Nord VPN Premium Account 2021 |
- Nord VPN Premium Account 2021
- সহজ ভাষায় শিখুন HTML- ১ম পর্ব (ভূমিকা)।
- আপনি আপনার কম্পিউটার/ল্যাপটপ এর সিকিউরিটি নিয়ে কতটুকু নিশ্চিত?
- ছেলে হয়ে মেয়ের কন্ঠে ভয়েজ তৈরী করুন ও মেসেঞ্জার,হোয়াটসঅ্যাপ,ইমোতে ভয়েজ মেসেজ পাঠিয়ে মজা নিন।
- ৩০মিনিটে ৩০টাকা আয়। ১০০% পেমেন্ট পাবেন।
- Express VPN Premium Android Userদের জন্য [Expiry on 24 March] last Part
- Express VPN Premium Android Userদের জন্য [Expiry on 24 March] 1st Part
- Seed-4-Me VPN 6 মাসের জন্য ফ্রি Subscription [No BIN, NO CC Required]
Posted: কিছুদিন আগেই NordVPN এ আপডেট আসে যেখানে বলা হয়ে এই VPN এ আর কোনও BUG থাকবে না এবং Windows 7 এর জন্য নতুন Tunnel set করেছে তারা। বিস্তারিত– Official Site
আজকে কিছু Account Share করলাম, সব গুলোই fresh + Connecting issue কম- 10X Nord VPN Account:- jghelmer@me.com:160258Ja | Expires at: 2021/09/13
আরও Account পেতে Visit- Here আমি এই Link এর Accountগুলো সময় উপযোগী আপডেট করতে থাকবো…… Stay Protected Mail me- The post Nord VPN Premium Account 2021 appeared first on Trickbd.com. |
সহজ ভাষায় শিখুন HTML- ১ম পর্ব (ভূমিকা)। Posted: প্রিয় বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিবেন। বর্তমান সময়ে আমরা অনেক বেশি অনলাইন তথা বিভিন্ন প্রকার ওয়েবসাইটের উপর নির্ভর হয়ে পড়ছি। তাই ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। আশাকরা যায় বর্তমান সময় থেকে যতই দিন অতিবাহিত হবে ততই এই ওয়েবসাইট এর চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে। অনেকে এর মধ্যেই এই ওয়েবসাইট, ইন্টারনেট রিলেটেড কাজের মাধ্যমে আয় করছেন এবং অনেকেই এই মাধ্যমে আয়ের কথা ভাবছেন (আমিও ভাবি)। ওয়েবসাইট এর মাধ্যমে বিভিন্ন উপায়ে আয় করা যায় তার মধ্যে একটি হল- ওয়েব ডিজাইন। আর ওয়েব ডিজাইনের জন্য মূল যে জিনিষটা ধরা হয় সেটা হল HTML. এইচটিএমএল হল একটা বেসিক স্ট্রাকচার এই স্ট্রাকচারের উপর আপনি যে কোন ল্যাঙ্গুয়েজ এ্যাপ্লাই করে ওয়েব সাইটকে আরো আকর্ষনীয় ও ডাইনামিক করতে পারবেন। আপনি ওয়েব ডিজাইনার হতেচান বা ওয়েব ডেভেলপার বা তার চেয়েও বেশী কিছু হতে চাইলেও প্রথমে আপনাকে HTML সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এইচটিএমএল এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language, এটা কোন পরিপূর্ণ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাংগুয়েজ। আমরা যখন কোন ওয়েবসাইটে ভিজিট করি তখন বিভিন্ন প্রকার লে-আউট বিশিষ্ট ডিজাইন আমাদের নজরে পড়ে আর এই লে-আউটের পেছনে সবচেয়ে বড় ভূমিকা যে পালন করে সেটা হল HTML। তাই নিজস্ব ওয়েবসাইট তৈরি করা হোক আর ফ্রিল্যান্সিং হোক যাই বলেন না কেন HTML ছাড়া আপনি কখনো ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের দিকে এগুতে পারবেন না। বর্তমানে এই এইচটিএমএল এর ভার্সন হলো-HTML-5 । আমরা যে কোডিং গুলো শিখব সবগুলোই এই এইচটিএমএল-5 অনুযায়ী শিখব, তাহলে পূর্বের ভার্সনগুলো আর আমাদেরে আলাদা করে শিখতে হবে না। এখন চলুন আমরা HTML শেখা আরম্ভ করি তবে HTML শেখা আরম্ভ করার আগে আমাদের কম্পিউটারে দুটি সফটওয়ার প্রয়োজন সেগুলো হল: ১। যে কোন একটি ওয়েব ব্রাউজার ও ২। একটি নোটপ্যাড। [এই পোষ্টটি রেগুলার আপডেট করা হবে, তাই আপনাদের কোন মতামত থাকলে বা লেখায় আমার কোন ভূল হলে কমেন্টে জানালে অবশ্যই আপডেট করা হবে।] The post সহজ ভাষায় শিখুন HTML- ১ম পর্ব (ভূমিকা)। appeared first on Trickbd.com. |
আপনি আপনার কম্পিউটার/ল্যাপটপ এর সিকিউরিটি নিয়ে কতটুকু নিশ্চিত? Posted: আপনার ওয়ার্কস্পেস বা আপনার কম্পিউটার/ল্যাপটপ জন্য আপনি কতটুকু ভাবেন? বা আপনার সিকিউরিটি নিয়ে কতটুকু নিশ্চিত আপনি? হ্যাঁ, আজকে সিকিউরিটি বা এন্টিভাইরাস নিয়ে আলোচনা করবো; আমাদের প্রায় প্রতিদিনিই কম্পিউটার/ল্যাপটপ ব্যবহার করতে হয় যেকোনো ধরণের কাজের জন্য হোক সেটা ছোট কাজ কিন্তু কম্পিউটার/ল্যাপটপ দিয়ে কাজ করার মজা আলাদা । সবাই পছন্দ করে কম্পিউটার/ল্যাপটপ কাজ করার জন্য। ডাউনলোড, আপলোড, ব্রাউজিং, সার্চিংসহ প্রায় সব কাজই কম্পিউটার/ল্যাপটপ এর মাধ্যমে করে থাকি । কিন্তু আপনি কি আপনার কোনো সিকিউরিটি নিয়ে ভেবেছেন? চলুন বিস্তারতি আলোচনা করি। এন্টিভাইরাস নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন, যেমন সেদিন একজন বলতেছে গত দুই বছর আমি কোনো এন্টিভাইরাসই ব্যবহার করিনা, কই আমার পিসির তো কোন সমস্যাই হয়নি । আবার সেদিন একজন বলছে,ভাই আমার পিসির এন্টিভাইরাসের ডেট শেষ তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম আমার পিসিতে কখন ভাইরাসে খেয়ে ফেলতে পারে! অন্যদিকে আবার অনেকের মুখেই শুনি ভাই অমুক কোম্পানির এন্টিভাইরাস খুব ভালো আর অমুকেরটা পুরাই ফালতু, ভাইরাস তো ধরতেই পারে না বরং ভালো ফাইল খাইয়া ফালায় । উপরের কথাগুলোর উত্তর আশা রাখি আপনারাই দিতে পারবেন পুরা লেখাটা পড়ার পর, তো যাইহোক এন্টিভাইরাস আসলেই দরকার কিনা অথবা পৃথিবীর সব এন্টিভাইরাস একই রকম কিনা! এসবের উত্তর খুজার আগে চলুন কম্পিউটার ভাইরাস সম্পর্কে একটু জেনে আসি ।
আপনাকে সর্বস্যহারা করতে মানে আপনার ক্রেডিট কার্ড নম্বর বা আপনার পিসির গুরত্বপূর্ণ ডাটা চুরি করতে হ্যাকাররা এই সব ভাইরাস ছড়িয়ে দেয় বিভিন্ন লোভনীয় মেইলের মাধ্যমে অথবা ইন্টারনেট ব্রাউসিংয়ের সময় অনেক সময় ভেসে আসে 'ঘরে বসে ইন্টারনেটে আয় করুন বা আজে বাজে কিছু ছবি' আর সেটাতে আপনি প্রলোভিত হয়ে ক্লিক করা মাত্রই সে আপনার ঘরে ঢুকে পড়ে । চলুন এবার দেখি আসি ওই ব্যাটা এন্টিভাইরাসের কি খবর? তার আগে একবার চিন্তা করুন, যদি আপনার বাসা হয় একটা কম্পিউটারের হার্ডডিস্ক এবং আপনার বাসার সব আসবাবপত্র, জামা-কাপড়, চাউলের বাক্স ইত্যাদি হয় এক একটা ফাইল তাহলে আপনার বাসার ইদুর বা তেলাপোকাকে ভাইরাস বলাটা বোধহয় ভুল হয় না বৈকি । তাহলে এন্টিভাইরাস কে, এন্টিভাইরাস হইলো আপনার বাসার পোষা বিরাল ছানাটা । এখন একথা আমরা নির্দিধায় বলতে পারি, এন্টিভাইরাস হলো আপনার কম্পিউটারের আনাচে-কানাচে, চিপায়-চাপায় পড়ে থাকা সব ফাইলগুলোকে স্ক্যান করে, যদি সে ভাইরাস খুঁজে পায় তাহলে সেটাকে ইলিমিনেট করে । এখন প্রশ্ন হলো সে এটা কিভাবে করে ? বিশ্বের অধিকাংশ এন্টিভাইরাস সফটওয়্যার নিচের দুটি পদ্ধতি ব্যবহার করে-
চলুন এবার বিস্তারিত জানা যাক-
মানুষের যেমন সিগনেচার থাকে তাকে ভেরিফাই করার জন্য তেমনি কম্পিউটারে ব্যবহৃত সব কিছুরই সিগনেচার তৈরি করা যায় তাকে ভেরিফাই করার জন্য এটাকে বলা হয় হ্যাশ ভ্যালু । তো এন্টিভাইরাস ডেভেলপাররা প্রতিটি চেনা ভাইরাসের সিগনেচার বা হ্যাশ ভ্যালু তৈরি করে এন্টিভাইরাস ডাটাবেজে জমা রাখে যেটাকে বলে লোকাল ডাটাবেজ বা ভাইরাস ডিকশনারী এটা আপনার পিসিতে এন্টিভাইরাস ইনস্টল করার সাথে সাথে তৈরি হয় । কেউ যখন কোনো একটা ফাইল ওপেন বা ক্লোজ করে বা মেইলে কোনো ফাইল এটাচ করে অথবা ম্যানুয়ালি ভাইরাস স্ক্যান করে এন্টিভাইরাস তখন ওই ফাইলটাকে সে তার লোকাল ডাটাবেসের সাথে কমপেয়ার করে যখনই সিগনেচার মিলে যায় তখন সে সেটাকে ভাইরাস হিসেবে ধরে তারপর এন্টিভাইরাস হয় সেটাকে ডিলিট করে অথবা অন্যান্য ফাইলের সাথে যাতে যুক্ত না হতে পারে সেই ব্যবস্থা করে । এখন প্রশ্ন হলো নতুন কোনো ভাইরাস সে কিভাবে চিনে নাকি চিনেই না, উত্তর হলো না চিনে না, আবারও প্রশ্ন থেকেই যায়, তাহলে নতুন কোনো ভাইরাস আসলে এন্টিভাইরাস কোম্পানিগুলো তাদের ম্যালওয়ার ল্যাবে সেই ভাইরাসের সিগনেচার তৈরি করে তাদের পাবলিক ডাটাবেসে রেখে দেয় আপনার পিসি অনলাইনে আসা মাত্রই আপনার পিসির মানে এন্টিভাইরাসের লোকাল ডাটাবেসের সাথে সিন্ক্রনাইজ করে আপডেট হয় । ২. কোনো প্রোগ্রামের আচার-আচরন পর্যবেক্ষণের মাধ্যমে একদম নতুন ভাইরাস ধরার ক্ষেত্রে মানে ভাইরাস ডিকশনারী যেখানে কাজ করে না সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা অনেক বেশি কাজের । বিস্তারিত বলছি তার আগে একবার হোমিওপ্যাথি ডাক্তারের কথা চিন্তা করুন, তার কাছে কোনো রোগী গেলে রোগ নির্ণয় করতে দুনিয়ার সব জিজ্ঞাসাবাদ করে যেমন আপনার শীত ভালো লাগে নাকি গ্রীষ্ব, পূর্নিমা না অমাবস্যা, রাতে আপনি চিত হয়ে ঘুমান না উপর হয়ে ইত্যাদি সব আচার-আচরণের কথা তেমনি এন্টিভাইরাস সফটওয়্যার প্রতিটি প্রোগ্রামের আচার-আচরন পর্যবেক্ষণ করে যেমন যদি সে দেখে কোনো একটা প্রোগ্রাম অন্য একটা সফটওয়্যার বা প্রোগ্রামের .exe ফাইলের সাথে যুক্ত হতে চেষ্টা করছে তখন তাকে ভাইরাস হিসেবে ধরে যদিও এই পদ্ধতিতে ১০০% ভাইরাস আইডেনটিফাই করা টাফ ।
রিসার্চ এবং লেখাঃ এম এইচ মামুন। প্রথম প্রকাশিতঃ Mamunsblog.net The post আপনি আপনার কম্পিউটার/ল্যাপটপ এর সিকিউরিটি নিয়ে কতটুকু নিশ্চিত? appeared first on Trickbd.com. |
ছেলে হয়ে মেয়ের কন্ঠে ভয়েজ তৈরী করুন ও মেসেঞ্জার,হোয়াটসঅ্যাপ,ইমোতে ভয়েজ মেসেজ পাঠিয়ে মজা নিন। Posted: আসসালামুআলাইকুম।ও হিন্দু ভাইদের জানাই আদাব। তার পর এপ্সটি ওপেন করুনঃ তার পর এখানে ক্লিক করুন তার পর এখানে ক্লিক করে,আপনি যেটার ভয়েজ চেঞ্জ করবেন সেটা বলবেন তার দেখুন আপনি কোন কোয়ালিটি তে ভয়েজ চেঞ্জ করতে চান সিলেক্ট করুন তার পর আপনি সেভ করতে ও পারবেন এবং এখান থেকে সরাসরি ও শেয়ার করতে পারবেন পুরোপুরি ভালভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি দেখুনঃ আজ এ পযন্ত, টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ছেলে হয়ে মেয়ের কন্ঠে ভয়েজ তৈরী করুন ও মেসেঞ্জার,হোয়াটসঅ্যাপ,ইমোতে ভয়েজ মেসেজ পাঠিয়ে মজা নিন। appeared first on Trickbd.com. |
৩০মিনিটে ৩০টাকা আয়। ১০০% পেমেন্ট পাবেন। Posted: (আপাতত কেউ এই অ্যাপে কাজ কইরেন না। গতকাল পর্যন্ত খুব ভালো মতই পেমেন্ট করেছে। আসসালামু আলাইকুম। আশাকরি সকলেই ভালো আছেন। অযথা বেশি লেখালেখি আমার পছন্দ না আপনারা জানেন। আর আজ পর্যন্ত ট্রিকবিডি বা ইউটিউবে কোনো ভুয়া পোস্ট করিনাই আমি। সুতরাং আগেই হুট করে উল্টাপাল্টা ভাবার আগে বিবেচনা করবেন পোস্ট টি। তারপর ভাববেন ভাই। আর আমি ট্রিকবিডিতে আয় করার জন্য পোস্ট করিনা। এটা আমার পুরাতন ভিজিটরেরা জানেন। তাছাড়া আমি আমার ইউটিউব চ্যানেলে ৬k+ subscriber থাকা সত্ত্বেও কখনো মনিটাইজ করবো না। কারন, এসব প্ল্যাটফর্মে আমি কিছু জানতে আর জানাতে আসি। সুতরাং, ধৈর্য না থাকলে পোস্ট টি এড়িয়ে যাবেন ভাই। কিন্তু খারাপ মন্তব্য না করলেই খুশি হবো। যাইহোক। ঠিক গুছিয়ে লিখতে পারবো না হয়তো। তবে চেষ্টা করছি। এটা মূলত add দেখা অ্যাপ। তবে এখানে অ্যাড দেখা খুবই সহজ। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। ১৫ টা অ্যাড দেখলে ১০০ কয়েন পাবেন। আর এই ১৫ টা অ্যাড দেখতে ২ মিনিট মত লাগবে। আর ৩৩০০ কয়েনে ৩০ টাকা মোবাইল রিচার্জ এবং মিনিমাম ১১০০০ কয়েনে ১০০ টাকা বিকাশে নিতে পারবেন। তবে বিকাশে না নেওয়াই ভালো। আমি নিজেও বিকাশে নিচ্ছি মোবাইল রিচার্জে নিচ্ছি। তাই আপনারাও চেষ্টা করবেন মোবাইল রিচার্জ নিতে। যাইহোক, এটাতে কাজ করতে হলে আগে USA/UK ভিপিএন কানেক্ট করতে হবে। এ জন্য আপনারা SuperVPN ব্যবহার করতে পারেন। ভিপিএন ইন্সটল করতে এখানে ক্লিক করুন। তারপর ভিপিএনে ঢুকে USA কানেক্ট করে নিন। সেটা নিজেই পারবেন আশাকরি। তারপর আর্ন করার অ্যাপ টা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এবার Get Cash অ্যাপ টি ওপেন করে একটা একাউন্ট করে নিন। কিভাবে একাউন্ট করবেন তা জানতে নিচের ছবি গুলো দেখুন। অ্যাপ এ প্রবেশ করার পরেই নিচের ছবির মত ইন্টার্ফেস দেখতে পাবেন। সেখান থেকে Sign Up এ টাচ করুন। তারপর যে পেইজ টি আসবে সেখানে প্রথম বক্সে আপনার নাম, তার নিচের বক্সে আপনার মোবাইল নাম্বার, তার নিচের বক্সে পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ড অবশ্যই ৪ (চার) সংখ্যার দিবেন। আর একেবারে নিচের বক্সে রেফার কোড দিবেন। তারপর Sign Up এ টাচ করবেন। খোঁজ নিয়ে দেখুন আপনার বন্ধুরা কেউ এই অ্যাপ এ কাজ করছে কিনা। যদি ব্যবহার করে তাহলে তাদের রেফার কোড ব্যবহার করবেন। আর যদি নিতান্তই আমার রেফার কোড ব্যবহার করতে চান। তাহলে পোস্টের একেবারে নিচে খেয়াল করুন। রেফার কোড দিয়েছি। (আপনি যার রেফার কোড ব্যবহার করবেন, সে আপনার আর্ন থেকে ৩০% বোনাস কমিশন পাবে। তবে কারো রেফার কোড ব্যবহার করলে তাতে আপনার কোনো লাভ বা ক্ষতি নেই।) দেখুন আপনার একাউন্ট হয়ে গেছে বলছে। Ok তে টাচ করুন। OK তে টাচ করার পরেই দেখুন আপনাকে অ্যাপ এর ভিতরে নিয়ে গেছে। এখন চলুন দেখাই কিভাবে আর্ন করবেন অ্যাড দেখে। উপরের ছবিতে দেখানো Earn Money অপশনে টাচ করুন। দেখুন নিচের মত পেইজ আসবে। Next অপশনে টাচ করুন। উপরের ছবির Next অপশনে টাচ করা মাত্রই একটা অ্যাপ দেখাবে। নিচের মত। তারপর অ্যাড পেইজের যেখানে গুন চিহ্ন (X) বা Close লেখা আছে, সেখানে টাচ করে পেইজ টা কেটে দিবেন। তাহলে আবার নিচের ছবির মত পেইজে নিয়ে আসবে। এবং এভাবে যখন টোটাল ১৫টা অ্যাড দেখা হয়ে যাবে, তখন আর Next অপশন পাবেন না। তখন Claim অপশন দেখাবে। এই Claim অপশনে ক্লিক করবেন। তারপর যে অ্যাড টা দেখবেন, সেই অ্যাড টা কেটে দিবেন না। সেই অ্যাড এর উপরে ক্লিক করবেন। দেখবেন একটা পেইজে নিয়ে যাবে। এবং আপনাকে কিছু সেকেন্ড অপেক্ষা করতে বলবে। এই অপেক্ষা শেষ হলেই মোবাইল টি একটু কেপে উঠবে। এবং নোটিফিকেশনে দেখবেন আপনার ১০০ কয়েন অ্যাড হয়ে গেছে এরকম দেখাবে। এবার চলুন দেখাই কিভাবে টাকা উত্তলন করবেন। নিচের ছবি গুলো লক্ষ করতে থাকুন। Withdrew অপশনে টাচ করুন। তারপর যেভাবে পেমেন্ট নিতে চান। সেই ওয়ে টা সিলেক্ট করুন। এবং Redeem এ ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন। টাকা পেয়ে যাবেন। আমি আমার পেমেন্টের একটা স্ক্রিনশট দেইচ্ছি। এটা কারো ব্যক্তিগত অ্যাপ। তার সে কখন টাকা দেওয়া বন্ধ করে দেবে বলা যায় না। তবে আমি গত ৪ দিন থেকে আয় করছি এই অ্যাপ এ। আপনি এক কাজ করবেন। অ্যাপ এর হোব স্ক্রিনে তাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। প্রয়োজনে সেখানে জয়েন হয়ে নিবেন ভাই। আর আপনি যখন কাজ শুরু করবেন তখন সময় টা দেরি হলেও তারা তখন আসলেই পেমেন্ট করছে কিনা সেটা নিশ্চিত হতে আমাকে Knock করবেন, তাহলে আরো নিশ্চিত হতে পারবেন। রেফার কোডঃ 01739039383যাইহোক, আজ আর লিখছি না। এমনিতেই লেখার ভিতরে অনেক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ লেখা হয়নি মনে হচ্ছে। আসলে তাড়াহুড়ো করে লিখছি তো ,তাই। এ জন্যে আপনাদের অনুরোধ করছি পোস্ট টি একটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য। আশাকরি বুঝতে পারবেন। যদি মনে করেন তো এ সম্পর্কিত নিচের লিংকের ভিডিও টা দেখতে পারেন।ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।
ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেনThe post ৩০মিনিটে ৩০টাকা আয়। ১০০% পেমেন্ট পাবেন। appeared first on Trickbd.com. |
Express VPN Premium Android Userদের জন্য [Expiry on 24 March] last Part Posted: Howdy Again,
Process 02 Part:-14. তারপর 3Dot Menu তে Click করুন
15. Set Up Account এও Click করুন
16. Direct log In Page এ Entry হবে
17. নিচে Scroll Down করে দেখুন Direct Sign in Message দেখাবে ঐখানের “Here” Option এ Click করুন
18. Click করার সাথে সাথে আপনার Install করা Express VPN এ Sign in Process Start হবে
19. Enjoy Express VPN premium। এই Account Unlimited User থাকতে পারবে তবে 5জন একসাথে চালাতে পারবে।
Account:Pass Share করলে একদিনেই Change করবেন তাই এই লম্বা Process।
Tutorial:-
Bye The post Express VPN Premium Android Userদের জন্য [Expiry on 24 March] last Part appeared first on Trickbd.com. |
Express VPN Premium Android Userদের জন্য [Expiry on 24 March] 1st Part Posted: Howdy Everyone প্রথমে এই 2টি Apk Install করে নিন-
Process 01 Part:- 1.প্রথমে Yandex Browser Open করে “Cookies Editor” লিখে Search করুন
2. প্রথম যে Linkটা পাবেন তা Click করুন
3. Add To Chrome এ Click করুন
4. “Cookies Added” Type Message দেখাবে
5. এবার এই “Code” টি New Tab এ Open করুন
6. Full Codeটি Copy করে নিন
7. এবার আরেকটি New Tab Open করুন এবং expressvpn.com এ প্রবেশ করুন
8. 3dot এ click করে Extension এ Click করুন
9. Cookies Editor Select করুন
10. “Delete All” এ Click করে Import এ Click করুন
11. 6নং এ copy করা Codeটি এবার Paste করে আবার Import এ Click করুন
12. Screen এ যেকোন পাশে Click করে Cookies Editor থেকে বেরিয়ে আসুন
13. এবার Page Reload দিন কোন কিছুই Change হবে না
দেখা হচ্ছে 2য় ধাপে >>
Complete Tutorial:-
BYE…. The post Express VPN Premium Android Userদের জন্য [Expiry on 24 March] 1st Part appeared first on Trickbd.com. |
Seed-4-Me VPN 6 মাসের জন্য ফ্রি Subscription [No BIN, NO CC Required] Posted: Howdy Everyone
এর Featuresসমূহ:- Information By- https://seed4.me/pages/download
৬ মাসের Subscription Process:- 1. প্রথমে এই সাইটে Visit করুন
2. My Account এ Click করুন
3. তারপর “Create Account” এ Click করুন
4. Email-Password দিয়ে Fill up করে নিন Formটি
5. Temp.Mail Use করতে চাইলে এই Site Use করতে পারেন
6. এবার Promo Code এর জায়গায় TOOSHEH Paste করুন এবং Register এ Click করুন
7. Mail Addressটি Verify করে নিন
8. My VPN Access এ Check করে দেখুন 181 দিনের জন্য Seed 4 Me VPN Activate হয়ে যাবে।
Conclusion:- Bye The post Seed-4-Me VPN 6 মাসের জন্য ফ্রি Subscription [No BIN, NO CC Required] appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments