এইচএসসি এবং এডমিশন এর জন্য দরকারি অনেকগুলো পিডিএফ বইয়ের লিংক একসাথে । এইচএসসি পড়ুয়া স্টুডেন্টরা পোস্টটি অবশ্যই দেখবেন। |
- এইচএসসি এবং এডমিশন এর জন্য দরকারি অনেকগুলো পিডিএফ বইয়ের লিংক একসাথে । এইচএসসি পড়ুয়া স্টুডেন্টরা পোস্টটি অবশ্যই দেখবেন।
- লোকমুখে প্রচলিত কয়েকটি জাল হাদিস (পব ১)
- Most Powerful Top 5 App জীবনে একবার হলেও ব্যবহার করা উচিৎ। তো দেরি না করে চলুন দেখে আশা যাক।
- Play store এর paid/premium app ফ্রীতে ডাউনলোড করুন। [মিস করলে পস্তাবেন ]
- DJ লাভারদের জন্য নিয়ে আসলাম Cubasis 3 version 3.1.1 । নিজের ইচ্ছে মতো বানিয়ে ফেলুন Dj সাথে থাকছে অ্যাপস ডাউনলোড লিংক ।তো দেরি না করে চলুন দেখে আশা যাক।
- YouTube_এ চাইলে আর Subscriber সংখ্যা লুকাতে পারবেন না।
- মাইনক্রাফট কেমন গেম? সাথে রয়েছে ১.১৯ এর ডাউনলোড লিংক একদম ফ্রিতে!!
- [Hot Post ] Termux দিয়ে কিভাবে stenography করবেন চলুন দেখে আশা যাক।
Posted: 05 Jul 2022 11:18 AM PDT হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকে আরেক টা নতুন পোস্টে । আশা করি সবাই খুবই ভালো আছেন। পোস্টের টাইটেল দেখে আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি নিয়ে এই পোস্টটি সাজিয়েছি l তাহলে চলুন পরম সৃষ্টিকর্তার নাম নিয়ে পোস্ট টি শুরু করা যাক।
তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে আপনার প্রয়োজনীয় অনেকগুলা পিডিএফ বইেএর লিঙ্ক শেয়ার করবো। আপনার যেকোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসব বই অনেক কাজে আসবে। তাছাড়া একাডেমিক পড়াশোনাতেও এই বইগুলো অনেকে পড়েন। তাই এইচএসসি পরীক্ষার্থী এবং এডমিশন পরীক্ষার্থীদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। তাই দেরী না করে এখনই দেখে নিন আপনার দরকারি বইটা এখানে আছে কিনা। চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
এখানে আমি এই পোস্টে আপনাদের দরকারি অনেকগুলো পিডিএফ বইয়ের লিংক গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি l আপনাদের যে কয়টি বই দরকার সেই বইয়ের পাশে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনি আপনার মত আপনার দরকারী বইটি ডাউনলোড করে নিতে পারেন l এখানে সর্বমোট 25 টার মত বই আছে l আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন, তাহলে আমি হয়তো বা আরো বই কালেক্ট করে একসাথে এভাবে পোস্ট আকারে দিতে পারি l অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা এরকম পোস্ট আরও চান কিনা l note: এই বইগুলো গুলো আপনি গুগোল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে সার্চ করলে পাবেন l কিন্তু কোন জায়গাতেই এভাবে একত্রে একসাথে সুন্দরভাবে সাজানো-গোছানো অবস্থায় পাবেন না l আমি মূলত সবগুলো বইয়ের লিংক জোগাড় করে একসাথে সাজিয়ে গুছিয়ে দিলাম l আশা করি আপনাদের উপকারে আসবে l books : । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । 3)Retina GK: 11)Full dagano book series: 12)Barrons Cliffs toefl: 15)English master book 2020: । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । বিশেষ দ্রষ্টব্য : এখানকার এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা তাই পোস্ট করার সময় একটা ভালো থাকার কারণে কোনো লিংক কাজ না করতে পারে l এখানে যে লিংক গুলো দেয়া হয়েছে তার মাঝে এক দুইটা লিংক হয়তোবা ভুল থাকতে পারে l যদি ভুল লিংক থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন আমি সেগুলোকে এডিট করে ঠিক করে দেয়ার চেষ্টা করব। । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । । তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি বইগুলো আপনাদের কাজে দিবে। এবং এখান থেকে আপনি বইগুলো ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। আরও কিছু পিডিএফ বই হয়তো বা আমি সংগ্রহ করতে পারব । কিন্তু এক পোস্টে এতগুলো পিডিএফ দেওয়া সম্ভব নয় বলে আজকের মত আমার পোস্ট এখানেই শেষ করছি । আপনাদের উৎসাহ পেলে আমি হয়তো পরবর্তী পোস্টে আরো কিছু পিডিএফ বই দেওয়ার চেষ্টা করবl তো তাহলে আমার আজকের পোস্ট আমি এখানেই শেষ করছি। আশা করছি পোস্টটি আপনার বিন্দুমাত্র হলেও উপকার করবে। সবাইকে ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন। আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি [—>profile link] The post এইচএসসি এবং এডমিশন এর জন্য দরকারি অনেকগুলো পিডিএফ বইয়ের লিংক একসাথে । এইচএসসি পড়ুয়া স্টুডেন্টরা পোস্টটি অবশ্যই দেখবেন। appeared first on Trickbd.com. |
লোকমুখে প্রচলিত কয়েকটি জাল হাদিস (পব ১) Posted: লোকমুখে প্রচলিত ও নানা ধরনের ভিত্তিহীন উক্তি (ওরফে জাল হাদিস)-পব ১ জাল হাদিসের প্রথম পবে সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম । জনসাধারণের মাঝে প্রচলিত অনেক কথা এখন মানুষে হাদিস বানিয়ে বসেছে । এগুলোকে জাল হাদিস হিসেবে অ্যাখ্যায়িত করেছে কুরআন হাদিস রিসাচ সেন্টার । আজকের আটিকেলে ৫টি জাল হাদিস নিয়ে বিষদ আলোচনা করা হবে । তো চলুন শুরু করা যাক । জাল হাদিস ১ :: {হযরত মোহাম্মদ (স) বলেছেন, রাত্রির এক ঘন্টা পরিমাণ দ্বীনী এলেম শিক্ষা করা সমস্ত রাত্রি জাগরিত থাকিয়া ইবাদত করার চেয়েও উত্তম}— এই কথাটি কোন হাদিস গ্রন্থেই রাসুল (স) এর বাণী হিসেবে সংকলিত হয় নি । ইমাম দারিমী তার সুনান গ্রন্থে অত্যন্ত দুবল ও বিচ্ছিন্ন সনদে সাহাবী ইবনু আব্বাস (রা) এর বাণী হিসেবে সংকলন করা হয়েছে । অথাৎ এটি রাসুল (স) এর উক্তি নহে । রাসুল (স) এর অথে যা কিছু বলা হয়েছে তা সম্পূণরুপে জাল ও বানোয়াট । জাল হাদিস ২ :: ইলম শিক্ষার জন্য বা ভালো কাজে পথ চলার জন্য খালি পায়ে গেলে সওয়াব বেশি হয় — বলে কিছু কথা প্রচলিত আছে । এগুলো কোন হাদিসের অন্তভূক্ত নয় । এগুলো সম্পূণ বানোয়াট ও জাল হাদিস । জাল হাদিস ৩ :: আল্লামা ইবনু হাজার আসকালানী, সুয়ূতী, মুল্লা আলী কারী প্রমুখ মুহাদ্দিস উল্লেখ করেন যে, ইলমুল বাতিন বা বাতিনী ইলমকে যাহেরি ইলম থেকে পৃথক বা গোপন কোন বিষয় হিসেবে বণনা করে যেসকল হাদিস প্রচলিত তা সম্পূণরুপে বানোয়াট ও জাল হাদিস । জাল হাদিস ৪ :: “যদি কোন ব্যক্তি ইলম শিক্ষা করে, তবে তা পূববতী পাপের জন্য ক্ষতিপূরণ হয়ে দাঁড়াবে” ___ ইমাম তিরমিযি ছাড়াও দাড়িমি,তাবারাণি প্রমুখ মুহাদ্দিস হাদিসটি সংকলন করেছেন । সকলেই অন্ধ আবু দাউদ নুফাই ইবনুল হারিসের মাধ্যমে হাদিসটি সংকলন করেছেন । তিনি ১৫০ হিজরির দিকে ইন্তিকাল করেছেন । সমসাময়িক ও পরবতীকালের প্রখ্যাত মুহাদ্দিসগণ তুলনামুলক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখান যে এই ব্যক্তি হাদিসের নামে মিথ্যা কথা বলতেন । হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিযি মন্তব্য করেন যে, “হাদিসটির সনদ অত্যন্ত দূবল । আবু দাউদ দূবল । আব্দুল্লাহ ইবনু শাখবারাহ ও তাঁর পিতার বিশেষ কোন বিবরণ পাওয়া যায় না এ সম্পকে । এই অন্ধ আবু দাউদের ব্যাপারে অন্যান্য আলেমগণ একই মন্তব্য পেষণ করেছেন । ইমাম তিরমিযি হাদিসটির সনদ দুবল বলেই ক্ষান্ত হয়েছেন । আমরা জানি, দুবল হাদিস এক প্রকার জাল হাদিস । যেহেতু এই হাদিসটির বণনাকারী মিথ্যা হাদিস বণনাতে অভিযোগপ্রাপ্ত । তাই কোন কোন মুহাদ্দিস এই হাদিসকে জাল হাদিস বলেছেন । সুতরাং ইলম শিক্ষা কোন পাপের ক্ষতিপূরণ হতে পারে না । স্বয়ং আল্লাহই এ ব্যাপারে ভালো জানেন । আজ এখান থেকেই বিদায় নিচ্ছি । সবাইকে ধন্যবাদ । The post লোকমুখে প্রচলিত কয়েকটি জাল হাদিস (পব ১) appeared first on Trickbd.com. |
Most Powerful Top 5 App জীবনে একবার হলেও ব্যবহার করা উচিৎ। তো দেরি না করে চলুন দেখে আশা যাক। Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে ৫ টি অ্যাপস নিয়ে হাজির হলাম। যে 5 টি অ্যাপস আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেই গুলো আমার পার্সোনাল জীবনে খুব গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত আমার কাজে আসে কোনটা একটু বেশি কোনটা একটু কম কিন্তু এই ৫ টি অ্যাপস ছাড়া এক অন্য রকম লাগে ।হয়তো এই ৫ অ্যাপস আপনার ভালো নাও লাগতে পারে অন্য ও ভালো লাগতে পারে এবং এই ৫ টি যেই ভালো লাগবে এমন নয়। কারো কাছে একটা কারো কাছে দুইটা ।মোট কথা হচ্ছে সবাই সবার সুবিধা বাদি অ্যাপস ব্যবহার করে থাকে। তো চলুন শুরু করা যাক। IDM> 1DMপ্রথমে আমরা Idm>1DM নিয়ে আলোচনা করবো।idm পূর্ণরূপ হলো Internet Download Manager। এই IDM এর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত কারণ যারা কম্পিউটার ব্যবহার করেন সবাই কম বেশি এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। এটা গুরুত্বপূর্ণ হলো এই জন্য যে আমরা যখন chrome ওর অন্যান্য ব্রাউজার দিয়ে যখন ডাউনলোড দেই তখন যদি কোন কারণে নেটওয়ার্ক চলে যায় পরবর্তীতে সময়ে সেই ডাউনলোডটি ঠিক মতো কাজ করে না error আছে। আবার মাঝে মাঝে স্পিড কমে যায়। কিন্তু IDm এই গুলো থেকে আলাদা খুব কম ফাইল crash করে। এবং খুব দ্রুতগতিতে ডাউনলোড হয়। শুধু যে এই কারণেই প্রথমে রাখছি এমনটা না আরো কিছু সুবিধা আছে। উপরে দেখতে পাচ্ছে কিছু অপশন আছে একেকটার একেক কাজ। তাদের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হয় IDM ব্রাউজার । দেখতে পাচ্ছেন কতগুলো টুলস আছে সব গুলো খুব কাজের। এবং ব্রাউজারের ব্রাউজিং খুব ফাস্ট। আমি Recommended করবো যদি কখন ব্যবহার না করে থাকেন তাহলে একবার হলেও ব্যবহার করে দেখা উচিৎ। যারা ব্যবহার করেন তারা তো জানেনই কেমন তো আর কথা না বলি সবার জন্য Recommended থাকলো।
Android AssistantAndroid assistant আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস কারণ এইটার যেই কাজ সেটা দেখে আমি অবাক। ছোট ১ মেগাবাইট একটি অ্যাপস এতো কিছু দেওয়া এইটার ভিতরে যদি না দেখেন আপনি বিশ্বাস করবেন না। দেখতে পাচ্ছেন কত কি। ১) উপরে প্রথমে আছে CPU যেটাকে আমরা সবাই বলি ব্রেন ।আপনার ফোনের CPU কতটা হাই আছে সেটা দেখতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ এবং অ্যাপস ইনস্টল করতে পারবেন। ২) রেম খুব গুরুত্বপূর্ণ কারণ রেম যদি কম হয় তাহলে ফোন হ্যাং করতে পারে। এখানে আপনি দেখতে পারবেন আপনার ফোনের কত রেম এবং কতটা ব্যবহার হচ্ছে এবং কতটা ব্যবহার হচ্ছে না ।রেমটা দেখে সেই অনুযায়ী কাজ করতে পারেন যাতে ফোনের সমস্যা না হয়। ৩) ব্যাটারি কত ভোলটেজ এবং ফোনের temperature কত সেটা দেখে ব্যবহার করতে পারবেন। সব সময় চাইবেন ৩০-৩৭/৩৮ এর ভিতরে রাখতে এর নিচে হলে সমস্যা নাই যদি বেশি হয় তাহলে ফোন একটু সমস্যা হতে পারে। ৪ ) এছাড়া রয়েছে Cache clear করার জন্য টুলস ৫) batch uninstall এবং Backup&Restore এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে backup&restore কেমন করে জানতে চাচ্ছেন তো। আপনার ফোনে সেই অ্যাপস গুলো ইনস্টল করা আছে সেই অ্যাপস গুলো কয়েক সেকেন্ডের ভিতরে backup করে ফোন মেমোরিতে রাখতে পারেন। আলাদা করে অ্যাপস লাগে না। এছাড়া বাকি কাজ গুলো না হয় ব্যবহার করার সময় দেখলেন। Android assistant দিয়ে যদি ফোনে স্টোরেজ ডুকেন এইরকম graph আকারে দেখতে পারবেন কোন ফোল্ডার টি বেশি সাইজ খেয়েছে। এবং হিডেন কোন ফোল্ডার থাকলে সেটা ও শো করবে। Network Cell InfoNetwork cell info খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। এটি মূলত যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের বেশি উপকার হবে। আর যারা অনলাইন ভিত্তিক গেমস গুলো খেলেন তাদের জন্য ও হেল্পফুল । দেখতে পাচ্ছেন কত গুলো মিটার ।এই হলো একেকটা সিমের এবং ওয়াইফাইরের সিগন্যাল। আমি দুইটি সিম ব্যবহার করছি দেখতে পাচ্ছেন। একটি সিমে পিং আছে -৯৯ এবং অন্যটিতে আছে -১০৮ ।এখানে কোন সিমটি বেশি নেট প্রবাহিত করবে নিশ্চয়ই ভাবছেন -১০৮ না -১০৮ যেই সিমটি সেটা আমাকে খবু একটা স্পিড দিবে না এবং কলে কথা বলার সময় আটকে যাবে ।এবং ব্রাউজিং ও ঠিক মতো করতে পারো না। আমাদের সিগন্যাল যত কম হবে তত ফাস্ট স্পিড দিবে এবং পিং ভালো পাবো। -49 পর্যন্তই হয়তো যায়। পিং যখন -৯৫-৯০ থাকবে তখন আপনারা মোটামুটি গেমিং এর জন্য ভালো একটা পিং পাবেন। যদি -১০০ উপরে থাকে তখন পিং ঠিক মতো পাবেন না হাই থাকবে। যখন গেমিং করেন তখন চেক করে নিবেন সিমের পিং কেমন দিচ্ছে। এবং প্রতি সেকেন্ড পিং চেন্জ হয়। এছাড়াও রয়েছে স্পিড টেস্ট। এবং ১) Speed 2)Raw 3)plot 4)plot2 5)state 6) map 7)Device বাকি কাজ গুলো আপনারা দেখে নিবেন। সবার জন্য Recommended থাকলো।
Wifi Files Transfer pro
Wifi file transfer অ্যাপসটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এই অ্যাপসটি দিয়ে আমরা দুইটি কাজ করতে পারবো এবং ফাইল দেওয়া নেওয়া দুইটি কাজই করা যাবে । উদাহরণ :ধরেন আমি আপনার একটা ফ্রেন্ডের বাসায় বেড়াতে গেলেন এবং তারা সাথে থাকা গুরুত্বপূর্ণ সময় গুলোতে ছবি তুলছেন। এখন আপনি চাচ্ছেন সেই ছবি গুলো যাতে আমার ফ্রেন্ড গুলো ও দেখুক তাই আপনি আপলোড করবেন ।কিন্তু কথা হচ্ছে যে আপনার বন্ধুর ফোন তো IPhone তার থেকে কিভাবে আপনি ছবি নিবেন। আমরা সবাই জানি যে iPhone থেকে শেয়ার করে android এ কিছু আদান প্রধান করা যায় না। এখন ঝামেলা থেকে রক্ষা পেতে আপনাকে wifi file transfer অ্যাপসটি ব্যবহার করতে হবে। অ্যাপসটি কিভাবে কাজ করে?ধরেন আপনার বাসায় একটি ওয়াইফাই আছে সেই ওয়াইফাইতে iPhone or android দুইটাই কানেক্টড আছে। iPhone অ্যাপস ইনস্টল করে start ক্লিক করলে আপনাকে একটা আইপি দিবে ।সেই আইপি দিয়ে ওই ওয়াইফাই আন্ডারে যতগুলো ডিভাইস থাকবে সবাই access নিতে পারবে। এবং দুইজনেই ফাইল আদান প্রধান করতে পারবে। চাইলে আপনি পিসি দিয়ে ও ফাইল আদান প্রধান করতে পারবেন। সবার জন্য Recommended থাকলো।
YmusicYmusic অ্যাপসটি খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। আমরা সবাই কম বেশি ইউটিউব ব্যবহার করি এবং গান মুভি নাটক ইত্যাদি কত কিছু দেখে থাকি। এই কত কিছু দেখার মাঝে আমাদের পছন্দের ও কিছু গান মুভি এবং নাটক থাকে। এই পছন্দের জিনিসটি সাথে সাথে ডাউনলোড করে রেখে দেওয়ার জন্য এই অ্যাপসটি ব্যবহার করা হয়। শুধু যে ডাউনলোড এর জন্য ব্যবহার হয় এমন নয় চাইলে আমরা ইউটিউবের যে কোন গানকে অডিও করে শুনতে পারবো। এবং ফোনে থাকা সকল গান গুলোও আমরা শুনতে পারবো। বেশি কথা বললাম না শুধু ব্যবহার করার জন্য Recommended করে রাখলাম । তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন । আর হ্যাঁ কার কোনটি ভালো লাগছে এবং কার কোনটি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।The post Most Powerful Top 5 App জীবনে একবার হলেও ব্যবহার করা উচিৎ। তো দেরি না করে চলুন দেখে আশা যাক। appeared first on Trickbd.com. |
Play store এর paid/premium app ফ্রীতে ডাউনলোড করুন। [মিস করলে পস্তাবেন ] Posted: হ্যালো ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে?আশা রাখছি অনেক বেশি ভালো আছেন।আর যারা ভালো নেই তারাও এই পোস্ট দেখে ভালো হয়ে যাবেন ইন শাহ আল্লাহ। আজকের পোস্টটাই এমন।বেশি ফালতু বক বক না করে চলুন শুরু করি কাজের কথা। টাইটেলে তো নিশ্চ্য়ই আপনারা দেখেছেন আজকের পোস্ট টি কি বিষয়ে। আজ আপনাদের মাঝে এমন একটি এ্যাপ শেয়ার করবো যেই app দিয়ে play store থেকে maximum paid এ্যাপ ডাউনলোড করতে পারবেন।[ যাই হোক আমি তাদের জন্য পোস্ট লিখি না যারা আলতু ফালতু মন্তব্য করে।আমার পোস্ট দেখে উপকৃত হয়ে লাইক করে আর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মূলত পোস্টটি বানানো।আশা করি সকলেই একটি করে ‘Like’ করবেন ইনশাল্লাহ ] প্রথমেই দিয়ে দিচ্ছি এ্যাপ টির ডাউনলোড লিংক: এই এ্যাপটিতে রোজ অসংখ্য play store এর এ্যাপ ফ্রি তে সেল হয়। হয়তো ভাববেন অনেকে যে এই এ্যাপ থেকে ডাউনলোড করতে হবে? তাহলে আমার উত্তর না। Play store এই রোজ নানা এ্যাপ ফ্রি তে অথবা কম দামে এ ডাউনলোড করা যায়। কিন্তু যেগুলো এ্যাপ খুঁজে পাওয়া কষ্ট সাধ্য। কিন্তু এই এ্যাপ এর মাধ্যমে দেখতে পারবেন কোন কোন এ্যাপ আজ free তে অথবা কম দামে সেল হচ্ছে। এ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এ্যাপটি ওপেন করে নিন।এখানে সকল এ্যাপ দেখা যাবে। এই icon এ ক্লিক করলে যেই এ্যাপ গুলো ফ্রি তে ডাউনলোড করা যাবে সেগুলোর লিস্ট আসবে। আর এখানে চাপলে সেই সকল এ্যাপ দেখতে পাবেন যেগুলোর price decrease করা হয়েছে। সোজা কথায় বলতে গেলে দাম কমানো হয়েছে সীমিত সময়ের জন্য। এখন আমরা paid app ফ্রি তে ডাউনলোড করে দেখাবো। ধরুন আমি এই এ্যাপ টি ডাউনলোড করবো।এই এ্যাপ টিতে ক্লিক করলে আমাদের সরাসরি play store এ নিয়ে যাবে। তারপর simply যেভাবে এ্যাপ ডাউনলোড করতে play store থেকে সেভাবে ডাউনলোড করে নিবো। দেখুন ডাউনলোড হচ্ছে। আর এ্যাপ এর নিচে দেখতে পারেন এ্যাপ টির দাম ১০০০ টাকা। শুধু সীমিত সময়ের জন্য এটা বিনামূল্যে ডাউনলোড করা যাবে। আমাদের এ্যাপ টি ডাউনলোড হয়ে গেছে। আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধৈর্যসহকরে পড়ার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তাওফিক দান করেন। প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন। …………..আল্লাহ হাফেজ।ফি আমানিল্লাহ।………….. ফেসবুকে আমি:For any problem অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন: The post Play store এর paid/premium app ফ্রীতে ডাউনলোড করুন। [মিস করলে পস্তাবেন ] appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম Cubasis 3 । যারা DJ গান শুনতে পছন্দ করেন তারা মনে মনে অবশ্যই ভাবেন যদি আমি DJ বানাতে পারলাম কত না ভালো হতো তাদের জন্য। এই Cubasis 3। আর হ্যাঁ Cubasis নিয়ে আগে কোন পোস্ট হয়নি আমার যা মনে হচ্ছে। । তাই আমি আপনাদের সামনে Cubasis 3 version 3.1.1 নিয়ে হাজির হলাম। হ্যাঁ এই ভার্সনটা একটু পুরনো কিন্তু খুব ভালো । যারা আগে বা এখন FL studio ব্যবহার করেন না বা করেছেন আগে তারা এইটা ঠিক মতো বুঝবেন ।যারা নতুন তারা কিছু বুঝবেন না ।যদি না বুঝেন সমস্যা নাই Google or YouTube মামা তো আছেই। তো আর চিন্তা কিসের শুরু করা যাক অ্যাপস এর কিছু স্কিনসর্ট নিয়ে এবং কিভাবে কি করতে হবে ডাউনলোড এবং ওপেন ফুল প্রোসেস দেখাবো। আমি আন্তরিক ভাবে দুঃখিত যে আমার নেট খারাপ এই জন্য ফাইল গুলো গুগল ড্রাইভে আপলোড করতে পারিনি। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিবেন।App Downloadআমরা অ্যাপসটি ডাউনলোড করবো আলাদা আলাদা ভাবে ।মানে apk অ্যাপস থাকবে আলাদা এবং মেইন ফাইলটি মানে Obb Data থাকবে আলাদা। আমরা আলাদা আলাদা ভাবে ডাউনলোড করবো। এই রকম দুইটি ফাইল দেখতে পারবেন। প্রথমে আমরা নিচের ফাইলটি মানে apk ফাইলটি ইনস্টল করবো। তারপর প্রথম ফাইলটি Extract করবো। আর হ্যাঁ Extract করার জন্য একটু সময় লাগবে ১GB স্টোরেজ লাগবে । এই ফাইলটি কাট করে আমরা অন্য ফোল্ডারে রাখবো। কাট করে আমরা চলে আসবো ফোন মেমোরির android ফোল্ডারে । এখন আমরা চলে যাবো obb folder এ । তারপর মার্ক করা ফোল্ডার ভিতরে মেইন ফাইলটি পেস্ট করে দিবো। আর হ্যাঁ যাদের এই ফোল্ডার নাই তারা একটু নিউ ফোল্ডার করে আমি যেই নাম দিবো ঠিক সেই নাম দিবেন।
এখন আমরা মেইন ফাইলটি পেস্ট করে দিবো। এখন আমরা অ্যাপসটি ওপেন করবো। এই রকম দুইটি পারমিশন চাইবে দিয়ে নিবেন। আর কথা না বাড়িয়ে কিছু স্কিনসর্ট দেখি। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ। The post DJ লাভারদের জন্য নিয়ে আসলাম Cubasis 3 version 3.1.1 । নিজের ইচ্ছে মতো বানিয়ে ফেলুন Dj সাথে থাকছে অ্যাপস ডাউনলোড লিংক ।তো দেরি না করে চলুন দেখে আশা যাক। appeared first on Trickbd.com. |
YouTube_এ চাইলে আর Subscriber সংখ্যা লুকাতে পারবেন না। Posted: আপনি যদি একজন ইউটিউবার হোন তাহলে জেনে রাখুন এখন থেকে আপনি আর চাইলে আর আপনার YouTube চ্যানেলের Subscriber সংখ্যা লুকাতে পারবেন না। এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি বা নোটিশ ইউটিউব থেকে জানানো হয়েছে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার তারা নিজেদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কম হওয়ার কারণে তা লুকিয়ে রাখে বা হাইড করে রাখে। যাতে করে কেউ বুঝতে না পারে যে চ্যানেলের সাবস্ক্রাইবার কতজন। এরফলে যারা একদমই নতুন ইউটিউব প্লাটফর্মে তাদের জন্য এটা খুবই খারাপ খবর। বিশেষ করে এটি বন্ধ করার কারণ হচ্ছে কিছু কিছু স্প্যামারদের জন্য। যদিও সোশ্যাল মিডিয়ার জন্য স্প্যাম কোন নতুন সমস্যা না, তবে ইদানিং বা দিন দিন এটির অবস্থা খুব খারাপ হচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে। আর এই স্প্যামারদের রুখতে জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম ইউটিউব এক নতুন কৌশল হাতে নিয়েছে। মূলত ইউটিউব তার নিজস্ব স্প্যাম সমস্যাগুলি দূর করার জন্য কিছু বৈশিষ্ট্য বা ফাংশনের পরিবর্তন এনেছে। যা নকল অ্যাকাউন্টগুলিকে বাস্তবের ছদ্মবেশ ধারণ করা কঠিন করে তোলার জন্য ডিজাইন করা হয়েছে৷ অর্থাৎ অনেকেই আছে একটি জনপ্রিয় চ্যানেলের নকল আরেকটি চ্যানেল তৈরি করে যেটাকে সহজে সনাক্ত করার জন্য এই পদক্ষেপ। গত ২৯ জুলাই থেকে YouTube চ্যানেলগুলি আর তাদের গ্রাহক সংখ্যা লুকাতে পারবে না৷ এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যা মূলত ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে প্রবেশ করার পর দেখা যায়। হয়তো অনেকেই বিষয়টি লক্ষ্য করেছেন। প্রতিষ্ঠিত বা জনপ্রিয় কোন চ্যানেলের নকল তৈরি কারক স্প্যামাররা সহজে সাবস্ক্রাইবার সংখ্যা লুকানোর মাধ্যমে সফল হতে পারতো। যা এখন আর সম্ভব হবে না। যদিও ইউটিউব স্বয়ং নিজেই স্বীকার করে যে “কিছু ইউটিউবাররা তাদের সাবস্ক্রিপশনের সংখ্যা লুকিয়ে রাখতে পছন্দ করেন কারণ তারা তাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন” কিন্তু ইদানিংকালে ইউটিউবে ছদ্মবেশীদের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পাওয়াতে এর ব্যাপকতা কমাতে এই পদক্ষেপ। অবশ্যক এই পদক্ষেপটি নিশ্চিতভাবে কিছু লোককে বিরক্ত করবে। যেহেতু ইউটিউব এখানে নতুন কিছু যোগ করার পরিবর্তে একটি বিকল্প সরিয়ে দিচ্ছে, তবে সংস্থাটি তা সত্ত্বেও পদক্ষেপ নিচ্ছে। স্প্যামাদের রুখতে সাবস্ক্রাইবার সংখ্যা লুকানোর ফাংশন বাতিল করার পাশাপাশি ইউটিউব চ্যানেলের নামের উপরও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে এখন থেকে আর ইউটিউব চ্যানেলের নামের মধ্যে স্পেশাল ক্যারেক্টার বা বিশেষ চরিত্রের কোন সিম্বল বা সংকেত ব্যবহার করা যাবে না। এটিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণ হচ্ছে ছদ্মবেশকারীদের সহজে দৃষ্টিতে লুকিয়ে রাখা কঠিন করে তোলার জন্য। মূলত, YouTube চায় না যে বিশেষ অক্ষর আর কেউ ব্যবহার করুক যেমন à la "¥ouⓉube" – এই ধরনের বিশেষ অক্ষর বা স্পেশাল ক্যারেক্টার স্প্যামাররা ব্যবহার করে আরকটি জনপ্রিয় বা প্রতিষ্ঠিত চ্যানেলের নকল তৈরি করে থাকে। স্প্যাম অ্যাকাউন্টগুলি মূলত যে চ্যানেলের কপি তৈরি করতে চায় তার নাম অনুলিপি করে সূক্ষ্মভাবে অথবা সূক্ষ্মভাবে নয় এক বা দুটি অক্ষর পরিবর্তন করে। যার ফলে এক নজরে বা প্রথম নজরে একটি নকল চ্যানেলকে চিনতে মুশকিল হয়ে যায়। এতে করে সাধারণ ব্যবহারকারীরা নকল বা জাল চ্যানেলকে আসল মনে করে ব্যবহার করতে থাকে। উপরোল্লিখিত সাবস্ক্রাইবার সংখ্যা ও নামের স্পেশাল ক্যারেক্টারের পাশাপাশি ইউটিউব আরেকটি বিষয়ে পরিবর্তন এনেছে, যেটি মূলত মন্তব্য মডারেশনের বিষয়ক। “increase strictness” বা কঠোরতা বৃদ্ধি নামে নতুন এই মন্তব্য মডারেশন সেটিং এনেছে। এটির কন্ট্রোল মূলত সকল ইউটিউবারের কাছে থাকবে। যার মাধ্যমে একজন ইউটিউবার আক্রমনাত্মক মন্তব্যগুলিকে ফিল্টার করতে পারবে। সাম্প্রতিক মাসগুলিতে স্প্যামের কারণ নিয়ে বেশ উদ্বিগ্ন দেখা দিয়েছে অনেকে ইউটিউবার এই বিষয় অনেক অভিযোগ করেছেন। যার কারণেই মূলত ইউটিউব কর্তৃপক্ষ স্প্যাম ঠেকাতে এই পদক্ষেপগুলি নিতে বাধ্য হয়েছে। যদিও এর জন্য অনেকের কাছে খারাপ লাগতে পারে। আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে। এখন একমাত্র আপনিই বলতে পারেন আপনার জন্য কোনটা ভালো বা হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন। The post YouTube_এ চাইলে আর Subscriber সংখ্যা লুকাতে পারবেন না। appeared first on Trickbd.com. |
মাইনক্রাফট কেমন গেম? সাথে রয়েছে ১.১৯ এর ডাউনলোড লিংক একদম ফ্রিতে!! Posted: হ্যালো ভাই ব্রাদার্স আজকে যে গেম টা নিয়ে কথা বলবো তার নাম টা হচ্ছে মাইনক্রাফট। হা এটা কে অনেকে বাচ্চাদের গেম ও বলে। প্রথমে বলি যারা মনে প্রানে বিশ্বাস করেন যে কি “Graphic doesn’t matter” তাদের জন্য এই গেমটা একদম পারফেক্ট। এই গেমটা মূলত একটা সারভাইভাল গেম। বিশাল বড় একটা পৃথিবীতে আপনাকে একটা জায়গায় নামায় দিবে। এর পর বিভিন্ন ধরনের কাজ করে। নিজেকে বাচিয়ে রাখতে হবে । এবার আসুন কয়েকটা QnA এর মাধ্যমে বুঝে নেওয়া যাক। এন্ড সিটি কি? বিগ mob? এই গেম না খেললে বলে বুঝানো যাবে না।তারপরও সম্পূর্ণ আমি আমার নিজের মত করে লিখেছি।হয়ত কথা গুলো গুছিয়ে লিখতে পারি নাই। কোন ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ৫টাকায় ১কে ফেসবুক ফলোয়ার নিতে The post মাইনক্রাফট কেমন গেম? সাথে রয়েছে ১.১৯ এর ডাউনলোড লিংক একদম ফ্রিতে!! appeared first on Trickbd.com. |
[Hot Post ] Termux দিয়ে কিভাবে stenography করবেন চলুন দেখে আশা যাক। Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি দেখাবো কিভাবে একটি ছবির মধ্যে ডাটা হাইড করা যায়। মানে যেকোন zip file একটি ছবির মধ্যে লুকিয়ে রাখতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে এই ছবির ভিতরে তথ্য আছে । আমরা যেই ছবি মধ্যে তথ্য লুকিয়ে রাখবো সেটা নরমাল ছবি মতো থাকবে । এই পদ্ধতি মূলত হ্যাকারা ব্যবহার করে থাকে। তো চলুন একটু দেখে আশি কিভাবে একটি ছবি মধ্যে ডাটা লুকিয়ে রাখা যায়। আজকে আমি যেই পদ্ধতিটি দেখাবো সেটা হচ্ছে termux দিয়ে কিভাবে stenography করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।
এখন আমরা termux কে আপগ্রেড করে নিবো।
এখন আমরা পাইথন প্যাকেজটি ডাউনলোড করবো।
এখন আমরা গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো। টুলসটি ডাউনলোড হলে আমরা টুলসটি ভিতরে প্রবেশ করবো।
এখন আমরা টুলসটি রান করবো।
এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আমরা প্রথমে ১ নাম্বারটি সিলেক্ট করবো। যেহেতু আমরা ছবি ভিতরে zip ফাইল রাখবো তাই ১ দিনে ইন্টার করবো। এখন আমরা ১ সিলেক্ট করবো। প্রথমে যেই মার্ক করা ভিতরে দেখতে পাচ্ছেন /sdcard/d.jpg. এটি হলো আমার ফোন মেমোরির লোকেশন মানে যেখানে আমার ছবিটি আছে। আপনি ও আপনার ছবিটি কোথায় আছে সেই লোকেশনটি দিয়ে দিবেন এবং ইন্টার করবেন। দ্বিতীয় যেই মার্ক করা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার Zip ফাইল। মানে ছবির ভিতরে যেই ফাইলটি লুকাবো সেটা কোথায় আছে সেই লোকেশন দিতে হবে আমি আমার টা দিয়ে দিলাম। আপনি আপনার টা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ছবির ভিতরে zip file bind হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ফাইল হাইড করা ছবিটি চলে আসচ্ছে। এখন আমরা দেখবো যে আসলেই কি ছবি ভিতরে ফাইলটি হাইড হয়েছে কিনা সেটা চেক করবো। এখন আমরা টুলসটি রান করে ২ নাম্বার অপশনটি সিলেক্ট করবো। এখন আমরা ছবিটির লোকেশন দিবো। মানে একটু আগে যেই ছবির ভিতরে ফাইলটি হাইড করছি সেই ছবির লোকেশন দিয়ে ইন্টার করবো। দেখতে পাচ্ছেন ছবি থেকে ফাইলটি বের হয়ে গেছে এবং সেই ফাইলটি termux storage এ চলে আচ্ছে। এখন আমরা এই ফাইলটি স্টোরেজ মেমোরিতে নিবো। আমরা cp (ফাইল নাম) /কোথায় রাখবেন সেই লোকেশন দিবেন। তারপর ইন্টার করবেন। চলে আচ্ছে আমার ফাইলটি স্টোরেজ মেমোরিতে ।তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ। The post [Hot Post ] Termux দিয়ে কিভাবে stenography করবেন চলুন দেখে আশা যাক। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments