ছোট ছেলে-মেয়ের ইসলামিক নাম রাখার জন্য নিয়ে নিন ছোট একটি এপ্স,ইসলামিক নামের অর্থ সহ পাবেন। |
- ছোট ছেলে-মেয়ের ইসলামিক নাম রাখার জন্য নিয়ে নিন ছোট একটি এপ্স,ইসলামিক নামের অর্থ সহ পাবেন।
- SMS Bombing – এবার এসএমএস বম্বিং করে ভড়কে দিন যে কাউকে
- কুরুলুস উসমান বাংলা ডাবিং – আর নয় ইংরেজি
- Description-কে কাজে লাগিয়ে YouTube Video SEO করার উপায়
- ফেসবুক থেকে আপনার সাইট আনব্লক করুন | LINK REDIRECTING |UNBLOCK YOUR WEBSITE ON FACEBOOK
- আর্টিকেল লিখে টাকা আয় করুন । হট পোস্ট বিস্তারিত দেখুন ।
- ফাইবার কোন লিংক গুলে Allow করে?
- খুব শিগগির আসতে চলেছে Quantum computing
ছোট ছেলে-মেয়ের ইসলামিক নাম রাখার জন্য নিয়ে নিন ছোট একটি এপ্স,ইসলামিক নামের অর্থ সহ পাবেন। Posted: কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হলো ইসলামিক নাম এপ্স। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে এমন একটি এপ্স শেয়ার করব,যেটাতে পাবেন,ইসলামিক নাম এবং অর্থসহ পাবেন। আশা করি এপ্সটি আপনাদের ভালো লাগবে। সুন্দর ভাবে ইসলামিক নাম দেয়া আছে এবং অর্থ সহ দেয়া আছে। প্রথমে নিচের দেয়া ডাউনলোড লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ ডাউনলোড করা হয়ে গেলে,এপ্সটি ওপেন করুন তার পর ছেলে নাকি মেয়ের নামের অর্থ সহ দেখবেন সিলেক্ট করুন তার পর দেখুন কেটাগরি পাবেন, আপনি যে কোন এক ক্যাটাগরিতে ক্লিক করুন দেখুন সুন্দরভাবে ইসলামিক নাম অর্থসহ দেয়া আছে ইন্টারনেট সংযোগ দেয়া থাকলে এড আসলে কেটে দিবেন সব কেটাগরিতে অনেকগুলা নাম পাবেন ইসলামিক অর্থ সহ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ছোট ছেলে-মেয়ের ইসলামিক নাম রাখার জন্য নিয়ে নিন ছোট একটি এপ্স,ইসলামিক নামের অর্থ সহ পাবেন। appeared first on Trickbd.com. |
SMS Bombing – এবার এসএমএস বম্বিং করে ভড়কে দিন যে কাউকে Posted: টাইটেল দেখেই বুঝতে পারছেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি। Live Demo: Click Me! মনে হয়না আর বেশি কিছু বলার প্রয়োজন আছে। Keep bombing!!! The post SMS Bombing – এবার এসএমএস বম্বিং করে ভড়কে দিন যে কাউকে appeared first on Trickbd.com. |
কুরুলুস উসমান বাংলা ডাবিং – আর নয় ইংরেজি Posted: প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি । কুরুলুস উসমান বাংলা ডাবিং – আর নয় ইংরেজি প্রথমে Play store থেকে হাতছানি এপ্স ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এপ্স ওপেন করলেই হোম পেইজে সিরিয়েল গুলো দেওয়া রয়েছে দেখতে পারেন। যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টিবিঃদ্রঃ – এই এপ্সে অনেক কিছু ফিচার পাবেন টিভি,ওয়াজ,পত্রিকা ইত্যাদি। আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।ধন্যবাদ। The post কুরুলুস উসমান বাংলা ডাবিং – আর নয় ইংরেজি appeared first on Trickbd.com. |
Description-কে কাজে লাগিয়ে YouTube Video SEO করার উপায় Posted: আস-সালামু ‘আলায়কুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে Description-এর মাধ্যমে আপনার YouTube Video-কে SEO করার উপায় নিয়ে আলোচনা করবো। কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোকপাত করা যাক।
Description বড় করুনYouTube যেখানে পুরোপুরি ৫০০০ টা Character আপনাকে লিখার জন্য দিয়েছে সেখানে ২-৪ লাইন লিখে ছেড়ে দেওয়া বোকামি ছাড়া কিছু না। কাজেই যেভাবেই পারেন Description বড় করুন। বড় Description SEO-র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Description-এ Keyword রাখুন৫০০০ Character-এর মধ্যে যত বেশি পারেন Keyword রাখার চেষ্টা করুন। যদি সম্ভব হয়, তাহলে প্রথম ১০০০ Character-এর মধ্যেই বেশিসংখ্যক করে রাখুন। এটা আপনার Video-র Ranking-এ ত্বরান্বিত করবে। আপনি চাইলে একাধিক Keyword-ও রাখতে পারেন। তবে Keyword একটা দেন বা একাধিক, সেটা/সেগুলোকে লিখার মধ্যে বারবার আনার চেষ্টা করুন। ভালো Keyword খোঁজার জন্য আপনি Ahrefs-এর YouTube Keyword Tool ব্যবহার করতে পারেন।
আপনার অন্যান্য Video-র Link Add করুনআপনার Description-এ আপনার চ্যানেলের অন্যান্য Video -র Backlink দিন। সাথে ছোট করে এমন কিছু লিখে দিবেন যাতে করে Viewer আকৃষ্ট হয়ে আপনার অন্য Video-তে ক্লিক করে। এটা আপনার View বাড়াতে সহায়ক হবে।
Description-এ Tag Add করুনVideo-তে Tagging করার পাশাপাশি Tag-গুলোকে Description-এও Add করে দিন। আপনি চাইলে Description-এর শেষের দিকে Tag নামে একটা Heading দিয়ে নিচে Tag-গুলো Add করে দিতে পারেন। এটা SEO-র ক্ষেত্রে আরো বেশি কার্যকর হবে।
Hashtag Add করুনআপনার চ্যানেলের নাম অনুযায়ী অথবা যেকোনোভাবে একটা Unique Hashtag আপনার প্রত্যেকটা Video-র Description-এ দিন, যেই Hastag টা YouTube-এ শুধু আপনার ভিডিওগুলোতেই পাওয়া যাবে। এতে করে কেউ যখন সেই Hastag-এ ক্লিক করবে, তার সামনে আপনার ভিডিওগুলো চলে আসবে। বিষয়টা অনেকের বুঝতে সমস্যা হতে পারে। তাই আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার Channel-এর নাম TrickBD। আপনি সেক্ষেত্রে আপনার চ্যানেলের প্রতিটা Video-র Description-এ #TrickBD লিখে দিবেন। কিন্তু প্রশ্ন হলো, আপনার চ্যানেলের নামে দুনিয়াতে তো অনেক চ্যানেলই থাকতে পারে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে নামের সাথে আরো কিছু লাগিয়ে দিবেন। আমি নিচের ডেমোতে একাধিক আইডিয়া দিয়ে দিলাম।
ছোটখাটো একটা ডেমো দেখে নিন(*Bold করা Word-গুলো Keyword)
YouTube Channel Rank করার পুরো পোষ্টটি আমি আমার ব্লগে Share করেছি। চাইলে এখানে ক্লিক করে পড়ে আসতে পারেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই। আস-সালামু ‘আলায়কুম। The post Description-কে কাজে লাগিয়ে YouTube Video SEO করার উপায় appeared first on Trickbd.com. |
ফেসবুক থেকে আপনার সাইট আনব্লক করুন | LINK REDIRECTING |UNBLOCK YOUR WEBSITE ON FACEBOOK Posted: আসসালামু আলাইকুম |
আর্টিকেল লিখে টাকা আয় করুন । হট পোস্ট বিস্তারিত দেখুন । Posted: লেখা লেখি করেও ফ্রিল্যান্সিং করা যায় । বর্তমানে সবাই সব বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করছে কেউ ই বসে নেই । কেউ ওয়েব ডেভেলপেমেন্ট নিয়ে কাজ করছে, কেউ বা গ্রাফিক্স ডিজাইন । মূল কথা কেউ ই বসে নেই । আপনি কেন বসে থাকবেন?আপনি চাইলে আপ্নিও ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন আর্টিকেল রাইটিং এর মাধ্যমে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ছাত্র হোন বা ছাত্রী, কর্মজীবী হোন বা গৃহিণী, কেউ কেউ শখের বশে লেখালেখি করতে পছন্দ করেন। কিন্তু, লেখার মান, লেখার স্টাইল ভালো হলে এই শখের কাজ থেকেই আর্ন করা সম্ভব। এছাড়া আপনার লেখা যদি প্রিন্ট মাধ্যম বা অনলাইনে প্রকাশিত হয় তাহলে তো আপনি সবার কাছ থেকে পাবেন বাড়তি সুনাম। অফলাইন এবং অনলাইন দুইভাবেই কনটেন্ট লিখার মাধ্যমে আয় করা সম্ভব। দেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনের জন্য আর্টিকেল লিখে অফলাইনে আর্ন করা যায়। আর অনলাইনে আর্ন করতে চাইলে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ অন্যান্য অনলাইন মার্কেটপ্লেসে আর্টিকেল রাইটিং এর জব খুঁজে নিতে হবে নিজের পছন্দমত । কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে, “কনটেন্ট রাইটার হতে হলে কী কী যোগ্যতা লাগে?” চলুন এর উত্তর খুঁজে দেখা যাক। কনটেন্ট রাইটার হতে হলে কী কী যোগ্যতা লাগে?কেউ চাইলেই কন্টেন্ট রাইটার হতে পারবেন । তবে যদি কেউ কোনো কর্পোরেট অফিসে আর্টিকেল বা কন্টেন্ট রাইটার হিসেবে চাকরি করতে চায় তাহলে তার অবশ্যই কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পূর্ণকালীন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে যদি সেই কপানি চায় । তবে কন্ট্রিবিউটর হিসেবে বা অনলাইনে কাজ করার ক্ষেত্রে তেমন কোনো ডিগ্রির প্রয়োজন নেই। যদি আপনার লেখার হাত ভালো থাকে, তাহলে আপনি যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকেই ভালো কনটেন্ট রাইটার হতে পারবেন। ভাষাগত দক্ষতা ও বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান থাকলে যে কেউই স্বাধীন আর্নিং এর উৎস হিসেবে বিভিন্ন কনটেন্ট লিখতে পারেন। আপনার নিজের যদি কোনো ব্লগ সাইট থাকে তাহলে আপনিও লেখা লেখি করে আর্ণ করতে পারনে । চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিজের ব্লগ কে কাজে লাগিয়ে আর্ন করা যায় । নিজের ব্লগে আর্টিকেল লিখে আয়আপনি যদি খুব ভালো আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি নিজের নামে একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে ভালো ভালো আর্টিকেল পোস্ট করে আয় করতে পারেন। বিভিন্ন তথ্য সংগ্রহ করে ভিজিটর বা ট্রাফিককে আকৃষ্ট করে আপনার ওয়েবসাইটে আনতে পারেন এবং যখনই আপনার ওয়েবসাইটে ভালো পরিমানে ভিজিটর আসবে তখন সেখান থেকে আপনি বিভিন্ন মাধ্যম অবলম্বন করে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনি যখনই নিজের ব্লগে একটি আর্টিকেল প্রকাশ করবেন সে আর্টিকেলটি আপনার ওয়েবসাইটের যতদিন থাকবে ততদিন সেই আর্টিকেল থেকে আপনার ইনকাম আসতে থাকবে। যদি আপনি ভাল আর্টিকেল লিখেন তাহলে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। আর যদি আপনি অন্য মার্কেটপ্লেসে কাজ করেন আপনি যখনই মার্কেটপ্লেসে একটি কাজ সাবমিট করবেন এবং সেটা পেমেন্ট পাবেন এবং সেখান থেকে আপনার কাজ শেষ এবং আপনার ইনকামও শেষ সেজন্য মার্কেটপ্লেসে কাজ করার চেয়ে নিজের ব্লগ আর্টিকেল লিখে কাজ করা সবচেয়ে উত্তম। আর্টিকেল লিখে টাকা আয় করতে প্রয়োজনীয় দক্ষতা ও সতর্কতাএকটি আর্টিকেল লিখে জমা দিলেই তো আর আপনাকে টাকা দিবেনা, তারা যদি আপনার আর্টিকেলটি থেকে ইনকাম করতে না পারে, তাহলে শুধু শুধু pay করবে কেন? তাই আর্টিকেল লেখার সময় এমনভাবে লিখতে হবে যেন রিভিউ বোর্ডে আটকে না যায়, ইডিটর যেন লেখাটি পছন্দ করে এবং পাবলিশ করতে আগ্রহী হয়। এজন্য একটি লেখায় যা যা থাকতে হবে:
শেষ কথাঃবিশ্বস্ত যে ৫টি বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট ( Bangla article writing sites ) নিয়ে আলোচনা করলাম, প্রতিটি সাইট আলাদা এবং ভিন্নধর্মী। প্রত্যেকটি সাইটে বাংলায় আর্টিকেল লিখে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আপনাকে পেমেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই, বরং এবার আপনি ঠিক করুন কোন সাইটে বাংলায় আর্টিকেল লিখে আয় করবেন। রিসার্চ এবং লেখাঃ এম এইচ মামুন প্রথম প্রকাশিতঃ Mamunsblog. The post আর্টিকেল লিখে টাকা আয় করুন । হট পোস্ট বিস্তারিত দেখুন । appeared first on Trickbd.com. |
ফাইবার কোন লিংক গুলে Allow করে? Posted: প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি । ফাইবারে আমরা অনেকেই কাজ করে থাকি তো ফাইবারে কোন লিংক গুলো শিয়ার করার পারমিশন দিয়েছে জেনে নেই SourceThe following URLs may be used in your profile or Gig description: যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টিবিঃদ্রঃ – ফাইবার নিয়ে ইনশাআল্লাহ আর পোষ্ট করব। আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।ধন্যবাদ। The post ফাইবার কোন লিংক গুলে Allow করে? appeared first on Trickbd.com. |
খুব শিগগির আসতে চলেছে Quantum computing Posted: আসসালামুয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো তাহলে আজকে এই পর্যন্ত ই সামনে আরো ভালো নতুন কোনো ট্রিকস নিয়ে আসার চেষ্টা করব ততোক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন The post খুব শিগগির আসতে চলেছে Quantum computing appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments