রাতে যে খাবার গুলো খেলে ওজন বাড়বে না,জেনে নিন। |
- রাতে যে খাবার গুলো খেলে ওজন বাড়বে না,জেনে নিন।
- বিকাশ এপস থেকে ১৫ টাকা রিচার্জে ১৫ টাকা ১০০% ক্যাশ ব্যাক
- ডাউনলোড করে নিন Hotspot Shield Vpn Premium Mod লেটেস্ট ভার্সন সাথে ১২৬ টি Server .
- Updated: Express VPN Premium Activation Key 30দিনের জন্য (05 PC User Only)
- Advance SystemCare Pro 14 ফ্রিতেই Download করুন [Original File]
- Express VPN Premium 30 দিনের জন্য Via Lastpass [Edu Mail Required]
- Lastpass Premium ৬ মাসের জন্য ফ্রিতেই [Edu Mail Required]
- কোন প্রকার আইডি কার্ড ছাড়াই ফেসবুক এ নাম ছাড়া আইডি খুলুন(full blank)
- বাংলালিংক সিমে প্রতিমাসে ১ জিবি করে ১২ মাসে ১২ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন
- আপনার যদি থাইরয়েড সমস্যা থাকে তাহলে থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে আপনার যা করণীয়
রাতে যে খাবার গুলো খেলে ওজন বাড়বে না,জেনে নিন। Posted: আসসালামুআলাইকুম। ও হিন্দু ভাইদের জানাই আদাব। কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আপনাদের দোয়াতে আমি ও অনেক ভাল আছি। কারন ট্রিকবিডির সাথে থাকলে নিত্যনতুন ট্রিক ও টিপস জানা যায় খুব সহজে। প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে একটি অার্টিক্যাল নিয়ে হাজির হলাম। টাইটেল দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন,যে আজকে আপনাদের মাঝে আসলে কোনটা নিয়ে লিখতে বসেছি। আজকে আপনাদের এমন কিছু খাবার এর সাথে পরিচয় করিয়ে দেব। যে খাবার গুলো আপনি রাতে খেলে আপনার ওজন বাড়বে না। স্বাস্থ ঠিক রাখা আমাদের সবার জরুরি। কারন স্বাস্থ ঠিক থাকলে রোগ -ব্যাধি বাসা বাধে না। তাজা ফল দিয়ে স্মুদি বানাতে পারেন।এটি যেমন সুস্বাদু, তেমনি এতে বেশি ক্যালরি থাকে না। যার কারনে বাড়তি ওজন বাড়ে না। রাতে খাবার পর ও যদি ক্ষুধা লাগে, তাহলে এরকম কিছু খেলে আপনার ওজন ঠিক থাকবে। এবং আপনার স্বাস্থ ও ঠিক থাকবে। তাই আপনার রাতে খাবার পর যদি ক্ষুধা লাগে,তাহলে এটা খেতে পারেন। চিয়া সিডস পুডিংঃ চিনির পরিবর্তে, মধু মিশিয়ে চিয়া সিডস পুডিং তৈরী করে খেতে পারেন। কারন চিনিতে আছে বিভিন্ন ধরনের উপাদান, যা আমাদের ওজন বাড়াতে সাহায্য করে। তাই আপনি চিনির বদলে এটা খেলে আপনার অনেক উপকার ও হবে। এবং স্বাস্থ ও ঠিক থাকবে।ওজন বাড়বে না। ভিজানো বাদামঃ আপনি আগে থেকে বাদাম ভিজিয়ে রাখতে পারেন, এবং রাতে যখন ক্ষুধা লাগে তখন এগুলি খেতে পারেন। এতে করে আপনার পেট ও ভরবে পাশা পাশি ওজন ও নিয়ন্ত্রিত থাকবে। বাটার মিল্কঃ ফ্যাট নেই এমন মিল্ক ও খেতে পারেন।তবে আপবার যদি সাইনোসাইট এর সমস্যা থাকে,তবে খাওয়ার দরকার নাই। দইঃ দই প্রায় সবার পছন্দ। রাতে ক্ষুধা লাগলে দই খাবেন, তবে একটা দিক সতর্ক অবলম্বন করতে হবে। সেটা হলো চিনিমুক্ত দই খেতে হবে।প্রয়োজনে ফল মিশিয়ে খেতে পারেন। কোনো ভাবেই চিনি যুক্ত দই খাওয়া যাবে না। তাহলে ফ্যাট বেড়ে যাবে। ফলঃ ফল যতই মিস্টি হোক না কেন এতে কোনো কৃত্তিম চিনি নেই। তাই আপনার যদি রাতে ক্ষুধা লাগে, তাহলে আপনি ফল খেতে পারেন। সূত্রঃ হেলথ শটস। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post রাতে যে খাবার গুলো খেলে ওজন বাড়বে না,জেনে নিন। appeared first on Trickbd.com. |
বিকাশ এপস থেকে ১৫ টাকা রিচার্জে ১৫ টাকা ১০০% ক্যাশ ব্যাক Posted: আসসালামু আলাইকুম, প্রিয় ভিউয়ার্স হ্যাঁ আপনি ঠিকই টাইটেল দেখেছেন বিকাশ অ্যাপ থেকে 15 টাকা রিচার্জ করলে 15 টাকায় ক্যাশব্যাক কথা বাড়িয়ে লাভ কি চলুন তাহলে দেখা যাক প্রুুভ সহ ৷ আমি যে পেয়েছি তার প্রমান ৷ বিকাশ অ্যাপ থেকে ১৫ টাকা রিচার্জে ১০০% ক্যাশব্যাক, সর্বোচ্য ১বার পাবেন ! তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আমার কোন এক পোস্টে আপনাদের সঙ্গে আমার দেখা হবে খোদাহাফেজ এই পর্যন্ত ট্রিকবিডি সঙ্গে থাকুন ৷ The post বিকাশ এপস থেকে ১৫ টাকা রিচার্জে ১৫ টাকা ১০০% ক্যাশ ব্যাক appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন Hotspot Shield Vpn Premium Mod লেটেস্ট ভার্সন সাথে ১২৬ টি Server . Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ট্রিক শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ।
তাহলে শুরু করা যাক । 1 . ডাউনলোড করার আগে কিছু Screenshot দেখে নেই । APPS DETAILS : Apps Pro Features : The post ডাউনলোড করে নিন Hotspot Shield Vpn Premium Mod লেটেস্ট ভার্সন সাথে ১২৬ টি Server . appeared first on Trickbd.com. |
Updated: Express VPN Premium Activation Key 30দিনের জন্য (05 PC User Only) Posted: Howdy Everyone
তাছাড়া এর অন্যান্য Featuresসমূহ–
যেভাবে Activation Key দিয়ে VPN Activate করবেন
1. Express VPN Install করুন… Download Installer
2. Sign in এ Click করলে, Activation Code চাইবে 3.এবার এই Codeটি Copy & Paste করে দিন [EWHS9BMCUMWFVYSXWDF4Q5R]
4. কিছুক্ষণের মধ্যেই Sign in process শেষ হবে।
5.30Days Trail সহ Express VPN Start হবে। 13 April, 2021 Expire Date
Reminder-
কীভাবে নিজেই Premium Activation Key নিতে পারবেন, সেই Process:- Visit Here
Bye The post Updated: Express VPN Premium Activation Key 30দিনের জন্য (05 PC User Only) appeared first on Trickbd.com. |
Advance SystemCare Pro 14 ফ্রিতেই Download করুন [Original File] Posted: Advance SystemCare সম্পর্কে আমরা অনেকেই জানি। এটি মূলত Computer এর জন্য খুবই দরকারি Software।
এর Features সমূহ:-
এটি মূলত 29.99$ দিয়ে Purchase করা লাগে, কিন্তু sharewareonsale একটা Giveaway আয়োজন করেছে। যেখানে ফ্রিতেই এই 29.99$ সমমূল্যের Fileটি ফ্রিতেই Download করতে পারবেন।
Giveaway Link :– Here
যেভাবে Download করবেন Fileটি:-(*-*) giveaway Site এ প্রবেশ করুন এবং <<Download Advance System Care pro>> তে Click করুন
(*-*) <<I Don’t Use facebook,Twitter,linkedin>> এ Click করুন
(*-*) Formটি Fill Up করে <<Give it to Me now>> এ Click করুন।
Giveawayটি শেষ হতে আর 2 দিন বাকি আছে
-:Mail:- The post Advance SystemCare Pro 14 ফ্রিতেই Download করুন [Original File] appeared first on Trickbd.com. |
Express VPN Premium 30 দিনের জন্য Via Lastpass [Edu Mail Required] Posted: Howdy Everyone,
আজকে দেখাব কীভাবে Express VPN নিবেন 30 দিনের জন্য {Vai Lastpass}
Instruction 1. প্রথমে Lastpass Premium Subscriptionটা নিয়ে নিন 6 মাসের জন্য – Visit here for Instruction(LastPass) 2.last pass create করার পর Log in করে Lastpass page Open করুন
3.এবার Security Dashboard এ Click করুন
4. ডানপাশে দেখবেন Express VPN 1 Month Trail Freeতেই দিচ্ছে 5. Start VPN এ Click করুন
6. তারপর Activation Link যাবে আপনার Outlook Mail Box এ
7. Express VPN Page Load হবে এবং Account Password দেখাবে। 8. আর Account Email হবে যেই Mail দিয়ে Lastpass খুলছেন(Edu Mailটি)
9. এবার Pc/computer এ Use করার জন্য Activation Code পাবেন।
10. Enjoy! Express Premium
Tutorial
Bye The post Express VPN Premium 30 দিনের জন্য Via Lastpass [Edu Mail Required] appeared first on Trickbd.com. |
Lastpass Premium ৬ মাসের জন্য ফ্রিতেই [Edu Mail Required] Posted: Howdy Everyone,
আজকে দেখাব কীভাবে Edu Mail দিয়ে Lastpass Premium উপভোগ করবেন 6 মাসের জন্য
INSTRUCTION 1. প্রথমে Outlook এ Edu Mail দিয়ে Log in করুন (Remember:- Log in এ সময় একটা Android App Install করা লাগবে “Onelogin Protect”)
2.এবার Lastpass.com এ Visit করুন
3. একটা Free Account Create করে নিন Edu Mail দিয়ে
4. এবার Lastpass Edu Promo Link এ প্রবেশ করুন & Edu mail টি Input দিন
5. Outlook mail Box এ একটা Promo/Activation link পাবেন ঐটাতে Click করুন
6. এরপর ‘Get 6 Month” এ Click করুন
7.ব্যস, Enjoy করুন Lastpass Premium 6 মাসের জন্য।
Tutorial:-
Bye The post Lastpass Premium ৬ মাসের জন্য ফ্রিতেই [Edu Mail Required] appeared first on Trickbd.com. |
কোন প্রকার আইডি কার্ড ছাড়াই ফেসবুক এ নাম ছাড়া আইডি খুলুন(full blank) Posted: আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন তারপর এই ফ্রম টা পূরণ করবেন
The post কোন প্রকার আইডি কার্ড ছাড়াই ফেসবুক এ নাম ছাড়া আইডি খুলুন(full blank) appeared first on Trickbd.com. |
বাংলালিংক সিমে প্রতিমাসে ১ জিবি করে ১২ মাসে ১২ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন Posted:
“প্রতিনিয়ত সবার আগে সকল সিমের Free net,Free Call,App Review,Facebook & Youtube টিপস এর ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।” ★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃBDTRICKSH The post বাংলালিংক সিমে প্রতিমাসে ১ জিবি করে ১২ মাসে ১২ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন appeared first on Trickbd.com. |
আপনার যদি থাইরয়েড সমস্যা থাকে তাহলে থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে আপনার যা করণীয় Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে যা করণীয়আমাদের সমাজের অনেক মানুষের থাইরয়েড সমস্যা দেখা যায়। কেউ কেউ এই রোগ হলে গুরুত্ব দেয়না পরবর্তীতে সেই রোগ আরো বড় আকার ধারণ করে। আসলে শুধু থাইরয়েড না যেকোন রোগ ছোট থাকতে চিকিৎসা করা উচিত। তা না হলে পরবর্তী অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। চিকিৎসকরা বলছেন→ সময় মতো চিকিৎসা না করালে ধীরে ধীরে তা মারাত্মক আকার ধারণ করতে করতে পারে এই থাইরয়েড। আপনি যদি শুধু ওষুধ খান এই রোগের জন্য তাহলে ভালো হবেনা এর জন্য যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবারও খেতে হয়।থাইরয়েড যেহেতু হরমোনের ভারসাম্যকে নষ্ট করে, এ কারণে এই সমস্যা থাকলে বেশ কিছু খাবার খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া উচিত। যেমন- ১. এই রোগ থেকে মুক্তি পেতে চাইলে প্যাকেটজাত খাবার বা প্রসেস খাবার থেকে দূরে থাকা উচিত। যেমন- বিস্কুট, চিপস, মাল্টি গ্রেইন ইত্যাদি এসব খাবারে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ, লবণ ও সোডিয়াম দেওয়া থাকে।যা থাইরয়েডের ক্ষেত্রে যা খাওয়া একদম উচিত নয়। সোডিয়াম উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। ২.আপনি যদি থাইরয়েডের সমস্যা ভুগেন তাহলে মাল্টি গ্রেইনের বদলে হোল গ্রেইন খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। কারণ এই খাবারে হোল গ্রেইনে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, কার্বোহাইড্রেট, আয়োডিন থাকে। যা থাইরয়েড রোগীদের জন্য খুব জরুরি। থাইরয়েডের সমস্যা থাকলে পাউরুটি, পাস্তা এসব ধরনের খাবার থেকে দূরে থাকা উচিত। ৩.অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া যাবেনা। কারণ শরীরে চর্বি হলে থাইরয়েড গ্ল্যান্ডে হরমোন তৈরিতে বাধা দেয়। অতএব ফাস্ট ফুডকে না বলুন। ৪.আমাদের শরীরের থাকা আয়োডিন ও প্রোটিন মিশে থাইরয়েড হরমোন তৈরি করে। তাই প্রতিদিন খাদ্য তালিকায় দই, চিজ, বাদাম, ডিম, মাছ, মাংস, ডাল রাখুন। সয়াবিন খাওয়া বাদ দিন। কারণ এতে থাকা আইসোফ্ল্যাভিন থাইরয়েডের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। এছাড়াও থাইরয়েডের সমস্যা থাকলে ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি খাওয়া বাদ দিতে হবে। এছাড়া মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, কফি, অ্যালকোহল, কোমল পানীয় পরিহার করতে হবে। পাশাপাশি অবশ্যই প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করতে হবে। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post আপনার যদি থাইরয়েড সমস্যা থাকে তাহলে থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে আপনার যা করণীয় appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments