Search box..

ছোট ছেলে-মেয়ের ইসলামিক নাম রাখার জন্য নিয়ে নিন ছোট একটি এপ্স,ইসলামিক নামের অর্থ সহ পাবেন।

ছোট ছেলে-মেয়ের ইসলামিক নাম রাখার জন্য নিয়ে নিন ছোট একটি এপ্স,ইসলামিক নামের অর্থ সহ পাবেন।


ছোট ছেলে-মেয়ের ইসলামিক নাম রাখার জন্য নিয়ে নিন ছোট একটি এপ্স,ইসলামিক নামের অর্থ সহ পাবেন।

Posted:

কেমন আছেন সবাই?
আশা করি ভাল আছেন।

আপনাদের মাঝে আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম।
টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

আজকের বিষয় হলো ইসলামিক নাম এপ্স।
ছোট ছেলে মেয়েকর জন্য যখন নাম রাখতে যাওয়া হয়, তখন সমস্যায় পড়তে হয়।
যে কোন নাম রাখবেন,অর্থ জানা থাকে না।

কিন্তু আজকে আমি আপনাদের মাঝে এমন একটি এপ্স শেয়ার করব,যেটাতে পাবেন,ইসলামিক নাম এবং অর্থসহ পাবেন।

আশা করি এপ্সটি আপনাদের ভালো লাগবে।

সুন্দর ভাবে ইসলামিক নাম দেয়া আছে এবং অর্থ সহ দেয়া আছে।
কথা না বাড়িয়ে, শুরু করা যাক।

প্রথমে নিচের দেয়া ডাউনলোড লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ

ডাউনলোড

ডাউনলোড করা হয়ে গেলে,এপ্সটি ওপেন করুন

তার পর ছেলে নাকি মেয়ের নামের অর্থ সহ দেখবেন সিলেক্ট করুন

তার পর দেখুন কেটাগরি পাবেন, আপনি যে কোন এক ক্যাটাগরিতে ক্লিক করুন

দেখুন সুন্দরভাবে ইসলামিক নাম অর্থসহ দেয়া আছে

ইন্টারনেট সংযোগ দেয়া থাকলে এড আসলে কেটে দিবেন

সব কেটাগরিতে অনেকগুলা নাম পাবেন ইসলামিক অর্থ সহ

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post ছোট ছেলে-মেয়ের ইসলামিক নাম রাখার জন্য নিয়ে নিন ছোট একটি এপ্স,ইসলামিক নামের অর্থ সহ পাবেন। appeared first on Trickbd.com.

SMS Bombing – এবার এসএমএস বম্বিং করে ভড়কে দিন যে কাউকে

Posted:

টাইটেল দেখেই বুঝতে পারছেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি।
যেকোনো নাম্বারে ইচ্ছামতো sms পাঠান। তবে একবারে ১০০ sms এর বেশি পাঠাতে যাবেন না।

Demo:

Live Demo: Click Me!

মনে হয়না আর বেশি কিছু বলার প্রয়োজন আছে। Keep bombing!!!

The post SMS Bombing – এবার এসএমএস বম্বিং করে ভড়কে দিন যে কাউকে appeared first on Trickbd.com.

কুরুলুস উসমান বাংলা ডাবিং – আর নয় ইংরেজি

Posted:

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

কুরুলুস উসমান বাংলা ডাবিং – আর নয় ইংরেজি

প্রথমে Play store থেকে হাতছানি এপ্স ডাউনলোড করবেন

ডাউনলোড করার পরে এপ্স ওপেন করলেই হোম পেইজে সিরিয়েল গুলো দেওয়া রয়েছে দেখতে পারেন।

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

বিঃদ্রঃ – এই এপ্সে অনেক কিছু ফিচার পাবেন টিভি,ওয়াজ,পত্রিকা ইত্যাদি।

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

The post কুরুলুস উসমান বাংলা ডাবিং – আর নয় ইংরেজি appeared first on Trickbd.com.

Description-কে কাজে লাগিয়ে YouTube Video SEO করার উপায়

Posted:

আস-সালামু ‘আলায়কুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে Description-এর মাধ্যমে আপনার YouTube Video-কে SEO করার উপায় নিয়ে আলোচনা করবো। কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোকপাত করা যাক।
আপনার YouTube-কে SEO করার অন্যতম বিশেষ অস্ত্র হচ্ছে Description। কিন্তু সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা অনেকেই ২-৪ বাক্য রেখে Description ছেড়ে দিয় কিংবা অনেকে ফাঁকাও রেখে দিই। এটা আসলে নিজের গুড়ে নিজেই বালি ঢাকার মতো অবস্থা। কাজেই, আজকের পোস্টটা থেকে মূল্যবান উপায়গুলো জেনে নিন আর মেনে চলার চেষ্টা করুন। এর ফলটাও আপনি কয়েক মাসেই টের পাবেন।

 

Description বড় করুন

YouTube যেখানে পুরোপুরি ৫০০০ টা Character আপনাকে লিখার জন্য দিয়েছে সেখানে ২-৪ লাইন লিখে ছেড়ে দেওয়া বোকামি ছাড়া কিছু না। কাজেই যেভাবেই পারেন Description বড় করুন। বড় Description SEO-র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

Description-এ Keyword রাখুন

৫০০০ Character-এর মধ্যে যত বেশি পারেন Keyword রাখার চেষ্টা করুন। যদি সম্ভব হয়, তাহলে প্রথম ১০০০ Character-এর মধ্যেই বেশিসংখ্যক করে রাখুন। এটা আপনার Video-র Ranking-এ ত্বরান্বিত করবে। আপনি চাইলে একাধিক Keyword-ও রাখতে পারেন। তবে Keyword একটা দেন বা একাধিক, সেটা/সেগুলোকে লিখার মধ্যে বারবার আনার চেষ্টা করুন। ভালো Keyword খোঁজার জন্য আপনি Ahrefs-এর YouTube Keyword Tool ব্যবহার করতে পারেন।

 

আপনার অন্যান্য Video-র Link Add করুন

আপনার Description-এ আপনার চ্যানেলের অন্যান্য Video -র Backlink দিন। সাথে ছোট করে এমন কিছু লিখে দিবেন যাতে করে Viewer আকৃষ্ট হয়ে আপনার অন্য Video-তে ক্লিক করে। এটা আপনার View বাড়াতে সহায়ক হবে।

 

Description-এ Tag Add করুন

Video-তে Tagging করার পাশাপাশি Tag-গুলোকে Description-এও Add করে দিন। আপনি চাইলে Description-এর শেষের দিকে Tag নামে একটা Heading দিয়ে নিচে Tag-গুলো Add করে দিতে পারেন। এটা SEO-র ক্ষেত্রে আরো বেশি কার্যকর হবে।

 

Hashtag Add করুন

আপনার চ্যানেলের নাম অনুযায়ী অথবা যেকোনোভাবে একটা Unique Hashtag আপনার প্রত্যেকটা Video-র Description-এ দিন, যেই Hastag টা YouTube-এ শুধু আপনার ভিডিওগুলোতেই পাওয়া যাবে। এতে করে কেউ যখন সেই Hastag-এ ক্লিক করবে, তার সামনে আপনার ভিডিওগুলো চলে আসবে। বিষয়টা অনেকের বুঝতে সমস্যা হতে পারে। তাই আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার Channel-এর নাম TrickBD। আপনি সেক্ষেত্রে আপনার চ্যানেলের প্রতিটা Video-র Description-এ #TrickBD লিখে দিবেন। কিন্তু প্রশ্ন হলো, আপনার চ্যানেলের নামে দুনিয়াতে তো অনেক চ্যানেলই থাকতে পারে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে নামের সাথে আরো কিছু লাগিয়ে দিবেন। আমি নিচের ডেমোতে একাধিক আইডিয়া দিয়ে দিলাম।

 

ছোটখাটো একটা ডেমো দেখে নিন

(*Bold করা Word-গুলো Keyword)

The video tutorial is on how to enjoy gp free net. Enjoying gp free net has never been so easy! You can enjoy gp free net for a certain time by this method. So, hurry up and grab gp free net quickly.











 
Banglalink Free Net Trick:

https://youtu.be/bFnT
 
Airtel Free Net 2021 Latest Method:

https://youtu.be/aFnTl
 
 
Tags:
gp free net, gp free internet, free net for gp, gp free internet offer, gp free net 2021, how to get free mb in gp, gp unlimited internet, gp unlimited mb, gp free net by vpn, droidvpn free net, gp free net droidvpn, how to get gp free net,
 
 
#trickbd

#check_out_more_from_trickbd

#all_videos_from_trickbd

#get_more_from_trickbd

#trickbd_all_videos

YouTube Channel Rank করার পুরো পোষ্টটি আমি আমার ব্লগে Share করেছি। চাইলে এখানে ক্লিক করে পড়ে আসতে পারেন।

আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই। আস-সালামু ‘আলায়কুম।

The post Description-কে কাজে লাগিয়ে YouTube Video SEO করার উপায় appeared first on Trickbd.com.

ফেসবুক থেকে আপনার সাইট আনব্লক করুন | LINK REDIRECTING |UNBLOCK YOUR WEBSITE ON FACEBOOK

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক

প্রথমে ক্লিয়ার করে নেই।
➤ধরেন আপনার Blog Site / WordPress Site ফেসবুক ব্লক করে দিছে। মানে আপনি আপনার Website লিংক Facebook এ Share / Post / Comment এ দিতে পারছেন নাহ। সেক্ষেত্রে এই ট্রিকস কাজে লাগিয়ে আপনার Site Link Share করতে পারবেন

আর হ্যা এটা দিয়ে আপনার Main Website Link Unblock হবে নাহ। তবে New Blog Site এর মাধ্যমে Redirect করে Main Website Open হয়ে যাবে।
➤অনেক Link Shortner এর মতো।

Let’s Start

➤দেখে নিন আমার Blog Link Facebook এ Block আছে


RAKIB-FF


➤চলুন Unblock করা যাক
➤Blogger com এ চলে যান Desktop Mod On করে gmail Sign Up করে নিন
➤New Blog Create করে নিন

➤main Site টার মতো একটু Same address দিবেন। তাহলে দেখতে ভালো লাগবে😄

➤Theme এ চলে যান

➤Simple একটা Theme Chose করেন

➤তারপর এখানে ক্লিক দেন

➤Edit Html এ যান

Head

এর নিচে একটা এন্টার দেন

➤নিচ থেকে এই Code টা Copy করে নিবেন এবং আমার Site Link এর যায়গায় আপনার Blog / Wp Site এর লিংক দিবেন। এবং Full Code Copy করে নিয়ে

✔

DOWNLOAD REDIRECT CODE


✔
➤এভাবে

Head

এর নিচে Past করে দিবেন

➤তারপর Just Save Icon এ Click দিবেন

➤এখন আপনার বানানো নতুন Blog Site এর লিংক টা কপি করে নেন। Facebook এ পোস্ট দেন

➤দেখেন পোস্ট হয়ে যাবে

➤পোস্ট করা হলে লিংকটায় ক্লিক করে Open করে Magic দেখেন।
আপনার Main Blog 2 Sec. এ Redirect হয়ে Open হয়ে যাবে।

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

___________________________________________

অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group


Visit My Blogsite



————————————————————————-
আল্লাহ হাফিজ

The post ফেসবুক থেকে আপনার সাইট আনব্লক করুন | LINK REDIRECTING |UNBLOCK YOUR WEBSITE ON FACEBOOK appeared first on Trickbd.com.

আর্টিকেল লিখে টাকা আয় করুন । হট পোস্ট বিস্তারিত দেখুন ।

Posted:

লেখা লেখি করেও ফ্রিল্যান্সিং করা যায় । বর্তমানে সবাই সব বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করছে কেউ ই বসে নেই । কেউ ওয়েব ডেভেলপেমেন্ট নিয়ে কাজ করছে, কেউ বা গ্রাফিক্স ডিজাইন । মূল কথা কেউ ই বসে নেই । আপনি কেন বসে থাকবেন?আপনি চাইলে আপ্নিও ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন আর্টিকেল রাইটিং এর মাধ্যমে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ছাত্র হোন বা ছাত্রী, কর্মজীবী হোন বা গৃহিণী, কেউ কেউ শখের বশে লেখালেখি করতে পছন্দ করেন। কিন্তু, লেখার মান, লেখার স্টাইল ভালো হলে এই শখের কাজ থেকেই আর্ন করা সম্ভব। এছাড়া আপনার লেখা যদি প্রিন্ট মাধ্যম বা অনলাইনে প্রকাশিত হয় তাহলে তো আপনি সবার কাছ থেকে পাবেন বাড়তি সুনাম। অফলাইন এবং অনলাইন দুইভাবেই কনটেন্ট লিখার মাধ্যমে আয় করা সম্ভব। দেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনের জন্য আর্টিকেল লিখে অফলাইনে আর্ন করা যায়। আর অনলাইনে আর্ন করতে চাইলে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ অন্যান্য অনলাইন মার্কেটপ্লেসে আর্টিকেল রাইটিং এর জব খুঁজে নিতে হবে নিজের পছন্দমত । কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে, “কনটেন্ট রাইটার হতে হলে কী কী যোগ্যতা লাগে?” চলুন এর উত্তর খুঁজে দেখা যাক।

কনটেন্ট রাইটার হতে হলে কী কী যোগ্যতা লাগে?

কেউ চাইলেই কন্টেন্ট রাইটার হতে পারবেন । তবে যদি কেউ কোনো কর্পোরেট অফিসে আর্টিকেল বা কন্টেন্ট রাইটার হিসেবে চাকরি করতে চায় তাহলে তার অবশ্যই কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পূর্ণকালীন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে যদি সেই কপানি চায় । তবে কন্ট্রিবিউটর হিসেবে বা অনলাইনে কাজ করার ক্ষেত্রে তেমন কোনো ডিগ্রির প্রয়োজন নেই। যদি আপনার লেখার হাত ভালো থাকে, তাহলে আপনি যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকেই ভালো কনটেন্ট রাইটার হতে পারবেন। ভাষাগত দক্ষতা ও বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান থাকলে যে কেউই স্বাধীন আর্নিং এর উৎস হিসেবে বিভিন্ন কনটেন্ট লিখতে পারেন। আপনার নিজের যদি কোনো ব্লগ সাইট থাকে তাহলে আপনিও লেখা লেখি করে আর্ণ করতে পারনে । চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিজের ব্লগ কে কাজে লাগিয়ে আর্ন করা যায় ।

নিজের ব্লগে আর্টিকেল লিখে আয়

আপনি যদি খুব ভালো আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি নিজের নামে একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে ভালো ভালো আর্টিকেল পোস্ট করে আয় করতে পারেন। বিভিন্ন তথ্য সংগ্রহ করে ভিজিটর বা ট্রাফিককে আকৃষ্ট করে আপনার ওয়েবসাইটে আনতে পারেন এবং যখনই আপনার ওয়েবসাইটে ভালো পরিমানে ভিজিটর আসবে তখন সেখান থেকে আপনি বিভিন্ন মাধ্যম অবলম্বন করে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।

আপনি যখনই নিজের ব্লগে একটি আর্টিকেল প্রকাশ করবেন সে আর্টিকেলটি আপনার ওয়েবসাইটের যতদিন থাকবে ততদিন সেই আর্টিকেল থেকে আপনার ইনকাম আসতে থাকবে। যদি আপনি ভাল আর্টিকেল লিখেন তাহলে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। আর যদি আপনি অন্য মার্কেটপ্লেসে কাজ করেন আপনি যখনই মার্কেটপ্লেসে একটি কাজ সাবমিট করবেন এবং সেটা পেমেন্ট পাবেন এবং সেখান থেকে আপনার কাজ শেষ এবং আপনার ইনকামও শেষ সেজন্য মার্কেটপ্লেসে কাজ করার চেয়ে নিজের ব্লগ আর্টিকেল লিখে কাজ করা সবচেয়ে উত্তম।

আর্টিকেল লিখে টাকা আয় করতে প্রয়োজনীয় দক্ষতা ও সতর্কতা

একটি আর্টিকেল লিখে জমা দিলেই তো আর আপনাকে টাকা দিবেনা, তারা যদি আপনার আর্টিকেলটি থেকে ইনকাম করতে না পারে, তাহলে শুধু শুধু pay করবে কেন?

তাই আর্টিকেল লেখার সময় এমনভাবে লিখতে হবে যেন রিভিউ বোর্ডে আটকে না যায়, ইডিটর যেন লেখাটি পছন্দ করে এবং পাবলিশ করতে আগ্রহী হয়। এজন্য একটি লেখায় যা যা থাকতে হবে:

  • আকর্ষনীয় টপিক
  • সুন্দর উপস্থাপনা
  • লেখাটির মর্মার্থ পাঠককে সহজে বুঝানোর সক্ষমতা
  • ইংরেজিতে দক্ষতা
  • যথার্থ শব্দের ব্যবহার
  • কপি পেস্ট মুক্ত কনটেন্ট

শেষ কথাঃ

বিশ্বস্ত যে ৫টি বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট ( Bangla article writing sites ) নিয়ে আলোচনা করলাম, প্রতিটি সাইট আলাদা এবং ভিন্নধর্মী। প্রত্যেকটি সাইটে বাংলায় আর্টিকেল লিখে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

আপনাকে পেমেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই, বরং এবার আপনি ঠিক করুন কোন সাইটে বাংলায় আর্টিকেল লিখে আয় করবেন।

রিসার্চ এবং লেখাঃ এম এইচ মামুন

প্রথম প্রকাশিতঃ Mamunsblog.

The post আর্টিকেল লিখে টাকা আয় করুন । হট পোস্ট বিস্তারিত দেখুন । appeared first on Trickbd.com.

ফাইবার কোন লিংক গুলে Allow করে?

Posted:

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

ফাইবারে আমরা অনেকেই কাজ করে থাকি তো ফাইবারে কোন লিংক গুলো শিয়ার করার পারমিশন দিয়েছে জেনে নেই

Source

The following URLs may be used in your profile or Gig description:
ammyy.com
blogspot.com
dafont.com
dailymotion.com
flickr.com
mixcloud.com
reverbnation.com
soundcloud.com
teamviewer.com
tumblr.com
vimeo.com
wetransfer.com
wikipedia.org
wordcounter.net
youtube.com

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

বিঃদ্রঃ – ফাইবার নিয়ে ইনশাআল্লাহ আর পোষ্ট করব।

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

The post ফাইবার কোন লিংক গুলে Allow করে? appeared first on Trickbd.com.

খুব শিগগির আসতে চলেছে Quantum computing

Posted:

আসসালামুয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো
তো আজকে আমরা সম্প্রতি ভাইরাল হওয়া নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক
,
,
,
এই পৃথিবীতে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে চলেছেন অসংখ্য বিজ্ঞানীরা এবং তাদের মধ্যে অনেকেই সফল অনেকেই অসফল তারপরেও তারা চেষ্টা ছাড়ছেন না কারণ তারা যানেন চেষ্টার কোনো বিকল্প নেই
তেমনি অনেক চেষ্টার পর তৈরি হয়েছিল বিশ্বের প্রথম কম্পিউটার তখন সেটার আয়তন ছিলো অনেক বড় যা পরিবহনের কথা ভাবাও ছিল দূর্স্বপ্ন,
কিন্তু বর্তমান উন্নত পৃথিবীতে অনায়াসে লেপটপ কম্পিউটার একজায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা যায়
সবাই চেষ্টা করে চলেছে প্রযুক্তিকে ছোট আয়তনে নিয়ে আসার বর্তমানে প্রায় সকল কম্পিউটার ই বেশি হলে একটা টেবিল এ ৩ভাগের এক ভাগ জায়গা নেয় কিন্তু এই আধুনিক বিশ্বে পুরো ঘর এর মতো কম্পিউটার ভাবা যায় জি হ্যা কথা বলছি
Quantum computing এই সম্পর্কে

এই কম্পিউটার আধুনিক বিশ্বের একটা অন্যতম আলোড়ন
এইটার আয়তন বর্তমানে সকল কম্পিউটার এর থেকে কয়েকগুন বেশি আর
এই কম্পিউটার এর ক্ষমতা নিয়ে আছে হাজারো প্রশ্ন
অনেকের মতে এই কম্পিউটারে তেমন ভালো কিছুই নেই

আবার অনেকে ধারণা করেন হয়তো এটা টাইম মেশিন কিংবা রিসাইজেবল মেশিন এর কাজ করবে
অনেকের মনে এই ধারনা এসেছে এই ছবিগুলো দেখে


এটা নিয়ে আরো অনেক অদ্ভুত সব প্রশ্ন রয়েছে তবে আসল সত্যিটা কি 🤔
এই বিষয়ে আমরা সামান্য ক্লিয়ার হতে পারি অন্যান্য বিজ্ঞানীদের মতামত থেকে
অন্যান্য বিজ্ঞানিদের মতে এই কম্পিউটারটা অন্য সব কম্পিউটারের মতোই হবে কিন্তু এটার কাজ করার ক্ষমতা হবে বর্তমান কম্পিউটারের থেকে কয়েক গুন বেশি আর এইটার মাধ্যমে পৃথিবী আর এক ধাপ এগিয়ে যাবে তবে এই কম্পিউটারের কাজ এর ধরন নিয়ে কেওই এখনো সম্পুর্ন নিশ্চিত নয় কারন এটা যারা তৈরি করছেন তারা এটা সম্পুর্ন গোপনে কাজ করছেন হয়তোবা এই পৃথিবীকে একটা চমৎকার আবিষ্কার দিয়ে চমকে দিতে
এখন আমরা শুধু এইটার অফিশিয়ালি আপডেটের,আশায় থাকতে পারি আমরাও আশা করছি দিনশেষে যেনো আমরা সুন্দর একটা পৃথিবী পাই
তো এই পোস্টটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না☺
আর আমি ট্রিকবিডিতে নতুন লেখছি তাই সম্পুর্ণ লেখায় কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন 🙂

তাহলে আজকে এই পর্যন্ত ই সামনে আরো ভালো নতুন কোনো ট্রিকস নিয়ে আসার চেষ্টা করব ততোক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন 😇
আসসালামুয়ালাইকুম

ফেইসবুকে আমি

The post খুব শিগগির আসতে চলেছে Quantum computing appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments