[Phone Review] 2,200 টাকার দুর্দান্ত ব্যাটারি নিয়ে আইটেল Feature Phone এখন বাংলাদেশে |
- [Phone Review] 2,200 টাকার দুর্দান্ত ব্যাটারি নিয়ে আইটেল Feature Phone এখন বাংলাদেশে
- Picsart Gold Account Giveaway (30দিনের Premium Subscription)
- কীভাবে ব্লগে Contact Us পেজ তৈরি করবেন। [Don’t Miss]
- Picsart Gold Account 30 দিনের জন্য Free Subscription Method
- গাছের নিচে সাদা রং দেয় কেন? পৃথিবীর বুকে সবচাইতে পুরনো জিনিস কোনটি? এইরকম ১০টি মাথা ঘুরিয়ে দেওয়া মতো আজব ফ্যাক্ট যা আপনাকে হতভম্ব করে দেবে
- আপনার শাওমি ফোনের মধ্যে Miui 12.5 আপডেট পাবেন সবার আগে সকল Mi,Redmi এবং Poco ডিভাইসে
[Phone Review] 2,200 টাকার দুর্দান্ত ব্যাটারি নিয়ে আইটেল Feature Phone এখন বাংলাদেশে Posted: আসসালামু আলাইকুম ৷ Hello বন্ধুরা আমি শামীম (স্বপন) ৷ এটি একটি অন্যরকম পোস্ট, অনেকেই ভাবতে পারেন বাটন মোবাইল রিভিউ , এ আবার কেমন রিভিউ ৷ মানুষ যতই স্মার্ট হোক, যতই সুপারফাস্ট টেকনোলজি ব্যবহার করুক না কেন তবুও ক্লাসিক ফোন ব্যবহার করার সুবিধা অনন্য ৷ সত্য কথা বলতে, যারা জিবনে একবার বাটন ফোন ব্যাবহার করেছিল তারা সবাই বাটন এর ফ্যান ৷ আর এটাও সত্যি বাংলাদেশ শুধু নয় বরং পুরা পৃথিবীর ৭৫% মানুষ বাটনের ভক্ত ৷ যতই স্মার্ট ফোন ব্যাবহার করুক, তবুও বাটন ফোন রয়েছে স্মার্ট ফোনের পাশাপাশি ৷ আমার রয়েছে বানট ফোন ৷ যাই হোক, চলুন দেখা যাক আজকের রিভিউ ৷ Magic 2 Max এর দাম পড়বে মাত্র ২,২০০ টাকা ৷ রিপ্লেস/সার্ভিসিং 100 দিনের রিপ্লেস সহ এক বছরকার গ্যারান্টি ওয়ারেন্টি ৷ এই ফোনটি 100 দিনের মধ্যে নষ্ট হলে বা কোন কারিগরি ত্রুটির, বা ব্যাটারি সমস্যা জনিত যে কোন সমস্যা হলে আপনি ফোন রিপ্লেস বা বদলাতে পারবেন ৷ আর ১০০ দিন পর এক বছরের ভিতরে ফোনের কোন সমস্যা হলে ফ্রি সার্ভিসিং করতে পারবেন ৷ Magic 2 Max Full info Display 7.11cm(2.8) QVGA Display Color তিনটি কালারে পাবেন Battery 1900 mAh Battery ৷ যেটা অনেক ভালো দিক ৷ সাধারনত itel phone চার্জ একদিন দিলে তিন থেকে চারদিন চলে ৷ যেহেতু এই ফোনের ব্যাটারি 1900mAh সেহেতু বলাই যায় মিনিমাম ৫-৭ দিন চলবে ৷ Camera 1.3MP Rear Camera with Flash. Magic 2 Max ক্যামেরাও ভালো ৷ রাতেও ফ্লাশ দিয়ে ছবি তুলতে পারবেন ৷ King Talker Speaks time for you || ম্যাজিক কল করে নিজের কন্ঠ বদলে মজা করতে পারবেন বন্ধদের সাথে ৷
Phonebook 2000 Contacts Memory and 500 Messages সেভ করে রাখকে পারবেন ৷ যেটা বাটন ফোনে এক দুর্দান্ত ৷ Storage Internal Storage: 8 MB (ROM), up to 32 GB via microSD card, RAM (Memory): 8 MB (RAM) ৮MB করে Ram&Rom রয়েছে এই ফোনে যা খুবই ভালো ৷ Java Support করে ৷ Games Danger Dash, Tetris. Ninja Up etc. এগুলো ছাড়াও ইন্টারনেট থেকে আরো গেম নামাতে পারবেন এবং ব্লুটুথের মাধ্যমে গেমস নিয়ে চালাতে পারবেন ৷ শেষ কথা, আমার মতে বাংলাদেশের যত কম দামে বাটন মোবাইল আছে তার ভিতরে itel phone সুপার ফাস্ট ৷ আমি নিজেও itel বাটন ফোন ব্যবহার করি ৷
ধন্যবাদ ৷
The post [Phone Review] 2,200 টাকার দুর্দান্ত ব্যাটারি নিয়ে আইটেল Feature Phone এখন বাংলাদেশে appeared first on Trickbd.com. |
Picsart Gold Account Giveaway (30দিনের Premium Subscription) Posted: Howdy Everyone নিচে 05টা Account Giveaway করলাম- |
কীভাবে ব্লগে Contact Us পেজ তৈরি করবেন। [Don’t Miss] Posted: হ্যালো ট্রিকবিডি বাসী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি বলেই তো আপনাদের মাঝে আবারও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে যে টপিক নিয়ে আলোচনা করবো তা হলো:- ➥তার আগে এখান থেকে ডেমো দেখে নিন। ➥ডেমো দেখুন এখান থেকেকীভাবে ব্লগারে Contact Us পেজ তৈরিকরবেন?গত কালকে দেখিয়েছি কিভাবে ব্লগে সাইটম্যাপ পেজ তৈরি করে করবেন। যদি আগের পোস্ট টি না দেখে থাকেন তবে এখান থেকে দেখে আসতে পারেন। ➥আপনার ব্লগ সাইট এর জন্য তৈরি করে নিন অসাধারন HTML সাইটম্যাপ পেজ। তো চলুন কথা না বাড়িয়ে ব্লগে কিভাবে Contact Page তৈরি করবেন দেখে নেওয়া যাক।
<div class=”ContactForm” id=”ContactForm1″> <form name=”contact-form”> <div class=”input-area”> <label><b>Your Name</b></label><input class=”contact-form-name” id=”ContactForm1_contact-form-name” name=”name” type=”text” value=”” /></div> <div class=”input-area”>
<label><b>Your Email</b><span>*</span></label><input class=”contact-form-email” id=”ContactForm1_contact-form-email” name=”email” placeholder=”e.g. youremail@gmail.com” type=”text” value=”” /></div> <div class=”input-area”> <label><b>What did you want to tell us?</b></label><textarea class=”contact-form-email-message” id=”ContactForm1_contact-form-email-message” name=”email-message”></textarea></div> <div class=”input-area”>
<input class=”contact-form-button contact-form-button-submit” id=”ContactForm1_contact-form-submit” type=”button” value=”Send” /></div> <div class=”notif-area”> <p class=”contact-form-error-message” id=”ContactForm1_contact-form-error-message”></p> <p class=”contact-form-success-message” id=”ContactForm1_contact-form-success-message”></p> </div> </form>
</div> <script src=”https://www.blogger.com/static/v1/widgets/2271878333-widgets.js”></script> <script>//<![CDATA[ if (typeof(BLOG_attachCsiOnload) != ‘undefined’ && BLOG_attachCsiOnload != null) { window[‘blogger_templates_experiment_id’] = “templatesV1″;window[‘blogger_blog_id’] = ‘104497925732700849’;BLOG_attachCsiOnload(”); }_WidgetManager._Init(‘//www.blogger.com/rearrange?blogID\x3d1044979257327008490′,’//www.longtechy.blogspot.com/’,’104497925732700849′); _WidgetManager._RegisterWidget(‘_ContactFormView’, new _WidgetInfo(‘ContactForm1’, ‘footer1’, null, document.getElementById(‘ContactForm1’), {‘contactFormMessageSendingMsg’: ‘Delivering message…’, ‘contactFormMessageSentMsg’: ‘Thanks for contacting us. Your message has been sent successfully.’, ‘contactFormMessageNotSentMsg’: ‘Message could not be sent due to an error. Please try again later.’, ‘contactFormInvalidEmailMsg’: ‘Please enter a valid email address.’, ‘contactFormEmptyMessageMsg’: ‘Message field shoud not be empty.’, ‘title’: ‘Contact Form’, ‘blogId’: ‘104497925732700849’, ‘contactFormNameMsg’: ‘Name’, ‘contactFormEmailMsg’: ‘Email’, ‘contactFormMessageMsg’: ‘Message’, ‘contactFormSendMsg’: ‘Send’, ‘submitUrl’: ‘https://www.blogger.com/contact-form.do’}, ‘displayModeFull’)); //]]></script> ➥কোড কপি করতে সমস্যা হলে এখান থেকে কপি করে নিতে পারেন।
➥পরিবর্তন: লাল কালার চিহ্নিত লেখাটির(104497925732700849) জায়গায় শুধু মাত্র আপনার ব্লগার আইডি টি রিপ্লেস করে দিবেন। আশা করি বুজতে পেরেছেন। যদি কোথাও কোন সমস্যা হয় তবে Comment করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। ➥এরকম আরো টিপস & ট্রিকস জানতে আমার ছোট ব্লগ থেকে ঘুরে আসার দাওয়াত রইলো। আমার ব্লগ– www.techtunebn.com The post কীভাবে ব্লগে Contact Us পেজ তৈরি করবেন। [Don’t Miss] appeared first on Trickbd.com. |
Picsart Gold Account 30 দিনের জন্য Free Subscription Method Posted: Howdy Everyone Bin কীভাবে Create করে তা আমরা সবাই জানি (বিগত এক পোস্ট এ Share করেছিলাম BINNING Courseটা), কিন্তু ঐ BIN কোন সাইটে কাজ করবে তা আপনাকে সব Site এ Apply করে করে দেখতে হবে, Need So Much ধৈর্য Bro🔥 Instruction 1. প্রথমে VPN এ USA Server Connect করুন (Recommend VyperVPN)
2. তারপর picsart.com এ Visit করুন এবং Sign up এ Click করুন
3. Email Address এ Temp.mail দিয়েন , username,Password ইচছামত দিবেন
4. Free Account তৈরী শেষে Picsart Explore Page এ Pricing এ Click করুন
5. Gold Option এ Start Free Trail এ Click করুন
6. পেমেন্ট Page এ Monthly Plan Select করে Namso-Gen থেকে CC Generate করে, Mr.Checker এ Check করে যেকোন
7.Start Free Trial এ Click করলে, মাখনের মত Gold Subscription Pack Activate হয়ে যাবে। Enjoy Your Subscription
Tutorial 🔺 Pc তে কোন app Install ছাড়াই Browse করে Photo Edit করতে পারবেন, আর Android এ App Install Needed 🔻
Bye The post Picsart Gold👑 Account 30 দিনের জন্য Free Subscription Method appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ১০টি মাথা ঘুরিয়ে দেওয়া মতো আজব ফ্যাক্টআপনি জানেন কি এমন একটা সময় ছিল যখন আপনি কোন ধরনের লবণের স্বাদ পেতেনা। আপনারা কি কখনো ভেবে দেখেছেন Apple এর iPhone কেন অনন্য ফোনের তুলনায় এতো বেশি দামী। আপনি কখনো ভেবে দেখেছেন কি Dollars এর স্পিনিং যেখানে D দিয়ে শুরু হয় তাহলে কেন এর চিহ্ন $ D দিয়ে নয়। আপনি কি জানেন গাছের নিচে কেন এমন সাদা রং করা হয়ে থাকে। কেন মোবাইল ফোনে ইনপুট করা আপনার নিজের শব্দ আপনার কাছে অপরিচিত লাগে। শুনতে একদম সিম্পল চিন্তা করলে উত্তর আপনি দিতে পারবেনা। এমনি সব অসাধারণ প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই আর্টিকেলে। গাছের নিচে সাদা রং করা আপনি জানেন কি গাছের নিচে দিকে কেন এমন সাদা রং করা হয়।আপনি অনেক রাস্তার পাশে গাছে বা বড় কোন প্রতিষ্ঠানের পাশের গাছের নিচে দিকে সাদা রং করা হয়।এমনটা এই জন্য করা হয়ে থাকে গাছের নিচে রং করা হলে নিচে দিকে পোকা মাকড় না ধরে। আর গাছে পোকামাকড় আক্রমণ করলে গাছের নিচে দিকে নষ্ট হয়ে যায় বা ফেটে যায়। এই রং করার আর একটি অর্থ রয়েছে এটাকে একটি সংকেত হিসেবে ব্যবহার করা হয় আর এই সংকেত বলা হয় এই গাছ গুলো কোন অবস্থায় কাটা যাবেনা আর যদি কেউ গাছ গুলো কাটে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া হয়। আঙ্গুর কে মাইকোওয়েভ গরম করলে ব্লাস্ট হয় কেন? আপনি জানেন কি আপনি যদি আঙ্গুরকে মাইকোওয়েভ ওপেনে গরম করেন তাহলে সেগুলো ব্লাস্ট হবে।বিজ্ঞানীরা গবেষণা করার জন্য একটি আঙ্গুরকে কেটে মাইকোওয়েভ দিয়ে গরম করেছিলেন সেই ক্ষেত্রে একইভাবে ব্লাস্ট হয়। তারপর বিজ্ঞানীরা জানতে পারে আঙ্গুরের মধ্যে এমন একধরনের প্লাজমা থাকে যা তাপের সাথে Reaction করে ব্লাস্ট হয়ে যায়। আপনার আবার এই ধরনের কাজ করতে যাবেনা। আপনি কত ধরনের চাল চিনেন আপনার নিশ্চয়ই অনেক ধরনের চাল খেয়েছেন। যেমন বাসমতী বা চিনিগুড়া চাল। আপনি জানেন কি এই পৃথিবীতে কত ধরনের চাল রয়েছে। আপনি শুনে অবাক হয়ে যাবে আপনার মোট ১০৯ বছর প্রয়োজন পড়বে আপনি যদি প্রতিদিন একটি করে নতুন জাতের চাল খেতে চান। এই পৃথিবীতে প্রায় চার হাজারের ও অধিক জাতের ভিন্ন ধর্মী চাল পাওয়া যায়। Dollars আপনি কখনো ভেবে দেখেছেন Dollars এর স্পিনিং যখন D দিয়ে শুরু হয় তখন এর চিহ্ন কেন $ দিয়ে হয় D দিয়ে নয়।১৭১৭ সালে Dollar চিহ্ন United spanish Marches নিজের টেডে ব্যবহার করতো। তখন সেটিকে Peso নামে ডাকা হতো। যায় সিম্বল অনেকটা এই রকম ছিল। যখন একের অধিক peso ব্যবহার করা হতো তখন এর পাশে s লেখা হতো। সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই সিম্বল আস্তে আস্তে এই রকম হতে থাকে। পরবর্তী ps কে সরিয়ে $ কে ব্যবহার করা হয় পোকামাকড় আপনারা জানেন কি এই পৃথিবীতে ১০ কোয়াড্রিলিয়ন পোকামাকড় রয়েছে। ১ এর পাশে যদি ১৯ টি শূন্য লাগানো হয় ১০০০০০০০০০০০০০০০০০০০ যে সংখ্যা দাঁড়ায় সেই পরিমাণ পোকামাকড় এখনো এই পৃথিবীতে বেঁচে আছে। যদি আমরা প্রত্যেকটি Microorganisms কে একের পর এক সাজিয়ে দেই তাহলে সেগুলো ২০০ আলোকবর্ষ পর্যন্ত দূরত্ব গিয়ে ঠেকবে। এখন আপনি চিন্তা করুন এই পৃথিবীতে কত প্রকার Microorganisms এর অস্তিত্ব রয়েছে। নিজের আওয়াজ নিজের রেকর্ড করে শুনা আপনি কি কখনো নিজের আওয়াজ নিজেই রেকর্ড করে শুনেছেন। আমি একদম নিশ্চয়ই আপনার কাছে তা কখনো ভালো লাগেনি। এমনটা এই জন্য হয়ে থাকে যে যখন আমরা কথা বলতে শুনি ঠিক তখনি শব্দটি ওয়েব আকারে আমাদের কানে পৌঁছায় আর সেই ওয়েবকে Brain আওয়াজে রুপান্তর করে। যা দ্বারা আমরা বুঝতে পারি সামনের লোকটি কি বলছে। কিন্তু যখন আমরা নিজের শব্দ শুনি তখন এই আওয়াজ একটি পেসারের মাধ্যমে কানের সাথে সাথে আমাদের ভোকাল কর্ড পর্যন্ত পৌঁছায়। আর এই জন্য আমরা নিজেদের শব্দকে আলাদা আলাদা ওয়েবের মাধ্যম রিসিভ করি।একটি বাতাসের মাধ্যমে আরেকটি ভোকাল কর্ড থেকে ওয়েবের মাধ্যমে। কিন্তু আমরা যখন রেকর্ড করা শব্দ শুনি তখন সে শব্দটি শুধু মাত্র একটি সোর্স থেকে আমাদের কানে পৌঁছায় এই জন্য সেই শব্দটি আমাদের কাছে অচেনা লাগে আর এই জন্য রেকর্ড করা শব্দ আর নেচারাল শুনা শব্দ একই রকম হয়ে থাকে। এমন পাথক্যের জন্য আমরা আমাদের নিজের আওয়াজকে পছন্দ তো দূরে থাক নিজেও চিনতে পারিনা। পৃথিবীর বুকে সবচাইতে পুরনো জিনিস আপনি জানেন কি এই পৃথিবীর বুকে সবচাইতে পুরনো জিনিস কোনটি। আজ থেকে ৫০ বছর আগে ১৯৬৯ সালে ২৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিকটবর্তী Victoria marches নামে একটি জায়গাতে একটি এস্টেরয়েড আকাশ থেকে পড়ে। লবণ এবার আমি আপনাদের লবণ এবং মানুষের সাথে জড়িত আশ্চর্য ফ্যাক্ট জানাবো। নতুন জন্ম নেওয়া বাচ্চারা প্রায় চারমাস বয়স পর্যন্ত কোন ধরনের লবণের স্বাদ গ্রহন করতে পারেনা। কারণ তখনো পর্যন্ত লবণের স্বাদ গ্রহন করার ক্ষমতা তৈরি হয়না। YouTube এখন আমি Youtube সম্পর্কে একটি আশ্চর্য খবর বলছি। যদি আপনারা Google সম্পর্কে একটু হলেও জেনে থাকেন। তাহলে অবশ্যই জানেন Google কে সর্ব প্রথম ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন একসাথে একটি গ্যারেজে শুরু করেছিলেন। আপনি জানেন কি যে মহিলা সেই গ্যারেজটি তাদের বাড়া দিয়েছিল পরবর্তীে সেই মহিলার YouTube এর SEO হয়েছিলেন। IPhone আপনি কখনো ভেবে দেখেছেন কি Apple এর IPhone অনন্য ফোনের তুলনায় এতো বেশি কেন দাম হয়। এ ব্যাপারে আমি আপনাদের কিছুটা ধারণা দিচ্ছি। IPhone এতো দাম হওয়ার পিছনে অনেক গুলো কারণ রয়েছে। তবে প্রধান কারণ রয়েছে মোট চারটি। প্রথমতো এর Super Retina XDR Display যা অনন্য ফোনের তুলনায় Pixel সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। এর ধারা Apple ভালো ছবি দেওয়ার সাথে সাথে চোখকেও সুরক্ষিত রাখে।দ্বিতীয় কারণ হচ্ছে এর Camera কোয়ালিটি বানাতে ৮০০ ইন্জিনিয়ারের ২০০ Camera নিয়ে Hard work করে থাকেন। তৃতীয় কারণ হচ্ছে এর possessor যা সর্বাদিক গুরুত্বপূর্ণ আপনি কি কখনো শুনেছেন iPhone হ্যাং করে থাকে এর প্রধান কারণ হচ্ছে iPhone কখনো thwart party possessor ব্যবহার করেনা বরং নিজেরাই নিজেদের High quality possessor বানিয়ে থাকে। চতুর্থ কারণ হচ্ছে এর operating system পৃথিবীর সবথেকে নিরাপদ operating system বলে মনে করা হয়। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post গাছের নিচে সাদা রং দেয় কেন? পৃথিবীর বুকে সবচাইতে পুরনো জিনিস কোনটি? এইরকম ১০টি মাথা ঘুরিয়ে দেওয়া মতো আজব ফ্যাক্ট যা আপনাকে হতভম্ব করে দেবে appeared first on Trickbd.com. |
আপনার শাওমি ফোনের মধ্যে Miui 12.5 আপডেট পাবেন সবার আগে সকল Mi,Redmi এবং Poco ডিভাইসে Posted: আপনাদের হয়ত জানা আছে শাওমি তে miui ১২.৫ রিলিজ এর তারিক দিয়েছে এবং খুব শীগ্রই অনেক ফোনে চলে আসবে। Q1(Jan-March)+Q2(April-June) এর মধ্যে যে ফোন গুলো এই আপডেট পাবে তার লিস্ট দিয়ে দেয়া হয়েছে। কিন্তু আপনি চাইলে সবার আগেই beta testing এ যুক্ত হয়ে আপনার ফোনে সবার আগে এই আপডেট পেতে পারেন। এটি beta testing তাই এতে অনেক বাঘ ভাল্লুক থাকতে পারে। বেটা testing এর রেজিস্ট্রেশন চলসে এবং তা শেষ হবে মার্চ এর ৩১ তারিক। তাই সবার আগেই রেজিস্ট্রেশন করে ফেলুন.. যে সকল ফোন miui ১২.৫ পাবেএখানে আরও অনেক ফোন যুক্ত হবে এবং হয়েছে আমি সব লিস্ট দেইনি। আমি Poco x3 তে beta testing এর এপ্লাই করে দেখাব। Beta Testingএই লিংক এ প্রবেশ করুন আজকে এতটুকুই যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন। আপনার ডিভাইস এই আপডেট পাবে কিনা তা জানতে শাওমি এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। The post আপনার শাওমি ফোনের মধ্যে Miui 12.5 আপডেট পাবেন সবার আগে সকল Mi,Redmi এবং Poco ডিভাইসে appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments