Telegram Bot দিয়ে যেকোনো লিংক এর ছবি Download করুন |
- Telegram Bot দিয়ে যেকোনো লিংক এর ছবি Download করুন
- দেশের বাজারে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির Poco M2 Pro
- [পর্ব ২৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে বাজা]
- বাদাম এর পুস্টিগত দিক গুলো জেনে নিন,কেন রাখবেন খাবারের তালিকায় বাদাম,দেখুন কাজে লাগবে।
- ফ্রি Linux RDP, No Edu Mail ।। No CC ।। Only Gmail Google colab Method(Part-02)
- ফ্রি Linux RDP, No Edu Mail ।। No CC ।। Only Gmail Google colab Method(Part-01)
- Yoast Seo Premium latest v15.7 Plugin Download করুন ফ্রিতেই
- Tik VPN Premium Subscription 90দিনের জন্য ফ্রিতেই(No Bin)
Telegram Bot দিয়ে যেকোনো লিংক এর ছবি Download করুন Posted: আসসালামু আলাইকুমসবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে যেকোনো লিংক Send করে কিভাবে ওই লিংক এর ছবি বের করবেনONLY TELEGRAM APP NEED Note:- পোষ্টটা ছোট হবে Open TelegramBOT LINK :- @siteshot_botSearch On Telegram এখন বুটটা Start করুন![]() ![]() আপনি যে লিংক সেন্ড করে ছবি বের করতে চান ওই লিংক সেন্ড করুন ![]() দেখুন ছবি বের হয়ে গেছে + More এ Click করে Country + Ip Address দেখতে পারবেন![]() CONTACT ON TELEGRAMআপনারা যদি চান একটা Earning Channel খুলব In Telegramদেখেন এখানে তো এসব Allowed না তাই The post Telegram Bot দিয়ে যেকোনো লিংক এর ছবি Download করুন appeared first on Trickbd.com. |
দেশের বাজারে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির Poco M2 Pro Posted: ![]() আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । Poco M2 Pro![]() মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ![]() আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। বাংলাদেশের বাজারে পোকো এম২ প্রো মডেলের নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ফিচার ও পারফরম্যান্সের সমন্বয় করে এবং কর্মদক্ষতা বাড়াতে ফোনটিতে দেয়া হয়েছে শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। বক্সে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জারসহ আসছে ফোনটি। ![]() ফোনের নামঃ Poco M2 Pro প্রথম রিলিজঃ জুলাই ১৪ ২০২০ ফোনের কালারঃ নীল, সবুজ, কালো ![]() ডিসপ্লেঃ ডিসপ্লের সাইজ ৬.৬৭ ইঞ্চি। রেজুলেশন রয়েছে Full HD+ 1080 x 2400 pixels (395 ppi) আর IPS LCD Touchscreen রয়েছে এবং Corning Gorilla Glass 5 দেওয়া হয়েছে। ![]() পিছনের ক্যামেরাঃ পিছনের ক্যামেরা রেজুলেশন রয়েছে Quad 48+8+5+2 Megapixel পিছনে ক্যামেরা যে ফিউচার গুলো রয়েছে PDAF, LED flash, ultrawide, macro, depth, HDR & more আর এই ফোনে ভিডিও রেকর্ডিং কোয়ালিটি Ultra HD 4K (2160p), gyro-EIS ![]() সামনের ক্যামেরাঃ সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 16 Megapixel এবং ফিউচার গুলো রয়েছে HDR, f/2.5, 1/3.06″ 1.0µm & more আর ভিডিও রেকর্ডিং Full HD (1080p) ![]() ব্যাটারিঃ Poco M2 Pro এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (Non-removable) এবং 33W Fast Charging ![]() Performance: Poco M2 Pro এর Operating System রয়েছে Android 10 (MIUI 11)। চিপসেট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 জি (8 এনএম)।এই ফোনের RAM রয়েছে 4/6GB। প্রসেসর রয়েছে অক্টা কোর, 2.3 গিগাহার্টজ পর্যন্ত। স্টোরেজঃ Poco M2 Pro ফোনে ROM রয়েছে 64 / 128 GB (UFS 2.1) ![]() সিকিউরিটিঃ Side-mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর Face unlock রয়েছে। ![]() দামঃ Poco M2 Pro ফোনের দাম ৳ 22,999 Official ✭ Highlight ![]() আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি ![]() The post দেশের বাজারে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ও ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির Poco M2 Pro appeared first on Trickbd.com. |
[পর্ব ২৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে বাজা] Posted: আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আগের সব পর্ব:- ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৩ ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৪ ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৫ ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৬ [পর্ব ২০] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনুল-আব্বাস আল-মাজুসী:-ধাত্রীবিদ্যা এবং পেরিনেটোলজি এর অগ্রদূত] [পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত। [পর্ব ২৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাহানী] 35.ইবনে বাজা
ইবনে বাজ্জা বর্তমান স্পেনের আরাগণের জারাগোজায় ১০৮৫ খৃস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে জ্যোতির্বিদ, সঙ্গীতজ্ঞ, পদার্থবিজ্ঞানী, চিকিৎসক, উদ্ভিদ বিজ্ঞনী, কবি এবং দার্শনিক।তার শিক্ষকদের মধ্যে ছিলেন সেভিলের চিকিৎসক আবু জাফর ইবনে হারুন আল তুরজালি।অ্যাভেম্পেস পশ্চিমা বিশ্বের অ্যারিস্টটল সম্পর্কিত প্রথম ভাষ্য লিখেছিলেন জারাগোসাতেই তিনি পড়াশোনা করেন এবং নিজের জ্ঞান গরিমার স্বীকৃতি স্বরূপ এক পর্যায়ে জারাগোসার তৎকালিন গভর্নর আবু বকর এর উজীর পদ লাভ করেন এবং সেখানে ২০ বছর অধিষ্ঠিত ছিলেন। খুব অল্প বয়সেই তিনি পাণ্ডিত্য এবং রাজনৈতিক উচ্চ পদ এই দুইই লাভ করতে সক্ষম হন। মুসলিম স্পেনে তখন চলছিল আল মোরাভিদ শাসনামল। ইবনে বাজা তার জীবনের একটা বড় সময়ই কাটিয়েছেন রাজনীতি আর বৈষয়িক বিষয় নিয়ে, এদিক থেকে তিনি ছিলেন তার পূর্বজদের চেয়ে একেবারেই আলাদা। সঙ্গীত, কবিতা, মদ আর রাজ অনুগ্রহ মিলিয়ে ত্যাগের বদলে ভোগের জীবন-যাপনেই তিনি অভ্যস্ত ছিলেন বেশি, বিশেষ করে আবু বকর উযির থাকাকালিন অবস্থায়। অথচ বৈষয়িক উচ্চাভিলাস সত্ত্বেও নিষ্ঠার সাথে তিনি দর্শন ও বিজ্ঞানে যে অবদান রেখে গিয়েছিলেন তা গড়ে দিয়ে গিয়েছিল ইবনে তুফায়েল আর ইবনে রুশদ এর ভবিষ্যতের কর্মকান্ডের ভিত্তি। তার সবচেয়ে কট্টর সমালোচকও তাকে অভিহিত করেছেন সময়ের সবচেয়ে প্রতিভাধর ব্যক্তি হিসাবে। তবে তাঁর অকালমৃত্যুতে তাঁর প্রতিভার সর্বোচ্চ বিকাশ এবং পরিণতি ব্যাহত করেছে। মৃত্যুকালিন সময়ে তাঁর বহু গুরুত্বপূর্ণ পুস্তকই ছিল অসম্পূর্ণ। অকালমৃত্যুর শিকার হলেও এই স্বল্প সময়েও তিনি চিকিৎসাবিজ্ঞান, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, আল-কেমি ও দর্শন বিষয়ক বেশকিছু গ্রন্থ রচনা করেন। তবে ইতিহাসে দার্শনিক হিসেবে তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন। তবে, অধুনা এমন ধারণাও করা হয় যে, তিনি আসলে ফারাবির দ্বারা প্রভাবিত ছিলেন না, ফারাবির চিন্তার সাথে তাঁর চিন্তার মিল আছে মাত্র। ফারাবির দ্বারা প্রভাবিত হন বা না হন বেশ কিছু দিক থেকে তিনি ফারাবিকেও অতিক্রম করেন। দর্শন চর্চায় এরিস্টটলকে বোঝার ক্ষেত্রেই তিনি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। তাঁর এরিস্টটলের ভাষ্যগুলো পড়লেই বোঝা যায় যে এরিস্টটলই ছিল তাঁর ধ্যান জ্ঞান এবং এরিস্টটলকে তিনি আয়ত্ব করেছিলেন নিষ্ঠা এবং অনুরাগের সাথে। বাস্তব সত্ত্বা বিষয়ক আলোচনায় অবশ্য তিনি তাঁর পূর্বজদের চেয়ে ব্যাতিক্রম ছিলেন। ফারাবি-সিনা যেমন বাস্তব সত্ত্বাকে একক হিসাবে গণ্য করেছেন সেইখানে ইবনে বাজা বাস্তবসত্ত্বার ক্ষেত্রে ছিলেন বহুত্ববাদী। তার মতে জড়, আত্মা এবং বুদ্ধি এই তিনটিই বাস্তবসত্ত্বা, সেই অর্থে এই তিনটিই অনন্তকাল ধরে বিরাজমান আছে, যা ছিল পুরোপুরি মৌল ইসলাম পরিপন্থী মতবাদ। তবে এর মধ্যে জড় নিজেকে চালিত করতে পারে না, আত্মা এবং বুদ্ধি জড়কে চালিত করে। আত্মার অবস্থান বুদ্ধি আর জড়ের মাঝখানে। আত্মা স্বয়ংচালিত কিন্তু বুদ্ধি অচালিত। বুদ্ধি বিকারহীন এবং পরিবর্তনহীন, এর আকার ও শক্তি অনন্ত শ্বাশ্বত। তার দর্শনের সর্বোচ্চ অবস্থানে আছে নির্গুন, পরিবর্তনহীন এবং বিকারহীন "সক্রিয় বুদ্ধি"। মানব বুদ্ধি আর সক্রিয় বুদ্ধির মধ্যে গুনগত কোন পার্থক্য নাই। জড়জগতে বিরাজমান "মানব বুদ্ধির" সাথে "সক্রিয় বুদ্ধির" মিলনকেই মুক্তি এবং সর্বোচ্চ দার্শনিক লক্ষ্য হিসাবে উল্লেখ করে ইবনে বাজা। তার মতে এই যোগাযোগ শুধুমাত্র মুষ্টিমেয় কিছু ব্যাক্তির পক্ষেই অর্জন করা সম্ভব, আপামর মানুষের জন্য নয়। পাশ্চাত্য ধর্মতাত্ত্বিকদের নিকট ইবনে বাজা পৃথক সত্ত্বা মতবাদের প্রথম উদ্যোক্তা। তাদের মতে ইবনে বাজা বিশ্বাস করতেন যে, মানুষ বাস্তব সত্তার উর্দ্ধে উঠে গুনবাচক সত্তার সম্যক জ্ঞানের অধিকারী হয়। একথা আজ সর্ববাদীসম্মত যে, ইউরোপিয় ধর্মতাত্ত্বিকরা ইবনে বাজার নিকট থেকেই পৃথক স্বর্গীয় সত্ত্বার মতবাদ গ্রহণ করেছিলেন। তার দার্শনিক মতামত ইবনে রুশদ ও আলবার্টাস মেগনাসের উপর সরাসরি প্রভাব ফেলেছে। অল্প সময়ে মৃত্যুর কারণে তার অধিকাংশ লেখা ও বই অসম্পূর্ণ রয়ে যায়। ওষুধ, গণিত, জ্যোতির্বিজ্ঞান বিষয়ে তার অগাধ পান্ডিত্য ছিল। তাঁর দার্শনিক চিন্তাধারার প্রতিফলন ঘটে রিসালা ইত্তিসাল আল-আকল বি-আল-ইনসান (Treatise on the Unison of the Intellect with Man) তাঁর ল্যাটিনাইজড নাম ‘অ্যাভেম্পেস’ সেই দিনগুলিতে হিব্রু ও লাতিন পণ্ডিতদের মধ্যে জনপ্রিয় ছিল। তাঁর গ্রন্থগুলি , তদবীর আল-মুতাওয়াহিদ , রিসালাতল আল-ইত্তিশাল এবং রিসালাত আল-ওয়াদা হিব্রু অনুবাদ করেছিলেন এবং ইউরোপে বহুলভাবে পড়া হয়। ইবনে রুশদ তার তালখিস কিতাব আল-নাফসে স্বীকার করেছেন যে তিনি মাইন্ড সম্পর্কে যা বলেছেন তা ইবনে বাজাহর দৃষ্টিভঙ্গি। তাঁর রচনাগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিচিত কিতাব হ’ল কিতাব আল-নাফস (The Book on the Soul) মনোবিজ্ঞানের উপর একটি দার্শনিক গ্রন্থ যা ইবনে রুশদ সহ পরবর্তীকালে পণ্ডিতদের প্রভাবিত করেছিল। ![]() মনস্তত্ত্বের দার্শনিক গ্রন্থ হিসাবে ইবনে বাজাহের কিতাব আল-নাফস , এ পর্যন্ত জানা প্রাচীনতম পাঠ যা এরিস্টটলের ডি আনিমার তিনটি গ্রন্থের সংক্ষিপ্তসার দেয়। ![]() কিতাব আল-নফস এ ইবনে বাজাহ প্রথমবারের মতো পেরিপেটিক মনোবিজ্ঞানের একটি সম্পূর্ণ এবং বিস্তৃত সমীক্ষার পাশাপাশি আত্মার ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গির আলোচনা করেছেন। এ ছাড়া ইবনে বাজাহ প্লেটো, অ্যাফ্রোডিসিয়াসের আলেকজান্ডার, গ্যালেন এবং থিমিসটিয়াসকে উল্লেখ করেছেন। মুসলিম দার্শনিকদের মধ্যে তিনি ফারাবীকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন এবং গাজ্জালির কথাও শ্রদ্ধা ও শ্রদ্ধার সাথে উল্লেখ করেছেন।যদিও তার মৃত্যুতে ইসলামি দর্শনের আত্মা বিষয়ে তার অবদান অসম্পূর্ণ রয়ে যায়। তিনি জ্যোতির্বিদ্যাকে গণিতের অংশ হিসাবে দেখতেন।জ্যোতির্বিদ্যায় তিনি টলেমির বেশ কিছু ধারণার সমালোচনা করে ইবনে তুফায়েল এবং আল বিতরুজির ভবিষ্যত গবেষনার পথ সুগম করেন এই সমালােচনার ফলেই বিতরুজির Theory of Spiral Motion আবিষ্কারের সহায়ক হয়। আল বিতরুজি টলেমির সৌরজগতের ভূকেন্দ্রিক মডেলের সমালোচনা করেন যার মুল উপাদান তিনি পেয়েছিলেন ইবনে বাজা'র কাছে। আল বিতরুজির সমালোচনা কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক মতামতকে অনুপ্রাণিত করে। পদার্থবিদ্যায় বাজা অনেক দিক থেকেই ছিলেন গ্যালিলিও গ্যালিলি এবং আইজ্যাক নিউটনের পূর্বজ। গ্যালিলিওর গতিবিদ্যায় বাজার প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে বাজা এবং গ্যালিলিও দুজনের গতির সংজ্ঞাই হুবোহু এক। নিউটনের গতিবিদ্যার তৃতীয় সূত্রের সবচেয়ে পুরাতন বর্ণনা খুঁজে পাওয়া যায় বাজা'র “Text 71” রচনায়। এছাড়াও তাকে ল অব মোশনের পথপ্রদর্শক বলা হয়। এছাড়াও তার projectile motion সম্পর্কিত তত্ত্ব পাওয়া যায় Text 71 নামক একটি পাঠ্যে,তার projectile motion সম্পর্কিত কাজ আরবি থেকে ল্যাটিনে কখনও অনুবাদ হয় নি। তিনি চিকিৎসাবিজ্ঞানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উদ্ভিদবিদ হিসেবেও তার সুনাম ছিল। ইবনে বাজার সবচেয়ে বিখ্যাত গ্রন্থের নাম কিতাবুল নাবাত(The Book of Plants). এটি উদ্ভিদবিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থ। এতে উদ্ভিদের লিঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে।এই গ্রন্থ মধ্যযুগীয় ইউরোপে উদ্ভিদ বিদ্যার উপরে সবচেয়ে প্রামাণ্য এবং জনপ্রিয় পুস্তক হিসাবে স্বীকৃত ছিল। তার সময়ে দর্শন ছাড়াও সঙ্গীত ও কবিতার একজন প্রখ্যাত ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। ১৯৫১ সালে তার দিওয়ান আবিষ্কৃত হয়।তিনি যশস্বী কবিও ছিলেন।তার সঙ্গীত বিষয়ক রচনা মধ্যযুগে ইউরোপে বিখ্যাত ছিল। তার অধিকাংশ কর্ম টিকে না থাকলেও জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার তত্ত্ব মাইমোনিডস ও ইবনে রুশদের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। এসকল তত্ত্ব পরবর্তী ইসলামি সভ্যতা ও গ্যালিলিও গ্যালিলিসহ ইউরোপের রেনেসাকে প্রভাবিত করেছে। তিনি যে কেবল চিকিৎসা ব্যবসায়ী ছিলেন, তা নয়, চিকিৎসা বিজ্ঞান তাঁর মৌলিক অবদানে বিশেষ সমৃদ্ধি লাভ করে। অঙ্কশাস্ত্র, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান, সর্বোপরি সঙ্গীত বিজ্ঞানে তার অবাদন বিজ্ঞানের ইতিহাসে তাঁকে অমর করে রেখেছে। ১১১৮ সালে খ্রিষ্টানদের কাছে জারাগোসার মুসলিম সরকারের পতন ঘটলে শুরু হয় ইবনে বাজার খারাপ সময়। ১১১৮ থেকে ১১৩৬ পর্যন্ত সময়কালে ইবনে বাজার জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। তবে এই সময়কালের শুরুর দিকটায় তিনি একাধিক আলমোরাভিদ শাসকের দরবারে অবস্থান লাভের চেষ্টা করেন। কিন্তু তাঁর সমসাময়িক বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী এবং শত্রু তাঁর রচনার মৌল ইসলামের সাথে অসামাঞ্জস্যপূর্ণ অংশগুলোকে টার্গেট করে তাকে ধর্মবিরোধী, ইসলাম বিরোধী এহেন নানা অভিযোগে অভিযুক্ত করেন।এরিষ্টটলের নিষ্ঠাবান অনুসারী হওয়া, বহুত্ববাদী বাস্তবসত্ত্বার ধারণা প্রচার ইত্যাদি কারণে অল্প বয়সেই ইবনে বাজাকে ধর্ম বিরোধীতার অভিযোগে পরতে হয়। জারাগোসার পতনের পর এবং পৃষ্ঠপোষকতাহীন হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বারবার ধর্মবিরোধীতার অভিযোগ ওঠে। ১১৩৬ সালে তিনি সেভিলে বসবাস করছিলেন বলে জানা যায়। এই সেভিলেই ১১৩৮ সালে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়, অভিযুক্তদের মধ্যে প্রথমেই যার নাম আসে, তিনি তৎকালিন বিখ্যাত চিকিৎসক ইবনে জুহুর। নিজের গুরুত্বপূর্ণ বহুকাজ অসম্পূর্ণ রেখেই অকালে মৃত্যুবরণ করেন মুসলিম পাশ্চাত্যের এক নক্ষত্র। তবে নিজের ক্ষুদ্র জীবনেও ইবনে বাজা লাভ করেছিলেন জারাগোজার গভর্নর আবু বকরএর ঘনিষ্ট বন্ধুত্ব। সমসাময়িক শিষ্যদের মধ্যেও তাঁর ছিল গুরুত্বপূর্ণ প্রভাব। তাঁর শিষ্যদের মধ্যে আল ইমাম এবং ইবনে তুফায়েল পরবর্তি প্রজন্মে জ্ঞান বিজ্ঞান চর্চায় নেতৃত্ব দেন। ভবিষ্যত প্রজন্মের মধ্যে ইবনে রুশদ, মায়মোনিডস, আল বিতরুজি, থমাস একুইনাস, গ্যালিলিও গ্যালিলি এবং আরো অনেকেই বিভিন্ন ভাবে ঋণী ছিলেন ইবনে বাজার কাছে। ২০০৯ সালে, চাঁদের দক্ষিণ মেরু থেকে ১৯৯ কিলোমিটার দূরে (৬২ মাইল) একটি গর্তকে তার সম্মানে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন (আইএইউ) দ্বারা “The Ibn Bajja” ক্রেটার নামকরণ করা হয় । The post [পর্ব ২৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে বাজা] appeared first on Trickbd.com. |
বাদাম এর পুস্টিগত দিক গুলো জেনে নিন,কেন রাখবেন খাবারের তালিকায় বাদাম,দেখুন কাজে লাগবে। Posted: আসসালামুআলাইকুম। প্রতিবারের মতো আবারো আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম, আপনাদের মাঝে। আজকে আপনাদের এটি জানাব,বাদামের পুস্টিগত দিকগুলো। আমাদের দেশে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে,বাদাম এর প্রকারভেদ ভেদে এর উপাদান ভিন্ন রয়েছে, তবে আমাদের দেশে চিনাবাদাম এর সংখ্যা বেশি। গবেষণায় দেখা গেছে যারা বাদাম খায় নিয়মিত, তাদের হার্টের সমস্যা থেকে অনেকটা মুক্তি পেয়ে থাকে। ১] বাদাম খেলে কোলন ক্যান্সার এর আক্রান্ত এর হার কমে যায়,এবং পরিমিত খেলে কোলন ক্যান্সার হয় না। ২] উচ্চ কলেস্টবল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই বাদাম খেলে,পরিমিত বাদাম খেলে এই সমস্যা দূর হয়ে যায়। ৩] বাদামে থাকা ফাইবার শরীর এর রক্তের গ্লুকোজ এর মাত্রা কমাতে অত্যান্ত সহযোগিতা করে,ফলে ডায়বেটিস হওয়ার ভয় থাকে না। ৪] বাদাম খেলে শ্বাসকস্ট দূর হয় ও লিভার, কিডনী ভাল থাকে। ৫] বাদাম খেলে ত্বক মসৃন ও বয়স্ক ছাপ হতে রক্ষা করে,ও চোখের নিচে কালো দাগ দূর করতে সহযোগিতা করে। ৬] বাদাম মানসিক চাপ কমাতে সহযোগিতা করে, ও চিন্তা কমাতে অত্যান্ত কার্যকারি। ৭] বাদামে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ৮] হার্টের উন্নতির জন্য বাদাম এর গুরুত্ব অপরসীম,হার্ট অনেক ভাল রাখে এই বাদাম। আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon একবার ঘুরে আসুন,এই সাইটে আশা করি ভাল লাগবেঃ Tipsnewsbd The post বাদাম এর পুস্টিগত দিক গুলো জেনে নিন,কেন রাখবেন খাবারের তালিকায় বাদাম,দেখুন কাজে লাগবে। appeared first on Trickbd.com. |
ফ্রি Linux RDP, No Edu Mail ।। No CC ।। Only Gmail Google colab Method(Part-02) Posted: Howdy Again, |
ফ্রি Linux RDP, No Edu Mail ।। No CC ।। Only Gmail Google colab Method(Part-01) Posted: Howdy Everyone
₪Demo(Linux-RDP)
|
Yoast Seo Premium latest v15.7 Plugin Download করুন ফ্রিতেই Posted:
তবে তা Free Version. নিচে Premium Plugin Download Link দিয়েছি, আপনার WordPress Site এ ব্যবহার করতে পাবেন Freeতেই নতুবা 89$ Cost হবে Yoast Seo Premium Subscription এ এর Featuresসমূহ
Premium ও Free Plan এর পার্থক্য-
Download |
Tik VPN Premium Subscription 90দিনের জন্য ফ্রিতেই(No Bin) Posted:
90Days Premium Subscription পদ্ধতি- – প্রথমে official site এ Visit করুন
-সাইটের Redeem option এ click করলে gift code খুজবে, তখন B5LR8-CZDFP-65XGJ এটি Paste করে দিন
-এবার আপনার Email Address দিন, Verification এর জন্য
-mailbox check করে দেখুন password reset এর Link পেয়ে যাবেন
-ব্যস premium Subscription শুরু হয়ে যাবে
-Account>> Billing Section এ Check করে দেখুন Expiry Date Mail me- dex477604@gmail.com The post Tik VPN Premium Subscription 90দিনের জন্য ফ্রিতেই(No Bin🌴) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments