কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক করে, লিখা পরিবর্তন করে নিজের মত লেখা বসাবেন (with SQL injection) |
- কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক করে, লিখা পরিবর্তন করে নিজের মত লেখা বসাবেন (with SQL injection)
- কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !
- জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তির তারিখ প্রকাশিত
- 5 Free Tools যা দিয়ে Website Changes Monitor করতে পারবেন
- দুর্দান্ত ক্যামেরা, 8GB RAM এবং 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারীর অসাধারণ ফোন Realme 7i
- চুলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ পাঁচটি খাবার সম্পর্কে জেনে নিন।
- Sunless Sea ফ্রি Epic Game মার্চের ০৪ তারিখ পর্যন্ত
- Introducing A Telegram B.O.T, যা বিভিন্ন Premium Account Generate করতে পারে
- যে কোনো ব্রান্ডের নতুন বা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে নিন ব্রান্ড নিউ মটোরোলা ফোন
- আধুনিক যুগে তথ্য প্রযুক্তিকে আর সহজ করার জন্য যে ৬টি বিশ্বের সেরা সফ্টওয়্যার কোম্পানি কাজ করে যাচ্ছে।
কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক করে, লিখা পরিবর্তন করে নিজের মত লেখা বসাবেন (with SQL injection) Posted: আচ্ছালামুআলাইকু আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। প্রথমেই হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে SQL কী? or [2] আর যারা পিসি তে করবেন তারা anon hackbar এ 2 টা অপশন পাবেন না শুধু union based paben তাই তারা এই কোডটি কপি করে করবেন এবং পেস্ট করে exicute এ ক্লিক করবেন example: এখন আমরা জানতে পারলাম যে ওয়েবসাইটটিতে 21 টি কলাম আছে। এরপর আগের দেওয়া কোড টুকু কেটে দিবেন মানে শুধু http://example।.com/page.php?id=5 এইটুকু রাখবেন। তারপর আবার union based বা string based আগে যেইটা সিলেক্ট করেছিলেন ঐটাই আবার সিলেক্ট করে তারপর union select অপশনটিতে ক্লিক করবেন। তারপর ঐখানে প্রাপ্ত কলাম নম্বরটি লিখবেন। যেহেতু আমরা এইখানে 21 পেয়েছি সেহেতু 21 লিখবো। আমি উদাহরণ হিসেবে আমার dios দিয়ে দেখাচ্ছি সবসময় যে একই dios কাজ করবে এমন না। সেক্ষেত্রে একটা একটা করে দিয়ে দেখবেন। এরপর আপনি ডাটা ডাম্প করার জন্য union/string এ ক্লিক করার পর dump data অপশনটিতে ক্লিক করার পর যে table এর যে কলাম গুলোর ডাটা ডাম্প করতে চান বা ডাটা দেখতে চান তার নাম লিখবেন ইনপুট বক্সে। পিসির ক্ষেত্রে ডাটা নামে একটা অপশন পাবেন union এর ভিতর ঐটাই ক্লিক করে data group concat অপশনটিতে ক্লিক করবেন। এভাবে আপনারা SQL injection করে SQL vulnerable ওয়েবসাইট হ্যাক করতে পারবেন। আজ এই পর্যন্তই কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ Credit And Author Copyright: Shahedul Islam (এই পোস্টটির Author তার ক্ষমতা বলে পোস্টি রিমুভ বা ডিলিট করার ক্ষমতা রাখে) The post কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক করে, লিখা পরিবর্তন করে নিজের মত লেখা বসাবেন (with SQL injection) appeared first on Trickbd.com. |
কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন ! Posted: গুগল প্লেস্টোরের মাধ্যমে এপ শেয়ার করার ট্রিক শেয়ার করার পর আপনার অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন বাড়তি এপ ছাড়াই কি SHAREit এর মতো ফাস্ট অন্যান্য ফাইল শেয়ার করা যায় কিনা । তো আজকে আমি আপনাদের সাথে সেই ট্রিকটাই শেয়ার করতে যাচ্ছি । ফাইল শেয়ারিং এর জন্য গুগলের অন্যতম একটা ফিচার হলো Nearby Share । এটা অলরেডি আমাদের সবার মোবাইলেই আছে ।
কিভাবে Nearby Share দিয়ে যেকোন ফাইল শেয়ার করবেন?(কোথাও বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখতে পারেন )
এই ফিচারটা ইউজ করতে হলে আপনার মোবাইলের Android Version 6.0 বা তার থেকে বেশি হতে হবে । তো প্রথমেই আপনাকে Settings > Google অপশনে যেতে হবে তারপর Google Settings থেকে Device Connections তারপর, Nearby Share তারপর Nearby Share অন করে নিবেন তারপর আপনি যেসব ফাইল পাঠাতে চান ঐগুলো সিলেক্ট করে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবেন, ফাইল ম্যানেজার বা যেকোন জায়গা থেকে সেম প্রসেসে শেয়ার করতে পারবেন । তারপর Nearby Share সিলেক্ট করতে পারবেন ।
তবে যার সাথে শেয়ার করবেন তাকেও সেটিংস থেকে Nearby Share চালু করে নিতে হবে । তাহলে শেয়ার করার সময় তার নাম/লগো দেখবেন, ঐটায় ক্লিক করলে তার কাছে নোটিফিকেশন যাবে এবং সে ইজিলি রিসিভ করতে পারবে । আর প্লেস্টোর দিয়ে এপস এবং গেমস শেয়ার করতে চাইলে আমার আগের পোস্টটি দেখতে পারেন=> https://trickbd.com/android-tips/706589
প্র্যাকটিক্যালি দেখতে চাইলে নিচের ভিডিওটা দেখতে পারেনঃ ( Nearby Share + Google PlayStore App Sharing System)
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ ★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন ★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন! ★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free!
The post কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন ! appeared first on Trickbd.com. |
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তির তারিখ প্রকাশিত Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ঠাণ্ডা লাগছে দোয়া করবেন সবাই। এবার এইচএসসি পরীক্ষার্থীরা সবাই অপেক্ষা করছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কবে শুরু হবে। অনেক আমার সাইট বিকল্প বিদ্যালয়ে কমেন্ট করেছিলেন কবে শুরু হবে আরো অনেক প্রশ্ন। যাই হোক, গত ২৫/০২/২১ জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশে স্থগিত পরীক্ষার নতুন সময় সূচি সহ অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদনের তারিখ উল্লেখ করেছে। নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন শুরু হবে ০৮/০৬/২১। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা হবে কিনা এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করে নি। নোটিশটি নিচের লিংক হতে ডাউনলোড করে নিন নিচের লিংক হতে ভর্তির বিস্তারিত তথ্য দেখে নিন আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ ৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায় হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই! The post জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তির তারিখ প্রকাশিত appeared first on Trickbd.com. |
5 Free Tools যা দিয়ে Website Changes Monitor করতে পারবেন Posted: বর্তমানে প্রতিনিয়ত সকল Website Update হচ্ছে। আপনি কেন বসে থাকবেন? আপনার website এ কখন কী Change করবেন তার সব কিছুই Monitoring করুন নিচের Free Tools গুলো দিয়ে- 5টি Web Application Share করলাম, যা দিয়ে Website Changes Monitor করতে পারবেন
এইছিলো কিছু Free Tools, আশা করি আপনার Website এ নিত্য-নতুন ভাব ফুটিয়ে তুলে এটি উপকারে আসবে। Mail me– The post 5 Free Tools যা দিয়ে Website Changes Monitor করতে পারবেন appeared first on Trickbd.com. |
দুর্দান্ত ক্যামেরা, 8GB RAM এবং 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারীর অসাধারণ ফোন Realme 7i Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । Realme 7iমোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। Realme 7i ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে চারটি ক্যামেরা এগুলো রেজুলেশন হচ্ছে 64+8+2+2 Megapixel। সামনে একটি ক্যামেরা রয়েছে সেটার রেজুলেশন হচ্ছে 16 Megapixel। Realme 7i ফোনটিতে ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (Non-removable) এবং 18W Fast Charging। চলুন দেখে আসা যাক এই মোবাইলটির স্পেসিফিকেশন। ফোনের নামঃRealme 7i প্রথম রিলিজঃ ১৭ সেপ্টেম্বর ২০২০ ফোনের কালারঃAurora Green, Polar Blue ডিসপ্লেঃRealme 7i এর ডিসপ্লের সাইজ ৬.৫ ইঞ্চি। রেজুলেশন রয়েছে HD+ 720 x 1600 pixels (270 ppi) এবং IPS LCD Touchscreen রয়েছে। পিছনের ক্যামেরাঃ Realme 7i ফোনের পিছনের ক্যামেরার মধ্যে রয়েছে Quad 64+8+2+2 Megapixel ক্যামেরার মধ্যে যে ফিউচার গুলো রয়েছে PDAF, ultrawide, macro, LED flash, depth, HDR & more এবং ভিডিও রেকর্ডিং Full HD (1080p), gyro-EIS হবে। সামনের ক্যামেরাঃRealme 7i সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 16 Megapixel ক্যামেরা মধ্যে যে ফিউচার গুলো রয়েছে HDR, f/2.1, 1/3″, 1.0µm & more ভিডিও রেকর্ডিং Full HD (1080p), gyro-EIS হবে। ব্যাটারিঃ Realme 7i এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (Non-removable) এবং 18W Fast Charging Performance: Realme 7i এর Operating System রয়েছে Android 10 (Realme UI)। চিপসেট রয়েছে Qualcomm Snapdragon 662 (11 nm)। প্রসেসর রয়েছে Octa core, up to 2.0 GHz স্টোরেজঃ Realme 7i ফোনের RAM রয়েছে 8GB এবং ROM রয়েছে 128 GB (UFS 2.1) সিকিউরিটিঃ Realme 7i ফোনের পিছনে Fingerprint রয়েছে এবং Face Unlock রয়েছে। দামঃRealme 7i মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে ১৭,৯৯০ টাকা । Highlight আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post দুর্দান্ত ক্যামেরা, 8GB RAM এবং 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারীর অসাধারণ ফোন Realme 7i appeared first on Trickbd.com. |
চুলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ পাঁচটি খাবার সম্পর্কে জেনে নিন। Posted: আসসালামুআলাইকুম। ১] চুলের উজ্বলতা বাড়াতে ( গাজর) গাজরে রয়েছে ভিটামিন এ।গাজর অত্যান্ত ভিটামিন রয়েছে।গাজর যেমন চোখ কে ভাল রাখে।তেমনি চুল এর জন্য ও অত্যান্ত উপকারি। ২] চুলে খুকশি প্রতিরোধে ( আখরোট বাদাম) চুলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ হলো সেলেনিয়াম। ৩] চুলের পুরুত্ব বাড়াতে ( গোটা খাদ্য) গোটা খাদ্যে জিংক বি,ভিটামিনে আয়রন পাবেন।চুলের স্বস্থের অন্যতম উপাদান হলো জিংক।যেটা চুলের হরমোনকে নিয়ন্ত্রিত করে ও চুলের পুরুত্ব বাড়তে অত্যান্ত সাহায্য করে। ৪] চুলের বৃদ্ধির জন্য ( দুগ্ধজাত খাবার) প্রোটিন পাওয়া সহজ উপায় হলো, ডায়েট পনির ও দইয়ের অন্তর্ভুক্ত। ৫] চুল পড়া বন্ধ করতে ( তৈলাক্ত মাছ) তৈলাক্ত মাছে রয়েছে ফ্যাটি এসিড।যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। তৈলাক্ত কাছে আরো বিভিন্ন উপাদা রয়েছে, চুল এর জন্য অত্যান্ত উপকারি।চুল পড়া বন্ধ করতে অত্যান্ত ভূমিকা পালন করে এই তৈলাক্ত মাছ। আশা করি আপনাদের ভাল লেগেছে। আজ এ পযন্ত, আপনাদের বিন্দুমাত্র উপকার হলে,আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেনঃ Youtube Channel The post চুলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ পাঁচটি খাবার সম্পর্কে জেনে নিন। appeared first on Trickbd.com. |
Sunless Sea ফ্রি Epic Game মার্চের ০৪ তারিখ পর্যন্ত Posted: Epic Games প্রত্যেকবারই Freeতে (0$) Game Giveaway করে থাকে, তবে নির্দিষ্ট সময় পর পর। এইবার তারা Sunless Sea Gameটি Free তে Download করার সুযোগ দিচ্ছে।
Game Video
Specifications:-(WINDOWS) Minimum OS-Windows XP or later Recommended OS-Windows XP or later
Languages Supported English
Install Process:- #প্রথমে এই Link এ প্রবেশ করুন Mail me- The post Sunless Sea ফ্রি Epic Game মার্চের ০৪ তারিখ পর্যন্ত appeared first on Trickbd.com. |
Introducing A Telegram B.O.T, যা বিভিন্ন Premium Account Generate করতে পারে Posted: Howdy Everyone
Telegram B.O.T. Details Demo Video
B.O.T Link যেসকল Premium Account Add করা হয়েছে
-Optionগুলো একাধিক বার Tap করলে New Account পাবেন প্রতিবার -আর Cookies দিয়েছি কিছু Account এর, Account স্বল্পতার কারণে -এই B.O.T এর যেকোন Issue হলে সরাসরি যোগাযোগ @SHAKIB0152Bot(Telegram) BUG:-
Conclusion- Bye The post Introducing A Telegram B.O.T, যা বিভিন্ন Premium Account Generate করতে পারে appeared first on Trickbd.com. |
যে কোনো ব্রান্ডের নতুন বা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে নিন ব্রান্ড নিউ মটোরোলা ফোন Posted: আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমিএ ভালো আছি। চলুন আজকের টপিকে কথা বলা যাক, এক্সচেঞ্জ কি? হ্যা ভাই যে কোনো ব্রান্ডের ফোন এক্সচেঞ্জ করে নতুন মটোরোলা ফোন নিতে পারবেন Zingo থেকে। আমিও এমন টাইটেল দেখে ভাবছিলাম আমার সিম্ফনি ফোন টা যদি এক্সচেঞ্জ করতে পারি তাহলে কতই না দারুন ব্যাপার হয়। তবে আমি আসলে টাইটেল বুঝি নি। তারা আসলে যে কোনো ব্রান্ড বলতে টপ লেভেল ব্রান্ড এর ফোন গুলো গ্রহণ করে। এই অফার চলবে ৩০শে মার্চ পর্যন্ত। আর পুরাতন ফোনের ক্যাশ ম্যামো ও বক্স দিতে পারলে এক্সটা ডিসকাউন্ট পাবেন। আর এগুলা না থাকলে আপনার ভোটার আইডি কার্ড এর ফোটো কপি দিয়ে এক্স করতে পারবেন কিন্তু ডিসকাউন্ট পাবেন না। আরো বিস্তারিত নিচের লিংকে Zingo Fb Link : আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ ৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায় হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই! যারা টেন মিনিট স্কুলের কোর্স ও বই গুলো আপটু ৯০% ডিসকাউন্টে নিতে চান তারা আমার সাইটে প্রবেশ করুন। The post যে কোনো ব্রান্ডের নতুন বা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে নিন ব্রান্ড নিউ মটোরোলা ফোন appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ৬টি বিশ্বের সেরা সফ্টওয়্যার কোম্পানিবর্তমানে এই আধুনিক যুগে আমরা প্রযুক্তির সাথে সম্পন্ন ভাবে যুক্ত। আমরা যে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি এটি কিন্তু এমনি এমনি চলেনা। এটিকে চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয় আর এই নির্দেশনা দেয় সফ্টওয়্যার। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি সেটাও সফ্টওয়্যার নির্দেশনার চলে। প্রযুক্তির সাথে সফ্টওয়্যার বিবর্তনের সাথে সাথে মানুষের জীবন যাপন ও পরিবর্তন হচ্ছে। একটি সফ্টওয়্যার সাধারণভাবে অ্যাক্সেস করা নতুন কোন বিষয় নয়। এগুলো বছরের পর বছর ধরে পরিবর্তন হচ্ছে। এগুলো ব্যবহার সমাজ ও ব্যবসার বিশাল। সফ্টওয়্যার সংস্থাগুলি বিভিন্ন ব্যবসায়িক মডেলগুলিতে কাজ করছে এবং আর নতুন নতুন পণ্য ও পরিসেবা সরবরাহ করছে। তারা সফ্টওয়্যার গুলোতে প্রোগ্রামিংয়ের নির্দেশাবলী এবং ডেটা অন্তর্ভুক্ত করে থাকে যা কম্পিউটারকে জানায় যে কীভাবে বিভিন্ন কার্য সম্পাদন করতে হয়।সফ্টওয়্যার বিকাশ সংস্থাগুলি সাধারণত ওয়েব মোবাইল এবং কাস্টম সফ্টওয়্যার ডেভলপমেন্ট পরিষেবা সরবরাহ করে।এরকমি বিশ্বের সেরা ৬টি সফ্টওয়্যার সংস্থাগুলি আমাদের ভবিষ্যতকে নতুন রূপদান করছে। ১. মাইক্রোসফ্ট ওয়াশিংটনের রেডমন্ডে সদর দফতর মাইক্রোসফ্ট বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার সংস্থা।মাইক্রোসফ্ট নামেন এই সংস্থাটি কম্পিউটার সফটওয়্যার,ইলেক্ট্রনিক্স পিসি, উৎপাদন লাইসেন্সিং সমর্থন এবং বিক্রয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত।মাইক্রোসফ্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথা তো আপনি শুনেই থাকবেন। এই অপারেটিং সিস্টেম লাইন মাইক্রোসফ্ট অফিস স্যুট, ইন্টারনেট এক্সপ্লোরার এবং এজ ওয়েব ব্রাউজারগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৯ এর তথ্যের ভিত্তিতে এই কোম্পানিটির মোট আয় ১২৫ বিলিয়ন মার্কিন ডলার। ২. মেরিক্সস্টুডিও
৩. এক্সপেরিয়েন্স টেকনোলজি এই কোম্পানিটি ১৫ বছরেরও বেশি দক্ষতার সাথে এবং ৩২ টি দেশে ৩০০০ টিরও বেশি গ্রাহক এক্সপেরিয়েন্স একটি আইটি সমাধান এবং পরিষেবাদি সংস্থা।পরিবহন এবং আর্থিক পরিষেবা মতোর শিল্প ডোমেনগুলির জন্য কাস্টম সফ্টওয়্যার অ্যাপ্লিকেশন এবং পণ্যগুলি বিকাশের জন্য এক্সপেরিয়েন্স ডিজিটাল শক্তি প্রয়োগ করে। ৪. টিসিএস টিসিএস হলো একটি ভারতীয় বহুজাতিক তথ্য প্রযুক্তি পরিষেবা।টাটা গ্রুপের সহায়ক সংস্থা এবং ৪৬ টি দেশে কাজ করে টিসিএসের সফটওয়্যার ডেভলপমেন্ট,এবং ব্যবসায়িক প্রক্রিয়া সম্পর্কিত অনেকগুলি কার্যকরী ডোমেন রয়েছে। সংস্থাটি এপ্রিল ২০১৮ এই ইউএস। ১০০ বিলিয়ন মার্কিন বাজারের মূলধন পৌঁছানোর প্রথম ভারতীয় আইটি সংস্থা হয়ে উঠেছে। ৫. ইটিয়াম ইটিয়াম একটি সফ্টওয়্যার ডেভলপমেন্ট সংস্থা যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।এটি তৈরি করে বিশ্ব মানের অ্যাপ্লিকেশনগুলি ছাড়াই তার অংশীদারদের মান বাড়ানোর জন্য তার অভিজ্ঞতা ব্যবহার করে।ইটিয়াম পণ্য তৈরি করতে এবং ক্লায়েন্টকে অগ্রগতি প্রতিবেদন সরবরাহ করে থাকে। সংস্থাটি ব্যবসায় বিশ্লেষণ ডিজাইন, প্রকল্প পরিচালনা থেকে শুরু করে উন্নয়ন, পরীক্ষা, সহায়তা এবং রক্ষণাবেক্ষণ পর্যন্ত পুরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরিষেবা সরবরাহ করে। ৬. সফটল্যাবস গ্রুপ এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় ভারতে।শীর্ষস্থানীয় সফটওয়্যার বিকাশকারী সংস্থাগুলির মধ্যে একটি।সংস্থার অভিজ্ঞ এবং প্রতিভাবান দল বিকাশকারীরা ব্যবসায়ের চাহিদা অনুযায়ী ক্লায়েন্টদের জন্য সর্বোত্তম সমাধান তৈরি করে। তারা উদ্ভাবনী ধারণা ব্যবহার করে তার ক্লায়েন্টদের ব্যবসায়ের মান তৈরি করে ব্যবসাকে নতুন উচ্চতা অর্জনে সাহায্য করে থাকে। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post আধুনিক যুগে তথ্য প্রযুক্তিকে আর সহজ করার জন্য যে ৬টি বিশ্বের সেরা সফ্টওয়্যার কোম্পানি কাজ করে যাচ্ছে। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments