পরিচিত হয়ে নিন Android বা Smart টিভির সাথে |
- পরিচিত হয়ে নিন Android বা Smart টিভির সাথে
- Google Cloud Platform এ WordPress ইনস্টল করুন।
- Download Now Thor: Love and Thunder full HD movie in hindi !!!
- বারবার কেন এত কারেন্ট চলে যাচ্ছে? |এত লোডশেডিং কেন?
- 🌙সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক🌙 আসুন ঈদুল আযহার এর নামাজের নিয়ম গুলা জেনে নিয়া যাক.!!
- ঈদুল আযহা ও কুরবানি সম্পকে সংক্ষিপ্ত আলোচনা
- ঈদের খুশিতে নিয়ে নিন ২০জিবি ওয়েব হোষ্টিং এবং সাথে .Com ডোমেইন মাত্র ৯৯৯টাকায় (এছাড়াও আরও অফার)
- কিভাবে Microsoft এর ব্যবসায়িক পার্টনার হবেন।
- রটারডামে ৫ টি আশ্চর্যজনক ভবন
- ডিরেক্ট ডাউনলোডার PHP Script ! অসাধারন একটি স্ক্রিপ্ট ! এখনই নিন ফ্রীতে……….
পরিচিত হয়ে নিন Android বা Smart টিভির সাথে Posted: আজকের এই আধুনিক যুগে কত জিনিসই না উঠছে । এন্ড্রয়েড ফোন উঠেছিল আগে । এখন এন্ড্রয়েড টিভিও উঠে গেছে । এই এন্ড্রয়েড টিভি নিয়ে লেখা আজকের আটিকেলটি আপনার মন কেড়ে নিতে পারে । অনেকেই হয়তো ইতিমধ্যে স্মাট টিভির সাথে পরিচিত হয়েছেন । আমি নিজেও স্মাট টিভির সাথে পরিচিত হয়েছি । আমার বাড়ির আশেপাশে ২ থেকে ৩ জন ইতিমধ্যে কিনে ফেলেছে এবং আমি তাদের মাধ্যমেই পরিচিত হয়েছি । তো চলুন দেরি না করে এই এন্ড্রয়েড টিভি বা স্মাট টিভি সম্পকে কিছু জেনে নিই । স্মাট টেলিভিশন :: দেশের অনেক কোম্পানি যেমন ওয়ালটন(Walton), রেংস(Rangs) এই স্মাট টিভি সরবরাহ করছে । একেকটাই থাকছে একেক সিস্টেম । তবে সাধারণ যে সিস্টেমগুলো থাকছে তাতে পাচ্ছেন এন্ড্রয়েড ফোনের মতো সকল সুবিধা । ইউটিউব, গুগল হচ্ছে সাধারণ সুবিধা । বিশ্বের অনেক দেশের টিভি চ্যানেল অ্যাপ হিসেবে পাওয়া যাচ্ছে । থাকছে নিজস্ব ব্রাউজার । এগুলো সবই ব্যবহার করতে হবে ইন্টারনেটের সাহায্যে । মোবাইল থেকে টিভির হটস্পট কানেক্ট করে চালানো যাবে । তাছাড়া ওয়াইফাই দিয়ে ব্যবহার করলে আরও ভালো । প্রত্যেক স্মাট টিভিতে থাকছে প্লে স্টোর । তবে প্লে স্টোর ব্যবহার করতে হলে নিকটস্থ ডিশ লাইন সরবরাহকৃত অথবা টিভি শো রুমের লোকের সাথে যোগাযোগ করে চালু করে নিতে হয় । নিজে পারলে তো আরও ভালো । দেশ বিদেশের নানা ধরনের অ্যাপ আগে থেকেই মোড করা থাকে টিভিতে । যা টিভির অ্যাপ স্টোরে সহজেই পাওয়া যায় । ইন্টারনেট সংযোগ করে এই অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে ব্যবহার করা যায় । এর মধ্যে যে অ্যাপগুলো অলরেডি মোড করা থাকে সেগুলোর মধ্যে রয়েছে টফি অ্যাপ, এডোব রিডার (এটি দিয়ে পিডিএফ ফাইল ওপেন করা যায়), youtube, bbc news, geo news, google chrome, opera mini, Gmail,Zee5 সহ আরও অনেক অ্যাপ । যে অ্যাপগুলো অ্যাপ স্টোরে পাওয়া যায় না তা প্লে স্টোর থেকে নিয়ে নিতে হয় । কোন কোন স্মাট টিভিতে ব্লুটুথ থাকে আর কোনটাই থাকে না । রেংস স্মাট টিভিতে থাকে না । কিন্তু ওয়ালটনে থাকে । ব্লুটুথ দিয়ে সহজেই টিভির কন্ট্রোল প্যানেল মোবাইলের সাহায্যে সংযোগ করা যায় ও মোবাইল দিয়ে টিভিকে কন্ট্রোল করা যায় । তবে রেংস টিভিতে নিজস্ব MH share থাকে যার মাধ্যমে মোবাইলের সাথে সংযোগ করা যায় । এমন সিস্টেমও করা যায় যাতে মোবাইলের স্ক্রিনে যা দেখাবে তা যেন টিভিতেও দেখা যায় । যেমন আমি যদি ক্যামেরা করি তবে মোবাইলে যা যা দেখাবে তা টিভিতেও দেখাবে । এগুলো টিভির নিজস্ব শেয়ারিং অ্যাপের সাথে মোবাইলে কানেক্ট করার মাধ্যমে করা যায় । মোবাইলের মতো টিভিরও স্টোরেজ থাকে । আর সেটা ১জিবির বেশি অথবা ১ জিবি হতে পারে । টিভিগুলোতে ভয়েস সাচ সিস্টেমও থাকে । আবহাওয়ার খবর জানার জন্য থাকে Weather অ্যপ । সে যেন এক স্বপ্নের মতো । কিন্তু সমস্যা হলো ক্যামেরা থাকে না । থাকলে ভালোই হতো । টিভির সাথে সাউন্ড বক্স থাকে । বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের সাহায্যে টিভি অন থাকলে হটস্পট দিয়ে সহজেই ইন্টারনেট ব্যবহার করা যাবে । ২৪” স্মাট টিভির দাম পড়ে প্রায় ৩৪ হাজার টাকা । মাউস,কিবোড ব্যবহার করলে আরও ভালো ব্রাউজ করা যায় । রয়েছে টিভি এসিসটেন্ট যার সাহায্যে সহজেই অ্যাপ আন ইনস্টল করা যায় । ইউটিউব থেকে একটা রিভিউ দেখে নিতে পারেন । সবাইকে ধন্যবাদ আজকের আটিকেলটি পড়ার জন্য । The post পরিচিত হয়ে নিন Android বা Smart টিভির সাথে appeared first on Trickbd.com. |
Google Cloud Platform এ WordPress ইনস্টল করুন। Posted: Google সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেট ভিত্তিত বিভিন্ন ধরনের কাজকে সহজ করার জন্য অনেক ধরনের টুলস এবং পরিষেবা প্রধান করে থাকে৷ যেগুলোর সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত। গুগলের বিভিন্ন পরিষেবার মধ্যে একটি পরিষেবা হচ্ছে Google Cloud Platform এটি এমন একটি পরিষেবা যা ইন্টারনেট ব্যবহারকারীদের শুধু Google অনুসন্ধানে ফলাফল খোঁজা ছাড়া আরও অন্যান্য কিছু এক্সপ্লোর করতে পছন্দ করেন। আসলে এটি হলো একটি অনলাইন কম্পিউটার ডাটা স্টোরেজ সিস্টেম। যেটিতে আপনি অনলাইনে যেকোন ধরনের ফাইল সংরক্ষণ করে রাখতে পারবেন। যেহেতু এটি একটি অনলাইন ক্লাউড স্টোরেজ সেবা তাই আমরা এটির মাধ্যমে চাইলে ওয়েবসাইট তৈরি করার জনপ্রিয় মাধ্যম WordPress সিএমএস সফটওয়্যার ইনস্টল দিতে পারি। গুগলের এই প্ল্যাটফর্মটি একটি সার্ভার হিসাবে কাজ করবে এবং আপনি ওয়ার্ডপ্রেসের মতো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন। যার মাধ্যমে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। গুগল ক্লাউড প্ল্যাটফর্ম হল একটি ক্লাউড কম্পিউটিং পরিষেবা যা Google তাদের পণ্যগুলির জন্য ব্যবহার করে৷ তবে হ্যাঁ এটি ব্যবহার করার জন্য আপনাকে টাকা গুনতে হবে। প্রথমে সাইন আপ করার পর আপনাকে ৯০ দিন ফ্রি ট্রায়ালের সুযোগ দিবে। তারপর কিন্তু বিভিন্ন প্যাকেজের মাধ্যমে টাকা পরিষোধ করে আপনাকে এর সার্ভিস গ্রহণ করতে হবে। এই ফ্রি ট্রায়ালের সময়ের মধ্যে আপনি WordPress এর মাধ্যমে আপনার সাইট তৈরি করতে পারেন এবং এটি Google এর সার্ভারে চালাতে পারেন। এরপর কিন্তু আপনাকে আপনার সাইট চালানোর জন্য সফটওয়্যার এবং বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে একটি ফি দিতে হবে। যেটা আমি আগেও বলেছি। যারা জানেন ভালো কথা, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, WordPress এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই আপনাকে একটি হোস্টিং সার্ভিসের দারস্থ হতে হবে। এর জন্য অনেক হোস্টিং সার্ভিস সাইট রয়েছে। আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন অথবা গুগল ক্লাউড সার্ভিসটিও ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি একজন শিক্ষানবিস হন, যার কাছে ওয়ার্ডপ্রেস সিএমএস সম্পর্কে বেশি ধারনা বা জ্ঞান নেই। আপনি আপনার ওয়েবসাইট হোস্ট করার জন্য এই ক্লাউড সার্ভারটি বেছে নিতে পারেন এবং পথ ধরে শেখা শুরু করতে পারেন। এই পরিষেবাটি প্রথম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। তবে এখানে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে আপনার একটি ক্রেডিট কার্ড এর প্রয়োজন পড়বে। Google Cloud Platform_এ WordPress ইনস্টল করার পদ্ধতিঃ শুরু করতে cloud.google.com-এ যান এবং নিজের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করুন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আপনাকে আপনার নাম, ঠিকানা এবং ক্রেডিট কার্ডের বিবরণ লিখতে হবে। গুগল ক্লাউড অনুসারে, গুগল এখনই আপনার কার্ড থেকে কোন চার্জ কাটার পরিবর্তে এক বছর পরে অর্থপ্রদানের জন্য বলবে। আর এই এক বছর আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে কনসোল খুলুন। আপনি হয় console.cloud.google.com/start-এ যেতে পারেন অথবা আপনি বর্তমান পৃষ্ঠার কনসোল বাটনে ক্লিক করতে পারেন৷ এখন আপনার একটি নতুন প্রজেক্ট নিতে হবে যার জন্য উপরের স্ক্রিনশটের মত Select a project বাটনে ক্লিক করুন। আপনি একটি পপআপ বা উইন্ডো দেখতে পাবেন, যেখানে আপনাকে প্লাস (+) চিহ্নে ক্লিক করতে হবে। এর পরে আপনাকে একটি প্রজেক্টের নাম লিখতে হবে। এউভাবে একটি প্রজেক্ট আইডি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন কিছু জিনিস সেট আপ করতে কয়েক মুহূর্ত সময় লাগতে পারে। তারপর আপনি আপনার কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে একটি বিশদ তথ্য বাক্স দেখার পাবেন এখান থেকে উপরের স্ক্রিনশটের মত বাম পাশের Cloud Launcher বাটনে ক্লিক করুন। পরবর্তী স্ক্রিনে আপনি এমন কিছু অ্যাপ পাবেন যেগুলো দিয়ে আপনি ভার্চুয়াল মেশিন ইনস্টল করাতে পারবেন। আমরা এখানে WordPress ভার্চুয়াল মেশিনটি ইনস্টল করব। তাই Blog & CMS ক্লিক করে WordPress এ ক্লিক করব। আর যদি এখানে না পাই সার্চ বক্সের মাধ্যমে খুজেঁ নিব। তারপর উপরের স্ক্রিনশটের মত Launch of compute engine বাটনে ক্লিক করব। তারপর উপরের স্ক্রিনশটের মত আসবে এখানে, আপনি ডিপ্লয়মেন্ট নাম, সার্ভারের অবস্থান বা অঞ্চল, মেশিনের ধরন, RAM, অ্যাডমিন ইমেল, ডিস্কের ধরন (এসএসডি বা স্ট্যান্ডার্ড), ডিস্কের আকার ইত্যাদি দেখতে পাবেন। এই অপশনগুলি ছাড়াও আপনাকে Allow HTTP ট্র্যাফিক এবং Allow HTTPS ট্র্যাফিকের চেকবক্সও নির্বাচন করে দিতে হবে। তবরপর Deploy বাটনে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পর আপনি আপনার সাইটের আইপি এবং অন্যান্য সমস্ত বিবরণ দেখতে পারবেন। আপনি যদি এখানে আইপি ঠিকানায় ক্লিক করেন তবে এটি আপনার নতুন ইনস্টল করা ওয়ার্ডপ্রেস সাইট খুলবে। Google ক্লাউড প্ল্যাটফর্মে ডোমেন যোগ করুনঃ ড্যাশবোর্ডে থেকে ভিপিসি নেটওয়ার্কে ক্লিক করুন এবং External IP Addresses নির্বাচন করুন। টাইপ কলামে আপনি Ephemeral দেখতে পারবেন। ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং স্ট্যাটিক নির্বাচন করুন। এরপরে আপনাকে এটির জন্য একটি নাম সংরক্ষণ করতে হবে। সেই অংশটি সম্পন্ন করার পরে আপনাকে Google Cloud DNS API টি Enable করতে হবে। এটি করতে APIs & services এ ক্লিক করুন এবং Library নির্বাচন করুন। পরবর্তী পৃষ্ঠায় Google Cloud DNS অনুসন্ধান করুন এবং উপরের স্ক্রিনশটের মত Enable বাটনে ক্লিক করুন। এখন ড্যাশবোর্ডে ফিরে আসুন এবং Compute Engine > VM Instances-এ যান। এই স্ক্রিনে আপনি এক্সটার্নাল আইপি দেখতে পাবেন। এটি আপনার নোটপ্যাডে অনুলিপি করুন যেহেতু পরবর্তী ধাপে আপনার এটি প্রয়োজন পড়বে। মনে রাখবেন আপনার তথ্যের জন্য এটি আপনার সাইটের ঠিকানার মতো একই আইপি। এরপরে Network Services এ ক্লিক করে Cloud DNS এ ক্লিক করুন। এখানে CREATE ZONE বাটনে ক্লিক করুন। তারপর উপরের স্ক্রিনশটের মত আপনাকে নিচে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে এই বিবরণ লিখতে হবে: Zone Name: আপনি যা চান। অর্থাৎ আপনার ইচ্ছে মত একটি নাম দিন। যেমন আপনার ওয়েবসাইটের নাম tutorialBD71 এইরকম। সর্বশেষ আপনাকে দুটি A Record তৈরি করতে হবে যাতে আপনি www এর সাথে এবং ছাড়া আপনার ডোমেন খুলতে পারেন। এটি করার জন্য ADD RECORD SET বাটনে ক্লিক করুন এবং নিম্নলিখিত বিবরণ লিখুন, DNS Name: এটি ফাঁকা রাখুন। এরপরে আবার ADD RECORD SET বাটনে ক্লিক করুন। কিন্তু এইবার DNS Name বাক্সে www লিখুন এবং আগের A Record তৈরি করতে আপনি যে বিবরণ বা ডিসক্রিপশন ব্যবহার করেছেন তা এখানেও লিখুন। সমস্ত রেকর্ড ঠিকভাে যোগ করার পরে এটি দেখতে উপরের স্ক্রিনশটের মত দেখাবে। এখন আপনাকে আপনার ডোমেন রেজিস্ট্রার অ্যাকাউন্টে NS Records যোগ করতে হবে। এটি করার জন্য ডোমেন রেজিস্ট্রার অ্যাকাউন্ট খুলুন এবং সেই অনুযায়ী NS রেকর্ড লিখুন। উপরের ছবিটি থেকে কপি করবেন না কারণ এটি আপনার জন্য ভিন্নভাবে বা অ্যরকম হবে। এই রেকর্ডগুলি আপনার নেওয়া সার্ভারের উপর নির্ভর করে৷ NS রেকর্ড যোগ করার পর এটি প্রচার করতে কিছু সময় লাগতে পারে। আপনার DNS প্রচার করা হয়েছে কিনা তা জানতে আপনি এই ওয়েবসাইটটি দেখতে পারেন। বিশেষ দ্রষ্টব্যঃ আশা করি আপনি আপনি উপরোল্লিখিত ধাপগুলো অনুসরণ করে Google Cloud Platform এ কোনো প্রকার ঝামেলা বা ত্রুটি ছাড়াই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন। সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন। The post Google Cloud Platform এ WordPress ইনস্টল করুন। appeared first on Trickbd.com. |
Download Now Thor: Love and Thunder full HD movie in hindi !!! Posted: Thor: Love and Thunder2022 ‧ Action/Adventure ‧ 1h 59mThor embarks on a journey unlike anything he’s ever faced — a quest for inner peace. However, his retirement gets interrupted by Gorr the God Butcher, a galactic killer who seeks the extinction of the gods. Hindi Dubbed Full movie Click here to download Or here Drive link The post Download Now Thor: Love and Thunder full HD movie in hindi !!! appeared first on Trickbd.com. |
বারবার কেন এত কারেন্ট চলে যাচ্ছে? |এত লোডশেডিং কেন? Posted:
সরকারের দাবি অনুযায়ী, বাংলাদেশ ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্র পুরোপুরি অর্জন করেছে। কিন্তু তারপরও কেন সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা সহ সমগ্র দেশে মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে? সে সম্পর্কে আলোচনা করা হবে সাম্প্রতিক সময়ে দেশে গ্যাসের সরবরাহ কমে গেছে এর কারণ হলো বিশ্ববাজারে আবারো গ্যাসের দাম বেড়েছে।
ফলে লোডশেডিংও বেড়েছে অনেক বেশি জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দিনে ১০০ কোটি টাকার বেশি লোকসান করছে। তাই গ্যাস এবং তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র গুলো পুরো দামে চালানো যাচ্ছে না সেজন্য বাধ্য হয়ে বেশি বেশি লোডশেডিং করা হচ্ছে।বাংলাদেশের তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোল বাংলা বলছে দিনে গ্যাসের চাহিদা ৩৭০ কোটি ঘনফোট,
এখন শুধু দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ওমান ও কাতার থেকে আসা এলএনজির সরবরাহ সচল রয়েছে।
তবে গ্যাসের অভাবের সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে বিদ্যুৎ খেতে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশই বন্ধ রাখতে হচ্ছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দিনে পাঁচবারের বেশি লোডশেডিং হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ কোম্পানি পল্লী বিদ্যুৎ আইনবোর্ড দেশের প্রায় ৫৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয় পল্লী বিদ্যুতের মাধ্যমে। সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে, এছাড়া রংপুর ঠাকুরগাঁও রাজশাহী, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ,সুনামগঞ্জ ,নোয়াখালী, ফেনী চাঁদপুরে ,দিনে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকেরা। তবে কোন কোন এলাকায় দিনে ১৪ ঘণ্টার মতো লোডশেডিং হবারও অভিযোগ রয়েছে।রাজধানীতে বিদ্যুৎ সেবা দেওয়া দুই প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ডিপিডিসি এবং ডেসকো প্রয়োজনের তুলনায় যথাক্রমে ৩০০ এবং দেড়শ মেগাওয়াট কম বিদ্যুৎ পাচ্ছে। জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে বর্তমান সময়ে অধিক লোডশেডিং হচ্ছে।
আগামীকাল আপনাদের সঙ্গে আবারো হাজির হব এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হৃদয় আবার ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ The post বারবার কেন এত কারেন্ট চলে যাচ্ছে? |এত লোডশেডিং কেন? appeared first on Trickbd.com. |
🌙সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক🌙 আসুন ঈদুল আযহার এর নামাজের নিয়ম গুলা জেনে নিয়া যাক.!! Posted: সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক
বছরে দুইবার ঈদের নামাজ পড়তে হয়। এই দিনগুলোতে ঈদের নামাজ পড়া ওয়াজিব। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, 'অতএব তোমার রবের উদ্দেশেই নামাজ পড়ো এবং নহর করো।' (সুরা আল কাউছার, আয়াত: ২) দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে অনেকেই ঈদের নামাজের নিয়মগুলো ভুলে যায়। তাই সবার সুবিধার্থে ঈদের নামাজ পড়ার নিয়মগুলো তুলে ধরা হলো- ঈদের দুই রাকাত নামাজে অতিরিক্ত ছয় তাকবির দিতে হয়। প্রথম রাকাতঃ আল্লাহ তাআলার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে এই ইমামে পিছনে আদায় করছি বলে নিয়ত বাঁধতে হয়। প্রথমেইঃ– তাকবিরে তাহরিমা- 'আল্লাহু আকবার' বলে নিয়ত বাঁধার পর ছানা পড়বেনঃ উচ্চারণঃ– সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা ঝাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। তারপর ইমামের উচ্চস্বরে তাকবির বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরাও তাকবির বলবেন। প্রথম ও দ্বিতীয় তাকবির বলার সময় উভয় হাত কান বরাবর ওঠিয়ে ছেড়ে দিবেন। তৃতীয় তাকবিরের সময় উভয় হাত কান বরাবর ওঠিয়ে না ছেড়ে হাত বাঁধবেন। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য সুরা মিলিয়ে রুকু, সিজদা করবেন; মুসল্লিরাও ইমামের সঙ্গ রুকু সিজদা করবেন। দ্বিতীয় রাকাতঃ ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিন তাকবির প্রথম রাকাতের মতোই আদায় করবেন। অতপর রুকু-সিজদা করার পর অন্যান্য নামাজের মতোই সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করবেন। যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
ধন্যবাদThe post 🌙সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক🌙 আসুন ঈদুল আযহার এর নামাজের নিয়ম গুলা জেনে নিয়া যাক.!! appeared first on Trickbd.com. |
ঈদুল আযহা ও কুরবানি সম্পকে সংক্ষিপ্ত আলোচনা Posted: ঈদুল আযহা ও কুরবানী (কুরআন ও হাদিসের আলোকে) আসসালামু আলাইকুম । আজ ৯ই জুলাই ২০২২,শনিবার । আগামীকাল রবিবার বাংলাদেশে ঈদুল আযহা বা কুরবানী ঈদ পালন করা হবে । এজন্য কুরবানি ও ঈদ সম্পকে কিছু লিখতে বসলাম । আশা করি সবাই ভালোভাবে পড়বেন । জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা পালন করা হয় । সাপ্তাহিক ঈদ হলো জুমুআর দিন এবং বাৎসরিক ঈদ দুটি । তা হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহা । ঈদুল আযহার দিনে কুরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাওয়া সুন্নাত । আমরা এটি মানার চেষ্টা করব । আমাদের দেশের অনেক জায়গাতে মধ্যপ্রাচ্যের দেশের সাথে মিল রেখে অনেক জায়গায় আগে আগে ঈদ পালন করা হয় । ফলে অনেক সংঘাতের সৃষ্টি হয় যা কঠিন হারাম ও অন্যায় । হাদিসের সুস্পষ্ট নিয়ম হলো পৃথিবীর একস্থানে চাঁদ দেখলেই ঈদ হবে না । রাষ্ট্রপক্ষের নিকট চাঁদ দেখা প্রমাণিত হতে হবে । এমনকি অধিকাংশ ফকিহগণ এ মত পেষণ করেছেন । রাষ্ট্রপ্রধান ও অধিকাংশ জনগণ যেদিন ঈদ করবে সেদিনই করতে হবে । এতে ভুল হলেও কোন মুমিনদের সমস্যা হবে না । সকলের কুরবানি আদায় হয়ে যাবে । || সবসময় তাড়াতাড়ি কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে । যাতে অন্যদের মাঝে খুব দ্রুতই তা পৌঁছে দেওয়া যায় । রাসুল (স) ঈদুল আযহার নামায সূয উঠার ৩০ মিনিট অথবা ১ ঘন্টার ভিতরে আদায় করে ফেলতেন এবং ঈদুল ফিতরের নামায ১ থেকে দেড় ঘন্টার মধ্যে আদায় করে ফেলতেন । আমরাও চেষ্টা করব । তবে দেরি করলে সমস্যা নেই । খেয়াল রাখতে হবে যেন গোশত বন্টনের জন্য যথেষ্ট সময় থাকে || ~~রাসুল (স) বলেছেন, “যার সাধ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না,সে যেন আমার ঈদগাহে না আসে ।” তাই যাদের সামথ আছে তারা যেন অবশ্যয় কুরবানি দেয় । কুরবানি দিতে হলে নিধারিত ৬টি পশুর যে কোন একটি দেওয়া যেতে পারে । এগুলো হলো : উট, মহিষ,গরু, ছাগল, ভেড়া ও দুম্বা । এর মধ্যে উট, মহিষ ও গরুকে সাত ভাগে ভাগ করা যাবে । চাইলে সাত ভাগের মধ্যে আকিকার ভাগসমূহও রাখা যাবে । একাধিক লোকজন ভাগিদার হলে আমাদেরকে অবশ্যয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো ৭জনের মধ্যে প্রত্যেকে যেন হালাল ইনকামি হয় । একজনও যদি হারাম পথে ইনকাম করে আর সে যদি কোন অংশের ভাগিদার হয় তবে সকলের কুরবানি বরবাদ হয়ে যেতে পারে । রাসুল (স) সুস্থ পশুদের কুরবানি করতে বলেছেন এবং রোগা পশুদের কুরবানি করতে নিষেধ করেছেন । ** কুরবানিকারী হজে না যেয়েও হজের পূণ সওয়াবের অধিকারী হতে পারেন । তাই কুরবানিকারীর উচিত কুরবানির নিয়ত গ্রহণের পর সে যেন আর চুল ও নখ না কাটে । এটি মহানবি (স) এর আদেশ । আজ থেকে প্রায় ৪হাজার বছর আগে ইব্রাহিম (আ) তাঁর নিজপুত্র ঈসমাইল (আ) কে কুরবানি করেন । আর তারপর থেকেই কুরবানির প্রচলন । আমরা ঘটনাটি শুনে থাকি । তাই আর উল্লেখ করলাম না । নিজ এলাকার ইমামদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য অনুরোধ রইল । কুরবানির রক্ত ও মাংস কোন কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না । পৌঁছায় অন্তরের তাকওয়া । আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করব । এটাই মূল নিয়ত । অন্য কোন নিয়তে কুরবানি করলে কুরবানি সহিহ হবে না । আমরা অনেক সময় বলে থাকি অমুকের নামে কুরবানি দিচ্ছে । এটা সম্পূণ ভুল । বলতে হবে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেওয়া হচ্ছে । এরুপ নিয়ত ব্যাতীত কুরবানি করলে কুরবানি সহিহ হবে না । কুরবানির গোশত মহানবি (স) তিনভাগে ভাগ করতেন । একভাগ নিজের জন্য, অন্যান্য দুই ভাগের একভাগ আত্মীয় স্বজন ও অন্য ভাগ গরীবদের ভিতরে যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দিতেন । এটাই সহিহ পদ্ধতি । তবে কুরবানির গোশত সম্পূণটাও রাখা যাবে একটি ক্ষেত্রে । যদি আপনার পরিবারের লোকসংখ্যা অধিক হয় এবং আপনার যতটুকু গোশত হয়েছে তা সম্পূণ প্রয়োজন হয় সেক্ষেত্রে রাখা যাবে । তবে তাকওয়া ঠিক রাখতে হবে । বাংলাদেশে যৌথ পরিবারের সংখ্যা নেই বললেই চলে । তাই এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে না । আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক । যারা কুরবানি দিতে পারছে না তাদেরকে পরবতীতে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক । এমনকি আমাদের পরিবারেরও এ বছর সামথ হয় নি । আল্লাহ সকলের কুরবানিকে কবুল করুক । সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি । The post ঈদুল আযহা ও কুরবানি সম্পকে সংক্ষিপ্ত আলোচনা appeared first on Trickbd.com. |
ঈদের খুশিতে নিয়ে নিন ২০জিবি ওয়েব হোষ্টিং এবং সাথে .Com ডোমেইন মাত্র ৯৯৯টাকায় (এছাড়াও আরও অফার) Posted: আসসালামু আলাইকুম, আজ যা শেয়ার করছি তা হলো, ২০জিবি ওয়েব হোষ্টিং এবং .Com ডোমেইন মাত্র ৯৯৯টাকায় । যারা ওয়েবসাইট করতে চান বা কাজ করেন তাদের জন্য এইটা দারুন সুযোগ । আসুন জেনে নিই উক্ত অফারটি সম্পর্কে বিস্তারিত তথ্যঃ এছাড়াও একটি .Com ডোমেইন নিতে পারবেন মাত্র ৪৯৯ টাকায় । উক্ত কোম্পানীর জেনুইন লাইসেন্স আছে । লাইসেন্স চেকিং লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=sv3.apikhost.com তো বন্ধুরা, সকল সুযোগ সুবিধা সম্পর্কে আমি বিস্তারিত বর্ণনা করে দিলাম । এরপরেও যদি কোন কিছু জানার থাকে তবে সরাসরি উক্ত কোম্পানীর সাথে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো । কোন ভুল হলে ক্ষমা করবেন, ধন্যবাদ The post ঈদের খুশিতে নিয়ে নিন ২০জিবি ওয়েব হোষ্টিং এবং সাথে .Com ডোমেইন মাত্র ৯৯৯টাকায় (এছাড়াও আরও অফার) appeared first on Trickbd.com. |
কিভাবে Microsoft এর ব্যবসায়িক পার্টনার হবেন। Posted: যদি কেউ Microsoft এর ব্যবসায়িক পার্টনার হতে চায় তাহলে তা কি হওয়া সম্ভব। হুম অবশ্যই হওয়া সম্ভব তবে এর জন্য কিছু নিয়মনীতি রয়েছে। যেকোন ছোট বড় আইটি ভিত্তিক সমাধান প্রদানকারী প্রতিষ্ঠানের মালিক চাইলে Microsoft এর পার্টনার হতে পারবে। এখন আপনি বলতে পারেন কী বা কে এবং কিভাবে একজন মাইক্রোসফট পার্টনার হওয়া যায়? তাহলে আপনার জন্য উত্তর, মাইক্রোসফট পার্টনার হলো মাইক্রোসফট এর পণ্য এবং সার্ভিস প্রদানকারী একটি স্বাধীন কোম্পানি। যারা মূলত মাইক্রোসফট এর কাস্টমারদের ২৪ ঘণ্টা ভালোমানের হেল্প এবং সাপোর্ট করে যাবে। আর এই পদ্ধতিটাই হলো মূলত মাইক্রোসফট পার্টনার এর। Microsoft এর পার্টনার হওয়ার যোগ্যতাঃ যেসকল প্রতিষ্ঠান Microsoft এর পার্টনার হতে পারবেঃ IT consulting services provider বা আইটি পরামর্শ সেবা প্রদানকারী উপরের ধরনগুলির মধ্য থেকে যদি কোন একটি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আপনার হয়ে থাকে তাহলে আপনি মাইক্রোসফট এর পার্টনার হতে পারেন। কোন প্রতিষ্ঠান Microsoft এর পার্টনার হয়ে গেলে Microsoft থেকে সমস্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অনলাইন প্রযুক্তিগত সহায়তা পেয়ে থাকে। মাইক্রোসফট পার্টনার নেটওয়ার্ক হল এমন একটি নেটওয়ার্ক যা Microsoft অংশীদার হিসাবে যোগ্য কোম্পানিগুলিকে Microsoft প্রযুক্তির উপর ভিত্তি করে তাদের গ্রাহকদের জন্য তৈরি, বিক্রয়, পরিষেবা এবং সমর্থন সমাধান করতে সহায়তা করে। নেটওয়ার্কের সদস্য যে কোনো কোম্পানি কর্মীদের দক্ষতা জোরদার করার ন্যায্য সুযোগ পায়। একটি সংস্থাকে শক্তিশালী করার পাশাপাশি এই ধরনের একটি ফার্ম মাইক্রোসফট অনলাইন মার্কেটপ্লেসগুলির তালিকার মাধ্যমে হাজার হাজার সম্ভাব্য গ্রাহকদের কাছে নিজেকে পরিচিত করার বিশাল সুযোগ পায়। Microsoft পার্টনার এর সদস্যপদ পাওয়ার জন্য আপনাকে ৩টি পদক্ষেপ বা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়াগুলি হলো, প্রথমত আপনার একটি উইন্ডোজ লাইভ আইডি লাগবে। কারণ Microsoft পার্টনার নেটওয়ার্ক ব্যবহারকারীরা প্রাথমিকভাবে Windows Live ID ব্যবহার করে থাকে। Microsoft এর Gold পার্টনারঃ 'Microsoft Gold Partner' সংস্থার শিরোনাম অর্জনের জন্য আপনাকে তাদের প্রযুক্তি দক্ষতার স্তর প্রমাণ দিতে হবে। এর জন্য আপনাকে একটি কঠোর পরীক্ষা সম্পন্ন করতে হবে। তদ্ব্যতীত তাদের প্রতি বছরের প্রোগ্রামে আপনার সকল তথ্য পুনরায় নথিভুক্ত করতে হবে। আর নিজের অবস্থান ধরে রাখার জন্য বাৎসরিক ফি প্রদান করা এবং যোগ্যতা ধরে রাখার জন্য জন্য সারা বছর জুড়ে যথেষ্ট পার্টনার পয়েন্ট অর্জন করা। আপনি যদি মাইক্রোসফট এর এই গোল্ড মেম্বারশিপ গ্রহণ করতে পারেন তাহলে তাদের অসংখ্য সুবিধা ভোগ করতে পারবেন। বিশেষ করে মাইক্রোসফট আপনাকে একটি টুলকিট প্রদান করবে যার মাধ্যমে আপনি মাইক্রোসফট এর একজন আইটি স্পেশালিস্ট হতে পারবেন। এতে করে আপনি তাদের অর্জিনাল কম্পিউটার প্রোগ্রাম যেমন MSDN প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ Microsoft Visual Studio Professional Edition, TechNet সাবস্ক্রিপশন, সেলস এবং মার্কেটিং টুলকিট ইত্যাদি সহজে ব্যবহার করতে সক্ষম হবেন। আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন। সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন। The post কিভাবে Microsoft এর ব্যবসায়িক পার্টনার হবেন। appeared first on Trickbd.com. |
Posted: 08 Jul 2022 08:28 PM PDT আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর্টিকেলের টাইটেল দেখেতো সবাই বুঝে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। এটি রটারডাম বা যে কোনও জায়গায় হতে পারে, যেমন গানটি পরামর্শ দেয়, যদিও যে কেউ রটারড্যামের আকাশচুম্বী অট্টালিকাগুলির আধুনিক শহুরে বিস্তৃতি, উচ্চ-উত্থান এবং উচ্চতর স্থাপত্যের বিস্ময় পরিদর্শন করেছে সে জানে যে এটি অন্য কোনও শহরের মতো নয়। আপনি যদি ইউরোভিশন গানের প্রতিযোগিতা 2021-এর জন্য নেদারল্যান্ডে যাচ্ছেন, তাহলে আসুন আমরা আপনাকে রটারডামের সেরা 10টি নজরকাড়া ভবন খুঁজে পেতে সাহায্য করি। তারা হয়তো আপনার সাথে গানের চেয়ে বেশি দিন! রটারড্যামের আধুনিক স্থাপত্যের সবচেয়ে আকর্ষণীয় উদাহরণ হিসেবে বিবেচিত, 1970 এর দশকের শেষের দিকে কিউব হাউসটি একটি বনের প্রতীক হিসাবে ডিজাইন করা হয়েছিল, প্রতিটি পৃথক কিউব একটি গাছের প্রতিনিধিত্ব করে। (এটি একটি প্রসারিত, কিন্তু আমরা চালিয়ে যেতে যাচ্ছি।) একটি ঘনক্ষেত্রের ভিতরে একটি ছোট যাদুঘর রয়েছে – শো কিউব মিউজিয়াম (কিজক-কুবুস) – যা আপনি আরও তথ্য এবং এমনকি অনুপ্রেরণার জন্য দেখতে পারেন। সাধারণ ঘরগুলো আজকাল নিস্তেজ দেখায়, তাই না? এটা পরীক্ষা করতে চান? Airbnb-এ রটারডাম কিউবে থাকা। 2. মাস্টোরিন খুব কমই যুক্তি দেবে যে এর মহিমা এটিকে সমগ্র বেনেলাক্স অঞ্চলের সবচেয়ে সুন্দর আধুনিক ভবনগুলির মধ্যে একটি করে তোলে। আপনি যদি ইরাসমাস ব্রিজের মাধ্যমে শহরের বাইরে যাচ্ছেন, তাহলে মাস্টোরেন আপনার বাম দিকে বিদ্ধ করা কালো মেঘগুলিকে মিস করবেন না। ডেলয়েট কর্মচারীদের জন্য দশ তলা পার্কিং সহ, একটি গাড়ি পার্ক করার জায়গা সবসময় থাকে। তাদের সদর দফতর নীচের তলায়, তাই আপনি যদি অবিবাহিত হন এবং একজন আর্থিক উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করতে চান তবে আপনি কোথায় যেতে হবে তা জানতে পারবেন। মজার বিষয় হল, মাস্টোরেনের এক পাশ মিউজে তৈরি করা হয়েছিল এবং এর চারপাশের স্তম্ভগুলি অতিক্রমকারী জাহাজগুলিকে বিধ্বস্ত হতে বাধা দেওয়ার জন্য একটি মূল কারণ ছিল। রটারডামের মতো আধুনিক ভবন একটি অনুপ্রেরণা। ইউরোপের বৃহত্তম বন্দরকে সমুদ্রগামী ট্র্যাফিকের জন্য আরও অ্যাক্সেসযোগ্য করার সময় বন্যা থেকে শহরগুলিকে রক্ষা করুন৷ বিশ্বের বৃহত্তম বল জয়েন্টটিকে ভাসমান অর্ধেকগুলিকে একসাথে টেনে নিয়ে যাওয়া দেখতে খুব সুন্দর, গেটের ফাঁপা চ্যানেল দিয়ে জল প্রবাহিত হতে দেয়৷ এখানে পানির নিচে কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই, এবং যদি ঝড়ের কাছে আসার সাহস হয়, তাহলে ভেতরে যাওয়া অসম্ভব! মার্কথাল আর্চেসের ভিতরে রয়েছে শত শত অ্যাপার্টমেন্ট এবং অফিস। এবং এটি দেখায় যে বেসমেন্টে এক ইঞ্চিও অবশিষ্ট নেই, যেখানে এমনকি একটি সুপারমার্কেট এবং একটি পার্কিং লট রয়েছে। সিলিংয়ের দিকে তাকালে, আপনি আক্ষরিক অর্থে এই বিল্ডিংয়ের আসল রঙগুলি দেখতে পাবেন। মার্কথাল হল বিশ্বের বৃহত্তম শিল্পকর্মগুলির একটি – হুর্ন ডেস ওভারভলোডস (দ্য হার্টি হর্ন), যা ছাদের পুরো অভ্যন্তর জুড়ে রয়েছে! এই চিত্তাকর্ষক শিল্পটি 11,000 বর্গ মিটার এলাকা জুড়ে, যা সিস্টাইন চ্যাপেলের সমতুল্য। এটি সুদূরপ্রসারী শোনাচ্ছে, তবে আপনি এটি না দেখা পর্যন্ত অপেক্ষা করুন। 5. পলাস চার্চ কিন্তু এর সুন্দর মুখ দেখে প্রতারিত হবেন না। এই গির্জা সঙ্গে, বাস্তব ভিতরের কি গণনা হয়. এটি একটি অ-সাম্প্রদায়িক চার্চ হিসাবে তার উদ্দেশ্যকে অতিক্রম করে একটি সম্প্রদায় পরিষেবা কেন্দ্র হিসাবে কাজ করে৷ পলুস্ক ডায়মন্ড সেন্টার রটারডাম এবং আশেপাশের এলাকার সমস্ত লোককে সহায়তা করে যারা সাহায্য ছাড়া বাঁচতে পারে না। এর মধ্যে মাদকাসক্ত, মানসিকভাবে অসুস্থ, বেকার, বয়স্ক এবং গৃহহীনরা অন্তর্ভুক্ত। The post রটারডামে ৫ টি আশ্চর্যজনক ভবন appeared first on Trickbd.com. |
ডিরেক্ট ডাউনলোডার PHP Script ! অসাধারন একটি স্ক্রিপ্ট ! এখনই নিন ফ্রীতে………. Posted: আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন । ওয়েব ডেভেলপমেন্ট জগতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পি এইচ পি স্ক্রিপ্ট । যদিও বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট কে সহজ করার জন্য ওয়ার্ড প্রেস সহ নানা ধরনের সি এম এস চলে এসেছে তবুও পি এইচ পি স্ক্রিপ্ট এর কোনো বিকল্প নেই । এসব সি এম এস এ আপনি অনেক কিছুই করতে পারবেন না। আপনার চাহিদা মোতাবেক ভালো একটি ওয়েবসাইট বানানোর জন্য পি এইচ পি স্ক্রিপ্ট অবিকল্প বিষয় । আজকে তেমন ই একটি পি এইচ পি স্ক্রিপ্ট শেয়ার করব আপনাদের সাথে যেটি অনেক প্রয়োজনিয় এবং এটি দিয়ে সাইট বানালে ভিজিটর একবার ভিজিট করলে আরো প্রতিনিয়ত আসবে । Script name – Direct Downloaderআমরা প্রায় সবাই জানি বাংলাদেশে media fire ব্যান । কিন্তু মিডিয়া ফায়ার অনেক জনপ্রিয় ওয়েবসাইট হওয়ায় আমাদের প্রায় সময় ই মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করার প্রয়োজন পড়ে । সেক্ষেত্রে অনেকেই ভিপিএন ব্যাবহার করে থাকেন , কিন্তু এতেও ইন্টার নেট স্পিড স্লো দেয় তাছাড়াও একেক রকম ফাইল ডাউনলোডার এর স্পিড ও অন্যান্য পার্থক্য রয়েছে যা ইউজার দের প্রায় সময় ই ভোগান্তির মধ্যে ফেলে । আবার অনেক ডাউনলোড লিংক এড এ ভরা । সেসব লিংক থেকে ডাউনলোড করতে হলে অনেক সময়ের অপচয় ও হয় । এসব কিছুর সমাধান নিবে এ পি এইচ পি স্ক্রিপ্ট টি বানানো হয়েছে । এই স্ক্রিপ্ট এ তৈরী ওয়েবসাইটে প্রবেশ করে শুধুমাত্র ডাঊনলোড লিংক দিয়ে দিলেই আপনার লিংক থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে । এখনো পর্যন্ত এতে সব রকমের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করতে সক্ষম হিসাবে বানানো হয়নি। বর্তমান পর্যন্ত এটি যেসব ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করতে পারে তা হলো –
See also –Nothing Phone 1 Confirmed to Come Without Charger; a new charge systemDemoscript সম্পর্কে জানলেন তো এবার নিজেই দেখে আসুন স্ক্রিপ্ট কতটুকু কাজের ।
click here to visit my website Installationস্ক্রিপ্ট টির ইন্সটল প্রসেস ও অনেক সহজ , প্রথমে আপনি স্ক্রিপ্ট টির মধ্যে process.php খুজে বের করুন । আশা করি এতে খুব ঝামেলা হবে না । এখন process.php এর মধ্যে ১০ নাম্বার লাইনে স্ক্রিপ্ট যিনি বানিয়েছেন তার নাম রয়েছে । সেখান থেকে তার নাম কেটে আপনার নাম দিন । তারপর header.php খুজুন । header.php তে গিয়ে লাইন নাম্বার ২ এ দেখুন লেখা “File Host” এটার পরিবর্তে আপনার ওয়েবসাইটের নাম দিন । এই নাম আপনার ওয়েবসাইটের একদম ওপরে দেখাবে । আপনি চাইলে এখানে ইমেজ ও দিতে পারেন লোগো হিসাবে যদি আপনার এইচ টি এম এল সম্পর্কে বেসিক জ্ঞান ও থাকে খুব সহজেই পারবেন । Downloadস্ক্রিপ্ট সম্পর্কে সব জানার পর যদি ডাউনলোড ই না করেন তাহলে কি জেনে কি লাভ । একবার ট্রাই তো করে দেখুন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – যদি স্ক্রিপ্ট সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে এখানে ক্লিক করুন ।
Script Credit –এই স্ক্রিপ্ট টি বানিয়েছেন Md. Sakib । স্ক্রিপ্ট এ কোনো সমস্যা বা যেকোনো ধরনের প্রশ্ন থাকলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন । ওনার কন্টাক্ট – Facebook :- https://facebook.com/expertskb Telegram :- https://t.me/expertskb Email :- hello@shakib.cyou URL :- https://shakib.cyou পোস্ট টি ভালো লেগে থাকলে আমার ছোট্ট ওয়েবসাইটটিও একবার ভিজিট করবেন !! আমার ওয়েবসাইট – developsbd.com See more – How to Find Freelance Work: Tips, Red Flags, and MoreWhat is content and content marketing?Xiaomi 12 Lite to Come in at Least Four Colour Variants
The post ডিরেক্ট ডাউনলোডার PHP Script ! অসাধারন একটি স্ক্রিপ্ট ! এখনই নিন ফ্রীতে………. appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments