Search box..

সাবলাইম টেক্সট ৩ এ কিভাবে প্লাগিন এড করবেন ?

সাবলাইম টেক্সট ৩ এ কিভাবে প্লাগিন এড করবেন ?


সাবলাইম টেক্সট ৩ এ কিভাবে প্লাগিন এড করবেন ?

Posted:

সাবলাইম টেক্সট, এক কথায় বলতে গেলে লাইট ওয়েট, এডভান্সড এবং বহুল জনপ্রিয় একটি কোড এডিটর হচ্ছে সাবলাইম টেক্সট ৩। মাত্র ১০ এম্বি ডাউনলোড সাইজের এই ছোট্ট কোড এডিটর হচ্ছে বহু ডেভেলপার এর ফেবারিট লিস্টের একদম টপ।

আপনি যদি কখনো কোন সময় কোডিং করে থাকেন তাহলে নিশ্চিত ভাবেই বলা যায় যে আপনি সাবলাইম টেক্সট ব্যবহার করেছেন কিংবা শুনেছেন।

ক্রস প্লাটফর্ম, পাইথন এপিআই বেজড সহ ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড এবং ফ্রি সফটওয়্যার লাইসেন্স এর আওতায় বিশাল বড় কমিউনিটি নিয়ে সাবলাইম টেক্সট রাজত্ব করছে কোড এডিটর এর জগতে।

Sublime Text 3 | Screenshot
Sublime Text 3 | Screenshot

 

 

আর সাবলাইম টেক্সট এর এই জনপ্রিয়তাকে বহুগুন বাড়িয়ে দিয়েছে এর প্লাগিন সাপোর্ট। হাজার হাজার প্লাগিন এর মধ্যে থেকে আমাদের প্রয়োজন মতো প্লাগিন ইন্সটল করে নিয়ে সহজেই আপনার কাজ কে আপনি খুব দ্রুত এবং ওয়েল পারফর্মড করে ফেলতে পারবেন।

তাহলে চলুন আজকে দেখে নেই কিভাবে সাব্লাইম টেক্সট এ প্লাগিন এড করবেন।

স্টেপ-১ঃ সাবলাইম টেক্সট ওপেন করে উইন্ডোজ হলে ctrl+shift+p এবং ম্যাক হলে cmd+shift+p এই কি কম্বিনেশন প্রেস করলে সাবলাইম টেক্সট এর কমান্ড প্যালেট ওপেন হবে।

Sublime Text3 Command Pallet | Screenshot
Sublime Text3 Command Pallet | Screenshot

 

স্টেপ-২ঃ এবারে এই প্যালেট এ Install Package Control লিখে এন্টার প্রেস করলেই কিছুক্ষণ পরে নিচের মতোই পপ আপ আসবে

Sublime Text3 Pop Up | Screenshot
Sublime Text3 Pop Up | Screenshot

 

স্টেপ-৩ঃ এখন আবার উইন্ডোজ হলে ctrl+shift+p এবং ম্যাক হলে cmd+shift+p এই কি কম্বিনেশন প্রেস করলে সাবলাইম টেক্সট এর কমান্ড প্যালেট ওপেন করুন এবং সেখানে Package Control: Install Package লিখে এন্টার প্রেস করলেই নিচের মতো স্ক্রিন আসবে।

Sublime Text3 Package Control | Screenshot
Sublime Text3 Package Control | Screenshot

 

 

স্টেপ-৪ঃ এখন এই বক্সে আপনার প্রয়োজনীয় প্লাগিন এর নাম লিখে এন্টার প্রেস করলেই তা ইন্সটল হতে শুরু হবে। এবং তা কিভাবে ব্যবহার করবেন তা জানতে উক্ত প্লাগিন এর ডকুমেন্টেনশন দেখুন।

এবারে চলুন কিছু বহুল জনপ্রিয় সাবলাইম টেক্সট এর ৩ টি জনপ্রিয় প্লাগিন দেখে নেই।

১। Emmet

এমেট, যতগুলো কোড এডিটর এখন অবধি প্রচলিত আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় বলা যায় এমেট কে। বিশেষ করে এমেট সহজ করেছে ওয়েব ডেভেলপিং সিস্টেম কে। এমেট মুলত এব্রেভেশন লিখে বেশি কোড লেখার বিশেষ সিস্টেম। আপনি সিএসএস সিলেক্টর এর মতো করে লিখে অনেক বেশি কোড এ কনভার্ট করতে পারবেন।

প্লাগিন টি ইন্সটল করতে চাইলে https://packagecontrol.io/packages/Emmet

 

২। কালার পিকার

আমরা যখন কোন ওয়েব সাইট নিয়ে কাজ করতে যায় তখন অনেক অনেক সময় বিভিন্ন সময় কোন কালার এর হেক্সাডেসিমেল কোড বা আরজিবি কোড ও প্রয়োজন হয়। সেই সময় আমরা হয়ত ওয়েব সার্চ করে সেই কালার এর কোড মনে রাখি। কিন্তু সেই একই কাজ কে কোড এডিটর এর মধ্যে সহজ করতে আছে কালার পিকার প্লাগিন।

প্লাগিন টি ইন্সটল করতে চাইলে https://packagecontrol.io/packages/ColorPicker

 

৩। গিট

আমরা সবাই গিট এবং গিটহাব নিশ্চয় ব্যবহার করেছি। ভিএস কোড সহ অন্যান্ন বেশি বড় কোড এডিটর এ সাধারণত গিট এম্বডেড থাকে। কিন্তু সাবলাইম টেক্সট ৩ কে লাইট ওয়েট রাখতে বিল্ট ইন গিট এম্বডেড থাকে না। তবে প্রয়োজন মতো চাইলে আমরা প্লাগিন হিসেবে গিট কে ইন্সটল করে ফেলতে পারি।

প্লাগিন টি ইন্সটল করতে চাইলে https://packagecontrol.io/packages/Git

 

পরিশেষ

দেখে নিলাম কিভাবে সাব্লাইম টেক্সট এ প্লাগিন ইন্সটল করতে হয় এবং সেই সাথে বহুল জনপ্রিয় ৩ টি প্লাগিন এর নাম। পরের কোন এক লেখায় দেখা অন্য কোন বিষয় নিয়ে।

সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

The post সাবলাইম টেক্সট ৩ এ কিভাবে প্লাগিন এড করবেন ? appeared first on Trickbd.com.

কিডনি ভাল রাখার ৮ টি উপায়, আমাদের সবার জানা উচিৎ।

Posted:

আসসালামুআলাইকুম। ও হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন।
প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন,আজকে কোন বিষয় নিয়ে পোস্ট করতে যাচ্ছি।
কিডনি একটা মানুষের খুব ই গুরুত্বপূর্ণ একটি পার্টস বললেই চলে। কারন কিডনি আমাদের রক্ত ফিল্টার করে৷ মূত্রের পরিমান নিয়ন্ত্রন করে। একটা মানুষের কিডনি খুব ই দরকার।কিডনি ছাড়া কোনো মানুষ বেচে থাকতে পারে না৷ তাই কিডনির গুরুত্ব অপরসীম। আমাদের অবহেলা ও অযত্নের কারনে আমাদের কিডনি নস্ট হতে বসে। তাই আমদের কিডনি ভাল রাখার জন্য কিছু দিকে লক্ষ্য রাখতে হবে। আজকে আমি এ বিষয় গুলো নিয়ে আলোচনা করব। আজকের বিষয়গুলো ফলো করলে আশা করি আপনাদের কিডনি অনেক ভাল থাকবে।
কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

১]] সচল থাকুন, সক্রিয় থাকুন!
আমাদের ব্যায়াম,খেলাধুলা হাটাহাটি,করা, এবং প্রেসার কন্ট্রোল এ রাখা। এবং আমাদের ভাবতে হবে ডায়াবেটিস যেন না হয়।
কারন ডায়াবেটিস থেকে ই সাধারণত কিডনির সমস্যা দেখা দেয়।
আমাদের মাঝে মাঝে উচিৎ ডায়াবেটিস ও প্রেসার পরিক্ষা করা। এবং ডাক্তার এর পরামর্শ অনুযায়ী চলা। কারন আমাদের কিডনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

২] প্রতিবছর কিডনি চেক করানোঃ

যারা কিডনির সমস্যায় বেশি ঝুকিতে আছে, বা যাদের বয়স ৬০ এর বেশি। এবং যাদের ডায়াবেটিস আছে, উচ্চ ব্লাড প্রেসার আছে যাদের। ও যাদের মেদ বেশি, তাদের উচিৎ প্রতিবছর একবার করে হলে ও কিডনি চেক করানো। কারন উক্ত সমস্যা গুলো থাকলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের এ দিকে ভালভাবে লক্ষ্য রাখতে হবে।

৩] পেইনকিলার বেশি দিন নেবেন নাঃ

অনেকদিন ধরে ব্যাথার ঔষুদ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। অনেক দিন হলে কিডনির সমস্যা থাকলে, বাজারে পাওয়া যায় এমন পেইনকিলার নিলে অনেক বেশি সমস্যা হতে পারে। এদিকে লক্ষ্য রাখতে হবে। তাই পেইনকিলার বেশিদিন নেয়া উচিৎ না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিৎ ও পেইনকিলার নেয়া উচিৎ ।

৪] পর্যাপ্ত পরিমান পানি খাবেনঃ

শরীর থেকে হানিকর পদার্থ বের করে দেয়ার জন্য কিডনিতে পানির অনেক দরকার।এজন্য দিনে এক থেকে দেড় লিটার পানি খাওয়া দরকার। ক্রীয়াবিদদের আরো বেশি পানি দরকার। আমাদের শরীরের ৭০ ভাগ ই পানি। তাই পানি আমাদের শরীরের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই আমাদের পানি পান করা উচিৎ।

৫] ধূমপান ছাড়ুনঃ

ধূমপান করলে আমাদের কিডনির অনেক ক্ষতি হয়। ব্লাড ভেসেল এর সব চেয়ে বেশি ক্ষতি করে এই ধূমপান৷ তাছাড়া ধূমপান তো স্বাস্থের জন্য ক্ষতিকর। তাই আমাদের ধূমপান এই বদ অভ্যাস আমাদের বাদ দিতে হবে।

৬] ব্লাড সুগার চেক করানঃ

ব্লাড সুগারের লেভেল স্টেডি থাকা চাই।উচ্চ ব্লাড সুগার কিডনির ভিতরের ব্লাড এর সমস্যা সৃষ্টি করতে পারে৷ যার কারনে আমাদের কিডনির অনেক বড় সমস্যা দেখা দিতে পারে।এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।আমাদের নিয়মির ব্লাড সুগার চেক করানো দরকার।

৭] স্বাস্থকর খাবার খাবেনঃ

স্বাস্থকর খাবার আমাদের দেহের জন্য খুব ই গুরুত্বপূর্ণ। তাই আমাদের ফলমূল, শাক- সবজি বেশি করে খাওয়া উচিৎ। আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে,লবন আমাদের কিডনি ক্ষতি করে৷ তাই আমাদের কিডনি ভাল রাখতে স্বাস্থকর খাবার আমাদের খাওয়া উচিৎ।

৮] ব্লাড প্রেসার এর খেয়াল রাখুনঃ

ব্লাড প্রেসার আমাদের কিডনিতে অনেক প্রভাব ফেলে।
ব্লাড প্রেসার হলে কিডনির ভিতরে সমস্যা দেখা দেয়। উচ্চরক্ত চাপ হলে ও কিডনির সনস্যা দেখা দিতে পারে। তাই আমাদের ডাক্তার এর পরামর্শ মোতাবেক চলা উচিৎ।

উক্ত দিকগুলো আমাদের সবার মেনে, সতর্কতার সহিত চলা উচিৎ।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post কিডনি ভাল রাখার ৮ টি উপায়, আমাদের সবার জানা উচিৎ। appeared first on Trickbd.com.

Grammarly Edu Cookies, All premium Features এবং Expiry ঝামেলা নাই

Posted:

Grammarly gets upgrade on Google Docs w/ sidebar - 9to5Google

Howdy Everyone,

Grammarly Edu Cookies  দেয়া হবে, যারা Edu Mail পাইছেন তারা নিজেরাই Create করে নিন Grammarly EDU।

এই Cookies Android ও Pc তে Use করা যাবে

 

🍁 PC/Computer User 🍁

আপনার যদি Cookies প্রয়োজন হয় তবে Comment এ Telegram ID দিন

01.প্রথমে এই Cookies Link[Protected] থেকে   codeটি Copy করে নিন

02. এবার যেকোন Browser Open করুন (chrome/edge/firefox)এবং  cookies editor extension টা install করেনিন

03. এখন https://www.grammarly.com/ এ প্রবেশ করুন । এবং extension Button এ click করুন >> Cookies editor select/pin করুন

04.এবার download করা ঐ  fileএর code copy-Paste করে  Import করে দিন।

05.  Grammarly তে direct auto log in….. দেখুন EDU tagটা উঠে আছে কিনা।

 

🎥 Tutorial

 

 

🍁 Android users 🍁

 Androaid এ-ও cookies use করতে পারবেন Yandex Browser ব্যবহার করে। step by step নিচে দেয়া হল-

প্রয়োজন ছাড়া তো Cookies নিয়ে লাভ নাই, তাই না !!!

 ✿প্রথমে Yandex Play store থেকে Install করে নিন

Cookies Link[Protected] থেকে   codeটি   copy করে নিন

✿Yandex browser এ cookies editor extension টা install করেনিন

✿এখন https://www.grammarly.com/ এ প্রবেশ করুন । এবং extension Buttonটিতে এ click করুন >> Cookies Editor select করুন

✿এবার download করা ঐ  file টার code Copy-paste করে  Import করে দিন।

✿ব্যস auto-login হয়ে যাবে Grammarly EDU account এ

 

 

🎥 Tutorial

 

Bye👊
Contact Me On-
Telegram [@sakib0152Bot] [@sakib0152]

The post Grammarly Edu Cookies, All premium Features এবং Expiry ঝামেলা নাই appeared first on Trickbd.com.

ফ্রী তে নিয়ে নিন viber, Unlimited world প্যাক,যেটা দিয়ে 60+ দেশের নম্বরে ফ্রীতে কথা বলতে পারবেন।সাথে বোনাস থাকছে,google playpass Subscription

Posted:

কি খবর আপনাদের? ভালো আছেনতো সবাই?আশাকরি, এই পোস্ট পড়ার পর আরো ভালো অনুভব করবেন।চলুন কথা না বারিয়ে শুরু করা যাক।

CARD GENARATE

Viber unlimited world প্যাক নেয়ার জন্য,প্রথমে Namsogen এ গিয়ে,নিচের bin টি পেস্ট করে cc, genarate করুন ও জেনারেট হওয়া সিসি কপি করুন।

Bin:48950455

এরপর mrchecker গিয়ে সিসি পেস্ট করুন ও লাইভ সিসি/কার্ড নম্বর কপি করে নোটপ্যাড এ সেভ করে রাখুন।



CARD ADDING

এরপর যেকোনো vpn এ usa সার্ভার কানেক্ট করে,playstore এর ডাটা ক্লিয়ার করুন ও প্লেস্টোর ওপেন করুন।

এরপর থ্রিবার এ ক্লিক করুন।

তারপর payment methods এ ক্লিক করুন।

তারপর add credit or debit card এ ক্লিক করুন ও আপনার কার্ড নাম্বার,date,cvv,name লিখে বাদবাকি গুলা নিচের ছবির মতো দিন ও save করুন।আপনার কার্ড অ্যাড হয়ে গেলো।



VIBER UNLIMITED WORLD

প্রথমে playstore থেকে viber ডাউনলোড করে,login করুন।তারপর more>viber out>start trial ক্লিক করুন।



তারপর Google play সিলেক্ট করে subscribe ক্লিক করুন। হয়ে গেল আপনার viber Unlimited world subscription। এটা দিয়া আপনি 60+ দেশে unlimited কথা বলতে পারবেন ৭দিন পর্যন্ত।




PLAYPASS

থ্রীবার এ ক্লিক করে,playpass>get started> subscribe ক্লিক করে আপনার জিমেইল পাস দেয়া verify করুন।তারপর no thanks সিলেক্ট করে,ok ক্লিক করুন। হয়ে গেলো play pass one month subscription।





এরকম আরো ট্রিক এর Pete join krun
Telegram:t.me/ads2711

ধন্যবাদ।

The post ফ্রী তে নিয়ে নিন viber, Unlimited world প্যাক,যেটা দিয়ে 60+ দেশের নম্বরে ফ্রীতে কথা বলতে পারবেন।সাথে বোনাস থাকছে,google playpass Subscription appeared first on Trickbd.com.

Grammarly Edu, Free Subscription কোন Account Limitation নাই [Edu Mail Required]

Posted:

Howdy Everyone,
Grammarly হল একটা Writing Tool, যা আপনার লেখার ত্রুটিগুলো আপনার সামলে তুলে ধরে খুব সহজেই। আমরা অনেক সময় Email, Lab_report,presentation তৈরীর সময় ভাষাগত অনেক ভুল করে থাকি যা খুবই কষ্টের কথা। কিন্তু Grammarly তা auto detact করে খুজে বের করে দিবে এবং শুদ্ধটাও Replace করে দিবে। মূলত English এর ভূল ধরতে এটি সক্ষম।Grammarly Edu

 

🖇এর কিছু Features উল্লেখ করলাম

  • Grammar and punctuation
  • Spell Check
  • Plagiarism
  • Writing Style

কীভাবে Collin.edu mail দিয়ে Grammarly Edu Subscriptionট নিবেন তার Processটাই দেখানো হবে। কোন Extra Sign Up Issue নেই Direct Log in হবে Collin Page থেকে !

🍁 Instruction 🍁

1. প্রথমে এই Link এ প্রবেশ করুন 

 

2. এবার Scroll Down করে এই জায়গায় আসুন

 

 

3. তারপর এই Link এ Click করুন

 

 

4.Username, password, Verification ধাপে ধাপে Complete করে নিন। 🕸 Verification processটা হল just Android এ Play Store থেকে OneLogin App Install করে নিন, QR Code Scan করুন আর Manually Codeটা বসান ব্যস এতটুকুই

 

 

5. এবার Skip এ Click করুন

 

 

6. এইরকম Interface Show করবে তখন Grammarly তে Click করুন/New Tab এ Open করুন

 

 

 

7. 10-20 সেকেন্ডেই কোন Sign Up(https://www.grammarly.com/edu) Process ছাড়া Automatic Grammarly Edu Page Load হবে।

 

 

🎥 Tutorial

 

 

 

(#@$%)

03 দিন হয়েও অনেকের Edu mail আসে নাই??? যদি আপনাদের কোন Confirmation Mail এসে থাকে তবে Edu Mail আসবেই। আর ঐ Confirmation mail এই লেখা আছে 3-5 business day তে Edu mail দিবে। আমি 2 বার apply করে প্রত্যেকবার 2 দিনের মধ্যেই edu mail পেয়েছিলাম।  Keep Patience ⌛

 

🚩আর এই Grammarly Edu Cookies🍪 Share করব আপাদত,  যেন আপনারা নিজের Edu mail না পাওয়া পর্যন্ত Use করতে পারেন।

▶ Visit Cookies Page ▶

 

Bye👊
Contact Me On
Telegram [@sakib0152Bot] [@sakib0152]

The post Grammarly Edu, Free Subscription কোন Account Limitation নাই [Edu Mail Required] appeared first on Trickbd.com.

নতুন Anime Site��, HD Streamingও করতে পারবেন ��

Posted:

Anime Vector Wallpapers - Top Free Anime Vector Backgrounds - WallpaperAccess

আমরা অনেকেই কম-বেশি Anime Lover। আর এর জন্য Crunchyroll PremiumAccount বা বিভিন্ন Torrent Site থেকে Anime Download করে দেখা লাগে। আর এটা সত্যিই বিরক্তিকর এবং Torrent File Download এও ঝামেলা হয় মাঝে মাঝে। Anime Lover Crunchyroll

 

Crunchyroll Premium Mod Apk 2.6.0 (Pro Unlocked) Download For Androidতাই এখন থেকে Crunchyroll Premium বা Torrent File Use না করেই Anime দেখতে পারবেন একটা Site Browse করেই।

 

 

🗺 Site Link:- https://www12.9anime.to/home

 

🧰  এই সাইটের কোন Apk/Software নাই। Browser Use করেই Anime Streaming করবেন। তবে নিজের Personal Experience থেকে বলছি Ads Blocker/ Brave Browser এ এই Site Browse করবেন, নাহলে Ads বিরক্ত করবে 👾

এখন Anime দেখুন Hd তে এবং কোন ঝামেলা ছাড়াই।

 

 

-:Mail:-
dex477604@gmail.com

The post নতুন Anime Site🐜, HD Streamingও করতে পারবেন 💯 appeared first on Trickbd.com.

Microsoft God Mode Enable করুন, Enjoy করুন Windows এর সব maintenance features(Demo Videoসহ)

Posted:

What Is the Microsoft এর নতুন একটি Features হল God Mode। এই God mode সম্পর্কে 5 বছর আগেও অনেক Tutorial ছিলো। কিন্তু হঠাৎ করে বিভিন্ন Tech Related Website, FB Group এ এই god Mode নিয়ে আলোচনা হচ্ছে। Microsoft God mode 

 

⁉ কেন এই Mode Enable করবেন?

শুধুমাত্র সব File এর Administrator Access এর জন্য আর  maintenance features গুলোর access এর জন্য

 

👉 যেভাবে Enable করবেন-

-প্রথমে একটি Folder Create করুন [ Mouseএ Right-click করে Create a Folder]
-এখন ঐ Folder এর নাম দিবেন GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
-Folder Icon Change হয়ে যাবে ঐখানে Double Click করলে God Mode Enable হবে।

 

 

📺 God Mode Demo Video ও Tutorial Video:-

 

😡যেভাবে Disable করবেন এই God Mode-

যে Folderটি Create করে ছিলেন Just ঐটা Delete করে দিন। আপনার Computer আগের মত Normall হয়ে যাবে

 

 

-:Mail:-
dex477604@gmail.com

The post Microsoft God Mode Enable করুন, Enjoy করুন Windows এর সব maintenance features(Demo Videoসহ) appeared first on Trickbd.com.

এলন মাস্কের ৫টি অসাধারণ সৃষ্টি । পর্ব ১

Posted:

এলন মাস্ক, সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি। অনেক দিন একচেটিয়া ভাবে বিশ্বের সেরা ধনীর লিস্টে টপ নাম যখন জেফ বেজোস এবং বিল গেটস ছিল ঠিক তখনই সব হিসাব কিতাব চুকিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে উঠে এসেছেন এলন মাস্ক।
Elon Mask | Image Source : Wikipedia
Elon Mask | Image Source : Wikipedia
উনার এত এত সৃষ্টির মধ্য থেকে ৫টি অসাধারণ সৃষ্টি নিয়েই আজকের লেখা। এই লেখাতে আপনি জানতে পারবেন এলন মাস্ক কেনই বা এত দ্রুত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন এবং পৃথিবীর সব প্রযুক্তি পাগল মানুষেরা কেনই বা তাকে গুরু মনে করেন।
তাহলে আর দেরি কিসের? চলুন দেখে নেই এলন মাস্কের অসাধারণ ১০টি সৃষ্টি

 

Tesla Motor | Photo by Craig Adderley from Pexels

১। টেসলা মোটর

লিস্টের প্রথমেই যে টেসলা মোটর এর নাম থাকবে এতো জানা কথা। হাজার হলেও এই একটা ইনোভেশন এর জন্যই রাতারাতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এলন মাস্ক। সারা বিশ্বের মোটর শিল্প যখন পেট্রোল জ্বালানির উপর নির্ভর করছে ঠিক তখন ই মাঠে এনেছেন পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক কার। যা পরিবেশ দূষণ যেমন কমাবে তেমনি দুর্ঘটনাকে নিয়ে আসবে ০ কৌঠায়। কারন, এই টেসলা মোটর শুধু ইলেক্ট্রিক কার ই নয় এর আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ Auto Pilot সুবিধা। আপনি বড় রাস্তায় গিয়ে Auto Pilot ইনেবল করে লম্বা ঘুম দিলেও নিশ্চিন্তে গন্তব্য স্থলে পৌছে যাবেন। এখন অবধি এলন মাস্কের বড় বড় প্রকল্পের মধ্যে এটাই সবথেকে বেশি এগিয়ে আছে। গত আড়াই বছরে এর শেয়ার মুল্য বেড়েছে ৭০০ শতাংশ এবং রেভিনিউ দাড়িয়েছে 1.24 বিলিয়ন ডলার।
Space X | Image Source : Wikipedia
Space X | Image Source : Wikipedia

২। SpaceX, Falcon Rocket

একটু যারা চিন্তাশীল তারা হয়তো কখনো না কখনো ভেবেছেন যে রকেট পাঠানোর পরে তা ফেরত কিভাবে নিয়ে আসে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর খুজতে গিয়েই এলন মাস্ক সর্বপ্রথম পৃথিবীতে ফেরানো যোগ্য রকেট তৈরি করেন। ২০০২ সালে মহাকাশ বিচরণ খরচ কমানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্পেস এক্স। শুরুর দিকে মুল লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে বসবাস এবং পুনরায় ব্যবহার যোগ্য রকেট তৈরি করা। Falcon 1, Falcon 9 যেই লক্ষ্য পূরণ এ সম্ভব হয়েছে। যদিও এখনো অবধি খুব বেশি আলোচনায় আসতে পারেনি স্পেস এক্স তবুও এক অনন্য প্রকল্প হিসেবে আমাদের লিস্টের ২য় জায়গা করে নিয়েছে SpaceX.
PayPal | Tech Blogger
PayPal | Img Src: Wikipedia

 

৩। X.com -> PayPal

এই আর্টিকেল পড়ছেন অতচ পেপ্যাল এর নাম শুনেন নি এরকম মানুষ হয়তো নেই। বাংলাদেশে যদিও পেপ্যাল সমর্থন করেনা বা সাপোর্ট করেনা তবুও সবার মুখের এক পরিচিত শব্দ পেপ্যাল। কিন্তু পেপ্যাল আজকের এই পেপ্যাল হয়ে ওঠার সময় এক বিশেষ অবদান রেখেছেন এলন মাস্ক। এলন মাস্ক অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে প্রতিষ্ঠা করেন x.com এবং যেটা প্রতিযোগিতা করত পেপ্যাল এর সঙ্গে। কিন্তু মার্কেট এ টিকে থাকতে এবং উভয়ে লাভবান হতে তারা একসঙ্গে মার্জ করে PayPal তৈরি করে যা এখনো মার্কেটের সিংহ ভাগ শেয়ার দখল করে নিয়ে বসে আছে। এক সময় PayPal এর CEO পদেও নিযুক্ত ছিলেন এলন মাস্ক।
HyperLoop | Img Src : Wikipedia
HyperLoop | Img Src : Wikipedia

৪। Hyperloop

এক সময় বুলেট ট্রেন এর হাইপ ছিল খুব বেশি। দ্রুত গতির স্থল ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে যা ছিল যুগান্তরী। কিন্তু সেই দিন হয়েছি বাসি, এখন সময় হাইপারলুপ এর। সবচেয়ে দ্রুত যাতায়াত এর এই প্রকল্পও এসেছে এলন মাস্কের মাথা থেকেই। ২০১৩ সালে এর কাজ শুরু হয়ে এখনো চলমান। মাত্র ৩৫ মিনিটে লস এঞ্জেল থেকে সান ফ্রান্সসিস্কো তে পৌছাতে সক্ষম এই হাইপারলুপ ট্রান্সপোর্ট সিস্টেম যা একটা কমার্শিয়াল ফ্লাইট জেট এর থেকেও দ্রুত। মুলত ট্রেন কে টানেল এর মধ্যে দিয়ে চালনা করাই হাইপার লুপ এর আসল আইডিয়া। প্রতি ঘণ্টায় ৮০০ মাইল বেগে চলতে সক্ষম এই সিস্টেম বাস্তবে রুপ নিতে এখন শুধু সময়ের অপেক্ষা।

৫। Zip2

এলন মাস্কের প্রথম সফটওয়্যার কোম্পানী ছিল Zip2 যা ১৯৯৯ সালে তার ভাই এর সঙ্গে মিলে প্রতিষ্ঠা করে। মুলত এটি ছিল একটি ট্রাভেল গাইড সফটওয়্যার। বেশ অনেকদিন পরে এই প্রোজেক্ট সফলতার মুখ দেখে এবং ৩০৭ মিলিয়ন ডলারে তা বিক্রি করে। সেখান থেকে এলন মাস্ক ২২ মিলিয়ন ডলার শেয়ার পেয়েছিল।

তো এই ছিল এলন মাস্কের অনেক অনেক ইনোভেশন এর মধ্য থেকে সামান্য কিছু অংশ। নেক্সট পর্বে আরো কিছু ইনোভেশন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ।
সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্টে জানান আপনার মতামত।

The post এলন মাস্কের ৫টি অসাধারণ সৃষ্টি । পর্ব ১ appeared first on Trickbd.com.

IMO Premium Ads Free APK ডাউনলোড করে নিন | সাথে ইমুতে Wellcome Tune সেট করুন

Posted:

আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভাল আছেন এবং সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো রয়েছি .

বন্ধুরা অনেকদিন পরে আবারো আপনাদের জন্য একটি ইমোর টিপস এবং সাথে Ads free IMO Premium অ্যাপ শেয়ার করতে আসলাম আমরা যখন ইমু ব্যবহার করে ইমুতে প্রচুর ads show করে এর কারণে আমাদের মোবাইল হ্যাং হয়ে যায় যাদের Ram কম। তাই ভাবলাম আমি আপনাদের জন্য পার্মানেন্ট একটি অ্যাড ফ্রী ইমো অ্যাপ শেয়ার করতে যাতে আপনাদের মোবাইল হ্যাং না হয় আপনারা সুন্দরভাবে ইমো অ্যাপ ব্যবহার করতে পারেন .

সাথে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইমুতে সিম এর মত ওয়েলকাম টোন সেট করবেন। যেটা আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যখন আপনাকে কেউ কল করবে সেই ব্যক্তি আপনার সেট করা ওয়েলকাম টিউন টি শুনতে পাবে .

অনেক কথা বাড়িয়ে ফেললাম চলুন এবার কাজে ফেরা যাক। ইমো প্রেমিয়াম অ্যাপ ডাউনলোডের লিংক নিচে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিবেন। এবং এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ওয়েলকাম টিউন সেট করবেন

1.আপনার ফোনে যদি ইমু ইন্সটল করা না থাকে সে ক্ষেত্রে ইন্সটল করুন।

2.এখন আপনার প্রোফাইলে ক্লিক করুন যেখানে আপনার ছবি দেখা যাচ্ছে

3.এখন সেটিং অপশনে ক্লিক করুন

4.নোটিফিকেশন অপশনে ক্লিক করুন

5.এখান থেকে কলারটিউন অপশনে ক্লিক করুন

6.এখন কল সেটিং এ ক্লিক করুন

7.এখন আপনি এখান থেকে অনলাইন থেকে আপনার যে কোন পছন্দের টিউনটি সেট করতে পারবেন .ওয়েলকাম টিউন সেট করার পুর্বে আপনার ফোনে লাইকি অ্যাপ অবশ্য ইন্সটল থাকতে হবে  তা না হলে এখান থেকে আপনার কলারটিউন সেট হবে না সবাই প্লে স্টোর থেকে লাইকি অ্যাপ টি ডাউনলোড করে নেবেন . কলার টিউন সেট করার পর লাইকি আনইন্সটল করে দিলেও কাজ করবে

 

বন্ধুরা আশাকরি আপনাদের পোস্টটি কাজে লাগবে এবং আপনারা ইমো প্রেমিয়াম অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করে এড ফ্রি ইমু ব্যবহার করা আনন্দ উপভোগ করবেন পোস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ট্রিকবিডি সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন.

IMO Premium ডাউনলোড করুন

Source website: Click Here

Imo 2021.02.1031 Mod Arm-v7a 

Imo 2021.02.1031 Mod Arm64-v8a

[বন্ধুরা যেত ইমো অ্যাপ মোট করা র্মুড করা সেহেতু সবার ফোনে প্রথম ইমো সাপোর্ট নাও করতে পারে। প্রথম ইমো যদি সাপোর্ট না করে তাহলে দ্বিতীয় টি ডাউনলোড করুন তাহলে ইনশাল্লাহ সাপোর্ট করবে]

 

📲বন্ধুরা যারা Online থেকে ফ্রি তে ঘরে বসে Android ফোন দিয়ে কোনো প্রকার রেফার ছাড়া Cryptocurrency Airdrop কাজ করে মাসে 50$ থেকে 100$+ Bitcoin /ETH/LTC ইনকাম করতে চান তারা আমাদের Taka Income YT YouTube Channel + Telegram Channel Join হবার অনুরোধ করছি |

Telegram Channel : click Here

YouTube Channel : Click Here

 

 

The post IMO Premium Ads Free APK ডাউনলোড করে নিন | সাথে ইমুতে Wellcome Tune সেট করুন appeared first on Trickbd.com.

5000 এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি ও 32 GB ROM এর অসাধারণ ফোন Symphony Z18

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Symphony Z18

মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। Symphony Z18 ফোনটিতে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে দুটি ক্যামেরা এগুলো রেজুলেশন হচ্ছে Dual 13+2 Megapixel সামনে একটি ক্যামেরা রয়েছে সেটার রেজুলেশন হচ্ছে 5 Megapixel। Symphony Z18 ফোনটিতে ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার ৫০০০ এমএএইচ। চলুন দেখে আসা যাক এই মোবাইলটির সম্পন্ন স্পেসিফিকেশন।

ফোনের নামঃ Symphony Z18

প্রথম রিলিজঃMarch 2021

ফোনের কালারঃMidnight Blue, Amazon Green

ডিসপ্লেঃ Symphony Z18 এর ডিসপ্লের সাইজ ৬.৫২ ইঞ্চি। রেজুলেশন রয়েছে HD+ 1600 x 720 pixels (269 ppi) এবং IPS LCD Touchscreen রয়েছে।

পিছনের ক্যামেরাঃ Symphony Z18 ফোনের পিছনের ক্যামেরার মধ্যে রয়েছে Dual 13+2 Megapixel ক্যামেরার মধ্যে যে ফিউচার গুলো রয়েছে Autofocus, LED flash, portrait mode, night mode & more এবং ভিডিও রেকর্ডিং Full HD (1080p) হবে।

সামনের ক্যামেরাঃ Symphony Z18 সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 5 Megapixel ক্যামেরা মধ্যে যে ফিউচার গুলো রয়েছে Display flash

ব্যাটারিঃ Symphony Z18 এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ Fast Charging

Performance: Symphony Z18 এর Operating System রয়েছে Android 10 (Go Edition) চিপসেট সম্পর্কে জানা যায়নি। প্রসেসর রয়েছে 1.6 GHz

স্টোরেজঃ Symphony Z18 ফোনের RAM রয়েছে 2 GB এবং ROM রয়েছে 32 GB

সিকিউরিটিঃ Symphony Z18 ফোনের Face Unlock রয়েছে।পিছনে Fingerprint scanner রয়েছে।

দামঃ Symphony Z18 মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে



আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post 5000 এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি ও 32 GB ROM এর অসাধারণ ফোন Symphony Z18 appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments