নিজের Wifi Network এ তৈরি করুন Personal Blog সাইট | শুধু ১ মিনিটের ব্যাপার |
- নিজের Wifi Network এ তৈরি করুন Personal Blog সাইট | শুধু ১ মিনিটের ব্যাপার
- Multiverse (অনন্ত মহাবিশ্ব) এবং Parallel Universe কি?
- ১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবস উপলক্ষে নিয়ে নিন অসাধারণ কিছু বাংলা মেসেজ এর সমাহার ছোট একটি এপ্সে।
- ব্যক্তির জন্য গোপনে দোয়া করার পর তাকে যদি জানালে এতে কি সওয়াব কমে যাবে? [জেনে নিন]
- Valentine উপলক্ষে scop.io দিচ্ছে 1 Month Subscription Freeতেই ( worth 29$)
- পৃথিবীর সবচেয়ে কমদামে ডোমেইন হোষ্টিং। (বাংলাদেশী ট্রাস্টেড সাইট)
- ৯০% ছাড়ে মাত্র ৪৫০ টাকায় করুন Microsoft PowerPoint (Beginner to Expert) কোর্স (সার্টিফিকেট সহ)
- [পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।
- ফোন আসলে সবাই আপনার ফোনের দিকে তাকাই থাকবে,নিয়ে নিন অসাধারণ একটি ভিডিও রিংটোন এপ্স।
নিজের Wifi Network এ তৈরি করুন Personal Blog সাইট | শুধু ১ মিনিটের ব্যাপার Posted: নিজের একটা Website তৈরির সপ্ন প্রায় সবারই থাকে। কিন্তু কোডিং, হোস্টিং, ডোমেইন এতো কিছু দেখে অনেকেই আর Website তৈরির সাহস করে না। তবে আমি আজ যে ট্রিকটা দেখাবো তার মাধ্যমে আপনি নিজের wifi network এর মধ্যে একটা ছোটখাটো Blog সাইট তৈরি করতে পারবেন। যা আপনার আশেপাশের মানুষ / বন্ধুবান্ধবরা ভিজিট করতে পারবে। Website টা দেখতে এমন হবে…. Demo site: https://blog1-mrasfi.netlify.appতো চলুন শুরু করি ….মোবাইলে mb থাকলে ভিডিও দেখে নিন। ওখানে সব সুন্দর করে বুঝানো আছে। আর গরীবরা mb না থাকলে পড়তে থাকুন প্রক্রিয়াটি বেশ সহজ। আমি সবকিছু Readymade করে রেখেছি। Just Download দিবেন আর সাইট তৈরি এর জন্য আমাদের একটা App লাগবে আর একটা Theme (HTML Template) ডাউনলোড করা লাগবে Download App : Play Store Link |
Multiverse (অনন্ত মহাবিশ্ব) এবং Parallel Universe কি? Posted: Multiverse (অনন্ত মহাবিশ্ব) এবং Parallel Universe কি আমাদের মন খারাপ থাকলে কখনও কখনও তারাখচিত বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকি।হয়ত মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে অনেক কিছুই চিন্তা করি। যখন আপনি বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকেন ঠিক তখন আপনার মতো কেউ একই জায়গায়,একই চিন্তা বা একই মন খারাপ নিয়ে আপনার দিকে তাকিয়ে থাকে অন্য কোনো তারা থেকে,হয়ত অন্য গ্যালাক্সি থেকে,হয়ত বা অন্য গ্রহ থেকে।অর্থাৎ এই মহাবিশ্বে অনেক গুলো “আপনি” আছেন।চলুন,এই মহাবিশ্বে আজ আপনার জমজ খুজে আসি। এই মহাবিশ্বে আরো অনেক মহাবিশ্ব আছে এই ধারনাটার নাম Multiverse(অনন্ত মহাবিশ্ব)।(এ ক্ষেত্রে “Upside down” মুভিটা দেখতে পারেন)। আজ শুধু Parallel Universe নিয়ে কথা বলব। আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে যে,আপনার মতো কেউ একই চিন্তা করছে অন্য কোন গ্রহে? এখন বাকি যে দুটা অপশন আপনি স্কিপ করে চলে গেলেন সেগুলোর কি হবে?এটা কি কখনো ভেবেছিলেন? এখন,এই জমজ গুলোকে আপনার দেখতে ইচ্ছে করছেনা না? The post Multiverse (অনন্ত মহাবিশ্ব) এবং Parallel Universe কি? appeared first on Trickbd.com. |
১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবস উপলক্ষে নিয়ে নিন অসাধারণ কিছু বাংলা মেসেজ এর সমাহার ছোট একটি এপ্সে। Posted: আসসালামুআলাইকুম। ও হিন্দু ভাইদের জানাই আদাব। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে একটি ছোট এপ্স রিভিউ নিয়ে হাজির হলাম। টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন, আজকে কোন এপ্স টি আপনাদের মাঝে শেয়ার করব। আজ ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। আশা করি আপনাদের অনেক ভাল লাগবে। তার পর এপ্সটি ওপেন করুন তার পর দেখুন অনেকগুলো ক্যাটাগরি পাবেন প্রতি ক্যাটাগরিতে অনেক গুলো মেসেজ পাবেন দেখুন এখান থেকে কপি করে ও সরাসরি পাঠাতে পারবেন আশা করি আপনাদের ভাল লেগেছে,ছোট একটা এপ্স রিভিউ। আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবস উপলক্ষে নিয়ে নিন অসাধারণ কিছু বাংলা মেসেজ এর সমাহার ছোট একটি এপ্সে। appeared first on Trickbd.com. |
ব্যক্তির জন্য গোপনে দোয়া করার পর তাকে যদি জানালে এতে কি সওয়াব কমে যাবে? [জেনে নিন] Posted:
উত্তর দুই ভাগে দেওয়া যায়:
আলহামদু লিল্লাহ।. এক: শরিয়ত মুসলিম ভাইয়ের জন্য গোপনে দোয়া করার প্রতি উদ্বুদ্ধ করেছে:শরিয়ত মুসলমানদেরকে পরস্পর পরস্পরের জন্য গোপনে দোয়া করার প্রতি উদ্বুদ্ধ করেছে। যেমনটি আবু দারদা (রাঃ) এর হাদিসে এসেছে তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন মুসলিম তার মুসলিম ভাইয়ের জন্য গোপনে দোয়া করতে থাকলে একজন ফেরেশতা বলে: তোমfর জন্যেও অনুরূপ।“[সহিহ মুসলিম (২৭৩২)] কাযী ইয়ায (রহঃ) বলেন: “সে ব্যক্তি যে যে দোয়া করেছে এর সমপরিমাণ সওয়াব সে পাবে। কেননা সে অন্যের জন্য দোয়া করার মাধ্যমে দুটো নেক আমল করেছে: ১. খালিসভাবে (একনিষ্ঠভাবে) আল্লাহ্কে স্মরণ করা এবং মুখ ও মন দিয়ে আল্লাহ্র কাছে ধর্ণা দেয়া। ২. অপর মুসলিম ভাইয়ের কল্যাণ করতে পছন্দ করা ও তার জন্য দোয়া করা। এটি এমন একটি নেক আমল যার জন্য মুসলিমকে সওয়াব দেয়া হয় এবং হাদিসে পরিস্কার ভাষায় উল্লেখ করা হয়েছে এমন দোয়া কবুলযোগ্য।”[ইকমালুল মু’লিম (৮/২২৮) থেকে সমাপ্ত] এ হাদিসে এই মর্যাদা গোপনে দোয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে। তাই কোন মুসলিম যদি তার এ আমলের কথা কাউকে অবহিত করে এতে করে কি এ ফজিলত ও সওয়াব বাতিল হয়ে যাবে? শরয়ি নীতি হল: নেক আমলগুলো বিবেচিত হয় আমলকারীর উদ্দেশ্য ও নিয়তের ভিত্তিতে। যেমনটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে এসেছে: “আমলসমূহের শুদ্ধাশুদ্ধি নিয়তের উপর নির্ভরশীল। আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সেটাই তার প্রাপ্য।“[সহিহ বুখারী (১) ও সহিহ মুসলিম (১৯০৭)] দুই: যার জন্য দোয়া করা হয় তাকে দোয়া করার বিষয়টি অবহিত করা:পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে যার জন্য দোয়া করা হল তাকে অবহিত করার কয়েকটি উদ্দেশ্য হতে পারে: যদি এ অবহিত করণের মাধ্যমে তার উপর অনুকম্পা প্রকাশ করা ও তাকে খোঁটা দেয়ার উদ্দেশ্য করা হয় তাহলে খোঁটা দেয়া একটি কবিরা গুনাহ। খোঁটা দেয়ার মাধ্যমে আমলকারীর আমল নষ্ট হয়ে যেতে পারে। শাইখ উছাইমীন (রহঃ) বলেন: “ইবাদতটি শেষ হয়ে যাওয়ার পর যা কিছুর উদয় হয় এটি ইবাদতের উপর কোন প্রভাব ফেলবে না। তবে ওটার মধ্যে যদি সীমালঙ্ঘন থাকে; যেমন- খোঁটা দেয়া, দান করে কষ্ট দেয়া; তাহলে এই সীমালঙ্ঘনের পাপ দানের সওয়াবের সাথে পাল্টাপাল্টি হয়ে দানকে বাতিল করে দিবে। যেহেতু আল্লাহ্ তাআলা বলেন: “ওহে যারা ঈমান এনেছ! তোমরা খোঁটা দেয়া ও কষ্ট দেয়ার মাধ্যমে তোমাদের দানগুলোকে নষ্ট করো না।“[আল-কাওলুল মুফিদ (২/১২৬) থেকে সমাপ্ত] আবার হতে পারে এ অবহিতকরণ নেক আমল হিসেবে গণ্য হবে এবং এর জন্য অবহিতকারীকে সওয়াব দেয়া হবে। উদাহরণতঃ কেউ যদি জানতে চায় তখন তাকে জানানো যে, তার জন্য গোপনে দোয়া করে। এমন জানানোটা কথাবার্তায় সত্যবাদিতা ফুটিয়ে তোলার পর্যায়ভুক্ত। কিংবা যদি যার জন্য দোয়া করা হল তার প্রতি মমত্ব ফুটিয়ে তোলা ও তার মনে আনন্দ প্রবেশ করানোর জন্য হয় এবং উভয়ের মাঝে সম্পর্ক-সম্প্রীতি বৃদ্ধি করার জন্য হয়। যেমনটি হাদিসে এসেছে: “জিজ্ঞেস করা হল: ইয়া রাসূলুল্লাহ্! আল্লাহ্র কাছে সর্বাধিক প্রিয় কে? তিনি বললেন: মানুষের সর্বাধিক উপকারী ব্যক্তি। এবং আল্লাহ্র কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে— কোন মুমিনের অন্তরে খুশি প্রবেশ করানো।…[কাযাউল হাউয়ায়িজ (পৃষ্ঠা-৪৭), শাইখ আলবানী ‘আস্-সিলসিলা আস্-সাহিহা’ গ্রন্থে (২/৫৭৫) হাদিসটিকে ‘হাসান’ বলেছেন] এ বিষয়ে খতীব আল-বাগদাদী তার ‘তারিখু বাগদাদে (৪/৩২৫) নিজের সনদে ‘খাত্তাব বিন বিশর’ থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন: “আমি আব্দুল্লাহর পিতা আহমাদ বিন হাম্বলকে প্রশ্ন করছিলাম আর তিনি জবাব দিচ্ছিলেন এবং শাফেয়ির ছেলের দিকে তাকিয়ে বলছিলেন: এটি আমাদেরকে আব্দুল্লাহ্র পিতা শিখিয়েছেন। বুঝাতে চেয়েছেন: শাফেয়ি। খাত্তাব বলেন: আমি আব্দুল্লাহর পিতা আহমাদ বিন মুহাম্মদ বিন হাম্বলকে ওসমানের পিতার সাথে তার বাবার ব্যাপারে আলোচনা করতে শুনেছি। আহমাদ বলেন: আব্দুল্লাহ্র পিতার প্রতি আল্লাহ্ রহম করুন। আমি যখনই কোন নামায পড়ি পাঁচজনের জন্য দোয়া করি। তিনি পাঁচজনের একজন।” এ ধরণের উদ্দেশ্যের ক্ষেত্রে: অবহিতকরণ নিষিদ্ধ হবে না মর্মে প্রতীয়মান হয়। বরং এ উদ্দেশ্যগুলো নেক কাজ ও ভাল কাজ। এবং এটি গোপন দোয়ার সওয়াবপ্রাপ্তির ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না এবং দোয়াকারী তার ভাইয়ের জন্য যা যা দোয়া করেছে সেও তা তা পাওয়ার ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না মর্মে প্রতীয়মান হয়। তবে অন্যের জন্য যে দোয়া সে গোপনে করেছে তার কাছে নিজের জন্য অনুরূপ দোয়া করার অনুরোধ করা উচিত নয়। কেননা এটি নেক আমলের জন্য অন্যের কাছ থেকে এক ধরণের বিনিময় ও প্রতিদান চাওয়া। Structure nad reference: Islamqua dot info Bangla The post ব্যক্তির জন্য গোপনে দোয়া করার পর তাকে যদি জানালে এতে কি সওয়াব কমে যাবে? [জেনে নিন] appeared first on Trickbd.com. |
Valentine উপলক্ষে scop.io দিচ্ছে 1 Month Subscription Freeতেই ( worth 29$) Posted: Howdy Everyone
যা থাকছে scop.io Monthly Plan এ-
Instruction 1. প্রথমে scop.io Official Site এ Visit করুন
2. Sign Up এ Click করলে আপনার কাছে 2টা Option আসবে Seller ও Buyer। আমরা যেহেতু Image Buy করব ফ্রিতেই তাই “Image Buyer” এ Click করুন
3. এবার যথাযথ Information দিয়ে “Account” Section Fill up করুন এবং Next Click করুন
4. তারপর Payment Page এ Promo Code এর জায়গায় VALENTINEGIFT দিয়ে Apply এ click করলে Fee 0$ Show করবে
5. এবার Credit Card Namsogen থেকে Generate করে নিন (BIN-522158002xxxxxxx) CC Check এর প্রয়োজন নেই Name- ইচ্ছামত
7. উপরের সব Info. যথাযথ বসিয়ে Subscribe এ Click করুন
8. Log in to dashboard এ Click করুন
9.Email ও Password বসিয়ে, Log in Press করুন
10. Subscription Plans এ Click করে Curent Planগুলো দেখে নিন
11.Enjoy Your Subscription….Download Premium/License Photo
▂▄▄▓▄▄▂ ◢◤█▀████▄▄▄▄▄▄◢◤ █Bye█▀▀▀▀▀▀╬ ◥█████◤ ══╩══╩══ The post Valentine উপলক্ষে scop.io দিচ্ছে 1 Month Subscription Freeতেই ( worth 29$) appeared first on Trickbd.com. |
পৃথিবীর সবচেয়ে কমদামে ডোমেইন হোষ্টিং। (বাংলাদেশী ট্রাস্টেড সাইট) Posted: আসসালামু আলাইকুম । (সালামের উত্তর টা এবার কমেন্ট বক্সে লিখে ফেলুন তো)কেমন আছেন সবাই ? আশা করি ট্রিকবিডির সাথে ভালো আছেন । আসলে আমার পরিক্ষা চলছিলো। তাই ট্রিকবিডি তে তেমন সময়ই দিতে পারছিলাম না। এবার ভাবছি ট্রিকবিডির জন্য একটু নড়ে চড়ে বসবো। ১ম কথা পোষ্টটাকে কোনভাবেই প্রোমট ভেবে ভুল করবেন না । কেননা অনেকেরেই এতে উপকার হবে বলে আমি মনে করি । অনেকেই ডোমেইন হোষ্টিং কেনার জন্য বিশ্বস্ত ও ভালো কোম্পানী খুজেন । তাদের জন্য আমার এই পোষ্ট টি নিয়ে আসা । চলুন শুরু করা যাক,,, আজকে আমি যে কোম্পানী টি নিয়ে আলোচনা করতেছি, তারা মুলত একটি বাংলাদেশী হোষ্টিং কোম্পানী । নাম: MunniHost.Com । তারা প্রায়ই তাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের ডোমেইন হোষ্টিং অফার দিয়ে থাকে । যা আমার জানামতে বা রিসার্চমতে পৃথিবীর কোথাও এতো কম দামে ডোমেইন হোষ্টিং সার্ভিস দিতে দেখি নাই । এক নজরে তাদের কিছু ডোমেইন হোষ্টিং প্যাকেজ:
তাদের সার্ভিস যেকারণে ভালো লেগেছে এবং যেকারণে ট্রিকবিডিতে তা শেয়ার করছি ।
আরেকট কথা, ইদানিং তারা বাংলাদেশের বেকার যুবকদের জন্য ফ্রী ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স ফ্রীতে সকলের জন্য উন্মুক্ত করেছে । যেখান থেকে চাইলে যেকেউ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স করতে পারে (শর্ত প্রযোজ্য)। এক কথায় আমার দিক থেকে তাদের সার্ভিস, সাপোর্ট, ব্যবহার সবকিছু অনেক ভালো লাগে । অর্ডার করতে ভিজিট করুন: MunniHost.Com কোন সমস্যা বা কোন কিছু না বুঝলে সরাসরি তাদের সাপোর্ট টীমে যোগাযোগ করতে পারেন । তারা আপনাকে যেকোন বিষয়ে সহযোগিতা করবে । কিছু কথা, যা না বললেই নয়: মূলত তারা এতো কম দামে সার্ভিস প্রদান করে বলে এটা ভাববেন না যে তাদের সার্ভিস খারাপ হবে । প্রথমে আমিও এমনটাই ভেবেছিলাম। তাই বেশ কিছুদিন তাদের সাইট ঘাটাঘাটি করি। এবং পরিচিত কয়েকজন বন্ধুকে বলি। তারা সবাই আমাকে বেশ ভালো ফিডব্যাক দিয়েছে। আমি বুঝলাম- আসলে তাদের মেইন বিজনেস ডোমেইন হোষ্টিং সেল করা নয় । তাদের মেইন বিজনেস ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট। সুতরাং, তারা এই বিজনেস এ এতো কম দামে সার্ভিস প্রোভাইড করতেই পারে। [সোর্স: তাদের ওয়েবসাইটে তারা এ বিষয়ে একটি আর্টিকেল লিখে রাখছে ।]
যাইহোক, আজ আর লিখছি না। এমনিতেই লেখার ভিতরে অনেক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ লেখা হয়নি মনে হচ্ছে। আসলে তাড়াহুড়ো করে লিখছি তো ,তাই। এ জন্যে আপনাদের অনুরোধ করছি পোস্ট টি একটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য। আশাকরি বুঝতে পারবেন। আমার অন্যান্য পোস্টঃ০১. লাইভ টিভি দেখার সেরা অ্যাপ। BDIX Server ০২. সারা জিবনের ডিলিট হওয়া ডাটা রেকভার করুন। ক্র্যাক নিন ফ্রি তে। ০৩. Adobe After Effects সফটওয়্যার। Torrent থেকে। ০৪. মোবাইল দিয়ে যারা ইউটিউবে কাজ করতে চান। তাদের জন্য বিস্তারিত পোস্ট। ০৫. আপনার মেইল বক্সটি সাজিয়ে রাখুন । প্রয়োজনীয় মেসেজ গুলো আর মিস হবে না। ০৬. যে কোনো Windows আপডেট বন্ধ করার সঠিক নিয়ম। ০৭. বাজার থেকে DVD কিনে তা থেকে iso বানিয়ে কম্পিউটারে রেখে দিন। ০৮. আপনার নিজের নামেই DJ গান বানান। ০৯. অসাধারণ একটা ক্যামেরা অ্যাপ। সব মোবাইলের জন্য। ১০. এক ক্লিক, সমস্ত অডিওর থাম্বনেইল পরিবর্তন করুন। ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।
ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেনThe post পৃথিবীর সবচেয়ে কমদামে ডোমেইন হোষ্টিং। (বাংলাদেশী ট্রাস্টেড সাইট) appeared first on Trickbd.com. |
৯০% ছাড়ে মাত্র ৪৫০ টাকায় করুন Microsoft PowerPoint (Beginner to Expert) কোর্স (সার্টিফিকেট সহ) Posted: আমরা সবাই জানি চাকরীর বাজারে Microsoft PowerPoint শেখা কত গুরুত্বপূর্ণ। আর আমরা সবাই ভাবি কোনো এক সময় এটা শিখে নেওয়া যাবে। যা আর শেখা হয় না। অনেকে সময় আর ভালো প্রতিষ্ঠানের অভাবে শিখতে পারে না। আমি এবার যে কোর্স নিয়ে কথা বলবো এটা ঘরে বসেই করতে পারবেন। তাই টেন মিনিট স্কুল আপনাদের জন্য নিয়ে এসেছে Microsoft PowerPoint (Beginner to Expert) কোর্স। এবছর ১০ মিনিট স্কুলে পেইউ কোর্স আসছে। নতুন তাই তারা এই কোর্স ৯০% ছাড়ে সেল করছে। কোর্স সম্পর্কে বিস্তারিত কোর্স লিংকে গেলে ভিডিও সহ দেখে জেনে কিনতে পারবেন। Microsoft PowerPoint (Beginner to Expert) শিক্ষা বিষয়ক এমন পোস্ট পেতে আমার সাইটে ভিজিট করুন।আমার সাইটঃ বিকল্প বিদ্যালয় The post ৯০% ছাড়ে মাত্র ৪৫০ টাকায় করুন Microsoft PowerPoint (Beginner to Expert) কোর্স (সার্টিফিকেট সহ) appeared first on Trickbd.com. |
[পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত। Posted: আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আগের সব পর্ব:- ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৩ ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৪ ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৫ ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৬ 32.আল-বিতরুজি
তাঁর সিস্টেমের আর একটি মূল বিষয় হ’ল তিনি celestial motion এর একটি physical কারণ প্রস্তাব করেছিলেন।13 তম শতাব্দীতে তাঁর বিকল্প ব্যবস্থাটি ইউরোপের বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিতরুজী কর্ডোভার উত্তরে পেড্রিক নগরীতে দ্বাদশ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামি স্বর্ণযুগে মরক্কোতে জম্মগ্রহণ করেন। তিনি একজন দার্শনিক ও জ্যোতির্বিদ।পশ্চিমাবিশ্ব তার নাম বিকৃত করে রেখেছে "আলপেটরাজিনাস"। বিতরুজির মূল অবদান জ্যোতির্বিজ্ঞানে। তিনি তার কিতাবুল হাইয়া বইয়ে টলেমির মতবাদ খণ্ডন করেন। তার বক্তব্য হচ্ছে 'প্রত্যেক গ্রহের মেরুই নিজের পথে ক্রান্তিবৃত্তের চার দিকে ঘোরে।' আরব বিজ্ঞান জগতে এ মতবাদ হরকাতুল লাওলাবি নামে পরিচিত। মতবাদটি প্রচারিত হয় কিতাবুল হাইয়া বইয়ের মাধ্যমে, যা বিজ্ঞান জগতে চাঞ্চল্যের সৃষ্টি করে। তার বইটি প্রায় সাথে সাথেই অনুবাদ করা হয় ল্যাটিন ও হিব্রু ভাষায়। হিব্রু অনুবাদে তাকে হামারিশ (মতবাদ পরিবর্তক) সম্মানে ভূষিত করা হয়। ১২১৭ সালে কিতাবুল হাইয়া বইটি ল্যাটিনে অনুবাদ করেন মাইকেল স্কট। ১২৫৯ সালে এই বই হিব্রুতে অনুবাদ করেন মোজেস বিন তিব্বন। এর ২৬৮ বছর পরে, ১৫২৮-২৯ সালে কালোলিমন বিন ডেভিড বইটি আবার ল্যাটিনে অনুবাদ করেন।আর এটিই আল বিতরুজির একমাত্র সংরক্ষিত বই। তাঁর জীবনীটি উইকিপিডিয়ায় 20 টি ভিন্ন ভাষায় পাওয়া যায় যা তাকে 127 তম জনপ্রিয় জ্যোতির্বিদ করেছে। ১২০৪ সালে বিতরুজি ইন্তেকাল করেন। এখনো তিনি স্মরণীয় ও বরণীয়। তার জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কাজের সম্মানে চাঁদের একটি ক্র্যাটার তার নাম Alpetragius নামে নামকরণ করা হয়েছে। The post [পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত। appeared first on Trickbd.com. |
ফোন আসলে সবাই আপনার ফোনের দিকে তাকাই থাকবে,নিয়ে নিন অসাধারণ একটি ভিডিও রিংটোন এপ্স। Posted: আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়াতে আমি ও অনেক ভাল আছি। ট্রিকবিডির সাথে থাকলে অনেক ভাল থাকা যায়,কারন নতুন নতুন ট্রিক ও টিপস সম্পর্কে জানা যায়। আজকে আপনাদের মাঝে শেয়ার করব অসাধারণ একটা রিংটোন এপ্স। সেট করার পর যে দেখবে, সে ই আপনার ফোনের দিকে তাকাই থাকতে বাধ্য হবে। এবং অসাধারণ সব ফিউচার। এপ্সটি ডাউনলোড করার পর ওপেন করুন তার পর এড আসবে কেটে দিন [ বিঃদ্রঃ সেট করার সময় নেট কানেকশন চালু রাখবেন] তার পর এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে সব পারমিশন দিয়ে নিন এভাবে সবগুলো পারমিশন দেয়ার পর এখানে ক্লিক করুন এবার রিংটোন সেট করার জন্য এখানে তার পর দেখুন অনেক ধরনের ভিডিও রিংটোন পাবেন,যেটা ভাল লাগে ওটাতে ক্লিক করুন সেট করার জন্য এখানে তার পর এখানে ক্লিক করুন আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ফোন আসলে সবাই আপনার ফোনের দিকে তাকাই থাকবে,নিয়ে নিন অসাধারণ একটি ভিডিও রিংটোন এপ্স। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments