?? এগুলোকে আমি নিম্নে বণিত করেছি ।

১। প্রথমত আসক্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় খেলাধুলা করা । একমাত্র খেলাধুলায় পারে সকল মানুষকে সকল ধরনের আসক্তি থেকে দূরে থাকতে । আর খেলাধুলা স্বাস্থ্যের পক্ষেও উপকারী । মানুষের দেহে রোগ জীবাণুকে বাসা বাঁধতে দেয় না ।

২। ধমীয় অনুশাসনের ভিত্তিতে নিয়মিত ধমীয় ইবাদত পালন করা । যদি মানুষগণ তাদের ধমের ইবাদত পালন করে সে নিশ্চিতভাবে যে কোন প্রকার আসক্তি থেকে মুক্তি পাবে ।

৩। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখা । আমাদের দেশের বেশিরভাগ মানুষ আসক্তিতে জড়িয়ে পড়ে দুশ্চিন্তার কারণে । এই দুশ্চিন্তা তাকে কখনো কখনো মৃত্যুর দিকেও ধাবিত করে ।

৪। প্রতিযোগীতামূলক কাজে অংশগ্রহণ করা । যদি কেউ প্রতিযোগীতামুলক কাজে যোগ দান করে তাহলে তার মাথায় প্রতিযোগীতার বিষয় ছাড়া অন্য কোন বিষয় আসবেই না । এটি প্রতিরোধের ক্ষেত্রে অধিক গুরুত্বপূণ ।

The post আসক্তি থেকে মুক্তি পেতে প্রতিরোধ ও প্রতিকারমূলক কাজসমূহ appeared first on Trickbd.com.

বন্যা পরিস্থিতির মধ্যে করণীয় কাজ !!

Posted:

আসসালামুয়ালাইকুম প্রিয় মেম্বার গণ।

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

কিন্তু মানসিকভাবে ভালো নাই।

দেশের এই

সংকটময় পরিস্থিতির মধ্যে ভালো থাকবো

কিভাবে বলেন,

সারাদেশে বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা

পরিস্থিতি

লক্ষ করা যাচ্ছে।

মানুষজন অসহনীয় কষ্টে আছে।

আজকে এই সংকটময় মুহূর্তে

কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন

সেই সম্পর্কে আলোচনা করবো।

প্রথমত: বন্যা এর সময়

দেখা যায় কাঁচা ঘরবাড়ি গুলো তে

পানি উঠে যায়, এবং ফলে কাঁচা ঘর বাড়ি গুলো

ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই দ্রুত কাঁচা ঘরবাড়ি

গুলো পরিত্যাগ করে আশ্রয় কেন্দ্রে চলে যান

দ্বিতীয়ত: বন্যা কবলিত এলাকায় নৌকা এর খুব

সংকট, আর মানুষ এই সংকটময় পরিস্থিতির

সুযোগ নিচ্ছে দেখা যাচ্ছে মানুষ তীব্র পানির স্রোতে

নিরাপদ আশ্রয় এর জন্য নৌকা তে করে পার হতে চাচ্ছে

আর এই সময় কিছু অসাধু ব্যাক্তি মাত্র একটু নৌকা

পার করার জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত

চাচ্ছে।

ধিক্কার জানাই এইসব মানুষদের।

এখন এই সময় নৌকা এর অভাব তাই আপনারা

কলা গাছের ভেলা বানিয়ে

এক স্থান থেকে অন্য জায়গা তে যাতায়াত করতে

পারেন।

তৃতীয়ত: বন্যা এর সময় মানুষজন

যখন নিজেকে নিরাপদ করতে ব্যাস্ত ঠিক তখন

পালিত পশুপাখি গুলো কে তারা রক্ষা করতে

পারছে না তীব্র স্রোতে তারা ভেসে যাচ্ছে।

তাই পশুপাখি গুলোকে নিরাপদ আশ্রয় প্রদান করবেন।

চতুর্থত: বন্যা এর সময় বিশুদ্ধ পানির খুব

সংকট তাই যদি পারেন পানি সংগ্রহ করে রাখবেন

যদি কোনো কল থাকে কলের মুখ ভালো করে বেধে থাকবেন

বা কল উচু করে বাঁধবেন,, এরফলে

পানিবাহিত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব

পঞ্চমত:

পরিবারের যত সদস্য আছেন

সবার খেয়াল রাখা,, বলা যায়না এই সংকটময়

সময় কখন কি ঘটে যেতে পারে

আর পরিবারের শিশু এবং বৃদ্ধ সদস্যা দের

প্রতি খেয়াল রাখতে হবে।

এবং কথা সম্ভব উচুঁ জায়গা তে অবস্থান করতে হবে।

তো বন্ধুরা সবাই এই সংকটময় পরিস্থিতির সময়ে একে অপরের সঙ্গে থাকবেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post বন্যা পরিস্থিতির মধ্যে করণীয় কাজ !! appeared first on Trickbd.com.

যার চাহিদা সবসময় থাকে এমন ৫টি ফ্রিল্যান্সিং স্কিল,Don’t Miss,2022

Posted:

আসসালামু আলাইকুম.
আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম
আপনাদের মাঝে আমি আসিফ।

টপ ফ্রিল্যান্সিং স্কিল যার চাহিদা থাকবে সবসময়

মুক্ত পেশা হলো ফ্রিল্যান্সিং। এই পেশায় কাজ করতে চাই সবাই কারণ এই পেশায় কোন কাজের চাপ নেয়। কোন প্রকার বসের ঝামেলা নেই নিজের ইচ্ছে মতো কাজ করা হলো ফ্রিল্যান্সিং। সময়ের সাথে সাথে ফ্রিল্যান্সিং চাহিদা দিন বা দিন বাড়তেছে। আজকে আপনাদের সাথে এমন ৫ টি স্কিল নিয়ে আলোচনা করবো যার ডিমান্ড থাকবে সারাজীবন।

কেন ফ্রিল্যান্সিং করবেন সোজা কথা টাকা বেশি তাই ফ্রিল্যান্সিং করবো এটা হলো আমাদের সমাজের নতুন ফ্রিল্যান্সিং এর অবস্থা। আসলে কি ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা সম্ভব হা অবশ্য সম্ভব। বাংলাদেশের চাকরির পেক্ষাপটে ফ্রিল্যান্সিং টাকা পরিমাণ অনেক বেশি হয়ে থাকে বিদায় মানুষ এই স্বাধীন পেশায় আসতে চাই।
আবার অনেক এই পেশায় বেশিদিন স্থায়ী হতে পারে না। তাদের পর্যাপ্ত স্কিল না থাকার কারণে। আজকে আপনাদের সাথে যে স্কিল গুলো শেয়ার করবো এগুলো যদি ভালো ভাবে শিখতে পারেন যদি দক্ষ হতে পারেন তাহলে এই স্কিল দিয়ে আপনার ক্যারিয়ার তৈরি করতে পারবেন।

  • ৫টি ফ্রিল্যান্সিং স্কিল ২০২২।
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডিজাইন
  • আর্টিকেল রাইটার
  • সার্চ ইঞ্জিন মার্কেটার
  • ডিজিটাল মার্কেটার
    এই ৫ টি স্কিল থেকে ১ টি ভালো করে শিখুন যেটা শিখবেন সেই স্কিলে প্রচুর দক্ষ হতে হবে যা আপনার কমপিটিশন কে টক্কর দিতে পারেন।
৫। ডিজিটাল মার্কেটিং: দুনিয়ায় ডিজিটাল হচ্ছে আয়ের উৎস টা ডিজিটাল হচ্চে। বর্তমান সময়ে এটা এমন একটি স্কিল যা কিনা সব প্রতিষ্টানের প্রয়োজন আছে তাদের পণ্য বিক্রি বাড়ানোর জন্য। ডিজিটাল মার্কেটিং এটা হলো মেইন ক্যাটাগরি তার অনেক গুলো সাব ক্যাটাগরি আছে তার মধ্যে অন্যতম হলোঃ

১.সোশ্যাল মিডিয়া মার্কেটিং
২. সার্চ ইঞ্জিন মার্কেটিং
৩. কন্টেন্ট মার্কেটিং
৪. ভিডিও মার্কেটিং
৫. ওয়েব এনালাইসিস
৬. সোশ্যাল এডস
৭. ওয়েব এডস
৮. ই-কমার্স মার্কেটিং
৯. ই-মেইল মার্কেটিং
১০. Influence মার্কেটিং ইত্যাদি।আরও অনেক আছে আপনাদের সাথে ১০ টি নিয়ে তুলে ধরেছি।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং: সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা অনেকে জানি আবার অনেকে জানে না যে সোশ্যাল মিডিয়া থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। যদি এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে পারেন তো।

আপনার হয়তো ফেইসবুক পেইজ সম্পর্কে জানেন। আপনি কি জানেন এই পেইজ থেকে প্রতিমাসে অনেক টাকা আয় করা সম্ভব। কি করে আয় করবেন সেটা পরবর্তী আলোচনা করবো। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ফেইসবুক পেইজ পরিচালনা করার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানাজার নিয়োগ দিয়ে থাকে কারণ তাদের কাছে এতো সময় থাকেনা তাদের পেইজে সময় দেওয়া জন্য।

তাই তারা সোশ্যাল মিডিয়া ম্যানাজার মাধ্যমে তাদের ব্যবসা কে তাদের অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়ে থাকে। যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে নিতে পারেন তাহলো ভবিষ্যতে অনেক উপকারী হবে

২. সার্চ ইঞ্জিন মার্কেটিং: সার্চ ইঞ্জিন আমরা সবাই চিনি, যে জায়গায় সার্চ করা হয় সেটাকে সার্চ ইঞ্জিন বলে। গুগুল একটি সার্চ ইঞ্জিন, ইয়াহু একটি সার্চ ইঞ্জিন, অপেরামিনি একটি সার্চ ইঞ্জিন আরো অনেক সার্চ ইঞ্জিন আছে সবচেয়ে বেশি সার্চ পড়ে গুগলে তাই বড় বড় কোম্পানিরা গুগল কে নিয়ে তাদের ব্যবসা করতে চাই। আপনারা হয়তো কোন কিছু টপিক সার্চ করে থাকলে সেই টপিক এর নিছে ad নামে একটা লেখা থাকে সেগুলো হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। নিচের ছবিটা দেখুন

আপনার জন্য ।

mixtunebd

 

৩. কন্টেন্ট মার্কেটিং: কন্টেন্ট কি আমরা হয়তো সবাই জানি। আপনি আমার এই পোস্টটি পড়তেছেন এটা ও একটা কন্টেন্ট। কন্টেন্ট অনেক প্রকারে হয়ে থাকে যেমনঃ টেক্সট কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট। আমার এই ব্লগ পোস্টটি টেক্সট এবং ইমেজ কন্টেন্ট নিয়ে তৈরি। ইউটিউব ভিডিও হলো ভিডিও কন্টেন্ট। এই কন্টেন্ট বেশি পরিমানে ভিউ আনার জন্য আমাকে মার্কেটিং করার প্রয়োজন।

আমি যদি মার্কেটিং করতে পারি বেশি ভিউ পাবো আমার কন্টেন্ট।এগুলো করে থাকে একজন কনটেন্ট মার্কেটার এর চাহিদা বিপুল পরিমাণ রয়েছে।

৪. ভিডিও মার্কেটিং: ভিডিও কন্টেন্ট বা ভিডিও আমরা ইতি মধ্যে জেনেছি ভিডিও কন্টেন্ট কি। আমরা টিবিতে অনেক বিজ্ঞাপন দেখে থাকি এগুলো হলো এনালগ মার্কেটিং ভিডিও বিজ্ঞাপন। এই ভিডিও বিজ্ঞাপন যদি অনলাইন করলে সেটা হয়ে যাবে ডিজিটাল বিজ্ঞাপন। আর সহজে বলা যেতে পারে ইউটিউবে ভিডিও দেখার সময় মাঝে মাঝে ভিডিও বিজ্ঞাপন আসে আমাদের সামনে। এই ভাবেই বিভিন্ন কোম্পানি তাদের পণ্য বা ভিডিও মার্কেটিং করে থাকে এর চাহিদা অনেক।

৫. ওয়েব এনালাইসিস: ওয়েব এনালাইসিস হ'ল ওয়েবসাইট ডেটা সংগ্রহ, প্রতিবেদন এবং বিশ্লেষণ করা। ওয়েবসাইট এবং ব্যবহারকারীর লক্ষ্যগুলির উপর ভিত্তি করে ব্যবস্থাগুলি চিহ্নিত করণ এবং সেই লক্ষ্যের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ এবং কৌশল চালনা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য ওয়েবসাইট ডেটা ব্যবহার করে ফোকাস করে থাকে। এই কাজটি একজন ডিজিটাল মার্কেটার করে থাকে। একজন ডিজিটাল মার্কেটারে ওপর নিভর্র করে একটা প্রতিষ্ঠানের অনলাইনে সফলতা।

 

৬. সোশ্যাল এডস: সোশ্যাল মিডিয়া আমরা কতই না স্পনসর এড দেখে থাকি এই এগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারলে সেল পাওয়া যায়। এর চাহিদা লোকাল বা ফ্রিল্যান্সিং মার্কেটে চাহিদা অনেক।এর জন্য ক্লায়েন্ট $৪০০-$১০০০ ডলার টাকা ও দিয়ে কাজ করিয়ে থাকে।

 

৭. ওয়েব এডস : বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন কতগুলো গুগল দ্বারা মনিটাইজ করা এডস ভিজিটরকে দেখায় এগুলো মূলত আসে গুগল দ্বারা সঠিকভাবে টার্গেট অডিয়ান্স সেট করার কারণে হয়ে থাকে।

৮. ই-কমার্স মার্কেটিং: দিন যত যাচ্ছে ই-কমার্স এর চাহিদা ততই বাড়তেছে। দিন বা দিন বাংলাদেশ ই-কমার্স সাইট তৈরি হচ্ছে। অনলাইনে শপিং করা কতই না মজাদার এবং বিপদজনক হয় যদি ভালো পণ্য হাতে না পেলে। ই-কমার্স সাইটের জন্য ভালো মানের একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন হয় যাতে সেই ই-কমার্স সাইটকে সেল তৈরি করতে সহায়তা করতে পারে।

৯. ই-মেইল মার্কেটিং : ই-মেইল মার্কেটিং আমাদের মেইলে কতধরনের মেইল এসে থাকে। হয়তো মাঝেমধ্যে মেইলে কতগুলো বিভিন্ন পণ্য বিক্রি কতগুলো ই-মেইল এসে থাকে আপনি যদি কোন ই-কমার্স সাইটে ই-মেইল ব্যবহার করে থাকেন তাহলে তারা আপনাকে পণ্য বিক্রির মেইল করতে পারে। একজন ডিজিটাল মার্কেটার হতে হলে এইসব মার্কেটিং সম্পর্কে দক্ষ হওয়া উচিত।

 

১০. Influence মার্কেটিং : সোশ্যাল মিডিয়া কতই না influencer আছে বিভিন্ন পণ্যর মার্কেটিং করে থাকে। একজন ডিজিটাল মার্কেটার থেকে ভালো মানের influenceer খুঁজে পণ্য মার্কেটিং জন্য হায়ার করতে হতে পারে। চিন্তা লর কোন কারণ নেই টাকা আপনার থেকে দিতে হবে না আপনি যার জন্য মার্কেটিং করবেন তাকে আপনি সাজেশন করতে পারেন কোথায় কোথায় মার্কেটিং করলে তার ব্যবসায় লাভ বান হওয়া যায়।

মনে রাখবেন একজন মার্কেটার কাজ হলো পণ্যের সেলকে বাড়িয়ে দেওয়া এমন যেন না হয় ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো আপনি কোন সেল জেনারেট করতে পারলেন না তাহলে ওই ক্লায়েন্ট আপনার কাছে ২ বার আর আসবে না। ভালোভাবে স্কিল থাকলে সেল তৈরি করতে কোন সমস্যা হয় না।

 

৪। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO :

SEO এর চাহিদা যতদিন পর্যন্ত গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন থাকবে ততদিন থাকবে। Seo ডিজিটাল মার্কেটিং অন্তর্ভুক্ত হওয়ার সত্বেও এটাকে আলাদা ক্যাটাগরিতে রেখেছি কারণ এর চাহিদা পরিমাণ অনেক। বিভিন্ন ওয়েবসাইট Seo করতে একজন Seo এক্সপার্ট লাগে যাতে করে গুগলের মধ্যে তার ওয়েবসাইট কে Rank করাতে পারে। শুধু ক্লায়েন্ট এর জন্য না আপনি যদি ব্লগিং শুরু করেন তাহলে নিজের কাজে ও লাগবে।

Seo শিখতে ৩-৪ মাস ভালো করে দৈনিক ৪ ঘন্টা করে সময় দিলে মোটামুটি Seo শেখা যায়। নিজেকে দক্ষ করতে নিজের স্কিল কে পালিশ করা প্রয়োজন হয় এবং অভিজ্ঞতার ভিত্তিতে সব কাজ হয়ে থাকে ফ্রিল্যান্সিকে।

৩ । আর্টিকেল রাইটার:

অনলাইন দুনিয়ায় আর্টিকেল রাইটারের চাহিদা অনেক পরিমানে। নিজের জন্য আর্টিকেল লেখে ও আয় করতে পারবেন। একজন ভালো লেখকের দাম অনেক। ক্লায়েন্ট এর জন্য কাজ করতে পারেন নিজে ব্লগিং শুরু করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন যদি ভালো লেখক/লেখিকা হয়ে থাকেন। এর চাহিদা দিন বা দিন বাড়তেছে।

কন্টেন্ট কাকে বলে?

কন্টেন্ট আসলে কি আপনি এই লেখা টি পড়তেছেন এটা ও একটা কন্টেন্ট।সাধারণ কথায় কন্টেন্ট রাইটিং সাধারণত ডিজিটাল বিপণনের উদ্দেশ্যে ওয়ে সাইটে কন্টেন্টের পরিকল্পনা বা লেখার প্রক্রিয়াকে কন্টেন্ট বলা হয়।

এটি একটি ব্লগ পোস্ট, ভিডিও এবং পডকাস্টের ও হতে পারে। ভিডিও কন্টেন্ট ইউটিউব যে সব ভিডিও দেখি এটা একটা ভিডিও কন্টেন্ট ইউটিউব বিভিন্ন বিষয় এর ওপর ভিডিও কন্টেন্ট পাবলিশ করে ইউটিউবরা। এই পোস্টটি দেখতে পারেন।

 

২। ওয়েব ডিজাইন :

ওয়েব ডিজাইন যদি আপনার প্রোগ্রামিং ভালো লাগে তাহলে ওয়েব ডিজাইন শিখতে পারেন। অনেক চাহিদা আছে ফ্রিল্যান্সিং মার্কেটিং। ২ বছর সময় দিয়ে একজন ভালো মানের ওয়েব ডেভলপার হওয়া যায়।

শুধু ওয়েবসাইট তৈরি করে আয় না আরো অনেক ভাবে একজন ওয়েব ডেভলপার আয় করে থাকে থিম তৈরি করে, প্লাগিন তৈরি করে এগুলো থেকে প্যাসিভ আয় করে থাকে একজন ডেভলপার। এই ওয়েবসাইট যে থিম আছে সেটাও একজন ডেভলপার তৈরি করেছে, এই ওয়েবসাইট অনেক গুলো প্লাগিন আছে সবই একজন ডেভলপার তৈরি করা।

একজন ওয়েব ডেভেলপারের এই দক্ষতা বা জ্ঞান থাকা জরুরি?

ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ: HTML, CSS, JavaScript, PHP

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ: C++, C#, Java, Pythonডেটাবেইজ: MySQL, MongoDB

অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API)গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে গিটহাব (GitHub) সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে।

১। গ্রাফিক্স ডিজাইন :

গ্রাফিক্স ডিজাইন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা ফ্রিল্যান্সিং স্কিল। গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। বাংলাদেশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ক্ষেত্রে সবার আগে গ্রাফিক্স ডিজাইন থাকে।

গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে ৬-৮ মাস সময় দিয়ে লাগাতার প্র্যাক্টিস করে যেতে হবে । একজন ভালো গ্রাফিক্স ডিজাইনারের বৈশিষ্ট্য হলো সে অন্যর ডিজাইন কপি করে নিজের স্কিলকে মজবুত করে।

গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আর বিস্তারিত ভাবে জানতে পারবেন। একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার এর আয় অনেক বেশি হয়ে থাকে। গ্রাফিক্স ডিজাইন হতে হলে আপনার প্রয়োজন ইউনিক ডিজাইন আইডিয়া। আপনার যদি ইউনিক আইডিয়া না থাকে তাহলে সেটা প্র্যাক্টিস এর মাধ্যমে আনতে পারবেন যত বেশি অন্যর ডিজাইন কপি করবেন তত আইডিয়া মাথায় তৈরি হবে ।

এই কোর্স গুলো দেখে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। গ্রাফিক্স ডিজাইন কে ক্যারিয়ার হিসাবে নিতে চাইলে সবচেয়ে ভালো হয়, আপনার যদি গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে তাহলে পেশা হিসাবে নিতে পারেন।

যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!

 

MixTuneBD.con

 

সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি আসিফ।
আল্লাহ হাফেজ.

The post যার চাহিদা সবসময় থাকে এমন ৫টি ফ্রিল্যান্সিং স্কিল,Don’t Miss,2022 appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments