নিয়ে নিন KineMaster prime pro latest version 🔥🔥🔥 যাদের মোড ব্যবহারের অসুবিধা হচ্ছে । All problem fixed . |
- নিয়ে নিন KineMaster prime pro latest version 🔥🔥🔥 যাদের মোড ব্যবহারের অসুবিধা হচ্ছে । All problem fixed .
- নিয়ে নিন ২ টি চমৎকার এন্ড্রয়েড গেম
- কিভাবে ওয়েবসাইট বানাবেন এবং টাকা ইনকাম করবেন? (পর্ব: ২)
- মহানবি (স) যেভাবে অসুস্থদের সেবা করতেন (হাদিসের আলোকে)
- যেকোনো restricted site এর ভিডিও বা file ডাউনলোড করুন কোনো রকম ঝামেলা ছাড়াই।
- [Hot Post] এবার কোন রুলার বা স্কেল ছাড়াই যেকোনো কিছুর সাইজ বা দৈর্ঘ্য মাপুন একটি অ্যাপ দিয়েই! (Android & Iphone)
- Wifi কে কিভাবে ঝুকিমুক্ত করবেন
- [Termux] দিয়ে কি স্পিডটেস্ট (speedtest) করা যায়। আর যদি করা যায় সেটা কতটা সঠিক স্পিড দেয় চলুন দেখে আশা যাক।
- উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসির জন্য সেরা ফ্রি পার্সোনাল ফিন্যান্স অ্যাপ।
- Termux দিয়ে কিভাবে যেকোন লিংক কে সর্ট করা যায় দেখে আসুন।
Posted:
Hellow Guys !!! আসসালামুয়ালাইকুম! কেমন আছেন সবাই। সবার পরিচিত বিশ্বের এক নম্বর মোবাইল ভিডিও এডিটর কাইনমাস্টার নিয়ে আজকের এই পোস্টে…. অনেকেই কাইনমাস্টার সফটওয়্যারটি ভিডিও এডিট করার জন্য ব্যবহার করেন । আর বেশিরভাগই ওয়াটার মার্ক ছাড়া ্্ কাইনমাস্টার ব্যবহার করার জন্য মোড ব্যবহার করে থাকেন। কিন্তু রিসেন্টলি মোড ব্যবহার করে কাজটি হচ্ছে না । যাদের এই সমস্যাটি পোস্টটি তাদের জন্য । আমি আপনাদের জন্য এনেছি লেটেস্ট কাইন মাস্টার প্রাইম প্রো মোড ভার্সন । যেখানে সব সমস্যার সমাধান করা আছে । ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ ডেমোর জন্য কয়েকটি স্ক্রিনশট দেওয়া হল ।
The post নিয়ে নিন KineMaster prime pro latest version 🔥🔥🔥 যাদের মোড ব্যবহারের অসুবিধা হচ্ছে । All problem fixed . appeared first on Trickbd.com. |
নিয়ে নিন ২ টি চমৎকার এন্ড্রয়েড গেম Posted: Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । আশা করি পোস্টটি শেষ পর্যন্ত দেখবেন । তো বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক The post নিয়ে নিন ২ টি চমৎকার এন্ড্রয়েড গেম appeared first on Trickbd.com. |
কিভাবে ওয়েবসাইট বানাবেন এবং টাকা ইনকাম করবেন? (পর্ব: ২) Posted: 04 Jul 2022 10:00 AM PDT আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও মহান রব্বুল আলামীন এর রহমতে ভালো আছি। অনেকদিন পরে আপনাদের সামনে আবার হাজির হলাম। আপনারা সবাই হয়তো আর্টিকেল এর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যা বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের সাথে ওয়েবসাইট নিয়েই কথা বলবো। ব্লগার নিয়ে যে কারণে প্রথমে আলোচনা করছি।বন্ধুরা ওয়েবসাইট বানানোর জন্য অনেক জনপ্রিয় ওয়েবসাইট পাওয়া যাবে। যার মধ্যে ওয়ার্ডপ্রেস সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন আপনাদের মনে এই প্রশ্নটি আসতে পারে যে প্রথমে ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা না করে ব্লগার নিয়ে আলোচনা কেন? আসলে ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা যেমন বেশি তাই এখানে মানুষ কাজ করে অনেক। কিন্তু ব্লগারের জনপ্রিয়তা ওয়ার্ডপ্রেস এর চেয়ে কম। তাতে কী হয়েছে? এই কম জনপ্রিয়তা আপনার জন্য অনেক সুবিধাজনক। করণ আপনি ওয়ার্ডপ্রেস থেকে তৈরি সাইটে যত তাড়াতাড়ি এডসেন্স পাবেন, তার থেকে অনেক কম সময়ে আপনি ব্লগারের তৈরি সাইটে এডসেন্স পাবেন। [বিঃদ্রঃ আপনার সাইটটিকে অবশ্যই এডসেন্স এর নিয়ম মেনে চলতে হবে। ]তো আর কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক। ব্লগারে সাইট বানাতে গেলে আপনাকে প্রথমে গুগলে প্রবেশ করে সার্চ করতে হবে Blogger লিখে। সার্চ করার পর আপনার সামনে নিচের ছবির মতো একটা পেজ চলে আসবে। ★এখানে আপনি প্রথমেই মার্ক করা অংশটির মতো একটি অংশ দেখতে পাবেন। ওই জায়গাই ক্লিক করবেন। ★ওখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে। এখানে আপনি “create your blog” লেখাটিতে ক্লিক করবেন। ★ ওখানে ক্লিক করার পর আপনার সামনে এমন আরেকটা পেজ শো করবে। এখানে আপনি কোন ই-মেইল ঠিকানা দিয়ে আপনার ওয়েবসাইট টি খুলবেন সেই ই-মেইল ঠিকানাটি নির্বাচন করবেন। [বিঃদ্রঃ নিজের পর্সোনাল ই-মেইল না দেওয়াটাই অধিকতর ভালো। আপনি আপনার বিজনেসের জন্য একটা নতুন ই-মেইল খুলে সেই ই-মেইল ঠিকানা দিতে পারেন। আর ই-মেইল ঠিকানাটি অবশ্যই ১৮ এর বেশি হতে হবে। তা না হলে এডসেন্স পাবেন না। ] ★ই-মেইল সিলেক্ট করার পর আরেকটা পেজ চেলে আসবে। যেখানে আপনার সাইটের ওপরে কী নাম থাকবে সেটা লিখতে হবে। ★ওপরের ছবির মতো আপনার পছন্দের একটা নাম লেখার পর “Next ” বাটনে ক্লিক করুন। ★ক্লিক করার পরে ওপরের ছবির মতো একটা ইন্টারফেস শো করবে। যেখানে আপনার সাব-ডোমেন লিখতে হবে। ডোমেন হলো আপনার ওয়েবসাইট এর একটি ঠিকানা। যেটা টাইপ করার মাধ্যমে মানুষ আপনার ওয়েবসাইট এ যেতে পারবে। আর সাব-ডোমেন হলো ব্লগার কতৃক প্রদত্ত একটি ডোমেন। যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইট টি ব্লগারের আওতায় থাকবে। আপনি চাইলে নতুন একটি ডোমেন পরে যুক্ত করে নিতে পারেন। ★ওপরের চিত্রের মতো করে আপনার সাইটে ঠিকানা লেখার পর “Next” বাটনে ক্লিক করুন। ★ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এর মানে আপনার ওয়েবসাইট তৈরির কাজ সম্পন্ন। এবার নিচের দিকে স্ক্রল করে “View Blog” এ ক্লিক করলে আপনার ওয়েবসাইট টি কেমন দেখাচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। নিচের ছবির মতো এমন দেখাবা আপনার ওয়েবসাইট টি। এখন কেবল আপনার ওয়েবসাইট টি তৈরি করা কমপ্লিট হলো। এখনো সাইটের থিম চেজ্ঞ, লোগো তৈরি ইত্যাদি কাজ করা বাকি রয়েছে। চিন্তার কোনো কারণ নেই আমি ধাপে ধাপে সব বুঝিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আজ আর নই। এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আর যদি এই আর্টিকেলটি আপনার কাছে বিন্দু মাত্র উপকারে আসে বা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে পরের পর্ব টি বানাতে উৎসাহিত করুন। ধন্যবাদ। The post কিভাবে ওয়েবসাইট বানাবেন এবং টাকা ইনকাম করবেন? (পর্ব: ২) appeared first on Trickbd.com. |
মহানবি (স) যেভাবে অসুস্থদের সেবা করতেন (হাদিসের আলোকে) Posted: রোগী দেখার পদ্ধতি সম্পকে মহানবি হযরত মোহাম্মদ (স) এর কোন দিকনিদেশনা আছে কী??নবি হযরত মোহাম্মদ (স) কিভাবে রোগীদের সেবা করতেন??–এই ধরনের চিকিৎসা সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে থাকছে আমার লেখা আজকের আটিকেল । সংশ্লিষ্ট প্রশ্নসমূহের সঠিক উত্তর পেতে আমার লেখা এই আটিকেলটি গুরুত্বসহকারে পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি । তো চলুন শুরু করা যাক ।
হযরত আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু বণনা করেন, “রোগীকে শুশ্রূষা করার উত্তম নিয়ম হলো তুমি যখন রোগীর কপাল বা তার হাতে হাত রাখবে, তখন তাকে জিজ্ঞাসা করবে, আপনি কেমন আছেন?” (আত-তিরমিযী) ***ঠিক অনুরূপ উপদেশ হযরত ইউনুস (রহ) হতে বণিত এক রিওয়ায়াতে উল্লেখ আছে । তিনি বলেন, “রোগী দেখার নিয়ম হলো, তুমি রোগীর শরীরে হাত রাখবে এবং জিজ্ঞেস করবে আপনার সময়টা কেমন কাটল? আপনার সন্ধ্যা কেমন কাটল?’ অথাৎ তার সাথে কুশলাদি বিনিময় করো । তাকে জিজ্ঞেস কর আপনার রাতটা কেমন কেটেছে এবং এখন কেমন কাটাচ্ছেন? ইত্যাদি।” (আস-সুয়ূতী) মহানবি হযরত মোহাম্মদ (স) কীভাবে রোগী দেখতেন? মহানবি (স) কোন রোগীকে দেখতে গেলে বা তাঁর কাছে কোন রোগীকে আনা হলে তিনি রোগীর মাথায় ও আক্রান্ত স্থানে হাত বুলানো ছাড়াও তার সুস্থতা কামনা করে দোয়া করতেন । কোন কিছু চিকিৎসাস্বরূপ উযু করে উযুর অবশিষ্ট পানি অসুস্থ ব্যক্তির শরীরে ছিটিয়ে দিতেন অথবা তাকে পান করতে বলতেন । আর তিনি তাঁর উম্মতকে অসুস্থের সেবা করার জন্য এসব কাজের পাশাপাশি দোয়া করার উপদেশ দিয়েছেন । (সহীহ বুখারী) উপরে উল্লেখিত তিনটি হাদিস থেকে এই সিদ্ধান্তে আশা যায় যে মহানবি (স) প্রথমেই রোগীর কাছে কুশলাদি সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেন ও রোগীর শরীরে হাত বুলিয়ে দিতেন । আমরাও এ পদ্ধতি গ্রহণ করতে পারি । তবে এই পদ্ধতি অণুসরণ করতে গিয়ে যেন পদার খেলাপ না হয় সেদিকে নজর রাখতে হবে । পুরুষ ও মহিলাদের দিকে নজর রাখতে হবে । রোগীর সেবাযত্নকারীদের জন্য রয়েছে জান্নাতের সুখবর । কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমার বান্দার খোঁজখবর নিয়েছ যে অসুস্থ ছিল, যে ক্ষুধাত ছিল, যে বস্ত্রহীন ছিল । তুমি রোগী,ক্ষুধাত ও বস্ত্রহীনদের সেবা করোনি । তুমি যদি তাদেরকে সেবা করতে এবং একটু সহমমীতা প্রদশন করতে তাহলে আমিও আজকের দিনে তোমার প্রতি সহানুভূতিশীল হতাম ।” (সহিহ বুখারি) বিখ্যাত এই হাদিসটি ছিল একজন সাহাবির প্রশ্নে মহানবি (স) এর উত্তর । যদি কোন রোগীর সন্তুষ্টি অজন করা যায় তবে আল্লাহর সন্তুষ্টিও অজন করা যাবে । তাই আমরা সকলে রোগীদের সেবা করব ও ক্ষুধাতদের খাদ্য দেব । আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক । আমিন । The post মহানবি (স) যেভাবে অসুস্থদের সেবা করতেন (হাদিসের আলোকে) appeared first on Trickbd.com. |
যেকোনো restricted site এর ভিডিও বা file ডাউনলোড করুন কোনো রকম ঝামেলা ছাড়াই। Posted: হ্যালো ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে?আসা রাখছি অনেক বেশি ভালো আছেন।আর যারা ভালো নেই তারাও ই পোস্ট দেখে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের পোস্টটাই এমন।বেশি ফালতু বক বক না করে চলুন শুরু করি কাজের কথা। টাইটেলে তো নিশ্চ্য়ই আপনারা দেখেছেন আজকের পোস্ট টি কি বিষয়ের। আজ আপনাদের মাঝে একটি এ্যাপ শেয়ার করবো।যেই ব্রাউসার দিয়ে যেকোনো যেকোনো restricted সাইট থেকে যেকোনো কিছু ডাউনলোড করতে পারবেন।[ যাই হোক আমি তাদের জন্য না যারা আমার পোস্ট দেখে উপকৃত হয়ে লাইক করে আর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মূলত পোস্টটি বানানো।আশা করি সকলেই একটি করে ‘Like’ করবেন ইনশাল্লাহ ] প্রথমেই দিয়ে দিচ্ছি এ্যাপ টির ডাউনলোড লিংক: আপনারা অধিকাংশ মানুষ udvash শিক্ষা প্রতিষ্ঠান কে চিনেন। যারা udvash এ অনলাইন ক্লাস করে তারা জানেন udvash এর কোনো ভিডিও ডাউনলোড করা যায়না। আমি আজ উদাহরণ হিসেবে udvash এর ভিডিও ডাউনলোড করে দেখাবো। আপনারা যেকোনো ওয়েব সাইট থেকে যেকোনো কিছু ডাউনলোড করতে পারেন। ধরুন আমি এই ভিডিওটি ডাউনলোড করবো। তাই যেকোনো নরমাল ব্রাউসার থেকে ডাউনলোড লিংক কপি করুন। এ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এ্যাপটি ওপেন করে নিন।তারপার language select করে যা যা permission চাইবে allow করে দিন। উপরে সার্চ বার এ কপি করা লিংক টি পেস্ট করে দিন। দেখুন উপরে ডাউনলোড এর একটা icon এসেছে। ওখানে চাপ দিন। তারপর নিচের স্ক্রিনশটের মতো ওখানে চাপ দিন। এখন start এ চাপ দিলে ডাউনলোড start হয়ে যাবে। দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। আর এটা সরাসরি আপনার ফোনের gallery তে save হবে। আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধর্যসহকারে পড়ার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নয় হাজির হবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তাওফিক দান করেন। প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন। …………..আল্লাহ হাফেজ।ফি আমানিল্লাহ।………….. ফেসবুকে আমি:For any problem অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন: The post যেকোনো restricted site এর ভিডিও বা file ডাউনলোড করুন কোনো রকম ঝামেলা ছাড়াই। appeared first on Trickbd.com. |
Posted: 04 Jul 2022 04:29 AM PDT আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। টাইটেল দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। কিন্ত সত্যিই আপনার মোবাইল ফোন দিয়ে একটি অ্যাপ ব্যবহার করে ৯৯.৯৯% অ্যাকুরেট দৈর্ঘ্য মাপতে পারবেন। App name : SizeUp The post [Hot Post] এবার কোন রুলার বা স্কেল ছাড়াই যেকোনো কিছুর সাইজ বা দৈর্ঘ্য মাপুন একটি অ্যাপ দিয়েই! (Android & Iphone) appeared first on Trickbd.com. |
Wifi কে কিভাবে ঝুকিমুক্ত করবেন Posted: 04 Jul 2022 04:18 AM PDT Wifi, শব্দটা আজ সকলের কাছেই বেশ পরিচিত। আজকাল অনেক অফিসে এমনকি বাসা বাড়ি কিংবা পাবলিক প্লেসেও ওয়াইফাই এর ব্যাবহার দেখা যায়। ০১। WPS অফ প্রায় প্রতিটি রাউটারেই WPS অপশন থাকে, WPS এর অর্থ হচ্ছে ওয়াইফাই প্রটেক্টেড সেটআপ। এই WPS অপশন এর যে সুবিধা আমরা পেয়ে থাকি তা হচ্ছে, কোন একটি ডিভাইস একবার কানেক্ট করার পর সেই ডিভাইস যদি আবার কানেক্ট করাতে চাই তাহলে বারবার আর পাসওয়ার্ড দিতে হবেনা। তবে এই WPS অপশন এর বড় অসুবিধা হচ্ছে, এই WPS অপশন অন থাকলে হ্যাকারদের জন্য সুবিধা হয়। তবে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল থেকে এই WPS অপশনটি Disable করে দেয়া যায়। ০২। Password চেঞ্জ প্রতিটি রাউটারেই একটি ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড থাকে, ভালো হয় যদি রাউটার কেনার পর আপনি এই পাসওয়ার্ড টি পরিবর্তন করে ফেলেন। কারন এই ডিফল্ট পাসওয়ার্ড গুলো মোটামুটি অনেকেরই জানা, আর তাই কেউ চাইলে রাউটারের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে গিয়ে আপনার সেটিংস পরিবর্তন করে ফেলতে পারে। Wifi এর জন্যও একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে ফেলুন। এবং আপনার রাউটারের WPA2-AES এনক্রিপশন ব্যবহার করুন। ০৩। SSID SSID (Service Set IDentifier) ব্রডকাস্ট মানে হচ্ছে , যখনই আপনি রাউটার ব্যবহার শুরু করবেন আপনার রাউটার এর নাম বিভিন্ন ডিভাইসে দেখানো হবে। এতে হয় কি হ্যাকাররা এই সুযোগে পার্সোনাল নেটওয়ার্কে ঢুকে যেতে পারে। এই থেকে পরিত্রাণ পেতে হলে Router Admin Panel থেকে SSID ব্রডকাস্ট বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে WiFi Router এ কানেক্ট হতে হলে আপনাকে রাউটার এর নাম এবং পাসওয়ার্ড দুটোই জানতে হবে। ০৪। Mac Filter আপনার WiFi কে সুরক্ষিত রাখার জন্য আরো একটি উপায় হচ্ছে Mac Filtering। আপনি রাউটারে যে সব ডিভাইস কানেক্টেড রাখতে চান সেই সব ডিভাইসের ম্যাক অ্যাড্রেস গুলো রাউটারের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলের ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং অপশনে ঢুকে সেখানে Add করে দিতে হবে। ০৫। Auto Connect ওয়াইফাই নেটওয়ার্কে Auto Connect বন্ধ রাখতে হবে। সে জন্য Control Panel এর Network & Sharing Center থেকে ম্যানেজ ওয়্যারলেস নেটওয়ার্কে যেতে হবে। সেখানে সুবিধামত সেটিংস পরিবর্তন করে নেয়া যাবে। সর্বপরি রাউটার এর ফার্মওয়্যার আপডেট রাখা উচিৎ। এ জন্য আপনাকে রাউটার এর ম্যানুফ্যাকচারিং ওয়েবসাইট থেকে আপডেট ফার্মওয়্যার ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। এরপর Router Admin Panel এর মাধ্যমে রাউটারে আপলোড করতে হবে। এই কাজটি করার সময় অবশ্যই রাউটার অন থাকবে তবে ইন্টারনেট ব্যবহার করা যাবেনা। পোস্টটি কষ্ট করে পরার জন্য ধন্যবাদ। The post Wifi কে কিভাবে ঝুকিমুক্ত করবেন appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে termux দিয়ে স্পিড টেস্ট করা যায়। আজও কি সত্যি না মিথ্যা আর যদি করা যায় কতটা সঠিক দেখায় তা আপনার জানাবো। Downloading speed এবং uploading speed কি ?যখন internet কতটা fast কাজ করছে সেটা জানতে চাইবেন তখন আপনাকে internet এর download speed এবং upload speed দুটোই দেখানো হবে। তাই, ইন্টারনেটের ডাউনলোড এবং আপলোড দুটো আলাদা আলাদা স্পিড দেখে আপনি হয়তো বিভ্রান্ত হয়ে যাবেন এবং আসল ইন্টারনেট স্পিড কোনটি সেটা বুঝতে আপনার অসুবিধা হবে। দেখুন, ইন্টারনেটের স্পিড বা দ্রুততা বলতে download speed এবং upload speed দুটোকেই বুঝানো হবে। আপনাকে কেবল এটাই বুঝে নিতে হবে যে এই আপলোড এবং ডাউনলোড স্পিড এর মধ্যে পার্থক্য কি। Internet download speed কি ?সোজা ভাবে বললে, ডাউনলোড স্পিড ইন্টারনেটের সেই দ্রুততার পরিমান কে বুঝায় যেই দ্রুততার সাথে একটি ইন্টারনেট কানেকশন ডাটা (data) গুলোকে সংগ্রহ করে থাকে। ধরুন, আপনি ইন্টারনেট থেকে একটি ভিডিও ডাউনলোড করতে চাইছেন। ভিডিওটি হলো একটি media file বা এক ধরণের data যেটাকে অনলাইনে একটি server এর মধ্যে রাখা হয়েছে। এখন যেহেতু আপনি সেই ভিডিও টিকে তার অনলাইন সার্ভার থেকে বা সার্ভার এর সাথে সংযুক্ত ওয়েবসাইট থেকে নিজের মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করতে চাইছেন, এক্ষেত্রে, যতটা অধিক দ্রুততার সাথে আপনার ইন্টারনেট কানেকশন সেই ভিডিও ফাইলটি / ডাটা (data) ডাউনলোড করতে পারবেন সেই দ্রুততার পরিমান টিকে বলা হবে internet download speed. যদি ভিডিওটির সাইজ প্রায় 500mb এবং আপনার ইন্টারনেট এর ডাউনলোড স্পিড 10Mbps, এর মানে হলো প্রত্যেক সেকেন্ডে 10Mb করে ডাটা ডাউনলোড হবে। আর তাই, 500mb ভিডিও ডাউনলোড করতে প্রায় ৫০ সেকেন্ড বা ১ মিনিট সময় লাগবে। তাই, ইন্টারনেট থেকে যেকোনো ফাইল বা ডাটা ডাউনলোড করার ক্ষেত্রে কতটা ইন্টারনেট স্পিড পাবেন সেটা দেখার জন্য আপনাকে "Download speed" এর ওপরে নজর দিতে হবে। তাহলে বুঝলেন তো, ইন্টারনেট ডাউনলোড স্পিড কি বা কাকে বলে ? Internet upload speed কি ?এখন, যখন আমরা ইন্টারনেট এর স্পিড টেস্ট করার কথা বলছি, তখন আমাদের upload speed এর বিষয়েও জেনে রাখা দরকার। Upload speed মানে হলো সেই দ্রুততার পরিমান যেই পরিমানের সাথে আপনার ইন্টারনেট কানেকশন আপনার device (computer, mobile, tablet etc.) থেকে ডাটা (data) গুলোকে ইন্টারনেটে পাঠাবে বা সেন্ট (sent) করবে। ধরুন, আপনি একটি ভিডিও নিজের Youtube চ্যানেলে আপলোড করতে চলেছেন, এক্ষেত্রে, যখন আপনি ভিডিওটি আপলোড করছেন তখন আপনার মোবাইল থেকে video file / data পাঠানো হচ্ছে ইন্টারনেটে সক্রিয় থাকা YouTube এর সার্ভার এর মধ্যে। এভাবে, যেকোনো ছবি (image), video, graphics, documents ইত্যাদি file গুলো data হিসেবে যখন ইন্টারনেটে আপলোড করা হয়, তখন যেই দ্রুততার সাথে আমরা ফাইল গুলোকে ইন্টারনেটে আপলোড করে থাকি সেই দ্রুততার পরিমান টিকেই বলা হয় "internet upload speed". আশা করছি, ইন্টারনেট আপলোড স্পিড কি বা কাকে বলে বুঝতেই পেরেছেন। এখন আমরা termux দিয়ে কিভাবে টেস্ট করতে হয় সেটা দেখবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।
এখন আমরা termux আপগ্রেড করে নিবো।
অবশ্যই আপনারা pip request টি ইনস্টল করে নিবেন।
এখন আমরা speed test er pip package টি ডাউনলোড করবো।
এখন আমরা স্পিড টেস্ট এর হেপ্লে যাবো।
এখন আমরা স্পিড টেস্ট করবো আসলে কি সঠিক স্পিড শো করে কিনা সেটা চেক করবো। স্পিড টেস্ট করার জন্য আমরা নিচের কমান্ডটি রান করবো।
দেখতে পাচ্ছেন কত স্পিড দেখাচ্ছে। এখন আমরা website এর স্পিড দেখবো।
দেখতে পাচ্ছে সেম স্পিড দিচ্ছে। তার মানে আমরা যেই টুলসটি রান করলাম সেটা সঠিক স্পিড দেখাচ্ছে। যদি পরবর্তীতে স্পিড চেক করতে চান তখন শুধু speedtest লিখলেই চলে আসবে। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
The post [Termux] দিয়ে কি স্পিডটেস্ট (speedtest) করা যায়। আর যদি করা যায় সেটা কতটা সঠিক স্পিড দেয় চলুন দেখে আশা যাক। appeared first on Trickbd.com. |
উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসির জন্য সেরা ফ্রি পার্সোনাল ফিন্যান্স অ্যাপ। Posted: 04 Jul 2022 02:13 AM PDT মাস শেষে আপনি যদি আপনার টাকার খরচের হিসাব রাখতে চান তাহলে আপনার জন্য আমার আজকের এই টপিক। অনেকেই আছেন মাসে যা আয় করেন তার দ্বিগুণ খরচ করে ফেলেন। এখন আপনি যদি এর নিয়ন্ত্রণ করতে চান অর্থাৎ কোন খাতে আপনার অতিরিক্ত খরচ হয়ে যায় তা দেখতে চান এবং এর লাগাম ধরতে চান তাহলে আপনি কিছু সেরা অ্যাপের সাহায্য নিতে পারেন। যেগুলোর মাধ্যমে আপনি মাসিক খরচ দেখার পাশাপাশি সঠিকভাবে খরচ করার পরিকল্পনা করার দক্ষতা অর্জন করতে পারবেন। তবে এর জন্য আপনার একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটার প্রয়োজন পড়বে। কারণ আজকে শুধু আমি এই টপিকে মাসিক খরচের হিসাব রাখার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটার অ্যাপ নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ আপনার চিন্তা করার কিছু নেই। যদি আপনার যদি বা কম্পিউটার না থেকে থাকে তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি আপনার এই টপিকটি দেখতে পারেন। এখানে আমি অ্যান্ড্রয়েডের জন্য মাসিক খরচের হিসাব রাখার জন্য একটি অ্যাপ নিয়ে আলোচনা করেছি। উইন্ডোজ এর জন্য পার্সোনাল ফিন্যান্স অ্যাপ: ফিন্যান্স অ্যাপ Money Keeper:
ফিন্যান্স অ্যাপ Money Lover:
ফিন্যান্স অ্যাপ Homeasy:
ফিন্যান্স অ্যাপ MoneyPoint:
ফিন্যান্স অ্যাপ Spending Tracker:
উপরোল্লিখিত ফাইন্যান্স অ্যাপগুলি থেকে কোনটি সেরা? আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন। সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন। The post উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসির জন্য সেরা ফ্রি পার্সোনাল ফিন্যান্স অ্যাপ। appeared first on Trickbd.com. |
Termux দিয়ে কিভাবে যেকোন লিংক কে সর্ট করা যায় দেখে আসুন। Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে যেকোন লিংক কে সর্ট করবেন। মানে এতো বড় URL আমরা চাইলে ছোট করে ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যারা ফিশিং করে তাদের জন্য ও উপকার কারণ ফিশিং লিংক গুলোর URL দেখলে বুঝা যায় সেটা ফিশিং কিন্তু যদি সেই লিংকটি সর্ট করা হয় তাও আবার জনপ্রিয় সর্ট লিংক হয় তাহলে তো কথাই নাই।
ইউ আর এল (URL) শর্ট কি ?ইউ আর এল শর্টিং হলো একটি ছোট URL তৈরি করার একটি প্রক্রিয়া যা একটি দীর্ঘ URL ঠিকানা কে ছোট করে থাকে । অনেক ইউ আর এল ওয়েবসাইট ইউ আর এল শর্টনিং সেবা প্রদান করে থাকেন । একটি ''URL shortener'' এমন একটি ওয়েব সাইট যা একটি সংক্ষিপ্ত ইউনিফর্ম রিসোর্স লোকেটার (URL) বা ওয়েব পৃষ্ঠা ঠিকানা দীর্ঘতর থেকে তৈরি করবে যাতে সংক্ষিপ্ত সংস্করণটি মনে রাখা এবংপ্রবেশ করা সহজ হয় তার পরিবর্তে ব্যবহার করা যেতে পারে।
ইউআরএল শর্টিং ব্যবহার করার গুরুত্ব কি?ইউ আর এল শর্টিং এর অনেক সুবিধা আছে। আমরা দীর্ঘ URL কে ছোট করে দেখতে পারি । এবং তা সহজে যেকোন জায়গায় বসাতে পারি । কিন্তু দীর্ঘ URL অনেক অসুবিধা হয় ।তাই ছোট URL এর গুরুত্ব অনেক । আসুন জেনে নেওয়া যাক এর প্রয়োজনীয়তা ।
১. সহজে বোঝার জন্য ছোট URL দরকার। ২. প্রতিটি ব্যক্তি দীর্ঘ URL পছন্দ করে না। ৩. সংক্ষিপ্ত ইউআরএল মনে রাখা সহজ। ৪. বেশিরভাগ ইউআরএল সংক্ষিপ্ত কোম্পানি ছোট ইউআরএল দেখার জন্য অর্থ প্রদান করে। তাই অনলাইনে অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে। কিন্তু termux দিয়ে যেই লিংক সর্ট করবো সেটা দিয়ে অর্থ উপার্জন করা সম্ভব না। ৫. আপনার সাইটে ছোট URL ব্যবহার করুন । তা দেখতে সুন্দর লাগবে। ৬.ছোট url এর মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন ,আপনার সাইটে কত ভিজিটর আসে । ৭.আপনি ভিজিটরদের আচরণ বুঝতে পারবেন। তারা কি চাই তাও জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।
এখন termux কে আপগ্রেড করে নিবো।
আমরা এখন পাইথন প্যাকেজটি ডাউনলোড করবো।
এখন আমরা গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।
ডাউনলোড শেষ হলে আমরা টুলসটি ভিতরে প্রবেশ করবো।
এখন আমরা টুলসটি রান করবো।
দেখতেই পাচ্ছেন চারটি অপশন আছে সর্ট করার জন্য আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য ১ নাম্বারটা সিলেক্ট করলাম। এখন কাজ হচ্ছে যে আপনি যেই লিংকটি সর্ট করতে চাচ্ছেন সেই লিংকটি দেওয়া এবং ইন্টার করবেন। দেখতেই পাচ্ছেন আমার লিংকটি সর্ট হয়ে গেছে। এইভাবে আপনিও লিংক সর্ট করতে পারবেন। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ। The post Termux দিয়ে কিভাবে যেকোন লিংক কে সর্ট করা যায় দেখে আসুন। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments